Saturday, November 17, 2018

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব-(ক-অংশ)



বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
দ্বিতীয় পর্ব-(-অংশ)



BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
 যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত
 তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(((সরকারি যেকোনো অফিসের -সেবা বা অনলাইন ভিত্তিক সেবা পেতে- 
সাধারণ জ্ঞানের অন্যান্য  বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ










বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০২
Question : কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
Answer :
সোনারগাঁ
Question :
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
Answer :
রবীন্দ্রনাথ ঠাকুরকে
Question : “
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”-
উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
Answer :
শিখা
Question : “
পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
Answer :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Question : ‘
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- পঙক্তিটি কার রচনা?
Answer :
শেখ ফজলুল করিম
Question :
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
Answer :
বাংলার প্রকৃতির কথা
Question : ‘
একুশে ফেব্রুয়ারীগ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Answer :
হাসান হাফিজুর রহমান
Question :
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Answer :
ঘরে বাইরে
Question :
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Answer :
বরিশাল জেলা
Question :
কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
Answer :
নীলদর্পণ
Question :
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
Answer :
ধমনীর ভেতর দিয়ে
Question :
কোন লঘিষ্ট সংখ্যার সাথে যোগ করলে যোগফল ২৪,৩৬ ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
Answer :
১৪১
Question :
৫০০ টাকার বছরের সুদ এবং ৬০০ টাকার বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
Answer :
১০%
Question :
একজন দোকানদার /% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত
এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Answer :
২০০ টাকা
Question : a:b=4:7
এবং b:c=5:6 হলে a:b:c= কত?
Answer : 20:35:42
Question :
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
Answer :
১০২৪
Question :
দুই ব্যাক্তি একত্রে একটি কাজ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায়
দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
Answer :
২৪ দিন
Question :
পীট কয়লার বৈশিষ্ট হল-
Answer :
ভিজা নরম
Question :
আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-
Answer :
বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
Question :
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
Answer :
ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
Question :
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
Answer :
ফটো লিথোগ্রাফী
Question :
চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
Answer :
চাঁদে বায়ুমন্ডল নেই তাই
Question :
উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
Answer :
প্রায় ১২ ঘন্টা
Question : The correct passive
of “Sheila was writing a letter” is -
Answer : A letter was being written by Sheila
Question : In which century was the Victorian period?
Answer : 19th century
Question : Shakespeare is known mostly for his-
Answer : plays
Question :
যা চিরস্থায়ী নয়-
Answer :
নশ্বর
Question : ‘Intellectual’
শব্দের বাংলা অর্থ-
Answer :
বুদ্ধিজীবী
Question : Straw vote
বলতে কী বুঝায়?
Answer : Unofficial poll of public opinion
Question : ’
অচিনশব্দেরউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Answer :
নঞর্থক
Question :
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Answer :
উৎকৃষ্ট
Question :
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
Answer :
যমুনা
Question : “
সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?
Answer :
মরহুম নজরুল ইসলাম বাবু
Question :
কর্কটক্রান্তি রেখা-
Answer :
বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
Question :
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Answer :
লর্ড মাউন্ট ব্যাটেন
Question :
বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
Answer :
পশ্চিমবঙ্গ, মেঘালয় আসাম
Question :
লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
Answer :
শায়েস্তা খান
Question :
ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Answer :
১৮৬৪ সালে
Question :
বাংলাদেশে জাতীয় সংসদেউপজেলা বাতিলবিলটি কখন পাস করা হয়েছিল?
Answer :
১৯৯২ সালে
Question :
স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
Answer :
এপ্রিল, ১৯৭২
Question :
স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
Answer :
সেপ্টেম্বর,১৯৭২
Question :
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
Answer :
১১ জুন,১৯৯৪
Question :
গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
Answer :
২৩ জুলাই,১৯৯৪
Question :
১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ
দল হিসেবে আত্নপ্রকাশ করে?
Answer :
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
Question :
রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
Answer :
১৯ জুলাই, ১৯৯৪
Question : Hubble Telescope
এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
Answer : Endeavour
Question :
১৯৯৪ এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?
Ans
wer : আব্দুর রশীদ দোস্তাম
Question :
ধুমকেতু সুমেকার লেভী- এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
Answer :
১৬ জুলাই, ১৯৯৪
Question :
বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
Answer :
১৯৬১
Question :
বি-৫২ কী?
Answer :
এক ধরনের বোমারু বিমান
Question :
জর্দান ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন
এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
Answer :
২৬ জুলাই, ১৯৯৪
Question :
১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
Answer :
১১টি
Question : Asia pacific Economic co- operation (APEC)
ফোরামের নভেম্বরে, ১৯৯৩- অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে
কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
Answer :
জাপান
Question :
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়
Answer :
১৯৪৫
Question :
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
Answer :
১৯৪৫ সাল হতে
Question : Rotary International
কবে প্রতিষ্ঠিত হয়?
Answer :
১৯০৫ সালে
Question :
পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে
কবে গাজা ভূখন্ডে আসেন?
Answer :
জুলাই, ১৯৯৪
Question :
গিরিলা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?
Answer :
১০ জুলাই, ১৯৯৪
Question : a+b+c=9, a^2+b^2+c^2=29
হলে ab+bc+ca এর মান কত?
Answer : 26
Q
uestion : (a^2+b^2-c^2+2ab)/(a^2-b^2+c^2+2ac)= কত
Answer : (a+b-c)/(a-b+c)
Question : The word ‘imbibe’ means :
Answer : To drink
Question : The word ‘homogeneous’ means:
Answer : Of the same kind
Question : The synonyme of ‘genesis’ is-
Answer : begin
ning
Question : Something which is obnoxious means that it is-
Answer : Very unpleasant
Question : Something that is ‘fresh’ is something-
Answer : In fairly good condition
Question : A fantasy is-
Answer : An imaginary story
Question : An ordinance is-
Answer : A law
Question : Three score is -
Answer : Three times twenty
Question : The antonym of ‘indifference’ is -
Answer : Ardour
Question :
চতুর্ভুজের চার কোণের অণুপাত ::: হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
Answer :
১৩৫
Question :
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
Answer :
তিন কোণ
Question : Which of the following sentence is correct?
Answer : One of my friends is a lawyer
Question : Which of the following sentences is correct?
Answer : The sh
irt which he bought is blue in colour
Question : Which of the following sentences is correct?
Answer : Why have you done this?
Question : Which of the following sentance is a correct proverb?
Answer : Fools rush in where angels fear to tread
Question : Which of the following sentences is correct?
Answer : I forbade him to go
Question : ‘
অবমূল্যায়নঅবদানশব্দ দুটিতেঅবউপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
Answer :
দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
Question :
১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোলদাতা কারা?
Answer :
সালেনকো স্টইচকভ
Question : বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় -
Answer :
সিলেটের মালনীছড়ায়
Question :
কোন খ্যাতিমান লেখকবীরবলছদ্মনামে লিখতেন?
Answer :
প্রমথ চৌধুরী
Question :
হিন্দিপদুমাবৎএর অবলম্বনেপদ্মাবতীকাব্যের রচয়িতা-
An
swer : আলাওল
Question :
তত্ত্ববোধিনী পত্রিকাপ্রথম প্রকাশিত হয়-
Answer :
১৮৪৩ সালে
Question :
যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
Answer :
স্বরবৃত্ত
Question : ‘
সিরাজাম মুনীরাকাব্যের রচয়িতার নাম-
Answer :
ফররুখ আহমদ
Question : ‘
আমার সন্তান যেন থাকে দুধে ভাতেলাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-
Answer :
ভারতচন্দ্র রায়
Question : ‘
কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় পঙক্তিটি নিচের একজনের লেখা-
Answer :
লালন শাহ্
Question : ”
মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি
কবিতার এই অংশবিশেষের রচিয়তা -
Answer :
সত্যেন্দ্রনাথ দত্ত
Question :
১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-
Answer :
ওয়াকিল আহমদ
Question :
বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলনচর্যাপদএর আবিষ্কারক-
Answer :
হরপ্রসাদ শাস্রী
Question :
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -
Answer :
প্রাকৃত
Question :
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা তামার অনুপাত ,
এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে?
Answer :
গ্রাম
Question
: নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে , দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে?
Answer :
৩১
Question :
দুটি সংখ্যার .সা.গু, বিয়োগফল এবং .সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
Answer :
১৪৪, ২০৪
Question : (
১২৫/২৭)^-/এর সহজ প্রকাশ-
Answer :
/২৫
Q
uestion : একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির
দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে?
Answer :
গুন
Question :
ঢাকা চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে।
সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ঘণ্টা সময় লাগে।
এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?
Answer :
১০
Question : Natural protein
এর কোড নাম -
Answer
: Protien – P49
Question :
ল্যাপটপ কী?
Answer :
ছোট কম্পিউটার
Question :
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
Answer :
রাজ কাঁকড়া
Question :
বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
Answer :
১০ মিটার
Question :
টুথপেস্টের প্রধান উপাদান কি?
Answer :
সাবান পাউডার
Question :
পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
Answer :
পৃষ্টটান
Question :
মুক্তা হলো ঝিনুকের-
Answer :
প্রদাহের ফল
Question : ‘
আকোয়া রেজিয়াবলতে বোঝায়-
Answer :
কনসেনট্রেটেড নাইট্রিক হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
Question : To read between the lines-
Answer : to grasp the hidden meaning
Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
Question : The best passive form of the sentence: ‘we don’t like idle people
’ -
Answer : Idle people are not liked by us
Question : The correct sentence of the followings:
Answer : The Nile is the longest river in Africa
Question : Any one of the following pairs are literary collaborators-
Answer : Shelly and keats
Question : Browning was the composer of any of the following poems -
Answer : Andrea del sarto
Question : '
লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer :
ব্যাতিহার বহূব্রীহি সমাস
Question :
অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer :
সমক্ষ
Question :
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer :
উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
Question :
পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
Answer :
বালতি
Question : ‘
ষড়ঋতুশব্দের সন্ধি বিচ্ছেদ-
Answer :
ষট্ + ঋতু
Question : ‘
হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-
Answer :
সরল
Question :
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় -
Answer :
তিন ভাগে
Question :
ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
Answer :
চকবাজার
Question :
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
Answer :
গোয়ালন্দ
Question :
লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম
Answer :
ইরান দুখত
Question :
বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
Answer :
মে, ১৯৯৫
Question :
১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
Answer :
চাঁদনীঘাটে
Question :
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
Answer :
টারশিয়ারী যুগের
Question :
বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
Answer :
বাংলাবান্ধা
Question :
সোয়াচ অব নো গ্রাউণ্ডএর মানে-
Answer :
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
Question :
ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
Answer :
জুম্মা খান
Question :
কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত -
Answer :
পটুয়াখালীর কুয়াকাটা
Question :
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-
Answer :
মাওরি
Question :
বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -
Answer :
ইউরোপের হল্যান্ড থেকে
Question :
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -
Answer :
ভেঙ্গী ভ্যালি
Question : ‘
স্টেপসভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে এর ভাস্কর এর নাম -
Answer :
হামিদুজ্জামান খান
Question :
বেনেলাক্সবলতে যে দেশগুলোকে বোঝায়-
Answer :
বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Question :
আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
Answer :
১৯৭৩ সালে
Question :
পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
Answer : La Zola
Question : ‘
কর্নার স্টোন অব পিস স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-
Answer :
ওকিনাওয়া
Question :
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
Answer :
কাজাকিস্তান
Question :
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -
Answ
er : স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
Question :
মার্কিন যুক্তরাষ্ট্রকেস্ট্যাচু অব লিবার্টিউপহার দেয় যে রাষ্ট্র-
Answer :
ফ্রান্স
Question :
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
Answer :
কোরীয় যুদ্ধ
Questio
n : রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে
বসতে রাজি হয়েছে তার নাম-
Answer : Budennovsk
Question :
জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer :
বেলগ্রেড, ১৯৬১ সাল
Question :
জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
Answer :
বেলগ্রেড, ১৯৬১ সাল
Question :
দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
Answer :
কলম্বোতে
Question :
নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
Answer :
ভ্যাটিক্যান সিটি
Question :
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
Answer :
অস্ট্রেলিয়া
Question :
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
Answer :
এপ্রিল, ১৯৪৯
Question :
ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ -
Answer :
ইন্দোনেশিয়া
Question
: কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
Answer :
৫৪ (২০১২)
Question :
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
Answer :
ষষ্ঠ
Question : ‘
বিশ্ব তামাকমুক্ত দিবসপ্রতিপালিত হয় প্রতি বছরের-
Answer :
৩১ মে
Question :
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম-
Answer :
ভুটান
Question : f(x) = x^2 + 1/x +1
এর অনুরূপ কোনটি?
Answer : f(1) = 3
Question : x + y = 0
এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
Answer : (-1,1)

Question :
যদি x^2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p
Answer : √
২৪
Question : x – [x – { x – (x + 1)}] –
এর মান কত?
Answer : -1
Question : The synonym for ‘efface’-
Answer : rub out
Question : When a person says he’s `all in’ it means .
Answer : H
e is very tired
Question : `Bill of fare’ is -
Answer : A list of dishes at restaurant
Question : A ‘bull market’ means that share prices are-
Answer : rising
Question : ‘Blue chips’ are-
Answer : Industrial shares considered to be a safe investment
Question : ‘Blockbuster’ means:
Answer : A powerful explosive to demolish buildings
Question : The synonym of `Franchise’ -
Answer : Privilege
Question : `Equivocation’ means -
Answer : Two contrary things in the same statment
Question : Persona-non-garta
শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -
Answer :
কূটনীতিবিদ
Question : Choose the correct antonym of 'Sluggish'_
Answer : animated
Question : The antonym for ‘inimical’-
Answer : friendly
Question : The correct spelling is -
Answer : Humorous
Question
: দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
Answer : √41 N
Question :
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের
দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
Answer :
১৪ গজ
Question : The l
ast word of the proverb . Handsome is that handsome____________’
Answer : does
Question : The right word to fill in the gap of the following sentence : Give her a telephone
number to ring ____ she gets lost.
Answer : in case
Question : The sentence with correct punctuations-
Answer : Maria, my student, is on leave today
Question : The correct sentence of the followings -
Answer : A new cabinet has been sworn in Dhaka
Question : ‘
লাপাত্তাশব্দেরলাউপসর্গটি বাংলায় এসেছে-
Answer :
আরবি ভাষা থেকে
Quest
ion : আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
Answer :
ব্যরন পিয়ারে দ্য কুবার্তা
Question :
১৯৯৪ সালের লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে একই তারিখে হবে-
Answer :
শুক্রবার
Question :
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ,  
Answer :

(সমাপ্ত)

আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):







৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।



৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ  সাহিত্য বিষয়ক)




বিঃদ্রঃ  নিজের  অর্থসময়  ও  শ্রম  ব্যয়  করে  আপনাদের  উপকার  করে  যাচ্ছি।  পারলে  আমার  একটু উপকার করুন এই  ব্লগের  উপরে ও নীচে  কিছু  এ্যাড  আছে।  আপনি  শুধু  এই  এ্যাডে  একবার  ক্লিক   করুন।  এতে  আপনার  অর্থ  ও  সময়  ব্যয়  হবে  না।  ফ্রি  ফ্রি  অন্যের  জিনিস  নিয়ে  নিজে  উপকৃত  হবেন  আর  অন্য উপকার করবেন নাসেটাতো  স্বার্থপরতার  লক্ষণ

Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU