বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
দ্বিতীয় পর্ব-(ক-অংশ)
দ্বিতীয় পর্ব-(ক-অংশ)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
(((সরকারি যেকোনো অফিসের ই-সেবা বা অনলাইন ভিত্তিক সেবা পেতে-
সাধারণ জ্ঞানের অন্যান্য বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০২
Question : কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
Answer : সোনারগাঁ
Question : কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
Answer : রবীন্দ্রনাথ ঠাকুরকে
Question : “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”-
এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
Answer : শিখা
Question : “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
Answer : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Question : ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?
Answer : শেখ ফজলুল করিম
Question : বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
Answer : বাংলার প্রকৃতির কথা
Question : ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Answer : হাসান হাফিজুর রহমান
Question : কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Answer : ঘরে বাইরে
Question : জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Answer : বরিশাল জেলা
Question : কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
Answer : নীলদর্পণ
Question : নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
Answer : ধমনীর ভেতর দিয়ে
Question : কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
Answer : ১৪১
Question : ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
Answer : ১০%
Question : একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত
এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Answer : ২০০ টাকা
Question : a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত?
Answer : 20:35:42
Question : নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
Answer : ১০২৪
Question : দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায়
দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
Answer : ২৪ দিন
Question : পীট কয়লার বৈশিষ্ট হল-
Answer : ভিজা ও নরম
Question : আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-
Answer : বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
Question : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
Answer : ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
Question : আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
Answer : ফটো লিথোগ্রাফী
Question : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
Answer : চাঁদে বায়ুমন্ডল নেই তাই
Question : উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
Answer : প্রায় ১২ ঘন্টা
Question : The correct passive of “Sheila was writing a letter” is -
Answer : A letter was being written by Sheila
Question : In which century was the Victorian period?
Answer : 19th century
Question : Shakespeare is known mostly for his-
Answer : plays
Question : যা চিরস্থায়ী নয়-
Answer : নশ্বর
Question : ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
Answer : বুদ্ধিজীবী
Question : Straw vote বলতে কী বুঝায়?
Answer : Unofficial poll of public opinion
Question : ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Answer : নঞর্থক
Question : প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Answer : উৎকৃষ্ট
Question : বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
Answer : যমুনা
Question : “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?
Answer : মরহুম নজরুল ইসলাম বাবু
Question : কর্কটক্রান্তি রেখা-
Answer : বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
Question : উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Answer : লর্ড মাউন্ট ব্যাটেন
Question : বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
Answer : পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
Question : লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
Answer : শায়েস্তা খান
Question : ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer : ১৮৬৪ সালে
Question : বাংলাদেশে জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?
Answer : ১৯৯২ সালে
Question : স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
Answer : ৪ এপ্রিল, ১৯৭২
Question : স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
Answer : ১ সেপ্টেম্বর,১৯৭২
Question : নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
Answer : ১১ জুন,১৯৯৪
Question : গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
Answer : ২৩ জুলাই,১৯৯৪
Question : ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ
দল হিসেবে আত্নপ্রকাশ করে?
Answer : লিবারেল ডেমোক্রেটিক পার্টি
Question : রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
Answer : ১৯ জুলাই, ১৯৯৪
Question : Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
Answer : Endeavour
Question : ১৯৯৪ এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?
Answer : আব্দুর রশীদ দোস্তাম
Question : ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
Answer : ১৬ জুলাই, ১৯৯৪
Question : বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
Answer : ১৯৬১
Question : বি-৫২ কী?
Answer : এক ধরনের বোমারু বিমান
Question : জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন
এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
Answer : ২৬ জুলাই, ১৯৯৪
Question : ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
Answer : ১১টি
Question : Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে
কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
Answer : জাপান
Question : ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
Answer : ১৯৪৫
Question : আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
Answer : ১৯৪৫ সাল হতে
Question : Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
Answer : ১৯০৫ সালে
Question : পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে
কবে গাজা ভূখন্ডে আসেন?
Answer : ১ জুলাই, ১৯৯৪
Question : গিরিলা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?
Answer : ১০ জুলাই, ১৯৯৪
Question : a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?
Answer : 26
Question : (a^2+b^2-c^2+2ab)/(a^2-b^2+c^2+2ac)= কত
Answer : (a+b-c)/(a-b+c)
Question : The word ‘imbibe’ means :
Answer : To drink
Question : The word ‘homogeneous’ means:
Answer : Of the same kind
Question : The synonyme of ‘genesis’ is-
Answer : beginning
Question : Something which is obnoxious means that it is-
Answer : Very unpleasant
Question : Something that is ‘fresh’ is something-
Answer : In fairly good condition
Question : A fantasy is-
Answer : An imaginary story
Question : An ordinance is-
Answer : A law
Question : Three score is -
Answer : Three times twenty
Question : The antonym of ‘indifference’ is -
Answer : Ardour
Question : চতুর্ভুজের চার কোণের অণুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
Answer : ১৩৫
Question : দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
Answer : তিন কোণ
Question : Which of the following sentence is correct?
Answer : One of my friends is a lawyer
Question : Which of the following sentences is correct?
Answer : The shirt which he bought is blue in colour
Question : Which of the following sentences is correct?
Answer : Why have you done this?
Question : Which of the following sentance is a correct proverb?
Answer : Fools rush in where angels fear to tread
Question : Which of the following sentences is correct?
Answer : I forbade him to go
Question : ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
Answer : দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
Question : ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোলদাতা কারা?
Answer : সালেনকো স্টইচকভ
Answer : সোনারগাঁ
Question : কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
Answer : রবীন্দ্রনাথ ঠাকুরকে
Question : “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”-
এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
Answer : শিখা
Question : “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
Answer : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Question : ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?
Answer : শেখ ফজলুল করিম
Question : বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
Answer : বাংলার প্রকৃতির কথা
Question : ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Answer : হাসান হাফিজুর রহমান
Question : কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Answer : ঘরে বাইরে
Question : জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Answer : বরিশাল জেলা
Question : কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
Answer : নীলদর্পণ
Question : নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
Answer : ধমনীর ভেতর দিয়ে
Question : কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
Answer : ১৪১
Question : ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
Answer : ১০%
Question : একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত
এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Answer : ২০০ টাকা
Question : a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত?
Answer : 20:35:42
Question : নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
Answer : ১০২৪
Question : দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায়
দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
Answer : ২৪ দিন
Question : পীট কয়লার বৈশিষ্ট হল-
Answer : ভিজা ও নরম
Question : আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-
Answer : বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
Question : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
Answer : ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
Question : আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
Answer : ফটো লিথোগ্রাফী
Question : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
Answer : চাঁদে বায়ুমন্ডল নেই তাই
Question : উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
Answer : প্রায় ১২ ঘন্টা
Question : The correct passive of “Sheila was writing a letter” is -
Answer : A letter was being written by Sheila
Question : In which century was the Victorian period?
Answer : 19th century
Question : Shakespeare is known mostly for his-
Answer : plays
Question : যা চিরস্থায়ী নয়-
Answer : নশ্বর
Question : ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
Answer : বুদ্ধিজীবী
Question : Straw vote বলতে কী বুঝায়?
Answer : Unofficial poll of public opinion
Question : ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Answer : নঞর্থক
Question : প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Answer : উৎকৃষ্ট
Question : বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
Answer : যমুনা
Question : “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?
Answer : মরহুম নজরুল ইসলাম বাবু
Question : কর্কটক্রান্তি রেখা-
Answer : বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
Question : উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Answer : লর্ড মাউন্ট ব্যাটেন
Question : বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
Answer : পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
Question : লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
Answer : শায়েস্তা খান
Question : ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer : ১৮৬৪ সালে
Question : বাংলাদেশে জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?
Answer : ১৯৯২ সালে
Question : স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
Answer : ৪ এপ্রিল, ১৯৭২
Question : স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
Answer : ১ সেপ্টেম্বর,১৯৭২
Question : নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
Answer : ১১ জুন,১৯৯৪
Question : গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
Answer : ২৩ জুলাই,১৯৯৪
Question : ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ
দল হিসেবে আত্নপ্রকাশ করে?
Answer : লিবারেল ডেমোক্রেটিক পার্টি
Question : রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
Answer : ১৯ জুলাই, ১৯৯৪
Question : Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
Answer : Endeavour
Question : ১৯৯৪ এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?
Answer : আব্দুর রশীদ দোস্তাম
Question : ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
Answer : ১৬ জুলাই, ১৯৯৪
Question : বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
Answer : ১৯৬১
Question : বি-৫২ কী?
Answer : এক ধরনের বোমারু বিমান
Question : জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন
এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
Answer : ২৬ জুলাই, ১৯৯৪
Question : ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
Answer : ১১টি
Question : Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে
কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
Answer : জাপান
Question : ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
Answer : ১৯৪৫
Question : আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
Answer : ১৯৪৫ সাল হতে
Question : Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
Answer : ১৯০৫ সালে
Question : পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে
কবে গাজা ভূখন্ডে আসেন?
Answer : ১ জুলাই, ১৯৯৪
Question : গিরিলা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?
Answer : ১০ জুলাই, ১৯৯৪
Question : a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?
Answer : 26
Question : (a^2+b^2-c^2+2ab)/(a^2-b^2+c^2+2ac)= কত
Answer : (a+b-c)/(a-b+c)
Question : The word ‘imbibe’ means :
Answer : To drink
Question : The word ‘homogeneous’ means:
Answer : Of the same kind
Question : The synonyme of ‘genesis’ is-
Answer : beginning
Question : Something which is obnoxious means that it is-
Answer : Very unpleasant
Question : Something that is ‘fresh’ is something-
Answer : In fairly good condition
Question : A fantasy is-
Answer : An imaginary story
Question : An ordinance is-
Answer : A law
Question : Three score is -
Answer : Three times twenty
Question : The antonym of ‘indifference’ is -
Answer : Ardour
Question : চতুর্ভুজের চার কোণের অণুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
Answer : ১৩৫
Question : দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
Answer : তিন কোণ
Question : Which of the following sentence is correct?
Answer : One of my friends is a lawyer
Question : Which of the following sentences is correct?
Answer : The shirt which he bought is blue in colour
Question : Which of the following sentences is correct?
Answer : Why have you done this?
Question : Which of the following sentance is a correct proverb?
Answer : Fools rush in where angels fear to tread
Question : Which of the following sentences is correct?
Answer : I forbade him to go
Question : ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
Answer : দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
Question : ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোলদাতা কারা?
Answer : সালেনকো স্টইচকভ
Question : বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
Answer : সিলেটের মালনীছড়ায়
Question : কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Answer : প্রমথ চৌধুরী
Question : হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
Answer : আলাওল
Question : তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
Answer : ১৮৪৩ সালে
Question : যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Answer : স্বরবৃত্ত
Question : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
Answer : ফররুখ আহমদ
Question : ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
Answer : ভারতচন্দ্র রায়
Question : ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-
Answer : লালন শাহ্
Question : ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” ।
কবিতার এই অংশবিশেষের রচিয়তা -
Answer : সত্যেন্দ্রনাথ দত্ত
Question : ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
Answer : ওয়াকিল আহমদ
Question : বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
Answer : হরপ্রসাদ শাস্রী
Question : বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -
Answer : প্রাকৃত
Question : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১,
এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
Answer : ৪ গ্রাম
Question : নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
Answer : ৩১
Question : দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Answer : ১৪৪, ২০৪
Question : (১২৫/২৭)^-২/৩ –এর সহজ প্রকাশ-
Answer : ৯/২৫
Question : একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের ৩ গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির
দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে?
Answer : ৪ গুন
Question : ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে।
সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে।
এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
Answer : ১০
Question : Natural protein এর কোড নাম -
Answer : Protien – P49
Question : ল্যাপটপ কী?
Answer : ছোট কম্পিউটার
Question : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Answer : রাজ কাঁকড়া
Question : বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
Answer : ১০ মিটার
Question : টুথপেস্টের প্রধান উপাদান কি?
Answer : সাবান ও পাউডার
Question : পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
Answer : পৃষ্টটান
Question : মুক্তা হলো ঝিনুকের-
Answer : প্রদাহের ফল
Question : ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
Answer : কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
Question : To read between the lines-
Answer : to grasp the hidden meaning
Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
Question : The best passive form of the sentence: ‘we don’t like idle people’ -
Answer : Idle people are not liked by us
Question : The correct sentence of the followings:
Answer : The Nile is the longest river in Africa
Question : Any one of the following pairs are literary collaborators-
Answer : Shelly and keats
Question : Browning was the composer of any of the following poems -
Answer : Andrea del sarto
Question : 'লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer : ব্যাতিহার বহূব্রীহি সমাস
Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer : সমক্ষ
Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer : উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
Question : পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Answer : বালতি
Question : ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Answer : ষট্ + ঋতু
Question : ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-
Answer : সরল
Question : শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় -
Answer : তিন ভাগে
Question : ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
Answer : চকবাজার
Question : বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
Answer : গোয়ালন্দ
Question : লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম
Answer : ইরান দুখত
Question : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
Answer : ৫ মে, ১৯৯৫
Question : ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
Answer : চাঁদনীঘাটে
Question : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
Answer : টারশিয়ারী যুগের
Question : বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
Answer : বাংলাবান্ধা
Question : সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-
Answer : বঙ্গোপসাগরের একটি খাদের নাম
Question : ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
Answer : জুম্মা খান
Question : কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
Answer : পটুয়াখালীর কুয়াকাটা
Question : বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
Answer : মাওরি
Question : বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer : ইউরোপের হল্যান্ড থেকে
Question : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer : ভেঙ্গী ভ্যালি
Question : ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -
Answer : হামিদুজ্জামান খান
Question : বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer : বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Question : আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer : ১৯৭৩ সালে
Question : পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
Question : ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer : ওকিনাওয়া
Question : মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer : কাজাকিস্তান
Question : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answer : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
Question : মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
Answer : ফ্রান্স
Question : যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer : কোরীয় যুদ্ধ
Question : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে
বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
Question : দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer : কলম্বোতে
Question : নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer : ভ্যাটিক্যান সিটি
Question : স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer : অস্ট্রেলিয়া
Question : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer : ৪ এপ্রিল, ১৯৪৯
Question : ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer : ইন্দোনেশিয়া
Question : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer : ৫৪ (২০১২)
Question : নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer : ষষ্ঠ
Question : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer : ৩১ মে
Question : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer : ভুটান
Question : f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
Question : x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)
Question : যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √২৪
Question : x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
Answer : -1
Question : The synonym for ‘efface’-
Answer : rub out
Question : When a person says he’s `all in’ it means .
Answer : He is very tired
Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
Question : Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer : কূটনীতিবিদ
Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
Question : The correct spelling is -
Answer : Humorous
Question : দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
Question : একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের
দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer : ১৪ গজ
Question : The last word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone
number to ring ____ she gets lost.
Answer : in case
Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
Question : ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-
Answer : আরবি ভাষা থেকে
Question : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer : ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
Question : ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
Answer : শুক্রবার
Question : লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
Answer : সিলেটের মালনীছড়ায়
Question : কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Answer : প্রমথ চৌধুরী
Question : হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
Answer : আলাওল
Question : তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
Answer : ১৮৪৩ সালে
Question : যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Answer : স্বরবৃত্ত
Question : ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
Answer : ফররুখ আহমদ
Question : ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
Answer : ভারতচন্দ্র রায়
Question : ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-
Answer : লালন শাহ্
Question : ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” ।
কবিতার এই অংশবিশেষের রচিয়তা -
Answer : সত্যেন্দ্রনাথ দত্ত
Question : ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
Answer : ওয়াকিল আহমদ
Question : বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
Answer : হরপ্রসাদ শাস্রী
Question : বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -
Answer : প্রাকৃত
Question : একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১,
এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
Answer : ৪ গ্রাম
Question : নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
Answer : ৩১
Question : দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Answer : ১৪৪, ২০৪
Question : (১২৫/২৭)^-২/৩ –এর সহজ প্রকাশ-
Answer : ৯/২৫
Question : একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের ৩ গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির
দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে?
Answer : ৪ গুন
Question : ঢাকা ও চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে।
সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘণ্টা সময় লাগে।
এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
Answer : ১০
Question : Natural protein এর কোড নাম -
Answer : Protien – P49
Question : ল্যাপটপ কী?
Answer : ছোট কম্পিউটার
Question : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Answer : রাজ কাঁকড়া
Question : বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
Answer : ১০ মিটার
Question : টুথপেস্টের প্রধান উপাদান কি?
Answer : সাবান ও পাউডার
Question : পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
Answer : পৃষ্টটান
Question : মুক্তা হলো ঝিনুকের-
Answer : প্রদাহের ফল
Question : ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
Answer : কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
Question : To read between the lines-
Answer : to grasp the hidden meaning
Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
Question : The best passive form of the sentence: ‘we don’t like idle people’ -
Answer : Idle people are not liked by us
Question : The correct sentence of the followings:
Answer : The Nile is the longest river in Africa
Question : Any one of the following pairs are literary collaborators-
Answer : Shelly and keats
Question : Browning was the composer of any of the following poems -
Answer : Andrea del sarto
Question : 'লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer : ব্যাতিহার বহূব্রীহি সমাস
Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer : সমক্ষ
Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer : উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
Question : পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Answer : বালতি
Question : ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
Answer : ষট্ + ঋতু
Question : ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-
Answer : সরল
Question : শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় -
Answer : তিন ভাগে
Question : ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
Answer : চকবাজার
Question : বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
Answer : গোয়ালন্দ
Question : লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম
Answer : ইরান দুখত
Question : বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
Answer : ৫ মে, ১৯৯৫
Question : ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
Answer : চাঁদনীঘাটে
Question : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
Answer : টারশিয়ারী যুগের
Question : বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
Answer : বাংলাবান্ধা
Question : সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-
Answer : বঙ্গোপসাগরের একটি খাদের নাম
Question : ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
Answer : জুম্মা খান
Question : কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
Answer : পটুয়াখালীর কুয়াকাটা
Question : বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
Answer : মাওরি
Question : বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer : ইউরোপের হল্যান্ড থেকে
Question : কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer : ভেঙ্গী ভ্যালি
Question : ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -
Answer : হামিদুজ্জামান খান
Question : বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer : বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Question : আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer : ১৯৭৩ সালে
Question : পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
Question : ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer : ওকিনাওয়া
Question : মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer : কাজাকিস্তান
Question : ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answer : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
Question : মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
Answer : ফ্রান্স
Question : যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer : কোরীয় যুদ্ধ
Question : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে
বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
Question : জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer : বেলগ্রেড, ১৯৬১ সাল
Question : দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer : কলম্বোতে
Question : নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer : ভ্যাটিক্যান সিটি
Question : স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer : অস্ট্রেলিয়া
Question : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer : ৪ এপ্রিল, ১৯৪৯
Question : ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer : ইন্দোনেশিয়া
Question : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer : ৫৪ (২০১২)
Question : নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer : ষষ্ঠ
Question : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer : ৩১ মে
Question : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer : ভুটান
Question : f(x) = x^2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
Question : x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)
Question : যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √২৪
Question : x – [x – { x – (x + 1)}] –এর মান কত?
Answer : -1
Question : The synonym for ‘efface’-
Answer : rub out
Question : When a person says he’s `all in’ it means .
Answer : He is very tired
Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
Question : Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer : কূটনীতিবিদ
Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
Question : The correct spelling is -
Answer : Humorous
Question : দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
Question : একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের
দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer : ১৪ গজ
Question : The last word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone
number to ring ____ she gets lost.
Answer : in case
Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
Question : ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে-
Answer : আরবি ভাষা থেকে
Question : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer : ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
Question : ১৯৯৪ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে ঐ একই তারিখে হবে-
Answer : শুক্রবার
Question : লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ৩, ১
Answer
: ৯
(সমাপ্ত)
আরো অধিক বিষয় জানতে এদের উপর ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):
৮৭তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন-বিজ্ঞান
বিঃদ্রঃ নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্য উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh
No comments:
Post a Comment