প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন-২
(৮১তম পর্ব)-বার বার রিভিশন করলে মনে থাকবে।
অন্যান্য পর্ব দেখতে চাইলে ক্লিক করুন
৭। গণিত এর সকল সমস্যার সমাধান
করার সহজ উপায়-জানতে এখানে ক্লিক করুন।
৮। বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (৭৮তম পর্ব)
৮। বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (৭৮তম পর্ব)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন-২
০১. বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
CONFUSION QUESTION & ANSWER
প্রশ্ন::বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক
কে ?
হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।
বড় কে’ কবিতাটির লেখক?
a.ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
উত্তর :হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
'বড় কে?' কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে।
আবার 'হরিশচন্দ্র মিত্রের' নামের বানান লেখা হয়েছে 'হরিশ্চন্দ্র মিত্র'।
চীনের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াত সেন নাকি মাও সেতুং।
উত্তর : সান ইয়াত সেন
ব্যাখ্যা : যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং
প্রশ্ন::::পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ আমেরিকা নাকি ফ্রান্স?
উত্তর : ফ্রান্স
ব্যাখ্যা : যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।
প্রশ্ন: ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
ক) ধীরেন্দ্রনাথ দত্ত খ) এ.কে ফজলুল হক
গ) অধ্যাপক আবুক কাশেম ঘ) আবদুল মতিন
ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে। এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে - এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।
উত্তরঃ খ
২। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
ক) যুক্তফ্রন্ট এর ২১ দফায়
খ) বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
গ) ৬ দফায়
ঘ) প্রথম নির্বাচনী ইশতেহারে
ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা "প্রথম " শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।
উত্তর :: ক
৩। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
উত্তর : ক
"OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a.Iran
b.None
উত্তর :: A
ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা কিনা OPEC এর সদস্য
প্রশ্ন:: Who is the present President of the National Assembly of Bangladesh?
a) Fazle Rabbi Mia b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina
ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ
উত্তর শিরীন শারমিন চৌধুরী।
"চতুর্দশপদী " নামের কবিতা কে লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ব্যাখ্যাঃ "চতুর্দশপদী কবিতা " বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে "চতুর্দশপদী " নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম "চতুর্দশপদী কবিতা " নয়, শুধু "চতুর্দশপদী ", এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
উত্তর :: খ
প্রশ্ন:: চতুরঙ্গ কী?
ক) রবীন্দ্রনাথের নাটক
খ) দাবা খেলার আদি নাম
গ) একটি গ্রহ
ঘ) একটা যাত্রাদলের নাম
ব্যাখ্যঃ "চতুরঙ্গ " হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। উত্তর :: খ
প্রশ্ন:: একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু
প্রশ্ন ফাঁদঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন "একক রচনা হিসেবে প্রথম " কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে "কনসার্ট ফর বাংলাদেশ " এর প্রযোজনা করেন কারা?উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
Question:Preface to Lyrical Ballads কবে প্রকাশিত হয়?Ans::1802
Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে
ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ?উত্তর :: তুরস্ক, ১৯৪৯ ( তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
ব্যাখ্যা :: মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে।
---USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন -উত্তর: স্যার গ্লাডউইন জেব
ব্যাখ্যা:
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই
জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব
জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল - ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
More & more:
১ম মহাসচিব:
এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী - জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।
হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন পলাতক তুফান (নিরুদ্দেশের কাহিনী)। যা অব্যক্ত (প্রবন্ধ সংকলন) এ প্রকাশিত হয়। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশ চন্দ্র বসু রচিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। কিছু প্রবন্ধ ইতঃপূর্বে মুকুল, দাসী, প্রবাসী, সাহিত্য এবং ভারতবর্ষে প্রকাশিত হয়েছিল। বইটি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে ১৩২৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম প্রকাশ পায়।
বড় কে’ কবিতাটির লেখক?
a.ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
উত্তর :হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
'বড় কে?' কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে।
আবার 'হরিশচন্দ্র মিত্রের' নামের বানান লেখা হয়েছে 'হরিশ্চন্দ্র মিত্র'।
চীনের প্রথম প্রেসিডেন্ট সান ইয়াত সেন নাকি মাও সেতুং।
উত্তর : সান ইয়াত সেন
ব্যাখ্যা : যদি বলা হয় গনচীনের প্রথম প্রেসিডেন্ট কে? তখন হবে মাও সেতুং
প্রশ্ন::::পানামা খাল খননের প্রথম উদ্যোগ নিয়েছিল কোন দেশ আমেরিকা নাকি ফ্রান্স?
উত্তর : ফ্রান্স
ব্যাখ্যা : যদি বলা হয় পানামা খাল খনন সমাপ্তকারী দেশ কোনটি? তখন উত্তর হবে আমেরিকা।
প্রশ্ন: ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর প্রস্তাব করলে কে তার প্রথম বিরোধীতা করে?
ক) ধীরেন্দ্রনাথ দত্ত খ) এ.কে ফজলুল হক
গ) অধ্যাপক আবুক কাশেম ঘ) আবদুল মতিন
ব্যাখ্যাঃ ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের দাপ্তরিক ভাষা ঊর্দুর পাশাপাশি বাংলাকে করার দাবি জানিয়েছেন। বলা হয়েছে, মুসলিম লীগের দাপ্তরিক ভাষা ঊর্দুর বিরোধীতা কে করেন এবং সেটা ১৯৩৭ সালে। এর উত্তর হবে এ কে ফজলুল হক। আর পাকিস্তানের গণপরিষদের দাপ্তরিক ভাষা কেবল ঊর্দু হবে - এটার বিরোধীতাকারী ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত এবং সেটা ১৯৪৮ সালে।
উত্তরঃ খ
২। শাসন বিভাগকে বিচার বিভাগ হতে পৃথক করার কথা প্রথম কোথায় বলা হয়?
ক) যুক্তফ্রন্ট এর ২১ দফায়
খ) বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে
গ) ৬ দফায়
ঘ) প্রথম নির্বাচনী ইশতেহারে
ব্যাখ্যাঃ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার কথা বলা আছে। এখানে মুল সমস্যাটা "প্রথম " শব্দটা নিয়ে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কথা বলা আছ, কিন্তু কথাটা প্রথম উল্লেখ আছে যুক্তফ্রন্টের ২১ দফার ১৫ নং দফায়।
উত্তর :: ক
৩। ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
ক) ৪টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১১টি
ব্যাখ্যাঃ ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে ৪টি সেক্টরে বিভক্ত করা হয়। পরেরদিন অর্থাৎ ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশকে আবার ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। কিন্তু প্রশ্নতো বলা আছে ১০ এপ্রিলের কথা।
উত্তর : ক
"OPEC ভূক্ত দক্ষিণ এশিয়ার ও অনারব মুসলিম দেশ কোনটি??
a.Iran
b.None
উত্তর :: A
ইরান দক্ষিন এশিয়ার একমাত্র অনারব মুসলিম দেশ যা কিনা OPEC এর সদস্য
প্রশ্ন:: Who is the present President of the National Assembly of Bangladesh?
a) Fazle Rabbi Mia b) Abdul Hamid
c) Shirin Sharmin Chowdhury d) Sheikh Hasina
ব্যাখ্যাঃ National Assembly of Bangladesh এর present President কে? যিনি স্পীকার থাকবেন তিনিই present President of the National Assembly of Bangladesh। অর্থাৎ
উত্তর শিরীন শারমিন চৌধুরী।
"চতুর্দশপদী " নামের কবিতা কে লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ব্যাখ্যাঃ "চতুর্দশপদী কবিতা " বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে "চতুর্দশপদী " নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম "চতুর্দশপদী কবিতা " নয়, শুধু "চতুর্দশপদী ", এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
উত্তর :: খ
প্রশ্ন:: চতুরঙ্গ কী?
ক) রবীন্দ্রনাথের নাটক
খ) দাবা খেলার আদি নাম
গ) একটি গ্রহ
ঘ) একটা যাত্রাদলের নাম
ব্যাখ্যঃ "চতুরঙ্গ " হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ। উত্তর :: খ
প্রশ্ন:: একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু
প্রশ্ন ফাঁদঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন "একক রচনা হিসেবে প্রথম " কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে। সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে "কনসার্ট ফর বাংলাদেশ " এর প্রযোজনা করেন কারা?উত্তর হল ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন। কারণ প্রশ্নে বলা হয়েছে কারা প্রযোজনা করেন? কিন্তু আপনি এতদিন শিখে এসেছেন কারা আয়োজন করে? কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর। কিন্তু প্রযোজনা করেন জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন।
Question:Preface to Lyrical Ballads কবে প্রকাশিত হয়?Ans::1802
Lyrical Ballads প্রকাশিত হয় 1798 সালে। আর Preface to Lyrical Ballads প্রকাশিত হয় 1802 সালে
ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ?উত্তর :: তুরস্ক, ১৯৪৯ ( তুরস্ক মধ্যপ্রাচ্য এর অনারব মুসলিম দেশ)
ব্যাখ্যা :: মিসর প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয়, ১৯৭৮ সালে।
---USA প্রথম দেশ হিসেবে ইসরাইল স্বীকৃতি কে দেয় ১৯৪৯
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন -উত্তর: স্যার গ্লাডউইন জেব
ব্যাখ্যা:
জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব = ট্রাইগভে লাই
জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্ব প্রথম দায়িত্ব পালন করেন = স্যার গ্লাডউইন জেব
জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রাইগভে লাই প্রথম মহাসচিব পদে নির্বাচিত হন। কিন্তু তাঁর পূর্বে যুক্তরাষ্ট্রের অধিবাসী গ্লাডউইন জেব ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তাঁর মেয়াদকাল ছিল - ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ পর্যন্ত।
More & more:
১ম মহাসচিব:
এশিয়া থেকে নির্বাচিত = উ থান্ট (মায়ানমার)
আমেরিকা থেকে নির্বাচিত = জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
আফ্রিকা থেকে নির্বাচিত = বুট্রোস বুট্রোস-ঘালি (মিশর)
জাতিসঙ্ঘ সনদের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক মহাসচিবকে “প্রধান প্রশাসনিক কর্মকর্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী - জাতিসঙ্ঘ বা রাষ্ট্রসঙ্ঘের প্রশাসক এবং কুটনৈতিক ও মধ্যস্থতাকারী হিসেবে।
প্রশ্নঃ বিশ্বের ১ম যুদ্বপরাধ আদালত কোনটি?
গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি?উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত
NATO ভুক্ত মুসলিম দেশ কতটি?উত্তর :: ২ টি
ব্যাখ্যা::: NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.
প্রশ্নঃ 'স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয় -উত্তর: আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা:
আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি' (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
গণহত্যা, মানবতা বিরোধী যুদ্বপরাধের বিচার করে কোনটি?উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত
NATO ভুক্ত মুসলিম দেশ কতটি?উত্তর :: ২ টি
ব্যাখ্যা::: NATO ভুক্ত মুসলিম দেশ গুলি হলো Turkey & Albania.
প্রশ্নঃ 'স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয় -উত্তর: আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা:
আন্তর্জাতিক আদালত = ‘স্ট্যাটিউট অফ দ্যা কোর্ট' চুক্তির মাধ্যমে গঠিত হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালত = রোম চুক্তি' (Rome Statue ১৯৯৮) এর মাধ্যমে গঠিত হয়।
EU = ম্যাসটিচট চুক্তির ফলে গঠিত হয়।
কমনওয়েলথ = লন্ডন ঘোষণা অনুযায়ী গঠিত হয়।
ন্যাটো = উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
প্রশ্নঃ
প্রথম জিএসপি (GSP) দেয়া শুরু করে -উত্তর: ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা:
GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে । GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছে : (ক)রপ্তানি আয় বাড়ানো, (খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং ১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে ।
European Union গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
a.The Treaty of Rome
b.Maastricht Treaty
উত্তর :: Maastricht Treaty
ব্যাখ্যা ::Maastricht Treaty,1992 এর মাধ্যমে গঠিত হয় European Union.
The Treaty of Rome,1957 :: এর মাধ্যমে গঠিত হয় European Economic Community.
প্রশ্নঃ প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে -
ক। ভারতে
খ। গ্রিসে
গ। ব্রিটেনে
ঘ। যুক্তরাষ্ট্রে
ফাঁদ: গ্রিস
উত্তর: ব্রিটেন
ব্যাখ্যা:
ভারত = বিশ্বের বৃহত্তম গণতন্ত্র
ব্রিটেন = বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত
গ্রিস = গণতন্ত্রের সূতিকাগার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে (৫০৮ শতাব্দীতে) গ্রিসের এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়। এটাকেই অ্যাথেনীয় গণতন্ত্রের সূচনাহিসেবে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র = যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূলনীতি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে।
গণতন্ত্র (Democracy) শব্দটির উৎপত্তি গ্রীক 'ডেমোক্রেসিয়া' শব্দ থেকে (ডেমোস = জনগণ ও ক্রাটোস = ক্ষমতা)। শাব্দিক অর্থ - 'জনগণের শাসন'। গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের বা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে।
১৮৬৪ সালে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণে সফল রাষ্ট্র নায়ক আব্রাহাম লিঙ্কন বলেন, 'Democracy is government of the people, by the people and for the people'.
ব্যাখ্যা:
GSP এর পূর্ণরূপ হল Generalised system of preference অর্থাৎ অগ্রাধিকারমূলক বাজার সুবিধা । এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসপি বলে । GSP সুবিধা দেয়ার লক্ষ্য হচ্ছে : (ক)রপ্তানি আয় বাড়ানো, (খ) শিল্পায়নের প্রসার ঘটানো এবং (গ) প্রবৃদ্ধি বাড়ানো ।
১৯৬৪ সালের UNCTAD এর প্রথম সম্মেলনে GSP সুবিধার বিষয়টি প্রথম আলোচনায় আসে। ১৯৭১ সালে ইউরোপীয় ইউনিয়ন প্রথম অনুন্নত দেশসমূহকে জিএসপি’র সুবিধা দেয়া শুরু করে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত আইন করে এবং ১৯৭৬সাল থেকে বাস্তবায়ন শুরু করে ।
European Union গঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
a.The Treaty of Rome
b.Maastricht Treaty
উত্তর :: Maastricht Treaty
ব্যাখ্যা ::Maastricht Treaty,1992 এর মাধ্যমে গঠিত হয় European Union.
The Treaty of Rome,1957 :: এর মাধ্যমে গঠিত হয় European Economic Community.
প্রশ্নঃ প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে -
ক। ভারতে
খ। গ্রিসে
গ। ব্রিটেনে
ঘ। যুক্তরাষ্ট্রে
ফাঁদ: গ্রিস
উত্তর: ব্রিটেন
ব্যাখ্যা:
ভারত = বিশ্বের বৃহত্তম গণতন্ত্র
ব্রিটেন = বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত
গ্রিস = গণতন্ত্রের সূতিকাগার। খ্রিস্টপূর্ব ৫ম শতকে (৫০৮ শতাব্দীতে) গ্রিসের এথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়। এটাকেই অ্যাথেনীয় গণতন্ত্রের সূচনাহিসেবে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্র = যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূলনীতি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে।
গণতন্ত্র (Democracy) শব্দটির উৎপত্তি গ্রীক 'ডেমোক্রেসিয়া' শব্দ থেকে (ডেমোস = জনগণ ও ক্রাটোস = ক্ষমতা)। শাব্দিক অর্থ - 'জনগণের শাসন'। গণতন্ত্র হলো কোন জাতিরাষ্ট্রের বা কোন সংগঠনের এমন একটি শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের নীতিনির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সমান ভোট বা অধিকার আছে।
১৮৬৪ সালে গেটিসবার্গের সেই বিখ্যাত ভাষণে সফল রাষ্ট্র নায়ক আব্রাহাম লিঙ্কন বলেন, 'Democracy is government of the people, by the people and for the people'.
2nd
World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী কতজন ছিলেন?উত্তর :: ২ জন
ব্যাখ্যা : ২ জন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান
প্রশ্নঃ উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে –উত্তর: MIGA
ব্যাখ্যা:
IFC = উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে।
M IGA = উদীয়মান অর্থনীতির দেশে 'বৈদেশিক বিনিয়োগ' (FDI) আকর্ষণ ও বৃদ্বিতে কাজ করে।
ICSID = সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে 'বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি' করতে কাজ করে।
প্রশ্নঃ মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে -উত্তর: IMF
ব্যাখ্যা:
IMF = মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে।
IDA = IDA এর ঋণকে Soft loan window বলা হয়। কারণ IDA সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।
Acronym:
IMF ( International Monetary Fund)
IFC (International Finance Corporation)
IDA (International Development Association)
M IGA (Multilateral Investment Guarantee Agency)
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
ব্যাখ্যা : ২ জন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট, হ্যারি এস ট্রুম্যান
প্রশ্নঃ উদীয়মান অর্থনীতির দেশে বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বৃদ্ধিতে কাজ করে –উত্তর: MIGA
ব্যাখ্যা:
IFC = উন্নয়নশীল দেশে ‘বেসরকারি খাতে’ বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে।
M IGA = উদীয়মান অর্থনীতির দেশে 'বৈদেশিক বিনিয়োগ' (FDI) আকর্ষণ ও বৃদ্বিতে কাজ করে।
ICSID = সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে 'বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি' করতে কাজ করে।
প্রশ্নঃ মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে -উত্তর: IMF
ব্যাখ্যা:
IMF = মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কাজ করে।
IDA = IDA এর ঋণকে Soft loan window বলা হয়। কারণ IDA সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়।
Acronym:
IMF ( International Monetary Fund)
IFC (International Finance Corporation)
IDA (International Development Association)
M IGA (Multilateral Investment Guarantee Agency)
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
প্রশ্ন: বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ
প্রদানকারী সংস্থা কোনটিউত্তর: IBRD
ব্যাখ্যা:
বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা = IBRD
বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে
তবে বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে। যথা: IBRD ও IDA
Five Institutions, One Group বলা হয় = বিশ্বব্যাংক গ্রুপকে
বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে (IBRD, ICSID, IDA, IFC, MIGA)
NB: আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন!
IMF = অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও বানিজ্য ঘাটতি শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।
2nd World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী কতজন ছিলেন?উত্তর :: 3 জন
ব্যাখ্যা : তিনজন। নেভিল চেম্বারলিন, উইনস্টন চার্চিল এবং ক্লিমেন্ট এটলি
প্রশ্নঃ ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় -
উত্তর: ১৯৩১
ব্যাখ্যা:
কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় =১৯৪৯
ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় = ১৯৩১
প্রশ্নঃ ইতিহাসের সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ -
উত্তর: নরম্যান্ডির যুদ্ধ
ব্যাখ্যা:
ক্রুসেড = সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী যুদ্ধ
২য় বিশ্বযুদ্ধ = সর্বাপেক্ষা ব্যয়বহুল যুদ্ধ, সভ্য সমাজের সবচেয়ে বড় আর ধ্বংসাত্নক যুদ্ধ
নরম্যান্ডির যুদ্ধ = সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ
মধ্যপ্রাচ্য এ পর্যন্ত তেল অস্ত্র ব্যবহার করে কতবার?
উত্তর :: তিন বার ( ১৯৭৩, ১৯৮১, ১৯৮৬)
Confusion n Right Answer
১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?
→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--ভুটান।
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট
৫। কম্পিউটারের গতি মাপা হয়- সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?
→ Correct Answer: ন্যানোসেকেন্ড
৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১
→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১
৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা?
→ Correct Answer: ম্যানিলা । আর বাংলাদেশের হলে গাজীপুর
৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?
→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩ না ৪?
→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
১০। চিনি কল....১৭/১৫?.
→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৬)
১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক?
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত থাকে: প্লীহায়
১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস করে ? ১১/১২ ?
→ Correct Answer: ১২টি
১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?
→ Correct Answer: ৪৫ টি।
১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা / বেলজিয়াম?
→ Correct Answer: কানাডা ।
১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
→ Correct Answer:৫২
১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
→ Correct Answer: ২৮ (যুক্তরাজ্য বেরিয়ে যেতে ২বছর লেগে যেতে )
১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায় অবস্থিত? হাইতিতে /জাপানে?
→ Correct Answer: জাপানে (হাইতিতে করোনার স্টোন চার্চ আছে আর জাপানে করোনার স্টোন পিস।)
১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?
→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩
২০। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
→ Correct Answer:তথ্য পরিবেশনা
২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-- কর্কটক্রান্তি/ বিষুব রেখা?
→ Correct Answer: বিষুব রেখা
২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
ব্যাখ্যাঃ
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠান গুলো হলঃ
১। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ
২। আইন বিভাগ
৩। বিচার বিভাগ
৪।নির্বাচন কমিশন
৫। সরকারি কর্ম কমিশন
৬। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
সাংবিধানিক পদ সমুহ :
১.রাষ্ট্রপতি
২.প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭.অ্যাটর্নি জেনারেল
৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
৯. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- → Correct Answer: সংগ্রহ করেন -- চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন -- দীনেশচন্দ্র সেন।
২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর-- Answer:বিক্ষেপন
২৫। বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
→ Correct Answer:সেবা।
২৬) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?=A) EU ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -- ইইউ। সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী -- WTO.
২৭) বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?→উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
২৮) 'গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' - পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?→উত্তর : জীবন - বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, "গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!"
২৯) মোট সেক্টর কমান্ডার কতোজন?=উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
৩০) বৃহত্তম অর্থনীতির দেশ??=উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ -- USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ -- China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
৩১) মুসলিম নারী জাগরনের কবি কে?→উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
৩২) সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।→উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
৩৩) CPU তে কোনটি থাকে?=উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
৩৪) Control unit -B. performs logical operations
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
৩৫) ভিটামিন সি বেশি আছে কোনটিতে?=উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
৩৬) আপেল এ কোন এসিড?=উত্তর : ম্যালিক এসিড।
৩৭) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?=উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
৩৮) কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?=উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
৩৯) কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
৪০) ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?=উত্তর : ১৫ টি।
ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।
৪১) বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?উত্তর : ১২ টি।
৪২) মোট বীর উত্তম কতজন?খ) ৬৯ জন
ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
৪৩) ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?ক) ৭.৮
ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।
ব্যাখ্যা:
বিশ্বব্যাংকের প্রধান ঋণ অর্থ প্রদানকারী সংস্থা = IBRD
বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে
তবে বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে। যথা: IBRD ও IDA
Five Institutions, One Group বলা হয় = বিশ্বব্যাংক গ্রুপকে
বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে (IBRD, ICSID, IDA, IFC, MIGA)
NB: আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন!
IMF = অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বি, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ও বানিজ্য ঘাটতি শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।
2nd World War এর ব্রিটেন এর কতজন প্রধানমন্ত্রী কতজন ছিলেন?উত্তর :: 3 জন
ব্যাখ্যা : তিনজন। নেভিল চেম্বারলিন, উইনস্টন চার্চিল এবং ক্লিমেন্ট এটলি
প্রশ্নঃ ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় -
উত্তর: ১৯৩১
ব্যাখ্যা:
কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় =১৯৪৯
ব্রিটিশ কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় = ১৯৩১
প্রশ্নঃ ইতিহাসের সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ -
উত্তর: নরম্যান্ডির যুদ্ধ
ব্যাখ্যা:
ক্রুসেড = সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী যুদ্ধ
২য় বিশ্বযুদ্ধ = সর্বাপেক্ষা ব্যয়বহুল যুদ্ধ, সভ্য সমাজের সবচেয়ে বড় আর ধ্বংসাত্নক যুদ্ধ
নরম্যান্ডির যুদ্ধ = সর্ববৃহৎ সামুদ্রিক যুদ্ধ
মধ্যপ্রাচ্য এ পর্যন্ত তেল অস্ত্র ব্যবহার করে কতবার?
উত্তর :: তিন বার ( ১৯৭৩, ১৯৮১, ১৯৮৬)
Confusion n Right Answer
১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত/ভূটান?
→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--ভুটান।
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা রশ্মি?
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত উত্তর গামা রশ্মি।
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট
৫। কম্পিউটারের গতি মাপা হয়- সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?
→ Correct Answer: ন্যানোসেকেন্ড
৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭ এপ্রিল, ১৯৭১
→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১
৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা?
→ Correct Answer: ম্যানিলা । আর বাংলাদেশের হলে গাজীপুর
৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? ৪/৫?
→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩ না ৪?
→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
১০। চিনি কল....১৭/১৫?.
→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক সমীক্ষা- ২০১৬)
১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক?
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লিহা/ যকৃত?
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর সঞ্চিত থাকে: প্লীহায়
১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের উপজাতি বসবাস করে ? ১১/১২ ?
→ Correct Answer: ১২টি
১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা কত ? ৪৫/৪৮ ?
→ Correct Answer: ৪৫ টি।
১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর ছবি আছে? কানাডা / বেলজিয়াম?
→ Correct Answer: কানাডা ।
১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
→ Correct Answer:৫২
১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
→ Correct Answer: ২৮ (যুক্তরাজ্য বেরিয়ে যেতে ২বছর লেগে যেতে )
১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায় অবস্থিত? হাইতিতে /জাপানে?
→ Correct Answer: জাপানে (হাইতিতে করোনার স্টোন চার্চ আছে আর জাপানে করোনার স্টোন পিস।)
১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?? ১৯৮৪/১৯৮৫?
→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে ২০০৩
২০। হোম পেইজ মানে কি? তথ্য পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
→ Correct Answer:তথ্য পরিবেশনা
২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-- কর্কটক্রান্তি/ বিষুব রেখা?
→ Correct Answer: বিষুব রেখা
২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
ব্যাখ্যাঃ
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের আইনি প্রতিষ্ঠান হিসেবে সরকারের আইনি কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠান গুলো হলঃ
১। নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ
২। আইন বিভাগ
৩। বিচার বিভাগ
৪।নির্বাচন কমিশন
৫। সরকারি কর্ম কমিশন
৬। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
সাংবিধানিক পদ সমুহ :
১.রাষ্ট্রপতি
২.প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭.অ্যাটর্নি জেনারেল
৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
৯. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- → Correct Answer: সংগ্রহ করেন -- চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন -- দীনেশচন্দ্র সেন।
২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর-- Answer:বিক্ষেপন
২৫। বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
→ Correct Answer:সেবা।
২৬) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?=A) EU ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -- ইইউ। সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী -- WTO.
২৭) বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?→উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
২৮) 'গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' - পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?→উত্তর : জীবন - বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, "গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!"
২৯) মোট সেক্টর কমান্ডার কতোজন?=উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
৩০) বৃহত্তম অর্থনীতির দেশ??=উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ -- USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ -- China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
৩১) মুসলিম নারী জাগরনের কবি কে?→উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
৩২) সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।→উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
৩৩) CPU তে কোনটি থাকে?=উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
৩৪) Control unit -B. performs logical operations
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
৩৫) ভিটামিন সি বেশি আছে কোনটিতে?=উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
৩৬) আপেল এ কোন এসিড?=উত্তর : ম্যালিক এসিড।
৩৭) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?=উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
৩৮) কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?=উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
৩৯) কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
৪০) ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?=উত্তর : ১৫ টি।
ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।
৪১) বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?উত্তর : ১২ টি।
৪২) মোট বীর উত্তম কতজন?খ) ৬৯ জন
ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
৪৩) ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?ক) ৭.৮
ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি? ক. দশম থেকে চতুর্দশ
শতাব্দী
২। পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত? ঘ. সাড়ে তিন হাজার
৩। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? খ. ভাষা
৪। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত? ঘ. ইন্দো-ইউরোপীয়
৫। আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা? ক. আত্মজীবনী
৬। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল- ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
৭। বাংলা ভাষার উদ্ভব হয় --- ক. সপ্তম খ্রিস্টাব্দে
৮। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন? গ. পাঠান আমালে
৯। কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছত্র প্রভাব বিস্তার করে? ঘ. দশম-একাদশ শতকে
১০। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ক. ঐতরেয় আরণ্যক
১১। লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান-- খ. ষষ্ঠ
১২। ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে? গ. ব্রাক্ষী লিপি
১৩। কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো? খ. শৌরসেনী ভাষাকে
১৪। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
১৫। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি? গ. মান্দারিন
১৬। ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? ক. বাংলা
১৭। কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন? গ. আশোক
১৮। শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য? খ. প্রথম বাংলা মুদ্রণ
১৯। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- খ. মাগধী প্রাকৃত থেকে
২০। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে- খ. ১৮০০
21. Meaning of the word 'Shun' is - d. Avoid
22. But for your timely help , I would failed and I am forever indebted to you .b. have
23. 'Anonymous' -এর সঠিক বাংলা নিচের কোনটি ? a. অনামা
24. What is the synonym of the word 'Economical' ? c. Frugal
25. He is learning --- the wall . বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে --? d. against
26. Ended in Fascio means - a. Complete failure
27. I have great respect ---- him. c. for
28. The word 'Nuptial' is related to - a. Marriage
29. The meaning of the word 'Euphemism'? b. Inoffensive expression
30. what would be the best antonym of "hibernate"? c. liveliness
31. There is no alternative ---- training. a. to
32. Bangladesh was liberated --- 1971. d. in
33. Which word is not synonymous of 'Belief' ? b. Incredible
34. One who possesses many talents - a. Versatile
35. 'Rule of thumb' means-- d. a rule based on past experience rather than on theory
36. The antonym of the word 'Eternal' is c. Temporary
37. The man is involved ---- the affair. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে -- c. in
38. A synonym for 'Hostility' - a. Enmity
39. Are you doing anything special --- the weekend ? d. at
40. I took a map with me, as I didn't want to ---- my way on the journey. b. lose (হারানো)
৪১। ০.৪ × ০.০২ × ০.০৮ =? গ. ০.০০০৬৪
৪২। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত? ক. ৫৩
৪৩। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকটি একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? গ. ৭২
৪৪। ১৪ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? খ. ২৮৬
৪৫। আপনার কাছে পাঁচটি আধুলি ,৮ টি সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে ? গ. ০৫
৪৬। ১২ এর কত শতাংশ ১৮ হবে ? খ. ১৫০
৪৭। .০৩ Χ .০০৬ Χ .০০৭ = ? খ. .০০০০০১২৬
৪৮। নিচের নম্বর সিরিজে কোনটি বসবে ? ১ , ২ , ৮ , ৪৮ , ৩৮৪ গ. ৩৮৪০
৪৯। প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে ? ২ √৯ ৪ √২৫ ?ক. ৬
৫০। দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ? ৭ / ? ? / ৩৪৩ ঘ. ৪৯
৫১। পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?
ক. ১০৯৯৯
খ. ৮৯৯৯
গ. ১০০০৯
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
৫২। একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ হতে তত ছোট। সংখ্যাটি কত?খ. ৬০২
৫৩। কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত? ক. ২০
৫৪। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? গ. ১
৫৫। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? ঘ. ১০৭
৫৬। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির কতগুণ? খ. ৭ গুণ
৫৭। এক বর্গমাইল=কত একর? ক. ৬৪০
৫৮। ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? খ. ১১টি
৫৯। দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০ অপেক্ষা যত কম ক্ষুদ্রতর সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন।a. 60,15
যোগফল ১৫ এবং বিয়োগ ফল ১৩। ছোট সংখ্যাটি কত? ক. ১
৬১। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো --
ক. অর্থ সাশ্রয়
খ. সময় সাশ্রয়
গ. স্থানের সাশ্রয়
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ
৬২। নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়? ঘ. web browser
৬৩। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি? ক. ইউরিয়া এবং এএসপি
৬৪। ম্যানগ্রোভে কি? খ. উপকূলীয় বন
৬৫। MIRC - এর পূর্ণরুপ কি? ক. Magnetic Ink Character Reader
৬৬। শব্দঃ কর্ণ ; আলোঃ ? গ. চক্ষু
৬৭। নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? গ. Bing
৬৮। মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বশিষ্ট্য কি? ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
৬৯। পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ? খ. Network
৭০। কম্পিউটার সিস্টেম এ scanner একটি কোন ধরনের যন্ত্র ? ক. Input
৭১। সঠিক উত্তর কোনটি ? ----- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব । খ. সচেতনতা
৭২। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় গ. ২০০৬
৭৩। Order corporation - এর প্রতিষ্ঠাতা কে? ঘ. lawrence J.Ellison
৭৪। Google - এর প্রতিষ্ঠাতা কে? ঘ. Larry page
৭৫ গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়? খ. x- রশ্মি
৭৬। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-- খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
৭৭। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? খ. বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
৭৮। নিচের কোন বাক্যটি সত্য নয়? ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
৭৯। উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি? গ. ট্যাকোমিটার(tachometer)
৮০। সিসমোগ্রাফ (seismograph) কি? খ. ভূমিকম্প মাপার যন্ত্র
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
২। পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত? ঘ. সাড়ে তিন হাজার
৩। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? খ. ভাষা
৪। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত? ঘ. ইন্দো-ইউরোপীয়
৫। আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা? ক. আত্মজীবনী
৬। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল- ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
৭। বাংলা ভাষার উদ্ভব হয় --- ক. সপ্তম খ্রিস্টাব্দে
৮। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন? গ. পাঠান আমালে
৯। কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছত্র প্রভাব বিস্তার করে? ঘ. দশম-একাদশ শতকে
১০। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ক. ঐতরেয় আরণ্যক
১১। লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান-- খ. ষষ্ঠ
১২। ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে? গ. ব্রাক্ষী লিপি
১৩। কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো? খ. শৌরসেনী ভাষাকে
১৪। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
১৫। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি? গ. মান্দারিন
১৬। ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? ক. বাংলা
১৭। কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন? গ. আশোক
১৮। শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য? খ. প্রথম বাংলা মুদ্রণ
১৯। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- খ. মাগধী প্রাকৃত থেকে
২০। বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে- খ. ১৮০০
21. Meaning of the word 'Shun' is - d. Avoid
22. But for your timely help , I would failed and I am forever indebted to you .b. have
23. 'Anonymous' -এর সঠিক বাংলা নিচের কোনটি ? a. অনামা
24. What is the synonym of the word 'Economical' ? c. Frugal
25. He is learning --- the wall . বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে --? d. against
26. Ended in Fascio means - a. Complete failure
27. I have great respect ---- him. c. for
28. The word 'Nuptial' is related to - a. Marriage
29. The meaning of the word 'Euphemism'? b. Inoffensive expression
30. what would be the best antonym of "hibernate"? c. liveliness
31. There is no alternative ---- training. a. to
32. Bangladesh was liberated --- 1971. d. in
33. Which word is not synonymous of 'Belief' ? b. Incredible
34. One who possesses many talents - a. Versatile
35. 'Rule of thumb' means-- d. a rule based on past experience rather than on theory
36. The antonym of the word 'Eternal' is c. Temporary
37. The man is involved ---- the affair. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে -- c. in
38. A synonym for 'Hostility' - a. Enmity
39. Are you doing anything special --- the weekend ? d. at
40. I took a map with me, as I didn't want to ---- my way on the journey. b. lose (হারানো)
৪১। ০.৪ × ০.০২ × ০.০৮ =? গ. ০.০০০৬৪
৪২। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অংক এককের অংক অপেক্ষা ২ বেশি। সংখ্যাটি এর অংকদ্বয়ের সমষ্টির ৬ গুণ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটি কত? ক. ৫৩
৪৩। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংকটি একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? গ. ৭২
৪৪। ১৪ জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? খ. ২৮৬
৪৫। আপনার কাছে পাঁচটি আধুলি ,৮ টি সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে ? গ. ০৫
৪৬। ১২ এর কত শতাংশ ১৮ হবে ? খ. ১৫০
৪৭। .০৩ Χ .০০৬ Χ .০০৭ = ? খ. .০০০০০১২৬
৪৮। নিচের নম্বর সিরিজে কোনটি বসবে ? ১ , ২ , ৮ , ৪৮ , ৩৮৪ গ. ৩৮৪০
৪৯। প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে ? ২ √৯ ৪ √২৫ ?ক. ৬
৫০। দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ? ৭ / ? ? / ৩৪৩ ঘ. ৪৯
৫১। পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?
ক. ১০৯৯৯
খ. ৮৯৯৯
গ. ১০০০৯
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
৫২। একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ হতে তত ছোট। সংখ্যাটি কত?খ. ৬০২
৫৩। কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত? ক. ২০
৫৪। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? গ. ১
৫৫। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত? ঘ. ১০৭
৫৬। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির কতগুণ? খ. ৭ গুণ
৫৭। এক বর্গমাইল=কত একর? ক. ৬৪০
৫৮। ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? খ. ১১টি
৫৯। দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০ অপেক্ষা যত কম ক্ষুদ্রতর সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন।a. 60,15
যোগফল ১৫ এবং বিয়োগ ফল ১৩। ছোট সংখ্যাটি কত? ক. ১
৬১। একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো --
ক. অর্থ সাশ্রয়
খ. সময় সাশ্রয়
গ. স্থানের সাশ্রয়
ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ
৬২। নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়? ঘ. web browser
৬৩। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি? ক. ইউরিয়া এবং এএসপি
৬৪। ম্যানগ্রোভে কি? খ. উপকূলীয় বন
৬৫। MIRC - এর পূর্ণরুপ কি? ক. Magnetic Ink Character Reader
৬৬। শব্দঃ কর্ণ ; আলোঃ ? গ. চক্ষু
৬৭। নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? গ. Bing
৬৮। মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বশিষ্ট্য কি? ঘ. ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
৬৯। পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ? খ. Network
৭০। কম্পিউটার সিস্টেম এ scanner একটি কোন ধরনের যন্ত্র ? ক. Input
৭১। সঠিক উত্তর কোনটি ? ----- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব । খ. সচেতনতা
৭২। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় গ. ২০০৬
৭৩। Order corporation - এর প্রতিষ্ঠাতা কে? ঘ. lawrence J.Ellison
৭৪। Google - এর প্রতিষ্ঠাতা কে? ঘ. Larry page
৭৫ গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়? খ. x- রশ্মি
৭৬। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-- খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
৭৭। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? খ. বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
৭৮। নিচের কোন বাক্যটি সত্য নয়? ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
৭৯। উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি? গ. ট্যাকোমিটার(tachometer)
৮০। সিসমোগ্রাফ (seismograph) কি? খ. ভূমিকম্প মাপার যন্ত্র
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. Question : বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেছিল - Answer : আকবর
2. Question : কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ? Answer : হুমায়ুন
3. Question : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?Answer : মুনীর চৌধুরী
4. Question : 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? Answer : প্রলয়োল্লাস
5. Question : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ? Answer : রবীন্দ্রনাথ ঠাকুর
6. Question : বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ? Answer : গিরিশ চন্দ্র সেন
7. Question : ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত - Answer : উপন্যাসের নাম
8. Question : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা - Answer : আবদুল গাফফার চৌধুরী
9. Question : ‘কবর’ নাটক কার রচনা? Answer : মুনীর চৌধুরী
10. Question : .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-Answer : ৫০%
11. Question : চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?Answer : ২০%
12. Question : সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে নগুণ হবে ? Answer : ২৫ টাকা
13. Question : (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ? Answer : ১/ ৮
14. Question : দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত? Answer : ১৬
15. Question : ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ? Answer : ১০টি
16. Question : ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ? Answer : ২৫
17. Question : কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?Answer : ১৪৪ টাকা
18. Question : নিচের কোন সংখ্যাটি মৌলিক Answer : ৪৭
19. Question : ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?Answer : ৮০
20. Question : ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_ Answer : কর্কটক্রান্তি রেখা
21. Question : ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল Answer : পর্তুগিজ
22. Question : কচু শাকে কোন উপাদান বেশী থাকে? Answer : লৌহ
23. Question : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে - Answer : অক্সিজেন ও গ্লুকোজ
24. Question : ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ? Answer : কলা
25. Question : সংকর ধাতু পিতলের উপাদান ? Answer : তামা ও দস্তা
26. Question : প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_ Answer : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
27. Question : নবায়নযোগ্য শক্তির উৎস – Answer : সূর্যরশ্মি
28. Question : জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ Answer : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
29. Question : নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ? Answer : বায়োগ্যাস
30. Question : পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ? Answer : মধ্যাকর্ষণ বলের জন্য
2. Question : কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ? Answer : হুমায়ুন
3. Question : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?Answer : মুনীর চৌধুরী
4. Question : 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? Answer : প্রলয়োল্লাস
5. Question : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ? Answer : রবীন্দ্রনাথ ঠাকুর
6. Question : বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ? Answer : গিরিশ চন্দ্র সেন
7. Question : ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত - Answer : উপন্যাসের নাম
8. Question : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা - Answer : আবদুল গাফফার চৌধুরী
9. Question : ‘কবর’ নাটক কার রচনা? Answer : মুনীর চৌধুরী
10. Question : .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-Answer : ৫০%
11. Question : চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?Answer : ২০%
12. Question : সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে নগুণ হবে ? Answer : ২৫ টাকা
13. Question : (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ? Answer : ১/ ৮
14. Question : দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত? Answer : ১৬
15. Question : ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ? Answer : ১০টি
16. Question : ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ? Answer : ২৫
17. Question : কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?Answer : ১৪৪ টাকা
18. Question : নিচের কোন সংখ্যাটি মৌলিক Answer : ৪৭
19. Question : ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?Answer : ৮০
20. Question : ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_ Answer : কর্কটক্রান্তি রেখা
21. Question : ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল Answer : পর্তুগিজ
22. Question : কচু শাকে কোন উপাদান বেশী থাকে? Answer : লৌহ
23. Question : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে - Answer : অক্সিজেন ও গ্লুকোজ
24. Question : ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ? Answer : কলা
25. Question : সংকর ধাতু পিতলের উপাদান ? Answer : তামা ও দস্তা
26. Question : প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_ Answer : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
27. Question : নবায়নযোগ্য শক্তির উৎস – Answer : সূর্যরশ্মি
28. Question : জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ Answer : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
29. Question : নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ? Answer : বায়োগ্যাস
30. Question : পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ? Answer : মধ্যাকর্ষণ বলের জন্য
বিশেষ গুরুত্বপূর্ণ
প্রশ্নোত্ত
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান
নির্বাহীর দায়িত্ব কে পালন করেন?=উত্তর : মাননীয় প্রধানমন্ত্রী
২. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?=উত্তর : ২১ নভেম্বর
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ(মুক্তিযোদ্ধা) দিবস কবে পালিত হয়?=উত্তর : ১ ডিসেম্বর
৪. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহন করে?=উত্তর : লস এঞ্জেলস
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি?=উত্তর : ১৯টি
৬. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?=উত্তর : ১৮৮টি
৭. ভুটান এর আইনসভার নাম কী?=উত্তর : পার্লামেন্ট
৮. রোবট সোফিয়ারন নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?=উত্তর : হ্যানসন রোবটিক্স
৯. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম কী?=উত্তর : বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
১০. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম কি?=উত্তর : নবযাত্রা ও জয়যাত্রা
১১. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কি?=উত্তর : ভোলা নর্থ
১২. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?=উত্তর : ২নং সেক্টর
১৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রুপান্তর করা হয়?উত্তর : ২৪ নম্বর
১৪. সেনাবাহিনীর কত জন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?=উত্তর : ৪৯ জন
১৫. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?=উত্তর : ১০ জানুয়ারি
১৬. Fire and Fury বইটির রচয়িতা কে?=উত্তর : Michael Wolf
১৭. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?=উত্তর : ভারত-ভুটান-চীন
১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?=উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯. কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?=উত্তর : ১৯৮৮ সাল
২০. ‘The Modern state’ গ্রন্থটির রচয়িতা কে?=উত্তর : R. M. Maclever
২১. রক্তের কোন গ্রূপ কে সার্বজনীন দাতা বলা হয়?=উত্তর : 0
২২. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?=উত্তর : রাশিয়া
২৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?=উত্তর : সৈয়দ শামসুল হক
২৪. ২০১৫ সালে ইরানের মোট কয়টি দেশের পারমানবিক চুক্তি সাক্ষরিত হয়?=উত্তর : ৬টি
২৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?=উত্তর : দিনাজপুর
২৬. বাংলাদেশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?=উত্তর : ইউনিয়ন পরিষদ
২৭. কোনটি বলের একক?=উত্তর : নিউটন
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?=উত্তর : এ্যান্টনিও গুন্টোরেস
২৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?=উত্তর : দিনাজপুর
৩০. কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন=উত্তর : লুই পাস্তুর
৩১. মোবাইল ফোনের আবিষ্কারক কে?=উত্তর : মার্টিন কুপার
৩২. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?=উত্তর : হালদা নদী
৩৩. ভিওআইপি(VOIP) এর পূর্ণরূপ কী?=উত্তর : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
৩৪. বাংলাদেশে পন্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?=উত্তর : যুক্তরাষ্ট্র
৩৫. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?=উত্তর : ১১ ডিসেম্বর ১৯১১
৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?=উত্তর : জনাব তাজউদ্দিন আহমেদ
৩৭. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?=উত্তর : পটুয়াখালী
৩৮. ‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?=উত্তর : প্যারিস
৩৯. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?=উত্তর : গাজীপুর
৪০. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?=উত্তর : বঙ্গভবন
৪১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত?=উত্তর : 1200 MW
৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?=উত্তর : ৪টি
৪৩. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?=উত্তর : ১৯৪৫ সালে
৪৪. তামার সাথে কোন ধাতু সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?=উত্তর : টিন
৪৫. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?=উত্তর : নাটোর
৪৬. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?=উত্তর : MS POWERPOINT
৪৭. কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?=উত্তর : নরওয়ে
৪৮. ‘সেভেন সিস্টার্স’ কোন দেশে অবস্থিত?=উত্তর : ভারত
২. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?=উত্তর : ২১ নভেম্বর
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ(মুক্তিযোদ্ধা) দিবস কবে পালিত হয়?=উত্তর : ১ ডিসেম্বর
৪. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহন করে?=উত্তর : লস এঞ্জেলস
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি?=উত্তর : ১৯টি
৬. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?=উত্তর : ১৮৮টি
৭. ভুটান এর আইনসভার নাম কী?=উত্তর : পার্লামেন্ট
৮. রোবট সোফিয়ারন নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?=উত্তর : হ্যানসন রোবটিক্স
৯. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম কী?=উত্তর : বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
১০. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম কি?=উত্তর : নবযাত্রা ও জয়যাত্রা
১১. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কি?=উত্তর : ভোলা নর্থ
১২. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?=উত্তর : ২নং সেক্টর
১৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রুপান্তর করা হয়?উত্তর : ২৪ নম্বর
১৪. সেনাবাহিনীর কত জন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?=উত্তর : ৪৯ জন
১৫. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?=উত্তর : ১০ জানুয়ারি
১৬. Fire and Fury বইটির রচয়িতা কে?=উত্তর : Michael Wolf
১৭. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?=উত্তর : ভারত-ভুটান-চীন
১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?=উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯. কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?=উত্তর : ১৯৮৮ সাল
২০. ‘The Modern state’ গ্রন্থটির রচয়িতা কে?=উত্তর : R. M. Maclever
২১. রক্তের কোন গ্রূপ কে সার্বজনীন দাতা বলা হয়?=উত্তর : 0
২২. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?=উত্তর : রাশিয়া
২৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?=উত্তর : সৈয়দ শামসুল হক
২৪. ২০১৫ সালে ইরানের মোট কয়টি দেশের পারমানবিক চুক্তি সাক্ষরিত হয়?=উত্তর : ৬টি
২৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?=উত্তর : দিনাজপুর
২৬. বাংলাদেশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?=উত্তর : ইউনিয়ন পরিষদ
২৭. কোনটি বলের একক?=উত্তর : নিউটন
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?=উত্তর : এ্যান্টনিও গুন্টোরেস
২৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?=উত্তর : দিনাজপুর
৩০. কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন=উত্তর : লুই পাস্তুর
৩১. মোবাইল ফোনের আবিষ্কারক কে?=উত্তর : মার্টিন কুপার
৩২. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?=উত্তর : হালদা নদী
৩৩. ভিওআইপি(VOIP) এর পূর্ণরূপ কী?=উত্তর : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
৩৪. বাংলাদেশে পন্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?=উত্তর : যুক্তরাষ্ট্র
৩৫. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?=উত্তর : ১১ ডিসেম্বর ১৯১১
৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?=উত্তর : জনাব তাজউদ্দিন আহমেদ
৩৭. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?=উত্তর : পটুয়াখালী
৩৮. ‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?=উত্তর : প্যারিস
৩৯. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?=উত্তর : গাজীপুর
৪০. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?=উত্তর : বঙ্গভবন
৪১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত?=উত্তর : 1200 MW
৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?=উত্তর : ৪টি
৪৩. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?=উত্তর : ১৯৪৫ সালে
৪৪. তামার সাথে কোন ধাতু সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?=উত্তর : টিন
৪৫. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?=উত্তর : নাটোর
৪৬. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?=উত্তর : MS POWERPOINT
৪৭. কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?=উত্তর : নরওয়ে
৪৮. ‘সেভেন সিস্টার্স’ কোন দেশে অবস্থিত?=উত্তর : ভারত
৪৯. কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট?=উত্তর : টাঙ্গুয়ার হাওর
৫০. স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?=উত্তর : ২ জন
৫১. পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?=উত্তর : চন্দ্র
৫২. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?=উত্তর :মযহারুল ইসলাম
৫৩. UNESCO এর সদর দপ্তর কোথায়?=উত্তর :প্যারিস
৫৪. বঙ্গবন্ধু কখন পাকিস্তানী কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
উত্তর :১০ জানুয়ারি ১৯৭২
৫৫. সিডর (SIDR) শব্দের অর্থ কি?=উত্তর :চোখ
৫৬. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?=উত্তর : কাজী নজরুল ইসলাম
৫৭. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?=উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫৮. ‘অপরাজয় বাংলা’ কি=উত্তর : মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
৫৯. মনপুরা- ৭০ কি?=উত্তর : একটি চিত্রশিল্প
৬০. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?=উত্তর : ময়মনসিংহ
৬১. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?=উত্তর : নারায়ণগঞ্জ
৬২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?=উত্তর :শেখ মুজিবুর রহমান
৬৩. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?=উত্তর : বগুড়া
৬৪. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?=উত্তর :৩টি
৬৫. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?=উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?=উত্তর :সোনারতরী
৬৭. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?=উত্তর : ১৯৭৩-১৯৭৮
৬৮. বিশ্বের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে?=উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক
৬৯. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?=উত্তর : মেহেরপুর
৭০. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?=উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
৭১. নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ=উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক
৭২. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’- কে লিখেছেন?=উত্তর : গোবিন্দ হালদার
৭৩. প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী কে?=উত্তর : মুসা ইব্রাহিম
৭৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?=উত্তর : ১৫
৭৫. নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?=উত্তর : ফুসফুস
৭৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?=উত্তর : মাহবুব-উল-আলম
৭৭. ’৫২ এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?=উত্তর : ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৭৮. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?=উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৯. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?=উত্তর : ১৮০০সালে
৮০. গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?=উত্তর : Folice acid
৮১. মস্তিস্ক (Brain) শরীরের আঘাত থেকে রক্ষার করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী?=উত্তর : Cranium
৮২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো?=উত্তর : Insulin
৮৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে?=উত্তর : ১৯১৩ সালে
৮৪. চিকনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?=উত্তর : এডিস মশা
৮৫. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?=উত্তর : ভেড়ামারায়
৮৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?=উত্তর : জেনেভা
৮৭. সংসদীয় গণতন্ত্র শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?=উত্তর : প্রধানমন্ত্রীর কাছে
৮৮. জেল হত্যা দিবস কবে?=উত্তর : ৩রা নভেম্বর
৮৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?=উত্তর : ১১টি
৯০. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?=উত্তর : যশোর
৯১. বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?=উত্তর : নাইমুর রহমান দুর্জয়
৯২. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?=উত্তর : লুই আই কান
৯৩. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?=উত্তর : বাকিংহাম প্যালেস
৯৪.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?=উত্তর : খাগড়াছড়ি
৯৫. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?=উত্তর : ব্রেইল
৯৬. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?=উত্তর : নিউজিল্যান্ড
৯৭.হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?=উত্তর : কুয়েনলুন পর্বত
৯৮. গ্রিন হাউজ ইফেক্টের কারনে বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?=উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে
৯৯. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?=উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে
১০০. ‘উইঘর’ কি?=উত্তর : চীনের একটি সম্প্রদয়ের নাম
১০১. ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?=উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র
১০২. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?=উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
১০৩. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?=উত্তর :এক কিলোওয়াট-ঘন্টা
১০৪. ফল পাকানোর জন্য দায়ী কী?=উত্তর : ইলিথিন
১০৫. গোল্ডেন মিন (Golden Mean) হলো—উত্তর : দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
১০৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
উত্তর : ১৫ টি
১০৭. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?=উত্তর :বায়ুমন্ডলীয় প্রতিসরণে
১০৮. হারারে’র পূর্ব নাম কি?=উত্তর: সলসব্যারী
১০৯. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?=উত্তর : চীন
১১০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী -পুরুষের অনুপাত কত ছিল?
