বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-১০০% কমন নিশ্চিত -১ম
অংশ
(৬১তম পর্ব-১ম অংশ-বার বার রিভিশন করলে মনে
থাকবে।
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS
VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive
Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School,
Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha,
Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge
(Verification, Recruitment & Training School-Securex), Senior Executive
& In Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য
ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের
জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
অন্যান্য
পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ
৭। গণিত এর সকল সমস্যার সমাধান
করার সহজ উপায়-জানতে এখানে ক্লিক করুন।
৮। বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (৭৮তম পর্ব)
৮। বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (৭৮তম পর্ব)
বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ
1) ভাষার মূল উপাদান – ধ্বনি
2) আভরণ শব্দের অর্থ – অলংকার
3) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়
4) ঢাকের কাঠি বাগধারার অর্থ – তোষামুদে
5) বাবুর্চি – তুর্কি শব্দ
6) শুদ্ধ বানান – মূর্ধন্য
7) চীনা শব্দ – চা, চিনি
8) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য– বিশেষ্যের পুনরাবৃত্তি
দূর করা
9) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
10) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম
11) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে
12) পাবক শব্দের সমার্থ – অগ্নি
13) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা –সমাপ্তি
14) তুমি যাও – অনুজ্ঞা
15) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)
16) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
17) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক –হুমায়ুন কবির
18) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
19) আবোল তাবোল কার – সুকুমার রায়
20) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম
কেরি
21) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
22) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য –অন্তমিল থাকেনা
23) চাঁদ – তদ্ভব শব্দ
24) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে –বিশেষ্য
25) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য
26) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
27) শুদ্ধ বানান – নির্নিমেষ
28) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
29) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
30) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য
31) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার
32) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু
ভাষায়
33) রাত্রির সমার্থক নয় – বারিদ
34) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা
35) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি
36) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান
–নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
37) অভিনিবেশ শব্দের অর্থ –মনোযোগ
38) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো
39) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
40) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি
মেনে চলে।
41) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ –গোপন রাখার প্রয়াস
42) কোনটি পরিচ্ছদ – শিমুল
43) যৌগিক বিশোষণের উদাঃ –পন্ডিত জনোচিত উক্তি
44) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
45) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ
46) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
47) Transliteration এর পরিভাষা –প্রতিবর্ণীকরন
48) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর
চৌধুরী
49) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
50) এক জাতীয় নয় – তনয়
51) শামসুর রাহমানের গদ্য গন্থ –স্মৃতির শহর
52) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
53) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী –বিরক্তি
বোঝায়
54) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা –কবিতা
55) সমার্থক নয় – মরৎ
56) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা
হয়ে গেল
57) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য –পুবের হাওয়া
58) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
59) যৌবন এর বিপরীত শব্দ – জরা
60) ছেমড়া শব্দটি – সংস্কৃত
61) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার
২০১২ পদক পান – হরিশংকর জলদাস
62) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ
দুঃখ ( ১৯৭৬)
63) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী
64) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ
65) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন –শামসুর
রাহমান
66) শুব্দ বানান – মুমূর্ষু
67) যে নারী প্রিয় কথা বলে –প্রিয়ংবদা
68) দশানন কোন সমাস – বহুব্রীহি
69) Executive – এর পরিভাষা –নির্বাহী
70) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ –পরি + আলোচনা
71) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় –মেধা + বিণ
72) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
73) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে
৭মী
74) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় –বারি
75) কচ্ছপের কামড় বাগধারার অর্থ –নাছোড় বান্দা
76) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
77) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
78) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
79) সৌম্য এর বিপরীত – উগ্র
80) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
81) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
82) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
83) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
84) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
85) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
86) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
87) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
88) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
89) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
90) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
91) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
92) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
93) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
94) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
95) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
96) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
97) রামা এর প্রতিশব্দ নয় – সুত
98) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
99) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
100) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
101) কোনটি সঠিক – আপাদমস্তক
102) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
103) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
104) রক্ত করবী – নাটক
105) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
106) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
107) যে নারী প্রিয় কথা বলে –প্রিয়ংবদা
108) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
109) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
110) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
111) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে –কর্মকারক
112) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
113) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
114) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল
মধুসূদন দত্ত
115) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
116) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
117) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ –পরি + আলোচনা
118) অম্বর শব্দের অর্থ – আকাশ
119) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
120) শুদ্ধ বানান – পিপীলিকা
121) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
122) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ –প্রত্যয়জনিত কারনে।
123) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত
124) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
125) উত্তম পুরুষের উদাঃ – আমি
126) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী
127) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
128) আকাশ শব্দের সমার্থক নয় –হিমাংশু
129) দেশী শব্দ – চাল, চুলা
130) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
131) কোনটির লিঙ্গান্তর হয় না –কবিরাজ
132) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে
উপস্থিত ছিলেন
133) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ
134) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
135) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ
অনস্বীকার্য
136) দশে মিলে করি কাজ এখানে দশে– কর্তৃকারকে ৭মী বিভক্তি
137) স্বরসংগতির উদাহরন – দেশী>দিশী
138) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় –অধিকরণে
৭মী বিভক্তি
139) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
140) যৌগিক স্বরধ্বনি – ঐ
141) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
142) কবর কবিতাটি কোন কাব্যের –রাখালী
143) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ –আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
144) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী
গল্পের উক্তি
145) হাজার বছর ধরে রচনা করেন –জহির রায়হান
146) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে
দুই নয়নের জলে। এর পরের লাইন — এতটুকু
তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ
147) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির
রায়হানের একুশের গল্পের উক্তি
148) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
149) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা
150) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
151) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন –২১ বছরে
152) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
153) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট –জহির
রায়হানের রচনা
154) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন
155) সনেট এর পংক্তি – ১৪ টি
156) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন
দত্ত
157) পদ্মা নদীর মাঝি যার লেখা –মানিক বন্দোপাধ্যায়
158) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি
159) রাজবন্দীর জবানবন্দী কার –কাজী নজরুল ইসলাম
160) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি
ভরসা
161) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
162) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
163) কষ্টে অতিক্রম করা যায় যা –দুরাতিক্রম্য
164) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি
ফুল
165) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
166) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে –অনশ্চিয়তা
167) প্রদীপ নিভে গেল। বাক্যটি –সাধারণ অতীত কালের
168) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা
–আঃ গাফফার চৌধুরী
169) সংশয় এর বিপরীত – প্রত্যয়
170) আরোহন এর বিপরীত – অবরোহণ
171) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য
172) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট
173) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
174) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
175) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ
176) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য –সত্যবাদীকে
সকলে বিশ্বাস করে
177) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন
সমাগম,কাক নিদ্রা- অগভীরনিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
178) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা– কাজী নজরুল ইসলাম
179) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা
180) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা –জীবনন্দ
দাশ
181) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
182) হরতাল – গুজরাটি শব্দ
183) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি –সৈয়দ মঈনুল হোসেন
184) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা– জসীম উদদীন
185) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি
186) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
187) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
188) শকট শব্দের অর্থ – মাছ
189) শেষ লেখা কি জাতীয় রচনা –কাব্য
190) যে বিষয়ে কোন বিবাদ নেই –অবিসংবাদী
191) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
192) নীল দর্পন নাটক প্রকাশিত হয় –ঢাকা থেকে
193) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় –১৮৬১ সালে
194) পদ্মাবতী কার রচনা – আলাওল
195) ভানুসিংহ যার ছদ্মনাম –রবীন্দ্রনাথ ঠাকুর
196) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
197) বাংলা উপসর্গ – অনা
198) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
199) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
200) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
201) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
202) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা
203) কোন রচনার জন্য নজরুলের জেল হয়– আনন্দময়ীর আগমনে
204) বঙ্কিম এর বিপরীত –ঋজু
205) অপোগন্ড শব্দের অর্থ –অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
206) বাবা – তুর্কি শব্দ
207) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
208) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
209) সওগাত শব্দের অর্থ – উপহার
210) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
211) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়
212) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত
213) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
214) সিডর – সিংহলি ভাষার শব্দ
215) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়,রোগাও নয়
216) অপপ্রয়োগের দৃষ্টান্ত –নির্ভরশীলতা
217) Barren শব্দরে অর্থ – ঊষর
218) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
219) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
220) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর
221) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ –ক্ষুধ+ নিবৃত্তি
222) বায়স শব্দের অর্থ – কাক
223) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –লাঙ্গল
224) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
225) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
226) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় –ধ্বনিতত্ত্বে
227) রাবণের চিতা বাগধারার অর্থ –চির অশান্তি
228) শিখা পত্রিকা কোন সংগঠনের –মুসলিম সাহিত্য সমাজ
229) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ
230) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ
231) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
232) দশে মিলে করি কাজ বাক্যে দশে– কর্তৃকারকে ৭মী বিভক্তি
233) নজরুল কারাবরণ করেন –আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
234) বেগম রোকেয়ার রচনা – মতিচুর,পদ্মরাগ, অবরোধবাসিনী
235) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
236) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ
ঠাকুর
237) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী
238) জানালা শব্দটি – ফারসি শব্দ
239) বাংলা ভাষার প্রথম সাময়িকী –দিক দর্শন
240) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয়
প্রাকৃত থেকে
241) বসন্তকুমারী নাটকের রচয়িতা –মীর মশাররফ হোসেন
242) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর– সত্যেন্দ্রনাথ দত্ত
243) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ –বিপদে
পড়ে কাজ করা।
244) শুদ্ধ বানান – মুহুর্মুহু
245) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই
246) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ –দীর্ঘ আলোচনা
247) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ –প্রবল সৌভাগ্য
248) বহুব্রীহি সমাস – দশানন
249) পানির সমার্থক শব্দ – উদক
250) কোথাও উন্নত কোথাও অবনত এককথায় – বন্ধুর
251) যা লাফিয়ে চলে – প্লবক
252) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর প্রার্থনা – সরল বাক্য
253) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি –সরল বাক্য
254) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে– ৫টি
255) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য –বীরাঙ্গনা
256) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন – তাসের দেশ
257) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ– নীলদর্পন
258) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন – মুনি দত্ত
259) জহির রায়হানের রচনা – আরেক ফাল্গুন
260) নজরুল রচিত নাটক – ঝিলিমিলি
261) মুনির চৌধুরী রচিত কবর একটি –নাটক
262) পঞ্চতন্ত্র রচনা করেন – সৈয়দ মুজতবা আলী
263) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন– বড়ু চন্ডীদাস
264) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
265) ঐহিক এর বিপরীত শব্দ –পারত্রিক
266) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ – ক্ষুদ্রার্থে
267) দ্বিগু সমাস – চৌরাস্তা
268) যার চক্ষুলজ্জা নাই – চশমখোর
269) যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
270) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
271) শুদ্ধ বানান – অগ্নিবীণা
272) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ –স্বার্থপর
273) একচোখা – পক্ষপাত দুষ্টু
274) বাংলায় স্বরবর্ণ -১১ টি
275) বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – নজরুল ইসলাম
276) বিষাদসিন্ধু যাঁর রচনা – মীর মশাররফ হোসেন
277) চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন
278) সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি –ঈশ্বরচন্দ্র গুপ্ত
279) চর্যাপদ আবিষ্কার করেন –হরপ্রসাদ শাস্ত্রী
280) মধ্যযুগের কাব্যের একটি ধারা –মঙ্গল কাব্য
281) মাত্রাহীন বর্ণ – ১০টি
282) রোহিণী চরিত্রটি – কৃষ্ণকান্তের উইল উপন্যাসের
283) আমার সোনার বাংলা কবিতার প্রথম – ১০ লাইন জাতীয় সঙ্গীত
284) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব – হীরক জয়ন্তী
285) ভুল সন্ধি বিচ্ছেদ – দু+ লোক= দ্যুলোক
286) বাবা শব্দটি – তুর্কি
287) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। এখানে – দিয়ে হলো –অনুসর্গ
288) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা – করণ কারক
289) সংবাদপত্র – মধ্যপদলোপী কর্মধারয় সমাস
290) ভানুমতির খেল মানে –ভেলকিবাজি
291) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে – বচনের ভুল
292) বাংলা গদ্যরীতির জনক –বিদ্যাসাগর
293) ছায়া হরিন যাঁর রচনা – আহসান হাবীব
294) সুসময়ের বন্ধু – বসন্তের কোকিল
295) সমুদ্র শব্দের সমার্থক নয় – অদ্রি
296) অশুদ্ধ বানান – ভূল
297) খদ্দর -গুজরাটি শব্দ
298) সঠিক ণ এর ব্যবহার হয়েছে – তৃষ্ণা শব্দে
299) জাতি+ অভিমান – জাত্যভিমান
300) কোনটি প্রবন্ধ – কালান্তর
301) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে –উপসাগর শব্দে
302) কন্যার সমার্থক শব্দ নয় – সহোদরা
303) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি –অধীনস্থ
304) অসমাপ্ত আত্নজীবনীর লেখক –শেখ মুজিবুর রহমান
305) ভাষার মূল উপাদান – ধ্বনি
306) আভরণ শব্দের অর্থ – অলংকার
307) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়
308) ঢাকের কাঠি বাগধারার অর্থ –তোষামুদে
309) বাবুর্চি – তুর্কি শব্দ
310) শুদ্ধ বানান – মূর্ধন্য
311) চীনা শব্দ – চা, চিনি
312) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য– বিশেষ্যের পুনরাবৃত্তি
দূর করা
313) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
314) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম
315) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে
316) পাবক শব্দের সমার্থ – অগ্নি
317) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা –সমাপ্তি
318) তুমি যাও – অনুজ্ঞা
319) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)
320) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
321) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক –হুমায়ুন কবির
322) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
323) আবোল তাবোল কার – সুকুমার রায়
324) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম
কেরি
325) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
326) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য –অন্তমিল থাকেনা
327) চাঁদ – তদ্ভব শব্দ
328) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে –বিশেষ্য
329) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য
330) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
331) শুদ্ধ বানান – নির্নিমেষ
332) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
333) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
334) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য
335) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার
336) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু
ভাষায়
337) রাত্রির সমার্থক নয় – বারিদ
338) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা
339) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি
340) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান
–নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
341) অভিনিবেশ শব্দের অর্থ –মনোযোগ
342) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো
343) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
344) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি
মেনে চলে।
345) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ –গোপন রাখার প্রয়াস
346) কোনটি পরিচ্ছদ – শিমুল
347) যৌগিক বিশোষণের উদাঃ –পন্ডিত জনোচিত উক্তি
348) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
349) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু,সংঘর্ষ, বিমর্ষ
350) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
351) Transliteration এর পরিভাষা –প্রতিবর্ণীকরন
352) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর
চৌধুরী
353) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
354) এক জাতীয় নয় – তনয়
355) শামসুর রাহমানের গদ্য গন্থ –স্মৃতির শহর
356) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
357) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী –বিরক্তি
বোঝায়
358) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা –কবিতা
359) সমার্থক নয় – মরৎ
360) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা
হয়ে গেল
361) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য –পুবের হাওয়া
362) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
363) যৌবন এর বিপরীত শব্দ – জরা
364) ছেমড়া শব্দটি – সংস্কৃত
365) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ
দুঃখ ( ১৯৭৬)
366) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী
367) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ
368) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন –শামসুর
রাহমান
369) শুব্দ বানান – মুমূর্ষু
370) যে নারী প্রিয় কথা বলে –প্রিয়ংবদা
371) দশানন কোন সমাস – বহুব্রীহি
372) Executive – এর পরিভাষা –নির্বাহী
373) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ –পরি + আলোচনা
374) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় –মেধা + বিণ
375) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
376) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে
৭মী
377) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় –বারি
378) কচ্ছপের কামড় বাগধারার অর্থ –নাছোড় বান্দা
379) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
380) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
381) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
382) সৌম্য এর বিপরীত – উগ্র
383) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
384) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
385) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
386) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
387) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
388) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
389) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
390) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
391) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
392) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
393) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
394) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
395) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
396) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
397) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
398) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
399) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
400) রামা এর প্রতিশব্দ নয় – সুত
401) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
402) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
403) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
404) কোনটি সঠিক – আপাদমস্তক
405) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
406) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
407) রক্ত করবী – নাটক
408) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
409) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
410) যে নারী প্রিয় কথা বলে –প্রিয়ংবদা
411) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
412) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
413) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
414) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে –কর্মকারক
415) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
416) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
417) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল
মধুসূদন দত্ত
418) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
419) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
420) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ –পরি + আলোচনা
421) অম্বর শব্দের অর্থ – আকাশ
422) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
423) ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
424) সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
425) ভাষার মৌলিক অংশ – ৪ টি
426) ভাষার আলোচ্য বিষয় – ৪টি
427) বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
428) বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে - ৫০টি
429) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
430) বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
431) বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
432) বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
433) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
434) বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
435) বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
436) স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
437) কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
438) বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
439) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
440) মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
441) মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
442) অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
443) অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
444) শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
445) স্পর্শ ধ্বনি – ২৫ টি
446) কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
447) তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
448) মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
449) দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
450) পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
451) নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
452) অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
453) তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
454) কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
455) পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
456) বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
457) তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন
সন্ধি, বিসর্গ সন্ধি।
458) ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
459) কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান,
সম্প্রদান, অধিকরণ ।
460) সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়,
তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
461) বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়,
দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
462) বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো - ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি
(১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
463) ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
464) লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয়
লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
465) বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
466) উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০)
ও বিদেশি)
467) প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয়
ও তদ্ধিত প্রত্যয় ।
468) দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের
দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
469) বিভক্তি কত টি? = ৭টি ।
470) সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা:সমস্তপদ,পূর্বপদ,পরপদ,ব্যাসবাক্য
ও সমস্যমান পদ ।
471) বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র,
যৌগিক ।
472) বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
473) বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
474) অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
475) উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার।তৎসম, অর্ধতৎসম,
তদ্ভব, দেশি,বিদেশি ।
476) গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
477) অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
478) কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
479) পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ
।
480) নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
481) অব্যয় কত প্রকার?= ৪ প্রকার।(যথা:সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক,অনন্বয়ী,অনুসর্গ,অনুকার
অব্যয়)
482) যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
483) অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
484) বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত,
মাত্রাবৃত্ত
485) ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার,
অর্থালঙ্কার ।
486) ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল,
ভবিষ্যৎকাল
487) ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা,
অনুজ্ঞা
488) সংখ্যাবাচক শব্দ কত প্রকার?=৪প্রকার।যথা:অঙ্ক বাচক,পরিমাণবাচক,ক্রমবাচক,তারিখ
বাচক
489) ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার?২ প্রকার ।যথা:
সমাপিকা ও অসমাপিকা ।
490) বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা
হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
491) সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
492) উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
493) বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
494) ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার (ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ,
অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ)
495) বাচ্য কত প্রকার? ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য)
496) বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? ২০ টি
497) শুদ্ধ বানান – পিপীলিকা
498) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
499) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ –প্রত্যয়জনিত কারনে।
500) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত
501) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
502) উত্তম পুরুষের উদাঃ – আমি
503) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী
504) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
505) আকাশ শব্দের সমার্থক নয় –হিমাংশু
506) দেশী শব্দ – চাল, চুলা
507) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
508) কোনটির লিঙ্গান্তর হয় না –কবিরাজ
509) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে
উপস্থিত ছিলেন
510) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ
511) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
512) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ
অনস্বীকার্য
513) দশে মিলে করি কাজ এখানে দশে– কর্তৃকারকে ৭মী বিভক্তি
514) স্বরসংগতির উদাহরন – দেশী>দিশী
515) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় –অধিকরণে
৭মী বিভক্তি
516) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
517) যৌগিক স্বরধ্বনি – ঐ
518) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
519) কবর কবিতাটি কোন কাব্যের –রাখালী
520) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ –আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
521) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী
গল্পের উক্তি
522) হাজার বছর ধরে রচনা করেন –জহির রায়হান
523) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে
দুই নয়নের জলে। এর পরের লাইন — এতটুকু
তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ
524) তপুকে আবার ফিরে পাবো,একথা ভুলেও ভাবিনি কোন দিন জহির রায়হানের
একুশের গল্পের উক্তি
525) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
526) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা
527) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
528) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন –২১ বছরে
529) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
530) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট –জহির
রায়হানের রচনা
531) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন
532) সনেট এর পংক্তি – ১৪ টি
533) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন
দত্ত
534) পদ্মা নদীর মাঝি যার লেখা –মানিক বন্দোপাধ্যায়
535) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি
536) রাজবন্দীর জবানবন্দী কার –কাজী নজরুল ইসলাম
537) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি
ভরসা
538) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
539) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
540) কষ্টে অতিক্রম করা যায় যা –দুরাতিক্রম্য
541) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি
ফুল
542) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
543) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে –অনশ্চিয়তা
544) প্রদীপ নিভে গেল। বাক্যটি –সাধারণ অতীত কালের
545) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা
–আঃ গাফফার চৌধুরী
546) সংশয় এর বিপরীত – প্রত্যয়
547) আরোহন এর বিপরীত – অবরোহণ
548) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য
549) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট
550) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
551) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
552) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ
553) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য –সত্যবাদীকে
সকলে বিশ্বাস করে
554) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন
সমাগম,কাক নিদ্রা- অগভীর নিদ্রা, শিরে
সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
555) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা– কাজী নজরুল ইসলাম
556) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা
557) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা –জীবনন্দ
দাশ
558) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
559) হরতাল – গুজরাটি শব্দ
560) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি –সৈয়দ মঈনুল হোসেন
561) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা– জসীম উদদীন
562) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি
563) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
564) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
565) শকট শব্দের অর্থ – মাছ
566) শেষ লেখা কি জাতীয় রচনা –কাব্য
567) যে বিষয়ে কোন বিবাদ নেই –অবিসংবাদী
568) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
569) নীল দর্পন নাটক প্রকাশিত হয় –ঢাকা থেকে
570) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় –১৮৬১ সালে
571) পদ্মাবতী কার রচনা – আলাওল
572) ভানুসিংহ যার ছদ্মনাম –রবীন্দ্রনাথ ঠাকুর
573) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
574) বাংলা উপসর্গ – অনা
575) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
576) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
577) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
578) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
579) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা
580) কোন রচনার জন্য নজরুলের জেল হয়– আনন্দময়ীর আগমনে
581) বঙ্কিম এর বিপরীত –ঋজু
582) অপোগন্ড শব্দের অর্থ –অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
583) বাবা – তুর্কি শব্দ
584) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
585) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
586) সওগাত শব্দের অর্থ – উপহার
587) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
588) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়
589) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত
590) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
591) সিডর – সিংহলি ভাষার শব্দ
592) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়,রোগাও নয়
593) অপপ্রয়োগের দৃষ্টান্ত –নির্ভরশীলতা
594) Barren শব্দরে অর্থ – ঊষর
595) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
596) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
597) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর
598) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ –ক্ষুধ+ নিবৃত্তি
599) বায়স শব্দের অর্থ – কাক
600) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –লাঙ্গল
601) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
602) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
603) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় –ধ্বনিতত্ত্বে
604) রাবণের চিতা বাগধারার অর্থ –চির অশান্তি
605) শিখা পত্রিকা কোন সংগঠনের –মুসলিম সাহিত্য সমাজ
606) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ
607) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ
608) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
609) দশে মিলে করি কাজ বাক্যে দশে– কর্তৃকারকে ৭মী বিভক্তি
610) নজরুল কারাবরণ করেন –আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
611) বেগম রোকেয়ার রচনা – মতিচুর,পদ্মরাগ, অবরোধবাসিনী
612) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
613) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ
ঠাকুর
614) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী
615) জানালা শব্দটি – ফারসি শব্দ
616) বাংলা ভাষার প্রথম সাময়িকী –দিক দর্শন
617) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয়
প্রাকৃত থেকে
618) বসন্তকুমারী নাটকের রচয়িতা –মীর মশাররফ হোসেন
619) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর– সত্যেন্দ্রনাথ দত্ত
620) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ –বিপদে
পড়ে কাজ করা।
621) শুদ্ধ বানান – মুহুর্মুহু
622) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই
623) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ –দীর্ঘ আলোচনা
624) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ –প্রবল সৌভাগ্য
625) কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে? উত্তর : মাত্রা।
626) বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি
ব্যঞ্জনবর্ণ রয়েছে? উত্তর : ছয়টি।
627) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে
কী বলা হয়? উত্তর
: কার/ সংক্ষিপ্ত স্বর।
628) কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে? উত্তর : ছয়টি।
629) ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয়
কোন ধ্বনিটি? উত্তর : ‘ম’।
630) অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী? উত্তর : ‘ঃ’।
631) বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে
উচ্চারিত হয় না? উত্তর : ‘ৎ’।
632) বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে? উত্তর : ‘প’ বর্গের।
633) ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়? উত্তর
: ঘ.
634) বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর : দুটি।
635) আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? উত্তর : ২৫টি।
636) অক্ষর কাকে বলে? উত্তর : কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।
637) বানান কাকে বলে? উত্তর : ব্যঞ্জনবর্ণের
সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।
638) কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর : ‘অ’।
639) ধ্বনি উচ্চারণের উৎস কোথায়? উত্তর : ফুসফুস।
640) জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? উত্তর : কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।
641) ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : হ্+ম ।
642) ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : ঞ্+জ।
643) ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : জ্+ঞ।
644) এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়? উত্তর : দীর্ঘ।
645) খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে
কোন বর্ণের বহুরূপ? উত্তর
: ‘ৎ’।
646) ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ। উত্তর : আওভান।
647) যৌগিক স্বরের অপর নাম কী? উত্তর : দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
648) বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর : ৭টি।
649) ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর। উত্তর : ক্ + ষ্ + ম।
650) অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ)
কে কী বর্ণ বলে? উত্তর
: অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
651) ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : কম্পোনজাত ধ্বনি।
652) ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : পার্শ্বিক ধ্বনি।
653) কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে? উত্তর : শ, ষ, স, হ।
654) কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত
হয়? উত্তর : ঘোষ ধ্বনি।
655) ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়? উত্তর : আদিতে।
656) ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়? উত্তর : ঘোষ বর্ণ।
657) উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে
কী ধ্বনি বলা হয়? উত্তর : বিবৃত।
658) কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়? উত্তর : ঐ, ঔ।
659) ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের
আলোচ্য বিষয়? উত্তর : ধ্বনিতত্ত্বে।
660) ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি
কে লিখেছেন? উত্তর : ড. মুহম্মদ আবদুল হাই।
661) ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়? উত্তর : তাড়নজাত।
662) পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর : ৩টি।
663) Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন
কে? উত্তর : ড. সুনীতিকুমারk চট্টোপাধ্যায়।
664) শব্দের ক্ষুদ্রতম একক কী? উত্তর : ধ্বনি।
665) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? উত্তর : ফলা।
666) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর : ১০
667) সূর্যগ্রহণ
(প্রথম গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
668) বিষের
বাঁশি (কাব্যগ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
669) প্রেমের
কবিতা (কবিতা) – সৈয়দ শামসুল হকØ
670) খেলারাম
খেলে যা (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
671) গৃহদাহ
(উপন্যাস) – শরৎচন্দ্র চট্টোপাধ্যয়Ø
672) বেদের
মেয়ে (নাটক) – জসীম উদ্দীনØ
673) প্রণীত
জীবন (আত্মজীবনী) – সৈয়দ শামসুল হকØ
674) কপালকুন্ডলা
(উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়Ø
675) বেলা
অবেলা কালবেলা (কাব্যগ্রন্থ) – জীবনানন্দ দাশØ
676) নুরুলদীনের
সারাজীবন (কাব্যনাট্য) – সৈয়দ শামসুল হকØ
677) ধূসর
পান্ডলিপি (কাব্যগ্রন্থ) – জীবনানন্দ দাশØ
678) লালসালু
(উপন্যাস) – সৈয়দ ওয়ালীউল্লাহØ
679) সবুজপত্র
(পত্রিকা) – প্রমথ চৌধুরীØ
680) কবিতার
কথা (প্রবন্ধ) – জীবনানন্দ দাশØ
681) শেষের
কবিতা (উপন্যাস) – রবীন্দ্রনাথ ঠাকুরØ
682) বীরাঙ্গনা
(পত্রকাব্য) – মাইকেল মধূসুদন দত্তØ
683) হুতোম
প্যাঁচার নকশা (রম্য রচনা) _ কালী প্রসন্ন সিংহØ
684) দেশে
বিদেশে (ভ্রমন কাহিনী) – সৈয়দ মুজতবা আলীØ
685) জলাঙ্গী
(উপন্যাস) – শওকত ওসমানØ
686) অক্টোপাস
(উপন্যাস) – শামসুর রাহমানØ
687) বিয়ে
পাগলা বুড়ো প্রহসন– দীনবন্ধু মিত্রØ
688) নীল
দর্পণ (নাটক) – দীনবন্ধু মিত্রØ
689) "সময়ের
প্রয়োজনে (গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
690) এক
মহিলার ছবি (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
691) আহুতি
(গল্প গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
692) অনুপম
দিন (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
693) সধবার
একাদশী (প্রহসন) – দীনবন্ধু মিত্রØ
694) পরাণের
গহীন ভিতর (কবিতা) – সৈয়দ শামসুল হকØ
695) নিষিদ্ধ
লোবান (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
696) সীমানা
ছাড়িয়ে (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
697) কৃষ্ণকান্তের
উইল (উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়Ø
698) আনন্দময়ীর
আগমনে (কবিতা) – কাজী নজরুল ইসলামØ
699) বাংলার
মাটি বাংলার জল(কাব্যনাট্য) – সৈয়দ শামসুল হকØ
700) সনেট
পঞ্চাশৎ (কাব্য গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
701) নীল
দংশন (উপন্যাস) – সৈয়দ শামসুল হক
702) তরঙ্গভঙ্গ
(নাটক) – সৈয়দ ওয়ালীউল্লাহØ
703) দেয়ালের
দেশ (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
704) আরেক
ফাল্গুন (উপন্যাস) – জহির রায়হানØ
705) পল্লী
সমাজ উপন্যাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যয়Ø
706) হাজার
বছর ধরে (উপন্যাস) – জহির রায়হানØ
707) পায়ের
আওয়াজ পাওয়া যায় (কাব্যনাট্য) – সৈয়দ শামসুল হকØ
708) আলালের
ঘরের দুলাল (উপন্যাস) – প্যারিচাঁদ মিত্রØ
709) আমাদের
শিক্ষা (প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
710) স্পেন
বিজয় (কাব্যগ্রন্থ) – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীØ
711) বিশ্বনবী
(কাব্য গ্রন্থ) – গোলাম মোস্তফাØ
712) বনলতা
সেন (কবিতা) – জীবনানন্দ দাশØ
713) কাঁদো
নদী কাঁদো (উপন্যাস) – সৈয়দ ওয়ালীউল্লাহØ
714) তেল-নুন-লাকড়ী
(প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
715) চক্রবাক
(কাব্য গ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
716) সঞ্চিতা
(কাব্য গ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
717) সঞ্চয়িতা
(কাব্যগ্রন্থ) – রবীন্দ্রনাথ ঠাকুরØ
718) পুতুল
নাচের ইতিকথা (উপন্যাস) – মানিক বন্দোপাধ্যয়Ø
719) হাত
হদাই (নাটক) – সেলিম আল দীনØ
720) জননী
(উপন্যাস) – শওকত ওসমানØ
721) খোয়াবনামা
(উপন্যাস) – আক্তারুজ্জামান ইলিয়াসØ
722) 'সোনার
হরিণ (গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
723) মা
উপন্যাস – ম্যাক্সিম গোর্কিØ
724) বৈকুণ্ঠের
উইল (উপন্যাস) – শরৎচন্দ্র চট্টোপাধ্যয়Ø
725) দারিদ্র্য
(কবিতা) – কাজী নজরুল ইসলামØ
726) চার-ইয়ারী
কথা (গল্প গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
727) নকশী
কাঁথার মাঠ (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
728) বালুচর
(কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
729) ধানখেত
(কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
730) সোজন
বাদিয়ার ঘাট (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
731) হাসু
(কাব্যগ্রনØ্থ) – জসীমউদ্দীন
732) রঙিলা
নায়ের মাঝি (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
733) রুপবতি
(কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
734) মাটির
কান্না (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
735) এক
পয়সার বাঁশী (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
736) মা
যে জননী কান্দে (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
737) কাফনের
মিছিল (কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
738) পদ্মাপার
(নাটক) - জসীমউদ্দীনØ
739) ধধ
(গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
740) বেদের
মেয়ে (নাটক) - জসীমউদ্দীনØ
741) মধুমালা
(নাটক) - জসীমউদ্দীনØ
742) পল্লীবধূ
(নাটক) - জসীমউদ্দীনØ
743) একটি
কালো মেয়ের কথা (উপন্যাস) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়Ø
744) গ্রামের
মেয়ে (নাটক) – জসীমউদ্দীনØ
745) ঠাকুর
বাড়ির আঙ্গিনায় (আত্মকথা) - জসীমউদ্দীনØ
746) পথের
পাঁচালি (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
747) জীবন
কথা (আত্মকথা) - জসীমউদ্দীনØ
748) বোবা
কাহিনী (উপন্যাস) - জসীমউদ্দীনØ
749) চলে
মুসাফির (ভ্রমণ কাহিনী) - জসীমউদ্দীনØ
750) হলদে
পরির দেশে (ভ্রমণ কাহিনী) - জসীমউদ্দীনØ
751) যে
দেশে মানুষ বড় (ভ্রমণ কাহিনী) - জসীমউদ্দীনØ
752) ডালিমকুমার
(শিশুতোষ কাব্য) - জসীমউদ্দীনØ
753) পোস্টার
(গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
754) সিন্ধ
হিন্দোল (কাব্য গ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
755) লালসালু
(উপন্যাস) – সৈয়দ ওয়ালীউল্লাহØ
756) বরফ
গলা নদী (উপন্যাস) জহির রায়হানØ
757) পদচারণ
(কাব্য গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
758) আনন্দ
মঠ (উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়Ø
759) রাখালী
(কাব্যগ্রন্থ) - জসীমউদ্দীনØ
760) জমিদার
দর্পণ (নাটক) – মীর মশাররফ হোসেনØ
761) কয়েকটি
সংলাপ (গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
762) নীললোহিত
(গল্প গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
763) যাপিত
জীবন (উপন্যাস) – সেলিনা হোসেনØ
764) একুশের
গল্প (গল্পগ্রন্থ) – জহির রায়হানØ
765) পথ
জানা নেই (গল্প) – সামসুদ্দিন আবুল কালামØ
766) দিবা
রাত্রির কাব্য (উপন্যাস) – মানিক বন্দোপাধ্যয়
767) চাঁদের
অমাবস্যা (উপন্যাস) – সৈয়দ ওয়ালীউল্লাহØ
768) আনন্দের
মৃত্য (উপন্যাস) – সৈয়দ শামসুল হকØ
769) শঙ্খনীল
কারাগার (উপন্যাস) – হুমায়ন আহমেদØ
770) জমীদার
দর্পণ (নাটক) – মীর মশাররফ হোসেনØ
771) মহুয়া
(পালা গান) – দ্বিজ কানাইØ
772) যাত্রাবাদল
(গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
773) হীরা
মাণিক জ্বলে (কিশোরপাঠ্য – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
774) অপরাজিতা
(উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
775) চাঁদের
পাহাড় (কিশোরপাঠ্য) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
776) স্বর্গ
ও নরক (কবিতা) – শেখ ফজলুল করিমØ
777) বাঁধা
খাতা (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
778) মহাশ্মশান
(মহাকাব্য) – কায়কোবাদØ
779) এর
উপায় কি? (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
780) ইনিড
(মহাকাব্য) – ভার্জিলØ
781) "জিব্রাইলের
ডানা" (গল্প) – শাহেদ আলী
782) মেঘমল্লার
(গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
783) "আরেক
ফাল্গুন" (উপন্যাস) – জহির রায়হানØ
784) বীরবলের
হালখাতা (প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
785) ইছামতি
(উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
786) "এ
গোল্ডেন এ্যাজ" (উপন্যাস) – তাহমিনা আনামØ
787) শেষ
বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস) – জহির রায়হানØ
788) ক্ষুধিত
পাষাণ (অতি প্রাকৃত গল্প) – রবীন্দ্রনাথ ঠাকুরØ
789) প্রলয়শিখা
(কাব্যগ্রন্থ) – কাজী নজরুল ইসলামØ
790) বরফ
গলা নদী (উপন্যাস) – জহির রায়হানØ
791) টালা
অভিনয় (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
792) রায়তের
কথা (প্রবন্ধ গ্রন্থ) – প্রমথ চৌধুরীØ
793) কয়েকটি
মৃত্যু (উপন্যাস) – জহির রায়হানØ
794) "রাধারাণী"
(উপন্যাস) – বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়Ø
795) অশনি
সংকেত (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
796) বেহুলা
গীতাভিনয় (নাটক) – মীর মশাররফ হোসেনØ
797) আর
কত দিন (উপন্যাস) – জহির রায়হানØ
798) ফাস
কাগজ (প্রহসন) – মীর মশাররফ হোসেনØ
799) দৃষ্টিপ্রদীপ
(উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
800) মায়াকানন
(নাটক) –মাইকেল মধূসুদন দত্তØ
801) অভিযাত্রিক
(ভ্রমণকাহিনী) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
802) উদাসীন
পথিকের মনের কথা (উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
803) একুশে
ফেব্রুয়ারী (উপন্যাস) – জহির রায়হানØ
804) মদিনার
গৌরব (কাব্য) – মীর মশাররফ হোসেনØ
805) জন্ম
ও মৃত্যু (গল্প-সংকলন) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
806) কৃষ্ণকুমারী
(নাটক) – মাইকেল মধূসুদন দত্তØ
807) সওগাত
(পত্রিকা) – মোহাম্মদ নাসির উদ্দীনØ
808) তৃষ্ণা
(উপন্যাস) – জহির রায়হানØ
809) মোসলেম
বীরত্ব (কাব্য) – মীর মশাররফ হোসেনØ
810) স্মৃতির
রেখা (ভ্রমণকাহিনী) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
811) এসলামের
জয় (গদ্য রচনা) – মীর মশাররফ হোসেনØ
812) রত্নবতী
(উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
813) আরণ্যক
(উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়Ø
814) বসন্তকুমারী
(নাটক) – মীর মশাররফ হোসেনØ
815) বিষাদ
সিন্ধু (উপন্যাস) – মীর মশাররফ হোসেনØ
816) গো-জীবন
(প্রবন্ধ) – মীর মশাররফ হোসেনØ
817) গাজী
মিয়াঁর বস্তানী (নক্সা) – মীর মশাররফ হোসেনØ
818) মানব
বন্দনা (কবিতা) – অক্ষয়কুমার বড়ালØ
819) সাদা
হাওয়া (উপন্যাস) – অদ্বৈত মল্লবর্মণØ
820) ভাষার মূল উপকরণ বাক্য।
821) ভাষার মূল উপাদান ধ্বনি।
822) ভাষার মৌলিক উপাদান শব্দ।
823) বাক্যের ক্ষুদ্রতম একক/মৌলিক উপাদান শব্দ।
824) ধ্বনিকেশব্দের ক্ষুদ্রতম একক বলা হয়।
825) শব্দকে বাক্যের প্রাণ বলা হয় ।
826) উপসর্গ পদের আগে বসে, আর প্রত্যয় পদের পরে বসে ।
827) উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
828) যে ৪টি উপসর্গ বাংলা, তৎসম উভয় ক্ষেত্রেই রয়েছে আ, সু, নি
, বি।
829) অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বলে। এরা স্বাধীন পদ রুপে ও
শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হতে পারে।
830) বিভক্তিহীন নাম শব্দ বলে প্রাতিপাদিক বা নাম প্রকৃতি ।
831) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে ।
832) ক্রিয়াপদের মূলকে ধাতু বলে ।
833) বাক্যে অপরিহার্য ক্রিয়াপদ ।
834) সন্ধির সুবিধা ২টি ১. উচ্চারণ সহজ ২. ধ্বনিগত মাধুর্য স্থাপন
সম্পাদন ।
835) ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত ৩টি কারণে । ১. উচ্চারণগত, ২ শব্দগঠনজনিত
৩. শব্দের অর্থগত
836) খাঁটি বাংলা শব্দে বিসর্গের ব্যবহার নাই ।
837) তৎসম শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
838) সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান খাটে না ।
839) সমাস ভাষাকে সংক্ষেপ করে ।
840) সমাসের রীতি সংস্কৃত থেকে আগত।
841) ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে আগত।
842) শব্দের অন্ত্য বর্ণের পূর্ব বর্ণ কে উপধা বলে ।
843) সমন্ধ পদ, তারিখ লিখতে, ঠিকানা লিখতে পদের পর কমা বসাতে হয়।
844) বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
845) আপন ঘরে বোঝাই সোনা , পরে করে লেনা দেনা - উক্তিটি
কার ? = লালন শাহ
846) শওকত ওসমানের ‘ ক্রীতদাসের হাসি’ কোন ধরনের উপন্যাস
?=প্রতীকাশ্রয়ী
847) চিরকুমার সভা রবীন্দ্র
নাথের কোন ধরনের গ্রন্থ ?= প্রহসন
848) আলাওলের তোহফা কোন
ধরনের গ্র ন্থ ?= নীতিকথা
849) কমলাকান্তের দপ্তর' কোন ধরনের রচনা? =- উঃ
তীর্যক ব্যঙ্গাত্মক।
850) রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক কোনটি?=ডাকঘর
851) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প কোনটি
?= দেনা পাওনা
852) বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে , আমাকে এর ভিতর
পুরিলে ? উক্তিটি কার ?= বঙ্কিম চন্দ্রপাধ্যায়
853) তোতা ইতিহাস কার লেখা?=চন্ডীচরণ মুন্সী
854) ধন্যবাদ' কবিতাটি কার রচিত? - উঃ আহসান হাবিব।
855) রামায়নের কাহিনী অবলম্বনে রচিত বাংলা সাহিত্যের
প্রথম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাথ বধ' কাব্যর ছন্দ কী ? - = অমিত্রাক্ষর
856) শাত-ইল-আরব" কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের
অধিভুক্ত—=অগ্নি-বীণা
857) আধুনিক সভ্যতা দিয়েছে বেগ , নিয়েছে আবেগ ?’- উক্তিটি
কার ?= যাযাবর ( বিনয়কৃষ্ণ) । দৃষ্টিপাত গ্রন্থে ।
858) বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ
স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে?=১৯৮০ ।
859) বাংলা সাহিত্যের আলালী ভাষা বা হুতোমী ভাষা বলা
কোনটিকে?= চলিত
860) বাংলা মাটি বাংলার জল কাব্যগ্রন্থটি কার লেখা
?= নির্মলেন্দু গুন
861) শহিদের ঝলকিত রক্তের বুদবুদ , স্মৃতিগন্ধে ভরপুর
। একুশের চেতনারই রঙ। রচয়িতা কে ?
= শামসুর রাহমান
862) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ দীনেশ চন্দ্র
কর্তৃক রচিত ‘বঙ্গভাষা ও সাহিত্যা ‘ এর বিষয়বস্তু কী ?= পুঁথি সাহিত্যের সংকলন
863) বাংলাদেশে রচিত , বাংলাদেশের মুদ্রায়ন , বাংলাদেশে
মঞ্চায়ন কারণে ‘বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধুি মিত্রের ‘ নীল দর্পন’ , নাটকটিকে ইংরেজি
সাহিত্যের কোনটির সাথে তুলনা করা হয় ?= Uncle Tom's Cabin
864) বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ?=
সাজাহান ( ডি এল রায়)
865) “মানুষ মরে গেলে পচে যায় , বেঁচে থাকলে বদলায়…”
- রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী
866) “অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়" –
মুকুন্দরাম
867) “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ
সফল অশোভন।’ - শেখ ফজলল করিম।
868) “চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”
– কৃষ্ণচন্দ্র মজুমদার
869) “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে
চায়" — রঙ্গলাল মুখোপাধ্যায়
870) “কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর;
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর" –শেখ ফজলল করিম
871) “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা"
- রবীন্দ্রনাথ ঠাকুর
872) “চুল তাঁর কবেকার অন্ধকার বিদিশার নিশা” – বনলতা
সেন, জীবনানন্দ দা
873) “ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ
যেন ঝলসানো রুটি’ -সুকান্ত ভট্টাচার্য
874) “হিমালয়
থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছাসে” – বাংলাদেশ, সুকান্ত
ভট্টাচা
875) "নথ
নাড়া" বাগধারাটির অর্থ = অহংকার প্রকাশ।
876) "তুবড়ি"
শব্দের অর্থ = জো
877) "লক্ষণ"
শব্দের প্রমিত উচ্চারণ = লোক্ *খোন্
878) "মধুসূদন
" যে উপন্যাসের অন্যতম চরিত্র= যোগাযোগ।
879) বাংলা
গদ্যের আদি নিদর্শন = কোচবিহার রাজের লেখা চিঠি।
880) "কাল
নিরবধি " গ্রন্থটি যার আত্মজীবনী= আনিসুজ্জামান।
881) "
কারকিত" শব্দের অর্থ = কৃষিকর্ম।
882) "আপণ"
শব্দের অর্থ কি = দোকান
883) "সওগাত"
শব্দের অর্থ কি= উপহার
884) "তপুকে
আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন" কোনটি থেকে নেয়া = একুশের গল্প।
885) "ইতিকথা"
অর্থ কি = ইতিহাস বা কাহিনী।
886) "গাজী
মিয়া" কার ছদ্মনাম = মীর মশাররফ হোসেন।
887) "To
make a mess of things" এর বংগানুবাদ= ভুতের বাপের শ্রাদ্ধ।
888) বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
889) আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
890) বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
891) বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
892) গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
893) মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
894) আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
895) চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
896) ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
897) ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
898) ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
899) ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
900) ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
901) আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
902) আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
903) সনেট – পেত্রাক
904) সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
905) যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
906) রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
907) চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
908) বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
909) আধুনিক নৃত্য – ইসাডেরা
910) পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
911) উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
912) রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
913) আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
914) আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
915) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক 'বৈকুণ্ঠের খাতা'।
916) তুমিতো ভারি সুন্দর ছবি অাঁক। এবাক্যে 'ভারি' অনন্বয়ী অব্যয়।
917) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'অাগুনের পরশমণি'র রচয়িতা হুমায়ূন
অাহমেদ।
918) খনার বচনের মূলভাব সামাজিক মঙ্গল বোধ।
919) 'গাজী মিয়ার বস্তানী' গ্রন্থের
রচয়িতা মীর মশাররফ হোসেন।
920) যে উপসর্গটির অর্থ ভিন্ন সেটি
হলো- উপভোগ।
921) অাগুনের সমার্থক শব্দ হলো
'অনল'।
922) বিভক্তিহীন নাম শব্দকে বলা
হয় প্রাতিপদিক।
923) 'দুরবস্থার' সন্ধি বিচ্ছেদ
হলো- দুঃ+অবস্থা।
924) জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির
পরিচালক জহির রায়হান।
925) ব্যতিহার বহুব্রীহির উদাহরণ
হলো- 'কানাকানি'।
926) সরল' শব্দের বিপরীতার্থক শব্দ
নয়- 'গরল'।
927) 'বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত
সার' রচনা করেন রাজা রাম মোহন রায়।
928) কাজী নজরুল ইসলামের উপন্যাস
'বাঁধন হারা'।
929) বেগম রোকেয়া সাখাওয়াত রচিত
গ্রন্থের নাম 'পদ্মরাগ'।
930) উপসর্গ যোগে গঠিত শব্দ 'অাঘাটা'
931) জীবনানন্দ দাশকে 'নির্জনতার'
কবি বলেছেন বুদ্ধদেব বসু।
932) বিভক্তিহীন
নাম শব্দকে কী। বলে?- -প্রাতিপাদিক
933) তাম্বুলিক
শব্দের সমার্থক নয়- =তামসিক
934) ব্যতিহার
বহুব্রীহির উদাহরণ – =কানাকানি
935) সাধু
ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশী- =ক্রিয়া ও সর্বনাম পদে
936) জীবন
থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক- =জহির রায়হান
937) রবীন্দ্রনাথের
কৌতুক নাটক- =বৈকুণ্ঠের খাতা
938) দুরবস্থা’-এর
সঠিক সন্ধি বিচ্ছেদ কী? =দুঃ + অবস্থা
939) আগুণ
এর সমার্থক শব্দ- =অনল
940) জীবনানন্দ
দাশ কে নির্জনতম কবি বলেছেন – =বুদ্ধদেব বসু
941) বেদান্ত
গ্রন্থ ও বেদান্ত সার কার লেখা- =রাজা রামমোহন রায়
942) সরল
শব্দের বিপরীত নয়- =গরল
943) কোনটি
অপাদান কারক- =ট্রেন ষ্টেশন ছেড়েছে
944) Hand
out meaning – =প্রচারপত্র
945) বেগম
রোকেয়া সাখাওয়াত এর রচনা- =পদ্মরাগ
946) মীর
মশাররফ হোসেনের রচিত গ্রন্থ- =গাজী মিয়ার বস্তানী
947) কোন
শব্দটি উপসর্গ দিয়ে গঠিত-=আঘাটা
948) নিচের
কোনটি যৌগিক কালের উদাহরণ নয়-=করব
949) খনার
বচন এর মূলভাব-=সামাজিক মূল্যবোধ
950) আগুনের
পরশমণি কার লেখা উপন্যাস =হুমায়ূন আহমেদ
951) তুমি
তো ভারি সুন্দর ছবি আঁক! বাক্যটিতে কোন প্রকারের অব্যয় বব্যহৃত হয়েছে? – =অনন্বয়ী
অব্যয়
952) কোন
উপসর্গটি ভির্নাথক- উপভোগ
953) বাঁধনহারা
কাজী নজরুলের কোন ধরনের রচনা- উপন্যাস
954) বীরবল
কোন লেখকের সাহিত্যিক ছদ্মনাম?---প্রমথ চৌধুরী
955) মুনীর
চৌধুরীর "মুখরা রমনী বশী করণ"--একটি--অনুবাদ নাটক
956) চন্দরা'চরিত্রের
স্রষ্টা কে?--রবীন্দ্রনাথ(শাস্তি ছোটগল্প)
957) পূর্বাশা"
পত্রিকার সম্পাদক কে?--সঞ্জয় ভট্টাচার্য
958) কে
ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?--রামরাম বসু
959) কত
সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়?—১৮৬১
960) Null
and Void"এর বাংলা পরিভাষা কোনটি?-বাতিল
961) কোনটি
শুদ্ধবানান?-স্বায়ত্তশাসন (প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই )
962) গিন্নি"কোন
শ্রেণির শব্দ?--অর্ধ-তৎসম শব্দ(গৃহিনী তৎসম)
963) শ্রদ্ধা
শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?--(ক)শ্রৎ + √ধা + অ + আ
964) পুষ্পসৌরভ"কোন
সমাসের উদাহরণ?--তৎপুরুষ সমাস
965) সূর্য
শব্দের সমার্থক শব্দ কোনটি?—অর্ক
966) হ্ম"এর
যুক্ত বর্ণ কোনটি?-- হ্+ম
967) সদ্যোজাত"শব্দের
সন্ধি বিচ্ছেদ কোনটি?--সদ্য:+জাত
968) ব্যক্ত"শব্দের
বিপরীতার্থক শব্দ কোনটি?--গূঢ়
969) বাংলা
কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?--মোড়ক
970) কোনটি
একটি সার্থক বাক্যের গুণ নয়?--আসক্তি
971) গঠন
রীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত---নাটগীতি ( ধামালি
নয় কারন ধামালি কোন গঠনরীতি নয় )
972) সান্ধ্যভাষা"কোন
সাহিত্যকর্ম?--চর্যাপদ
973) দৌলত
উজির বাহরাম খাঁ কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
--চট্টগ্রামের
974) চন্দ্রাবতী
কী?
--চন্দ্রাবতী(পালা গান):নয়ন
চাঁদ গোষ/ চন্দ্রাবতী
(কাব্য): কোরেশি মাগন ঠাকুর
975) বিদ্যাপতি
কোন রাজ সভার কবি ছিলেন?
--মিথিলার
976) কোনটি
বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
--আত্মচরিত
977) রোকেয়া
সাখাওয়াত হোসেনের "মতিচূর"কোন ধরনের রচনা?
--প্রবন্ধ
978) কোনটি
জসীম উদদীনের রচনা?
--ঠাকুর বাড়ি আঙিনা
979) কোন
শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?--ত্রিভুজ
980) কোনটিতে
অপ্রয়োগ ঘটেছে?--একত্রিত(একত্র)
981) বাংলা
ভাষায় ব্যবহৃত মৌলিক স্ব-ধ্বনি কতটি?--৭টি
982) বাবা'কোন
ভাষা থেকে আগত শব্দ?--তুর্কি
983) আমার
ঘরে চাবি পরের হাতে "গানটির রচয়িতা কে?--লালন শাহ
984) মুক্তিযুদ্ধের
পটভূমিতে রচিত কাব্যগ্রন্থকোনটি?--বন্দি শিবির থেকে
985) কাজী
নজরুল ইসলামের 'অগ্নিবীণা'কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?--প্রলয়োল্লাস
986) দীনবন্ধু
মিত্রের 'নীল দর্পণ' নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?--ঢাকা
987) কোনটি
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ?শেষ লেখা(১৯৪১)
988) নদী
ও নারী"উপন্যাসের রচয়িতা কে?-হুমায়ুন কবির
989) কোনটি
বাগধারা বোঝায়?
উত্তরঃ শিরে সংক্রান্তি
990) কোনটি
মৌলিক শব্দ?
উত্তরঃ গোলাপ
991) বাংলা
সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
992) ভাষা
আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
993) নিচের
কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা
994) বাংলাদেশে
গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তরঃ সেলিম আল দীন
995) ‘সমভিব্যাহারে’
শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
996) শৃঙ্গার
রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
উত্তরঃ প্রেমরস
997) ‘পূর্ববঙগ
গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
998) ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর
অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়,
আর কোনটি নয়
999) ‘গোরক্ষ
বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
1000) শাক্ত
পদাবলির জন্য বিখ্যাত-
উত্তরঃ রাম প্রসাদ সেন
1001) ‘অলৌকিক
ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?হূমায়ুন আজাদ
1002) ‘Custom’
শব্দের পরিভাষা কোনটি যথার্থ?উত্তরঃ শুল্
1003) কাজী
নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
1004) “প্রদীপ
নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ বিষাদ সিন্ধু
1005) “মাতৃভাষার
যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
1006) বর্গের
কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?উত্তরঃ তৃতীয় বর্ণ
1007) ‘কদাকার’
শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?উত্তরঃ দেশি উপসর্গ
1008) যুক্তাক্ষর
এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ মাত্রাবৃত্ত
1009) নিচের
কোনটি অশুদ্ধ?উত্তরঃ দোষী-নির্দোষী
1010) ‘কল্লোল’
পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
1011) “আমি
এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি”
কীঅর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
1012) “ধর্ম
সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন?
উত্তরঃ মোতাহের
হোসেন চৌধুরী
1013) কোন
বাক্যটি শুদ্ধ?উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
1014) Ode
কী?উত্তরঃ খন্ড কবিতা
1015) মুহাম্মদ
আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও
বাংলা ধ্বনি তত্ত্ব
1016) ‘জলে-স্থলে’
কী সমস্যা?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
1017) ‘ঔ’
কোন ধরনের স্বরধ্বনি?উত্তরঃ যৌগিক স্বরধনি
1018) “বিস্মায়াপন্ন”
সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন / বিস্ময়কে আপন্ন
1019) কবি
কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের
যুদ্ধ
1020) সৈয়দ
মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?উত্তরঃ অলীক মানুষ
1021) রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?উত্তরঃ ১৯১০
1022) ‘আসাদের
শার্ট’ কবিতার লেখক কে?শামসুর রাহমান
1023) শব্দের
যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ?উঃ জ+ঞ
1024) নিচের
কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের চরিত্রউঃনিখিলেস – বিমলা
1025) বাংলা
বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?উঃ৮টি
1026) বিষাদসিন্ধু
একটিউঃ ইতিহাস আশ্রিত উপন্যাস
1027) সবুজপত্র
প্রকাশিত হয় কোন সালেউঃ ১৯১৪
1028) মুক্তিযুদ্ধ
ভিত্তিক নাটকউঃ পায়ের আওয়াজ পাওয়া যায
1029) মধ্যযুগের
বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম –উঃশ্রীচৈতন্য
1030) কোনটি
জসিমউদ্দিন নাটকউঃ বেদের মেয়ে
1031) মধ্যযুগের
শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?উঃ ১৭৬০সালে
1032) কোনটি
উপন্যাস নয় ?উঃ কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
1033) মুনীর
চৌধুরীর অনূদিত নাটক কোনটি?উঃ মুখরা রমনী বশীকরণ
1034) তোহফা
কাব্যটি কে রচনা করেন ?উঃআলাওল
1035) এন্টনি
ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?উঃ কবিগান
1036) নিচের
কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ?উঃদৃষ্টিপাত
1037) যে
উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য
উঃসঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি
প্রভৃতি সবগুলোই গ্রামীন
সমাজের চিত্র ফুটে তুলেছে ।
1038) এ
যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?উঃবিশেষণ ।কারণ চেনা >> লোককে
modify korce.
1039) হেড
মৌলভী কোন ভাষার শব্দ ?উঃ ইংরেজি + ফার্সি
1040) রবীন্দ্র
-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?উঃরবি + ইন্দ্র
1041) মিথ্যাবাদীকে
সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর?উঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ
করে না
1042) বন্ধন
শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?উঃ বন্+ধন্
1043) প্রকর্ষ
শব্দের সমার্থক শব্দ কোনটি?উঃ উত্কর্ষ
1044) কোনটি
কাজী নজরুল ইসলামের উপন্যাস ?উঃ কুহেলিকা
1045) কোনটি
মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?উঃ বীরাঙ্গনা
1046) একখানি
ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?উঃ সোনার তরি
1047) আমি
কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?উঃআবু জাফর ওবায়দুল্লাহ
1048) হরিনাথ
মজুমদার সম্পাদিত পত্রিকার নামউঃ গ্রামবার্তা প্রকাশিকা
1049) ইয়ং
বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?উঃজ্ঞানা্ঙ্কুর
1050) রাজা
প্রতাপদিত্য চরিত্র কার লেখা ?উঃ রামরাম বসু
1051) কোনটিতে
নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ?উঃ প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই
হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
1052) কোনটি
বিশেষ্য পদ ?উঃ জাত
1053) কোনটি
সমাসবদ্ধ পদউঃ তপোবন
1054) কোনটি
প্রত্যয়যোগে গঠিত হয়নি ?উঃশুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে
। প্রশ্ন
মনে হয় ভুল
আছে হত হয়েছে তখন তন্বী
1055) প্রশ্ন
:সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছেকোন কবির?উত্তর: কাহ্নপা
1056) প্রশ্ন
:বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?উত্তর: দোহাকোষ
1057) প্রশ্ন
:“তাম্বুল রাতুল হইল অধর পরশে।”– অর্থ-উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল
1058) প্রশ্ন
:‘হপ্তপয়কর’ কার রচনা?উত্তর: সৈয়দ আলাওল
1059) প্রশ্ন
:মঙ্গলকাব্যের কবি নন-উত্তর: দাশু রায়
1060) প্রশ্ন
:‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-উত্তর: জন ক্লার্ক মার্সম্যান
1061) প্রশ্ন
:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী-উত্তর: আত্মচরিত
1062) প্রশ্ন
:রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল-উত্তর: খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ
গ্রামে
1063) প্রশ্ন
:‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?উত্তর: প্রমথ চৌধুরী
1064) প্রশ্ন
:বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-উত্তর: কৃষ্ণকুমারী
1065) প্রশ্ন
:‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?উত্তর: রোমান্সমূলক উপন্যাস
1066) প্রশ্ন
:কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আর্তনাদ”।
1067) প্রশ্ন
:দ্রৌপদি হলো-উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
1068) প্রশ্ন
: ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটির লেখক-উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
1069) প্রশ্ন
:‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1070) প্রশ্ন
:“প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”- গানটির গীতিকার-উত্তর: শেখ ওয়াহিদ
1071) প্রশ্ন
:‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা-উত্তর: তারেক মাসুদ
1072) প্রশ্ন
:‘হুলিয়া’ কবিতা কার রচনা?উত্তর: নির্মলেন্দু গুণ
1073) প্রশ্ন
:কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?উত্তর: সোমেন চন্দ
1074) প্রশ্ন
:কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? উত্তর: সুনীল
গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব- পশ্চিম
1075) পুরষ্কার/পরিস্কার
: দুটোই অশুদ্ধ
1076) শুদ্ধ
– মনীষী
1077) শুদ্ধ
- দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
1078) consumer
goods = ভোগ্যপণ্য
1079) জলের
সমার্থক নয় – জলধী
1080) বিপরীত
নয় - হৃষ্ট – পুষ্ট
1081) পরশ্ব
অর্থ – পরশু
1082) মৌলিক
স্বরধ্বনি - ৭ টি
1083) শব্দ
সাধন হয় না - লিঙ্গ পরিবর্তন দ্বারা
1084) লবণ
এর বিশেষ্য – লাবণ্য
1085) বাক্যের
বৈশিষ্ট্য নয় - আসক্তি
1086) প্রত্যয়
সাধিত – খন্ডিত
1087) দ্বৈপায়ন
= দ্বীপ + অয়ন
1088) জজ
সাহেব - কর্মধারয়
1089) ধ্বনির
পরিবর্তন নয় - প্রাতিপদিক
1090) "যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম।"
রবীন্দ্রনাথের কোন গল্পের উক্তি? > হৈমন্তী গল্পের উক্তি
1091) "রাজবন্দির জবানবন্দি" কার বিখ্যাত
প্রবন্ধ?> কাজী নজরুল ইসলামের।
1092) "গগনে গরজে মেঘ, ঘন বরষা" পরের লাইন
নিচের কোনটি?> কূলে একা বসে আছি, নাহি ভরসা
1093) যা অধ্যয়ন করা হয়েছে" এককথায় হবে –?>অধীত
1094) যিনি বক্তৃতা দানে পটু এককথায় হবে–?> বাগ্মী
1095) "হাজার বছর ধরে" উপন্যাসটি কে রচনা
করেন?> জহির রায়হান
1096) "এই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।"এর পরের লাইন হবে?>এতটুকু তারে ঘরে
এনেছিনু সোনার মত মুখ/পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাইতো বুক।
1097) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন
দিন কার কোন গল্পের উক্তি?
> জহির রায়হানের একুশের গল্পের উক্তি
> জহির রায়হানের একুশের গল্পের উক্তি
1098) রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে?>
১৯১৩ সালে।
1099) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি
লাইট কার রচনা?> জহির রায়হানের রচনা
1100) "মহাশ্মশান" কার রচিত মহাকাব্য?>
কায়কোবাদ রচনা করেন পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে ১৭৬১ সালে।
1101) "সনেটে"কতটি পংক্তি থাকে?> ১৪ টি(৮+৬=১৪টি)
1102) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?>মাইকেল
মধুসূদন দত্ত(অমিত্রাক্ষর অর্থ মিলহীন বা অমিল/মিত্রহীন)
1103) "পদ্মা নদীর মাঝি" কার লেখা বিখ্যাত
উপন্যাস?>মানিক বন্দ্যোপাধ্যায় এর আঞ্চলিক উপন্যাস।কেন্দ্রিয় চরিত্র কবের ও কপিলা)
1104) নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ
নয়?>নৌকাডুবি(এটা উপন্যাস)
1105) যা কষ্টে অতিক্রম করা যায়"এককথায় হবে?>
দুরাতিক্রম্য
1106) "The rose is a fragrant flower" এর
বাংলা অনুবাদ হবে?> গোলাপ সুগন্ধি ফুল
1107) পত্রের গর্ভাংশকে কী বলে?>মূল বিষয়।
1108) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি কী প্রকার
করে?> অনশ্চিয়তা
1109) প্রদীপ নিভে গেল। বাক্যটি কোন কালের?> সাধারণ
অতীত কালের
1110) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি"
গানটির রচয়িতা কে?> আব্দুল গাফফার চৌধুরী।
1111) "সংশয়" এর বিপরীত শব্দ কী?> প্রত্যয়
1112) "আরোহন" এর বিপরীত কী হবে?> অবরোহণ
1113) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের? ®=>অগ্নিবীণা(১৯২২)
1114) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির চরণ?>
জীবনন্দ দাশের।
1115) দশে মিলে করি কাজ এখানে "দশে" কোন কারকে কোন বিভক্তি?> কর্তৃকারকে ৭মী বিভক্তি
1116) স্বরসংগতির উদাহরন কোনটি? >দেশী> দিশী
1117) কোন বানানটি সঠিক –?>ভদ্রোচিত
1118) উত্তম পুরুষের উদাহরণ হলো –? >আমি,
1119) দিনের আলো ও সন্ধ্যার আঁধারের মিলন কে কী বলে?>গোধূলি
1120) উনপাঁজুরে শব্দরে অর্থ কী?> দুর্বল।
1121) "পাতায় পাতায় পড়ে নিশির শিশির" এখানে "পাতায় পাতায়" কোন কারকে কোন বিভক্তি?>অধিকরণে ৭মী বিভক্তি
1122) যা দীপ্তি পাচ্ছে এক কথায় হবে--?> দেদীপ্যমান
1123) আকাশ শব্দের সমার্থক নয় কোনটি?>হিমাংশু
1124) নিচের কোনগুলো দেশী শব্দ?> চাল, চুলা(ডাব,কুলা,চুঙ্গা,ডিঙি)
1125) সন্ধি শব্দের বিপরীত শব্দ হবে?> বিয়োগ
1126) কোনটির লিঙ্গান্তর হয় না –? ®=>কবিরাজ
1127) নিচের কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় –?>মৃত্যু ক্ষুধা(নজরুল)
1128) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী?>বন্দোপাধ্যায়(ছদ্মনাম উপর্যুক্ত কৎস্যচিৎ ভাইপো)
1129) সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন –?> ২১ বছরে(এর জন্য তাকে কিশোর কবি বলা হয়)
1130) বাংলা কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্ম হয়?>২৫ বৈশাখ,১২৬৮(মারা যায় ২২শ্রাবণ ১৩৪৮)
1131) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ হলো?> সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
1132) বাঁধ্ + অন = বাঁধন এখানে বাঁধন কোন শব্দ/পদ –?> কৃদন্ত শব্দ
1133) ধাতু কয় প্রকার?> ৩ প্রকার
1134) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ কী হবে?> রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য,
1135) যে বহু বিষয় জানে এক কথায় তাকে বলে?> বহুজ্ঞ
1136) দ্বি-স্বর স্বরধ্বনি কোনটি?> ঐ (২টি ঐ, ঔ,)
1137) সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি?> হিমকর
1138) "কবর" কবিতাটি কোন কাব্যের? >রাখালী
1139) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ নিচের কোনটি?> আশায় বসতি, ছায়াহরিণ ও সারাদুপুর।
1115) দশে মিলে করি কাজ এখানে "দশে" কোন কারকে কোন বিভক্তি?> কর্তৃকারকে ৭মী বিভক্তি
1116) স্বরসংগতির উদাহরন কোনটি? >দেশী> দিশী
1117) কোন বানানটি সঠিক –?>ভদ্রোচিত
1118) উত্তম পুরুষের উদাহরণ হলো –? >আমি,
1119) দিনের আলো ও সন্ধ্যার আঁধারের মিলন কে কী বলে?>গোধূলি
1120) উনপাঁজুরে শব্দরে অর্থ কী?> দুর্বল।
1121) "পাতায় পাতায় পড়ে নিশির শিশির" এখানে "পাতায় পাতায়" কোন কারকে কোন বিভক্তি?>অধিকরণে ৭মী বিভক্তি
1122) যা দীপ্তি পাচ্ছে এক কথায় হবে--?> দেদীপ্যমান
1123) আকাশ শব্দের সমার্থক নয় কোনটি?>হিমাংশু
1124) নিচের কোনগুলো দেশী শব্দ?> চাল, চুলা(ডাব,কুলা,চুঙ্গা,ডিঙি)
1125) সন্ধি শব্দের বিপরীত শব্দ হবে?> বিয়োগ
1126) কোনটির লিঙ্গান্তর হয় না –? ®=>কবিরাজ
1127) নিচের কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় –?>মৃত্যু ক্ষুধা(নজরুল)
1128) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী?>বন্দোপাধ্যায়(ছদ্মনাম উপর্যুক্ত কৎস্যচিৎ ভাইপো)
1129) সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন –?> ২১ বছরে(এর জন্য তাকে কিশোর কবি বলা হয়)
1130) বাংলা কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথের জন্ম হয়?>২৫ বৈশাখ,১২৬৮(মারা যায় ২২শ্রাবণ ১৩৪৮)
1131) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ হলো?> সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
1132) বাঁধ্ + অন = বাঁধন এখানে বাঁধন কোন শব্দ/পদ –?> কৃদন্ত শব্দ
1133) ধাতু কয় প্রকার?> ৩ প্রকার
1134) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ কী হবে?> রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য,
1135) যে বহু বিষয় জানে এক কথায় তাকে বলে?> বহুজ্ঞ
1136) দ্বি-স্বর স্বরধ্বনি কোনটি?> ঐ (২টি ঐ, ঔ,)
1137) সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি?> হিমকর
1138) "কবর" কবিতাটি কোন কাব্যের? >রাখালী
1139) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ নিচের কোনটি?> আশায় বসতি, ছায়াহরিণ ও সারাদুপুর।
1140) বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল
?-উঃ ধ্বনি,শব্দ,বাক্য
1141) “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?-উঃ অমৃত
1142) "এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ
রূপে ব্যবহৃত হয়েছে ?-উঃ বিশেষ্য
1143) অচেনা” কোন সমাস ?-উঃ তৎপুরুষ
1144) “গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন
কারকে কোন বিভক্তি ?-উঃ অপাদান কারকে শূন্য
1145) কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয়
পদক প্রদান করা হয়?-উঃ পদ্মভূষণ
1146) “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?-উঃ তারেক
মাসুদ
1147) লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?-উঃ কবিরাজ
1148) নির্ভুল বানান কোনটি ?-উঃ মুহুর্মুহু
1149) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?-উঃ চন্দ্রাবতী
1150) ওমর খৈয়াম কোন দেশের কবি ?-উঃ কোনটিই নয়।
1151) চেটে খাওয়ার যোগ্য?-উঃ লেহ্য
1152) সন্ধি বিচ্ছেদ পুরস্কার-উ: পুরঃ+কার
1153) চোখের বালি এর অর্থ -উ: শত্রু
1154) কৃতঘ্ন অর্থ -উ: যে উপকারীর অপকার করে
1155) চক্ষু দ্বারা গৃহীত-উ: চাক্ষুষ
1156) মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি
–উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
1157) বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থানউ:
রংপুর
1158) যা স্থায়ী নয়উ: অস্থায়ী
1159) আমানত অর্থউ: গচ্ছিত।
1160) খেচর শব্দের অর্থ কী?উ: পাখি
1161) প্রথিতযশা শব্দের অর্থ কী?উ: খ্যাতনামা
1162) বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’উ: চাটুকারিতা
1163) ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?উ: আগাগোড়া
1164) শুদ্ধ বানান কোনটি?উ: মাধ্যাকর্ষণ
1165) দুহিতা শব্দের অর্থ কী?উ: কন্যা
1166) সমীরণ শব্দের অর্থ কী?উ: বাতাস
1167) প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বিষণ্ন
1168) অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বহিরঙ্গ
1169) যিনি বিদ্যা লাভ করিয়াছেনউ: কৃতবিদ্যা
1170) সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে
কোনটি সঠিক?উ: হিমালয় পর্যন্ত
1171) ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?উ: বেহায়াপনা
1172) যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?উ:
সমস্যমান পদ
1173) ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?উ: উপন্যাস
1174) কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?উ: সম্+চয়=সঞ্চয়
1175) ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?উ: ভাববাচ্য
1176) নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?উ:
বিশেষণ
1177) ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা
যায়ঃAns: গোধূলি
1178) সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?Ans:ষট+আনন=ষড়ানন
1179) ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?Ans:পর্তুগিজ
1180) ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?Ans:
বিস্ময় চিহ্ন
1181) ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ –
‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?=অধিকরণে ২য়া
1182) ‘অসুখ’ কোন সমাস?Ans: বহুব্রীহি
1183) ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?Ans:বুড়োর
ভীমরতি
1184) পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?Ans:স্নেহাসম্পদ
1185) কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড
হয়েছিল?Ans: আনদন্দময়ীর আগমনে
1186) ‘সারেং বৌ’ বইটির লেখক কে?Ans: শহীদুল্লাহ কায়সার
1187) ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃAns:বিভাবরী,
শীর্ণ
1188) বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-Ans:আকবর
1189) ‘শর্বরী’ কথাটির অর্থ?Ans:রাত
1190) ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-Ans:সৌভাগ্য
1191) None but a fool is always right.- বাক্যটির যথাযথ
বঙ্গানুবাদঃAns:ভুল মানুষেরই হয়
1192) শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?Ans:ত্রিভুজ, প্রনয়ণ,
বিমর্ষ
1193) সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?Ans:বঙ্কিমচন্দ্র
চট্টোপধ্যায়
1194) বনফুল’ কার ছদ্মনাম?Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়
1195) নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?Ans:একটি
কালো মেয়ের কথা
1196) চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?উ: নেপাল
1197) খনার বচন কি সংক্রান্ত?উ: কৃষি
1198) ‘ব্রজবুলি’ একটি-উ: ভাষা
1199) ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা-উ: আরবি
1200) কোন গ্রন্থটি আলাওল রচিত?উ: তোহফা
1201) বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
1202) বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-উ:
বীরবলের হালখাতা
1203) পরশুরাম কার ছদ্মনাম?উ: রাজশেখর বসু।
1204) বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-উ: বিহারীলাল
চক্রবর্তী
1205) ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-উ:
অক্ষয়কুমার দত্ত
1206) কোনটি জসীমউদদীনের কাব্য নয়?উ: মানসী
1207) কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?উ:
২১
No comments:
Post a Comment