Monday, March 19, 2018

TENSE শেখার সহজ কৌশল

TENSE শেখার সহজ কৌশল

 


লেখকের কথা:  অনেক লেখকের অনেক ইংরেজি গ্রামার বই আছে। প্রত্যেকেই তাদের মতো করে আলোচনা করেছেন। তারপরও সেই বিষয়ে স্কুলে পড়ার পাশাপাশি শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয়। আমার কথা হচ্ছে, প্রাইভেট যদি পড়তে হয় তাহলে গ্রামার বই এর কেনো দরকার। এখানে নিশ্চয় বইগুলোতে সঠিকভাবে আলোচনা করা হয়নি বলে শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয়। যার ফলে শিক্ষার্থীরা প্রাইভেট এর দিকে ঝুঁকে পড়ে। আমি Tense সম্পর্কে যেভাবে পাঠ উপস্থাপন করেছি তা যদি কেউ একবার মনোযোগ সহকারে পড়ে তাকে কোনদিন অন্য কোনো শিক্ষকের নিকট বোঝার জন্য যেতে হবে না। এটা সকলের গৃহ শিক্ষকের মতো কাজ করবে। এখানে Tense এর সকল বিষয় চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। অন্য কোনো গ্রামার বই এর দরকার পড়বে না্। সহজে মনে রাখার সকল টেকনিক এখানে উপস্থাপন করা হয়েছে। Bangladesh Online University-তে প্রতিটি বিষয়ে সহজ টেকনিক অবলম্বন করা হয়েছে। ইতোমধ্যে Bangladesh Online University-তে চারটি English Eassy শিখে ৮৫টি English Eassy লেখার কৌশল , ১২টি Paragraph শিথে ৪০০টি Paragraph লেখার কৌশল এবং Right Form of Verbs খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। যে কেউ কপি করে নিতে পারেন।

এরপর দেখুন একটি মাত্র সূত্র দিয়ে কিভাবে ১২টি Tense এর সকল Passive Voice নির্ণয় করা যায়।

TENSE শেখার সহজ কৌশল

Tense বা কাল কাকে বলে?

ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Example:–

1. I eat rice. (Present) আমি ভাত খাই ৷ (বর্তমান)

2. I ate rice. (Past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)

3. I will eat rice. (Future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)

এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।

Types of Tense: (Tense এর প্রকার)

Tense কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ

1. Present Tense (বর্তমান কাল).

2. Past Tense (অতীত কাল)

3. Future Tense (ভবিষ্যত কাল).

এদের প্রত্যেক কে আবার চার ভাগে ভাগ করা যায়ঃ

1 .Indefinite Tense (সাধারণ কাল)

2. Continuous Tense (ঘটমান কাল)

3. Perfect Tense (পুরাঘটিত কাল)

4. Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)

Present Tense (বর্তমান কাল)

Present Indefinite Tense:

কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।

শব্দ দেখে Present Indifinte Tense চেনার উপায়: Always (সর্বদা), Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত), Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indifinte Tense হবে।

Main Structure:

Subject + Main Verb + Extension.

মূল verb-এর present form ব্যবহৃত হয়। তবে subject (কর্তা) যদি Third Person Singular number হয় তাহলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়। যে সকল verb-এর শেষে Sh, SS, Ch, X এবং O থাকে তাদের শেষে es যোগ হয়। verb-এর শেষে যদি Y এবং তার আগে Consonant থাকে তবে Y এর স্থলে i বসে এবং শেষে es যোগ হয়।তবে Y এর আগে যদি Vowel থাকে তাহলে Y উঠবে না। শুধু শেষে es যোগ হবে। (A,E,I,O,U এই পাঁচটি Vowel বাকি ২১ টি Consonant)

সে স্কুলে যায়- He goes to school. (Go-O+es=Goes)

পাখিটি আকাশে উড়ে- The bird flies in the sky. (Fly-Flies)

সে প্রার্থনা করে-He prays. (Pray-Prays)

সহজ কৌশলঃ

Affirmative বাক্য হলে:   Sub + Main Verb  + Extension.

Negative বাক্য হলে:      Sub + Au.V not/ do not / does not + Main Verb + Extension.

                                      (Au.V- Auxiliary Verb- Am,Is,Are,Was,Were)

Interrogative বাক্য হলে: Do / Does/Au.V + Sub +Main  Verb + Extension + ?

Neg-Int বাক্য হলে:   Don’t / Doesn’t/Au.Vn’t + Sub + Main Verb + Extension + ?

                                  (Au.Vn’t- Auxiliary Verb- Amn’t,Isn’t,Aren;t,Wasn’t,Weren’t)

উদাহরণ:– আমি ভাত খাই – I eat rice.

সে ভাত খায়-He eats rice.

আমি ভাত খাই না – I do not eat rice.

আমি কি ভাত খাই? Do I eat rice?

আমি কি ভাত খাই না? Don’t I eat rice?

আমার একটা গাভি আছে-I have a cow.

আমি অসুস্থ- I am ill.

আমি অসুস্থ নই- I am not ill.

আমি কি অসুস্থ?- Am I ill?

আমি কি অসুস্থ নই?-Amn’t I ill?

আমি চা পান করি- I drink tea. Or I take tea.

NOTE: am, is, are, have, has এদের পরে অন্য কোন Verb না থাকলে এ গুলো Main Verb হিসেবে ব্যবহৃত হবে। তখন এ জাতীয় বাক্য Present Indefinite Tense এর হবে।

আমি স্কুলে যাই – I go to school.

সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.

তুমি বই পড় – You read a book.

সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.

সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.

পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.

Note:  Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।

মনে রেখো-

1. I/we – First Person

2. You/your – Second person

3. He/she, it, they সমস্ত নাম – Third Person  অর্থাৎ আমি তুমি বাদে বাকি সবই Third Person.   

Present Indefinite Tense এর Negative/ Interrogative/ Negative-Interrogative বাক্য গঠন করার নিয়ম

Negative বাক্য গঠন করার নিয়ম: কোন Subject এর পরে যদি Am, Is, Are, Was, Were, Shall, Will, Have, Has, Had, Can, Could, Should, Would, May, Might ইত্যাদি থাকে তাহলে Negative বাক্য গঠন করার সময় এদের পরে Not বসাতে হবে। যেমন:

I am good

Ans-I am not good.

I have a cow.

Ans- I have not a cow. Or I have no cow.

এখানে উল্লেখ্য যে, have এর পরে not বসালে a থাকবে। আর যদি no বসানো হয় তাহলে a থাকবে না।

কিন্তু Subject এর পরে যদি Am, Is, Are, Was, Were, Shall, Will, Have, Has, Had, Can, Could, Should, Would, May, Might ইত্যাদি না থাকে তাহলে এদের পরে Do not বা Does not বসাতে হবে। Verb এর সাথে যদি s বা es থাকে তাহলে Subject এর পরে Does not বসবে। তখন মূল Verb এর s বা es উঠে যাবে। যেমন:

He goes to school

Ans-He does not go to school. এখানে goes এর es উঠে গিয়ে go হয়েছে।

You do the work.

Ans-You do not do the work.

He does the work.

Ans- He does no do the work. এখানে do বা does মূল Verb। তাই do not বা does not এর পরেও do থাকবে।

They write a letter.

Ans: They do not write a letter.

I have a cow

Ans- I do not have a cow.

He has a cow.

Ans- He does not have a cow. এখানে Have/Has এর পরে no/ not না বসিয়ে do not/ does not বসিয়েও Negative বাক্য গঠন করার যায়। তখন do not/ does not এর পরে have বসবে।

Interrogative বাক্য গঠন করার নিয়ম: কোন Subject এর পরে যদি Am, Is, Are, Was, Were, Shall, Will, Have, Has, Had, Can, Could, Should, Would, May, Might ইত্যাদি থাকে তাহলে Interrogative বাক্য গঠন করার সময় Subject পূর্বে ঐ Verb বসাতে হবে এবং বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন বসবে। যেমন:

I am good.

Ans- Am I good?

কিন্তু Subject এর পরে যদি Am, Is, Are, Was, Were, Shall, Will, Have, Has, Had, Can, Could, Should, Would, May, Might ইত্যাদি না থাকে তাহলে Interrogative বাক্য গঠন করার সময়  Subject পূর্বে Do বা Does বসাতে হবে এবং বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন বসবে।  যেমন:

They read the books.

Ans- Do they read the books?

He goes to school.

Ans- Does he go to school?

I do the work.

Ans- Do I do the work?

Negative-Interrogative বাক্য গঠন করার নিয়ম: Negative-Interrogative বাক্য গঠন করার সময় বাক্যটিকে আগে Interrogative বাক্যে পরিনত করতে হবে। তারপর Subject যদি Noun হয় তাহলে তার আগে Not বসবে আর Subject যদি Pronoun তাহলে তারপরে Not বসবে। মনে রাখতে হবে, Noun এর আগে Pronoun এর পরে Not বসে।যেমন:

I am good.

Ans- Am I not good?

Rahim reads the books.

Ans: Does not Rahim read the books?

তবে Subject, Noun বা Pronoun যাই হোক না কেন, Not কে যদি সংক্ষিপ্তাকারে অর্থাৎ Amn’t, Isn’t, Don’t, Doesn’t ইত্যাদিভাবে লিখে সকল Subject এর পূর্বে বসিয়ে Negative-Interrogative বাক্য গঠন করা যায়। যেমন:

He goes to school.

Ans-Doesn’t he go to school?

Sharif is a good student.

Ans- Isn’t Sharif a good student?

এভাবে বাক্য গঠন করতে চাইলে বাক্যটিকে প্রথমে Negative এ পরিনত করতে হবে। তারপর Negative করার অংশটি অর্থাৎ Amn’t, Isn’t, Don’t, Doesn’t ইত্যাদি Subject এর পূর্বে বসালেই Negative-Interrogative বাক্য গঠিত হবে।

উপরোক্ত বাক্যগুলো Present Indefinite Tense এর অন্তর্ভুক্ত বলে এখানে আলোচনা করা হলো।

Present Continuous Tense:

বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।

Main Structure:

Subject + be verb বা Am/is/are (number ও person অনুযায়ী বসবে) + verb + ing + Extension.

Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Subject এর পরে Am/is/are বসানোর সহজ নিয়ম: শুধু I এর পরে Am বসবে। বাকি Subject যদি এক বচন হয় তাহলে is বসবে আর Subject যদি বহু বচন হয় তাহলে are বসবে। is হচ্ছে এক বচন verb। are হচ্ছে বহু বচন verb। মনে রাখতে হবে এক বচনের সাথে এক বচন আর বহু বচনের সাথে বহু বচন বসবে।

অন্যান্য বাক্যের জন্য সহজ Structure:

Affirmative:     Sub + am / is / are + Verb + ing + Extension.

Negative:         Sub + ( am / is / are ) not + Verb + ing + extension.

Interrogative: Am/ Is / Are + Sub + Verb + ing + Entension + ?

Neg-Int:         (Am/ Is / Are )n’t + Sub+ Verb + ing + Entension + ?

Example:

আমি ভাত খাইতেছি বা খাচ্ছি – I am eating rice.

আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি – I am going to school.

সে স্কুলে যাইতেছে বা যাচ্ছে– He is going to school.

তুমি/ তোমরা বই পড়িতেছ বা পড়ছ – You are reading book.

আমি আজ রাতে ঢাকা যাব – I am going to Dhaka tonight. (Near future বা নিকট ভবিষ্যত) বা I shall go to Dhaka tonight.

আমি আগামীকাল বাড়ী যাব-I am going to home tomorrow. বা I shall go home tomorrow.

আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you coming to the meeting this afternoon? (Near future)

NOTE: Near future বা নিকটতম ভবিষ্যত বাক্যটিতে তেছি/তেছ নাই। এই বাক্যটি Future Indefinite Tense এর। তবে এ জাতীয় বাক্য উপরোক্ত দুইভাবে করা যায়।

কিছু কিছু শব্দ আছে যেগুলোর বাক্য Present Continuous Tense এর মতো হলেও বাক্যটি Present Indefinite Tense এর নিয়মে করতে হয়। যেমন: Love, Feel, Hope, Think, See এদের সাথে Ing যোগ হয় না। এগুলো মুখস্থ রাখতে হবে। উদাহরন:

আমি একটা পাখি দেখতেছি-I am seeing a bird. না হয়ে হবে- I see a bird.

আমি তোমাকে ভালবাসতেছি-I am loving you. না হয়ে হবে- I love you.

Present Perfect Tense:

কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present Perfect Tense হয়।

Main Structure:

Subject + have/has + Verb এর  past participle (VPP)+ extension. ( VPP- Verb Past Participle)

অন্যান্য বাক্যের জন্য সহজ Structure:

 Affirmative:   Sub + has / have + vpp + Extension .

Negative:        Sub + ( has / have ) not + vpp + Extension .

Interrogative: Have / Has + Sub + vpp + Extension + ?

Neg-Int:          (Have / Has )n’t + Sub + vpp+ Extension + ?

Subject এর পরে Have/Has বসানোর সহজ নিয়ম: I ও you এর পরে Have বসবে এট ব্যতিক্রম। বাকি Subject যদি এক বচন হয় তাহলে Has বসবে আর Subject যদি বহু বচন হয় তাহলে Have বসবে। Has হচ্ছে এক বচন verb। Have হচ্ছে বহু বচন verb। মনে রাখতে হবে এক বচনের সাথে এক বচন আর বহু বচনের সাথে বহু বচন বসবে।

Example:

আমি ভাত খাইয়াছি – I have eaten rice.

আমি স্কুলে গিয়েছি – I have gone to school.

সে স্কুলে গিয়েছি – He has gone to school.

আমি ভাত খাইনি – I have not eaten rice.

তারা/তাহারা কাজটি করিয়াছে – They have done the work.

সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has studied for hours.

তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে – They have just played football.

সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just played football.

Present Perfect Continuous Tense:

কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present Perfect Continuous Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে।

Main Structure:

Subject + has been/have been + main verb + ing + since/from/for + Extension .

অন্যান্য বাক্যের জন্য সহজ Structure:

Affirmative: Sub + have been / has been +Verb +ing +Extension .

Negative: Sub+(have/ has ) not +been +Verb + ing + Extension.

Interrogative: Have / Has + Sub + been +Verb + ing + Extension + ?

Neg-Int: (Have / Has )n’t + Sub + been +Verb+ ing + Extension + ?

Subject এর পরে Have been/Has been বসানোর সহজ নিয়ম: I ও you এর পরে Have been বসবে এট ব্যতিক্রম। বাকি Subject যদি এক বচন হয় তাহলে Has been বসবে আর Subject যদি বহু বচন হয় তাহলে Have been বসবে। Has been হচ্ছে এক বচন verb। Have been  হচ্ছে বহু বচন verb। মনে রাখতে হবে এক বচনের সাথে এক বচন আর বহু বচনের সাথে বহু বচন বসবে।

 Example:

আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been doing this work for two days.

সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading for two hours.

সে সকাল থেকে পড়িতেছে– He has been reading since morning.

সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has been reading in this school for three years.

ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been living here from his boyhood.

ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has been suffering from fever since sunday last.

Note: Since ব্যবহৃত হবে শুধুমাত্র Point of Time এর ক্ষেত্রে অর্থাৎ নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। Period of Time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার  করা হয়। অনেক বেশি সময় এর ক্ষেত্রে বা কোন ব্যক্তিগত ক্ষেত্রে যেমন ছেলেবেলা হতে/শৈশবকাল হতে এরুপ বুঝাতে  from ব্যবহৃত হয়।সব Tense এর ক্ষেত্রে from ব্যবহার করা যায়।

আরো সহজভাবে বলা যায়: বারের নাম যেমন-Saturday, Sunday, Monday ইত্যাদি, মাসের নাম যেমন-January, February ইত্যাদি, Morning, Noon, Afternoon, Evening, সাল যেমন- 1971, তারিখ যেমন-10th ইত্যাদির আগে since বসে। ব্যাপক সময় যেমন- এক ঘন্টা, ২ দিন, সাত দিন, ১ বছর ইত্যাদির আগে for বসে। ছেলেবেলা হতে/শৈশবকাল হতে এরুপ বুঝাতে  from ব্যবহৃত হয়। 

Past Tense (অতীত কাল)

Past Indefinite Tense:

অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন থাকলে Past Indefinite Tense বুঝতে হবে।)

Main Structure:

Subject + past form of main verb + Extension

অন্যান্য বাক্যের জন্য সহজ Structure:

Affirmative: Sub +Verb এর Past Form+ Extension.

Negative: Sub +did not/ Au.V not +Verb এর Present Form + Extension.

 (Au.V- Auxiliary Verb- Was/Were)

Interrogative: Did/Au.V + Sub +Verb এর Present Form + Extension + ?

Neg-Int: Didn’t /Au.Vn’t+ Sub +Verb এর Present Form +Extension + ?

Example:

আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.

আমি স্কুলে গিয়েছিলাম – I went to school.

সে স্কুলে গিয়েছিল – He went to school.

তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে- You did the work.

তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his boyhood in London.

লুনা একটি গান গেয়েছিল – Luna sang a song.

সে ফুটবল খেলেছিল – He played football.

সে কাজটি করত-He did the work.

আমি একটা পাখি দেখলাম/দেখেছিলাম- I saw a bird.

আমার একটা গাভি ছিল-I had a cow.

আমাদের একটা বাগান ছিল-We had a garden.

Note: Past indefinite Tense যুক্ত কোন sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb (Am, Is, Are, Was, Were) ই main verb হিসেবে ব্যবহৃত হবে। যেমন:

I was ill.

He was good.

Note: Present Indefinite Tense এর বাক্যের মতই Past Indefinite Tense এর বাক্যগুলো হবে। শুধু Verbটিকে Past Form এর করে নিতে হবে। এখানে was এর পরে অন্য কোন verb নেই তাই was main verb হিসেবে ব্যবহৃত হবে।

Note: কিছু কিছু বাক্য আছে যা দেখতে Present Perfect Tense এর মতো কিন্তু ইংরেজিতে অনুবাদ করতে হচ্ছে Past Indefinite Tense এর নিয়মানুসারে।এটা তখনই হবে যখন সুনির্দিষ্ট করে কোন সাল বা তারিখ বা দিন উল্লেখ থাকবে যা অতীত হয়ে গেছে।যেমন:

সে ১৯৭১ সালে এসএসসি পাশ করিয়াছে- He has passed the SSC in 1971. না হয়ে হবে

He passed the SSC in 1971.

সে গতকাল বাড়ি আসিয়াছে- He has come home yesterday. না হয়ে হবে  He came home yesterday.

(এই ধরনের বাক্যগুলো Right Form of Verbs এ এসে থাকে।)

Past Indefinite Tense এর Negative/ Interrogative/ Negative-Interrogative বাক্য গঠন করার নিয়ম

Negative বাক্য গঠন করার নিয়ম: কোন Subject এর পরে যদি Was, Were, Had, Could, Should, Would, Might ইত্যাদি থাকে তাহলে Negative বাক্য গঠন করার সময় এদের পরে Not বসাতে হবে। যেমন:

I was good

Ans-I was not good.

I had a cow.

Ans- I had not a cow. Or I had no cow.

এখানে উল্লেখ্য যে, had এর পরে not বসালে a থাকবে। আর যদি no বসানো হয় তাহলে a থাকবে না।

কিন্তু Subject এর পরে যদি Was, Were,Had Could, Should, Would, Might ইত্যাদি না থাকে তাহলে এদের পরে Did not বসাতে হবে। তখন মূল Verbটি Present Form এর হবে। যেমন:

He went to school

Ans-He did not go to school. এখানে went এর Present Form go হয়েছে।

You did the work.

Ans-You did not do the work.

He did the work.

Ans- He did not do the work. এখানে প্রথম বাক্যের did মূল Verb। তাই সূত্রের did not বসানোর পরে প্রথম বাক্যের did এর Present Form do হয়েছে।

They wrote a letter.

Ans: They did not write a letter.

I had a cow

Ans- I did not have a cow.

He had a cow.

Ans- He did not have a cow. এখানে Had এর পরে no/ not না বসিয়ে did not বসিয়েও Negative বাক্য গঠন করার যায়। তখন did not এর পরে had এর Present Form Have বসবে।

Interrogative বাক্য গঠন করার নিয়ম: কোন Subject এর পরে যদি Was, Were, Had,Could, Should, Would,Might ইত্যাদি থাকে তাহলে Interrogative বাক্য গঠন করার সময় Subject পূর্বে ঐ Verb বসাতে হবে এবং বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন বসবে। যেমন:

I was good.

Ans- Was I good?

কিন্তু Subject এর পরে যদি Was, Were, Had, Could, Should, Would, Might ইত্যাদি না থাকে তাহলে Interrogative বাক্য গঠন করার সময়  Subject পূর্বে Did বসাতে হবে তখন মূল Verb এর Present Form বসবে এবং বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন বসবে।  যেমন:

They read the books.

Ans- Did they read the books?

He went to school.

Ans- Did he go to school?

I did the work.

Ans- Did I do the work?

Negative-Interrogative বাক্য গঠন করার নিয়ম: Negative-Interrogative বাক্য গঠন করার সময় বাক্যটিকে আগে Interrogative বাক্যে পরিনত করতে হবে। তারপর Subject যদি Noun হয় তাহলে তার আগে Not বসবে আর Subject যদি Pronoun তাহলে তারপরে Not বসবে। মনে রাখতে হবে, Noun এর আগে Pronoun এর পরে Not বসে।যেমন:

I was good.

Ans- Was I not good?

Rahim read the books.

Ans: Did not Rahim read the books?

তবে Subject, Noun বা Pronoun যাই হোক না কেন, Not কে যদি সংক্ষিপ্তাকারে অর্থাৎ Wasn’t, Weren’t, Didn’t, ইত্যাদিভাবে লিখে সকল Subject এর পূর্বে বসিয়ে Negative-Interrogative বাক্য গঠন করা যায়। যেমন:

He went to school.

Ans-Didn’t he go to school?

Sharif was a good student.

Ans- Wasn’t Sharif a good student?

এভাবে বাক্য গঠন করতে চাইলে বাক্যটিকে প্রথমে Negative এ পরিনত করতে হবে। তারপর Negative করার অংশটি অর্থাৎ Wasn’t, Weren’t, Didn’t ইত্যাদি Subject এর পূর্বে বসালেই

Negative-Interrogative বাক্য গঠিত হবে।

Past Continuous Tense:

অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past Continuous Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।

Main Structure:

Subject + was/were + main verb + ing + Extension বা বাড়তি অংশ।

Subject-এর পর person ও number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

অন্যান্য বাক্যের জন্য সহজ Structure:

Affirmative: Sub + was / were +Verb + ing + Extension.

Negative:     Sub +( was / were ) not + verb + ing + Extension .

Interrogative: Was/Were + Sub +Verb+ ing + Extension + ?

Neg-Int: (Was /Were ) n’t + Sub +Verb + ing + Extension + ?

Example:

আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.

সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going to school.

তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were playing football.

গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going to Dhaka last evening.

আমি একা একা গান গাইতেছিলাম – I was singing song alone.

Note: subject first person and third person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর শেষে were বসবে। অর্থাৎ I এর পরে was এবং you এর পরে were ব্যতীত subject এক বচন হলে was এবং subject বহু বচন হলে were বসবে।

Past Perfect Tense:

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past Perfect Tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple বা  Past Indefinite Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন একটি যোগ থাকে।

Main Structure:

1)  (Before/When থাকলে) 1st  subject + had + verb এর past participle (VPP) + Extension + before/when+ 2nd subject + verb এর past form +Extension.

2)  (After/That থাকলে) 1st  subject + verb এর past form +Extension.+ after/that+  2nd   subject + had + verb এর past participle (VPP) + Extension

 Example:

আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.

আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল – He had died before I went to school.

ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল – They had reached the station before the bell rang.

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল – The patient had died before the doctor came.

ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The patient died.after the doctor had come.

সে বলল যে, সে লোকটিকে সাহায্য করেছিল- He said that he had helped the man.

অধিক দূরে যেতে না যেতেই তার ছড়িটা ভেঙ্গে গেল-He had not gone far when his stick broke.

NOTE: দুইটি বাক্যের মধ্যে যে বাক্যটি before/when এর আগে বসে সেই বাক্যটি Past perfect tense এর হবে অন্যটি Past Indefinite Tense । আবার after/that  এর পরে Past Perfect Tense এরে হবে অন্যটি Past Indefinite Tense । সহজভাবে বলা যায়- before এর আগে after এর পরে Past Perfect Tense হবে।অন্যটি Past Indefinite Tense।

Past Perfect Continuous Tense:

অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past Perfect Continuous Tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past Perfect Continuous Tense হয়।অন্যটি Past Indefinite Tense এর হবে।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –

ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।

খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল।

গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলিতেছিল।

 Structure:

1st subject + had been + main verb + ing + Extension+ 2nd subject + verb এর past form + Extension.

 Example:

সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating rice when he came.

ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were playing before the bell rang.

আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পরিতেছিল – He had been reading book when I went to met with him/her.

তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা

করিতেছিল – your mother had been waiting for you when you went to your friend’s home.

সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম – I had been sleeping when he saw the game.

Future Tense (ভবিষ্যত কাল)

Future Indefinite Tense:

ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

 Structure:

Subject + shall/will + verb + Extension

Example:

আমি কাজটি করব- I shall do the work.

তারা কাজটি করবে- They will do the work.

আমি বিদ্যালয়ে যাব- I shall go to the school.

সে বিদ্যালয়ে যাবে- He will go to the school.

তারা বাজারে যাবে – They will go to the market.

Note: 1st person  তথা I ও We এর পর shall বসে। এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসবে।কোন কাজ যদি জোড় দিয়ে করা বুঝায় বা বক্তার ইচ্ছে, আদেশ, উপদেশ, দৃঢ় সংকল্প বুঝায় তাহলে I ও We এর পর will। এছাড়া অন্য সব ক্ষেত্রে shall বসবে। যেমন:

সে বিদ্যালয়ে যাবেই (জোড় দেয়া বুঝায়)- He shall go to the school.

আমি কাজটি করিবই(জোড় দেয়া বুঝায়)- I will do the work. Or I must do the work.

আমি আর একবার ভাগ্য পরীক্ষা করব (ইচ্ছা বুঝায়)-I will try my luck again.

তোমরা মহত ব্যক্তিদের পদাংক অনুসরন করবে(উপদেশ)-You shall follow the footsteps of great men.

Note: কোন কাজ যদি Near Future বুঝায় তাহলে বাক্যটি Future indefinite tense এর নিয়মানুসারে করা যাবে আবার Present Continuos Tense এর নিয়মানুসারেও করা যাবে। যেমন:

আমি আগামীকাল বাড়ী যাব- I shall go home tomorrow. বা I am going to home tomorrow.

Future Continuous Tense:

ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future Continuous Tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।

Structure:

Subject + shall be/will be + main verb + ing + Extension.

Subject-এর পর person ও number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।

Example:

আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the book.

আমি গান গাইতে থাকিব- I shall be singing the song.

তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing football.

সে কাজটি করিতে থাকিবে- He will be doing the work.

তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they will be going to school.

তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be going to office.

Future Perfect Tense:

ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future Perfect Tense হয়।

ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future Perfect Tense হয় এবং পরেরটা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা, য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।

 Structure:

1) (Before থাকলে) 1st subject + shall have/will have + verb এর past participle + Extension + before/ + 2nd subject + main verb + Extension

2) (After থাকলে) 1st subject + main verb + Extension + After + 2nd subject + shall have/will have + verb এর past participle + Extension.

 Subject-এর পর person ও number অনুসারে shall have বা will have বসে এবং মূল verb-এর past participle form ব্যবহৃত হয়।

 Example:

বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব – I shall have done the work before my father comes.

আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব – I shall have finished reading the book by 4. P. m.

তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব- I shall have sang a song before you leave.

তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব – I shall have finished my lesson before they come.

সে আসার পরে আমি পড়া শেষ করব- He comes after I finish my lesson after he will have come.

NOTE: এখানে মনে রাখদত হবে before এর আগে after এর পরে Future Perfect Tense হবে । অন্যটি simple present tense এর হবে।

Future Perfect Continuous Tense:

ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।

ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হয়।

বাংলায় চিনার উপায়:

বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।

 Structure:

1st subject + shall have been/will have been + main verb + ing + Extension+ 2nd subject + main verb + Extension.

 Note: Subject-এর পর shall have been বা will have been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।দুইটি বাক্য থাকলে Befor/When বা After/That থাকবে।

Example:

তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.

বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I shall have been doing the work before my father comes.

তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I shall have been playing before they come.

সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Rabindrabharati university for four years before he gets degree.

NOTE: ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present tense হবে, তবে বাক্যের ধরন অনুযায়ী Simple Present Tense এর পরিবর্ত Future Indefinite Tense হবে। যেমন:

এক ঘন্টা কাজ করতে থাকার পর তারা বিশ্রাম করবে- They will take rest when they will have been working for an hour.

একটি বাক্যের সুত্র ধরে সকল Tense মনে রাখার কৌশল

Indefinite Tense

Bangla

English

Tense

Structure

আমি ভাত খাই

I eat rice.

Present (P.I.T)

Present Form এর Verb

আমি ভাত খেয়েছিলাম

I ate rice.

Past (Past.I.T)

Past Form এর Verb

আমি ভাত খাব

I shall eat rice.

Future (F.I.T)

Subject এর পর Shall/Will

 

Continuous Tense

আমি ভাত খাচ্ছি

I am eating rice

P.C.T

Am/Is + Main.V+Ing

আমি ভাত খাচ্ছিলাম

I was eating rice.

Past.C.T

Was/Were+ Main.V+Ing

আমি ভাত খেতে থাকব

I shall be eating rice.

F.C.T

Shall be/Will be+ Main.V+Ing

 

Perfect  Tense

আমি ভাত খেয়েছি

I have eaten rice.

P.P.T

Have/has+ V.P.P

সে আসার আগে আমি ভাত খেলাম

I had eaten rice before he came.

Past.P.T

Had+ V.P.P+ before/ after/ when/ that

সে যাওয়ার পূর্বে আমি ভাত খেয়ে থাকব

I shall have eaten rice before he goes

F.P.T

Shall have/Will have + V.P.P+ before/ after/ when/ that

 

Perfect Continuous Tense

আমি দুই ঘন্টা ধরে ভাত খাচ্ছি

I have been eating rice for two hours.

P.P.C.T

Have been/has been + Main.V+Ing+ for/since

সে যখন এল তখন আমি ভাত খাচ্ছিলাম

I had been eating rice when he came.

Past.P.C.T

had been + Main.V+Ing+ before/after/when/that

সে আসার আগে আমি ভাত খেতে থাকব

I shall have been eating rice before he comes.

F.P.C.T

Shall have been/will have been+ Main.V+Ing+ before/after/when/that

 কিছু বিষয় মনে রাখতে হবেঃ

(1)  Am, Is, Are, Was, Were, Shall be, Will be, Have been, Has been, Had been, Shall have been, Will have been এর পরে Main Verb থাকলে তার সাথে Ing যোগ হবে।

(2)  Have, Has, Had, Shall have, Will have এর পরে Main Verb থাকলে সেই Main Verbটি Past participle হবে।

(3)  Before/When এর পূর্বে এবং After/That এর পরে Perfect/Perfect Contiuous Tense হয়।

Past and Past Perticiple এর জন্য মুখস্থ রাখতে হবে

 

Present Tense

Past Tense

Past participle

Apply  আবেদন করা

Applied  আবেদন করেছিল  

Applied

Arrive  পোঁছানো

Arrived  পছেছিল

Arrived

Beat  প্রহার করা

Beat  প্রহার করেছিল

 Beaten

Bend  নোয়ানো

Bent  নুয়েছিল

Bent

Bleed  রক্তপাত হওয়া

Bled  রক্তপাত হয়েছিল

Bled

Bring  আনা

Brought এনেছিল

Brought

Build  নির্মাণ করা

Built  নির্মাণ

Built

Burn  পোড়ানো  

Burnt  পুড়েছিল

Burnt

Buy  ক্রয় করা

Brought  ক্রয় করেছিল

Brought 

Catch  ধরা

Caught  ধরেছিল

Caught

Clean  পরিষ্কার

Cleaned  পরিষ্কার করেছিল

Cleaned 

Climb গাছে ওঠা

Climbed  গাছে উঠেছিল

Climbed

Comb  চুল আঁচড়ানো

Combed  চুল আঁচড়েছিল

Combed

Cook রাধা

Cooked রেধেছিল  

Cooked

Dare সাহস করা

Dared সাহস করল

Dared

Die মারা যাওয়া  

Died  মারা গিয়েছিল

Died

Dream স্বপ্ন দেখা

Dreamt  স্বপ্ন দেখেছিল

Dreamt

Enter  প্রবেশ করা

Entered  প্রবেশ করল

Entered

Eat  খাওয়া

Ate  খাইল

Eaten

Feel  অনুভব করা

Felt  অনুভব করেছিল 

Felt

Finish  শেষ করা

Finished  শেষ করেছিল

Finished

Flow  প্রবাহিত হওয়া

Flowed  প্রবাহিত হয়েছিল

Flowed

Fold  ভাঁজ করা

Folded  ভাঁজ করল

Folded

Get  পাওয়া 

Got  পেয়েছিল

Got /gotten

Grow  জন্মানো

Grew  জন্মেছিল

Grown

Hang  

Hung

Hung

Have  আছে / পাওয়া

Had   ছিল

Had

Hear  শোনা

Heard  শুনেছিল

Heard

Hide  লুকান

Hid  লুকিয়েছিল

Hid /hidden

Hire  ভাড়া করা

Hired  ভাড়া করেছিল

Hired

Hold  ধরা

Held  ধরেছিল

Held

Keep  রাখা

Kept  রেখেছিল

Kept

Kneel হাঁটু গেড়ে বসা /নতজানু হওয়া

Knelt  হাঁটু গেড়ে বসেছিল

Knelt

Know  জানা /চেনা

Knew  জেনেছিল

known

Lay  ডিম দেয়া

Laid  ডিম দিয়েছিল

Laid

Learn  শেখা

Learnt  শিখেছিল

Learnt

Leave  ত্যাগ করা

Left  ত্যাগ করেছিল

Left

Hang  ফাঁসি দেওয়া

Hanged  ফাঁসি দিয়েছিল

Hanged

Deal ব্যবহার করা

Dealt ব্যবহার   করেছিল          

Dealt  

Lend  ধার    দেওয়া                    

Lent  ধার-দিয়েছিল

Lent

Lie  শোওয়া 

Lay  শুয়েছিল

Lain

Lie  মিথ্যা কথা বলা

Lied  মিথ্যা বলেছিল

Lied

Light আলো জ্বালানো  

Lighted আলো জ্বলেছিল   

Lighted

Like  পছন্দ করা

Liked  পছন্দ করেছিল

Liked

Lose  হারানো

Lost  হারিয়েছিল

Lost

Love  ভালোবাসা

 Loved  ভালবেসেছিল

 Loved

Make  

Made  

Made

Meet  দেখা করা

 Met  দেখা করেছিল

 Met

Move নাড়াচাড়া করা

 Moved  নাড়াচাড়া করল

 Moved

Nod  ঘাড় নাড়া

 Nodded  ঘাড় নেড়েছিল

 Nodded

Pass  অতিক্রম করা

Passed  অতিক্রম করল

Passed

Pay  টাকা দেওয়া

Paid  টাকা দিয়েছিল

Paid

Place  স্থাপন করা

Placed স্থাপন করেছিল

Placed

Play  খেলা করা

Played  খেলা করেছিল

Played

Push  ধাক্কা দেওয়া

Pushed  ধাক্কা দিয়েছিল

Pushed

Read  পড়া

Read  পড়েছিল

Read

Receive  গ্রহণ করা

Received  গ্রহণ করেছিল

Received

Remember  স্মরণ করা

Remembered  স্মরণ করেছিল

Remembered

Reserve সংরক্ষণ করা  

Reserved সংরক্ষণ করেছিল  

Reserved

Return   ফেরত দেওয়া

Returned ফেরত দিয়েছিল

Returned

Ride ঘোড়ায় চড়া

Rode  ঘোড়ায় চরেছিল

Ridden

Ring  বাজানো

Rang  বাজিয়েছিল

Rung

Rise  ওঠা

Rose  ওঠে-ছিল 

Risen

Run  

Ran  

Run

Say  বলা

Said  বলেছিল

Said

See দেখা

Saw  দেখেছিল

Seen

Seek  খোজ

Sought  খোজ করেছিল

Sought

Sell   বিক্রয় করা

Sold  বিক্রয় করেছিল

Sold

Send  পাঠানো

Sent  পাঠিয়েছিল

Sent

Sew  সেলাই করা

Sewed  সেলাই করেছিল

Sewed

Shine  কিরণ দেওয়া

Shone   কিরণ দিয়েছিল

Shone 

Shoot  গুলি করা

Shot  গুলি করেছিল

Shot

Show  দেখানো

Showed  দেখিয়েছিল

Shown

Sing  গান করা

Sang  গান করেছিল

Sung

Sit  বসা

Sat  বসেছিল

Sat

Sleep  ঘুমানো

Slept ঘুমিয়েছিল

Slept

Smell গন্ধ নেওয়া

Smelt  গন্ধ নিয়েছিল

Smelt

Smoke  ধুমপান করা

Smoked ধুমপান করেছিল

Smoked

Sow  বপন করা

Sowed  বপন করেছিল

Sowed

Speak  কথা বলা

Spoke  কথা-বলেছিল

Spoken

Spend  খরচ করা

Spent  খরচ-করেছিল

Spent

Stand  দাঁড়ানো

Stood  দাঁড়িয়েছিল

Stood

Start  আরম্ভ করা

Started আরম্ভ করেছিল

Started

Stay  থাকা

Stayed  থেকেছিল

Stayed

Steal  চুরি করা

Stole চুরি-করেছিল  

Stolen

Stop  থামা

Stopped  থেমেছিল

Stopped

Strike  আঘাত করা

Struck  আঘাত-করেছিল

Struck/ stricken

Sweep  ঝাঁট দেওয়া

Swept  ঝাট দিয়েছিল

Swept

Swim  সাঁতার কাটা

Swam  সাঁতার কেটেছিল

Swum

Take  নেওয়া

Took  নিয়েছিল

Taken

Talk  কথা বলা

Talked  কথা-বলেছিল

Talked

Teach  শিক্ষা দেওয়া

Taught  শিক্ষা দিয়েছিল

Taught

Tear  ছেড়া

Tore  ছুড়েছিল

Torn

Tell  বলা

Told   বলেছিল

Told

Think  চিন্তা করা

Thought  চিন্তা করেছিল

Thought

Throw নিক্ষেপ করা

Threw  নিক্ষেপ করেছিল

Thrown

Touch  ছোঁয়া

Touched  ছুয়েছিল

Touched

Travel ভ্রমন করা

Travelled  ভ্রমন করেছিল

Travelled

Unfold  ভাঁজ খোলা

Unfolded  ভাঁজ খুলেছিল

Unfolded

Unite  মিলিত হওয়া

Untied  মিলিত হয়েছিল

Untied

Wait   অপেক্ষা করা

Waited  অপেক্ষা করেছিল

Waited

Walk  হাঁটা

Walked  হেঁটেছিল

Walked

Wear পোশাক পড়া

Wore  পোশাক পড়েছিল

Worn

Weave  বোনা

Wove  বুনেছিল

Woven

Win  জয়-করা

Won  জয়-করেছিল

Won

Wind  পাকানো /দম দেওয়া

Wound  দম দিয়েছিল

Wound

Work  কাজ করা

Worked  কাজ করেছিল

Worked

Write  লেখা

Wrote  লিখেছিল

Written

Forgive  ক্ষমা করা

Forgave  ক্ষমা করেছিল

Forgiven

Forbid  নিষেধ করা

Forbade  নিষেধ করেছিল   

Forbidden

Freeze  জমা

Froze  জমেছিল

Frozen

Awake  জাগা

Awoke  জেগেছিল

Awoke /awaked

Begin  আরম্ভ করা

Began  আরম্ভ করেছিল

Begun

Become  হওয়া

Became  হয়েছিল

Become

Drive  চালান

Drove  চালিয়েছিল

Driven

Fall  পতিত হওয়া

Fell  পতিত হয়েছিল

Fallen

Find  দেখা

Found  দেখেছিল

Found

Fly  উড়া

Flew  উড়েছিল

Flown

Fight  যুদ্ধ করা

Fought  যুদ্ধ করেছিল

Fought

Forget  ভুলে যাওয়া

Forgot  ভুলে-গিয়েছিল

Forgot/forgotten

Give  দেওয়া

Gave  দিয়েছিল

Given

Am, is  হওয়া

Was  হয়েছিল

Been

Are হওয়া

Were  হয়েছিল

Been

Mistake  ভুল করা  

Mistook  ভুল করেছিল

Mistaken

Ask  

Asked

Asked

Boil  সিদ্ধ করা  

Boiled   সিদ্ধ করেছিল

Boiled

Found   প্রতিষ্ঠিত করা    

Founded  প্রতিষ্ঠিত করেছিল  

Founded

Spoil নষ্ট করা  

Spoiled নষ্ট করেছিল  

Spoiled

Quarrel  ঝগড়া করা

Quarreled  ঝগড়া করেছিল

Quarreled

Wish  ইচ্ছা করা

Wished ইচ্ছা করেছিল

Wished

Understand বুঝতে পারা

Understood বুঝতে পেরেছিল

Understood

Study অধ্যয়ন করা

Studied অধ্যয়ন করেছিল

Studied

Succeed

succeeded

Succeeded

Shall

Should

Should

Want চাওয়া

Wanted চেয়েছিল

Wanted

Bust  

Bust

Bust

Bet  বাজি ধরা

Bet  বাজি ধরেছিল

Bet

Cut  কাটা

Cut  কেটেছিল

Cut

Cost  খরচ করা  

Cost  খরচ করেছিল

Cost

Hit  আঘাত করা    

Hit  আঘাত করেছিল

Hit

Hurt  বেদনা দেওয়া

Hurt  বেদনা দিয়েছিল

Hurt

Let  অনুমতি দেওয়া

Let  অনুমতি দিয়েছিল

Let

Put  রাখা

Put  রেখেছিল

Put

Rid মুক্তি পাওয়া

Rid  মুক্তি পেয়েছিল

Rid

Set  বসানো

Set  বসেছিল

Set

Shed  সরানো

Shed  সরিয়েছিল

Shed

Shut  বন্ধ করা

Shut  বন্ধ করেছিল

Shut

Spit   থুথু ফেলা

Spit  থুথু ফেলেছিল

Spit

Spilt  ঢেলে

Spilt  ঢেলেছিল

Spilt

Spread  ছড়িয়ে পড়া

Spread  ছড়িয়েছিল

Spread

Knit  বোনা

Knit  বুনেছিল

Knit

Am/Is/Are

Was/Were

Been      ইত্যাদি

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।

তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Written By

Md. Izabul Alam,  

Principal

Bangladesh Online University (BOU)

Gulshan-2, Dhaka, Bangladesh.

 

লেখকের অন্যান্য বইসমূহ এক সাথে দেখতে চাইলে এর BOU উপর ক্লিক করুন

(BOU)

PLEASE SHARE ON

No comments:

সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৫

  সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৫ (১১১তম পর্ব) জুলাই বিপ্লব সাধারণ জ্ঞান • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় :   ২০২৪ সালের ১ জুল...

BOU