Sunday, January 4, 2026

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (১১৩তম পর্ব)

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

(১১৩তম পর্ব)

বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান

(১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?

উত্তর : দক্ষিণ এশিয়া

(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-

উত্তর : ২৬ মার্চ

(৩) বিজয় দিবস পালিত হয়-

উত্তর : ১৬ ডিসেম্বর

( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে

উত্তর : এএনএ সাহা

(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?

উত্তর : নজরুল ইসলাম

(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?

উত্তর : নারিকেল জিনজিরা

(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উত্তর : সিয়েরা লিয়ন

(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

উত্তর : ৭টি

(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?

উত্তর : ৩৪ জন

(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

উত্তর : বেগম রাজিয়া বানু

(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তর : ড. কামাল হোসেন

(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২

(১৩) বাংলাদেশের সংবিধান কার্যকর হয়

উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২

(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ ?

উত্তর : ৪ নভেম্বর

(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?

উত্তর : UNESCO

(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?

উত্তর : পুণ্ড্র

(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

উত্তর : ভুটান

(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে

উত্তর : হামিদুর রহমান

(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

উত্তর : সৈয়দ মাইনুল হোসেন

(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক

(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর : ১৯৫৫ সালে

(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?

উত্তর : মহেশখালী

(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান

(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর

(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : সোনারগাঁওয়ে

(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি ?

উত্তর : সেন্টমার্টিন

(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

উত্তর : বেনাপোল

(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?

উত্তর : ৪ টি

(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে

উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১

(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

উত্তর : সংবাদ পত্র

(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : করতোয়া

(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?

উত্তর : ১০ : ৬

(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে ?

উত্তর : সম্রাট আকবর

(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

উত্তর : হুমায়ুন

(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?

উত্তর :  ২টি

(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি ?

উত্তর :  ৬ দফা

(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?

উত্তর :  ৪ মার্চ ১৯৭২

(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?

উত্তর :  চলন বিল

(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?

উত্তর :  সুন্দরবন

(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

উত্তর :  সুপ্রিম কোর্ট

(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর :  ইরাক

(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

উত্তর :  এক কক্ষ

(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?

উত্তর :  ১৬১০

(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উত্তর :  হরিপুর

(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?

উত্তর :  ৩৩ তম

(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?

উত্তর :  সম্মিলিত প্রয়াস

(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?

উত্তর :  বাংলা একাডেমিতে

(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর :  ১১টি

(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?

উত্তর :  ৭ টি

(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?

উত্তর :  ১৩৬ তম

(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে ?

উত্তর :  ১৯৭৪ সালে

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

(৫১) ঢাকা বিশ্ববিদ্যালয় কত  সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :  ১৯২১ সাল

(৫২) ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?

উত্তর :  পটুয়াখালী

(৫৩) বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে ?

উত্তর :   ১৮৬২ সালে

(৫৪) পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর :  রাঙ্গামাটি

(৫৫) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

উত্তর :  লাহোর

(৫৬) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর :  ঢাকা

(৫৭) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?

উত্তর :   তিতাস

(৫৮) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উত্তর :  পঞ্চগড়

(৫৯) পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা –

উত্তর :  মাকসুদুল আলম

(৬০) বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?

উত্তর :  সিলেট

(৬১) ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?

উত্তর :  ইসলাম খান

(৬২) কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?

উত্তর :  ১১ ডিসেম্বর, ১৯৯৭

(৬৩) কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?

উত্তর :  ১৯৭২ সালে

(৬৪) বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে

উত্তর :  জয়নুল আবেদিন

(৬৫) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

উত্তর :  বাঙালি জাতীয়তাবাদ

(৬৬) বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-

উত্তর :  ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি

(৬৭) ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

উত্তর :  শেখ মুজিবুর রহমান

(৬৮) e-TIN চালু করা হয় কত সালে ?

উত্তর :  ২০১৩

(৬৯) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর :  নরসিংদী

(৭০) কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?

উত্তর :  সুন্দরবনকে

(৭১) পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?

উত্তর :  মাকসুদুল আলম

(৭২) দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?

উত্তর :  লোহাগাড়া, চট্টগ্রাম

(৭৩) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :  বুড়িগঙ্গা

(৭৪) ভাটির দেশ নামে পরিচিত দেশ-

উত্তর :  বাংলাদেশ

(৭৫) বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?

উত্তর :  খাগড়াছড়ি

(৭৬) বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?

উত্তর :  ১২০ দিন

(৭৭) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর :  ১৯৭৪ সালে

(৭৮) কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

উত্তর :  ১৪ ডিসেম্বর

(৭৯) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?

উত্তর :  বেগম রাজিয়া বানু

(৮০) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর :  বাংলা একাডেমিতে

(৮১) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-

উত্তর :  ১৯ জানুয়ারি

(৮২) চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?

উত্তর :  মায়িশা রহমান

(৮৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?

উত্তর :  মন্ত্রিপরিষদ সচিব

(৮৪) বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?

উত্তর :   মারুফ হাসান

(৮৫) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম ?

উত্তর :   সপ্তম

(৮৬) বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?

উত্তর :  সারাহ ইসলাম

(৮৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উত্তর :  সংবিধান

(৮৮) বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর :  উত্তরাধিকার

(৮৯) তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?

উত্তর :  লালমনিরহাট

(৯০) বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?

উত্তর :  ১২ নটিক্যাল মাইল

(৯১) কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

উত্তর :  তুলা গাছ

(৯২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ?

উত্তর :  তিনটি

(৯৩) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

উত্তর :  চার্লস উইলকিন্স

(৯৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর :  কালুরঘাট

(৯৫) বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?

উত্তর :  ভোলা

(৯৬) ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ?

উত্তর :  ১১তম

(৯৭) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?

উত্তর :  এম আর আখতার মুকুল

(৯৮) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

উত্তর :  নিশাত মজুমদার

(৯৯) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?

উত্তর :  ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

(১০০) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর :  ১৯৭৪ সালে

বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

(১০১) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উত্তর :  বঙ্গোপসাগরে

(১০২) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর :  ১৯৮৩ সালে

(১০৩) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?

উত্তর :  মুসা ইব্রাহীম

(১০৪) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?

উত্তর :  ৪৫.৭২ মিটার

(১০৫) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?

উত্তর :  ৭টি

(১০৬) বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?

উত্তর :  জেমস রেনেল

(১০৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর :  লুই আই কান

(১০৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তর :  পি. জে. হার্টজ

(১০৯) জাতীয় সংসদের প্রতীক কি ?

উত্তর :  শাপলা

(১১০) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তর :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

(১১১) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?

উত্তর :  পিপীলিকা

(১১২) বিখ্যাত চিত্রকর্ম  তিন কন্যা এর চিত্রকর কে?

উত্তর :  কামরুল হাসান

(১১৩) বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?

উত্তর :  ১২ মার্চ ২০১৭

(১১৪) চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : কর্ণফুলী

(১১৫) বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?

উত্তর :  গাজীপুর

(১১৬) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির সুরকার কে?

উত্তর :  আলতাফ মাহমুদ

(১১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ?

উত্তর :  ড. সাদেকা হালিম

(১১৮) ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে ?

উত্তর :  ১ ডিসেম্বর ২০২৩

(১১৯) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত ?

উত্তর :  কক্সবাজার

(১২০) গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায় ?

উত্তর :  সীতাকুণ্ড

(১২১) বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?

উত্তর :  ৩০ জুন

(১২২) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

উত্তর :  ১২ নটিক্যাল মাইল

(১২৩) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তর :  ২০০ নটিক্যাল মাইল

(১২৪) বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?

উত্তর :  টারশিয়ারী যুগে

(১২৫) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি  রাজ্য?

উত্তর :  ৫টি

(১২৬) ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর :  ১৬ মে, ১৯৭৪

(১২৭) বাংলাদেশের বৃহত্তম উপজেলা –

উত্তর : শ্যামনগর

(১২৮)‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে ?

উত্তর :  নিতুন কুন্ডু

(১২৯) রাঙামাটির ছাদ বলা হয় –

উত্তর :  সাজেক ভ্যালি

(১৩০) পদ্মা নদীর উৎপত্তিস্থল

উত্তর :  গঙ্গোত্রী হিমবাহ

(১৩১) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস

উত্তর :  ২১ নভেম্বর

(১৩২) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –

উত্তর :  নারায়ণগঞ্জ

(১৩৩) বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়

উত্তর :  চট্টগ্রামকে

(১৩৪) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?

উত্তর :  ১১৭৬ সালে

(১৩৫) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –

উত্তর :  নারায়ণগঞ্জ

(১৩৬) বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি

উত্তর :  ৩৩১টি

(১৩৭) বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি

উত্তর :  ৪৯৫ টি

(১৩৮) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?

উত্তর :  ৪৫৭৮টি

(১৩৯) বাংলা সনের প্রবর্তক কে?

উত্তর :  সম্রাট আকবর

(১৪০) নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত

উত্তর :  ৬.১৫ কিমি

(১৪১) বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?

উত্তর :  আগারগাঁও

(১৪২) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত

উত্তর :  সোনারগাঁও

(১৪৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

উত্তর :  ২ টি

(১৪৪) বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?

উত্তর :  ৩টি

(১৪৫) বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে

উত্তর :  চিংড়ী

(১৪৬) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর :  ৮ম

(১৪৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর :  জেনারেল আতাউল গণি ওসমানি

(১৪৮) বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?

উত্তর :  ১৯৯১ সালে

(১৪৯) বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে?

উত্তর :  জনতা ব্যাংক

(১৫০) সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?

উত্তর :  ৬০ ভাগ

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯৩৯ সালে

৩। ATM-এর জনক কে?

উত্তর : জন শেফার্ড ব্যারন।

৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?

উত্তর : ১৯৮৮ সালে

৫। সুমাত্রা দ্বীপ কোথায়?

উত্তর : ভারত মহাসাগরে

৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—

উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?

উত্তর : এম আর আখতার মুকুল

৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

উত্তর : শিল্পী কামরুল হাসান।

৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?

উত্তর : ২০১১ সালে

১০। জাপানের বৃহত্তম দ্বীপ

উত্তর : হনসু

১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা  কে?

উত্তর : পল জুলিয়াস রয়টার

১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—

উত্তর : বন্দর সেরি বেগাওয়ান

১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর : ১৯৪৫ সালে

১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

১৫। নিশীথ সূর্যের দেশ হলো—

উত্তর : নরওয়ে

১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?

উত্তর : ১৯৪৮ সালে

১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—

উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

১৮। চির শান্তির শহর—

উত্তর : রোম

১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

উত্তর : ২০১৫ সালে

২০। হিসাববিজ্ঞানের জনক কে?

উত্তর :  লুকা প্যাসিওলি

২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?

উত্তর : ১১৭৬ সালে

২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?

উত্তর : সাজেক ভ্যালিকে।

২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—

উত্তর : ১৯৫৬ সালে

২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : ইতালির নাগরিক।

২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?

উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে

২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?

উত্তর : ১৯৪১ সালে

২৭। WWW মানে কী?

উত্তর : World Wide Web

২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?

উত্তর : খাগড়াছড়ি

২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?

উত্তর : ১৯৬৯ সালে

৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?

উত্তর : ধিবেহি

৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?

উত্তর : সাতটি

৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : অ্যালেন গিনসবার্গ

৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?

উত্তর : চট্টগ্রামে

৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?

উত্তর : রাঙামাটি জেলায়

৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—

উত্তর : ভেঙ্গি ভ্যালি

৩৬। জাফনা দ্বীপ কোথায়?

উত্তর : শ্রীলঙ্কা

৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—

উত্তর : জর্জ হ্যারিসন।

৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?

উত্তর : বান্দরবান

৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

উত্তর : উ থান্ট।

৪০।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার  প্রেসিডেন্ট ছিলেন—

উত্তর : রিচার্ড নিক্সন

৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—

উত্তর : সুন্দরবনকে

৪২।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়  ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর :  ইন্দিরা গান্ধী।

৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?

উত্তর :  ২১ নভেম্বর।

৪৪।  হোক্কাইডো দ্বীপটি কোথায়?

উত্তর : জাপানে

৪৫।  সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

উত্তর: প্রশান্ত মহাসাগরে।

৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?

উত্তর : পারস্য উপসাগরে

৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?

উত্তর : মাদাগাস্কার

৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—

উত্তর : জাপান

৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?

উত্তর : ১৯৮২ সালে

৫০। আগুনের দ্বীপ হলো—

উত্তর : আইসল্যান্ড

৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?

উত্তর : কানাডা

৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?

উত্তর : রোম

৫৩। পৃথিবীর ছাদ হলো—

উত্তর : পামির মালভূমি

৫৪। শিকাগো শহরকে বলা হয়—

উত্তর : বাতাসের শহর

৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?

উত্তর : সিডনি

৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—

উত্তর : নিশাত মজুমদার

৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো

উত্তর : গঙ্গোত্রী হিমবাহ

৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে

উত্তর : ১৯২১ সালে

৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—

উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা

৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?

উত্তর : ২০১৬ সালে

৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর : পাপুয়া নিউগিনি

৬২।  ভাটির দেশ নামে পরিচিত

উত্তর : বাংলাদেশ

৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?

উত্তর : স্ট্রম্বোলি

৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—

উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?

উত্তর : ২০০৪ সালে

৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—

উত্তর : ২০০৬ সালে

৬৭। মার্কেটিংয়ের জনক কে?

উত্তর : ফিলিপ কটলার

৬৮। এনাটমির জনক—

উত্তর : আঁদ্রে ভেসালিয়াস

৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর : যুক্তরাজ্য

৭০। আধুনিক শিক্ষার জনক—

উত্তর : সক্রেটিস

৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তর : বাল মেগারিজ।

৭২। নিষিদ্ধ শহর বলা হয়—

উত্তর : তিব্বতকে

৭৩। মুক্তার দেশ—

উত্তর :  কিউবা

৭৪। ইন্টারনেটের জনক কে?

উত্তর : ভিনটন জি কার্ফ।

৭৫। WWW-এর জনক কে?

উত্তর : টিম বার্নাস লি ।

৭৬। ই-মেইলের জনক কে?

উত্তর : রে টমলিনসন।

৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার জেলায়

৭৮।  হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি।

৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?

উত্তর : মালভূমি

৮১। হিমালয়ের  কন্যা বলা হয় কোন জেলাকে ?

উত্তর : পঞ্চগড়কে

৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?

উত্তর : ড. ইউগেন ফামা।

৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—

উত্তর : সিলেটের রাতারগুল বনকে

৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

উত্তর : তুলা গাছকে

৮৫।  সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?

উত্তর : রাঙামাটিকে

৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?

উত্তর : নারায়ণগঞ্জ

৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—

উত্তর : চট্টগ্রামকে

৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?

উত্তর : সিলেট

৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?

উত্তর : চট্টগ্রাম

৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?

উত্তর : অ্যালান এমটাজ।

৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?

উত্তর : ডট কম।

৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?

উত্তর : কক্সবাজার

৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?

উত্তর : সীতাকুণ্ড

৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?

উত্তর : বরিশাল

৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—

উত্তর : ভোলা জেলাকে

৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?

উত্তর : সংবিধান

৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?

উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।

৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?

উত্তর : ১১টি।

৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি  অনুচ্ছেদ আছে?

উত্তর : ১৫৩টি।

১০০। প্রকৃতির কন্যা বলা হয়—

উত্তর : সিলেটের জাফলংকে

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

• ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে : আবুল বরকত

• জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কোন দিনটিকে  : ২৫ ফেব্রুয়ারি

• বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি :  ৬টি

• মাইজভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান : চট্রগ্রাম

• ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন : ৬ ডিসেম্বর ১৯৯৭

• বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি :  সিলেট

• বিশ্বের প্রথম AI শিশুর নাম কী : Tong Tong

• বাংলাদেশ কয়টি স্টক এক্সচেঞ্জ আছে : ২ টি

• জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম

• ২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে : ২০২৬ সালে

• বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে : বরিশাল

• বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে :  ২ আগস্ট ১৯৯০ সালে

• আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি : রুম নাম্বার ২০১১

• বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে  : ১৮৬২ সালে

• দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় : জাপান

• মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় : ১৯৮৯ সালের ১ জানুয়ারি

• ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কী : বুকার পুরস্কার

• দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম : অপরাজিতা

• ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে : বেগম খালেদা জিয়া

• ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে : বেনিতো মুসোলিনি

• বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় : ১৪ মার্চ ২০১২ সালে

• বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় : ২০০৮ সালে

• কত সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন : ২১শে ১৯৭৭ সালে

• ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় : ১৯২১ সালের ১ জুলাই

• গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায় : রাজশাহী

• পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় : ১৯৯৫ সালে

• বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় : ৭ই মার্চ ১৯৭৩ সালে

• বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি : সিটি সেন্টার

• জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয় : ১৯৯২ সালে

• বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে : ১৯৯০ সালের ২ আগষ্ট

• বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ  : চীন

• জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত : গাজীপুরে

• কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় : প্রথম ৪টি

• বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত : সেন্ট মার্টিন

• বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন : পাহাড়ি ভূমি

• বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড় আছে : মহেশখালী

• ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে : ১১৭৬ বঙ্গাব্দে

• বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত : ময়মনসিংহ

• বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে : বাবর আলী

• সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ  হয় :   ১ অক্টোবর ২০২৪

• বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত : ঢাকা

• বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : ঈশ্বরদী

• লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : খুলনা

• ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত : চাঁদপুর

• বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল : ২০০ নটিক্যাল মাইল

• বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত : ১২ নটিক্যাল মাইল

• বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে  : ১৯৭৪ সালে

• বাংলাদেশের নবীনতম নদী কোনটি : যমুনা

• জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম

• বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় : হরিপুর

• দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো : গ্রিন ইউনিভার্সিটি

• ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন : ১৯৭৪ সালে

• বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : বগুড়া

• বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় : ৩০ নভেম্বর

• সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে : করতোয়া

• বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি : তাজিংডং (বিজয়)

• কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত : রাঙ্গামাটি

• বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম : মহানন্দা

• বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি : পুণ্ড্রবর্ধন

(সমাপ্ত)

লেখক ও সংকলক

মোঃ ইজাবুল আলম

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক, সংকলক, রাজনৈতিক বিশ্লেষক, ব্লগার ও ক্রাইম রিপোর্টার (BDC CRIME NEWS24)।

অন্যান্য সব পর্ব একসাথে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

BOU

No comments:

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (১১৩তম পর্ব)

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর (১১৩তম পর্ব) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান (১) বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে ...

BOU