BOU

Saturday, November 17, 2018

৪১ তম বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পঞ্চম পর্ব-খ অংশ


বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
পঞ্চম পর্ব-খ অংশ
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৫১তম পর্ব) (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principlal,(Return 3 times BCS VIVA) Ex-Principlal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principal, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
 সাম্প্রতিক তথ্য
১। শ্যালা নদী কোথায় অবস্থিত ?- সুন্দরবনে
২। বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কত?- ৬৩। (১ম ডেনমার্ক, ২য় ফিনল্যান্ড )
৩।বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী যাচ্ছে ?- ১৬০টি।
৪। উপমহাদেশের সর্বোচ্চ টাওয়ার কোথায় অবস্থিত?- চরফ্যাশন , ভোলা
৫।বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে ?- যুক্তরাষ্ট্র( ২য় জার্মানি ৩য় যুক্তরাজ্য)
৬। বাংলাদেশ কোন দেশ হতে সর্বাধিক আমদানি করে ?- চীন
৭। বাংলাদেশের কোন দেশের বাণিজ্যঘাটতি বেশি ?- ভারত
৮। বাংলাদেশ প্রথম কোন দেশে চাল রপ্তানি করে ?- শ্রীলংকায়
৯। বাংলাদেশ বিমানবাহিনীীতে প্রথমবারের মতো সমারিক নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন কে কে?
- নাইমা হক, তামান্না -- লুতফি।
১০।পাট, রাবার, পেঁপে , ছত্রাক এর জিনোম আবিষ্কারক কে?
-
. মাকসুদুল আলম
১১।জাতীয় সংসদের নির্বাচনের বরাদ্দকৃত প্রতীক কয়টি ?
-
৬৫টি। (উপজেলা >> ৪৬টি ইউনিয়ন পরিষদ পৌরসভায় এবং সিটি কর্পোরেশনে ৩৪টি।)মোট সংরক্ষিত প্রতীক > ২১৩টি।
১২। ২০১৪সালের দুর্নীতি সূচকে নিম্নক্রমে বাংলাদেশের অবস্থানকত?-১৪তম (১ম সোমালিয়া, উত্তর কোরিয়া)
১৩। ২০১৪সালের জলবায়ু পরিবর্তন সূচকে বাংলাদেশের অবস্থান কত?-হাইতি
১৪। বাংলাদেশের সিনিয়র সিটিজেনের বয়স কত?- ষাটোর্ধ্ব (২৭নভে: ২০১৪সালে স্বীকৃতি ) মোট কোটি ৩০লাখ।
১৫।বাংলাদেশের তৈরি প্রথম গ্যাসবাহী জাহাজের নাম কি?- এম টি ওমেরা প্রিন্সেস
১৬।িএশিয়া প্রটেকটেড পার্টনারসিপের প্রথম সদস্য কে?- বাংলাদেশ বন বিভাগ
১৬। শুভ্রা , স্বর্ণা কি?- উন্নত জাতের লেয়ার মুরগি ( বাংলাদেশ কর্তৃক উদ্ভাবিত )
১৭। বাংলাদেশে প্রথম প্রাকৃতিক সংরক্ষণাগার কোথায় ?- রাজশাহীর বোয়ালিয়ায় আকাফুজি নার্সারিতে
১৮। বাংলাদেশ কর্তৃক উত্থাপিতশান্তির সংস্কৃতিজাতিসংঘ কর্তৃক গৃহীত হয় ?- ১৫ ডি: ২০১৪
সাম্প্রতিক তথ্য
১।বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্যফাস্ট ট্র্যাকপ্রকল্প কয়টি ?- ৮টি
২। প্রথম বাংলাদেশি হিসেবে দুবার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার )লাভ করেন ?
-
নাফিস বিন জাফর (পাইরেটস অব দি ক্যারিয়ান: অ্যাট ওয়াল্ডস এন্ড। হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু সিনেমায় বিধ্বংসী এনিমেশন করার জন্য)
২। বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত ?- কলাপাড়া , পটুয়াখালী
৩। বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতির নাম কি?- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
৪। দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত?- মহেশখালী , কক্সবাজার
৫। চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?- মর থেংগারি
৬। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি ?- ওরা ১১ জন (চাষী নজরুল ইসলাম )
৭।দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে অষ্টমশ্রেণি চালু করা হয কবে?- জানু: ২০১৫।
৮। বর্তমানে চালুকৃত সীমান্ত হাটের সংখ্যা কয়টি?- ৪টি।
৯। বাংলাদেশে চালুকৃত একমাত্র বিদেশী বীমা কোনটি?-মেট লাইফ
১০। মালয়েশিয়া বাংলাদেশকে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে?- ২৯৭টি।
১১। ওরা ১১জন, শুভদা, দেবদাস, চন্দ্রনাথ, সংগ্রাম , শান্তি, হাঙ্গর নদী গ্রেনেড , পদ্মা মেঘনা যমুনা , বেহুলা লখিন্দর চলচ্চিত্র গুলোর পরিচালক কে?- চাষী নজরুল ইসলাম ( মোট ৬টি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন)
১২। রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান ?- ৭ম।
১৩। মুক্তিযোদ্ধা নির্ধারণে সর্বনিম্ম বয়স কত?-১৩বছর।
১৪। বাংলাদেশ বিশ্বের কত তম দেশ হিসেবে জেনেটিক্যালি মডিফাইড শস্য হিসেবে বিটি বেগুনের বাণিজ্যিক চাষের অনুমোদন পায় ?- ২৯তম
১৫। বাংলাদেশ -কলকাতা চলাচলকারী ট্রেনের নাম কি?- মৈত্রী এক্সপ্রেস
১৬। এশিয়ার বৃহত্তম কারাগার কোথায় নির্মিত হবে?- কেরানীগঞ্জে।
১৭।২০১৫সালে কে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?- সেলিনা হোসেন
১৮।বঙ্গবন্ধু সেনানিবাস কোথায় অবস্থিত?- বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ,কালিহাতী ,টাঙ্গাইল।
১৯। ২০১৫সালের তৃতীয়বঙ্গবন্ধু গোল্ডকাপেচ্যাম্পিয়ন হয় কোন দেশ?- মালযেশিয়া (বাংলাদেশ রানার্স আপ।)
২০। ২০১৫সালে কতজন্ ব্যক্তি একুশে পদক লাভ করেন?- ১৫জন।
২১।মিউজিকাহল নতুন জাতের-- আলু।
২২। বাংলাদেশে কতটি সম্ভাবনাময় কৃষি ঐতিহ্য রয়েছে?-৫টি।
২৩। বাংলাদেশে প্রকাশিত বাংলা ইরেজি দৈনিক পত্রিকার সংখ্যাক কতটি?- ৮৮৫টি। িএর মধ্যে বাংলা > ৮১৯টি , ইংরেজি ৬৬টি।
২৪। তথ্য মন্ত্রাণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে?- ৪১টি। তবে বর্তমানে চালু আছে ২৩টি।
২৫। সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি ?- ১১টি।
২৬।নদীবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি?-৪টি।
২৭। নারীদের তথ্যসেবায় বাংলাদেশে চালুকৃত মোবাইল অ্যাপটির নাম কি?- মায়া অ্যাপ।
২৮। মুক্তিযুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ হেলিক্যাপ্টারের নাম কি?- উড়োজাহাজ > ডাকোটা , হেলিক্যাপ্টার >> হকার হন্টার
সাম্প্রতিক তথ্য
১।আলু উত্পাদনে বাংলাদেশের অবস্থান- ৮ম (আগে ছিল ৯ম)
২। ২৫ শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়ক রাজ্যের সিনেট ২৬শে মাচকে কোন দিবস ঘোষনা করে ?- বাংলাদেশ ডে।
৩। বর্তমানে বাংলাদেশ বেকার লোকের সংখ্যা ?- ২৫ লাখ ৮০ হাজার। (সূত্র শ্রমশক্তি জরিপ ২০১৩(
৪। ফিরে দেখো৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশভাস্কর্য কোথায় অবস্থিত ?-নারায়ন গঞ্জ পুলিশ লাইনে
৫।বাংলার বিজয়ভাস্কর্য কোথায় অবস্থিত ?- ষোলশহর, চট্টগ্রাম
৬। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন , শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন কোথায় অবস্থিত?- যথাক্রমে যশোর, রংপুর, ময়মনসিংহে।
৭।মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যবিজয়গাঁথাকোথায় অবস্থিত?- রংপুর সেনানিবাস
৮।স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘরকোথায় অবস্থিত?-সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা( উন্মুক্ত করা ২৬ মার্চ ২০১৫)
৯।মরুদ্বীপ৭১ স্বাধীনতা পার্ককোথায় অবস্থিত?-কটিয়াদী , কিশোর গঞ্জ।
১০। ২৭মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রহরিযুপীয়চলচ্চিত্রের পরিচালক কে?- গোলাম মোস্তফা শিমুল
১১। বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কতটি?- ১৬৬টি।
১২। জাতিসংঘ সদর দপ্তরেবাংলাদেশে লাউঞ্জউদ্বোধন করা হয় ?- ১৭মার্চ ২০১৫।
১৩। জাতীয় পর্যটন বর্ষ ঘোষণা করা হয় কোন সালকে?- ২০১৬।
১৪। বাংলাদেশের প্রথম অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (OCR)এর নাম কি?- পুঁথি
১৫। টিকাদান কর্মসূচিতে বর্তমানে বাংলাদেশে কতটি টিকা দেয়া হয় ?- ১০টি।
১৬। ২১মার্চ ২০১৫ বাংলাদেমের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়- নিউমোনিয়া টিকা
১৭।বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে?- মাহমুদুল্লাহ
১৮। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি ?-৫টি।
১৯। বর্তমানে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা কতটি?- ,৬৭৪জন। ঝুঁকিতে ১৪,৩০০জন।
২০। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রাপ্ত চলচ্চিত্র- মৃত্তিকা মায়া।
২১। বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?- .০৯, ৫০০জন।
২২। ১৯৭১সালের ঢাকায় নিযুক্ত মার্কিন কনসোল আর্চার কে ব্লাড জেনারেল যে টেলিগ্রামে পাকিস্তান বাহিনীর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করেন তার নাম কি?-- ব্লাড টেলিগ্রাম।
২৩। মুক্তিযুদ্ধ জ্ঞানকোষএর প্রকল্প পরিচালক কে?- হারুন-উর-রশিদ
২৪।বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ তে বাংলাদেশী কোন ক্রিকেটার সর্বোচ্চ সংখ্যক রান করেন?- মাহমুদুল্লাহ( ৩৬৫)
২৫। বাংলাদেশে ক্রিকেট দল ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত মোট কতটি ম্যাচ যেতে ?-১১টি ( ২০১৫ > ৩টি)
২৬। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?- মোদকটং বা সাফা হাফং (উচ্চতা > ৩৪৫১ফুট, ১০৫২মিটার) প্রচলিত তথ্য কেওক্রাডাং > ৩২০৫ফুট, তাজিং ডং ২৭৯২ফুট।
২৭। গুগলে অনুবাদক(মোট ৯১টি ভাষা) হিসেবে বাংলা ভাষা যুক্ত হয় কবে?- ২০১১ সালে
২৮। সম্প্রতি কোন জেলায় চা চাষ শুরু করা হয ?-নীলফামারী তে।
২৯।বিদেশে বাংলাদেশের মিশন কয়টি ?- ৫৩টি দেশে ৬৯টি মিশন।
সাম্প্রতিক তথ্য
১।নতুন উপজেলা গঠনের জন্য ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে হবে?-পৌরসভা থাকলে ৭টি। না থাকলে ৮টি ইউনিয়ন
২।নতুন উপজেলা গঠনের জন্য আয়তন কত হবে?- ন্যূনতম ৩০০ বর্গ মিটার
৩। বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীন রুট কতটি ?-৭টি(সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম ,সিলেট, বরিশাল, যশোর, কক্সবাজার )
৪।বাংলাদেশে প্রথম এলইইডি প্লাটিনামসনদ পাওয়া প্রথম পোশাক কারখান কোনটি ?- ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিডেট; ইশ্বরদী ইপিজেড।
৫। ২০১৫সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে ?- ১১জন (৩জন জয়ী হন >> টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা আশা হক )
বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তাসূচক কর্মসূচি চালু আছে?-১৪৫টি।
৭। দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?-দর্শনা , চুয়াডাঙ্গা।
৮। শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি ?- বাংলাদেশ।
৯। SDSN -এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ?
-
১০৯তম (সবচেয়ে সুখী দেশ > সুইজারল্যান্ড , সবচেয়ে অসুখী>>টোগো)
১০। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?-প্যারিসে( অক্টোবর -২০১৫) প্রথম > ঢাকায় ২০০২।
১১। পযন্ত কতবারবাংলাদেশে- মার্কিন অংশিদারীসংলাপ হয় ?-৩বার (২০১২, ২০১৩, ২০১৪)
১২। বাংলাদেশে ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে মোট কতটি বাংলাওয়াশ করেছে?- ১১টি। দ্বিপাক্ষিক সিরিজ জয় > ১৯টি
১৩।বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা কোথায় ?-নারায়নগঞ্জেরপ্লামি ফ্যাশনস লিমিটেড
১৪। শিল্পনীতি কত বছর পর পর পরিবর্তন করা হয় ?- ৩বছর
১৫। শিল্পনীতি -২০১৫ তে জাতীয় অর্থনীতে শিল্পখাতের কত শতাংশের বাড়ানোর কথা বলা হয়েছে ?- ৪০% এবং শ্রম শক্তির ২৫%
১৬। পাবর্ত্য অঞ্চরের ১১টি ক্ষৃ জাতি গোষ্টির জন্য প্রথম রোডিও- জুমল্যান্ড রেডিও।
সাম্প্রতিক তথ্য
১। বাংলাদেশে মোট কতটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে?- ১৯টি। (সর্বশেষ বাঘা জাদুঘর , রাজশাহী )
সরকারিভাবে স্বীকৃত দেশের নৃ- গোষ্টির সংখ্যা কতটি?- ৪৮টি। (উসুই মং বাদ )
৩।বাংলাদেশকে উপহার দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিতীয় জাহাজের নাম কি?
-
১ম>বিএনএস সমুদ্র জয়(যুক্তরাষ্টীয় নাম> কাটার জারভিজ, ২য়> বিএনএস সমুদ্র অভিযানযুক্তরাষ্টীয় নাম> কাটার রাশ।
৪।বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কাযক্রম চলছে এমন বেসকরকারি এফএম রেডিও কতটি?- ১২টি। (সর্বশেষ রেডিও নেক্সট)
৫। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচেছ? -SMW-5(প্রথমটা ছিল > SMW-4)
৬।প্রস্তাবিতখান জাহান আলী বিমানবন্দরনির্মিত হবে- রামপাল, বাগের হাট
৭। সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি ?- ২০১৬সাল।
৮। বঙ্গবন্ধুকে নিয়ে রচিতজনকের মুখকোন ধরনের গ্রন্থ ?- ছোটগল্পের সংকলন(সংকলক / সম্পাদক> আখতার হোসেন। )
৯। টেস্টে ক্রিকেট কতজন বাংলাদেশী ডাবল সেঞ্চুরি করেছেন?- ২জন মুশফিক তামিম
১০। দেশের ৩৮তম সরকারি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত ) কোনটি?- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
১১।বাংলাদেশ থেকে হিমায়তি চিংড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?- বেলজিয়াম ( যুক্তরাজ্য ২য়)
১২। সবার জন্য বিদ্যু সুবিধা নিশ্চিত করার লক্ষমাত্রা কোন সালের মধ্যে-২০২১সালের
১৩।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষমাত্রা কোন সালের মধ্যে?- ২০২১।
১৪। বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম?- নমিন্যাল মূল্যের ভিত্তিতে ৫৮তম ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩৬তম
১৫।বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে?- অধ্যাপক আব্দুল মান্নান।
১৬। ফর্বেস ম্যাগাজিনের -২০১৫সালের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত ?
-
৫৯টি।
১৭। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরুস্কারবঙ্গবিভূষণ’ -২০১৫সালে কোন বাংলাদেশীকে দেওয়া হয় ?
-
ফিরোজা বেগমকে
১৮। রবীন্দ্র পুরস্কার -২০১৫ কে কে পান ?- অধ্যাপক সনাত কুমার সাহা সাদি মোহাম্মদ
১৯। বিশ্বের সর্ববৃত্ ওয়েবসাইটের নাম ?
-
জাতীয় তথ্য বাতায়ন bangladesh.gov.bd (২৫,০০০ ওয়েবসাইট , ৪২,০০০দপ্তর,২০লাখ কন্টেন্ট, ৪৫হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন পুরাকীর্তির ছবি লাখ আমলাদের তথ্য্
২০। বিশ্ব বসবাসের তালিকায় নিকৃষ্ট শহর-দামেষ্ক, সিরিয়া, (ঢাকা ২য়)
২১। ইউনিসেফ এর প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান- ৪র্থ। (এশিয়ার মধ্যে সর্বোচ্চ)
২২।বাংলাদেশের GSP সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করে কবে?-২০১৩সালে
২৩।বাংলাদেশের বর্তমানে বৈদেশিক রির্জাভ কত?- ২৪বিলিয়ন মার্কিন ডলার ( সার্কভুক্ত দেশে বাংলাদেশ ২য়)
২৪।পল্লী সঞ্চয় ব্যাংক কোন প্রকল্প চালু করার মাধ্যমে ব্যাংকি প্রক্রিয়া শুরু করে ?-একটি বাড়ি একটি খামার
২৫।মুক্তিমিত্রস্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?-কুষ্টিয়া-ঝিনাইদহ
২৬। সম্প্রতি কোন দুটি উপজাতির নাম বাংলাদেশে বাদ দেওযা হয়েছে?- উসুই , মং
২৭। নতুন শিল্প নীতিতে বাংলাদেশের সেবাখাতের শিল্প কয়টি?- ৩৩টি। (আগে ছিল ৩২টি)
২৮। কতবছর হলেই বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে?- ১৫বছর আর ১৮হলেই স্বক্রিয়ভাবে ভোটার হবে।
২৯। সম্প্রতি কোন দেশে গণকবর পাওয়া যায়?-থাইল্যান্ডে। সাদা প্রদেশে।
৩০। বঙ্গসাগরের উপকূলীয় অঞ্চলের কতটি রুট দিয়ে মানব পাচার হয় ?- ৯টি।
৩১। বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে কতটি রুটে ভারতে মানবপাচার করা হয় ?- ১৫টি।
সাম্প্রতিক তথ্য
১। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি?- ৬টি(সোনালি , রুপালি, জনতা, বেসিক, বিডিবিএল)
২।ধান উত্পাদনে বাংলাদেশের অবস্থান কত?- ৪র্থ (শীর্ষ দেশ চীন )
৩।বাংলাদেশ -ভারত এর চতুর্থ সীমান্ত হাট- ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
৪। ঢাকা বিশ্ববিদ্যালযে অবস্থিতবিশ্বাস -- ৭১এর ভাস্কর্যের নাম- দীপক সরকার
৫। বাংলাদেশ -ভারত স্থলসীমান্ত চুক্তি -১৯৭৪কার্যকর হয়-৬জুন ২০১৫।
৬। জাতীয় পরিবেশ দিবস -২০১৫পুরুস্কার লাভ করেন কে?
-
পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট , মানবাধিকার পরিবেশ কর্মী আইনজীবী অ্যাটভোকেট মনজিল মোরশেদ
৭। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরে কতটি দলিল স্বাক্ষর , বিনিময়, গ্রহণ, হস্তান্তর করে?-২২টি।
৮। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরের শেষে উভয় দেশনতুন প্রজন্ম -নয়া দিশাশিরোনামে কত দফা ঘোষণা করে ?
-
৬৫টি
৯। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কাছে বাংলাদেশের কোথায় ব্যান্ড উইথ ইজারা দেয় ?- আখাউড়ায়
১০। বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু কোথায় নির্মাণ করা হবে ?- ফেনী নদীর ওপর
১১।ICDDRB' উদ্ভাবিত নতুন খাদ্যের নাম কি?-RUTF >> Ready to Use Therapeutic Food(RUTF)
১২ প্রাচ্যের ল্যানসেট নামে পরিচিত--ICDDRB' এর Journal of Health, Population, and Nutrition
১৩। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু ঋণ কত?- ৩২,০০০টাকা
১৪।বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল?- যুক্তরাজ্য(কমলা রংগের রোবিন বা দেয়েল ), সুইডেন।
সাম্প্রতিক তথ্য
১। ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোনটি ?-আসামের গুয়াহাটি।
২। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?-আলিকদম -থানচি। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট)
৩। এলপিজি শুল্ক স্টেশন কোথায় ?- চট্টগ্রামের সীতাকুন্ডে
৫। লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয় প্রভৃতিকি?- নতুন জাতের হাইব্রিড বেগুন।
৬। একাত্তরের গেরিলাগ্রন্থের লেখক কে?- . জহিরুল ইসলাম
৭।বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি?- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৮। বাংলাদেশের কোন নদীতে ট্যানেল নির্মাণ করা হবে ? কোন দেশ করবে ?- কর্ণফূলী নদীতে চীন করবে।
৯। বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি ?- ২২টি।
`
১০। বর্তমানে দেশে ব্যাংক -বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি ?- ৩২টি।
১১। বাংলাদেশে বর্তমানে বস্তির সংখ্যা কত?- ১৩, ৯৪৩টি।
সাম্প্রতিক তথ্য
১।বর্তমানে সুন্দরবনে রযেল বেঙ্গল টাইগার সংখ্যা কত?- ১০৬
২। বাংলাদেশের একমাত্র কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে?- সিলেট
২।মুক্তিযুদ্ধ:সত্যের মুখোমুখি বইটির লেখক কে ?- অধ্যাপক আবু সাইয়িদ
৩।BRIGHT LINES বইটির লেখক কে ?
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা তন্বী নন্দিনী রচিত প্রথম উপন্যাস। ২০০৪ এর ব্রুকলিনের পটভূমিতে একটি বাংলাদেশি আমেরিকান পরিবার প্রতিবেশীদের নিয়ে গড়ে ওঠা উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে ১৯৭১সালের মুক্তিযুদ্ধের স্মৃতি
২০১৫সালে Award for ICTs in Sustainable Development কে পায় ?- বাংলাদেশ
৬।FAO এচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০১৫ কে পায় ?- বাংলাদেশ্
৭। জাপানি ভাষায়অসমাপ্ত আত্মজীবনীগ্রন্থটির অনুবাদক কে?- কাজুহিরো ওয়াতানাবো
৮। সিংনাথ, দোহাজারী, খটখটিয়া কোন কৃষিপণ্যের নতুন জাত ?- বিটি বেগুন।
৯। পর্যটন শিল্পের প্রচার বিপণনের লক্ষ্যে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং -এর নাম কি?
-
কুইন আইল্যান্ড অব বাংলাদেশযা বাংলায়বাংলাদেশের দ্বীপের রানী।
১০।বর্তমানে দেশে হাতির সংখ্যা কতটি?-২০০টি।
১১।বাংলাদেশ-ভারত ছিটমহল কার্যকর হয় কবে?- আগস্ট ২০১৫।
১২। বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?-২কি.মি।
১৩।বাংলাদেশ ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?-মহুরীর চর (ফেনী)
১৪।চরকি.কম কি?- সার্চ ইঞ্জিন
১৫। বাংলাদেশের মানুষকে Water People কে হিসেবে অভিহিত করে?
-
ভারতের সাবেক রাষ্ট্রপতি পি জে আবদুল কালাম।
১৬।বাংলাদেশে মোট কতটি তেল রিফাইনারী বা পরিশোধন কেন্দ্র আছে ?
-
১৪টি। তার মধ্যে ৪টি সরকারী ১০টি বেসরকারী
১৭। বাংলাদেশ -চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের কতটি রোড সংযু্ক্ত হতে যাচ্ছে?
-
৮টি। মোট দৈঘ্য হবে ৬০০ কি.মি।
১৮। ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য কয়টি?
-
৪টি। ( আসাম, মিজোরাম, ত্রিপুরা। )
১৯।বাংলাদেশের প্রকৃতি কন্যা নামে খ্যাত কে?-জাফলং , সিলেট
২০। বাংলাদেশেরআমাজনখ্যাত কে?-রাতারগুল জলাবন, সিলেট
২১। পৃথিবীর একমাত্র মিঠাপানির জলাবন কোনটি?- রাতারগুল জলাবন, সিলেট
২২।ওয়ানগালাকাদের উত্সব?- গারোদের
২৩। বাংলাদেশের গারো জাতিসত্তার ভাষার নাম কি?- মান্দি খুসিক।
২৪। সাঁওতালদের গ্রাম প্রধানদের বলে-মাজি
২৫। চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে ?- কারবাড়ি বা রোয়াজা
২৬। মারমাদের মৌজাপ্রধানকে কী বলা হয় ?- হেডম্যান।
২৭।ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কাদের সংস্কৃতি সবচেয়ে সমৃদ্ধ?- মণিপুরি।
২৮।এই জানোয়ারদের হত্যা করতে হবেপোস্টারটির ক্যাপসন যে চিত্রশিল্পীর ?-কামরুল হাসান।
২৯।বাংলাদেশে ভয়াবহ খরা হয় কবে?- ১৯৫৭, ১৯৭৮, ১৯৭৯।
৩০।বরেন্দ্রভূমির আয়তন কত?- ৯৩২০বর্গ কিলোমিটার।
৩১। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোনটি?- দত্তকনগর কৃষি খামার (ঝিনাইদহ জেলার মহেশপুর। )
৩২। নদী ভাঙ্গনে সবচেয়ে ক্ষতি কোন কোন জেলা ?- সিরাজগঞ্জ , চাঁদপুর।
সাম্প্রতিক তথ্য
১। সম্প্রতি কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি স্থাপন করা হয় ?--কলকাতার ওয়াক্স মিউজিয়ামে।
২।জনকের মুখকী?- বঙ্গবন্ধুককে নিয়ে লেখা ৫৫টি ছোট গল্পের সংকলন সম্পাদনা করেছেন আখতার হুসেন।
৩। বাংলাদেশের কোন উপজেলার সর্বপ্রথম মোবাইল অ্যাপস তৈরি করে?-খাগড়াছড়ির মাটিরাঙা
৪। বিশ্বের প্রথম কোন দেশে ফ্রাংকো -জার্মান দূতাবাস স্থাপন করা হয় ?- বাংলাদেশে
৫।সম্প্রতি বাংলাদেশ যুদ্ধবিমানইয়াক -১৩০কোন দেশ থেকে কেনে?- রাশিয়া
৬। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ঘড়ি কোথায় ?- বাংলাদেশে ( রাজশাহীতে )
৭। বাংলাদেশের আমাজন কাকে বলে?- রাতারগুল জলাবনকে
৮। দ্যা গ্রেট এসকেপ বা মহামুক্তি গ্রন্থের লেখক কে?- ২০১৫সালের অর্থনীতিতে নোবেল জয়ী অ্যাঙ্গাস ডিটন
৯। ভারতের মহাকাশ পর্যবেক্ষণের স্যাটেলাইটের নাম কি?- অ্যাস্ট্রোস্যাট
১০। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন- মার্শ ম্যালো
১১। মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?- সারফেস বুক
১২। গুগল কোম্পানির বর্তমান নাম কি?- অ্যালফাবেট ইনকরপোরেশন
১৩ জেমস বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র কোনটি?- স্পেক্টর
১৪। প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন ?- ওয়াসফিয়া নাজরিন।
১৫। পিভট টু এশিয়া কী ?- ভবিষত্ অর্থনীতির প্রাণকেন্দ্র এশিয়াকে নিয়ন্ত্রণে ওবামার একটি নীতি।
১৬। পায়রা বন্দর কোথায় অবস্থিত?- কলাপাড়া , পটুয়াখালী
১৭।উপবিষ্ট রমনী (Seated Women)- ভাষ্কর্য টির ভাষ্কর কে?- নভেরা আহমেদ।
১৮। দেশে বর্তমানে কয়টি কয়লাখনি আছে?- ৬টি। সর্বশেষ তিলকপুর(দেশের গভীরতম কয়লাখনি)
১৯। বাংলাদেশে বর্তমানে সরকারী নোট কয়টি?- ৩টি। ( , , )
২০। দেশের সর্ববৃহত্ পানি শোধনাগার কোথায় অবস্থিত?- লৌহজংয়ের জশলদিয়া (মুন্সিগঞ্জ)
২১। দেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত?- নরসিংদীর রায়পুরা উপজেলা।
২১. মেঘদূত, ময়ুর পঙ্কী কি?- বাংলাদেশ বিমানের নতুন বিমান।

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principke, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
(পঞ্চম পর্ব শেষ। চাকরি পেতে চাইলে ষষ্ঠ পর্ব  দেখুন)

আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):









৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।



৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক)





No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU