BOU

Friday, November 16, 2018

বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-১০০% কমন নিশ্চিত-(৪৭ তম পর্ব)


গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান-যা পরীক্ষায় প্রায়ই আসে।

BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)


PRINCIPAL MD.IZABUL ALAM
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge- (Inspection Wing, Control Room, Recruitment & Training School-(A LARGE COMPANY.)
Bangladesh Online University –
 ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  
একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত।
 তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

((সরকারি যেকোনো অফিসের ই-সেবা বা অনলাইন ভিত্তিক সেবা পেতে- 

সাধারণ জ্ঞানের অন্যান্য  বিষয়ের পর্ব দেখতে চাইলে  
এদের উপর ক্লিক করুনঃ


গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক
গোয়েন্দা সংস্থা :
১। ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র
২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য
৩। মুখবরাত- মিশর
৪। মোসাদ- ইসরায়েল
৫। আমান- ইসরায়েল
৬। সাভাক- ইসরায়েল
৭। র ( RAW) – ভারত
৮। আইএসআই- পাকিস্তান
বিমানসংস্থার নাম:
১। ইন্দোনেশিয়া – গারুদা
২। জার্মানি – লুফথানসা
৩। রাশিয়া – এরোফ্লট
৪। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র
বিমানবন্দর :
১। হিথ্রো বিমানবন্দর – লন্ডন
২। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল
দিবস:
১। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
২। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
৩। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে
৪। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে
৫। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
৬। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট
৭। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর
৮। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর
৯। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর
১০৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর
১১। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর
১২। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর
১৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
নতুন ও পুরাতন নাম:
১। জিম্বাবুয়ে – দক্ষিণ রোডেশিয়া
২। বারকিনা ফাসো- আপার ভোল্টা
৩। কঙ্গো প্রজাতন্ত্র – জায়ারে
৪। ঘানা- গোল্ড কোস্ট
৫। জাম্বিয়া- উত্তর রোডেশিয়া
৬। নেদারল্যান্ড – হল্যাণ্ড
৭। চীন- ক্যাথে
৮। জার্মানি- ডয়েচেল্যান্ড
পর্বত:
১। আন্দিজ পর্বতমালা- দক্ষিণ আমেরিকা
২। পৃথিবীর সর্বোচ্চ পর্বত- মাউন্ট এভারেস্ট
৩। এডামস পিক- শ্রীলঙ্কা
৪। তোরাবোরা গুহা/ পাহাড় – আফগানিস্তান
৫। কিনাবালু- মালয়েশিয়া
উপত্যকা :
১। সোয়াত উপত্যকা – পাকিস্তান
২। মৃত্যু উপত্যকা – আমেরিকা যুক্তরাষ্ট্র
মরুভূমি :
১। সাহারা মরুভূমি – পৃথিবীর সবচেয়ে মরুভূমি। একে ” আফ্রিকার দুঃখ ” বলা হয়।
২। গোবি মরুভূমি – ( মঙ্গোলিয়া-চীন)৩। কালাহারি মরুভূমি – আফ্রিকা
৪। তাকলামাকান- চীন
৫। থর- (ভারত-পাকিস্তান)
৬। চিহুয়াহুয়ান- (মেক্সিকো – যুক্তরাষ্ট্র)
সাগর তীরবর্তী রাষ্ট্র :
১। ভূমধ্যসাগর – মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনেসিয়া, মরক্কো, স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, 
লেবানন,
 ইসরায়েল
স্থলবেষ্টিত রাষ্ট্র :
১। বিশ্বের মোট স্থল বেষ্টিত দেশের সংখ্যা – ৪৫টি
২। এশিয়া-নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান
৩। ইউরোপ – হাঙ্গেরি, সুইজারল্যান্ড, কসোভো
৪। আফ্রিকা – ইথিওপিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ সুদান
৫। দক্ষিণ আমেরিকা- প্যারাগুয়ে, বলিভিয়া
ছিদ্রায়িত রাষ্ট্র :
১। ২টি; যথা- ইটালি, দক্ষিণ আফ্রিকা
রাজধানীর নামঃ
১। মঙ্গোলিয়া- উলানবাটোর
২। উত্তর কোরিয়া- পিয়ংইয়ং
৩। মায়ানমার- নাইপিদো
৪। কম্বোডিয়া – নমপেন
৫। লাওস- ভিয়েনতিয়েন
৬। মালয়েশিয়া – কুয়ালালামপুর
৭। শ্রীলঙ্কা – কলম্বো
৮। লেবানন – বৈরুত
৯। সিরিয়া- দামেস্ক
১০। তুরস্ক – আঙ্কারা
১১। কাতার- দোহা
১২। জর্ডান- আম্মান
১৩। কাজাখস্তান – আস্তানা
১৪। কিরগিজস্তান – বিশকেক
১৫। তুর্কমেনিস্তান – আশখাবাদ
১৬। উজবেকিস্তান – তাসখন্দ
১৭। তাজিকিস্তান – দুশানবে
১৮। ফিনল্যান্ড – হেলসিংকি
১৯। ডেনমার্ক – কোপেনহেগেন
২০। ইউক্রেন – কিয়েভ
২১। বেলজিয়াম – ব্রাসেলস
২২। কসোভো- প্রিস্টিনা
২৩। নেদারল্যান্ড- আমস্টারডাম
২৪। পোল্যান্ড- ওয়ারস
২৫৷ এস্তোনিয়া- তাল্লিন
২৬। লাটভিয়া- রিগা
২৭। দক্ষিণ সুদান- জুবা
২৮। বুরুন্ডি- বুজুমবুরা
২৯। মাদাগাস্কার – আনতানানারিবো
৩০। উগান্ডা – কাম্পালা
৩১। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র – কিনসাসা
৩২। সেনেগাল- ডাকার
৩৩। দক্ষিণ আফ্রিকা – কেপটাউন
৩৪। বারকিনা ফাসো- ওয়াগাডুগু
৩৫। মৌরিতানিয়া- নৌয়াকচট
৩৬। ইথিওপিয়া – আদ্দিস আবাবা
৩৭। হন্ডুরাস – তিগুচিগালপা
৩৮। চিলি- সান্টিয়াগো
৩৯। আর্জেন্টিনা – বুয়েন্স আয়ারস
৪০। পেরু- লিমা
দ্বীপ :
১। পৃথিবীর বৃহত্তম দ্বীপ – গ্রীণল্যান্ড
২। গ্রীণল্যান্ড দ্বীপটির মালিকানা – ডেনমার্ক
৩। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কিন্তু রাজনৈতিক ভাবে ইউরোপের- গ্রীণল্যান্ড
৪। পৃথিবীর সর্বাধিক দ্বীপরাষ্ট্র – ইন্দোনেশিয়া
৫। কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৬। শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৭। সেনকাকু নিয়ে বিরোধ রয়েছে- চীন ও জাপান
৮। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে – চীন ও ভিয়েতনাম
৯। আবু মুসা দ্বীপ – ইরান ও সংযুক্ত আরব আমিরাত
১০। পেরেজিল দ্বীপ – মরক্কো ও স্পেন
১১। ফকল্যান্ড – আর্জেন্টিনা ও ব্রিটেন
১২। চীনে ‘দিয়াওয়াও’ নামে পরিচিত – সেনকাকু দ্বীপপুঞ্জ
১৩। জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা
১৪। আফ্রিকা ও এশিয়ার মধ্যে ভূমি সেতুর কাজ করে- সিনাই উপত্যকা
হ্রদ :
১৫। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর
১৬। বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র হ্রদ
১৭। গ্রেট লেকস কয়টি?- ৫ টি
১৮। তাঞ্জানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত – ভিক্টোরিয়া হ্রদ
১৯। বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল
২০। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ- আসাল হ্রদ
২১। লবণ সাগরের আসল নাম- মৃত সাগর
২২। পৃথিবীর যে সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে- মৃতসাগর/ লবণ সাগর
প্রণালি :
২৩। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালী
২৪। ভারত হতে শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালি
২৫। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করেছে- হরমুজ প্রণালি
২৬। এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে- বাব-এল-মান্দেব
২৭। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালি
২৮। ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
২৯। ফ্রান্স ও ব্রিটেন পৃথক করেছে- ইংলিশ চ্যানেল
৩০। ব্রজেন দাস- একজন বাঙ্গালি সাঁতারু
৩১। পৃথিবীর বৃহত্তম খাল- সুয়েজ খাল
৩২। সুয়েজ খাল অবস্থিত – মিশর
৩৩। সুয়েজ খাল চালু হয়- ১৮৬৯ সালে
৩৪। সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগর ও লোহিত সাগর
৩৫। পানামা খাল সংযুক্ত করেছে- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
নদী:
৩৬। পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ
৩৭। নীলনদ প্রবাহিত হয়েছে- ১১ টি
৩৮। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? – নীল
৩৯। পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন
৪০। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন
৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন
৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত
৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত
৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা
৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি
৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ
৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান
৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান
জলপ্রপাত :
৫০। বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস
৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা
৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া
ভৌগলিক উপনাম:
৫৩। বিশ্বের রাজধানী – নিউইয়র্ক
৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো
৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর
৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা
৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ
৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন
৬২। সাত পাহাড়ের শহর– রোম
৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো
৬৪। সংস্কৃতির শহর- প্যারিস
৬৫। বিগ আপেল – নিউইয়র্ক
৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম
৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে
৭০। সাত পাহাড়ের দেশ – রোম
ভাষা:
৭১। চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ
৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি
৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ
৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান
৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ
৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান
৭৮। আফগানিস্তান- পশতু
৭৯। ভুটান- দোজাংখা
৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি
৮১। মালদ্বীপ – দিভেহী
৮২। শ্রীলঙ্কা – সিংহলি
৮৩। ইসরায়েল – হিব্রু
৮৪। মালয়েশিয়া – মালয়
৮৫। কম্বোডিয়া – খেমার
৮৬। ঘানা- আকান
সমুদ্রবন্দরঃ
৮৭। আকাবা- জর্ডান
৮৮। বন্দর আব্বাস – ইরান
৮৯। এডেন– ইয়েমেন
৯০। হাইফা- ইসরায়েল
৯১। ডানজিগ– পোল্যান্ড
৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম
৯৩। পোর্ট সৈয়দ – মিশর
৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো
৯৫। বেনগাজী- লিবিয়া
৯৬। উমকাসর- ইরাক
৯৭। ইসকানদারুন- তুরস্ক
মুদ্রা :
৯৮। গুলট্রাম- ভুটান
৯৯। কিয়াট- মায়ানমার
১০০। রিংগিত- মালয়েশিয়া
১০১। ইসরায়েল – শেকেল
১০২। জলোটি- পোল্যান্ড
১০৩। সেডি- ঘানা
১০৪। ডং- ভিয়েতনাম
আইনসভা :
১০৫। ইসরায়েল – নেসেট
১০৬। জাপান – ডায়েট
১০৭। আফগানিস্তান – লয়া জিরগা
১০৮। যুক্তরাষ্ট্র – কংগ্রেস
১০৯। রাশিয়া – স্টেট ডুমা
১১০। পাকিস্তান – মজলিশ
১১১। নরওয়ে – স্টরটিং
১১২। ডেনমার্ক – ফোকেটিং
১১৩। জার্মানি – বুন্টেসট্যাগ

(সমাপ্ত-৪৮তম পর্ব দেখুন)



আরো অধিক বিষয় জানতে এদের উপর  ক্লিক করুন- (সাধারণ জ্ঞান  অন্যান্য):

৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।
৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক)

বিঃদ্রঃ 
 নিজের অর্থ, সময়  শ্রম ব্যয় করে আপনাদের  উপকার  করে  যাচ্ছি পারলে  আমার একটু উপকার করুন- এই  ব্লগের উপরে  নীচে কিছু এ্যাড আছে আপনি শুধু  এই এ্যাডে একবার  ক্লিক করুন এতে আপনার অর্থ  সময় ব্যয় হবে না ফ্রি  ফ্রি  অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত  হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো  স্বার্থপরতার  লক্ষণ
Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh
((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুন- সব পর্ব))

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU