Tuesday, June 8, 2021

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-৫ ( ১০৪তম পর্ব)

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন-৫

( ১০৪তম পর্ব)

সাধারণ জ্ঞান (সকল বিষয়)

WRITTEN BY

MD. IZABUL ALAM

PRINCIPAL-Bangladesh Online University (BOU)

সাধারণ জ্ঞান (সকল বিষয়)

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ

০১। ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা।

০২। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে।

০৩। ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয়ঃ ২ জানুয়ারী ২০২১।

০৪। মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়ঃ ১ ফেব্রুয়ারি ২০২১।

০৫। মিয়ানমারে জরুরী অবস্থা- ১২ মাসের জন্য।

০৬। অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?-এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।

০৭। অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? – সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।

০৮। মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union soliderity and development party.

০৯। ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে’ – ভুটান।

১০। কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করা হয়েছে? – হালদা নদী।

১১। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি।

১২। ১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়?- মরিশাসের রাজধানী পোর্ট লুইস-এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।

১৩। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- কমলা হ্যারিস।

১৪। বিশ্বের দীর্ঘতম ট্রাস (TruSS) ও গভীরতম পাইলের সেতু কোনটি? -পদ্মা সেতু।

১৫। ভাসানচর কোথায় অবস্থিত? -নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।

১৬। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কীসের নাম? -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি নতুন উড়োজাহাজের নাম।

১৭। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? ২৯ নভেম্বর ২০২০; দৈর্ঘ্যঃ ৪.৮ কিমি।

১৮। দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? ১৭ ডিসেম্বর ২০২০।

১৯। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?- ‘ন, ডরাই’ ও ‘ফাগুন হাওয়া (যৌথভাবে)।

২০। ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? -আলোকবর্তিকা।

২১। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? -কক্সবাজারে।

২২। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? -SEA-ME-WE-6

২৩। ২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’ ফুলের নামকরণ করা হয় কী? -গোমতী।

২৪। গোমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কী? -Nelumbo nucifera gomoti,Bangladesh

২৫। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম কী?- বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।

২৬। বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের? -ভিয়েতনাম।

২৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা করেছিলেন কে?- গ্রিক স্থপতি ২৮. কনস্ট্যান্টিনস এ. ডক্সিয়াডিস (Constantinos A. Doxiadis)।

২৯। ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? ৬টি- কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।

৩০। ১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়? – বরগুনা।

৩১। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?- চট্টগামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।

৩২। ১ ডিসেম্বর ২০২০ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী? – Change’c-5

৩৩। ৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনো গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কী? – Hayabusa-2।

৩৪। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? – গ্যাল নরটন।

৩৫. যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? – ডেব হাল্যান্ড।

৩৬। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? – ভারত।

৩৭। ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? -সুদান।

৩৮। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০।

৩৯। প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

৪০। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর ২০২১।

৪১। মানব উন্নয়ন রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার।

৪২। বাংলাদেশের গড় আয়ু কত? ৭২.৬ বছর।

৪৩। সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ (৭৮.৯ বছর)।

৪৪। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? – আফগানিস্তান (৬৪.৮ বছর)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি প্রশ্নোত্তরঃ

১। ‘মুজিব বর্ষ’ কী? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।

২। মুজিব বর্ষের সময়কাল কত? উত্তর: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।

৩। ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে? উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।

৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।

৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ? উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী? উত্তর: www.mujib100.gov.bd

৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? উত্তর: সব্যসাচী হাজরা।

১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।

১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে? উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।

১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর: ৪০তম।

১৩। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর: ১ মার্চ।

১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?

উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।

১৫। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হ্য়ওয়ার কথা ছিল কবে? উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।

১৬। ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার? উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে? উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।

১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়? উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?

১৯। মুজিব শব্দের অর্থ কী? উত্তর: উত্তরদাতা।

২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।

২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? উত্তর: ১৭ মার্চ ১৯২০।

২২। ১৭ মার্চ কী দিবস? উত্তর: জাতীয় শিশু দিবস।

২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী? উত্তর: শেখ লুৎফর রহমান।

২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী? উত্তর: সায়েরা খাতুন।

২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল? উত্তর: খোকা।

২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী? উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।

২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে? উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।

২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।

৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।

৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।

৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী? উত্তর: মাওলানা আজাদ কলেজ।

৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।

৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? উত্তর: ১৪ আগস্ট ২০১০।

৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন? উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।

৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।

৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)

৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন? উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।

৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন? উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।

৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? উত্তর: গোপালগঞ্জ।

৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।

৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? উত্তর: ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।

৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়? উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।

৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী? উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।

৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।

৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন? উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।

৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন? উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি (লাহোরে)।

৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন? উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ

৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন? উত্তর: ১৯৬০ সালে।

৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।

৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে? উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।

৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন? উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়।

৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? উত্তর: নৌকা।

৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়? উত্তর: ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।

৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? উত্তর: ৭ মার্চের ভাষণে।

৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? উত্তর: ৪টি।

৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো? উত্তর: বজ্রকণ্ঠ নামে।

৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? উত্তর: ২৬ মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।

৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? উত্তর: ১২ বছর।

৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন? উত্তর: অন্নদাশঙ্কর রায়।

৭০। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা? উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।

৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।

৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।

৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান? উত্তর: ইংল্যান্ড (লন্ডন)।

৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।

৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? উত্তর: দিল্লি (ভারত)।

৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)।

৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।

৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? উত্তর: ১২ জানুয়ারি ১৯৭২।

৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২।

৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?

উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।

৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ ১৯৭৩) ঘোষণা করেন? উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।

৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।

৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।

৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? উত্তর: মিয়ানওয়ালি কারাগার।

৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী? উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।

৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।

৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর: ১৩০টি।

৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে? উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।

৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।

৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়? উত্তর: ১৩টি (সর্বশেষ ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)

৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? উত্তর: কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।

৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে? উত্তর: ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।

৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী? উত্তর: আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।

৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী? উত্তর: শেখ মুজিব আমার পিতা।

৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? উত্তর: এবিএম মূসা।

৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।

৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? উত্তর: ১২ মার্চ ১৯৯৭।

৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।

১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? উত্তর: ৬ জনের।

অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ

১। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? [১০, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৪৯ সালে। সদর দফতরঃ-ব্রাসেলস, বেলজিয়াম।

২। INF চুক্তি বলতে কী বোঝায়? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ মাঝারি পাল্লার আণবিক শান্তি চুক্তি।

৩। বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জিম ইয়ং কিম। (দক্ষিণ কোরিয়া)

৪। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সভাপতির নাম কী? [১০, ১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাকেহিকো নাকায়ও (জাপান)।

৫। পপুলার ফর দ্য লিবারেশন অব প্যালেস্টান (পিএফএলপি) এর প্রতিষ্ঠাতা কে? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ জর্জ হাবাস।

৬। জাপানের প্রধান চারটি দ্বীপের নাম কী? [১০ ম বিসিএস লিখিত]

উত্তরঃ শিকুকু, কিউসু, হনসু ও হোক্কাইডু।

৭। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২০ জানুয়ারি, ২০২১ তারিখে  ভাইস প্রেসিডেন্ট কামালা ডি. হ্যারিস কার্যভার গ্রহণ করেন ।

৮। আরব বিশ্ব বহির্ভূত চারটি ওপেক সদস্য রাষ্ট্রের নাম কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইকুয়েডর, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও ইরান।

৯। ব্রিটন উডস কোথায় অবস্থিত? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পসায়ারে। বিশ্ব ব্যাংক ও আইএমএফ গঠনের সিদ্ধান্ত এখান থেকে নেয়া হয়।

১০। নরডিক পরিষদের দেশগুলো কী কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসুডেফিন= আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিন্ডল্যান্ড ও নরওয়ে।

১১। OIC এর বর্তমান মহাসচিবের নাম কী? [১১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউসুফ বিন আহমেদ আল ওয়াতাইমিন।

১২। ‘UNCTAD’ এর পূর্ণরূপ কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Conference on Trade and Development.

১৩। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট : লিউভেন রিভলিন।

১৪। ’’ফ্লিপ স্ট্রিট ‘’ কিসের সাথে সম্পর্কিত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পর্কিত। লন্ডনে অবস্থিত।

১৫। ’’ওয়াল স্ট্রিট’’ কিসের জন্য বিখ্যাত? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শেয়ার বাজারের জন্য বিখ্যাত। এটি নিউইয়র্কে অবস্থিত।

১৬। ইনোসিস কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গ্রীসের সাথে সাইপ্রাসের সংযুক্তির পক্ষে একটি সংগঠন।

১৭। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লি ডাক থো। তিনি ভিয়েতনামের নাগরিক।

১৮। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মুন জায়ে ইন।

১৯। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কিম জং উন।

২০। গাম্বিয়ার রাজধানীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বানজুল।

২১। জাম্বিয়ার রাজধারীর নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লুসাকা।

২২। লোকসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নাউরু। এর রাজধানীর নাম ইয়েরেন। এটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন তারিখে পার্ল হারবার আক্রমন করেন? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪১ সালের ৭ ডিসেম্বর। এটি প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটি।

২৪। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্যাটরিসিয়া স্কটল্যান্ড। (দেশ : যুক্তরাজ্য)।

২৫। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

২৭। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দফতর কোথায়? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রিয়াদ, সৌদি আরব।

২৮। শ্রীলংকার ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিংহলি।

২৯। ফিলিপাইনের ভাষার নাম কী? [১৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফিলিপিনো।

৩০। ‘’UNIFEM’’ এর পূর্ণরূপ কী?[১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Development Fund for Women.

৩১। ‘’ওয়াটারগেট কেলেঙ্কারি’’’ কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭২ সালে মার্কিন ডেমোক্রাট সদর দফতরে রিপাবলিকানদের গোপনে আড়িপাতার ঘটনা।

৩২। চীনের পার্লামেন্টের নাম কী? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গণকংগ্রেস।

৩৩। জাপানের পার্লামেন্টের নাম কী? [১৫, ১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ডায়েট।

৩৪। যুক্তরাষ্ট্র কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২ সালে।

৩৫। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী কে? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শিনজো এবে।

৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে কে ছিলেন? [১৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট ও ট্রম্যান এবং যুক্তরাজ্যের উইনস্টন চার্চিল।

৩৭। ‘D-DAY’ এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ DAWN DAY. (ডি-ডে ৫ মে )

৩৮। ১৯১৮ সালে কে ‘চৌদ্দ দফা’ উত্থাপন করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ উড্রো উইলসন।

৩৯। `ECO’এর পূর্ণরূপ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Economic Cooperation Organization

৪০। হেবরন হত্যাকাণ্ড কে করেন? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গোল্ড স্টেন বারুচ। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

৪১। পূর্ব তিমুর কিসের জন্য বিখ্যাত? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চন্দনকাঠ।

৪২। ‘মেইন ক্যাম্প’ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এডলফ হিটলারের আত্মজীবনী।

৪৩। খেমাররুজ কী? [১৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কম্বোডিয়ার সবচেয়ে দুর্ধর্ষ বিদ্রোহী গেরিলা সংগঠন।

৪৪। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সদর দফতর কোথায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ন্যামের কোন সদর দফতর নেই। তবে যে দেশ থেকে এর চেয়ারম্যান হয় সে দেশে কার্য্ক্রম হয়।

৪৫। সেভেন সিস্টার্স বলতে কী বোঝায়? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যকে বোঝায়।এরা হল আমিত্রিমেঅনাম- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুনাচল, নাগাল্যান্ড ও মনিপুর।

৪৬। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটির নাম কী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দিয়াগো গার্সিয়া।

৪৭। যুক্তরাজ্যের রক্ষণশীল দলের বর্তমান নেতার নাম কী ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ থেসারা মে। ২০১৬ থেকে বর্তমান।

৪৮। ‘‘এক দেশে দুই নীতি ‘’ প্রচালিত আছে কোন দেশে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীন।

৪৯। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সদর দফতর কোথায়? [১৮, ২২, ২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই দুই প্রতিষ্ঠানের সদর দফতর ওয়াসিংটন ডিসিতে।

৫০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হতে বাদ পড়েছে কোন দেশ? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ তাইওয়ান।

৫১। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সিঙ্গাপুর। এর আয়তন মাত্র ৬৬০ বর্গ কি. মি।

৫২। একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন কোন নদী? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গঙ্গা, নীলনদ ও আমাজন।

৫৩। ইরাক কখন কুয়েত আক্রমন করে? [১৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯০ সালের ২ আগস্ট।

৫৪। অর্থনীতিতে কখন নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৬৮ সালে প্রবর্তন হয় এবং ১৯৬৯ সালে প্রথম প্রদান করা হয়।

৫৫। SAPTA কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Preferential Trading Arrangement. একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ১৯৯৩ সালে।

৫৬। SAFTA কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ South Asian Free Trade Area. এটিও একটি বাণিজ্যিক চুক্তি। চুক্তি সই ২০০৪ সালে।

৫৭। White Hall কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। এটি ব্রিটিশ রানীর সাবেক বাসভবনও।

৫৮। Kremlin কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মস্কোতে অবস্থিত বর্তমান রাশিয়ান সরকারের সচিবালয়।

৫৯। ডুরান্ড লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পাকিস্থান ও আফগানিস্থানের মধ্যে সীমানারেখা।

৬০। ম্যাকমোহন লাইন কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভারত ও চীনের সীমারেখা।

৬১। ইউরো কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইউরোপিয়ান ইউনিয়নভু্ক্ত দেশসমূহের একক মুদ্রা। এর জনক রবার্ট মুন্ডেল। ১৯৯৯ সালে চালু হয়।

৬২। পার্বত্য শান্তিচুক্তি কখন সাক্ষরিত হয়? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে।

৬৩। Indemnity অর্থ কী? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ক্ষতি বা শাস্তি এড়ানোর আইনী ব্যবস্থা।

৬৪। নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি দেশ ?[২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ টি দেশ।

৬৫। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কতজন? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৫ জন।

৬৬। তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত? [২০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।

৬৭। জতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় দাফতরিক কাজকর্ম চলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৬ টি ভাষায়।

৬৮। ফারাক্কার পানি বণ্টন চুক্তি কখন সাক্ষরিত হয়? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭৫ সালের ১৮ ই এপ্রিল।

৬৯। ৩৮ তম অক্ষরেখা কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এই রেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে।

৭০। ম্যাজিনো লাইন কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সীমারেখা।

৭১। Third Reich কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হিটলারের শাসনকালকে অর্থাৎ ১৯৩৩ থেকে ১৯৪৫ এই শাসনকারকে Third Reich বলে।

৭২। Second Track Diplomacy কী? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিভিন্ন বিবাদ মেটাতে সরকারের পাশাপাশি সুশীল সমাজের উদ্যোগ।

৭৩। অবাঞ্ছিত ব্যাক্তি কাকে বলে? [২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কোনো কূটনৈতিককে যে দেশে প্রেরণ করা হয় সে দেশের সরকার কর্তৃক তাকে অগ্রহনযোগ্য হিসেবে বিবেচনা করা হলে সে অবাঞ্ছিত ব্যাক্তি।

৭৪। ডেটন চুক্তি কেন হয়েছিলো? [২১, ২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বসনিয়া সংকট নিরসনের জন্য।

৭৫। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টরাল কলেজে কতজন নির্বাচক থাকেন? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৫৩৮।

৭৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে কতসালে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।

৭৭। SAIC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ SAARC Agricultural Information Centre. এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত।

৭৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৪ অক্টবর ১৯৯৬ সালে।

৭৯। UNHCR কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations High Commissioner for Refugees. এর সদর জেনেভায়।

৮০। আল-কুদ্স কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ও. আই. সি. গঠনের সময়ের একটি কমিটি।

৮১। আল আকসা ইন্তিফাদা কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ইহুদি রাষ্ট্র ইসরাইলের অধিকার হতে আল আকসা মসজিদ মুক্ত করার গণআন্দোলন।

৮২। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দফতর কোথায়? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ওয়াসিংটন ডিসিতে।

৮৩। CFC কী? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Chloro Fluro Carbon. এটি ওজোন স্থরের ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী।

৮৪। সুয়েজ খাল কোন কোন জলরাশিকে যুক্ত করেছে? [২২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।

৮৫। কোন শহরের নাম বিগ অ্যাপেল? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নিউইয়র্ক শহরের নাম বিগ অ্যাপেল।

৮৬। কোন রেখা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে দ্বি-খণ্ডিত করেছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৩৮ তম অক্ষ রেখা।

৮৭। Fifth Republic কী? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ফ্রান্সের একটি রাজনৈতিক ব্যবস্থা।

৮৮। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দক্ষিণ আমেরিকায়।

৮৯। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এশিয়ার মঙ্গোলিয়ায়।

৯০। কোন সংস্থার পরিবর্তে WTO প্রতিষ্ঠিত হয়েছে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ GATT

৯১। ‘বিশ্বগ্রাম’ ধারণার প্রবক্তা কে? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।

৯২। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? [২৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর।

৯৩। জাতিসংঘের সনদ কেথায় স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৪৫ সালের ২৬ সে জুন সানফ্রান্সিকোতে ৫০ টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয়।

৯৪। WTO কখন থেকে কাজ শুরু করে? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১ লা জানুয়ারি ১৯৯৫ থেকে।

৯৫। ইরানের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পারস্য।

৯৬। থাইল্যান্ডের পূর্বনাম কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্যামদেশ।

৯৭। জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৫ সালের ৪ থেকে ১৫ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে।

৯৮। রিও প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে।

৯৯। ন্যাম এর বর্তমান মহাসচিবের নাম কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নিকোলাস মাদুরো। দেশ : ভেনিজুয়েলা।

১০০। HIPC এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Heavily Indebted Poor Countries

১০১। ও.আই.সি এর বর্তমান সদস্য কত? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৫৭ টি দেশ।

১০২। ILO এর সদর দফতর কোথায়? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভায়।

১০৩। IAEA এর পূর্ণরূপ কী? [২৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ International Atomic Energy Agency

১০৪। আন্তর্জাতিক আদালতের সদর কোথায়? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নেদারল্যান্ডসের হেগে।

১০৫। আন্তর্জাতিক আদারতের সদস্য দেশ কতটি? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৩ টি।

১০৬। CEDAW এর পূর্ণরূপ কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Convention on the Elimination of all forms of Discrimination Against Women

১০৭। Agenda 21 কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ পরিবেশ রক্ষার্থে একটি দলিল। ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে গ্রহণ করা হয়।

১০৮। LoC কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Line of Control এটি ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত।

১০৯। লয়া জিরগা কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আফগানিস্তানের সর্বোচ্চ মহাপরামর্শ পরিষদ।

১১০। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নেপালের মুম্বিনি নামক গ্রামে। জন্ম খ্রিস্টপূর্ব—৫৬৩ অব্দে।

১১১। বিশ্ব শিশু দিবস কবে? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২০ নভেম্বর। তবে বাংলাদেশের শিশু দিবস –১৭ মার্চ।

১১২। মাইক্রোসফট কম্পিউটার প্রতিষ্ঠানের বর্তমান নির্বাহী কে? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সত্য নারায়ন নাদেল্লা।

১১৩। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ (১৯৩ তম) কোনটি? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দক্ষিণ সুদান।

১১৪। নাসা’র সদর দফতর কোথায়? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ওয়াসিংটন ডিসি। প্রতিষ্ঠিত হয় –১৯৫৮ সালে।

১১৫। মিয়নমারের বার্তা সংস্থার নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মিয়ানমার নিউজ এজেন্সি।

১১৬।ICRI বা রেডক্রস এর সদর দফতর কোথায় অবস্থিত? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।

১১৭। বাংলাদেশকে ‘‘তলাহীন ঝুড়ি’’ বলেছেন কে? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার।

১১৮। ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি রাশিয়ার তাসখন্দে।

১১৯। ন্যাম এর উদ্যোক্তা কে? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জওহর লাল নেহেরু, জোসেফ টিটো, আহমেদ সুকর্ন ও জামাল আবদেল নাসের।

১২০। চাঁদে অবতরনকারী প্রথম মহাশূন্যচারীর নাম কী? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নীল আর্মস্ট্রং

১২১। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতর কোথায়? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

১২২। আসিয়ান এর সদর দফতর কোথায়? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জাকার্তা, ইন্দোনেশিয়া।

১২৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কী কী? [৩৭ তম প্রিলি] [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।

১২৪। গ্রিনপিস কী? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত পরিবেশবাদী সংগঠন। এর সদর নেদারল্যান্ডসে।

১২৫। স্টেট অব দি ইউনিয়ন কী? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বছরের শেষ ভাষণকে স্টেট অব দি ইউনিয়ন বলে।

১২৬। ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ড. জাকির হোসেন। (ভারতের বর্তমান ও ১৪ তম প্রেসিডেন্ট : রামনাথ কোবিন্দ]

১২৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।

১২৮। উইঘুর জাতি কোথায় বসবাস করে? [৩৭ তম প্রিলি ] [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চীনের জিনজিয়াং প্রদেশে।

১২৯।BIMSTEC এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

১৩০। জাতিসংঘ সনদ কখন স্বাক্ষরিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৬ জুন, ১৯৪৫ সালে।

১৩১। ‘বাংলাদেশ ককাস’ কী? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের আইনসভায় বাংলাদেশের স্বর্থ সংশ্লিষ্ট লবিং দল।

১৩২। এশিয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ম্যানিলা, ফিলিপাইন।

১৩৩। Interpol এর পূর্ণরূপ কী? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ International Criminal Police Organization এর সদর দফতরপ্যারিসের লিঁওতে অবস্থিত।

১৩৪। ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৫ সালের ১ জানুয়ারি। এর সদস্য সংখ্যা ২৮।

১৩৫। বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? [৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ডুলাহাজরা, কক্সবাজার।

১৩৬। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ৫৪ টি।

১৩৭। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রাষ্ট্রপতি –বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী –তাজউদ্দীন আহমেদ।

১৩৮। ডুরান্ড লাইন কী? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।

১৩৯। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

১৪০। গুগল কী? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সার্চ ইঞ্জিন। এর প্রতিষ্ঠাতা –ল্যারি পেজ ও সার্জ ব্রীন।

১৪১। ১৯৪৭ সালে নতুন স্বধীনতাপ্রপ্ত ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে কে ছিলেন? [৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রাষ্ট্রপতি—লর্ড মাউন্ট ব্যাটেন ও প্রধানমন্ত্রী—জওহর লাল নেহেরু।

১৪২। পার্বত্য শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।

১৪৩।ICIMOD এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ International Centre for Integrated Mountain Development

১৪৪। ভারতের পার্লামেন্টের কক্ষদুটির নাম কী কী? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রাজ্যসভা ও লোকসভা

১৪৫। ‘ভেটো’ প্রদানের ক্ষমতা আছে জাতিসংঘের কোন পরিষদের? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ নিরাপত্তা পরিষদের।

১৪৬। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? [৩৭ তম প্রিলি ][৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ লর্ড কার্জন।

১৪৭। বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে প্রদান করেন? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আব্রাহাম লিংকন।

১৪৮। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দুটি দেশের নাম কী কী?[৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভূটান ৬ ডিসেম্বর, ১৯৭১, ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। (সম্প্রতি জাতীয় সংসদের তথ্য মতে)

১৪৯। সর্বপ্রথম বাংলাদেশে থ্রিজি সেবা চলু করে কোন প্রতিষ্ঠান? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ টেলিটক। ২০১২ সালের ১৪ অক্টোবর।

১৫০। ন্যাটো এর সদর দফতর কোথায়? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেলজিয়ামের ব্রাসেলসে।

১৫১।বর্তমান টি-২০ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।

১৫২।UNFCCC এর পূর্ণরূপ কী? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ United Nations Framework Convention on Climate Change.

১৫৩।ব্রিকস কবে প্রতিষ্ঠিত হয়? [৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৬ মে ২০০৮ রাশিয়ায়।

১৫৪। জেনেভা কনভেনশন কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাহত ও যুদ্ধবন্ধীদের ব্যাপারে ১৯৪৯ সালে অনুষ্ঠিত কনভেনশন।

১৫৫। ট্যারিফ কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর।

১৫৬। ট্যাক্স কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আয় এবং সম্পত্তির উপর ধার্যকৃত কর।

১৫৭ । আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনালের সদর দফতর কোথায়? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ হামবু্র্গ, জার্মানি।

১৫৮। কিয়োটো চুক্তি কী? [৩৪, ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস চুক্তি। এটি জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে হয়।

১৫৯। Responsibility to protect কী? [৩৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২০০৫ সালে জাতিসংঘের সকল সদস্য দেশ কর্তৃক যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরূদ্ধে করা একটি অঙ্গীকার।

১৬০। ব্রেটন উডস প্রতিষ্ঠান কী কী? [৩৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ১৯৪৪ সালে এ দুটি প্রতিষ্ঠিত হয়।

১৬১। ব্রিকস কী? [৩৬ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত উদীয়মন অর্থনীতির ৫ টি দেশ। ব্রিকস এর কোনো সদর দফতর নেই।

১৬২। Exclusive Economic Zone বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা কত কিলোমিটার? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২০০ নটিক্যাল মিইল।

১৬৩।দ্বৈত ট্রাক (Dual Track) কূটনীতি কী? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যেখানে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো সরকার নিয়ন্ত্রণ করে এবং এখানে বেসরকারি সংস্থার হাতে এসব সেক্টর নিয়ন্ত্রণের ক্ষমতা খুব কমই থাকে।

সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১. East London কোথায় অবস্থিত? দক্ষিণআফ্রিকা

২. সার্কের সদরদপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু

৩. ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? লন টেনিস

৪. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রোমে

৫. এসকাপের সদরদপ্তর কোথায় অবস্থিত? ব্যাংকক

৬. আইএলও-র সদরদপ্তর কোথায় অবস্থিত? জেনেভা

৭. ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস

৮. জাতিসংঘের সদরদপ্তর কোথায় অবস্থিত? নিউইয়র্ক

৯. ফেয়ার ফ্যাক্স কি? সংবাদ সংস্থা

১০. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল? ৩৪২ বছর

১১. ইউরোপের দ্বার বলা হয় কাকে? ভিয়েনা

১২. বসনিয়ায় যুদ্ধ বিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? জিমি কার্টার

১৩. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি? ১০০

১৪. ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে? বেলজিয়াম

১৫. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুনলুন পর্বত

১৬. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমানারেখা কোনটি? সনোরা লাইন

১৭. দক্ষিণ মেরু কোথায় অবস্থিত? Antarctic.

১৮. কোন দেশটি স্কানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? যুক্তরাষ্ট্র

১৯. মুসলমান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? উগান্ডা

২০. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? ক্যাটারিনা

২১. কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডী

২২. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট

২৩. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড

২৪. রাসায়নিক অস্র চুক্তি নুমো কোন সালে স্বাক্ষরিত হয়? ১৯৯৩

২৫. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি? ৫৪৩

২৬. বাদশা ফাহাডের পর সৌদি বাদশা কে হন? আব্দুল্লাহ

২৭. অক্সফাম এর সদর দপ্তর কোথায়? লন্ডন

২৮. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরষ্কার পান? আনোয়ার সাদাত

২৯. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ

৩০. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাউ

৩১. কত সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিল? ১৯৭৭ সালে

৩২. আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা কত? ২৬

৩৩. ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের ছিলেন? কুর্দি

৩৪. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? ২২ বছর

৩৫. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে

৩৬. IAEA এর নির্বাহী প্রধান কে? মোহাম্মদ আল বারাদি

৩৭. উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? ৮ বছর

৩৮. বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW কি? IDA

৩৯. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুড়িল দ্বীপপুঞ্জ

৪০. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয়া করা হয়েছিল? লুইসিয়ানা

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১. সম্প্রতি জাতিসংঘ গোলান মালভূমিতে কোন দেশের বলে রায় দিয়েছে? সিরিয়া

২. সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ থেকে পদত্যাগ করেছে? ফিলিপাইন

৩. কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আদালত কক্ষে মারা যান? মিশর

৪. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর মেয়াদ শেষ হয়ে কত সালে? ২০৩০

৫. ধান উৎপাদন বর্তমান বিশ্বে শীর্ষ স্থানীয় কোন দেশে ? চীন

৬. ২০১৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র , মেক্যিকো ও কানাডা

৭. বিশ্ব কাপ ক্রিকেট ১০১৯ সালে কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ড এবং ওয়েলস

৮. কোন প্রতিষ্ঠানটি ভৌগোলিক নির্দেশক পন্য এর স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মেধাসত্ব সংস্থা

৯. বর্তমানে কোন দেশেটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষে আছে? ব্রাজিল

১০. কোন দেশে থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে? সৌদি আরব

১১. ২০১৯ সালে বৈদেশিক প্রতিযোগিতা ক্ষমতার প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি ? সিঙ্গাপুর

১২. জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় কত সালে? ২০১৯

১৩. সম্প্রতি আলোচিত লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর? সিরিয়ার

১৪. বর্তমানে বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা —- চীন

১৫.চীন এক দেশে দুই নীতি কবে শেষ হবে? ২০৪৭

১৬.হংকং ব্রিটিশ নিউ টেরিটরির অংশ হয় — ১৮৯৮

১৭. কোনটি মুসলিম জাতিগোষ্ঠী নয় ? গুর্খা

১৮. মার্কিন পররাষ্ট্রনীতি নাম—- DDD

১৯.বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ — ৬ বছর

২০.কোন দেশের প্রেসিডেন্টের মেয়াদ ১ বছর? সুইজারল্যান্ড

২১. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই

২২. শেনজেন চুক্তি কি? অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি

২৩. যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভোটের সংখ্যা বেশী? ক্যালিফোর্নিয়া

২৪. যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন, তিনি কে? ফ্রাঙ্কলিন রুজভেল্ট

২৫. নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় কত সালে? ১৯৭৯ সালে

২৬. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? ফিলিপাইন

২৭. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রাইগভে লাই

২৮. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া

২৯. ভারতের কোন রাজ্যের রাজধানী ইন্ফল? মনিপুর

৩০. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? বৃটেন

সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১. এক বিংশ শতকের পরিবেশ দূষণ মুক্ত রাখতে জাতিসংঘের পরিবেশ দূষণ কর্মসূচির নাম— এজেন্ডা – ২১

২. চীনের জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রটি হলো — ইরান

৩. ২০৫০ সালে যুক্তরাষ্ট্রে কত শতাংশ অভিবাসী হবে? ৫০%

৪. পৃথিবীর গুপ্ত দেশ নামে পরিচিত — উত্তর কোরিয়া

৫. এ পর্যন্ত কতজন মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছেন? ১ জন

৬. নির্যাতিত ফুলানী মুসলিম সম্প্রদায় কোন দেশে বাস করে ? মালিতে

৭. ২০১৯ সালে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয় — ইথিওপিয়ার

৮. চীনের জিনজিয়াংয়ের রাজধানীর নাম কি? উরুমকি

৯. ভেনিজুয়েলা বিষয়ক সমাধান কমিটির নাম— লিমা গ্ৰুপ

১০. ফিলিস্তিনকে সর্বশেষ (১৩৬ তম ) স্বীকৃতি দেয়- নিউজিল্যান্ড

১১. ব্রাজিলে আমাজন বনের কত শতাংশ অবস্থিত? ৬০

১২. ভারতের কোন রাজ্য দ্ধিতীয় সর্বোচ্চ বাঙালি অধ্যুষিত ? আসাম

১৩. আমাজন বন কোন অঞ্চলে অবস্থিত? গ্ৰীষ্মমন্ডলীয় অঞ্চল

১৪. কোন দেশে ২০১৯ সালে অর্থনৈতিক মন্দার শিকার হচ্ছে? ব্রাজিল

১৫. বোকা হারাম কোন দেশের জঙ্গি সংগঠন? নাইজেরিয়া

১৬. আলিবাবা কোন দেশের ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? চিন

১৭. ডোকলাম উপত্যকা কোন দেশের সাথে সংযুক্ত? ভারত- ভুটন- চীন

১৮. ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় কোন দেশে? রাশিয়া

১৯. কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? জাস্টিন ট্রুডো

২০. বিশ্বে স্বর্ণ উত্তোলন শীর্ষ দেশ কোনটি? চীন

২১. জাতিসংঘের ২০১৯ সালের সুশাসন সূচক শীর্ষ দেশ কোনটি? দক্ষিণ কোরিয়া

২২. Statue of Unity কোথায় অবস্থিত? গুজরাট , ভারত

২৩. পুলওয়ামা কোথায় অবস্থিত? জন্মুতে

২৪. কাতালোনিয়া কোথায় অবস্থিত? স্পেন

২৫. বহুল আলোচিত ব্যক্তি জামান খাসোগী কে ছিলেন? একজন সাংবাদিক

২৬. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র

২৭. ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে ভারতরত্ন উপাধি দেয়া হয়? প্রণব মুখার্জি

২৮. গ্ৰিনল্যান্ডে অবস্থিত ঠুলে এয়ার বেস কোন দেশের? যুক্তরাষ্ট্রের

২৯. Land of heaven বলা হয় কাকে? কাশ্মীরকে

৩০. গুগলের চীনা নাম— বাইডু

সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ

১. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উ. নীল নদ।

২. দেশের নামের সাথে ‘সিটি’ যোগ করলে যে তিনটি দেশের রাজধানীর নাম হয়? উ. ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা

৩. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে? উ. ৩টি।

৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল? উ. ১৯৭৪ সালে।

৫. কুমিল্লার ‘বার্ড’-এর প্রতিষ্ঠাতা কে? উ. আখতার হামিদ খান।

৬. জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? উ. ৩০ সেপ্টেম্বর।

৭. ঢাকা শহরের কোন এলাকায় বেনারশি শাড়ি তৈরি হয়? উ. মিরপুর।

৮. পঁচাব্দি গাজী কেন বিখ্যাত? উ. শিকারি।

৯. বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন? উ. ব্রজেন দাস।

১০. ‘মাটির ময়না’ ছবির নির্মাতা কে? উ. তারেক মাসুদ।

১১. ‘সাঁঝের মায়া’ কার লেখা? উ. সুফিয়া কামাল।

১২. ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে? উ. জসীমউদদীন।

১৩. ‘সংশপ্তম’ কার রচনা? উ. শহীদুল্লাহ কায়সার।

১৪. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? উ. আনিস চৌধুরী।

১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন? উ. W. B. Yeats

১৬. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ? উ. William Shakespeare

১৭. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? উ. রক্তকরবী।

১৮. বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে যে নামটি জড়িত? উ. আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন।

১৯. ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত? উ. ফারসি।

২০. রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত? উ. জাপানি।

বাংলাদেশে প্রথম কে এবং কি?

১। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।

৩। বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।

৪। বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ? উঃ শাহ আব্দুল হামিদ।

৫। বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ? উঃ মোহাম্মদ উল্ল্যাহ।

৬। বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ? উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী

৭। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ? উঃ এ. এস. এম. সায়েম

৮। বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ? উঃ এম. এইচ. খোন্দকার।

৯। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ? উঃ তাজউদ্দিন আহমেদ।

১০। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ? উঃ বেগম খালেদা জিয়া

১১। বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ? উঃ শেখ হাসিনা

১২। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ? উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।

১৩। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ? উঃ স্যার পি. জে. হাটর্স।

১৫। বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ? উঃ হাসিনা খাতুন

১৬। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ? উঃ নাজনিন সুলতানা

১৭। বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ? উঃ আনিসা হামেদ

১৮। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা

১৯। বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা

২০। বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার? উঃ সুরাইয়া রহমান।

২১। বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক? উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।

২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা

২৩। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা

২৪। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ? উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।

২৫। প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ? উঃ স্যার এফ রহমান

২৬। প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ? উঃ রাজা রামমোহন রায়।

২৭। প্রথম বাঙ্গালী বিচারপতি? উঃ স্যার সৈয়দ আমির আলী।

২৮। প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২৯। বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত? উঃ শরদিন্দু শেখর চাকমা

৩০। বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ? উঃ বাংলার দূত

৩১। বাংলাদেশের প্রথম রণতরী ? উঃ বি. এন. এস. পদ্মা

৩২। প্রথম বাংলা চলচ্চিত্র? উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।

৩৩। প্রথম মুসলিম অভিনেত্রী ? উঃ বনানী চৌধুরী

৩৪। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ? উঃ ব্রজেন দাশ (৬ বার)

৩৫। বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ? উঃ ফেরদৌস আরা বেগম

৩৬। বাংলাদেশের প্রথম নারী ওসি কে? উঃ হোসনে আরা বেগম।

৩৭। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে? উঃ ইসমাত জাহান।

৩৮। বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে? উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)

৩৯। বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে? উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)

৪০। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে? উঃ সালমা খাতুন।

৪১। সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে? উঃ সৈয়দ আমিনুল ইসলাম।

৪২। ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ? উঃ মিঃ স্কিনার।

৪৩। ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ? উঃ আনন্দ চন্দ্র রায়।

৪৪। ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ? উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।

৪৫। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ? উঃ মোহাম্মদ হানিফ

৪৬। প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ? উঃ আ. স. ম. আব্দুর রব।

৪৭। বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ? উঃ এ. এন. হামিদুল্লাহ

৪৮। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ? উঃ ০৪ মার্চ, ১৯৭২

৪৯। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ? উঃ ভারত

৫০। বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ? উঃ মিসেস কামরুন্নাহার লাইলী

৫১। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ? উঃ কানিজ ফাতেমা রোকশানা।

৫২। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ? উঃ মাহমুদা হক চৌধূরী

৫৩। বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ? উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।

৫৪। বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি? উঃ ভালুকা, ময়মনসিংহ।

৫৫। বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে? উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)

৫৬। বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ? উঃ তাহমিনা হক ডলি

৫৭। বাংলাদেশের প্রথম মহিলা সচিব ? উঃ জাকিয়া আখতার

৫৮। বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ? উঃ বেগম রওশন আরা

বিশ্বের বিখ্যাত সীমারেখাঃ

ডুরান্ড লাইনঃ ডুরান্ড লাইন (পশতু) আফগানিস্তান ও পাকিস্তান এর মধ্যে ২,৪৩০-কিলোমিটার (১,৫১০ মাইল) দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। ১৮৯৩ সালে ব্রিটিশ কূটনীতিক এবং ব্রিটিশ ভারতের সিভিল সার্ভেন্ট স্যার মর্টিমার ডুরান্ড এবং আফগান আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয়।

লাইন অব কন্ট্রোলঃ প্রথম ইন্দো-পাক কাশ্মীর যুদ্ধের (১৯৪৭-৪৮ খ্রিস্টাব্দ) ফলস্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়।

কার্জন লাইনঃ কার্জন লাইনটি দ্বিতীয় পোলিশ প্রজাতন্ত্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত সীমানা রেখা ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে নতুন দুটি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্র সচিব জর্জ কার্জন ১৯১৯ সালে সুপ্রিম ওয়ার কাউন্সিলকে কূটনৈতিক ভিত্তিতে একটি ভবিষ্যতের সীমান্ত চুক্তির জন্য প্রথম প্রস্তাব করেছিলেন।

ফচ লাইনঃ ফচ লাইনটি পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে অস্থায়ী সীমানা রেখা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে এন্টেন্তের দ্বারা প্রস্তাবিত। এই লাইনটি ফ্রান্সের মার্শাল ফারডিনানড ফচের দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং ১৯১৯ সালে রাষ্ট্রদূতদের সম্মেলনে এটি গৃহীত হয়েছিল। ছোট সামঞ্জস্যের সাথে লাইনটি আন্তঃযুদ্ধ পোলিশ-লিথুয়ানিয়ান সীমান্তের ভিত্তি তৈরি করেছিল। ছোট সামঞ্জস্যের সাথে লাইনটি আন্তঃযুদ্ধ পোলিশ-লিথুয়ানিয়ান সীমান্তের ভিত্তি তৈরি করেছিল। লাইনটি পোলিশ দিকে ভিলনিয়াস (উইলনো) বামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেবল পশ্চিমাঞ্চলীয় সুভাস্কি শহরের নিকটবর্তী অংশটি এই রেখাটি অনুসরণ করে।

ম্যাজিনো লাইনঃ ফরাসী যুদ্ধের মন্ত্রী আন্ড্রে ম্যাজিনোর নাম অনুসারে ম্যাজিনো লাইনটি ১৯৩০ এর দশকে ফ্রান্সের দ্বারা নির্মিত হয় জার্মানি আক্রমণ প্রতিরোধ এবং দুর্গের আশেপাশে যেতে বাধ্য করার জন্য কংক্রিটের দুর্গ, প্রতিবন্ধকতা এবং অস্ত্রের স্থাপনার একটি লাইন।

সিগফ্রিড লাইনঃ এটিও একটি জার্মান ও ফ্রান্সের সীমারেখা। ওয়েস্টওয়াল নামে জার্মান ভাষায় পরিচিত সিগফ্রিড লাইনটি ছিল জার্মান প্রতিরক্ষামূলক লাইন যা ১৯৩০ এর দশকে ফ্রেঞ্চ ম্যাজিনো লাইনের বিপরীতে নির্মিত হয়েছিল। এটি ৬৩০ কিমি (৩৯০ মাইল) এর বেশি প্রসারিত; নেদারল্যান্ডসের সীমান্তে ক্লেভ থেকে শুরু করে প্রাচীন জার্মান সাম্রাজ্যের পশ্চিম সীমান্তের সাথে সুইজারল্যান্ডের সীমান্তে ওয়েল আম রেহেন শহরে - এবং এতে ১৮,০০০ এরও বেশি বাঙ্কার, টানেল এবং ট্যাঙ্কের জাল রয়েছে।

ওডারনিস লাইনঃ হিন্ডারবার্গ লাইন, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা।

ম্যানারহেইম লাইনঃ রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা।

সনোরা লাইনঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা।

ম্যাকমোহন লাইনঃ চীন ও ইন্ডিয়ার সীমারেখা।

র‌্যাডক্লিফ লাইনঃ বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমারেখা।

লাইন অব একচুয়াল কন্ট্রোলঃ চায়না ও ইন্ডিয়ার সীমারেখা।

পারপল লাইনঃ আরব ও ইসরাইলের সীমারেখা।

ব্লু লাইনঃ লেবানন ও ইসরাইলের সীমারেখা।

গ্রীন লাইনঃ ইসরাইল ও সিরিয়ার সীমারেখা।

সাধারণ জ্ঞানঃ

1. ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয়? উত্তরঃ মেগাস্থিনিস

2. দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন? উত্তরঃ নাসিরুদ্দিন খসরু খাঁ

3. কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে? উত্তরঃ ফিনল্যাণ্ড

4. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তরঃ গোয়া

5. সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন? উত্তরঃ ক্যাথারিন হেপবার্ন

6. দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি? উত্তরঃ ব্ল্যাক মার্টিন

7. পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি? উত্তরঃ নীল তিমি

8. ১ টঙ্কা = কত জিতল ? উত্তরঃ ৪৮ (48)

9. মানবদেহের সব থেকে বড় অঙ্গ (Organ) কোনটি? উত্তরঃ ত্বক (Skin )

10. সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে? উত্তরঃ কলকাতা

11. লিচু ফলের উৎপত্তি কোন দেশে? উত্তরঃ চীন

12. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি? উত্তরঃ সিংহ

13. STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি? উত্তরঃ নিউ দিল্লী ( STD কোড ০১১)

14. কোন শহরের ডাকনাম “The Big Apple” ? উত্তরঃ নিউ ইয়র্ক

15. ক্লোরোফিলে কোন ধাতু থাকে? উত্তরঃ ম্যাগনেসিয়াম

16. পঞ্চমবেদ কাকে বলা হয়? উত্তরঃ মহাভারত

17. “আরাম হারাম হ্যায় – এই উক্তিটি কার? উত্তরঃ পণ্ডিত জহরলাল নেহেরু

18. চেঙ্গিস খাঁ ছিলেন ইতিহাসে এক কুখ্যাত যোদ্ধা | “চেঙ্গিস” কথাটির আক্ষরিক অর্থ কি? উত্তরঃ অসীম শক্তিধর

19. ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে? উত্তরঃ জুলাই ( জুলিয়াস সীজার এর নামে )

20. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? উত্তরঃ ফ্যাদোমিটার (fathometer)

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রঃ১-সম্প্রতি কোন দেশ অক্সিজেন ছাড়াই মাউন্ট এফারেস্ট যাওয়ার জন্য প্রথম স্থানে সম্মান পেয়েছেন? উঃ- নেপাল।

প্রঃ ২:- আসামে কোন অঞ্চল থেকে বর্ষা আসে? উঃ- বঙ্গোপসাগর।

প্রঃ ৩:- ২০১৮ সালের ‘World Earth Day’ মূল বিষয় বস্তু কি ছিল? উঃ- প্লাস্টিক দূষণ রোধ করা।

প্রঃ ৪:- সম্প্রতি কোন ব্যাংক আদিত্য বিড়লা লাইফের সঙ্গে জোট বেঁধেছেন? উঃ- ইন্ডিয়ান ব্যাংক।

প্রঃ ৫:- সম্প্রতি Discover India প্রকল্প চালু করেছেন? উঃ- এয়ার ইন্ডিয়া।

প্রঃ ৬:- সম্প্রতি কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা চালু করেছেন? উঃ- হরিয়ানা।

প্রঃ ৭:- সম্প্রতি কোন ব্যাংক স্বাস্থ্য ক্রেডিট কার্ড চালু করেছে? উঃ- আরবিএল ব্যাংক।

প্রঃ ৮:- বর্ষায় আরব সাগর এবং বঙ্গোপসাগরের শাখা কোথায় মিলিত হয়? উঃ- গঙ্গার সমভূমিতে।

প্রঃ ৯:- সম্প্রতি কোন দেশ আর্টিক রেল পরিষেবা চালু করেছে? উঃ- রাশিয়া।

প্রঃ ১০:- ভারতের দিক থেকে কোন ফুটবলার সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন? উঃ- সুনীল ছেত্ৰী ।

প্রঃ ১১:- কোন সোশ্যাল নেটওয়ার্ক সংস্থা ভারতে ইন্টারেক্টিভ গেম শো “কনফেটি” চালু করেছিল? উঃ- ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সাইট।

প্রঃ ১২:- সম্প্রতি দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে হয়েছিলেন? উঃ- বিচারপতি ধীরুভাই নারানভাই প্যাটেল।

প্রঃ ১৩:- ভারত সম্প্রতি কোন দেশের সাথে ডেটা চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- মার্শাল দ্বীপ।

প্রঃ ১৪:- সম্প্রতি কোন ভারতীয় “নিশান ইজউদ্দিন” পুরষ্কার পেয়েছিলেন? উঃ- নরেন্দ্র মোদী।

প্রঃ ১৫:- গান্ধী সাইকেল র্যাালি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? উঃ- সৌদি আরব।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা । Pradhan mantri Ujjwala Yojana বিস্তারিত তথ্য

প্রঃ ১৬:- বিশ্ব মহাসাগর দিবস কখন পালিত হয়? উঃ- ৮ ই জুন।

প্রঃ ১৭:- ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরষ্কারের নাম কী? উঃ- পরম বীর চক্র।

প্রঃ ১৮:- প্রথম এশিয়ান খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ- নয়াদিল্লিতে।

প্রঃ ১৯:- বিশ্বের প্রাচীনতম রাজতন্ত্র কোন দেশের? উঃ- জাপানের।

প্রঃ ২০:- ২০১৮ সালের ভারতের ধনীতম রাজ্য কোনগুলি? উঃ- প্রথম স্থানে, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুনঃ সুরক্ষা বীমা যোজনা।Suraksha Bima Yojana আবেদন এবং সম্পর্কিত তথ্য

প্রঃ ২১:- প্রথম বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? উঃ- ৭ ই জুন।

প্রঃ ২২:- মহিলাদের সুরক্ষার জন্য কোন রাজ্য গোলাপী সারথী যানবাহন চালু করেছে? উঃ- কর্ণাটক।

প্রঃ ২৩:- ফ্রেঞ্চ ওপেনের ২০১৯ সালের প্রতিযোগিতায় পুরুষদের একক শিরোপা কে জিতেছে? উঃ- রাফায়েল নাদাল।

প্রঃ ২৪:- কোন ভারতীয়কে আমেরিকান দার্শনিক সোসাইটির সদস্য হিসাবে নির্বাচন করা হয়েছিল? উঃ- রোমিলা থাপার।

প্রঃ ২৫:- সম্প্রতি কোন রাজ্য সরকার মেয়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বাড়িয়েছে? উঃ- রাজস্থান সরকার।

প্রঃ ২৬:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কমিশনের পুনর্গঠনের অনুমোদন দিয়েছেন? উঃ- নীতি কমিশন।

প্রঃ ২৭:- ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? উঃ- হিরাকুদ বাঁধ।

প্রঃ ২৮:- মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? উঃ- বাচেন্দ্রী পাল।

প্রঃ ২৯:- ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি? উঃ- সিকিম।

প্রঃ ৩০:- ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উঃ- রাজস্থান।

প্রঃ ৩১:- আইপিএস (ভারতীয় পুলিশ সার্ভিসে) যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? উঃ- কিরণ বেদি।

প্রঃ ৩২:- সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক মাইক্রো ফিনান্স ব্যাঙ্কে রূপান্তরিত হবে? উঃ- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক।

প্রঃ ৩৩:- সম্প্রতি ভারত গৌরব পুরষ্কারে কে সম্মানিত হবেন? উঃ- কপিল দেব।

প্রঃ ৩৪:- সম্প্রতি এক দশকে ২০০০০ রান সংগ্রহকারী প্রথম ক্রিকেটার কে? উঃ- বিরাট কোহলি।

প্রঃ ৩৫:- সম্প্রতি কোন আইআইটি গবেষকরা একটি নতুন রক্ত পরীক্ষার যন্ত্র তৈরি করেছেন? উঃ- আইআইটি খড়গপুর।

প্রঃ ৩৬:- কে সম্প্রতি জল চালিত মহাকাশযানে প্রদর্শন করেছেন? উঃ- নাসা।

প্রঃ ৩৭:- ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে? উঃ- মিতালি রাজ।

প্রঃ ৩৮:- ভারতের বন সমীক্ষা বিভাগ কখন প্রতিষ্ঠিত হয়? উঃ- ১৯৮১ সালে।

প্রঃ ৩৯:- সম্প্রতি কে রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন? উঃ- বজরঙ্গ পুনিয়া।

প্রঃ ৪০:- কোন রাজ্য সম্প্রতি প্রথম CNG জ্বালানী স্টেশন উদ্বোধন করেছে? উঃ- আসাম।

ভূগোল ও পরিবেশঃ

১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর : ভূগোল।

২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে? উত্তর : গ্রিস।

৩. তার নাম কি? উত্তর : ইরাটসলেনিস।

৪. ‘পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি’ কত সালে প্রকাশিত? উত্তর : ১৯৫৯ সালে।

৫. ভূগোলের শাখা কয়টি? উত্তর : ৯টি।

৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়? উত্তর : এ ধরনের।

৭. মহাকাশে অসংখ্য কি রয়েছে? উত্তর : জ্যোতিষ্ক।

৮. সূর্য কি? উত্তর : নক্ষত্র।

৯. চাঁদ কি? উত্তর : উপগ্রহ।

১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি? উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।

১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার? উত্তর : নক্ষত্রের।

১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? উত্তর : সূর্য।

১৩. সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর : ১৫ কোটি কি. মি.।

১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।

১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর : ১ মি. ২০/৩০ সে.।

১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।

১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত? উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।

১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে? উত্তর : ছায়াপথ।

১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ।

২০. উল্কার অপর নাম কি? উত্তর : ছুটন্ত তারা।

২১. ইংরেজিতে একে কি বলে? উত্তর : Meteor.

২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? উত্তর : এডমন্ড হ্যালি।

২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? উত্তর : ৭৬ বছর।

২৪. সর্বশেষ কবে দেখা গেল? উত্তর : ১৯৮৬ সালে।

২৫. পরবর্তীতে কবে দেখা যাবে? উত্তর : ২০৬২ সালে।

২৬. ধূমকেতুর ইংরেজি নাম কি? উত্তর : Comet

২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে? উত্তর : গ্রিক শব্দ komet থেকে।

২৮. Komet অর্থ কি? উত্তর : এলোকেশী

২৯. গ্রহের নিজস্ব কি নেই? উত্তর : আলো ও তাপ।

৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে? উত্তর : সূর্য থেকে।

৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে? উত্তর : ৮টি।

৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? উত্তর : চাঁদ।

৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই? উত্তর : বুধ ও শুক্র।

৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি? উত্তর : শনি। ২২টি।

৩৫. সূর্য কোন বর্ণের? উত্তর : হলুদ।

৩৬. সূর্যের ব্যাস কত? উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।

৩৭. সূর্যের ভর কত? উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।

৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত? উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।

৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ? উত্তর : বৃহস্পতি।

৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তর : বুধ।

৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? উত্তর : বুধ।

৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত? উত্তর : ৫.৮ কোটি কি.মি.।

৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে? উত্তর : ৮৮ দিন।

৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে? উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।

৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? উত্তর : বুধ।

৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়? উত্তর : মেরিনার-১০।

৪৭. শুক্র গ্রহের অপর নাম কি? উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।

৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত? উত্তর : ১০.৮ কোটি কি.মি.।

৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর : শুক্র।

৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta

৫১. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।

৫২. পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার।

৫৩. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।

৫২. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ

৫৫. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।

৫৬. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ।

৫৭. সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

৫৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%

৫৯. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি।

৬০. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।

৬১. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়? উত্তর : মৌসুমী।

৬২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে? উত্তর : গরম ও ঠাণ্ডা।

৬৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত? উত্তর : শতকরা ১ ভাগ।

৬৪. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে? উত্তর : জলবায়ু।

৬৫. কোনোগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।

৬৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়? উত্তর : হাইগ্রোমিটার।

৬৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার, ১. পরম আদ্রতা ২. আপেক্ষিক আদ্রতা

৬৮. বৃষ্টিপাত কত প্রকার? উত্তর : ৪ প্রকার।

৬৯. অয়ন বায়ু কত প্রকার ও কি কি? উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।

৭০. গর্জনশীল চলি্লশা কত থেকে কত ডিগ্রির মধ্যে? উত্তর : ৪০্ন-৪৭্ন দক্ষিণ।

৭১. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী? উত্তর : আরবি, ঋতু

৭২. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে? উত্তর : মৌসুমী।

৭৩. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি? উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N2O মিথেন নাইট্রোস অক্সাইড।

৭৪. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? উত্তর : ৬।

৭৫. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে? উত্তর : এক্সোমন্ডলে।

৭৬. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে? উত্তর : স্ট্রাটোস্থিয়ার

৭৭. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি

৭৮. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে? উত্তর: সমমণ্ডল ও বিষমন্ডল।

৭৯. নিরক্ষরেখার অক্ষাংশ কত? উত্তর : ০ডিগ্রী

৮০. সুমেরুর অক্ষাংশ কত? উত্তর : ৯০ডিগ্রী

৮১. কুমেরুর অক্ষাংশ কত? উত্তর : ৯০ডিগ্রী

৮২. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? উত্তর : ৯০ডিগ্রী

৮৩. কর্কটক্রান্তি কত ডিক্রি? উত্তর : ২৩.৫ডিগ্রী উত্তর।

৮৪. মকরক্রান্তি কত ডিগ্রি? উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ।

৮৫. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? উত্তর: ৬৬.৫ডিগ্রী উত্তর।

৮৬. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।

৮৭. বিষুবরেখাকে কী বলে? উত্তর : মহাবৃত্ত।

৮৮. নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর: ০০-৩০ডিগ্রী

৮৯. মধ্য অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর: ৩০ডিগ্রী-৬০ডিগ্রী

৯০. উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি? উত্তর: ৬০ডিগ্রী-৯০ডিগ্রী

৯১. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে? কী কী? উত্তর: ২টি, ১টি ধ্রুবতারা ২ সেঙ্ট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে।

৯২. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে? উত্তর : সেক্সট্যান্ট।

৯৩. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে? উত্তর: বিষ্ণুলম্ব। (২৩.৫ ডিগ্রী উত্তর :২৩.৫ ডিগ্রী দক্ষিণ)

৯৪. দ্রাঘিমা রেখার অপর নাম কী? উত্তর : মধ্যরেখা

৯৫. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তর: যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।

৯৬. মূল মধ্যরেখার মান কত? উত্তর : ০ডিগ্রী

৯৭. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত? উত্তর : ৩৬০ডিগ্রী।

৯৮. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান? উত্তর : ১/৬ডিগ্রী অংশের।

৯৯. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত? উত্তর : ০ ডিগ্রী।

১১৮. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়? উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের সময়ের পার্থক্য

১০০. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত? উত্তর : ৪ মিনিট।

১০১. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়? উত্তর : ক্রনোমিটার ঘড়ি।

১০২. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়? উত্তর : সেক্সট্যান্ট

১০৩. আমেরিকার প্রমাণ সময় কয়টি? উত্তর : ৪টি।

১০৪. কানাডার প্রমাণ সময় কয়টি? উত্তর : ৫টি

১০৫. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কী সময় ধরা হয়? উত্তর : প্রমাণ সময়।

১০৬. বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা? উত্তর : +৬ ঘণ্টা

১০৭. বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত? উত্তর : ৯০ডিগ্রী পূর্ব।

১০৮. কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? উত্তর : ১৮০ডিগ্রী।

১০৯. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে? উত্তর : জলভাগ।

১১০. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে? উত্তর : প্রশান্ত মহাসাগর।

১১১. আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা? উত্তর : ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম।

১১২. কোন কোন স্থানের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে? উত্তর : সাইবেরিয়ার উ. পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর।

১১৩. পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে? উত্তর : আহ্নিক গতি

১১৪. পরিক্রমণ গতিকে কোন গতি বলে? উত্তর : বার্ষিক গতি

১১৫. পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে? উত্তর : সৌরদিন

১১৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়? উত্তর : আহ্নিক গতি।

১১৭. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়? উত্তর : আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে।

১১৮. চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে? উত্তর : ২৭ দিন।

১১৯. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ দেন? উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।

১২০. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে।

১২১. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে? উত্তর : লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।

১২২. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে? উত্তর : লোহা ও কয়লা।

১২৩. বাংলাদেশের অবস্থান লিখ? উত্তর : ২০ন৩৪ – ২৬ন৩৮ উ. অক্ষরেখা এবং ৮৮ন০১- ৯২ন৪১ পূর্ব দ্রাঘিমা রেখা।

১২৪. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? উত্তর : কর্কট ক্রান্তি রেখা।

১২৫. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? উত্তর : ১২ নটিক্যাল মাইল।

১২৬. অর্থনৈতিক একান্ত অঞ্চল কত? উত্তর : ২০০ নটিক্যাল মাইল

১২৭. সামুদ্রিক মালিকানা মহীসোপানের কোন অংশ পর্যন্ত? উত্তর : শেষ অংশ।

১২৮. ১ নটিক্যাল মাইল = কত কিমি? উত্তর : ১.৮৫২ কিমি

১২৯. মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? উত্তর : ৩৫০ নটিক্যাল মাইল

১৩০. তাজিন ডং (বিজয়) এর উচ্চতা কত? উত্তর : ১২৩১ মিটার।

১৩১. কোন সময়কে প্লাইস্টোসিনকাল বলে? উত্তর: ২৫,০০০ বছর পূর্বের।

১৩২. বরেন্দ্র ভূমির মাটি কেমন? উত্তর : ধূসর ও লাল

১৩৩. বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত? উত্তর : প্রায় ৭০০।

১৩৪. বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কত? উত্তর : ২২,১৫৫ কিমি

১৩৫. কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়? উত্তর : ১৮৮৪ সালে।

১৩৬. পদ্মা যমুনার মিলিত স্থানকে কী বলে? উত্তর: দৌলতদিয়া।

১৩৭. পদ্মা-মেঘনার কোথায় মিল হয়েছে? উত্তর : চাঁদপুর।

১৩৮. মহানন্দার উপনদী কোনগুলো? উত্তর : পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিন, ট্যাংগন

১৩৯. ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো? উত্তর : ধরলা ও তিস্তা

১৪০. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো? উত্তর : বংশী ও শীতলক্ষ্যা

১৪১. যমুনার শাখা নদী কোনটি? উত্তর : ধলেশ্বরী।

১৪২. ধলেশ্বরীর শাখা নদী কোনটি? উত্তর : বুড়িগঙ্গা।

১৪৩. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়? উত্তর : চট্টগ্রামে।

১৪৪. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর? উত্তর : কর্ণফুলী

১৪৫. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে? উত্তর : ফেনী।

১৪৬. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন? উত্তর : সমভাবাপন্ন।

১৪৭. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? উত্তর : ২৬.০১ সেলসিয়াস।

১৪৮. বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি

১৪৯. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর : সিলেট অঞ্চলে।

১৫০. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়? উত্তর : চার-পঞ্চমাংশ।

১৫১. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী? উত্তর : উত্তরাঞ্চল

১৫২. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত? উত্তর : ৪৭.৩০%

১৫৩. বাংলাদেশে কত প্রকার পাট চাষ হয়? উত্তর : ২ প্রকার।

১৫৪. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? উত্তর : ১৩ ভাগ

১৫৫. শক্তির অন্যতম উৎস কী? উত্তর : কয়লা

১৫৬. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? উত্তর : ২৩টি।

১৫৭. শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় কোনটি? উত্তর : প্রাকৃতিক গ্যাস।

১৫৮. বর্তমানে কাগজের কল কয়টি আছে? উত্তর : ৬টি।

১৫৯. বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি? উত্তর : ৪টি ও ১টি

১৬০. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? উত্তর : চীনা

১৬১. তিনি কত সালে বাংলাদেশে আসেন? উত্তর : সপ্তম শতাব্দী।

১৬২. তিনি বাংলাদেশকে কী বলেন? উত্তর : A seeping beauty emerging from mists & water.

১৬৩. মিটারগেজ কী? উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ।

১৬৪. ব্রডগেজ কী? উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।

১৬৫. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে? উত্তর : ৪৪০টি।

১৬৬. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি? উত্তর : ২টি

১৬৭. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি? উত্তর : ৫৭টি।

১৬৮. শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? উত্তর : টাইটান

১৬৯. সূর্য কি? উত্তর : নক্ষত্র

১৭০. চাঁদ কী? উত্তর : উপগ্রহ

১৭১. সিন্ধু নদীর গিরিখাতটি কত মি. গভীর? উত্তর : ৫১৮ মি.

১৭২. গ্যান্ড কালিয়ান কী? উত্তর : গিরিখাত

১৭৩. এটি কত মি. বিস্তৃত? উত্তর : ১৩৭-১৫৭ মি.

১৭৪. এটি কত মি. গভীর? উত্তর : ২.৪ মি.

১৭৫. জনসংখ্যা বণ্টনের প্রভাবক কয়ভাগে বিভক্ত? উত্তর : ২ ভাগে।

১৭৬. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কী কী? উত্তর : বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আদ্রতা ও রারিপাত।

১৭৭. বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর : Hydrosphere

১৭৮. উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কীবলে? উত্তর: মহাসাগর

১৭৯. রাবিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে? উত্তর : মহাসাগর

১৮০. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে? উত্তর : সাগর

১৮১. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : শব্দ তরঙ্গ।

১৮২. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়? উত্তর : ১,৪৭৫ মিটার।

১৮৩. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? উত্তর : ফ্যাদোমিটার।

১৮৪. মহীসোপানের গড় প্রশস্ততা কত? উত্তর : ৭০ কিমি

১৮৫. মহীঢাল কত কিমি প্রশস্ত? উত্তর : ১৬-৩২ কিমি

১৮৬. পৃথিবীর গভীরতম খাতের নাম কী? উত্তর : ম্যারিয়ানা খাত

১৮৭. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী? উত্তর : বায়ুপ্রবাহ

১৮৮. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে? উত্তর : ৯ বিলিয়নের উপরে।

১৮৯. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত? উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি.

১৯০. কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়? উত্তর : ১৬৫০-১৯০০ সাল।

১৯১. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত? উত্তর : ১৯০০ বর্তমান।

১৯২. শিশু কারা? উত্তর : ০-১৮ বছর বয়সী।

১৯৩. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে।

১৯৪. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়? উত্তর : মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন

১৯৫. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর : ১৪.৯৭ কোটি।

১৯৬. প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব কত? উত্তর : ১,০১৫ জন।

১৯৭. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? উত্তর : দ্রুত বর্ধিষ্ণু

১৯৮. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে? উত্তর : ৪০%।

১৯৯. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত? উত্তর : ০.০৫ একর।

২০০. মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রয়োজন? উত্তর : ৭ গ্যালন

২০১. ঢাকা শহরে দিনে কয় টন বর্জ্য নিচু খোলা জায়গায় ফেলা হয়? উত্তর : ৯০০ টন।

২০২. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা? উত্তর : ৭৫ ভাগ।

২০৩. পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প হয়? উত্তর : ১৯১১ সাল, তুরস্কে।

২০৪. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে? উত্তর : ১৯৫০ সালে।

২০৫. Tsunami কোন শব্দ? এর অর্থ কী? উত্তর : জাপানি, পোতাশ্রয়ের ঢেউ।

২০৬. Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়? উত্তর : Wave of train.

২০৭. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে? উত্তর : দোয়াব।

২০৮. যমুনা নদীর উপনদী কোনটি? উত্তর : তিস্তা ও করতোয়া।

২০৯. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে? উত্তর: নদীগর্ভ।

২১০. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি? উত্তর : সিন্ধু নদের গিরিখাত।

২১১. সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়? উত্তর : উত্তর আমেরিকা।

২১২. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে? উত্তর : Delta

২১৩. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।

২১৪. পর্বত কয় প্রকার? উত্তর : ৪ প্রকার।

২১৫. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ? উত্তর : হিমালয়, আল্পস, রকি।

২১৬. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর : ভাঁজ।

২১৭. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।

২১৮. ল্যাকোলিথ পর্বত কোনটি? উত্তর : USA ল্যাকোলিথ।

২১৯. সমভূমি কত প্রকার ও কি কি? উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

২২০. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত? উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%

২২১. বায়ুমণ্ডলের স্তর কয়টি? উত্তর : ৬টি।

২২২. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান? উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।

২২৩. সবচেয়ে সরু দেশ কোনটি?  চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি )।

২২৪. পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি?   পুন্টা আরেনাস, চিলি।

২২৫. সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি?   ইন্দনেশিয়া (১৩,৫০০ টি)।

২২৬. ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে?  প্রায় ৬,০০০ টি।

২২৭.  সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি?   সুইজারল্যান্ড।

২২৮.  কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি? সুইজারল্যান্ড।

২২৯. সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে?  ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে।

২৩০.  বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?   চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%)।

২৩১.  বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?  নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.)।

২৩২.  বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?  ভ্যটিকান সিটি (১০৮.৭ একর )।

২৩৩. বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই )।

২৩৪. দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.)।

২৩৫. সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি? যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০ কোটি লোক অতিক্রম করে)।

২৩৫.  সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি? চীন (১৫দেশের সাথে সীমান্ত)।

২৩৬.  পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি? জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)।

২৩৭. দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি?  ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.)।

২৩৮.  আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?  রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)।

২৩৯.  কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?   নেদারল্যান্ড।

২৪০.  কোন দেশের তিনটি রাজধানী?  দক্ষিণ আফ্রিকা।

২৪১.  দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি? প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন।

২৪২.  সৌর জগত সর্বপ্রথম কে আবিস্কার করেন? কোপারনিকাস, ১৫৪০ সালে।

২৪৩. সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন?  হিলারী তেনজিং, ১৯৫৩ সালে।

২৪৪.  সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন?  জনাকো তাবেই, ১৯৭৫ সালে।

২৪৫. ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন?  ভাস্কো দা গামা।

২৪৬. প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে?  ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে।

(সমাপ্ত)

পরের পর্বের জন্যে অপেক্ষা করুন।

অন্যান্য পর্বগুলো দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ

(১) ১০০তম পর্ব- প্রাথমিক  শিক্ষক নিয়োগ সাজেশন-১

(২) ১০১তম পর্ব- প্রাথমিক  শিক্ষক নিয়োগ সাজেশন-২

(৩) ১০২তম পর্ব- প্রাথমিক  শিক্ষক নিয়োগ সাজেশন-৩

(৪) ১০২তম পর্ব- প্রাথমিক  শিক্ষক নিয়োগ সাজেশন-৪

বিগত বছরগুলোর সকল পর্ব  একসাথে দেখতে চাইলে BBC এর উপর ক্লিক করুন।

BBC

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU