৪০তম বিসিএস ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য-(স্পেশাল
কোর্স) বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-যা চাকরি পরীক্ষায় এগুলো থেকেই ঘুরে
ফিরে কমন এসে থাকে।এগুলো সব সময় চর্চা করলে ১০০% কমন পাওয়া যাবে-ইনশা আল্লাহ।
৬১তম পর্ব- তৃতীয় অংশ
BANGLADESH ONLINE
UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
(তৃতীয় অংশ)
বাংলা
ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ
1) বাঁধা খাতা (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
2) মহাশ্মশান (মহাকাব্য) – কায়কোবাদØ
3) এর উপায় কি? (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
4) ইনিড (মহাকাব্য) – ভার্জিলØ
5) "জিব্রাইলের ডানা" (গল্প) – শাহেদ আলী
6) মেঘমল্লার (গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
7) "আরেক ফাল্গুন" (উপন্যাস) – জহির রায়হানØ
8) বীরবলের হালখাতা (প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
9) ইছামতি (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
10) "এ গোল্ডেন এ্যাজ" (উপন্যাস) – তাহমিনা আনামØ
11) শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস) – জহির রায়হানØ
12) ক্ষুধিত পাষাণ (অতি প্রাকৃত গল্প) – রবীন্দ্রনাথ ঠাকুরØ
13) প্রলয়শিখা (কাব্যগ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
14) বরফ গলা নদী (উপন্যাস) – জহির রায়হানØ
15) টালা অভিনয় (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
16) রায়তের কথা (প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
17) কয়েকটি মৃত্যু (উপন্যাস) – জহির রায়হানØ
18) "রাধারাণী" (উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়Ø
19) অশনি সংকেত (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
20) বেহুলা গীতাভিনয় (নাটক) – মীর মশাররফ হোসেনØ
21) আর কত দিন (উপন্যাস) – জহির রায়হানØ
22) ফাস কাগজ (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
23) দৃষ্টিপ্রদীপ (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
24) মায়াকানন (নাটক) –মাইকেল মধূসুদন দত্তØ
25) অভিযাত্রিক (ভ্রমণকাহিনী) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
26) উদাসীন পথিকের মনের কথা (উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
27) একুশে ফেব্রুয়ারী (উপন্যাস) – জহির রায়হানØ
28) মদিনার গৌরব (কাব্য) – মীর মশাররফ হোসেনØ
29) জন্ম ও মৃত্যু (গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
30) কৃষ্ণকুমারী (নাটক) – মাইকেল মধূসুদন দত্তØ
31) সওগাত (পত্রিকা) – মোহাম্মদ নাসির উদ্দীনØ
32) তৃষ্ণা (উপন্যাস) – জহির রায়হানØ
33) মোসলেম বীরত্ব (কাব্য) – মীর মশাররফ হোসেনØ
34) স্মৃতির রেখা (ভ্রমণকাহিনী) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
35) এসলামের জয় (গদ্য রচনা) – মীর মশাররফ হোসেনØ
36) রত্নবতী (উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
37) আরণ্যক (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
38) বসন্তকুমারী (নাটক) – মীর মশাররফ হোসেনØ
39) বিষাদ সিন্ধু (উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
40) গো-জীবন (প্রবন্ধ) – মীর মশাররফ হোসেনØ
41) গাজী মিয়াঁর বস্তানী (নক্সা) – মীর মশাররফ হোসেনØ
42) মানব বন্দনা (কবিতা) – অক্ষয়কুমার বড়ালØ
43) সাদা হাওয়া (উপন্যাস) – অদ্বৈত মল্লবর্মণØ
44) ভাষার মূল উপকরণ বাক্য।
45) ভাষার মূল উপাদান ধ্বনি।
46) ভাষার মৌলিক উপাদান শব্দ।
47) বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
48) ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
49) শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
50) উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
51)উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
52) যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি ,
বি।
53) অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও শব্দ
বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
54) বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
55) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
56) ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
57) বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
58) সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন
সম্পাদন ।
59) ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত
৩. শব্দের অর্থগত
60) খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
61)তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
62) সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
63) সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
64) সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
65) ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
66) শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
67) সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
68) বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
69) আপন
ঘরে বোঝাই সোনা , পরে করে লেনা দেনা - উক্তিটি কার ? = লালন শাহ
70) শওকত
ওসমানের ‘ ক্রীতদাসের হাসি’ কোন ধরনের উপন্যাস ?=প্রতীকাশ্রয়ী
71)চিরকুমার
সভা রবীন্দ্র নাথের কোন ধরনের গ্রন্থ ?= প্রহসন
72) আলাওলের তোহফা কোন ধরনের গ্র ন্থ ?= নীতিকথা
73) কমলাকান্তের
দপ্তর' কোন ধরনের রচনা? =- উঃ তীর্যক ব্যঙ্গাত্মক।
74) রবীন্দ্রনাথের
সাংকেতিক নাটক কোনটি?=ডাকঘর
75) বাংলা
সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?= দেনা পাওনা
76) বাবা
কার ক্ষেতে ধান খেয়েছি যে , আমাকে এর ভিতর পুরিলে ? উক্তিটি কার ?= বঙ্কিম
চন্দ্রপাধ্যায়
77) তোতা
ইতিহাস কার লেখা?=চন্ডীচরণ মুন্সী
78) ধন্যবাদ'
কবিতাটি কার রচিত? - উঃ আহসান হাবিব।
79) রামায়নের
কাহিনী অবলম্বনে রচিত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাথ
বধ' কাব্যর ছন্দ কী ? - = অমিত্রাক্ষর
80) শাত-ইল-আরব"
কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অধিভুক্ত—=অগ্নি-বীণা
81)আধুনিক সভ্যতা দিয়েছে বেগ ,
নিয়েছে আবেগ ?’- উক্তিটি কার ?= যাযাবর ( বিনয়কৃষ্ণ) ।দৃষ্টিপাত গ্রন্থে ।
82) বাংলা
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে?=১৯৮০ ।
83) বাংলা
সাহিত্যের আলালী ভাষা বা হুতোমী ভাষা বলা কোনটিকে?= চলিত
84) বাংলা
মাটি বাংলার জল কাব্যগ্রন্থটি কার লেখা ?= নির্মলেন্দু গুন
85) শহিদের
ঝলকিত রক্তের বুদবুদ , স্মৃতিগন্ধে ভরপুর । একুশের চেতনারই রঙ। রচয়িতা কে ?= শামসুর রাহমান
86) বাংলা
সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ দীনেশ চন্দ্র কর্তৃক রচিত ‘বঙ্গভাষা ও সাহিত্যা ‘
এর বিষয়বস্তু কী ?= পুঁথি সাহিত্যের সংকলন
87) বাংলাদেশে
রচিত , বাংলাদেশের মুদ্রায়ন , বাংলাদেশে মঞ্চায়ন কারণে ‘বাংলাদেশের নাটক খ্যাত
দীনবন্ধুি মিত্রের ‘ নীল দর্পন’ , নাটকটিকে ইংরেজি সাহিত্যের কোনটির সাথে তুলনা
করা হয় ?= Uncle Tom's Cabin
88) বাংলা
সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ?= সাজাহান ( ডি এল রায়)
89) “মানুষ
মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায়…” - রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
90) “অভাগা
যদ্যপি চায় সাগর শুকায়ে যায়" – মুকুন্দরাম
91)“সুন্দর হে, দাও দাও সুন্দর
জীবন, হউক দূর অকল্যাণ সফল অশোভন।’ - শেখ ফজলল করিম।
92) “চিরসুখী
জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?” – কৃষ্ণচন্দ্র মজুমদার
93) “স্বাধীনতা
হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়" — রঙ্গলাল মুখোপাধ্যায়
94) “কোথায়
স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে
সুরাসুর" –শেখ ফজলল করিম
95) “বিপদে
মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা" - রবীন্দ্রনাথ ঠাকুর
96) “চুল
তাঁর কবেকার অন্ধকার বিদিশার নিশা” – বনলতা সেন, জীবনানন্দ দাশ
97) “ক্ষুধার
রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ -সুকান্ত ভট্টাচার্য
98)
“হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছাসে”
– বাংলাদেশ, সুকান্ত ভট্টাচার্য
99) "নথ
নাড়া" বাগধারাটির অর্থ = অহংকার প্রকাশ।
100) "তুবড়ি"
শব্দের অর্থ = জোরালো।
101) "লক্ষণ"
শব্দের প্রমিত উচ্চারণ = লোক্ *খোন্
102) "মধুসূদন
" যে উপন্যাসের অন্যতম চরিত্র= যোগাযোগ।
103) বাংলা
গদ্যের আদি নিদর্শন = কোচবিহার রাজের লেখা চিঠি।
104) "কাল
নিরবধি " গ্রন্থটি যার আত্মজীবনী= আনিসুজ্জামান।
105) "
কারকিত" শব্দের অর্থ = কৃষিকর্ম।
106) "আপণ"
শব্দের অর্থ কি = দোকান
107) "সওগাত"
শব্দের অর্থ কি= উপহার
108) "তপুকে
আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন" কোনটি থেকে নেয়া = একুশের গল্প।
109) "ইতিকথা"
অর্থ কি = ইতিহাস বা কাহিনী।
110) "গাজী
মিয়া" কার ছদ্মনাম = মীর মশাররফ হোসেন।
111) "To
make a mess of things" এর বংগানুবাদ= ভুতের বাপের শ্রাদ্ধ।
112)বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
113)আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
114)বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
115)বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
116)গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
117)মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
118)আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
119)চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
120)
ইংরেজি
উপন্যাস – হেনরি ফিল্ডিং
121)ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
122)
ইংরেজি
রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
123)
ইংরেজি
ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
124)
ইংরেজি
সনেট – স্যার থমাস ওয়াট
125)
আধুনিক
ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
126)
আধুনিক
ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
127)
সনেট
– পেত্রাক
128)
সায়েন্স
ফিকশন – মেরি শ্যালি
129)
যাত্রা
– ক্লাওডিও মন্টে ভারডি
130)
রুশ
সাহিত্য – ম্যক্সিম গোরকি
131)চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
132)
বাংলাদেশ
চলচিত্র – আব্দুল জব্বার খান
133)
আধুনিক
নৃত্য – ইসাডেরা
134)
পশ্চিমা
সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
135)
উপমহাদেশে
সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
136)
রেনেসীয়
চিত্রকলা – জিওট্টো
137)
আধুনিক
কার্টুন – উইলিয়াম হোগারথ
138)
আধুনিক
সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
139)
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক 'বৈকুণ্ঠের খাতা'।
140)
তুমিতো ভারি সুন্দর ছবি অাঁক। এবাক্যে 'ভারি' অনন্বয়ী
অব্যয়।
141)মুক্তিযুদ্ধভিত্তিক
উপন্যাস 'অাগুনের পরশমণি'র রচয়িতা হুমায়ূন অাহমেদ।
142)
খনার বচনের মূলভাব সামাজিক মঙ্গল বোধ।
143)
'গাজী মিয়ার
বস্তানী' গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেন।
144)
যে উপসর্গটির
অর্থ ভিন্ন সেটি হলো- উপভোগ।
145)
অাগুনের
সমার্থক শব্দ হলো 'অনল'।
146)
বিভক্তিহীন
নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
147) 'দুরবস্থার' সন্ধি বিচ্ছেদ হলো- দুঃ+অবস্থা।
148)
জীবন থেকে
নেয়া' চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান।
149)
ব্যতিহার
বহুব্রীহির উদাহরণ হলো- 'কানাকানি'।
150)
সরল' শব্দের
বিপরীতার্থক শব্দ নয়- 'গরল'।
151)'বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' রচনা করেন রাজা
রাম মোহন রায়।
152)
কাজী নজরুল
ইসলামের উপন্যাস 'বাঁধন হারা'।
153)
বেগম রোকেয়া
সাখাওয়াত রচিত গ্রন্থের নাম 'পদ্মরাগ'।
154)
উপসর্গ
যোগে গঠিত শব্দ 'অাঘাটা'
155)
জীবনানন্দ
দাশকে 'নির্জনতার' কবি বলেছেন বুদ্ধদেব বসু।
156)
বিভক্তিহীন নাম শব্দকে কী। বলে?- -প্রাতিপাদিক
157)
তাম্বুলিক শব্দের সমার্থক নয়- =তামসিক
158)
ব্যতিহার বহুব্রীহির উদাহরণ – =কানাকানি
159)
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশী- =ক্রিয়া ও সর্বনাম
পদে
160)
জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক- =জহির রায়হান
161)রবীন্দ্রনাথের কৌতুক নাটক- =বৈকুণ্ঠের
খাতা
162)
দুরবস্থা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী? =দুঃ + অবস্থা
163)
আগুণ এর সমার্থক শব্দ- =অনল
164)
জীবনানন্দ দাশ কে নির্জনতম কবি বলেছেন – =বুদ্ধদেব বসু
165)
বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার লেখা- =রাজা রামমোহন রায়
166)
সরল শব্দের বিপরীত নয়- =গরল
167)
কোনটি অপাদান কারক- =ট্রেন ষ্টেশন ছেড়েছে
168)
Hand out meaning – =প্রচারপত্র
169)
বেগম রোকেয়া সাখাওয়াত এর রচনা- =পদ্মরাগ
170)
মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ- =গাজী মিয়ার বস্তানী
171)কোন শব্দটি উপসর্গ দিয়ে
গঠিত-=আঘাটা
172)
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়-=করব
173)
খনার বচন এর মূলভাব-=সামাজিক মূল্যবোধ
174)
আগুনের পরশমণি কার লেখা উপন্যাস =হুমায়ূন আহমেদ
175)
তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! বাক্যটিতে কোন প্রকারের অব্যয় বব্যহৃত
হয়েছে? – =অনন্বয়ী অব্যয়
176)
কোন উপসর্গটি ভির্নাথক- উপভোগ
177)
বাঁধনহারা কাজী নজরুলের কোন ধরনের রচনা- উপন্যাস
178) বীরবল
কোন লেখকের সাহিত্যিক ছদ্মনাম?---প্রমথ চৌধুরী
179) মুনীর
চৌধুরীর "মুখরা রমনী বশী করণ"--একটি--অনুবাদ নাটক
180) চন্দরা'চরিত্রের
স্রষ্টা কে?--রবীন্দ্রনাথ(শাস্তি ছোটগল্প)
181)পূর্বাশা" পত্রিকার
সম্পাদক কে?--সঞ্জয় ভট্টাচার্য
182) কে
ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?--রামরাম বসু
183) কত
সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়?—১৮৬১
184) Null
and Void"এর বাংলা পরিভাষা কোনটি?-বাতিল
185) কোনটি
শুদ্ধবানান?-স্বায়ত্তশাসন (প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই )
186) গিন্নি"কোন
শ্রেণির শব্দ?--অর্ধ-তৎসম শব্দ(গৃহিনী তৎসম)
187) শ্রদ্ধা
শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?--(ক)শ্রৎ + √ধা + অ
+ আ
188) পুষ্পসৌরভ"কোন
সমাসের উদাহরণ?--তৎপুরুষ সমাস
189) সূর্য
শব্দের সমার্থক শব্দ কোনটি?—অর্ক
190) হ্ম"এর
যুক্ত বর্ণ কোনটি?
-- হ্+ম
191)সদ্যোজাত"শব্দের
সন্ধি বিচ্ছেদ কোনটি?
--সদ্য:+জাত
192) ব্যক্ত"শব্দের
বিপরীতার্থক শব্দ কোনটি?
--গূঢ়
193) বাংলা
কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
--মোড়ক
194) কোনটি
একটি সার্থক বাক্যের গুণ নয়?
--আসক্তি
195) গঠন
রীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত---নাটগীতি (ধামালি নয় কারন ধামালি কোন গঠনরীতি নয় )
196) সান্ধ্যভাষা"কোন
সাহিত্যকর্ম?
--চর্যাপদ
197) দৌলত
উজির বাহরাম খাঁ কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
--চট্টগ্রামের
198) চন্দ্রাবতী
কী?
--চন্দ্রাবতী(পালা গান):নয়ন চাঁদ গোষ/
চন্দ্রাবতী
(কাব্য): কোরেশি মাগন
ঠাকুর
199) বিদ্যাপতি
কোন রাজ সভার কবি ছিলেন?
--মিথিলার
200)কোনটি বিদ্যাসাগরের
আত্মজীবনীমূলক লেখা?
--আত্মচরিত
201) রোকেয়া
সাখাওয়াত হোসেনের "মতিচূর"কোন ধরনের রচনা?
--প্রবন্ধ
202) কোনটি
জসীম উদদীনের রচনা?
--ঠাকুর বাড়ি আঙিনা
203) কোন
শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
--ত্রিভুজ
204) কোনটিতে
অপ্রয়োগ ঘটেছে?
--একত্রিত(একত্র)
205) বাংলা
ভাষায় ব্যবহৃত মৌলিক
স্ব-ধ্বনি কতটি?
--৭টি
206) বাবা'কোন
ভাষা থেকে আগত শব্দ?
--তুর্কি
207) আমার
ঘরে চাবি পরের হাতে "গানটির রচয়িতা কে?
--লালন
শাহ
208) মুক্তিযুদ্ধের
পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ
কোনটি?
--বন্দি শিবির থেকে
209) কাজী
নজরুল ইসলামের 'অগ্নিবীণা'কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
--প্রলয়োল্লাস
210) দীনবন্ধু
মিত্রের 'নীল দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
--ঢাকা
211)কোনটি রবীন্দ্রনাথের
কাব্যগ্রন্থ?
শেষ লেখা(১৯৪১)
212) নদী ও
নারী"উপন্যাসের রচয়িতা কে?
--হুমায়ুন
কবির
213) কোনটি
বাগধারা বোঝায়?
উত্তরঃ শিরে সংক্রান্তি
214) কোনটি
মৌলিক শব্দ?
উত্তরঃ গোলাপ
215) বাংলা
সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
216) ভাষা
আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তরঃ
হাসান হাফিজুর রহমান
217) নিচের
কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তরঃ
ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
218) বাংলাদেশে
গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তরঃ
সেলিম আল দীন
219) ‘সমভিব্যাহারে’
শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
220) শৃঙ্গার
রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
উত্তরঃ
প্রেমরস
221) ‘পূর্ববঙগ
গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ
দীনেশচন্দ্র সেন
222) ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর
অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়,
আর কোনটি নয়
223) ‘গোরক্ষ
বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ
নাথধর্ম
224) শাক্ত
পদাবলির জন্য বিখ্যাত-
উত্তরঃ রাম প্রসাদ সেন
225) ‘অলৌকিক
ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?হূমায়ুন আজাদ
226) ‘Custom’
শব্দের পরিভাষা কোনটি যথার্থ?উত্তরঃ শুল্ক
227) কাজী
নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
228) “প্রদীপ
নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ
বিষাদ সিন্ধু
229) “মাতৃভাষার
যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি?
উত্তরঃ
মীর মশাররফ হোসেন
230) বর্গের
কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?উত্তরঃ তৃতীয় বর্ণ
231) ‘কদাকার’
শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?উত্তরঃ দেশি উপসর্গ
232) যুক্তাক্ষর
এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ মাত্রাবৃত্ত
233) নিচের
কোনটি অশুদ্ধ?উত্তরঃ দোষী-নির্দোষী
234) ‘কল্লোল’
পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
235) “আমি এ
কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে
“নিছনি” কীঅর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ
পূজা
236) “ধর্ম
সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
237) কোন
বাক্যটি শুদ্ধ?উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
238) Ode
কী?উত্তরঃ খন্ড কবিতা
239) মুহাম্মদ
আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব
240) ‘জলে-স্থলে’
কী সমস্যা?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
241) ‘ঔ’
কোন ধরনের স্বরধ্বনি?উত্তরঃ যৌগিক স্বরধনি
242) “বিস্মায়াপন্ন”
সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ
বিস্ময় দ্বারা আপন্ন / বিস্ময়কে আপন্ন
243) কবি
কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
244) সৈয়দ
মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?উত্তরঃ অলীক মানুষ
245) রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?উত্তরঃ ১৯১০
246) ‘আসাদের
শার্ট’ কবিতার লেখক কে?শামসুর রাহমান
247) শব্দের
যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ?উঃ জ+ঞ
248) নিচের
কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের চরিত্রউঃনিখিলেস – বিমলা
249) বাংলা
বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?উঃ৮টি
250) বিষাদসিন্ধু
একটিউঃ ইতিহাস আশ্রিত উপন্যাস
251) সবুজপত্র
প্রকাশিত হয় কোন সালেউঃ ১৯১৪
252) মুক্তিযুদ্ধ
ভিত্তিক নাটকউঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
253) মধ্যযুগের
বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম –উঃশ্রীচৈতন্য
254) কোনটি
জসিমউদ্দিন নাটকউঃ বেদের মেয়ে
255) মধ্যযুগের
শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?উঃ ১৭৬০সালে
256) কোনটি
উপন্যাস নয় ?উঃ কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
257) মুনীর
চৌধুরীর অনূদিত নাটক কোনটি?উঃ মুখরা রমনী বশীকরণ
258) তোহফা
কাব্যটি কে রচনা করেন ?উঃআলাওল
259) এন্টনি
ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?উঃ কবিগান
260) নিচের কোনটি
ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ?উঃদৃষ্টিপাত
261) যে
উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য -উঃসঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি
প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে ।
262) এ যে
আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?উঃবিশেষণ ।কারণ চেনা >> লোককে modify
korce.
263) হেড
মৌলভী কোন ভাষার শব্দ ?উঃ ইংরেজি + ফার্সি
264) রবীন্দ্র
-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?উঃরবি + ইন্দ্র
265) মিথ্যাবাদীকে
সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর?উঃ মিথ্যাবাদীকে কেউ
পছন্দ করে না
266) বন্ধন
শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?উঃ বন্+ধন্
267) প্রকর্ষ
শব্দের সমার্থক শব্দ কোনটি?উঃ উত্কর্ষ
268) কোনটি
কাজী নজরুল ইসলামের উপন্যাস ?উঃ কুহেলিকা
269) কোনটি
মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?উঃ বীরাঙ্গনা
270) একখানি
ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?উঃ সোনার তরি
271) আমি
কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?উঃআবু জাফর ওবায়দুল্লাহ
272) হরিনাথ
মজুমদার সম্পাদিত পত্রিকার নামউঃ গ্রামবার্তা প্রকাশিকা
273) ইয়ং
বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?উঃজ্ঞানা্ঙ্কুর
274) রাজা
প্রতাপদিত্য চরিত্র কার লেখা ?উঃ রামরাম বসু
275) কোনটিতে
নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ?উঃ প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ
স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
276) কোনটি
বিশেষ্য পদ ?উঃ জাত
277) কোনটি
সমাসবদ্ধ পদউঃ তপোবন
278) কোনটি
প্রত্যয়যোগে গঠিত হয়নি ?উঃশুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে
। প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী
279)
প্রশ্ন :সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছেকোন কবির?উত্তর: কাহ্নপা
280)
প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?উত্তর:
দোহাকোষ
281)
প্রশ্ন :“তাম্বুল রাতুল হইল অধর পরশে।”– অর্থ-উত্তর: ঠোঁটের পরশে
পান লাল হল
282)
প্রশ্ন :‘হপ্তপয়কর’ কার রচনা?উত্তর: সৈয়দ আলাওল
283)
প্রশ্ন :মঙ্গলকাব্যের কবি নন-উত্তর: দাশু রায়
284)
প্রশ্ন :‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-উত্তর: জন ক্লার্ক
মার্সম্যান
285)
প্রশ্ন :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী-উত্তর: আত্মচরিত
286)
প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল-উত্তর:
খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে
287)
প্রশ্ন :‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?উত্তর: প্রমথ চৌধুরী
288)
প্রশ্ন :বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-উত্তর:
কৃষ্ণকুমারী
289)
প্রশ্ন :‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?উত্তর: রোমান্সমূলক
উপন্যাস
290)
প্রশ্ন :কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?উত্তর: “অগ্নিগ্রাসী
বিশ্বত্রাসি জাগুক আবার আর্তনাদ”।
291)
প্রশ্ন :দ্রৌপদি হলো-উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
292)
প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটির লেখক-উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
293)
প্রশ্ন :‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?উত্তর: বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান
294)
প্রশ্ন :“প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”- গানটির
গীতিকার-উত্তর: শেখ ওয়াহিদ
295)
প্রশ্ন :‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা-উত্তর: তারেক মাসুদ
296)
প্রশ্ন :‘হুলিয়া’ কবিতা কার রচনা?উত্তর: নির্মলেন্দু গুণ
297)
প্রশ্ন :কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?উত্তর:
সোমেন চন্দ
298)
প্রশ্ন :কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র
অঙ্কিত হয়েছে? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব- পশ্চিম
299)
পুরষ্কার/পরিস্কার : দুটোই অশুদ্ধ
300)শুদ্ধ
– মনীষী
301)
শুদ্ধ - দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
302)
consumer goods = ভোগ্যপণ্য
303)
জলের সমার্থক নয় – জলধী
304)
বিপরীত নয় - হৃষ্ট – পুষ্ট
305)
পরশ্ব অর্থ – পরশু
306)
মৌলিক স্বরধ্বনি - ৭ টি
307)
শব্দ সাধন হয় না - লিঙ্গ পরিবর্তন দ্বারা
308)
লবণ এর বিশেষ্য – লাবণ্য
309)
বাক্যের বৈশিষ্ট্য নয় - আসক্তি
310)
প্রত্যয় সাধিত – খন্ডিত
311)দ্বৈপায়ন
= দ্বীপ + অয়ন
312)
জজ সাহেব - কর্মধারয়
313)
ধ্বনির পরিবর্তন নয় - প্রাতিপদিক
314) "যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম।" রবীন্দ্রনাথের কোন
গল্পের উক্তি? > হৈমন্তী গল্পের উক্তি
315)
"রাজবন্দির জবানবন্দি"
কার বিখ্যাত প্রবন্ধ?> কাজী নজরুল ইসলামের।
316) "গগনে গরজে মেঘ, ঘন বরষা" পরের লাইন নিচের কোনটি?>
কূলে একা বসে আছি, নাহি ভরসা
317) যা অধ্যয়ন করা হয়েছে" এককথায় হবে –?>অধীত
318) যিনি বক্তৃতা দানে পটু এককথায় হবে–?> বাগ্মী
319) "হাজার বছর ধরে" উপন্যাসটি কে রচনা করেন?> জহির
রায়হান
320) "এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে
রেখেছি দুই নয়নের জলে।"এর পরের লাইন হবে?>এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার
মত মুখ/পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইতো বুক।
321) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন কার কোন গল্পের
উক্তি?> জহির রায়হানের একুশের গল্পের উক্তি
322) রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে?> ১৯১৩ সালে।
323) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট কার রচনা?>
জহির রায়হানের রচনা
324) "মহাশ্মশান" কার রচিত মহাকাব্য?> কায়কোবাদ রচনা করেন
পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৭৬১ সালে।
325) "সনেটে"কতটি পংক্তি থাকে?> ১৪ টি(৮+৬=১৪টি)
326) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?>মাইকেল মধুসূদন
দত্ত(অমিত্রাক্ষর অর্থ মিলহীন বা অমিল/মিত্রহীন)
327) "পদ্মা নদীর মাঝি" কার লেখা বিখ্যাত উপন্যাস?>মানিক
বন্দ্যোপাধ্যায় এর আঞ্চলিক উপন্যাস।কেন্দ্রিয় চরিত্র কবের ও কপিলা)
328) নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয়?>নৌকাডুবি(এটা
উপন্যাস)
329) যা কষ্টে অতিক্রম করা যায়"এককথায় হবে?> দুরাতিক্রম্য
330) "The rose is a fragrant flower" এর বাংলা অনুবাদ হবে?>
গোলাপ সুগন্ধি ফুল
331) পত্রের গর্ভাংশকে কী বলে?>মূল বিষয়।
332) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি কী প্রকার করে?>
অনশ্চিয়তা
333) প্রদীপ নিভে গেল। বাক্যটি কোন কালের?> সাধারণ অতীত কালের
334) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি" গানটির রচয়িতা
কে?> আব্দুল গাফফার চৌধুরী
335) "সংশয়" এর বিপরীত শব্দ কী?> প্রত্যয়
336) "আরোহন" এর বিপরীত কী হবে?> অবরোহণ
337) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের? ®=>অগ্নিবীণা(১৯২২)
338) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির চরণ?> জীবনন্দ
দাশের।
339) দশে
মিলে করি কাজ এখানে "দশে" কোন কারকে কোন বিভক্তি?> কর্তৃকারকে ৭মী
বিভক্তি
340) স্বরসংগতির
উদাহরন কোনটি? >দেশী> দিশী
341) কোন
বানানটি সঠিক –?>ভদ্রোচিত
342) উত্তম
পুরুষের উদাহরণ হলো –? >আমি,
343) দিনের
আলো ও সন্ধ্যার আঁধারের মিলন কে কী বলে?>গোধূলি
344) উনপাঁজুরে
শব্দরে অর্থ কী?> দুর্বল।
345) "পাতায়
পাতায় পড়ে নিশির শিশির" এখানে "পাতায় পাতায়" কোন কারকে কোন
বিভক্তি?>অধিকরণে ৭মী বিভক্তি
346) যা
দীপ্তি পাচ্ছে এক কথায় হবে--?> দেদীপ্যমান
347) আকাশ
শব্দের সমার্থক নয় কোনটি?>হিমাংশু
348) নিচের
কোনগুলো দেশী শব্দ?> চাল, চুলা(ডাব,কুলা,চুঙ্গা,ডিঙি)
349) সন্ধি
শব্দের বিপরীত শব্দ হবে?> বিয়োগ
350) কোনটির
লিঙ্গান্তর হয় না –? ®=>কবিরাজ
351) নিচের
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় –?>মৃত্যু ক্ষুধা(নজরুল)
352) ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী?>বন্দোপাধ্যায়(ছদ্মনাম উপর্যুক্ত কৎস্যচিৎ
ভাইপো)
353) সুকান্ত
ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন –?> ২১ বছরে(এর জন্য তাকে কিশোর কবি বলা
হয়)
354) বাংলা
কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্ম হয়?>২৫ বৈশাখ,১২৬৮(মারা যায় ২২শ্রাবণ ১৩৪৮)
355) সকল
সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ হলো?> সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
356) বাঁধ্
+ অন = বাঁধন এখানে বাঁধন কোন শব্দ/পদ –?> কৃদন্ত শব্দ
357) ধাতু
কয় প্রকার?> ৩ প্রকার
358) রচনাটির
উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ কী হবে?> রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য,
359) যে বহু
বিষয় জানে এক কথায় তাকে বলে?> বহুজ্ঞ
360) দ্বি-স্বর
স্বরধ্বনি কোনটি?> ঐ (২টি ঐ, ঔ,)
361) সূর্য
এর প্রতিশব্দ নয় কোনটি?> হিমকর
362) "কবর"
কবিতাটি কোন কাব্যের? >রাখালী
363) আহসান
হাবীব এর কাব্যগ্রন্থ নিচের কোনটি?> আশায় বসতি, ছায়াহরিণ ও সারাদুপুর।
364) বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?-উঃ
ধ্বনি,শব্দ,বাক্য
365) “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?-উঃ অমৃত
366) "এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত
হয়েছে ?-উঃ বিশেষ্য
367) অচেনা” কোন সমাস ?-উঃ তৎপুরুষ
368) “গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?-উঃ
অপাদান কারকে শূন্য
369) কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা
হয়?-উঃ পদ্মভূষণ
370) “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?-উঃ তারেক মাসুদ
371) লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?-উঃ কবিরাজ
372) নির্ভুল বানান কোনটি ?-উঃ মুহুর্মুহু
373) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?-উঃ চন্দ্রাবতী
374) ওমর খৈয়াম কোন দেশের কবি ?-উঃ কোনটিই নয়।
375) চেটে খাওয়ার যোগ্য?-উঃ লেহ্য
376) সন্ধি বিচ্ছেদ পুরস্কার-উ: পুরঃ+কার
377) চোখের বালি এর অর্থ -উ: শত্রু
378) কৃতঘ্ন অর্থ -উ: যে উপকারীর অপকার করে
379) চক্ষু দ্বারা গৃহীত-উ: চাক্ষুষ
380) মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –উ: কোনটি নয় (অতুল
প্রসাদ সেন সঠিক উত্তর)
381) বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থানউ: রংপুর
382) যা স্থায়ী নয়উ: অস্থায়ী
383) আমানত অর্থউ: গচ্ছিত।
384) খেচর শব্দের অর্থ কী?উ: পাখি
385) প্রথিতযশা শব্দের অর্থ কী?উ: খ্যাতনামা
386) বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’উ: চাটুকারিতা
387) ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?উ: আগাগোড়া
388) শুদ্ধ বানান কোনটি?উ: মাধ্যাকর্ষণ
389) দুহিতা শব্দের অর্থ কী?উ: কন্যা
390) সমীরণ শব্দের অর্থ কী?উ: বাতাস
391) প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বিষণ্ন
392) অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বহিরঙ্গ
393) যিনি বিদ্যা লাভ করিয়াছেনউ: কৃতবিদ্যা
394) সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?উ:
হিমালয় পর্যন্ত
395) ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?উ: বেহায়াপনা
396) যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?উ: সমস্যমান পদ
397) ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?উ: উপন্যাস
398) কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?উ: সম্+চয়=সঞ্চয়
399) ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?উ: ভাববাচ্য
400)নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?উ: বিশেষণ
401) ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃAns: গোধূলি
402) সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?Ans:ষট+আনন=ষড়ানন
403) ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?Ans:পর্তুগিজ
404) ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?Ans: বিস্ময় চিহ্ন
405) ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও
বিভক্তি কোনটি?=অধিকরণে ২য়া
406) ‘অসুখ’ কোন সমাস?Ans: বহুব্রীহি
407) ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?Ans:বুড়োর ভীমরতি
408) পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?Ans:স্নেহাসম্পদ
No comments:
Post a Comment