প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-৪
( ১০৩তম পর্ব)
সাধারণ জ্ঞান (সকল বিষয়)
Written by MD. IZABUL
ALAM
PRINCIPAL-Bangladesh Online University (BOU)
Md .Izabul
Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal,
Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO
NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha,
Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector
(Detective-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment
& Training School-Securex), Senior Executive & In Charge- (Recruitment
& Training School (HRD)-(A LARGE COMPANY.) Bangladesh Online University (BOU) ( যা সকল বিষয়ের সাধারণ
জ্ঞানের তথ্য ভান্ডার) একটি সেবামূলক
Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান,যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে
ভুলবেন না। Md.Izabul Alam,
Principal-BOU, Gulshan-2- Dhaka, Bangladesh. 01716508708, izabulalam@gmail.com bbc787.blogspot.com |
সাধারণ জ্ঞান (সকল বিষয়)
(১) প্রশ্নঃ "গাভি" কী? উত্তরঃ ভ্যাক্সিনের জন্য গঠিত বৈশ্বিক
জোট। (দুধ দেয় যে, ঐ "গাভী" নয়!)
(২) প্রশ্নঃ "GAVI" এর পূর্ণরূপ কী? উত্তরঃ Global
Alliance for Vaccines and Immunisation
(৩) প্রশ্নঃ কত সালে "GAVI" প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ২০০০ সালের
জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনেভায়।
(৪) প্রশ্নঃ "GAVI" এর সদরদপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ জেনেভা,
সুইজারল্যান্ড।
(৫) প্রশ্নঃ "GAVI" এর উদ্যোগে ২০২০ সালের কত তারিখে
"Global Vaccine Summit 2020" অনুষ্ঠিত হয়? উত্তরঃ ৪ জুন, ২০২০।
(৬) প্রশ্নঃ "Global Vaccine Summit 2020" এর আয়োজক ছিল কোন
দেশ? উত্তরঃ যুক্তরাজ্য (UK)
(৭) প্রশ্নঃ "Global Vaccine Summit 2020" -এ করোনা ভ্যাক্সিনের
জন্য কী পরিমাণ ফান্ড জোগাড় হয়? উত্তরঃ ৮.৮
বিলিয়ন মার্কিন ডলারেও বেশি। যার মাধ্যমে বিশ্বের ৩০০ মিলিয়ন শিশুকে করোনা ভ্যাক্সিন
প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০
১. কবিতা- মুহাম্মদ সামাদ
২. কথাসাহিত্য- ইমতিয়ার শামীম
৩. প্রবন্ধ/গবেষণা- বেগম আকতার কামাল
৪. অনুবাদ- সুরেশরঞ্জন বসাক
৫. নাটক- রবিউল আলম
৬. শিশুসাহিত্য- আনজীর লিটন
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- সাহিদা বেগম
৮. বিজ্ঞান/কল্পবিজ্ঞান- অপরেশ বন্দ্যোপাধ্যায়
৯. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- ফেরদৌসী মজুমদার
১০. ফোকলোর- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
সাধারণ জ্ঞানঃ
১. পল্লী উন্নয়ন একাডেমি ( RDA) অবস্থিত → বগুড়া
২. গোবি মরুভূমি অবস্থিত → এশিয়া
৩. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম → বরিশাল
৪. তিতাস উপজেলা অবস্থিত → কুমিল্লা
৫. ADB এর সদর দপ্তর → ম্যানিলায়
৬. নেদারল্যান্ডের মুদ্রার নাম → গিল্ডার / ইউরো
৭. মালয়েশিয়ার মুদ্রার নাম → রিংগিট
৮. মায়ানমারের মুদ্রার নাম → কিয়াট
৯. OIC এর বর্তমান নাম → Organization of Islamic Cooperation (প্রতিষ্ঠিত : ২৫ সেপ্টেম্বর
১৯৬৯ সালে)
১০. ঢাকা বাংলার রাজধানী হয় → ১৬১০
১১. কোন দেশের সংবিধান অলিখিত → ব্রিটেন
১২. সিডর শব্দের অর্থ → চোখ
১৩. UNESCO সদর দপ্তর → প্যারিসে
১৪. বাংলাদেশের ' কৃষি দিবস ' → পহেলা অগ্রহায়ণ
১৫. বিশ্ব শিক্ষক দিবস → ৫ অক্টোবর
১৬. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি → সৈয়দ মঈনুল হোসেন
১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি → হামিদুর রহমান
১৮. মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল → ৬৪টি
১৯. ঢাকা সেক্টর ছিল → ২
২০. মেহেরপুর / মুজিবনগর সেক্টর → ৮
২১. অভ্যন্তরীন নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর → ১০
২২. কম্পিউটারের মস্তিষ্ক → CPU
২৩. বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ → ১৯৭৪ সালে
২৪. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ → ভোলা
২৫. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস → প্রাকৃতিক গ্যাস
২৬. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত → তুরস্ক
২৭. টোপর হলো → দেশী শব্দ
২৮. দেশি শব্দ → টোপর, কুলা, ঢেঁকি, কুঁড়ি, ডাব, পেট
২৯. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে → সমানাধিকরণ বহুব্রীহি
৩০. পকেট মার → বহুব্রীহি সমাস
৩১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট → সাধু ভাষা
৩২. সারাংশের মূল উদ্দেশ্য → অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
৩৩. মহাকীর্তি = মহতী যে কীর্তি
৩৪. হৃদয়াবেগ প্রকাশ করতে হয় → বিস্ময় চিহ্ন দিয়ে
৩৫. বাক্যে সেমিকোলন ( থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুণ সময়
৩৬. ব্যাসবাক্যের অপর নাম → বিগ্রহ বাক্য
৩৭. সাহিত্যের প্রাচীন নিদর্শন → চর্যাপদ
৩৮. বানান → ক্ষুৎপীড়িত
৩৯. পত্র শব্দের ব্যবহারিক / অাভিধানিক অর্থ → চিহ্ন বা স্বারক
৪০. অাঞ্চলিক ভাষার অপর নাম → উপভাষা
৪১. এই ঘরটি ভাড়া দেয় হবে → This house is to let
৪২. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন → The doctor felt the pulse of the patient
৪৩. এক টাকার ভাংতি দাও → Give me a taka change
৪৪. দৃশ্যটি অতি মনোরম → The scenery is very charming
৪৫. The baby is always full of smiling → শিশুটির মুখে হাসি লেগেই অাছে।
৪৬. He asked me to do it → তিনি অামাকে এটা করতে বলছিলেন।
৪৭. patience is bitter but its fruit sweet→ সবুরে মেওয়া ফলে
৪৮. The noun form ' beautiful ' → beauty
৪৯. The verb form ' ability ' → enable
৫০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা
৫১.' ইঁদুর কপালে ' বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
৫২. বানান → শুশ্রূষা
৫৩. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক → প্রমথ চৌধরী
৫৪. সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদ লিখতে হয় → একটি
৫৫. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে বলে → গুরুচণ্ডালী দোষ
৫৬.'সারাংশ লিখন ' শিক্ষার উদ্দেশ্য → বক্তব্য সংক্ষেপণ
৫৭. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী → চলিত রীতি
৫৮. বানান → দরিদ্রতা
৫৯. অাপাদমস্তক → অব্যয়ীভাব সমাস
৬০.ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
৬১. ভাব- সম্প্রসারণের ক্ষেত্রে দোষ → একই কথার পুনরাবৃত্তি
৬২. কুল কাঠের অাগুন → তীব্র জ্বালা
৬৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি → সেমিকোলন
৬৪. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় → দ্বিগুসমাস
৬৫. The man is in great trouble → লোকটা খুবই অসহায়
৬৬. The rains have set in → বর্ষাকাল শুরু হয়েছে
৬৭. Suddenly he began to weeping → হঠাৎ সে কাঁদতে শুরু করল
৬৮. were the birds chirping? → পাখিরা কি কিচিরমিচির করছিল?
৬৯. এটা কি ধরনের ফুল ? → what kind of flower is it ?
৭০. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক → May Bangladesh prosper
day by day
৭১. চরিত্র জীবনের মুকুট → Character is the crown of life
৭২. দয়া একটি মহৎ গুন → Kindness is a great virtue
৭৩. বিপদ কখনো একা অাসেনা → Misfortune never comes alone
৭৪. বাংলা সনের প্রবর্তক → সম্রাট অাকবর
৭৫. গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী → সি. এফ. সি গ্যাস
৭৬. হিমছড়ি অবস্থিত → কক্সবাজার
৭৭. মোরাসমাস রোগের ফলে → পেশী ও মেদ ক্ষয় হয়।
৭৮. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে → ১৯৭৪ সালে
৭৯. বাংলাদেশের সবচেয়ে উত্তরে স্থান → বাংলাবান্ধা
৮০. কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না → সৌদি অারব
৮১. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস → USA
৮২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ → একই হয়
৮৩. কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় → ন্যানো সেকেন্ডে
৮৪. চীনের দুঃখ নামে পরিচিত → হোয়াংহো নদী
৮৫. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে → অায়রন, জিংক
৮৬. উদ্ভিদের পাতা হলদে হয় → নাইট্রোজেনের অভাবে
৮৭. হেপাটাটিস ' বি' ভাইরাস অাক্রমণ করে → যকৃতে
৮৮. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক → ৪ ডিগ্রি
৮৯. পেনিসিলিয়াম অাবিষ্কার করেন → অালেকজান্ডার ফ্লেমিং
৯০. মহাশূন্য থেকে পৃথিবীতে অাগত রশ্মির কণাকে বলে → কসমিক রশ্মি
৯১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম → নাথান কমিশন (১৯১২ সালে) সদস্য
ছিল : ১৩ টি
৯২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় → ১৯২১ সালে
৯৩. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব → ৬৭৬ জন
৯৪. বীরশ্রেষ্ঠ হলো → ৭ জন
৯৫. বীর উত্তম → ৬৮ জন
৯৬. বীর বিক্রম → ১৭৫ জন
৯৭. বীর প্রতীক → ৪২৬ জন
৯৮. পানিতে দ্রবীভূত হয় না → ক্যালসিয়াম কার্বনেট
৯৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান একুশে পদক পান → ১৯৮০ সালে
১০০. C.N.G ( সি.এন.জি) হলো → রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
১০১. C.N.G ( সি.এন.জি)→ Compressed Natural Gas
১০২. কোন হরমোনের অভাবে শিশু বামন হয় → থাইরক্সিন
১০৩. অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেন → লুইপাস্তুর, ১৮৮১
১০৪. ভবদহ বিল অবস্থিত → যশোরে
১০৫.' লেডি উইথ দি ল্যাম্প ' কার উপাধি → ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১০৬. পঞ্চইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী → মকবুল ফিদা হোসেন
১০৭. ফেয়ার ফ্যাক্স → মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
১০৮. অান্তর্জাতিক মানবাধিকার দিবস → ১০ ডিসেম্বর
১০৯. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদে মানবাধিকার চুক্তি
গৃহীত হয়।
১১০. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম → BTCL
১১১. শান্ত সাগর অবস্থিত → চাঁদে
১১২.রাতকানা রোগ হয় → ভিটামিন - এ অভাবে
১১৩. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম → বঙ্গকামরূপী
১১৪. ভাষার কোন রীতি পরিবর্তনশীল → চলতি রীতি
১১৫. বাংলা ভাষার লেখ্য রূপ → দুটি( সাধু এবং চলতি)
১১৬. সমুদ্র শব্দের সমার্থক → নদীকান্ত , পয়োধি , সাগর , রত্নাকর , জলধি , সিন্ধু , বরিধি , জলধর
, পাথরে , জলনিধি।
১১৭. দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন
১১৮. অম্বু শব্দের অর্থে → জল , সলিল , বারি , অপ , উদক , তোয় , পানি , নীর
১১৯. লেখার সময় বিশ্রামের জন্য অামরা যে চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন। কমা(,) ,দাঁড়ি(।)
,কোলন ( ,ড্যাস ( -)
১২০. মনমাঝি → মন রূপ মাঝি ( রূপক কর্মধারয়)
১২১. বিরাম চিহ্ন ব্যবহার করা হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
১২২. ব্যাখার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই → ভাবসম্প্রসারণ
১২৩. কোন বাগধারাটির অর্থ "চির শান্তি" → রাবনের চিতা
১২৪. ফপর দালালি বাগধারাটি → গায়ে পড়ে মাতব্বরী
১২৫. বানান : দীনতা
১২৬. সমাসের রীতি কোন ভাষা থেকে অাগত → সংস্কৃত
১২৭. পর্বত শব্দের সমার্থক → গিরি , শৈল , পাহাড় , অদ্রি , ভূধর , নগ , গিরিবাজ , সমীধর , একাধর,
ক্ষিত্রিধর।
১২৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " উক্তিটি → জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে
সুন্দর
১২৯. ইঁদুর কপালে বাগধারাটি → মন্দ ভাগ্য
১৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ → ১০টি
১৩১. বাংলা ভাষায় মাত্রাযুক্ত বর্ণ→ ৩২টি
১৩২. বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ→ ৮টি
১৩৩. গায়ে হলুদ → বহুব্রীহি সমাস
১৩৪. সূর্য শব্দের সমার্থক → রবি , তপন , অাদিত্য , সভাকর , দিবাকর , দিনেশ , দিনমনি , দিনপতি
, ভানু , মার্তন্ড , দিকবায়ু , দিত্রভানু
১৩৫. গায়ে মানে না অাপনি মোড়ল → He is a self - styled leader
১৩৬. Call a spade a spade → স্পষ্টাস্পষ্টি কথা বলা
১৩৭. The elephant is the largest Quadruped animal in the world → হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ
প্রানী
১৩৮. বর্ষা শুরু হয়েছে → The rains have set in
১৩৯. অামি এটা না করে পারলাম না → I could not help doing it
১৪০. Look before you leap → ভাবিয়া করিও কাজ
১৪১. It is raning cat and dogs → মুষলধারে বৃষ্টি হচ্ছে।
১৪২. He has killed himself → সে অাত্নহত্যা করেছে
১৪৩. Diamond cuts diamond → মানিকে মানিক চেনে
১৪৪. I am badly hard up → অামার টাকার খুব অনটন হয়েছে
১৪৫. জাতীয় সংসদের অধিবেশন অাহ্বান করেন → রাষ্ট্রপতি
১৪৬. ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার → ইসলাম খান
১৪৭. ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল → পতুর্গীজরা
১৪৮. মানুষের গড় অায়ু সবচেয়ে বেশী → জাপান
১৪৯. জাপানের পার্লামেন্টের নাম → ডায়েট
১৫০. নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় → মাউরি
১৫১. দুধে থাকে → ল্যাকটিক এসিড
১৫২. ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট
১৫৩. '' কবর '' নাটকটির রচয়িতা → মুনীর চৌধুরী
১৫৪. এপিকালচার → মৌমাছি চাষ
১৫৫. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন → ব্রেইল
১৫৬. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নি:সরনে শীর্ষ দেশ → চীন
১৫৭. ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → স্পেন
১৫৮. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → জার্মানি
১৫৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → ফ্রান্স (২য় শিরোপা)
১৬০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি অাছে → ভারতের
১৬১. কোন দেশের মুদ্রায় বৃটেনের রানীর ছবি অাছে → কানাডা
১৬২. গিন্নী → অর্ধতৎসম শব্দ
১৬৩. বাড়ি বা রাস্তার নামের পরে যতি চিহ্ন বসে → কমা
১৬৪. যার কোন মূল্য নেই '' এর সমার্থক → ঢাকের বায়া
১৬৫. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র → বিজ্ঞপ্তি
১৬৬. শুকনো → চলতি রীতির শব্দ
১৬৭. বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটি → অক্ষম ব্যাক্তির বৃথা অাস্ফালন
১৬৮. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ → প্রাপকের ঠিকানা
১৬৯. সাক্ষী গোপাল বাগধারাটি → নিষ্ক্রিয় দর্শক
১৭০. পাউরুটি → পর্তুগিজ শব্দ
১৭১. গরমিল → মিলের অভাব
১৭২. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে → কমা
১৭৩. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন → ১২টি
১৭৪. বানান → মধুসূদন দও
১৭৫. সাতসমুদ্র → দ্বিগু সমাসের সমস্ত পদ
১৭৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
১৭৭. শিরোনামের প্রধান অংশ → প্রাপকের ঠিকানা
১৭৮."ইঁদুর কপালের" এর বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
১৭৯. পর্তুগীজ শব্দ → অানারস , অালমারি , গুদাম
১৮০. তেপান্তর → দ্বিগু সমাস
১৮১. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে → উপপদ তৎপুরুষ সমাস বলে
১৮২. হাতি " শব্দের সমার্থক নয় → উরগ
১৮৩. হাতি শব্দের সমার্থক → করী , দ্বীপ , মাতঙ্গ , গজ, নাগ , কুঞ্জন, দন্তী , দ্বীরদ, হস্তী
, বারণ
১৮৪.'' কোরক '' শব্দের সমার্থক → কুঁড়ি , মুকুল , কলি , কলিকা , বউল
১৮৫. গৌরচন্দ্রিকা '' বাগধারাটি → ভূমিকা
১৮৬. মেঘ শব্দের সমার্থক → ঘন , বারিদ , জলধর , অম্বুদ , পয়োধর , নীরদ , জলদ , বলাহক।
১৮৭. সোম শব্দের অর্থ → বিধু
১৮৮. কাঁচামিঠা → যা কাঁচা তাই মিঠা
১৮৯. সমাস নিষ্পন্ন পদকে বলে → সমস্ত পদ
১৯০. একটি পত্রের প্রধান অংশ → দুইটি
১৯১. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত → ইন্দো- ইউরোপীয়
১৯২. বানান → অাকাঙ্ক্ষা , গ্রামীণ , দারিদ্র্য , দুরন্ত
১৯৩. ''বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্টতর'' এর শুদ্ধ → বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৯৪. "স্বেচ্ছাচারী ব্যাক্তি " বাগধারাটি → ধর্মের ষাঁড়
১৯৫. জোসনা → সাধুরীতি শব্দ
১৯৬. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে
→ সেমিকোলন
১৯৭. দ্বিগু সমাসে কোন পদ প্রধান → পরপদ
১৯৮. নবপৃথিবী → নব যে পৃথিবী
১৯৯. বানান → সাত্ত্বনা
২০০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় → অব্যয়
২০১. বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ → চীন
২০২. কঙ্গোর রাজধানী → ব্রাজাভিল
২০৩. ইন্টারনেটের জনক → Vinton Gray Cerf
২০৪. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় → ৮ সেপ্টেম্বর
২০৫. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী → শিরিন এবাদি
২০৬. নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী → মালালা ইউসুফ জাই ২০১৪ সালে
২০৭. দুই মহাদেশে অবস্থিত নগরী → ইস্তাম্বুল যা ট্রয়নগরী নামে পরিচিত
২০৮. সুনামীর কারন → সমুদ্রতলের ভূমিকম্প
২০৯. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়→ রঞ্জনরশ্মি।
২১০. তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক → গাজীপুর জেলার কালিয়াকৈর
২১১. ম্যালেরিয়ার ঔষধ 'কুইনিন 'পাওয়া যায় কোন গাছ থেকে → সিনকোনো
২১২. বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী → মোহাম্মদ আবদুল মোহিত
২১৩. NASA (নাসা) → মহাকাশ গবেষনা কেন্দ্র
২১৪. স্বোপার্জিত স্বাধীনতা '' স্থপতি → শামীম সিকদার
২১৫. সেপ্টেম্বর অন যশোর রোড় " রচয়িতা → এলেন গিন্সবার্গ
২১৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে → বুড়িগঙ্গা
২১৭. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে → ব্রাক্ষী লিপি
২১৮. I hardly go out after dusk → অামি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
২১৯. বাংলা ভাষার মূল উৎস → প্রাকৃত ভাষা
২২০. রেস্তোরা → ফরাসি শব্দ
২২১. বুনো → চলতি
ভাষা
২২২. বাংলাভাষায় যতি চিহ্নের প্রচলন করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২২৩. পত্রের দুটি অংশ থাকে → শিরোনাম ও পত্রগর্ভ
২২৪. বক ধার্মিক বাগধারাটি → ভন্ড
২২৫. বিড়াল তপস্বী বাগধারাটি → কপট সাধু ধার্মিক
২২৬. ব্যাঙের অাধুলি বাগধারাটি → অহংকারী ব্যক্তি
২২৭. ব্যাঙে সর্দি বাগধারাটি → মিথ্যা ভয়
২২৮. অন্ধের ষষ্ঠি বাগধারাটি → একমাত্র অবলম্বন
২২৯. আশীবিষ → আশীতে বিষ যার ( বহুব্রীহিসমাস).
২৩০. ব্যাকরণ কোন ভাষার শব্দ → সংস্কৃতি
২৩১. হিন্দি শব্দ → চানাচুর , গাং , টুপি , পানি , কুফা , জুতা
২৩২. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → ২ প্রকার
২৩৩." ফাঁকা আওয়াজে কাজ আদায় " সমার্থক বাগধারা → কথায় চিড়া ভাজা
২৩৪. হরতাল → গুজরাটি শব্দ
২৩৫. সারাংশ কোন পুরুষে লিখতে হয় → প্রথম পুরুষ
২৩৬. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় → বিলুপ্ত বর্ণের জন্য
২৩৭. পরীক্ষা → পরি + ঈক্ষা
২৩৮. ভাবের সুসংগত প্রসারণের নাম → ভাব - সম্প্রসারণ
২৩৯. সারাংশে প্রয়োজন → সরলতা, সংক্ষেপন , প্রাঞ্জলতা
২৪০. অামি তাকে দু'বছর যাবৎ চিনি → I know her for two years
২৪১. সূর্য উঠেছে → The sun is up
২৪২. It is really a vexed qusestion → এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর
প্রশ্ন
২৪৩. The clouds rolled away → মেঘ কেটে গেল
২৪৪. A little learning is a dangerous thing → অল্পবিদ্যা ভয়ংকর
২৪৫. Sathi is known to me → সাথী অামার পরিচিত
২৪৬. Time and tide wait for none → সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না।
২৪৭. Don't cry down your enemy → শত্রুকে খাটো করে দেখো না
২৪৮. সে গতকাল বাড়ি এসেছে → He came home yesterday
২৪৯. The noun form know → knowledge
২৫০. The road runs ---- hill and plain. Ans : across
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১। সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস] উত্তরঃ ৬টি।
২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬
তম বিসিএস] উত্তরঃ শুশুক।
৩। ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১
তম বিসিএস] উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
৪। সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস]
উত্তরঃ তামা ও দস্তা।
৫। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি
হয় তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস] উত্তরঃ নিয়ত বায়ু।
৬। আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস] উত্তরঃ মেঘের
অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
৭। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১,
৩০ ২৪ তম বিসিএস] উত্তরঃ ইন্টারনেট।
৮। মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম
বিসিএস] উত্তরঃ ২৩ জোড়া।
৯। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস] উত্তরঃ এডিস
মশা।
১০। রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২,
১৬ তম বিসিএস] উত্তরঃ গামা রশ্মি।
১১।গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী
হবে ? [৩০ ,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম
বিসিএস] উত্তরঃ একই খরচ হবে।
১৩। পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস] উত্তরঃ নিউট্রন
ও প্রোটন।
১৪। প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪
তম বিসিএস] উত্তরঃ জেনেটিক্স
১৫। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস]
উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ
১৬। ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি
কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩] উত্তরঃ
সমকোণী।
১৭। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
[৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫] উত্তরঃ ৯ গুণ।
১৮। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের
উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭,
’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪] উত্তরঃ ১৬ গুণ।
১৯। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের
উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮,
’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
২০। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪,
’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪] উত্তরঃ ২২/৭
২১। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি
নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ভূমি ×উচ্চতা।
২২। ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫,
’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
২৩। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির
সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
২৪। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি
নন ক্যাডার জব-’০৬, ‘১২] উত্তরঃ ৫০৫০।
২৫। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার
হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
২৬। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে?
[১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪] উত্তরঃ (√3)/4 a²
২৭। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া
এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা
কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস] উত্তরঃ ২০%
২৮। a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন
ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc
২৯। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা
কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ ৫০%
৩০। ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬,
১১, ১২, ১৫] উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।
গুরুত্বপূর্ণ সাধারণ
জ্ঞানঃ
৩১। বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮
তম বিসিএস] উত্তরঃ অস্ট্রিক।
৩২। ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস] উত্তরঃ
১৯৬৬ সালে।
৩৩। IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস] উত্তরঃ ভিয়েনা।
৩৪। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
৩৫। ’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম
বিসিএস] উত্তরঃ লন্ডন।
৩৬। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪,
২৮তম বিসিএস] উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।
৩৭। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২,
১১ তম বিসিএস] উত্তরঃ ১০ : ৬।
৩৮। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪,
১০ তম বিসিএস] উত্তরঃ সোনারগাঁও।
৩৯। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০
তম বিসিএস] উত্তরঃ ১৯২১ সালে।
৪০। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস] উত্তরঃ
বরিশাল।
৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস] উত্তরঃ
১০ ডিসেম্বর।
৪২। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস]
উত্তরঃ সেন্টমার্টিন।
৪৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ?
[২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ ১১ টি।
৪৪। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০
তম বিসিএস] উত্তরঃ ১৬১০ সালে।
৪৫। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস]
উত্তরঃ ৫৪৩।
৪৬। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭,
২৬,২২তম বিসিএস] উত্তরঃ ১৯৭৪ সালে।
৪৭। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫,
২১ তম বিসিএস] উত্তরঃ ৬০ জন।
৪৮। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস]
উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।
৪৯। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস] উত্তরঃ ইন্দোনেশিয়া।
৫০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস] উত্তরঃ
কামরুল হাসান।
৫১। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
[২৩, ২২ তম বিসিএস] উত্তরঃ তৈরি পোশাক থেকে।
৫২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস] উত্তরঃ
লালমনিরহাট জেলায়।
৫৩। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস] উত্তরঃ
১৯৮৫ সালে ঢাকায়।
৫৪। বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত
? [২০, ১৯ তম বিসিএস] উত্তরঃ ১৮ বছর।
৫৫। ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস] উত্তরঃ লিওনার্দো
দ্যা ভিঞ্চি।
বাংলাঃ
৫৬। শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস] উত্তরঃ মুমূর্ষু।
৫৭। ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস] উত্তরঃ মুনীর চৌধুরী।
৫৮। ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস] উত্তরঃ ধাতু।
৫৯। ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা
কে? [১০, ১৯ তম বিসিএস] উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।
৬০। বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস] উত্তরঃ
ভাই গিরিশচন্দ্র সেন।
৬১। বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস] উত্তরঃ
বিহারীলাল চক্রবর্তী।
৬২। ‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস] উত্তরঃ সৈয়দ মুজতবা
আলী।
৬৩। মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ পত্রকাব্য।
৬৪। রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস] উত্তরঃ কৃষ্ণকান্তের
উইল।
৬৫। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ প্রমথ
চৌধুরী।
৬৬। কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস] উত্তরঃ গোলাপ।
৬৭। ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস] উত্তরঃ
সিকান্দ্র আবু জাফর।
৬৮। সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস]
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।
৬৯। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস]
উত্তরঃ ১৯৫৫ সালে।
৭০। ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস] উত্তরঃ
হাসান হাফিজুর রহমান।
৭১। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস] উত্তরঃ
উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।
৭২। নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস] উত্তরঃ
আষঢ়।
৭৩। ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস] উত্তরঃ
ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।
৭৪। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস] উত্তরঃ
১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।
৭৫। ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬,
২৭ তম বিসিএস] উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
কে_কাকে_উপাধি_দিয়েছিল
১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে “ বিশ্বকবি ” উপাধি দিয়েছিলেন কে? উত্তরঃ
পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
২) প্রশ্নঃ শেখ মুজিবুর রহমানকে “ বঙ্গবন্ধু ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ তোফায়েল আহমেদ।
৩) প্রশ্নঃ বিহারীলাল চক্রবর্তীকে “ ভোরের পাখি ” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪) প্রশ্নঃ রাম মোহন রায় কে “ রাজা ” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ দ্বিতীয়
আকবর (মোঘল বাদশা)
৫) প্রশ্নঃ চিত্তরঞ্জন দাশ কে “ দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন কে? উত্তরঃ
বাংলার জনসাধারণ।
৬) মুকুন্দরাম চক্রবর্তী কে “ কবিকঙ্কন” উপাধি দিয়েছিলেন কে? উত্তরঃ
জমিদার রঘুনাথ রায়।
৭) প্রশ্নঃ ভারত চন্দ্র কে “ রায়গুনাকর ” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
৮) প্রশ্নঃ আব্দুল করিম কে “ সাহিত্য বিশারদ ” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)
৯) প্রশ্নঃ আব্দুল করিম কে “ সাহিত্য সাগর ” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ
নদীয়ার সাহিত্য সভা (১৯২০)
১০) প্রশ্নঃ দেবেন্দ্রনাথ ঠাকুর কে “ মহর্ষি” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ
ব্রাহ্ম সমাজ।
১১) প্রশ্নঃ দীনেশ চন্দ্র সেন কে “ রায় বাহাদুর ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ ভারত সরকার।
১২) প্রশ্নঃ গোলাম মোস্তফা কে “ কাব্য সুধাকর ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ যশোর সাহিত্য পরিষদ।
১৩) প্রশ্নঃ মালাধর বসুকে “ গুনরাজ খান ” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ
শামসুদ্দীন ইউসুফ শাহ্।
১৪) প্রশ্নঃ সুফিয়া কামাল কে “ জননী সাহসিকা ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ বাংলার মানুষ
১৫) প্রশ্নঃ ঈশ্বর চন্দ্র গুপ্ত কে “ খাঁটি বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন
কে? উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬) প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম কে “ বিদ্রোহী ” উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)
১৭) প্রশ্নঃ গোবিন্দ দাস কে “ দ্বিতীয় বিদ্যাপতি ” উপাধি দিয়েছিলেন
কে? উত্তরঃ বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস ।
১৮) প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র কে “ বিদ্যাসাগর” উপাধি দিয়েছিলেন কে? উত্তরঃ
সংস্কৃত কলেজ।
১৮) প্রশ্নঃ জীবনানন্দ দাশ কে “ নির্জনতার কবি ” উপাধি কে দিয়েছিলেন?
উত্তরঃ বুদ্ধদেব বসু।
১৯) প্রশ্নঃ ফয়জুন্নেসা কে ” নওয়াব ” উপাধি কে দিয়েছিলেন? উত্তরঃ ব্রিটিশ
সরকার।
২০) প্রশ্নঃ প্যারীচাঁদ মিত্র কে “ ডিফেন্স অব বেঙ্গল” উপাধি দিয়েছিলেন
কে? উত্তরঃ পাদ্রি লঙ।
১০ম থেকে ৪০তম
বিসিএস এর Synonyms ও Antonyms সবগুলো একসাথেঃ
Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay (আতংকিত করা) [৪০তম]
Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]
Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]
Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]
proviso (শর্ত) ----Stipulation (শর্ত) [৩৭তম]
venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]
Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]
Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]
periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ)
[৩৫তম]
Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]
permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]
Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]
Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]
Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]
Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]
Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]
Room ---- Space [৩১তম]
Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]
Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি)
[৩১তম]
pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]
precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]
Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]
Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]
Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]
Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]
Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]
Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে
কোন কিছুতে বিশ্বাস করা) [বাতিলকৃত ২৪তম]
Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃত]
Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃত]
Resentment (রাগ) ----- anger (রাগ) [২৩তম]
Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা)
[২০তম]
Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]
Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]
Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]
Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]
Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]
Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]
Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]
Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]
Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]
scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]
belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]
Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]
Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]
Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]
Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]
Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]
euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম,
৩৮তম]
Antonyms
Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচুর্য)
Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]
Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভুক্ত) [১১তম]
Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]
Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]
Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)
Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]
Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]
Recalcitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]
Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]
Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]
Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]
Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]
Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]
Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]
Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]
transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]
Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা,
প্রাণবন্ততা)
Correct
spelling
1. Achievement (2018,2013,2012,2010)
2. Accelerate (2018,12, 14)
3. Assessment(2010,14)
4. Adulteration (2018,09,13)
5. Acquiescence (2013)
6. Acclamation (2013)
7. Accessible (2005,10,11,13)
8. Agreeable (2012)
9. Agriculture (2012)
10. Ascertain (2012)
11) Accession (2011)
12) Acquaintance (2010)
13) Assignment (2010)
14) Alleviation (2010)
15) Absorb (2010)
16) Accommodation (2007)
17) Bouquet (2006,09,10,15)
18) Bureaucrat (2012,13,15)
19) Brochure (2012)
20) Believable. (2010)
21) Barrier (2010)
22) Belligerent (2009)
23) Committee (2010,15)
24) Catastrophe (09,13,14)
25) Conqueror (09,1314)
26) Collaboration (06,10,11,12 13)
27) Connoisseur (09,13)
28). Commission (08,11,12,13)
29) Contiguous (08,12)
30) Commemorate (2012)
31) Commentary (06, 07,11)
32). Conscientious (2010)
33) Ceiling (2010)
34). Constellation (08,10)
35). Chrysanthemum (2009)
36) Conspicuous (2008)
37) Conquer (2002)
38) Counsil (1990)
39) Diarrhoea (2001,2018)
40) Dysentery (06,08,10,11,14)
41) Exaggerate (2014)
42) Embarrassment (2012,13)
43) Exhilaration ( 2008,10,13)
44) Encyclopedia/ Encyclopaedia (2009,11,13)
45) Efflorescence (2008,13)
46) Explanation (2012)
47) Elementary (2010)
48) Exemplary (2009,10)
49) Education (1997)
50) Foreigner (2009,10)
51) Grievance (2008,09,10,12,13)
52) Forfeit (2008,09)
53) Guillotine (2013)
54) Grammatic (2011)
55) Humorous (2018,2013,2012)
56) Heterogeneous (06,09,13)
57) Incandescent.( 2009,13)
58) Indispensable (2011)
59) Jewellery (2010,12,13)
60) Kaleidoscope (2009,13)
61) Lieutenant (06)
62) Misspell (2013)
63) Missionary (09,13)
64). Moustache/mustache ( 2009,13)
65) Psychology (09,11,12)
66) Magnanimous (2010)
67) Occasion (08,09,10,11)
68) Possession (10,12)
69) passenger (2010)
70) professional (2010)
71) personnel ( 2007)
72) Sovereignty (2016)
73) Supersede -(2015)
74) Secretariat (2014)
75) Surveillance (09,13)
76) Sabotage (2013)
77) Satellite (09,10)
78) Sedentary (2012)
79) superstitious (09)
79) Tsunami (2015)
80) Tuition (1995)
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১.কোন ফসলের বীজ জমিতে ছিটিয়ে বুনতে হয়?-গম
২.চারা উৎপাদন না করে সরাসরি মূল জমিতে বীজ দিতে হয় কোন ধানে?-বোনা
আমন।
৩.কোন বৃক্ষের পাতা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়?-আকাশমনি।
৪.উপকূলীয় অঞ্চলের অধিক লোনা মাটিতে জন্মে কোনটি?-গরান।
৫.প্রতি ১ লিটার দুধ উৎপাদনে গাভীকে প্রতিদিন দানাদার খাদ্য দিতে হবে
কত কেজি?-০.৫ কেজি।
৬.বাংলাদেশের বদ্ধ জলাশয়ের মোট আয়তন কত?-৬.৭৮ লক্ষ হেক্টর
৭.কুয়াশাচ্ছন্ন অবস্থায় কোন ধরনের রোগ বেশি হয়?-লেইট ব্লাইট।
৮.১৫ মাসে ভেড়া বাচ্চা দেয় কতবার?-২ বার।
৯.চুন প্রয়োগের যতদিন পর হাঁস-মুরগির বাচ্চা মজুদ করতে হবে কতদিন?-৭দিন।
১০.আকার অনুযায়ী খামারকে ভাগ করা হয় কয় ভাগে?-২ ভাগে।
১১.কোন পোকা ভাইরাস রোগ ছড়ায়?-জাব।
১২.ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষের নাম কী?-সুন্দরী।
১৩.আংশিক শক্ত কাঠ প্রদায়ী প্রজাতি কোনটি?-হরীতকী।
১৪.পাহাড়ি বনের প্রধান বৃক্ষ কোনটি?-সেগুন।
১৫.পালংশাকে কোন ধরনের আক্রমণ দেখা দেয়?-উড়চুঙ্গা।
১৬.বোরো মৌসুমে ধানের বীজ জাগ দিয়ে রাখতে হয় কত ঘন্টা?-৭২ ঘন্টা।
১৭.বাংলাদেশে ভেড়া পালন করা হয় মূলত কীসের জন্য?-মাংসের জন্য।
১৮.দেশি জাতের বাছুরের জন্মকালীন গড় আদর্শ কত?-১৫-২০ কেজি।
১৯.সমতল ভূমির বন রয়েছে কোন জেলায়?-টাঙ্গাইল জেলায়।
২০.সমবায় কাদের জন্য নিজস্ব পেশাগত সংগঠন?-কৃষকদের।
বাংলা ব্যাকরণে
সংখ্যাঃ
১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন
সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান,
সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ,
অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার। যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়,
দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি)
, ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ
ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত
প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি,
অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ ,
ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক
।
৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব,
দেশি, বিদেশি ।
৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক,
অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত,
মাত্রাবৃত্ত
৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার
।
৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা,
অনুজ্ঞা
৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক,
ক্রমবাচক, তারিখ বাচক ।
৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা:
সমাপিকা ও অসমাপিকা ।
৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়?
= ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ,
অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
৭৪। বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
৭৫। বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি
বাংলা ব্যাকরণের
মৌলিক কিছু প্রশ্নোত্তরঃ
১। ভাষার মূল উপকরণ বাক্য।
২। ভাষার মূল উপাদান ধ্বনি।
৩। ভাষার মৌলিক উপাদান শব্দ।
৪। বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
৫। ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
৬। শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
৭। উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
৮। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
৯। যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি , বি।
১০। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ
বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
১১। বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
১২। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
১৩। ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
১৪। বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
১৫। সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন সম্পাদন
।
১৬। ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠন
সাধারণ জ্ঞানঃ
১.ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?-নিউইয়র্ক।
২.বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?-ভুটান।
৩.নিউজিল্যান্ডের রাজধানী কোথায়?-ওয়েলিংটন।
৪.লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোথায়?-ভারত।
৫.জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?-জেনেভা।
৬.বিশ্বের প্রথম ই-পাসপোর্ট চালু করে কোন দেশ?-মালয়েশিয়া।
৭.আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখ?-১০ ডিসেম্বর।
৮.হারারে’র পূর্ব নাম কী?-সলসব্যারি।
৯.ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?-মরক্কো।
১০.আন্তর্জাতিক নারী দিবস কবে?-৮ মার্চ।
১১.বুলগেরিয়ার রাজধানীর নাম কী?-সোফিয়া।
১২.নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন?-ফ্রান্স।
১৩.টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় কত সালে?-২০০৭ সালে।
১৪.ফোর্থ এস্টেট বলতে কী বোঝায়?-সংবাদপত্র।
১৫.আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় কত?-১৮০ ডিগ্রি বরাবর।
১৬.বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?-সুইজারল্যান্ড।
১৭.নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশের?-ভারত
১৮.গণচীনের প্রতিষ্ঠাতা কে?-মাও সে তুং।
১৯.পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?-সুইডেন।
২০.ভারতের বিমানবাহিনী এর বর্তমান প্রধান কে?-এয়ার মার্শাল রকেশ কুমার
সিং ভাদৌরিয়া।
২১.যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে
কী বলা হয়?-রানিংমেট।
ব্যতিক্রমধর্মী
বাংলা শব্দার্থঃ
১) সালতি-- ছোট ডিঙ্গি নৌকা
২) প্রদোষ-- সন্ধ্যা
৩) কূপমণ্ডূক-- কুনোব্যাঙ
৪) আহব-- যুদ্ধ
৫) সওগাত-- উপহার
৬) হোমাগ্নি-- আগুন
৭) মুঢ়োতা-- কুসংস্কার
৮) বামেতর-- ডান
৯) সায়র—দিঘি
১০) পার্বণ—উৎসব
১১) লেফাফা—মোড়ক
১২) আদিখ্যেতা—ন্যাকামি
১৩) চয়ন—সম্ভার
১৪) অর্ঘ — মূল্য কিন্তু অর্ঘ্য- পূজার উপকরণ
১৫) সোপান—সিঁড়ি
১৬) মূঢ়তা—অনভিজ্ঞতা
১৭) অনিন্দ্য--নিখুঁত
১৮) নির্নিমেষ–অপলক
১৯) বায়স–কাক
২০) খেচর—পাখি
২১) প্রথিতযশা—খ্যাতনামা
২২) আদ্যোপান্ত—আগাগোড়া
২৩) অভিরাম—সুন্দর
২৪) আভরণ—অলংকার কিন্তু আবরণ--ঢাকনি
২৫) উপাদান—উপকরণ কিন্তু উপধান-- বালিশ
২৬) অনীক-- সৈনিক
২৭) উপরোধ-- অনুরোধ
২৮) শুখো--অনাবৃষ্টি কিন্তু হাজা - অতিবৃষ্টি
২৯) কুম্ভিলক - নকলবাজ
৩০) শীকর -- বৃষ্টির জল/জলকণা
৩১) কোকনদ--লাল পদ্ম।
৩২) নীর--পানি কিন্তু নীড়--পাখির বাসা
৩৩) মক্ষিকা--মাছি।
৩৪) পাণি--হাত।
৩৫) ওদন - অন্ন, খাবার
৩৬) সমীরণ--বাতাস
৩৭) পরার্থ– পরোপকার
৩৮) রম্ভা--কলা
৩৯) পনস-- কাঁঠাল
৪০) বুধ--জ্ঞানী
৪১) তাঞ্জাম--পালকি
৪২) আকাল -- দুর্ভিক্ষ।
৪৩) মার্জার -- বিড়াল।
৪৪) অভিনিবেশ -- মনোযোগ।
৪৫) নির্মোক -- সাপের খোলস।
৪৬) শ্বশ্রু - শাশুড়ি কিন্তু শ্মশ্রু --গোঁফদাড়ি।
৪৭) জঙ্গম - গতিশীল ।
৪৮) বহুব্রীহি - বহু ধান।
৪৯) অপলাপ - অস্বীকার
৫০) কিরীট - মুকুট কিন্তু কিরীটিনী - মুকুট ভূষিত।
৫১) কৌমুদি - জোৎস্না।
৫২) কুমুদ -পদ্ম।
৫৩) ঈদৃশ - এই রকম কিন্তু তাদৃশ - সে রকম।
৫৪) বারীন্দ্র - সমুদ্র।
৫৫) সমভিব্যাহারে - সঙ্গে নিয়ে।
৫৬) মৃগয়া - বনে গিয়ে হরিণ শিকার।
৫৭) আততায়ী - গুপ্তঘাতক।
৫৮) কুক্কুট-- মুরগী।
৫৯) বেসাতি - কেনা বেচা।
৬০) অরবিন্দ -- পদ্ম
৬১) মকর - সমুদ্র।
৬২) নীপবৃক্ষ - কদম গাছ।
৬৩) রসাল - আম।
৬৪) বারিধি - সমুদ্র।
৬৫) আঁশটে - মাছের আঁশের গন্ধযুক্ত।
৬৬) মীনসন্তান - মাছ।
৬৭) ওয়াগণ - মালগাড়ি।
৬৮) আরক্ত - লালচে।
৬৯) বর্ষীয়সী - অতিশয় বৃদ্ধা।
৭০) রায়ট - দাঙ্গা।
৭১) আদমশুমারী - লোক গণনা পদ্ধতি।
৭২) সৎকার-- আপ্যায়ন।
৭৩) বহিত্র - নৌকা।
৭৪) দামিনী - বিদ্যুৎ।
৭৫) জলধি - সমুদ্র।
৭৬) বিবর্ধন - উত্তেজনা।
৭৭) বিরাগী - উদাসীন।
৭৮) বীচী - তরঙ্গ।
৭৯) খপোত - উড়োজাহাজ।
৮০) রাতুল - লাল।
৮১) উর্ণনাভ - মাকড়সা।
৮২) নির্বন্ধ - বিধান।
৮৩) শম্বর - হরিণ।
৮৪) গোকুল - গরু জাতি।
৮৫) মকমক - ব্যাঙের ডাক।
৮৬) পল্লবগ্রহিতা - ভাসা ভাসা জ্ঞান।
৮৭) অভিধান- শব্দার্থ।
৮৮) গবাক্ষ - জানালা।
৮৯) মার্তন্ড - সূর্য।
৯০) অনল--আগুন কিন্তু অনিল--বাতাস
৯১) পাবক-- আগুন কিন্তু পবন অর্থ--বাতাস
৯২) ক্ষণদা--রাত কিন্তু ক্ষণপ্রভা-- বিদ্যুৎ
৯৩) নিশা--রাত কিন্তু নিশাকর/নিশাকান্ত-- চাঁদ
৯৪) রজনী--রাত কিন্তু রজনীকান্ত-- চাঁদ
৯৫) মৃণাল--পদ্ম কিন্তু মৃগাঙ্ক-- চাঁদ
৯৬) কুমুদ--পদ্ম কিন্তু কুমুদনাথ--চাঁদ
৯৭) ভবন--ঘর কিন্তু ভূবন-- পৃথিবী
৯৮) ভূ--পৃথিবী কিন্তু ভূধর--পাহাড়
৯৯) মহী-- পৃথিবী কিন্তু মহীধর-- পাহাড়
১০০) কল্লোল--ঢেউ কিন্তু কল্লোলিনী—নদী
আরো গুরুত্বপূর্ণ
কিছু শব্দার্থঃ
১) অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক ।
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া
হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে
।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে
।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা ।
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা ।
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ ।
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুন্ডলিক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে
নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক ।
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ ।
৯১ ) ‘ হায়দর ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঘ্র / সিংহ ।
৯২ ) ‘ বহিত্র ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা ।
৯৩ ) ‘ অদ্রি ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৯৪ ) ‘ শরণি ’ শব্দের অর্থ কি ? ➫ সড়ক / পথ ।
৯৫ ) ‘ শীকর ’ শব্দের অর্থ কি ? ➫ জলকন্যা ।
৯৬ ) ‘ শীল ’ শব্দের অর্থ কি ? ➫ চরিত্র ।
৯৭ ) ‘ আভরণ ’ শব্দের অর্থ কি ? ➫ অলংকার ।
৯৮ ) ‘ দামিনী ’ শব্দের অর্থ কি ? ➫ বিদ্যুৎ ।
৯৯ ) ‘ বেসাতি ’ শব্দের অর্থ কি ? ➫ কেনাবেচা ।
১০০ ) ‘ সৎকার ’ শব্দের অর্থ কি ? ➫ সমাদর / আপ্যায়ন
যেকোনো চাকরির
পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১। বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির
তালিকায় রবীন্দ্রনাথের স্থান কততম ?– ২য় (প্রথম – বঙ্গবন্ধু )।
২। রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?– ২বার (১৮৯৮ ও ১৯২৬)।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে আসেন?– ১৯২৬ সালে।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ১ম বক্তৃতার নাম কি?–
The Meaning of Art.
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে কার্জন হলে ২য় বক্তৃতার নাম কি?–
The Rule of the Giant.
৬। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?– ১৯৩৬
সালে।
৭। ‘আশীর্বাদ কর – তোমার স্মৃতি যেন তরুণ এই মুসলিম হলের অন্তরে চিরদিন
রস ও নবনব কর্মপ্রেরণা সঞ্চার করে’- রবীন্দ্রনাথকে এই প্রার্থনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা করেছিল?
১৯২৬ সালে ১০ ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম বর্তমান সলিমুল্লাহ হলের ছাত্ররা।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ
কোন গীতিকবিতা রচনা করেছিল? – বাসন্তিকা (প্রথম পঙক্তি – এই কথাটি মনে রেখো /তোমাদের
এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়)।
৯। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল? – ৯টি (ভানুসিংহ ঠাকুর,
অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচর
দেবশর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা, শ্রীমতি মধ্যমা)।
১০। কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা
করেন ?– রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন
বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।
১১। ’বঙ্গভঙ্গ বিক্ষোভ’ প্রামান্য চিত্রের পরিচালক কে?– রবীন্দ্রনাথ।
১২। ১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং
একটি কাব্য রচনা করেন তার নাম কি?– সোনার তরী।
১৩। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেন ?– রবীন্দ্রনাথ (২৯৮ টি)।
১৪। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?– চু চেন তান।
১৫। রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?– ১৯৩৬
সালে।
১৬। রবীন্দ্রনাথকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয়
?– ১৯৪০ সালে।
১৭। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?–
১৯১৩ সালে।
১৮। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?– শেষ বয়সের প্রিয়া।
১৯। আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?– ভিক্টোরিয়া
ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য)।
২০। ‘’আজি এ প্রভাতে রবির কর / কেমনে পশিল প্রাণের পর’’- পঙক্তিটি কার
?– রবীন্দ্রনাথ ঠাকুর (নির্ঝরের স্বপ্নভঙ্গ)।
২১। শান্তিনিকেতন/ ব্রহ্মচর্যাশ্রম কতসালে প্রতিষ্ঠিত করে ?– ১৯০১ সালে
(কলকাতার অদূরে বোলপুরে)।
২২। হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা
করেন ?– রাখিবন্ধন।
২৩। ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী”- উক্তিটি কার
?– রবীন্দ্রনাথের।
২৪। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যসংকলনের নাম কি?– সঞ্চয়িতা।
২৫। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে কোন কাব্য উৎসর্গ করেন ?– বসন্ত (গীতিনাট্য)।
নজরুল রবীকে – সঞ্চিতা।
২৬। রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?– ১৩ টি।
২৭। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?– পিরালি ব্রাহ্মণ।
২৮। পারিবারিক উপাধী ?– কুশারী।
২৯। রবীন্দ্রনাথ তাঁর পিতা-মাতার কততম সন্তান?– চতুর্দশ সন্তান এবং
অষ্টম পুত্র।
৩০। গীতাঞ্জলি প্রকাশিত হয়?– ১৯১০ সালে।
৩১। ‘Songs of Offerings’- নামে প্রকাশিত হয়?– ১৯১২সালে।
৩২। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায়?– ১৯১৩ সালে।
৩৩। ‘গীতাঞ্জলি‘- এর ভূমিকা লেখেন?– ইংরেজি কবি ডব্লিউ বি ইয়েটস।
৩৪। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
গান?–‘বাংলার মাটি বাংলার জল’।
৩৫। “আমার সোনার বাংলা”- গগণ হরকরার সুরের অনুকরণে রচনা করেন কে?–রবীন্দ্রনাথ।
৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস?– করুণা (১৮৭৭-৭৮)।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ?– কবিকাহিনী (১৮৭৮)।
৩৮। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য?– বাল্মীকি প্রতিভা
(১৮৮১)।
৩৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ?– য়্যুরোপ প্রবাসীর
পত্র (১৮৮২)।
৪০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?– বৌঠাকুরাণীর হাট
(১৮৮৩)।
৪১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিতপ্রবন্ধগ্রন্থ?– বিবিধ প্রসঙ্গ
(১৮৮৩)।
৪২। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস?– চোখের
বালি।
৪৩। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম?– জীবন স্মৃতি ও ছেলেবেলা।
৪৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম?– শব্দতত্ত্ব।
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প?– ভিখারিনী।
৪৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস?– করুণা।
৪৭। কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উৎসর্গ করেন?– চার অধ্যায়।
৪৮। রবীন্দ্রনাথ নাইট উপাধি পান?– ১৯১৫ সালে। ত্যাগ করেন – ১৯১৯ সালে।
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন?– মহাত্ম গান্ধী।
৫০। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন?– বহ্মবান্ধব
উপাধ্যায়।
৫১। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন?– ক্ষিতিমোহন
সেন।
৫২। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন?– চীনা
কবি চি-সি-লিজন।
৫৩। শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয়?– ২৪ মার্চ, ২০০৪ সালে।
৫৪। বাংলা ছোটগল্পের জনক বলা?– রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৫৫। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে
নিয়ে ডাকটিকেট প্রকাশ করে?– ব্রাজিল।
৫৬। রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে?– চীন।
৫৭। বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে?– ৫০তম মৃত্যুবার্ষিকীতে,
৭ আগস্ট, ১৯৯১ সালে।
৫৮। রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন?— চয়নিকা।
৫৯। রবীন্দ্রনাথ এর রাজর্ষি -উপন্যাস
৬০। রবীন্দ্রনাথ এর “উৎসর্গ” কি ?— ১ টি কাব্যগ্রন্থ।
৬১। গীতাঞ্জলী কয়টি গানের সংকলন?– ১৫৭ টি।
৬২। রবীন্দ্রনাথ এর কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী ?— নষ্টনীড়।
৬৩। রবীন্দ্রনাথ এর কোন গল্পটি উপন্যাসধর্মী?— চতুরঙ্গ।
৬৪। “চার অধ্যায়” কোণ ধরনের উপন্যাস?— রাজনৈতিক।
৬৫। রবীন্দ্রনাথ এর কোন নাটকের প্রথম নাম ছিল পথ ?— মুক্তধারা।
৬৬। “কালান্তর” রবীন্দ্রনাথ এর কি ?– ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক
প্রবন্দের সংকলন।
৬৭। রবীন্দ্রনাথ এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?— সভ্যতার সঙ্কট।
৬৮। রবীন্দ্রনাথ এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ?— বিশ্ব পরিচয়।
৬৯। রবীন্দ্রনাথ এর চিরকুমার সভা কি ? — ১ টি কৌতুক নাটক।
৭০। রবীন্দ্রনাথ এর আত্মজীবনী কোনটি?— জীবনস্মৃতি।
৭১। রবীন্দ্রনাথ এর ‘নটির পূজা’- নাটকটি কোন ধর্মের কাহিনী ?— বুদ্ধ
ধর্ম।
৭২। “মানুষের উপর বিশ্বাস হারানো পাপ”- এটা কোন গদ্যরচনা এর লাইন?–
সভ্যতার সংকট।
৭৩। ‘ছিন্নপত্র’ কাকে লেখা চিঠি এর সমাহার?— ভাতিজি ইন্দিরা দেবী।
৭৪। “পঞ্চভূত”- রবীন্দ্রনাথ এর কি ?— প্রবন্ধ গ্রন্থ।
৭৫। “সে”- রবীন্দ্রনাথ এর কি ?–গল্প গ্রন্থ।
৭৬। ‘নষ্টনীড়’ কি?– রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী ছোটগল্প।
৭৭। রবীন্দ্রনাথ ৪ টি পত্রিকা সম্পাদনা করেন?— সাধনা+ভারতি+বঙ্গদর্শন+তত্ত্ববোধনী।
৭৮। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ?— শেষ লেখা (১৯৪১) এবং ছড়া
(১৯৪১)।
৭৯। রবীন্দ্রনাথের নাটক সমূহ?– রক্তকরবী, তাসের দেশ, ডাকঘর, বসন্ত,
চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুন্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত
ইত্যাদি।
৮০। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?– সিরাজগঞ্জের
শাহাজাদপুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে।
দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
১.বাংলাদেশে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?-বুলবুল
২.মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টন সিতারা বেগম কোন খেতাবে ভূষিত
হন?-বীরপ্রতীক।
৩.দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা কে?-আবদুল লতিফ
৪.বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে –-পরিকল্পনা মন্ত্রণালয়
৫.বাংলাদেশে প্রচলিত প্রাইজবন্ডের ইউনিট মূল্য কত?-১০০ টাকা
৬.ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত?-১২০
৭.বাংলাদেশের পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে কত সালে?-২০২১
৮.রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?-সার্বভৌমত্ব
৯.সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত?-রাঙামাটি
১০.নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?-যুক্তরাষ্ট্র
১১.বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?-সেবা খাত
১২.ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কী?-ইউরো
১৩.২০২৩ সালের আইসিসি বিশ্ব অনুষ্ঠিত হবে কোন দেশে –-ভারত
১৪.বাংলায় ফকির আন্দোলনের নেতা ছিলেন কে?-মজনু শাহ
১৫.২০১৯ সালের অস্কার বিজয়ী চলচিত্র কোনটি?-গ্রিন বুক
১৬.নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?-ট্যারিফ কমিশন
১৭.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?-রাজশাহী
১৮.ওয়ানগালা উৎসব কোন নৃ-গোষ্ঠী পালন করে?-গারো
১৯.আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় কোন দেশ?-ইয়েমেন।
২০.কোনটির স্থপতি লুই আই কান –-জাতীয় সংসদ
যে সালগুলো বার
বার পরীক্ষায় আসেঃ
১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।
২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।
৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।
৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।
৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।
৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু =১৮০১ ।
৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।
৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা
রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।
৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।
১০ । লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩।
১০। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় > ১২০৪
সালে।
১২। ষাট গম্বুজ মসজিদ-খান জাহান আলী (বাগেরহাট)।
১৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।
১৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।
১৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।
১৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন
লাভ= ১৫৫৬।
১৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০ ।
১৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।
১৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।
২০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।
২১। লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ = ১৮৫৬।
২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ
+ কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে।
২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ= ১৮৬০।
২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্য প্রকাশ + আমেরিকা
গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।
২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।
২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি
+ ১৮৬৩ ।
২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত =
১৮৬৫।
২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।
২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান= ১৮৯৩ ।
৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬ ।
৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।
৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।
৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে।
৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।
৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।
৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।
৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।
৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।
৪০। গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন
শুরু > ১৯১৩।
৪১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ = ১৯১৪।
৪২। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬।
৪৩। লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের
অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর
ঘোষণা( ইহুদি রাষ্ট্র) = ১৯১৭।
৪৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত
পত্রিকা প্রকাশ >> ১৯১৮ ।
৪৫। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট
উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।
৪৬। বঙ্গবন্ধুর জন্ম >> ১৯২০।
৪৭। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু
মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন>>> ১৯২৩।
৪৮। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা= ১৯২৬ ।
৪৯। শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ >> ১৯২৭।
৫০ । আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার = ১৯২৮ ।
৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।
৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।
৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন
=১৯৪০ সালে।
৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১।
৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।
৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে = ১৯৪৪
।
৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক
বোমা ফেলা + সবুজ বিপ্লব > ১৯৪৫।
৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা
+ আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।
৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম
পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা
+ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+
মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮।
৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব
+ কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।
৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র
বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।
৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা
=১৯৫২ সালে।
৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা-
হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) = ১৯৫৩ ।
৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে
বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪।
৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম
আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫।
৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি
প্রদান = ১৯৫৬।
৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন
+ ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ ।
৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।
৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০।
৭০। শিক্ষা আন্দোলন- ১৯৬২ ।
৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের
গঠন = ১৯৬১
৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।
৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।
৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।
৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।
৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন > ১৯৭২।
বঙ্গবন্ধু সম্পর্কে
১০০টি প্রশ্নোত্তরঃ
১। ‘মুজিব বর্ষ’ কী? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
(জন্ম ১৭ মার্চ ১৯২০)।
২। মুজিব বর্ষের সময়কাল কত? উত্তর: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।
৩। ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।
৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: তেজগাঁও
পুরাতন বিমানবন্দর, ঢাকা।
৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন
কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের
কোন বিভাগ? উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি
ওয়েবসাইটের নাম কী? উত্তর: www.mujib100.gov.bd
৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? উত্তর: সব্যসাচী হাজরা।
১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? উত্তর: প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।
১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে? উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয়
প্যারেড স্কয়ারে)।
১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের
সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর: ৪০তম।
১৩। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ১ মার্চ।
১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক
মুদ্রা প্রকাশ করবে?
উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের
একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।
১৫। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত
হ্য়ওয়ার কথা ছিল কবে? উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।
১৬। ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা
হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার? উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক
বন্দ্যোপাধ্যায়।
১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।
১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়? উত্তর: ‘মুজিব বর্ষ’
উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?
১৯। মুজিব শব্দের অর্থ কী? উত্তর: উত্তরদাতা।
২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: ফরিদপুর
জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।
২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? উত্তর: ১৭ মার্চ
১৯২০।
২২। ১৭ মার্চ কী দিবস? উত্তর: জাতীয় শিশু দিবস।
২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী? উত্তর: শেখ লুৎফর রহমান।
২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী? উত্তর: সায়েরা খাতুন।
২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল? উত্তর: খোকা।
২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী? উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম
রেণু)।
২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? উত্তর: গিমাডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে।
২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে? উত্তর: গোপালগঞ্জ
সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।
২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? উত্তর: কলকাতার ইসলামিয়া
কলেজ থেকে।
৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? উত্তর: ১৯৪৭ সালের
সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।
৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? উত্তর: কলকাতার
বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।
৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী? উত্তর: মাওলানা আজাদ কলেজ।
৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? উত্তর:
১৯৪৯ সালের এপ্রিল মাসে।
৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? উত্তর:
১৪ আগস্ট ২০১০।
৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ
মিশনারি স্কুলে পড়ার সময়।
৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।
৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? উত্তর: ১১ মার্চ
১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)
৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? উত্তর: ১৯৪৮ সালের
৪ জানুয়ারি।
৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম
লীগের কোন পদে ছিলেন? উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।
৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? উত্তর: ৯
জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।
৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত
হন? উত্তর: গোপালগঞ্জ।
৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? উত্তর:
কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।
৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? উত্তর: ১৯৬৬ সালের
১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।
৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়? উত্তর:
১৯৬৮ সালের ১ জানুয়ারি।
৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী? উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা
বনাম শেখ মুজিব ও অন্যান্য’।
৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? উত্তর: ১৯৬৮ সালের ১৯
জুন (ঢাকা সেনানিবাসে)।
৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।
৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন? উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
(লাহোরে)।
৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন? উত্তর: ১৯৬৬
সালের ২৩ মার্চ
৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন? উত্তর:
১৯৬০ সালে।
৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? উত্তর:
১৯৬৪ সালের ১১ মার্চ।
৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া
হয়? উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? উত্তর: ১৯৬৯
সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।
৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? উত্তর: তৎকালীন ডাকসুর
ভিপি তোফায়েল আহমেদ।
৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন? উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।
৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত
করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের
জনসভায়।
৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন
প্রতীক পছন্দ করেন? উত্তর: নৌকা।
৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়? উত্তর: ৩ মার্চ ১৯৭১
(উপাধি দেন আ স ম আবদুর রব)।
৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।
৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: রেসকোর্স
ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? উত্তর: ৭ মার্চের ভাষণে।
৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? উত্তর: ৪টি।
৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী
নামে প্রচারিত হতো? উত্তর: বজ্রকণ্ঠ নামে।
৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ
প্রথম প্রহরে।
৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? উত্তর: ২৬
মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।
৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান।
৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? উত্তর:
১২ বছর।
৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন? উত্তর: অন্নদাশঙ্কর
রায়।
৭০। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা? উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।
৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে
বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।
৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে
আসেন? উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।
৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান? উত্তর: ইংল্যান্ড
(লন্ডন)।
৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী
এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।
৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? উত্তর:
দিল্লি (ভারত)।
৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? উত্তর: ভারতের রাষ্ট্রপতি
ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ
প্রত্যাবর্তন দিবস)।
৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয়
পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।
৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? উত্তর: ১২
জানুয়ারি ১৯৭২।
৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? উত্তর: ৬
ফেব্রুয়ারি ১৯৭২।
৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।
৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ
১৯৭৩) ঘোষণা করেন? উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।
৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।
৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের
জন্য আলজেরিয়া যান? উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।
৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? উত্তর: মিয়ানওয়ালি
কারাগার।
৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের
নাম কী? উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।
৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? উত্তর:
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।
৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে
স্বীকৃতি দেয়? উত্তর: ১৩০টি।
৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী,
কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।
৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? উত্তর: অসমাপ্ত আত্মজীবনী
(প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।
৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়? উত্তর: ১৩টি (সর্বশেষ
ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)
৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? উত্তর: কারাগারের রোজনামচা
(প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।
৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর: ২টি (সর্বশেষ
অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।
৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী? উত্তর: আমার দেখা নয়াচীন
(প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।
৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?
উত্তর: শেখ মুজিব আমার পিতা।
৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? উত্তর: এবিএম মূসা।
৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট
(১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।
৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? উত্তর: ১২ মার্চ
১৯৯৭।
৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? উত্তর: ২০১০ সালের ২৭
জানুয়ারি।
১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?
উত্তর: ৬ জনের।
(সমাপ্ত)
পরের পর্বের
জন্যে অপেক্ষা করুন।
অন্যান্য পর্বগুলো
দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
(১)
১০০তম পর্ব- প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-১
(২)
১০১তম পর্ব- প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-২
(৩)
১০২তম পর্ব- প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-৩
বিগত বছরগুলোর সকল পর্ব একসাথে
দেখতে চাইলে BBC এর উপর ক্লিক করুন।
No comments:
Post a Comment