সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৫
(১১১তম পর্ব)
জুলাই বিপ্লব সাধারণ জ্ঞান
• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয়
: ২০২৪ সালের ১ জুলাই
• কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা
হয় : ৭ জুলাই ২০২৪
• জুলাই বিপ্লবের প্রথম শহীদ : আবু সাঈদ
• জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে
শহীদ হন : ১৬ জুলাই, ২০২৪
• শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ছিলেন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
• মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে :
১৮ জুলাই ২০২৪
• জুলাই আন্দোলনের কোন দিন কমপ্লিট শাটডাউন
কর্মসূচি ঘোষণা করা হয় : ১৮ জুলাই ২০২৪
• জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে
অঙ্কিত শিল্পকর্মের নাম : উন্নত মমশির
• উন্নত মম শির শিল্পকর্মটির স্রষ্টা কে :
শহীদ কবির
• বাংলা ব্লকেড’ কী : কোটা সংস্কারের দাবিতে
আন্দোলন কর্মসূচী
• কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস
কর্মসূচি কবে পালিত হয় : ৩১ জুলাই ২০২৪
• লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় : ৫
আগষ্ট ২০২৪
• শহীদি মার্চ কবে পালিত হয় : ৫ সেপ্টেম্বর
২০২৪
• জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘরের নামকরণ কি
করা হয়েছে : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
• জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় :
১০ সেপ্টেম্বর ২০২৪
• জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিইও : মীর
মাহবুবুর রহমান স্নিগ্ধ
• বাংলাদেশে নতুন ছাত্র সংগঠনের নাম কি : বাংলাদেশ
গণতান্ত্রিক ছাত্র সংসদ
• ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে : ড. মুহাম্মদ ইউনূস
• জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম
পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
• নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে
অবস্থিত : ঢাকা বিশ্ববিদ্যালয়
• ১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর
কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয় : ৮৩৪ জন
সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025
প্রশ্ন : চীনের প্রস্তাবিত ১ হাজার শয্যার
হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি ?
উত্তর : দাড়োয়ানী, নীলফামারী
প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
গেজেট প্রকাশ করা হয় ?
উত্তর : ২৮ এপ্রিল ২০২৫
প্রশ্ন : সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক ?
উত্তর : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
প্রশ্ন : বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার
লাইসেন্স পায় কত তারিখে ?
উত্তর : ২৮ এপ্রিল ২০২৫
প্রশ্ন : সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা
হামলা চালিয়েছে ?
উত্তর : পেহেলগামে
প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি
স্বাক্ষরিত হয় ?
উত্তর : ১৯৭২ সালে
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর
থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে ?
উত্তর : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
প্রশ্ন : সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ
রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় ?
উত্তর : শহীদ রাজাই বন্দর
প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া
নতুন রঙের এর নাম কি ?
উত্তর : ওলোও
প্রশ্ন : চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে
কোন সংস্থা ঋণ সহায়তা দেবে ?
উত্তর : বিশ্ব ব্যাংক
প্রশ্ন : ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু
পানি চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর : ১৯৬০ সালে
প্রশ্ন : ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার ২০২৫
পুরস্কারে ভূষিত হয়েছেন কে ?
উত্তর : সোনিয়া মুন্নি
প্রশ্ন : সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেক্ট্রোম্যাগনেটিক
রেলগান উন্মোচন করেছে ?
উত্তর : জাপান
প্রশ্ন : পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের
কততম পোপ ছিলেন ?
উত্তর : ২৬৬ তম
প্রশ্ন : পোপ ফ্রান্সিস কে সমাধিস্থ করা হয়েছে
?
উত্তর : রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়
প্রশ্ন : কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত
হয় ?
উত্তর : ফ্রান্স
প্রশ্ন : মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত
হয় ?
উত্তর : কায়রো, মিশর
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ?
উত্তর : ৫০৫০১
প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু
কোনটি ?
উত্তর : যমুনা রেল সেতু
প্রশ্ন : যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত ?
উত্তর : ৪.৮ কিলোমিটার
প্রশ্ন : দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম
কি ?
উত্তর : যমুনা
প্রশ্ন : যমুনা রেলসেতুতে যাত্রীবাহী ট্রেন
চলাচল শুরু হয় কবে ?
উত্তর : ১২ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়
কবে ?
উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে
?
উত্তর : প্রধান উপদেষ্টা
প্রশ্ন : প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ
দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় ?
উত্তর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রশ্ন : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে
নিয়ে অঙ্কিত উন্নত মম শির শিল্পকর্মটি অংকন করেন ?
উত্তর : শহিদ কবির
প্রশ্ন : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি
রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় ? উত্তর : গণভবন
প্রশ্ন : জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম
পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে ?
উত্তর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
প্রশ্ন : নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন
কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান
২০২৪’-এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় ?
উত্তর : ৮৩৪ জন
প্রশ্ন : জাতীয় শহীদ সেনা দিবস কবে ?
উত্তর : ২৫ ফেব্রুয়ারি
প্রশ্ন : ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা
করেন ?
উত্তর : ১৯৭৪ সালে
প্রশ্ন : বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩ কার্যকর
করা হয় কবে ?
উত্তর : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির
নাম কি ?
উত্তর : সালাহউদ্দিন নোমান চৌধুরী
প্রশ্ন : ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ
পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ?
উত্তর : ৭৯তম
প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার
অবস্থান কত ?
উত্তর : সপ্তম
প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান
কত ?
উত্তর : পঞ্চম
প্রশ্ন : ৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের সশস্ত্র
বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে ?
উত্তর : অপারেশন ডেভিল হান্ট
প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ দেশের কোন বন্দরে
অনলাইন গেট পাস চালু হয় ?
উত্তর : চট্টগ্রাম বন্দর
প্রশ্ন : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সরকার কোন বিষয়ে
পুলিশ ভেরিফিকেশন বাতিল করে ?
উত্তর : পাসপোর্ট
প্রশ্ন : দেশের প্রথম “যুদ্ধ শিশু” হিসেবে
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে ?
উত্তর : মেরিনা খাতুন
প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন
রাজনৈতিক দল ?
উত্তর : জাতীয় নাগরিক পার্টি
প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি
আত্মপ্রকাশ করে কত তারিখে ?
উত্তর : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রশ্ন : কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ
করে ?
উত্তর : মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর,
ঢাকা
প্রশ্ন : NCP এর পূর্ণরূপ কি ?
উত্তর : National Citizen Party
প্রশ্ন : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির
স্লোগান কি ?
উত্তর : ইনকিলাব জিন্দাবাদ
প্রশ্ন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে
?
উত্তর : নাহিদ ইসলাম
প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান
উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে ?
উত্তর : বৈমানিক ফাহিম চৌধুরী
প্রশ্ন : সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে ? উত্তর : পঞ্চদশ
প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা ‘আন্তর্জাতিক
পদক ২০২৫’- এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান ? উত্তর : বাংলাদেশ দূতাবাস, প্যারিস।
প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের
বাংলাদেশে আসেন কত তারিখে ?
উত্তর : ১৩ মার্চ ২০২৫
প্রশ্ন : জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ
ভ্রমনের উদ্দেশ্য কি ?
উত্তর : রোহিঙ্গা ইস্যু
প্রশ্ন : জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল ?
উত্তর : ৪দিন
প্রশ্ন : নতুন ছাত্র সংগঠনের নাম কি ?
উত্তর : বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয়
কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় ?
উত্তর : ৪ মে ১৯৭২
প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে
মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে ? উত্তর : ১৫ ডিসেম্বর ২০২৪
প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড
মিসাইল স্থাপনা উন্মোচন করে ?
উত্তর : ইরান
প্রশ্ন : মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা
কোনটি ?
উত্তর : মান্দারিন
প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন
প্রথা শুরু হয় কবে ?
উত্তর : ১৮৬১ সালে
প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস
জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে ? উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে
স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি ?
উত্তর : নিউজিল্যান্ড
প্রশ্ন : ২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে
মানুষ হিসেবে স্বীকৃতি দেয় ?
উত্তর : মাউন্ট তারানাকি
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান
পানির নিচে project waterworth নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে ?
উত্তর : Meta
প্রশ্ন : USAID কোন দেশের বৈদেশিক সাহায্য
সংস্থা ?
উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি
DeepSeek এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : লিয়াং ওয়েনফেং
প্রশ্ন : বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা
দেশ ?
উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান
?
উত্তর : OpenAI
প্রশ্ন : বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন
করেছে ?
উত্তর : লেনোভো
প্রশ্ন : সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন
দেশে অবস্থিত ?
উত্তর : গ্রিস
প্রশ্ন : ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট
চালু করে ?
উত্তর : সুইজারল্যান্ড
প্রশ্ন : বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা
করা হয় কোন দেশে ?
উত্তর : যুক্তরাষ্ট্র
প্রশ্ন : ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি
স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় ? উত্তর : অস্ট্রেলিয়া
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর
ক্যামেরা তৈরি করে কোন দেশ ?
উত্তর : চীন
প্রশ্ন : মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি
স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় ? উত্তর : সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন : ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম
কি ?
উত্তর : শহিদ বাহমান বাগেরি
প্রশ্ন : ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ?
উত্তর : বেনিতো মুসোলিনি
প্রশ্ন : এই বছর ৫১তম জি-৭ শীর্ষ সম্মেলনের
আয়োজক দেশ ?
উত্তর : কানাডা
প্রশ্ন : বিশ্বের প্রথম AI শিশুর নাম কী ?
উত্তর : Tong Tong
প্রশ্ন : জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব
কে ছিলেন ?
উত্তর : গ্লাডউইন জেব
প্রশ্ন : জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব
ছিলেন ?
উত্তর : ট্রিগভেলি
প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী
সভাপতি কে ?
উত্তর : হুমায়ুন রশীদ চৌধুরী
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
• ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র কে : আবুল বরকত
• জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা
হয়েছে কোন দিনটিকে : ২৫ ফেব্রুয়ারি
• বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি
: ৬টি
• মাইজভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান
: চট্রগ্রাম
• ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে
ঘোষণা করেন : ৬ ডিসেম্বর ১৯৯৭
• বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি
: সিলেট
• বিশ্বের প্রথম AI শিশুর নাম কী : Tong
Tong
• বাংলাদেশ কয়টি স্টক এক্সচেঞ্জ আছে : ২ টি
• জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ
সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
• ২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে
: ২০২৬ সালে
• বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে : বরিশাল
• বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে
: ২ আগস্ট ১৯৯০ সালে
• আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি
: রুম নাম্বার ২০১১
• বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত
সালে : ১৮৬২ সালে
• দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়
কোথায় : জাপান
• মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় : ১৯৮৯ সালের
১ জানুয়ারি
• ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার
কী : বুকার পুরস্কার
• দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম : অপরাজিতা
• ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন
কে : বেগম খালেদা জিয়া
• ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে : বেনিতো মুসোলিনি
• বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায়
হয় : ১৪ মার্চ ২০১২ সালে
• বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন
প্রথা চালু হয় : ২০০৮ সালে
• কত সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত
হন : ২১শে ১৯৭৭ সালে
• ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় : ১৯২১
সালের ১ জুলাই
• গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায়
: রাজশাহী
• পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা
হয় : ১৯৯৫ সালে
• বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে
অনুষ্ঠিত হয় : ৭ই মার্চ ১৯৭৩ সালে
• বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি : সিটি
সেন্টার
• জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয় :
১৯৯২ সালে
• বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে
: ১৯৯০ সালের ২ আগষ্ট
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – 2025
• বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী
দেশ : চীন
• জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত :
গাজীপুরে
• কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের
কত চরণ বাজানো হয় : প্রথম ৪টি
• বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে
পরিচিত : সেন্ট মার্টিন
• বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন
: পাহাড়ি ভূমি
• বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের
পাহাড় আছে : মহেশখালী
• ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ
কত সালে ঘটে : ১১৭৬ বঙ্গাব্দে
• বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায়
অবস্থিত : ময়মনসিংহ
• বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের
চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে : বাবর আলী
• সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় :
১ অক্টোবর ২০২৪
• বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত
: ঢাকা
• বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়
অবস্থিত : ঈশ্বরদী
• লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
: খুলনা
• ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত
: চাঁদপুর
• বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল
মাইল : ২০০ নটিক্যাল মাইল
• বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত :
১২ নটিক্যাল মাইল
• বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা
হয় কত সালে : ১৯৭৪ সালে
• বাংলাদেশের নবীনতম নদী কোনটি : যমুনা
• জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ
সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
• বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত
হয় : হরিপুর
• দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম
বিশ্ববিদ্যালয় হলো : গ্রিন ইউনিভার্সিটি
• ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা
করেন : ১৯৭৪ সালে
• বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত
: বগুড়া
• বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে
পালন করা হয় : ৩০ নভেম্বর
• সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর
উৎপত্তি হয়েছে : করতোয়া
• বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি : তাজিংডং
(বিজয়)
• কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত : রাঙ্গামাটি
• বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র
উপনদীর নাম : মহানন্দা
• বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি : পুণ্ড্রবর্ধন
জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১। বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু
করে কোন ব্যাংক?
উত্তরঃ সিটি ব্যাংক পিএসসি
২। আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মেক্সিকো
৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর নতুন সভাপতির
নাম কী?
উত্তরঃ আমিনুল ইসলাম বুলবুল
৪। কিং তৃতীয় চার্লস হারমনি এওয়ার্ড ২০২৫
কে পেয়েছেন?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস
৫। বাংলাদেশের ৫৪ তম নদী বন্দর কোনটি?
উত্তরঃ হাতিয়া (নোয়াখালি)
৬। বিশ্বের কত তম দেশ হিসেবে জাতিসংঘ পানি
কনভেনশনে বাংলাদেশ যুক্ত হয়?
উওরঃ ৫৬
৭। জিডিপি এর সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী
কৃষিখাতে অবদানের হার কত?
উত্তরঃ ১০.৯৪%
৮। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ রংপুর
৯। ১৩ জুন ২০২৫ ইসরাইল ইরানে কী নামে সামরিক
অভিযান শুরু করে?
উত্তরঃ Operation Raising Lion
১০। New Development Bank (NDB) এর বর্তমান
সদস্য দেশ কত?
উত্তরঃ ৯টি
১১। ২০২৫ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ
দেশ কোনটি?
উত্তরঃ আইসল্যান্ড
১২। ২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা
লাভের কত বছর পূর্তি হয়েছে?
উত্তরঃ ২৫ বছর (রজত জয়ন্তী)
১৩। জাপানের কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ
ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
উত্তরঃ সোকা বিশ্ববিদ্যালয়
১৪। কোন দেশে বিশ্বে প্রথম AI Medical
Clinic চালু করে?
উত্তরঃ সৌদি আরব
১৫। ইরানের সুপ্রিম লিডারের নাম কী?
উত্তরঃ আলী খামেনি
১৬। হরমুজ প্রনালী কোন দুটি উপসাগরকে যুক্ত
করেছে?
উত্তরঃ পারস্য উপসাগর-ওমান উপসাগর
১৭। বিশ্ব পরিবেশ দিবস কবে?
উত্তরঃ ৫ই জুন
১৮। বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি?
উত্তরঃ জার্মানি
১৯। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ ভারত (বাংলাদেশ ৮ম)
২০। জাতীয় বাজেট ২০২৬-২৬ এর আকার কত?
উত্তরঃ ৭,৯০,০০০ কোটি টাকা
২১। জুলাই অভ্যুত্থানের এর প্রথম শহিদের নাম
কী?
উত্তরঃ আবু সাঈদ
২২। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি?
উত্তরঃ সুন্দরবন
২৩। জাতীয় বাজেট ২০২৫-২৬ এ বরাদ্দকৃত সর্বোচ্চ
খাত কোনটি?
উত্তরঃ জনপ্রশাসন
২৪। গোল্ডেন ডোম কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
ব্যবস্থা
২৫। WhatsApp এর বিকল্প Xchat চালু করেন কে?
উত্তরঃ ইলন মাস্ক
২৬। প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে টেস্টের
দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে?
উত্তরঃ নাজমুল হোসেন শান্ত
২৭। বিশ্বে প্রথম দেশ হিসেবে বিচারক নির্বাচন
করে কোন দেশ?
উত্তরঃ মেক্সিকো
২৮। দেশের ৫৬ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৯। দেশের প্রথম মনোরেল কোথায় হবে?
উত্তরঃ চট্টগ্রাম
৩০। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক
ঘাঁটির নাম কী?
উত্তরঃ আল উদেইদ বিমান ঘাঁটি (কাতার)
সাধারণ জ্ঞান
(১) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?
উত্তর : ৫ আগস্ট ২০২৪
(২) ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৩) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতির নাম
কি ?
উত্তর : বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
(৪) দক্ষিণ এশিয়ায় ড. ইউনূস শান্তিতে কততম
নোবেল বিজয়ী?
উত্তর : দ্বিতীয়
(৫) ”সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৬) ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(৭) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে
?
উত্তর : ১৯৮৩ সালে
(৯) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস
(১০)বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায়
অবস্থিত?
উত্তর : আগারগাঁও
(১১) বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর : রাজশাহী
(১২) কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার
মর্যাদা দিয়েছে?
উত্তর : সিয়েরা লিয়ন
(১৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(১৪) বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত
কত?
উত্তর :
১০:৬ বা ৫:৩
(১৫) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উত্তর : লুই আই কান
(১৬) রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে
উত্তর : সুশীল সমাজ
(১৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে
কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর : ৪টি
(১৮) বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি
?
উত্তর : ৪ টি
(১৯) বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি?
উত্তর : শাপলা
(২০) বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা
হলেন?
উত্তর : অ্যাটর্নি জেনারেল
(২১) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(২২) বাংলাদেশের সর্বোচ্চ আইন কি ?
উত্তর : বাংলাদেশের সংবিধান
(২৩) বাংলাদেশ প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৪ সালে
(২৪) বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন?
উত্তর : ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(২৫) বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ
করে?
উত্তর : ১৯৭৪ সালে
(২৬) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারত
(২৭) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব
দেশ ?
উত্তর : ইরাক
(২৮) বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত
সালে?
উত্তর : ১৯৭২ সালে
(২৯) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উত্তর : নারিকেল জিনজিরা
(৩০) কোন সংস্থা সুন্দরবনকেকে বিশ্ব ঐতিহ্যের
অংশ হিসেবে ঘোষনা দিয়েছে?
উত্তর : ইউনেস্কো
(৩১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে
?
উত্তর : ১৯৫৫ সালে
(৩২) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য
আবিষ্কার করেছেন?
উত্তর : ড. মাকসুদুল আলম
(৩৩) বাংলাদেশের আর্থিক বছর কোনটি?
উত্তর : জুলাই- জুন
(৩৪) বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে
পালন করা হয়?
উত্তর : ৩০ নভেম্বর
(৩৫) বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : পাবনা
(৩৬) Making of a Nation Bangladesh গ্রন্থের
রচয়িতা কে?
উত্তর : নুরুল ইসলাম
(৩৭) বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’’ এর সময়সীমা
কত সাল নাগাদ?
উত্তর : ২১০০
(৩৮) বঙ্গভঙ্গ কত সালে রদ হয়?
উত্তর : ১৯১১ সালে
(৩৯) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর : ১৯২১ সালে
(৪০) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয়
টার্মিনাল নকশাকার কে?
উত্তর : রোহানি বাহারিন
(৪১) সংসদে Casting Vote কি ?
উত্তর : স্পিকারের ভোট
(৪২) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
উত্তর : পুণ্ড্র
(৪৩) বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু
হয় ?
উত্তর : চীন
(৪৪) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি
উত্তর : নীলনদ
৪৫) PPP- এর পূর্ণরূপ কী ?
উত্তর : Public-Private Partnership
(৪৬) ফাইভ এস কোন খেলার সাথে জড়িত ?
উত্তর : হকি
(৪৭) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?
উত্তর : ফ্যাদোমিটার
(৪৮) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তর : বৃহস্পতি
(৪৯)জাতীয় বস্ত্র দিবস কত তারিখ?
উত্তর :৪ ডিসেম্বর
(৫০) রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৬৩ সালে
সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর
(৫১) বিশ্বের সর্বাধিক ভাষার দেশ ?
উত্তর : পাপুয়া নিউগিনি
(৫২) পৃথিবীর প্রাচীনতম ভাষা ?
উত্তর : হিব্রু
(৫৩) লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের রাষ্ট্রের
সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
উত্তর : ভারত ও পাকিস্তান
(৫৪) NATO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : বেলজিয়াম
(৫৫) গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?
উত্তর :
কিউবা
(৫৬) বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(৫৭) ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’
কে বলেছেন?
উত্তর : চণ্ডীদাস
(৫৮) দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের
দ্বারা সংযুক্ত?
উত্তর : পানামা খাল
(৫৯) পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর
কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া মহাদেশে
(৬০) আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত
হয় ?
উত্তর : ১৯১৯ সালে
(৬১) প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ?
উত্তর : উড্রো উইলসন
(৬২) বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
উত্তর : রংপুর
(৬৩) চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের
নাম –
উত্তর : ফা-হিয়েন
(৬৪) স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয়
দেশ?
উত্তর : চীন
(৬৫) কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়
?
উত্তর :তিউনিশিয়া
(৬৬) OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেদ্দা
(৬৭) তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তর : কায়রো, মিশর
(৬৮) বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে
কম ?
উত্তর : বান্দরবান জেলায়
(৬৯) হাজার হ্রদের দেশ’ নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ফিনল্যান্ডে
(৭০) বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি
উত্তর : বরেন্দ্র জাদুঘরবরেন্দ্র জাদুঘর
(৭১) ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?
উত্তর : ১৭৮৯ সালে
(৭২) বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা
কোথায় অবস্থিত
উত্তর : সৈয়দপুর
(৭৩) বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
উত্তর : স্পারসো
(৭৪) কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য
অন্তর্ভুক্ত ?
উত্তর : নিরাপত্তা পরিষদ
(৭৫) শালবন বিহার কোথায় অবস্থিত
উত্তর : কুমিল্লার ময়ানমতি
(৭৬) গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
উত্তর : যুক্তরাজ্য
(৭৭) জাপানের পার্ল হারবার আক্রমণ করে
উত্তর : ৭ ডিসেম্বর, ১৯৪১
(৭৮) স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?
উত্তর : নাগাসাকি, জাপান
(৭৯) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর : চার্লস উইলকিন্স
(৮০) ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়
?
উত্তর : জেদ্দা
(৮১) এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়
কোথায়?
উত্তর : ম্যানিলা
(৮২) সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : নয়াদিল্লি
(৮৩) বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য
প্রজনন কেন্দ্র কোনটি?
উত্তর : হালদা নদী
(৮৪) ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়
অবস্থিত
উত্তর :লিও, ফ্রান্স
(৮৫) আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি?
উত্তর : রাশিয়া
(৮৬) ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত ?
উত্তর : ৩২টি
(৮৭) দাস প্রথা বিলুপ্ত করেন কে ?
উত্তর : আব্রাহাম লিংকন
(৮৮) বিশ্বকাপ ফুটবল ২০৩৪ অনুষ্ঠিত হবে ?
উত্তর : সৌদি আরব
(৮৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ?
উত্তর : ট্রিগভেলি
(৯০) ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ
খেতাব ?
উত্তর : যুক্তরাজ্য
(৯১) ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড”
নিয়ে যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২
(৯২) চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?
উত্তর : বরিশাল
(৯৩) ‘গোল্ডেন ট্রায়াঙ্গাল’ কোন অঞ্চল নিয়ে
গঠিত?
উত্তর : মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
(৯৪) বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়
উত্তর : ১০ ডিসেম্বর
(৯৫) মিশরে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত
সালে ?
উত্তর : ১৯৫৬ সালে
(৯৬) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?
উত্তর : যুক্তরাজ্য
(৯৭) কত সালে আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়
?
উত্তর : ১৯৬৭ সালে
(৯৮) হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
উত্তর : সিন্ধু
(৯৯) জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর
নাম ?
উত্তর : UNCAC
(১০০) গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে
উত্তর : ডলার
(১০১) ‘দ্যা পলিটিক্স’ গ্রন্থের লেখক কে?
উত্তর :এরিস্টটল
(১০২) কম্পিউটারের ব্রেইন হলো ?
উত্তর : মাইক্রোপ্রসেসর
(১০৩) পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা
(১০৪) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
উত্তর : ৩ ডিসেম্বর
(১০৫) প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে
?
উত্তর : ১৯১৪ সালে
(১০৬) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও
ভ্রমণ করেন?
উত্তর : ১৩৪৬ সালে
(১০৭) কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়
?
উত্তর : ইউক্রেন
(১০৮) গ্রিনপিস (Green Peace)কোন দেশের পরিবেশবাদী
সংস্থা?
উত্তর : নেদারল্যান্ড
(১০৯) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত
?
উত্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
(১১০) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে
(১১১) কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত
হয়?
উত্তর : মেক্সিকো
(১১২) প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়
কত সালে ?
উত্তর : ১৯৭৫ সালে
(১১৩) জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?
উত্তর :
২৪ অক্টোবর
(১১৪) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন
জেলাকে?
উত্তর :
দিনাজপুর
(১১৫) নিরাপদ মাতৃত্ব দিবস ?
উত্তর : ২৮ মে
(১১৬) বাংলাদেশের ৫০ তম নদী বন্দর কোনটি
উত্তর : ভোলাগঞ্জ, সিলেটে
(১১৭) জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর
নাম কী?
উত্তর : আনালিনা বেয়ারবক.
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
ভূগোল সম্পর্কিত প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
মোট আয়তন কত?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
2. বাংলাদেশের
বৃহত্তম জেলা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি।
3. বাংলাদেশের
সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
উত্তর: মেঘনা।
4. বাংলাদেশের
সর্বোচ্চ পাহাড় কোনটি?
উত্তর: সাকা হাফং (তাজিনডং), বান্দরবান।
5. বাংলাদেশের
সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা।
6. সুন্দরবন
কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর: গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মোহনায়।
7. বাংলাদেশের
কয়টি বিভাগ রয়েছে?
উত্তর: ৮টি।
8. বাংলাদেশের
উত্তরে কোন দেশ অবস্থিত?
উত্তর: ভারত।
9. বাংলাদেশের
সবচেয়ে বড় হাওর কোনটি?
উত্তর: হাইল হাওর।
10. বাংলাদেশের
সবচেয়ে গভীর নদী কোনটি?
উত্তর: কর্ণফুলী।
11. কক্সবাজার
সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ১২০ কিলোমিটার।
12. বাংলাদেশের
সবচেয়ে ছোট জেলা কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ।
13. বাংলাদেশের
কোন নদীকে ‘পদ্মা’ বলা হয়?
উত্তর: গঙ্গা নদী।
14. কাপ্তাই
হ্রদ কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙ্গামাটি।
15. বাংলাদেশের
কোন নদীটির নাম পরিবর্তন করে ‘যমুনা’ রাখা হয়েছে?
উত্তর: ব্রহ্মপুত্র।
16. বাংলাদেশের
জাতীয় উদ্যান কয়টি?
উত্তর: ১৮টি।
17. সাতছড়ি
জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: হবিগঞ্জ।
18. মধুপুর
গড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: টাঙ্গাইল ও ময়মনসিংহ।
19. বাংলাদেশের
বৃহত্তম সমতল বন কোনটি?
উত্তর: ভাওয়াল গড়।
20. বাংলাদেশের
দক্ষিণাঞ্চলের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: চট্টগ্রাম সমুদ্র বন্দর।
21. বাংলাদেশের
উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত প্রধান চা বাগানের এলাকা কোনটি?
উত্তর: সিলেট।
22. বাংলাদেশের
কোন নদীকে মৃত নদী বলা হয়?
উত্তর: বুড়িগঙ্গা।
23. বাংলাদেশে
কয়টি মৌসুম রয়েছে?
উত্তর: ৬টি।
24. বাংলাদেশের
উপকূলীয় এলাকার দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ৭১০ কিলোমিটার।
25. বাংলাদেশে
কয়টি জলবায়ু অঞ্চল রয়েছে?
উত্তর: ৩টি (গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল)।
ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ।
2. বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
3. ভাষা
আন্দোলন কোন সালে হয়েছিল?
উত্তর: ১৯৫২।
4. বাংলাদেশের
মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল?
উত্তর: ৯ মাস।
5. ৭
মার্চের ঐতিহাসিক ভাষণ কে প্রদান করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
6. বাংলাদেশের
সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।
7. বাংলাদেশের
প্রথম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭ মার্চ, ১৯৭৩।
8. রবীন্দ্রনাথ
ঠাকুরের লেখা কোন গান বাংলাদেশের জাতীয় সংগীত?
উত্তর: “আমার সোনার বাংলা।”
9. বাংলাদেশের
প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা।
10. বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণা কে দেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান (ঘোষণাটি ২৬ মার্চ,
১৯৭১)।
11. বাংলাদেশের
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: এম এ জি ওসমানী।
12. বাংলাদেশের
প্রথম সরকারি টেলিভিশন চ্যানেল কোনটি?
উত্তর: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
13. বাংলা
ভাষা প্রথম কবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?
উত্তর: ১৯৫৬।
14. বাংলাদেশের
পতাকা প্রথম উড়ানো হয় কবে?
উত্তর: ২ মার্চ, ১৯৭১।
15. জাতিসংঘে
বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
16. বাংলাদেশের
প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।
17. বাংলাদেশের
মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দিনটি কবে পালিত হয়?
উত্তর: ২৫ মার্চ।
18. ১৯৭১
সালের ১৬ ডিসেম্বর কী ঘটেছিল?
উত্তর: পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে
এবং বাংলাদেশ স্বাধীন হয়।
19. বাংলাদেশের
জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তর: সাভার, ঢাকা।
20. ১৯৭০
সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
21. বাংলাদেশের
দ্বিতীয় সংবিধান সংশোধনী কখন হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
22. বাংলাদেশের
প্রথম মুদ্রিত পত্রিকা কোনটি?
উত্তর: সাপ্তাহিক ‘সংবাদ।’
23. বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় লিখিত হয়েছিল?
উত্তর: মুজিবনগর, মেহেরপুর।
24. স্বাধীনতার
পরে বাংলাদেশে প্রথম জাতীয় দিবস হিসেবে কোনটি পালন করা হয়?
উত্তর: ২৬ মার্চ, ১৯৭২।
25. বাংলাদেশের
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তর: “ওরা ১১ জন।”
সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
জাতীয় ফুল কী?
উত্তর: শাপলা।
2. পহেলা
বৈশাখ কবে উদযাপিত হয়?
উত্তর: বাংলা সালের প্রথম দিন।
3. জামদানি
শাড়ি কোন জেলার জন্য বিখ্যাত?
উত্তর: নারায়ণগঞ্জ।
4. বাংলাদেশের
জাতীয় সংগীত কে রচনা করেছেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
5. বাংলাদেশের
জাতীয় পাখি কী?
উত্তর: দোয়েল।
6. বাংলাদেশের
জাতীয় ফল কী?
উত্তর: কাঁঠাল।
7. বাংলাদেশের
জাতীয় গাছ কী?
উত্তর: আমগাছ।
8. বাংলাদেশের
প্রাচীনতম নগরীর নাম কী?
উত্তর: মহাস্থানগড়।
9. বাংলাদেশের
কোন অঞ্চল মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল?
উত্তর: ঢাকার সোনারগাঁ।
10. বাংলাদেশের
প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর: মুখ ও মুখোশ।
11. বাংলাদেশের
কোন স্থানকে “লালন ভুবন” বলা হয়?
উত্তর: কুষ্টিয়ার ছেঁউড়িয়া।
12. শীতল
পাটি তৈরি কোন অঞ্চলের জন্য বিখ্যাত?
উত্তর: সিলেট।
13. বাউল
সংগীত কোন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ?
উত্তর: বাংলাদেশ।
14. বাংলাদেশের
কোন স্থানে “রথযাত্রা” সবচেয়ে বিখ্যাত?
উত্তর: ঢাকার ঢাকেশ্বরী মন্দির।
15. চট্টগ্রামের
ঐতিহ্যবাহী খাবারের নাম কী?
উত্তর: মেজবানি মাংস।
16. বাংলাদেশের
কোন উৎসবকে জাতিসংঘ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: পহেলা বৈশাখ।
17. বাংলাদেশের
সবচেয়ে বড় মেলা কোনটি?
উত্তর: অমর একুশে বইমেলা।
18. বাংলাদেশের
বিখ্যাত বাঁশি তৈরির এলাকা কোনটি?
উত্তর: টাঙ্গাইল।
19. বাংলাদেশের
ঐতিহ্যবাহী নকশিকাঁথার মূল কেন্দ্র কোথায়?
উত্তর: রাজশাহী।
20. বাংলাদেশের
কোন জেলাকে চামড়ার জন্য বিখ্যাত বলা হয়?
উত্তর: সাভার।
21. বাংলাদেশের
জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
22. বাংলাদেশের
জনপ্রিয় ঢাক বাজানো উৎসব কোনটি?
উত্তর: দুর্গাপূজা।
23. বাংলাদেশের
জাতীয় স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?
উত্তর: সাভার।
24. বাংলাদেশের
কোন মিষ্টি বিশ্বব্যাপী পরিচিত?
উত্তর: রসগোল্লা।
25. বাংলাদেশের
ঐতিহ্যবাহী চুড়ি তৈরির জন্য কোন স্থান বিখ্যাত?
উত্তর: মধুমতী।
অর্থনীতি ও ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
জাতীয় মুদ্রা কী?
উত্তর: টাকা।
2. বাংলাদেশের
প্রধান রপ্তানি পণ্য কী?
উত্তর: পোশাক।
3. বাংলাদেশের
কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
4. বাংলাদেশে
সবচেয়ে বেশি বৈদেশিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উত্তর: সৌদি আরব।
5. বাংলাদেশের
জাতীয় আয়ের প্রধান খাত কোনটি?
উত্তর: কৃষি।
6. বাংলাদেশের
শেয়ার বাজারের প্রথম বাজার কোনটি?
উত্তর: ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)।
7. বাংলাদেশে
সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
8. বাংলাদেশে
তৈরি প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি?
উত্তর: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
(CEPZ)।
9. বাংলাদেশের
প্রধান বন্দর কোনটি?
উত্তর: চট্টগ্রাম বন্দর।
10. বাংলাদেশের
প্রধান চা উৎপাদনকারী এলাকা কোনটি?
উত্তর: সিলেট।
11. বাংলাদেশে
কয়টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে?
উত্তর: [সর্বশেষ তথ্য অনুসারে আপডেট করতে হবে]।
12. বাংলাদেশে
সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় কোন এলাকায়?
উত্তর: খুলনা।
13. বাংলাদেশে
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালে।
14. বাংলাদেশে
তৈরি প্রথম স্যাটেলাইটের জন্য কোন দেশ প্রযুক্তি সরবরাহ করেছে?
উত্তর: ফ্রান্স।
15. বাংলাদেশে
সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় কোন জেলায়?
উত্তর: দিনাজপুর।
16. বাংলাদেশের
জিডিপি বৃদ্ধির হার ২০২৩ সালে কত ছিল?
উত্তর: [সর্বশেষ তথ্য অনুসারে আপডেট করতে হবে]।
17. বাংলাদেশের
প্রথম বাণিজ্য মেলা কবে শুরু হয়?
উত্তর: ১৯৯৫ সালে।
18. বাংলাদেশে
তৈরি প্রথম স্মার্টফোন কোন কোম্পানি তৈরি করেছে?
উত্তর: ওয়ালটন।
19. বাংলাদেশের
মোট চিনি উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা কোনটি?
উত্তর: পাবনা।
20. বাংলাদেশের
বাজেট সাধারণত কোন মাসে উপস্থাপন করা হয়?
উত্তর: জুন মাসে।
21. বাংলাদেশের
সবচেয়ে বড় কৃষি পণ্য কোনটি?
উত্তর: ধান।
22. বাংলাদেশের
তৈরি প্রথম গাড়ির নাম কী?
উত্তর: প্রগতি।
23. বাংলাদেশে
বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস কী?
উত্তর: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
24. বাংলাদেশে
প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?
উত্তর: ১৯৯১ সালে।
25. বাংলাদেশের
প্রধান জাহাজ নির্মাণ শিল্প কোন জেলায় অবস্থিত?
উত্তর: নারায়ণগঞ্জ।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
প্রথম স্যাটেলাইটের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু-১।
2. দেশের
প্রধান বিদ্যুৎ উৎপাদন উৎস কী?
উত্তর: প্রাকৃতিক গ্যাস।
3. বাংলাদেশে
৫জি প্রযুক্তি কবে চালু হয়েছে?
উত্তর: ২০২৩ সালের ৭ জুলাই।
4. বাংলাদেশের
প্রথম ইন্টারনেট সেবা কখন শুরু হয়?
উত্তর: ১৯৯৬ সালে।
5. বাংলাদেশের
সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার।
6. বাংলাদেশে
প্রথম টেলিভিশন স্টেশন কবে চালু হয়?
উত্তর: ২৫ ডিসেম্বর, ১৯৬৪।
7. বাংলাদেশে
কোন শহরকে “ডিজিটাল শহর” হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর: মিরপুর, ঢাকা।
8. বাংলাদেশে
প্রথম সরকারি মোবাইল ফোন অপারেটর কোনটি?
উত্তর: টেলিটক বাংলাদেশ লিমিটেড।
9. বাংলাদেশে
প্রথম ফাইবার অপটিক্যাল কেবল কবে চালু করা হয়?
উত্তর: ২০০৬ সালে।
10. বাংলাদেশে
৩জি সেবা কবে চালু হয়?
উত্তর: ২০১৩ সালে।
11. বাংলাদেশের
প্রথম ন্যানো স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: ২০১৮ সালে।
12. বাংলাদেশের
সবচেয়ে বড় ডিজিটাল আর্কাইভ কোথায় অবস্থিত?
উত্তর: জাতীয় গ্রন্থাগার, ঢাকা।
13. বাংলাদেশের
প্রথম রোবট কত সালে তৈরি হয়?
উত্তর: ২০১৭ সালে।
14. বাংলাদেশে
সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম কোনটি?
উত্তর: দারাজ বাংলাদেশ।
15. বাংলাদেশে
কোন সিটি সেন্টারে প্রথম মেট্রো রেল চালু হয়েছে?
উত্তর: ঢাকা শহরে।
16. বাংলাদেশের
কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম আইটি প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়।
17. বাংলাদেশের
প্রথম ৩ডি প্রিন্টিং প্রযুক্তি কবে চালু হয়?
উত্তর: ২০১৫ সালে।
18. বাংলাদেশে
কোন তথ্যপ্রযুক্তি কোম্পানি বিশ্বের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে স্থান পায়?
উত্তর: সফটওয়্যার কোম্পানি “সিস্টেম ইন্টিগ্রেটরস”।
19. বাংলাদেশে
সবচেয়ে বড় বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামে।
20. বাংলাদেশে
প্রথম পেট্রোলিয়াম রিফাইনরি কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬৪ সালে।
21. বাংলাদেশের
প্রথম কম্পিউটারাইজড ব্যাংক কোনটি?
উত্তর: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
22. বাংলাদেশের
প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের স্থান কোনটি?
উত্তর: কুরগুন (স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র)।
23. বাংলাদেশের
প্রথম “ন্যানো-টেকনোলজি” গবেষণা ল্যাব কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
24. বাংলাদেশে
প্রথম হাইড্রোজেন শক্তি ব্যবহারের পরীক্ষামূলক প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তর: মেঘনা গ্যাস ফিল্ড।
25. বাংলাদেশে
প্রথম রোবট ডেলিভারি সিস্টেম চালু কবে হয়?
উত্তর: ২০২২ সালে।
খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
1. বাংলাদেশের
জাতীয় খেলা কী?
উত্তর: কাবাডি।
2. বাংলাদেশ
ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর: নাইমুর রহমান দুর্জয়।
3. বাংলাদেশের
প্রথম অলিম্পিক অংশগ্রহণ কবে হয়েছিল?
উত্তর: ১৯৮৪ সালে।
4. বাংলাদেশের
প্রথম ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা, বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
5. বাংলাদেশে
প্রথম বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট কোনটি?
উত্তর: ১৯৯৯ বিশ্বকাপ।
6. বাংলাদেশের
প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক কে ছিলেন?
উত্তর: সালমা খাতুন।
7. বাংলাদেশের
প্রথম অলিম্পিক পদক কোন বছর অর্জিত হয়?
উত্তর: ২০১৬ সালে, রিও অলিম্পিকে।
8. বাংলাদেশের
সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক কে?
উত্তর: সাকিব আল হাসান।
9. বাংলাদেশের
সবচেয়ে সফল ফুটবল অধিনায়ক কে ছিলেন?
উত্তর: রফিকুল ইসলাম।
10. বাংলাদেশের
সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোথায়?
উত্তর: মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়াম।
11. বাংলাদেশে
কোন খেলা “আইসক্রিম ক্রিকেট” নামে পরিচিত?
উত্তর: কাবাডি।
12. বাংলাদেশে
প্রথম পেশাদার ফুটবল লীগ কবে শুরু হয়?
উত্তর: ২০০৭ সালে।
13. বাংলাদেশের
প্রথম এশিয়ান গেমসে অংশগ্রহণ কবে ছিল?
উত্তর: ১৯৮২ সালে।
14. বাংলাদেশের
জাতীয় পুরুষ হকি দলের সর্বশেষ এশিয়ান গেমসে রেজাল্ট কী ছিল?
উত্তর:
15. বাংলাদেশের
প্রথম সাঁতার চ্যাম্পিয়ন কে ছিলেন?
উত্তর: মহামুদা খাতুন।
16. বাংলাদেশে
প্রথম হকি স্টেডিয়াম কোথায় নির্মিত হয়?
উত্তর: ঢাকা।
17. বাংলাদেশের
প্রথম পেশাদার ক্রীড়া সংগঠন কোনটি?
উত্তর: ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
18. বাংলাদেশে
প্রথম পেশাদার ফুটবল খেলোয়াড় হিসেবে কে সাইন করেন?
উত্তর: বিপ্লব মিয়া।
19. বাংলাদেশের
কোন খেলোয়াড় প্রথম বার্কলে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পান?
উত্তর: মোহাম্মদ ইলিয়াস।
20. বাংলাদেশের
প্রথম মহিলা তীরন্দাজ কোনটি?
উত্তর: শবনম পারভীন।
21. বাংলাদেশের
ফুটবল দলের সর্বাধিক গোলদাতা কে?
উত্তর: আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
22. বাংলাদেশের
সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া উৎসব কোনটি?
উত্তর: ঢাকা ডিভিশন ক্রিকেট লীগ।
23. বাংলাদেশের
সর্বোচ্চ পুরস্কৃত মহিলা খেলোয়াড় কে?
উত্তর:
24. বাংলাদেশের
সর্বাধিক পঠিত ক্রিকেট বই কোনটি?
উত্তর: ‘ক্রিকেটের চিরকালীন রেকর্ড’।
25. বাংলাদেশের
সবচেয়ে সফল আন্তর্জাতিক শুটিং অ্যাথলেট কে?
উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দিন।
প্রশ্ন ও উত্তর » এপ্রিল ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ এর বর্তমান নাম
কী?
উত্তরঃ বাংলাদেশ স্যাটেলাইট – ১
২। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে
কোন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে সরকার?
উত্তরঃ যায়যায়দিন
৩। সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স কত
নির্ধারণ করেছে?
উত্তরঃ ১৫ বছর
৪। বাংলাদেশে ও গাম্বিয়ার মধ্যে ভিসা অব্যাহতি
চুক্তি হয় স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১০ মার্চ ২০২৫
৫। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তেনিও
গুতেরেস কত বারের মতো বাংলাদেশ সফরে আসেন?
উত্তরঃ দ্বিতীয় বারের মতো
৬। ১৩ মার্চ ২০২৫ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী
সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তরঃ সিরিয়া
৭। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টি?
উত্তরঃ ১১টি
৮। আন্তর্জাতিক বিচার আদালতের(IJC) এর নতুন
প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইউজি ইউয়াসাওয়া
৯। ২০ তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হবে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
১০। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ শাদ
১১। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে
কত জন?
উত্তরঃ ৭ জন
১২। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ
রয়েছে?
উত্তরঃ ৬৫টি
১৩। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন
কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে?
উত্তরঃ জাতীয় নাগরিক পার্টি (NCP)
১৪। রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার
মাধ্যম?
উত্তরঃ আফগানিস্তান
১৫। সম্প্রতি কোথায় কোরআন জাদুঘর উদ্বোধন
করা হয়?
উত্তরঃ সৌদি আরবের মক্কায়
১৬। ২০২৫ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ
দেশ কোনটি?
উত্তরঃ বারকিনা ফাসো
১৭। ২০২৫ সালে কোন তথ্য চিত্রটি অস্কার লাভ
করে?
উত্তরঃ নো আদার ল্যান্ড
১৮। বাংলাদেশে চর্তুথ নারী আন্তর্জাতিক মাস্টার
কে?
উত্তরঃ ওয়াদিফা আহমেদ
১৯। কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ শার্লি আয়োরকর বোচওয়ে
২০। রেইনকোট গল্পটি কে লিখেছেন?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
২১। ৯৭তম অস্কারজয়ী চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ আনোরা
২১। অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ বিশেষ সম্মাননা
পান কে ?
উত্তরঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল
২২। জাতীয় বীমা দিবস কবে?
উত্তরঃ ১ মার্চ
২৩। বর্তমানে বিশ্বের প্রায় কতটি দেশে স্টারলিংক
সেবা দিচ্ছে?
উত্তরঃ ১০০
২৪। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
২৫। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭৫
২৬। বিশ্বে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিক
এর নাম কী?
উত্তরঃ নায়েল বারগুতি
২৭। ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কী?
উত্তরঃ বিজয় দুর্গ
২৮। প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের
এর নাম কী?
উত্তরঃ রেইমেই (Reimei)
২৯। গোলান মরুভূমি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া
৩০। ফুটবল খেলার জন্ম কোথায়?
উত্তরঃ চীন
৩১। জীবন জালের এপার-ওপার বইটি কে লিখেছেন?
উত্তরঃ জোবেরা রহমান লিনু
৩২। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
বিজয়ী দেশ কোনটি?
উত্তরঃ ভারত
৩৩। ওপেকের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভা
৩৪। কোবট কী?
উত্তরঃ এক ধরণের রোবট
৩৫। তারামন বিবি কত নং সেক্টরে মুক্তিযুদ্ধে
অংশ গ্রহণ করেন?
উত্তরঃ ১১
৩৬। জুলাই বিপ্লবের প্রথম শহিদ কে?
উত্তরঃ আবু সাঈদ
৩৭। থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস
৩৮। Gen – Z এর জন্ম সময় কাল কত?
উত্তরঃ ১৯৯৭-১৯১২
৩৯। বর্তমানে বাংলাদেশে প্রথম নির্বাচন কমিশনার
কে?
উত্তরঃ এ এম এমন নাসির উদ্দীন
৪০। এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি কোন দেশের সাথে
সম্পর্কিত?
উত্তরঃ মিয়ানমার
৪১। বাংলা সনের প্রবর্তক কে?
উত্তরঃ সম্রাট আকবর
৪২। সম্প্রতি চীনে সন্ধান পাওয়া নতুন করোনা
ভাইরাসের নাম কী?
উত্তরঃ HKU5-COV-2
৪৩। পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রে নাম
কী?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ (কাশ্মীর)
৪৪। সাত বছর পর বাংলাদেশ ফিফার নিষেধাজ্ঞা
থেকে মুক্ত হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ ২০২৫
৪৫। বৈশ্বিক গনতান্ত্রিক সূচক ২০২৫ অনুযায়ী
শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ নরওয়ে
৪৬। বৈশ্বিক অস্ত্র আমদানি – রপ্তানি ২০২৫
অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানি কারক দেশ কোনটি?
উত্তরঃ ইউক্রেন
৪৭। জাতিসংঘ হাউজ ঢাকার কোথায় উদ্বোধন করা
হয়?
উত্তরঃ গুলশান
৪৮। মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার
করে নেওয়ার ঘোষনা দেয় কোন দেশ?
উত্তরঃ নিকারাগুয়া
৪৯। গোল্ড কার্ড নামে নাগরিকত্ব বিক্রির ঘোষনা
দেন কোন প্রেসিডেন্ট
উত্তরঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
৫০। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পারমাণবিক
শক্তি সংস্থা?
উত্তরঃ রাশিয়া
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি
করার ঘোষণা দেওয়া হয় কবে?
উত্তর : ১৮ আগস্ট ২০২৪।
প্রশ্ন: আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান
এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত?
উত্তর : বি প্লাস (B+)।
প্রশ্ন: ‘দ্য কনভেনশন অন এবোলিশিং দ্য রিকোয়ারমেন্ট
অব লিগালাইজেশন অব ফরেন পাবলিক ডকুমেন্ট’-এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে?
উত্তর : : ২৯ জুলাই ২০২৪ ।
প্রশ্ন: সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল
করা হয় কবে?
উত্তর : : ৩ আগস্ট ২০২৪।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি
বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কী?
উত্তর : বিইউ সয়াবিন-৫
প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের
নাম কী?
উত্তর: আহসান এইচ মনসুর ।
প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী
উপদেষ্টা রয়েছে?
উত্তর: ৪ জন।
প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
(Anti-discrimination Students Movement) গঠিত হয় কবে?
উত্তর : ১ জুলাই ২০২৪ ৷
প্রশ্ন : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক
((IGP) কে?
উত্তর: মো. ময়নুল ইসলাম ।
প্রশ্ন: বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল
কে?
উত্তর : মো. আসাদুজ্জামান ।
প্রশ্ন: ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর ওপর
অবস্থিত?
উত্তর : গোমতী ।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: ৮ আগস্ট ২০২৪ ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে
বৈধতা দেয় কোন দেশ?
উত্তর : রাশিয়া ।
প্রশ্ন: ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক
দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিংমেট নির্বাচিত হন কে? উত্তর: টিম ওয়ালেজ
।
প্রশ্ন : তুরস্ক-ইরাকের মধ্যে সমঝোতা স্মারক
সই হয় কবে?
উত্তর : ১৫ আগস্ট ২০২৪।
প্রশ্ন: চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন
দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে?
উত্তর: আরব আমিরাত ।
প্রশ্ন: আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে
সংযুক্ত আরব আমিরাতে (UAE) মনোনীত করা হয়?
উত্তর : মাওলানা বদরুদ্দিন হাক্কানি ।
প্রশ্ন: ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী
নুসানতারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে?
উত্তর : ১২ আগস্ট ২০২৪।
প্রশ্ন: ৬ আগস্ট ২০২৪ ইউক্রেনের সেনারা রাশিয়ার
কোন ভূখণ্ডে অভিযান শুরু করে?
উত্তর : কুরস্ক !
প্রশ্ন: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে
পালিত হয়?
উত্তর : ৩০ আগস্ট ।
প্রশ্ন: ১৯ আগস্ট ২০২৪ ‘ভয়েস অব দ্য গ্লোবাল
সাউথ’ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর : নয়াদিল্লি, ভারত ।
প্রশ্ন: ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত
হন কে?
উত্তর : আব্বাস আরাকচি ।
প্রশ্ন: ৬ আগস্ট ২০২৪ হামাসের নতুন প্রধান
হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ইয়াহিয়া সিনওয়ার।
প্রশ্ন: থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর
নাম কী?
উত্তর : পেতংতার্ন সিনাওয়াত্রা ।
প্রশ্ন: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান
পাওয়া যায় কোন দেশে?
উত্তর : আফ্রিকার বতসোয়ানায় ।
প্রশ্ন : দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড়
ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কী?
উত্তর : তান সু শান ।
প্রশ্ন: Decade of action for cryospheric
sciences-এর সময়কাল —
উত্তর : ২০২৫-২০৩৪ ।
প্রশ্ন : ICSID’র বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৬৬টি।
প্রশ্ন: ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID ত্যাগ
করে?
উত্তর : হন্ডুরাস ।
প্রশ্ন: বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন ।
প্রশ্ন : বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন: বাংলাদেশ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত
কতটি টেস্টে জয় লাভ করে?
উত্তর : ২০টি।
প্রশ্ন: ২৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ কোন দেশের
সাথে টেস্টে জয় লাভ করে?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে
মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২৭ সালের মার্চে।
প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর
১৭তম সভাপতি হন কে?
উত্তর : ফারুক আহমেদ।
প্রশ্ন: ২০২৪ সালের ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকে
সর্বাধিক পদক লাভ করে কোন দেশ?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: প্যারিস অলিম্পিক ২০২৪ এ স্বর্ণজয়ী
শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র (৪০টি)।
প্রশ্ন: প্যারিস অলিম্পিক ২০২৪ ম্যারাথনে
(পুরুষ) চ্যাম্পিয়ন হন কে?
উত্তর : তামিরাত তোলা (ইথিওপিয়া)।
লেখক ও সংকলক
মোঃ ইজাবুল আলম
সকল পর্ব একই সাথে দেখতে চাইলে BOU এর উপর ক্লিক করুন
PLEASE SHARE ON
No comments:
Post a Comment