Saturday, January 5, 2019

বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-১০০% কমন নিশ্চিত-৬১তম পর্ব- দ্বিতীয় অংশ


বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-১০০% কমন নিশ্চিত-দ্বিতীয় অংশ

(৬১তম পর্ব-২য় অংশ-বার বার রিভিশন করলে মনে থাকবে।


অন্যান্য পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ








বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ

                                                            দ্বিতীয় অংশ

1208)   কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?উ: গীতাঞ্জলি
1209)   বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?উ: দুর্গেশনন্দিনী
1210)   কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?উ: রুদ্রমঙ্গল
1211)   শুদ্ধ বানান কোনটি?উ: মূর্ধন্য
1212)   কোনটি নাসিক্য ধ্বনি?উ: ম
1213)   ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উ: ধ্বনিতত্ত্ব
1214)   কোনটি সঠিক?উ: চলাকালে
1215)   ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-উ: মনস+ঈষা
1216)   দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-উ: হিন্দি
1217)   সচিব কোন ধরনের শব্দ?উ: পারিভাষিক
1218)   সর্বভুক শব্দের অর্থ কি?উ: আগুন
1219)   ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?উ: অর্ধ-তৎসম শব্দ
1220)   বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?উ: তুর্কী
1221)   ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?উ: অর্থের কুপ্রভাব
1222)   ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?উ: উপন্যাস
1223)   ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: নদী
1224)   ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-উ: লিপ্সা
1225)   ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:হীরক জয়ন্তী
1226)   কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?দু+লোক=দ্যুলোক
1227)   বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?তুর্কী
1228)   কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?সাধু ভাষায়
1229)   ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?করণ
1230)   ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-ভেলকিবাজি
1231)   সঠিক বাক্য কোনটি?আমার কথা প্রমাণ হলো।
1232)   অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?বিপরীত।
1233)   ছায়া হরিণ কার গ্রন্থ:আহসান হাবীব
1234)   খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-সিংহদ্বার
1235)   ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’অব্যয়
1236)   পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?কূল
1237)   গাছ পাথর বাগধারাটির অর্থ-হিসাব-নিকাশ
1238)   Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:নাচতে না জানলে উঠান বাঁকা
1239)   কোন বানানটি শুদ্ধ?স্বায়ত্তশাসন
1240)   শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:প্রমথ চৌধুরী
1241)   মহাকবি নন-রবীন্দ্রনাথ ঠাকুর
1242)   বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?৩৯টি
1243)   বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?চোখের বালি
1244)   ‘যিনি অনেক দেখেছেন’ এক কথায় বলে-উ: ভূয়োদর্শী
1245)   শুদ্ধ বানান কোনটি?উ: মনঃকষ্ট
1246)   ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক কোনটি?উ: সিংহদ্বার
1247)   ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন’-উ: অব্যয়
1248)   ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?উ: কুল
1249)   ‘হাভাতে’ কোন সমাস?উ: অব্যয়ীভাব
1250)   ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ-উ: হিসাব-নিকাশ
1251)   Bad workman quarrels with his tools-বাক্যটির যথাযথ অনুবাদ-উ: নাচতে না জানলে উঠান বাঁকা।
1252)   মহাকবি নন-উ: রবীন্দ্রনাথ ঠাকুর
1253)   নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?উ: হুমায়ুন কবির
1254)   ‘টাকায় টাকা আনে’ এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?উ: অপাদানে ৭মী।
1255)   পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?উ: স্নেহাসম্পদ 
1256)   বশির আমাকে বলল, ‘আমি এক্ষণি আসছি’-পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয়?উ: বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
1257)   বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?উ: চোখের জল।
1258)   ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?উ: গো+এষণা
1259)   ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা-মানিক বন্দ্যোপাধ্যায়
1260)   চাষাভুষার কাব্য কার রচনা?নির্মলেন্দু গুণ
1261)   নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?দোলনচাঁপা
1262)   নিচের কোন বানান শুদ্ধ?সমীচীন,বাল্মিকী
1263)   ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ?যৌগিক
1264)   ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি?ইমাম হোসেন
1265)   ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান?ভাওয়াইয়া
1266)   ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?বর্ধমান
1267)   ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?আনিস চৌধুরী
1268)   ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস?ঐতিহাসিক
1269)   ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি?অধিকরণে ৭মী
1270)   ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা-শেখ ফজলল করিম
1271)   অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক-গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
1272)   ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই?যতীন সরকার
1273)   ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? রুশ
1274)   রূপসী বাংলার কবি কে?Ans:জীবনানন্দ দাশ
1275)   ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি?সদাচার
1276)   বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?Ans:২ টি
1277)   “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?Ans:ষ+ণ
1278)   ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans:অলংকার
1279)   ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?Ans:হ্যানা ক্যাথেরিন
1280)   ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?Ans:সমাস
1281)   ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—Ans:ধাতু
1282)   ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?Ans:উপন্যাস
1283)   নিচের কোন বানানটি শুদ্ধ?Ans:শারীরিক
1284)   কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?Ans:আনন্দময়ীর আগমনে
1285)   যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে—ব্যয়কুণ্ঠ
1286)   ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?Ans:জাপানী
1287)   বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—Ans:নেপালে
1288)   ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা—Ans:বিদ্যাপতি
1289)   ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—Ans:১৮০১ সালে
1290)   ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?Ans:অন্নদামঙ্গল কাব্যের
1291)   বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—Ans:রোমান্টিক প্রণয়োপাখ্যান
1292)   মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?Ans:নিষিদ্ধ লোবান
1293)   ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?Ans:গল্প
1294)   কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—Ans:অগ্নিবীণা
1295)   ‘আটকপালে’ বাগধারার অর্থ—Ans:হতভাগ্য
1296)   ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?Ans:রঙ্গলাল
1297)   নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?উ: চাবি
1298)   বিভক্তিহীন নাম পদকে বলা হয়-উ: প্রাতিপাদিক
1299)   ‘গুরুচন্ডালী’ দোষমুক্ত শব্দ কোনটি?উ: শবদাহ
1300)   কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?উ: মাথা খাটিয়ে কাজ কর
1301)   অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: প্রাচীন
1302)   নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?উ: কর
1303)   যে জমিতে ফসল জন্মায় না-এক কথায়-উ: ঊষর
1304)   ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?উ: বিপরীত
1305)   ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?উ: বঙ্গীয় সাহিত্য পরিষদ
1306)   ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-উ: কৃষি
1307)   মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?নাসির উদ্দীন শাহ///মুর্শিদ কুলি খাঁ///শাহ সুজা///আলাউদ্দিন হুসেন শাহ
1308)   ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?উ: শাহ মুহম্মদ সগীর
1309)   বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?উ: মৈথিলি ভাষা
1310)   মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?উ: চন্ডীমঙ্গল
1311)   মার্সিয়া-কি?উ: শোকগীতি
1312)   ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটি কার রচনা?উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
1313)   বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?উ: মাইকেল মধুসূদন দত্ত
1314)   কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়?উ: কুবের
1315)   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি?উ: ১৮৩৮
1316)   কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?উ: ঘুম নেই
1317)   কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন?উ: কাজী নজরুল ইসলাম
1318)   চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা-উ: রফিক আজাদ
1319)   ‘কালো বরফ’ রচনা করেন-উ: মাহমুদুল হক
1320)   ‘হাত-হদাই’একটি-উ: নাটক
1321)   একাত্তরের ডায়েরী কার লেখা-উ: সুফিয়া কামাল
1322)   চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন-উ: কাহ্ণপা
1323)   Epic শব্দের পরিভাষা কী?উ: মহাকাব্য
1324)   ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?উ: অর্ক
1325)   বাংলা লিপির উৎস-উ: ব্রাক্ষ্মী লিপি
1326)   ইনকিলাব শব্দের অর্থ-উ: বিপ্লব
1327)   কোন বানানটি শুদ্ধ?উ: বিভীষিকা
1328)   ‘চাচা কাহিনী’-গ্রন্থের লেখক-উ: সৈয়দ মুজতবা আলী
1329)   বাংলা সাহিত্যের মধ্য যুগ কোনটি?উ: ১২০১-১৮০০
1330)   খনার খ্যাতির কারণ-উ: বচন
1331)   ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-উ: শশ+অঙ্ক
1332)   কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?উ: ইবলিশ
1333)   ‘সে নাকি আসবে না’-এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: সংশয়
1334)   পোস্টাল কোড কী নির্দেশ করে?উ: পোস্ট অফিসের নম্বর
1335)   “বাজার শেষ করে বাড়ি”-বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?উ: আকাঙ্ক্ষা
1336)   ধাতু চিহ্ণ বোঝাতে কোন চিহ্ণ ব্যবহৃত হয়?উ:
1337)   জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা?উ: নাটক
1338)   কোনটিতে বিরামচিহ্ণ যথাযথভাবে ব্যবহৃত হয়নি?উ: চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
1339)   ‘কর্মে ক্লান্তি নাই যাহার’-এক কথায় প্রকাশ-উ: অক্লান্ত কর্মী
1340)   কোন দুটি যৌগিক বর্ণ?উ: ঐ,ঔ
1341)   ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি-উ: ব্যয় কুন্ঠ
1342)   ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?উ: কাজী নজরুল ইসলাম
1343)   বীরবল কার ছদ্মনাম?উ: প্রমথ চৌধুরী
1344)   প্র, পরা-কোন ধরনের উপসর্গ?উ: সংস্কৃত
1345)   ‘মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা-উ: কাজী নজরুল ইসলাম
1346)   আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে? Ans: জহির রায়হান 
1347)   কোন বানানটি শুদ্ধ?Ans: পোশাক 
1348)   কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই? Ans: হাইফেন 
1349)   কোন বানানটি শুদ্ধ ?Ans: বিভীষিকা 
1350)   আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে? Ans: চলিত ভাষা 
1351)   দুহিতার বিপরীত শব্দ কোনটি? Ans: পুত্র
1352)   Autonomous শব্দের অর্থ?Ans: স্বায়ত্তশাসিত 
1353)   জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans: অর্ধাঙ্গী 
1354)   ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটিAns: চতু:+পদ
1355)   সিংহপুরুষ কোন সমাস?Ans: উপমিত কর্মধারয় 
1356)   মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মনু+ষ্ণ 
1357)   যে উপকারীর অপকার করে?Ans: কৃতঘ্ন 
1358)   ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তিAns: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
1359)   Edition শব্দের অর্থ-Ans: সংস্করণ 
1360)   রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?Ans: ভানু 
1361)   পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?Ans: ভূতপূর্ব
1362)   ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?Ans: পরিপাটী
1363)   সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়Ans: ধ্বনিতত্ত্বে
1364)   বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1365)   ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মহৎ+ইমন 
1366)   আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?Ans: তিরোভাব 
1367)   দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?Ans: অহিনকুল
1368)   নিচের কোনটি শুদ্ধ বানান?Ans: ন্যূনতম 
1369)   সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: উগ্র
1370)   ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?Ans:কর্ম কারকে শূন্য বিভক্তি
1371)   মৌমাছি কোন সমাস?Ans: কর্মধারয় সমাস
1372)   বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?উ: গৌড়ীয় প্রাকৃত
1373)   কোনটি মৌলিক স্বরধ্বনি?উ: এ
1374)   বাংলা ভাষারীতির কয়টি রূপ?উ: দুইটি
1375)   ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?উ: ষষ্+থ
1376)   নিচের কোনটি যোগরূঢ় শব্দ?উ: পঙ্কজ
1377)   ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?উ: সাধু
1378)   কোনটি ওষ্ঠ্য ধ্বনি?উ: ভ, ম
1379)   চন্দ্রের প্রতিশব্দ নয়-উ: সবিতা
1380)   কোন বানানটি শুদ্ধ?উ: মুমূর্ষু
1381)   কোনটি তৎপুরুষ সমাস?উ: মধুমাখা
1382)   ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: আশ্রয়
1383)   শুদ্ধ বানান কোনটি?উ: প্রাণিকুল
1384)   ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?উ: নিরেট মূর্খ
1385)   কোনগুলো দন্ত্যধ্বনি?উ: ত থ দ ধ
1386)   কোনটি দেশি শব্দ?উ: কুলা
1387)   কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?উ: লাফ>ফাল
1388)   পতাকা এর সমার্থক শব্দ কোনটি?উ: কেতন
1389)   নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-উ: নে+অন
1390)   বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?উ: এক সেকেন্ড
1391)   ‘অলীক’ এর বিপরীত শব্দ-উ: বাস্তব
1392)   ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?উ: অধিকরণ কারকে ৭মী বিভক্তি
1393)   কোনটি দ্বিগু সমাস?উ: সপ্তাহ
1394)   ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: সরিৎ
1395)   নাদ শব্দের অর্থ কি?উ: সিংহের ডাক
1396)   অনুবাদ কত প্রকার?উ: ২ প্রকার
1397)   রবীন্দ্রনাথ পতিসর
1398)   প্রাচীন যুগ –চর্যাপদ
1399)   সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
1400)   কোর্মা - তুর্কি 
1401)   দ্ধ - দ + ধ
1402)   রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
1403)   বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
1404)   ‘কাদম্বিনী’ চরিত্রটি - জীবিত ও মৃত
1405)   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ১৯ শতক
1406)   আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
1407)   ‘স্বাধীন’ = স্ব+অধীন
1408)   মাইকেল মধুসূদন মহাকাব্য - মেঘনাদবধ কাব্য
1409)   জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
1410)   সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
1411)   মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
1412)   অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মধুসূদন দত্ত
1413)   ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
1414)   বানানটি শুদ্ধ- মুহূর্ত
1415)   আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই
1416)   কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল
1417)   হুমায়ূন আজাদের উপন্যাস - লাল নীল দীপাবলী
1418)   ভাত –তদ্ভব
1419)   ‘নীপ’ শব্দের অর্থ – কদম
1420)   ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ
1421)   ণত্ব ও ষত্ব বিধান আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
1422)   শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় – রূপ
1423)   রূপ গঠন করে – শব্দ
1424)   শব্দতত্ত্বের অপর নাম – রূপতত্ত্ব
1425)   বাক্যতত্ত্বের অপর নাম – পদক্রম
1426)   বিভক্তিহীন নাম শব্দকে বলে – প্রাতিপদিক
1427)   সাধিত শব্দ – হাতা, গরমিল। দম্পতি
1428)   সাধিত শব্দ – ২ প্রকার
1429)   প্রকৃতি – ২ প্রকার
1430)   নাম প্রকৃতির উদাহরণ – হাতল, ফুলেল, মুখর
1431)   প্রত্যয় – ২ প্রকার
1432)   বাংলা ভাষায় উপসর্গ – ৩ প্রকার
1433)   সংস্কৃত উপসর্গ – ২০ টি
1434)   সংস্কৃত উপসর্গ – প্র, পরা, অপ
1435)   বাংলা উপসর্গ – ২১ টি
1436)   বাংলা উপসর্গ – অ, অনা, অঘা, অজ, আ, আব, নি
1437)   বাংলা ভাষার মৌলিক ধ্বনি সমূহ – ২ প্রকার
1438)   ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় – বর্ণ
1439)   বাংলা বর্ণমালায় মোট বর্ণ – ৫০ টি
1440)   স্বরবর্ণ – ১১ টি
1441)   ব্যঞ্জন বর্ণ – ৩৯ টি
1442)   বাংলায় – ২ টি যৌগিক স্বরধ্বনি ( ঐ, ঔ)
1443)   স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় – কার
1444)   ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে – ফলা
1445)   ক থেকে ম পর্যন্ত – ২৫ টি স্পর্শধ্বনি
1446)   দন্ত্য বর্ণ – ত, থ,দ, ধ
1447)   ওষ্ঠ বর্ণ – প, ফ, ব,ভ, ম
1448)   মূর্ধণ্য বর্ণ – ট, ঠ, ড,ঢ,ণ
1449)   উচ্চারনের স্থানের নামানুসারে ব্যঞ্জনবর্ণ সমূহ – ৫ ভাগে বিভক্ত
1450)   পরাশ্রয়ী বর্ণ – ৩ টি( ং, ঃ, ঁ)
1451)   নাসিক্য বর্ণ -৫ টি ( ঙ, ঞ, ণ, ন, ম)
1452)   বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি -২৫ টি
1453)   স্পর্শ বর্ণ – ২৫ টি ( ক থেকে ম পর্যন্ত)
1454)   স্পর্শ ব্যঞ্জনধ্বনি গুলো – ২ ভাগে বিভক্ত ( অঘোষ ও ঘোষ)
1455)   অঘোষ ধ্বনি – ক, খ, চ, ছ
1456)   ঘোষ ধ্বনি – গ, ঘ, জ, ঝ
1457)   ঘোষ ধ্বনি – ২ প্রকার ( অল্পপ্রাণ ও মহাপ্রাণ)
1458)   অল্পপ্রাণ ধ্বনি – ক,গ, চ,জ
1459)   মহাপ্রাণ ধ্বনি – খ,ঘ, ছ,ঝ
1460)   আজ এই পর্যন্ত। পরের গুলো ধারাবাহিকভাবে আসছে।
1461)   মীর মোশাররফ হোসেন - গাজী মিয়া

1462)   রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ

1463)   প্যারিচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর

1464)   কাজেম আল কোরাইশী – কায়কোবাদ

1465)   বলাইচাঁদ মুখোপাধ্যায় – বনফুল

1466)   মধুসূদন দত্ত - টিমোথি পেনপয়েম

1467)   আনন্দ - বড় চন্ডীদাস

1468)   সমরেশ বসু – কালকূট

1469)   সুনীল গঙ্গোপাধ্যায় - নীল লোহিত

1470)   ড. মুহাম্মদ মনিরুজ্জামান - হায়াত্‍ মামুদ

1471)   রাজশেখর বসু - পরশুরাম.

1472)   নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ – তস্কর।
1473)   যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র- মানিকজোড়।
1474)   পর কে পালন করে যে – পরভৃৎ।
1475)   প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত – শোওয়া।
1476)   লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন – আহমদ শরীফ।
1477)   বিভুঁই শব্দে ’বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে – ভিন্নতা।
1478)   উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা – রশিদ করিম।
1479)   মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় – অহিংসা,(মানিক বন্দোপাধ্যায়)।
1480)   ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার – আবুল মনসুর আহমদের।
1481)   ঠিক বানানটি হলো- পূর্বাহ্ণ।
1482)   সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে – ওস্কার।
1483)   OMBUDSMAN ‘ এর বাংলা পরিভাষা হলো – ন্যায়পাল।
1484)   ‘to kick the bucket এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ – পটল তোলা।
1485)   আসাদের শার্ট কবিতাটির রচয়িতা – শামসুর রহমান।
1486)   লিপিকা যে ধরনের গ্রন্থ – গদ্য।
1487)   রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রুপ- সৌপ্তিক।
1488)   প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো – আনন্দ দান।
1489)   নিচের কোন বানানটি শুদ্ধ – নির্মীলিত।
1490)   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি – প্রভাবতী সম্ভাষন।
1491)   আলাওলের রচনা নয় কোনটি – ইউসুফ- জোলাখা ( বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।
1492)   বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি – শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় ।
1493)   মুখর এর বিপরীত শব্দ – মৌনী।
1494)   কোনটি শুদ্ধ – সমীচীন।
1495)   শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে – সম্মানসূচক ডি.লিট।
1496)   কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন – বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
1497)   বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
1498)   সংশয় এর বিপরীতর্থক শব্দ – প্রত্যয়।
1499)   কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় – কুমিল্লায়।
1500)   ‘যে নারীর সন্তান হয না ‘ তাকে এক কথায় কি বলে – বন্ধ্যা।
1501)   ’ফেলো কড়ি, মাখো তেঁল ‘ বলতে বোঝায় – আবদারহীন নগদ কারবার।
1502)   সমভিব্যাহার শব্দের অর্থ কী – একত্রে গমন।
1503)   ’কাকভূষন্ডি’ বাগধারর অর্থ কী – দীর্ঘায়ু ব্যক্তি।
1504)   কোনটি চাঁদের সমার্থ শব্দ নয় – তুরগ ( ঘোরা) ।
1505)   বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন – আহমদ শরীফ।
1506)   কোনটি পর্তুগিজ শব্দ নয় – আলবেলা।
1507)   টষ্কার বলতে বোঝায় – ধনুকের ধ্বনি।
1508)   ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না’ – তাকে এককথায় বলে – অনির্বচনীয়।
1509)   দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে – তেতাল্লিশ ।
1510)   কোনটি বানানটি শুদ্ধ – স্বায়ত্তশাসন।
1511)   ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা – জসিমউদ্দিন।
1512)   ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
1513)   গবেষণা এর সন্ধি-বিচ্ছেদ- গো+ এষনা।
1514)   কোনটি শুদ্ধ বানান – সন্ন্যাসী।
1515)   ক্ষ এর বিশ্লিষ্ট রুপ – ক+ষ।
1516)   যা বলার যোগ্য নয় , এক কথায় বলা হয় – অকথ্য।
1517)   ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ – ইতি + আদি।
1518)   কোন বানানটি শুদ্ধ – ‍দূষনীয়।
1519)   পিতামাতা শব্দটি কোন সমাস – দ্বন্দ্ব সমাস।
1520)   ‘গোড়ায় গলদ’ বাগধারটির অর্থ কি – শুরুতে ভুল।
1521)   বাক্যের মৌলিক উপাদান কোনটি – শব্দ।
1522)   কোন বানানটি শুদ্ধ – নিরীহ।
1523)   “মেঘে বৃষ্টি হয়” একানে মেঘ কোন কারক – অপাদান
1524)   ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
1525)   ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস
1526)   ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।
1527)   সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।
1528)   কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।
1529)   আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।
1530)   বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
1531)   কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
1532)   কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।
1533)   জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।
1534)   কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।
1535)   বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।
1536)   ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।
1537)   ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।
1538)   প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
1539)   মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।
1540)   চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।
1541)   খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।
1542)   বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।
1543)   সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি – ভ্রমন কাহিনী।
1544)   পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো – মুক্তিযুুদ্ধ।
1545)   বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।
1546)   নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।
1547)   জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত – রাখালী।
1548)   এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
1549)   লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের কবিতা।
1550)   নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।
1551)   নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।
1552)   সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় – ধ্বনিতত্ত্ব।
1553)   সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
1554)   স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ – সু+আগত।
1555)   চাঁদ শব্দের সমার্থক কোনটি – বিধু।
1556)   কুল কাঠের আগুন এর সঠিক অর্থ কোনটি – তীব্র জ্বালা।
1557)   তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি – অপাদানে ৭মী।
1558)   নিচের কোনটি সঠিক -সুধী।
1559)   ‘তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো’ বাক্যটি কোন দোষে দুষ্ট – দুর্বোধ্যতা।
1560)   নিচের কোনটি মিশ্র শব্দ – খ্রিষ্টাব্দ।
1561)   মৌলিক স্বরধ্বনি কোনটি – ই।
1562)   নিচের কোনটি প্রবন্ধের বই – কালান্তর।
1563)   সৌম্য এর বিপরীত শব্দ – উগ্র।
1564)   কোনটি সঠিক – ভদ্রোচিত।
1565)   বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে – ফারসি ভাষা থেকে।
1566)   এপিটাফ শব্দের অর্থ – সমাধি-লিপি।
1567)   অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কিবলে – অকালবোধন।
1568)   জাতি+অভিমান – জাত্যভিমান।
1569)   সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
1570)   যার কোনো মূল্য নেই-এর সমার্থক বাগধারা কোনটি – ঢাকের বাঁয়া।
1571)   একাদশে বৃহষ্পতি অর্থ- সুসময়।
1572)   নিচের কোন বানানটি শুদ্ধ -নীরস।
1573)   বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ- বেহায়াপনা।
1574)   সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয় – সমস্ত পদ।
1575)   নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে – ননদ।
1576)   কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ – সম+চয়= সঞ্চয়।
1577)   গোঁপ খেজুরে কোন সমাস – ব্যধিকরণ বহুব্রীহি।
1578)   সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ – সংযুক্ত।
1579)   অগ্রজ-এর বিপরীতার্থক শব্দ কোনটি – অনুজ।
1580)   তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোন দিন, নিম্মের কোনটি থেকে নেয়া – একুশের গল্প।
1581)   নিরানব্বইয়েল ধাক্কা বাগধারাটির অর্থ – সঞ্চয়ের প্রবৃত্তি।
1582)   আপণ শব্দটির অর্থ – দোকান।
1583)   যার কোন কিছু থেকেই ভয় নেই-এক কথায় প্রকাশ কি – অকুতোভয়।
1584)   শুদ্ধ বানান কোনটি – বিভীষিকা।
1585)   সওগাত শব্দের অর্থ- উপহার।
1586)   অশুদ্ধ বানান কোনটি – ভূল ( সঠিকটি-ভুল)।
1587)   খক্ষ-এর সমার্থাক শব্দ নয় কোনটি – ভল্ল।
1588)   নিচের কোন বানানটি শুদ্ধ – সংশ্রব/ধস।
1589)   ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ – ষট্+ ঋতু।
1590)   সিংহাসন শব্দটি কোন সমাস – মধ্যপদলোপী কর্মধারয়।
1591)   যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে -মমস্যমান পদ।
1592)   জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী – জাল + ইয়া।
1593)   মকমক হলো – ব্যাঙের ডাক।
1594)   কোকিল শব্দটির সমার্থক শব্দ কোনটি – পিক।
1595)   তাতা শব্দটির বিপরীত শব্দ – ঠান্ডা।
1596)   প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্দনাম – বীরবল।
1597)   কোন বাক্যটি শুদ্ধ – তুমি চিরজীবী হও।
1598)   পরিভাষা শব্দের অর্থ কী – সংক্ষেপণার্থ।
1599)   নিচের কোনটি মৌলিক শব্দ – মুখ।
1600)   জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কোনটি – কুহেলিকা।
1601)   সত্য যে কঠিন , কঠিনেরে ভালোবাসিলাম -সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার –রবীন্দ্রনাথ ঠাকুর।
1602)   পৌ + অক = পাবক।
1603)   বলার ইচ্ছা’কে এক কথায় কি বলে – বিবক্ষা।
1604)   মা-বাবার সেবা কর। এটি কি ধরনের বাক্য – অনুজ্ঞাসূচক।
1605)   ইতিকথা শব্দের অর্থ কি – ইতিহাস।
1606)   বহুকেন্দ্রিক এর ইংরেজী – polycentric.
1607)   Jingling of anklet এর বাংলা কি – নূপুরের ঝুনুঝুনু।
1608)   দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে – সেমিকোলন।
1609)   "তুলসি বনের বাঘ" বাগধারাটির অর্থ কী-?উঃ ভন্ড।
1610)   মুক্তি পেতে ইচ্ছুক-?উঃ মুমুক্ষ।
1611)   বাক্য কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই-?উঃ বন্ধনী।
1612)   "বনস্পতি" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ বন্+পতি।
1613)   পূর্বে যা দেখা যায় নি-?উঃ অদৃষ্টপূর্ব।
1614)   "গোফ খেজুরে" বাগ ধারাটির অর্থ কী-?উঃ নিত্যান্ত অলস।
1615)   শব্দের পূর্বে বসে কোনটি-?উঃ উপস্বর্গ।
1616)   "চাদের অমাবস্যা" উপন্যাসের রচয়িতা কে-?উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
1617)   স্বভাবতই "ষ" হয়নি নিচের কোন শব্দে-?উঃ নিষেধ।
1618)   "ষড়ানন" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ ষট্+আনন।
1619)   "সংশপ্তক" কার রচনা-?উঃ শহীদুল্লাহ কায়সার।
1620)   "জানালা" শব্দটি কোন ভাষা থেকে আগত-?উঃ পর্তুগিজ।
1621)   "Bride" এর বাংলা পরিভাষা কোনটি-?উঃ উৎকোচ।
1622)   "ভূষন্ডির কাক" শব্দটির অর্থ কী-?উঃ দীর্ঘায়ু ব্যাক্তি।
1623)   "ব্যাঙের অাধুলি" বাগধারাটির অর্থ কি-?উঃ সামান্য অর্থ।
1624)   বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি-?উঃ ১০ টি।
1625)   "সমীপ্য" শব্দের অর্থ কী-?উঃ নৈকট্য।
1626)   "হে দরিদ্র তুমি মোরে করেছো মহান" - লাইনটি কার লেখা.?উঃ কাজী নজরুল ইসলাম।
1627)   "নীল লোহিত" কার ছদ্মনাম-?উঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
1628)   "ক্ষুৎপিপাসা " এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ ক্ষুধ্+পিপাসা
 রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রাজর্ষীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যা:
১.গোরা  ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
বিকল্প টেকনিক
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।
টেকনিক ব্যাখ্যা:
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ
ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।
টেকনিক ব্যাখ্যা:
১. পোস্টমাস্টার ২. কাবুলিওয়ালা ৩. দেনা পাওনা ৪. কর্মফল ৬. হৈমন্তি ৭. দিদি ৮. পত্র রক্ষা
প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি
টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
টেকনিক ব্যাখ্যা:
১. ল্যাবরেটরী ২. অধ্যাপক ৩. নষ্টনীড় ৪. শেষ রাত্রি ৫. সমাপ্তি ৬. স্ত্রীর পত্র ৭. একরাত্রি
৮. দূর আশা ৯. দৃষ্টিদান
বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিক:
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”
টেকনিক ব্যাখ্যা:
১. রাজা-রাজা ২. অচলায়তন-অচলায়তন
৩. চিরকুমার-চিরকুমার সভা ৪. ডেকে –ডাকঘর
৫. রক্তকরবী-রক্তকরবী ৬. মুক্ত —- মুক্তধারা
৭. মুকুট—- মুকুট ৮. অরুণাচল— অরুণাচল
৯. অরুপরতন— অরুপরতন ১০. কালের যাত্রায়—- কালের যাত্রা
১১. বিসর্জন— বিসর্জন ১২. তাসের দেশে—- তাসের দেশ
কাজী নজরুলের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল”
টেকনিক ব্যাখ্যা:
১) কুহেলিকা
২) মৃত্যুক্ষুধা
৩) বাধনহারা
নাটক মনে রাখার শর্ট টেকনিক
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”
টেকনিক ব্যাখ্যা:
১) আলেয়া
২) পুতুলের বিয়ে
৩) ঝিলিমিলি
জসীম উদদীনের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
কাব্যগ্রন্থসমূহ মনে রাখার শর্ট টেকনিক:
“রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে হলুদ বরণ নকশি কাথা বিছিয়ে গল্প করছেন।”
টেকনিক ব্যাখ্যা:
১) রাখালী ২) বালুর চর ৩) ধানক্ষেত ৪) মা যে জননী কাঁন্দে ৫) হাসু
৬) সুচয়নী ৭) জলের লেখায় ৮) সজন বাদিয়ার ঘাট ৯) হলুদবরণ ১০) নকশি কাঁথা
বিকল্প টেকনিক
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি
বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে
সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা যে জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।
জীবনানন্দ দাশের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল।
টেকনিক ব্যাখ্যা:
১। জলপাই হাটি ২। সতীর্থ ৩। কল্যানী ৪। মাল্যদান
প্রবন্ধ: কবিতার কথা
কাব্য মনে রাখার শর্ট টেকনিক:
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডু লিপির ভেতর যত্ন করে রাখল।
টেকনিক ব্যাখ্যা:
১। রুপসী বাংলা ২। বনলতা সেন ৩। ধূসর পান্ডুলিপি ৪। ঝরাপালক
৫। বেলা অবেলা কালবেলা ৬। সাতটি তারার তিমির ৭। মহা পৃথিবী
মীর মশাররফ হোসেনের সৃষ্টিকর্ম
প্রহসন মনে রাখার শর্ট টেকনিক :
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪। ফাঁস কাগজ
নাটক মনে রাখার শর্ট টেকনিক:
বেটা বসন্ত জমিদার।
টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি
গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা
মহাকবি কায়কোবাদের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
কাব্য মনে রাখার কৌশল:
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে
অশ্রুমালা বিসর্জন দিল।
টেকনিক ব্যাখ্যা:
১। অমিয়ধারা ২। কুসুমকানন ৩। মহরম শরীফ ৪। বিরহ বিলাপ ৫। শিব মন্দির ৬। অশ্রুমালা
মহাকাব্য:
মহাশ্মশান: বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য।
মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে রচিত।
কাজী নজরুল ইসলামকে মনে রাখুনঃ
১। কাব্যঃ সাম্যবাদী* ও *সর্বহারা* সঞ্চিতা * সন্ধ্যায়* চক্রবাক *নতুন চাঁদ দেখে *ছায়ানটে* অগ্নিবীণা* ও *বিষের বাশী শুনে* শেষ সওগাতে মনের* জিঞ্জির ভেঙ্গে *সিন্ধু- হিন্দোল হয়ে* মরুভাস্করে হারিয়ে যায়।
২। নাটকঃ আলেয়া* ও *মধুবালা* ঝিলিমিলি শাড়ি পড়ে *নির্ঝর* ও *সাত ভাই চম্পাকে নিয়ে* পুতুলের বিয়েতে যায়।
৩। পত্রিকাঃ ধুলাগন (ধু-ধুমকেতু, লা- লাঙ্গল, গ-গণবাণী, ন-নবযুগ)
৪। উপন্যাসঃ কুহেলিকা *মৃত্যুক্ষুধায় *বাধনহারা।
৫। গল্পঃ শিউলিমালা *রিক্তের বেদনে *ব্যথার দান করতে চায়।
শর্টকাট টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুনঃ বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে *অবরোধবাসিনী *ডেলিসিয়া হত্যা হওয়ায় *মতিচুর ও *সুলতানার স্বপ্ন ভেঙ্গে যায়। (সবগুলো প্রবন্ধ) (পদ্মরাগ- উপন্যাস)
শর্ট টেকনিকে কবি সুফিয়া কামালঃ
*আমাদের কালে *উদাত্ত পৃথিবীর *অভিযাত্রিক ও *মায়া কাজল *সাঝের মায়ার বেলায় *কেয়ার কাটা ও *যাদুদের সমাধি পার হয়ে *ইতল বিতল ও *নওল কিশোরের দরবারে *মন ও জীবন দিয়ে *একাত্তরের ডায়েরী পড়ে। (সবগুলো কাব্য) (কেয়ার কাটা-গল্প) (একাত্তরের ডায়েরী-স্মৃতিকথা)।
শর্টকাটে কিশোর কবি সুকান্তকে মনে রাখুনঃ
কাব্যঃ *হরতালের *পূর্বাভাসে’ সুকান্তের *ঘুমনেই, তাই *মিঠেকড়া *অভিযান হতে *ছাড়পত্র(১ম)পেতে  *গীতিগুচ্ছ গাইতে থাকে।
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল
১। পাঞ্জেরী- পাজ্ঞেরী
২। আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
৩। সোনার – সোনার তরী,
৪। জীবন- জীবন বন্দনা
৫। কবর- কবর। (আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
টেকনিকের মাধ্যেমে জীবনানন্দ দাসের (বরিশাল;১৮৯৯-১৯৫৪) কাব্যগ্রন্থগুলোঃ [‘মহাপৃথিবী’র এই ‘রূপসী বাংলার ‘বনলতা সেন’ ‘সাতটি তারার তিমির’ রাত্রিতে ‘বেলা অবেলা কালাবেলায় ‘ধূসর পান্ডুলিপির’ মত ‘ঝরে পড়ল’।]
১। মহাপৃথিবীর ___মহাপৃথিবী।
২। রূপসী বাংলার___রূপসী বাংলা।
৩। বনলতা সেন___লবনলতা সেন।
৪। সাতটি তারার তিমির___সাতটি তারার তিমির।
৫। বেলা অবেলা কালাবেলায়___বেল া অবেলা কালাবেলা।
৬। ধূসর পান্ডুলিপির___ধূসর পান্ডুলিপি।
৭। ঝরে পড়ল___ঝরা পালক(প্রথম কাব্যগ্রন্থ)।
বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়
১।বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়ের জন্ম স্থান কোথায়? উত্তরঃ পশ্চিম বঙ্গের চব্বিশ পরগণার কাঁঠাল পাড়া গ্রামে, ১৮৩৮সালে।
২।বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্য গ্রন্থের নাম কি? উঃ ললিতাতথামানস।
৩।বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশ নন্দিনী।
৪।বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি? উঃ ইন্দিরা, আনন্দমঠ ,বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি, কপাল কুণ্ডলা, কৃষ্ণ কান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম, মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।
 বাংলা সাহিত্যে যা কিছু প্রথম 
 প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী­­” (১৮৬৫)।
 প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
 বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক“বাকি ইতিহাস।”
 বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপজেনোসাইড” (১৯৭১)।
 একুশের প্রথম সাহিত্য সংকলন“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
 একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
 মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল রুটি আওরাত।”
 একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
 বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই“কথোপকথন” (১৮০১)।
 ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপা শাস্ত্রের অর্থভেদ।”
 প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
 বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
 বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
 বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
 প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক “কৃষ্ণকুমারী” (১৮৬১)।
 প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক“কীর্তিবিলাস” (১৮৫২)।
 প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত)“বসন্তকুমারী” (১৮৭৩)।
 প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)।
 একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
বাংলা সাহিত্য

০১|| "পাঞ্জেরী" কবিতাটি কার?> ফররুখ আহমেদ এর
০২|| "ক্ষুণ্নিবৃত্তি" এর সন্ধিবিচ্ছেদ?> ক্ষুধ+ নিবৃত্তি
০৩|| "বায়স" শব্দের অর্থ কী?> কাক
০৪|| "বসন্তকুমারী" নাটকের রচয়িতা কে?> মীর মশাররফ হোসেন
০৫|| বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর বলা হয় কাকে?> সত্যেন্দ্রনাথ দত্ত(রবীন্দ্রনাথ দিয়েছেন)
০৬|| পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ ?>বিপদে পড়ে কাজ করা।
০৭|| নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কী?>লাঙ্গল
০৮|| "কবর" নাকটটি কে লিখেছেন? >মুনীর চৌধুরীর
০৯|| বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?> বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০|| "সন্ধি"ও "ণত্ব-ষত্ব বিধান" ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় –?> ধ্বনিতত্ত্বে
১১|| "রাবণের চিতা" বাগধারার অর্থ?> চির অশান্তি
১২|| "দশে মিলে করি কাজ" বাক্যে"দশে"কোন কারকে কোন বিভক্তি?>কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৩|| নজরুল কারাবরণ করেন কোন কবিতার জন্য?> আনন্দময়ীর আগমনে কবিতার জন্য।
১৪|| বেগম রোকেয়ার রচনা কোনগুলো?> মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
১৫|| "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে" কার কবিতার চরণ? >রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৬|| বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন কে?=>রবীন্দ্রনাথ ঠাকুর পরে বিষ্ণদা।
১৭|| এ সাবানে কাপড় কাঁচা চলবে না এখানে "সাবানে"কোন কারকে কোন বাভক্তি?>করনে ৭মী
১৮|| "জানালা" কোন ভাষার শব্দ? >ফারসি শব্দ
১৯|| বাংলা ভাষার প্রথম সাময়িকী কোনটি?> দিকদর্শন(১৮১৮)
২০|| ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?>গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে
২১|| নিচের ককোনটি শুদ্ধ বানান?> মুহুর্মুহু
২২|| নিচের কোন পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে?>ভাই
২৩|| টীকা ভাষ্য" বাগধারাটির অর্থ –কী?>দীর্ঘ আলোচনা
২৪|| "পাথরে পাঁচ কিল" বাগধারার অর্থ কী?> প্রবল সৌভাগ্য
২৫|| নিচের কোনটি বহুব্রীহি সমাস? >দশানন
০১|| "অপোগন্ড" শব্দের অর্থ কী?> অপ্রাপ্তবয়স্ক,অপদার্থ
০২|| "বাবা" কোন ভাষার শব্দ?> তুর্কি শব্দ
০৪|| "বাজারে কাটা" অর্থ কী?> বিক্রি হওয়া
০৫|| "বীরবল" কার ছদ্মনাম?> প্রমথ চৌধুরীর
০৬|| "সওগাত" শব্দের অর্থ কী?> উপহার
০৭|| "ভানুসিংহ" কার ছদ্মনাম? >রবীন্দ্রনাথ ঠাকুর(৯টি ছদ্মনাম ব্যবহার করেছেন)
০৮|| "বাংলা উপসর্গ হলো?>অনা(অজ,অঘা)
০৯||©>চন্ডীদাস কোন যুগের কবি? >মধ্যযুগেরর।(ভাব শিষ্য জ্ঞানদাস)
১০|| "কলা দেখানো"অর্থ কী?>ফাঁকি দেওয়া।
১১|| বেগম রোকেয়ার রচনা নয় নিচের কোনটি?>পদ্মনী।
১২|| ব্যাঘাত এর বিশেষণ পদ?> ব্যহত
১৩|| ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয় কী?> শব্দপ্রত্যয়
১৪|| বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন কে?>মধুসূদন দত্ত(সনেট পের্ত্রাক)
১৫|| "বিলাসী গল্পটি কে রচনা করেন? >শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬|| "সিডর"কোন ভাষার শব্দ?>সিংহলি ভাষার শব্দ
১৭|| "দোহারা" শব্দের অর্থ কী?> মোটাও নয়, রোগাও নয়
১৮|| নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত > নির্ভরশীলতা
১৯| "Barren" শব্দরে অর্থ কী?>ঊষর
২০|| "শিখা" পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র ছিল?> মুসলিম সাহিত্য সমাজের।
২১|| "কমলাকান্তের দপ্তর" কো শ্রেণির রচনা?>রম্যরসে রচিত প্রবন্ধ
২২|| "বিজ্ঞান" শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? > বিশেষ
২৩|| আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটা কে করেছেন?> ঈশ্বরী পাটনীর(ভারতচন্দ্রের)
২৪|| নিচের কোনগুলো অশুদ্ধ বানান?> মরুদ্যান(মরূদ্যান), আয়ত্ব(আয়ত্ত)
২৫|| জঙ্গম শব্দের অর্থ কী?>গতিশীল(বিপরীত অর্থ স্থাবর)
০১|| মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?>ভারতচন্দ্র রায় গুণাকর(১৭১২-৬০)
০২|| প্রথম বাংলা পত্রিকা কোনটি? >দিকদর্শন(১৮১৮)
০৩|| "হাত চালাও" বাগধারাটির অর্থ–?>তাড়াতাড়ি করা
০৪|| কোন রচনার জন্য নজরুলের জেল হয়েছিল?> আনন্দময়ীর আগমনে
০৫|| "বঙ্কিম" এর বিপরীত শব্দ?> ঋজু
০৬|| "সূর্য" এর প্রতিশব্দ কোনটি?>আদিত্য
০৭|| জসীমউদদীন রচিত গ্রন্থ কোনটি?> সোজন বাদিয়ার ঘাট
০৮|| নিচের কেনটি শুদ্ধ বাক্য?> আজ-কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
০৯|| শুদ্ধ বানান কেনগুলো?>আলস্য, ঘূর্ণায়মান
১০|| সঠিক প্রতিশব্দ নয় কোনটি? >আগুন–কর,আনন্দ-দিপ্তী,বন-সরোজ
১১|| "যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে" এর সরল বাক্য >সত্যবাদীকে সকলে বিশ্বাস করে।
১২|| সঠিক অর্থ সমূহ –?>হাতের পাঁচ-শেষ সম্বল
>চাঁদের হাট-প্রিয়জন সমাগম
>কাক নিদ্রা-অগভীর নিদ্রা,
>শিরে সংক্রান্তি–আসন্ন বিপদ, ®=>একচোখা –পক্ষপাত দুষ্টু
১৩|| "দুর্দিনের যাত্রী" গ্রন্থের রচয়িতা কে? >কাজী নজরুল ইসলাম
১৪|| "হরতাল" কোন ভাষার শব্দ? >গুজরাটি শব্দ
১৫|| জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? >সৈয়দ মঈনুল হোসেন
১৬|| "সোজন বাদিয়ার ঘাট" এর রচয়িতা কে? >জসীম উদদীন
১৭|| নিচের কোনটি শরৎচন্দ্রের রচনা নয়? >চোখের বালি
১৮|| শুদ্ধ বানান হবে?>স্বায়ত্তশাসন
১৯|| অপপ্রয়োগের দৃষ্টান্ত হলো?> একত্রিত
২০|| শেষ লেখা কি জাতীয় রচনা?> কাব্য
২১|| যে বিষয়ে কোন বিবাদ নেই? >অবিসংবাদী
২২|| "কাজলা দিদি" কার রচনা?> যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
২৩|| "নীল দর্পণ" নাটক কোথা থেকে প্রকাশিত হয়?> ঢাকা থেকে
২৪|| "মেঘনাদবধ" কাব্য প্রকাশিত হয় কত সালে?> ১৮৬১ সালে
২৫|| "পদ্মাবতী" কার রচনা?>আলাওল
বাগধারা
০১।অসম্ভব জিনিস= আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব, কুমিরের সান্নি পাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি।
০২।অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচু বনের কালা চাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর।
০৩।নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
০৪।শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
০৫।অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বট ঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
০৬।হতভাগ্য= অষ্ট কপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
০৭।ভীষণ শত্রুতা= অহিনকুল, দাকুমড়া, আদায় কাঁচ কলায়, সাপে নেউলে।
০৮।দুর্লভবস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ।
০৯।সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিক জোড়, মণি কাঞ্চন যোগ।
১০।মন্দভাগ্য= ইঁদুর কপালে, আট কপালে।
১১।অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।
১২।দুর্বল= আটাশে ছেলে, উন পাঁজুরে।
১৩।বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।
১৪।অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডা খোর, কিপটেরজাসু, হাতভাড়ি, হাতে জলনালাগা।
১৫।তোষামুদে= খয়েরখাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।
১৬।অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।
১৭।অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।
১৮।উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।
১৯।সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বর যাত্রী।
২০।ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণ চোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।
২১।অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘিঢালা, হরিলুট।
২২।লাজুক= মুখ চোরা, মেনি মুখো।
২৩।একমাত্র অবলম্বন= সবেধন নীল মণি, অন্ধের যষ্ঠি।
২৪।সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।
২৫।চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিলো-?উঃ ধর্ম চর্চা।
২৬।মনসা মঙ্গল কাব্যর অপর নাম কি-?উঃ পদ্মপুরান।
সাহিত্য বিষয়ক আরো প্রশ্ন:
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১."তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?- শামসুর রহমান
৯২."তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩."হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?- জহির রায়হান
৯৪."পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫."সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. "চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭."অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. "আগুনের পরশমণি" গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯."জন্ডিস ও বিবিধ বেলুন" সেলিম আল দীনের- নাটক ১০০."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন" কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
১২.-জে জলে আগুন জ্বলে/কবিতা ৭১-হেলাল হাফিজ
১৩.-এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- উক্তিটি হেলাল হাফিজের
১৪.-উত্তর বসন্ত-আব্দুল কাদির
১৫.-দস্যু কেনারামের পালাটি সংগ্রহ করেন-চন্দ্রকুমার দে
১৬.-ময়নামতির চর-বন্দে আলী মিয়া
১৭.-শান্তিপুরের কবি-মোজাম্মেল হক
১৮.-আলমগরের উপকথা-শামসুদ্দিন আবুল কালাম
১৯.-যুদ্ধে যাব/অবেলায় অসময়-আমজাদ হোসেন
২০.-একাত্তরের জননী-রমা চৌধুরী
২১.-Massacre- রবার্ট পেইন(মুক্তিযুদ্ধভিক্তিক)
২২.- A golden age- তাহমিনা আনম
২৩.- জয় বাংলা বলরে ভাই- হাবিবুল্লাহ সিরাজী
২৪.- বাংলাদেশ আমার বাংলাদেশ- রামেন্দ্র মজুমদার
২৫.-ওঙ্কার-আহমেদ ছফা
২৬. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম সংকলন- একুশে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান
১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা- কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি- মাহবুব উল আলম।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম উপন্যাস- আরেক ফাল্গুন, জহির রায়হান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম উপন্যাস- রাইফেল রুটি আওরাত- আনোয়ার পাশা।প্রকাশিত হয় ১৯৭৩ সালে।

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU