৬৩০টি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও বাক্য যা সব সময় অফিসিয়াল কাজে ও নিজের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এগুলো আয়ত্ব করতে মাঝে মধ্যে অনুশীলন করতে হবে।
(৬৬ তম পর্ব-প্রথম অংশ)
BOU-BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই
আন্তরিক শুভেচ্ছা-
কিছু কথা: আমাদের দেশের ৯৫% শিক্ষার্থীরাই গণিত
ও ইংরেজিতে খুবই দুর্বল। এর কারণ ছোট বেলা থেকে চর্চা নেই। সার্টিফিকেট
অর্জন করার পর দেখা যায় একটা চাকরির জন্য বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরে
বেড়াচ্ছে। সরকারি চাকরি তো দূরের কথা একটা প্রাইভেট কোম্পানির অফিসিয়াল জব তথা
পিয়ন পদেও চাকরি পাওয়া বর্তমান সময়ে খুবই দুষ্কর। আমি বর্তমানে একটা
প্রাইভেট কোম্পানিতে এইচ আর ডিপার্টমেন্টে কর্মরত আছি। প্রতিদিন অনেক
প্রার্থীর ইন্টারভিউ নিয়ে থাকি । দেখা যায়, ৯৫% প্রাথীই ইংরেজিতে খুবই দুর্বল বা
অদক্ষ, যারা ইংরেজিতে অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় এমন কিছু বাক্য বলতে পারে না এবং
এই ডিজিটাল যুগে এখনো অনেকে কম্পিউটার শিখে নি। তাই আমার সাজেশন হচ্ছে, ইংরেজিতে
দক্ষ হতে হলে নিজের মধ্যে ইংরেজি শব্দ ভান্ডার বাড়াতে হবে এবং ইংরেজি ডায়ালগ এর
প্রাকটিস বাড়াতে হবে। এ জন্য প্রতি দিন কমপক্ষে ৫টি করেেইংরেজি শব্দার্থ মুখস্থ
করতে হবে এবং বন্ধুদের সাথে ভাঙ্গা ভাঙ্গা করে হলে ইংরেজিতে
ডায়ালগ চালিয়ে যেতে হবে। বিশেষ করে অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় এমন বাক্য সমূহ।
আমাকে ফলো করতে থাকুন সব কিছুই ফ্রিতে পাবেন। ইনশা আল্লহ।
৬৩০টি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও বাক্য
1) খেলা বাদ এবং সবাই কাজে লেগে যাও! - All
work and no play!
2) জামা-কাপড় সবসময় ফিটফাট রাখবে - Always
keep your clothes tidy
3) আমি কি পরেরটায় যেতে পারি? - Am I allowed
to leave for the next?
4) সৎলোক সর্বত্রই সম্মানিত - An honest man
is respected everywhere.
5) শিশু স্তন পান করে - An infant sucks its
mother.
6) এবং সবশেষে আমরা আলোচনা করবো... - And
finally, we’ll discuss …
7) এবং তোমার কি অবস্থা? - And how about
you? (IZABUL-PRINCIPAL-BOU)
8) এবং এরূপ আরো অনেক। - And so on.
9) অনিক জাকিরকে দিয়ে নোটগুলো লিখিয়ে নেয় -
Anik gets Jakir to write notes.
10) ঠিক ঠিক উত্তর দাও - Answer to the point.
11) আর কিছু লাগবে? - Anything else?
12) আর কিছু? - Anything else?
13) নতুন কোনো খবর আছে? - Anything new going on?
14) শুধুমাত্র আপনারা দুইজনই আজ ভ্রমন করছেন? - Are
just you two traveling today?
15) ওরা কি আপনার বাচ্চা? ওরা খুবই সুন্দর - Are
those your kids? They're so cute.
16) আপনি কি একজন সুবিন্যস্ত (সবকিছুতে
শৃঙ্খলাবদ্ধ) ব্যক্তি? - Are you an organized person?
17) আপনি কি কোনো দাহ্য পদার্থ বহন করছেন? - Are
you carrying any flammable material?
18) আপনি কি সাথে কোনো ব্যাগ নিচ্ছেন? - Are you
checking any bags?
19) তুমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছ? -
Are you going to attend their wedding?
20) আমি কি তোমার হেডফোন পেতে পারি? - Can I have your
headphone?
21) আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? - Can I
use your phone, please?
22) তুমি কি আমার জন্য একটি ড্রেস কিনতে পার? - Can you
buy a dress for me, please?
23) দারুণ! - Cheers!
24) এই আনন্দঘন ক্ষণে তোমাকে অভিনন্দন - Congratulations
on this happy event
25) তুমি কি এখনো আমাকে ভালবাস? - Do you still love me?
26) সাবাশ! - Good job.
(IZABUL-PRINCIPAL-BOU)
27) আপনাকে দেখে ভালো লাগলো - Good to see you.
28) এক কাপ চা খান, প্লিজ - Have a cup of tea, Please.
29) আর একটু নিন - Have a little more.
30) তোমার দিনটি সুন্দর হোক - Have a nice day.
31) হ্যালো! - Hello!
32) কেমন যাচ্ছে তোমার? - How are things (with you)?
33) কেমন চলছে আপনার? - How are you doing?
34) তোমাকে কেন আর দেখি না - How come I never see you?
35) কেমন যাচ্ছে আপনার? - How have you been keeping?
36) সব কেমন চলছে? - How is everything?
37) কতদিন হয়েছে? - How long has it been?
38) কেমন যাচ্ছে সব? - How’s everything going?
39) কেমন চলছে? - How’s it going?
40) অদ্ভুত! = Wonderful!
41) অনেক ধন্যবাদ। =
Many many thanks/Thank you very much.
42) অনেক হয়েছে। = Too much.
43) অবশ্যই। = Of course.
44) অভিনন্দন! =
Congratulations! (IZABUL-PRINCIPAL-BOU)
45) অভূতপূর্ব বিজয়! = What
a great victory!
46) অসম্ভব! =
Impossible/How absurd!
47) আচ্ছা চলি। = Ta-Ta.
48) আচ্ছা, আবার দেখা হবে। =
Hope to see you again.
49) আচ্ছা। = OK.
50) আজকের মত তাহলে আসি,
স্যার। =Good day to you, sir.
51) আপনাকে অভিনন্দন।
= You are welcome.
52) আপনাকেও/ তোমাকেও! =
Same to you.
53) আপনার সুস্বাস্থ্য কামনা
করি! = For you good health!
54) আপনি আগে। = After you.
55) আপনি যদি অনুমতি দেন তো
বলি। =Allow me to say.
56) আপনি যদি এদিকে একটু নজর
দেন। =May I have your attention please.
57) আপনি যা বলেন/ আপনার
যেমন ইচ্ছে। = As you like/ As you please .
58) আবার আসবেন। = Bye bye
59) আমাকে করতে দিন। = Allow
me.
60) আমায় জ্বালাতন করো না। =
Don’t trouble/don’t tease me.
61) আমার আনন্দ। = My
pleasure.
62) আমার উপর ভরসা করতে
পারেন। =Rest assured.
63) আমি এই আসছি। = Just
coming.
64) আমি কি আপনার কাজে
সাহায্য করতে পারি? = Let me also help you.
65) আমি কি কিছু বলতে পারি?
= Will you please permit me to speak.
66) আমি জিতে গেছি! =
Hurrah! I have won!
67) আমি দেরি করে ফেলেছি। =
I got a little late.
68) আমি সময় মত এটা করতে
পারিনি। =I couldn’t made it that day.
69) আর একবার চেষ্টা করে
দেখো। = Try again.
70) আর কিছু [বলার আছে] =
Anything else?
71) আর কিছুই নেই। =
Nothing more.
72) আরে [তাই নাকি?] = Oh!
73) আসুন, আসুন! = Welcome!
74) আসুন, আসুন! = Welcome, Sir!
75) আস্তে আস্তে যাও। = Go
slowly.
76) আল্লাহর তোমার মঙ্গল
করুন! = May Allah bless you!
77) আল্লাহর ধন্যবাদ! =
Thank Allah!
78) আল্লাহর অসীম কৃপা! =
Thank Allah!
79) আল্লাহর কৃপাতে! = By
Allah grace!
80) এ আর এমন কি। = No
mention.
81) এ সবই আপনার জন্য।
= It’s all yours.
82) এই দিন বার বার ফিরে
আসুক! = Many happy returns of the day!
83) এই নাও। = Take it.
84) এইযে শুনুন/ শুনুন =
Hello!
85) একটু আস্তে বলবেন? =
Will you please speak slowly.
86) একটু তাড়াতাড়ি! = Hurry
up, please!
87) একটু সরে বসবেন? = Will
you please move.
88) একটুও নয়। = Not the
least.
89) একটুও না। = Not a bit.
90) এখনি যাও। = Go at once.
91) এখান থেকে চলে
যাও। = Go away.
92) এখানে অপেক্ষা কর। =
Wait here.
93) এখানে থামো। = Stop
here.
94) এটাকে ভেঙো না। = Don’t
break it.
95) এদিকে এসো।= Come here.
96) এদিকে দেখো। = Look here
97) ওপরে যাও। = Go up.
98) ওরে বাবা! = Oh dear!
99) কখনই নয়। = No, not at
all,
100) কাছে এসো। = Come near.
101) কাজে ব্যাঘাত দিলাম
ক্ষমা চাইছি। = Sorry to have disturb you.
102) কাল দেখা হবে। = See
you tomorrow.
103) কি আস্পর্ধা! = How
dare he!
104) কি দুঃখ! = What a
pity!
105) কি বাজে বকো! = What
nonsense! (IZABUL-PRINCIPAL-BOU)
106) কি বুদ্ধি! = What an
idea!
107) কি ভীষণ/ কি ভয়ানক! =
How terrible!
108) কি মিষ্টি! = How
sweet!
109) কি লজ্জার কথা! = What
a shame!
110) কি সুন্দর! = How
lovely!
111) কেন হবেনা? / কেন নয়? =
Why not?
112)খুব খুশির খবর! = How joyful!
113)খুব দুঃখের ব্যাপার! = How
sad!
114) খুবই সুন্দর! = Excellent!
115) চুপ কর। = Keep quiet.
116) চুপ করুন! = Quiet please/ please keep quiet!
117) ছিঃ খুব পরিতাপের বিষয়! = How disgraceful!
118) ছিঃ! = How disgusting!
119) ঠিক আছে। = It’s all right.
120) ঠিক আছে। = It’s fine/ Very fine.
121) ঠিকই তো! = Yes, it is!
122) তাই নাকি! = Is it!
123) তাড়াতাড়ি কর/ চল! = Hurry up!
124) তাতে কি হয়েছে/ ঠিক আছে। = So what? It's ok.
125) তুমি এ কথা বলার সাহস কি করে পাও! = How dare you say that!
126) তেমন/ বিশেষ কিছু নয়। = Nothing special.
127) তৈরি হয়ে নাও। = Be ready.
128) থাক থাক যথেষ্ট হয়েছে। = That’s enough.
129) দয়া করে এক গ্লাস পানি দিবে? = Give me a glass of water please/A glass of water
please.
130) দয়া করে একটা কলম দিবে? = May I have your pen please/Your pen please.
131) দয়া করে সময় টা বলবেন? = Time please/What is the time please?
132) দুঃখিত। = Sorry.
133) ধন্যবাদ = Thanks.
134) নড়ো না। = Don’t move.
135) নিচে যাও। = Go down.
136) নিশ্চয়ই! = Of course!
137) নেমে যাও/ নামো। = Get down.
138) বলো। = Speak.
139) বাঃ বেশ। = Marvelous!
140) বাঃ সুন্দর। = Beautiful!
141) বাইরে অপেক্ষা করো। = Wait outside.
142) বিদায় প্রিয়। = Farewell, my love.
143) বিদায়! = Good bye!
144) বেশ/ খুব ভাল। = Very well.
145) ভালো করে পরিস্কার কর। = Clean properly.
146) ভুল হয়ে গেছে। = It was all by mistake.
147) ভুলো না। = Don’t forget.
148) মাফ করবেন। = Excuse me/ Please excuse me.
150) মাফ করবেন। = I beg your pardon.
151) যাই বাচ্চারা। = Good bye, children.
152) যাচ্ছি/বিদায়। = Bye Bye.
153) যেয়ো না। = Don’t go.
154) শুভ বিকাল কন্যা। = Good afternoon, my daughter.
155) শুভ বিকাল মা। = Good afternoon, mummy.
156) শুভ রাত্রি। = Good night.
157) শুভ সকাল পুত্র। = Good morning, my son.
158) শুভ সকাল বাবা। = Good morning, dad.
159) শুভ সন্ধ্যা কাকিমা। = Good evening, aunty.
160) শুভ সন্ধ্যা। = Good evening, my child.
161) শুভ সন্ধ্যা। = Good evening, uncle.
162) শুরু করুন। = Go ahead.
163) শোন। = Listen.
164) সত্যি! = Really!
165) সব ঠিক আছে। = It’s fine.
166) সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। = Thanks for this honour.
167) সর্বনাশ! = How tragic!
168) সাবধান! = Beware!
169) সাবধান। = Be careful.
170) সাবাস। = Well done!
171) সালাম/ সুপ্রভাত/ শুভরাত্রি/ শুভবিকাল। = Good mourning/ after noon/ evening/ night.
172) সুখে নিদ্রা যাও। = Sweet dreams, darling.
173) সুন্দর হয়েছ তো! = Done wonderfully!
174) সোজা চলে যাও। = Go straight!
175) হঠাৎ যে! = What a surprise!
176) হাঁ, মশাই। = Yes sir!
177) হায়! = Alas!
178) হে আল্লাহ্! = Good Heavens!
114) খুবই সুন্দর! = Excellent!
115) চুপ কর। = Keep quiet.
116) চুপ করুন! = Quiet please/ please keep quiet!
117) ছিঃ খুব পরিতাপের বিষয়! = How disgraceful!
118) ছিঃ! = How disgusting!
119) ঠিক আছে। = It’s all right.
120) ঠিক আছে। = It’s fine/ Very fine.
121) ঠিকই তো! = Yes, it is!
122) তাই নাকি! = Is it!
123) তাড়াতাড়ি কর/ চল! = Hurry up!
124) তাতে কি হয়েছে/ ঠিক আছে। = So what? It's ok.
125) তুমি এ কথা বলার সাহস কি করে পাও! = How dare you say that!
126) তেমন/ বিশেষ কিছু নয়। = Nothing special.
127) তৈরি হয়ে নাও। = Be ready.
128) থাক থাক যথেষ্ট হয়েছে। = That’s enough.
129) দয়া করে এক গ্লাস পানি দিবে? = Give me a glass of water please/A glass of water
please.
130) দয়া করে একটা কলম দিবে? = May I have your pen please/Your pen please.
131) দয়া করে সময় টা বলবেন? = Time please/What is the time please?
132) দুঃখিত। = Sorry.
133) ধন্যবাদ = Thanks.
134) নড়ো না। = Don’t move.
135) নিচে যাও। = Go down.
136) নিশ্চয়ই! = Of course!
137) নেমে যাও/ নামো। = Get down.
138) বলো। = Speak.
139) বাঃ বেশ। = Marvelous!
140) বাঃ সুন্দর। = Beautiful!
141) বাইরে অপেক্ষা করো। = Wait outside.
142) বিদায় প্রিয়। = Farewell, my love.
143) বিদায়! = Good bye!
144) বেশ/ খুব ভাল। = Very well.
145) ভালো করে পরিস্কার কর। = Clean properly.
146) ভুল হয়ে গেছে। = It was all by mistake.
147) ভুলো না। = Don’t forget.
148) মাফ করবেন। = Excuse me/ Please excuse me.
150) মাফ করবেন। = I beg your pardon.
151) যাই বাচ্চারা। = Good bye, children.
152) যাচ্ছি/বিদায়। = Bye Bye.
153) যেয়ো না। = Don’t go.
154) শুভ বিকাল কন্যা। = Good afternoon, my daughter.
155) শুভ বিকাল মা। = Good afternoon, mummy.
156) শুভ রাত্রি। = Good night.
157) শুভ সকাল পুত্র। = Good morning, my son.
158) শুভ সকাল বাবা। = Good morning, dad.
159) শুভ সন্ধ্যা কাকিমা। = Good evening, aunty.
160) শুভ সন্ধ্যা। = Good evening, my child.
161) শুভ সন্ধ্যা। = Good evening, uncle.
162) শুরু করুন। = Go ahead.
163) শোন। = Listen.
164) সত্যি! = Really!
165) সব ঠিক আছে। = It’s fine.
166) সম্মান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। = Thanks for this honour.
167) সর্বনাশ! = How tragic!
168) সাবধান! = Beware!
169) সাবধান। = Be careful.
170) সাবাস। = Well done!
171) সালাম/ সুপ্রভাত/ শুভরাত্রি/ শুভবিকাল। = Good mourning/ after noon/ evening/ night.
172) সুখে নিদ্রা যাও। = Sweet dreams, darling.
173) সুন্দর হয়েছ তো! = Done wonderfully!
174) সোজা চলে যাও। = Go straight!
175) হঠাৎ যে! = What a surprise!
176) হাঁ, মশাই। = Yes sir!
177) হায়! = Alas!
178) হে আল্লাহ্! = Good Heavens!
179) হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। = Yes,
by all means!
180) আপনি একটা চাকরিতে কি কি চান? - What are you
looking for in a job?
181)আপনি কিসে ভালো না? - What are you not good at?
182) তুমি কি ভাবছো? - What are you thinking about?
183) আপনার দীর্ঘস্থায়ী লক্ষ্যগুলো কি? - What are your
long term goals?
184) আপনাদের ভাড়া কতো? - what are your rates?
185) আপনার স্বল্পস্থায়ী লক্ষ্যগুলো কি? - What are your
short-term goals?
186) আপনার শক্তিমত্তা কি কি? আমি কেন আপনাকে নিয়োগ দিবো?
- What are your strengths? Why should I hire you?
187) আপনার দৃষ্টিভঙ্গি কি...? - What are your views on
…?
188) আপনার দুর্বলতাগুলো কি? - What are your weaknesses?
189) কি প্রয়োজনে এখানে তুমি আজকে? - What brings you
here today?
190) যা প্রতিকার করা যায়না তা সহ্য করতে হয় - What can
not be cured must be endured
191)আপনি কোন দিনটি খুঁজছেন? - What date are you looking for?
192) আজকে তারিখ কতো? - What date is it, please?
193) আপনি কোন দিনটির সাথে পরিবর্তন করতে চাচ্ছেন
(বর্তমান ফ্লাইটের দিন)? - What date would you like to change it to?
194) আপনি কোন দিনটিতে বিমানে যেতে চাচ্ছেন? - What date
would you like to depart?
195) ওটার জন্য কোন দিনটি এবং কোন সময়টি আপনি পছন্দ
করবেন? - What day and time would you like that for?
196) আপনি কবে থেকে থাকতে চাচ্ছেন? - What day do you
want to check in?
197) আজকে কি বার? - What day is it, please?
198) কী কী খেলে? - What did you eat?
199) সালাম/আদাব = Hi, Hello
200)আপনি কেমন আছেন? / তুমি কেমন আছো? = How are you?
201) আমি ভালো আছি,আপনি কেমন আছেন? = i am
fine/good/well,and you?
202) আপনি কেমন আছেন? / তুমি কেমন আছো? = How do
you do? (to a new person)
203) তোমার/আপনার নাম কি? = What is your name?
204) আপনি কোথায় থাকেন ? = where do you
from?
205) Definitely
– অবশ্যই
206) Let
it pass – ছেড়ে দিন।
207) Obviously
– স্পষ্টত, সম্ভবত
208) I’m
off – আমি গেলাম।
209) As
if – যেন, কি যে হতো
210) My
goodness! – একি!
211)How come – কি ব্যাপার?
212) Damn
it! – চুলায় যাক!
213) What
a surprise!- হটাৎ যে!
214) Go
to the devil! – গোল্লায় যাক!
215) What
about you? – তোমার খবর কি?
216) What’s
up – কি খবর?
217) Carry
on – চালিয়ে যাও
218) Wow
– বাহ, দারুন তো (IZABUL-PRINCIPAL-BOU)
219) What
a mess! – কি এক ঝামেলা!
220) Oh
shit – ধ্যাত্তেরি
221) Yes,
go on – হ্যা, বলতে থাক
222) Oh
dear! – বলো কী!
223) Hi
guys – হ্যালো বন্ধুরা
224) Good
job! – সাবাশ!
225) So
what? – তাতে কি?
226) Oh,
no! – এ হতে পারেনা!
227) Pay
attention! – মনোযোগ দিন!
228) It’s
your turn – এবার তোমার পালা
229) I’m
at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
230) Heiya!
It is you I see – আরে তুমি যে!
231) Oh!
come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
232) so
so – মোটামোটি
233) So
be it – তবে তাই হোক
234) Who
cares! – কার কি যায় আসে!
235) Excuse
me – এই যে শুনুন
236) Not
a bit – একটুও না
237) That’s
fantastic – এটা সত্যি চমৎকার
238) Next
to nothing – বলতে গেলে কিছুই না
239) Mind
your language – ভাষা সংযত করো
240) Come
to the point – আসল কথা বল
241) That’s
right – ঠিক বলেছেন
242) To
be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
243) Really
pleased – সত্যি আনন্দিত
244) I
am delighted- আমি আনন্দিত ।
245) So
kind of you! – আপনার দয়া।
246) Anybody
home? – বাড়িতে কেউ আছেন?
247) Keep
quiet – চুপ কর
248) No
entrance – প্রবেশ নিষেধ
249) It’s
enough – যথেষ্ট হয়েছ
250) What
happened – কি হয়েছে
251) What
an idea! – কি বুদ্ধি!
252) Well
done – সাবাশ
253) Indeed!
– সত্যি!
254) How
peaceful! – কি শান্ত!
255) Get
lost – বিদায় হোন।
256) Let
me see – আমাকে দেখতে দাও
257) Oh
sure – ও নিশ্চয়ই
258) Who
knows! – কে জানে!
259) Bullshit!
– বাজে কথা
260) But
who cares! – কে ধারধারে!
261) No
more buts – আর কোন কিন্তু নয়
262) How
so – তা কি করে হয়?
263) I
think so – আমি তাই মনে করি
264) Calm
down – শান্ত হও
265) Let’s
have a look – চল দেখি
266) Let’s
run away – চলো এক্ষুনি পালাই
267) I
am getting wet – আমি ভিজে যাচ্ছি
268) I
don’t care! – আমার কিছু যায় আসেনা!
269) How
else – আর কিভাবে?
270) Little
by little – ক্রমান্বয়ে। (IZABUL-PRINCIPAL-BOU)
271) Is
it so! – তাই নাকি!
272) you
do case – যদি আপনি চান
273) Have
a good day – ভাল একটি দিন কাটাও।
274) Let’s
sit somewhere – চল কোথাও বসি
275) So
far so good – এ পর্যন্ত সবই ভালো
276) I
tend to think – আমার কেন যেন মনে হয়।
277) I
suppose so – আমিও সেটা ধারণা করছি।
278) I
don’t mind – আমি কিছু মনে করি না।
279) If
so, so what – যদি তাই হয় তাতে কী
280) Keep
your word – তোমার কথা রেখো।
281) Nothing
is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
282) Whatever
(you want) – তুমি যা চাও।
283) Whatever
you do? – তুমি যা কর।
284) Why
should I care? – কেন আমি পরোয়া করব?
285) Something
else – অন্য কিছু।
286) Nothing
else – অন্য কিছুই না।
287) Talk
sense – চিন্তা করে কথা বল
288) Don’t
say anymore – আর কিছু বলো না।
289) Forget
it – ও ভুলে যাও।
290) What
a pity- কি দু:খজনক ।
291) Hold
on – লাইনে থাকুন
292) Do
it at once! – এক্ষুনি কর!
293) Speak
with care – সাবধানে কথা বল।
294) How
strange! – কি অদ্ভুত!
295) By
the grace of Allah – আল্লাহার রহমতে
296) How
absurd! – কি বাজে বকছো!
297) Good
riddance! – যাক বাচা গেল!
298) Just
for asking – চাইলেই পাওয়া যায়
299) Stand
in queue – লাইনে দাঁড়ান
300)No smoking – ধূমপান
নিষেধ
301) Let
me digress – একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
302) I
swear I will – কসম আমি করব ।
303) I
give up – আমি ছেড়ে দিয়েছি ।
304) Pardon
me – ক্ষমা কর
305) If
so, so what – যদি তাই হয় তাতে কী
306) I
suppose so – আমিও সেটা ধারণা করছি।
307) Why
should I care? – কেন আমি পরোয়া করব?
308) Is
it so! – তাই নাকি!
309) I am delighted- আমি আনন্দিত
310) A little ➟ খুবই অল্প [যদি গননা যোগ্য না হয় তাইলে A little/ little]
311) little ➟ একটু বা নাই বললেই চলে
312) A few ➟ অল্প কয়েক বা গুটি কয়েক [বস্তুটা গননা যোগ্য হয় তাইলে A
few/ few]
313) few ➟ নাই বললেই চলে
314) Anybody ➟ যে কেউ
315) According To ➟ অনুযায়ী
316) All The Same ➟ একই কথা
317) Anything ➟ যে কোন কিছু
318) Anywhere ➟ যে কোনখানে
319) Apparently ➟ আপাতদৃষ্টিতে
320) At Any Rate ➟ যাই হোক
321) At Any Time ➟ কখনও
322) At Last ➟ শেষ পর্যন্ত
323) At Least ➟ অন্তত - অন্ততঃপক্ষে - কমপক্ষে
324) At Times / Off And On ➟ মাঝে মাঝে
325) Bad ➟ খারাপ
326) Besides ➟ তাছাড়া (IZABUL-PRINCIPAL-BOU)
327) Best ➟ সব চেয়ে ভাল
328) Better ➟ আরও ভাল
329) Both ➟ উভয়
330) By That Time ➟ ততক্ষনে
331) By The Way ➟ কথাপ্রসেঙ্গ - প্রসঙ্গক্রমে
332) By Turns ➟ পর্যায়ক্রমে
333) Comment ➟ মন্তব্য
334) Comparatively ➟ তুলনামূলকভাবে
335) Completely ➟ পুরাপুরি
336) Context ➟ প্রসংগ - প্রসঙ্গ
337) Conversation ➟ কথাবার্তা
338) End ➟ শেষ - সমাপ্ত
339) Example ➟ উদাহরন
340) For ➟ জন্য
341) For Example ➟ উদাহরনস্বরূপ
342) From Your Point Of View ➟ আপনার দৃষ্টিতে
343) Good ➟ ভাল
344) If ➟ যদি
345) If Not ➟ যদি না
346) Immediately ➟ তত্ক্ষণাত - তক্ষুনি
347) In A Nutshell / Briefly ➟ সংক্ষেপে
348) In Accordance With ➟ অনুসারে
349) In Addition ➟ অধিকনতু
350) In As Much As / Since ➟ যেহেতু
351) In Case ➟ যদি বা
352) In Comparison ➟ তুলনায়
353) In Spite Of ➟ সত্ত্বেও
354) In Your Opinion ➟ আপনার মতে
355) Main ➟ প্রধান - মূল - আসল
356) Mainly ➟ প্রধানতঃ
357) Mainly ➟ মূলতঃ
(IZABUL-PRINCIPAL-BOU)
358) Majority / Most Of ➟ অধিকাংশ
359) Meanwhile ➟ ইতিমধ্যে
360) More ➟ আরও
361) More Or Less / On The Whole ➟ মোটামুটিভাবে
362) More Than That ➟ ততোধিক
363) Never ➟ কখনও না
364) Nevertheless ➟ তথাপি
365) No More / Not Anymore ➟ আর না
366) Nobody ➟ কেউ না
367) Not Yet ➟ এখনও না
368) Nothing ➟ কিছু না
369) Now ➟ এখন
370) Nowhere ➟ কোথাও না - কোন খানে না
371) Often / Frequently ➟ প্রায় - প্রায়ই - ঘন ঘন
372) Opinion ➟ মতামত - মত
373) Peacefully ➟ শান্তিপূর্ণভাবে
374) Promise ➟ কথামত
375) Role ➟ ভুমিকা
376) Sanction ➟ বিধিনিষেধ
377) Self-Confidence ➟ আত্মবিশ্বাস
378) So - So ➟ মোটামুটি
379) So / Because ➟ তাই
380) Some More ➟ আর কিছু
381) Somebody ➟ কেউ
382) Something ➟ কিছু
383) Sometimes ➟ কখনও কখনও
384) Somewhere ➟ কোথাও না কোথাও
385) Statement ➟ বিবৃতি
386) Sure / Of Course ➟ নিশ্চয়ই (IZABUL-PRINCIPAL-BOU)
387) Therefore ➟ সেজন্য - সেইজন্য
388) To Somebody ➟ কাউকে
389) Unquestionably ➟ নিঃসন্দেহে
390) Until Now ➟ এখন পর্যন্ত
391) Until Now ➟ এখনও
392) Until Then ➟ তখন পর্যন্ত
393) Usually ➟ সাধারনতঃ
394) What Else ➟ আর কি
395) Whatever ➟ যা
396) When / Long Ago / At What Time ➟ কখন
397) Worse ➟ আরও খারাপ
398) Worst ➟ সব চেয়ে খারাপ
399) তুমি আমার মনের মানুষ = You are a man after
my heart.
400)তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর = Have it your way.
401) আমার কথা কি বুঝতে পারছো ? = Are you
getting me?
402) আর কে কে তোমার সাথে গিয়েছিল ? = Who
else accompanied you?
403) তোমার জামাটার দাম কত ? = How much does
your dress cost?
404) তুমি কোথায় থাক। = Where do you put up?
405) যত তাড়িতাড়ি হয় তত ভাল । = The sooner,
the better.
406) সব ভালো, যার শেষ ভালো । = All well that
ends well.
407) নিজের চরকায় তেল দাও। = Oil your own
machine.
408) এ বাড়ীটি ভাড়া দেয়া হবে। = The house is
to let.
409) আমাকে লজ্জা দিও না । =Do not put me to
shame
410) তাকে লজ্জা দিও না। = Do no put him to shame
411)তার নাম কাটা গেল। = His name has been struck off.
412) সে আইন আর চলে না। = That law is no more in
force.
413) আমি চেষ্টার আর কিছু বাকি রাখিনি। = I have
left no stone unturned.
414) এ বিষয়ে মতভেদ আছে। = Opinions differ on
this subject
415) কুসংগ ছাড়। = Shun evil company.
416) আমার বড় ক্ষুধা পেয়েছে। = I feel very
hungry.
417) আমার ঠান্ডা লেগেছে। = I have caught a cold.
418) আমার গরম লাগছে = i feel hot.
419) সাবাস ! এইতো ভাল ছেলের মত কাজ ! =
Well done ! That's like a good boy !
420) তোমার সাথে দেখা হয়ে ভাল লাগছে । = (দেখা
হওয়ার শুরুতে বললে ) Nice to meet you
421) কিন্ত, ( দেখা হওয়ার শেষে বললে ) = Nice to
have met you.
422) আমার জন্য দোয়া কর । = Pray for me.
423) সে অনেক কথা ! = It's a long
story !
424) কি বাজে বকছো ! = How absurd ! /
How ridiculous !
425) যথেষ্ট হয়েছে ! = That's enough!
426) সব বাজে কথা । = That's all nonsense !
427) ও আচ্ছা এই ব্যপার ! = So that's the
case !
428) ও কথা বাদ দাও । = Drop the matter.
429) তাই তো কথা ! = That's the
question !
430) পাগলামি করো না তো ! = Don't get
mad !
431) বোকামি করো না তো ! = Don't be
silly !
432) কি চমৎকার বুদ্ধি ! = What a great
idea !
433) কে তুই শয়তান ? = Who the hell are
you, devil?
434) তোমার মন খারাপ কেন ? = What's bothering
you ?
435) What’s up -
কি খবর?
436) Carry on -
চালিয়ে যাও
437) Wow - বাহ,
দারুন তো(IZABUL-PRINCIPAL-BOU)
438) My goodness!
- একি!
439) How
come - কি ব্যাপার?
440) What a mess!
- কি এক ঝামেলা!
441) Oh shit –
ধ্যাত্তেরি
442) Yes, go on -
হ্যা, বলতে থাক
443) Oh dear! -
বলো কী!
444) Hi guys -
হ্যালো বন্ধুরা
445) Good job! –
সাবাশ!
446) So what? –
তাতে কি?
447) Oh, no! - এ
হতে পারেনা!
448) Pay
attention! - মনোযোগ দিন!
449) Definitely –
অবশ্যই
450) Let it pass
- ছেড়ে দিন।
451) Obviously –
স্পষ্টত, সম্ভবত
452) I’m off -
আমি গেলাম।
453) It’s your
turn - এবার তোমার পালা
454) As if - যেন,
কি যে হতো
455) Damn it! -
চুলায় যাক!
456) What a
surprise!- হটাৎ যে!
457) Go to the
devil! – গোল্লায় যাক!
458) What about
you? – তোমার খবর কি?
459) so so –
মোটামোটি
460) So be it -
তবে তাই হোক
461) Who cares! –
কার কি যায় আসে!
462) I'm at a
loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
463) Heiya! It is
you I see - আরে তুমি যে!
464) Oh! come on
- আহ! একটু বুঝতে চেষ্টা করো
465) Excuse me -
এই যে শুনুন
466) Not a bit -
একটুও না
467) That’s
fantastic - এটা সত্যি চমৎকার
468) Next to
nothing - বলতে গেলে কিছুই না
469) Mind your
language - ভাষা সংযত করো
470) Come to the
point – আসল কথা বল
471) Thats right
- ঠিক বলেছেন
472) To be frank
- খোলাখুলি ভাবে বলতে গেলে।
473) Really
pleased - সত্যি আনন্দিত
474) I am
delighted- আমি আনন্দিত ।
475) So
kind of you! - আপনার দয়া।
476) Anybody
home? - বাড়িতে কেউ আছেন?
477) Keep quiet -
চুপ কর
478) No
entrance - প্রবেশ নিষেধ (IZABUL-PRINCIPAL-BOU)
479) It’s
enough - যথেষ্ট হয়েছ
480) What
happened - কি হয়েছে
481) What an
idea! - কি বুদ্ধি!
482) Well done –
সাবাশ
483) Indeed! -
সত্যি!
484) How
peaceful! - কি শান্ত!
485) Get lost -
বিদায় হোন।
486) Let me see -
আমাকে দেখতে দাও
487) Oh sure - ও
নিশ্চয়ই
488) Who knows! –
কে জানে!
489) Bullshit! –
বাজে কথা
490) But who
cares! - কে ধারধারে!
491) No more buts
- আর কোন কিন্তু নয়
492) How so – তা
কি করে হয়?
493) I think so -
আমি তাই মনে করি
494) Calm down -
শান্ত হও
495) Let’s have a
look - চল দেখি
496) Let’s run
away - চলো এক্ষুনি পালাই
497) I am getting
wet - আমি ভিজে যাচ্ছি
498) I
don’t care! – আমার কিছু যায় আসেনা!
499) How else –
আর কিভাবে?
500)Little by little –
ক্রমান্বয়ে।
501) Is it so! -
তাই নাকি!
502) If you do
case - যদি আপনি চান
503) Have a good
day - ভাল একটি দিন কাটাও।
504) Let’s sit
somewhere - চল কোথাও বসি
505) So far so
good - এ পর্যন্ত সবই ভালো
506) I tend to
think – আমার কেন যেন মনে হয়।
507) I suppose so
– আমিও সেটা ধারণা করছি।
508) I don’t mind
– আমি কিছু মনে করি না।
509) If so, so
what - যদি তাই হয় তাতে কী
510) Keep your
word – তোমার কথা রেখো।
511)Nothing is
impossible – কোন কিছুই অসম্ভব নয়।
512) Whatever
(you want) – তুমি যা চাও।
513) Whatever
you do? – তুমি যা কর।
514) Why should I
care? – কেন আমি পরোয়া করব?
515) Something else
– অন্য কিছু।
516) Nothing else
– অন্য কিছুই না।
517) Talk sense -
চিন্তা করে কথা বল
518) Don’t say
anymore – আর কিছু বলো না।
519) Forget it -
ও ভুলে যাও।
520) What a pity-
কি দু:খজনক ।
521) Hold on -
লাইনে থাকুন
522) Do it at
once! - এক্ষুনি কর!
523) Speak
with care - সাবধানে কথা বল।
524) How strange!
- কি অদ্ভুত!
525) By the grace
of Allah - আল্লাহার রহমতে
526) How absurd!
- কি বাজে বকছো!
527) Good
riddance! - যাক বাচা গেল!
528) Just for
asking - চাইলেই পাওয়া যায়
529) Stand in
queue - লাইনে দাঁড়ান
530) No smoking -
ধূমপান নিষেধ
531) Let me
digress - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
532) I swear I
will - কসম আমি করব ।
533) I give up -
আমি ছেড়ে দিয়েছি ।
534) Pardon me -
ক্ষমা করো।
535) It’s
sound good - তোমার কথা ভালো লাগছে।
536) On the other
hand - অপর পক্ষে
537) What’s up এই
শব্দের অর্থ হছে= কি খবর? (IZABUL-PRINCIPAL-BOU)
538) Carry
on এই শব্দের অর্থ হছে=- চালিয়ে যাও
539) Wow -এই
শব্দের অর্থ হছে= বাহ, দারুন তো
540) My goodness!
এই শব্দের অর্থ হছে= – একি!
541) How come –
এই শব্দের অর্থ হছে= কি ব্যাপার?
542) What a mess!
এই শব্দের অর্থ হছে= – কি এক ঝামেলা!
543) Oh shit -এই
শব্দের অর্থ হছে= ধ্যাত্তেরি
544) Yes, go on
-এই শব্দের অর্থ হছে= হ্যা, বলতে থাক
545) Oh dear! -এই
শব্দের অর্থ হছে= বলো কী!
546) Hi guys এই
শব্দের অর্থ হছে= হ্যালো বন্ধুরা
547) Good job!
–এই শব্দের অর্থ হছে= সাবাশ!
548) So what? এই
শব্দের অর্থ হছে= – তাতে কি?
549) Oh, no! -এই
শব্দের অর্থ হছে= এ হতে পারেনা!
550) Pay
attention! -এই শব্দের অর্থ হছে= মনোযোগ দিন!
551) It’s your
turn – এবার তোমার পালা
552) I’m at
a loss -এই শব্দের অর্থ হছে= কি বলব ভেবে পাচ্ছিনা!
553) Heiya! It is
you I see -এই শব্দের অর্থ হছে= আরে তুমি যে!
554) Oh!
come on -এই শব্দের অর্থ হছে= আহ! একটু বুঝতে চেষ্টা করো
555) Definitely
–এই শব্দের অর্থ হছে= অবশ্যই
556) Let it
pass এই শব্দের অর্থ হছে= ছেড়ে দিন।
557) Obviously
–এই শব্দের অর্থ হছে= স্পষ্টত, সম্ভবত
558) I’m
off -এই শব্দের অর্থ হছে= আমি গেলাম।
559) As if
-এই শব্দের অর্থ হছে= যেন, কি যে হতো
560) Damn it! -এই
শব্দের অর্থ হছে= চুলায় যাক!
561) What a
surprise!-এই শব্দের অর্থ হছে= হটাৎ যে!
562) Go to the
devil! –এই শব্দের অর্থ হছে= গোল্লায় যাক!
563) What
about you? –এই শব্দের অর্থ হছে= তোমার খবর কি?
564) so so
-এই শব্দের অর্থ হছে= মোটামোটি
565) So be
it -এই শব্দের অর্থ হছে= তবে তাই হোক
566) Who
cares! –এই শব্দের অর্থ হছে= কার কি যায় আসে!
567) Excuse
me -এই শব্দের অর্থ হছে= এই যে শুনুন
568) Not a bit =
একটুও না
569) That’s
fantastic = এটা সত্যি চমৎকার
570) Next
to nothing -এই শব্দের অর্থ হছে= বলতে গেলে কিছুই না
571) Mind
your language = ভাষা সংযত করো
572) Come
to the point –এই শব্দের অর্থ হছে= আসল কথা বল
573) Thats
right = ঠিক বলেছেন
574) To be
frank = খোলাখুলি ভাবে বলতে গেলে।
575) Really
pleased – সত্যি আনন্দিত
576) I am
delighted= আমি আনন্দিত ।
577) So kind of
you! = আপনার দয়া।
578) Anybody
home? = বাড়িতে কেউ আছেন?
579) Keep
quiet = চুপ কর
580) No
entrance = প্রবেশ নিষেধ
581) It’s
enough = যথেষ্ট হয়েছ
582) What
happened – কি হয়েছে
583) What
an idea! = কি বুদ্ধি!
584) Well done -=
সাবাশ
585) Indeed!
-= সত্যি! (IZABUL-PRINCIPAL-BOU)
586) How
peaceful! = কি শান্ত!
587) Get
lost = বিদায় হোন।
588) Let me
see = আমাকে দেখতে দাও
589) Oh
sure = ও নিশ্চয়ই
590) Who
knows! = কে জানে!
591) Bullshit!
= বাজে কথা
592) But
who cares! = কে ধারধারে!
593) No
more buts = আর কোন কিন্তু নয়
594) How so
= তা কি করে হয়?
595) I
think so = আমি তাই মনে করি
596) Calm
down = শান্ত হও
597) Let’s
have a look = চল দেখি
598) Let’s
run away = চলো এক্ষুনি পালাই
599) I am
getting wet = আমি ভিজে যাচ্ছি
600) I don’t
care! = আমার কিছু যায় আসেনা!
601) How
else =আর কিভাবে?
602) Little
by little = ক্রমান্বয়ে।
603) Is it
so! = তাই নাকি!
604) If you
do case = যদি আপনি চান
605) Have a
good day = ভাল একটি দিন কাটাও।
606) Let’s
sit somewhere = চল কোথাও বসি
607) So far
so good = এ পর্যন্ত সবই ভালো
608) I tend to
think = আমার কেন যেন মনে হয়।
609) I
suppose so = আমিও সেটা ধারণা করছি।
610) I
don’t mind = আমি কিছু মনে করি না।
611) If so, so
what = যদি তাই হয় তাতে কী
612) Keep
your word = তোমার কথা রেখো।
613) Nothing
is impossible = কোন কিছুই অসম্ভব নয়।
614) Whatever
(you want) = তুমি যা চাও।
615) Whatever
you do? = তুমি যা কর।
616) Why
should I care? = কেন আমি পরোয়া করব?
617) Something
else = অন্য কিছু।
618) Nothing
else = অন্য কিছুই না।
619) Talk
sense = চিন্তা করে কথা বল
620) Don’t
say anymore = আর কিছু বলো না।
621) Forget
it = ও ভুলে যাও।
622) What a
pity= কি দু:খজনক ।
623) Hold
on = লাইনে থাকুন (IZABUL-PRINCIPAL-BOU)
624) Do it
at once! = এক্ষুনি কর!
625) Speak
with care = সাবধানে কথা বল।
626) How
strange! = কি অদ্ভুত!
627) By the
grace of Allah = আল্লাহার রহমতে
628) How
absurd! = কি বাজে বকছো!
629) Good
riddance! = যাক বাচা গেল!
630) Just
for asking = চাইলেই
(আরো জানতে দ্বিতীয় অংশে ক্লিক করুন)- দ্বিতীয়অংশ
No comments:
Post a Comment