BANGLADESH ONLINE UNIVERSITY (BOU)
PRINCIPAL MD.IZABUL ALAM
অন্যান্য বিষয়ের পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
১০। PREPOSITION-এর কিছু ব্যবহার জানতে ক্লিক করুন।
১১। ১০ সেকেন্ডে গণিতের উত্তর বের করার কৌশল শিখুন (গণিতের সকল বিষয়)।
১১। ১০ সেকেন্ডে গণিতের উত্তর বের করার কৌশল শিখুন (গণিতের সকল বিষয়)।
NARRATION/SPEECH CHANGE করার সহজ নিয়মঃ
Narration/speech-কথাটির অর্থ হল “উক্তি“।
Speaker (বক্তা) এর বক্তব্যকে Narration /বা Speech বলে।
মোটের উপর কথা হল বক্তা যা বলে তাই Narration
বা speech.
Narration কে আমরা দুই ভাগে ভাগ করি। যথা
1. Direct narration বা Direct speech (প্রত্যক্ষ
উক্তি):- বক্তার
উক্তি বা কথাগুলি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে Direct Narration বলে।
উদাহরন:- Raju says to Rahim,”You are ill”.
এই বাক্যটিতে Raju নিজের কথা নিজে বলছে। তাই এটা Direct
Speech/Narration.
Direct speech চেনার উপায়:
1. Direct speech টি inverted
comma এর মধ্যে থাকে।
Reported verb এর পর comma থাকে।
Direct speech এর দুটি অংশ থাকে ।
i. Reporting verb এবং
ii. Reported speech.
উদাহরন:-Sunita said to her brother, “The sun rises in the east”.
Sunita said to her brother, হল Reporting verb বা Reported verb
এবং , “The sun rises in the east”. হল “Reported speech”.
এখন আমরা আরও কথা মনে রাখব যেমন–
Sunita said to her brother, “The sun rises in the east”.
এই বাক্যটির Sunita হল “Speaker” বা “বক্তা”।
Her brother কে বলব Reporting verb এর Object.
The sun কে বলব Reported Speach এর Subjet.
Rises কে বলব Reported Speach এর Verb.
2.Indirect
speech বা indirect narration (পরোক্ষ):– বক্তার কথা যখন সরাসরি প্রকাশ
না হয়ে যখন পরোক্ষ ভাবে প্রকাশ করা হয় তখন তাকে Indirect speech বলে।
উদাহরন:- Sunita
said to her brother that the sun rises in the east.
এই
বাক্যে sunita কথা গুলি নিজে না বলে অন্য কোনো ব্যক্তি বলেছে। তাই এটা Indirect
speech.
Sunita
said to her brother, “The sun rises in the east”.
এই
বাক্যটিতে sunita যে সময়ে কথা গুলি বলেছিল সেই কথা গুলিই অন্য কেও পরবর্তি সময়ে
নিচের বাক্যটিতে বলেছে।
Sunita
said to her brother that the sun rises in the east.
Direct Speach/Narration
থেকে Indirect speach/narration এ রুপান্তর করার সময় Reported speech এর Person
change এর নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে-
1 . Reported speech এর
Subject “1st person (I,We,Me,Us,Our,My)” হলে
indirect narration করার সময় তার বদলে Reporting verb এর Subject কে
নির্দেশ করবে এমন pronoun বসবে।
উদাহরন:-
·
Sunita says to Karim,”I am ill”.
এখানে Sunita হল Speaker বা বক্তা, Karim (যে শুনছে) হল Reported
verb এর object বা
শ্রোতা, “I” (1st person) হল Reported speech এর Subject.
যা হল 1st person.
“I” হল 1st person। তাই এর বদলে Sumita কে
নির্দেশ করবে এমন pronoun বসবে। তাই “I” এর বদলে Sumita কে নির্দেশিত
pronoun “she”বসবে।
Cmma(,) উঠে that বসবে যদি বাক্যটি Assertive sentense এ থাকে। Inverted চিহ্ন উঠে যাবে।
Sunita says to Karim,”I am ill”. এর Indirect Narration হবে-
Sunita says to karim that she is ill.
2. Reported
speech এর Subject 2nd person
(You,Yours ) হলে indirect narration করার সময়
তার বদলে Reporting verb এর object (যে শুনছে) কে নির্দেশ করবে এমন
pronoun বসবে।
উদাহরন:-
·
Sunita says to Karim,” You are ill”.
এখানে Sunita হল Speaker বা বক্তা,Karim (যে শুনছে) হল Reported verb
এর object বা শ্রোতা,
“You” (2nd person) হল Reported speach এর Subject যা হল 2nd person.
“You” হল 2nd person। তাই এর বদলে “Karim” কে নির্দেশ করবে
এমন pronoun বসবে। তাই “You” এর বদলে “Karim” কে নির্দেশিত pronoun
“he”বসবে।
Cmma (,) উঠে that বসবে যদি বাক্যটি Assertive sentense এ থাকে। Inverted চিহ্ন উঠে গিয়ে
full stop(.) বসবে।
Sunita says to Karim,”You are ill”. এর Indirect Narration হবে-
Sunita says to karim that he is ill.
3 . Reported
speach এর Subject 3rd person (They,Them,Their,It,Its, যে কোনো Name,He,Him,She,
Her) হলে indirect narration করার সময় “Reported speach” এর কোনো
পরিবর্তন হবে না।
Sunita says to Karim,”Thry are ill”.
এর Indirect Narration হবে-
Sunita says to karim that they are ill.
INDIRECT
NARRATION করার সময় TENSE পরিবর্তনের নিয়ম:-
i. Reporting verb
“present tense বা Future tense” এ থাকলে “indirect Narration” করার সময়
“Reported speach” এর tense এর কোনো পরিবর্তন হবে না।
উদাহরন:-
Gita says to Rahim,”It is right”.
এখানে Reporting verb ”Gita says to
Rahim” ,”present tense” এ আছে। তাই Reported speech “It
is right” এর কোনো পরিবর্তন হবে না।
Gita says to Rahim,”It is right”. এই বাক্যটার Indirect Narration হবে-
Gita says to Rahim that It is right.
ii. Reporting verb “past
tense” এ থাকলে “indirect Narration” করার সময় “Reported
speach” এর tense এর
নিম্নলিখিত পরিবর্তন ঘটে–
a). Reporting verb “past
tense” এ থাকলে এবং Reported speech “simple
present” tense এ থাকলে indirect
narration করার সময় তা simple
past tense এ পরিবর্তিত হয়।
উদাহরন:-Raju said,”They play
football”.
এই বাক্যে Reporting Verb” Raju said” past
tense এ আছে এবং Reported Speech “They play football”
simple present tense এ আছে। তাই Reported Speech “Simple Past” tense এ
হবে। Reported Speech এর subject “They” হল 3rd person তাই “They” এর কোনো
পরিবতন হবে না।
Raju said,”They play football”. এর indirect narration হল-
Raju said that they played football.
b). Reported Speech “present
perfect” tense এ থাকলে indirect
narration করার সময় Reported Speech “past perfect” tense
এ পরিবর্তিত হয়।
উদাহরনঃ-
Raju said,”They have played football”.
এখানে Reporting verb” Raju said” past
tense এ আছে। এবং Reported Speech “They
have played football” present perfect” tense
এ আছে।তাই Reported
Speech ”past perfect” tense
এ পরিবর্তিত হবে। Reported Speech এর subject ”They” 3rd
person এ আছে । তাই ”They” এর কোনো পরিবর্ত হবে না।
Raju said,”They have played football”. এর indirect narration
হবে-
Raju said that they had played football.
c). Reporting verb “past
tense” এ থাকলে এবং Reported Speech “present
continuous” tense এ থাকলে indirect
narration করার সময় Reported Speech “past continuous” tense
এ পরিবর্তিত হয়।
উদাহরনঃ-
Raju said,”They are playing football”.
এখানে Reporting verb” Raju said” past
tense এ আছে।এবংReported Speech “They
are playing football” present continuous “ tense
এ আছে।তাই Reported
Speech ”past continuous “ tense
এ পরিবর্তিত হবে। Reported Speech এর subject
”They” 3rd person এ আছে । তাই ”They” এর কোনো পরিবর্ত হবে না।
Raju said,”They are playing football”. এর indirect narration
হবে-
Raju said that they were playing football.
d) Reporting verb “past
tense” এ থাকলে এবং Reported
Speech “present perfect continuous “ tense
এ থাকলে indirect narration করার সময় Reported Speech “past
perfect continuous” tense এ পরিবর্তিত হয়।
উদাহরনঃ-
Raju said,”They have been playing football for two hours”.
এখানে Reporting verb” Raju said” past
tense এ আছে।এবংReported Speech “They
have been playing football for two hours” present
perfect continuous “ tense এ আছে।তাই Reported
Speech ”past perfect continuous “ tense
এ পরিবর্তিত হবে।Reported Speech এর subject
”They” 3rd person এ আছে । তাই ”They” এর কোনো পরিবর্ত হবে না।
Raju said,”They have been playing football for two hours”. এর
indirect narration হবে-
Raju said that they had been playing football for two hours.
e) Reporting verb “past tense” এ থাকলে এবং Reported
Speech “simple past“ tense
এ থাকলে indirect narration করার সময় Reported Speech “past
perfect” tense এ পরিবর্তিত হয়।
উদাহরনঃ-
Raju said,”They played football “.
এখানে Reporting verb” Raju said” past
tense এ আছে।এবংReported Speech “They
played football ” simple past “ tense
এ আছে।তাই Reported
Speech ”past perfect “ tense
এ পরিবর্তিত হবে।Reported Speech এর subject
”They” 3rd person এ আছে । তাই ”They” এর কোনো পরিবর্ত হবে না। কমা (.) উঠে গিয়ে
that বসবে।
Direct-Raju said,”They played football “.
Indirect-Raju said that they had played football.
f) Reporting verb “past tense” এ থাকলে এবং Reported
Speech “Past continuous“ tense এ থাকলে indirect narration করার
সময় Reported Speech “past perfect continuous” tense এ পরিবর্তিত হয়।
উদাহরনঃ-
Raju
said,”They were playing football “.
এখানে Reporting verb” Raju
said” past tense এ
আছে এবং Reported Speech “They were playing football ” ”past
continuous” tense এ আছে। তাই Reported Speech ”past perfect Continuous” tense এ পরিবর্তিত হবে।
Reported Speech এর
subject ”They” 3rd person এ আছে । তাই ”They” এর কোনো
পরিবর্ত হবে না। কমা (.) উঠে গিয়ে that বসবে।
Raju
said,”They were playing football”. এর indirect narration হবে-
Raju
said that they had been playing football.
CHART
Direct
|
Indirect
|
Present Indefinite Tense
He said, “I write a letter.”
|
Past Indefinite Tense
He said that he wrote a
letter.
|
Present Continuous Tense
He said, “I am reading.”
|
Past Continuous Tense
He said that he was reading.
|
Present Perfect Tense
She said, “I have done my
duty.
|
Past Perfect Tense
She said that she had done
her duty.
|
Present Perfect Continuous Tense
They said, “We have been
working for two hours.”
|
Past Perfect Continuous Tense
They said that they had been
working for two hours.
|
Past Indefinite Tense
He said, “I wrote a letter.”
|
Past Perfect Tense
He said that he had written
a letter.
|
Past Continuous Tense
Molly said, “I was reading.”
|
Past Perfect Continuous Tense
Molly said that she had been
reading.
|
Future Tense
She said to me, “I shall
help you.”
|
Future in the past tense
She said that she would help
me.
|
According
to Modal Verb:
Direct
|
Indirect
|
‘will’
Rita said to me, “You will
go home tomorrow.”
|
‘would’
Rita said to me that I would
go home next day.
|
‘shall’
Refat said, “I shall do the
work.”
|
‘should’
Refat said that she would to
the work.
|
‘Can’
He said, “I can finish the
work.”
|
‘Could’
He said that he could finish
the work.
|
‘May’
Pritam said, “I may go to school”.
|
‘Might’
Pritam said that he might go
to school.
|
Wish, would, rather, sooner, it is high time এর পর unreal
past tense অপরিবর্তিত থাকে।
Direct: He said, “It is time we left the place.
Indirect: He said that it was time they left the place.
Indirect speech এ “had better” 1st person এবং third person এর
সহিত অপরিবর্তিত থাকে। কিন্তু second person-এর সহিত had better
অপরিবর্তিত থাকতে পারে অথবা নিম্নলিখিত উপায়ে পরিবর্তিত হতে পারে।
Direct: He said to me,”You had better go”.
Indirect: He said to me that i had better go.
might, ought to, should, would, used to, indirect speech এ অপরিবর্তিত
থাকে।
Direct: I said to him,”You might go”.
Indirect: I said to him that he might go.
If i were you, I should/would… ” দ্বারা উপদেশ বুঝালে indirect করার
সময় subject+ advise+ object+ to+reported speech এর verb বসে।
Direct: I said to him,” If i were you, i should wait”.
Indirect: I advised him to want.
According to Person:
|
Reported speech-এর অন্তরগত First Person সর্বদা
Reporting verb- এর Subject- এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: He said to me,” I had done my
duty”.
Indirect: He said to me that he had done his
duty.
Reported Speech -এর অন্তরগত Second
person সর্বদা Reporting verb -এর object- এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: He said to me, “you have done
your duty”.
Indirect: He said to me that I have done my
duty.
Reported Speech -এর অন্তরগত Third Person এর কোন
পরিবর্তন হয় না।
Direct: I said to you, “ He has done his
duty”.
Indirect: I said to you that he had done his
duty.
Exceptional:
a)
We দ্বারা মানবজাতি বুঝালে first person হওয়া সত্তে ও indirect
speech এ তার পরিবর্তন হয় না।
Direct:
The teacher said, “ We are mortal,”
Indirect:
The teacher said that we are mortal.
b) We যদি বক্তা (speaker)
ও যাকে উদ্দেশ্য করে (person spoken to) উভয়কে বুঝায় তবে Indirect Speech -এ তার কোন
পরিবর্তন হয় না।
Direct:
He said to me, “We should do our duty.”
Indirect:
He said to me that we should do our duty.
Some Extra Tips:
a) must সাধারনতঃ “had to”
তে রুপান্তরিত হয়।
Direct: Nafisa said, “ I must write a letter”.
Indirect: Nafisa said that she had to write a letter.
b) First person must এ
must কোন ভবিষ্যৎ কাজের দ্বারা ব্যাধবাধকতা বুঝাতে Indirect speech-এ would have
to তে রুপান্তিত হয়।
Direct: He said, “We must leave the house if the rent is
increased.”
Indirect: He said that they would have to leave the house
if the rent was increased.
c) কিন্তু চিরকালিন বাধবাধকতা বুঝালে must-এর কোন পরিবর্তন হয় না।
Direct:
Father said to his son, “ You must obey your teachers”.
Indirect:
Father said to his son that he must obey his teachers.
d) Reported speech কোন Universal truth(চিরন্তন সত্য) or
habitual fact(অভ্যাসগত কর্ম) প্রকাশ করলে verb-এর কোন পরিবর্তন হয় না।
Direct: He said, “The earth moves round the sun.”
Indirect: He said that the earth moves round the sun.
e) Reporting verb হিসেবে “say” বা “tell”-এর ব্যবহার।
Reported verb হিসেবে “say” Direct এবং Indirect উভয় Speech-এই ব্যবহৃত
হয়। তবে indirect speech এ say ব্যবহার না করাই ভাল। Reporting verb হিসেবে tell সাধারনত
direct narration এ ব্যবহৃত হয় না। Tell এর পর অবশ্যই একটি indirect (ব্যক্তিবাচক)
object বসাতে হবে। say এর পর যদি object বসাতে হয় তবে object এর পূর্বে to বসে।
tell এর পর to বসে না।
Direct: Roky said to Jak, “ I like to read novels.”
Indirect: Roky told Jak that he liked to read novels.
According to Person:
|
Reported speech-এর অন্তরগত First Person সর্বদা Reporting verb- এর
Subject- এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: He said to me,” I had done my duty”.
Indirect: He said to me that he had done his duty.
Reported Speech -এর অন্তরগত Second person সর্বদা Reporting verb
-এর object- এর person অনুযায়ী পরিবর্তিত হয়।
Direct: He said to me, “you have done your duty”.
Indirect: He said to me that I have done my duty.
Reported Speech -এর অন্তরগত Third Person এর কোন পরিবর্তন হয় না।
Direct: I said to you, “ He has done his duty”.
Indirect: I said to you that he had done his duty.
Exceptional:
a) We দ্বারা মানবজাতি বুঝালে
first person হওয়া সত্তে ও indirect speech এ তার পরিবর্তন হয় না।
Direct: The teacher said, “ We are mortal,”
Indirect: The teacher said that we are mortal.
b) We যদি বক্তা (speaker) ও যাকে উদ্দেশ্য করে (person
spoken to) উভয়কে বুঝায় তবে Indirect Speech -এ তার কোন পরিবর্তন হয় না।
Direct: He said to me, “We should do our duty.”
Indirect: He said to me that we should do our duty.
Some Extra Tips:
a) must সাধারনতঃ “had to”
তে রুপান্তরিত হয়।
Direct: Nafisa said, “ I must write a letter”.
Indirect: Nafisa said that she had to write a letter.
b) First person must এ
must কোন ভবিষ্যৎ কাজের দ্বারা ব্যাধবাধকতা বুঝাতে Indirect speech-এ would have
to তে রুপান্তিত হয়।
Direct: He said, “We must leave the house if the rent is
increased.”
Indirect: He said that they would have to leave the house
if the rent was increased.
c) কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা
বুঝালে must-এর কোন পরিবর্তন হয় না।
Direct: Father said to his son, “ You must obey your teachers”.
Indirect: Father said to his son that he must obey his
teachers.
d) Reported speech কোন
Universal truth(চিরন্তন সত্য) or habitual fact(অভ্যাসগত কর্ম) প্রকাশ করলে verb-এর
কোন পরিবর্তন হয় না।
Direct: He said, “The earth moves round the sun.”
Indirect: He said that the earth moves round the sun.
e) Reporting verb হিসেবে
“say” বা “tell”-এর ব্যবহার।
Reported verb হিসেবে “say” Direct এবং Indirect উভয় Speech-এই ব্যবহৃত
হয়। তবে indirect speech এ say ব্যবহার না করাই ভাল। Reporting verb হিসেবে tell সাধারনত
direct narration এ ব্যবহৃত হয় না। Tell এর পর অবশ্যই একটি indirect (ব্যক্তিবাচক)
object বসাতে হবে। say এর পর যদি object বসাতে হয় তবে object এর পূর্বে to বসে।
tell এর পর to বসে না।
Direct: Sorif said to Labin, “ I like to read novels.”
Indirect: Sorif told Labin that he liked to read novels.
f) নৈকট্য সূচক শব্দগুলো Indirect speech এ পরিবর্তিত
হয়ে দূরত্ব সূচক শব্দে পরিনত হয়। যেমনঃ
Direct
|
Indirect
|
Direct
|
Indirect
|
That
|
That
|
Today
|
That day
|
These
|
Those
|
Tomorrow
|
The next day
|
Here
|
There
|
Yesterday
|
The previous day
|
Ago
|
before
|
Last month
|
The previous month
|
Come
|
go
|
To night
|
That night
|
Thus
|
so
|
Last night
|
The previous night
|
Hither
|
Thither
|
Next week
|
The following week
|
Here
|
There
|
Now
|
Then
|
g) Direct Speech এ
“Thank you” থাকলে তাকে Indirect করার নিয়মঃ
Structure: sub + thank/thanked + reporting verb এর obj
Direct: He said to me, “Thank you”
Indirect: He thanked me.
h) “Good bye” যুক্ত
Direct speech কে Indirect করার নিয়মঃ
Structure: Sub + bid/bade + obj + goodbye
Direct: He said, “Good bye my friends”.
Indirect: He bade his friend’s good bye.
i) Direct Speechএ Good
morning/Good evening/Good night থাকলে indirect করার নিয়মঃ
Structure: sub+ wish/wised + obj + good
morning/evening/night
Direct: I said to him, “Good morning.”
Indirect: I wished him good morning.
j) Reporting verb ও তার
subject এবং object উল্লেক না থাকলে The speaker said to the person spoken to লিখে
Indirect Speech-এ রূপান্তর করতে হয়।
Direct: “I shall meet you tomorrow”.
Indirect: The speaker said to the person spoken to that he would
meet him the next day.
বাক্যের শ্রেণি বিভাগ অনুযায়ী Narration এর
রুপান্তর। বাক্যকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি ।যথা—
1.
Assertive sentence(বিবৃতি মূলক)
2.
Interrogative sentence(প্রশ্নবোধক)
3.
Imperative sentence
4.
Optative sentence
5.
Exclamatory sentence
Assertive sentence এর Narration change
নিয়ম:
Assertive sentence কে direct speech
/Narrstion থেকেindirect speech/narration করার সময় নিম্নলিখিত কাজগুলি করতে হয়—
i). Said এর পরিবর্তে told (said to থাকলে শুধু told হবে to উঠে
যাবে).
ii). Inverted comma উঠে গিয়ে Conjunction হিসেবে that বসবে।
iii). Conjunction এর পর Reported speech এর subject + verb + object
+ other বসবে।
iv).“Reported speech” এর subject এ থাকা Person ও tense এর উপরের
আলোচনা অনুযায়ি পরিবর্তন করতে হবে।
উদাহরন:-
Karim said to me, “I am very hungry.”
এখানে said to এর পরিবর্তে told হবে। to
উঠে যাবে। inverted comma এর পরিবর্তে that বসবে , Reported speech এর Subject “I”
first person হওয়ায় “I” এর পরিবর্তে Karim কে নির্দেশ করবে এমন Pronoun বসবে।
তাই “I” পরিবর্তিত হয়ে “he” বসবে।
যেহেতু Reporting Verb “past tense” এ আছে এবং Reported speech “I
am very hungry.” simple present tense এ আছে। তাই Reported speech “simple past
tense” এ বসবে।
তাহলে Karim said to me, “I am very hungry.” এর indirect narration
হবে–
Karim told me that he (Karim) was very hungry.
Note:- Reporting verb এর পর object না থাকলে said অপরিবর্তিত
থাকে।
উদাহরন:-
My father said, “I am ill”.
=My father said that he (my father) was ill.
He said, “You did the work.”
=He said that I had done the work.
উপরের ব্যাকটির Reported speech এর “You” হল
second person. তাই এই “You”(subjective form) এর পরিবর্তে Reported verb এর
object কে নির্দেশকারি Pronoun বসবে। কিন্তু Reporting verb এর কোনো
object নেই। তাই Reported verb এর object এর জায়গায় “me” ধরতে হবে এবং “You” এর
পরিবর্তে me কে নির্দেশকারি pronoun “I” বসবে (me এর subjective form হল
“I”)।
নিয়ম:
Reported speech এর subject ‘we’ দ্বারা মানব জাতিকে বোঝালে we
পরিবর্তন হয় না।
যেমন:-
The teacher said to me, “We are mortal.”
=The teacher told me that we are mortal.
Interrogative Sentence:
Interrogative sentence কে Direct speech থেকে Indirect speech এ
পরিবর্তন করার সময় নিম্নলিখিত পরিবর্তন গুলি করতে হয়–
i). Said এর পরিবর্তে asked/ wanted to know /enquired of
/demanded of /wondered বসে।
ii). Inverted comma উঠে গিয়ে conjunction হিসেবে “if/ whether” বসে।
Sentence টি WH-question দ্বারা শুরু হলে ঐ WH- word টিই conjunction হিসেবে বসবে।
“if/ whether” বসবে না।
iii). Conjunction এর পর Reported verb এর subject + verb +
object +other.
iv). person ও tense পরিবর্তন করতে হবে (যা প্রথমেই আলোচনা করা
হয়েছে)।
Subject এর আগে do/ does/did থাকলে তা উঠে যায়।
উদাহরন:-
The brother said to me, “are you fine”?
= The brother asked me if I (me এর subjective form) was fine.
যেহেতু Reported speech এর subject হল “you”(যা
subjective form এ আছে) তাই “you”এর বদলে “me”কে নির্দেশকারি pronoun বসবে
subjecttive form এ। “me” কে নির্দেশকারি subjective pronoun হল “I”. তাই “you” এর
পরিবর্তে “I” হবে।
উদাহরন:-
He said to me, “Did you do the maths now”?
= He asked me if I had done the maths then.
উপরের বাক্যটিতে Did উঠে গেছে । “did” দ্বারা আমরা বুঝতে পেরেছি যে
Reported speech “simole past” tense আছে। যা পরিবর্তিত হয়ে Past perfect tense
হয়েছে।
উদাহরন:-
My sister said to me,“What do you eat” ?
=My father asked me what I ate.
উপরের বাক্যটির Reported speech WH word “what” দ্বারা শুরু হয়েছে তাই
WH word টি conjunction হিসেবে বসেছে। এবং do উঠে গেছে।
Imperative sentence ( আদেশ / উপদেশ /
অনুরোধ / নিশেধ ).
Interrogative sentence কে Direct speech থেকে Indirect speech করার
সময় নিম্নলিখিত পরিবতন করতে হবে—
i). Said এর পরিবর্তে ordered বসবে যদি Reported
speech এর অর্থ আদেশ বোঝায়।ii). Said এর পরিবর্তে advised
বসবে যদি Reported speech এর অর্থ উপদেশ বোঝায়।iii). Said
এর পরিবর্তে requested বসবে যদি Reported speech এর অর্থ অনুরোধ
বোঝায়।iv). Said এর পরিবর্তে forbade বসবে যদি Reported speech
এর অর্থ নিশেধ বোঝায়।
v). Said এর পরিবর্তে told/asked বসবে যদি Reported speech এর অর্থ
আদেশ /উপদেশ স্পষ্টভাবে বোঝা না গেলে।
vi). Inverted comma উঠে গিয়ে conjunction হিসেবে to বসে।
vii). To এর পর + verb1 + object হয়।viii). Person ও tense
পরিবর্তন করতে হবে যা পূর্বেই আলোচনি করা হয়েছে।
ix). বাক্যটি negative হলে linker হিসেবে not to বসে।
x). Repirted speech “Please” দ্বারা শুরু হলে Please উঠে যাবে।
উদাহরন:- He said to me,”Do not
run in the sun”.
এখানে Reported speech “Do not run in the sun” এর দ্বারা
উপদেশ বুঝানো হচ্ছে। তাই said এর পরিবর্তে “advised” বসবে।
Reported speech “Do not run in the sun” simple
present tense এ আছে । এবং Repirting verb “He said to me” past tense” এ আছে। তাই
indirect narration করার সময় তা past perfect tense হবে।
He said to me,”Do not run in the sun”. এর
indirect narration হবে –
He advised me not to run in the sun.
উদাহরন:- Father said to me,
“Memorize it now.”
এখানে Reported speech“Memorize it now.”এর দ্বারা আদেশ বুঝাচ্ছে। তাই said এর
পরিবর্তে “ordered” বসবে এবং now এর পরিবর্তে “then” বসবে।
Father said to me, “Memorize it now.” এর indirect narration হবে
—
father ordered me to memorize it then.
উদাহরন :- Teacher said to the
student, “Always speak the truth.”
এখানে Reported speech “Always speak the truth.” এর দ্বারা উপদেশ
বুঝানো হচ্ছে। তাই said এর পরিবর্তে “advised” বসবে। কমা(,) উঠে “to” বসবে। তারপর
verb (Reported speech এর) বসবে।
teacher said to the student, “Always speak the truth.” এর
indirect narration হবে –
The teacher advised the student to always speak the truth.
উদাহরন :-He said to me, “Please, do it now.”
এখানে Reported speech “Please, do it now.”
এর দ্বারা অনুরোধ বুঝানো হচ্ছে। তাই said এর পরিবর্তে “requested” বসবে।
কমা(,) উঠে “to” বসবে। তারপর verb (Reported speech এর) বসবে। “please” শব্দটি উঠে
যাবে ।
He said to me, “Please, do it now.” এর indirect narration হবে –
He requested me to do it then.
উদাহরন :- Mother said to me, “Don`t run in the sun.”
এখানে Reported
speech “Don`t run in the sun.” এর দ্বারা নিশেধ করা বুঝানো হচ্ছে। তাই
said এর পরিবর্তে “forbade” বসবে। কমা(,) উঠে “to” বসবে। তারপর verb (Reported
speech এর) বসবে। don’t উঠে যাবে ।
Mother said to me, “Don`t run in the sun.” এর
indirect narration হবে –
Mother forbade me to run in the sun.
Note:- Forbade ব্যবহার করলে not to use করতে হয় না।
উদাহরন:-My friend said to me, “Give me a pen.”
=My friend told me to give him a pen.
আদেশ উপদেশ সুস্পষ্ট না হওয়াই said এর পরিবর্তে told ব্যবহার করা
হয়েছে ।
Imperative sentence beginning with
Let
Let যুক্ত sentence কে Direct speech থেকে Indirect
speech করার সময় নিম্নলিখিত পরিবর্তন গুলি করতে হবে —
Let এর পর singular থাকলে
i). Said এর পরিবর্তে told
ii). Inverted comma উঠে গিয়ে conjunction হিসেবে “that” বসবে।
iii). Subject এর পর might/ might be allowed to বসে।
iv). অর্থাৎ গঠন হবে that + sub +might+ verb 1+ object +other.
v). Person ও tense পরিবর্তন করতে হয়।
উদাহরন :- Joynal said to me,
“Let me read History.”
=Joynal told me that he might read History.”
Let এর পর Plural থাকলে
i). Said এর পরিবর্তে proposed/ suggested [to থেকে যাবে। ]
ii). Inverted comma উঠে গিয়ে conjunctionহিসেবে “that” বসবে।
iii). Subject এর পর should বসে।
iv). অর্থাৎ গঠন হবে that + sub +Should+ verb 1+ object+other.
v). Person ও tense পরিবর্তন করতে হয়।vi). subject হিসেবে
we/they হবে।
1st place and 2nd place এর কেউ
একজন 1st person হলে we না হলে they বসে।
Razu said to me, “Let us go out for a walk.”
=Razu proposed to me that we should go out for a walk.
Optative sentence
Optative sentence কে Direct speech থেকে Indirect speech করার সময়
নিম্নলিখিত পরিবর্তন গুলি করতে হবে :-
1. Said এর পরিবর্তে
Prayed/wished [to থাকলে উঠে যাবে।] [Allah বা God থাকলে prayed না
থাকলে wished]
2. Inverted comma উঠে গিয়ে
Conjunction “that” বসে।
3. Conjunction এর পর subject
+ might+ verb + object +other.
4. Person ও tense পরিবর্তন
করতে হয়।
উদাহরন:-Teacher said to me, “May
Allah save you.”
এখানে Reported speech” May Allah save you.” এর
Object হল “you”(যা objective form এ আছে) হল 2nd person তাই “you” এর
পরিবর্তে Reporting verb object “me” কে নির্দেশকারি pronoun বসবে । কিন্তু “me”
নির্দেশকারি pronoun হল “me”.
তাই “you” এর পরিবর্তে “me” বসবে ।
Teacher said to me, “May Allah save you.” এর indirect narration
হবে-
The teacher wished that Allah might save me.
Object বসাতে হলে for লিখে object নিতে হয়। নতুবা object তুলে দিতে
হয়। Subjectএর পর might বসে।
উদাহরন :- Father said to me, “May
you gain success in life.”
= Father wished me that I might gain success in life.
উদাহরন :- He said, “Long live our president.”
= He wished that their president might live long.
Long দ্বারা বাক্য শুরু হলে long বাক্যের শেষে বসে।
Exclamatory sentence
Exclamatory sentence কে Direct speech থেকে Indirect speech
করার সময় নিম্নলিখিত পরিবর্তন গুলি করতে হবে :-
i). Said এর পরিবর্তে “exclamation with joy” যদি আনন্দ বোঝায় ।
ii). Said এর পরিবর্তে “exclamation with sorrow” বসবে যদি দুঃখ
বোঝায়।
iii).“wondered” বসবে যদি অবাক করা বোঝায়।
আনন্দ দুঃখ পরিষ্কার বোঝা গেলে exclaimed ব্যবহার করাই ভালো ।
iv). to থাকলে উঠে যাবে।
v). Inverted comma উঠে গিয়ে Conjunction হিসেবে “that” বসবে।
vi). Conjunction এর পর subject + verb + object +other .
vii). Person ও tense পরিবর্তন করতে হয়।
viii). sentence টি what/ how দ্বারা শুরু হলে
ইহার পরিবর্তে noun এর পূর্বে great এবং adjective এর পূর্বে very বসে ।
উদাহরন:- He said, “How costly the
mobile is!”
=He wondered that the mobile was very costly.
উদাহরন:-Robul said, “How beautiful the bird is!”
=Robul exclaimed with joy that the bird was very beautiful.
উদাহরন:- He said, “Alas! I am undone.”=He exclaimed with sorrow
that he was very undone.
REPORTED
SPEECH এর মাধ্যমে যদি চিরন্তন সত্য কথা বলা হয় তাহলে INDIRECT NARRATION করার
নিয়ম :-
REPORTING
VERB যদি PAST TENSE এ থাকে এবং REPORTED SPEECH দ্বারা যদি চিরন্তনসত্য
ঘটনা বলা হয় তাহলে INDIRECT NARRATION করার সময় REPORTED SPEECH
এর TENSE এর কোনো পরিবর্তন হবে না ।
উদাহরন:- Sunita said to her
brother, “The sun rises in the east”.
এখানে Reported speech “The sun rises in the east” এর দ্বারা একটি
চিরসত্য ঘটনার কথা বলা হচ্ছে। Reporting verb “past”tense এ আছে এবং Reported
speech “present indefinite” tense এ আছে। তবুও Reported speech এর tense এর কোনো
পরিবতন হবে না।
Sunita said to her brother, “The sun rises in the east” এর
indirect narration হবে–
Sunita said to her brother that the sun rises in the east.
উদাহরন:- The mother said to me,
“Honesty is the best policy.
= The mother told me that honesty is the best policy.
নিয়ম:- Reporting verb present tense বা Future tense এ
থাকলে indirect narration করার সময় Reported Speech এর tense এর কোনো
পরিবর্তন হয় না।
আরো অধিক বিষয় জানতে এদের উপর ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):
No comments:
Post a Comment