BOU

Wednesday, December 19, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৫৯ তম পর্ব ( চতুর্থ অংশ)


২০১৮ সাল ডিসেম্বর পর্যন্ত বিগত সালগুলোতে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের ১৫৪৫টি প্রশ্নোত্তর যা ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এসেছে।সংগ্রহে রাখুন যা পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় কমপক্ষে ৬০টি প্রশ্ন কমন আসবে।৫৯ তম পর্ব ( চতুর্থ অংশ)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

২০১৮ সাল ডিসেম্বর পর্যন্ত বিগত সালগুলোতে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের ১৫৪৫টি প্রশ্নোত্তর যা ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এসেছে।সংগ্রহে রাখুন যা পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় কমপক্ষে ৬০টি প্রশ্ন কমন আসবে। (চতুর্থ অংশ)

1)  "Fad end(সর্বশেষ)"means?__The last part
2)  "By fits and starts"means?_irregularly
3)  "যার বাসস্থান নেই"এক কথা কী?__অনিকেতন
4)  বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে"__বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?_কর্তৃকারকে ৭মী
5)  "মনস্তাপ"এর সন্ধি বিচ্ছেদ কী?_মনঃ+তাপ
6)  The idiom "Bring to book"___Rebuke (তিরস্কার করা)
7)  "পেট্রোল ইঞ্জিন"কে চালু করেন?_জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
8)  কাকে কোষের প্রাণশক্তি বলা হয়?_মাইটোকন্ড্রিয়াকে
9)  পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক___১০০কোটি বছর আগে।
10) Antonym of"somber-অন্ধকারময়"?_Bright
11) টলেমী কে ছিলেন?_জ্যোতির্বিদ
12)"ইন্টারনেট"কবে চালু হয়?_১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
13)"ইন্টারনেট"কবে বাংলাদেশে আসে? ৪ জুন ১৯৯৬ সালে।
14)ঈশ্বচন্দ্রকে "সংস্কৃত কলেজ"কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?_১৮৩৯ সালে।
15)আবু মুসা দ্বীপ"কোন সাগরে অবস্থিত?__পারস্য উপসাগরে।
16)"ব্যাডমিন্টন"কোন দেশের জাতীয় খেলা?_মালয়েশিয়ার
17)জেনেটিক কোডের আবিষ্কারক কে?_ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
18)বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?_একই হয়।
19)কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?_থাইল্যান্ড
20) থাইল্যান্ড"অর্থ কী? স্বাধীন ভূমি।
21)পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?__আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
22) গোবিন্দলাল ও রোহিনী"কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?_কৃষ্ণকান্তের উইল।
23) কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?__ফররুখ আহমদকে।
24) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?_দিকদর্শন(১৮১৮)
25) "ভবদহ,ইছামতি" বিল দুটি কোথায় অবস্থিত?__যশোরে
26) "রাত্রির শেষ ভাগ"কে এক কথায় কী বলে?__পররাত্র/পররাত
27) তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?_অধিকরণে ৭মী
28) "নিরাময়" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?__নিঃ+আময়
29) সাক্ষী গোপাল অর্থ কী?__নিষ্কৃয় দর্শক
30) "ম্যাডোনা-৪৩"কী?_একটি চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
31)"দারফুন"কী?_সুদানের একটি অঞ্চলের নাম
32) "CIRDAP"এর সদর দপ্তর কোথায়?__ঢাকার চামেলি হাউসে।
33) রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?_স্টিফেনসন।
34) "Adam"s Peak" তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?_শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন
35) গোধূলির কারণ কী?_আলোর বিক্ষেপণ
36) দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?__সম্পূরক কোণ
37) সৌরকোষে কী ব্যবহৃত হয়?__সিলিকন
38) কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?__ক্লোরিন
39) ০.৩*০.০৩*০.০০৩=কত?_০.০০০০২৭
40) "Patrot"antonym?__Traitor(দেশদ্রোহী
41)সমদ্বিবাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?__স্থূলকোণ
42) Antonym of " Limpid"?_Muddy(কর্দমাক্ত/অস্বচ্ছ)
43) The correct spelling "Exaggarate"_Exaggerate(অতিরঞ্জিত)
44) ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?_টেলিমেডিসিন
45) "Lingua Franca"means___A mixed language(মিশ্রভাষা)
46) ০.৫*০.০০০৫=কত?__০.০০০২৫
47) বিশ্বের কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?__তুরস্ক/ইস্তামবুল
48) কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?_মিসরে
49) "Nude"শব্দটির Antonym কী?_Concealed(গোপন/লুকানো)
50) কসোভোর'রাজধানীর নাম কী?_প্রিস্টিনা
51)দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?_২১০
52) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?__পদ্মা
53) নদী ছাড়া "মহানন্দা"কিসের নাম?_আমের
54) He hankered(---)fame.__after(কোন কিছুর জন্য লালায়িত)
55) Correct sentence...__I wish I were you.
56) "Feed the baby____milk._on(খাওয়ানো বুঝালে feed on হয়)
57) Man can not live a "alone"__ alone is?_adjective
58) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?_শালবন বিহার।
59) ভুটানের আইনসভার নাম কী?_পার্লামেন্ট অফ ভুটান
60) রাশিয়ার মুদ্রার নাম কী?_রুবল
61)শাহানামা"কোন ভাষায় রচিত?_ফারসি
62) মহাকবি ফেরদৌসী কার সভা কবি ছিলেন?_সুলতান মাহমুদের
63) রং ধনুর সাতটি রঙের মধ্যে "মধ্যম"রঙ কোনটি?_সবুজ
64) দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?__১২
65) সত্ত্ব"শব্দের অর্থ কী?_অস্তিত্ব
66) বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?__৯গুণ
67) গঠন অনুসারে বাক্য কত প্রকার?_৩প্রকার(সরল,মিশ্র,যৌগিক)
68) বিদ্রোহী বালিকা"জমিলা"কোন উপন্যাসের চরিত্র?_লালসালু(মজিদের ২য় নাবালক স্ত্রী)
69) মানব দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?_ফিনাইল এলানিন
70) সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?_গৌড়/সোনারগাঁও
71)বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?_কর্কটক্রান্তি রেখা
72) ভারতচন্দকে "রায় গুণাকর" উপাধি দেয় কে?_রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার
73) ১+২+৩+৪+.....+৯৯=কত?__৪৯৫০
74) "লাঠালাঠি"কোন ধরনের সমাস?_ব্যতিহার বহুব্রীহি
75) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে "কারক"বলে?_নাম পদের।
76) "কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।পঙক্তিটি কার?__শেখ ফজলল করিম।
77) Still weters run deep.এখানে Still"শব্দটি?__Adjective
78) 1+2+3+4+......+20=কত?__210
79) Glass is made of (---)bottles.__of
80) "বিষবৃক্ষ"কোন সমাস?__কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
81)২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে
নতুন সংখ্যা কত?__২৮
82) তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?__৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
83) "সাপের খোলস"__এককথায়?__নির্মোক।
84) Latent(গুপ্ত)এর সমার্থক শব্দ__?__Concealed(সুপ্ত)
85) বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?__বিষ+তি(ষষ্ঠ--ষষ্+থ)
86) শতাব্দী"কোন সমাস?_দিগু(শত অব্দের সমাহার)
87) দুইটি রাশির অনুপাত ৫:১১।উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?__৪৫(৯৯*৫/১১=৪৫)
88) "উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?__উন্মীলন,রূপায়ন।
89) Let him sing a song. change voice?__Let a song be sung by him.
90) "Do you know him?"change voice?__Is he known to you?
91)Brief এর সমার্থক শব্দ?__Short
92) জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?__ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
93) বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?__২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
94) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয় কত সালে?__১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
95) বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?__১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
96) সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?__বৃহস্পতি ও বুধ।
97) পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী?__শুক্র
98) ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?_পক প্রণালি (এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে)
99) কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?__বায়ুচাপ
100) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?__সাদা রঙের বস্তু
101) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?__কঠিন মাধ্যমে।
102) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?_অ্যালুমিনিয়াম(৮.১%)
103) সাবানকে শক্ত করে কোনটি?__সোডিয়াম সিলিকেট
104) বিলিরুবিন তৈরি হয় কোথায়?__প্লীহাতে।
105) জন্ডিস"কাকে বলে?_রক্তে )বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
106) গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?__নাইট্রোজেনের
107) মানুষের অটোজোমের সংখ্যা কত?__২২জোড়া(২৩ জোড়া ক্রোমোজম)
108) বিশ্বকাপ ফুলবল খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়?__১৯৩০ সালে উরুগুয়েতে।  (চ্যাম্পিয়ন উরুগুয়ে,রানার্স-আর্জেন্টিনা)
109) বায়ুর আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?__হাইগ্রোমিটার
110) ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?__ইসলাম খাঁ(১৬১০)
111) ময়মনসিংহ জেলার পূর্বনাম কী?__নাসিরাবাদ।
112)বাংলাদেশে কতটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?__৪টি (বেতবুনিয়া-১৯৭৫,তালিবাবাদ-১৯৮২, মহাখালী-১৯৯৫,সিলেট-১৯৯৭)
113)বাংলাদেশের এক মাত্র অস্ত্র তৈরি কারখানাটি কোথায় অবস্থিত?__গাজিপুরে-১৯৮০
114)বাংলা কোন উপন্যাস ইংরেজি"Tree Without Roots"নামে অনূদিত হয়? __লালসালু(১৯৬৭)
115)মরণ রে,তুঁহু মম শ্যাম সমান"পঙ্ক্তির রচয়িতা কে?__রবীন্দ্রনাথ
116)১+২+৩+৪+.......+১৮=কত?__১৭১
117)কুটিল শব্দের বিপরীত অর্থ কী?__সরল
118)He deals (----)rice.__in (deal in অর্থ ব্যবসা করা)
119)Anita is a good girl. girl is a____Common noun
120) একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে,২৮ জন শ্রমিকের কত দিন লাগবে? __২০দিন(৩৫*১৬/২৮=২০দিন)
121)উপকথা"কোন সমাস?__অব্যয়ীভাব(কথার সদৃশ)
122) "WHO"এর সদর দপ্তর কোথায়?__জেনেভায়
123) টুথপেস্টের প্রধান উপাদান কী?_সাবান ও পাউডার
124) "সাত গম্বুজ"মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত?_শায়েস্তা খান।গম্বুজ সংখ্যা ৩টি।
125) বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?__১৯৮০ সালের ১ডিসেম্বর।
126) বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোথায় এবং কত সালে স্থাপিত হয়?__রাঙ্গামাটিতে,স্থাপিত ১৯৭৫ সালে।
127) "Sacred"-পবিত্র)এর সমার্থক শব্দ?__Divine(স্বর্গীয়)
128) He died(----)over eating.__from
129) বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কী বলে?__বিভক্তি
130) কোনগুলো সঠিক বানান?__Surveillance(নিরীক্ষণ), __Encyclopaedia.
131)দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতারসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, মাতার বয়স কত?__৩১ বছর (২*১০=২০,৩*১৭=৫১,মাতা ৫১-২০=৩১)
132) I'm fearful(----)enemies._of (fearful of অর্থ ভীত)
133) যে উপকারীর অপকার করে" এক কথায় কী হবে?__কৃতঘ্ন
134) "Do not hate the poor"Change voce?__Let not the poor be hated.
135) সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?_৭২ডিগ্রি(৫-২/৫*১৮০=১০৮-১৮০=৭২)
136) নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত?__১৫টি(স্থায়ী ৫+অস্থায়ী ১০=১৫টি)
137) "অপরাজেয় বাংলা"ভাস্কর্যের স্থপতি কে?__সৈয়দ আব্দুল্লাহ খালেদ। (উদ্বোধন ১৯৭৯ ১৬ ডিসেম্বরে)
138) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? __২ নং
139) কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?__দক্ষিণ আমেরিকা।
140) দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কত?_১২টি।
141)কলম্বিয়া দেশটির রাজধানীর নাম কী?__বোগোটা(ভাষা-স্প্যানিশ,মুদ্রা-পেসো)
142) কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?__কালো।
143) কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে?__ভিটামিন কে।
144) ২০২২ সালে বিশ্বকাপ ফুলবল কোথায় অনুষ্ঠিত হবে?__কাতারে।
145) বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?__টঙ্গী ও খুলনাতে।
146) যে জমিতে ফসল জন্মায় না- এক কথায় কী হবে?__ঊষর।
147) অর্বাচীন এর বিপরীত শব্দ কী?_প্রাচীন
148) The word "massacre"is____Noun & Verb
149) ৬,৮,১০ এর গাণিতিক গড় ৭,৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?__৮
150) We need two hundred dollars (----)this to pay for everything.__besides
151)প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?__অশোক মুখোপাধ্যায়
152) কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?_৫১টি।
153) ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?_মির্জা আহমদ খান
154) "নাসাউ"কোন দেশের রাজধানী?__বাহামা দ্বীপুঞ্জেরর।
155) ম্যাক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী?__সনোরো লাইন।
156) রবীন্দ্রনাথ কত সালে নাইট"উপাধি পায় ও ত্যাগ করেন?__পান ১৯১৫ সালে ত্যাগ করেন ১৯১৯ সালে।
157) আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলালকে কে "ভোরের পাখি"উপাধি দেয়?__রবীন্দ্রনাথ ঠাকুর।
158) যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?_প্রকৃতি।
159) Milk and water"means?__lifeless & dull
160) কে প্রথম বলেন,পৃথিবী একটি বিরাট চুম্বক?_গিলবার্ট(১৬০০ সালে)
161)কোন জারক রস পাকস্থলিতে দুধ জমাট বাঁধায়?__রেনিন।
162) বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?_চীন।(বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ)
163) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪....ধারাটির পরবর্তী সংখ্যা কত?__৫৫
164) ১-৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?__১১টি
165) সর্বিপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের নাম কী?__গামা রশ্মি।
166) Synonymous of "Incredible"__Unbelievable
167) ০.২,০.০৪,০.০০৮,০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যা কত?__০.০০০৩২
168) The synonym of "brittle"__Fragile(ভঙ্গুর)
169) জীবদেহের অক্সিজেন গ্লোকোজ কোথায় সঞ্চিত থাকে?__যকৃতে।
170) প্রবকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?__বৃষ্টির পানি।
171)পানিকে বরফে পরিণত করলে কী পরিবর্তন হয়?__আয়তন বাড়ে।
172) ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?__কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে।
173) প্রথম শহীদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কত তারিখে?__২৩ ফেব্রুয়ারি
174) প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে?__১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে
175) কমনওয়েথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?__৪ বছর পর পর।
176) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন "জান্নাতাবাদ"?__হুমায়ুন
177) এভিকালচার বলতে কী বুঝায়?__পাখি পালন বিষয়াদি
178) ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?_কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে।
179) কাজী নজরুল ইসলামের উপন্যাস কতটি ও কী কী?__৩টি(বাঁধনহারাপত্রোপন্যাস,মৃত্যুক্ষুধা, কুহেলিকা)
180) অপরাহ্ন"নাটকটির রচয়িতা কে?__হুমায়ূন আহমেদ।
181)"কারক"শব্দটির অর্থ কী?__যা ক্রিয়া সম্পাদন করে।
182) কিরণ"শব্দের সমার্থক শব্দ কোনটি?__অংশু
183) ১+২+৩+৪+........+১৯=কত?__১৯০(১+১৯*১৯/২=১৯০)
184) Anis is good (----)cricket.__at
185) "মধ্যাহ্ন"শব্দটি কোন সমাস?__তৎপুরুষ(অহ্নের বা দিনের মধ্যভাগ)
186) "ইহলোকে যা সামান্য নয়"এককথায় কী হবে?__অলোকসামান্য
187) কোনটি "Joyful" শব্দের সমার্থক শব্দ?_Common
188) "নীরস" শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে?__নিঃ+রস
189) দিবারাত্রি সংঘঠিত হয় কেন?__আহ্নিক গতির জন্য।
190) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?__১৯৯৯ সালের ১৭ মে,নিউজিল্যান্ডের বিপক্ষে।
191)বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে?__৭ম বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানে।
192) মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কী?__স্ফিগমো ম্যানোমিটার
193) স্মরণ"শব্দের বিপরীত শব্দ কী?__বিস্মরণ।
194) He has lake (----)money.__of
195) Honesty is the best policy.বাক্যে "Honesty"শব্দটি কী?__Abstract noun.
196) He is envious (---)my success._of (envious of" অর্থ কোন বিষয়ে ঈর্ষাপরায়ণ।
197) সুন্দর বনের পশ্চিমে কোন নদী অবস্থিত?_রায়মঙ্গল সাতক্ষিরা জেলার নদী।
198) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)কোথায় অবস্থিত?_সাভারের জিরানীতে অবস্থিত।
199) বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কত সালে প্রতিষ্ঠিত হয়?_১৯৮৬ সালের ১৪ এপ্রিলে।
200) I objected (---)his proposal.__to(objected to অর্থ কোন বিষয়ে আপত্তি জানানো)
201)  "সুবচন-নির্বাসনে ও কুকিলারা" নাটক দুটির রচয়িতা কে?__আব্দুল্লাহ আল মামুন
202) "লালবাগ"কেল্লার পূর্ব নাম কী ছিল?_আওরঙ্গবাদ দুর্গ
203) কুমিল্লার ময়নামতিতে "শালবন"বিহার ও 'আনন্দ"কে নির্মাণ করেন?_অষ্টম শতকে দেবরাজা আনন্দদেব।
204) কে কত সালে সতীদাহ প্রথা"রহিত করেন?__রামমোহনের সক্রিয় সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ সালের ৪ ডিসেম্বরে এ প্রথা বিলুপ্ত করেন।
205) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?__বরেন্দ্র জাদুঘর(১৯১০এর ১০ডিসেম্বর)
206) ঢাকার "শাহবাগ জাতীয় জাদুঘর" জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে কত সালে?__১৯৮৩ সালে ১৭নভেম্বরে।প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালের ৭ আগস্টে।
207) হিস্টোলিক চাপ"কাকে বলে?_হৃৎপিণ্ডের সংকোচন চাপকে।
208) "আকাবা"কোন দেশের সমুদ্রবন্দর?__জর্ডানের।
209) "ন্যাপ-NAPE"কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?__ময়মনসিংহে অবস্থিত।১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হলে নামকরণ করা হয় ১৯৮৫ সালে।
210) 'ষাট গম্বুজ'মসজিদ নির্মাণ করে কে?__পীর খান জাহান আলী।গম্বুজ-৮১টি
211)জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে?_হুমায়ুন রশীদ(১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতি করেন)
212) শব্দের তীব্রতা নির্ণয়ের যন্ত্রের নাম কী?__অডিওমিটার।
213) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?__শুশুক ও ডলফিন।
214) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?__অনকোলজি বলে।
215) মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবধানের জন্য কত জনকে "বীরোত্তম"খেতাবে ভূষিত করা হয়?_৬৮ জনকে।
216) কোথায় সালোকসংশ্লেষণ ঘটে না?_মূলে।
217) ১/৩÷৪/৫*৩/৪=কত?__৫/১৬
218) What is opposite of"cordial"?_Reserved (cordial অর্থ আন্তরিক আর Reserved অর্থ গুরুগম্ভীর)
219) দস্ত-বস্ত"কথার অর্থ কী?_হাতে-নাতে।
220) কলুর বলদ"কোন সমাস?__অলুক তৎপুরুষ(পূর্বপদের বিভক্তি লোপ পায় না। যেমন,কলুর বলদ,ঘোড়ার ডিম,সোনার বাংলা)
221) "ময়নামতির চর"কাব্যগ্রন্থটি কার? -বন্দে আলী মিয়ার।
222) ৫৫১) বাংলাদেশের বৃহত্তম "হাকালুকি" হাওড় কোন জেলায় অবস্থিত?_মৌলভীবাজার ও সিলেট জেলায়।
223) কচুশাকে বিশেষভাবে মূল্যবান কোন উপাদান থাকে?_লৌহ(ভিটামিন এ, ক্যালসিয়াম অক্সালেট,অন্যান্য খনিজ পদার্থও থাকে)
224) a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?__4
225) কোন বাংলা পদে সন্ধি হয় না?__অব্যয় পদে।
226) নীল লোহিত"কার ছদ্মনাম?_সুনীল গঙ্গোপাধ্যায়(১৯৩৪-২০১২)
227) "প্রথম আলো"কার উপন্যাস?_সুনীল গঙ্গোপাধ্যায় এর।
228) "ওয়ারিশ"উপন্যাসের লেখক কে?__শওকত আলী।
229) বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি-ফারসি শব্দের ব্যবহার করেন কে?_মোহিতলাল মজুমদার।
230) গৃহদাহ-১৯২০" উপন্যাসের প্রধান চরিত্র ৩টির নাম কী?_মহিম>অচলা>সুরেশ
231) বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ কে?__বঙ্কিম চট্টোপাধ্যায়(১৮৩৮-১৮৯৪)
232) সাপের খোলসকে এককথায় কী বলে?__নির্মোক
233) ১.১.২.৩.৫.৮ এ সংখ্যা পর অষ্টম পদ কী?__২১(১+০=১,১+১=২,২+১=৩,৩+২=৫,৫+৩=৮,৮+৫=১৩,১৩+৮=২১)
234) কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন তাকে কী বলে?_করণ কারক
235) Adjective of the word"Ox" is__Bovine
236) Which is the noun of the word "Try"?_Trial.
237) The count (----) your help._upon(Count upon অর্থ নির্ভর করা
238) To meet trouble halfway" means?__To be puzzled(হতবুদ্ধি হওয়া)
239) What is the meaning of' "soft soap"?__Flattery for self motives "soft soap" অর্থ নিজ কার্যসাধনে তোষামোদ করা।
240) ৯.৩৬.৮১.১৪৪,.......ধারাটির পরবর্তী সংখ্যা কত?__২২৫
241) ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?__১৫০%
242) পারমাণবিক বোমার আবিষ্কারক কে?__১৯৪৫ সালে ওপেন হাইমার
243) আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?_লুব্ধক।
244) পৃথিবীর নিকতম নক্ষত্রের নাম কী?_প্রক্সিমা সেন্টারাই।
245) কোথায় দিন রাত্রি সর্বদা সমান?__নিরক্ষ রেখায়।
246) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কী?__রাজ কাঁকড়া
247) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?__ব্রোমিন।
248) লজ্জায় মুখ রাঙা হওয়াকে"এক কথায় কী বলে?__আরক্তিম
249) "ক্ষুধিত পাষাণ"কোন সমাস?_রূপক কর্মধারয়(ক্ষুধিত রূপ পাষাণ)
250) শীকর" শব্দের অর্থ কী?__জলকণা
251) "ইনকিলাব" শব্দের অর্থ কী?__বিপ্লব,আন্দোলন,বিদ্রোহ।
252) কাকনিদ্রা"অর্থ কী?__অগভীর সতর্ক নিদ্রা
253) নিরানব্বইয়ের ধাক্কা" বাগধারাটির অর্থ কী?__সঞ্চয়ের প্রবৃত্তি
254) "Boat leg"means?_Smuggle.
255) "Mishap"means?__Accident
256) পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?__৫৮৫
257) ক্যাসেটে ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?__চুম্বক ক্ষেত্র হিসেবে।
258) শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যাকারী একমাত্র ব্যক্তি কে?__লি ডাক থো।
259) উপমহাদেশের সর্বশেষ গভর্নরের নাম কী?__লর্ড মাইন্টব্যাটেন।
260) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?__হেনরি ডুনাল্ড(১৮৬৩)
261) সারা বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?__১জানু, ১৯৯৩ সালে।
262) স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?__শহীদ মিনারের
263) কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়। কম?__বেগুনী আলো
264) বৃহস্থ সামন্তরিক কী?__একটি আয়তক্ষেত্র
265) "By all means" means____Certainly (By all means অর্থ নিশ্চিতভাবে)
266) Antonym of the word"futile"is?__Useful(futile অর্থ অপ্রয়োজনীয়)
267) পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?__এপসন কোম্পানি-১৯৮১
268) জোয়ারের কত ঘণ্টা পর ভাটার সৃষ্টি হয়?__৬ ঘণ্টা ১৩ মিনিট
269) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?__বালি
270) টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙ এর ছবি ব্যবহার করা হয়?__৩টি(লাল,সবুজ,নীল)
271) মধুসূদনের মেঘনাদবধ কাব্যের উৎস কী?__রামায়ণ কাহিনি।
272) বাঙালির ইতিহাস বইটির লেখক কে?__নীহাররঞ্জন রায়(১৯০৩-১৯৮১)
273) নিচের কোন বানান শুদ্ধ নয়?- উর্দ্ধ
274) নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? – চ
275) নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গব্যবহার হয়েছে?- অনাবৃষ্টি
276) নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?- খণ্ডিত
277) বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?- ব + ন্ + ধ + ন্
278) নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে?- প্রবণ
279) কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?- একত্রিত
280) দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?- উত্তর
281) পর্বত এর সমার্থক শব্দ কোনটি?- নগ
282) যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে?- অবীরা
283) "বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা" এটি কোন শ্রেণীর বাক্য? -সরল বাক্য
284) কোনটি নিত্য সমাস ?- জলমাত্র
285) রাজার দুয়ারে হাতি বাধা,'দুয়ারে'' পদটিকোন কারক? – অধিকরণ
286) শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? - শিশু+ ষ্ণ
287) নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? – অতিশয্য
288) সচিব কোন ধরনের শব্দ? – পারিভাষিক
289) দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?- দ্বীপ+অয়ন
290) ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ কি?- বিশেষভাবে বিশ্লেষণ
291) মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন বাক্যটিতেখাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ—দ্বিকর্মক
292) সে নাকি আসবে না' এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে? - সংশয়।
293) A synonym of the word ‘Anguish’?— Suffering
294) My parents always stand --- my decision. — by
295) Despite his wealth, he remains —.— humble
296) How did he come—this expensive watch.— to
297) An antonym of the word ‘Tedious’is?— Refreshing
298) ২৬. Choose the correctly spelt word.— Dilemma
299) He does not have —money to buy a computer. — too
300)২৮. Which word is correctly spelt?— Questionnaire
301) Students had better --- the schedule of the examination. — Check
302) A synonym for the word ‘Impediment’ is?— Barrier
303) A stitch in time —- nine.— saves
304) What is the antonym of Apex?— base
305) Which one is singular number?— Phenomenon
306) The load is too heavy —-carry. — to
307) The teacher make the students --- hard.— work
308) ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? = ২২ ৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? = ৫০%
309) একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি?= ৩৪১
310) কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?= ৫মি.
311)কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?= ৫.৬৬%
312) কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে?= ২০ বছর
313) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?= ৩৯
314) একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪:১ হবে।= ৪ গ্রাম
315) কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?= ১৩/১৭
316) কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?= ৫,৬,৭
317) ত্রিভুজ ABC এ AC2= AB2+BC2 হলে ABC=?= ৯০ ডিগ্রি
318) (a+b)=১২, a-b=২ হলে 2ab=? = ৭০
319) কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?= ৭৫
320) একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?= ৮ বর্গফুট
321) কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে-= ৩৬
322) লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?— শেরে বাংলা এ কে ফজলুল হক
323) পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?— চাঁদপুর জেলায়
324) ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস হিসেবে ঘোষণা করা হয়?— ৩১তম
325) ইরাটম কী?— উন্নত জাতের ধান
326) দ্য গল কোন দেশের প্রাচীন নাম?— ফ্রান্স
327) Fair Fax কি?— গোয়েন্দা সংস্থা
328) সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?— মিশর
329) আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন?— শনিবার
330) বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?— লাইবেরিয়া
331) মীনা দিবস পালন করা হয় কবে?— ২৪ সেপ্টেম্বর
332) আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?— ১৯১৯ সালে
333) ডেঙ্গু জ্বরের ফলে শরীরে –— রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়
334) মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে?— মিনারেলস
335) সুষম খাদ্যের উপাদান কয়টি?— ৬টি
336) জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়? — ৬ টি (ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা, পোলিও এবং হাম)
337) একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? — ২০৬
338) যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল- প্রশ্নে ভুল আছে (সঠিক উত্তর বঙ্গ )
339) রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল? — আরাকান
340) পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?— ইস্তাম্বুল
341) বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে?— প্রশ্নেভুল (মোনায়েম সরকার) । যদি বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন ।
342) বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
343) প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
344) বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
345) বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
346) বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?উত্তরঃ নুরজাহান বেগম।
347) বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?উত্তরঃ   সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
348) বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?উত্তরঃ  শিল্পাচার্য জয়নুল আবেদীন।
349) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
350) সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?উত্তরঃ শায়েস্তা খান ।
351) ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
352) কুতুব মিনার কোথায় অবস্থিত?উত্তরঃ দিল্লীতে।
353) ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
354) সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?উত্তরঃ ১৭ বার।
355) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
356) “দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?উত্তরঃ সম্রাট আকবর   ।
357) বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?উত্তরঃ  দোলাই খাল বা দোলাই নদী।
358) লাল কেল্লা কে নির্মাণ করেন?উত্তরঃ সম্রাট শাহজাহান।
359) তাজমহলের নির্মাতা কে ?উত্তরঃ সম্রাট শাহজাহান।
360) মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?উওরঃ  শিবাজী।
361) বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?উত্তরঃ হুমায়ুন।
362) বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
363) কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
364) উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
365) প্রথম জেলা গঠিত হয় কবে?উত্তরঃ  ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
366) মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?উত্তরঃ সচিব।
367) আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
368) বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?উত্তরঃ সুরাইয়া বেগম ।
369) বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?উত্তরঃ গারো পাহাড়।
370) বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?উত্তরঃ তাজিনডং।
371) ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?উত্তরঃ  সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
372) ইতিহাসের জনক কাকে বলা হয় ?উত্তরঃ হেরোডোটাসকে  ।
373) প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?উত্তরঃ চীনে।
374) জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
375) বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
376) মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
377) প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?উত্তরঃ  ১৩ টি দেশ।
378) বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
379) নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?উত্তরঃ সিঙ্গাপুর ।
380) বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
381) জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।
382) প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?উত্তরঃ ফ্রোয়েবল।
383) কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয়  ?উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
384) কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
385) বাংলাদেশের সংবিধান কি ধরনের?উত্তরঃ  লিখিত সংবিধান ।
386) মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?উত্তরঃ  শেখ মুজিবুর রহমান  ।
387) আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?উত্তরঃ  রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
388) ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?উত্তরঃ  স্যার সৈয়দ আহমাদ খান।
389) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?উত্তরঃ  ফখরুদ্দিন মুবারক শাহ্।
390) আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?উত্তরঃ  নেদারল্যান্ডের হেগ শহরে।
391) গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?উত্তরঃ  গ্রীসে।
392) দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে কতটি?উত্তর : ২৩টি।
393) মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে? উত্তর : ১৯৬১ সালে।
394) বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?উত্তর : চট্টগ্রামে।
395) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে?উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
396) ইসরাইলের রাজধানীর নাম কি?উত্তর : জেরুজালেম।
397) সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলেরনাম কি ছিল?উত্তর : বাথ পার্টি।
398) সুদানের দারফুরে যুদ্ধরত আরব মিলিশিয়া বাহিনীর নাম কি?উত্তর : জানজাবিদ।
399) আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?উত্তর : বিসমার্ক।
400)নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে?উত্তর : ১৯৯৯ সালে।
401) মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে? উত্তর : মাদার তেরেসা।
402) গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি?উত্তর : মাও সেতুং।
403) পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।
404) যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
405) বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
406) চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
407) চরমপত্র : এম আর আখতার মুকুল
408) একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
409) রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
410) ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
411)মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)
412) মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
413) ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
414) স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
415) স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
416) স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
417) স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
418) স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
419) স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
420) Contribution of India in The War of Liberation of Bangladesh,Salam Azad, Ankur Prakashani
421) Mujibnagar Government Documents 1971,For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers
422) ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
423) মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
424) মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
425) মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
426) রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
427) বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
428) বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
429) অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
430) ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
431) আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী
432) বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
433) যাপিত জীবন : সেলিনা হোসেন
434) মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
435) হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
436) সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
437) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
438) বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
439) মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
440) আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
441) অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান

সমাপ্ত-৬০তম পর্ব দেখুন
Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU