২০১৮ সাল ডিসেম্বর পর্যন্ত বিগত সালগুলোতে অনুষ্ঠিত সকল
চাকরি পরীক্ষার সকল বিষয়ের ১৫৪৫টি প্রশ্নোত্তর যা ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এসেছে।সংগ্রহে
রাখুন যা পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় কমপক্ষে ৬০টি প্রশ্ন কমন আসবে।৫৯ তম পর্ব
( তৃতীয় অংশ)
BANGLADESH
ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3
times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten,
Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary
School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari,
Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive &
In Charge (Recruitment & Training School-Securex), Senior
Executive-(Recruitment & Training School-HRD).
Bangladesh
Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul
Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
01716508708, izabulalam@gmail.com
২০১৮ সাল ডিসেম্বর পর্যন্ত বিগত সালগুলোতে অনুষ্ঠিত সকল
চাকরি পরীক্ষার সকল বিষয়ের ১৫৪৫টি প্রশ্নোত্তর যা ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এসেছে।সংগ্রহে
রাখুন যা পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় কমপক্ষে ৬০টি প্রশ্ন কমন আসবে। (তৃতীয় অংশ)
গণিত সমাধানঃ
1) ১,২৭,১২৫,...
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? – ২১৬
2) প্রত্যেকটি
অংক কেবল একবার নিয়ে ৮,৯,৭,৬,৩,২ অংক গুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট
কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায় – ১২০
3) কোন সংখ্যাটি
সবচেয়ে বড়? -√ .1
4) ৫,৯,১৩,১৭,.ধারাটিতে
১৬৬ কত তম পদ? ভুল আছে
5) একটি সংখ্যা
৪০% এর সাথে ৪৫ যোগ করলে ঐ সংখ্যাটিই হলে সংখ্যাটি কত? -৭৫
6) ১ হতে ১০০
পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? – ২৫
7) কোনটি মৌলিক
সংখ্যা? - √১৪৪
8) চিনির দাম
২০% কমল , কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত ভালো
বা কমলো? -৪% কমবে
9) ২:৩ এর
ব্যস্তাঅনুপাত - ৩:২
10) ২% হার
মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার 3 বছরের মুনাফা
কত বেশি হবে? -৩ টাকা
সাধারণ জ্ঞানঃ
11)
বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি-৭টি
12)
“ বয়স্ক ভাতা” সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম এর
আওতাধীন-
13)
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়-
14)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ-১৭
মার্চ ১৯২০
15)
ইদলিব কোন দেশের শহর- সিরিয়ার
16)
মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা
গঠিত- ১০ নম্বর
17)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের
দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রীর নাম কি- জনাব নুরুজ্জামান আহমেদ
18)
MENA কোন দেশের সংবাদ সংস্থা- মিশর
19)
সাঁতার কাটা সহজ কোথায়- সাগরে
20)
বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়-
21)
বাংলাদেশের কোন তারিখে জাতীয় সমাজসেবা দিবস পালিত
হয়-২ জানুয়ারি
22)
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কি নামকরণ
করা হয়- আকাশবীণার
23)
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নেবে- ১০টি
24)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ এর পরীক্ষামূলক সম্প্রচার
শুরু হয়-০৪ সেপ্টেম্বর
25) চীনের ই
কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা
26) শামখোল হলো-পাখি
27) নিচের যে শব্দে ভুল্ভাবে ণ-ত্ব বিধান প্র্যোগ হয়েছে- আবর্তণ
28) বিসর্গ সন্ধির একটি উদাহরণ- জ্যোতিরিন্দ্র
29) নিচের যেটি সম্বন্ধ পদের বিভক্তি নয়- রা
30) মধুপ যে সমাসের উদাহরণ- উপপদ তৎপুরুষ
31)বাংলা বাক্যের আবাশ্যিক বৈশিষ্ট্য নয় - অপরিবর্তনযোগ্য পদ ক্রম
32) প্রবন্ধে রচনা ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সমতা বজায় রাখতে
হবে- ভাবের
33) হ্রেষা ও গুঞ্জন এবং নাদ এই শব্দ একই শ্রেণীভুক্ত কারণ প্রতিটিই -
প্রানীর ডাক নির্দেশক
34) অগ্নির একটি প্রতিশব্দ- পাবন
35) ওদন শব্দের অর্থ- ভাত
36) হরণ করার ইচ্ছা – জিহীর্ষা
37) উচিত কথায় মামা বেজার - এটি যে শ্রেণির প্রবাদ – সমালোচনামূলক
38) অনুবাদ সময় যে বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া আবশ্যক- সরল
ভাষা
39) কপালকুণ্ডলা(১৮৬৬)
যে প্রকৃতির রচনা?__রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
40) তুমি অধম
তাই বলে আমি উত্তম হইবো না কেন?__বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
41)স্বাধীনতা,
এই শব্দটি কীভাবে আমাদের হলো'কবিতাটির রচয়িতা কে?__নির্মেলেন্দু গুণ
42) আধ্যাত্মিকা"গ্রন্থের
লেখক কে? __প্যারিচাঁদ মিত্র
43) চোখের বালি(১৯০৩)"
উপন্যাসটির লেখক কে?__রবীন্দ্রনাথ ঠাকুর।
44) তুমি আসবে
বলে হে স্বাধীনতা"কার কবিতা?__শামসুর রাহমানের
45) শূন্যপুরাণ"রচনা
করেন কে?__রামাই পণ্ডিত
46) সুকান্ত
ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?__আকাল
47) রবীন্দ্রনাথ
ঠাকুরের "ছিন্নপত্রের" অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?__ইন্দিরা দেবীকে।
48) রবীন্দ্রনাথ
ঠাকুরের "ভানুসিংহ"ঠাকুরের পদাবলীর ভাষা কী?__ব্রজবুলি
49) সর্বপ্রথম
বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
50) বর্ণপরিচয়"এর
রচয়িতা কে?__ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
51)অশোক সৈয়দ"কার
ছন্মনাম?__আব্দুল মান্নান সৈয়দ এর।
52) গাড়ি চলে
না,চলে না, চলে না রে"গানটির গীতিকার কে?__শাহ্ আব্দুল করিমের।
53) মোরা একটি
ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"গানটির রচয়িতা কে?__গোবিন্দ হালদার
54) সনেট এর
কয়টি অংশ?__২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
55) বাংলা সাহিত্যে
অন্যতম বিশিষ্ট পত্রিকা "কল্লোল"কত সালে প্রকাশিত হয়?__১৯২৩ সালে।
56) তত্ত্ববোধিনী
পত্রিকার সম্পাদক কে ছিলেন?__অক্ষয়কুমার দত্ত
57) পূর্বাশা
পত্রিকার সম্পাদক কে ছিলেন?_সঞ্জয় ভট্টাচার্য ব্যাকরণ
58) ব্যাকরণ
ভাষাকে কী করে?___বিশ্লেষণ করে।
59) স্ত্রী<ইস্ত্রী
হয়েছে কোন প্রকিয়ায়?__আদি স্বরাগম
60) অনাদর শব্দটির
ব্যাসবাক্য কী?__ন আদর
61)মা ছিল
না বলে কেই তার চুল বেঁধে দেয় নি"এটি কি ধরনের বাক্য?__সরল বাক্য
62) 'ড়, ঢ়'
কী জাতীয় ধ্বনি?__তাড়নজাত
63) ণ-ত্ব,ষ-ত্ব
বিধান কোন শব্দে হয়?__তৎসম বা সংস্কৃত শব্দে।
64) বাংলা ব্যাকরণের
কোন অংশে "সন্ধি" আলোচনা করা হয়?__ধ্বনিতত্ত্বে
65) পিত্রালয়"
এর সন্ধি বিচ্ছেদ কী?__পিতৃ+আলয়
66) পরস্পর"কোন
ধরনের সন্ধি?__নিপাতনে সিদ্ধ
67) সম্+চয়"এটা
কোন ধরনের সন্ধি?__ব্যঞ্জন সন্ধি
68) পরীক্ষা"এর
সন্ধি বিচ্ছেদ কী?__পরি+ঈক্ষা
69) কোন প্রত্যয়যুক্ত
শব্দে মূর্ধন্য-ষ হয় না?__সাৎ
70) সমাসের
রীতি কোন ভাষা থেকে এসেছে?__সংস্কৃত ভাষা থেকে।
71)আলোছায়া"
পদটি কোন সমাস?__দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
72) প্রভাতে
উঠিল রবি লোহিত বরণ" এখানে 'প্রভাতে' কোন কারকে?__অধিকরণে ৭মী
73) "ষোলকলা'শব্দের
অর্থ কী?__সম্পূর্ণ
74) "ফুটিফাটা"
বাগধারার অর্থ কী?__চৌচির
75) যা দমন
করা যায় না" এক কথায় কী?__অদম্য
76) যে রোগ
নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?__হাতুড়ে
77) বিশেষ খ্যাতি
আছে যার"এক কথায়?__বিখ্যাত।
78) প্রাচ্য
এর বিপরীত কী?__প্রতীচ্য
79) নির্মল
শব্দের বিপরীত কী?__পঙ্কিল
80) "Pragmatic"এর
সঠিক অর্থ কী?__বাস্তবধর্মী
81)Justification
for"এর সঠিক অনুবাদ__সমর্থন।
বাংলাদেশ বিষয়াবলি ও ইংরেজি
বাংলাদেশ বিষয়াবলি ও ইংরেজি
82) খাসিয়া
গ্রামগুলো কী নামে পরিচিত?__পুঞ্জি
83) বর্ণালি
ও শুভ্রা" কিসের জাত?__উন্নত জাতের ভুট্টা
84) বাংলাদেশের
ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?__১১ডিসেম্বর ২০১৭ সালে।
85) মুজিবনগর
কোথায় অবস্থিত?__মেহেরপুর জেলায়।
86) ৬দফা দাবী
কোথায় উত্থাপিত হয়?__লাহোরে।
87) ব্রিটিশ
ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?__লর্ড মাউন্টব্যাটেন।
88) মুক্তিযুদ্ধের
সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?__৮নং সেক্টরে।
89) বাংলাদেশ
জাতি সংঘের কততম সদস্য?__১৩৬তম
90) বাংলাদেশের
পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?__১৯৭৩ সালে।
91)মৌর্য ও
গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?__পাটলিপুত্রে
92) বাংলার
প্রথম স্বাধীন রাজা কে?__রাজা শশাঙ্ক
93) প্রথম মুসলিম
বিজেতা কে?__মুহম্মদ বিন কাশিম
94) শাহ্ ই
বাঙ্গালা"কার উপাধি?__শামসুদ্দিন ইলিয়াস শাহ
95) কবে ইউনেস্কো
২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?__১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
96) গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?__অধ্যাপক এম.ইউসুফ
আলী
97) স্বাধীন
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?__৪এপ্রিল ১৯৭২ সালে।
98) রাজবংশী
নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?__রংপুর ও শেরপুরে।
99) বাংলাদেশে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?__৭টি
100) বর্তমানে
মোট উপজেলা কতটি?__৪৯২টি
101) "Product
of the year-2018 কোন পণ্যটি?__ওষুধ
102) বাংলাদেশে
প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?__দর্শনা-জগতি(কুষ্টিয়া)
103) সংবিধান
দিবস কত তারিখে?__৪ নভেম্বরে।
104) সংবিধানের
কোন অনুচ্ছেদে "চলা ফেরার স্বাধীনতার "কথা বলা আছে?__৩৬ নং অনুচ্ছেদে।
English
English
105) A
person devoid of knowledge"__Ignorant
106) The
book "Ivanhoe"is written by?__Sir Walter Scott
107) The
poem"Solitary Reaper"is written by?__William Wordsworth
108) The
man lapsed___past memories"___into
109) Divide
the money__the two boys"__between
110) Kamal
is good__cricket.__at
111) I
shall do it__pleasure.__with
112)I am
fatigued__wide travelling.__by
113)He is
used to__hard.__working
114)The
committee__divided in their opinion.__were
115)Nine
thousand taka__a good amount of money.__is
116)The
word "substantiate"is a__verb
117)The word "decision"is a__noun
118)The
word "wonderful"is a/an__adjective
119)অপমানের
চেয়ে মৃত্যু শ্রেয়...__Death is preferable to dishonour.
120) শিশুটি
হাসতে হিসতে মায়ের নিকট এলো।__The baby came to its mother laughing
121)
Do you know the man?'is__Is the man known to
you.
122)
"Let me do the work"is__Let the work
be done by me.→The indirect narration of the sentence.
123)
He said,Good morning sir"is__He
respectfully wished good morning to the person spoken to.
124)
Akbar said, What a fine picture it is!__Akbar
exclaimed that it was a very fine picture.
♥ Idioms and Phrases ♥
♥ Idioms and Phrases ♥
125) →Block head___Foolish
126) →By and large___Mostly
127) →Fits and starts___irregularly
128) →White colour job___A job without manual labour.
♥ Correct Spelling ♥
♥ Correct Spelling ♥
129) →Millennium
130) →Caterpillar
131)→Dysentery
132) →Misspell
133) →Bureaucrat
134) →Tuition
135) →Humorous
136) →Curruption
♥ Antonyms ♥
♥ Antonyms ♥
137) →Adulterate__Pure
138) →Altruism__Meanness
139) →Flexible__Rigid
140) →Oppose__Support
141)→Shallow__Profound
142) মোটরগাড়ির
হেডলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?__উত্তল
143) সবচেয়ে
হালকা মৌলের নাম কী?___হাইড্রোজেন
144) পৃথিবীর
সবচেয়ে শক্ত পদার্থের নাম কী?___হীরক।
♥ Synonyms ♥
♥ Synonyms ♥
145) →Bargain__Negotiation
146) →Congregation__Association
147) →Animosity__Malice
148) →Imbed__Insert
149) →Genesis__Beginning
আন্তর্জাতিক_বিষয়াবলি_ও_ICT
আন্তর্জাতিক_বিষয়াবলি_ও_ICT
150) ডেনমার্কের
রাজধানীর নাম কী?__কোপেনহেগেন
151)সর্বাধিক
ভাষার দেশের নাম কী?__পাপুয়া নিউগিনি
152) ১ মাত্র
ভাষার দেশের নাম কী?__উত্তর-কোরিয়া
153) শ্বেত হাতির
দেশ"হিসেবে খ্যাত কোন দেশ?__থাইল্যান্ড
154) ১৯১৮ সালের
পূর্বে রাশিয়ার নাম কী ছিল?__সেন্ট পিটার্সবার্গ
155) উইনস্টল
চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?__যুক্তরাজ্যের
156) মুহাম্মদ
গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?__৪২বছর
157) NASA"
কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৫৮ সালে।
158) আমেরিকার
স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?__১৭৭৬ সালে
159) সমুদ্রের
বধূ"নামে কোন দেশ পরিচিত?__গ্রেট ব্রিটেন
160) ফরমোজার"বর্তমান
নাম কী?__তাইওয়ান
161)ল্যান্ডমার্ক
টাওয়ার"কোন দেশে অবস্থিত?__জাপানের টোকিওতে।
162) হাওয়াই
দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ?__যুক্তরাষ্ট্রেরর
163) ২০২২ সালে
২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?__বার্মিংহাম যুক্তরাজ্য
164) OPCW'র
সর্বশেষ সদস্য দেশের নাম কী?__ফিলিস্তিন(১৯৩তম)
165) বিশ্বের
সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?__South Sudanese Pound(SSP)
166) চাবাহার"কোন
দেশের সমুদ্রবন্দর?__ইরানের
167) Hwasong-15
আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?__উত্তর কোরিয়ার
বিজ্ঞান_ও_প্রযুক্তি
বিজ্ঞান_ও_প্রযুক্তি
168) বায়ুমণ্ডলে
আর্গনের পরিমাণ শতকরা কত?__০.৮ভাগ
169) নবায়নযোগ্য
জ্বালানি কোনগুলো?__পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি
170) পরমাণু
নিউক্লিয়াসে কী থাকে?__নিউট্রন ও প্রোটন
171)MKS পদ্ধতিতে
সময়ের একক কী?__সেকেন্ড
172) ভারী পানির
সংকেতের নাম কী?__D2O
173) ইউরি গ্যাগরিন
কত সালে মহাশূন্যে যান?__১৯৬১ সালে।
174) টেলিভিশনের
ক্ষতিকর রশ্মির নাম কী?__রঞ্জন রশ্মি(X-ray)
175) কার অভাবে
ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?__সালফারের অভাবে।
176) নিউমোনিয়া
রোগে কোনটি আক্রান্ত হয়?__ফুসফুস
177) সবচেয়ে
বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?__বৃষ্টি হতে।
178) পানির ছোট
ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?__পৃষ্ঠটানের জন্য
179) শুষ্ক বরফ
তৈরিতে কী ব্যবহৃত হয়?__CO2
180) ফলের মিষ্টি
গন্ধের জন্য দায়ী কোনটি?__এস্টার
181)যক্ষ্মা
রোগের কারণ কী?__ব্যাকটেরিয়ার আক্রমণ
182) স্ট্রিট
ভাইরাস কী?__রেবিস ভাইরাস
183) কৃত্রিম
জিন আবিষ্কার করেন কে?__হরগোবিন্দ খোরানা
184) রক্তে হিমোগ্লোবিন
কমে যাওয়াকে কী বলে?__রক্তশূন্যতা
185) ডিমের সাদা
অংশে কোন প্রোটিন থাকে?__অ্যালবুমিন
186) বাংলাদেশে
প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?__সিটিসেল।
187) "Contaminate"
means?__pollute
188) কোন দুটি
মহাপ্রাণ ধ্বনি?__(খ,ঝ)
189) He
is___European.___a
190) কোনটি ক্ষুদ্রতম
সংখ্যা/___৫/২৭
191)কোন শব্দটি
পুত্র শব্দের সমার্থক নয়?__শৈলজ
192) Which
one is a common noun?__infant
193) "Amicable"
অর্থ কী?__সৌহার্দপূর্ণ
194) বাংলা বর্ণমালায়
ক'টি "ব"আছে?__১টি
195) ১+২+৩+৪......+৯৯=কত?__৪৯৫০
196) বাক্য সংকোচন
কী?__একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
197) BRICS ধারণার
প্রবর্তক কে?__জিমও নিল(২০০১)
198) BRICS এর
মূলমন্ত্র কী?
ক)সদস্য
দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
199) ফিলিপাইন
দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?__৭১০৭টি
200)মুসলিম
অধ্যুষিত "মিন্দানাও"কোন দেশে অবস্থিত?__ফিলিপাইনে
201) বাংলাদেশের
সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?__১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের
বিচার)
202) ঐশ্বর্য"এর
বিপরীত শব্দ কী?_নিঃস্ব
203) "৯৯৯৯৯"এর
সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫, এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?__২১
204) লোভে পাপ,পাপে
মৃত্যু"এর ইংরেজি অনুবাদ কী?__Greed leads to sin and to death
205) "১২৫
এর ১২৫% কত?__১৫৬.২৫
206) কোন বানানটি
শুদ্ধ?__অসমীচীন,মুমূর্ষু
207) "NAFTA"
এর সদস্য দেশ কতটি?__৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)
208) "অ্যাবাকাস"
কী?__এক প্রকার গণনা যন্ত্র
209) "অ্যাবাকাস"কোথায়
আবিষ্কৃত হয়?__খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে
210) একটি গাড়ি
৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?__৫২২০০
টাকা
211)বাংলা ভাষায়
মধ্যযুগ ছিল?__১২০১-১৮০০সাল পর্যন্ত
212) ০.৯৬২৩-৩১=কত?__-৩০.০৩৭৭
213) Choose
the correctly spelt?_Soverereignty(সার্বভৌম ক্ষমতা)
214) একটি সংখ্যা
৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?__৫৬০+৮২০/২=৭৩৫
215) বৈদ্যুতিক
ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?__শব্দ শক্তিতে
216) "শশব্যস্ত"কোন
সমাস?_শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
217) মাইক্রোনেশিয়া
এর অবস্থান হলো____পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
218) "৬৫
ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?__২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
219) FIFA প্রতিষ্ঠিত
হয় কত সালে?__১৯০৪ সালে
220) FIFA কোন
দেশে প্রতিষ্ঠিত হয়?__ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
221) জীবনতরী'কী?__একটি
ভাসমান হাসপাতাল
222) জীবনতরী"কত
সালে যাত্রা শুরু করে?__১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
223) বৃত্তের
যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?__জ্যা বলে
224) The
word "Reproduction"is a____noun
225) "গম্ভীর
ধ্বনি"বাক্যসংকোচন কী?__মন্দ্র
226) কোন গ্রহের
তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?_শুক্র গ্রহের
227) "বাগধারা"কোথায়
আলোচিত হয়?__বাক্যতত্ত্বে
228) "মহা
পৃথিবী"কার কাব্যগ্রন্থ?__জীবনানন্দ দাশের
229) "আরব
বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়?__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের
শুরু হওয়া আন্দোলন।
230) The
book"Man and Superman"is written?_বার্নাড'শ
231) কবে থেকে
দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?__১ জানু,১৯৯৩
232) "উচাটান"এর
বিপরীত অর্থ কী?__প্রশান্ত
233) "আফতাব"শব্দের
অর্থ কী?__অর্ক বা সূর্য
234) A
person leaves his or her country to settle in another country._Emigrant
235) বাংলাদেশ
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৯৩ সালে
236) কত সালে
মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?_১৯৪১ সালের ১ডিসেম্বরে।
237) ঈষৎ পাংশুবর্ণ"এর
বাক্য সংকোচন?__কয়রা (ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর,ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম
238) নানান দেশের
নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা" পংক্তিটি কার?__রামনিধি
গুপ্তের -মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ
239) ঈশ্বরচন্দ্র
কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?__বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)
240) কোথায়
বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?__রাঙামাটিতে
241) কর্বুর"
শব্দের অর্থ কী?__রাক্ষস
242) ভবন নির্মাণের
সময় কী মেনে চলা উচিত?__বিল্ডিং কোড
243) "১,৩,৬,১০,১৫,২১......ধারাটির
একাদশতম পদ কত?__৬৬
244) বাকু"কোন
দেশের রাজধানী?__আজারবাইজান
245) সোমপুর
বিহারের প্রতিষ্ঠাতা কে?_রাজা ধর্মপাল
246) কোন সংখ্যার
বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?_২৫
247) "সন্ধি"ব্যাকরণের
কোন অংশে আলোচিত হয়?__ধ্বনিতত্ত্বে
248) মিহির"এর
প্রতিশব্দ কী?__সূর্য
249) গম্ভিরা"গানের
উৎপত্তি কোথায়?__মালদহ
250) এশিয়ার
সবচেয়ে ছোট দেশ "মালদ্বীপ"এর আয়তন কত?__২৯৮বর্গ.কি.মিটার
251) The
verb 'succumb'means?_submit
252) অতিভুজের
বিপরীত থাকে?__সমকোণ
253) শেষ মুঘল
সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?__ইয়াঙ্গুন
254) বাংলাদেশের
সর্বপ্রথম জাদুঘরের নাম কী?__বরেন্দ্র জাদুঘর
255) মুক্তিযুদ্ধ
জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৯৬ সালে
256) বাংলা ভাষায়
মৌলিক স্বরধ্বনি কতটি?__৭টি(অ,আ,অ্যা,ই,উ,এ,ও)
257) The
synonym of "futile'is?_Useles
258) Who
wrote the book
"Paradise Regained"?_John Milton
259) "একাত্তরের
দিনগুলি" জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণামূলক গ্রন্থ কত সালে
প্রকাশিত হয়?__১৯৮৬ সালে
260) বিদিত শব্দের
বিপরীত শব্দ কী?_অজ্ঞাত
261) লেজার রশ্মি
কে কত সালে আবিষ্কার করেন?__মাইম্যান-১৯৬০
262) মুক্তা
হলো ঝিনুকের__?_প্রদাহের ফল
263) "ঠাকুর"পরিবারের
আসল পদবি কী ছিল?__কুশারী
264) রবীন্দ্রনাথের
পরিবার কোন বংশের ছিল?__পিরালি ব্রাহ্মণ বংশের।
265) বাংলাদেশের
আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?_প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
266) কোন শহরের
উপনাম "বিগ অ্যাপেল?__নিউইয়র্ক
267) ১.৩.৬.১০.১৫.২১..........ধারার
দ্বাদশ পদ কত?__৭৮
268) What
is the musculine from of "Bee"?__Drone
269) "The
spirit of Islam"বইটির লেখক কে?__সৈয়দ আমির আলী(১৮৪৯-১৯২৯)
270) দুইটি ক্রমিক
সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?__১০০
271) শব্দ ও
ধাতুর মূলকে কী বলে?__প্রকৃতি
272) "ব্যাকরণ"শব্দটি
কোন ভাষার?_তৎসম/সংস্কৃত
273) ২৫৩ডিগ্রি
কোনকে কী কোণ বলে?__প্রবৃদ্ধকোণ
274) "অনুপাত"
কী?_একটি ভগ্নাংশ
275) "ভাষা
প্রকাশ" বাংলা ব্যাকরণ কে রচনা করেন?_সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল।একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?_বৃহস্পতিবার
২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল।একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?_বৃহস্পতিবার
276) অক্ষির
সমীপে"বাক্য সংকোচন হবে?_সমক্ষ
277) "অক্ষির
অভিমুখে"বাক্য সংকোচন কী হবে?__প্রত্যক্ষ
278) "Proclaim"
means?_declare
279) ১৯২১ সালে
ঢাকা বিশ্ববিদ্যাল কত একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়?_৬০০একর
280) ঢাকা শহরের
প্রধান মুঘল স্থাপত্যের নাম কী?_লালবাগ
281) কোন ই-মেইল
এর "CC"অর্থ কী?__Carbon Copy
282) ভারত ও
চীনের সীমান্ত রেখার নাম কী__ম্যাকমোহন লাইন
283) "পিথাগোরাস"কোন
দেশে জন্মগ্রহণ করেন?_গ্রিসে
284) গ্রিনিচ"কোথায়
অবস্থিত?_লন্ডনে
285) ভাষার ক্ষুদ্রতম
একক কী?_ধ্বনি
286) ইউরোপীয়
ইউনিয়নের কোন দেশ এখনো "ইউরো"মুদ্রা গ্রহণ করে নি?_ইংল্যান্ড(তাদের মুদ্রা
পাউন্ড স্টারলিং)
287) বাংলা অব্যয়
কোনগুলো?_না,আর,আবার,ও,হাঁ
288) সংস্কৃত
অব্যয় কোনগুলো?_যদি(হঠাৎ),যথা(বরং),সদা(পুনশ্চ), সহসা।
289) বিদেশি
অব্যয় কোনগুলো?_আলবত,বহুত,খুব,শাবাশ,খাসা,মাইরি, মারহাবা।
290) "কালান্তর(১৯৩৭)প্রবন্ধ
গ্রন্থটি কার?__রবীন্দ্রনাথের
291) BRICS"
কত সালে গঠিত হয়?__২০০৮ সালে
292) "BRICS"
এর পূর্ব নাম কী?_Bric
293) চিন্তার
সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?_সেরিব্রাম
294) Correct
spelt? Supersede (রহিত/বাতিল করা)
295) কত সালে
স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?_১৯১৪ সালে(ম্যাকমোহন লাইন)
296) পিতা ও
মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?_১৮
বছর ৬০০টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?__৫%
297) Which
one is singular?__index
298) হযরত মুহম্মদ(স:)
ছিলেন একজন আদর্শ মানব"বাক্যটি?__সরল
299) বাংলাদেশের
জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?_শিব নারায়ন দাস
300)চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে
অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?_সেরিব্রাম
301) দুইটি সংখ্যার
অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?_৪৫, ৬০
302) কাজী নজরুল
ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?__বাঁধনহারা
303) ফিফার কার্যালয়
কোথায় অবস্থিত?__সুইজারল্যান্ডের জুরিখে
304) Which
one is Reflexive pronoun?_myself
305) কোন আরব
দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?__ইরাক
306) "He
was taken to task"বাংলা?__তাকে তিরস্কার করা হয়েছিল
307) "ক্ষুধার্ত"
শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?_ক্ষুধা+ঋত
308) বর্তমানে
কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?_তুরস্কের হ্যালিকানাসাসে(৪৮৪খ্রি.পূ)
309) সবুজ গ্রহ
বলা হয় কাকে?_ইউরেনাসকে
310) গোলাপি/লাল
গ্রহ বলা হয় কাকে?_মঙ্গলকে
311)"সোনার পাথর বাটি ও উত্তম
পুরষ"উপন্যাসটি দুটি কার?_রশিদ করিম।
312) ১২০ জন
ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?_৭৫%
313) "আদালত"ইনকিলাব,শব্দটি
কোন ভাষার?__আরবি
314) "বজ্রে"তোমার
বাজে বাঁশি" বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?_অপাদানে ৭মী
315) "জাহান্নাম
হইতে বিদায়"মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?__শওকত ওসমান
316) তালব্যবর্ণ
কোনগুলো?_উ, ঊ।
317) "Duchess"is
feminine of____Duke
318) টাকায়
১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?__২৫%
319) কোন মুসলমান
প্রথম নোবেল পুরস্কার পান?__আনোয়ার সাদাত
320) Article
is used based on____Pronunciation
321) "হ্যারি
পটার"কী?_একটি শিশুতোষ বই
322) সুইডেনের
মুদ্রার নাম কী?__ক্রোনা
323) SIM"এর
পূর্ণ রূপ কী?__Subscriber Identity Module
324) ১ থেকে
১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?__৫০৫০
325) গ্রিনল্যান্ড"
এর মালিকানা কোন দেশ?_ডেনমার্ক
326) "গ্রিনল্যান্ডের"রাজধানীর
নাম কী?_গডথ্যাব
327) আমেরিকাকে
এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?__বেরিং
328) কোনটি শুদ্ধ
বানান?__শুশুষা
329) উয়ারী
বটেশ্বর"কোথায় অবস্থিত?__নরসিংদী
330) বাংলা ১১৭৬
সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?_১কোটি
331) বাংলাদেশেন
দীর্ঘতম গাছের নাম কী?_বৈলাম(২৪০ফুট)
332) "WHO"
কত সালে প্রতিষ্ঠিত হয়?_১৯৪৮ সালের ৭এপ্রিলে
333) জাতীয়
স্মৃতিসৌধের অন্য কী নাম?_সম্মিলিত প্রয়াস
334) "Dead
Sea"কোথায় অবস্থিত?__ইসরাইল ও জর্ডানের মধ্যে
335) সবচেয়ে
বেশি সালোকসংশ্লেষ হয়?_লাল আলোতে
336) ফরাসী বিপ্লব
কোন সালে অনুষ্ঠিত হয়?_১৭৮৯ সালে
337) উপমহাদের
প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?_ডা:জোহরা বেগম কাজী
338) পৃথিবীতে
কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?_মেরু অঞ্চলে
339) "IC"
চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?_Altair-8800
340) সবচেয়ে
শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?_যুক্তরাষ্ট্রে
341) নাইট্রোজেনের
প্রধান উৎস কী?__বায়ুমণ্ডল।
342) সিমেন্টের
তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?_জিপসাম।
343) কোন বৃত্তের
পরিধি ও ব্যাসের অনুপাত কত?__২২/৭(বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
344) ১.৩.৬.১০.১৫.২১......ধারাটির
দশম পদ কত?_৫৫
(ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
345) বাংলা ভাষায়
রচিত প্রথম নাটকের নাম কী?__ভদ্রার্জুন।
346) সমাসের
রীতি কোন ভাষা থেকে আগত?_সংস্কৃত।
347) কাকনিদ্রা"শব্দটির
অর্থ কী?_অগভীর সতর্ক নিদ্রা।
348) "হত্যা
করার ইচ্ছা"এক কথায় হবে?_জিঘাংসা।
349) "ঋজু"এর
বিপরীত কী?_বঙ্কিম বা বাঁকা
350) "To
keep one's head' means?_to keep calm
351) What
is the time___your watch?_by
352) Antonyms
of "Queer(অদ্ভুদ)"_orderly(সুশৃঙ্খল)
353) একটি ঘড়ি
প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক
সময় দিবে?_৭২
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়। সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)
354) সামন্তরিকের
ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?__ভূমি*উচ্চতা
355) a+b=6 এবং
ab=8 হলে (a-b)2=কত?__4
356) You
should (----)swimming._start up
357) "প্রতিদিন
ঘরহীন ঘরে"কাব্যগ্রন্থটি কার?__শামসুর রাহমান
358) "দৃষ্টিহীন"কার
ছদ্মনাম?_মধুসূদন মজুমদার।
359) "A
search for identity"__বইটি কার?__মেজর আব্দুল জলিল
360) "গ্রামের
মেয়ে,বেদের মেয়ে" নাটকটি কার?_জসীম উদদীন।
361) ত্রিভুজের
বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?_সূক্ষ্মকোণ
362) Noun
of the word"Break"___Breakdown
363) বাংলাদেশের
প্রথম সংবাদপত্রের নাম কী?_রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
364) প্রত্যক্ষ
কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে?_উপমেয়(ভ্রমরের
ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)
365) বামেতর"শব্দের
অর্থ কী?__ডান(ডান ডাহিন,দক্ষিণ)
366) "মনীষা"শব্দের
বিপরীত শব্দ কী?__নির্বোধ
No comments:
Post a Comment