Monday, November 19, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- ত্রয়োদশ পর্ব


ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ত্রয়োদশ পর্ব (All Subject)
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৫৩তম পর্ব) (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

সাধারণ জ্ঞান : উপমহাদেশের গুরুত্বপূর্ণ ইতিহাস (প্রথম অধ্যায়)
১. প্রশ্ন : কত খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন? উত্তর : ২০ জুন ১৭৫৬।
২. প্রশ্ন : কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়? উত্তর : ১৭৫৬ সালে।
৩. প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর : ২৩ জুন ১৭৫৭।
৪. প্রশ্ন : নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর : ১৭৩৩ খ্রিস্টাব্দে।
৫. প্রশ্ন : নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে? উত্তর : ১৭৬৪ সালে।
৬. প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল? উত্তর : ১১৭৬ বাংলা, ১৭৭০ ইংরেজী সালে।
৭. প্রশ্ন : পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল? উত্তর : ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজী সালে।
৮. প্রশ্ন : ‘অন্ধকূপ হত্যাকাণ্ড’ কখন সংগঠিত হয়েছিল? উত্তর : ১৭৫৬ সালে।
৯. প্রশ্ন : কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে? উত্তর : ১৬৯০ সালে।
১০. প্রশ্ন : বর্গী নামে কারা পরিচিতি ছিল? উত্তর : মারাঠারা।
১১. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? উত্তর : নবাব মীর কাশিম।
১২. প্রশ্ন : ইংরেজদের সাথে মীর কাশিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়? উত্তর : বক্সারে।
১৩. প্রশ্ন : বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে? উত্তর : ১৭৬৪ সালে।
১৪. প্রশ্ন : আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক? উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
১৫. প্রশ্ন : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
১৬. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? উত্তর : বঙ্গদেশের ব্যারাকপুরে।
১৭. প্রশ্ন : ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়? উত্তর : ১৮৫৭ সালের ৯ মার্চ।
১৮. প্রশ্ন : সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন? উত্তর : মায়ানমারে।
১৯. প্রশ্ন : মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত? উত্তর : মায়ানমারে।
২০. প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
২১. প্রশ্ন : ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে? উত্তর : সুরাটে।
২২. প্রশ্ন : কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে? উত্তর : ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
২৩. প্রশ্ন : বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল? উত্তর : ফোর্ট উইলিয়াম।
২৪. প্রশ্ন : মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে? উত্তর : ১৬৬০ সালে।
২৫. প্রশ্ন : কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর : ইংরেজ করুন্মচারী জন চার্নক।
২৬. প্রশ্ন : ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে? উত্তর : ১৬৮৬ সালে।
২৭. প্রশ্ন : ইংরেজরা কবে কলকাতা অধিকার করে? উত্তর : ০২ জানুয়ারি ১৭৫৭।
২৮. প্রশ্ন : উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উত্তর : লর্ড ক্লাইভ।
২৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে? উত্তর : লর্ড ক্লাইভ।
৩০. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়? উত্তর : ১৭৬৭ সালে।
৩১. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন করুন্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়? উত্তর : নবাবের ওপর।
৩২. প্রশ্ন : দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়? উত্তর : লর্ড ক্লাইভ।
৩৩. প্রশ্ন : বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৪. প্রশ্ন : নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৫. প্রশ্ন : ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন? উত্তর : ১৭৭২ সালে।
৩৬. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে? উত্তর : লর্ড করুন্নওয়ালিস।
৩৭. প্রশ্ন : চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণ করা হয়? উত্তর : ১৭৯৩ সালে।
৩৮. প্রশ্ন : কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৩৯. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
৪০. প্রশ্ন : পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন? উত্তর : ওয়ারেন হেস্টিংস।
দ্বিতীয় অধ্যায়
·          সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে? – মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।
·          ‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক কে? – স্টিফেন হকিং।
·          আধুনিক পুলিশের জনক কে? – স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
·          বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি? বাংলাদেশ-ভারত সীমান্ত।
·          ‘বনি ওয়ালিদ’ শহর কোন দেশে অবস্থিত? – লিবিয়া।
·          ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়? – ডেনমার্ক ও যুক্তরাজ্য।
·          ইন্টারনেট আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দুটি আইনের নাম কি? SOPA এবং PIPA.
·          SOPA এবং PIPA এর পূর্ণরুপ কি? – Stop Online Piracy Act এবং Protect Intellectual Property Act.
·          বিশ্বের কতটি দেশের কাছে ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন (SSBN) রয়েছে ও কি কি? – ৬টি, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারত।
·          বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উৎসবের নাম কি? – ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)।
·          উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কি? – কিম জং উন।
·          বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? – বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট।
·          বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে।
·          সাবেক পূর্ব জার্মানির গোয়েন্দা পুলিশের নাম কি ছিল? – স্ট্যাসি ( প্রতিষ্টা ৯ ফেব্রুয়ারী ১৯৫০ – বিলুপ্ত ৪ অক্টোবর ১৯৯০)।
·          নাসার সাম্প্রতিক চন্দ্রাভিযানের নাম কি? GRAIL ( Gravity Recovery And Interior Laboratory).
·          সার্কের প্রথম নারী মহাসচিব কে? – ফাতিমা দিয়ানা সাঈদ।
·          সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন? – ২০ জানুয়ারী ২০১২।
·          জেমস বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্রের নাম কি? – স্কাইফল।
·          ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি? – উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম)।
·          বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশন্রত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
·         Advertisements

তৃতীয় অধ্যায়
জাতীয় স্মৃতি সৌধ —– সাভার —————- সৈয়দ মাঈনুল হোসেন
কেন্দ্রীয় শহীদ মিনার — ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে — হামিদুর রহমান
জাতীয় সংসদ ভবন —- শেরে বাংলা নগর, ঢাকা —– লুই আই কান
অপরাজেয় বাংলা —— ঢাবি কলা ভবন ———- সৈয়দ আব্দুল খালেদ
স্বোপার্জিত স্বাধীনতা —- টি এস সি, ঢাবি ———- শামীম শিকদার
তিন নেতার মাজার —- ঢাবি —————— মাসুদ আহম্মদ
বলাকা ———— মতিঝিল, ঢাকা ———— মৃণাল হক
চির দুর্জয় ———- রাজারবাগ, ঢাকা ———– মৃণাল হক
রাজসিক বিহার ——- রুপসী বাংলার সামনে ——- মৃণাল হক
গোল্ডেন জুবিলি টাওয়ার – রাজশাহী বিশ্ববিদ্যালয় ——– মৃণাল হক
দোয়েল চত্বর ——– কার্জন হল, ঢাবি ———– আজিজুল জলিল পাশা
শাপলা চত্বর ——— মতিঝিল, ঢাকা ———– আজিজুল জলিল পাশা
সাবাস বাংলাদেশ —— রাজশাহী বিশ্ববিদ্যালয় ——- নিতুন কুন্ড
জয় বাংলা জয় তারুন্য – টি এস সি, ঢাবি ———- আলাউদ্দিন বুলবুল
মিশুক ———— শাহবাগ —————- হামিদুজ্জামান খান
স্বাধীনতা ———- কাজী নজরুল ইসলাম এভিনিউ – হামিদুজ্জামান খান
ক্যাকটাস ———- ঢাবি —————— হামিদুজ্জামান খান
সংশপ্তক ———– জাবি —————— হামিদুজ্জামান খান
পীত নদীর দেশ —- হোয়াংহো
পশু পালনের দেশ —- তুর্কিস্তান
পশমের দেশ —- অস্ট্রেলিয়া
পঞ্চনদের দেশ —- পাঞ্জাব
পঞ্চম ড্রাগনের দেশ —- তাইওয়ান
বজ্রপাতের দেশ —- ভূটান
মেডিটেরিয়নের দেশ —- জিব্রাল্টার
ম্যাপল পাতার দেশ —- কানাডা
লিলি ফুলের দেশ —- কানাডা
সোনালী তোরনের দেশ —- সানফ্রান্সিস্কো
সোনালী প্যাগোডার দেশ —- মায়ানমার
হাজার দ্বীপের দেশ —- ফিনল্যান্ড
হাজার হ্রদের দেশ —- ফিনল্যান্ড
সাত পাহাড়ের দেশ —- ইতালী
চির সবুজের দেশ —- নাটাল
শান্ত সকালের দেশ —- কোরিয়া
পৃথিবীর গুদামঘর —- মেক্সিকো
পৃথিবীর চিনির আঁধার —- কিউবা
বাংলার ভেনিস —- বরিশাল
বাংলাদেশের প্রবেশদ্বার —- চট্টগ্রাম
মার্বেলের দ্বীপ —- ইতালী
আগুনের দ্বীপ —- আইসল্যান্
বাতাসের শহর —- শিকাগো
বাজারের শহর —- কায়রো
গোলাপী শহর —- রাজস্থান, ভারত
আলোর শহর —- প্যারিস
* বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) = শাহ আব্দুল হামিদ
* বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) = মোহাম্মদ উল্ল্যাহ
* বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি = এ এস এম সায়েম
* বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল = এম এইচ খোন্দকার
* বাংলাদেশ ব্যাংক এর প্রথম গভর্নর = এ এন হামিদুল্লাহ
* বাংলাদেশের প্রথম মহিলা পাইলট = কানিজ ফাতেমা রোকসানা
* বাংলাদেশের প্রথম মডেল থানা = ভালুকা, ময়মনসিংহ
* বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী = আ স ম আব্দুর রব
* বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার = ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস

চতুর্থ অধ্যায়
সাধারন জ্ঞান
 ১) সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তরঃ  ২৮(২)
২) ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? উত্তরঃ  ৪টি
৩) মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ  ১৪২তম
৪) হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত? উত্তরঃ  মৌলভীবাজার
৫) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? উত্তরঃ  ১৫ সেপ্টেম্বর
৬) ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? উত্তরঃ  তিতাস
৭) ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? উত্তরঃ  এসডিজি
৮) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্র্মণ করেন? উত্তরঃ  ১৩৪৫
৯) ‘Statue of Peace’ কোথায় অবস্থিত? উত্তরঃ  নাগাসাকি
১০) বিশ্বের প্রথম মহিলা প্রধা্নমন্ত্রী কে? উত্তরঃ  শ্রীমাভো বন্দরনায়েক
১১) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? উত্তরঃ  ১৮৬৩
১২) কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ  মায়া কাজল
১৩) ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? উত্তরঃ  ডিরোজিও
১৪) হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? উত্তরঃ  কুষ্টিয়া-পাবনা
১৫) ২০১৫ সালে ‘World Food Prize’ কে পেয়েছেন? উত্তরঃ  স্যার ফজলে হাসান আবেদ
১৬) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তরঃ  ২ বছর
১৭) Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি? উত্তরঃ  ব্রিটেন
১৮) রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের নাম কি? উত্তরঃ  ডুমা
১৯) রাষ্ট্রের উপাদান নয় কোনটি? উত্তরঃ  সামাজিক ন্যায়বিচার
২০) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে? উত্তরঃ  বাংলা ১১৭৬ সনে
২১) হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়? উত্তরঃ  হুগলী
২২) ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? উত্তরঃ  তুরস্ক
২৩) মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তরঃ  ১০ এপ্রিল ১৯৭১
২৪) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উত্তরঃ  ২টি
২৫) ড্রোন কি? উত্তরঃ  চালকবিহীন বিমান
 বিজ্ঞান ও প্রযুক্তি
 ১)পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে? উত্তরঃ ইউরেনিয়াম
২)  দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে সময়ের পার্থক্য কত? উত্তরঃ ৪ মিনিট
৩)সবচেয়ে মূল্যবান ধাতু কি? উত্তরঃ প্লাটিনাম
৪)কোনটির কারণে মরিচ ঝাল লাগে? উত্তরঃ ক্যাপসিসিন
৫)টাসস্ক্রিন মোবাইল ফোন আবিষ্কারক কে?
সঠিক উ: দেয়া নাই ( ড.স্যামুয়ের হ্যার্স্ট হবে)
৬) KAFCO কোথায় অবস্থিত? উত্তরঃ চট্টগ্রাম
৭) ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? উত্তরঃ দুধ
৮) নবায়নযোগ্য জ্বালানী কি? উত্তরঃ পরমানু শক্তি
 বাংলা সাহিত্য
 ১) রূপসী বাংলার কবি কে? উত্তরঃজীবনানন্দ দাশ
২) ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি? সংযত/সদাচার/সভ্যতা/সততা (জানা নাই)
৩) বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তরঃ২ টি
৪) “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়? উত্তরঃষ+ণ
৫)  নিচের কোন শব্দ অশুদ্ধ?
উত্তরঃসুকেশীনী, সুকেশিনী,
৬) ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃঅলংকার
৭) ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃহ্যানা ক্যাথেরিন
৮) ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? উত্তরঃসমাস
৯) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়— উত্তরঃধাতু
১0) ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা? উত্তরঃউপন্যাস
১১) নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃশারীরিক,
১২) কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? উত্তরঃআনন্দময়ীর আগমনে
১৩) যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে— উত্তরঃকৃপণ
১৪) শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ সান্ত্বনা, এই টা একটু দেখবেন
১৫) ‘রিক্সা’ কোন ভাষার শব্দ? উত্তরঃ জাপানী
১৬) বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়— উত্তরঃনেপালে
১৭) ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা— উত্তরঃবিদ্যাপতি
১৮) ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়— উত্তরঃ১৮০১ সালে
১৯) ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? উত্তরঃঅন্নদামঙ্গল কাব্যের
২০) বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান— উত্তরঃরোমান্টিক প্রণয়োপাখ্যান
২১) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তরঃনিষিদ্ধ লোবান
২২) ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা? উত্তরঃগল্প
২৩) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ— উত্তরঃঅগ্নিবীণা
২৪) ‘আটকপালে’ বাগধারার অর্থ— উত্তরঃহতভাগ্য
২৫) ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা? উত্তরঃরঙ্গলাল

ইংরেজি

1.Which of the following is correct? উত্তরঃ  He speaks neither English nor French
2. Fill in the blank with the correct choice: ‘How much did you the book?’ উত্তরঃ  pay for
3. Another word for ‘prejudice’ is- উত্তরঃ  bigotry
4. A review of the patient’s eating habits showed that her diet was in vitamin B.
উত্তরঃ  lacking
5. The bus is the expensive way to get around. উত্তরঃ  least
6. Which one is the subject in the sentence? To defrost this fridge takes ages
উত্তরঃ  to defrost this fridge
7.We must buy the tickets (next week). here next week is-
উত্তরঃ  adverbial
8. The expression “He is all but ruined.” means¬¬ উত্তরঃ  he is nearly ruined
9. The phrase “To embrace a habit” means- উত্তরঃ  to eagerly engage in it
10. Kim was written by¬ উত্তরঃ  Kipling
11. Which of the following is not true about Shakespeare? উত্তরঃ  Novelist
12. An elegy is a ¬ উত্তরঃ  poem of lamentation
13. Which of the following is chronologically in order?
উত্তরঃ  Shakespeare, Chaucer, Eliot, Donne
14. Ben Jonson introduced ¬ উত্তরঃ  Comedy of humours
15. A cliche is a ¬ উত্তরঃ  a worm out statement
16. What does ‘apartheid’ refer to? উত্তরঃ  discrimination
17. ‘Renaissance’ means the উত্তরঃ  revival of learning
18. Fill in the blanks: ¬ If he hadn’t been so tired, he___ asleep so quickly. উত্তরঃ  wouldn’t have fallen
19. What is the antonym of ‘Apex’? উত্তরঃ  base
20. The word ‘ecological‘ is related to¬¬ উত্তরঃ  environment
21. Which spelling is correct? উত্তরঃ  lying
22. Handy is the synonym of ¬ উত্তরঃ  useful
23. Choose the right preposition: ¬¬
‘We shall refrain doing it.’ উত্তরঃ  from

গণিত

১. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ____। উত্তরঃ ৮০ হবে।
২. একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন ছাত্র আছে? উত্তরঃ ২৪০
৩. রোমান M প্রতীকের অর্থ কোনটি? উত্তরঃ ১০০০
৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬। ভগ্নাংশটি কত? উত্তরঃ ৭/৯
৫. ৩৩(১/৩)% এর সমান ভাগ্নাংশ কত হবে? উত্তরঃ ১/৩
৬. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে? উত্তরঃ ২৮ দিন
৭. ৬০ মিটার দীর্ঘ রাশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ৩০
৮. যদি B = {x:x2=9, 2x=4} হয়, তবে B =? উত্তরঃ {-3,3,2}
৯. একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30০। গাছটি 12 মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছ কত দূরে অবস্থিত? উত্তরঃ 12√3 মিটার
১০. ৯০^০ কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী? উত্তরঃ ৯০^০
১১. ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়? উত্তরঃ উচ্চতা
১২. সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত? উত্তরঃ ১৩:১২:৫
১৩। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
উত্তরঃ ৪০০
১৪. ৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
উত্তরঃ ৮ সে.মি.
১৫. যদি a+b+c =0 হয়, তবে a3+b3+c3 এর মান কত? উত্তরঃ 3abc
১৬. 2^n÷2^(n-1)=কত? উত্তরঃ 2
১৭. 3 cm, 4.5 cm, 5.5 cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তরঃ 6.75
১৮. পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে? উত্তরঃ ইউরেনিয়াম
১৯. দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১০ হলে সময়ের পার্থক্য কত? উত্তরঃ ৪ মিনিট

পঞ্চম অ্ধ্যায়
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সাধারণ জ্ঞান
• Virus হল- Vital information Resources Under Seize ।
• মস্তিষ্কের তিন অংশ- গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা ।
• মেরুদন্ডের প্রতিটি অস্থিকে- কশেরুকা বলে ।
• রকেট ও জেট বিমানে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়- তরল অক্সিজেন ।
• আকাশ নীল দেখায়- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ।
• আয়নার পশ্চাতে পারদ ব্যবহৃত হয় ।
• সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু- কপার ও তামা ।
• কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়- ২৪ ক্যারেট ।
• লিথিয়াম হল- সবচেয়ে হালকা ধাতু ।
• ওসমিয়াম হল- সবচেয়ে ঘনধাতু ।
• সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম ।
• বৈদ্যুতিক বিলের হিসাব কিভাবে করা হয়-কিলোওয়াট ঘন্টায় ।
• তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ গঠিত হয়- লাল, নীল, সবুজ তথা RGB।
• ‘সিডর’ কোন ভাষার শব্দ : সিংহলি যার অর্থ চোখ ।
• টলেমি কি ছিলেন- জ্যাতির্বিদ(১৮তম বিসিএস) ।
• কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়- ৭৬ বছর ।
• সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সে:মি: এ- ১০ নিউটন ।
• জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়- ৬ ঘন্টা ১৩ মি. পর ।


কয়েকটি আবিষ্কার ও আবিষ্কারকের নাম ।
১. আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন== = জার্মান বিজ্ঞানি স্মেল
২. থেলিস কিসের জন্য বিখ্যাত==== সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য
৩. সিনেমাস্কোপপ্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়==== অবতল
৪. চার্জের এককের নাম কি=== কুলম্ব
৫. মধ্যাকর্ষণজনিত ত্বরণ কোথায় সর্বোচ্চ==== ভূপৃষ্ঠে
৬. গামা রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে কতগুণ বেশি=== পঞ্চাশ হাজার গুণ
৭. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত=== ৩৩
৮. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত=== ৭৫-৯৫ ভাগ
৯. পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়=== সোডিয়াম
১০. জিনতত্ত্বের জনক বলা হয় কাকে==== জোহান মেন্ডেলকে


Computer releted কিছু ওয়ার্ড এর শর্ট ফর্ম

1.   ) COMPUTER Common Oriented Machine.Particularly United and used under Technical and Educational Research.
2.) YAHOO
Yet Another Hierarchical Officious Oracle.
3.) WINDOW
Wide Interactive Network Development for Office work Solution.
4.) GOOGLE
Global Organization Of Oriented Group Language Of Earth.
5.) VIRUS
Vital Information Resources Under Siege.
6.) UMTS
Universal Mobile Telecommunicati
ons System.
7.) AMOLED
Active-matrix organic light-emitting diode.
8.) OLED
Organic light- emitting diode.
9.) IMEI
InternationalMobile Equipment Identity.
10.) ESN
Electronic SerialNumber.
11.) UPS
Uninterruptible power supply.
12. HDMI
High-DefinitionMultimedia Interface.
13.) VPN
Virtual private network.
14.) APN
Access Point Name.
15.) SIM
Subscriber Identity Module.
16.) LED
Light emitting diode.
17.) DLNA
Digital Living Network Alliance.
18.) RAM
Random access memory.
19.) ROM
Read only memory.
20.) VGA
Video Graphics Array.
21.) QVGA
Quarter Video Graphics Array.
22.) WVGA
Wide video graphics array.
23.) WXGA
Widescreen Extended Graphics Array.
24.) USB
Universal serial Bus.
25.) WLAN
Wireless Local Area Network.
26.) PPI
Pixels Per Inch.
27.) LCD
Liquid Crystal Display.
28.) HSDPA
High speed down- link packet access.
29.) HSUPA
High-Speed Uplink Packet Access.
30.) HSPA
High Speed Packet Access.
31.) GPRS
General Packet Radio Service.
32.) EDGE
Enhanced Data Rates for Global Evolution.
33.) NFC
Near field communication.
34.) OTG
On-the-go.
35.) S-LCD
Super Liquid Crystal Display.
36.) O.S.
Operating system.
37.) SNS
Social network service.
38.) H.S
HOTSPOT.
39.) P.O.I
Point of interest.
40.) GPS
Global Positioning System.
41.) DVD
Digital Video Disk.
42.) DTP
Desk top publishing.
43.) DNSE
Digital natural sound engine.
44.) OVI
Ohio Video Intranet.
45.) CDMA
Code Division Multiple Access.
46.) WCDMA
Wide-band Code Division Multiple Access.
47.) GSM
Global System for Mobile Communications.
48.) WI-FI
Wireless Fidelity.
49.) DIVX
Digital internet video access.
50.) APK
Authenticated public key.
51.) J2ME
Java 2 micro edition.
52.) SIS
Installation source.
53.) DELL
Digital electronic link library.
54.) ACER
Acquisition Collaboration Experimentation Reflection.
55.)RSS
Really simple syndication.
56.) TFT
Thin film transistor.
57.) AMR
Adaptive Multi-Rate.
58.) MPEG
moving pictures experts group.
59.) IVRS
Interactive Voice Response System.
60.) HP
Hewlett Packard
61.) DDoS attacks
distributed denial of service


ইন্টারনেট এর কিছু তথ্য
বিশ্বে ইন্টারনেট চালু হয় — ১৯৬৯ সালে।
বাংলাদেশে ইন্টারনেট চালু হয় — ১৯৯৬ সালে।
ইন্টারনেটের জনক — ভিনটন জি কার্ফ।
WWW এর অর্থ — World Wide Web.
WWW এর জনক — টিম বার্নাস লি ।
ই-মেইল এর জনক কে — রে টমলি সন।
ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক — এলান এমটাজ।
Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা — ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম — ডট কম।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে — ১৫ মার্চ ১৯৮৫ সালে।
ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ — প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) — Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chromr.
বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা — সার্জে এম বেরিন ও লেরি পেজ।
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট — Twitter, Facebook, Diaspora,MySpace, Orkut.
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ? — ২০০৬ সালে।
টুইটারের প্রতিষ্টাতা — জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
ফেসবুকের প্রতিষ্টাতা — মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় — ২০০৪ সালে।
ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে বলে — টেলি মেডিসিন।
উইকিপিডিয়া কি — অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
উইকিপিডিয়া কে প্রতিষ্টা — জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয় — ২০০১ সালে ।
উইকিপিডিয়া ফাউন্ডেশন — অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
উইকিলিকস(wikileaks) — সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
উইকিলিকস(Wikileaks) এর কাজ — বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেরগুরুত্বপূর্ন এমনএকটি গোপন সংবাদসংগ্রহ করে প্রকাশ করা ।
উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন — জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)

ষষ্ঠ অধ্যায়
1. রবীন্দ্রনাথ এর রাজনৈতিক উপন্যাস কোনটি? উঃ গোরা
2. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উঃ অগ্নিবীণা
3. মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? উঃ ড. দীনেশচন্দ্র সেন।
4. নীর শব্দের অর্থ কী? উঃ বারি
5. খাঁটি বাংলা শব্দ কোনটি? উঃ ঢোল
6. শুদ্ধ বানান কোনটি? উঃ সমীচীন
7. হেড-মৌলভি কোন কোন শব্দযোগে গঠিত? উঃ ইংরেজী+ফারসি
8. শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য কোনটি? উঃ ইউসুফ-জোলেখা
9. রূপসী বাংলার কবি বলা হয় কাকে? উঃ জীবনানন্দ দাস
10. তদ্ভব শব্দ কোনটি? উঃ চাঁদ
11. সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উঃ আদিত্য
12. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়-কার লেখা? উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
13. মোদের গরব মোদের আশা- কে লিখেছেন? উঃ অতুল প্রসাদ সেন
14. মৌলিক শব্দ নিচের কোনটি? উঃ গোলাপ
15. নিচের কোনটি পর্তুগীজ শব্দ? উঃ বালতি
16. ষড়ঋতুর সন্ধিবিচ্ছেদ করুন- উঃ ষট+ঋতু (হসন্ত সহ )
17. বাংলা শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উঃ প্রাকৃত
18. লাঠালাঠি কোন সমাস? উঃ বহুব্রীহি
19. অক্ষির সমীপে- এক কথায় কী? উঃ সমক্ষ
20. কোনটি শুদ্ধ? উঃ আকাঙ্ক্ষা
21. Which is not a grammatical unit?  ans. Phrase 
23. Which of the following is an example of prefix? Ans. Co
24. Correct spelling? ans. Accommodation
25. The synonym of the word “Envoy” is-  ans. Ambassador 
26. The antonym of the word ‘Abandon’ is- ans. Retain
27. Which part of speech is the word ‘Regarding’?  ans. Preposition 
28. Which is the adjective of the word ‘Name’?  ans. Nominal 
29. Which is the appropriate preposition in the sentence ‘He deals …..rice’?  ans. With 
30. The example of present progressive is-  ans. They are gossiping. 
31. Rice sells cheap is-  ans. Active voice 
32. Which is the reported speech of the sentence ‘He said, the earth moves round the sun’? 
ans. He said that the earth moves round the sun. 
34. The plural form of the word ‘Deer’ is-  ans. Deer
35. ‘Black Sheep’ is-  ans. An idiom 
36. The meaning of the idiom ‘ABC’ is-  ans. Elementary knowledge. 
37. Which one is a phrase prepositional verb?  ans.Look at
38. Which one of the following sentence is correct?  ans. He came home yesterday. 
39. ‘King Liar is’ a-  ans. Tragedy 
40. ‘Pride and Prejudice’ is-  ans. A novel
৪১। নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? উঃ মায়ানমার
৪২. সীমান্ত গান্ধি নামে পরিচিত কে? উঃ খান আব্দুল গাফফার খান
৪৩। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? উঃ ৬ ঘন্টা
৪৪. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? উঃ রোম
৪৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়? উঃ রেসকোর্স ময়দান
৪৬. দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন? উঃ ১০ জানু, ১৯৭২
৪৭. স্থায়ী সালিশ আদালত কোথায়? উঃ হেগে
৪৮। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে? উঃ বিজয়পুরে
৪৯। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কাল কত বছর? উঃ ৩ বছর।
৫০। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ এর অংশ হিসাবে ঘোষণা করে কোন সংস্থা? উঃ UNESCO
৫১. কোন ক্রিকেটার ‘Oxford Blue’ ছিলেন? উঃ ইমরান খান
৫২. ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি? উঃ ১০টি
৫৩. ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? উঃ সেপ্টেম্বর, ১৯৯৬
৫৪. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন? উঃ জুলিও কুরি পদক
৫৫. বাংলাদেশ ও ভারতের সাথে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? Arbitral Tribunal 
৫৭. কোনটি বার্ড  flu  ভাইরাস? উঃ H-5 N-1
৫৮. বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে? উঃ ১৩ টি
৫৯. গিনিস বুক অব রেকরুন্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোড়ার —
Zobera Rahman Linu ৬০. BSTI এর পূর্ণরূপ কি-
উঃ Bangladesh Standards and Testing Institution
৬১. কোন সংখ্যাটি বৃহত্তম? উ: ০.১০০০
৬২. পাঁচ 
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? উ: ১
৬৩. ৯০ থেকে ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? উ: ১ টি
৬৪. √০.০৯=? .০৩///০.৩///০.০০৩///০.০০০৩ উ: ০.৩
৬৫. পাঁচ 
অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? উ: ১৯৯৯৯
৬৬. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত? উ: ৪৩
৬৮. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উ: ১০
৬৯. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কি কি? উ: ৪৫,৬০
৭০. একটি সংখ্যার বর্গমূল সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত? উ: ২৫
৭১. ০.০০১X০.০১=কত? উ: ০.০০০০১
৭২. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৪ ও ৫ দ্বারা ভাগ করলে নি:শেষে বিভাজ্য? উ: ৬০
৭৩. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
১/২০///১/১৬///১/১৫///১/১২ উ: ১/১২
৭৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হবে। সংখ্যাটি কত? উ: ১৮
৭৫. একটি সরলরেখার উপর লম্ব 
অঙ্কণ করলে কয়টি সমকোণ পাওয়া যায়? উ: ২টি
৭৬. একটি চতুর্ভুজের ৩ কোণের সমষ্টি ২৮০ ডিগ্রি। ৪র্থ কোণের মান কত? উ: ৮০ ডিগ্রি
৭৭. কোন সংখ্যার ৬ গুণ হতে ১৫ গুণ ৬৩ বেশি? উ: ৭
৭৮. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
০.০০৯৯///০.১০০///৯/১০০///৯/১০০০ উ: ০.১০০
৭৯. ৩X০.৩/২=? উ: ০.৪৫
৮০. একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি ১৬০ ডিগ্রি। তৃতীয় কোণটির মান কত? উ: ২০ ডিগ্রি
সপ্তম অধ্যায়
১. বি পি এল ২০১৭ কততম আসর? উত্তর : পঞ্চম।
২. IPO এর পূর্ণরূপ কি? উত্তর : International Police Organization.
৩. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি? উত্তর : সমুদ্র অভিযান।
৪. ঢাকা বর্তমানে বিশ্বের কততম জনবহুল শহর? উত্তর : ১১তম।
৫. বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর : ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
৬. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? উত্তর : ১৫০ ফুট। / ৪৬.৫ মিটার।
৭. DGI এর পূর্ণরূপ কি? উত্তর : Deputy Inspector General.
৮. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? উত্তর : ৭০.৭
৯. বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর : জাতীয় সংসদ।
১০. তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : তিস্তা।
১১. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি এখানে কয়টি জেলা আছে? উত্তর : ময়মনসিংহ, ৪টি।
১২. সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? উত্তর : ২রা মার্চ, ১৯৭১ সালে।
১৩. আমাদের জাতীয় সঙ্গীতের সুরকার কে, এটি তার কোন কবিতার অংশ? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর, স্বরবিতান।
১৪. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তর : মেজর জ্যামস রেনেল।
১৫. বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পশু, পাখি, মাছ, খেলার নাম লেখ। উত্তর : শাপলা, কাঁঠাল, টাইগার, দোয়েল, ইলিশ, কাবাডি।
১৬. উপগ্রহ ভূ-কেন্দ্র কী? উত্তর : যে জায়গা থেকে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়।
১৭. ক্যাডেট কলেজ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর : হামিদুর রহমান।
১৯. এ বছর শান্তিতে নোবেল বিজয়ী কে? উত্তর : আইক্যান (একটি জোট)।
২০. নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে? উত্তর : শিরিন ইবাদী।
২১. ILO এর পূর্ণরূপ কি? উত্তর : International Labour Organization.
২২. বারকোড কোন ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি? উত্তর : ব্যবসা ক্ষেত্রে।
২৩. আমরা বর্তমানে কোন যুগে বাস করছি? উত্তর : ডিজিটাল।
২৪. নাসাপয়ের আকৃতি কেমন? উত্তর : ত্রিকোণাকার।
২৫. মধ্য কর্নে কয়টি হাড় আছে? উত্তর : ৩টি।
২৬. ফলকের গঠনেতে পাতা কয় প্রকার? উত্তর : ৩ প্রকার।
২৭. আইকন অর্থ কি? উত্তর : একটি ছোট ছবি।
২৮. সবুজ পাট থেকে কি উৎপন্ন হয়? উত্তর : বস্ত্রশিল্প।
২৯. প্রকৃতির মূল উপাদান কয়টি? উত্তর : ৪টি।
৩০. পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর : রাজা গোপাল।
৩১. তাম্রলিপি বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর : মহাস্থানগড়।
৩২. সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি? উত্তর : ২টি।
৩৩. হ্যারিপটারের লেখক কে? উত্তর : জে. কে. রাউলিং।
৩৪. ২০১৮ সালের ১ম দিন সোমবার হলে ৩১শে ডিসেম্বর কি বার হবে? উত্তর : সোমবার।
৩৫. M, P, S, V - শূন্যস্থানের বর্ণটি লিখ। উত্তর : Y.
৩৬. ৩০ কে দিয়ে ভাগ করে ১০ যোগ করলে যোগফল কত হবে? উত্তর : ৭০।
৩৭. নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৪৮ = ক) ১৯৮০ খ) ২৮৪০ গ) ৩৮৪০ ঘ) ৪৬২০
৩৯। কোষের অংশ কয়টি? উত্তর : তিনটি
৪০। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? উত্তর : ১১টি
৪১। কুমিল্লার পুরনো নাম কী? উত্তর : ত্রিপুরা
৪২। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর : ৬.১৫ কি.মি.
৪৩। বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার কত সালে শুরু হয়? উত্তর : ১৯৬৪ সালে
৪৪। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী? উত্তর : নীল নদ
৪৫। C.P.U এর পূর্ণরূপ কী? উত্তর : Central Processing Unit.
৪৬। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ১৯৫৮ সালে
৪৭। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জিতে কার সঙ্গে? উত্তর : শ্রীলংকা
৪৮। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : কাপ্তাই, রাঙামাটি
৪৯। কোষ আবিষ্কার করেন কে? উত্তর : রবার্ট হুক
৫০। এলবিডব্লিউ (খইড) কী? উত্তর : Leg Before Wiekets
৫১। কোন দেশ সবচেয়ে বেশি পাট উৎপন্ন করে? উত্তর : ভারত
৫২। কোন সভ্যতাকে ভারত উপমহাদেশের প্রথম নগরী বলা হয়? উত্তর : সিন্ধু
৫৩। রেচন প্রক্রিয়া কী? উত্তর : বর্জ্য পদার্থ ত্যাগ।


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU