Saturday, November 17, 2018

বিসিএস সাজেশন-১০০% কমন, ইনশাআল্লাহ-সব পর্ব দেখতে থাকুন-তৃতীয় পর্ব

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
তৃতীয় পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)

PRINCIPAL MD.IZABUL ALAM

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
 যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত
 তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(((সরকারি যেকোনো অফিসের  সেবা  বা  অনলাইন  ভিত্তিক  সেবা  পেতে-এখানে ক্লিক করুন )))

সাধারণ জ্ঞানের অন্যান্য  বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ










 বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Question :বাঙ্গালা ভাষার ইতিবৃত্তকে রচনা করেন?
Answer :
মুহম্মদ শহীদুল্লাহ্
Question : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি উপন্যাস?
Answer :
শেষের কবিতা
Question : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িতধূমকেতুকোন ধরনের প্রকাশনা?
Answer :
পত্রিকা
Question : জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Answer :
রাখালী
Question : ‘রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে?
Answer :
আনোয়ার পাশা
Question : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Answer :
মৃত্যুক্ষুধা
Question : ‘মা যে জননী কান্দেকোন ধরনের রচনা?
Answer :
কাব্য
Question : কোনটি ঠিক?
Answer :
বহিপীর (নাটক)
Question : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Answer :
পথের দাবী
Question : কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
Answer :
ভবিষ্যতের বাঙালি
Question : “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।বলেছেন-
Answer :
প্রমথ চৌধুরী
Question : মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
Answer :
এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
Question : এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা দ্রব্য তৃতীয়
এক ব্যক্তির কাছে % ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
Answer :
১৩১১
Question : চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয়
 অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Answer :
২০%
Question : কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
Answer :
১১৩/৩৫৫
Question : এক বাক্তি তার মোট সম্পত্তির / অংশ ব্যয় করার পর অবশিষ্ট /১২ অংশ ব্যয় করে দেখলেন যে,
তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ?
Answer :
৩০০০
Question : একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ , , মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ত্রেফল কত?
Answer :
১৫
Question : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
Answer :
৮০ মিটার
Question : ‘লাইন অব কন্ট্রোলবলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?
Answer :
ভারত পাকিস্তান
Question : ^+^+^+ ------ +৩১^ = কত?
Answer :
১০৪১৬
Question : , ৩৬, ৮১, ১৪৪,............এর পরবর্তী সংখ্যাটি কত?
Answer :
২২৫
Question : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Answer :
গামা রশ্মি
Question : মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
Answer :
৭৩%
Question : মূল নেই কোন উদ্ভিদের?
Answer :
ঊপরের একটিও নয়
Question : রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে-
Answer :
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
Question : আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
Answer :
অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
Question : পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
Answer :
ইলেক্ট্রন প্রোটনের সংখ্যা সমান
Question : ল্যাপটপ কী?
Answer :
ছোট কম্পিউটার
Question : এসবেসটস কী?
Answer :
অগ্নি নিরোধক খনিজ পদার্থ
Question : পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
Answer :
বায়ুর চাপ কম থাকার কারণে
Question : There are ___ dangerous drivers.
Answer : a lot of
Question : I have read the book ___ you lent me.
Answer : that
Question : Water boils ___ you heat it to 100 Centigrade.
Answer : if
Question : Tell me ___ that.
Answer : who told you
Question : I opened the door as soon as I ____ the bell.
Answer : heard
Question : I am looking for someone who ____ play the piano.
Answer : can
Question : Don\'t make a noise while your father ____.
Answer : is sleeping
Question : As the sun ___, I decided to go out.
Answer : was shining
Question : He gave up ____ football when be got married.
Answer : playing
Question : I have ____ interest in the matter.
Answer : no
Question : ____ is not the only thing that tourists want to see.
Answer : Scenery
Question : Just now he ___ his dinner but he says he\'ll see you when he\'s finished.
Answer : has had
Question : The children were entrusted ____ the care of their uncle.
Answer : with
Question : He parted ___ his friends in tears.
Answer : from
Question : \"I\'ll have a cup of tea,\" my father said, \"because I\'m not hungry.\"
Which of the following sentences is the correct indirect speech?
Answer : My father said that he would have a cup fo tea because he wasn\'t hungry
Question : The expression \'Lingua France\' means:
Answer : The common language
Question : Choose the correct meaning: He raised his eyebrow at my exploration.
Answer : Show surprise or disapproval
Question : 'Razzmatazz' means:
Answer : A noisy activity
Question : The antonym for \'Recalcitrant\'-
Answer : Complaint
Question : The synonym for \'Obdurate\'-
Answer : Stubborn
Question : ‘জঙ্গমএর বিপরীত শব্দ কী?
Answer :
স্থাবর
Question : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
Answer :
প্রত্যয়জনিত
Question : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানেনাএর ব্যবহার কী অর্থে?
Answer :
হ্যাঁ-বাচক
Question : কার মাথায় হাত বুলিয়েছে- এখানেমাথাশব্দের অর্থ-
Answer :
ফাঁকি দেওয়া
Question : নিত্য মূর্ধন্য- কোন শব্দে বর্তমান?
Answer :
আষাঢ়
Question : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
Answer :
সমক্ষ
Question : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
Answer :
উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
Question : তুমি এতক্ষণ কী করেছ? - বাক্যেকীকোন পদ?
Answer :
সর্বনাম
Question : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- বাক্যেআকাশেশব্দটি কোন কারকে কোন
বিভক্তির উদাহরণ?
Answer :
অধিকরণ কারকে সপ্তমী
Question : জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
Answer :
ইউরিয়া
Question : বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Answer :
কামরুল হাসান
Question : কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
Answer :
আয়কর
Question : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
Answer :
সেন্টমার্টিন
Question : ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারীসংবিদানের
কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
Answer :
২৭
Question : প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
Answer :
১৯৭৮
Question : স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
Answer :
বাংলাদেশের ম্যাপ
Question : বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি?
Answer :
বরেন্দ্র গবেষণা যাদুঘর
Question : বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-
Answer :
বেনাপোল
Question : যুদ্ধ সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত -
Answer :
চারটি রেডক্রস কনভেনশন নামে
Question : স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
Answer :
হেগে
Question : বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
Answer :
ইয়োকোহামা
Question : ‘হ্যারি পটারকী?
Answer :
সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
Question : বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
Answer :
মেসোপটেমিয়ায়
Question : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
Answer :
যুক্তরাষ্ট্র
Question : প্রথম কোন শিশুইভএর জন্ম-তারিখ কী?
Answer :
ডিসেম্বর ২৬, ২০০২
Question : ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
Answer :
নেলসন ম্যান্ডেলা
Question : ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
Answer :
আদ্দিস আবাবা
Question : কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
Answer :
রোম চুক্তি
Question : MIGA কখন গঠিত হয়?
Answer :
১৯৮৮
Question : নিচের কোন দেশটি জি- ভুক্ত দেশ নয়?
Answer :
দি নেদারল্যান্ডস্
Question : ‘ব্রেটন উড্ ইন্স্টিটিউট নিচের কোন সংস্থাকে বুঝায়?
Answer :
আইএমএফ বিশ্বব্যাংক
Question : মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়?
Answer :
১৯৬৬
Question : ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
Answer :
১৯৯৫
Question : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকেবীরউত্তমউপাধিতে ভূষিত করা হয়?
Answer :
৬৯জন
Question : x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত?
Answer : 9
Question : 2x^2+x-15 এর উৎপাদক কোনটি?
Answer : (x+3) (2x-5)

Question : বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Answer :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Question : কোন কবিতা রচনার জন্য কাজী নজরম্নল ইসলামেরঅগ্নিবীনাকাব্য নিষিদ্ধ হয়?
Answer :
রক্তাম্বরধারিণী মা
Question : ‘মৃন্ময়ীরবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
Answer :
সমাপ্তি
Question : ‘উত্তম পুরুষউপন্যাসের রচয়িতা কে?
Answer :
রশিদ করিম
Question : ‘কাশবনের কন্যাকোন জাতীয় রচনা?
Answer :
উপন্যাস
Question : কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
Answer :
মনীষা মঞ্জুরী
Question : বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
Answer :
মাইকেল মধুসূদন দত্ত
Question : জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Answer :
কলেস্নাল
Question : ‘ক্ষীয়মান’-এর বিপরতি শব্দ কি?
Answer :
বর্ধমান
Question : ‘নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় হবে-
Answer :
নশ্বর
Question : .যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
Answer :
দ্বিগু সমাস
Question : কোন বাক্যটি শুদ্ধ?
Answer :
তাহার জীবন সংশয়ময়
Question : চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-
Answer :
চাঁদ রূপ মুখ
Question : সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
Answer :
কর্মকারকে শুন্য
Question : যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য?
Answer :
জটিল
Question : ‘সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকারবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Answer :
বলাকা
Question : বাংলা ছন্দ কত রকমের?
Answer :
তিন
Question : কোনটি শুদ্ধ শব্দ?
Answer :
দ্বন্দ্ব
Question : অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
Answer :
অন্ত্যমিল নেই
Question : পুনর্ভবা, নাগর টাঙ্গন কোন নদীর উপনদী?
Answer :
মহানন্দা
Question : প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?
Answer :
মহাস্থানগড়
Question : উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
Answer :
স্যার এফ রহমান
Question : প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকার কত?
Answer :
বছর
Question : সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
Answer :
মালদ্বীপ
Question : কোন বাংলাদেশী উপজাতীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Answer :
মারমা
Question : নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
Answer :
ইবনে বতুতা
Question : বাংলাদেশে বর্তমানে কয় সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
Answer : 3
Question : বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
Answer :
আব্দুল হামিদ
Question : বাংলাদেশে কোন সনে CTBT অনুমোদন করে?
Answer :
২০০০
Question : সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
Answer :
কুমিল্লা
Question : বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Answer :
৬০ জন
Question : বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় উপস্থিতিতে?
Answer :
কোনাবাড়ী
Question : বাঙ্গালী যমুনা নদীর সংযোগ কোথায়?
Answer :
বগুড়া
Question : ‘সাবমেরিন কেবলপ্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
Answer :
ডাক টেলি যোগাযোগ
Question : ২০০৪ সালে সর্ব প্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
Answer :
মিয়ানমার
Question : মূল সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
Answer :
জুলাই ১৯৯১
Question : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
Answer :
বিশ্বব্যাংক
Question : কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
Answer :
মিজোরাম
Question : ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?
Answer :
২০০০
Question :√2 সংখ্যাটি কী সংখ্যা?
Answer :
একটি অমূলদ সংখ্যা
Question : মিটার কত ইঞ্চির সমান
Answer :
৩৯.৩৭ ইঞ্চি
Question : x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?
Answer : 0
Question : x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর .সা.গু কত?
Answer : x-5
Question : 1+2+3+4+........99 = কত?
Answer :
৪৯৫০
Question : log2+log4+log8+......ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
Answer : 55 log2
Question : একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে
 খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
Answer : 16
Question : একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
Answer : 96
মিটার
Question : Y=3x+2, Y=-3x+2 এবংY=-2.. দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
Answer :
বিষসমবাহু ত্রিভুজ
Question : জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Answer :
বেলগ্রেড
Question : পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Answer :
আটলান্টিক প্রশান্ত মহাসাগর
Question : কে \'লৌহ মানবী\' বলে পরিচিত?
Answer :
মার্গারেট থ্যাচার
Question : আবু গারিব বলতে কী বুঝায়?
Answer :
একটি জেলখানা
Question : বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Answer :
পেলে
Question : রাষ্ট্র প্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্র প্রধানের মর্যাদা লাভ করে?
Answer :
ইয়াসির আরাফাত
Question : \'ডিজ আর্মিং ইরাক\' গ্রন্থটির রচয়িতা কে?
Answer :
হ্যান্স ব্লিক্স
Question : উপমহাদেশ থেকে যাবৎ কতজন নোবেল পুরষ্কার পেয়েছেন?
Answer : 7
Question : নেপাল এর বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?
Answer :
ঝালানাথ খানাল
Question : ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সাময়িক অভিযান শুরু হয়?
Answer :
২০০৩ সালের ২০ মার্চ
Question : বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Answer :
দক্ষিন কোরিয়া
Question : বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
Answer :
দক্ষিণ সুদান
Question : আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
Answer :
সংযুক্ত আরব আমিরাত
Question : কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
Answer :
কোনটাই না
Question : ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
Answer :
লিঁয়ো
Question : মধ্য প্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
Answer :
১৯৭৩ সালে
Question : \'বান্দুং\' শহরটি কোন দেশে অবস্থিত?
Answer :
ইন্দোনেশিয়া
Question : \'কার্টাগেনা\' প্রটোকল হচ্ছে-
Answer :
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
Question : Stockings are _ socks
Answer : long
Question : Many students will now be starting to _ about their exams result.
Answer : worry
Question : She told me his name after he _ .
Answer : had left
Question : Climate is a _ of the environment.
Answer : state
Question : I finally killed the fly _ a rolled up newspaper.
Answer : with
Question : We must look pleased or else he\'ll be _
Answer : dissatisfied
Question : The man died _ over eating.
Answer : from
Question : He advised me _ smoking .
Answer : to give up
Question : The expression \'after one\'s own heart\' means :
Answer : To one\'s own liking
Question : \'The day of my sistet\'s marriage is drawing near---\'. The underlined word is a/an -
Answer : adverb
Question : Which is the following sentence is the correct one ?
Answer : My father was in hospital for six weeks during the summer
Question : He intends to _ in the country for two months .
Answer : stay
Question : What are you so angry _ ?
Answer : about
Question : The parents become extremely _ when their son had not returned by eleven o\'clock.
Answer : anxious
Question : \"I _ remember the holiday I spent in your home,\" she said.
Answer : always
Question : He knew it was a avery _ operation, but he was determined to carry it out .
Answer : risky
Question : \'Misanthropist\' means :
Answer : A hater of mankind
Question : First language means the _ language .
Answer : natural
Question : Shaheen would never have taken the job if _ what great demand it would make on his time .
Answer : he had known
Question : She has _ her hair a beautiful shade of brown .
Answer : dyed
Question : x+y=6 এবং xy=8 হলে (x-y)^2 এর মান কত ?
Answer : 4
Question : % হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে ?
Answer :
৪৫০ টাকা
Question : যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় , তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় ?
Answer : 9
Question : প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক -
Answer :
বেশি হয়
Question : কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
Answer :
সেন্টিগ্রেড
Question : CNG - এর অর্থ -
Answer :
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
Question : নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?
Answer :
নিউরন
Question : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Answer :
লোহা
Question : সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
Answer :
১০০০০
Question : রক্তে হিমোগ্লোবিনের কাজ -
Answer :
অক্সিজেন পরিবহন করা
Question : আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বারিত হয়-
Answer :
১৯২৮ সনের ২৭ আগস্ট
Question : ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Answer :
প্যারিস

Question : ১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
Answer :
২৪সেমি
Question : x^2-y^2+2y-1 এর এক্তি উৎপাদক-
Answer : x+y-1
Question : x^2-8x-8y+16+y^2 এর সংগে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে
Answer : 2xy
Question : √2/(√6+2) সমান-
Answer : √3-√2
Question : একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ফুট হলে, বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
Answer :
১২৮ বঃ ফুঃ
Question : a+1/a=√3 হলে a^2+1/a^2 এর মাণ
Answer : 1
Question : .x+y=8,x-y=6 হলে ,x^2+y^2 এর মান-
Answer : 50
Question : দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
Answer :
২৩এবং২৪
Question : ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
Answer : 12
Question : . একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। একা কাজটি ২০ দিনে করতে পারে, একা
কাজটি পারবে-
Answer :
৩০ দিনে
Question : (√3.√5)^4-এর মান কত?
Answer : 225
Question : যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে-
Answer :
একটি অমূলদ সংখ্যা
Question : ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
Answer : 4
Question : কোন সংখার / অংশের সাথে যোগ করলে সংখ্যাটির / অংশ হবে, সংখাটি কত?
Answer :
৩৬
Question : লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. কি.মি. নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে
 পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
Answer :
ঘণ্টা
Question : ১২ জন শ্রমিক দিনে ৭২০ টাকা আয় করে। তবে জন শ্রমিক সমপরিমান টাকা আয় করবে-
Answer :
দিনে
Question : .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
Answer :
৫০%
Question : একটি জারে দুধ পানির অনুপাত :, দুধের পরিমান যদি পানি অপেক্ষা লিটার বেশি হয়
 তবে পানির পরিমান কত?
Answer :
২লিটার
Question : .পিতা মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা,মাতা এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
 পুত্রের বয়স-
Answer :
১৮ বছর
Question : ,,,১০,১৫,২১,......... ধারাতির ১০ম পদ-
Answer :
৫৫
Question : নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-.
Answer :
ইউরিয়া
Question : বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Answer :
মেরুঅঞ্চলে
Question : জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে-
Answer :
কার্বনডাই অক্সাইড
Question : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
Answer :
বালি
Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি -
Answer :
১০ নিউটন
Question : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer :
২৩ জোড়া
Question : বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত-
Answer :
২২/
Question : Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Answer :
ডলি
Question : .দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?
Answer :
কয়লা
Question : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Answer :
সিলিকন চিপ
Question : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
Answer :
অডিও মিটার
Question : বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
Answer :
নাইক্রম তার
Question : শুষ্ক বরফ বলা হয়-
Answer :
হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
Question : নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-
Answer :
ফুসফুস
Question : হাড় দাঁত কে মজবুত করে-
Answer :
ফসফরাস
Question : স্যালিক এসিড-
Answer :
কোনটিই নয়
Question : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-
Answer :
লাল আলোতে
Question : বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-
Answer :
মটিরসঙ্গেসংযোগহয়না
Question : আকাসে বিজলী চমকায়-
Answer :
মেঘের অসংখ্য পানি বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Question : কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
Answer :
ভিটামিন কে
Question : .IAEA-এর নির্বাহী প্রধান হলেন -
Answer :
ইউকিয়ো আমানো
Question : বিশ্বব্যাংকের SOFT LONE WINDOW হল -
Answer : IDA
Question : উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল ?
Answer :
বছর
Question : .যুক্তরাষ্ট্র এর কোণ স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো ?
Answer :
লূইসিয়ানা
Question : জাপান রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
Answer :
কুড়িল দ্বীপপুঞ্জ
Question : যুক্তরাষ্ট্র ইউনিয়ন কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয় ?
Answer :
হাওয়াই
Question : অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের
আয়োজন করেছিল ?
Answer :
ডেনমার্ক
Question : .শেভেন চুক্তি হচ্ছে -
Answer :
কর হ্রাস করা চুক্তি
Question : যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট - নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?
Answer :
ক্যালিফোর্নিয়া
Question : যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন তিনি হচ্ছেন -
Answer :
ফ্রাঙ্কলিনরুজভেল্ট
Question : নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় -
Answer :
১৯৭৯ সালে
Question : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
Answer :
ট্রাইগভে লাই
Question : মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?
Answer :
মেসেডোনিয়া
Question : আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
Answer :
ফিলিপাইন
Question : সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত
Answer :
২০১৫
Question : ইউরো মুদ্রা কখন চালু হয় ?
Answer :
১৯৯৯ সালের জানুয়ারী
Question : .ভারতের কোন রাজ্যের রাজধানী \'ইস্ফল\' ?
Answer :
মনিপুর
Question : গ্রিনিচ মান সময়ের সংগে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
Answer :
ঘণ্টা
Question : লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
Answer :
ফ্রান্স
Question : কোন তারিখে \'আন্তর্জাতিক পরিবেস দিবস\' পালিত হয় ?
Answer :
জুন
Question : কোন তারিখে \'আন্তর্জাতিক পরিবেস দিবস\' পালিত হয় ?
Answer :
জুন
Question : বাংলাদেশের কোথায় সুরমা অও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
Answer :
ভৈরব
Question : .প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
Answer :
গাজী আশরাফ হোসেন লিপু
Question : বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' 'দোয়েল' নাম দুটি কিসের ?
Answer :
উন্নত জাতের গম শস্য
Question : .বেসরকারি বিল কাকে বলে ?
Answer :
সংসদ সদস্যদের উথাপিত বিল
Question : গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
Answer :
উপরের সবগুলো
Question : \'ইরাটম\' কী ?
Answer :
উন্নতজাতেরধান
Question : বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ?
Answer :
গ্রামীণ ব্যাংক
Question : কোন আইন সংস্কার করে ্যাব গঠন করা হয় ?
Answer :
আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
Question : \'মনপুরা ৭০\' কী ?
Answer :
একটি চিত্রশিল্প
Question : বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
Answer :
তিস্তা সেচ প্রকল্প
Question : He has been ill - Friday last.
Answer : since
Question : He gave up - football when he got married.
Answer : playing
Question : Do not make a noise while your father -
Answer : is sleeping
Question : No one can - that he is clever.
Answer : deny
Question : He divided the money - the two children .
Answer : between
Question : 'Out and out' means :
Answer : Thoroughly
Question : \'Maiden speech\' means .
Answer : First speech
Question : As the sun - , I decided to go out.
Answer : was shining
Question : The light have been blown - by the strong wind.
Answer : out
Question : If we want concrete proof, we are looking for - .
Answer : clear evidence
Question : What is the meaning of \'White Elephant\'?
Answer : A very costly or troublesome possession
Question : A person who write about his own life writers-.
Answer : an autobiography
Question : A \'pilgrim\' is a person who undertakes a journey to a -.
Answer : holy place
Question : The correct spelling is :
Answer : Humorous
Question : The word \'ecological\' is related to - .
Answer : environment
Question : \'Paediatric\' relates to the treatment of - .
Answer : children
Question : Chose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury,
who was a teacher, has written four novels.
Answer : flow
Question : Chose the right word to fill the blank : I should appreciate it if you could complet this work –
 Thursday.
Answer : by
Question : Chose the right word to fill the blank : The proper functionof the press is surely to –
the man in the street with facts.
Answer : provide
Question : কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন
Answer :
আনন্দময়ীর আগমনে
Question : টা,টী,খানা ইত্যাদি-
Answer :
পদাশ্রিত নির্দেশক
Question : প্র ,পরা, অপ -
Answer :
সংস্কৃত উপসর্গ
Question : \'ভানুসিংহ ঠাকুরের পদাবলী\'-এর রচয়িতা কে ?
Answer :
রবীন্দ্রনাথ ঠাকুর
Question : 'লাঠালাঠি'- এটি কোন সমাস ?
Answer :
ব্যাতিহার বহূব্রীহি সমাস
Question : .\'যে- তার দর্শন পেলাম, সে- আমরা প্রস্থান করলাম\' - এটি কোন জাতীয় বাক্য ?
Answer :
মিশ্র বাক্য
Question : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
Answer :
মৃত্যুক্ষুধা
Question : \'বনফুল\' কার ছদ্মনাম ?
Answer :
বলাইচাঁদ মুখোপাধ্যায়
Question : .\'পাখি সব করে রব রাতি পোহাইল\' পঙ্গক্তির রচয়িতা কে ?
Answer :
মদনমোহন তর্কালংকার
Question : কোনটির অর্থ \'পক্ব\' অর্থে প্রকাশ পায় ?
Answer :
পাকাআম
Question : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
Answer :
দীনেশ চন্দ্র সেন
বাং

Question : রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কী ?
Answer :

Question : এক গ্রাম পানির তাপমাত্রা ২০ হতে ৩০ সেলসিয়াসে বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
Answer :
১০ ক্যালরি

Question : কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Answer :
. সেকেন্ড

Question : টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Answer :
স্থায়ী চুম্বক

Question : টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
Answer : 3

Question : .পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?
Answer :
এপসন, ১৯৮১

Question : .যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে
রূপান্তরিত করা হয়, তার নাম কী? 
Answer : ট্রান্সফর্মার

Question : .বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
Answer :
কিলোওয়াট ঘণ্টায়

Question : .কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
Answer :
ক্যালসিয়াম কার্বনেট

Question : পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
Answer :
সোডিয়াম

Question : চা পাতায় কোন ভিটামিন থাকে?
Answer :
ভিটামিন-বি কমপ্লেক্স

Question : উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
Answer :
নাইট্রোজেনের

Question : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
Answer :
১৮ ইঞ্চি(প্রায়)

Question : .ক্যান্সার রোগের কারণ কী?
Answer :
কোষের অস্বাভাবিক বৃদ্ধি

Question : জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ?
Answer :
আলট্রা-ভ্যায়োলেট রশ্মি

Question : জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী ?
Answer :
প্রাকৃতিক পরিবেশ

Question : কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান ?
Answer :
নিরক্ষরেখায়

Question : ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে, তাকে কী বলে ?
Answer :
কসমিক ইয়ার

Question : A rocket flying to the moon does not need wings because _.
Answer : space is airless

Question : Rubber is notable for its _.
Answer : elasticity

Question : Julius Caesar was the rular of rome about _.
Answer : 2000 years ago

Question : The South Pole is located in the _.
Answer : Antarctic

Question : Tiger: Zoology :: Mars :
Answer : Astronomy

Question : Break : Repair :: Wound:
Answer : Heal

Question : Frightened : Scream :: Angry :
Answer : Shout

Question : He _ consciousness as a result of his hitting the car\'s dashboard.
Answer : lost

Question : Only after I _ home, did I remember my doctor\'s appointment.
Answer : went

Question : When they had their first child, they put _ a large sum for his education.
Answer : aside

Question : If you count 1 to 100, how many 5s will you pass on the way?
Answer : 20

Question : A farmer had 17 hens.All but 9 died.How many live hens were left ?
Answer : 9

Question : If two typist can type two pages in two minutes, how many typists will it take to type
 18 pages in six minutes.
Answer : 6

Question : The fifth consonant from the beginning of this sentence is the letter_.
Answer : t

Question : If the second day of the month is a Monday, the eighteenth day of the month is a _.
Answer : Wednesday

Question : Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and
walk another 3 meters. What is the distance between them ?
Answer : 10 meters

Question : 30% of 10 is 10% of which ?
Answer : 30

Question : Rahim is 12 years old. He is three times older than Karim. What will be the age of Rahim
when he is two times older than Karim ?
Answer : 16

Question : Divide 30 by half and
Answer :

Question : what do you get ?
Answer : 70

Question : If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph,
what is his average speed ?
Answer : 1.6 mph

Question : বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০% ?
Answer :
স্লোভাকিয়া

Question : বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০% ?
Answer :
স্লোভাকিয়া

Question : \'ইউরোপের ককপিট\' বলা হয় কোন দেশকে ?
Answer :
বেলজিয়াম

Question : মেক্সিকো যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ?
Answer :
সনোরা লাইন

Question : হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ?
Answer :
কুনলুন পর্বত

Question : ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
Answer :
ফ্রাঁসোয়া ওঁলান্দ

Question : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
Answer :
জিমি কার্টার

Question : দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?
Answer :
৩৪২ বছর

Question : NASA-এর সদরদপ্তর কোথায় ?
Answer :
ওয়াশিংটন

Question : ফেয়ার ফ্যাক্স কী ?
Answer :
গোয়েন্দা সংস্থা

Question : যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি ?
Answer :
১০০

Question : বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
Answer :
সেন্ট মার্টিন

Question : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?
Answer :
মার্চ,১৯৭৩

Question : বাংলাদেশের গ্রামের সংখ্যা কত ?
Answer :
৮৭,৩৭২ টি

Question : .নিঝুম দ্বীপের আয়তন কত ?
Answer :
৩৫.১৩৫ বর্গমাইল

Question : হাজংদের অধিবাস কোথায় ?
Answer :
ময়মনসিংহ নেত্রকোনা

Question : জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত ?
Answer :
৪৬. মি.

Question : অপরাজেয় বাংলা কবে উদ্ধোধন করা হয় ?
Answer :
১৬ ডিসেম্ববর, ১৯৭৯

Question : ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
Answer :
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা

Question : ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
Answer :
১৬১০

Question : কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে ?
Answer :
অস্ট্রিক

Question : I cannot _to pay such high prices.
Answer : afford

Question : Which sentence is correct ?
Answer : This is a unique case

Question : There is no alternative _training.
Answer : of

Question : \'Animal Farm\' was written by _.
Answer : George Orwell

Question : The word \'electorate\' means :
Answer : a body of voter

Question : New programs will be _ next week in Bangladesh Television.
Answer : telecast

Question : Who did write first English dictionary ?
Answer : Samuel Johnson

Question : The word \'disinterested\' means:
Answer : neutral

Question : We were waiting for the bus. The underlined part is.
Answer : a noun phrase

Question : Julia has been ill _three months.
Answer : for

Question : Many prefer donating money ..... distributing clothes.
Answer : to

Question : \'Light\' is to \'dark\' as \'cold\' is to _.
Answer : hot

Question : The verb of the word \'short\' is _.
Answer : shorten

Question : \"If winter comes, can spring be far behind?\" These lines were written by _.
Answer : Shelley

Question : \'To get along with\' means :
Answer : to adjust

Question : The price of rice are _.
Answer : rising

Question : The word \'precedence\' means :
Answer : priority

Question : Rizvi requested Rini _ telephone to attend the meeting.
Answer : over

Question : He had written the book before he _.
Answer : retired

Question : Dhaka is becoming one of the _ cities in Asia.
Answer : busiest

Question : \'উপরোধ\' শব্দের অর্থ কী ?
Answer :
অনুরোধ

Question : শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
Answer :
ক্রীতদাসেরহাসি

Question : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?
Answer :
জাহান্নাম হইতে বিদায়

Question : বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
Answer :
আরেক ফাল্গুন

Question : \'সাত সাগরের মাঝি\' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Answer :
ফররুখ আহমদ

Question : .জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
Answer :
কবিতার কথা

Question : .নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
Answer :
ধূমকেতু

Question : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
Answer :
মীর মশাররফ হোসেন

Question : রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?
Answer :
ক্ষুধিত পাষাণ

Question : .কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
Answer :
১৭৫৩সালে

Question : মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
Answer :
বেহুলা গীতাভিনয়

Question : দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
Answer :
বিয়ে পাগলা বুড়ো

Question : ইয়ংবেঙ্গল কী ?
Answer :
ইংরেজি ভাভধারাপুস্ট বাঙালি যুবক

Question : .বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
Answer :
দিক্দর্শন

Question : বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
Answer :
উনিশ শতকে

Question : লোকসাহিত্য কাকে বলে ?
Answer :
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে

Question : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
Answer :
রাধাকৃষ্ণের প্রেমের দূতী

Question : .বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
Answer :
মিথিলার

Question : মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
Answer :
ভারতচন্দ্র রায়গুনাকার

Question : চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
Answer :
নেপালের রাজগ্রন্থশালা থেকে


Question : বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
Answer :
১১টি

Question : \'তৎসম\' শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
Answer :
সাধু রীতি

Question : বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
Answer :
রাজা রামমোহন

Question : ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
Answer :
সাত সাগর এর মাঝি

Question : প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Answer :
শাহ্ মুহাম্মাদ সগীর

Question : ‘চাচাকাহিনীর লেখক কে? Answer : সৈয়দ মুজতবা আলী
(সমাপ্ত)

আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান অন্যান্য):






৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়



৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ  সাহিত্য বিষয়ক)




বিঃদ্রঃ  নিজের  অর্থসময়  ও  শ্রম  ব্যয়  করে  আপনাদের  উপকার  করে  যাচ্ছি। পারলে  আমার  একটু উপকার করুন এই  ব্লগের  উপরে ও নীচে  কিছু  এ্যাড   আছে আপনি   শুধু   এই   এ্যাডে   একবার ক্লিক করুনএতে আপনার  অর্থ ও  সময় ব্যয় হবে নাফ্রি  ফ্রি অন্যের   জিনিস  নিয়ে  নিজে  উপকৃত  হবেন  আর  অন্য উপকার করবেন নাসেটাতো  স্বার্থপরতার  লক্ষণ


Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU