Friday, June 21, 2019

বিজ্ঞান ও আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-৮২তম পর্ব-১০০% কমন নিশ্চিত


বিজ্ঞান ও আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-১০০% কমন নিশ্চিত

(৮২তম পর্ব-বার বার রিভিশন করলে মনে থাকবে।

অন্যান্য পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ


বিজ্ঞান ও আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

 1)   কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে
2)   কফিতে কোন উপাদান থাকে?উত্তরঃ- ক্যাফেইন
3)   কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?উত্তরঃ- এসকরবিক অ্যাসিড
4)   কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা?উত্তরঃ- বাড়ে
5)   কম্পিউটার কে আবিস্কার করেন?উত্তরঃ- হাওয়ার্ড এইকিন
6)   কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?উত্তরঃ- ৩ টি
7)   কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?উত্তরঃ- করপিক্রিন
8)   কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?উত্তরঃ- বালি
9)   কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?উত্তরঃ- ইন্টারফেরণ প্রয়োগ
10)  ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?উত্তরঃ- সিনকোনা
11)  কে প্রথম রোবট আবিস্কার করেন?উত্তরঃ- উইলিয়াম গে ওয়ালটার
12)  কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?উত্তরঃ- বেটসন ( ১৯০৮ সালে।
13)  কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?উত্তরঃ- ত্বকের
14)  কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?উত্তরঃ- গ্রাফাইট
15)  কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?উত্তরঃ- লাইগেজ।
16)  কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?উত্তরঃ- এবি গ্রুপ কে
17)  কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?উত্তরঃ- ও গ্রুপ
18)  কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?উত্তরঃ- গরুর
19)  কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?উত্তরঃ- শুশুক .
20)  কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?উত্তরঃ- তামা
21)  কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?উত্তরঃ- পুরু
22)  কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?উত্তরঃ- কঠিন মাধ্যমে
23)  কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?উত্তরঃ- ব্রোমিন
24)  কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?উত্তরঃ- পারদ
25)  কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?উত্তরঃ- কালো
26)  কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?উত্তরঃ- প্লাটিপাস
27)  কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?উত্তরঃ- পরমানুর প্রোটন সংখ্যা
28)  ধমনী শেষ হয় কোথায় ? লসিকায়
29)   নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ? ১২৫ মিটার
30)   নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ? পিটুইটারি
31)  নিউরন কি ? স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
32)  পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ? পাকস্থলী
33)  পালমোনারী (ফুসফুসীয়শিরা কী বহন করে ? অক্সিজেন বাহী রক্ত
34)   পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ? ডিওডেনাম
35)  প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ? উঃ ৭২
36)  প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ? অক্সিজেন মিশ্রিত
37)  প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
38)  ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ? অস্থিতে
39)  বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ? :ডায়াফ্রাম
40)  বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ? টিস্প্যানিক পর্দা
41)   বিলিরুবিন কোথায় তৈরী হয় ? যকৃত
42)   ব্লাড ক্যান্সার কেন হয় ? রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
43)  ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ? অ্যাড্রনালিন
44)  ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ? বৃহদন্তে
45)  মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ? ৩৫০ মি.লি.
46)  মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ? ডিম্বাণু
47)  মাইটোসিস কোথায় সংগঠিত হয় ? :দেহ কোষে
48)  মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থী থাকে ? ২ টি
49)  মানব চোখে পেশীর সংখ্যা কত ? উঃ ৬ টি
50)  মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ? যকৃত
51)  মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ? ৩৩ টি
52)   মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ? হরমোন
53)  মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ? স্টেপিস
54)   মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ? উইলিয়াম হার্ভে
55)   মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ? ফিমার
56)  মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ? যকৃত
57)  মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ? উরুর অস্থি
58)   মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ? চার প্রকোষ্ট বিশিষ্ট
59)  মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ? :মেলানিন
60)  মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ? সিকামে
61)  মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ? ২৪ টি
62)  মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ? : 20 টি
63)  আদি প্রাণী এ্যামিবা
64)  মানুষের হাড়ের সংখ্যা ২০৬ টি
65)  মানুষের ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া বা ৪৬ টি
66)  মানবদেহে মোট কশেরুকা ৩৩ 
67)  মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা ৪ টি
68)  ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়
69)  রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন উইলিয়াম হার্ভে
70)  রক্তের গ্রুপ আবিস্কার করেন ল্যান্ড স্টীনা
71)  রক্তের সার্বজনীন গ্রহীতা→ ‘AB’ গ্রুপ
72)  রক্তের সার্বজনীন দাতা→ ‘O’ গ্রুপ
73)  রক্তে হিমোগ্লোবিন কমে গেলে→ রক্ত শুন্যতা সৃষ্টি হয়
74)  ডায়াবেটিস রোগ হয়→ ইনসুলিনের অভাবে
75)  হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে→ এনজিওপ্লাস্ট
76)  মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে→ কার্বন-ডাই-অক্সাইড
77)  ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায়→ গ্লুকোজ
78)  ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম→ ডলি
79)  পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়→ রেনিন
80)  ঝিনুকের প্রদাহের ফল→ মুক্তা
81)  মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে→স্ট্রোক
82)  নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়→ ধমণীর মধ্য দিয়ে
83)   ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?উত্তর: ওয়াটসন ও ক্রিক
84)  হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?উত্তর: আমিষ
85)  কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?উত্তর: উট
86)  আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?উত্তর: ৩
87)  হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
88)  রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?উত্তর: অক্সিজেন পরিবহন করা
89)  মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –উত্তর: শ্বসন
90)  Photosynthesis takes place in –উত্তর: Green parts of the plants
91)  ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?উত্তর: নাইট্রোজেন
92)  ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
93)  Dengue fever is spread by–উত্তর: Aedes aegypti mosquito
94)  সুষম খাদ্যের উপাদান কয়টি?-৬ টি
95)  ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?উত্তর: অগ্ন্যাশয় হতে
96)  হাড় ও দাঁতকে মজবুত করে-উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
97)  অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –উত্তর: গ্লাইকোজেন
98)  প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –উত্তর: জেনেটিক্স
99)  কোন খাদ্যে প্রোটিন বেশি?উত্তর: মসুর ডাল
100) কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?উত্তর: খেসারী
101) জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?উত্তর: জল সেচ
102) জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–উত্তর: শুশুক
103) যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-উত্তর: প্যাথজেনিক
104) মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?উত্তর: স্নায়ুতন্ত্রের
105) ভাইরাস জনিত রোগ নয় কোনটি?উত্তর: নিওমোনিয়া
106) প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-উত্তর: ইভোলিওশন
107) নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?উত্তর: ট্রিপসিন
108) মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?উত্তর: প্লিহাতে
109) কোনটি এ্যান্টিবায়োটিক?উত্তর: পেনিসিলিন
110) জন্ডিসে আক্রান্ত হয় –উত্তর: যকৃত
111) সবচেয়ে বড় ভাইরাস হল-উত্তর: গো-বসন্তের ভাইরাস
112) কোনো পরিবহন তন্ত্র নেই-উত্তর: ছত্রাকের
113) ঝিনুকের রক্তে কি নেই?উত্তর: হিমোগ্লোবিন
114) গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?উত্তর: আর্থ্রোপোডা
115) মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?উত্তর: ৮৮-৯০ ভাগ
116) চিংড়ির চাষকে কি বলে?উত্তর: Prawn culture
117) ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?উত্তর: গ্রীষ্মকাল
118)  “আমা” শব্দের অর্থ কি?উত্তর: সাগর কন্যা
119) কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?উত্তর: ১৯৫০
120) মাছ চাষের জন্য উপকারী পানি হল-উত্তর: ক্ষার ধর্মী পানি
121) মাছের প্রাকৃতিক খাবার হল-উত্তর: প্লাংকটন
122) ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-উত্তর: জুয়োপ্ল্যাংকটন
123) ব্ল্যাক টাইগার বলা হয় –উত্তর: বাগদা চিংড়ি
124) প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?উত্তর: ২১
125) জীবদেহের কাজের একক কি?উত্তর: কোষ
126) সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?উত্তর: রবার্ট হুক
127) টিস্যুর গঠনগত একক কি?উত্তর: কোষ
128) মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?উত্তর: ৪৬
129) কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?উত্তর: ১৯৭২
130) প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?উত্তর: প্রানীবৈচিত্র্য
131) Fauna বলতে কি বুঝায়?উত্তর: প্রানিকূল
132) ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?উত্তর: কাইটিন
133) DNA কোথায় থাকে?উত্তর: নিউক্লিয়াসে
134) কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় ____উত্তর: ছোলা
135) সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?উত্তর: সুইফট বার্ড
136) বানরের হাত আছে কয়টি?উত্তর: হাত নেই
137) কলকাসুন্দা কি?উত্তর: উপগুল্ম
138) রক্তকোষের উপাদান নয় কোনটি?উত্তর: হিমোগ্লোবিন
139) হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?উত্তর: SARS
140) টয়ালিন কি পরিপাক করে?উত্তর: শর্করা
141) বিলিরুবিন কোথায় থাকে?উত্তর: প্লীহায়
142) মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?উত্তর: ৩৩
143) পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?উত্তর: লিগামেন্ট
144) এইডস কোন ভাইরাসের জন্য হয়উত্তর: HIV
145)  পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?উত্তর: রেডিও আইসোটোপ
146) দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?উত্তর: কচু
147) মাশরুম নামে পরিচিত কোনটি ?উত্তর: এগারিকাস
148) Pteris কে বলা হয়উত্তর: সানফার্ন
149) দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?উত্তর: ২
150) পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
151) Father of Bacteriology বলা হয় কাকে?উত্তর: লুই পাস্তুর
152) প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?উত্তর: জলজ
153) জীবন্ত জীবাশ্ম কোনটিউত্তর: cycas
154) biology শব্দের প্রবর্তক কে?উত্তর: ল্যামার্ক
155) ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?উত্তর: নদী
156) ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?উত্তর: জ্বর
157) মানব দেহে জ্বীনের সংখ্যা কত?উত্তর: ৪০০০০
158) সরল টিস্যু কত প্রকার ?উত্তর: ৩
159) DNA আবিষ্কার হয় কত সালে?উত্তর: ১৮৬৮
160) নাইট্রোজেন বেস কয় ধরনের ?উত্তর: ২
161) জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?উত্তর: প্লাজমিড
162) উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?উত্তর: ৮
163) কোনটি গৌন উপাদান না ?উত্তর: Mg
164) ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?উত্তর: অ্যানোফিলিস মশা
165) কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?উত্তর: ১৯২৭
166) যক্ষ্মার প্রতিষেধক কোনটি?উত্তর: B.C.G
167) E.Coli মানবদেহের কোথায় থাকে?উত্তর: অন্ত্রে
168) পচা রোগ হয় কোন সবজির?উত্তর: আলু
169) উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?উত্তর: ICBN
170) শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?উত্তর: ৭টি
171) Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?উত্তর: মৌমাছি
172) এক কোষী নয় কোনটি?উত্তর: মেটাজোয়া
173) বহুকোষী প্রাণী নয় কোনটি?উত্তর: প্রোটোজোয়া
174) ফলের কয়টি অংশ থাকে?উত্তর: ২টি
175) এপিগাইনাস ফুল–উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।
176) রক্তে PH এর মান কত?উত্তর: ৭.২-৭.৪
177) রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?উত্তর: ক্যালসিয়াম
178) নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?উত্তর: ধমনীতে
179) ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?উত্তর: ৩
180) মেডুলা কিসের অংশ?উত্তর: মস্তিষ্কের
181) দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িতউত্তর: মধ্য মস্তিষ্ক
182) খনিজ লবণ কি করে?উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে
183) গ্লাইকোজেন কোথায় জমা থাকে?উত্তর: Liver
184) মৌমাছির চাষ হলো-উত্তর: এপিকালচার
185) দুধে থাকে-উত্তর: ল্যাকটিক এসিড
186) এন্টিবায়োটিকের কাজ-উত্তর: জীবানু ধ্বংস করা
187) মাশরুম এক ধরণের-উত্তর: ফাঙ্গাস
188) যকৃতের রোগ কোনটি?উত্তর: জন্ডিস
189) উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-উত্তর: ক্রেসকোগ্রাফ
190) কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?উত্তর: সি
191) পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?উত্তর: ফসফরাস
192) মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?উত্তর: এমপি
193) কোনটি উপকারী পোকা?উত্তর: নেকড়ে মাকড়াসা
194) কৃষকের লাঙল বলা হয় কাকে?উত্তর: কেঁচো
195) সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির?উত্তর: পাথর কুচি
196) মানব দেহের সবচেয়ে ছোট কোষ-উত্তর: শ্বেত রক্তকণিকা
197) জীবনের ভিত্তি বলা হয় কাকে?উত্তর: প্রোটোপ্লাজম
198) কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?উত্তর: ১৮৩১
199) মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?উত্তর: ৭৩%
200) DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?উত্তর: ৪টি
201) বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?উত্তর: ২০০১
202) কোন প্রাণী শব্দ করতে পারে না?উত্তর: চিতাবাঘ
203) সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?উত্তর: বৃক্ষ
204) ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ
205) মস্তিষ্কের আবরণীর নাম-উত্তর: মেনিনমেস
206) স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?উত্তর: পাকস্থলিতে
207) রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?উত্তর: জন্ডিস
208) রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?উত্তর: ইনসুলিন
209) ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?উত্তর: ফ্ল্যাভি ভাইরাস
210) সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?উত্তর: ২২-৩৫
211) জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্যে বিদ্যমান কোনটিতে?উত্তর: ভাইরাস
212) হেপাটাইটিস B ছড়ায় কিসের মাধ্যমে?উত্তর: রক্ত
213) তেল খাদক হিসেবে কি ব্যবহার করা হয়?উত্তর: ব্যাকটেরিয়া
214) টুন্ডু রোগ হয় কিসের?উত্তর: গম
215) বায়ুর মাধ্যমে ছড়ায় কোন রোগটি?উত্তর: যক্ষ্মা
216) মানুষের বৈজ্ঞানিক নাম –উত্তর: Homo sapiens
217) পর্বের পরে কোন ধাপ?উত্তর: শ্রেণি
218) গোদ রোগের জীবাণু ছড়ায় কিসের মাধ্যমে?উত্তর: কিউলেক্স মশা
219) ফল বীজকে কি করে?উত্তর: সুরক্ষিত করে
220) হাইপোগাইনাস ফুল নয় কোনটি?উত্তর: লাউ
221) হিমোগ্লোবিন কোথায় থাকে?উত্তর: রক্তরসে
222) Ca2+ কিসের ফ্যাক্টর?উত্তর: রক্তের
223) অ্যাক্সন কোথায় থাকে?উত্তর: গুরুমস্তিস্কে
224) মধুর চিনি বা ফলের চিনিকে বলা হয়?উত্তর: ফ্রুক্টোজ
225) আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?উত্তর: ১৫
226) আবিষ্কৃত অ্যামাইনো এসিডের সংখ্যা কত?উত্তর: ২৮
227) প্রাণিজ আমিষের উৎস নয় কোনটি?উত্তর: ডাল
228) ভ্রূণ নষ্ট হয় কোন ভিটামিনের অভাবে?উত্তর: A
229) কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?উত্তর: সি
230) ভিটামিন-ই পাওয়া যায় কোনটিতে?উত্তর: ভিটামিন ‘ই’ এর উৎস হল উদ্ভিজ্জ তেলসমূহ।
231) পাতার শীর্ষ কিনারা হলুদ হয় কিসের অভাবে?উত্তর: K
232) দস্তা সারের মূল উপাদান কি?উত্তর: ZnSO4
233) বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?উত্তর: শিম
234) পাতার সাহায্যে প্রজনন হয় –উত্তর: পাথরকুচি
235) সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?উত্তর: সাইটোপ্লাজম
236) কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?উত্তর: নিউক্লিয়াস
237) উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে
238) জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?উত্তর: হলুদ
239) সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে-উত্তর: ক্লোরোপ্লাস্ট
240) জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?উত্তর: মেন্ডেল
241) সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?উত্তর: ফার্ণ
242) বংশ গতির ধারক ও বাহক কি?উত্তর: ক্রোমোজোম
243) ক্লোন কিভাবে করা হয়?উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়
244) RNA এর নাইট্রোজেন বেস কতটি?উত্তর: ৪
245) স্পিরুলিনা কি?উত্তর: শৈবাল
246) ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কোন দেশের?উত্তর: বাংলাদেশের
247) পরিবহন টিস্যু নেই কোনটির?উত্তর: ছত্রাক
248) মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?উত্তর: ১২
249) পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?উত্তর: HCl
250) পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?উত্তর: যকৃতে
251) শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?উত্তর: মুখে
252) চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি
253) সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?উত্তর: ক্লোরোপ্লাস্ট
254) ভাইরাস অর্থ কী?উত্তর: বিষ
255) অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?উত্তর: ব্যাকটেরিয়া
256) রাইজয়েড আসে কোন উদ্ভিদের?উত্তর: মস
257) পানিতে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?উত্তর: অভিস্রবন
258) মুক্ত শক্তির বাহক কোনটি?উত্তর: ATP
259) সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?উত্তর: মেসোফিল টিস্যুতে
260) মূলহীন উদ্ভিদকে কি বলে?উত্তর: ঝাঁঝি
261) ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-উত্তর: অল্প সময়ে
262) সবচেয়ে বড় মুকুল হল-উত্তর: বাঁধাকপি
263) অ্যামিবা কোন পর্বের প্রাণী?উত্তর: প্রোটোজোয়া
264) দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?উত্তর: ক্যারোলাস লিনিয়াস
265) পেশি কলা কয় ধরণের?উত্তর: ৫
266) সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?উত্তর: AB
267) খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?উত্তর: HDL
268) স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?উত্তর: ২
269) শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?উত্তর: রক্তের প্রহরী
270) পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটেউত্তর: প্যারেনকাইমা
271) অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?উত্তর: অবাত
272) শস্যের ১ম কোষটি কি?উত্তর: ত্রিপ্লয়েড
273) অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?উত্তর: গাঁদাফুল
274) দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?উত্তর: Copyehus Soularis
275) কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?উত্তর: Fc
276) প্রাণীদেহে টিস্যু কত প্রকার?উত্তর: ৪১৯৫. প্রশ্ন: রক্তে রক্তকণিকা কতভাগ?উত্তর: ৪৫%
277) লোহিত কনিকার আয়ুকাল কত দিন?উত্তর: ১২০
278) নাড়ীর স্বাভাবিক স্পন্দন?উত্তর: 72/m
279) লিপিড কোথায় দ্রবণীয়?উত্তর: পানিতে
280) মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?উত্তর: সোডিয়াম
281) দাঁতের ক্ষয় রোধ করে–উত্তর: ক্লোরাইড
282) কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?উত্তর: ১৯১৩
283) নগ্নবীজ উদ্ভিদকে বলা হয়–উত্তর: আদি উদ্ভিদ
284) জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?উত্তর: ল্যাটিন
285) লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?উত্তর: গুল্ম
286) ব্যাকটেরিয়া জনিত রোগ–উত্তর: বসন্ত
287) তোষাপাটের জীবন রহস্য উদঘাটন হয় কত সালে?উত্তর: ২০১০
288) পীতজ্বর হয় কিসের জন্য?উত্তর: ইবোলা ভাইরাস
289) হরমোন কিসের তৈরি?উত্তর: প্রোটিন
290) কোষ্ঠকাঠিণ্য দূর করে কোনটি?উত্তর: কার্বোহাইড্রেট
291) কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?উত্তর: স্নেহ
292) সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?উত্তর: হাড়ে
293) কোন ফলে বেশি লৌহ পাওয়া যায়?উত্তর: কলা
294) সবচেয়ে বেশি আয়োডিন কোথায় পাওয়া যায়?উত্তর: সামুদ্রিক শৈবালে
295) বিবর্তন বা অভিব্যাক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?উত্তর: ইভোলিউশন
296) ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?উত্তর: লাইপোপ্রোটিন
297) Biology শব্দের প্রবর্তক কে?উত্তর: লেমার্ক
298) বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?উত্তর: ডঃ আব্দুলাহ আল মুতী
299) Bengal Planto বইটি লেখেছিল–উত্তর: ডেভিড প্লেইন
300) মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?উত্তর: এপিকালচার
301) উদ্ভিদ কয় প্রক্রিয়ায় শোষণ সম্পন্ন করে?উত্তর: ৩
302) এনাটমির জনক–উত্তর: আদ্রেভেসলিয়াস
303) কোষ শব্দটি প্রথম কোন গ্রন্থে সন্থান পায়?উত্তর: Micrographia
304) ইবনে সিনা কে ছিলেন?উত্তর: চিকিৎসক
305) The theory of natural selection কে প্রবর্তক করেন?উত্তর: Charles Rosert Banwin
306) Taxonomy অর্থ কি?উত্তর: শ্রেনিবিন্যাসতত্ত্ব
307) গুল্ম নয়–উত্তর: কালকাসুন্দা
308) লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?উত্তর: গুল্ম
309) Penicillium কোন ধরণের ছত্রাক?উত্তর: সবুজ ছত্রাক
310) ভূ গর্ভস্থ কাণ্ড–উত্তর: আদা
311) প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?উত্তর: ১৭৬০
312) ভাইরাস মোজাইক রোম উৎপন্ন করে কোন গাছ?উত্তর: তামাক
313) রাইজেইয়াম কিসের নাম?উত্তর: ভাইরাস
314) দুধ টক হওয়ার জন্য দায়ী কোনটি?উত্তর: ব্যাকটেরিয়া
315) মাকসুদুল আলম জন্ম গ্রহণ করেন কোথায়?উত্তর: ফরিদপুর
316) হেপাটাইসিস ‘ই’ কিসের মাধ্যমে ছড়ায়?উত্তর: পানি
317) কোষঝিল্লি থাকে না কোন কোষে?উত্তর: উদ্ভিদ
318) প্রানিদেহের সঞ্চিত খাদ্যের নাম–উত্তর: গ্লাইকোজেন
319) মাইটোকণ্ড্রিয়ায় কোন ধাতু পাওয়া যায়?উত্তর: ক্যালসিয়াম
320) বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কি বলে?উত্তর: সিনোসাইট
321) লাইকোপিনের রঙ–উত্তর: লাল
322) কোষের জীবন বলা হয় কাকে?উত্তর: প্লাস্টিডকে
323) দেহের কোষ বিভাজন কত প্রকার?উত্তর: ৩
324) হ্রাসমূলক বিভাজন কোনটিকে বলে?উত্তর: মিয়োসিস
325) স্থায়ী টিস্যু কত প্রকার?উত্তর: ৩
326) পরিবহন টিস্যু তৈরি হয় কোন টিস্যু হতে?উত্তর: জটিল
327) বংশগতির রাসায়নিক ভিত্তি কি?উত্তর: DNA
328) নিউক্লিওনকে নিউক্লিক এসিড বলা হয় কবে থেকে?উত্তর: ১৮৯৯ সাল
329) মানব দেহে DNA এর দৈর্ঘ্য কত?উত্তর: ১৭৪ সে. মি.
330) RNA কত প্রকার?উত্তর: ৪
331) Biotechnology first used in_____.উত্তর: ১৯১৯
332) জৈবপ্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হল–উত্তর: প্লাস্টিড
333) টিস্যু কালচার প্রধান উপাদান হল–উত্তর: সপুষ্পক উদ্ভিদ
334) একুশ শতকের বিজ্ঞান বলা হয় কোন বিজ্ঞান কে?উত্তর: জীব
335) বায়োগ্যাসের বর্ণ কেমন?উত্তর: বর্ণহীন
336) বায়োগ্যাসে পানির পরিমাণ কত ভাগ?উত্তর: ০.০১%
337) মেণ্ডেলের দ্বিতীয় সুত্রের অনুপাত কত?উত্তর: ৩ : ১ : ১ : ১/৩
338) DNA কি পরিমাণ অতিবেগুনী রশ্মি শোষণ করতে পারে?উত্তর: অত্যন্ত বেশি
339) পাতা ঝরে পড়ার কারণ কি?উত্তর: এসিড
340) পাতাকে সবুজ রাখে কোনটি?উত্তর: পটাশিয়াম
341) ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়?উত্তর: ATP
342) সালোকসংশ্লেষণ কি প্রক্রিয়া?উত্তর: জারণ বিজারণ
343) প্রস্বেদন ঘটে কোথায়?উত্তর: পাতায়
344) চায়ের উপাক্ষারের নাম কি?উত্তর: ক্যাফেইন
345) প্রস্বেদন কত প্রকার?উত্তর: ৩
346) মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?উত্তর: ব্যাপন
347) জনন মুকুল কোনটির?উত্তর: ফুলকপি
348) মরফিন ওষুধ যে গাছ থেকে তৈরি করা হয়–উত্তর: পপি
349) উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?উত্তর: শ্বেতসার
350) মিউসর বলা হয় কিসের ছত্রাক কে?উত্তর: রুটি
351) উচ্ছায়ী তেল পাওয়া যায় না কোনটি হতে?উত্তর: গাদা
352) ঢেঁকিশাক বাংলায় কি?উত্তর: ফার্ন
353) পত্ররপন্ধীয় প্রস্বেদনের হাঁর শতকরা কত ভাগ?উত্তর: ৯০-৯৫%
354) ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?উত্তর: মূল
355) ফলের প্রধান অংশ কয়টি?উত্তর: ৩
356) প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?উত্তর: ১০
357) কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?উত্তর: আর্থোপোডা
358) Copsychus Saularis কোনটির বৈজ্ঞানিক নাম?উত্তর: দোয়েল
359) তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?উত্তর: ২
360) অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?উত্তর: রক্ত
361) উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?উত্তর: অ্যাড্রিনালিন গ্রন্থি
362) হৃদপিণ্ডে প্রথম অস্ত্রোপচার করে কোন দেশে?উত্তর: জার্মানি
363) হৃদপিন্ডের প্রাচীরে কোন পেশী থাকে?উত্তর: হৃদপেশী
364) ঘামগ্রন্থি কোন তন্ত্রের অংশ?উত্তর: ত্বকতন্ত্রের
365) দেহকোষ নয়–উত্তর: শুক্রানু
366) লোহিত ও শ্বেতরক্ত কনিকার অনুপাত কত?উত্তর: ৮০০:১
367) রক্তের গ্রুপ আবিষ্কার করেন–উত্তর: কার্ল ল্যান্ডস্তেইনার
368) মানুষের দুধ দাঁত কতগুলো?উত্তর: ২০টি
369) দুগ্ধ জমাট বাধায় কোনটি?উত্তর: রেজিন
370) লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে না?উত্তর: শর্করা
371) ইনসুলিন কিসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করে?উত্তর: চিনি
372) একাধিক নিউক্লিয়াস থাকে কোন কোষে?উত্তর: পেশি কোষে
373) ক্যারোটিন কোন বর্ণের জন্য দায়ী?উত্তর: কমলা
374) কোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী?উত্তর: ক্যান্সার
375) জাইগোট থেকে কি উৎপন্ন হয়?উত্তর: ফল ও বীজ
376) রাইবোজোমে কি সংশ্লেষিত হয়?উত্তর: প্রোটিন
377) টিস্যুর কার্যকরী একক কী?উত্তর: কোষ
378) পাতায় তৈরিকৃত খাদ্য পরিবহন করে কোনটি?উত্তর: ফ্লোয়েম
379) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নামকে কী বলে?উত্তর: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি
380) প্লাজমিড কিসের মৌলিক হাতিয়ার?উত্তর: জৈব প্রযুক্তির
381) সাইট্রিক এসিড পাওয়া যায়?উত্তর: লেবু
382) মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?উত্তর: ৪
383) শৈবাল কী?উত্তর: বর্ণময়
384) ক্লোরেলা কি?উত্তর: শৈবাল
385) ধান বাদামী হওয়ার জন্য দায়ী কোনটি?উত্তর: ছত্রাক
386) চোখ মেলে ঘুমায় কোন প্রাণী?উত্তর: মাছ
387) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?উত্তর: মাছ
388) ICBN কিসের নামকরণ করে?উত্তর: উদ্ভিদ
389) প্রজাতির আগের ধাপ কি?উত্তর: গণ
390) Tenualosa ilisha কিসের বৈজ্ঞানিক নাম?উত্তর: ইলিশ
391) Chromatofour কিসে সাহায্য করে?উত্তর: সালোকসংশ্লেষণ
392) T. T. টিকা কিসের প্রতিশেধক?উত্তর: ধনুস্তংকার
393) পাট থেকে আঁশ ছড়াতে কোনটি ব্যবহৃত হয়?উত্তর: ব্যাকটেরিয়া
394) ব্যাকটেরিয়া জনিত রোগ নয়–উত্তর: হাম
395) বহুকোষী নয়–উত্তর: ম্যালেরিয়া জীবাণু
396) প্রাণীজগতকে কয়টি দলে ভাগ করা যায়?উত্তর: ৪০
397) সরীসৃপ নয়–উত্তর: ব্যাঙ
398) উড়তে পারে না কিন্তু দৌড়াতে পারে–উত্তর: উট
399) কোনটি সম্পূর্ন ফুল নয়?উত্তর: লাউ
400)  ‘ব্রাক্ট’ কি?উত্তর: পাতা
401) রক্ত কিসের মধ্যদিয়ে প্রবাহিত হয়?উত্তর: রক্তবাহিকা
402) মোট ওজনের কতভাগ রক্ত থাকে?উত্তর: ৮
403) উচ্চ রক্ত বিশিষ্ট প্রাণী নয় কোনটি?উত্তর: ব্যাঙ
404) হিমোগ্লোবিন কি রুপে অক্সিজেন পরিবহন করে?উত্তর: অক্সিহিমোগ্লোবিন
405) দুধের শর্করাকে কি বলে?উত্তর: ল্যাকটোজ
406) দুধের প্রোটিনের নাম কি?উত্তর: কেসিন
407) মানব দেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে-উত্তর: ২৩ জোড়া
408) কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় –উত্তর: মাটির অম্লতা হ্রাসের জন্য
409) কোলেস্টেরল এক ধরনের-উত্তর: অসম্পৃক্ত এলকোহল
410) এপিকালচার বলতে বুঝায় –উত্তর: মৌমাছির চাষ
411) কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?উত্তর: সালফার
412) ফল পাকানোর জন্য দায়ী কী?উত্তর: ইথিলিন
413) ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-উত্তর: চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
414) এনজিওপ্লাস্টি হচ্ছে-উত্তর: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
415) ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?উত্তর: এডিস
416) জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?উত্তর: পানি সেচ
417) Anatomy শব্দের অর্থ-উত্তর: শারীরবিদ্যা
418) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?উত্তর: রেনিন
419) কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?উত্তর: লুইপাস্তুর
420) গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?উত্তর: অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
421) চা পাতায় কোন ভিটামিন থাকে?উত্তর: ভিটামিন-বি কমপ্লেক্স
422) উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?উত্তর: নাইট্রোজেনের
423) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?উত্তর: ১৮ ইঞ্চি(প্রায়)
424) ক্যান্সার রোগের কারণ কি?উত্তর: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
425) মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?উত্তর: চারটি
426) বিলিরুবিন তৈরি হয়-উত্তর: প্লীহায়
427) মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?উত্তর: মেলানিন
428) গাছের খাদ্য তালিকায় আছেউত্তর: N, P, K, S ও Zn
429) DNA এর নাইট্রোজেন বেস–উত্তর: গোয়ানিন
430) কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?উত্তর: ভিটামিন কে
431) সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়—উত্তর: লাল আলোতে
432) স্যালিক এসিড—উত্তর: টমেটোতে পাওয়া যায়
433) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের—উত্তর: ফুসফুস
434) Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে—উত্তর: ডলি
435) মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?উত্তর: ২৩ জোড়া
436) নারভাস সিস্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?উত্তর: নিউরন
437) রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?উত্তর: অক্সিজেন পরিবহন করা
438) মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-উত্তর: এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
439) মূল নেই কোন উদ্ভিদে?উত্তর: মিউকর
440) অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?উত্তর: ইনসুলিন
441) প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?উত্তর: বৃষ্টি
442) বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-উত্তর: পাশাপাশি দুটো দাঁতের দাগ
443)  ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?উত্তর: মৎস্য চাষ
444) মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–উত্তর: স্ফিগমোম্যানোমিটার
445) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—উত্তর: ক্রোমোজোম
446) ডেঙ্গু জ্বরের বাহক–উত্তর: এডিস
447) পেনিসিলিয়াম আবিস্কার করেন –উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
448) কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?উত্তর: শুশুক
449) এনজিও প্লাস্টি হচ্ছে—উত্তর: হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
450) দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?উত্তর: কার্বন মনোক্সাইড
451)  
452) মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?A: ২৩ জোড়া
453) মানুষের চোখের রং নির্ভর করে কিসের ওপর?A: আইরিশের ওপর
454) মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায়?A: 13
455) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?A: ১৮ ইঞ্চি(প্রায়)
456)  রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?A: ভিটামিন ‘কে’
457) রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?A: ভিটামিন D
458) রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-A: গলগণ্ড রোগ নির্ণয়ে
459) শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোন টি?A: ব্যাঙ
460) প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –A: ইভোলিউশন
461) প্রোটিন ফ‍্যাক্টরী বলা হয় কোনটিকে?A: রাইবোজোমকে
462)  প্লেগ রোগের কারণ কোন ব্যাকটেরিয়া ?A: Yersenia pestis
463) বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?A: ইনসুলিন
464) বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-A: পাশাপাশি দুটো দাঁতের দাগ
465) ভায়াগ্রা কী?A: নতুন একটি ওষুধ
466) সরদি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?A: ভিটামিন – সি
467) সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –A: ইরি ৮
468) সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-A: লাল আলোতে
469) সুষম খাদ্যে শর্করা আমিষ চর্বি জাতীয় খাদ্যের অনুপাতA: 4:01:01 AM
470) সুষম খাদ্যের উপাদান কয়টি?A: ৬ টি
471) সুস্থ মানসিকতা বিকাশে কোনটি অপরিহার্য?A: আমিষ
472) স্যালিক এসিড-A: কোনটিই নয়
473) হাড় ও দাঁত কে মজবুত করে-A: ফসফরাস
474)  ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?A: কলা
475) প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%।
476) খাদ্যের উপাদান - ৬টি।
477) আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড।
478) মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের।
479) মানুষের প্রধান খাদ্য - শর্করা।
480) পানিতে দ্রবনীয় ভিটামিন - থায়ামিন,A,B।
481) ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন।
482) দৈনিক পানি পান করা উচিত - ৪-৫ লিটার।
483) ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে।
484) পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition।
485) কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন।
486) কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১।
487) খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা।
488) FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে।
489) অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬%
490) অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি
491) ইলিশের প্রোটিন অাছে – ২০
492) মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ।
493) আমিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ।
494) মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী
495) শক্তি উৎপাদক খাদ্য - শর্করা।
496) ভিটামিন এভাবে রোগ - রাতকানা জেরপথ্যালমিয়া।
497) খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের।
498) ভিটামিন বি - ২০ প্রকার।
499) প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম।
500) খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক – কিলোক্যালরী
501) Quetelet Index বলা হয় - BMI।
502) BMI- Body Mass index
503) দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI।
504) BMI- ওজন/+উচ্চতা)^২।
505) BMIএর অপর নাম - QLI।
506) বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড।
507) ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ
508) তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন।
509) ধূমপান করার উপাদানটি নাম - Nicotina।
510) সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়।
511) পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients।
512) উৎপত্তিগত আমিষ - ২ প্রকার।
513) মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ।
514) মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ।
515) মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম।
516) এসিডোমিস হয় - পানির অভাবে।
517) মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে।
518) মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর।
519) পুষ্টি - ৪ প্রকার।
520) এইডসের ভাইরাসের নাম - HIV।
521) এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ১০ ধরনের।
522) খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০।
523) স্নেহ - ২ প্রকার।
524) বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্ঞান।
525) স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K।
526) ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড।
527) HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্কোসাইটকে।
528) ।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি।
529) ভাইরাস - প্রকৃত পরজীবী।
530) ভাইরাসকে বলা হয় - এককোষীয় জীব।
531) ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব।
532) অনুজীবকে বলা হয় -আদিজীব।
533) প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
534) ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum।
535) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না মধ্যাকর্ষণের জন্য ।
536) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
537)  চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
538) চা দেরীতে ঠান্ডা হয় সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
539)  শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে ।
540)  শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে ।
541) তিনটি মূখ্য বর্ণ লাল, সবুজ ও নীল ।
542) ৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ ।
543)  ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল তেজস্ক্রিয় পদার্থ ।
544)  রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
545)  উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নোবেল ।
546)  লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে গ্যালভানাইজিং ।
547)  আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে মরিচিকায় ।
548) জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে ।
549) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
550)  বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী টাংস্টেন দিয়ে ।
551) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ওজন স্তর ।
552) ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ ।
553)  ব্যাটারি হতে পাওয়া যায় ডিসি কারেন্ট ।
554) সর্বোত্তম তড়িৎ পরিবাহক তামা ।
555)  ডিনামাইট আবিস্কার করেন আলফ্রেড নোবেল ।
556)  পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট ।
557)  শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে সুপারসনিক বিমান ।
558)  বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি ৩X১০১০ সে. মি. ।
559)  কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট চুম্বক পদার্থ ।
560)  আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে দর্পনে ।
561) স্টিফেন হকিন্স একজন পদার্থবিদ ।
562) পদার্থের ক্ষুদ্রতমা কণা অণু ।
563)  পদার্থের স্থায়ী মূল কণিকা ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
564)  তেজস্ক্রিয় রশ্মিতে থাকে আলফা, বিটা ও গামা কনিকা ।
565) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা পরস্পর সমান ।
566) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে অভিকর্ষ বল ।
567)  বরফ গলনের সুপ্ত তাপ ৮০ ক্যালরি ।
568)  ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি ৩৩২ মিটার/সেকেন্ড ।
569)  সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
570)  সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি সৌর রশ্মি ।
571) পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি জীবাস্ম জালানি ।
572)  জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি অতি বেগুণী রশ্মি ।
573)  এক্সরে এর একক রনজেন ।
574)  তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক হেনরী বেকুইরেল ।
575)  রেডিয়াম আবিস্কার করেন মাদাম কুরি ।
576)  পারমাণবিক বোমা উৎপন্ন হয় ফিশন পদ্ধতিতে ।
577)  হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ফিউশন পদ্ধতিতে ।
578)  পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
579)  প্লবতা সূত্র আবিস্কার করেন আর্কিমিডিস ।
580)  দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন গ্যালিলিও ।
581) গতির সূত্র আবিস্কার করেন নিউটন ।
582)  ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
583)  পীট কয়লা ভিজা ও নরম ।
584)  তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে গ্রীনহাউজ ইফেক্ট।
585) পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে ফিউশন বিক্রিয়া ।
586)  বায়ু এক প্রকার মিশ্র পদার্থ ।
587)  আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন আলবার্ট আইনস্টাইন ।
588)  মৌলিক রাশিগুলো হলো দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
589)  লব্ধ রাশি বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
590)  ভেক্টর রাশি সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
591)  স্কেলার রাশি দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।
592) পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল এস. আই. I. ।
593) ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ।
594) এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই
595)  নিউটনের গতি সূত্র তিনটি ।
596)  নিউটনের বিখ্যাত বই “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” ।
597)  বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় কিলোওয়াট / ঘন্টা KW/H ।
598) ১ অশ্ব শক্তি (P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি ।
599)  মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল মহাকর্ষ বল ।
600)  পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল অভিকর্ষ বল ।
601)  অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।
602)  চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ ।
603)  পৃথিবীর মুক্তিবেগ ১১.২ কি.মি./সে. ।
604) মঙ্গল গ্রহের মুক্তি বেগ ৫.১ কি.মি./সে. ।
605)  গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি তিনটি ।
606)  ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক ইস্পাত ।
607)  বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় শব্দ ।
608)  জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো অনুপ্রস্থ বা আড় তরঙ্গ ।
609)  শব্দ তর তরঙ্গ হলো অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ ।
610)  জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় অনুপ্রস্থ তরঙ্গ ।
611)  টানা তারের সূত্র কয়টি তিনটি ।
612)  শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন জড় মাধ্যমের ।
613)  শুন্য মাধ্যমে শব্দের বেগ শুন্য ।
614)  স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি./সে. ।
615)  স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি ১৪৫০ মি./সে. ।
616)  স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি ৫২২১ মি./সে. ।
617)  শব্দের বেগের উপর প্রভাব আছে তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
618)  শ্রাব্যতার সীমা ২০-২০০০০ HZ ।
619) ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ ২০ HZ
620)  আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ ২০০০০ HZ এর বেশী ।
621)  প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন ০.১ সে. ।
622)  প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব ১৬.৬ মিটার ।
623)  কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ ।
624) বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে প্রতিধ্বনি ।
625)  তাপ এক প্রকার শক্তি ।
626)  জলের স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে -১০০০ সেলসিয়াস ।
627)  প্রেসার কুকারের মূলনীতি চাপে জল বেশী তাপমাত্রায় ফুটে ।
628)  ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে স্ফুটনাংক ।
629)  বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে রঙের উপর ।
630) শীতকালে রঙিন কাপড় আরামদায়ক ।
631)  গরমকালে সাদা কাপড় আরামদায়ক ।
632)  পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় ১৮৮৬ ইং সালে ।
633)  ফ্রেয়নের রাসায়নিক নাম ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।
634) ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে (- ৪০০ ) তাপমাত্রায় ।
635)  স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ ১৫ পাউন্ড ।
636)  ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে (৯০০ -১১০০) F ।
637)  থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।
638)  আলো এক প্রকার শক্তি ।
639)  আলোক মাধ্যম তিনটি , ১) স্বচ্ছ, ২) ঈষদ স্বচ্ছ ও ৩) অস্বচ্ছ ।
640)  প্রতিফলনের সূত্র দুইটি ।
641)  প্রতিসরণের সূত্র দুইটি ।
642)  পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুটি ।
643)  সাদা আলো সাতটি বর্ণের সমাহার ।
644)  লেন্স দুই প্রকার ১) অপসারী, ২) অভিসারী।
645)  দৃষ্টির ত্রুটি মোট চারটি ১) হ্রস্ব দৃষ্টি, ২) দীর্ঘ দৃষ্টি, ৩) বার্ধক্য দৃষ্টি ও ৪) বিষম দৃষ্টি বা নকুলা ।
646)  তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল আলোর ।
647) তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনী আলোর ।
648)  বিক্ষেপণ কম লাল আলোর ।
649)  বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম ।
650)  নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কালো দেখায় ।
651)  লাল আলোতে গাছের পাতা কালো দেখায় ।
652)  নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল নীল দেখায় ।
653)  লাল ফুলকে সবুজ আলোয় কালো দেখায় ।
654) সূর্য রশ্মি শরীরে পড়লে ভিটামিন ডি তৈরী হয় ।
655)  সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ গামা রশ্মি ।
656)  সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ বেগুণী রশ্মি ।
657)  শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে পরিমিত অতিবেগুণী রশ্মি।
658)  আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল ০.১ সেকেন্ড ।
659)  যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে চম্বুক পদার্থ ।
660)  চৌম্বকের চুম্বকত্ব একটি ভৌত ধর্ম ।
661)  চৌম্বকের প্রকারভেদ ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক ।
662)  চৌম্বক পদার্থ টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি ।
663)  চৌম্বক পদার্থের প্রকারভেদ ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক ।
664) মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ সবচেয়ে বেশী ।
665)  পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।
666)  তড়িৎ দুই প্রকার ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ ।
667)  চল তড়িৎ দুই প্রকার ১) এ. সি. তড়িৎ ২) ডি. সি. তড়িৎ ।
668)  ডি. সি. প্রবাহ পাওয়া যায় ব্যাটারি থেকে ।
669) রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা।
670)  মাধ্যম তিন প্রকার ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী।
671) রাডার (RADAR) হলো RADIO DETECTION AND RANGING ।
672)  অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন
673) কোনটি পাললিক শিলা?-উত্তর--কয়লা
674) নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?-উত্তর--১ :২৫০০,০০০
675)  সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় –উত্তর-আইসোহাইট
676) বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?-উত্তর--ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
677) বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?--উত্তর--১৯৮৮
678) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?--উত্তর-নয়া দিল্লি
679) নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?--উত্তর-ডুমুর
680) নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?--উত্তর--কালবৈশাখী
681) বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?-উত্তর--কৃষি খাত
682) বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগােষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম--উত্তর-জলোচ্ছাসজনিত বন্যা
683) 35ci মৌলের নিউট্রন সংখ্যা কত?--উত্তর--18
684) কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিল্ডন্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?-উত্তর--গলনাংক
685) অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?- উত্তর-জারণ
686) একটি বাল্বে “60w-220V” লেখা আছে বাল্বটির রোধ কত ওহম (Ohm)?- উত্তর--806.67
687) নবায়নযোগ্য জ্বালানীর উৎস –উত্তর-বায়োগ্যাস
688) কার্বোহাইড্রেডে C. H এবং 0-এর অনুপাত কত?-উত্তর--১:২:১
689) AC কে DC করার যন্ত্র –উত্তর-রেকটিফায়ার
690) বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে –উত্তর-লাউড স্পিকার
691) বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?-উত্তর--হাইগ্রোমিটার
692) কোথায় সাঁতার কাটা সহজ?-উত্তর--সাগরে
693) ডিমে কোন ভিটামিন নেই?-উত্তর-ভিটামিন-সি
694) কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?-উত্তর--ক্রোমোপ্লাষ্ট
695) সোডিয়াম এসিটেটের সংকেত –উত্তর-CH3 COONa
696)   ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?-উত্তর-আইসোটোপ
697) খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –উত্তর-কার্বন ডাই-অক্সাইড
698)  মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?—উত্তর-Scanner
699) নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?-উত্তর-Compiler
700) নীচের কোনটি একই সাথে ইনপুট ও  আউটপুট হিসেবে কাজ করে?-উত্তর--Touch Screen
701) নীচের কোনটি (Octal number নয় ?- উত্তর--101
702)  একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়--উত্তর-Tables
703) Bluetooth কিসের উদাহরণ?-উত্তর-Personal Area Network
704) মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?-উত্তর-Full-duplex
705) Tinne-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?-উত্তর-Shortest Job First
706) নীচের কোনটি ৫২৬) এর বাইনারী রূপ?-উত্তর:-01010010(2)
707) প্রথম Web browser কোটি?-উত্তর: -Netscape Navigator/Internet Explorer
708)  Social Networking Site-এ যোগাযোগে কোন্ media ব্যবহৃত হয়? উত্তর:Audio+Image/video+Text
709) Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তর: -Unauthorized access
710) TV remote এর Carrier frequency-র range কত? উত্তর:--Infra-red range-47
711) CPU কোন address generate করে?-উত্তর:  Logical address
712) TH. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? উত্তর: VoIP
713)  তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
714) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
715) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
716)  তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
717) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
718) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
719)  কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
720)  তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
721)  কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
722) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
723)  স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
724)  সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz
725) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
726) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
727)  দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
728)  পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
729)  ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
730) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
731)  ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
732) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
733)  NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
734) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
735)  সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
736)  ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
737)  বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
738) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
739)  টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
740)  “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
741) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
742) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
743)  বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
744) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
745)  কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
746) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
747) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
748)  অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
749)  IT+Entertainment = Xbox
750) IT+Telecommunication = iPod
751) IT+Consumer Electronics= Vaio
752) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
753) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
754) রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
755) PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
756) খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
757) নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
758) মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
759) চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
760) MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
761) UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
762) GPS এর পূর্ণরুপ – Global Positioning System
763) ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি
764) হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
765) আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড
766) Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
767) Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
768) এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
769) Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
770) রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
771) বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর(1974)
772) বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
773) GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
774) পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
775) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
776) Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
777) ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
778) ।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
779) ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
780) Bandwidth মাপা হয় – bps এ
781) ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
782) ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
783) ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
784) ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
785) সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
786) ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
787) একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
788) উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
789) একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
790) ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
791) Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্
792) Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
793) Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
794) মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
795) কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
796) Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
797) কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে
798) Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
799) Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
800) Wi-fi এর গতি- 54 Mbps
801) WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
802) WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
803) ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
804) WiMax এর গতি- 75 Mbps
805) FDMA = Frequency Division Multiple Access
806) CDMA = Code Division Multiple Access
807) মোবাইলের মূল অংশ- ৩টি
808) SIM = Subscriber Identity Module
809) GSM = Global System for Mobile Communication
810) GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
811) GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
812) GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
813) GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
814) GSM 3G এর জন্য প্রযোজ্য
815) GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
816) CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
817) রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
818) .রেডিও ওয়েভের গতি 24Kbps
819) CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
820) CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
821) 1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
822) সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
823) MMS ও SMS চালু হয় 2G তে
824) 3G চালু হয় ১৯৯২ সালে
825) 3G এর ব্যান্ডউইথ 2MHz
826) 3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
827) 4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
828) 4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
829) 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
830) টার্মিনাল দুই ধরনের
831) ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
832) PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
833) PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
834) LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
835) LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
836) কেবল টিভি নেটওয়ার্ক- MAN
837) NIC=Network Interface Card
838) NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
839) মডেম দুই ধরনের
840) Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
841) স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
842) ব্রিজ প্রধানত ৩ প্রকার
843) নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
844) Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
845) বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
846) Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
847) সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
848) সংখ্যা পদ্ধতি দুই ধরণের
849) Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
850) সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
851) Bit এর পূর্ণরুপ- Binary Digit
852) Digital Computerএর মৌলিক একক- Bit
853) সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
854) “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
855)  “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
856) Digital Device কাজ করে- Binary মোডে
857) n বিটের মান 2^n টি
858) BCD Code = Binary Coded Decimal Code
859) ASCII=American Standard Code for Information Interchange
860) ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫
861) ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
862) EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
863) Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
864) Unicode বিট সংখ্যা- 2 Byte
865) Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
866) Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
867) ASCII এর বিট সংখ্যা- 1 Byte
868) বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি (১৮৪৭)
869) বুলিয়ান যোগকে বলে- Logical Addition
870) Dual Principle মেনে চলে- “and” ও “OR”
871) .এক বা একাধিক চলক থাকে Logic Function এ
872) .Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
873) Logic Function এর মান বা ফলাফল- Output
874) .বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
875) .Digital Electronic Circuit হলো- Logic Gate
876) .মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
877) .সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
878) .বিশেষ গেইট- X-OR,X-NOR
879) .Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
880) .Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
881) .Half Adder এ Sum ও Carry থাকে
882) Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
883) একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
884) .Input pulse গুনতে পারে- Counter
885) ১৭৩.Web page তৈরি করা হয়- HTML দ্বারা
886) .ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp
887) .ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4
888) .অডিও ফাইল- mp3
889) .ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css
890) .বর্তমানে চালু আছে- IPV4
891) .IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
892) IP address এর Alphanumeric address- DNS
893) সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
894) জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
895) http = hyper text transfer protocol
896) URL = Uniform Resource Locator
897) HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী(
898) HTML তৈরি করে W3C
899) ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
900) প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
901) Machine Language(1G)-1945
902) Assembly Language(2G)-1950
903) High Level Language(3G)-1960
904) Very High Level Language(4G)-1970
905) .Natural Language(5G)-1980
906) .লো লেভেল vaSha-1G,2G
907) বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
908) C Language তৈরি করেন- ডেনিস রিচি(১৯৭০)
909) C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
910) Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
911) .Java ডিজাইন করে- Sun Micro System
912) .ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
913) Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
914) .Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম(১৯৯১)
915) 4G এর ভাষা- Intellect,SQL
916) Pseudo Code- ছদ্ম কোড
917) Visual Programming- Event Driven
918) C Language এসেছে BCPL থেকে
919) Turbo C তৈরি করে- Borland Company
920) C ভাষার দরকারী Header ফাইল- stdio
921) C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
922) ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
923) ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
924) ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
925) ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
926) Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)
927) সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
928) .SQL = Structured Query Language
929) SQL তৈরি করে- IBM(১৯৭৪)
930) .ERP = Enterprise Resource Planning
931) .বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
932) MIS = Management Information System
933) ভুয়া মেইল জমার স্থান- Spam
934) CD= Compact Di
935) MS Excel হলো Spreadsheet Software
936) বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
937) বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
938) ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
939) ROM=Read Only Memory
940) বর্তমান প্রজন্ম- 4G
941) টুইটারের জনক- জ্যাক ডরসি
942)  MODEM এ আছে – Modulator + Demodulator
943) UNIX হলো Operating System
944) CPU= Central Processing Uni
945) IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360
946) ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
947) ১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
948) ১ম প্রোগ্রামিং ভাষা-ADA
949) কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য- গিবারিশ
950) কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
951) কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন
952)  Mother of All Virus-CIH
953) VIRUS=Vital Information Resources Under Seize
954) প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা-মেশিন ভাষা
955) NORTON-একটি এন্টিভাইরাস
956) মুরাতা বয়-জাপানি রোবট
957)  1nm=10^(-9) m
958) ।স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm
959) আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড
960) অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন
961) ১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)
962)  ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
963) EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে
964) EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।
965) Unicode উন্নত করে-Unicode Consort
966)  ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)
967) Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous
968) Radio Wave এর Data Transmission Speed – 24 Kbps
969) Wifi এর দ্রুততম সংস্করণ-IE

বিজ্ঞানের আরও পর্ব দেখতে চাইলে – ক্লিক করুন—৯ম পর্ব
                                                                                          --১১তম পর্ব
                                                                                          --৬৭তম পর্ব
                                                                                          --৭৯তমপর্ব                                                                      

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU