৪০তম বিসিএস ও প্রাথমিক
শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল প্রশ্নোত্তর (৬০তম পর্ব-২য় অংশ)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ
থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
MD: IZABUL ALAM- ONLINE PRINCIPAL
Md.Izabul Alam-M.A,
C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur
Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO,
Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha,
Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector
(Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment &
Training School-Securex), Senior Executive-(Recruitment & Training
School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য
ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principal,
Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
৪০তম বিসিএস ও প্রাথমিক
শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল প্রশ্নোত্তর
(দ্বিতীয় অংশ)
সাম্প্রতিক বিশ্ব
০১.
বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা
দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট
"
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি
গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন-
ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু
আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে-
অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of
Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম-
" প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace
"।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে -
চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা
ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন
আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা
বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন,
টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস
পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated
".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম--
আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে
নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত
করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের
অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের
আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০
সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে
উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর,
২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায়
৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
১০১. UADP মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার--
৭২.৮০%।
১০২. দেশের ১ম ৬ লেনের Express Highway-- ঢাকা টু ফরিদপুরের ভাঙ্গা।
১০৩. "সড়ক পরিবহন বিল- ২০১৮" সংসদে পাস হয়-- ১৯ সেপ্টেম্বর ২০১৮।
১০৪.দেশের ১ম শতভাগ স্যানিটেশনের আওতাধীন জেলা-- কুমিল্লা।
১০৫. "১৬২৬৩" নম্বরে কল করলে যে সেবা পাওয়া যাবে-- Ambulance.
১০৬. "২০১৮-১৯" অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
১০৭. বিমসটেক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়-- কাঠমুন্ডে।
১০৮. "বদ্বীপ পরিকল্পনা ২১০০" যার সাথে যুক্ত-- জলবায়ু পরিবর্তন।
১০৯. Ground Zero অবস্থিত-- New York.
১১০. "ব-দ্বীপ পরিকল্পনা-২১০০" অনুমোদন দেয়া হয়-- ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১১১. "ব-দ্বীপ পরিকল্পনা-২১০০" এর অনুমোদন প্রদান করে-- জাতীয় অর্থনৈতিক
পরিষদ (NEC).
১১২. " ব-দ্বীপ পরিকল্পনা ২১০০" এর ১ম পর্যায়ের মোট প্রকল্প-- ৮০ টি।
১১৩. OPEC এর বর্তমান সদস্য দেশ-- ১৫ টি (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)।
১১৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশে পুরুষ - মহিলার অনুপাত-- ১০০.৩ : ১০০।
১১৫. ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে-- England.
১১৬. বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে যে দেশে-- Germany.
১১৭. "Interventions: A Life in war and Peace "-- কফি আনানের লেখা
আত্মজীবনী।
১১৮. কফি আনান শান্তিতে নোবেল পুরুষ্কার পান-- ২০০১ সালে।
১১৯. AIIB এর বর্তমান সদস্য দেশ-- ৬৮ টি (Asian Infrastructure Investment Bank)
১২০. পরিসংখ্যান ব্যুরো ২০১৭-১৮ এর তথ্যমতে:
=> বর্তমানে দেশের জনসংখ্যা ১৬৩.৬৫ মিলিয়ন
=> মাথাপিছু আয় ১৭৫১ মা. ডলার(অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৭৫২)
=> জিডিপির প্রবৃত্তির হার ৭.৮৬%
১২১. " বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" উৎক্ষেপণ করা হয়-- ১১ মে, ২০১৮।
১২২. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার
শুরু-- ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১২৩. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" উৎক্ষেপণ করা হয়-- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার
কেপ ক্যানাভেরাল হতে।
১২৪. স্যাটেলাইট সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে-- ৫৭ তম।
১২৫. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" এর বাণিজ্যিক কার্যক্রমের পরামর্শক
হিসেবে নিযুক্ত হতে যাচ্ছে-- থাইল্যান্ডের স্যাটেলাইট কোম্পানি "থাইকম"।
১২৬. বর্তমানে দেশে পোশাক শিল্পে জড়িত শ্রমিক সংখ্যা-- প্রায় ৩৬ লক্ষ।
১২৭. ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার-- লুকা মডরিচ।
১২৮. বাংলাদেশে সবচেয়ে বেশি তালাক হয় যে বিভাগে-- বরিশাল।
১২৯. " জাম্বুরি পার্ক " অবস্থিত-- আগ্রাবাদ, চট্টগ্রাম।
১৩০. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ০৮ সেপ্টেম্বর।
১৩১. বঙ্গবন্ধুর লেখা বইসমূহ--
=> অসমাপ্ত আত্মজীবনী
=> কারাগারের রোজনামচা
=> নয়া চীন ভ্রমন
=> আগরতলা ষড়যন্ত্র মামলা
=> স্মৃতিকথা
১৩২. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য-- Statue of Unity (গুজরাট, ভারত)।
১৩৩. ৫ম বিমসটেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে-- Sri lanka.
১৩৪. বর্তমানে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ-- USA.
১৩৫. বর্তমানে দেশে স্বাক্ষরতার হার-- ৭২.৯% (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী) অথবা
৭২.৮% (UNDP).
১৩৬. "তিনাম ঝর্না " অবস্থিত-- আলীকদম, বান্দরবান।
১৩৭. দেশের ১ম "Y" আকৃতির সেতু অবস্থিত-- কুমিল্লার হোমনা উপজেলা এবং
বিবাড়িয়ার বান্ঞ্জারামপুর উপজেলার তিতাস ১৩৭. দেশের ১ম "Y" আকৃতির সেতু
অবস্থিত-- কুমিল্লার হোমনা উপজেলা এবং বিবাড়িয়ার বান্ঞ্জারামপুর উপজেলার
আন্তর্জাতিক
বিষয়াবলী
-মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও কোন দেশের
পতাকায় "চাঁদ ও তারা" রয়েছে.?=সিংগাপুর
-AK-47 এর পূর্ণরূপ কি.?=Avtomat
kalashnikova
-গ্রিক সভ্যতাকে বলা হয়..=আধুনিক
প্রাশ্চাত্য সভ্যতার ভিত্তি
-"কোবান" সিরিয়ার কুর্দি অধ্যুষিত
শহর।
-যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিজস্ব এলিট
বাহিনীর নাম..
=Al-saif Al-ajrab
-বিশ্বের কোন দেশ সর্বপ্রথম আইন করে নারীর
চেয়ে পুরুষের বেতন বা মজুরি বেশি দেয়াকে নিষিদ্ধ করেছে..?=আইসল্যান্ড
-৯ জানুয়ারি ২০১৮ যুক্তরাজ্যের মন্ত্রিসভায়
প্রথম নারী মন্ত্রী হিসেবে নিয়োগ পান কেন..?=নূস ঘানি
-নাগরিকদের একাকিত্ব দূর করতে ১৭ জানুয়ারি
২০১৮ কোন দেশ নিঃসঙ্গ মন্ত্রণালয় গঠন করেন কোন দেশ..?= যুক্তরাজ্য
-২০২২ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত
হবে..?= বার্মিংহাম
-জাপানের সংবাদ সংস্থা =কিয়োদো
-আসামে বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল..?
-১৯৬১ সালে(১১ জন বাঙালি শহীদ হয়েছিল)
-"হালায়েব" দ্বীপের মালিকানা
নিয়ে দ্বন্দ্ব যে দুই দেশের মধ্যে...="মিশর ও সুদান"
- Yahoo এর নতুন নাম =*আলতাবা*
-জেরুজালেম শহরের অপর নাম কি=আল কুদস
-বিশ্ব মৌমাছি দিবস কবে=২০ মে
-সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের=ইয়েমেন
-সিংগাপুরের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট
এর নাম কি=হালিমা ইয়াকুব
স্কেন্ডেনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখার সহজ ছোট একটা টেকনিক শেয়ার করচ্ছি।
আশা করি কাজে লাগবে।
শত তথ্যের সমাহারে অনেক সহজ বিষয়ও মনে থাকে
না। আমাদের মস্তিষ্ক একটির সাথে আরেকটি মিল আছে এমন কিছু বেশি ধরে রাখিতে পারে।
আমরা প্রায় সবাই ই Find শব্দটির সাথে
পরিচিত।
এই Find verb টির সাথে s যোগ করলে কিন্তু স্কেন্ডেনেভিয়ান দেশগুলোর নামের আদ্য
অক্ষর পাওয়া যায়।
যেমন=Finds বা FINDS
F=Finland
I=Iceland
N=Norway
D=Denmark
S=Sweden
তাই Finds শব্দটি মনে রাখুন। দেশগুলার নাম
সহজে মনে থাকবে।
(জাতীয়)
জাতীয় কৃষি
দিবস কবে উদযাপিত হয়?উত্তরঃ ১৫ নভেম্বর।
১. ‘সাতছড়ি’ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?উত্তরঃ
হবিগঞ্জ।
২. ‘সাংলান’ কোন উপজাতি সম্প্রদায়ের
ধর্মীয় উৎসব?উত্তরঃ খিয়াং।
৩. বাংলাদেশে প্রথমবারের মতো জেলা
পরিষদ নির্বাচন হয় কবে?উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০১৬।
৪. বাংলাদেশে স্বাধীনতা দিবস পুরস্কার কবে
থেকে প্রচলিত হয়?উত্তরঃ ১৯৭৭ সাল থেকে।
৫. বিটিভি ওয়ার্ল্ড কবে থেকে
সম্প্রচার শুরু করে?উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪।
৬. অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে
নেতৃত্ব প্রদানকারী বাঙ্গালি বিজ্ঞানীর নাম কী?উত্তরঃ এম জাহিদ হাসান।
৭. বাংলাদেশে আয়কর দিবস কবে পালিত
হয়?উত্তরঃ ৩০ নভেম্বর।
৮. বন্যপ্রাণীর অভয়ারণ্য ‘রেমা
কেলেঙ্গা’ কোন জেলায় অবস্থিত?উত্তরঃ হবিগঞ্জ।
৯. বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি
কোথায়?উত্তরঃ পাসিং পাড়া।
১০. বাংলাদেশে ফর্মালিন নিয়ন্ত্রণ আইন
কবে পাশ হয়?উত্তরঃ ৫ এপ্রিল, ২০১৫।
১১. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু
করে কোন ব্যাংক?উত্তরঃ জনতা ব্যাংক।
১২. ট্রেজারি বেইঞ্চ বলা হয়-উত্তরঃ
সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে।
১৩. জাহানাবাদ সেনাবাস কোন জেলায়
অবস্থিত?উত্তরঃ খুলনা।
১৪ যুক্তরাষ্ট্র নিউমেক্সিকোতে
প্রথম আনবিক বোমার বিস্ফোরণ ঘটায় কবে?উত্তরঃ ১৬ জুলাই, ১৯৪৫।
১৫ সরকার ঘোষিত প্রথম মৎস্য
অভয়াশ্রম কোথায়?উত্তরঃ হাইল হাওড়।
১৬. বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম
হিমায়িত ভ্রুণ শিশুর নাম কী?উত্তরঃ অপ্সরা।
১৭. আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট
কোথায়?উত্তরঃ ঢাকার সেগুনবাগিচায়।
১৮. ওয়ারী বাটেশ্বরের প্রত্নাবশেষ
কোন সময়কার?উত্তরঃ ৪০০ খ্রিষ্ট পূর্ব।
১৯. মধুপুর বনকে কী ধরণের বন বলা হয়?উত্তরঃ
পত্রঝরা।
২০. ড-ম্যাট কী?উত্তরঃ শেয়ার লেনদেনের
ইলেক্ট্রনিক প্রক্রিয়া।
২১. জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ
লাইঞ্জ উদ্বোধন করা হয় কবে?উত্তরঃ ১৭ মার্চ, ২০১৫ সালে।
২২. প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন
অনুষ্ঠিত হয় কবে?উত্তরঃ ১৯৭৩ সালে।
২৩. ‘শাক্যমুনি’ বৌদ্ধবিহার কোথায়
অবস্থিত?উত্তরঃ মিরপুর, ঢাকা।
২৪. ভাষা মতিন নামে খ্যাত ভাষা সৈনিক আব্দুল
মতিন মৃত্যুবরণ করেন কবে?উত্তরঃ ৮ অক্টোবর, ২০১৪।
২৫. অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস
কোনটি?উত্তরঃ জানুয়ারি।
২৬. জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ
ইন্সটিটিউট স্থাপিত হয় কবে?উত্তরঃ ১৯৯৭ সালে।
২৭. বাংলাদেশ কবে এসক্যাপের সদস্যপদ
লাভ করে?উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭৩ সালে।
২৮. প্রথম বাংলাদেশী হিসেবে কে সেভেন
সামিট জয় করেন?উত্তরঃ ওয়াসফিয়া নাজরীন।
২৯. বাংলাদেশের বার্ষিক বৈদেশিক
সাহায্যের পরিমাণ নির্ধারণ করেন কোন সংস্থাটি?উত্তরঃ বিডিএফ।
৩০. জাতীয় সংসদে বেসরকারি দিবস কি
বার?উত্তরঃ বৃহস্পতিবার।
৩১. চুনাপাথর পরিবর্তন হয়ে কী হয় ?উত্তরঃ
মার্বেল।
৩২. বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস
ফিল্ড আবিষ্কৃত হয়?উত্তরঃ ১৯৫৫ সালে।
৩৩. বাংলাদেশের কোন হাওড়টি ইউনেস্কো
ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত?উত্তরঃ ট্যাঙ্গুয়ার হাওড়।
৩৪. ট্রাইবাল কালচারাল একাডেমী কোথায়
অবস্থিত?উত্তরঃ নেত্রকোণা।
৩৫. বাংলাদেশে গৃহীত একমাত্র দ্বিবার্ষিক
পরিকল্পনার মেয়াদকাল কত?উত্তরঃ ১৯৭৮-১৯৮০।
৩৬. গণপরিষদ আদেশ জারি হয় কবে?উত্তরঃ
২৩ মার্চ, ১৯৭২।
৩৭ মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত
প্রথম ভাস্কর্য কোনটি?উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী।
৩৮. বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ
ইন্সটিটিউট কোথায় অবস্থিত?উত্তরঃ নরসিংদী।
৩৯. বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত
সালে পাশ হয়?উত্তরঃ ১৯৭৪ সালে।
৪০. ঢাকা সিটি কর্পোরেশন কবে দুই
ভাগে বিভক্ত করা হয়?উত্তরঃ ২৯ নভেম্বর, ২০১১।
৪১. বাংলাদেশে কোন বিভাগে কোন
উপজাতি নাই ?উত্তরঃ খুলনা।
৪২. অধীনতামূলক মিত্রতা নীতির
প্রবর্তক কে?উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।
৪৩. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন
বিখ্যাত বাঙ্গালি দার্শনিক শহীদ হয়েছেন, তার নাম কী?উত্তরঃ জি সি দেব।
৪৪. বাংলাদেশে প্রথম উপজেলা
চেয়ারম্যান নির্বাচন হয় কবে?উত্তরঃ ১৯৮৫ সালে।
৪৫. বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে
কতটিতে রাষ্ট্রীয় বনভূমি নাই?উত্তরঃ ২৮টিতে।
৪৬. সর্বশেষ ‘বাঘ গণনা জরিপ-২০১৫’ অনুসারে
বাংলাদেশে বাঘের সংখ্যা কত?উত্তরঃ ১০৬টি।
৪৭. প্রাইভেটাইজেশ বোর্ড কবে গঠিত হয়
?উত্তরঃ ১৯৯৩ সালে।
৪৮. বাংলাদেশে স্থানীয় শাসন
অর্ডিন্যান্স জারি হয় কবে?উত্তরঃ ১৯৭৪ সালে।
৪৯. বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে
বেশি বিনিয়োগ করে কোন দেশ?উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
৫০. উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা
হয় কত সালে?উত্তরঃ ১৮৬১ সালে।
৫১. গ্রামীণ ব্যাংকের ধারণা
বাংলাদেশের বাইরে প্রথম চালু করে কোন দেশ?উত্তরঃ মালয়েশিয়া।
লাল নীল দীপাবলি” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর -এই গুলো পড়লে আর মূল
বই পড়া লাগবে না
১। বাংলাসাহিত্য
কত বছর ধরে রচিত হচ্ছে?-হাজার বছরের ও বেশি সময়
২।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?-চর্যাপদ
৩।কোন শতকে
বাংলাসাহিত্যের জন্ম?-দশম শতকের মাঝামাঝি
৪।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?-সংস্কৃত
৫।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?– চর্যাপদ
৬।চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০
৭।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?-১৮০০ সালের পর থেকে
৮।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?-পদ্যরূপে
৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?-সিংহলের ভেড্ডারা
১০।‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?-রবিঠাকুর
১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?-ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য,
শক
১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?-দৌলত কাজী
১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?– প্রাচীন
ভারতীয় আর্যভাষা
১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী?– প্রাচীন ভারতীয় আর্যভাষা
১৫। শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুনঃ ক) হাতচ) চাঁদ
১৬। ভাষা কী মেনে চলে?-নিয়ম কানুন
১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?-পালি
১৮।
প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই
ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?-পালি, প্রাকৃত
১৯। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?-পালি ভাষায়
২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?-চর্যাপদ
২১।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?-সান্ধ্য/আলো আঁধারির ভাষা
২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা,
মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা
২৩।বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।-৯৫০-১২০০;
১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান
২৪।‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?-সম্রাট
আকবরের সভারত্ন আবুল ফজল
২৫। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?-জমির আল, সীমানা, বাঁধ
২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?-ষষ্ঠ- সপ্তদশ
২৭। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?-গৌড়
২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ
এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?-পুন্ড্র, গৌড়, রাঢ়
২৯। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?-গৌড়াধিপতি
৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?-বঙ্গ
৩১।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?-বঙ্গ
৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?-১৯৪৭
৩৩।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?-১২০০-১৩৫০, অন্ধকারযুগ
৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম- মঙ্গলকাব্য
৩৫। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল- বৈষ্ণব পদাবলি
৩৬। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?-গদ্য
৩৭।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?-উইলিয়াম কেরি
৩৮। রামরাম বসু কে ছিলেন?– উইলিয়াম কেরির সহযোগী
৩৯। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের
দুলাল
৪০। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?-মেঘনাদবধ কাব্য
৪১। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?-কৃষ্ণকুমারী
৪২। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি?-একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের
ঘাড়ে রোঁ
৪৩। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?–
মাইকেল মধুসূদন দত্ত
৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে?-১৯০৭, পন্ডিত
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি?-দোহাকোষ ও ডাকার্ণব
৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে
প্রকাশিত হয়?-১৯১৬,১৩২৩
৪৭। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?-ডঃ সুনীতিকুমার
চট্টোপাধ্যায়
৪৮।কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?-বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)
৪৯। চর্যাপদ কিসের সংকলন?-কবিতা বা গানের সংকলন
৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?-সাড়ে ছেচল্লিশটি
৫১। চর্যাপদের মোট কবি কতজন?-২৪ জন
৫২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্যনাম কি?-কৃষ্ণাচার্য
৫৩। চর্যাপদের ঢং এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন?-রবি ঠাকুর
৫৪।১৮০০ শতকের আগে কবিতা গাওয়া হতো। কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত
ধরে?– মাইকেল মধুসূদন দত্ত
৫৫।
চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?-শবরীপা
লাল_নীল_দীপাবলি
লাল_নীল_দীপাবলি
১।কোন শতকে মুসলমানরা
বাংলায় আসে?-তের শতক(১২০০-১২০৭)
২।মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে?-লক্ষ্মণ সেন
৩।শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা?-বড়ু চন্ডীদাস
৪।কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়?-১৯০৯
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়?-বাঁকুড়ার এক গোয়ালঘর
থেকে
৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?-শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৭।বাংলাভাষার প্রথম মহাকবি কে?-বড়ু চন্ডীদাস
৮। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে?-মঙ্গলকাব্য
৯। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়?-প্রায় পাঁচশো বছর
১০।মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।-দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত,
বিপ্রদাস,
১১। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।-মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম
চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর
১২।ধর্ম মঙ্গলকাব্যের কবিগণের নাম লিখুন।-ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম,
ঘনরাম,
১৩।মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি?-সুধীন্দ্রনাথ দত্ত
১৪। চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?– ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম
চক্রব্রর্তী
১৫। মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?-বিজয়গুপ্ত, বংশীদাস
১৬।কালকেতু-ফুল্লরা কিসের কাহিনী?-চন্ডীমঙ্গল
১৭।ধনপতি লহনা কিসের কাহিনী?– চন্ডীমঙ্গল
১৮। কালকেতু-ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?-নীলাম্বর, ছায়া
১৯। স্বর্ণগোধিকা কি?-গুইসাপ
২০। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে?-দেবীচন্ডী
২১। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে?-চাঁদসওদাগর
২২। সনকা কার স্ত্রী?-চাঁদসওদাগর
২৩।সনকা
কার পূজা করত?-দেবীচন্ডী
২৪।চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?-১২ বছর
২৫।লখিন্দর কার পুত্র , কার স্বামী ছিলেন?–চাঁদসওদাগর – সনকা, বেহুলা
২৬।বেহুলার বাড়ি কই ছিল?-উজানিনগর
২৭।স্বর্গের ধোপানীর নাম কি?-নেতা
২৮।কবিকঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন?– মকুন্দরাম চক্রবর্তী,
সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে
২৯।মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন?– মকুন্দরাম চক্রবর্তী
৩০।মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র?-চন্ডীমঙ্গল
লাল_নীল_দীপাবলি
১. দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়?-ঈশ্বরী পাটনি
২।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?– ঈশ্বরী
পাটনি
৩।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা?-ভারত চন্দ্র রায়গুণাকর
৪।ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন?-বর্ধমানের(বর্তমানের হাওড়া)
পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, ( আনু্মানিক ১৭১২ )
৫। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?-নবদ্বীপ
৬।ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে?– নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
৭। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে
যাচ্ছে?
-বিদ্যাসউন্দর
৮। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?-৩টি,
অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মান্সিং কাহিনী
৯।“মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত?–
ভারতচন্দ্র রায়গুণাকর
১০।শ্রীচৈতন্যদেবের
জীবনকাল লিখুন।-১৪৮৬-১৫৩৩
১১। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?-বৈষ্ণব ধর্ম
১২।বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।-বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ
দাস
১৩।মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত?-ধর্ম
১৪।রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক?-মানবাত্মা, পরমাত্মা
১৫।বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি?-পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর
১৬।রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন?-বৈষ্ণব
কবি
১৭।মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?-ব্রজবুলি
১৮। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি?-ভা্নুসিংহের পদাবলী
১৯।বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন?-রাজা শিবসিংহের রাজধানী মিথিলা
২০।বিদ্যাপতির কি কি উপাধি ছিল?-কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি
শেখর
২১।বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?-চন্ডীদাস
২৩।বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?-বিদ্যাপতি
২৪।এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?-শ্রী চৈতন্যদেব
২৫।চৈতন্যদেবের জীবনকাল লিখুন।-১৪৮৬-১৫৩৩(repeated)
২৬।চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন।-নবদ্বীপ, পুরী
২৭।চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল?-বিশ্বম্ভর, নিমাই
২৮।চৈতন্যদেবের
জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন?-চৈতন্যচরিতামৃত
২৯।সীতাচরিত কার লেখা?-লোকনাথ দাস
৩০।জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে?-মার্টিন লুথার
৩১।মহাভারত ও রামায়ণ কে লিখেন?-বাল্মীকি, বেদব্যাস
৩২। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন?-কাশীরাম দাস, কৃত্তিবাস
৩৩। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান?-কবীন্দ্র পরমেশ্বর
৩৪।পরাগল খানের ছেলের নাম কি?-ছুটি খান
৩৫। মালাধরবসুর রচনা কোনটি?-শ্রীকৃষ্ণবিজয়
৩৬।শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি?-ভগবত
৩৭।‘পুরষ্কার’ কার কবিতা?-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।কৃত্তিবাসের জন্মস্থান কোথায়?-নদীয়ার ফুলিয়া গ্রামে
৩৯।কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন?-১৬০২-১৬১০ এর মধ্যে
৪০।লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন?-নবদ্বীপ
৪১। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন?-শাহ মুহম্মদ সগীর
৪২।তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য?-সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ,
ইউসুফ-জোলেখা
৪৩।হানিফা ও কয়রা পরী কার রচনা?-সাবিরিদ খান
৪৪।কারা ফারসি ভাষায় ইউসুফ-জোলেখা রচনা করেন?-ফেরদৌসি ও জামী
৪৫।লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে?-বাহরাম খান
৪৬।রসুলবিজয়
ও বিদ্যাসুন্দর কার রচনা?– সাবিরিদ খান
৪৭।ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা?-মহম্মদ কবির
৪৮।নসিহতনামা কার রচনা?-আফজল আলী
৪৯।সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন।-নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল,
জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ
৫০।আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।– ইউসুফ-জোলেখা,
নূরনামা, কারবালা, শহরনামা
৫১।“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত?-নূরনামা
৫২।আরাকান রাজ্যের সভাকবি কারা?-আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত
৫৩। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে?– আলাওল
৫৪। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন?-আলাওল
৫৫। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি?-চন্দ্রাবতী
৫৬।আলাওল কোন দশকের কবি?-সপ্তদশ
৫৭।আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি?-পদ্মাবতী
৫৮।মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন?– পদ্মাবতী
৫৯।সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে?-কবি নিজামী
৬০।প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি?-মালিক মুহম্মদ জায়সি
৬১। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন?-কবিকণ্ঠহার
৬২।সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা?-বিদ্যাপতি
৬৩।চৈতন্যচরিতামৃত কার লেখা?-কৃষ্ণদাস কবিরাজ
সাম্প্রতিক
সময়ের বিভিন্ন পরীক্ষা থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ২০ টি MCQ প্রশ্নোত্তর।
০১. ANZUS কোন ধরনের সংস্থা--সামরিক।
০২. স্ট্যাচু অফ লিবার্টি এর উচ্চতা-- ১৫০ ফুট।
০৩. বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি-- ১৪ টি।
০৪. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ-- ৫-৬
লিটার।
০৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "" বর্ণপরিচয়""
গ্রন্থটি প্রকাশিত হয়-- ১৮৫৫ সালে।
০৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের ১ম উপন্যাস-- জননী।
০৭. মধ্য যুগের ১ম মুসলমান কবি-- শাহ মুহাম্মাদ সগীর।
০৮. "" শ্রীকান্ত"" উপন্যাসের মোট
খন্ড-- ০৪ টি।
০৯. মুঘল আমলে বাংলার রাজধানী ছিল-- সোনারগাঁও।
১০. যে প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়-- সিমলা প্রস্তাব।
১১. ১ম হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন-- আবদুর রউফ।
১২. এশিয়ার একমাত্র বৌদ্ধরাষ্ট্র-- শ্রীলঙ্কা।
১৩. সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়-- ব্রাজিলে।
১৪. ILO প্রতিষ্ঠিত হয়-- ১৯১৯ সালে।
১৫. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়-- বায়বীয় পদার্থ।
১৬. SLIDE SHOW শুরু করার জন্য চাপতে হয়-- F5.
১৭. F1 দ্বারা বুঝায়-- HELP.
১৮. বিশ্ববিখ্যাত VOLVO কোন দেশভিত্তিক গাড়ি নির্মাতা
প্রতিষ্ঠান-- সুইডেন।
১৯. ""হায়রোগ্লিফিক"" হলো-- একটি
লিখন পদ্ধতির নাম।
২০. "দ্যা পলিটিক্স"" গ্রন্থের লেখক--
এরিস্টটল।
সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় আসা, বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ
১০ টি প্রশ্নোত্তরঃ
01. নজরুলের "বিদ্রোহী" কবিতাটি সর্বপ্রথম
কোন পত্রিকায় প্রকাশিত হয়-- সাপ্তাহিক বিজলি।
02. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন --
বৈষ্ণব পদাবলী।
03. বাংলা সাহিত্যে ১ম সার্থক ট্রাজেডি নাটক-- কৃষ্ণকুমারী।
04. "নবীবংশ" গ্রন্থটির লেখক-- সৈয়দ সুলতান।
05. "নকশী কাথাঁর মাঠ" কী ধরনের উপন্যাস --
কাহিনী কাব্য।
06. মধ্যযুগের কোন কবিকে দুঃখ বর্ননার কবি হিসেবে আখ্যায়িত
করা হয়-- মুকুন্দরাম চক্রবর্তী।
07. রবীন্দ্রনাথের ১ম প্রকাশিত উপন্যাস -- বৌঠাকুরানীর
হাট।
08. "চলে মুসাফির" ভ্রমণকাহিনিটি কার লেখা--
জসীমউদ্দীন।
09. "সপ্তপয়কর" গ্রন্থটি কার লেখা-- মহাকবি
আলাওল।
10. "অশ্রুমালা" কাব্যগ্রন্থটি কার লেখা-- কায়কোবাদ।
বাংলাদেশ
বিষয়াবলী
১।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন
রিচার্ড নিক্সন।( ওয়াটার গেট কেলেংকারিতে জড়িত )
বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম
রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন তারিখে?= ৯ মে, ১৯৫৪জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে কোন সালে?-১৯৮৭
ঢাকা জেলায় বর্তমানে নির্বাচনী আসন কয়টি?=২০ টি
শহীদ আসাদ দিবস -- ২০ শে জানুয়ারি।
আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি করা হয় -- ৩৫ জনকে।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ" গঠিত হয় -- ১৯৪৮ সালে।
সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা
আছে -- ১১৮ নং।
বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় -- ১৯৯৮ সালে।
বাংলাদেশে ১ম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় -- ১৯৮৫ সালে।
বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চাল কল আছে ?উ : নওগা
২।বাংলাদেশে ভূমি রেজিস্ট্রেসন নতুন আইন কখন কার্যকর হয়
?উ :১৮ অক্টোবর ২০০৭
২।সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?উ: চাপাই নবাব গঞ্জ
জেলায় এটি সুলতানী আমলের স্থাপত্য ।
৩।বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে
?উ :১৯৯৭ সালে
৪।গ্রামীন ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন
দেশে চালু হয় ?উ :মালয়েশিয়ায়
৫।চলনবিল কোন জেলায় অবস্থিত এর মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত
হয়েছে?উ :সিরাজগন্জ ও নাটোর জেলায় এর মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত
৬।সংবিধানের কত নং অনুছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা
বাংলার কথা বলা আছে?উত্তর: ৩
৭. প্রশ্ন :সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানী
হিসেবে 'ঢাকা'র কথা বলা আছে?
উত্তর: ৫ (১)
৮। সংবিধানের কত নং অনুচ্ছেদে 'জাতীয় জীবনের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহন'' সুযোগের সমতার কথা বলা
আছে? উত্তর: ১৯ (৩)
৯। বঙ্গবন্ধু ছয় দফায় কোন ধরনেত্র সরকার গঠনের কথা বলেন
? = যুক্তরাষ্ট্রীয়
১০।সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে?উত্তর: ৩৯
১১।: কার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে রাষ্ট্রপতি স্বয়ং
পদত্যাগ করতে পারেন?উত্তর: স্পিকার
১২।প্রশ্ন : নিজ দলের বিপক্ষে ভোট দান করলে কোনো
সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান আছে, সংবিধানের কত
নং অনুচ্ছেদে ? উত্তর: ৭০ (খ)
১৩।:বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে কারুকাজ করেন--উত্তর:
জয়নুল আবেদীন
১৪। প্রশ্ন :সংবিধানের কোন সংশোধনীতে বেড়ুবাড়ীকে
ভারতের কাছে হস্তান্তর করা হয়? উত্তর: ৩য়
১৫।পূর্ব বাংলার প্রথম গভর্ণর কে ছিলেন? ফ্রেডরিক চামার্স বোর্ন (1947-1950)। বাংলাদেশের ১ম গভর্নর
A.N.M Hamidullah, the first governor of Bangladesh Bank.
বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি
#১৯৭২ : কমনওয়েলথ (সর্বপ্রথম
- ৩২ তম) + WHO+ UNESCO + UNIDO +UNCTAD +ILO+IAEA+GATT+IMF+IDA+IBRD+ ১৭ অক্টোবর জাতিসংঘের
স্থায়ী পর্যবেক্ষক + NAM
#১৯৭৩ : FAO+ADB+ESCAP+Redcross and cresent+বিশ্ব ডাক
সংস্থা
#১৯৭৪ : জাতিসংঘ ( ১৭ ই September, ১৩৬ তম, ২৯ অধিবেশনে,
২৫ শে সেপ্টেম্বর বাংলা ভাষণ >বঙ্গবন্ধু), FIFA+ OIC (৩২ তম) + IDB
#১৯৭৬ : INTERPOL+IFC ১৯৭৭ : ICC ( সহযোগী সদস্য)
#১৯৮০ : ICSID + IOC
#১৯৮৮ : MIGA
#১৯৯২ : ECO
#১৯৯৫ : WTO ( ১ লা জানুয়ারী)
#২০০০ : ICC ( ২৬ জুন)
#২০০৬ : ARF
#২০১০ : ICC - অপরাধ আদালত
বাংলা
১।জীবনানন্দ দাসের কাব্যকে " চিত্ররূপময়
" বলে আখ্যায়িত করেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
২।মগ্নচৈতন্য শিস - উপন্যাসটির রচয়িতা -- সেলিনা হোসেন
৩।গাড়ি চলে না , চলে না রে গাড়ি চলে না - গানটির গীতিকার
কে ?= বাউল সম্রাট শাহ আব্দুল করিম
৪।বড়ু চণ্ডীদাস কর্তৃক শ্রীকৃষ্ণকীর্তন এর খণ্ড কতটি
?=১৩টি
৫। শিশুতোষ কোন গ্রন্থের জন্য ফররুখ আহমেদ ইউনেস্কো পুরস্কার
পান ?= পাখির বাসা
৬।বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান
বেশি ?= সবুজ পত্র
৭। ৩ ডিসে. ১৯৫৫ তে প্রতিষ্ঠিত বাঙালি জাতির মনের প্রতীক
বাংলা একাডেমির প্রথম পরিচালক কে ?=ড. মুহাম্মদ
এনামুল হক
৮।বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার কে ?=
মাইকেল মধুসূদন দত্ত
৯।বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস কোনটি ?=
রত্নবতী
১০।আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি কে ?= ভারতচন্দ্র
রায় গুণাকর
(সমাপ্ত-৬১তম
পর্ব দেখুন)
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য
ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principal,
Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
No comments:
Post a Comment