2) তুমি
অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?__বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
3) স্বাধীনতা,
এই শব্দটি কীভাবে আমাদের হলো'কবিতাটির রচয়িতা কে?__নির্মেলেন্দু গুণ
4) আধ্যাত্মিকা"গ্রন্থের
লেখক কে?__প্যারিচাঁদ মিত্র
5) চোখের
বালি(১৯০৩)" উপন্যাসটির লেখক কে?_রবীন্দ্রনাথ ঠাকুর।
6) তুমি
আসবে বলে হে স্বাধীনতা"কার কবিতা?__শামসুর রাহমানের
7) শূন্যপুরাণ"রচনা
করেন কে?__রামাই পণ্ডিত
8) সুকান্ত
ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?__আকাল
9) রবীন্দ্রনাথ
ঠাকুরের "ছিন্নপত্রের" অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?__ইন্দিরা
দেবীকে।
10) রবীন্দ্রনাথ
ঠাকুরের "ভানুসিংহ"ঠাকুরের পদাবলীর ভাষা কী?__ব্রজবুলি
11) সর্বপ্রথম
বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
12)বর্ণপরিচয়"এর
রচয়িতা কে?__ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
13)অশোক
সৈয়দ"কার ছন্মনাম?_আব্দুল মান্নান সৈয়দ এর।
14)গাড়ি
চলে না,চলে না, চলে না রে"গানটির গীতিকার কে?__শাহ্ আব্দুল করিমের।
15)মোরা
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"গানটির রচয়িতা কে?_গোবিন্দ হালদার
16)সনেট
এর কয়টি অংশ?_২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
17)বাংলা
সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা "কল্লোল"কত সালে প্রকাশিত হয়?_১৯২৩
সালে
18)তত্ত্ববোধিনী
পত্রিকার সম্পাদক কে ছিলেন?__অক্ষয়কুমার দত্ত
19)পূর্বাশা
পত্রিকার সম্পাদক কে ছিলেন?_সঞ্জয় ভট্টাচার্য__ব্যাকরণ
20) ব্যাকরণ
ভাষাকে কী করে?___বিশ্লেষণ করে।
21)স্ত্রী<ইস্ত্রী
হয়েছে কোন প্রকিয়ায়?_আদি স্বরাগম
22) অনাদর
শব্দটির ব্যাসবাক্য কী?_ন আদর
23) মা
ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি"এটি কি ধরনের বাক্য?__সরল বাক্য
24) 'ড়,
ঢ়' কী জাতীয় ধ্বনি?__তাড়নজাত
25) ণ-ত্ব,ষ-ত্ব
বিধান কোন শব্দে হয়?__তৎসম বা সংস্কৃত শব্দে।
26) বাংলা
ব্যাকরণের কোন অংশে "সন্ধি" আলোচনা করা হয়?__ধ্বনিতত্ত্বে
27) পিত্রালয়"
এর সন্ধি বিচ্ছেদ কী?__পিতৃ+আলয়
28) পরস্পর"কোন
ধরনের সন্ধি?__নিপাতনে সিদ্ধ
29) সম্+চয়"এটা
কোন ধরনের সন্ধি?__ব্যঞ্জন সন্ধি
30) পরীক্ষা"এর
সন্ধি বিচ্ছেদ কী?__পরি+ঈক্ষা
31)কোন
প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?__সাৎ
32) সমাসের
রীতি কোন ভাষা থেকে এসেছে?__সংস্কৃত ভাষা থেকে।
33) আলোছায়া"
পদটি কোন সমাস?__দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
34) প্রভাতে
উঠিল রবি লোহিত বরণ"এখানে 'প্রভাতে' কোন কারকে?__অধিকরণে ৭মী
35) "ষোলকলা'শব্দের
অর্থ কী?__সম্পূর্ণ
36) "ফুটিফাটা"
বাগধারার অর্থ কী?__চৌচির
37) যা
দমন করা যায় না" এক কথায় কী?__অদম্য
38) যে
রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?_হাতুড়ে
39) বিশেষ
খ্যাতি আছে যার"এক কথায়?__বিখ্যাত।
40) প্রাচ্য
এর বিপরীত কী?__প্রতীচ্য
41)নির্মল
শব্দের বিপরীত কী?_পঙ্কিল
42) "Pragmatic"এর
সঠিক অর্থ কী?__বাস্তবধর্মী
43) Justification
for"এর সঠিক অনুবাদ__সমর্থন।বাংলাদেশ_বিষয়াবলি_ও_ইংরেজি
44) খাসিয়া
গ্রামগুলো কী নামে পরিচিত?__পুঞ্জি
45) বর্ণালি
ও শুভ্রা" কিসের জাত?__উন্নত জাতের ভুট্টা
46) বাংলাদেশের
ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?__১১ডিসেম্বর ২০১৭ সালে।
47) মুজিবনগর
কোথায় অবস্থিত?__মেহেরপুর জেলায়।
48) ৬দফা
দাবী কোথায় উত্থাপিত হয়?__লাহোরে।
49) ব্রিটিশ
ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?__লর্ড মাউন্টব্যাটেন।
50) মুক্তিযুদ্ধের
সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?__৮নং সেক্টরে।
51)বাংলাদেশ
জাতি সংঘের কততম সদস্য?__১৩৬তম
52) বাংলাদেশের
পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?__১৯৭৩ সালে।
53) মৌর্য
ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?__পাটলিপুত্রে
54) বাংলার
প্রথম স্বাধীন রাজা কে?__রাজা শশাঙ্ক
55) প্রথম
মুসলিম বিজেতা কে?__মুহম্মদ বিন কাশিম
56) শাহ্
ই বাঙ্গালা"কার উপাধি?__শামসুদ্দিন ইলিয়াস শাহ
57) কবে
ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?__১৭ নভেম্বর
১৯৯৯ সালে।
58) গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?_অধ্যাপক এম.ইউসুফ আলী
59) স্বাধীন
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?__৪এপ্রিল ১৯৭২ সালে।
60) রাজবংশী
নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?__রংপুর ও শেরপুরে।
61)বাংলাদেশে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?__৭টি
62) বর্তমানে
মোট উপজেলা কতটি?__৪৯২টি
63) "Product
of the year-2018 কোন পণ্যটি?__ওষুধ
64) বাংলাদেশে
প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?__দর্শনা-জগতি(কুষ্টিয়া)
65) সংবিধান
দিবস কত তারিখে?__৪ নভেম্বরে।
66) সংবিধানের
কোন অনুচ্ছেদে "চলা ফেরার স্বাধীনতার "কথা বলা আছে?__৩৬ নং অনুচ্ছেদে।
67) A
person devoid of knowledge"__Ignorant
68) The
book "Ivanhoe"is written by?__Sir Walter Scott
69) The
poem"Solitary Reaper"is written by?_William Wordsworth
70) ৭০)The
man lapsed___past memories"__into
71)৭১)Divide
the money__the two boys"__between
72) Kamal
is good__cricket.__at
73) shall
do it__pleasure.__with
74) I
am fatigued__wide travelling.__by
75) He
is used to__hard.__working
76) The
committee__divided in their opinion.__were
77) Nine
thousand taka__a good amount of money.__is
78) The
word "substantiate"is a__verb
79) ৭৯)The
word "decision"is a__noun
80) The
word "wonderful"is a/an__adjective
বিজ্ঞান
81)বায়ুমণ্ডলে
আর্গনের পরিমাণ শতকরা কত? __০.৮ভাগ
82) নবায়নযোগ্য
জ্বালানি কোনগুলো?_পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি
83) পরমাণু
নিউক্লিয়াসে কী থাকে?__নিউট্রন ও প্রোটন
84) MKS
পদ্ধতিতে সময়ের একক কী?__সেকেন্ড
85) ভারী
পানির সংকেতের নাম কী?__D2O
86) ইউরি
গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?__১৯৬১ সালে।
87) টেলিভিশনের
ক্ষতিকর রশ্মির নাম কী?__রঞ্জন রশ্মি(X-ray)
88) কার
অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?_সালফারের অভাবে।
89) নিউমোনিয়া
রোগে কোনটি আক্রান্ত হয়?__ফুসফুস
90) সবচেয়ে
বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?__বৃষ্টি হতে।
91)পানির
ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?__পৃষ্ঠটানের জন্য
92) শুষ্ক
বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?__CO2
93) ফলের
মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?__এস্টার
94) যক্ষ্মা
রোগের কারণ কী?_ব্যাকটেরিয়ার আক্রমণ
95) স্ট্রিট
ভাইরাস কী?__রেবিস ভাইরাস
96) কৃত্রিম
জিন আবিষ্কার করেন কে?_হরগোবিন্দ খোরানা
97) রক্তে
হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?__রক্তশূন্যতা
98) ডিমের
সাদা অংশে কোন প্রোটিন থাকে?__অ্যালবুমিন
99) বাংলাদেশে
প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?__সিটিসেল।
100) "Contaminate"
means?_pollute
101) কোন
দুটি মহাপ্রাণ ধ্বনি?_(খ,ঝ)
102) He
is___European.___a
103) কোনটি
ক্ষুদ্রতম সংখ্যা/___৫/২৭
104) কোন
শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?__শৈলজ
105) Which
one is a common noun?__infant
106) "Amicable"
অর্থ কী?__সৌহার্দপূর্ণ
107) বাংলা
বর্ণমালায় ক'টি "ব"আছে?__১টি১৫৪)১+২+৩+৪......+৯৯=কত?__৪৯৫০
108) বাক্য
সংকোচন কী?__একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
109) BRICS
ধারণার প্রবর্তক কে?__জিমও নিল(২০০১)
110) ফিলিপাইন
দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?__৭১০৭টি
111) মুসলিম
অধ্যুষিত "মিন্দানাও"কোন দেশে অবস্থিত?__ফিলিপাইনে
112)বাংলাদেশের
সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?__১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য
গণপরাধীদের বিচার)
113)ঐশ্বর্য"এর
বিপরীত শব্দ কী?__নিঃস্ব
114) "৯৯৯৯৯"এর
সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫,এবং ৬ নিঃশেষে বিভাজ্য
হবে?__২১
115)লোভে
পাপ,পাপে মৃত্যু"এর ইংরেজি অনুবাদ কী?__Greed leads to sin and to death
116) "১২৫
এর ১২৫% কত?__১৫৬.২৫
117)১৬৫)কোন
বানানটি শুদ্ধ?__অসমীচীন,মুমূর্ষু
118) "NAFTA"
এর সদস্য দেশ কতটি?_৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)
119) "অ্যাবাকাস"
কী?__এক প্রকার গণনা যন্ত্র
120) "অ্যাবাকাস"কোথায়
আবিষ্কৃত হয়?__খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে
121)একটি
গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ
হবে?__৫২২০০ টাকা
122) বাংলা
ভাষায় মধ্যযুগ ছিল?__১২০১-১৮০০সাল পর্যন্ত
123) ০.৯৬২৩-৩১=কত?_-৩০.০৩৭৭
124) Choose
the correctly spelt?_Soverereignty(সার্বভৌম ক্ষমতা)
125) একটি
সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?_৫৬০+৮২০/২=৭৩৫
126) বৈদ্যুতিক
ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?_শব্দ শক্তিতে
127) "শশব্যস্ত"কোন
সমাস?_শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
128) মাইক্রোনেশিয়া
এর অবস্থান হলো___পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
129) "৬৫
ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?__২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
130) FIFA
প্রতিষ্ঠিত হয় কত সালে?_১৯০৪ সালে
131)FIFA
কোন দেশে প্রতিষ্ঠিত হয়?_ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
132) জীবনতরী'কী?__একটি
ভাসমান হাসপাতাল
133) জীবনতরী"কত
সালে যাত্রা শুরু করে?__১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
134) বৃত্তের
যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?__জ্যা বলে
135) The
word "Reproduction"is a____noun
136) "গম্ভীর
ধ্বনি"বাক্যসংকোচন কী?__মন্দ্র
137) কোন
গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?__শুক্র গ্রহের
138) "বাগধারা"কোথায়
আলোচিত হয়?_বাক্যতত্ত্বে
139) "মহা
পৃথিবী"কার কাব্যগ্রন্থ?_জীবনানন্দ দাশের
140) "আরব
বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়?__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন
দেশের শুরু হওয়া আন্দোলন।
141)The
book"Man and Superman"is written?__বার্নাড'শ
142) কবে
থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?_১ জানু,১৯৯৩
143) "উচাটান"এর
বিপরীত অর্থ কী?__প্রশান্ত
144) "আফতাব"শব্দের
অর্থ কী?__অর্ক বা সূর্য
145) A
person leaves his or her country to settle in another country.__Emigrant
146) বাংলাদেশ
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?_১৯৯৩ সালে
147) কত
সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?_১৯৪১ সালের ১ডিসেম্বরে।
148) ঈষৎ
পাংশুবর্ণ"এর বাক্য সংকোচন?__কয়রা (ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর, ঈষৎ রক্তবর্ণ=আরক্তি
149) নানান
দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা"পংক্তিটি কার?__রামনিধি
গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ
150) ঈশ্বরচন্দ্র
কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?_বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)
151)কোথায়
বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?__রাঙামাটিতে
152) কর্বুর"
শব্দের অর্থ কী?__রাক্ষস
153) ভবন
নির্মাণের সময় কী মেনে চলা উচিত?__বিল্ডিং কোড
154) "১,৩,৬,১০,১৫,২১......ধারাটির
একাদশতম পদ কত?__৬৬
155) বাকু"কোন
দেশের রাজধানী?__আজারবাইজান
156) সোমপুর
বিহারের প্রতিষ্ঠাতা কে?__রাজা ধর্মপাল
157) কোন
সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?__২৫
158) "সন্ধি"ব্যাকরণের
কোন অংশে আলোচিত হয়?__ধ্বনিতত্ত্বে
159) মিহির"এর
প্রতিশব্দ কী?__সূর্য
160) গম্ভিরা"গানের
উৎপত্তি কোথায়?__মালদহ
161)এশিয়ার
সবচেয়ে ছোট দেশ "মালদ্বীপ"এর আয়তন কত?__২৯৮বর্গ.কি.মিটার
162) The
verb 'succumb'means?__submit
163) অতিভুজের
বিপরীত থাকে?__সমকোণ
164) শেষ
মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?__ইয়াঙ্গুন
165) বাংলাদেশের
সর্বপ্রথম জাদুঘরের নাম কী?__বরেন্দ্র জাদুঘর
166) মুক্তিযুদ্ধ
জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৯৬ সালে
167) বাংলা
ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?__৭টি(অ,আ,অ্যা,ই,উ,এ,ও
168) The
synonym of "futile'is?_Useless
169) Who
wrote the book"Paradise Regained"?_John Milton
170) "একাত্তরের
দিনগুলি" জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণামূলক গ্রন্থ কত
সালে প্রকাশিত হয়?_১৯৮৬ সালে
171)বিদিত
শব্দের বিপরীত শব্দ কী?__অজ্ঞাত
172) লেজার
রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?__মাইম্যান-১৯৬০
173) মুক্তা
হলো ঝিনুকের__?_প্রদাহের ফল
174) "ঠাকুর"পরিবারের
আসল পদবি কী ছিল?_কুশারী
175) রবীন্দ্রনাথের
পরিবার কোন বংশের ছিল?__পিরালি ব্রাহ্মণ বংশের।
176) বাংলাদেশের
আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?_প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
177) কোন
শহরের উপনাম "বিগ অ্যাপেল?_নিউইয়র্ক
178) ১.৩.৬.১০.১৫.২১..........ধারার
দ্বাদশ পদ কত?__৭৮
179) What
is the musculine from of"Bee"?_Drone
180) "The
spirit of Islam"বইটির লেখক কে?_সৈয়দ আমির আলী(১৮৪৯-১৯২৯)
181)দুইটি
ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত__১০০
182) শব্দ
ও ধাতুর মূলকে কী বলে?_প্রকৃতি
183) "ব্যাকরণ"শব্দটি
কোন ভাষার?__তৎসম/সংস্কৃত
184) ২৫৩ডিগ্রি
কোনকে কী কোণ বলে?__প্রবৃদ্ধকোণ
185) "অনুপাত"
কী?_একটি ভগ্নাংশ
186) "ভাষা
প্রকাশ" বাংলা ব্যাকরণ কে রচনা করেন?_সুনীতিকুমার চট্টোপাধ্যায়
187) ২০০৯
সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল।একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?_বৃহস্পতিবার
188) "অক্ষির
সমীপে"বাক্য সংকোচন হবে?_সমক্ষ
189) "অক্ষির
অভিমুখে"বাক্য সংকোচন কী হবে?__প্রত্যক্ষ
190) "Proclaim"
means?_declare
191) ১৯২১
সালে ঢাকা বিশ্ববিদ্যাল কত একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়?__৬০০এক
192) ঢাকা
শহরের প্রধান মুঘল স্থাপত্যের নাম কী?_লালবাগ
193) কোন
ই-মেইল এর "CC"অর্থ কী?_Carbon Copy
194) ভারত
ও চীনের সীমান্ত রেখার নাম কী?_ম্যাকমোহন লাইন
195) "পিথাগোরাস"কোন
দেশে জন্মগ্রহণ করেন__গ্রিসে
196) গ্রিনিচ"কোথায়
অবস্থিত?__লন্ডনে
197) ভাষার
ক্ষুদ্রতম একক কী?_ধ্বনি
198) ইউরোপীয়
ইউনিয়নের কোন দেশ এখনো "ইউরো"মুদ্রা গ্রহণ করে নি?__ইংল্যান্ড(তাদের
মুদ্রা পাউন্ড স্টারলিং)
199) বাংলা
অব্যয় কোনগুলো?__না,আর,আবার,ও,হাঁ
200) সংস্কৃত
অব্যয় কোনগুলো?__যদি(হঠাৎ),যথা(বরং),সদা(পুনশ্চ), সহসা।
201) বিদেশি
অব্যয় কোনগুলো?__আলবত,বহুত,খুব,শাবাশ,খাসা,মাইরি,মারহাবা।
202) "কালান্তর(১৯৩৭)প্রবন্ধ
গ্রন্থটি কার?_রবীন্দ্রনাথের
203) ৬০০টাকার
৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?__৫%
204) Which
one is singular?__index
205) হযরত
মুহম্মদ(স:) ছিলেন একজন আদর্শ মানব"বাক্যটি?__সরল
206) Correct
spelt?_Supersede(রহিত/বাতিল করা)
207) কত
সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?_১৯১৪ সালে(ম্যাকমোহন
লাইন)
208) পিতা
ও মাতার বয়সের গড় ৪৫ বছর।আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স
কত?__১৮ বছর
209) বাংলাদেশের
জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?__শিব নারায়ন দাস
210) "BRICS"
কত সালে গঠিত হয়?__২০০৮ সালে
211) "BRICS"
এর পূর্ব নাম কী?__Bric
212) চিন্তার
সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?__সেরিব্রাম
213) দুইটি
সংখ্যার অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?_৪৫, ৬০
214) কাজী
নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?_বাঁধনহারা
215) ফিফার
কার্যালয় কোথায় অবস্থিত?_সুইজারল্যান্ডের জুরিখে
216) Which
one is Reflexive pronoun?__myself
217) কোন
আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?__ইরাক
218) "He
was taken to task"বাংলা?_তাকে তিরস্কার করা হয়েছিল
219) "ক্ষুধার্ত"
শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?__ক্ষুধা+ঋত
220) বর্তমানে
কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?_তুরস্কের
হ্যালিকানাসাসে(৪৮৪খ্রি.পূ)
221) সবুজ
গ্রহ বলা হয় কাকে?__ইউরেনাসকে
222) গোলাপি/লাল
গ্রহ বলা হয় কাকে?__মঙ্গলকে
223) "সোনার
পাথর বাটি ও উত্তম পুরষ"উপন্যাসটি দুটি কার?__রশিদ করিম।
224) ১২০
জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?__৭৫%
225) "আদালত"ইনকিলাব,শব্দটি
কোন ভাষার?__আরবি
226) "বজ্রে"তোমার
বাজে বাঁশি" বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?_অপাদানে ৭মী
227) "জাহান্নাম
হইতে বিদায়"মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?_শওকত ওসমান
228) তালব্যবর্ণ
কোনগুলো?__উ, ঊ।
229) "Duchess"is
feminine of____Duke
230) টাকায়
১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?__২৫%
231) কোন
মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?_আনোয়ার সাদাত
232) Article
is used based on____Pronunciation
233) "হ্যারি
পটার"কী?__একটি শিশুতোষ বই
234) সুইডেনের
মুদ্রার নাম কী?__ক্রোনা
235) SIM"এর
পূর্ণ রূপ কী?_Subscriber Identity Module
236) ১
থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?_৫০৫০
237) গ্রিনল্যান্ড"
এর মালিকানা কোন দেশ?_ডেনমার্ক
238) "গ্রিনল্যান্ডের"রাজধানীর
নাম কী?_গডথ্যাব
239) আমেরিকাকে
এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?_বেরিং
240) কোনটি
শুদ্ধ বানান?__শুশুষা
241) উয়ারী
বটেশ্বর"কোথায় অবস্থিত?_নরসিংদী
242) বাংলা
১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?__১কোটি
243) বাংলাদেশেন
দীর্ঘতম গাছের নাম কী?__বৈলাম(২৪০ফুট)
244) "WHO"
কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৪৮ সালের ৭এপ্রিলে
245) জাতীয়
স্মৃতিসৌধের অন্য কী নাম?__সম্মিলিত প্রয়াস
246) "Dead
Sea"কোথায় অবস্থিত?__ইসরাইল ও জর্ডানের মধ্যে
247) সবচেয়ে
বেশি সালোকসংশ্লেষ হয়?__লাল আলোতে
248) ফরাসী
বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?__১৭৮৯ সালে
249) উপমহাদের
প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?_ডা:জোহরা বেগম কাজী
250) পৃথিবীতে
কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?_মেরু অঞ্চলে
251) "IC"
চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?_Altair-8800
252) সবচেয়ে
শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?_যুক্তরাষ্ট্রে
253) নাইট্রোজেনের
প্রধান উৎস কী?_বায়ুমণ্ডল।
254) সিমেন্টের
তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?_জিপসাম।
255) কোন
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?__২২/৭(বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
256) ১.৩.৬.১০.১৫.২১......ধারাটির
দশম পদ কত?__৫৫(ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
257) বাংলা
ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?__ভদ্রার্জুন।
258) সমাসের
রীতি কোন ভাষা থেকে আগত?__সংস্কৃত।
259) কাকনিদ্রা"শব্দটির
অর্থ কী?__অগভীর সতর্ক নিদ্রা।
260) "হত্যা
করার ইচ্ছা"এক কথায় হবে?__জিঘাংসা।
261) "ঋজু"এর
বিপরীত কী?__বঙ্কিম বা বাঁকা
262) "To
keep one's head' means?__to keep calm
263) What
is the time___your watch?__by
264) Antonyms
of "Queer(অদ্ভুদ)"__orderly(সুশৃঙ্খল)
265) একটি
ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি
সঠিক সময় দিবে?__৭২(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়।সম্পপূর্ণ কাটা
১২(১২*৬=৭২)
266) সামন্তরিকের
ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?__ভূমি*উচ্চতা
267) a+b=6
এবং ab=8 হলে (a-b)2=কত?__4
268) You
should (----)swimming.__start up
269) "প্রতিদিন
ঘরহীন ঘরে"কাব্যগ্রন্থটি কার?_শামসুর রাহমান
270) "দৃষ্টিহীন"কার
ছদ্মনাম?_মধুসূদন মজুমদার।
271) "A
search for identity"__বইটি কার?__মেজর আব্দুল জলিল
272) "গ্রামের
মেয়ে,বেদের মেয়ে" নাটকটি কার?_জসীম উদদীন।
273) ত্রিভুজের
বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?__সূক্ষ্মকোণ
274) Noun
of the word"Break"____Breakdown
275) বাংলাদেশের
প্রথম সংবাদপত্রের নাম কী?__রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
276) প্রত্যক্ষ
কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী
বলে?_উপমেয়(ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)
277) বামেতর"শব্দের
অর্থ কী?_ডান(ডান ডাহিন,দক্ষিণ)
278) "মনীষা"শব্দের
বিপরীত শব্দ কী?__নির্বোধ
279) "Fad
end(সর্বশেষ)"means?__The last part280) "By fits and
starts"means?__irregularl
281) "যার
বাসস্থান নেই"এক কথা কী?__অনিকেতন
282) বুলবুলিতে
ধান খেয়েছে খাজনা দিবে কিসে"__বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?__কর্তৃকারকে
৭মী
283) "মনস্তাপ"এর
সন্ধি বিচ্ছেদ কী?__মনঃ+তাপ
284) The
idiom "Bring to book"____Rebuke (তিরস্কার করা)
285) "পেট্রোল
ইঞ্জিন"কে চালু করেন?__জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
286) কাকে
কোষের প্রাণশক্তি বলা হয়?__মাইটোকন্ড্রিয়াকে
287) পৃথিবীতে
প্রাণের সূচনা হয় আনুমানিক____১০০কোটি বছর আগে।
288) Antonym
of"somber-অন্ধকারময়"?__Bright
289) টলেমী
কে ছিলেন?__জ্যোতির্বিদ
290) "ইন্টারনেট"কবে
চালু হয়?_১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
291) "ইন্টারনেট"কবে
বাংলাদেশে আসে?_৪ জুন ১৯৯৬ সালে।
292) ঈশ্বচন্দ্রকে
"সংস্কৃত কলেজ"কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?_১৮৩৯ সালে।
293) আবু
মুসা দ্বীপ"কোন সাগরে অবস্থিত?__পারস্য উপসাগরে।
294) "ব্যাডমিন্টন"কোন
দেশের জাতীয় খেলা?_মালয়েশিয়ার
295) জেনেটিক
কোডের আবিষ্কারক কে?__ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
296) বৈদ্যুতিক
পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?__একই হয়।
297) কোন
দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?_থাইল্যান্ড
298) __থাইল্যান্ড"অর্থ
কী?__স্বাধীন ভূমি।
299) পানামা
খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?_আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
300)গোবিন্দলাল
ও রোহিনী"কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?_কৃষ্ণকান্তের উইল।
301) কাকে
ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?__ফররুখ আহমদকে।
302) বাংলা
ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?__দিকদর্শন(১৮১৮)
303) "ভবদহ,ইছামতি"
বিল দুটি কোথায় অবস্থিত?__যশোরে
304) "রাত্রির
শেষ ভাগ"কে এক কথায় কী বলে?__পররাত্র/পররাত
305) তিনি
ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?_অধিকরণে ৭মী
306) "নিরাময়"
এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?__নিঃ+আময়
307) সাক্ষী
গোপাল অর্থ কী?__নিষ্কৃয় দর্শক
308) "ম্যাডোনা-৪৩"কী?_একটি
চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
309) "দারফুন"কী?_সুদানের
একটি অঞ্চলের নাম
310) "CIRDAP"এর
সদর দপ্তর কোথায়?__ঢাকার চামেলি হাউসে।
311)রেল
ইঞ্জিনের আবিষ্কারক কে?__স্টিফেনসন।
312) "Adam"s
Peak" তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?__শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন
313) গোধূলির
কারণ কী?__আলোর বিক্ষেপণ
314) দুইটি
সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?__সম্পূরক কোণ
315) সৌরকোষে
কী ব্যবহৃত হয়?__সিলিকন
316) কলের
পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?_ক্লোরিন
317) ০.৩*০.০৩*০.০০৩=কত?_০.০০০০২৭
318) "Patrot"antonym?__Traitor(দেশদ্রোহী
319) সমদ্বিবাহুর
ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?__স্থূলকোণ
320) Antonym
of " Limpid"?__Muddy(কর্দমাক্ত/অস্বচ্ছ)
321) The
correct spelling"Exaggarate"__Exaggerate(অতিরঞ্জিত)
322) ইন্টারনেটের
মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?__টেলিমেডিসিন
323) "Lingua
Franca"means____A mixed language(মিশ্রভাষা)
324) ০.৫*০.০০০৫=কত?__০.০০০২৫
325) বিশ্বের
কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?__তুরস্ক/ইস্তামবুল
326) কোন
দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?__মিসরে
327) "Nude"শব্দটির
Antonym কী?__Concealed(গোপন/লুকানো)
328) কসোভোর'রাজধানীর
নাম কী?__প্রিস্টিনা
329) দুটি
সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?__২১০
330) যমুনা
নদী কোথায় পতিত হয়েছে?__পদ্মা
331) নদী
ছাড়া "মহানন্দা"কিসের নাম?_আমের
332) He
hankered(---)fame._after(কোন কিছুর জন্য লালায়িত)
333) Correct
sentence...__I wish I were you.
334) "Feed
the baby____milk.__on(খাওয়ানো বুঝালে feed on হয়)
335) Man
can not live a "alone"__alone is?__adjective
336) বাংলাদেশের
সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?__শালবন বিহার।
337) ভুটানের
আইনসভার নাম কী?__পার্লামেন্ট অফ ভুটান
338) রাশিয়ার
মুদ্রার নাম কী?__রুবল
339) শাহানামা"কোন
ভাষায় রচিত?_ফারসি
340) মহাকবি
ফেরদৌসী কার সভা কবি ছিলেন?__সুলতান মাহমুদের
341) রং
ধনুর সাতটি রঙের মধ্যে "মধ্যম"রঙ কোনটি?_সবুজ
342) দুটি
সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?_১২
343) সত্ত্ব"শব্দের
অর্থ কী?__অস্তিত্ব
344) বৃত্তের
ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?__৯গুণ
345) গঠন
অনুসারে বাক্য কত প্রকার?__৩প্রকার(সরল,মিশ্র,যৌগিক)
346) বিদ্রোহী
বালিকা"জমিলা"কোন উপন্যাসের চরিত্র?_লালসালু(মজিদের ২য় নাবালক স্ত্রী)
347) মানব
দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?__ফিনাইল এলানিন
348) সুলতানি
আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?__গৌড়/সোনারগাঁও
349) বাংলাদেশের
উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?__কর্কটক্রান্তি রেখা
350) ভারতচন্দকে
"রায় গুণাকর" উপাধি দেয় কে?__রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার
351) ১+২+৩+৪+.....+৯৯=কত?_৪৯৫০
352) "লাঠালাঠি"কোন
ধরনের সমাস?__ব্যতিহার বহুব্রীহি
353) বিখ্যাত
নাটক"মুন্তাসীর ফ্যান্টাসী"র লেখক কে?__সেলিম আল দীন।
354) বাক্যস্থিত
ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে "কারক"বলে?__নাম পদের।
355) "কোথায়
স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে
সুরাসুর।পঙক্তিটি কার?__শেখ ফজলল করিম।
356) Still
weters run deep.এখানে Still"শব্দটি?__Adjective
357) 1+2+3+4+......+20=কত?__210
358) Glass
is made of (---)bottles.__of
359) "বিষবৃক্ষ"কোন
সমাস?__কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
360) ২৪
কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত?__২৮
361) তিন
সন্তানের বয়সের গড় ৬ বছর ওপিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স
কত?৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
362) "সাপের
খোলস"__এককথায়?_নির্মোক।
363) Latent(গুপ্ত)এর
সমার্থক শব্দ__?__Concealed(সুপ্ত)
364) বৃষ্টি
এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?__বিষ+তি(ষষ্ঠ--ষষ্+থ)
365) শতাব্দী"কোন
সমাস?__দিগু(শত অব্দের সমাহার)
366) দুইটি
রাশির অনুপাত ৫:১১।উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?__৪৫(৯৯*৫/১১=৪৫)
367) "উন্মিলন,রুপায়ন
এর শুদ্ধ বানান কী?__উন্মীলন,রূপায়ন।
368) Let
him sing a song. change voice?_Let a song be sung by him.
369) "Do
you know him?"change voice?_Is he known to you?
370) Brief
এর সমার্থক শব্দ?__Short
371) জাতিসংঘের
প্রথম মহাসচিবের নাম কী?__ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
372) বাংলাদেশ
কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?__২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
373) ইউনেস্কো(UNESCO)
প্রতিষ্ঠিত হয়কত সালে?_১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
৪
374) বাংলাদেশে
প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?__১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
375) সৌরজগতের
বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?__বৃহস্পতি ও বুধ।
376) পৃথিবীর
নিকটতম গ্রহের নাম কী?__শুক্র
377) ভারত-শ্রীলংকাকে
পৃথক করেছে কোন প্রণালি?__পক প্রণালি(এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে)
378) কিসের
তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?_বায়ুচাপ
379) কোন
রঙের বস্তু তাপ শোষণ কম করে?__সাদা রঙের বস্তু
380) কোন
মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?_কঠিন মাধ্যমে।
381) ভূ-পৃষ্ঠে
কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?_অ্যালুমিনিয়াম(৮.১%)
382) সাবানকে
শক্ত করে কোনটি?_সোডিয়াম সিলিকেট
383) বিলিরুবিন
তৈরি হয় কোথায়?_প্লীহাতে।
384) জন্ডিস"কাকে
বলে?__রক্তে )বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
385) গাছের
পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?__নাইট্রোজেনের
386) মানুষের
অটোজোমের সংখ্যা কত?__২২জোড়া(২৩ জোড়া ক্রোমোজম)
387) বিশ্বকাপ
ফুলবল খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়?_১৯৩০ সালে উরুগুয়েতে।(চ্যাম্পিয়ন
উরুগুয়ে,রানার্স-আর্জেন্টিনা)
388) বায়ুর
আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?__হাইগ্রোমিটার
389) ঢাকায়
বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?_ইসলাম খাঁ(১৬১০)
390) ময়মনসিংহ
জেলার পূর্বনাম কী?__নাসিরাবাদ।
391) বাংলাদেশে
কতটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?_৪টি (বেতবুনিয়া-১৯৭৫,তালিবাবাদ-১৯৮২,
মহাখালী-১৯৯৫,সিলেট-১৯৯৭)
392) বাংলাদেশের
এক মাত্র অস্ত্র তৈরি কারখানাটি কোথায় অবস্থিত?__গাজিপুরে-১৯৮০
393) বাংলা
কোন উপন্যাস ইংরেজি"Tree Without Roots"নামে অনূদিত হয়?__লালসালু(১৯৬৭)
394) মরণ
রে,তুঁহু মম শ্যাম সমান"পঙ্ক্তির রচয়িতা কে?__রবীন্দ্রনাথ
395) ১+২+৩+৪+.......+১৮=কত?_১৭১
396) কুটিল
শব্দের বিপরীত অর্থ কী?__সরল
397) He
deals (----)rice.__in (deal in অর্থ ব্যবসা করা)
398) Anita
is a good girl. girl is a____Common noun
399) একটি
রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে,২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
২০দিন(৩৫*১৬/২৮=২০দিন)
400)উপকথা"কোন
সমাস?__অব্যয়ীভাব(কথার সদৃশ)
401) "WHO"এর
সদর দপ্তর কোথায়?_জেনেভায়
402) টুথপেস্টের
প্রধান উপাদান কী?__সাবান ও পাউডার
403) "সাত
গম্বুজ"মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত?__শায়েস্তা খান।গম্বুজ সংখ্যা
৩টি।
404) বাংলাদেশে
রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?__১৯৮০ সালের ১ডিসেম্বর।
405) বেতবুনিয়া
ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোথায় এবং কত সালে স্থাপিত হয়?__রাঙ্গামাটিতে,স্থাপিত ১৯৭৫
সালে।
406) "Sacred"-পবিত্র)এর
সমার্থক শব্দ?__Divine(স্বর্গীয়)
407) He
died(----)over eating.__from
408) বাক্যের
প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কী বলে?_বিভক্তি
409) কোনগুলো
সঠিক বানান?__Surveillance(নিরীক্ষণ),_Encyclopaedia.
410) I'm
fearful(----)enemies.__of (fearful of অর্থ ভীত)
411)যে
উপকারীর অপকার করে"এক কথায় কী হবে?__কৃতঘ্ন
412) ষোড়শ"গবেষণা,গায়ক,ভাবুক
শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ কী?__ষট+দশ, গো+এষণা, গৈ+অক, ভৌ+উক
413) "Do
not hate the poor"Change voce?__Let not the poor be hated.
414) সুষম
পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?__৭২ডিগ্রি(৫-২/৫*১৮০=১০৮-১৮০=৭২)
415) নিরাপত্তা
পরিষদের মোট সদস্য কত?_১৫টি (স্থায়ী ৫+অস্থায়ী ১০=১৫টি)
416) "অপরাজেয়
বাংলা"ভাস্কর্যের স্থপতি কে?_সৈয়দ আব্দুল্লাহ খালেদ।(উদ্বোধন ১৯৭৯ ১৬
ডিসেম্বরে)
417) বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?_২ নং
418) কলম্বিয়া
দেশটি কোন মহাদেশে অবস্থিত?_দক্ষিণ আমেরিকা।
419) দক্ষিণ
আমেরিকা মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কত?_১২টি।
420) সুষম খাদ্যের উপাদান কয়টি ? [৩৪, ২৯ , ২৮ তম বিসিএস] উত্তরঃ ৬টি।
421) পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি ? [৩৪, ২১, ১৬ তম বিসিএস] উত্তরঃ শুশুক।
422) ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল ? [৩৪,৩০ ২১ তম বিসিএস] উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
423) সংকর ধাতু পিতলের উপাদান কী কী ? [৩৩, ৩২, ৩০, ২৩, ১০তম বিসিএস] উত্তরঃ তামা ও দস্তা।
424) যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহি হয়
তাতে কী বায়ু বলে ? [৩২, ১২, ১০তম বিসিএস]উত্তরঃ নিয়ত বায়ু।
425) আকাশে বিদ্যুত চমকায় কখন ? [৩১ ২৬, ১২ তম বিসিএস] উত্তরঃ মেঘের অসংখ্য জলকণা/ বরফকাণার মধ্যে চার্জ সঞ্চিত
হলে।
426) কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান পদ্ধতিকে কী বলে? [৩১, ৩০ ২৪
তম বিসিএস] উত্তরঃ ইন্টারনেট।
427) মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজম থাকে ? [৩১, ২৬, ১৯, ১১ তম বিসিএস] উত্তরঃ ২৩ জোড়া।
428) ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ? [৩০ ২৪ ২২ তম বিসিএস] উত্তরঃ এডিস মশা।
429) রঙ্গিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ? [৩০ ২৪, ২২, ১৬ তম
বিসিএস] উত্তরঃ গামা রশ্মি।
430) গ্রীনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরতর ক্ষতি কী হবে ? [৩০
,২৬ ২২, ১৯, ১৫ তম বিসিএস]উত্তরঃ নিম্মভূমি নিমজ্জিত হবে।
431) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে ? [৩০, ২৩, ১১ তম বিসিএস] উত্তরঃ একই খরচ হবে।
432) পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে ? [৩৪, ২৩ তম বিসিএস] উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
433) প্রাণি জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে ? [৩৬,৩৪ তম
বিসিএস] উত্তরঃ ইভোলিউশন।
434) জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি ? [৩৬, ২৮ তম বিসিএস] উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।
গণিতঃ
435) ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের
ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩] উত্তরঃ সমকোণী।
436) বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম
বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫] উত্তরঃ ৯ গুণ।
437) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর
অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭,
’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪] উত্তরঃ
১৬ গুণ।
438) একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত
বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১,
’১২, ’১২, ’১৩] উত্তরঃ ৪ গুণ।
439) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪,
’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪] উত্তরঃ ২২/৭
440) সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন
ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪] উত্তরঃ ভূমি ×উচ্চতা।
সমাপ্ত-দ্বিতীয় অংশ দেখুন
((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুন- সব পর্ব))
No comments:
Post a Comment