সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৫
(খুবই গুরুত্বপূর্ণ)
(১১২তম পর্ব)
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের ক্রিকেট দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর:
ভারত।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশে সোলার পাওয়ার উৎপাদন সবচেয়ে বেশি হয়েছে?
উত্তর:
চীন।
প্রশ্ন:
২০২৫ সালে আন্তর্জাতিক শান্তি সূচকে প্রথম স্থানে কোন দেশ?
উত্তর:
আইসল্যান্ড।
প্রশ্ন:
২০২৫ সালে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক মহাকাশ সংস্থা কোনটি?
উত্তর:
স্পেসএক্স (SpaceX)।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের সেনাবাহিনী সর্বোচ্চ ড্রোন ব্যবহার করেছে?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
২০২৫ সালে বিশ্বে সবচেয়ে বেশি GDP কার দেশে?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের রূপান্তরিত নগরায়ণ সূচকে শীর্ষে আছে?
উত্তর:
সিঙ্গাপুর।
প্রশ্ন:
২০২৫ সালে কোন নতুন ওষুধ ক্যান্সার চিকিৎসায় অনুমোদিত হয়েছে?
উত্তর:
CAR-T ভিত্তিক থেরাপি।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশে সবচেয়ে বেশি AI সংক্রান্ত কোম্পানি শুরু হয়েছে?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশ Olympic গেমস এর প্রস্তুতি তীব্র করছে?
উত্তর:
ফ্রান্স।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় (ভূমিকম্প বা বন্যা) হয়েছে?
উত্তর:
তুরস্কে ভূমিকম্প।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের শিক্ষা সূচকে প্রথম স্থান পেয়েছে?
উত্তর:
ফিনল্যান্ড।
প্রশ্ন:
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বড় ডাটাসেন্টার কোন দেশে?
উত্তর:
চীনে।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে দ্রুত?
উত্তর:
ভারত।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশে ১০০% রিনিউএবল এনার্জি লক্ষ্য করা হয়েছে?
উত্তর:
ডেনমার্ক।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশের সবচেয়ে বেশি স্টার্টআপ বিনিয়োগ হয়েছে?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
২০২৫ সালে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সূচকে প্রথম?
উত্তর:
সুইজারল্যান্ড।
সাম্প্রতিক
সাধারণ জ্ঞান অক্টোবর ২০২৫
প্রশ্ন:
নেদারল্যান্ডসে NATO শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
The Hague, নেদারল্যান্ডস, ২০২৫ সালে।
প্রশ্ন:
জাপানে World Expo কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Osaka, থিম: “Designing Future Society for Our Lives”, ২০২৫ সালে।
প্রশ্ন:
COP30 জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
ব্রাজিলে, ২০২৫ সালে।
প্রশ্ন:
চীনে কোন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Asian Winter Games, হারবিন, চীনে, ২০২৫ সালে।
প্রশ্ন:
থাইল্যান্ডে কোন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হয়েছে?
উত্তর:
SEA Games, ২০২৫ সালে।
প্রশ্ন:
গ্লোবাল AI নিয়ন্ত্রণ কাঠামো ঘোষণা হয়েছে কি?
উত্তর:
হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণের জন্য আন্তর্জাতিক কাঠামো ঘোষণা
করা হয়েছে, ২০২৫ সালে।
প্রশ্ন:
কোয়ান্টাম কম্পিউটিংয়ে কী গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে?
উত্তর:
ফিউশন কম্পিউটিং ও জটিল সমস্যার সমাধানে বৈজ্ঞানিক অগ্রগতি অর্জিত হয়েছে, ২০২৫ সালে।
প্রশ্ন:
মহাকাশ অনুসন্ধানে কোন বড় মিশন বা উৎক্ষেপণ হয়েছে?
উত্তর:
একাধিক দেশের রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মহাকাশ মিশন পরিকল্পনা, ২০২৫ সালে।
প্রশ্ন:
ইউক্রেন রাশিয়া সংঘর্ষের পরবর্তী ধাপ কী ছিল?
উত্তর:
সংঘর্ষ চলমান, উত্তেজনা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমাধানের চেষ্টা, ২০২৫ সালে।
প্রশ্ন:
বড় ধরনের সাইবার হামলা বা তথ্য নিরাপত্তা ঘটেছে কি?
উত্তর:
হ্যাঁ, বিভিন্ন দেশ ও সংস্থার সিস্টেমে সাইবার হামলা ঘটেছে, ২০২৫ সালে।
প্রশ্ন:
গ্লোবাল ওয়ার্মিং লক্ষ্য কতটায় পৌঁছেছে?
উত্তর:
অনেক দেশে “1.5 ডিগ্রি সেলসিয়াস” লক্ষ্য স্পর্শ বা উত্তরণের
কাছাকাছি, ২০২৫ সালে।
প্রশ্ন:
মোটরগাড়ি ও রিনিউএবল এনার্জিতে কী অগ্রগতি হয়েছে?
উত্তর:
বৈদ্যুতিক গাড়ি ও রিনিউএবল এনার্জি ব্যবস্থার উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধি, ২০২৫ সালে।
প্রশ্ন:
শিক্ষাব্যবস্থা ও রিমোট লার্নিং ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে?
উত্তর:
ডিজিটাল শিক্ষা প্রসারিত হয়েছে, অনলাইন লার্নিং ও শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারে
বৃদ্ধি, ২০২৫ সালে।
প্রশ্ন:
আন্তর্জাতিক সহযোগিতার নতুন মঞ্চ বা সংস্থা ঘোষণা হয়েছে কি?
উত্তর:
হ্যাঁ, আন্তর্জাতিক সহযোগিতার নতুন মঞ্চ ও সংস্থা ঘোষণা করা হয়েছে, ২০২৫ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের বড় রাজনৈতিক বা সামাজিক আন্দোলন কোনটি?
উত্তর:
Hefazat Grand Rally এবং March for Gaza ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, ২০২৫ সালে।
প্রশ্ন:
Bangladesh Premier League এ কোন দল জয়ী হয়েছে?
উত্তর:
Fortune Barishal জয়ী, ২০২৫ সালে।
প্রশ্ন:
নারী ফুটবলের কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
SAFF U 20 Women’s Championship, ২০২৫ সালে।
প্রশ্ন:
Awami League র কার্যক্রমে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
উত্তর:
কার্যক্রম অনলাইনে ও অফলাইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, ২০২৫ সালে।
প্রশ্ন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কী ঘটেছে?
উত্তর:
‘মানবতাবিরোধী অপরাধ’ অভিযোগে ট্রাইবুনালে বিচার শুরু, ২০২৫ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের রপ্তানিতে কোন খাতে পরিবর্তন এসেছে?
উত্তর:
টেক্সটাইল মেশিন রপ্তানি কমেছে এবং অটোমেশন ও প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে,
২০২৫ সালে।
প্রশ্ন:
বড় ধর্মীয় সমাবেশ কোনটি?
উত্তর:
Biswa Ijtema, টঙ্গিতে আয়োজিত, ২০২৫ সালে।
প্রশ্ন:
সেনাবাহিনী কোন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে?
উত্তর:
Full Spectrum Air Defence Summit, UK, ২০২৫ সালে।
প্রশ্ন:
কৃষিক্ষেত্রে কী উন্নতি হয়েছে?
উত্তর:
কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগ, ড্রোন ভিত্তিক ক্রপ ম্যানেজমেন্ট,
২০২৫ সালে।
প্রশ্ন:
শহরাঞ্চলে পরিবেশ ও বায়ু মান নিয়ে কী উদ্যোগ হয়েছে?
উত্তর:
স্মার্ট ট্রাফিক সিস্টেম, বায়ু মান পর্যবেক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ২০২৫ সালে।
প্রশ্ন:
স্বাস্থ্যক্ষেত্রে কোন বড় প্রকল্প শুরু হয়েছে?
উত্তর:
রোহিঙ্গা শিবির ও আশপাশে কলেরা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্প চালু, ২০২৫ সালে।
প্রশ্ন:
পর্যটন খাতে কোন বড় মেলা অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Bangladesh Travel & Tourism Fair, ঢাকায় তিন দিনব্যাপী, ২০২৫ সালে।
প্রশ্ন:
শহরাঞ্চলে স্মার্ট সিটি উদ্যোগের কি পরিবর্তন হয়েছে?
উত্তর:
স্মার্ট ট্রাফিক সিস্টেম, ডিজিটাল সিটিকরণ এবং আধুনিক শহর ব্যবস্থাপনা, ২০২৫ সালে।
প্রশ্ন:
তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ ইকসিস্টেমে কী পরিবর্তন এসেছে?
উত্তর:
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপের প্রসার, ২০২৫ সালে।
প্রশ্ন:
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কী নতুন প্রবণতা দেখা দিয়েছে?
উত্তর:
রপ্তানিভিত্তিক শিল্পে আধুনিকীকরণ ও “গ্রীন ফ্যাক্টরি” উদ্যোগ, ২০২৫ সালে।
প্রশ্ন:
সেনা ও প্রতিরক্ষা খাতে কী পরিবর্তন ঘটেছে?
উত্তর:
আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, আধুনিক প্রযুক্তি ও কৌশল গ্রহণ, ২০২৫ সালে।
প্রশ্ন:
খাদ্য সুরক্ষা ও আন্তর্জাতিক সহায়তা কীভাবে বৃদ্ধি পেয়েছে?
উত্তর:
খাদ্য নিরাপত্তা প্রকল্প, WFP সহ আন্তর্জাতিক তহবিল ও সহযোগিতা, ২০২৫ সালে।
প্রশ্ন:
পর্যটন ও প্রদর্শনী খাতে কী উদ্যোগ নেওয়া হয়েছে?
উত্তর:
বড় মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী এবং নতুন পর্যটন প্রকল্প, ২০২৫ সালে।
প্রশ্ন:
শহরাঞ্চলে পরিবেশ সংরক্ষণ উদ্যোগ নেওয়া হয়েছে কীভাবে?
উত্তর:
বায়ু মান পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক, সবুজ অঞ্চল বৃদ্ধি, ২০২৫ সালে।
প্রশ্ন:
উদ্যোক্তাদের জন্য বৈদেশিক বিনিয়োগ ও স্টার্টআপ উৎসব/প্রকাশ কীভাবে হয়েছে?
উত্তর:
বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও স্টার্টআপ উদ্যোগ প্রকাশ, ২০২৫ সালে।
সাম্প্রতিক
সাধারণ জ্ঞান সেপ্টেম্বর ২০২৫
প্রশ্ন:
কবি জসীমউদ্দীনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত 'শতবর্ষে কবর' গ্রন্থটি সম্পাদনা
করেন কে?
উত্তর
: মফিজ ইমাম মিলন।
প্রশ্ন:
সন্দ্বীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা 'সবুজ চর'-এর আয়তন কত?
উত্তর:
৮০ বর্গকিলোমিটার।
প্রশ্ন:
মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
করে?
উত্তর:
মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশন (BTV) শিশু-কিশোরদের প্রতিযোগিতা-মূলক অনুষ্ঠান 'নতুন কুঁড়ি' শুরু
করে কবে?
উত্তর:
১৯৭৬ সালে।
প্রশ্ন:
সম্প্রতি বাংলাদেশে জার্মানির নব-নিযুক্ত রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর:
ড. রুডিগার লোটজ।
প্রশ্ন:
দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর:
ময়মনসিংহে।
প্রশ্ন:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রাগন ফল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর:
ঝিনাইদহ।
প্রশ্ন:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হন কে?
উত্তর
: ফারজানা ফারুক ঝুমু।
প্রশ্ন:
তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম কী?
উত্তর:
তিস্তা রিভার কম্প্রিহেনসিভম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট (TRCMRP)।
প্রশ্ন:
২৪ আগস্ট ২০২৫ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি
চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়?
উত্তর:
১টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক।
প্রশ্ন:
সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎস মুখে অবস্থিত?
উত্তর:
ধলাই নদ।
প্রশ্ন:
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন কয়টি ও কী কী বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়
সরকার?
উত্তর:
২টি; রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন।
প্রশ্ন:
সম্প্রতি আফ্রিকার কোন দেশ প্রথমবারের মতো এআইভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করে?
উত্তর:
নাইজেরিয়া।
প্রশ্ন:
৩০ জুলাই ২০২৫ রাশিয়ার কোথায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে?
উত্তর:
পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর।
প্রশ্ন:
ইয়েমেনের হুথিরা ইসরায়েলে প্রথমবারের মতো কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে?
উত্তর:
ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র।
প্রশ্ন:
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর:
সার্জিও গরকে।
প্রশ্ন:
কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করছে?
উত্তর:
ইতালি।
প্রশ্ন:
কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ?
উত্তর:
চীন।
প্রশ্ন:
দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায়?
উত্তর:
চট্টগ্রামে।
প্রশ্ন:
চীনের নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া হিউম্যানয়েড রোবটটির নাম কী?
উত্তর:
সুয়ে বা-০১ (Xue Ba-01)।
প্রশ্ন:
১৫ আগস্ট ২০২৫ ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:
আলাস্কা, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
যুক্তরাষ্ট্রের এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটি কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
উত্তর:
আলাস্কা।
প্রশ্ন:
বিশ্বের অন্যতম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয় কোন দেশে অবস্থিত?
উত্তর:
রাশিয়ায়।
প্রশ্ন:
জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ
সরাতে ব্যবহৃত দুটি রোবটের নাম কী?
উত্তর:
স্পট ও প্যাকরট।
প্রশ্ন:
বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি?
উত্তর:
কুয়েতি দিনার
প্রশ্ন:
২ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম কী?
উত্তর:
টাইগার শার্ক।
প্রশ্ন:
গ্লোবাল টাইগার ফোরামের (GTF) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে বন্য বাঘের সংখ্যা কত?
উত্তর:
প্রায় ৫,৫৭৪
প্রশ্ন:
২১ আগস্ট ২০২৫ ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে ইরানের নৌবাহিনীর করা সর্বশেষ
সামরিক মহড়ার নাম কী?
উত্তর:
ইকতেদার ১৪০৪।
প্রশ্ন:
UEFA Women's EURO 2025-এর ১৪তম আসরের চ্যাম্পিয়ন হয় কে?
উত্তর:
ইংল্যান্ড
প্রশ্ন:
২০২৭ সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:
ব্রাজিলে
সাম্প্রতিক
সাধারণ জ্ঞান ২০২৫
প্রশ্ন:
জনস্বাগতিক আয়োজন এবং স্মরণ অনুষ্ঠান কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
July Mass Uprising Day উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ৫ আগস্টে অনুষ্ঠান এবং স্মরণ
সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
জুলা ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে কবে?
উত্তর:
৫ আগস্ট
প্রশ্ন:
ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতি কেমন?
উত্তর:
ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে এবং রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রশ্ন:
রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্মরণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
নাফ নদীর সীমান্ত এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের ৮ম বার্ষিক স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধ ও ইতিহাস সংরক্ষণের জন্য কোন নতুন প্ল্যাটফর্ম চালু হয়েছে?
উত্তর:
Moncho 71 নামে নতুন একটি সিভিক প্ল্যাটফর্ম চালু হয়েছে।
প্রশ্ন:
নতুন জাতীয় পর্যবেক্ষণ দিবস ঘোষণা করা হয়েছে কোন নামে?
উত্তর:
‘নিউ বাংলাদেশ ডে’ নামে একটি নতুন জাতীয় পর্যবেক্ষণ দিবস ঘোষণা করা হয়েছে।
প্রশ্ন:
সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কোথায় ঘটেছে?
উত্তর:
গাজীপুরে এক সাংবাদিক নিহত হয়েছেন, যা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি
করেছে।
প্রশ্ন:
সীমান্ত এলাকায় মাছধরার জেলেদের অপহরণ কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:
নাফ নদী এলাকায় মিয়ানমার সহায়ক প্রতিক্রিয়ায় জেলেরা অপহৃত হয়েছেন।
প্রশ্ন:
খাগড়াছড়িতে সশস্ত্র হামলার ফলে কী ঘটনা ঘটেছে?
উত্তর:
সশস্ত্র দলে হামলায় খাগড়াছড়ির এক দলের শীর্ষ নেতা নিহত হয়েছেন।
প্রশ্ন:
ঢাকায় রাজনৈতিক দলের হেডকোয়ার্টারে অগ্নি ও ভাঙচুরের ঘটনা কোথায় ঘটেছে?
উত্তর:
রাজধানী ঢাকার একটি রাজনৈতিক দলের হেডকোয়ার্টারে অগ্নি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রশ্ন:
বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে কোন আন্তর্জাতিক এক্সপো আয়োজন করা হয়েছে?
উত্তর:
Multi Destination Education Expo Dhaka 2025 আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশের
শিক্ষাব্যবস্থা তুলে ধরা হয়েছে।
প্রশ্ন:
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
17th National Summer Athletics Competition দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
ঢাকা শহরে কোন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে?
উত্তর:
রাজধানীর বিভিন্ন অংশে সঙ্গীত, আর্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক
বিষয়ক
প্রশ্ন:
ভারতের উত্তরাখণ্ডে ফ্ল্যাশ ফ্লাড কখন ঘটেছে?
উত্তর:
২০২৫ সালের আগস্টে Uttarakhand ফ্ল্যাশ ফ্লাড ঘটে বহু মানুষের মৃত্যু এবং নিখোঁজের
কারণ হয়েছে।
প্রশ্ন:
ইন্দোনেশিয়ায় প্রতিবাদ এবং রাজনৈতিক দায়বদ্ধতার ঘটনা কখন শুরু হয়েছে?
উত্তর:
২৫ আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় প্রতিবাদ শুরু হয়েছে।
প্রশ্ন:
লুসাকায় NAP Expo 2025 কখন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
আগস্ট মাসে লুসাকায় NAP Expo 2025 অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
দক্ষিণ ইউরোপে রেকর্ড তাপমাত্রা এবং বনজ্বালা ঘটেছে কোথায়?
উত্তর:
ফ্রান্স, স্পেন, গ্রিসসহ দক্ষিণ ইউরোপে আগস্ট মাসে রেকর্ড তাপমাত্রা এবং বনজ্বালা ঘটেছে।
প্রশ্ন:
Hurricane Erin কখন আঘাত হেনেছে এবং কোথায়?
উত্তর:
আগস্ট মাসে Hurricane Erin আটলান্টিক অঞ্চলে আঘাত হেনেছে।
প্রশ্ন:
ড্রেক প্যাসেজে ভূকম্পন কখন ঘটেছে?
উত্তর:
Drake Passage-এ ২২ আগস্টে ৭.৪ মাত্রার ভূকম্পন ঘটেছে।
প্রশ্ন:
ইয়েমেনে অভিবাসী নৌকাপতনের দুর্ঘটনা কখন ঘটেছে?
উত্তর:
আগস্ট মাসে ইয়েমেনে অভিবাসী নৌকাপতনের ঘটনা ঘটেছে।
প্রশ্ন:
তুরস্কের কোন প্রদেশে ভূকম্পন ঘটেছে?
উত্তর:
তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূকম্পন ঘটেছে।
প্রশ্ন:
আন্তর্জাতিক ক্রিকেটে Top End T20 Series কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
অস্ট্রেলিয়ায় আগস্ট মাসে Top End T20 Series অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
Men’s Hockey Asia Cup ভারতে কখন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
২০২৫ সালের আগস্টে ভারতে Men’s Hockey Asia Cup অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
বিশ্বের তাপমাত্রা রেকর্ড সম্পর্কে কী তথ্য প্রকাশিত হয়েছে?
উত্তর:
আগস্ট ২০২৫ বিশ্বের তৃতীয় উষ্ণতম আগস্ট হিসেবে রেকর্ড হয়েছে।
প্রশ্ন:
আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষাক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
বিভিন্ন Education Conference এবং Workshop বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত
হয়েছে।
প্রশ্ন:
ব্রাজিলে জলবায়ু ও স্বাস্থ্য বিষয়ক কোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Fifth Global Conference on Climate and Health ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
গেমিং ও বিনোদন খাতে কোন আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Future Games Show 2025 গেমসকমে অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন:
আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কোন ঘটনা গুরুত্বপূর্ণ ছিল?
উত্তর:
নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে যা আবহাওয়া ও পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহার
হবে।
প্রশ্ন:
আন্তর্জাতিক পর্যায়ে কোন গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর:
Climate Adaptation Summit
সাম্প্রতিক
সাধারণ জ্ঞান ২০২৫
প্রশ্নঃ
কাজাখস্তানে CICA সদরদপ্তর উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ
২ জুলাই
প্রশ্নঃ
আজারবাইজানে ECO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ
৩ জুলাই
প্রশ্নঃ
আজারবাইজান17th ECO Summit শুরু হয় কবে?
উত্তরঃ
৪ জুলাই
প্রশ্নঃ +20 High-Level Event ইভেন্ট অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ
জেনেভা, সুইজারল্যান্ড
প্রশ্নঃ
পাকিস্তানের Humaira Asgha কবে মারা যান
উত্তরঃ
৮ জুলাই
প্রশ্নঃ
নেপাল–চীন সীমান্তে Friendship Bridge ধসে কতজন নিহত হন?
উত্তরঃ
৯ জন
প্রশ্নঃ
Thailand Week 2025 উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ
১০ জুলাই
প্রশ্নঃ
SAFF U 20 Women’s Championship শুরু হয় কবে?
উত্তরঃ
১১ জুলাই
প্রশ্নঃ
তাইওয়ানে বার্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ
১২ জুলাই
প্রশ্নঃ
NEXT The Great American Bash 2025
রেসলিং
ইভেন্ট অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ
১২ জুলাই
প্রশ্নঃ
UN High-Level Political Forum শুরু হয় কবে?
উত্তরঃ
১৪ জুলাই
প্রশ্নঃ
ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে ১০ 억 ডলারের
বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ
১৭ জুলাই
প্রশ্নঃ
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনা হয় কবে?
উত্তরঃ
২১ জুলাই
প্রশ্নঃ
ভারতের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী Ramamurti Rajaraman মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২৩ জুলাই ২০২৫
প্রশ্নঃ
চীনা প্রেসিডেন্ট Xi Jinping এবং ইউরোপীয় কমিশনের সভাপতি Ursula von der Leyen বৈঠক
অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ
২৪ জুলাই
প্রশ্নঃ
রংপুরে হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাট হয় কবে?
উত্তরঃ
২৬ জুলাই
প্রশ্নঃ
SAARC স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ
২৭ জুলাই
প্রশ্নঃ Badminton Asia Junior Championships শুরু হয় কবে?
উত্তরঃ
২৮ জুলাই
প্রশ্নঃ
2025 Island Games অনুষ্ঠিত হয় কোথায়
উত্তরঃ
স্কটল্যান্ডের
সাম্প্রতিক
সাধারন জ্ঞান ২০২৫
প্রশ্ন:
এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর:
মালদ্বীপ
প্রশ্ন:
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর:
এভারেস্ট
প্রশ্ন:
ইন্টারনেট কবে চালু হয়?
উত্তর:
১৯৬৯
প্রশ্ন:
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:
চীন
প্রশ্ন:
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
উত্তর:
৩০০০ কি.মি.
প্রশ্ন:
অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?
উত্তর:
৫টি
প্রশ্ন:
প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:
কাঠমুন্ডু
প্রশ্ন:
হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি?
উত্তর:
লিটল বয়
প্রশ্ন:
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:
গাজীপুর
প্রশ্ন:
কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তর:
প্রথম ৪টি
প্রশ্ন:
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?
উত্তর:
সেন্টমার্টিন
প্রশ্ন:
নিচের কোনটির স্থপতি লুই আই কান?
উত্তর:
বাংলাদেশ জাতীয় সংসদ
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর:
সৈয়দ নজরুল ইসলাম
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:
জেনারেল আতাউল গণি ওসমানী
প্রশ্ন:
বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে?
উত্তর:
৮ আগস্ট, ২০২৪
প্রশ্ন:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে?
উত্তর:
কোনটিই নয়
প্রশ্ন:
বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
উত্তর:
১৬ ডিসেম্বর, ১৯৭২
প্রশ্ন:
বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’
উপাধি প্রদান করা হয়েছিল?
উত্তর:
১৭৫ জন
প্রশ্ন:
‘ইজমির’ শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর:
তুরস্ক
প্রশ্ন:
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
উত্তর:
বিহার
প্রশ্ন:
কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়?
উত্তর:
BERC
প্রশ্ন:
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর:
হাডুডু
প্রশ্ন:
কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
উত্তর:
আওরঙ্গজেব
প্রশ্ন:
বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত?
উত্তর:
২১ ও ১৮ বছর
প্রশ্ন:
ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর:
পক প্রণালি
প্রশ্ন:
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর:
১৯৭৪
প্রশ্ন:
কোন উদ্ভিদের শ্বাসমূল আছে?
উত্তর:
সুন্দরী
প্রশ্ন:
কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়?
উত্তর:
ভিটামিন ডি
প্রশ্ন:
HMPV ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে?
উত্তর:
২০১৭ সালে।
প্রশ্ন:
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কোন মন্ত্রণালয়ের অধীনস্থ?
উত্তর:
অর্থ।
প্রশ্ন:
২০২৪ সালে বৈজ্ঞানিক প্রকাশনার র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান
পেয়েছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। (সূত্র: স্কোপাসের গবেষণা)।
প্রশ্ন:
সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে?
উত্তর:
জিম্বাবুয়ে।
প্রশ্ন:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনায় যুক্তরাজ্যকে এআই-এ বৈশ্বিক
নেতা করতে চান?
উত্তর:
‘এআই অপারচুনিটিস অ্যাকশন প্ল্যান’।
প্রশ্ন:
গুয়ান্তানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
২০০২ সালে।
প্রশ্ন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ ২৪১ রানের জুটির রেকর্ড গড়েছেন
কারা?
উত্তর:
লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।
প্রশ্ন:
খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
উত্তর:
যুক্তরাষ্ট্র। (বাংলাদেশ: ৭৬তম)।
প্রশ্ন:
সম্প্রতি দেশে HMPV ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায়?
উত্তর:
০৯ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ।
প্রশ্ন:
লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:
মৌলভীবাজার (কমলগঞ্জ)।
প্রশ্ন:
বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর:
নাফ।
প্রশ্ন:
বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত কে?
উত্তর:
মাইকেল মিলার।
প্রশ্ন:
বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর:
ভারত।
প্রশ্ন:
বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর:
ব্রাজিল।
প্রশ্ন:
বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর:
চীন।
প্রশ্ন:
‘সানডে টাইমস’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তর:
ব্রিটিশ।
প্রশ্ন:
পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
উত্তর:
পাকিস্তান।
প্রশ্ন:
কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত?
উত্তর:
ছেঁড়াদ্বীপ
প্রশ্ন:
‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯৯৭
প্রশ্ন:
বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয়?
উত্তর:
১৯৯১
প্রশ্ন:
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তর:
হাড়িয়াভাঙ্গা
প্রশ্ন:
‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত সালে সংঘটিত হয়?
উত্তর:
১৭৭০
প্রশ্ন:
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর:
২০০
প্রশ্ন:
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর:
সমকাল
প্রশ্ন:
‘ইরাটম’ কী?
উত্তর:
উন্নত জাতের ধান
প্রশ্ন:
পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন?
উত্তর:
পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির চেয়ে হালকা
প্রশ্ন:
রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে?
উত্তর:
অণুচক্রিকা
প্রশ্ন:
কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?
উত্তর:
০.১ সেকেন্ড
প্রশ্ন:
থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। কারণ—
উত্তর:
অল্প তাপে বৃদ্ধি পায়
প্রশ্ন:
প্রাথমিক বর্ণ নয় কোনটি?
উত্তর:
বেগুনি
প্রশ্ন:
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
উত্তর:
দর্পণ
প্রশ্ন:
টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
উত্তর:
কম্পিউটার স্লো হয়ে যায়
প্রশ্ন:
একটি ধাতুর উপর জিঙ্ক-এর প্রলেপ দেওয়াকে কী বলে?
উত্তর:
গ্যালভানাইজিং
প্রশ্ন:
একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন—
উত্তর:
কমবে
প্রশ্ন:
সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে?
উত্তর:
পারদ
প্রশ্ন:
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর:
বিকিরণ পদ্ধতিতে
প্রশ্ন:
কোনটি চার্জবিহীন?
উত্তর:
নিউট্রন
প্রশ্ন:
কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু?
উত্তর:
প্লাটিনাম
প্রশ্ন:
ফিউজ তার কীসের সংকর?
উত্তর:
টিন ও সীসা
প্রশ্ন:
এক্সরে আবিষ্কার করেন কে?
উত্তর:
রন্টজেন
প্রশ্ন:
জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে—
উত্তর:
ক্রোমোসোম
প্রশ্ন:
সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর:
অপটিক্যাল ফাইবার
প্রশ্ন:
কম্পিউটার ভাইরাস কী?
উত্তর:
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
প্রশ্ন:
সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
উত্তর:
গ্লিসারিন
প্রশ্ন:
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর:
নিম্নভূমি নিমজ্জিত হবে
প্রশ্ন:
কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?
উত্তর:
এমএস এক্সেস
প্রশ্ন:
কী বোর্ডের কোন Key টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর:
F1
প্রশ্ন:
ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
উত্তর:
টাংস্টেন
প্রশ্ন:
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তর:
নদী
প্রশ্ন:
কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?
উত্তর:
Firewall
প্রশ্ন:
ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর:
স্টাবিলাইজার
প্রশ্ন:
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর:
অভ্যন্তরীণ প্রতিফলন
প্রশ্ন:
একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?
উত্তর:
LAN
প্রশ্ন:
উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?
উত্তর:
চিত্রভিত্তিক
প্রশ্ন:
অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?
উত্তর:
কেন্দ্রমুখী বল
প্রশ্ন:
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর:
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট
প্রশ্ন:
দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?
উত্তর:
Satellite
প্রশ্ন:
Which device is called Silico Sapiens?
উত্তর:
Computer
প্রশ্ন:
বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর:
বিল গেটস
প্রশ্ন:
অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?
উত্তর:
সালফিউরিক এসিড
প্রশ্ন:
মোবাইল ফোনের জনক কে?
উত্তর:
মার্টিন কুপার
প্রশ্ন:
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
উত্তর:
পাইথন
প্রশ্ন:
‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?
উত্তর:
মেহেদী হাসান
প্রশ্ন:
কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?
উত্তর:
১২টি
প্রশ্ন:
‘সুনামি’ কোন দেশের শব্দ?
উত্তর:
জাপান
প্রশ্ন:
খাদ্যের উপাদান কয়টি?
উত্তর:
৬টি
প্রশ্ন:
শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?
উত্তর:
৩টি
প্রশ্ন:
বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
উত্তর:
ভূ-কেন্দ্রে
প্রশ্ন:
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?
উত্তর:
অ্যালুমিনিয়াম
প্রশ্ন:
কম্পিউটার ব্রেইন হলো—
উত্তর:
মাইক্রোপ্রসেসর
প্রশ্ন:
থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
প্রশ্ন:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর:
ভুটান
প্রশ্ন:
কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর:
সিয়েরা লিওন
প্রশ্ন:
বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তর:
মিথেন
প্রশ্ন:
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর:
পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)
প্রশ্ন:
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর:
নাটোর
প্রশ্ন:
বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
উত্তর:
পার্বতীপুর
প্রশ্ন:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?
উত্তর:
৪টি
প্রশ্ন:
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়—
উত্তর:
ডুরান্ড লাইন
প্রশ্ন:
কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
উত্তর:
বাংলাদেশ
প্রশ্ন:
মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?
উত্তর:
মাথাপিছু জাতীয় আয়
প্রশ্ন:
আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর:
রাশিয়া
প্রশ্ন:
‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর:
আজারবাইজান
প্রশ্ন:
‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর:
তুরস্ক
প্রশ্ন:
জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর:
স্পেন ও মরক্কো

No comments:
Post a Comment