বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM
সাধারণ জ্ঞানের অন্যান্য বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
কিছু কথা:
সরকারি চাকরি পাওয়া সোনার হরিণের মতো।কারো মেধা আছে টাকা নেই, মামা
নেই।আবার টাকা আছে মেধা নেই।বয়স শেষ হলে খোঁজ নিতে থাকে কোম্পানিগুলোতে। সেখানে
আবার পূর্ব অভিজ্ঞতা ছাড়া চাকরি হয় না।সকলেই বলে চাকরিই হলো না পূর্ব অভিজ্ঞতা
অর্জন হবে কোথা থেকে।চাকরি না পেলে এমন কথাই সবার মুখে শোনা যায়। তবে আমি বলি মেধা
থাকলে চাকরির অভাব নেই।পড়া শোনার পাশাপাশি চাকরির জন্য পূর্ব থেকেই যদি বিভিন্ন
চাকরি পরীক্ষার প্রশ্ন পত্র দেখা যায় আর সেই অনুসারে পূর্ব প্রস্তুতি নিতে থাকলে
তার জন্য চাকরি কোনো ব্যাপার নয়। তবে যাদের পড়াশোনা শেষের পথে বা শেষ হয়েছে অথচ
চাকরি পান নি তাদেরকে Bangladesh Online University চাকরি পাওয়ার ১০০%
নিশ্চয়তা দিচ্ছে। তবে কথা হচ্ছে চর্চা বা অনুশীলনীর বিকল্প নেই।আমার পোস্টকৃত প্রতিটি
পর্ব অনুসরণ করতে থাকুন। দেখবেন চাকরি আপনাকে ১০০% ধরা দেবে।আপনি প্রস্তুতি নিচ্ছেন
প্রথম শ্রেণির চাকরির জন্য কিন্তু দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির চাকরি আপনার হাতের মুঠোয়,
বিশেষ করে যারা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষক পদের জন্য আবেদন করবেন তাদের জন্য ১০
লক্ষ টাকার উপকার দিবে। ঘুষ ছাড়াই নিজ মেধায় চাকরি নিতে সব সময় আমাকে অনুসরণ করতে থাকুন।
আমার ব্লগে সকলেই উপকৃত হবেন। তবে আমাদের মধ্যে স্বার্থপরতা আর অকৃতজ্ঞতার
কারনে অন্যের প্রতি কৃতজ্ঞশীল হতে চাই না।কিন্তু কেন?
বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-পর্ব-০১
Question : কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ?
Answer : হুমায়ুন
Question : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?
Answer : মুনীর চৌধুরী
Question : 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Answer : প্রলয়োল্লাস
Question : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
Answer : রবীন্দ্রনাথ ঠাকুর
Question : বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
Answer : গিরিশ চন্দ্র সেন
Question : ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত -
Answer : উপন্যাসের নাম
Question : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
Answer : আবদুল গাফফার চৌধুরী
Question : ‘কবর’ নাটক কার রচনা?
Answer : মুনীর চৌধুরী
Question : .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
Answer : ৫০%
Question : চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে,
চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
Answer : ২০%
Question : সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?
Answer : ২৫ টাকা
Question : (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
Answer : ১/ ৮
Question : দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
Answer : ১৬
Question : ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
Answer : ১০টি
Question : ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
Answer : ২৫
Question : কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে ।
যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
Answer : ১৪৪ টাকা
Question : নিচের কোন সংখ্যাটি মৌলিক
Answer : ৪৭
Question : ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল
মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
Answer : ৮০
Question : ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_
Answer : কর্কটক্রান্তি রেখা
Question : ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল
Answer : পর্তুগিজ
Question : কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
Answer : লৌহ
Question : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –
Answer : অক্সিজেন ও গ্লুকোজ
Question : ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?
Answer : কলা
Question : সংকর ধাতু পিতলের উপাদান ?
Answer : তামা ও দস্তা
Question : প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
Answer : উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
Question : নবায়নযোগ্য শক্তির উৎস –
Answer : সূর্যরশ্মি
Question : জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
Answer : এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
Question : নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
Answer : বায়োগ্যাস
Question : পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
Answer : মধ্যাকর্ষণ বলের জন্য
Question : দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -
Answer : বিদ্যুৎ এর অপচয় কম হয়
Question : সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে -
Answer : কার্বন দন্ড ও দস্তার কৌটা
Question : যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
Answer : নিয়ত বায়ু
Question : বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা -
Answer : তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Question : মাছ অক্সিজেন নেয় -
Answer : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
Question : যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -
Answer : লাল, আসমানী, সবুজ
Question : What is the meaning of \'White Elephant\'?
Answer : A very costly or troublesome possession
Question : What kind of noun is girl ?
Answer : Common
Question : What kind noun is Cattle ?
Answer : Collective
Question : \'Animal Farm\' was written by _.
Answer : George Orwell
Question : Who is author of India wins freedom ?
Answer : Abul Kamal azad
Question : ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
Answer : সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
Question : ক্রিয়াপদের মূল অংশকে বলে---
Answer : ধাতু
Question : গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
Answer : শবদাহ
Question : ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর -
Answer : রত্ম + আকর
Question : কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
Answer : পাকা পাকা আম
Question : কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
Answer : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
Question : কোনটি তদ্ভব শব্দ ?
Answer : চাঁদ
Question : শুদ্ধ বানান কোনটি ?
Answer : মুমূর্ষু
Question : ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে -
Answer : পর্তুগিজ ভাষা হতে
Question : কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?
Answer : মাথা খাটিয়ে কাজ করবে
Question : শুদ্ধ বাক্য কোনটি ?
Answer : দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
Question : ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
Answer : ১৬১০
Question : বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
Answer : উন্নত জাতের গম শস্য
Question : উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
Answer : স্যার এ এফ রহমান
Question : পূর্বাশা দ্বীপের অপর নাম –
Answer : দক্ষিণ তালপট্টি
Question : বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Answer : সোনারগাঁয়ে
Question : বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
Answer : ইরাক
Question : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
Answer : ১৭৯৩ সালে
Question : ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
Answer : মির্জা আহমেদ জান
Question : বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে -
Answer : বিজয়পুরে
Question : পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
Answer : সোমপুর বিহার
Question : বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
Answer : মহাস্থানগড়ে
Question : নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
Answer : যুক্তরাষ্ট্র
Question : ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
Answer : ইরাক
Question : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Answer : তুরস্ক
Question : দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
Answer : ১৯৪৫ সালের এপ্রিল মাসে
Question : কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
Answer : প্যাট্রিক লুমুম্বা
Question : হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল -
Answer : ১৯৪৫ সালের আগষ্ট মাসে
Question : যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে -
Answer : যুক্তরাষ্ট্র
Question : নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল -
Answer : জাপান
Question : জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
Answer : ট্রাইগভে লাই
Question : IMF এর সদর দপ্তর কোথায়?
Answer : ওয়াশিংটন ডিসি
Question : ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
Answer : জেদ্দা
Question : ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
Answer : হোয়াইট হল
Question : পিএলও(PLO)-এর সদর দপ্তর হল -
Answer : রামাল্লা
Question : সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
Answer : ১৯৮৫
Question : বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা – (২০১২)
Answer : ১৯৩
Question : সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
Answer : সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
Question : বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
Answer : ১০ এপ্রিল ১৯৭১
Question : a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
Answer : 4
Question : যদি (x-5)(a+x) = x2-25 হয়, তবে a এর মান কত ?
Answer : ৫
Question : a+b+c= 0 হলে a^3+b^3+c^3 এর মান কত ?
Answer : 3abc
Question : What is the synonym of competent ?
Answer : Capable
Question : What is antonym of jovial ?
Answer : Jealous
Question : What is antonym of Gentle ?
Answer : Rude
Question : ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
Answer : সমকোণী
Question : সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে -
Answer : √3/4 a^2
Question : I am not bad--- tennis.
Answer : at
Question : Choose the correct alternative to correct the sentence. He ………. to see us
if he had been able to do .
Answer : would have come
Question : Choose the appropriate alternative to complete the sentence. He had a _______ of fever.
Answer : severe attack
Question : Choose the correct answer. How long did you wait ?
Answer : Till he came
Question : Choose the correct sentence -
Answer : The man who said that was a fool
Question : Choose the correct sentence -
Answer : Each of three boys got a prize
Question : Choose the correct sentence -
Answer : I asked javed if he had passed
Question : কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
Answer : নিমরাজি
Question : ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
Answer : হামিদুজ্জামান খান
Question : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
Answer : ১৬ ডিসেম্বর ১৯৭২
Question : ‘চাচা’ কাহিনীর লেখক কে?
Answer : সৈয়দ মুজতবা আলী
Question : বেগম রোকেয়ার রচনা কোনটি?
Answer : অবরোধবাসিনী
Question : বৈরাগ্য সাধনে -----সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
Answer : মুক্তি
Question : বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
Answer : বিহারীলাল চক্রবর্তী
Question : ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা -
Answer : মাওলানা আকরাম খাঁ
Question : ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা -
Answer : আবুল মনসুর আহমদ
Question : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক -
Answer : দৌলত কাজী
Question : রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক -
Answer : শরৎচন্দ্র
Question : ১ মিটার কত ইঞ্চির সমান
Answer : ৩৯.৩৭ ইঞ্চি
Question : চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ।
১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
Answer : ৭২০ টাকা
Question : ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
Answer : ২৫.৯৩ টাকা
Question : একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -
Answer : ৪ লিটার
Question : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
Answer : ১২৮ মিটার
Question : আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
Answer : বেরিং
Question : ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
Answer : ৯৯
Question : ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
Answer : ৬৪
Question : ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
Answer : ২২.৫°
Question : একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক
বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
Answer : ৩ জন
Question : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
Answer : বালি
Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
Answer : ১০ নিউটন
Question : ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।
ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
Answer : ১৫ কি.মি
Question : একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড
পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
Answer : ১৯২৫ ফুট
Question : সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
Answer : বায়ু প্রবাহের প্রভাব
Question : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
Answer : প্রিজমের কাজ করে
Question : কাজ করার সামর্থ্যকে বলে -
Answer : শক্তি
Question : ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
Answer : সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
Question : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer : ২৩ জোড়া
Question : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
Answer : বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
Question : ইউরিয়া সারের কাঁচামাল
Answer : মিথেন গ্যাস
Question : সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো -
Answer : ইরি ৮
Question : বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
Answer : একই হয়
Question : বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Answer : মিথেন
Question : সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -
Answer : ষ্টোরেজ ব্যাটারি
Question : মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ
দূরত্ব অতিক্রম করে -
Answer : ওয়েভ গাইডের মধ্য দিয়ে
Question : কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -
Answer : এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
Question : মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় -
Answer : পরমাণু
Question : He has been ill - Friday last.
Answer : since
Question : 'Out and out' means :
Answer : Thoroughly
Question : What is the verb of the word 'ability'?
Answer : enable
Question : May Allah help you. What kind of sentence is this ?
Answer : Optative
Question : A rolling stone gathers no moss. what rolling' is ?
Answer : Adjective
Question : Which is the noun of the word beautiful ?
Answer : Beauty
Question : Hold water means -
Answer : Bear examination
Question : "Justice delayed is justice denied" was stated by_
Answer : Gladstone
Question : Who is poet of the Victorian age ?
Answer : Robert Browning
Question : Who is the author of `For Whom the Bell Tolls' ?
Answer : Ernest Hemingway
Question : ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
Answer : সদাচার
Question : সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
Answer : প্রত্যয়
Question : ‘সূর্য’ – এর প্রতিশব্দ
Answer : আদিত্য
Question : সমাস ভাষাকে কী করে?
Answer : সংক্ষেপ করে
Question : বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে --
Answer : পদ
Question : কোনটি শুদ্ধ বাক্য ?
Answer : একটা গোপনীয় কথা বলি
Question : ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন -
Answer : ক্ষমার্হ
Question : কোনটি শুদ্ধ ?
Answer : সৌজন্য
Question : ‘অর্ধচন্দ্র’ এর অর্থ -
Answer : গলাধাক্কা দেওয়া
Question : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
Answer : বরিশাল
Question : বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
Answer : ৫:৩
Question : ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
Answer : মির্জা আহমেদ জান
Question : বি.কে. এস. পি হলো -
Answer : একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
Question : ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
Answer : অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
Question : কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
Answer : যশোর
Question : বাসস একটি -
Answer : একটি সংবাদ সংস্থার নাম
Question : বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
Answer : ভাওয়াল ও মধুপুরের বনভূমি
Question : বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
Answer : মেঘনা
Question : হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় -
Answer : ১৯৮৬ সালে
Question : মিশুকের স্থপতি কে ?
Answer : হামিদুজ্জামান খান
Question : বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
Answer : রংপুর
Question : মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
Answer : করতোয়া
Question : মা ও মণি হলো -
Answer : একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
Question : চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য -
Answer : দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
Question : বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
Answer : ২ কোটি ৪০ লক্ষ একর
Question : উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
Answer : ২০০ নটিক্যাল মাইল
Question : এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
Answer : ইয়েমেন
Question : ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
Answer : বার্সোলনা
Question : মালদ্বীপের মুদ্রার নাম কী ?
Answer : রুপাইয়া
Question : জাপানের পার্লামেন্টের নাম -
Answer : ডায়েট
Question : ওডার-নীস নদী -
Answer : পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
Question : পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
Answer : প্যালেষ্টাইন
Question : ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -
Answer : বিনা সুদে
Question : সাউথ কমিশনের চেয়ারম্যান -
Answer : জুলিয়াস নায়ারে
Question : আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
Answer : ভিয়েনায়
Question : আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা -
Answer : Paul harris
Question : এফটা –[AFTA] বলতে বোঝায় -
Answer : একটি বাণিজ্যিক গোষ্ঠী
Question : ‘------ সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
Answer : ৮ ই
Question : জাতিসংঘ দিবস কোনটি?
Answer : ২৪ অক্টোবর
Question : নামিবিয়ার রাজধানী -
Answer : উইন্ডহুক
Question : ‘হারারে’- এর পুরাতন নাম -
Answer : সলসবেরী
Question : বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Answer : ১৪ ডিসেম্বর
Question : a – {a –(a+1)} = কত
Answer : a+1
Question : যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
Answer : 54
Question : (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
Answer : -3
Question : `syntax' means -
Answer : Sentence building
Question : What is the synonym of `Incite' ?
Answer : Instigate
Question : What is the antonym `Honorary' ?
Answer : Salaried
Question : একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
Answer : n/√2-1
Question : Fill in the blanks He has assured me_______safety ?
Answer : of
Question : Choose the correct sentence -
Answer : He was hanged for murder
Question : Choose the correct sentence -
Answer : The rich are not always happy
Question : কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
Answer : নিমরাজি
Answer : সৈয়দ মুজতবা আলী
Question : বেগম রোকেয়ার রচনা কোনটি?
Answer : অবরোধবাসিনী
Question : বৈরাগ্য সাধনে -----সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
Answer : মুক্তি
Question : বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
Answer : বিহারীলাল চক্রবর্তী
Question : ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা -
Answer : মাওলানা আকরাম খাঁ
Question : ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা -
Answer : আবুল মনসুর আহমদ
Question : পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক -
Answer : দৌলত কাজী
Question : রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক -
Answer : শরৎচন্দ্র
Question : ১ মিটার কত ইঞ্চির সমান
Answer : ৩৯.৩৭ ইঞ্চি
Question : চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় ।
১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
Answer : ৭২০ টাকা
Question : ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
Answer : ২৫.৯৩ টাকা
Question : একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ -
Answer : ৪ লিটার
Question : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
Answer : ১২৮ মিটার
Question : আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
Answer : বেরিং
Question : ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
Answer : ৯৯
Question : ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
Answer : ৬৪
Question : ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
Answer : ২২.৫°
Question : একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক
বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
Answer : ৩ জন
Question : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
Answer : বালি
Question : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
Answer : ১০ নিউটন
Question : ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।
ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
Answer : ১৫ কি.মি
Question : একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড
পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
Answer : ১৯২৫ ফুট
Question : সমুদ্র স্রোতের অন্যতম কারণ -
Answer : বায়ু প্রবাহের প্রভাব
Question : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
Answer : প্রিজমের কাজ করে
Question : কাজ করার সামর্থ্যকে বলে -
Answer : শক্তি
Question : ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে -
Answer : সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
Question : মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Answer : ২৩ জোড়া
Question : ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
Answer : বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
Question : ইউরিয়া সারের কাঁচামাল
Answer : মিথেন গ্যাস
Question : সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো -
Answer : ইরি ৮
Question : বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
Answer : একই হয়
Question : বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Answer : মিথেন
Question : সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে -
Answer : ষ্টোরেজ ব্যাটারি
Question : মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ
দূরত্ব অতিক্রম করে -
Answer : ওয়েভ গাইডের মধ্য দিয়ে
Question : কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় -
Answer : এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
Question : মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় -
Answer : পরমাণু
Question : He has been ill - Friday last.
Answer : since
Question : 'Out and out' means :
Answer : Thoroughly
Question : What is the verb of the word 'ability'?
Answer : enable
Question : May Allah help you. What kind of sentence is this ?
Answer : Optative
Question : A rolling stone gathers no moss. what rolling' is ?
Answer : Adjective
Question : Which is the noun of the word beautiful ?
Answer : Beauty
Question : Hold water means -
Answer : Bear examination
Question : "Justice delayed is justice denied" was stated by_
Answer : Gladstone
Question : Who is poet of the Victorian age ?
Answer : Robert Browning
Question : Who is the author of `For Whom the Bell Tolls' ?
Answer : Ernest Hemingway
Question : ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
Answer : সদাচার
Question : সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
Answer : প্রত্যয়
Question : ‘সূর্য’ – এর প্রতিশব্দ
Answer : আদিত্য
Question : সমাস ভাষাকে কী করে?
Answer : সংক্ষেপ করে
Question : বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে --
Answer : পদ
Question : কোনটি শুদ্ধ বাক্য ?
Answer : একটা গোপনীয় কথা বলি
Question : ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন -
Answer : ক্ষমার্হ
Question : কোনটি শুদ্ধ ?
Answer : সৌজন্য
Question : ‘অর্ধচন্দ্র’ এর অর্থ -
Answer : গলাধাক্কা দেওয়া
Question : প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
Answer : বরিশাল
Question : বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
Answer : ৫:৩
Question : ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
Answer : মির্জা আহমেদ জান
Question : বি.কে. এস. পি হলো -
Answer : একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
Question : ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -
Answer : অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
Question : কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
Answer : যশোর
Question : বাসস একটি -
Answer : একটি সংবাদ সংস্থার নাম
Question : বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
Answer : ভাওয়াল ও মধুপুরের বনভূমি
Question : বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
Answer : মেঘনা
Question : হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় -
Answer : ১৯৮৬ সালে
Question : মিশুকের স্থপতি কে ?
Answer : হামিদুজ্জামান খান
Question : বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
Answer : রংপুর
Question : মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
Answer : করতোয়া
Question : মা ও মণি হলো -
Answer : একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
Question : চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য -
Answer : দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
Question : বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
Answer : ২ কোটি ৪০ লক্ষ একর
Question : উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
Answer : ২০০ নটিক্যাল মাইল
Question : এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
Answer : ইয়েমেন
Question : ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
Answer : বার্সোলনা
Question : মালদ্বীপের মুদ্রার নাম কী ?
Answer : রুপাইয়া
Question : জাপানের পার্লামেন্টের নাম -
Answer : ডায়েট
Question : ওডার-নীস নদী -
Answer : পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
Question : পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
Answer : প্যালেষ্টাইন
Question : ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -
Answer : বিনা সুদে
Question : সাউথ কমিশনের চেয়ারম্যান -
Answer : জুলিয়াস নায়ারে
Question : আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
Answer : ভিয়েনায়
Question : আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা -
Answer : Paul harris
Question : এফটা –[AFTA] বলতে বোঝায় -
Answer : একটি বাণিজ্যিক গোষ্ঠী
Question : ‘------ সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
Answer : ৮ ই
Question : জাতিসংঘ দিবস কোনটি?
Answer : ২৪ অক্টোবর
Question : নামিবিয়ার রাজধানী -
Answer : উইন্ডহুক
Question : ‘হারারে’- এর পুরাতন নাম -
Answer : সলসবেরী
Question : বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
Answer : ১৪ ডিসেম্বর
Question : a – {a –(a+1)} = কত
Answer : a+1
Question : যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
Answer : 54
Question : (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
Answer : -3
Question : `syntax' means -
Answer : Sentence building
Question : What is the synonym of `Incite' ?
Answer : Instigate
Question : What is the antonym `Honorary' ?
Answer : Salaried
Question : একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
Answer : n/√2-1
Question : Fill in the blanks He has assured me_______safety ?
Answer : of
Question : Choose the correct sentence -
Answer : He was hanged for murder
Question : Choose the correct sentence -
Answer : The rich are not always happy
Question : কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
Answer : নিমরাজি
Question : প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Answer : শাহ্ মুহাম্মাদ সগীর
Question : 'অনল-প্রবাহ' রচনা করেন-
Answer : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Question : বটতলার পুঁথি বলতে বোঝায়_
Answer : দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Question : রূপসী বাংলার কবি-
Answer : জীবনানন্দ দাশ
Question : কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Answer : এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Question : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Answer : গীতিকবিতা
Question : মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Answer : ইউসুফ জুলেখা
Question : “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
Answer : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Question : “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
Answer : অতুল প্রসাদ সেন
Question : মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Answer : পত্রকাব্য
Question : ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
Answer : কৃষ্ণকান্তের উইল
Question : "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
Answer : মাহবুব আলম চৌধুরী
Question : বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
Answer : ২০ টি
Question : নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
Answer : ১২ ঘন্টা
Question : ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
Answer : ১০১
Question : ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Answer : ০.০২০৫৭৩৪
Question : একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও
সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
Answer : ৩৬০০
Question : ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
Answer : ৩৫:৭২
Question : নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Answer : 1.5
Question : প্রবল জোয়ারের কারণ ,যখন -
Answer : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Question : আকাশে বিদ্যুৎ চমকায় -
Answer : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Question : ফিউশন প্রক্রিয়ায়-
Answer : একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
Question : নিচের কোন উক্তিটি সঠিক ?
Answer : বায়ু একটি মিশ্র পদার্থ
Question : রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
Answer : এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Question : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
Answer : প্রতিসরণ
Question : যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
Answer : ১০৫ ডি বি
Question : কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
Answer : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
Question : পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
Answer : সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Question : রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
Answer : উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Question : গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
Answer : তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
Question : শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Answer : লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
Question : শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
Answer : তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
Question : ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
Answer : রকেট ইঞ্জিন
Question : অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Answer : পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
Question : সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
Answer : সালফিউরিক এসিড
Question : what is the noun of the Word 'Waste'?
Answer : Wastage
Question : What is the adjective of the word 'Heart'?
Answer : Heartening
Question : What is the verb of the word 'Shortly'?
Answer : Shorten
Question : Who, which, what are:
Answer : Relative pronoun
Question : Who is the greatest modern English Dramatist?
Answer : George Bernard Shaw
Question : Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Answer : Bertrand Russell
Question : Who is the author of 'A Farewell to Arms'?
Answer : Ernest Hemingway
Question : Who is the most famous satirist in English literature?
Answer : Jonathan Swifts
Question : “Caesar and Cleopatra” is-
Answer : A play by G. B. Shaw
Question : ক্রিয়াপদের মূল অংশকে বলে---
Answer : ধাতু
Question : এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
Answer : অনুক্ত
Question : কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Answer : পাঠক
Question : বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
Answer : বক ধার্মিক; বিড়াল তপস্বী
Question : বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Answer : চা, চিনি
Question : ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
Answer : ভাষাতত্ত্ববিদ
Question : শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
Answer : বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
Question : কোন বানানটি শুদ্ধ?
Answer : পাষাণ
Question : নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Answer : ঘোড়াকে চাবুক মার
Question : "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Answer : চাঁপাইনবাবগঞ্জ
Question : বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
Answer : জামালগঞ্জ
Question : কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ?
Answer : শামসুদ্দিন ইলিয়াস শাহ্
Question : বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -
Answer : বিজয়পুরে
Question : মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল -
Answer : পুন্ড্রনগর
Question : বাংলাদেশের বৃহত্তম হাওড়-
Answer : হাকালুকি
Question : কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -
Answer : ১২৩০ মিটার
Question : একটি কাঁচা পাটের গাইটের ওজন
Answer : ৪.৫ মণ
Question : ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -
Answer : উপকূল এক্সপ্রেস
Question : ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
Answer : ১৬০ বর্গমাইল
Question : গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
Answer : নেপালে জলাধার নির্মাণ
Question : ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
Answer : দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
Question : হাজার হ্রদের দেশ কোনটি ?
Answer : ফিনল্যাণ্ড
Question : বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
Answer : 1789
Question : মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
Answer : ১৯৫৬ সালে
Question : জাপান পার্ল হারবার অক্রমন করে-
Answer : ৭ ডিসেম্বর,১৯৪১
Question : শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
Answer : আলজিয়ার্স চুক্তি
Question : কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
Answer : জায়ারে
Question : জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
Answer : ৪০,০০০
Question : 'ট্রাফল্গার স্কোয়ার' কোন শহরে অবস্থিত-
Answer : লন্ডন
Question : সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
Answer : উপরের সবকটি
Question : পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
Answer : জি.সি.সি
Question : জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
Answer : ৩৯
Question : '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
Answer : সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
Question : স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
Answer : ২ মার্চ
Question : P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
Answer : 12
Question : x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
Answer : 2xy
Question : 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
Answer : (2x-3)(x+1)
Question : a^4+4 এর উৎপাদক কী কী ?
Answer : (a^2+2a+2)(a^2-2a+2)
Question : What is the synonym of 'Delude'?
Answer : Deceive
Question : What is the antonym of 'Queer'?
Answer : Orderly
Question : It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases
does best replace 'tolerate' in the above sentence?
Answer : put up with
Question : সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫'হলে এর বাহুর সংখ্যা কত?
Answer : ৮
Question : ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Answer : PB=PD
Question : চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -
Answer : রম্বস
Question : একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
Answer : ৬৪√৩ বর্গমিটার
Question : Fill in the blanks :What is the time ---------- your watch?
Answer : by
Question : Fill in the blinks: “Give my ___to him”.
Answer : Compliments
Question : Choose the correct sentence:
Answer : Let you and him be witnesses
Question : Choose the correct sentence:
Answer : The police were informed of the matter
Question : Choose the correct one:
Answer : Misspell
Question : ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
Answer : ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
লাদেশ
Answer : শাহ্ মুহাম্মাদ সগীর
Question : 'অনল-প্রবাহ' রচনা করেন-
Answer : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Question : বটতলার পুঁথি বলতে বোঝায়_
Answer : দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Question : রূপসী বাংলার কবি-
Answer : জীবনানন্দ দাশ
Question : কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Answer : এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Question : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Answer : গীতিকবিতা
Question : মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Answer : ইউসুফ জুলেখা
Question : “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
Answer : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Question : “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
Answer : অতুল প্রসাদ সেন
Question : মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Answer : পত্রকাব্য
Question : ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
Answer : কৃষ্ণকান্তের উইল
Question : "এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
Answer : মাহবুব আলম চৌধুরী
Question : বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
Answer : ২০ টি
Question : নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
Answer : ১২ ঘন্টা
Question : ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
Answer : ১০১
Question : ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Answer : ০.০২০৫৭৩৪
Question : একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও
সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
Answer : ৩৬০০
Question : ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
Answer : ৩৫:৭২
Question : নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Answer : 1.5
Question : প্রবল জোয়ারের কারণ ,যখন -
Answer : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Question : আকাশে বিদ্যুৎ চমকায় -
Answer : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Question : ফিউশন প্রক্রিয়ায়-
Answer : একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
Question : নিচের কোন উক্তিটি সঠিক ?
Answer : বায়ু একটি মিশ্র পদার্থ
Question : রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন -
Answer : এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Question : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর -
Answer : প্রতিসরণ
Question : যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
Answer : ১০৫ ডি বি
Question : কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
Answer : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
Question : পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো -
Answer : সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Question : রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় -
Answer : উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Question : গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার -
Answer : তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
Question : শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Answer : লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
Question : শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
Answer : তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
Question : ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
Answer : রকেট ইঞ্জিন
Question : অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Answer : পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
Question : সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল -
Answer : সালফিউরিক এসিড
Question : what is the noun of the Word 'Waste'?
Answer : Wastage
Question : What is the adjective of the word 'Heart'?
Answer : Heartening
Question : What is the verb of the word 'Shortly'?
Answer : Shorten
Question : Who, which, what are:
Answer : Relative pronoun
Question : Who is the greatest modern English Dramatist?
Answer : George Bernard Shaw
Question : Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Answer : Bertrand Russell
Question : Who is the author of 'A Farewell to Arms'?
Answer : Ernest Hemingway
Question : Who is the most famous satirist in English literature?
Answer : Jonathan Swifts
Question : “Caesar and Cleopatra” is-
Answer : A play by G. B. Shaw
Question : ক্রিয়াপদের মূল অংশকে বলে---
Answer : ধাতু
Question : এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
Answer : অনুক্ত
Question : কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Answer : পাঠক
Question : বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
Answer : বক ধার্মিক; বিড়াল তপস্বী
Question : বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Answer : চা, চিনি
Question : ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
Answer : ভাষাতত্ত্ববিদ
Question : শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -
Answer : বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
Question : কোন বানানটি শুদ্ধ?
Answer : পাষাণ
Question : নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Answer : ঘোড়াকে চাবুক মার
Question : "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Answer : চাঁপাইনবাবগঞ্জ
Question : বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
Answer : জামালগঞ্জ
Question : কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে 'বাঙ্গালা' নামে ?
Answer : শামসুদ্দিন ইলিয়াস শাহ্
Question : বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -
Answer : বিজয়পুরে
Question : মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল -
Answer : পুন্ড্রনগর
Question : বাংলাদেশের বৃহত্তম হাওড়-
Answer : হাকালুকি
Question : কেওক্রাডং- এর উচ্চতা প্রায় -
Answer : ১২৩০ মিটার
Question : একটি কাঁচা পাটের গাইটের ওজন
Answer : ৪.৫ মণ
Question : ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম -
Answer : উপকূল এক্সপ্রেস
Question : ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
Answer : ১৬০ বর্গমাইল
Question : গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
Answer : নেপালে জলাধার নির্মাণ
Question : ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -
Answer : দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
Question : হাজার হ্রদের দেশ কোনটি ?
Answer : ফিনল্যাণ্ড
Question : বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
Answer : 1789
Question : মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
Answer : ১৯৫৬ সালে
Question : জাপান পার্ল হারবার অক্রমন করে-
Answer : ৭ ডিসেম্বর,১৯৪১
Question : শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
Answer : আলজিয়ার্স চুক্তি
Question : কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
Answer : জায়ারে
Question : জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
Answer : ৪০,০০০
Question : 'ট্রাফল্গার স্কোয়ার' কোন শহরে অবস্থিত-
Answer : লন্ডন
Question : সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
Answer : উপরের সবকটি
Question : পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
Answer : জি.সি.সি
Question : জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
Answer : ৩৯
Question : '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
Answer : সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
Question : স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
Answer : ২ মার্চ
Question : P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
Answer : 12
Question : x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
Answer : 2xy
Question : 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
Answer : (2x-3)(x+1)
Question : a^4+4 এর উৎপাদক কী কী ?
Answer : (a^2+2a+2)(a^2-2a+2)
Question : What is the synonym of 'Delude'?
Answer : Deceive
Question : What is the antonym of 'Queer'?
Answer : Orderly
Question : It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases
does best replace 'tolerate' in the above sentence?
Answer : put up with
Question : সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫'হলে এর বাহুর সংখ্যা কত?
Answer : ৮
Question : ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Answer : PB=PD
Question : চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় -
Answer : রম্বস
Question : একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
Answer : ৬৪√৩ বর্গমিটার
Question : Fill in the blanks :What is the time ---------- your watch?
Answer : by
Question : Fill in the blinks: “Give my ___to him”.
Answer : Compliments
Question : Choose the correct sentence:
Answer : Let you and him be witnesses
Question : Choose the correct sentence:
Answer : The police were informed of the matter
Question : Choose the correct one:
Answer : Misspell
Question : ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
Answer : ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
লাদেশ
Question : পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Answer : ১৯৫০
Question : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Answer : খাজা নাজিমুদ্দীন
Question : 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি সুরকার কে?
Answer : আলতাফ মাহামুদ
Question : আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Answer : ১৯৬৬
Question : বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Answer : গোবিন্দলাল ও রোহিনী
Question : কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Answer : ১৯৬১ সালে
Question : ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Answer : সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Question : জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Answer : ধূসর পান্ডুলিপি
Question : কোনটি ঐতিহাসিক নাটক?
Answer : রক্তাক্ত প্রান্তর
Question : মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
Answer : সনেটে
Question : 'মোসলেম ভারত' নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
Answer : মোজাম্মেল হক
Question : মানিক বন্দ্যোপাধায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপ্যনাসের উপজীব্য-
Answer : জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
Question : একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
Answer : ১৪৪
Question : কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়
এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Answer : ৫০ টি
Question : ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Answer : ৫
Question : একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের
মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Answer : ৬
Question : বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক
৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং
g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
Answer : b=g-4
Question : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Answer : লোহা
Question : কোনস্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে একটি সরলদোলকের দলকের দোলনকাল কত গুন বারবে বা কমবে?
Answer : ৩ গুন কমবে
Question : কোনটি চৌম্বক পদার্থ?
Answer : কোবাল্ট
Question : উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায় -
Answer : বায়ুর চাপ কম
Question : সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Answer : অর্ধেক হবে
Question : পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Answer : ওপেনহেমার
Question : সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Answer : অবতল
Question : একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Answer : ২০৬
Question : একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে
প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
Answer : ৭৫
Question : তরল অধাতু
Answer : ব্রোমিন
Question : We(not have) a holiday since the beginning of the year. which of the following verb forms does best complete the above sentence?
Answer : have not had
Question : If I were you, I (handle) the situation more carefully. which of the following verb forms does best
complete the above sentence?
Answer : would handle
Question : It's time(you, realize) your mistakes. which of the following verb forms does best complete
the above sentence?
Answer : you realized
Question : 'The Rainbow 'is -.
Answer : a novel by D.H. Lawrence
Question : 'Tom Jones' by Henry Fielding was first published in -.
Answer : the 1st half of 18th century
Question : The literary work 'Kuble Khan'is -.
Answer : a verse by Coleridge
Question : T.S. Eliot was born in -.
Answer : U.S.A
Question : what was the real name of the great American short story writer ,'O'Henry?
Answer : William sydeney porter
Question : গোঁফ-খেজুরে' -এ বাগ্ধারাটির অর্থ কী?
Answer : নিতান্ত অলস
Question : কোন দুটি অঘোষ ধ্বনি?
Answer : চ,ছ
Question : কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুডু গুডু' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Answer : ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
Question : যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কী হবে?
Answer : ভূতপূর্ব
Question : কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Answer : লেখাপড়া কর,নতুবা ফেল করবে
Question : কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Answer : আমি দুপুরে ভাত খাই
Question : 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Answer : জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Question : কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Answer : ওরা কী করে
Question : মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
Answer : হাসি মাখা মুখ- হাসিমুখ
Question : 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,এক
Answer : ১৯৫০
Question : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Answer : খাজা নাজিমুদ্দীন
Question : 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি সুরকার কে?
Answer : আলতাফ মাহামুদ
Question : আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Answer : ১৯৬৬
Question : বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Answer : গোবিন্দলাল ও রোহিনী
Question : কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Answer : ১৯৬১ সালে
Question : ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Answer : সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Question : জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Answer : ধূসর পান্ডুলিপি
Question : কোনটি ঐতিহাসিক নাটক?
Answer : রক্তাক্ত প্রান্তর
Question : মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
Answer : সনেটে
Question : 'মোসলেম ভারত' নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
Answer : মোজাম্মেল হক
Question : মানিক বন্দ্যোপাধায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপ্যনাসের উপজীব্য-
Answer : জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
Question : একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
Answer : ১৪৪
Question : কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়
এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Answer : ৫০ টি
Question : ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Answer : ৫
Question : একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের
মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Answer : ৬
Question : বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক
৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং
g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
Answer : b=g-4
Question : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Answer : লোহা
Question : কোনস্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে একটি সরলদোলকের দলকের দোলনকাল কত গুন বারবে বা কমবে?
Answer : ৩ গুন কমবে
Question : কোনটি চৌম্বক পদার্থ?
Answer : কোবাল্ট
Question : উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায় -
Answer : বায়ুর চাপ কম
Question : সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Answer : অর্ধেক হবে
Question : পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Answer : ওপেনহেমার
Question : সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Answer : অবতল
Question : একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Answer : ২০৬
Question : একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে
প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
Answer : ৭৫
Question : তরল অধাতু
Answer : ব্রোমিন
Question : We(not have) a holiday since the beginning of the year. which of the following verb forms does best complete the above sentence?
Answer : have not had
Question : If I were you, I (handle) the situation more carefully. which of the following verb forms does best
complete the above sentence?
Answer : would handle
Question : It's time(you, realize) your mistakes. which of the following verb forms does best complete
the above sentence?
Answer : you realized
Question : 'The Rainbow 'is -.
Answer : a novel by D.H. Lawrence
Question : 'Tom Jones' by Henry Fielding was first published in -.
Answer : the 1st half of 18th century
Question : The literary work 'Kuble Khan'is -.
Answer : a verse by Coleridge
Question : T.S. Eliot was born in -.
Answer : U.S.A
Question : what was the real name of the great American short story writer ,'O'Henry?
Answer : William sydeney porter
Question : গোঁফ-খেজুরে' -এ বাগ্ধারাটির অর্থ কী?
Answer : নিতান্ত অলস
Question : কোন দুটি অঘোষ ধ্বনি?
Answer : চ,ছ
Question : কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুডু গুডু' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Answer : ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
Question : যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কী হবে?
Answer : ভূতপূর্ব
Question : কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Answer : লেখাপড়া কর,নতুবা ফেল করবে
Question : কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Answer : আমি দুপুরে ভাত খাই
Question : 'বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে'-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Answer : জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Question : কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Answer : ওরা কী করে
Question : মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
Answer : হাসি মাখা মুখ- হাসিমুখ
Question : 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,এক
(সমাপ্ত)
আরো অধিক বিষয় জানতে এদের উপর ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):
৮৭তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন-বিজ্ঞান
No comments:
Post a Comment