উত্তর : ১০০ :১০০.৩
১১১. সার্ক দুযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?=উত্তর: নতুন দিল্লি
১১২. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত=উত্তর: চাঁদপুরে
১১৩. বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?=উত্তর : ভোলায়
১১৪. ১৯৫৪ সালের সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?
উত্তর : ২১ দফা
৫০. স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?=উত্তর : ২ জন
৫১. পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?=উত্তর : চন্দ্র
৫২. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?=উত্তর :মযহারুল ইসলাম
৫৩. UNESCO এর সদর দপ্তর কোথায়?=উত্তর :প্যারিস
৫৪. বঙ্গবন্ধু কখন পাকিস্তানী কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
উত্তর :১০ জানুয়ারি ১৯৭২
৫৫. সিডর (SIDR) শব্দের অর্থ কি?=উত্তর :চোখ
৫৬. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?=উত্তর : কাজী নজরুল ইসলাম
৫৭. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?=উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫৮. ‘অপরাজয় বাংলা’ কি=উত্তর : মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
৫৯. মনপুরা- ৭০ কি?=উত্তর : একটি চিত্রশিল্প
৬০. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?=উত্তর : ময়মনসিংহ
৬১. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?=উত্তর : নারায়ণগঞ্জ
৬২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?=উত্তর :শেখ মুজিবুর রহমান
৬৩. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?=উত্তর : বগুড়া
৬৪. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?=উত্তর :৩টি
৬৫. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?=উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?=উত্তর :সোনারতরী
৬৭. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?=উত্তর : ১৯৭৩-১৯৭৮
৬৮. বিশ্বের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে?=উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক
৬৯. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?=উত্তর : মেহেরপুর
৭০. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?=উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
৭১. নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ=উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক
৭২. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’- কে লিখেছেন?=উত্তর : গোবিন্দ হালদার
৭৩. প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী কে?=উত্তর : মুসা ইব্রাহিম
৭৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?=উত্তর : ১৫
৭৫. নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?=উত্তর : ফুসফুস
৭৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?=উত্তর : মাহবুব-উল-আলম
৭৭. ’৫২ এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?=উত্তর : ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৭৮. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?=উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৯. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?=উত্তর : ১৮০০সালে
৮০. গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?=উত্তর : Folice acid
৮১. মস্তিস্ক (Brain) শরীরের আঘাত থেকে রক্ষার করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী?=উত্তর : Cranium
৮২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো?=উত্তর : Insulin
৮৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে?=উত্তর : ১৯১৩ সালে
৮৪. চিকনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?=উত্তর : এডিস মশা
৮৫. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?=উত্তর : ভেড়ামারায়
৮৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?=উত্তর : জেনেভা
৮৭. সংসদীয় গণতন্ত্র শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?=উত্তর : প্রধানমন্ত্রীর কাছে
৮৮. জেল হত্যা দিবস কবে?=উত্তর : ৩রা নভেম্বর
৮৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?=উত্তর : ১১টি
৯০. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?=উত্তর : যশোর
৯১. বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?=উত্তর : নাইমুর রহমান দুর্জয়
৯২. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?=উত্তর : লুই আই কান
৯৩. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?=উত্তর : বাকিংহাম প্যালেস
৯৪.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?=উত্তর : খাগড়াছড়ি
৯৫. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?=উত্তর : ব্রেইল
৯৬. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?=উত্তর : নিউজিল্যান্ড
৯৭.হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?=উত্তর : কুয়েনলুন পর্বত
৯৮. গ্রিন হাউজ ইফেক্টের কারনে বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?=উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে
৯৯. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?=উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে
১০০. ‘উইঘর’ কি?=উত্তর : চীনের একটি সম্প্রদয়ের নাম
১০১. ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?=উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র
১০২. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?=উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
১০৩. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?=উত্তর :এক কিলোওয়াট-ঘন্টা
১০৪. ফল পাকানোর জন্য দায়ী কী?=উত্তর : ইলিথিন
১০৫. গোল্ডেন মিন (Golden Mean) হলো—উত্তর : দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
১০৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
উত্তর : ১৫ টি
১০৭. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?=উত্তর :বায়ুমন্ডলীয় প্রতিসরণে
১০৮. হারারে’র পূর্ব নাম কি?=উত্তর: সলসব্যারী
১০৯. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?=উত্তর : চীন
১১০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী -পুরুষের অনুপাত কত ছিল?
উত্তর : ১০০ :১০০.৩
১১১. সার্ক দুযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?=উত্তর: নতুন দিল্লি
১১২. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত=উত্তর: চাঁদপুরে
১১৩. বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?=উত্তর : ভোলায়
১১৪. ১৯৫৪ সালের সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?
উত্তর : ২১ দফা
মডেল টেষ্ট
০১. প্রসন্ন’-এর বিপরীতার্থক
শব্দ কী?=বিষন্ন
০২. বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’
কাব্যগ্রন্থটি কার রচনা?=শামসুর রাহমান
০৩. কোনটি শুদ্ধ বানান?=গৃহিনী
০৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
হল=ভানুসিংহ ঠাকুর
০৫. কোনটি যোগরূঢ় শব্দ?=পঙ্কজ
০৬. ‘একাত্তরের ডায়েরি’ কার
লেখা? –বেগম সুফিয়া কামাল
০৭. কুঞ্জর’ শব্দটির অর্থ কী?=হাতি
০৮. ‘কুল কাঠের আগুন’ বাগধারার
সঠিক অর্থ কোনটি?=তীব্র জ্বালা
০৯. ‘অগ্নিবীণা কাব্যগ্রন্থের
প্রথম কবিতা কোনটি?=প্রলয়োল্লাস
১০. পায়ের আওয়াজ পাওয়া যায়
নাটকটির রচয়িতা কে?=সৈয়দ শামসুল হক
১১. কানাকানি কোন সমাস?=বহুব্রীহি
১২. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ে
কোনটি ঠিক?=মুচ্ + ক্তি
১৩. যা দীপ্তি পাচ্ছে’—এক কথায়
কী হবে?=দেদীপ্যমান
১৪. বাংলা সাহিত্যে ছন্দ প্রধানত
কত প্রকার?=তিন প্রকার
১৫. ‘কাহিনি’ শব্দটি কোন ভাষা
থেকে আগত?=হিন্দি
১৬. কোনটি খাটি বাংলা উপসর্গ? =অজ
১৭. ‘হৃদয় আমার নাচেরে আজিকে –
বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?=অধিকরণে ২য়া
১৮. ‘পথিক তুমি পথ
হারাইয়াছ’—উক্তিটি কার?=কপালকুণ্ডলার
১৯. সওগাত’ পত্রিকার সম্পাদক কে
ছিলেন?=মোহাম্মদ নাসির উদ্দিন
২০. প্রত্যুষ’ শব্দের সঠিক
সন্ধিবিচ্ছেদ কোনটি?=প্রতি + উষ
২১. Bring to book’ এর অর্থ
হচ্ছে—Rebuke
২২. He is not
interested-cycling.=in
২৩. She__ home yesterday.=came
২৪. Neither Rini nor
Simi__qualified for the job.=is
২৫. ‘Laugh’ শব্দটির Noun হচ্ছে—Laughter
২৬. He has been ill__ Friday
last.=since
২৭. He is accessible__all.=to
২৮. Rahim walks as if he –
lame.=were
২৯. The play ‘Candida’ is
written by=G.B. Shaw
৩০. Who is known as ‘the poet
of nature’ in English literature?=William Wordsworth
৩১. The antonym of the word
‘Eternal’ is=Temporary
৩২. What is the active voice of
“The gate was opened by the peon”?=The peon opened the gate.
৩৩. Which word is in Feminine
gender?=Nun
৩৪. I told her everything lest
she – me.=should misunderstand
৩৫. Shelley can be compared –
Nazrul.=with
৩৬. Although he felt very-, he
smiled=angry, in a friendly
way
৩৭. The picture was to hang) on
the wall..The picture was hung
on the wall..
৩৮. সে কঠোর পরিশ্রম করে, তাই
না? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে—He works hard, doesn’t
he?
৩৯. My friend___before I came.=had left
৪০. The synonym of’Alleviate –mitigate
৪১. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর
মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত? =১৫০০ টাকা
৪২. x2 – y2 + 2x+1 এর একটি
উৎপাদক কত?=x+y+1
৪৩. x-1/x=2 হলে, x4+1/x4 = কত?=34
৪৪. কোনাে ত্রিভুজের মধ্যমাগুলাে
যে বিন্দুতে ছেদ করে তাকে বলে—ভরকেন্দ্র
৪৫. দুইটি সংখ্যার বিয়ােগফল
তাদের যােগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?=২:১
৪৬. একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি
বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?=৬ সেকেন্ড
৪৭. ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬,
ধারাটির পরের পদটি কত?=২০২
৪৮. ১২০ ডিগ্রি কোণের সম্পূরক
কোণ কত?=৬০ ডিগ্রি
৪৯. ১০% হার মুনাফায় কত টাকার ৪
বত্সরের সুদ ১৪০ টাকা?=৩৫০ টাকা
৫০. Log10 X = 3 হলে, x এর মান
কত?=1000
৫১. ১ থেকে ৯৯ পর্যন্ত
সংখ্যাসমূহের যােগফল কত?=৪৯৫০
৫২. একটি ১৩ মিটার লম্বা মই একটি
দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির এক প্রান্ত দেয়াল দিয়ে ৫ মিটার দূরে ভূমি
স্পর্শ করেছে মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালস্পর্শ করেছে?=১২ মিটার
৫৩. লঞ্চ ও স্রোতের গতিবেগ
যথাক্রমে ঘণ্টায় ১৮ . কিমি ও ৬ কিমি নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে
আসতে সময় লাগবে=৬ ঘণ্টা
৫৪. সার্বিক সেট U = {1, 2, 3,
4, 5, 6}, A = {1, 3, 5}, B = {3, 5, 6} হলে AnBকত হবে?={2,4}
৫৫. ত্রিভূজ ABC সমবাহু ত্রিভুজে
BC বাহুর মধ্যমা AD হলে কোন BAD-এর মান কত?=30°
৫৬, রঞ্জিতের মাসিক আয় ৬৬০০
টাকা, বৃদ্ধি পেয়ে ৭২৬০ টাকা হলাে তার আয় শতকরা কত টাকা বৃদ্ধি পেয়েছে?=১০%
৫৭. দুইটি রাশির অনুপাত ৫: ৮
পূর্বরাশি ১৫ হলে উত্তররাশি কত?=২৪
৫৮. স্বর্ণ ও রূপা মিশিয়ে একটি
৩০ গ্রাম ওজনের গয়না তৈরি করা হয়েছে ঐ গয়নায় স্বর্ণের ওজন ২৫ গ্রাম হলে স্বর্ণ
ও রূপার ওজনের অনুপাত কত?=৫:১
৫৯. কোনাে গ্রীক্ষায় গণিতে ৭৫%
এবং বিজ্ঞানে ৪৫% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে যদি উভয় বিষয়ে ৩০% শিক্ষার্থী
কৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কত জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে--১০%
৬০. একটি সৈন্যদলকে ৮, ১০, ১২
সারিতে সাজানাে যায় আবার তাদের বর্গাকারেও সাজানো যায় ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?--৩৬০০
৬১. বাংলাদেশের প্রথম জাতীয়
সংসদ নির্বাচন কবে হয়?-৭ মার্চ ১৯৭৩
৬২. ‘পিসিকালচার’ বলতে কী বোঝায়?-মৎস্য চাষ
৬৩. ‘পূর্বাশা দ্বীপের অপর না--দক্ষিণ তালপট্টি দ্বীপ
৬৪. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত
সালে?-১৭৮৯
৬৫. ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত
হয়েছিল ইংরেজি কত সালে?-১৭৭০ সালে
৬৬. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
পদবী কী ছিল?--সিপাহী
৬৭. ঢাকা সর্বপ্রথম কবে বাংলার
রাজধানী হয়েছিল?-১৬১০ সালে
৬৮. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র
কোনটি?-ম্যানোমিটার
৬৯. বাংলাদেশের জাতীয় পতাকার
ডিজাইনার কে?-কামরুল হাসান
৭০, কে জাতীয় সংসদের অধিবেশন
আহ্বান করেন?-রাষ্ট্রপতি
৭১. বাংলাদেশের উপর দিয়ে, যে
ভৌগােলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?-কর্কটক্রান্তি রেখা
৭২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
প্রথম স্থাপন করা হয়—কালুরঘাট, চট্টগ্রাম
৭৩. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য
সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?-১১টি
৭৪. কাজের ব্যবহারিক একক—জুল
৭৫. ‘অপারেশন সার্চলাইট’ কত সালে
চালানো হয়?-১৯৭১
৭৬. গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত?-রাজশাহী
৭৭. মূল্য সংযােজন কর
মূসক)বাংলাদেশে কখন থেকে চালু হয়?-১ জুলাই ১৯৯১
৭৯. কোন দেশে ব্যুভর মিউজিয়াম
অবস্থিত?--ফ্রান্স
৮০. মালয়েশিয়ার মুদ্রার নাম
কী?--রিঙ্গিত
সাম্প্রতিক
সাধারণ জ্ঞান-২০১৮-২০১৯-আন্তর্জাতিক বিষয়াবলী
·
ট্রাম্পের অবকাশ কেন্দ্র “মার এ লাগো” কোথায় অবস্থিত?– ফ্লোরিডার পাম
বিচে
·
প্রতিষ্ঠার দুই শতক পর নিউইয়র্ক স্টক একচেঞ্জ (এনওয়াইএসই) এর প্রথম
নারী প্রধান নির্বাহীর নাম কী?– স্টেসি কানিংহাম
·
আফ্রাসিয়া ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউ শীর্ষক প্রতিবেদন ২০১৮
অনুসারে পৃথিবীর সবচেয় সম্পদশালী দেশ কোনটি?– যুক্তরাষ্ট্র (৬২,৫৮৪ মিলিয়ন ডলার)
·
নারী উন্নয়ন ও আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি
বাংলাদেশের সফরকারী জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের
(ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক কে?- নাতালিয়া ক্যানেম
·
বিশ্বের শীর্ষ ধনী আমাজন ডট কমের কর্ণধার জেফ বেজোসের দৈনিক আয় কত ডলার?–
১০ কোটি ৭০ লাখ ডলার
·
উইনি ম্যান্ডেলা কবে মারা যান?– ২ এপ্রিল, ২০১৮; জোহান্সবার্গের একটি
হাসপাতালে
·
নেপালের নতুন প্রধানমন্ত্রী কে?– কেপি ওলি
·
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা কে?– পল এ্যালেন
·
‘স্মাইলিং চিলড্রেনস স্পেশাল স্কুল কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে?– অটিস্টিক
শিশুদের জন্য
·
সৌদি আরবে প্রথম বারের মতো নারীদের জন্য ‘ফ্যাশন উইক’ আয়োজন করা হয়–
১২ এপ্রিল, ২০১৮
·
দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সুপ্রিম
কোর্ট আজীবন নিষিদ্ধ করে কবে?– ১৩ এপ্রিল, ২০১৮
·
মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?– ৯ মে, ২০১৮
·
মিয়ানমারের কারাগারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের নাম কী?– ওয়া লোন
এবং কিয়াও সোয়ে উ
·
ইউরোপে রাজনৈতিক বিভক্তিকে গৃহযুদ্ধ বলে অভিহিত করেন– ফরাসি প্রেসিডেন্ট
ইমানুয়েল ম্যাক্রো
·
‘আলমাহাতা সিত্তা’ কী?– সুদানের নুবিয়ান মরুভূমিতে প্রাপ্ত মহাজাগতিক
উল্কা
·
‘রাউল ক্যাস্ট্রো কিউবার ক্ষমতা থেকে সরে দাঁড়ান– ১৯ এপ্রিল, ২০১৮
·
ইউরোপিয়ান নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র সার্ন এর একমাত্র বাঙালি বিজ্ঞানীর
নাম– ড. অমিতাভ রায়
·
চীনের কোন প্রদেশে দুই হাজার বছরের পুরনো ভবনের সন্ধান পাওয়া গেছে?–
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নিলাওনিং প্রদেশে
·
বাংলাদেশ ভবন স্থাপিত হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে?– ভারতের বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয়ে
·
দুনীতির দায়ে ২৪ বছরের দণ্ড দেয়া হয়েছে-– দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
পার্ক গিউন হে-কে
·
ধর্ষণের শিকার শিশুদের নাম প্রকাশ করায় ১২টি গণমাধ্যমকে জরিমানা করা
হয় কোন দেশে?– ভারতে
·
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়– লন্ডনে
·
ভারতের বিজেপির প্রবীণ নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা
রাজনীতি থেকে অবসর নেন?– ২১ এপ্রিল, ২০১৮
·
‘আমেরিকা ফার্স্ট’ কী?– মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্ম-নীতি
·
বিতর্কিত রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও ইউলিয়া স্ক্রিপাল এর উপর প্রয়োগকৃত
রাসায়নিকের নাম– নোভিচ
·
বাইবেল অধ্যয়ন চক্র’ কী?– হোয়াইট হাউজের বাইবেল পাঠ ও ধর্ম আলোচনার
গোপন অধ্যয়ন চক্র
·
কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা মার্কিন লুথার কিং এর ৫০তম মৃত্যুবার্ষিক
পালিত হয়– ৪ এপ্রিল, ২০১৮
·
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ক্রয় করবে– মধ্যপ্রাচ্যের
দেশ কাতার
·
কমনওয়েলথ গেমস ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়– অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের
ক্যাররা স্টেডিয়ামে
·
সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন উপমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রথম
নারী কে?– তামাদির বিনতে ইউসেফ আল-রামাহ
·
জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এর ২০তম অধিবেশন অনুষ্ঠিত
হয় কোথায়?– যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
·
সিরিয়ার ‘দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স’ নামের সংস্থাটি অন্য কী নামে পরিচিত?–
হোয়াইট হেলমেটস
·
১৯তম পার্লামেন্ট নির্বাচনে জার্মানিতে জোট সরকার গঠনকারী দলগুলো হলো–
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেট ইউনিয়ন
·
পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দু নারী সিনেটর কোন দলের প্রার্থী হিসেবে
নির্বাচিত– পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)
·
সফটওয়ার তৈরির সঙ্গে যুক্ত তথ্যপ্রযুক্তিতে দেশের প্রথম নারী প্রোগ্রামার
কে?– শাহেদা মুস্তাফিজ
·
১৫ মার্চ বিশ্ব ডোক্তা অধিকার দিবসের এবারের প্রতিপাদ্য কী?– ডিজিটাল
বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ
·
‘বিকামিং’ কার রচিত স্মৃতিকথামূলক প্রশ্ন?– যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্টলেডি
মিশেল ওবামার
·
জঙ্গি বিমান চালানো প্রথম ভারতীয় নারী কে?– অবনী চতুর্বেদী
·
অস্ট্রেলিয়ার নতুন উপ-প্রধানমন্ত্রী কে?– মাইকেল ম্যাককোমার্ক
·
ভ্যলেন্সিয়া শহরটি কোথায় অবস্থিত?– স্পেনে
·
‘জেমস বন্ড’ সিরিজের তিনটি সফল ছবির নির্মাতা লুইস পিলবার্ট কবে মৃত্যুবরণ
করেন?– ২ মার্চ, ২০১৮
·
বিশ্বব্যাংকের তথ্য মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভিবাসী হয়ে পড়বে
বিশ্বের কত লোক?– ১৪ কোটি ৩০ লাখ মানুষ
·
জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে শীর্ষ সম্মেলন হয়– ১০ বছর
পর পর
·
স্বল্পোন্নত দেশের তালিকায় বর্তমানে– ৪৭টি দেশ
·
পুতিন রাশিয়ার ক্ষমতায় আছেন– ১৯৯৯ সাল থেকে (প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট
হিসেবে)
·
সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাজ্য বহিষ্কার করে–
২৩জন রূশ কূটনীতিকে
·
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছে– যুক্তরাজ্য
·
ফ্রান্সে সুপারমার্কেটে জঙ্গি হামলার সময় জিম্মিদের বাঁচাতে জীবন উৎসর্গকারী
‘জাতীয় বীর’ খেতাবপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম কী?– লে. কর্নেল আর্নো বেলট্রম
·
ভারতের সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন– মমতা বন্দ্যোপাধ্যায়
·
২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককে শিরোপা জিতেছেন– ক্যারোলিন
ওজনিয়াক
·
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফরে গিয়েছেন– নরেন্দ্র
মোদী
·
‘রাইজ এন্ড কিল ফাস্ট’ বইটির লেখক– রনেন বার্গম্যান
·
ভারত এ পর্যন্ত কতবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট জিতেছে?– ৪ বার
·
একজাম ওয়ারিয়র্স’ বইটির লেখক-– নরেন্দ্র মোদি
·
দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের মাসকটের
নাম– সুহোরাং
·
সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন-– নিকোস অ্যানাসটাসিয়াদেস
·
প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট নিয়েছেন– ঝুলন
গোস্বামী
·
২০১৮ সালে বিশ্ব জলাভূমি দিবসের প্রতিপাদ্য বিষয়– টেকসই নগর ভবিষ্যতের
জন্য জলাভূমি
·
সম্প্রতি বাংলাদেশ ইউরোপের কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কস্থাপন করেছে?–
কসোমোর সাথে
·
যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক সংস্থা ইপিএর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ
নির্মল বায়ুর দেশ হলো– অস্ট্রেলিয়া
·
৫৪তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে যে দেশে– জার্মানিতে
·
মধ্যপ্রাচ্যের যে দেশ পুরুষদের অনুমতি ছাড়াই নারীদেরকে ব্যবসার অনুমতি
দিয়েছে?– সৌদি আরব
·
লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দীর্ঘ চার বছর দায়িত্ব পালন শেষে
দেশে ফিরেছে নৌবাহিনীর যে দুটি যুদ্ধ জাহাজ– আলী হায়দার ও নির্মুল
·
২০১৮ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কী?– টেকসই উন্নয়নের জন্য
ভাষার বৈচিত্র্য এবং বহুভাষাবাদ
·
২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ?– ৬৭ কোটি ২৪ লাখ
ডলার
·
ভারতের প্রথম নারী যুদ্ধ বিমান চালক– অবনি চর্তুবেদী
·
প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে ৭৫ তম গোল্ডেন গ্লোব আসরে শ্রেষ্ঠ অভিনেতার
পুরস্কার জিতেছেন– স্টারলিং কে ব্রাউন
·
সিবিএস নিউজ হলো– মার্কিন টিভি চ্যানেল
·
‘ইমপারফেক্ট’ যে ক্রিকেটারের জীবনীগ্রন্থ– সঞ্চয় মাঞ্জেকার
·
বিশ্বে প্রথম ক্লোন বানর জন্ম দিয়েছে যে দেশ– চীন
·
চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের নির্মাণ ব্যয়– ৫০ বিলিয়ন ডলার
·
বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক পণ্যের প্রদর্শনী ‘সিইএস’ অনুষ্ঠিত হয়েছে
যে দেশ– যুক্তরাষ্ট্রের লাসভেগাসে
·
বর্তমানে বিশ্বের কতটি দেশে ইলিশ উৎপাদিত হয়– ১১ টি দেশে
·
মার্কিন নির্বাচনে রাশিয়ার আতাত নিয়ে তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন– রবার্ট
মুলার
·
তুরস্ক সিরিয়ার আফরিনে যে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে–
ওয়াইপিজি
·
অসলো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যে সংগঠন– পিএলওর সেন্ট্রাল
কাউন্সিল
·
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে যে দেশ– ইরান
·
ওমানের জাতীয় টুপি ‘কুপিয়া’ আমদানি হয় যে দেশ থেকে– বাংলাদেশ থেকে
·
বর্তমানে বিশ্বে ২য় বৃহত্তম মাদক উৎপাদনকারী দেশ– মিয়ানমার
·
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের রাজনৈতিক দল– ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস
·
আরবলিগের বর্তমান মহাসচিব– আহমেদ আবুল ঘেইত
·
যুক্তরাষ্ট্রে সম্প্রতি তুষারঝড়ের নাম– বম্ব সাইক্লোন
·
বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার কত অংশ চীনা ?– এক চতুর্থাংশ
·
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা– আয়াতুল্লাহ রুহুল্লাহ আলী খামেনি
·
ফিলিস্তিনের নেতৃত্বাধীন একটি অহিংস আন্দোলনের নাম– বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট
অ্যান্ড স্যাঙ্কশন)
·
বিশ্ব ব্যাংকের মতে ২০১৮ সালে ভারতের প্রবৃদ্ধি হবে– ৭.৩%
·
চীনের উপকূলে সম্প্রতি ডুবে যাওয়া সানচি নামক জাহাজের মালিক-ইরান
·
‘ইপিআই’ তালিকায় শীর্ষ দেশ– সুইজারল্যান্ড (সর্বনিম্ন দেশ বুরুন্ডি)
·
কতটি বিষয়ের উপর ভিত্তি করে ‘ইপিআই সূচক তৈরি হয়?– ১০টি
·
গুড ফ্রাইডে’ চুক্তি হয়েছিল কোন দুটি দেশের মধ্যে?– উত্তর আয়ারল্যান্ড
ও ইংল্যান্ডের মধ্যে
·
উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন কবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা
বন্ধের ঘোষণা দেন?= ২১ শে এপ্রিল, ২০১৮
·
বর্তমানে বিশ্বে স্বল্পোন্ন দেশ (LDC) কতটি?– ৪৭টি
কারেন্ট
ওয়ার্ল্ড-থেকে বাচাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
·
২০১৮ সালে প্রবন্ধ ও গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?- সৈয়দ
মোহাম্মদ শাহেদ।
·
বৈশ্বিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ কত পয়েন্ট পেয়ে ১২১তম অবস্থান লাভ
করে?- ৫৫ দশমিক ৬।
·
বিপিএল ২০১৯ আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল?- কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
·
এয়ারলাইন্স রেটিংস ডটকমের তালিকায় পাঁচতারা রেটিং পেয়েছে রাষ্ট্রায়ত্ত
কোন এয়ার লাইন্স?- বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
·
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাগরিক ‘মাসাজো নোনাকার’ মৃত্যুকালে
তার বয়স কতছিল?- ১১২ বছর ২৫৯ দিন।
·
সম্প্রতি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে কোন
দেশ?- পাকিস্তান।
·
সম্প্রতি দেশে তৈরি সব থেকে বড় সমুদ্রগামী জাহাজ জার্মানিতে রপ্তানি
করে কোন প্রতিষ্ঠান?- আনন্দ শিপিইয়ার্ড।
·
একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ নির্বাচিত হন কে?- নুর ই-আলম চৌধুরী।
·
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত
হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?- আনিশা ফারুক।
·
টোঙ্গার রাজধানীর নিকটবর্তী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জেগে ওঠা নতুন
দ্বীপটি কী নামে পরিচিত?- হুঙ্গা টোঙ্গা- হুঙ্গা হাআপেই।
·
সম্প্রতি প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় কোন দেশের
রাজকুমারী?- থাইল্যান্ড।
·
বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয় কবে?- ১৭ মার্চ।
·
অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ উদ্বোধন করেন কে?- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
·
কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৯ শুরু হয় কবে?- ১ ফেব্রুয়ারি, ২০১৯।
·
২০১৮ সালের ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়া লিটারেচার বিজয়ী জয়ন্ত কায়কিনি
তার কোন বইটির জন্য এ পুরস্কার লাভ করেন?- নো প্রেজেন্টস প্লিজ।
·
ওয়েবোমেট্রিক্স র্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজের র্যাংকিংয়ে দেশের
সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে কোন বিশ্ববিদ্যালয়?- ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
বাংলাদেশ (আইইউবি)।
·
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ দারিদ্রের ৫টি দেশ-
বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া।
·
সম্প্রতি ৪০০ মিটার স্প্রিন্টে ৪৬.৮৬ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন কে?-
জহির রায়হান।
·
বৈশিক মেধা প্রতিযোগিতা- ২০১৯ এর কত পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১১৮তম অবস্থান
পায়?- ২২ দশমিক ৭৩।
·
সম্প্রতি বাংলাদেশের জিআই পণ্যের তালিকায় একটি নতুন পণ্য যোগ হয় তার
নাম কী?- ক্ষিরসাপাতী আম।
·
সম্প্রতি গণভোটের মাধ্যমে স্বায়ত্তশাসনকে বেছে নিল কোন অঞ্চলের জনগণ?-
ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত অঞ্চল মিন্দানাও।
·
বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?- প্রথম।
·
বিশ্বে উৎপাদিত ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?- ৭৫ শতাংশ।
·
২০১৮ সালে কবিতা বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান কে?- কাজী
রোজী।
·
ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ হিসেবে মনোনিত হন কে?-
স্বামী পূর্ণাআনন্দজি মহারাজ।
·
হিন্দিকে আদালতের তৃতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?- দুবাই।
·
পোপ ফ্রান্সিস সংযুক্ত আরব আমিরাতে সফরে যান কবে?- ৩ ফেব্রুয়ারি, ২০১৯।
·
বেঙ্গল কমার্শিয়াল দ্যা সিটিজেন ও পিপলস ব্যাংককে অনুমোদন দেয়া হয়
কবে?- ১৭ ফেব্রুয়ারি, ২০১৯।
·
অস্ট্রেলিয়ার সবচেয়ে দামি সাহিত্য পুরস্কার ‘ভিক্টোরিয়ান প্রাইজ ফর
লিটারেচার’ এর অর্থ মূল্য কত?- ১ লাখ ২৫ হাজার অস্ট্রেলীয় ডলার (প্রায় ৯০ হাজার মার্কিন
ডলার)।
·
ব্র্যাক ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যের নাম কী?- ভিনসেন্ট চ্যাং।
·
বর্তমানে দেশের মন্ত্রিসভায় মোট সদস্যসংখ্যা কত?- ৪৭।
·
জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী ক্যান্সার প্রতিরোধে কীসের জাত উদ্ভাবন করেছেন?-
রঙিন ভুট্টা।
·
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এ অংশ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন
হয় সাস্ট অলিক নামক বাংলাদেশের দল এ প্রজেক্টের নাম কী ছিল?- লুনার ভিআর।
·
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত ক্ষীরসাপাতী আম কোন জেলার?-
চাঁপাইনবাবগঞ্জ।
No comments:
Post a Comment