Saturday, November 17, 2018

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব-(খ-অংশ)

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০২
 (খ অংশ)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
 যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত
 তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(((সরকারি যেকোনো অফিসের -সেবা বা অনলাইন ভিত্তিক সেবা পেতে- 

সাধারণ জ্ঞানের অন্যান্য  বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ










সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর
Question : কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়
Answer : দোলনচাঁপা
Question :
কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
Answer :
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
Question : '
বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Answer :
নীহার রঞ্জন রায়
Question : '
শাহানামা' এর লেখক কে?
Answer :
কবি ফেরদৌসী
Question :
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ,, ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে
এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?নী
Answer :
/২০
Question :
একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের
১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায়
অংশগ্রহণ করেছে?
Answer :
৬০ জন
Question :
৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে।
সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
Answer :
৩০০ টাকা
Question :
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে
চৌবাচ্চাটি ভর্তি করতে ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির / অংশ ভর্তি করতে
কত সময় লাগবে?
Answer :
/ ঘণ্টা
Question :
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় মাইল বেগে হাঁটে এবং রহিম মাইল বেগে হাঁটে।
করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে।
রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
Answer :
২৪
Question :
,,১০-এর গাণিতিক গড় , এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
Answer :

Question :
ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Answer :
জিব্রাল্টার
Question : '
মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
Answer :
ইরাক
Question :
হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
Answer :
৫০৫০
Question :
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
Answer :
১৮
Question :
পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
Answer :
৫৮৫
Question :
কোন ভগ্নাংশটি / থেকে বড়?
Answer :
/১১
Question :
১২ ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য?
Answer :
২২
Question :
সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
Answer :
হীরা
Question :
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
Answer :
মিনিট ২০ সেকেন্ড
Question :
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
Answer :
কুমির
Question :
শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
Answer :
হেল-বপ ধূমকেতু
Question : '
গ্যালিলিও' কী?
Answer :
পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
Question :
বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
Answer :
টমাস এডিসন
Question :
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
Answer :
ছায়াবৃত্ত
Question :
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Answer :
৭৬ সেমি
Question :
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Answer :
লুব্ধক
Question :
জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
Answer :
অমাবস্যায়
Question : A 13 year old is not ____ to vote an election.
Answer : old enough
Question : '
একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
Answer :
সৌভাগ্যের বিষয়
Question : '
কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
Answer :
ধরি মাছ না ছুই পানি
Question :
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
Answer :
প্রাতিপদিক
Question :
বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
Answer :
শব্দ
Question :
সন্ধির প্রধান সুবিধা কি?
Answer :
উচ্চারণের সুবিধা
Question :
কোন বানান টি শুদ্ধ?
Answer :
সমীচীন
Question : '
সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Answer : Honesty is the best policy
Question :
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
Answer :
১০টি
Quest
ion : 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
Answer :
যৌগিক বাক্য
Question :
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
Answer :
কবিরাজ
Question :
সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
Answer :
নাটকের সংলাপে
Question :
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Answer :
ননদ
Question :
কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
Answer :
কাল একবার এসো
Question :
ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Answer :
আই
Question : '
বচন' অর্থ কী?
Answer :
সংখ্যার ধারণা
Question : '
মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
Answer :
অনন্বয়ী
Question : '
দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Answer :
দুল + না
Question : '
সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Answer :
ধ্বনিতত্ত্ব
Question :
কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
Answer :
গ্রাম
Question :
বাংলাদেশের সংবিধানের ২১() ধারায় বলা হয়েছে "সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত
প্রত্যেক ব্যক্তির কর্তব্য " শূন্যস্থানটি পূরণ কর।
Answer :
জনগনের সেবা করবার
Question :
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স কত দরকার?
Answer :
২৫ বছর
Question :
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
Answer :
জাপান
Question :
জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
Answer :
স্থপতি
Question :
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
Answer :
সুন্দরী
Question :
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
Answer :
উপরের সবগুলোই
Question :
ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
Answer :
বুড়িগঙ্গা
Question : '
টলেমি' কে ছিলেন?
Answer :
জ্যোতির্বিদ
Question :
একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
Answer :
চার্চিল
Question :
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
Answer :
উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
Question :
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
Answer :
দ্যাগ হ্যামারশোল্ড
Question : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
Answer :
দুই নম্বর সেক্টর
Question :
যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y= ?
Answer : 8
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the w
ord given
in the question: INFRINGE
Answer : Transgress
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: BROCHURE-
Answer : Pamphlet
Question : 'Existentialism'
কী?
Answer :
একটি দার্শনিক মতবাদ
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given
in the question: EQUIVOCAL-
Answer : Mistaken
Question : choose the word or phrase that is most nearly similar or opposite in meaning
to the word given
in the question: ILLUSIVE-
Answer : Not certain
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
CARPENTER : SAW-
Answer : seamstress : scissors
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
FIRE : ASHES-
Answer : Event : memories
Question : Select the pair that best expresses a relationship similar to the expressed in the original pair:
STARE : GLANCE-
Answer : gulp : sip
Question :
৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন
এক দিকের দৈর্ঘ্য কত হবে?
Answer :
৪৯. ফুট
Question :
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ফুট দূরে রাখা আছে।
উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
Answer :
৪১ ফুট
Question : Price for bicycles can run ___________ T.k 2,000.00
Answer : as high as
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentenc
e as a while:
Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well ___ now even
its mass and radius have come into ___.
Answer : established __ question
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
A __ statement is an __ comparison;it does not compare things explicitly,but suggest a likeness between them.
Answer : blatant-overt
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
If a ruby is heated it ___ temporarily loose its color.
Answer : will
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
All of the people at the NAM conference are ___ .
Answer : Mathematics teachers
Question : Choose the word or phrase that best fill the blank space to complete the sentences:
Almost everyone fails ___ on the first try.
Answer : to have passed his driver's test
Question : Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a while:
Because she had a reputation for __ we were surprised and pleased when she greeted us so __
Answer : querulousness - affably
ভূগোল বিষয়াবলীবাংলা সাত্যসাধারন বিজ্ঞানগাণিতিক বিষয়াবলীশব্দ সংক্ষেপনEnglish
Question : রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত
Answer :
বরেন্দ্রভূমি
Question :
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
Answer :
ভানুসিংহ
Question : ‘
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রচিয়তা -
Answer :
আবদুল গাফফার চৌধুরী
Q
uestion : ‘বিদ্রোহীকবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Answer :
অগ্নিবীণা
Question :
কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
Answer :
রেনিন
Question :
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer :
২৩ জোড়া
Question : Adult cell
ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Answer :
ডলি
Question :
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
Answer :
ইনসুলিন
Question :
ভায়াগ্রা কী?
Answer :
নতুন একটি ওষুধ
Question :
ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
Answer :
ক্লোরোফ্লুরো কার্বন
Question :
প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
Answer :
মিথেন
Question :
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির
Answer :
২৫ শতাংশ
Question :
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
Answer :
মাইক্রোসফট
Question :
গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Answer :
উপরের সবগুলো
Question :
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Answer :
সোনারগাঁয়ে
Question :
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
Answer :
নাটোর
Question :
বাংলাদেশের জাতীয় পাখি
Answer :
দোয়েল
Question :
বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
Answer :
সাভার, ঢাকা
Question :
বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Answer :
রয়েল বেঙ্গল টাইগার
Question :
কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
Answer :
. ওসমান গনি
Question :
বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
Answer :
পাবনা, সিরাজগঞ্জ
Question :
বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
Answer :
ডিসেম্বর, ১৯৯৭
Question :
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
Answer :
গ্যাস
Question :
বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
Answer :
১৮ বছর
Question :
বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
Answer :
একাশি
Question :
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
Answer :
১৫ শতাংশ
Question :
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য
Answer :
. কিলোমিটার
Question :
বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
Answer :
কাছিবেষ্টিত নোঙর
Question :
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
Answer :
ইন্দোনেশিয়া
Question :
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Answer :
তুরস্ক
Question : ‘
গিল্ডারকোন দেশের মুদ্রার নাম?
Answer :
নেদারল্যান্ড
Question :
গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
Answer :
লর্ড লিনলিথগো
Question :
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
Answer :
আব্রাহাম লিংকন
Question :
নেপালের পার্লামেন্টের নাম কী?
Answer :
পার্লামেন্ট
Question :
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Answer :
নিউইয়র্ক
Question :
খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Answer :
রোমে
Question : ADB-
এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer :
ম্যানিলা
Question : ‘
নাসাকোন দেশের সংস্থা?
Answer :
যুক্তরাষ্ট্র
Question :
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
Answer :
১১ টি
Question :
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Answer :
১৪ ডিসেম্বর
Question : ‘
দ্য লিবারেশন অফ বাংলাদেশগ্রন্থের রচয়িতা
Answer :
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
Question :
১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
Answer :
সুকার
বাংলা
Question : কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Answer :
হাজী শরিয়তউল্লাহ
Question : '
একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Answer :
হাসান হাফিজুর রহমান
Question : ‘
বিষাদ সিন্ধুকার রচনা?
Answer :
মীর মশাররফ হোসেন
Question :
কোনটি কাব্যগ্রন্থ?
Answer :
শেষ লেখা
Question :
নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Answer :
ব্যথার দান
Question :
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Answer :
আগুণের পরশমণি
Question :
কোনটি শামসুর রাহমানের রচনা?
Answer :
নিরালোক দিব্যরথ
Question : ‘
সংশপ্তককার রচনা?
Answer :
শহীদুল্লাহ কায়সার
Q
uestion : ‘নদী নারীকার রচনা?
Answer :
হুমায়ুন কবির
Question :
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Answer :
রাঙা জবা
Question : ‘
আত্মঘাতী বাঙালীকার রচিত গ্রন্থ?
Answer :
নীরদচন্দ্র চৌধুরী
Question : ‘
সংস্কৃতির ভাঙা সেতুগ্রন্থ কে রচনা করেছেন?
Ans
wer : আখতারুজ্জামান ইলিয়াস
Question : '
' এর মানের গড় এবং এর মান ১২ হলে, , , এর মানের গড় কত হবে?
Answer :
১০
Question :
বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে বছরে তা ৮২৬ টাকা হবে?
Answer :
৭০০ টাকা
Question :
ঢাকা চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল টায় ছেড়ে গিয়ে বিকেল
টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
Answer :
৩৭. কি: মিঃ
Question :
নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
Answer :
ট্রপিক অব ক্যানসার
Question :
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
Answer :
জ্যামিতিক সীমারেখা
Question :
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Answer :
ভ্লাদিভস্টক
Question :
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল।
পিতা পুত্রের বর্তমান বয়স কত?
Answer :
৩৬ এবং বছর
(সমাপ্ত)

আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):








৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।



৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ  সাহিত্য বিষয়ক)




বিঃদ্রঃ  নিজের  অর্থসময়  ও  শ্রম  ব্যয়  করে  আপনাদের  উপকার  করে  যাচ্ছি।  পারলে  আমার  একটু উপকার করুন এই  ব্লগের  উপরে ও নীচে  কিছু  এ্যাড  আছে।  আপনি  শুধু  এই  এ্যাডে  একবার  ক্লিক   করুন।  এতে  আপনার  অর্থ  ও  সময়  ব্যয়  হবে  না।  ফ্রি  ফ্রি  অন্যের  জিনিস  নিয়ে  নিজে  উপকৃত  হবেন  আর  অন্য উপকার করবেন নাসেটাতো  স্বার্থপরতার  লক্ষণ

Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU