বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান এর
প্রশ্নোত্তর
অষ্টম
পর্ব – (ক অংশ) এই পর্বটি খুবই গুরত্বপূর্ণ
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিসিএসসহ ১ম, ২য় ও ৩য়
শ্রেণির সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (৫১তম পর্ব) (৯৫% কমনের
নিশ্চয়তা- যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A,
C.in.Ed. Online Principlal,(Return 3 times BCS VIVA) Ex-Principlal, Rangpur
Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO,
Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha,
Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector
(Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment &
Training School).
Bangladesh Online
University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principlal, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
Md.Izabul Alam, Online Principlal, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও
প্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান এর
প্রশ্নোত্তর
অষ্টম
পর্ব
অধ্যায়-০১
১. রক্ত উৎপাদনের কারখানা বলা
হয় কোনটিকে?- অস্থিকে। কারণ অস্থিমজ্জা থেকে বিভিন্ন প্রকার রক্ত কণিকা তৈরি হয়।
২. জ্বর হলে রক্তের pH কী হয়?- কমে যায়। pH-এর পূর্ণরূপ হলো potential hydrogen. মানবদেহে রক্তের pH-এর স্বাভাবিক মাত্রা ৭.৩৫-৭.৪৫ এর মধ্যে থাকে। যদি রক্তে pH-এর মাত্রা ৬.৮ এর নিচে বা ৭.৮ এর ওপরে উঠে যায় cell-গুলো কাজ করা বন্ধ করে দেয় এবং রোগী মারা যায়। রক্তে pH-এর আদর্শ মাত্রা হলো ৭.৪।
৩. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত?- ১২০ দিন। এই রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
৪. অনুচক্রিকার আয়ুষ্কাল কত?- ৩ থেকে ১০ দিন। এই রক্তকণিকাতেও নিউক্লিয়াস থাকে না।
৫. রক্ত জমাট বাঁধার জন্য কয়টি factor কাজ করে?- ১৩ টি। এদের মধ্যে প্রধান ৪টি factor হলো-
ক. ফিব্রিনোজেন;
খ. প্রোথম্বিন;
গ. টিস্যু থ্রম্বোপ্লাস্টিন;
ঘ. Ca++
৬. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি? কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?- ব্যাঙ।
৭. একজন মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে?- শরীরের ওজনের ৮%। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে।
৮. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?- ল্যান্ড স্টেইনার।
৯. চোখের পানির উৎস কোথায়?- ল্যাক্রিমাল গ্রন্থি।
১০. ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিষ্কৃত হয়?- ১৯২২ সালে জার্মানিতে।
১১. ডাই ইউরেটিক্স কাকে বলে?- যে সকল দ্রব্য খেলে ঘন ঘন প্রস্রাব হয় তাদেরকে ডাই ইউরেটিক্স বলে। যেমন- চা, কফি, অ্যালকোহল, শরবত ইত্যাদি।
১২. 'স্ট্রিট ভাইরাস' কোন রোগের জীবাণু?- র্যাবিস।
১৩. কোন রোগটিকে 'ইংলিশ রোগ' বলা হয়?- ক্রনিক ব্রঙ্কাইটিসকে।
১৪. কোন রোগকে WHO (World Health Organisation) পয়লা নম্বর গণশত্রু বলে?- ম্যালেরিয়া রোগকে। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, এই বিষয়টি প্রথম আবিষ্কার করেন ব্রিটিশ ড. স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালের ২০ আগস্ট। তাঁর এই আবিষ্কারকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২০ আগস্ট দিনটিকে বিশ্ব মশা দিবস (World Mosquito Day) হিসেবে পালন করা হয়ে থাকে। উল্লেখ্য ম্যালেরিয়া রোগটির নামকরণ করেন বিজ্ঞানী টর্টি।
১৫. ভিটামিন কে আবিষ্কার করেন?- ব্রিটিশ বিজ্ঞানী স্যার ফ্রেডরিক গোল্যান্ড হপকিন্স। উল্লেখ্য ভিটামিনকে 'জৈবিক প্রভাবক' বলা হয়।
১৬. কোষের মেইন সুইচ বলা হয় কোনটিকে?- প্রোটিয়েসোমকে।
১৭. কোষের 'প্রোটিন ফ্যাক্টরি', 'সুইসাইডাল স্কোয়াড' এবং 'প্যাকেজিং কেন্দ্র' বলা হয় কোন উপাদানগুলোকে?- রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে এবং স্নেহজাতীয় পদার্থের বিপাকে সাহায্য করে। লাইসোসোমকে বলা হয় কোষের সুইসাইডাল স্কোয়াড। এটিকে এনজাইমের ভাণ্ডারও বলা হয়। এটি জীবদেহের অকেজো কোষ ধ্বংস করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে। উদ্ভিদ কোষে সাধারণত লাইসোসোম থাকে না। গলগি বডিকে বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র। এটি হরমোন নিঃসরণে ও ভিটামিন তৈরিতে সহায়তা করে। এছাড়া নানাবিধ খাদ্যদ্রব্যের সঞ্চয়ভাণ্ডার হিসেবে কাজ করে।
১৮. জৈব মুদ্রা বলা হয় কোনটিকে?- ATP (Adenosine Triphosphate)-কে জৈব মুদ্রা বলা হয়। কারণ ATP দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় শক্তির যোগান দিয়ে থাকে।
১৯. কোন খাবারটির সাথে আমরা প্রচুর ব্যাকটেরিয়া খাই?- দই।
২০. শ্রেণিবিন্যাস বা দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে? প্রাণীদের এবং উদ্ভিদের নামকরণ করে কোন কোন সংস্থা?- শ্রেণিবিন্যাস বা দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। প্রাণীদের নামকরণ করে ICZN (International Commission on Zoological Nomenclature) এবং উদ্ভিদের নামকরণ করে ICBN (International Code of Botanical Nomenclature)।
২. জ্বর হলে রক্তের pH কী হয়?- কমে যায়। pH-এর পূর্ণরূপ হলো potential hydrogen. মানবদেহে রক্তের pH-এর স্বাভাবিক মাত্রা ৭.৩৫-৭.৪৫ এর মধ্যে থাকে। যদি রক্তে pH-এর মাত্রা ৬.৮ এর নিচে বা ৭.৮ এর ওপরে উঠে যায় cell-গুলো কাজ করা বন্ধ করে দেয় এবং রোগী মারা যায়। রক্তে pH-এর আদর্শ মাত্রা হলো ৭.৪।
৩. লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত?- ১২০ দিন। এই রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
৪. অনুচক্রিকার আয়ুষ্কাল কত?- ৩ থেকে ১০ দিন। এই রক্তকণিকাতেও নিউক্লিয়াস থাকে না।
৫. রক্ত জমাট বাঁধার জন্য কয়টি factor কাজ করে?- ১৩ টি। এদের মধ্যে প্রধান ৪টি factor হলো-
ক. ফিব্রিনোজেন;
খ. প্রোথম্বিন;
গ. টিস্যু থ্রম্বোপ্লাস্টিন;
ঘ. Ca++
৬. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি? কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?- ব্যাঙ।
৭. একজন মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে?- শরীরের ওজনের ৮%। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে।
৮. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?- ল্যান্ড স্টেইনার।
৯. চোখের পানির উৎস কোথায়?- ল্যাক্রিমাল গ্রন্থি।
১০. ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিষ্কৃত হয়?- ১৯২২ সালে জার্মানিতে।
১১. ডাই ইউরেটিক্স কাকে বলে?- যে সকল দ্রব্য খেলে ঘন ঘন প্রস্রাব হয় তাদেরকে ডাই ইউরেটিক্স বলে। যেমন- চা, কফি, অ্যালকোহল, শরবত ইত্যাদি।
১২. 'স্ট্রিট ভাইরাস' কোন রোগের জীবাণু?- র্যাবিস।
১৩. কোন রোগটিকে 'ইংলিশ রোগ' বলা হয়?- ক্রনিক ব্রঙ্কাইটিসকে।
১৪. কোন রোগকে WHO (World Health Organisation) পয়লা নম্বর গণশত্রু বলে?- ম্যালেরিয়া রোগকে। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, এই বিষয়টি প্রথম আবিষ্কার করেন ব্রিটিশ ড. স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালের ২০ আগস্ট। তাঁর এই আবিষ্কারকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২০ আগস্ট দিনটিকে বিশ্ব মশা দিবস (World Mosquito Day) হিসেবে পালন করা হয়ে থাকে। উল্লেখ্য ম্যালেরিয়া রোগটির নামকরণ করেন বিজ্ঞানী টর্টি।
১৫. ভিটামিন কে আবিষ্কার করেন?- ব্রিটিশ বিজ্ঞানী স্যার ফ্রেডরিক গোল্যান্ড হপকিন্স। উল্লেখ্য ভিটামিনকে 'জৈবিক প্রভাবক' বলা হয়।
১৬. কোষের মেইন সুইচ বলা হয় কোনটিকে?- প্রোটিয়েসোমকে।
১৭. কোষের 'প্রোটিন ফ্যাক্টরি', 'সুইসাইডাল স্কোয়াড' এবং 'প্যাকেজিং কেন্দ্র' বলা হয় কোন উপাদানগুলোকে?- রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে এবং স্নেহজাতীয় পদার্থের বিপাকে সাহায্য করে। লাইসোসোমকে বলা হয় কোষের সুইসাইডাল স্কোয়াড। এটিকে এনজাইমের ভাণ্ডারও বলা হয়। এটি জীবদেহের অকেজো কোষ ধ্বংস করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিরোধ করে। উদ্ভিদ কোষে সাধারণত লাইসোসোম থাকে না। গলগি বডিকে বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র। এটি হরমোন নিঃসরণে ও ভিটামিন তৈরিতে সহায়তা করে। এছাড়া নানাবিধ খাদ্যদ্রব্যের সঞ্চয়ভাণ্ডার হিসেবে কাজ করে।
১৮. জৈব মুদ্রা বলা হয় কোনটিকে?- ATP (Adenosine Triphosphate)-কে জৈব মুদ্রা বলা হয়। কারণ ATP দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় শক্তির যোগান দিয়ে থাকে।
১৯. কোন খাবারটির সাথে আমরা প্রচুর ব্যাকটেরিয়া খাই?- দই।
২০. শ্রেণিবিন্যাস বা দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে? প্রাণীদের এবং উদ্ভিদের নামকরণ করে কোন কোন সংস্থা?- শ্রেণিবিন্যাস বা দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। প্রাণীদের নামকরণ করে ICZN (International Commission on Zoological Nomenclature) এবং উদ্ভিদের নামকরণ করে ICBN (International Code of Botanical Nomenclature)।
অধ্যায়-০২
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু
শব্দেরপূর্ণরূপ
১। HTTP এর পূর্ণরূপ — HyperText Transfer Protocol.
২। HTTPS এর পূর্ণরূপ — HyperText Transfer Protocol Secure.
৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ —Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ —Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ —Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic InterchangeableFormat
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ —Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ —Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ —Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ —Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ —Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ —Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ —Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ —Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ —Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ —Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ —Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ –Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ —UninterruptiblePower Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ —General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ —Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ —Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ —International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ —Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ —Wireless Local Area Network
অধ্যায়-০৩
১। HTTP এর পূর্ণরূপ — HyperText Transfer Protocol.
২। HTTPS এর পূর্ণরূপ — HyperText Transfer Protocol Secure.
৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ —Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ —Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ —Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic InterchangeableFormat
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ —Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ —Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ —Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ —Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ —Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ —Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ —Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ —Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ —Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ —Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ —Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ –Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ —UninterruptiblePower Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ —General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ —Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ —Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ —International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ —Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ —Wireless Local Area Network
অধ্যায়-০৩
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি? উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি? উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ? উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে? উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ? উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ? উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ? উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ? উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ? উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন? উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ? উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি? উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি? উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করেপ্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ? উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ? উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ? উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ? উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ? উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ? উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়? উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়? উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়? উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত? উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি? উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি? উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে? উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device? উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি? উঃ Read Only Memory
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি? উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি? উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ? উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে? উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ? উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ? উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ? উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ? উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ? উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন? উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ? উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি? উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি? উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করেপ্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ? উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ? উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ? উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ? উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ? উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ? উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়? উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়? উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়? উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত? উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি? উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি? উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating system,ব্যবহার করা হয় কবে? উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device? উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি? উঃ Read Only Memory
অধ্যায়-০৪
১. Facebook প্রতিষ্ঠা করা
হয় = ২০০৪ সালে(১৩ তম প্রভাষক নিবন্ধন ২০১৬)
২.Touch Screen mobile phone আবিষ্কারক = Steve Jobs( Sub-Register-2016)
৩. Google is = Search Engine ( উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬)
৪. Computer থেকে computer এ data আদান-প্রদানের প্রযুক্তিকে বলে = Internet(১৩ তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৬)
৫.কম্পিউটার আবিষ্কারক হলেন = হাওয়ার্ড এইকিন(সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৬.Internet চালু হয় = ১৯৬৯ সালে (সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৭. Microsoft Windows এর সর্বশেষ version = Windows 10(ATEO(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৮. সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook এর প্রতিষ্ঠাতা = Mark Zukarbarg.(১২ তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
৯.মাউস(Mouse) একটি = Input device( ১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫).
১০. VDU এর পূর্ণরূপ = Visual Display Unit(১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
১১.Serial port mouse এ pin থাকে = ৯ টি.(১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
১২.Computer এর Main Memory তৈরী হয় = Silicon দিয়ে (১২তম প্রভাষক নিবন্ধন ২০১৫)
১৩. কম্পিউটার এর অউতপুট কি কি = Printer,Monitor, Speaker etc (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫).
১৪. Operating System(OS) এর উদাহরণ হল = Microsoft Xp/7/8/10,Linux,Unix etc (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫).
১৫.Spreadsheet প্রোগ্রাম দিয়ে যে কাজ করা হয় = হিসাব নিকাশ (সিএজি অডিটর ২০১৫)
১৬.যেটিকে সামাজিক অন্তর্জাল বলে = Facebook (সিএজি অডিটর ২০১৫)
১৭.MS Excel এ সঠিক ভাবে লেখা ফর্মূলা = Sum(C9:C12). (সিএজি অডিটর ২০১৫)
১৮.Key Board এর F1-F12 বোতামগুলোকে বলা হয় = Function Key (সিএজি অডিটর ২০১৫).
১৯.Mobile Phone থেকে dial করলে সৃষ্ট বেতার তরঙ্গ যায় = প্রেরক গ্রাহক টাওয়ার এ (পাসপোর্ট অধি: সহ : পরিচালক ২০১৪).
২০.বাইনারি সংখ্যা পদ্ধতিতে অংক ব্যবহার হয় = ২ টি.(পাসপোর্ট অধি: সহ : পরিচালক ২০১৪)
২১.যে কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক = হিসাবরক্ষণ কাজ ( BRDB মাঠ সংগঠক ২০১৪)
২২. Database Program are = MS Excel, Oracle, SQL, MS Sql Server etc.(Controler Gen: Defence Finance auditor 2014)
২৩. কম্পিউটার এর সাথে সম্পৃক্ত বিষয় = E-mail (১১তম প্রভাষক নিবন্ধন ২০১৪)
২৩. ROM means = Read-only memory (১০ তম প্রভাষক নিবন্ধন ২০১৪)
২৪.কম্পিউটার এর অপারেটিং সিস্টেম = Windows, Linux, Unix etc(Controler Gen: Defence Finance auditor 2014)
২৫. MS Word যে ধরণের প্রোগ্রাম = Word Processing (Controler Gen: Defence Finance jn: auditor 2014)
২৬.স্বল্প দূরত্বে Networking এর জন্য ব্যবহার হয় = LAN.(Controler Gen: Defence Finance jn: auditor 2014)
২৭.1MB = 1024 KB(Controler Gen: Defence Finance Jn: auditor 2014)
২৮..অস্থায়ী মেমোরির কাজ করে RAM means Random Access Memory.(সহকারী জজ ২০১৪)
২৯. Application Software = PowerPoint.(সহকারী জজ ২০১৪).
30.1KB = 1024 Bytes..(সহকারী জজ ২০১৪)
অধ্যায়-০৫
২.Touch Screen mobile phone আবিষ্কারক = Steve Jobs( Sub-Register-2016)
৩. Google is = Search Engine ( উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ২০১৬)
৪. Computer থেকে computer এ data আদান-প্রদানের প্রযুক্তিকে বলে = Internet(১৩ তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৬)
৫.কম্পিউটার আবিষ্কারক হলেন = হাওয়ার্ড এইকিন(সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৬.Internet চালু হয় = ১৯৬৯ সালে (সহকারী রাজস্ব কর্মকর্তা(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৭. Microsoft Windows এর সর্বশেষ version = Windows 10(ATEO(মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫).
৮. সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook এর প্রতিষ্ঠাতা = Mark Zukarbarg.(১২ তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
৯.মাউস(Mouse) একটি = Input device( ১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫).
১০. VDU এর পূর্ণরূপ = Visual Display Unit(১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
১১.Serial port mouse এ pin থাকে = ৯ টি.(১২তম শিক্ষক নিবন্ধন(স্কুল-২) ২০১৫)
১২.Computer এর Main Memory তৈরী হয় = Silicon দিয়ে (১২তম প্রভাষক নিবন্ধন ২০১৫)
১৩. কম্পিউটার এর অউতপুট কি কি = Printer,Monitor, Speaker etc (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫).
১৪. Operating System(OS) এর উদাহরণ হল = Microsoft Xp/7/8/10,Linux,Unix etc (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫).
১৫.Spreadsheet প্রোগ্রাম দিয়ে যে কাজ করা হয় = হিসাব নিকাশ (সিএজি অডিটর ২০১৫)
১৬.যেটিকে সামাজিক অন্তর্জাল বলে = Facebook (সিএজি অডিটর ২০১৫)
১৭.MS Excel এ সঠিক ভাবে লেখা ফর্মূলা = Sum(C9:C12). (সিএজি অডিটর ২০১৫)
১৮.Key Board এর F1-F12 বোতামগুলোকে বলা হয় = Function Key (সিএজি অডিটর ২০১৫).
১৯.Mobile Phone থেকে dial করলে সৃষ্ট বেতার তরঙ্গ যায় = প্রেরক গ্রাহক টাওয়ার এ (পাসপোর্ট অধি: সহ : পরিচালক ২০১৪).
২০.বাইনারি সংখ্যা পদ্ধতিতে অংক ব্যবহার হয় = ২ টি.(পাসপোর্ট অধি: সহ : পরিচালক ২০১৪)
২১.যে কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক = হিসাবরক্ষণ কাজ ( BRDB মাঠ সংগঠক ২০১৪)
২২. Database Program are = MS Excel, Oracle, SQL, MS Sql Server etc.(Controler Gen: Defence Finance auditor 2014)
২৩. কম্পিউটার এর সাথে সম্পৃক্ত বিষয় = E-mail (১১তম প্রভাষক নিবন্ধন ২০১৪)
২৩. ROM means = Read-only memory (১০ তম প্রভাষক নিবন্ধন ২০১৪)
২৪.কম্পিউটার এর অপারেটিং সিস্টেম = Windows, Linux, Unix etc(Controler Gen: Defence Finance auditor 2014)
২৫. MS Word যে ধরণের প্রোগ্রাম = Word Processing (Controler Gen: Defence Finance jn: auditor 2014)
২৬.স্বল্প দূরত্বে Networking এর জন্য ব্যবহার হয় = LAN.(Controler Gen: Defence Finance jn: auditor 2014)
২৭.1MB = 1024 KB(Controler Gen: Defence Finance Jn: auditor 2014)
২৮..অস্থায়ী মেমোরির কাজ করে RAM means Random Access Memory.(সহকারী জজ ২০১৪)
২৯. Application Software = PowerPoint.(সহকারী জজ ২০১৪).
30.1KB = 1024 Bytes..(সহকারী জজ ২০১৪)
অধ্যায়-০৫
*** কোন ব্লাডধারী সব গ্রুপকে রক্ত দিতে পারে===== o গ্রুপ
*** কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে== AB
**** হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়==== সিস্টোল
**** হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারনকে বলা হয়?===ডায়াস্টোল
*** এপিকালচার বলতে কি বুঝায়?=== মৌমাছি পালন
***এভিকালচার বলতে কি বুঝায়=== পাখি পালন বিদ্যা
**** অ্যালটিমটার কি ==== উচ্চতা পরিমাপক যন্ত্র
*,* ম্যানোমিটার কি=== গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র
**** কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি=== বেগুনি
**** কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম=== লাল
**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি=== লাল
**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম=== বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম=== লাল
**** কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম=== =লাল
*** সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== বেতার তরঙ্গ
*** সবচেয়ে হ্মুদ্র তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== গামা রশ্মি
*** লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে সবুজ রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে লাল রংঙের ফুল কেমন দেখায়=====লাল
*** নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল কেমন দেখায়===নীল
*** নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখায়===কালো
*** বাতাসে আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়== বাড়ে
*** বাতাসে আদ্রতা কমলে শব্দের বেগ কেমন হয়== কমে
***কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি ===কঠিন মাধ্যমে
***কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম====বায়বীয়মাধ্যমে
**** ভূ-পৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন কি হয়=====কমে
*** ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি====মেরু অঞ্চলে
*** ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম====বিষু অঞ্চলে
*** বরফ পানিতে ভাসে বরফের তুলনায় পানির ==== ঘনত্ব বেশি
****পানি বরফে পরিনত করলে আয়তন =====বাড়ে
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি===কালো
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা কম==সাদা\
**যে সকল পরমানুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা তাদের বলা হয়==আইসোটোন
****যে সকল পরমানুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন--==আইসোবার
*** যে সকল পরমানুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন-=.আইসোটোপ
*** কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে== AB
**** হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়==== সিস্টোল
**** হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারনকে বলা হয়?===ডায়াস্টোল
*** এপিকালচার বলতে কি বুঝায়?=== মৌমাছি পালন
***এভিকালচার বলতে কি বুঝায়=== পাখি পালন বিদ্যা
**** অ্যালটিমটার কি ==== উচ্চতা পরিমাপক যন্ত্র
*,* ম্যানোমিটার কি=== গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র
**** কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি=== বেগুনি
**** কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম=== লাল
**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি=== লাল
**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম=== বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম=== লাল
**** কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম=== =লাল
*** সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== বেতার তরঙ্গ
*** সবচেয়ে হ্মুদ্র তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== গামা রশ্মি
*** লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে সবুজ রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে লাল রংঙের ফুল কেমন দেখায়=====লাল
*** নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল কেমন দেখায়===নীল
*** নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখায়===কালো
*** বাতাসে আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়== বাড়ে
*** বাতাসে আদ্রতা কমলে শব্দের বেগ কেমন হয়== কমে
***কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি ===কঠিন মাধ্যমে
***কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম====বায়বীয়মাধ্যমে
**** ভূ-পৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন কি হয়=====কমে
*** ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি====মেরু অঞ্চলে
*** ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম====বিষু অঞ্চলে
*** বরফ পানিতে ভাসে বরফের তুলনায় পানির ==== ঘনত্ব বেশি
****পানি বরফে পরিনত করলে আয়তন =====বাড়ে
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি===কালো
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা কম==সাদা\
**যে সকল পরমানুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা তাদের বলা হয়==আইসোটোন
****যে সকল পরমানুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন--==আইসোবার
*** যে সকল পরমানুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন-=.আইসোটোপ
অধ্যায়-০৬
১। Internet কবে আবিষ্কৃত হয়
1969 সালে।
২। Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।
৪। Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER, 2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেনমহিষের
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নামঅসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ফে:২০১৩
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু:২০১৩
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট
২৯। সাইবার সিটি সিলেট
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর
অধ্যায়-০৭
২। Email কবে আবিষ্কৃত হয়1971 সালে।
৩। Hotmail কত সালে আবিষ্কৃত হয়1996 সালে।
৪। Google কত সালে আবিষ্কৃত হয়1998 সালে।
৫। Facebook কবে আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube কত সালে আবিষ্কৃত হয়2005 সালে।
৭। Twitter কত সালে আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় . ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয়14 OCTOBER, 2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেনমহিষের
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নামঅসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় ২৮ফে:২০১৩
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে২১ ফ্রেব্রু:২০১৩
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল, ২০১৩
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট
২৯। সাইবার সিটি সিলেট
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিঠাপুকুর ,রংপুর
অধ্যায়-০৭
প্রশ্নঃ- #Internet কবে আবিষ্কৃত হয়?
উত্তর: 1969 সালে।
প্রশ্নঃ- #Email কবে আবিষ্কৃত হয়?
উত্তর: 1971 সালে।
প্রশ্নঃ- #Hotmail কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 1996 সালে।
প্রশ্নঃ- #Google কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 1998 সালে।
প্রশ্নঃ- #Facebook কবে আবিষ্কৃত হয়?
উত্তর: 2004 সালে।
প্রশ্নঃ- #Youtube কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 2005 সালে।
প্রশ্নঃ- #Twitter কত সালে আবিষ্কৃত হয়? ---
উত্তর: 2006 সালে।
---------------------
বাংলাদেশের বিভিন্ন গবেষণা/প্রজনন কেন্দ্র:
☞ পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র-ফরিদপুর
☞ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
☞ রাবার গবেষণা বোর্ড- কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, সিলেট
☞ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র- দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র- চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র- রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র- খাগড়াছড়ি
-------------------------------------
English Literature====
****animal firm" was written by.......===George Orwell
***Who is the author of" The jungle book"====Rudyard Kipling
*** Who is the author of" The Time Machine===H.G Wells
***Who is the author of" Pamela===Samuel Rechardson
***Who is the author of"Emma====Jane Austin
**Who is the author of" Ulysses===James joysce
**Who is the author of"Vanity Fair====William Thackery
***Who is the author of"You never can tale=Christopher Marlowe
***Who is the author of"Dr.Zivago=====Boris pasternak
****Who is the author of"Silent women ===Ben jonson
****Who is the author of"Madam bovary====Gustave Flaubert
****Crime and punishment=====Dostoevosky
***Canterbury tales====Geoffery chsucer
***Point counter point===Aldous Huxely
****Pride and prejudice ===Jane Austin
****The rainbow,/sones and lover/, Lady Chatterly ,s Lover===D.H Lawrence
***Ceeser and Cleopatra/ Man and Super Man/ Arams and The man/Pygmalion===G.B Shaw
*****A farm well to arams/For whom the Bell tolls/The old man and the sea=====Earnest Ernest Hemingway
***Davide copperfiled/The tale of two cities /james joycee/thomas hardy/Great expectration=====Charles Dickens
-----------------------------
ব্যাকরণে সংখ্যাতত্ব
√ স্বরবর্ণ - ১১টি
√ ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি
√ মৌলিক স্বরধ্বনি - ৭ টি
√ হ্রসস্বর স্বরধ্বনি - ৪ টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - ৭টি
√ মাত্রাহীন - ১০ টি
√ অর্ধমাত্রা - ৮ টি
√ পূর্ণমাত্রা - ৩২ টি
√ কার - ১০ টি
√ স্পর্শবর্ণ - ২৫ টি
------------------
●বিশ্বে ইন্টারনেট চালু হয় >>. ১৯৬৯সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়== ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন>. ড. মাকসুদুল আলম
●১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন ।
নাম====অসবর্ন-১
●বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নাম======দোয়েল
●জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে=২১ ফ্রেব্রু:২০১৩
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয়= ১৩এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে,বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর== সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
●বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
--------------------------------------
- আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
***বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ==== ভারত
***বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি === ভুটান
***সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ===১৬ আগষ্ট, ৭৫
***আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ===ইরাক
***বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি === সুদান
***বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ==১৯৮৬ সালে
***বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় == ৪১ তম
***জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ==হুমায়ন রশিদ চৌধুরী
******বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য === ৩২ তম
***বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ
করেছিল === পাকিস্তান
***কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে== ১ মার্চ ২০০০
***ফোবানা কি == আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের বেসরকারী সংগঠন হলো ***ফোবানা
বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন === বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
***বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে == সিরিয়া, ১৯৭৩ সালে
***ও, আই, সি একমাত্র কারিগর প্রশিক্ষন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে =ঢাকায়
***বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে
কয়টি দেশে কর্মরত আছে == ১০ দেশের ১০টি মিশনে
***বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য === ১৩৬ তম
---------------------------------
****ভারত--শ্রীলংকা কে পৃথক করেছে====পক প্রণালী
****এশিয়া--আমেরিকা কে পৃথক করেছে===বেরিং প্রণালী
****এশিয়া--ইউরোপ কে পৃথক করেছে==বসফরাস প্রণালী
****এশিয়া--আফ্রিকা কে পৃথক করেছে==বাব এল মানদেব প্রণালী
****আফ্রিকা কে-ইউরোপ থেকে পৃথক করেছে==জিব্রাল্টার প্রণালী
--------------------------------------------------------------------
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১) বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৪৭7জন।
- বীরশ্রেষ্ঠ ৭ জন
- বীর উত্তম ৬9 জন
- বীর বিক্রম ১৭৫ জন
- বীর প্রতীক ৪২৬ জন
সবর্ শেষ খেতাব প্রাপ্ত মুক্তিযাদ্ধা বীর উত্তম বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ চৌধুরী।
২) মুক্তিযুদ্ধে মোট সেক্টর ১১টি।
- চট্টগ্রাম ১ নং সেক্টর
- ঢাকা ২ নং সেক্টর
- মুজিবনগর ৮ নং সেক্টর
উত্তর: 1969 সালে।
প্রশ্নঃ- #Email কবে আবিষ্কৃত হয়?
উত্তর: 1971 সালে।
প্রশ্নঃ- #Hotmail কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 1996 সালে।
প্রশ্নঃ- #Google কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 1998 সালে।
প্রশ্নঃ- #Facebook কবে আবিষ্কৃত হয়?
উত্তর: 2004 সালে।
প্রশ্নঃ- #Youtube কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: 2005 সালে।
প্রশ্নঃ- #Twitter কত সালে আবিষ্কৃত হয়? ---
উত্তর: 2006 সালে।
---------------------
বাংলাদেশের বিভিন্ন গবেষণা/প্রজনন কেন্দ্র:
☞ পাট গবেষণা বোর্ড- মানিকগঞ্জ
☞ নদী গবেষণা কেন্দ্র-ফরিদপুর
☞ইলিশ মাছ গবেষণা কেন্দ্র খুলনা
☞ রাবার গবেষণা বোর্ড- কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড- নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গল, সিলেট
☞ইক্ষু গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র- ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র- দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র- চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র- বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র- রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র- খাগড়াছড়ি
-------------------------------------
English Literature====
****animal firm" was written by.......===George Orwell
***Who is the author of" The jungle book"====Rudyard Kipling
*** Who is the author of" The Time Machine===H.G Wells
***Who is the author of" Pamela===Samuel Rechardson
***Who is the author of"Emma====Jane Austin
**Who is the author of" Ulysses===James joysce
**Who is the author of"Vanity Fair====William Thackery
***Who is the author of"You never can tale=Christopher Marlowe
***Who is the author of"Dr.Zivago=====Boris pasternak
****Who is the author of"Silent women ===Ben jonson
****Who is the author of"Madam bovary====Gustave Flaubert
****Crime and punishment=====Dostoevosky
***Canterbury tales====Geoffery chsucer
***Point counter point===Aldous Huxely
****Pride and prejudice ===Jane Austin
****The rainbow,/sones and lover/, Lady Chatterly ,s Lover===D.H Lawrence
***Ceeser and Cleopatra/ Man and Super Man/ Arams and The man/Pygmalion===G.B Shaw
*****A farm well to arams/For whom the Bell tolls/The old man and the sea=====Earnest Ernest Hemingway
***Davide copperfiled/The tale of two cities /james joycee/thomas hardy/Great expectration=====Charles Dickens
-----------------------------
ব্যাকরণে সংখ্যাতত্ব
√ স্বরবর্ণ - ১১টি
√ ব্যঞ্জনবর্ণ - ৩৯ টি
√ মৌলিক স্বরধ্বনি - ৭ টি
√ হ্রসস্বর স্বরধ্বনি - ৪ টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - ৭টি
√ মাত্রাহীন - ১০ টি
√ অর্ধমাত্রা - ৮ টি
√ পূর্ণমাত্রা - ৩২ টি
√ কার - ১০ টি
√ স্পর্শবর্ণ - ২৫ টি
------------------
●বিশ্বে ইন্টারনেট চালু হয় >>. ১৯৬৯সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়== ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়====14 OCTOBER, 2012
●বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
●বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন>. ড. মাকসুদুল আলম
●১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন ।
নাম====অসবর্ন-১
●বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
●বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ --এর নাম======দোয়েল
●জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে=২১ ফ্রেব্রু:২০১৩
●বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয়= ১৩এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009, Banglalion
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে,বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর== সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
●বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
--------------------------------------
- আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ
***বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ==== ভারত
***বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি === ভুটান
***সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ===১৬ আগষ্ট, ৭৫
***আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ===ইরাক
***বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি === সুদান
***বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ==১৯৮৬ সালে
***বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় == ৪১ তম
***জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ==হুমায়ন রশিদ চৌধুরী
******বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য === ৩২ তম
***বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ
করেছিল === পাকিস্তান
***কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে== ১ মার্চ ২০০০
***ফোবানা কি == আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের বেসরকারী সংগঠন হলো ***ফোবানা
বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন === বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
***বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে == সিরিয়া, ১৯৭৩ সালে
***ও, আই, সি একমাত্র কারিগর প্রশিক্ষন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে =ঢাকায়
***বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে
কয়টি দেশে কর্মরত আছে == ১০ দেশের ১০টি মিশনে
***বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য === ১৩৬ তম
---------------------------------
****ভারত--শ্রীলংকা কে পৃথক করেছে====পক প্রণালী
****এশিয়া--আমেরিকা কে পৃথক করেছে===বেরিং প্রণালী
****এশিয়া--ইউরোপ কে পৃথক করেছে==বসফরাস প্রণালী
****এশিয়া--আফ্রিকা কে পৃথক করেছে==বাব এল মানদেব প্রণালী
****আফ্রিকা কে-ইউরোপ থেকে পৃথক করেছে==জিব্রাল্টার প্রণালী
--------------------------------------------------------------------
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১) বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৪৭7জন।
- বীরশ্রেষ্ঠ ৭ জন
- বীর উত্তম ৬9 জন
- বীর বিক্রম ১৭৫ জন
- বীর প্রতীক ৪২৬ জন
সবর্ শেষ খেতাব প্রাপ্ত মুক্তিযাদ্ধা বীর উত্তম বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ চৌধুরী।
২) মুক্তিযুদ্ধে মোট সেক্টর ১১টি।
- চট্টগ্রাম ১ নং সেক্টর
- ঢাকা ২ নং সেক্টর
- মুজিবনগর ৮ নং সেক্টর
৩) জীবিত সেক্টর কমান্ডার ৪ জন।
-----------------------------------
প্রাচীন বৌদ্ধ বিহার|:::
১) সীতাকোট বিহার (নবাবগঞ্জ, দিনাজপুর) : নির্মিত হয় – খ্রিষ্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতকে।
২) সোমপুর বিহার (পাহাড়পুর, নঁওগা) : নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৩) শালবন বিহার (ময়নামতি, কুমিল্লা) : নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৪) আনন্দ বিহার (ময়নামতি, কুমিল্লা): নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
-----------------------------------------------
১। মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা ------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
২। দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা---- বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
৩।দীপাবলী চরিত্রের স্রষ্টা কে--------------------------সমরেশ মজুমদার (দীপাবলী)।
৪। রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা ---------------- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
৫। ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা----------------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
৬। সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা --------------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
৭। নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা---------বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
৮। নবীন মাধব চরিত্রের স্রষ্টা-------------------------দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
৯। ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা------- দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
১০। নন্দলাল চরিত্রের স্রষ্টা-------------------------------অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
১১। দেবযানী চরিত্রের স্রষ্টা ----------------------------অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
১২। নন্দিনী চরিত্রের স্রষ্টা কে=============রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
১৩। রাইচরণ চরিত্রের স্রষ্টা==============রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
১৪। মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা --------------------রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
১৫। সুরবালা চরিত্রের স্রষ্টা ============= রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
১৬। দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে========= রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
-----------------------------------
প্রাচীন বৌদ্ধ বিহার|:::
১) সীতাকোট বিহার (নবাবগঞ্জ, দিনাজপুর) : নির্মিত হয় – খ্রিষ্টীয় পঞ্চম বা ষষ্ঠ শতকে।
২) সোমপুর বিহার (পাহাড়পুর, নঁওগা) : নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৩) শালবন বিহার (ময়নামতি, কুমিল্লা) : নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
৪) আনন্দ বিহার (ময়নামতি, কুমিল্লা): নির্মিত হয় – খ্রিষ্টীয় অষ্টম শতকে।
-----------------------------------------------
১। মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা ------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
২। দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী চরিত্রের স্রষ্টা---- বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
৩।দীপাবলী চরিত্রের স্রষ্টা কে--------------------------সমরেশ মজুমদার (দীপাবলী)।
৪। রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা ---------------- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
৫। ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা----------------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
৬। সতীশ ও সাবেত্রী চরিত্রের স্রষ্টা --------------শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
৭। নবকুমার কপালকুন্ডলা চরিত্রের স্রষ্টা---------বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকু-লা)।
৮। নবীন মাধব চরিত্রের স্রষ্টা-------------------------দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
৯। ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রের স্রষ্টা------- দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
১০। নন্দলাল চরিত্রের স্রষ্টা-------------------------------অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
১১। দেবযানী চরিত্রের স্রষ্টা ----------------------------অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
১২। নন্দিনী চরিত্রের স্রষ্টা কে=============রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
১৩। রাইচরণ চরিত্রের স্রষ্টা==============রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
১৪। মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা --------------------রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
১৫। সুরবালা চরিত্রের স্রষ্টা ============= রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
১৬। দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে========= রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
অধ্যায়-০৮
১.প্রথম ডিজিটাল কম্পিউটার
- MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস।
১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
১. বহুল ব্যবহার করা হয় যে আউটপুট - মনিটর।
২. মনিটর - ৩ ধরনের। (CRT, LCD, LED)
৩. CRT - cathode ray tube
৪. LCD- liquid crystal display
৫. LED- light emitting diode.
৬.ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় - LCD display.
৭. প্রিন্টার হলো একটি -অফ লাইন ডিভাইস।
৮.প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো - DPI (Dots per inch).
৯. প্লটার হলো এক ধরণের - প্রিন্টার।
১০.সবচেয়ে দ্রুতগামী প্রিন্টার - লেজার প্রিন্টার।
১১.লেজার প্রিন্টারকে বলা হয়- পেজ প্রিন্টার।
১২.জয়স্টিক হলো- আয়তাকার বেসের উপর বসানো একটি দন্ড।
১৩. এখন প্রচলিত কী-বো'ডে স'বোচ্চ কী - ১০৫ টি।
১৪. কী-বোড কে বলা হয়- কনসোল (console)
১৫. ফাংশান কী - ১২ টি।
১৬. সং্খ্যাসূচক কী - ১৭ টি।
১৭. মডিফায়ার কী- ৫টি।
১৮. কারসর মুভমেন্ট কী- ৪টি।
১৯. প্রতিটি 'কী' এর একটি অনন্য কোড আছে যাকে বলা হয়- স্ক্যান কী।
২০. ব্যাংকের চেকের নম্বর লেখা ও পড়া হয় - MICR (magnetic ink character reader) পদ্ধতিতে।
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার - সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. 'পরম' নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার - এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান - টেশিস।
১৫.'টেশিস' এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো - হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
১. বহুল ব্যবহার করা হয় যে আউটপুট - মনিটর।
২. মনিটর - ৩ ধরনের। (CRT, LCD, LED)
৩. CRT - cathode ray tube
৪. LCD- liquid crystal display
৫. LED- light emitting diode.
৬.ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় - LCD display.
৭. প্রিন্টার হলো একটি -অফ লাইন ডিভাইস।
৮.প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো - DPI (Dots per inch).
৯. প্লটার হলো এক ধরণের - প্রিন্টার।
১০.সবচেয়ে দ্রুতগামী প্রিন্টার - লেজার প্রিন্টার।
১১.লেজার প্রিন্টারকে বলা হয়- পেজ প্রিন্টার।
১২.জয়স্টিক হলো- আয়তাকার বেসের উপর বসানো একটি দন্ড।
১৩. এখন প্রচলিত কী-বো'ডে স'বোচ্চ কী - ১০৫ টি।
১৪. কী-বোড কে বলা হয়- কনসোল (console)
১৫. ফাংশান কী - ১২ টি।
১৬. সং্খ্যাসূচক কী - ১৭ টি।
১৭. মডিফায়ার কী- ৫টি।
১৮. কারসর মুভমেন্ট কী- ৪টি।
১৯. প্রতিটি 'কী' এর একটি অনন্য কোড আছে যাকে বলা হয়- স্ক্যান কী।
২০. ব্যাংকের চেকের নম্বর লেখা ও পড়া হয় - MICR (magnetic ink character reader) পদ্ধতিতে।
আরো অধিক বিষয় জানতে এদের উপর ক্লিক করুন- (সাধারণ জ্ঞান ও অন্যান্য):
৮৭তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন-বিজ্ঞান
৮৬তম পর্ব দেখতে এখানে ক্লিক করুনঃ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সকল বিষয়।
৮৩তম পর্ব দেখতে এখানে ক্লিক করুন (বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক)
বিঃদ্রঃ
নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
izabulalam@gmail.com
01716508708, Gulshan, Dhaka, Bangladesh
No comments:
Post a Comment