BOU

Friday, November 16, 2018

বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল বিষয়ের সাধারণ জ্ঞাণ প্রশ্নোত্তর-১০০% কমন ।


বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য় শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৪৯তম পর্ব) (৯৫% কমনের নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal,(Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ততাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
চাকরির পরীক্ষায় বাংলাদেশ নিয়ে যতো প্রশ্নঃ
১.বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম.?= ২১ তম
২.বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম.?= ১৪ তম
৩.বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?= সৈয়দ মাহমুদ হোসেন ২২ তম
৪.বর্তমানে বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এবং কত তম.? =কে এম নুরুল হুদা ১২ তম
৫.বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি.? = শিরীন শারমিন চৌধুরী , ১০ম সংসদ
৬.বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গর্ভনর কে, কত তম.? =ফজলে কবির , ১১ তম
৭.বর্তমানে বাংলাদেশের এনবিআর এর চেয়ারম্যান কে? = মোশাররফ হোসেন ভূঁইয়া
৮.নতুন আইজিপির নাম কি? = মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
৯.বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব কে?= মুসলিম চৌধুরী
১০.বর্তমানে ঢাবির উপাচার্য কে? = অধ্যাপক মো. আখতারুজ্জামান ২৮ তম
চাকুরীর পরীক্ষায় বারবার আসে:-
বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়.? ২_মার্চ_১৯৭১
বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়.? ৩_মার্চ_১৯৭১ সালে
স্বাধীন বাংলাদেশর বেতার কেন্দ্র স্থাপিত করা হয়.? ২৬_মার্চ_১৯৭১_সালে
ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়.? ২১_নভেম্বর_১৯৭১_সালে
মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা.? ৭_ডিসেম্বর_১৯৭১_সালে
বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে.? ১৬_ডিসেম্বর_১৯৭১
অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয়.? ১৫_আগস্ট_১৯৭১_সালে উৎসর্গ
বসন্ত — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে।
তাসের দেশ — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন নেতাজি সুভাষ চন্দ্রকে।
কালের যাত্রা — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
চার অধ্যায় — রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন কারাবন্দীদের।
সঞ্চিতা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে।
ছায়ানট — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মুজাফফর আহম্মদকে।
অগ্নিবীণা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বারীন ঘোষকে।
চিত্তনামা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বাসন্তী দেবীকে।
সর্বহারা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন বিরজা সুন্দরীকে।
সন্ধ্যা — কাজী নজরুল ইসলাম উৎসর্গ করেন মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদের
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-বাংলাদেশ নদী ও চর :
1. বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে - ৭০০ টি
2. পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে
3. পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে
4. গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে – রাজশাহীজেলা দিয়ে
5. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে
6. ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী
7. পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে
8. পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ
9. ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর
10. বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে– কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে
11. ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে
12. ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে
13. যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী
14. ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা
15. যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই
16. সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি – মেঘনা নদী
17. সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে
18. সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে– সিলেট জেলা দিয়ে
19. সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় – সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে
অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে
20. মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে
21. বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে
22. মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।
23. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী– কর্ণফুলী
24. কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে
25. কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি
26. কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং
27. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত
28. তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল
29. তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং
হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে
30. তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সালের বন্যায়
31. তিস্তা নদী মিলিত হয় – ব্রক্ষপুত্রের সাথে
32. তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ – ১৭৭ কি.মি ও ৩০০ থেকে ৫৫০ মি.
33. বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান উৎস – তিস্তা নদী
34. তিস্তা ব্যারেজ প্রকল্পটি নির্মিত হয় – ১৯৯৭-৯৮ সালে
35. মংলা বন্দরের দক্ষিণে – পশুর নদী
36. সাঙ্গু নদীর উৎপত্তি – আরাকান পাহাড়ে
37. সাঙ্গু নদী প্রবেশ করেছে – পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে
38. সাঙ্গু নদীর দৈর্ঘ্য – ২০৮ কি.মি
39. ফেনী নদীর উৎপত্তি – পার্বত্য ত্রিপুরায়
40. ফেনী নদী বঙ্গোপসাগরের পতিত হয় –সন্দ্বীপের উত্তরে
41. বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত – নাফ নদী
42. নাফ নদীর দৈর্ঘ্য – ৫৬ কি.মি
43. মাতামুহুরী নদীর উৎপত্তি – লামার মাইভার পর্বতে
44. মাতামুহুরী প্রবেশ করে – কক্সবাজারের চকোরিয়ার পশ্চিম পাশ দিয়ে
45. মাতামুহুরী নদীর দৈর্ঘ্য – ১২০ কি.মি
46. ঢাকা – বুড়িগঙ্গার তীরে
47. চট্টগ্রাম – কর্ণফুলির তীরে
48. নারায়ণগঞ্জ – শীতলক্ষ্যার তীরে
49. সিলেট – সুরমা নদীর তীরে
50. কুমিল্লা – গোমতী নদীর তীরে অবস্থিত
51. কর্ণফুলি বহুমুখী পরিকল্পনা থেকে – ৬৪৪ কি.মি নৌ চলাচল করে
52. কর্ণফুলির পানি দিয়ে চাষাবাদ হচ্ছে – ১০ লক্ষ একর জমিতে।
53. ভোলা জেলায় অবস্থিত- চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকুড়ি মুকড়ি, চর নিজাম, চর জংলী, চর
মনপুরা, চর ফয়েজ উদ্দিন।
54. ফেনী জেলায় অবস্থিত- মুহুরীর চর।
55. নোয়াখালী জেলায় অবস্থিত- চর শ্রীজনি, চর শাহাবানী।
56. লক্ষ্মীপুর জেলায় অবস্থিত- চর আলেকজান্ডার, চর গজারিয়অ।
57. চট্টগ্রাম জেলায় অবস্থিত- উড়িরর চর।
58. রাজশাহী জেলায় অবস্থিত- নির্মল চর
সমাপ্ত-৫০তম পর্ব দেখুন

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU