Thursday, December 20, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৫৯ তম পর্ব ( দ্বিতীয় অংশ)


সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৫৯ তম পর্ব (দ্বিতীয় অংশ)

২০১৮ সাল ডিসেম্বর পর্যন্ত বিগত সালগুলোতে অনুষ্ঠিত সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের ১৫৪৫টি প্রশ্নোত্তর যা ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় এসেছে।সংগ্রহে রাখুন যা পরবর্তী যে কোনো চাকরি পরীক্ষায় কমপক্ষে ৬০টি প্রশ্ন কমন আসবে। (দ্বিতীয় অংশ)

1)  ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১] উত্তরঃ ১০০ কেজি।

2)  কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ৩৬০

3)  ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২] উত্তরঃ ৫০৫০।

4)  সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩] উত্তরঃ ৫ সেন্টিমিটার।

5)  সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪] উত্তরঃ (3)/4 a²

6)  চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস] উত্তরঃ ২০%

7)   a+b+c = 0 হলে, a+b+c এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc

8)   টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ ৫০%

9)  ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫] উত্তরঃ ৩৯.৩৭ উঞ্চি।

সাধারণ জ্ঞানঃ

10) বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত ? [৩৬,২৮ তম বিসিএস] উত্তরঃ অস্ট্রিক।

11) ৬ দফা দাবী কত সালে উত্থাপন করা হয় ? [৩৬, ১৩ তম বিসিএস] উত্তরঃ ১৯৬৬ সালে।

12) IAEA এর সদর দফতর কোথায় ? [৩৬, ২১, ১১ তম বিসিএস] উত্তরঃ ভিয়েনা।

13)বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলে ? [ ৩৫, ১৫ তম বিসিএস] উত্তরঃ সিলেট।

14)’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর সদর দফতর কোথায় ? [৩৪, ২৪ তম বিসিএস] উত্তরঃ লন্ডন।

15)বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ? [৩৪, ২৮তম বিসিএস] উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩।

16)বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? [৩২, ১১ তম বিসিএস] উত্তরঃ ১০ : ৬।

17)বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? [৩১, ২২, ১৯, ১৪, ১০ তম বিসিএস] উত্তরঃ সোনারগাঁও।

18)ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? [৩১, ২৯, ২২, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৯২১ সালে।

19)প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ? [৩০, ১১ তম বিসিএস] উত্তরঃ বরিশাল।

20) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় ? [৩০, ২৬ তম বিসিএস] উত্তরঃ ১০ ডিসেম্বর।

21)বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? [২৯, ২৮ তম বিসিএস] উত্তরঃ সেন্টমার্টিন।

22) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে ? [২৯, ২২, ২০, ১৯, ১৫ তম বিসিএস] উত্তরঃ ১১ টি।

23) ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ? [২৮, ২১, ১০ তম বিসিএস] উত্তরঃ ১৬১০ সালে।

24) ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত ? [২৭, ২৬ তম বিসিএস] উত্তরঃ ৫৪৩।

25) বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ? [২৭, ২৬,২২তম বিসিএস] উত্তরঃ ১৯৭৪ সালে।

26) বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে? [২৫, ২১ তম বিসিএস] উত্তরঃ ৬০ জন।

27) মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিলো? [২৫, ১৭ তম বিসিএস] উত্তরঃ উত্তরঃ ১৯৭৩ সালে।

28) বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? [২৫, ২৩ তম বিসিএস] উত্তরঃ ইন্দোনেশিয়া।

29) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [২৪, ১৬ ১৪ তম বিসিএস] উত্তরঃ কামরুল হাসান।

30) বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? [২৩, ২২ তম বিসিএস] উত্তরঃ তৈরি পোশাক থেকে।

31)দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [২২, ১৪, ১৩তম বিসিএস] উত্তরঃ লালমনিরহাট জেলায়।

32) সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? [২২, ২০ তম বিসিএস] উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়।

33) বাংলাদেশে কোনো ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত ? [২০, ১৯ তম বিসিএস] উত্তরঃ ১৮ বছর।

34)  ’মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে? [১৮, ১৪ তম বিসিএস] উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি।

বাংলা

35) শুদ্ধ বানান কোনটি? [১০, ২১ তম বিসিএস] উত্তরঃ মুমূর্ষু।

36) ‘কবর’ নাটকটির লেখক কে? [১০, ১৮, ২১ তম বিসিএস] উত্তরঃ মুনীর চৌধুরী।

37) ক্রিয়া পদের মূল অংশকে কী বলে? [১০, ১২ তম বিসিএস] উত্তরঃ ধাতু।

38) ‘’আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির রচয়িতা কে? [১০, ১৯ তম বিসিএস] উত্তরঃ আব্দুল গফফার চৌধুরী।

39) বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? [১০, ১৬ তম বিসিএস] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।

40) বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’ কে? [১১, ১৪ তম বিসিএস] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

41)‘চাচা কাহিনী’র লেখক কে? [১১, ২৯ তম বিসিএস] উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

42) মধুসূদন দত্ত রচিত ‘বীরঙ্গনা’ কী ধরনের গ্রন্থ? [১২, ৩৬ তম বিসিএস] উত্তরঃ পত্রকাব্য।

43) রোহিনী কোন উপন্যাসের নায়িকা? [১২, ১৬ তম বিসিএস] উত্তরঃ কৃষ্ণকান্তের উইল।

44) ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম? [১৪, ১৬, ৩২ তম বিসিএস] উত্তরঃ প্রমথ চৌধুরী।

45) কোনটি মৌলিক শব্দ? [ ৩৭, ১৪ তম বিসিএস] উত্তরঃ গোলাপ।

46) ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? [১৫, ১৬, ২৫ তম বিসিএস] উত্তরঃ সিকান্দ্র আবু জাফর।

47) সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? [১৫, ১৬ তম বিসিএস] উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে।

48) বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? [১৬, ২৯ তম বিসিএস] উত্তরঃ ১৯৫৫ সালে।

49) ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে? [১৬, ২০ তম বিসিএস] ত্তরঃ হাসান হাফিজুর রহমান।

50) উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? [১৭, ২৪ তম বিসিএস] উত্তরঃ উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পেছনে।

51)নিত্য মূর্ধন্য-ষ যোগে গঠিত শব্দ কোনটি? [২০, ২৪ তম বিসিএস] উত্তরঃ আষঢ়।

52) ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা? [২১, ২৪ তম বিসিএস] উত্তরঃ ড. মুহম্ম্দ শহীদুল্লাহ।

53) ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [২৭, ৩৩ তম বিসিএস] উত্তরঃ ১৯২৩ সালে। প্রকাশক দীনেশরঞ্জন দাস।

54)  ‘পাখি সব করে রব রাত্রি পোহাইল’ এই পঙক্তিটির রচয়িতা কে? [২৬, ২৭ তম বিসিএস] উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার।

বিজ্ঞানের প্রশ্নোত্তর:

 

55)  আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )

56) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।(২২ তম BCS

57) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)

58) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।

59) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)।

60) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)।

61)কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)।

62) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)।

63)  ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি (১৯তম বিসিএস)।

64) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম BCS

65) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে (২৮তম বিসিএস)।

66) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)।

67) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)।

68) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (১৮তম বিসিএস)।

69) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। (১৭ তম BCS )

70) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ (১৫তম বিসিএস)।

71)তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক) (২৩তম বিসিএস)।

72) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। (২৮ তম BCS)

73) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। (১৩ তম BCS)

74) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ (২৩তম বিসিএস)।

75) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম BCS )

76) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন (৩০তম বিসিএস)।

77) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। (২৯ তম BCS)

78) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। (২২ তম BCS) 25) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং (১৩তম বিসিএস)। 26) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম BCS )

79) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন (২৭তম বিসিএস)।

80) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।

81)যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ। (২৩ তম BCS )

82) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।

83) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ। (২৩ তম BCS )

84) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।

85) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি। (২৪ তম BCS

86) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম বিসিএস)।

87) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার (২৬তম বিসিএস)।

88) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন। (১০ তম BCS)

89) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার। (২০ তম BCS )

90) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে (২৬তম বিসিএস)

91)সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল (১৩তম বিসিএস)।

92) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।

93) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে

94) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে

95) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

96) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

97) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড

98) আধুনিক কম্পিউটার কে আবিস্কারকরেন ? চার্লস ব্যাবেজ

99) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক অ্যাসিড

100) আমলকিতে কোন অ্যাসিড থাকে ? অক্সালিক অ্যাসিড

101) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ? পেপসিন

102)  আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের

103) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন অবস্থায়

104) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা

105) আলোর গতির আবিস্কারক কে ? এমাইকেলসন

106) ইউরোসিল কোথায় থাকে? -RNAতে।

107) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?অগ্নাশয়ে

108)  ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

109)  ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন থম্পসন

110) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? কার্বন

111) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? ০.১৫ – ১.৫ %

112)উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? মাংশ

113)উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট

114)‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল

115)উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ? ট্যাকমিটার

116)উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও ফ্রাসটাস

117)উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas .

118)উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল

119)একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

120) এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান

121)এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয়

122) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি

123) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক

124) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ

125) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে

126) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন

127) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? এসকরবিক অ্যাসিড

128) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে

129) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড এইকিন

130) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি

131)কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? করপিক্রিন

132) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি

133) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? ইন্টারফেরণ প্রয়োগ

134) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? সিনকোনা

135) কে প্রথম রোবট আবিস্কার করেন ? উইলিয়াম গে ওয়ালটার

136) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? বেটসন ( ১৯০৮ সালে।

137) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? ত্বকের

138) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট

139) কোন উদ্ভিদ আমিষ ডাল

140) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? লাইগেজ।

141)কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? এবি গ্রুপ কে

142) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? ও গ্রুপ

143) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর

144) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? শুশুক .

145) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা

146) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ

147) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? কঠিন মাধ্যমে

148) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? ব্রোমিন

149) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? পারদ

150) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? কালো

151)কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? প্লাটিপাস

152) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? পরমানুর প্রোটন সংখ্যা

153) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস

154) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন

155) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ

156) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন- হিস্টোন

157) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি .

158) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।

159) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায়

160) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে ] 109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে

161)খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি মাছে

162) খাবার লবনের রাসায়নিক নাম কী ? সোডিয়াম ক্লোরাইড

163) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? আয়োডিনের অভাবে

164) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার প্রলেপ

165) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? সাদা

166) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? বাতাস নেই বলে

167) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? অ্যাপোলো -১১

168) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন

169) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?\ ২১ জুলাই , ১৯৬৯ সালে

170) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন

171)চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? মেরু বিন্দুতে

172) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ

173) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার । rRNA, mRNA, tRNA.

174)  জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? –জীন

175)  জীব দেহের শক্তির উত্স কী ? খাদ্য

176)  জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক প্রানী

177) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল

178) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল .

179) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ফরমালিন

180) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক .

181)জীবের বংশ গতির একক কোনটি ? জিন

182) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের কাঠিন্য

183) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও পাউডার

184) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল বেয়ার্ড

185) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ? সোডিয়াম মনো গ্লুটামেট

186) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে? মলিকুলার ফার্মিং

187) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ? ভিটামিন -বি -২

188) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ? ইনসুলিন

189) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯%

190) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? কঠিন কার্বন ডাই অক্সাইড কে

191)তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ? কেঁচো .

192) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? কমে

193) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে

194) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ? নিকোটিন

195) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? ব্রোঞ্জ

196) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ? পিতল

197) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড

198) থাইমিন কোথায় থাকে? ডিএনএ ।

199) দই কি ? দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া

200)দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? টেসটেস্টোরেন হরমোন

201) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? কনস

202) দুধে কোন অ্যাসিড থাকে ? ল্যাকটিক অ্যাসিড

203) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? ল্যাকটোমিটার

204) দুধের প্রোটিনের নাম কী ? কেজিন

205) দুধের শর্করাকে কী বলে ? ল্যাকটোজ

206) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? বেগুনী

207) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? লাল

208) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ? ফুয়েল সেল

209) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ? ধমনীর মাধ্যমে

210) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ? নারীর

211)নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? ১৯৫৮ সালে

212) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্টের ফ্লোরিডায়

213) নিউট্রন আবিস্কার করেন কে ? চ্যোডইউক

214) নিউমোনিয়া রোগ হয় কোথায় ? ফুসফুসে

215) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? ডাল

216) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? নিউট্রন

217) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? প্রোটন ও নিউট্রন

218) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? ইলেকট্রন

219) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? প্রোটন

220) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? ইলেকট্রন

221) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? ওপেন হেমার

222) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

223) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ? Y ক্রোমোজম

224) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? নিউরন

225) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ? ১০৯ টি

226) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? শূন্য

227) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? বামন চিকা .

228) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট বার্ড

229) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)

230) পেনিসিলিন কে আবিস্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং

231) পেসমেকার কে আবিস্কার করেন ? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে

232) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? ৭০ টি

233) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? ৯২ টি

234) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? ৫০ টি

235) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? হীরা

236) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ? ৭২ বার

237) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ? লেডী এ্যাডো অগাস্টা

238) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদানকী ? মিথেন

239) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? কেঁচো .

240) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? মাইটোকন্ড্রিয়া

241) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ? ভিটামিন-ই

242) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ? উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

243) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ? রাদারফোর্ড

244) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

245) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ? ৯৮.৪ ডিগ্রী

246) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ? মাছ .

247) বংশ গতিবিদ্যার জনক কে ? মেন্ডেল

248) বংশগতির ভৌত ভিত্তি কে? ক্রোমোজোম

249) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে? ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।

250) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ? ৩ টি

251) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? রাজ কাঁকড়া

 

আইসিটি বিষয়ক প্রশ্নোত্তর:

 

252) ইনপুট ডিভাইস [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণ হলো - ১। কী- বোর্ড, ২।
মাউস, ৩। স্ক্যানার, ৪। ও. এম. আর, ৫। গ্রাফিক্স ট্যাবলেট, ৬। ওয়েবক্যাম, ৭। জয়-স্টিক, ৮। সেন্সর, ৯। লাইটপেন, ১০। ও. সি. আর, ১১। বারকোড রিডার, ১২। পান্চ কার্ড ১৩। ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার, ১৪। ম্যাগনেটিক টেপ ড্রাইভ।
মোবাইল ফোনের ইনপুট ডিভাইসগুলো হলো—কী-বোর্ড, ক্যামেরা, মাইক্রোফোন, টাচস্ক্রিন।

253) আউটপুট ডিভাইস [৩৬ তম বিসিএস]
কম্পিউটারের আউটপুট ডিভাইসের উদাহরণ- ১। মনিটর, ২। প্রিন্টার, ৩। স্পিকার, ৪। প্রজেক্টর, ৫। হেডফোন, ৬। প্লটার, ৭। ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট, ৮। ফিল্ম রেকর্ডার, ৯। মাইক্রোফিস।

254) অপারেটিং সিস্টেম [৩৭ তম বিসিএস]
অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো-- LINUX, UNIX, XENIX, AIX, MS DOS, CP/M, PC DOS, MS Windows, MS Windows NT, Mac OS, OS/2, Be OS, Android
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান - বেল ল্যাব।
LINUX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক - লিনাস টারভোল্ডাস।

255) Wi-Fi [৩৬, ৩৭ তম বিসিএস]
Wi-Fi কাজ করে –তারবিহীন প্রযুক্তি বা রেডিও ওয়েভ ব্যবহার করে।
Wi-Fi এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.11
Wi-Fi এর কাজের গতি হলো—৫৪ এম বি পি এস।
Wi-Fi এবং WiMAX এর মধ্যে WiMAX বেশি গতির এবং Wi-Fi একটু ধীরগতির।

256) WiMAX [৩৬ তম বিসিএস]
WiMAX যাত্রা শুরু করে—২০০১ সালে ওয়াইম্যাক্স ফোরামের হাত ধরে।
WiMAX এর পূর্ণরূপ- Worldwide Interoperability for Microwave Access
শুরুতে WiMAX এর গতিসীমা ৩০-৪০ এমবিপিএস ছিলো। বর্তমানে ১০২৪ এমবিপিএস ।
WiMAX এর কাজের স্টান্ডার্ড হলো- IEEE 802.16

257) ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ [৩৫, ৩৬ তম বিসিএস]
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো- Oracle, QUEL, QBE, SQL, Sybase, MySQL ইত্যাদি।
ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের প্রকার গুলো হলো- DDL, DML, Query Language
DDL বা Data Definition Language এর কাজ হলো—ডেটার প্রকার ও এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা।
DML বা Data Manipulation Language এর কাজ হলো—ডেটা হালনাগাদ করা বা মুছে ফেলা।
Query Language এর কাজ হলো—তথ্য খোঁজা ও তথ্য গণনায় সহয়তা করা।

258) মেমোরি [৩৫, ৩৬, ৩৭ তম বিসিএস]
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাদেরকে বলে – Volatile বা উদ্বায়ী মেমোরি।
Volatile বা উদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—DRAM, SRAM, SD-RAM
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যেসব মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় না তাদেরকে বলে – Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরি।
Non- Volatile বা অনুদ্বায়ী মেমোরির উাদাহরণ হলো—ROM
কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডেটা সংরক্ষণ - মেমোরি।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলে—Read
কম্পিউটারের প্রাইমারী বা প্রধান মেমোরি হলো—RAM, ROM
কম্পিউটারের সেকেন্ডারি বা সহায়ক মোমোরি হলো—ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, পেনড্রিইভ।
ব্যাক আপ প্রোগ্রাম বলতে বোঝায়-নির্ধারিত ফাইল কপি করে রাখা।
১ বাইটে - ৮ বিট।
১ কিলোবাইটে - ১০২৪ বাইট।।

 

সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন সমাধান-বাংলা সমাধান

259) বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? - ফাদার ম্যানায়েল ( ম্যানুয়াল দ্য আসসুম্পসাঁউ)

260) রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? - রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব

261) Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ কি? – অভিধানতত্ত্ব

262) ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ - ষট্+ঋতু

263) চক্ষুদান করা বাগধারার অর্থ কি - চুরি করা

264) ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে – অবিমৃষ্যকারী

265) কোন বানানটি শুদ্ধ – আবিষ্কার

266) পদ্মের সমার্থক শব্দ- অরবিন্দ।

267) তৎসম শব্দের উদাহরণ- মানব

268) কোনটির লিঙ্গান্তর হয় না- কবিরাজ

269) দর্শন মাত্র কোন সমাসের উদাহরণ- নিত্য সমাস

270) Idiolect এর বাংলা উপভাষা – ব্যক্তিভাষা

271) বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে- বসন্ত

272) জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি?- কর্মে ৭মী

273) কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ -ভাববাচ্যের উদাহরণ

274)  “ অভি” কোন ভাষার উপসর্গ- তৎসম

275) “কমলাকান্তের দপ্তর” বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা- রাম্যরচনা

276) “ কুসুম” শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানান সই- নিচয়

277) “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ- দ্বিকর্মক

ইংরেজি প্রশ্ন সমাধানঃ

278) Synonym of the word Compatriot- Country- man

279) Synonym of the word exhibit- display

280) Antonym of the word endure- Fade

281) Antonym of the word fecund- sterile

282) Birds eye view means- A rough Idea

283) If we had a boat, we ——-the river. -Would Cross

284) Paradise lost written by- John Milton

285) Which is correctly Spelt: Queue

286) Social environment in which people work or live- Milieu

287) One million of a second is called- microsecond

288) They arrived here after you……- had left

289) Drawings or writing on a wall etc in public place is called-Graffiti

290) Adjective of the word Circle- circular

291) His ——pleased all us. Maiden speech

292) Which word is opposite docile- unruly

293) My desk is a ——I should clean it. –Slob

294) Which of the following is singular noun- physics

295) A hard nut to crack idiom mean- A difficult problem

296) Select correct spelling- Assassination

297) I am tired, I —(go) to bed now. -am going

 

সমাপ্ত- তৃতীয় অংশ দেখুন
Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU