Friday, November 16, 2018

সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-(৫০তম পর্ব)



সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

(৫০তম পর্ব)

অন্যান্য পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ


সাধারন জ্ঞানের প্রশ্নোত্তরঃ

১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।
২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।
 
৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)
৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।
৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ জর্জ হাবাস।
৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]
উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।
৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মাইক পেন্স। (তার আগে ছিলেন জো বাইডেন)।
৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।
 
৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।
১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।
 
১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।
 
১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Conference on Trade and Development.
 
১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।
 
১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।
 
১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।
 
১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।
 
১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।
 
১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুন জায়ে ইন।
 
১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিম জং উন।
 
২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বানজুল।
২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লুসাকা।
 
২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
 
২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।
 
২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।
 
২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
 
২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।
 
২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিংহলি।
২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফিলিপিনো।
 
৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Development Fund for Women.
 
৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।
 
৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গণকংগ্রেস।
 
৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডায়েট।
 
৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।
৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিনজো এবে।
 
৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।
৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )
৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ উড্রো উইলসন।
 
৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Economic Cooperation Organization
 
৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।
৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দনকাঠ।
৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।
 
৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।
৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।
 
৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।
 
৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দিয়াগো গার্সিয়া।
 
৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।
 
৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীন।
 
৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।
 
৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাইওয়ান।
 
৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।
 
৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।
 
৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।
 
৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।
৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।
 
৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।
 
৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।
 
৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।
 
৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।
 
৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।
 
৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।
 
৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
 
৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।
 
৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ টি দেশ।
 
৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৫ জন।
 
৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
 
৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ টি ভাষায়।
৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।
 
৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।
 
৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।
 
৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।
৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।
 
৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।
 
৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।
 
৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৩৮।
৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
 
৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।
 
৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।
 
৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।
 
৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।
 
৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।
৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।
 
৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।
 
৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
 
৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।
 
৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।
৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।
 
৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।
 
৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।
 
৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GATT
৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
 
৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।
 
৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।
 
৯৪। WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।
 
৯৫। ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পারস্য।
৯৬। থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্যামদেশ।
 
৯৭। জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।
 
৯৮। রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।
 
৯৯। ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা।
 
১০০। HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Heavily Indebted Poor Countries
 
১০১। ও.আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৭ টি দেশ।
 
১০২। ILO এর সদর দফতর কোথায়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।
 
১০৩। IAEA এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Atomic Energy Agency
 
১০৪। আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।
 
১০৫। আন্তর্জাতিক আদারতের সদস্য দেশ কতটি? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৩ টি।
 
১০৬। CEDAW এর পূর্ণরূপ কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Convention on the Elimination of all forms of Discrimination Against Women
 
১০৭। Agenda 21 কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়।
 
১০৮। LoC কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত।
 
১০৯। লয়া জিরগা কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ।
 
১১০। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে।
 
১১১। বিশ্ব শিশু দিবস কবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২০ নভেম্বর। তবে বাংলাদেশের শিশু দিবস –১৭ মার্চ।
 
১১২। মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সত্য নারায়ন নাদেল্লা।
 
১১৩। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দক্ষিণ সুদান।
 
১১৪। নাসা’র সদর দফতর কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় –১৯৫৮ সালে।
 
১১৫। মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার নিউজ এজেন্সি।
 
১১৬।ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
 
১১৭। বাংলাদেশকে ‘‘তলাহীন ঝুড়ি’’ বলেছেন কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার।
১১৮। ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে।
 
১১৯। ন্যাম এর উদ্যোক্তা কে? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের।
 
১২০। চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নীল আর্মস্ট্রং
১২১। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতর কোথায়? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
 
১২২। আসিয়ান এর সদর দফতর কোথায়? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।
 
১২৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? [৩৭ তম প্রিলি] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।
 
১২৪। গ্রিনপিস কী? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সংগঠন। এর সদর নেদারল্যান্ডসে।
১২৫। স্টেট অব দি ইউনিয়ন কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণকে স্টেট অব দি ইউনিয়ন বলে।
১২৬। ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ]
১২৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।
 
১২৮। উইঘুর জাতি কোথায় বসবাস করে? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চীনের জিনজিয়াং প্রদেশে।
 
১২৯।BIMSTEC এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
 
১৩০। জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ সালে।
 
১৩১। ‘বাংলাদেশ ককাস’ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বর্থ সংশ্লিষ্ট লবিং দল।
 
১৩২। এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।
 
১৩৩। Interpol এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত।
১৩৪। ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮।
 
১৩৫। বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ডুলাহাজরা, কক্সবাজার।
 
১৩৬। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫৪ টি।
 
১৩৭। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ।
 
১৩৮। ডুরান্ড লাইন কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
১৩৯। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
 
১৪০। গুগল কী? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন।
 
১৪১। ১৯৪৭ সালে নতুন স্বধীনতাপ্রপ্ত ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাষ্ট্রপতি—লর্ড মাউন্ট ব্যাটেন ও প্রধানমন্ত্রী—জওহর লাল নেহেরু।
 
১৪২। পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
 
১৪৩।ICIMOD এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ International Centre for Integrated Mountain Development
 
১৪৪। ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাজ্যসভা ও লোকসভা
১৪৫। ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নিরাপত্তা পরিষদের।
 
১৪৬। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [৩৭ তম প্রিলি ][৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ লর্ড কার্জন।
 
১৪৭। বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আব্রাহাম লিংকন।
১৪৮। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী?[৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে)
১৪৯। সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর।
 
১৫০। ন্যাটো এর সদর দফতর কোথায়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেলজিয়ামের ব্রাসেলসে।
 
১৫১।বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
 
১৫২।UNFCCC এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.
 
১৫৩।ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬ মে ২০০৮ রাশিয়ায়।
 
১৫৪। জেনেভা কনভেনশন কী? [৩৪ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন।
 
১৫৫। ট্যারিফ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর।
 
১৫৬। ট্যাক্স কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর।
 
১৫৭ । আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হামবু্র্গ, জার্মানি।
 
১৫৮। কিয়োটো চুক্তি কী? [৩৪, ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়।
 
১৫৯। Responsibility to protect কী? [৩৫ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার।
 
১৬০। ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? [৩৫ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়।
১৬১। ব্রিকস কী? [৩৬ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই।
 
১৬২। Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? [৩৭ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ ২০০ নটিক্যাল মিইল।
 
১৬৩।দ্বৈত ট্রাক (Dual Track) কূটনীতি কী? [৩৭ তম বিসিএস লিখিত]
 
উত্তরঃ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং এখানে বেসরকারি সংস্থার হাতে এসব সেক্টর নিয়ন্ত্রণের ক্ষমতা খুব কমই থাকে।
(সমাপ্ত)

আরো অধিক জানতে এদের উপর  ক্লিক করুনঃ
৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক)


Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh


PLEASE SHARE ON

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU