BOU

Friday, January 15, 2021

বিসিএস প্রিলিতে ২০০ নম্বর পাওয়ার কৌশল

 

বিসিএস প্রিলিতে ২০০ নম্বর পাওয়ার কৌশল


Md. Izabul Alam

Director

BBC (Bangladesh BCS Coaching)

কিছু কথাঃ সরকারি একটা চাকরি পাওয়া এখন সোনার হরিণের মতো। তবু আবার বিসিএস ক্যাডার। আমার ছাত্র জীবনের সবচেয়ে বড় একটা শখ ছিল প্রশাসনে বিসিএস ক্যাডার হবো। আমি প্রথম ২৫তম বিসিএস প্রিলি পরীক্ষা দেই। প্রথমেই প্রিলি পাশ করি। এরপর লিখিত পাশ করে ভাইভা পর্য়ন্ত উপস্থিত হই। ভাইভায় উত্তীর্ণ হতে না পেরে পরবর্তীতে ২৭তম দুই বার ভাইভা দেই। সেখানেও ভাইভায় উত্তীর্ণ হতে পারি নাই। পরে আমার কাছে মনে হলো আমি সবচেয়ে কম মেধাবী ছাত্র। তবে বিসিএস এর সেই প্রস্তুতি পরবর্তীতে সরকারি অন্যান্য চাকরি পেতে খুব সহজ হয়েছে। যাই হোক আমাদের সময়ে একটু যারা ভাল ছাত্র ছিল তারা ১ম শ্রেণি ও ২য় শ্রেণির বিভিন্ন পদে এখন চাকরি করছে। এখন যেমন চাকরি পরীক্ষার বিভিন্ন বই বের হয়েছে সেসময় কিন্তু এতো কিছু ছিল না। আমরা শুধুই মূল বই পড়তাম। আর বাজার থেকে সাধারণ মানের একটা বই অনুসরন করতাম। এখন তথ্য প্রযুক্তির যুগে প্রশ্নের ধরণ অনেকটা পাল্টে গেছে। তবে বাংলা ব্যাকরন, ইংলিশ গ্রামার, সাহিত্য ও ইতিহাস বিষয়ক প্রশ্ন গতানুগতিক। এগুলো একবার আয়ত্ব করতে পারলে সারা জীবন সব চাকরি পরীক্ষায় কাজে লাগবে। শুধু নতুনত্ব আসে নিত্য দিনের সাধারণ জ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন। গণিতও গতানুগতিক তবে ধরণটা শূধু পাল্টে দেয়।

প্রিলিতে ২০০ নম্বরের প্রশ্নোত্তর কমন পেতে নিচে গিয়ে BBC-তে ক্লিক করুন।

বিসিএস পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসে তা নিম্নে আলোচনা করা হলো।

 (১)  বাংলা ৩৫ নম্বরঃ

বাংলা ৩৫ নম্বরের মধ্যে বাংলা ভাষা থেকে থাকবে ১৫ নম্বরঃ

যে বিষয়গুলো দেখবেনঃ

বানান শুদ্ধকরণ, পরিভাষা, সমার্থক শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, প্রত্যয়, সমাস, সন্ধি।

বাংলা সাহিত্য থেকে ২০ নম্বরঃ

প্রাচীন যুগ- চর্যাপদ

মধ্যযুগ-শ্রীকৃষ্ণকীর্তন , পদাবলী , লোকসাহিত্য , আরাকান রাজসভায় বাংলা সাহিত্য

আধুনিক যুগ

২০ টা টপিক পড়বেন। ৫টি সিউর আসবে, বেশিও আসতে পারে।

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২. রবীন্দ্রনাথ ঠাকুর

৩. কাজী নজরুল ইসলাম

৪. জসীম উদদ্দীন

৫. শামসুর রহমান

৬. বেগম রোকেয়া

৭. প্রমথ চৌধুরী

৮. মাইকেল মধুসূদন দত্ত

৯. দীনবন্ধু মিত্র

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১১. মীর মোশাররফ হোসেন

১২. জীবনানন্দ দাশ

১৩. হাসান হাফিজুর রহমান

১৪. সেলিম আল দীন

১৫. শওকত ওসমান

১৬. হুমায়ুন আহমেদ

১৭. নির্মলেন্দু গুণ

১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন

২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ

(২)  ইংরেজি ৩৫ নম্বরঃ

যে বিষয়গুলো পড়বেনঃ

ইংরেজি_ভাষা 20 marks:

1. Parts of speech –Noun, Number, Participle, Adverb, Preposition

2. Phrase & Idioms

3. Clause

4. Correction

5. Voice, Narration

6. Spelling

7. Condition

8. Agreement

9. Tense

ইংরেজি_সাহিত্য 15 marks:

1. Literary terms

2. Period of English Literature

3. William Shakespeare

4. Romantic Age

5. G.B Shaw

6. W.B Yeats

7. Thomas Gray

8. লেখকদের বিখ্যাত উক্তি

9. উপাধি

(৩) বাংলাদেশ বিষয়াবলী ৩০ নম্বরঃ

বাংলাদেশ বিষয়াবলির জন্য যেসব অংশে গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো:

• ব্রিটিশ শাসনামলের নানা বিদ্রোহ ও গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন, সিপাহী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি;

• ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা। যেমন, বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব, জিন্নাহর ১৪ দফা, ভারত স্বাধীনতা আইন ইত্যাদি;

• ১৯৪৭ থেকে ১৯৭২ পর্যন্ত সময়ের ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে;

• বাংলাদেশের মানচিত্র, বিশেষ করে বিভিন্ন বিভাগ/জেলার অবস্থান ও উল্লেখযোগ্য ইতিহাস;

• জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা ও ইতিহাস এবং বর্তমান প্রধানদের নাম;

• বাংলাদেশের সংবিধান;

• বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা;

• নানা সূচকে বাংলাদেশের অবস্থান;

• সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন ঘটনা।

যে বিষয়গুলোর উপর বেশী গুরুত্ব দিবেনঃ

১. মুঘল আমলে বাংলাদেশ

২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অামলে সংস্কার, উন্নয়ন ও অান্দোলন

৩. ভাষা অান্দোলন

৪. ছয় দফা

৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর

৬. কৃষি

৭. সংবিধান

৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন

৯. সংস্কৃতি ও খেলাধূলা

১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী

১১. অর্থনীতি

 (৪)  আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বরঃ

আন্তর্জাতিক বিষয়াবলির জন্য যেসব অংশে গুরুত্ব দিতে হবে, সেগুলো হলো:

• আন্তর্জাতিক যুদ্ধগুলোর ইতিহাস। যেমন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি;

• জাতিসংঘ ও এর অঙ্গসংস্থানগুলোর উত্থান, দায়িত্ব, বর্তমান প্রধান ইত্যাদি;

• আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাবলি;

• বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, দ্বীপ, যুদ্ধ, মুদ্রা, রাজধানী, কোন সংগঠনের সদস্য ইত্যাদি;

• আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠানের বর্তমান প্রধানগণের নাম ও সেগুলোর সর্বশেষ সম্মেলন;

• সাম্প্রতিক বিষয় ও বর্তমান সময়ের আলোচিত খবর।

যে বিষয়গুলো বেশী গুরুত্ব দিবেনঃ

বিশ্ব সভ্যতা, আলোচিত দেশ

১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ

সাম্প্রতিক তথ্য

আন্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান

(৫) ভূগোল ১০ নম্বরঃ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (জাতীয় ও আন্তর্জাতিক) অংশটিইও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অন্যতম অনুষঙ্গ। এতে সব মিলিয়ে ১০ নম্বর বরাদ্দ আছে। একটু লক্ষ করলে বোঝা যাবে, এখানে কিছুটা ভৌগোলিক বিজ্ঞান ও কিছুটা সাধারণ জ্ঞান আছে। যেমন যদি প্রশ্ন আসে, কপ-এর পরবর্তী সম্মেলন কোথায় হবে? উত্তরটা কিন্তু পরিবেশবিষয়ক সাধারণ জ্ঞানসংক্রান্ত। আবার যদি প্রশ্ন আসে ১ ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য সময়ের পার্থক্য কত? উত্তর কিন্তু বিজ্ঞানসংশ্লিষ্ট। সুতরাং, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানে ভালো করতে পারলে এ অংশে এমনিই ভালো করা যাবে। তারপরও নিচের বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে।

ক) মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বইটি পড়ে নেবেন। এমসিকিউ হতে পারে এমন বিষয়গুলো দাগিয়ে পড়বেন।

খ) কপ-এর প্রথম, সর্বশেষ ও পরবর্তী সম্মেলন জেনে রাখবেন। ব্যতিক্রম কিছু অর্জন হলে মনে রাখবেন।

গ) বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের যেকোনো তথ্য সামনে এলে মনে রাখার চেষ্টা করুন।

ঘ) পরিবেশ বিপর্যয় ঠেকাতে সরকার যে উদ্যোগ নিয়েছে তার চুম্বক অংশ মনে রাখুন। বিশেষ করে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেসব উদ্যোগ নেয়।

ঙ) গুরুত্বপূর্ণ দুর্যোগের সালগুলো মনে রাখুন। সম্প্রতি যদি কোনো দুর্যোগ হয় তার নাম, তারিখ, উৎপত্তি এবং সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত অঞ্চল জেনে রাখবেন। যেমন সিডর, আইলা, মহাসেন, নারগিস ইত্যাদি।

চ) এ জামান চৌধুরীর রেডিক্যাল ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা গাইডটি সহায়ক হতে পারে।

ছ) পরিবেশ ও জীববৈচিত্র্য-সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো একটু দেখবেন। যেমন বিশ্ব পানি দিবস কবে?

জ) দৈনিক পত্রিকায় ভূগোল ও পরিবেশ নিয়ে কোনো সংবাদ বা নিবন্ধ প্রকাশিত হলে তা পড়ার চেষ্টা করবেন।

ঝ) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা ও সীমান্ত জোর দিয়ে পড়তে হবে। যেমন পশ্চিমবঙ্গ রাজ্যের কয়টি জেলা বাংলাদেশের সীমান্তবর্তী?

ঞ) দেশের গুরুত্বপূর্ণ নদী, দ্বীপ, চর, হাওর, বিল, ঝরনা, জলপ্রপাত বাছাই করে পড়বেন। বিশেষ করে, বিগত প্রশ্নের সঙ্গে মিল রেখে। যেমন হাইল হাওর কোথায়?

ট) গুরুত্বপূর্ণ প্রণালি, সীমারেখা, বৃহত্তম-ক্ষুদ্রতম দেশ, হ্রদ, প্রধান প্রধান শিল্প, সমুদ্রবন্দর, অন্তরীপ একটু দেখে নেবেন।

ঠ) পরিবেশবিষয়ক যেসব সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আছে তাদের প্রতিষ্ঠা, কার্যক্রম ও বর্তমান প্রধান সম্পর্কে জানবেন।

ড) গুরুত্বপূর্ণ পরিবেশবিষয়ক জাতিসংঘের সম্মেলন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি, বিভিন্ন সম্পদে শীর্ষ দেশ ইত্যাদি একটু দেখে নেবেন।

ঢ) আন্তর্জাতিক ভূগোল অংশে মহাদেশভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু দেশের ভৌগোলিক উপনাম, অবস্থান, বৈশিষ্ট্য ও দ্বীপ ইত্যাদি জানবেন। যেমন লাইবেরিয়া শব্দের অর্থ কী?

যে বিষয়গুলোর উপর বেশী গুরুত্ব দিবেনঃ

বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)

বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)

বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)

(৬) নৈতিকতা ও সুশাসন ১০ নম্বরেঃ

নৈতিক, মূল্যবোধ ও সুশাসন থেকে ১০ নম্বরের প্রশ্ন আসবে। আমার কাছে মনে হয়, প্রিলির সবচেয়ে কনফিউজিং অংশ হলো এটি। কারণ, এখানে প্রশ্নগুলো অনেকটা মনস্তাত্ত্বিক। আবার কিছু প্রশ্নের একাধিক উত্তরই সঠিক মনে হয়। তাই খুব সাবধানে এই অংশের উত্তর করতে হয়। তা ছাড়া এর প্রস্তুতি নেওয়াটাও কিছুটা কঠিন। কারণ, গোছানো জিনিস সহজে নেই। এতে ভালো করার কিছু উপায় হলো...

ক) প্রফেসর মোজাম্মেল হকের লেখা উচ্চমাধ্যমিক ‘পৌরনীতি ও সুশাসন’ প্রথম পত্র বইটার বাছাই করে কিছু অধ্যায় পড়বেন।

খ) টিআই ও টিআইবির সর্বশেষ রিপোর্ট ও বাংলাদেশের অবস্থান জেনে রাখবেন। পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ দুর্নীতিতে অবস্থানকারী দেশের নাম জানবেন।

গ) স্মার্ট সিরিজের একটা গাইড এই অংশের জন্য একটু দেখে নেবেন।

ঘ) দুর্নীতিবিরোধী সব দিবস ও এর প্রতিপাদ্য মনে রাখুন। যেমন ৯ ডিসেম্বর।

ঙ) বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে জানুন। সম্প্রতি ঘটলে আরও গুরুত্বপূর্ণ।

চ) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে মনীষীদের সংজ্ঞা ও উক্তি মনে রাখুন।

ছ) প্রতিটি টার্মিনলজির ব্যুৎপত্তি জানার চেষ্টা করুন। যেমন মূল্যবোধ, সুশাসন, নৈতিকতার ইংরেজি কোন ভাষা থেকে কীভাবে এল।

জ) বাংলাদেশে দুদকের যে ভূমিকা, সে সম্পর্কে ধারণা থাকতে হবে। বিশেষ করে, এর প্রতিষ্ঠা, বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক কাঠামো, ঠিকানা, আইন ইত্যাদি।

ঝ) সুশাসন, গণতন্ত্র, নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠার সমস্যা, দুর্নীতির সঙ্গে এর সম্পর্ক, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা বিস্তারিত রিডিং দেবেন। এতে কিছুটা ধারণা হবে।

ঞ) জাতীয় পর্যায়ে খাতভিত্তিক দুর্নীতির চিত্র আয়ত্তে রাখুন। যেমন কোন খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে? এটা টিআইবির রিপোর্টে থাকে।

যে বিষয়গুলোর উপর বেশী গুরুত্ব দিবেনঃ

দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী

মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক অালোচনা

বিখ্যাত উক্তি ও গ্রন্থ

বাংলাদেশের সংবিধান

(৭) গাণিতিক যুক্তি ১৫ নম্বরঃ

পাটিগণিত

ল.সা.গু ও গ.সা.গু

শতকরা

লাভক্ষতি

মুনাফ

অনুপাত

বীজগণিত

সকল সূত্র

লগারিদম

ধারা

সেট

বিন্যাস-সমাবেশ

সম্ভাব্যতা

জ্যামিতি

চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা

 (৮) মানসিক দক্ষতা ১৫ নম্বরঃ

সিরিজ সংক্রান্ত সমস্যা

চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো

পঞ্জিকা বিষয়ক

শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)

সমার্থক ও বিপরীত শব্দ

Analogy

আয়নায় শব্দের প্রতিফলন

দিক নির্ণয়

(৯) সাধারণ বিজ্ঞান ১৫ নম্বরঃ

ভৌত বিজ্ঞান

শক্তির উৎস ও ব্যবহার

তাপবিদ্যা

আলোক বিজ্ঞান

স্থির ও চল তড়িৎ

জীব বিজ্ঞান

টিস্যু

অণুজীব বিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)

খাদ্য ও পুষ্টি

রক্ত, রক্তচাপ, সঞ্চালন

জিনতত্ত্ব

আধুনিক পদার্থ বিজ্ঞান

গ্রীন হাউজ গ্যাস

সাধারণ রোগ ও প্রতিকার

বায়ুমন্ডল

পৃথিবী সৃষ্টি

(১০) কম্পিউটার ১৫ নম্বরঃ

ইনপুট ও আউটপুট ডিভাইস

কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী

সংখ্যাপদ্ধতি, লজিক গেইট

ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)

স্মার্টফোন

ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স

ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন

প্রটোকল

নতুন টপিক যোগ হবে

বাংলায় (৫ নম্বর বাড়াতে),

আন্তর্জাতিক (৫ নম্বর বাড়াতে),

গণিত (৫ নম্বর বাড়াতে),

বিজ্ঞান ( ৫ নম্বর বাড়াতে)

বিসিএস প্রিলিতে ২০০ নম্বরের প্রশ্নোত্তর এক সাথে কমন পেতে BBC-তে ক্লিক করে নিয়মিত অধ্যায়ন করতে থাকুন।

 

BBC

Md. Izabul Alam

Director

BBC (Bangladesh BCS Coaching)


<script data-ad-client="ca-pub-6709961026242566" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU