বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০২
(খ অংশ)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
(((সরকারি যেকোনো অফিসের ই-সেবা বা অনলাইন ভিত্তিক সেবা পেতে-
সাধারণ জ্ঞানের অন্যান্য বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর
Question : কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
Answer : দোলনচাঁপা
Question : কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
Answer : তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
Question : 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Answer : নীহার রঞ্জন রায়
Question : 'শাহানামা' এর লেখক কে?
Answer : কবি ফেরদৌসী
Question : তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে
এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?নী
Answer : ৯/২০
Question : একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের
১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করেছে?
Answer : ৬০ জন
Question : ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে।
সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
Answer : ৩০০ টাকা
Question : সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে
চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে
কত সময় লাগবে?
Answer : ৫/৪ ঘণ্টা
Question : ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।
করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে।
রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
Answer : ২৪
Question : ৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Answer : ৯
Question : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Answer : জিব্রাল্টার
Question : 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
Answer : ইরাক
Question : ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Answer : ৫০৫০
Question : একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
Answer : ১৮
Question : পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
Answer : ৫৮৫
Question : কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Answer : ৮/১১
Question : ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
Answer : ২২
Question : সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Answer : হীরা
Question : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Answer : ৮ মিনিট ২০ সেকেন্ড
Question : কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Answer : কুমির
Question : এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
Answer : হেল-বপ ধূমকেতু
Question : 'গ্যালিলিও' কী?
Answer : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Question : বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
Answer : টমাস এডিসন
Question : ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Answer : ছায়াবৃত্ত
Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Answer : ৭৬ সেমি
Question : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Answer : লুব্ধক
Question : জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
Answer : অমাবস্যায়
Question : A 13 year old is not ____ to vote an election.
Answer : old enough
Question : 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Answer : সৌভাগ্যের বিষয়
Question : 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
Answer : ধরি মাছ না ছুই পানি
Question : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Answer : প্রাতিপদিক
Question : বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
Answer : শব্দ
Question : সন্ধির প্রধান সুবিধা কি?
Answer : উচ্চারণের সুবিধা
Question : কোন বানান টি শুদ্ধ?
Answer : সমীচীন
Question : 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Answer : Honesty is the best policy
Question : বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Answer : ১০টি
Question : 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
Answer : যৌগিক বাক্য
Question : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Answer : কবিরাজ
Question : সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
Answer : নাটকের সংলাপে
Question : দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Answer : ননদ
Question : কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Answer : কাল একবার এসো
Question : ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Answer : আই
Question : 'বচন' অর্থ কী?
Answer : সংখ্যার ধারণা
Question : 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
Answer : অনন্বয়ী
Question : 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Answer : দুল + না
Question : 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Answer : ধ্বনিতত্ত্ব
Question : কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
Answer : গ্রাম
Question : বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত
প্রত্যেক ব্যক্তির কর্তব্য " শূন্যস্থানটি পূরণ কর।
Answer : জনগনের সেবা করবার
Question : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত দরকার?
Answer : ২৫ বছর
Question : বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
Answer : জাপান
Question : জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
Answer : স্থপতি
Question : খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Answer : সুন্দরী
Question : বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
Answer : উপরের সবগুলোই
Question : ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
Answer : বুড়িগঙ্গা
Question : 'টলেমি' কে ছিলেন?
Answer : জ্যোতির্বিদ
Question : একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
Answer : চার্চিল
Question : নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
Answer : উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
Question : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
Answer : দ্যাগ হ্যামারশোল্ড
Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Answer : দুই নম্বর সেক্টর
Question : যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
Answer : 8
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: INFRINGE
Answer : Transgress
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: BROCHURE-
Answer : Pamphlet
Question : 'Existentialism' কী?
Answer : একটি দার্শনিক মতবাদ
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: EQUIVOCAL-
Answer : Mistaken
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: ILLUSIVE-
Answer : Not certain
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
CARPENTER : SAW-
Answer : seamstress : scissors
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
FIRE : ASHES-
Answer : Event : memories
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
STARE : GLANCE-
Answer : gulp : sip
Question : ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন
এক দিকের দৈর্ঘ্য কত হবে?
Answer : ৪৯.৬ ফুট
Question : একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।
উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Answer : ৪১ ফুট
Question : Price for bicycles can run ___________ T.k 2,000.00
Answer : as high as
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ___ now even
its mass and radius have come into ___.
Answer : established __ question
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
A __ statement is an __ comparison;it does not compare things explicitly,but suggest a likeness between them.
Answer : blatant-overt
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
If a ruby is heated it ___ temporarily loose its color.
Answer : will
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
All of the people at the NAM conference are ___ .
Answer : Mathematics teachers
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
Almost everyone fails ___ on the first try.
Answer : to have passed his driver's test
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
Because she had a reputation for __ we were surprised and pleased when she greeted us so __
Answer : querulousness - affably
ভূগোল বিষয়াবলীবাংলা সাত্যসাধারন বিজ্ঞানগাণিতিক বিষয়াবলীশব্দ সংক্ষেপনEnglish
Question : কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
Answer : তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
Question : 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Answer : নীহার রঞ্জন রায়
Question : 'শাহানামা' এর লেখক কে?
Answer : কবি ফেরদৌসী
Question : তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে
এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?নী
Answer : ৯/২০
Question : একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের
১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করেছে?
Answer : ৬০ জন
Question : ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে।
সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
Answer : ৩০০ টাকা
Question : সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে
চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে
কত সময় লাগবে?
Answer : ৫/৪ ঘণ্টা
Question : ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ৪ মাইল বেগে হাঁটে।
করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে।
রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
Answer : ২৪
Question : ৬,৮,১০-এর গাণিতিক গড় ৭,৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Answer : ৯
Question : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Answer : জিব্রাল্টার
Question : 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
Answer : ইরাক
Question : ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Answer : ৫০৫০
Question : একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
Answer : ১৮
Question : পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
Answer : ৫৮৫
Question : কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Answer : ৮/১১
Question : ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
Answer : ২২
Question : সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Answer : হীরা
Question : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Answer : ৮ মিনিট ২০ সেকেন্ড
Question : কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Answer : কুমির
Question : এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
Answer : হেল-বপ ধূমকেতু
Question : 'গ্যালিলিও' কী?
Answer : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Question : বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
Answer : টমাস এডিসন
Question : ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Answer : ছায়াবৃত্ত
Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Answer : ৭৬ সেমি
Question : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Answer : লুব্ধক
Question : জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
Answer : অমাবস্যায়
Question : A 13 year old is not ____ to vote an election.
Answer : old enough
Question : 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Answer : সৌভাগ্যের বিষয়
Question : 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
Answer : ধরি মাছ না ছুই পানি
Question : বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Answer : প্রাতিপদিক
Question : বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
Answer : শব্দ
Question : সন্ধির প্রধান সুবিধা কি?
Answer : উচ্চারণের সুবিধা
Question : কোন বানান টি শুদ্ধ?
Answer : সমীচীন
Question : 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Answer : Honesty is the best policy
Question : বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Answer : ১০টি
Question : 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
Answer : যৌগিক বাক্য
Question : লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Answer : কবিরাজ
Question : সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
Answer : নাটকের সংলাপে
Question : দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Answer : ননদ
Question : কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Answer : কাল একবার এসো
Question : ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Answer : আই
Question : 'বচন' অর্থ কী?
Answer : সংখ্যার ধারণা
Question : 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
Answer : অনন্বয়ী
Question : 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Answer : দুল + না
Question : 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Answer : ধ্বনিতত্ত্ব
Question : কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
Answer : গ্রাম
Question : বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত
প্রত্যেক ব্যক্তির কর্তব্য " শূন্যস্থানটি পূরণ কর।
Answer : জনগনের সেবা করবার
Question : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত দরকার?
Answer : ২৫ বছর
Question : বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
Answer : জাপান
Question : জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
Answer : স্থপতি
Question : খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Answer : সুন্দরী
Question : বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
Answer : উপরের সবগুলোই
Question : ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
Answer : বুড়িগঙ্গা
Question : 'টলেমি' কে ছিলেন?
Answer : জ্যোতির্বিদ
Question : একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
Answer : চার্চিল
Question : নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
Answer : উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
Question : জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
Answer : দ্যাগ হ্যামারশোল্ড
Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Answer : দুই নম্বর সেক্টর
Question : যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
Answer : 8
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: INFRINGE
Answer : Transgress
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: BROCHURE-
Answer : Pamphlet
Question : 'Existentialism' কী?
Answer : একটি দার্শনিক মতবাদ
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: EQUIVOCAL-
Answer : Mistaken
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: ILLUSIVE-
Answer : Not certain
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
CARPENTER : SAW-
Answer : seamstress : scissors
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
FIRE : ASHES-
Answer : Event : memories
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
STARE : GLANCE-
Answer : gulp : sip
Question : ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন
এক দিকের দৈর্ঘ্য কত হবে?
Answer : ৪৯.৬ ফুট
Question : একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।
উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Answer : ৪১ ফুট
Question : Price for bicycles can run ___________ T.k 2,000.00
Answer : as high as
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ___ now even
its mass and radius have come into ___.
Answer : established __ question
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
A __ statement is an __ comparison;it does not compare things explicitly,but suggest a likeness between them.
Answer : blatant-overt
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
If a ruby is heated it ___ temporarily loose its color.
Answer : will
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
All of the people at the NAM conference are ___ .
Answer : Mathematics teachers
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
Almost everyone fails ___ on the first try.
Answer : to have passed his driver's test
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
Because she had a reputation for __ we were surprised and pleased when she greeted us so __
Answer : querulousness - affably
ভূগোল বিষয়াবলীবাংলা সাত্যসাধারন বিজ্ঞানগাণিতিক বিষয়াবলীশব্দ সংক্ষেপনEnglish
Question : রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
Answer : বরেন্দ্রভূমি
Question : রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Answer : ভানুসিংহ
Question : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
Answer : আবদুল গাফফার চৌধুরী
Question : ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Answer : অগ্নিবীণা
Question : কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
Answer : রেনিন
Question : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer : ২৩ জোড়া
Question : Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Answer : ডলি
Question : বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
Answer : ইনসুলিন
Question : ভায়াগ্রা কী?
Answer : নতুন একটি ওষুধ
Question : ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
Answer : ক্লোরোফ্লুরো কার্বন
Question : প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
Answer : মিথেন
Question : কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
Answer : ২৫ শতাংশ
Question : কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
Answer : মাইক্রোসফট
Question : গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Answer : উপরের সবগুলো
Question : বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Answer : সোনারগাঁয়ে
Question : উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Answer : নাটোর
Question : বাংলাদেশের জাতীয় পাখি‒
Answer : দোয়েল
Question : বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
Answer : সাভার, ঢাকা
Question : বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Answer : রয়েল বেঙ্গল টাইগার
Question : কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
Answer : ড. ওসমান গনি
Question : বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
Answer : পাবনা, সিরাজগঞ্জ
Question : বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
Answer : ২ ডিসেম্বর, ১৯৯৭
Question : বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
Answer : গ্যাস
Question : বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
Answer : ১৮ বছর
Question : বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
Answer : একাশি
Question : বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
Answer : ১৫ শতাংশ
Question : বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
Answer : ৪.৮ কিলোমিটার
Question : বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
Answer : কাছিবেষ্টিত নোঙর
Question : জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
Answer : ইন্দোনেশিয়া
Question : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Answer : তুরস্ক
Question : ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
Answer : নেদারল্যান্ড
Question : গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
Answer : লর্ড লিনলিথগো
Question : যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
Answer : আব্রাহাম লিংকন
Question : নেপালের পার্লামেন্টের নাম কী?
Answer : পার্লামেন্ট
Question : জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Answer : নিউইয়র্ক
Question : খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Answer : রোমে
Question : ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer : ম্যানিলা
Question : ‘নাসা’ কোন দেশের সংস্থা?
Answer : যুক্তরাষ্ট্র
Question : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
Answer : ১১ টি
Question : বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Answer : ১৪ ডিসেম্বর
Question : ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
Answer : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
Question : ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
Answer : সুকার
Answer : বরেন্দ্রভূমি
Question : রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Answer : ভানুসিংহ
Question : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
Answer : আবদুল গাফফার চৌধুরী
Question : ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Answer : অগ্নিবীণা
Question : কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
Answer : রেনিন
Question : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer : ২৩ জোড়া
Question : Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Answer : ডলি
Question : বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
Answer : ইনসুলিন
Question : ভায়াগ্রা কী?
Answer : নতুন একটি ওষুধ
Question : ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
Answer : ক্লোরোফ্লুরো কার্বন
Question : প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
Answer : মিথেন
Question : কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
Answer : ২৫ শতাংশ
Question : কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
Answer : মাইক্রোসফট
Question : গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Answer : উপরের সবগুলো
Question : বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Answer : সোনারগাঁয়ে
Question : উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Answer : নাটোর
Question : বাংলাদেশের জাতীয় পাখি‒
Answer : দোয়েল
Question : বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
Answer : সাভার, ঢাকা
Question : বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Answer : রয়েল বেঙ্গল টাইগার
Question : কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
Answer : ড. ওসমান গনি
Question : বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
Answer : পাবনা, সিরাজগঞ্জ
Question : বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
Answer : ২ ডিসেম্বর, ১৯৯৭
Question : বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
Answer : গ্যাস
Question : বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
Answer : ১৮ বছর
Question : বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
Answer : একাশি
Question : বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
Answer : ১৫ শতাংশ
Question : বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
Answer : ৪.৮ কিলোমিটার
Question : বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
Answer : কাছিবেষ্টিত নোঙর
Question : জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
Answer : ইন্দোনেশিয়া
Question : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Answer : তুরস্ক
Question : ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
Answer : নেদারল্যান্ড
Question : গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
Answer : লর্ড লিনলিথগো
Question : যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
Answer : আব্রাহাম লিংকন
Question : নেপালের পার্লামেন্টের নাম কী?
Answer : পার্লামেন্ট
Question : জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Answer : নিউইয়র্ক
Question : খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Answer : রোমে
Question : ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer : ম্যানিলা
Question : ‘নাসা’ কোন দেশের সংস্থা?
Answer : যুক্তরাষ্ট্র
Question : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
Answer : ১১ টি
Question : বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Answer : ১৪ ডিসেম্বর
Question : ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
Answer : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
Question : ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
Answer : সুকার
বাংলা
Question : কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Answer : হাজী শরিয়তউল্লাহ
Question : 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Answer : হাসান হাফিজুর রহমান
Question : ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
Answer : মীর মশাররফ হোসেন
Question : কোনটি কাব্যগ্রন্থ?
Answer : শেষ লেখা
Question : নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Answer : ব্যথার দান
Question : কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Answer : আগুণের পরশমণি
Question : কোনটি শামসুর রাহমানের রচনা?
Answer : নিরালোক দিব্যরথ
Question : ‘সংশপ্তক’ কার রচনা?
Answer : শহীদুল্লাহ কায়সার
Question : ‘নদী ও নারী’ কার রচনা?
Answer : হুমায়ুন কবির
Question : কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Answer : রাঙা জবা
Question : ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
Answer : নীরদচন্দ্র চৌধুরী
Question : ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
Answer : আখতারুজ্জামান ইলিয়াস
Question : 'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
Answer : ১০
Question : বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
Answer : ৭০০ টাকা
Question : ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল
৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
Answer : ৩৭.৫ কি: মিঃ
Question : নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
Answer : ট্রপিক অব ক্যানসার
Question : উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
Answer : জ্যামিতিক সীমারেখা
Question : রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Answer : ভ্লাদিভস্টক
Question : পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল।
পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Answer : ৩৬ এবং ৯ বছর
Answer : হাজী শরিয়তউল্লাহ
Question : 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Answer : হাসান হাফিজুর রহমান
Question : ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
Answer : মীর মশাররফ হোসেন
Question : কোনটি কাব্যগ্রন্থ?
Answer : শেষ লেখা
Question : নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Answer : ব্যথার দান
Question : কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Answer : আগুণের পরশমণি
Question : কোনটি শামসুর রাহমানের রচনা?
Answer : নিরালোক দিব্যরথ
Question : ‘সংশপ্তক’ কার রচনা?
Answer : শহীদুল্লাহ কায়সার
Question : ‘নদী ও নারী’ কার রচনা?
Answer : হুমায়ুন কবির
Question : কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Answer : রাঙা জবা
Question : ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
Answer : নীরদচন্দ্র চৌধুরী
Question : ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
Answer : আখতারুজ্জামান ইলিয়াস
Question : 'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
Answer : ১০
Question : বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
Answer : ৭০০ টাকা
Question : ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল
৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
Answer : ৩৭.৫ কি: মিঃ
Question : নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
Answer : ট্রপিক অব ক্যানসার
Question : উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
Answer : জ্যামিতিক সীমারেখা
Question : রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Answer : ভ্লাদিভস্টক
Question : পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল।
পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Answer : ৩৬ এবং ৯ বছর
(সমাপ্ত)
আরো অধিক বিষয় জানতে এদের উপর ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):
৮৭তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন-বিজ্ঞান
বিঃদ্রঃ নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্য উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh
No comments:
Post a Comment