BOU

Monday, November 19, 2018

বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান (১০০% কমন নিশ্চিত)- (১৪তম পর্ব-প্রথম অংশ)


বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান (১০০% কমন নিশ্চিত)
বাংলা বিষয়ক যতো প্রশ্নই আসুক না কেনো এখানে উল্লেখিত প্রশ্নোত্তরগুলো বার বার পড়লে ১০০% কমন পাওয়া যাবে।
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

অন্যান্য  বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ



বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান
১. বাংলায় টি.এস.এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটির রচয়িতা কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ‘শত্রুকে পীড়া দেয় যে’-সঠিক বাক্য সংকোচন- উঃ পরন্তপ
৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উঃ কার
৫. ‘হে দারিদ্র,তুমি মোরে করেছ মহান’- এ চরণটি কোন ছন্দে লেখা? উঃ অমিত্রাক্ষর
৬. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৭. ‘আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা’-চরণ দুটির রচয়িতা কে? উঃ লালন শাহ
৮. ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে? উঃ কাজী নজরুল ইসলাম
৯. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি– উঃ মাইকেল মধুসূদন দত্ত
১০. কোন সাহিত্যকর্মে সান্ধ্যাভাষার প্রয়োগ আছে? উঃ চর্যাপদ
১১. চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কত? উঃ সাড়ে ৪৬ টি
১২. ‘বৈরতক,করুক্ষেত্র,প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা? উঃ নবীনচন্দ্র সেন
১৩. ‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন? উঃ স্বর্ণকুমারী দেবী।
১৪. জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়? উঃ ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে
১৫. সংস্কৃত ভাষার কবি কাকে বলা হয়? উঃ কালিদাস
১৬. ‘তারাবাঈ’ নাটকের রচয়িতা কে? উঃ দ্বিজেন্দ্রলাল রায়
১৭. ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উঃ গোলাম মোস্তফা
১৮. ‘বিশ্বজনের হিতকর’ এক কথায় কী বলে? উঃ বিশ্বজনীন
১৯. ‘সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? উঃ আবু জাফর ওবায়দুল্লাহ
২০. ‘ছায় হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উঃ আহসান হাবীব।
২১. ‘যা বলা হয় নি’- এক কথায় কি হবে? উঃ অনুক্ত
২২. ‘অক্ষীর সমীপে’-এর সংক্ষপণ– উঃ সমক্ষ।
২৩. ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর–কার রচনা? উঃ জ্ঞানদাস।
২৪. ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক কে? উঃ জসীমউদ্দীন।
২৫. বিভক্তহীন নাম শব্দকে কি বলে? উঃ প্রাতিপদিক।
১. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে? উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৩. প্রশ্ন : ‘রক্তকরবী’ কোন ধরনের গ্রন্থ? উত্তর : রবীন্দ্রনাথের নাটক।
৪. প্রশ্ন : পদাবলী’র প্রথম কবি কে? উত্তর : চণ্ডীদাস।
৫. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? উত্তর : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।
৬. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।
৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন? উত্তর : মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
৮. প্রশ্ন : ‘পথের দাবী’ কী? উত্তর : উপন্যাস।
৯. প্রশ্ন : হযরত মুহাম্মদ (স.) এর জীবনীগ্রন্থ- উত্তর : মরুভাস্কর।
১০. প্রশ্ন : ‘ভানুসিংহের পদাবলী’ লিখেছেন- উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. প্রশ্ন : বাংলা একাডেমি’র সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? উত্তর : ড. আহমদ শরীফ।
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? উত্তর : দীনেশচন্দ্র সেনগুপ্ত।
১৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর : বাউণ্ডুলের আত্মকাহিনী।
১৪. প্রশ্ন : ‘পথিক তুমি পথ হারাইয়াছ’- কোন উপন্যাসের সংলাপ? উত্তর : কপালকুণ্ডলা।
১৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কী বুঝায়? উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
১৬. প্রশ্ন : রোহিনী-বিনোদিনী-কিরণ্ময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? উত্তর : কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন।
১৭. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর : মনসামঙ্গল।
১৮. প্রশ্ন : ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন- উত্তর : শাহ মুহম্মদ সগীর।
১৯. প্রশ্ন : কখনো উপন্যাস লেখেননি- উত্তর : সুধীন্দ্রনাথ দত্ত।
২০. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা- উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে? -হাজার বছরের ও বেশি সময়
২।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী? -চর্যাপদ
৩।কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?-দশম শতকের মাঝামাঝি
৪।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল? -সংস্কৃত
৫।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি? - চর্যাপদ
৬।চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০
৭।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/ সালে ঘটে? -১৮০০ সালের পর থেকে
৮।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল? -পদ্যরূপে
৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা? -সিংহলের ভেড্ডারা
১০।‘ভারততীর্থ’ কার লেখা কবিতা? -রবিঠাকুর
১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে? -ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক
১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে? -দৌলত কাজী
১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়? - প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী? - প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫। শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুনঃ ক) হাতচ) চাঁদ
১৬। ভাষা কী মেনে চলে? -নিয়ম কানুন
১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়? -পালি
১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল? -পালি, প্রাকৃত
১৯। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন? -পালি ভাষায়
২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো? -চর্যাপদ
২১।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে? -সান্ধ্য/আলো আঁধারির ভাষা
২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী? -তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা
২৩।বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন। -৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান
২৪।‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে? -সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল
২৫। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে? -জমির আল, সীমানা, বাঁধ
২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল? -ষষ্ঠ- সপ্তদশ
২৭। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন? -গৌড়
২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়? -পুন্ড্র, গৌড়, রাঢ়
২৯। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন? -গৌড়াধিপতি
৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ? -বঙ্গ
৩১।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়? -বঙ্গ
৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়? -১৯৪৭
৩৩।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি? -১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য
৩৫। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল- বৈষ্ণব পদাবলি
৩৬। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি? -গদ্য
৩৭।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? -উইলিয়াম কেরি
৩৮। রামরাম বসু কে ছিলেন? - উইলিয়াম কেরির সহযোগী
৩৯। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? -প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল
৪০। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি? -মেঘনাদবধ কাব্য
৪১। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি? -কৃষ্ণকুমারী
৪২। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি? -একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
৪৩। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে? - মাইকেল মধুসূদন দত্ত
৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে? -১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি? -দোহাকোষ ও ডাকার্ণব
৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়? -১৯১৬,১৩২৩
৪৭। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে? -ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৪৮।কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির? -বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)
৪৯। চর্যাপদ কিসের সংকলন? -কবিতা বা গানের সংকলন
৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো? -সাড়ে ছেচল্লিশটি
৫১। চর্যাপদের মোট কবি কতজন? -২৪ জন
৫২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি? -কৃষ্ণাচার্য
৫৩। চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? -রবি ঠাকুর
৫৪।১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো।কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? - মাইকেল মধুসূদন দত্ত
৫৫। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? –শবরীপা
১।কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? -তের শতক(১২০০-১২০৭)
২।মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? -লক্ষ্মণ সেন
৩।শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা? -বড়ু চন্ডীদাস
৪।কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়? -১৯০৯
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? -বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে
৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন? -শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৭।বাংলাভাষার প্রথম মহাকবি কে? -বড়ু চন্ডীদাস
৮। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? -মঙ্গলকাব্য
৯। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়? -প্রায় পাঁচশো বছর
১০।মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। -হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস,
১১। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। -মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর
১২।ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন। -ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম,
১৩।মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? -সুধীন্দ্রনাথ দত্ত
১৪। চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?- ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রব্রর্তী
১৫। মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে? -বিজয়গুপ্ত, বংশীদাস
১৬।কালকেতু-ফুল্লরা কিসের কাহিনী? -চন্ডীমঙ্গল
১৭।ধনপতি লহনা কিসের কাহিনী? - চন্ডীমঙ্গল
১৮। কালকেতু-ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?-নীলাম্বর, ছায়া
১৯। স্বর্ণগোধিকা কি? -গুইসাপ
২০। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে?-দেবীচন্ডী
২১। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে? -চাঁদসওদাগর
২২। সনকা কার স্ত্রী? -চাঁদসওদাগর
২৩।সনকা কার পূজা করত? -দেবীচন্ডী
২৪।চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন? -১২ বছর
২৫।লখিন্দর কার পুত্র , কার স্বামী ছিলেন? --চাঁদসওদাগর – সনকা, বেহুলা
২৬।বেহুলার বাড়ি কই ছিল? -উজানিনগর
২৭।স্বর্গের ধোপানীর নাম কি? -নেতা
২৮।কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? - মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে
২৯।মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন? - মকুন্দরাম চক্রবর্তী
৩০।মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র? -চন্ডীমঙ্গল
                                                 পঞ্চম অধ্যায়
১. দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়? -ঈশ্বরী পাটনি
২।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা? - ঈশ্বরী পাটনি
৩।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা? -ভারত চন্দ্র রায়গুণাকর
৪।ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? -বর্ধমানের(বর্তমানের হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, ( আনু্মানিক ১৭১২ )
৫। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? -নবদ্বীপ
৬।ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে? - নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
৭। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? -বিদ্যাসউন্দর
৮। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? -৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-
মান্সিং কাহিনী
৯।“মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত? - ভারতচন্দ্র রায়গুণাকর
১০।শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন। -১৪৮৬-১৫৩৩
১১। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? -বৈষ্ণব ধর্ম
১২।বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন। -বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস
১৩।মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত? -ধর্ম
১৪।রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? -মানবাত্মা, পরমাত্মা
১৫।বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি? -পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর
১৬।রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন? -বৈষ্ণব কবি
১৭।মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? -ব্রজবুলি
১৮। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? -ভা্নুসিংহের পদাবলী
১৯।বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? -রাজা শিবসিংহের রাজধানী মিথিলা
২০।বিদ্যাপতির কি কি উপাধি ছিল? -কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর
২১।বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? -চন্ডীদাস
২৩।বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? -বিদ্যাপতি
২৪।এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? -শ্রী চৈতন্যদেব
২৫।চৈতন্যদেবের জীবনকাল লিখুন। -১৪৮৬-১৫৩৩(repeated)
২৬।চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন। -নবদ্বীপ, পুরী
২৭।চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল? -বিশ্বম্ভর, নিমাই
২৮।চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন? -চৈতন্যচরিতামৃত
২৯।সীতাচরিত কার লেখা? -লোকনাথ দাস
৩০।জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে? -মার্টিন লুথার
৩১।মহাভারত ও রামায়ণ কে লিখেন? -বাল্মীকি, বেদব্যাস
৩২। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন? -কাশীরাম দাস, কৃত্তিবাস
৩৩। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান? -কবীন্দ্র পরমেশ্বর
৩৪।পরাগল খানের ছেলের নাম কি? -ছুটি খান
৩৫। মালাধরবসুর রচনা কোনটি? -শ্রীকৃষ্ণবিজয়
৩৬।শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি? -ভগবত
৩৭।‘পুরষ্কার’ কার কবিতা? -রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।কৃত্তিবাসের জন্মস্থান কোথায়? -নদীয়ার ফুলিয়া গ্রামে
৩৯।কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন? -১৬০২-১৬১০ এর মধ্যে
৪০।লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন? -নবদ্বীপ
৪১। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন? -শাহ মুহম্মদ সগীর
৪২।তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য? -সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ, ইউসুফ- জোলেখা
৪৩।হানিফা ও কয়রা পরী কার রচনা? -সাবিরিদ খান
৪৪।কারা ফারসি ভাষায় ইউসুফ-জোলেখা রচনা করেন? -ফেরদৌসি ও জামী
৪৫।লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে? -বাহরাম খান
৪৬।রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা? - সাবিরিদ খান
৪৭।ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা? -মহম্মদ কবির
৪৮।নসিহতনামা কার রচনা? -আফজল আলী
৪৯।সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন। -নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা,জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ
৫০।আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন। - ইউসুফ-জোলেখা, নূরনামা, কারবালা,
শহরনামা
৫১।“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… নজানি” কোন কাব্যের অন্তর্গত? -নূরনামা
৫২।আরাকান রাজ্যের সভাকবি কারা? -আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত
৫৩। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে? - আলাওল
৫৪। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন? - আলাওল
৫৫। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি? -চন্দ্রাবতী
৫৬।আলাওল কোন দশকের কবি? -সপ্তদশ
৫৭।আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? -পদ্মাবতী
৫৮।মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন? - পদ্মাবতী
৫৯।সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে? -কবি নিজামী
৬০।প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি? -মালিক মুহম্মদ জায়সি
৬১। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন? -কবিকণ্ঠহার
৬২।সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা? -বিদ্যাপতি
৬৩।চৈতন্যচরিতামৃত কার লেখা? -কৃষ্ণদাস কবিরাজ
রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যা:
১.গোরা  ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
বিকল্প টেকনিক
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল।
টেকনিক ব্যাখ্যা:
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ
ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।
টেকনিক ব্যাখ্যা:
১. পোস্টমাস্টার ২. কাবুলিওয়ালা ৩. দেনা পাওনা ৪. কর্মফল ৬. হৈমন্তি ৭. দিদি ৮. পত্র রক্ষা
প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
টেকনিক ব্যাখ্যা:
১. ল্যাবরেটরী ২. অধ্যাপক ৩. নষ্টনীড় ৪. শেষ রাত্রি ৫. সমাপ্তি ৬. স্ত্রীর পত্র ৭. একরাত্রি
৮. দূর আশা ৯. দৃষ্টিদান
বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিক:
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে
কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”
টেকনিক ব্যাখ্যা:
১. রাজা-রাজা ২. অচলায়তন-অচলায়তন
৩. চিরকুমার-চিরকুমার সভা ৪. ডেকে –ডাকঘর
৫. রক্তকরবী-রক্তকরবী ৬. মুক্ত —- মুক্তধারা
৭. মুকুট—- মুকুট ৮. অরুণাচল— অরুণাচল
৯. অরুপরতন— অরুপরতন ১০. কালের যাত্রায়—- কালের যাত্রা
১১. বিসর্জন— বিসর্জন ১২. তাসের দেশে—- তাসের দেশ
কাজী নজরুলের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল”
টেকনিক ব্যাখ্যা:
১) কুহেলিকা
২) মৃত্যুক্ষুধা
৩) বাধনহারা
নাটক মনে রাখার শর্ট টেকনিক
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”
টেকনিক ব্যাখ্যা:
১) আলেয়া
২) পুতুলের বিয়ে
৩) ঝিলিমিলি
জসীম উদদীনের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল কাব্যগ্রন্থসমূহ মনে রাখার শর্ট টেকনিক:
“রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে হলুদবরণ নকশিকাথা বিছিয়ে গল্প করছেন।”
টেকনিক ব্যাখ্যা:
১) রাখালী ২) বালুর চর ৩) ধানক্ষেত ৪) মা যে জননী কাঁন্দে ৫) হাসু
৬) সুচয়নী ৭) জলের লেখায় ৮) সজন বাদিয়ার ঘাট ৯) হলুদবরণ ১০) নকশি কাঁথা
বিকল্প টেকনিক
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা যে জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।
জীবনানন্দ দাশের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল।
টেকনিক ব্যাখ্যা:
১। জলপাই হাটি ২। সতীর্থ ৩। কল্যানী ৪। মাল্যদান
প্রবন্ধ: কবিতার কথা
কাব্য মনে রাখার শর্ট টেকনিক:
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল।
টেকনিক ব্যাখ্যা:
১। রুপসী বাংলা ২। বনলতা সেন ৩। ধূসর পান্ডুলিপি ৪। ঝরাপালক
৫। বেলা অবেলা কালবেলা ৬। সাতটি তারার তিমির ৭। মহা পৃথিবী
মীর মশাররফ হোসেনের সৃষ্টিকর্ম
প্রহসন মনে রাখার শর্ট টেকনিক :
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪। ফাঁস কাগজ
নাটক মনে রাখার শর্ট টেকনিক:
বেটা বসন্ত জমিদার।
টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা
মহাকবি কায়কোবাদের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল কাব্য মনে রাখার কৌশল:
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল।
টেকনিক ব্যাখ্যা:
১। অমিয়ধারা ২। কুসুমকানন ৩। মহরম শরীফ ৪। বিরহ বিলাপ ৫। শিব মন্দির ৬। অশ্রুমালা
মহাকাব্য:
মহাশ্মশান: বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য।
মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে রচিত।
• রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কতবার ? = ২বার
• কাজী নজরুল ঢাকায় আসেন কতবার ? = ১৩বার
• চর্যাপদের কবি সংখ্যা = ২৩/২৪জন
• চর্যাপদের প্রবাদ বাক্য পাওয়া যায় = ৬টি
• শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খণ্ডের ? = ১৩
• মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি ? = ৩টি । মনসামঙ্গল , চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল
• মঙ্গলকাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায় ? = ৬২জন ।
• একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ? = ৫টি
• রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতটি উপন্যাস রচনা করেন.? = ১২টি।
• মহাশ্মশান মহাকাব্যের সর্গ সংখ্যা কয়টি.? = ৬০টি
• 'গীতাঞ্জলি'তে মোট কবিতা আছে কতটি.? = ১৫৭টি।
• অগ্নিবীনা কাব্যে কবিতার সংখ্যা = ১২টি
• কবর' কবিতায় মোট কতটি চরণ আছে.? = ১১৮টি।
• শ্রীকান্ত কত খণ্ডের = ৪
• বিষাদ সিন্ধু কত খণ্ডের ? = ৩ ( মহররম, উদ্ধার , এজিদ )
• সনেটে কতটি লাইন থাকে ? = ১৪টি
• হাইকু তে লাইন = ৫টি
• 'চতুর্দশপদী কবিতাবলী'তে কতটি কবিতা সংকলিত হয়.? = ১০২টি।
• মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে.? = ২৩টি।
• কাজী নজরুল ইসলামের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয়? = ৫টি।
• কাজী নজরুল ইসলামের পত্রিকা = ৩টি ( লাঙ্গল, ধূমকেতু , নবযুগ )
• রবীন্দ্রনাথ ঠাকুর কতটি ছদ্মনামে গ্রন্থ রচনা করেন.? = ৯টি।
মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে ৩১টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্নঃ
০১। মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি ? = ১৮২৪ ।
০২ ‘ The captive lady’কাব্যগ্রন্থের রচয়িতা – = মাইকেল মধুসূদন দত্ত ।
০৩। বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে ? = মাইকেল মধুসূদন দত্ত ।
০৪। ‘ চতুর্দশপদী কবিতাবলি’ কার লেখা ? = মাইকেল মধুসূদন দত্ত ।
০৫। সনেটে কয়টি লাইন থাকে ? = ১৪ টি ।
০৬। সনেটের ক’টি অংশ ? = দু’টি
০৭। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমে তার কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ লাভ করেছে ? = সনেটে ।
০৮। মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো = মেঘনাদ বধ কাব্য ।
০৯। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি ? = মেঘনাদ ব্দকাব্য ।
১০। মাইকেল মধুসূদন দত্তের ‘ মেঘনাদবধ কাব্য’প্রকৃত পক্ষে কোন রসের কাব্য ? = বীর রস
১১। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে – মাইকেল মধুসূদন দত্ত ।
১২। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’কাব্যের কাহিনীর উৎস কি ?= রামায়ণ ।
১৩। প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন ? = চন্দ্রাবতী ।
১৪। বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক ? = মাইকেল মধুসূদন দত্ত ।
১৫। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে ?= মাইকেল মধুসূদন দত্ত ।
১৬। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট কি ? = অন্ত্যমিল নেই 
১৭। ‘ একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা ? = প্রহসন ।
১৮। ‘ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কার রচনা ? = মাইকেল মধুসূদন দত্ত।
১৯। নিম্নগ্রন্থগুলোর মধ্যে মধুসূদন দত্ত রচিত কোনটি ? = মায়াকানন ।
২০। মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’পত্রকাব্য ।
[ ২১। ‘মাইকেল মধুসূদন দত্ত’কোন শতাদ্বিতে জীবিত ছিলেন ? = উনবিংশ শতাব্দিত ।]
২২। মাইকেল মধুসূদন দত্তের মৃত্য হয় কোথা ?= আলিপুর হাসপাতালে ।
২৩। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক – = কৃষ্ণকুমারী ।
২৪। প্রথম সার্থক বাংলা নাটক – = শর্মিষ্ঠা ।
২৫। মেঘনাদবধ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষক হিসেবে কে ছিল ? = বীর নীল ।
২৬। ‘একেই কি বলে সভ্যতা’ কে লিখেছেন ? = মাইকেল মধুসূদন দত্ত ।
২৭। ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কোন জাতীয় শিল্পকর্ম ? = প্রহসন ।
২৮। সতত হে নদ’তুমি পড় মোর মনে । সতত তোমার কোথা ভাবি এ বিরলে । -চরণ দুটির কবি কে ? = মাইকেল মধুসূদনদত্ত ।
২৯। ‘হায়রে কোথা সে বিদ্যা;যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে’ । উদ্ধৃত চরণ দুটির কবি কে ?= মাইকেল মধুসূদন দত্ত ।
৩০। মধুসূদন খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হন – = ১৮৪৩ খ্রিঃ।
৩১। মেঘনাদবধ কাব্য’ রচিত – = অমিত্রাক্ষর ছন্দে ।
১. প্রশ্ন : ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন? উত্তর : সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
২. প্রশ্ন : ‘যত বড় মুখ নয় তত বড় কথা’‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়? উত্তর : শক্তি
৩. প্রশ্ন : যে বানানটি শুদ্ধ? উত্তর : মুমূর্ষু।
৪. প্রশ্ন : অপলাপ- শব্দের অর্থ কী? উত্তর : অস্বীকার
৫. প্রশ্ন : কোনটি অনুজ্ঞা? উত্তর : তুমি যাও।
৬. প্রশ্ন : ‘বিরাগী’ শব্দের অর্থ কী? উত্তর : উদাসীন।
৭. প্রশ্ন : ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের কী-এর অর্থ- উত্তর : বিরক্তি।
৮. প্রশ্ন : হ্ম-এর বিশ্লিষ্ট রূপ- উত্তর : হ+ম।
৯. প্রশ্ন : নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে- উত্তর : কল্যাণীয়েষু।
১০. প্রশ্ন : পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর : পর্তুগিজ।
১১. প্রশ্ন : সমার্থক শব্দগুচ্ছ- উত্তর : শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ।
১২. প্রশ্ন : শুদ্ধ বানানের শব্দগুচ্ছ- উত্তর : স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিকী।
১৩. প্রশ্ন : প্রাতঃরাশ- এর সন্ধি- উত্তর : প্রাতঃ + আশ।
১৪. প্রশ্ন : যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়- উত্তর : ক্রিয়া বিশেষণ।
১৫. প্রশ্ন : রামগরুড়ের ছানা- কথাটির অর্থ- উত্তর : গোমড়ামুখো লোক।
১৬. প্রশ্ন : বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি- উত্তর : ঢাকা, ২১-ফেব্রুয়ারি, ১৯৫২।
১৭. প্রশ্ন : বামেতর- শব্দটির অর্থ- উত্তর : ডান।
১৮. প্রশ্ন : প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন- উত্তর : অশোক মুখোপাধ্যায়।
১৯. প্রশ্ন : নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ- উত্তর : সঞ্চয়ের প্রবৃত্তি।
২০. প্রশ্ন : যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
উত্তর : নিত্য সমাস।
                                  দশম অধ্যায়
বাংলা ব্যাকরণ নিয়ে ৪২ টি গুরুত্বপূর্ন প্রশ্ন 
১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে? উত্তর : মাত্রা।
২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে? উত্তর : ছয়টি।
৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? উত্তর : কার/ সংক্ষিপ্ত স্বর।
৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে? উত্তর : ছয়টি।
৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? উত্তর : ‘ম’।
৬. অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী? উত্তর : ‘ঃ’।
৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? উত্তর : ‘ৎ’।
৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে? উত্তর : ‘প’ বর্গের।
৯. ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়? উত্তর : ঘ.
১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর : দুটি।
১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? উত্তর : ২৫টি।
১২. অক্ষর কাকে বলে? উত্তর : কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।
১৩. বানান কাকে বলে? উত্তর : ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।
১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর : ‘অ’।
১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়? উত্তর : ফুসফুস।
১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? উত্তর : কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।
১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : হ্+ম ।
১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : ঞ্+জ।
১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : জ্+ঞ।
২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়? উত্তর : দীর্ঘ।
২১. খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ? উত্তর : ‘ৎ’।
২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ। উত্তর : আওভান।
২৩. যৌগিক স্বরের অপর নাম কী? উত্তর : দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর : ৭টি।
২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর। উত্তর : ক্ + ষ্ + ম।
২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে? উত্তর : অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : কম্পোনজাত ধ্বনি।
২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : পার্শ্বিক ধ্বনি।
২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে? উত্তর : শ, ষ, স, হ।
৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? উত্তর : ঘোষ ধ্বনি।
৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়? উত্তর : আদিতে।
৩২. ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়? উত্তর : ঘোষ বর্ণ।
৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়? উত্তর : বিবৃত।
৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়? উত্তর : ঐ, ঔ।
৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর : ধ্বনিতত্ত্বে।
৩৬. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি কে লিখেছেন? উত্তর : ড. মুহম্মদ আবদুল হাই।
৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়? উত্তর : তাড়নজাত।
৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর : ৩টি।
৩৯. Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে? উত্তর : ড. সুনীতিকুমার
চট্টোপাধ্যায়।
৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী? উত্তর : ধ্বনি।
৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? উত্তর : ফলা।
৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর : ১০টি।
"বাংলা নবর্ষের আদ্যোপান্তঃ
১। বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ চালু করেন - ৩য় মোগল সম্রাট আকবর।
২। নতুন বর্ষপঞ্জিটি পরিচিত ছিল - তারিখ-ই-এলাহী বা 'ফসলি সন' নামে।
৩। এটি প্রবর্তন করা হয় - ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ(আকবরের সিংহাসনে আরোহণের ২৯তম বর্ষে)।
৪। আকবর সিংহাসনে আরোহণ করেন - ১৫৫৬খ্রি.
৫ নভেম্বর। দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে।
৫। প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় - ১৫২৬খ্রি.মোগল সম্রাট বাবর Vs ইব্রাহিম লোদী (ভারতের শেষ সুলতান)। এ যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং মোঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।
৬। তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয় - ১৭৬১খ্রি.। আহমদ শাহ আবদালী Vs ভারতীয় মারাঠা। যুদ্ধে মারাঠা বাহিনী পরাজিত হয়।
৭। বাংলা বর্ষ ১৫৫৬খ্রি. থেকে গণনা করার কারণ - আকবরের বিজয়কে মহিমান্বিত করে রাখা।
৮। আকবরের রাজ সভার বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ - আমির ফতুল্লাহ শিরাজী। তার নেতৃত্বেই বর্ষপঞ্জি সংস্কার হয়।
৯। নতুন বর্ষপঞ্জি চালুর উদ্দেশ্য ছিল - কৃষি কাজ ও খাজনা আদায়ে সুবিধা।
১০। পূর্বে খাজনা আদায় হতো - চান্দ্র বা হিজরী বর্ষ অনুযায়ী।
১১। গ্রেগোরিয়ান/খ্রিস্টীয়/ঈসায়ী ক্যালেন্ডার ছিল - সৌর নির্ভর।
১২। সৌর ও চান্দ্র বর্ষের মাঝে পার্থক্য হয় - ১১/১২ দিনের।
১৩। ৩০ সৌরবর্ষ = ৩১ চান্দ্র বর্ষ। প্রতি ১০০ বছরে চান্দ্রবর্ষ ৩বছর এগিয়ে যায়।
১৪। বাংলা বর্ষ - কৃষি মৌসুম ও ঋতু নির্ভর(সৌর ক্যালেন্ডার)।
১৫। তারিখ-ই-এলাহী প্রবর্তনের সময়ে গ্রেগোরিয়ান ও হিজরী বর্ষের মধ্যে পার্থক্য ছিল (১৫৫৬-৯৬৩)=৫৯৩বছর। এখনও
খ্রিস্টীয় সন থেকে ৫৯৩ বাদ দিলে বাংলা সন পাওয়া যায়। (২০১৭-৫৯৩)=১৪২৪, যা আগামী ১৪এপ্রিল থেকে কার্যকর হবে।
১৬। বাংলা বর্ষপঞ্জি সংস্কার করেন - ড. মুহম্মদ শহিদুল্লাহ, ১৯৬৬খ্রি. ১৭ফেব্রুয়ারী।
১৭। এ সংস্কারের উদ্দেশ্য ছিল - বাংলা সনে Leap Year বা অধিবর্ষ প্রবর্তন করা। তখন থেকে চার বছর পর পর চৈত্র মাস ৩০ দিনের পরিবর্তে ৩১দিন গণনা করা হয়।
১৮। নববর্ষে পূণ্যাহ অনুষ্ঠান আয়োজন করতো - জমিদারগণ। আর ব্যবসায়ীরা হালখাতা।
১৯। বর্তমান বাংলা নববর্ষ চালু হয় - ছায়ানট এর উদ্যোগে,১৩৭২ বঙ্গাব্দে(১৯৬৫খ্রি.)। রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান "এসো হে বৈশাখ এসো এসো" এর মাধ্যমে বরণ করা হয়।
২০। নওরোজ শব্দের অর্থ - নতুন বছর। নওরোজ শব্দটি ফারসি।
২১। বাংলাদেশের উপজাতীদের বর্ষবরণ অনুষ্ঠিত হয় - চৈত্রমাসের শেষ দুই দিন এবং পহেলা বৈশাখ (মোট তিন দিন)।
২২। মূল অনুষ্ঠান - প্রথম দুই দিন। ১ম দিন ফুল বিজু, ২য় দিন মুরুবিজু।
২৩। পার্বত্য উপজাতি জেলা - ৩টি। যথাঃ খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দারবান।
২৪। ত্রিপুরাদের বর্ষবরণ - বৈসাবি, মারমাদের – সাংগ্রাই এবং চাকমাদের - বিজু। সবগুলো আদ্য অক্ষর নিয়ে "বৈসাবি" নামে পরিচিত।
২৫। মারমাদের বর্ষবরণের প্রিয় পর্ব – Water Festival বা জলকেলি উত্সব
* বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক প্রশ্ন যেগুলো প্রায়ই বিসিএস তথা যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে থাকবেই :
> লোকসাহিত্যের প্রাচীনতম শাখা : ছড়া
> বাংলা সাহিত্যে‘সাহিত্য সম্রাট’বলা হয় : বঙ্কিমচন্দ্রকে।
>‘ময়মনসিংহ গীতিকা’সম্পাদনা করেন : দীনেশচন্দ্র সেন।
> বাংলা টপ্পা গানের জনক : নিধু বাবু।
> চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন : ভুসুক পা,৮টি।
>‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’চরণটির রচয়িতা : রঙ্গলাল বন্দোপাধ্যায়।
> আমীর হামজা ও জঙ্গনামা গ্রন'দুটির লেখক : ফকীর গরীবুল্লাহ।
> কাহ্ন পা রচিত পদের সংখ্যা : ১৩টি
> ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বই : বেতাল পঞ্চবিংশতি।
> যে মহিলা কবি সর্বপ্রথম রামায়ণ অনুবাদ করেন : চন্দ্রাবতী।
> মর্সিয়া সাহিত্য গড়ে উঠেছিল : অষ্টাদশ শতকে।
> অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা : ভারতচন্দ্র রায় গুণাকর।
> বাংলা সাহিত্যে সনেটে প্রবর্তক : মাইকেল মধুসূদন দত্ত।
> মুসলমান নারী জাগরণের অগ্রদূত : বেগম রোকেয়া।
> বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় : (৬৫০-১২০০) খ্রি: পর্যন্তসময়কালকে।
> চর্যাপদের আবিষ্কারক : হরপ্রসাদ শাস্ত্রী।
>‘পুতুল নাচের ইতিকথা’উপন্যাসটির রচয়িতা : মানিক বন্দ্যোপাধ্যায়।
> বাংলা সাহিত্যের কণিষ্ঠতম সন্তান বলা হয় : ছোট গল্পকে।
> শানি-পুরের কবি বলা হয় : মোজাম্মেল হককে।
>‘ঠকচাচা’চরিত্রটি যে উপন্যাসের : আলালের ঘরের দুলাল।
> কবি কঙ্কন উপাধী যার : মুকুন্দরাম চক্রবর্তীর।
> বাংলা একাডেমীকে বলা হয় : জাতির মননের প্রতীক।
> মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি : আলাওল।
> মহিলা রামায়ণকার বলা হয় : কবি চন্দ্রাবতীকে।
>‘ডাকঘর’নাটকটির রচয়িতা : রবীন্দ্রনাথ ঠাকুর।
বিগত পরীক্ষার প্রশ্ন:
> ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
>‘অনল প্রবাহ’রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
> রবীন্দ্রনাথ ঠাকুরের‘শেষের কবিতা’ :একটি উপন্যাস।(২৪ তম BCS)
>‘বত্রিশ সিংহাসন’এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।(২৬ তম BCS)
> বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে(১১ তম BCS)
> বাংলা সাহিত্যে সনেটে প্রবর্তক : মাইকেল মধুসূদন দত্ত।(২৫ তম BCS)
> মুসলমান নারী জাগরণের অগ্রদূত : বেগম রোকেয়া।(২৯ তম BCS)
প্রশ্ন: শাহনামা মৌলিক গ্রন্থটি কার? উত্তর: ফেরদৌসী
প্রশ্ন: ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম- উত্তর: বাংলা সাহিত্যের কথা
প্রশ্ন: চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? উত্তর: সংস্কৃত+আরবি
প্রশ্ন: রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’‍‍‍‍ কার রচনা? উত্তর: চন্ডীদাস 
প্রশ্ন:‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে? উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
প্রশ্ন:‘নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?   
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রশ্ন: ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?   উত্তর: কৃষ্ণ নগর রাজসভা
প্রশ্ন: ‘যা কিছু হারায় গিন্নি বলেন,কেষ্টা বেটাই চোর’-এখানে হারায় কোন ধাতু?   উত্তর: প্রযোজক ধাতু
প্রশ্ন: মহুয়া’ পালাটির রচয়িতা? উত্তর: দ্বিজ কানাই
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-   উত্তর: ১৮০১ সালে
প্রশ্ন: কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?   
উত্তর: ব্রাসি হ্যালহেড
প্রশ্ন: তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে?   উত্তর: অক্ষয় কুমার দত্ত
প্রশ্ন: কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?   উত্তর: কমলে কামিনী
প্রশ্ন: কোন গ্রন্থটি মহাকাব্য?   উত্তর: বৃত্র সংহার
প্রশ্ন: বত্রিশ সিংহাসন কার রচনা?  উত্তর: মিত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
প্রশ্ন: ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?   উত্তর: আলালের ঘরের দুলাল
প্রশ্ন: ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?  উত্তর: আত্মজৈবনিক উপন্যাস
প্রশ্ন:‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?   
উত্তর: গিরিশচন্দ্র সেন
প্রশ্ন: কোন নাটকটি সেলিম আল-দিনের?   উত্তর: মুনতাসীরি ফ্রান্টাসি
প্রশ্ন: বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?   উত্তর: ১৯৫৫
প্রশ্ন: দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?  উত্তর: সিন্ধুহিন্দোল
প্রশ্ন: ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?  উত্তর: নাটক
প্রশ্ন: জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?  উত্তর: সারেং বৌ
প্রশ্ন:‘পাখি সব করে রব রাতি পোহাইল’পংক্তির রচয়িতা কে?  
উত্তর: মদন মোহন তর্কালংকার
প্রশ্ন: বনফুল’ কার ছদ্মনাম?  উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্ন: ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে?  উত্তর: রবী্ন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? উত্তর: আনন্দময়ীর আগমনে
 প্রশ্নঃ ‘বাংলার’ স্কট বলা হয় কাকে? উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে
প্রশ্নঃ ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম—উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ ‘পরশুরাম’ কার ছদ্মনাম?উত্তরঃ রাজশেখর বসু
প্রশ্নঃ “মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা।” রচয়িতা —উত্তরঃ অতুল প্রসাদ সেন
প্রশ্নঃ সতীদাহ প্রথা রোধ করেন-উত্তরঃ রাজা রামমোহন রায়
প্রশ্নঃ ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী
প্রশ্নঃ বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি?উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?উত্তরঃ কপালকুণ্ডলা
প্রশ্নঃ ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।’— চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?উত্তরঃ দুই বিঘা জমি
প্রশ্নঃ ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?উত্তরঃ শেখ ফজলুল করিম
প্রশ্নঃ ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী - সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী - শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
৪৮। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর - বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন - জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ - বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৬৯। আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি - সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী - বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস - হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি - হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি - আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী - আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন' - শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব - নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ - মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর - বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৪৯। কারুবাসনা - জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ - নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ - আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন - সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ - হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে - চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ - মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক - প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য - আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক'রে কাটা চাঁদ - হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ - তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ - গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান - পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে - মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) - মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল - মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন - সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট - সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি - সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী - হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী
১. প্রশ্ন : ‘শম’ শব্দের অর্থ কী? উত্তর : শাস্তি।
২. প্রশ্ন : ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী? উত্তর : নিতান্ত অলস।
৩. প্রশ্ন : ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী? উত্তর : কৃ+য।
৪. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি? উত্তর : গোরা।
৫. প্রশ্ন : টিএস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে? উত্তর : বিষ্ণু দে।
৬. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : কোনাবাড়ি, গাজীপুর।  
৭. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে? উত্তর : খন্দকার নূরুল আলম।
৮. প্রশ্ন : বাংলাদেশের রণ সংগীত কোন কাব্যের অন্তর্গত? উত্তর : সন্ধ্যা কাব্য।
৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? উত্তর : আবদুর রউফ।
১০. প্রশ্ন : বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কী?  উত্তর : SPARRSO.
১১. প্রশ্ন : ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত? উত্তর : লক্ষ্মীপুর।
১২. প্রশ্ন : জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তর : লন্ডন।
১৩. প্রশ্ন : ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর: মাউন্ট ব্ল্যাঙ্ক।
১৪. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি?   উত্তর : লাইব্রেরি অব কংগ্রেস।
১৫. প্রশ্ন : কিসে ক্লোরোফিল নেই? উত্তর : ছত্রাক এবং ব্যাকটেরিয়ায়।
১৬. প্রশ্ন : মুক্তার ওজনের এককের নাম কী? উত্তর : গ্রেন।
১৭. প্রশ্ন : কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর : ক্যান্সার।
১৮. প্রশ্ন : কোয়ার্টজ কী? উত্তর : সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।  
১৯. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে? উত্তর : এ জে মিন্টু।
২০. প্রশ্ন : সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি? উত্তর : কচ্ছপ। 
১. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে? উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৩. প্রশ্ন : ‘রক্তকরবী’ কোন ধরনের গ্রন্থ? উত্তর : রবীন্দ্রনাথের নাটক।
৪. প্রশ্ন : পদাবলী’র প্রথম কবি কে? উত্তর : চণ্ডীদাস।
৫. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? উত্তর : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।
৬. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।
৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন? উত্তর : মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
৮. প্রশ্ন : ‘পথের দাবী’ কী? উত্তর : উপন্যাস।
৯. প্রশ্ন : হযরত মুহাম্মদ (স.) এর জীবনীগ্রন্থ- উত্তর : মরুভাস্কর।
১০. প্রশ্ন : ‘ভানুসিংহের পদাবলী’ লিখেছেন- উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. প্রশ্ন : বাংলা একাডেমি’র সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? উত্তর : ড. আহমদ শরীফ।
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? উত্তর : দীনেশচন্দ্র সেনগুপ্ত।
১৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর : বাউণ্ডুলের আত্মকাহিনী।
১৪. প্রশ্ন : ‘পথিক তুমি পথ হারাইয়াছ’- কোন উপন্যাসের সংলাপ? উত্তর : কপালকুণ্ডলা।
১৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কী বুঝায়? উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
১৬. প্রশ্ন : রোহিনী-বিনোদিনী-কিরণ্ময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? উত্তর : কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন।
১৭. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? উত্তর : মনসামঙ্গল।
১৮. প্রশ্ন : ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-উত্তর : শাহ মুহম্মদ সগীর।
১৯. প্রশ্ন : কখনো উপন্যাস লেখেননি- উত্তর : সুধীন্দ্রনাথ দত্ত।
২০. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা- উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।
এক নজরে ১০ম থেকে ৩৭ তম বিসিএস প্রিলিতে আসা বাংলা পরীক্ষার সকল প্রশ্নোত্তর
(মুখস্থ রাখার সুবিধার্তে এভাবে দেয় হলো)
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫,২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত] উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত] উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত] উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত] উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত] উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত] উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী- মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪তমবিসিএস লিখিত] উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।
১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? উত্তরঃ ত্রিভুজ
২. কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? উত্তরঃ একত্রিত
৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তরঃ ৭ টি
৪. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তরঃ তুর্কি
৫. ‘Null and void’ এর বাংলা পরিভাষা কোনটি? উত্তরঃ বাতিল
৬. কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ স্বায়ত্তশাসন
৭. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? উত্তরঃ অর্ধ-তৎসম
৮. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? উত্তরঃ শ্র + √ধা + আ
৯. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ? উত্তরঃ তৎপুরুষ
১০. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অর্ক
১১. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে? উত্তরঃ হ + ম
১২. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তরঃ সদ্যঃ + জাত
১৩. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ গূঢ়
১৪. বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তরঃ মোড়ক
১৫. কোনটি সার্থক বাক্যের গুণ নয়? উত্তরঃ আসক্তি [গুণগুলো হলো, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসত্তি]
১৬. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত – উত্তরঃ নাটগীতি
১৭. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? উত্তরঃ চর্যাপদ
১৮. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? উত্তরঃ চট্রগ্রাম
১৯. ‘চন্দ্রাবতী’ কী? উত্তরঃ কাব্য
২০. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন? উত্তরঃ মিথিলা
২১. কোনটি বিদ্যাসাগরের আত্নজীবনীমূলক লেখা? উত্তরঃ আত্নচরিত
২২. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা? উত্তরঃ প্রবন্ধ
২৩. কোনটি জসীমউদ্দীনের রচনা? উত্তরঃ ঠাকুরবাড়ির আঙ্গিনায়
২৪. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে? উত্তরঃ লালন শাহ
২৫. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ বন্দী শিবির থেকে
২৬. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তরঃ প্রলয়োল্লাস
২৭. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পন’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তরঃ ঢাকা
২৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ? উত্তরঃ শেষলেখা
২৯. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ হুমায়ুন কবির
৩০. বীরবল’ কোন লেখকের ছন্দমান? উত্তরঃ প্রমথ চৌধুরী
৩১. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি – উত্তরঃ অনুবাদ নাটক
৩২. ‘চন্দরা’ চরিত্রের সৃষ্টা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য
৩৪. কে ফোর্ট উইলিয়ম কলেজের শিক্ষক ছিলেন? উত্তরঃ রামরাম বসু
৩৫. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ ১৮৬১ সালে
1. রবীন্দ্রনাথ এর রাজনৈতিক উপন্যাস কোনটি? উঃ গোরা
2. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃ অগ্নিবীণা
3. মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? উঃ ড. দীনেশচন্দ্র সেন।
4. নীর শব্দের অর্থ কী? উঃ বারি
5. খাঁটি বাংলা শব্দ কোনটি? উঃ ঢোল
6. শুদ্ধ বানান কোনটি? উঃ সমীচীন
7. হেড-মৌলভি কোন কোন শব্দযোগে গঠিত? উঃ ইংরেজী+ফারসি
8. শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য কোনটি? উঃ ইউসুফ-জোলেখা
9. রূপসী বাংলার কবি বলা হয় কাকে? উঃ জীবনানন্দ দাস
10. তদ্ভব শব্দ কোনটি? উঃ চাঁদ
11. সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উঃ আদিত্য
12. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়-কার লেখা? উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
13. মোদের গরব মোদের আশা- কে লিখেছেন? উঃ অতুল প্রসাদ সেন
14. মৌলিক শব্দ নিচের কোনটি?উঃ গোলাপ
15. নিচের কোনটি পর্তুগীজ শব্দ? উঃ বালতি
16. ষড়ঋতুর সন্ধিবিচ্ছেদ করুন-উঃ ষট+ঋতু (হসন্ত সহ )
17. বাংলা শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উঃ প্রাকৃত
18. লাঠালাঠি কোন সমাস? উঃ বহুব্রীহি
19. অক্ষির সমীপে- এক কথায় কী? উঃ সমক্ষ
20. কোনটি শুদ্ধ? উঃ আকাঙ্ক্ষা
 ১) রূপসী বাংলার কবি কে? উত্তরঃজীবনানন্দ দাশ
২) ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি? সংযত/সদাচার/সভ্যতা/সততা (জানা নাই)
৩) বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তরঃ২ টি
৪) “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়? উত্তরঃষ+ণ
৫)  নিচের কোন শব্দ অশুদ্ধ? উত্তরঃসুকেশীনী, সুকেশিনী,
৬) ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃঅলংকার
৭) ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃহ্যানা ক্যাথেরিন
৮) ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? উত্তরঃসমাস
৯) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়— উত্তরঃধাতু
১0) ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা? উত্তরঃউপন্যাস
১১) নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃশারীরিক,
১২) কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? উত্তরঃআনন্দময়ীর আগমনে
১৩) যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে— উত্তরঃকৃপণ
১৪) শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ সান্ত্বনা, এই টা একটু দেখবেন
১৫) ‘রিক্সা’ কোন ভাষার শব্দ? উত্তরঃ জাপানী
১৬) বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়— উত্তরঃনেপালে
১৭) ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা— উত্তরঃবিদ্যাপতি
১৮) ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়— উত্তরঃ১৮০১ সালে
১৯) ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? উত্তরঃঅন্নদামঙ্গল কাব্যের
২০) বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান— উত্তরঃরোমান্টিক প্রণয়োপাখ্যান
২১) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃনিষিদ্ধ লোবান
২২) ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা? উত্তরঃগল্প
২৩) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—উত্তরঃঅগ্নিবীণা
২৪) ‘আটকপালে’ বাগধারার অর্থ— উত্তরঃহতভাগ্য
২৫) ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা? উত্তরঃরঙ্গলাল
 বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ন
১/ অমিত ও লাবন্য চরিত্র দুটির রচয়িতা কে?  উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
২/ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উঃ ৮টি।
৩/ 'রেখা চিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?  উঃ আত্ম-জীবনীমূলক রচনা।
৪/ আবুল ফজল কোন সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন? উঃ ১৯৬২ সালে।
৫/ শব্দের ক্ষদ্রতম একক কোনটি? উঃ ধ্বনি
৬/ 'যা নিবারণ করা যায় না'- এক কথায় কী হবে? উঃ অনিবার্য।
৭/ 'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন?  উঃ ড. নীলিমা ইব্রাহীম।
৮/ প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উঃ রূপতত্ত্ব।
৯/ 'বিশ্বজনের হিতকর' এক কথায় কী হবে? উঃ বিশ্বজনীন।
১০/ কোন সমাসে ব্যাসবাক্য হয় না? উঃ নিত্য সমাসে।
১১/ 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? উঃ রশীদ করিম।
১২/ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?  উঃ শামসুর রাহমান।
১৩/ 'সাত নরী হার' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?  উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
১৪/ 'বিজয়া' নাটকটির রচয়িতা কে?  উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫/ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?  উঃ আবদুল্লাহ আল মামুন।
১৬/ 'মনীষা'-এর সন্ধি বিচ্ছেদ -- উঃ মনস + ঈষা।
১৭/ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?  উঃ মামুনুর রশীদ।
১৮/ 'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? উঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
১৯/ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?  উঃ বনফুল (১৮৮০)।
২০/ 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? উঃ সমাপ্তি।
২১/ 'হাঙ্গর নদী গ্রেনেড' উপন্যাসের রচয়িতা কে?  উঃ সেলিনা হোসেন।
২২/ বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে?  উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
২৩/ 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার? উঃ ফেরদৌসী।
২৪/ শাহনামা কোন ভাষায় রচিত? উঃ ফারসি।
২৫/ 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন কে? উঃ মোজাম্মেল হক।


সমাপ্ত: ১৪তম পর্ব এর দ্বিতীয় অংশ দেখতে এখানে ক্লিক করুন
              ১৪তম পর্বের তৃতীয় অংশ দেখতে এখানে ক্লিক করুন

আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):

৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।
৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ  সাহিত্য বিষয়ক)

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU