Sunday, June 2, 2019

BOU ব্লগ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৯৫% প্রশ্ন কমন -(৭৬তম পর্ব)


BOU ব্লগ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৯৫% প্রশ্ন কমন

প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা আপনারা জেনে খুশী হবেন যে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় BOU ব্লগ থেকেই ১ম ধাপে ৬৯ টি প্রশ্ন এবং ২য় ধাপে ৭৩ টি প্রশ্ন কমন এসেছে। আশা করি পরবর্তী আরো দুই ধাপের পরীক্ষায় এরকমই প্রশ্ন কমন পাওয়া যাবে ইনশা আল্লহ। তাই এই ব্লগের ১ম থেকে শেষ পর্যন্ত সব পর্বগুলো শুধু রিডিং পড়ে যান।
 (৭৬তম পর্ব)

১। চারটি English Eassy শিখে ৮৫টি English Eassy লেখার কৌশল শিখতে এখানে ক্লিক করুন



২। ১২টি Paragraph শিখে ৪০০টি Paragraph লেখার কৌশল শিখতে এখানে ক্লিককরুন



(১)
১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?-- ১ জানুয়ারি, ১৯৯২
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?-- ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?-- ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?-- কুদরাত- এ - খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা---- ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?-- ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?-- মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয়.?-- ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?-- ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?-- ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।
১১। প্রাথমিক স্থরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে.?-- ৩য় শ্রেণী থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্টিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কোনটি...?-- ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে থেকে.?- ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?-- ২০০১ সালে।
১৫। বাংলাদেশ 'কারিগরি শিক্ষা বোর্ড' চালু হয় কবে.?-- ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় কবে.?-- ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?-- ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি.?-- NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?-- গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট কয়টি.?-- মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি বেসরকারি।
(২)
১) সংবিধানের সপ্তদশ সংশোধনী পাস হয় – ৮ জুলাই ২০১৮
২) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে – আরো ২৫ বছর
৩) সপ্তদশ সংশোধনীতে সংবিধানের যে ধারা সংশোধন করা হয়েছে – ৬৫(৩)
৪) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন – ৫০ টি
৫) সপ্তদশ সংশোধনীতে বিল পাসের পক্ষে ভোট পরে – ২৯৮ টি
৬) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ টি করা হয় – ২০০৪ সালে, অষ্টম জাতীয় সংসদে
৭) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের আগের মেয়াদ ছিল – ১০ বছর, যা ২০১৯ সালের ২৪ জানুয়ারিতে শেষ হবে
৮) সংরক্ষিত নারী আসন ৫০ টি করা হয় – ২০১১ সালে, ১৫’শ সংশোধনীর মাধ্যমে
৯) কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন – স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ সালে
১০) পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – ১৯৫২ সালে
১১) স্বাধীনতার পর এর নামকরন করা হয় – বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
১২) বাংলা পিডিয়া প্রকাশ করে – বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৩ সালে
১৩) বাংলা পিডিয়া সম্পাদনা করেন – সিরাজুল ইসলাম
১৪) বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – চাঁদপুর
১৫) বৃষ্টিপাতের অভাবে যে দুর্যোগ হয় – খরা
১৬) বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয় – গ্রীষ্মের শুরুতে
১৭) বাংলাদেশের যে অঞ্চলে খরা দেখা দেয় – উত্তরাঞ্চলে
১৮) বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মানের ফলে যে দুর্যোগ হয় – খরা
১৯) শৈত্যপ্রবাহের প্রবণতা বেশি – উত্তরাঞ্চলে
২০) স্থলভাগে নিম্নচাপের ফলে উৎপত্তি হয় – টর্নেডো
২১) যে দুর্যোগ। আগাম সংকেত দেয়া যায় না – টর্নেডো, ভূমিকম্প
২২) বাংলাদেশে টর্নেডো হয়ে থাকে – ফাল্গুনের শেষে জ্যৈষ্ঠের মাঝামাঝি
২৩) কালবৈশাখী হয় – বৈশাখ মাসে
২৪) কালবৈশাখী যে দিক থেকে আসে – উত্তর পশ্চিম
২৫) জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে – ৩ দিক থেকে
আন্তর্জাতিক
২৬) সবুজ বিপ্লব শুরু হয় – বিংশ শতাব্দীর চল্লিশের দশকে
২৭) সবুজ বিপ্লবের জনক বলা হয় – নরম্যান বোরলাউগকে
২৮) কৌনাস শহরটি – লিথুনিয়ায়
২৯) লিথুনিয়া হলো – বাল্টিক রাষ্ট্র
৩০) লিথুনিয়া যে দেশের অধীন ছিল – রাশিয়া
৩১) লিথুনিয়া স্বাধীনতা ঘোষণা করে – ১৯১৮ সালের ১৬ ফেব্রুয়ারি
৩২) প্রথম সফর হিসেবে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন – ট্রাম্প, ৪ দিনের সফর,
৩৩) ট্রাফালগার স্কয়ার অবস্থিত – লন্ডনে
৩৪) উ। কোরীয় সরকারি বার্তা সংস্থা – কেসিএন
সম্পাদকীয়
৩৫) যে সমুদ্র সৈকত থেকে সূযোদয় ও সূর্যাস্ত দেখা যায় – কুয়াকাটা, পটুয়াখালি
৩৬) দেশের ২য় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে – বরিশালের হিজলায়, ২ হাজার একর জমিতে
৩৭) বরিশালের ব্র্যান্ডিং – ইলিশ, আমড়া, দই, পান সুপারি
বাণিজ্য
৩৮) ২০১৭-১৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে – ১৯৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার
৩৯) বাংলাদেশে সব চেয়ে বেশি প্রবাসী আয় আসে – সৌদি আরব থেকে, ২য় সংযুক্ত আরব আমিরাত, ৩য় যুক্তরাষ্ট্র, ৪র্থ মালয়েশিয়া, ৫ম কুয়েত
৪০) ২০১৭-১৮ অর্থবছরে মোট প্রবাসী আয় আসে – ১ হাজার ৪৯৮ কোটি ডলার
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?উঃ বগুড়া।
প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: বৈরাগীর চালা কোথায় অবস্থিত?উঃ গাজীপুর।
প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?উঃ কুমিল্লার ময়নামতিতে।
প্রশ্ন: রামুমন্দির কোথায় অবস্থিত?উঃ কক্সবাজারের রামু থানায়।
প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়?উঃ নাটোর।
প্রশ্ন: কান্তজির মন্দির কোথায় অবস্থিত?উঃ দিনাজপুর।
প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?উঃ রাজশাহী।
প্রশ্ন: পানাম নগর কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁয়ে।
প্রশ্ন: আফগান দুর্গ কোথায় অবস্থিত?উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
প্রশ্ন: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?উঃ নবাব আব্দুল গনি।
প্রশ্ন: মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?উঃ মৌর্য যুগের।
প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
প্রশ্ন: পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?উঃ সোমপুর বিহার।
প্রশ্ন: সোমপুর বিহার কে তৈরী করেন?উঃ শ্রী ধর্মপাল দেব।
প্রশ্ন: সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।
প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত?উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।
প্রশ্ন: শালবন বিহার কে তৈরী করেন?উঃ রাজাধিরাজ ভবদেব।
প্রশ্ন: আনন্দ বিহার কোথায় অবস্থিত?উঃ কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
প্রশ্ন: আনন্দ বিহার কে তৈরী করেন?উঃ রাজা আনন্দ দেব।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?উঃ সীতাকোট বিহার।
প্রশ্ন: সীতাকোট বিহার কোথায় অবস্থিত?উঃ দিনাজপুর।
প্রশ্ন: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?উঃ মূঘল আমলে।
প্রশ্ন: বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?উঃ ঈশা খাঁ।
প্রশ্ন: সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?উঃ ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
প্রশ্ন: সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁতে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?উঃ সোনারগাঁতে।
প্রশ্ন: সোনারগাঁয়ের পূর্ব নাম কি?উঃ সুবর্ণ গ্রাম।
প্রশ্ন: ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?উঃ ১৬১০ সালে।
প্রশ্ন: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?উঃ সুবেদার ইসলাম খান।
প্রশ্ন: তাঁরা মসজিদ কোথায় অবস্থিত?উঃ পুরানো ঢাকায়।
প্রশ্ন: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
প্রশ্ন: মুজিব নগর কোথায় অবস্থিত?উঃ মেহেরপুর।
প্রশ্ন: মহামুনি বিহার কোথায় অবস্থিত?উঃ চট্টগ্রামের রাউজানে।
প্রশ্ন: ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?উঃ বাগেরহাট।
প্রশ্ন: ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন?উঃ খান জাহান আলী।
প্রশ্ন: লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?উঃ যুবরাজ মোহাম্মদ আযম।
প্রশ্ন: লালবাগ কেল্লা কে নির্মাণ শেষ করেন?উঃ শায়েস্তা খান।
(৩)
বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
ইংরেজি সাহিত্য
ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
বিশ্ব সাহিত্য সংস্কৃত
সনেট – পেত্রাক
সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
আধুনিক নৃত্য – ইসাডেরা
পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
গণিত
সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
গণনা – চার্লস ব্যাবেজ
জ্যামিতি – ইউক্লিড
বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
ক্যালকুলাস – ভাসকরা
ত্রিকোণমিতি – হিপ্পার চাস
স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
গতিবিদ্যা – গ্যালিলিও
পদার্থ বিদ্যা
পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনিস্টাইন
পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
রেডিও – লি ডি ফরেস্ট
আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
সেমি কন্ডাক্টর – জ্যাক কিলবি
আধুনিক যোগাযোগ প্রযুক্তি – সাইরাস ফিল্ড
কম্পিউটার বিজ্ঞান
কম্পিউটার – চার্লস ব্যাবেজ
আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন ডুরিং
পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
WWW (World Web Wide) – টিম বারনাস লি
ই–মেইল – রে টমলিনসন
ইন্টারনেট – ভিন্টন জি কারফ
ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
ভিডিও গেমস – নোলেন বুশনেল
অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
ভিজুয়েল বেসিক – এলান কুপার
জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
উইকিপিডিয়া – জিমি ওয়েলস
রসায়ন বিদ্যা
রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট ল্যাভসেসিয়ে
জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
পরমাণুবাদ – ডেমোক্রিটাস
পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ
জীব বিজ্ঞান
জীববিদ্যা ও প্রাণীবিদ্যা – এরিস্টটল
উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
বাস্তু সংস্থান – উইজেন উডাম
প্রাণ শক্তি – জে জে বার্জেলিয়াম
চিকিৎসা বিজ্ঞান
চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
আধুনিক ওষুদ – ইবনে সিনা
অ্যানাটমি – হেরোফিলাস
আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
প্লাস্টিক সার্জারি – সাসরুটা
অস্থি সার্জারি – লরেন্স বলভেন
হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন
ভূগোল ও ইতিহাস
ভূগোল – ইরাটস স্থনিস
খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি
ইতিহাস – হেরোডেটাস
আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
ইসলামের ইতিহাস – আল–মাসুদি
অর্থনীতি ও ব্যবস্থাপনা
অর্থনীতি – এডাম স্মিথ
আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
ব্যবস্থাপনা – পিটার ড্রকার
আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ
রাষ্ট্রবিজ্ঞান
রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো ম্যাকেয়াভেলি
গণতন্ত্র – এরিস্টটল
আধুনিক গণতন্ত্র – জন লক
আমলাতন্ত্র – মাক্স বেবার
আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল
ধর্ম ও তত্ত্ব
মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
ইহুদি ধর্ম – মর্স
ফ্যাসিজম – মুসলিনি
কম্যুনিজম – কার্ল মার্ক্স
অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ
জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা
ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
ফুটবল – এবনেজার মরলে
বিজ্ঞান – থ্যালিস
আধুনিক বিজ্ঞান – রজারবেকন
মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
সমাজ কর্ম – জন এডামস
(৪)
১। উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে রচিত গ্রন্থ কোনটি?
ক) সৌমিত্রা
খ) ছাতা
গ) কর্ণফুলী

ঘ) বিলাসী
২। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক) আলাওল
খ) ফকির গরীবুল্লাহ

গ) শ্রীরাম বসু
ঘ) আর্যদেব সাহা
৩। বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন?
ক) ১৭৬০

খ) ১৭৫৭
গ) ১৮০১
ঘ) ১৭৮০
৪। বাংলা সাহিত্যে “অবক্ষয়ের যুগ” কোনটি?
ক) অন্ধকার যুগ
খ) বিহারী যুগ
গ) প্রাক চৈতন্য যুগ
ঘ) ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ
৫। কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক) হরি
খ) বিষ্ণু

গ) অবতার
ঘ) রামচন্দ্র
৬। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকার্ত নজরুল কোন কবিতাটি লিখেছিলেন?
ক) বিদায় বেলা
খ) রবি হারা

গ) পাতা ঝরা
ঘ) স্মৃতি মর্ম
৭) সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
ক) ঈশ্বর চন্দ্র গুপ্ত
খ) প্রমথ চৌধুরী
গ) হুমায়ুন আজাদ
ঘ) সিকান্দার আবু জাফর
৮। হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি?
ক) বৃত্রসংহার

খ) মহাশ্মশান
গ) বৈকুণ্ঠ
ঘ) অনীশ কাব্য
৯। মৌমাছি কোন সাহিত্যিকের শ্রদ্ধ নাম?
ক) প্রমথ চৌধুরী
খ) সমরেশ মজুমদার
গ) বিমল ঘোষ

ঘ) সমরেশ বসু
১০। বায়স শব্দের অর্থ কি?
ক) ফিঙে
খ) কোকিল
গ) কাক

ঘ) ময়ূর
১১। সনেটের এর রচিয়তা কে?
ক) পেত্রাক

খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র
১২। জোঁক গল্পটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
ক) মহাপতঙ্গ

খ) হারেম
গ) শীত লতা
ঘ) কুমারী
১৩। বিভাবরী শব্দের অর্থ কি?
ক) আঁধার
খ) বিভেক
গ) রাত

ঘ) সম্ভাষণ
১৪। পূর্বাশার আলো কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) সারা দুপুর

খ) দেনাপাওনা
গ) আশায় আলো
ঘ) গৃহদাহ
১৫। নিচের কোনটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ?
ক) কাজল কালো
খ) রক্তক্ষয়ী
গ) উপঢৌকন
ঘ) মাটির কান্না
১৬। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম —-
ক) বেঙ্গল গেজেট
খ) উত্তরাধিকার

গ) দর্পণ
ঘ) সংবাদ
১৭। সম্বাদ কৌমুদী পত্রিকাটি—–
ক) মাসিক
খ) সাপ্তাহিক

গ) পাক্ষিক
ঘ) ত্রৈমাসিক
১৮। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত —- এই উক্তিটি কার?
ক) মোহাম্মদ আবদুল হাই
খ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
গ) প্রমথ চৌধুরী

ঘ) গোলাম মোস্তফা
১৯। খুকী চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের?
ক) কাবুলীওয়ালা

খ) ছুটি
গ) কঙ্কাল
ঘ) গুপ্তধন
২০। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?
ক) ডাকঘর

খ) কৃষ্ণকুমারী
গ) শকুন্তলা
ঘ) চোখের বালি
২১। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে?
ক) লুই পা
খ) কাহ্ন পা

গ) সরহ পা
ঘ) কুক্কুরি পা
২২। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?
ক) সংস্কৃত
খ) পালি
গ) বাংলা
ঘ) মৈথিলী
২৩। চন্ডীচরণ মুনশীর “তোতা ইতিহাস” (১৮০৫) কোন ভাষা থেকে অনুদিত?
ক) ফারসি

খ) পৌরাণিন
গ) আর্য
ঘ) ব্রজবুলি
২৪। দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
কা) মিথিলায়
খ) কলকাতায়
গ) ময়মনসিংহে

ঘ) বিহারে
২৫। মনসামঙ্গলের আদি কবি কে?
ক) কানাহরি দত্ত

খ) হেমান্ত শর্মা
গ) আদিরাম বসু
ঘ) বিজয় গুপ্ত
২৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়-
ক) সংস্কৃত কলেজ

খ) হিন্দু কলেজ
গ) ইংরেজি কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ
২৭। কেরি সাহেবের মুনশী বলা হয় কাকে?
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
খ) রাম রাম বসুকে

গ) চণ্ডীচরণ মুনশীকে
ঘ) গোলকনাথ শর্মাকে
২৮। কোনটি স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক) বিধাতা
খ) সপত্নীক
গ) সতীন

ঘ) বিপত্তি
২৯। কোনটি শুদ্ধ বানান?
ক) আকাংখা
খ) আকাঙ্খা
গ) আকাংক্ষা
ঘ) আকাঙক্ষা
৩০। ‘Attested’- এর পারিভাষিক শব্দ-
ক) প্রত্যায়িত

খ) সংযুক্ত
গ) স্বাক্ষরযুক্ত
ঘ) পরিচিত
৩১। ‘কপোল’ শব্দের অর্থ কী?
ক) কপাল
খ) গাল

গ) গণ্ডদেশ
ঘ) চিবুক
৩২। যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক) দিন
খ) মাত্রা
গ) খাই

ঘ) দিবস
৩৩। ভাষার মূল উপকরণ কী?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) বাক্য
৩৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) কাব্য

খ) প্রহসন
গ) ছোটগল্প
ঘ) ছন্দ
৩৫। চর্যাপদের ভাষায় কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়?
ক) ৪ টি
খ) ৫ টি

গ) ৬ টি
ঘ) ৭ টি
৩৬। বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হোসেন শাহের আমলে কোন গ্রন্থ রচনা করে খ্যতি লাভ করেন?
ক) জঙ্গনামা
খ) বিদ্যাসুন্দর
গ) পদ্মপুরাণ

ঘ) শ্রীরামপাঞ্চালী
৩৭। ‘দৃষ্টিহীন’ কার ছদ্ম নাম?
ক) প্যারিচাঁদ মিত্র
খ) মধুসূদন দত্ত
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) মধুসূদন মজুমদার
৩৮। নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক) গিন্নী

খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি
৩৯। ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
৪০। ‘নীল যে অম্বর=নীলাম্বর’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়

ঘ) দ্বিগু
৪১। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
ক) ভিটামিন বি-২
খ) ভিটামিন ডি
গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ই
৪২। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কী নেয়া উচিত?
ক) লবণ পানি দেয়া
খ) ডিম ভেঙে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া

গ) বরফ বা পরিষ্কার পানি দেয়া
ঘ) নারিকেল তেল দেয়া
৪৩। নিচের কোনটি যকৃতের রোগ?
ক) টাইফয়েড
খ) কলেরা
গ) জন্ডিস

ঘ) আমাশয়
৪৪। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক) ভিটামিন বি
খ) ভিটামিন সি
গ) ভিটামিন ডি
ঘ) ভিটামিন কে
৪৫। একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায়-
ক) ১.৫ লিটার
খ) ২.৫ লিটার
গ) ৫ লিটার

ঘ) ৪ লিটার
৪৬। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
ক) ২৩ সেপ্টেম্বর
খ) ২১ জুন

গ) ১ জানুয়ারি
ঘ) ২১ ডিসেম্বর
৪৭। বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
ক) বিষুব রেখা
খ) দ্রাঘিমা রেখা
গ) কর্কট রেখা

ঘ) মকর রেখা
৪৮। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
ক) শায়েস্তা খাঁন
খ) সুবেদার ইসলাম খাঁন

গ) ইব্রাহিম খাঁন
ঘ) মীর জুমলা
৪৯। কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
ক) বাবর
খ) হুমায়ুন

গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
৫০। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল-
ক) ইংরেজরা
খ) পর্তুগিজরা

গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা
৫১। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক) ২৩ অক্টোবর, ১৯৭২

খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ২৬ মার্চ, ১৯৭৩
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
৫২। ইরাক কুয়েত দখল করে নেয় কত সালে?
ক) ১৯৮৯
খ) ১৯৯০

গ) ১৯১৯
ঘ) ১৯৯২
৫৩। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
ক) লন্ডন
খ) কোপেনহেগেন
গ) ব্রাসেল্স

ঘ) রোম
৫৪। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
ক) ১৭৭৪
খ) ১৭৭৫
গ) ১৭৭৬

ঘ) ১৭৭৭
৫৫। নিচের কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?
ক) ফ্রান্স
খ) যুক্তরাজ্য
গ) রাশিয়া
ঘ) নেদারল্যান্ডস
৫৬। গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
ক) উত্তর আফ্রিকা
খ) এশিয়া

গ) চীন
ঘ) দক্ষিণ আফ্রিকা
৫৭। জাপান পার্ল হারবার আক্রমণ করে কখন?
ক) ৭ অক্টোবর, ১৯৪০
খ) ৭ ডিসেম্বর, ১৯৪১

গ) ৭ ডিসেম্বর, ১৯৪২
ঘ) ৭ ডিসেম্বর, ১৯৪৩
৫৮। নিচের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি?
ক) কেনিয়া
খ) নাইজেরিয়া

গ) ভারত
ঘ) থাইল্যান্ড
Raisul Islam Hridoy
৫৯। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?
ক) চিলি
খ) প্যারাগুয়ে
গ) আলবেনিয়া

ঘ) সুরিনাম
৬০। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত-
ক) ভারতে
খ) নেপালে
গ) পাকিস্তানে

ঘ) চীনে
৬১। স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কিমি পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কিমি হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
ক) ৪ কিমি
খ) ৩ কিমি
গ) ২ কিমি

ঘ) ১ কিমি
৬২। .3x.03x.004 .4x. 05x .006 এর মান কত?
ক) ৩ ১০

খ) ১১ ২০
গ) ১৭ ৩০
ঘ) ৭ ১০
৬৩। সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মুলধন কত?
ক) ৭০০ টাকা

খ) ৮০০ টাকা
গ) ৯০০ টাকা
ঘ) ১০০০ টাকা
৬৪। ১১টি সংখ্যার গড় ৩০; প্রথম ৫টি সংখ্যার গড় ২৫ ও শেষের ৫টি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
ক) ৫৫
খ) ৫৮
গ) ৬৫

ঘ) ৬৭
৬৫। a+1 a=4 =৩ হলে , a3+ 1 a3 = কত?
ক) ৪৭
খ) ৫২

গ) ৭০
ঘ) ৭৬
৬৬। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
ক) ১৮০০
খ) ২৭০০
গ) ৩৬০০

ঘ) ৫৪০০
৬৭। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?
ক) ৬ সেমি
খ) ৫ সেমি

গ) ৮ সেমি
ঘ) ৭ সেমি
৬৮। x-1 x =২ হলে, + x4 = কত?
ক) ৩০
খ) ৩১
গ) ৩২
ঘ) ৩৪
৬৯। দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি ?
ক) ৭ ও ১১
খ) ১২ ও ১৮
গ) ১০ ও ১৬

ঘ) ১০ ও ২৪
৭০। ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে-
ক) ২৪ দিনে

খ) ২৮ দিনে
গ) ৩২ দিনে
ঘ) ৪০ দিনে
৭১। নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
ক) ৩ ৫
খ) ৭ ১০
গ) ৭ ১২
ঘ) ৮ ১৫
৭২। শতকরা বার্ষিক হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক) ২%
খ) ৩%

গ) ৫%
ঘ) ৭%
৭৩। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫০ হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
ক) 5
খ) 6

গ) 8
ঘ) 9
৭৪। (3x+2)(2x-6)=(4-3x)(1-2x)-10 হলে a- এর মান হবে-
ক) 4
খ) -2

গ) 5
ঘ) -3
৭৫। ৭ জন লোকের গড় ওজন ৩ পাউন্ড কমে যায় যখন ১০ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে। নতুন লোকটির ওজন কত?
ক) ৭ স্টোন
খ) ৮ স্টোন
গ) ৮ স্টোন

ঘ) ৯ স্টোন
৭৬। ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে-
ক) ৮ দিনে
খ) ১০ দিনে
গ) ১২ দিনে

ঘ) ১৪ দিনে
৭৭। (০.০১)২ এর মান কোন ভগ্নাংশটির
সমান?
ক) ১ ১০
খ) ১ ১০০
গ) ১ ১০০০
ঘ) ১ ১০০০০
৭৮। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে যে কোন আসল তার দ্বিগুণ হবে?
ক) ১৫ বছর
খ) ১৬ বছর
গ) ১৮ বছর
ঘ) ২০ বছর
৭৯। কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুকে ছেদ করে, তাকে বলে-
ক) ভরকেন্দ্র
খ) পরিকেন্দ্র
গ) অন্তকেন্দ্র

ঘ) লম্বকেন্দ্র
৮০। ১ মণ সমান কত কেজি?
ক) ৩৭.৩২ কেজি

খ) ৪০ কেজি
গ) ৩৫.৭৮ কেজি
ঘ) ৪১.৬৭ কেজি
81. “Familiarity breeds contempt” বাক্যটির সঠিক বাংলা অনুবাদঃ
a. বেশি কথা বলা অপমানকর
b. পরিচয়ে শত্রুতা বাড়ে

c. অতি মাখামাখি করলে মান থাকে না
d. মানীকে গম্ভীর হতে হয়
82. What is the antonym of ‘Pessimism’ ?
a. Positivism
b. Optimism

c. Primitivism
d. Aestheticism
83. ‘Achilles heel’ means –
a. A heel of Achilles
b. The fault of Achiest
c. Minor fault
d. The fault which is small but can cause a person’s fall

84. Meaning of ‘Conjecture’ is related to –
a. Continuity
b. Conjunction
c. Guidance
d. Guess

85. Select the word/words that express the opposite meaning to the underlined word/words. The claim was found to be fraudulen.
a. circumstantial
b. ceremonial
c. supportive
d. genuine

86. Choose the correct synoynm for ‘Menacing’ –
a. Encouraging
b. Alarming

c. Promising
d. Auspicious
87. ‘Fictitious’ means-
a. Full of facts
b. Factual
c. Artificial

d. True
88. ‘Brief’ শব্দটির synonym হচ্ছে —-
a. Mental
b. Momentary

c. Endless
d. Lasting
89. What is the antonym of “Expel” ?
a. Banish
b. Dismiss
c. Eject
d. Admit

90. The word ‘Plurality’ means —?
a. The letter ‘S’
b. Men and women
c. Chaos and confusion
d. The holding of more than one office at a time

91. Select the word closest in meaning to the word- রহস্যময়
a. Efficient (Raisul Islam Hridoy)
b. Mysterious

c. Tiring
d. Magical
92. Which sentence is correct ?
a. A new cabinet has been sworn thin Dhaka

b. A new cabinet has been sworn in Dhaka
c. A new cabinet has been sworn by in Dhaka
d. A new cabinet has sworn in Dhaka
93. The word ‘Lunar’ is related to –
a. Sun
b. Light
c. Moon

d. Earth
94. Choose the correct antonym of the word ‘Sung’?
a. Tight
b. New
c. Loose
d. Asleep

95. A “congenial” work environment enables a worker to perform better (find out synonym).
a. Meticulous
b. Friendly

c. Solitary
d. Easy
96. Choose the correct preposition. He didn’t ask me —– ; he kept me standing at the door.
a. for
b. out
c. after
d. in

97. Which of the following four alternatives is not a tree ?
a. Pagoda

b. Cedar
c. Banyan
d. Birch
98. I am convinced — the necessity of prudence. বাক্যের শূণ্যস্থানের সঠিক শব্দ বসবে —
a. with
b. on
c. in
d. of

999. These days everybody complains — pollution.
a. for
b. against
c. about

d. of
100. I have been suffering — fever for the last two days.
a. with
b. from

c. in
d. of
(৫)
১.যতকাল রবে পদ্মা, যমুনা মেঘনা,গৌরি বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’’ পঙক্তিটির কার ?
– অন্নদাশ শংকর রায়
৯ অক্টোবর ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিমূর্তি স্থাপন করা হয় কোথায়
– কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়ামে ‘
যুক্তফন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন ?
– কৃষি ও সমবায়
আগর তলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী কে ছিলেন ?
-টমাস উইলিয়াম এমপি (যুক্তরাজ্য বাঙালি প্রবাসী কর্তৃক প্রেরিত) তবেেএই মামলায় ডিফেন্স টিমের নেতৃত্বদেন আইনজীবী আবদুস সালাম ।
মুক্তিযুদ্ধ কোষ গ্রন্থটি কে সম্পাদনা করেন?
– ড. মুনতাসির মামুন ।
স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে কবে সংযোজন করা হয় ?
– পঞ্চদশ সংশোধনীতে, গেজেট ৩জুলাই ২০১১)
.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান
● চরমপত্র – (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) – কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার – জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা – কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) – কথক= আবু তোয়াব খান
● দর্পণ – ( কথিকা) – কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) – কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী – ( কথিকা) – কথক= মুস্তাফিজুর রহমান
. ঊনসত্তরের_গণঅভ্যুত্থান
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মুন্সী আব্দুর রউফ
 ৭মার্চের মুল ব্যক্তব্যের বিষয় কয়টি ছিল ?
– ৪টি। ১.চলমান সামরিক আইন প্রত্যাহার , সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ।
কিছু দফা
৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি , প্রাদেশিক শাসন
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (>> ১ম দফা >. প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন ।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইতিহাস >>> ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা )
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের >> এর ভিত্তিতেই ‘৬৯ এর গণঅভ্যত্থান শুরু হয় ।
(৬)
১) To Daffodil =Robert Herrick
The Daffodil= Wiliam Wordsworth
২)A tale of tubs=jonathan swift
A tale of Two cities=Charls Dickens
3)The battle of books= jonathan Swift
The battle of life=Dickens
4)The Patriot= Robert browning
Patriotism =sir walter scott
5)Rape upon rape= henry fielding
Rape of the lock=Alexander pope
6) Candide=voltaire
Candida= G.B. Shaw
7)Rainbow(poem)=William wordsworth
Rainbow(novel)= D.H Lawarence
8) prometheus bound=Aeschylus
Prometheus unbound = P.B. Shelly.
ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন:
১)বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, ইংরেজী সাহিত্যের আদি নিদর্শন বিউলফ (Beowulf)
২)চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা, ইংরেজীতে Caedmon(ক্যাডমন)
৩)বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি চন্দ্রাবতী আর ইংরেজী সাহিত্যে Aphra benn
৪) বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজার চিঠি, ইংরেজী গদ্যের আদি নিদর্শন Anglo saxon chronicle.
৫)বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজী গদ্যের জনক John wycliffe.
৬) বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারনে অন্ধকার যুগ ১২০১-১৩৫০, ইংরেজীতে ফরাসি নরম্যান শাসকদের কারনে ১৪০০-১৫০০।
৭) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ১ম গ্রন্থ লিখেছে দীনেশ চন্দ্রসেন, ইংরেজীতে Saint vernable Bede.
৮)বাংলা মূদ্রাক্ষরোর জনক চার্লস উইলকিন্স ইংরেজীর william caxton.
৯) ১ম রোমান্টিক উপন্যাস কপালকুন্ডলা ইংরেজীতে Morte D’ Arthur.
১০)বাংলা প্রথম ট্র্যাজিডি কীর্তিবিলাস, ইংরেজী Gorbuduc.
১১)প্রথম সার্থক ট্র্যাজিডি কৃষ্ণকুমারী, ইংরেজী Dr.Faustaus.
১২)বাংলা সাহিত্যে ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী, ইংরেজীতে university wits.
১৩)কবিদের কবি নির্মলেন্দু গুন, ইংরেজী সাহিত্যে Edmund spencer.
১৪)প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসূদন দত্তের পদ্মাবতী, ইংরেজীতে Nicholus udal এর Rulf roister Doister.
১৫)ইংরেজী সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট, বাংলা সনেটের মাইকেল মধূসূদন দত্ত।
১৬)১ম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল, ইংরেজী samuel richardson এর Pamela.
১৭) বাংলায় অমিত্রাক্ষর(Blank verse) এর জনক মধূসূদন, ইংরেজীতে ক্রিস্টোফার মার্লো।
১৮) ১ম ইংরেজ মহাকবি মিল্টন, বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাওলকে।
১৯)অমিত্রাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্য, ইংরেজীতে মিল্টনের প্যারাডাইজ লস্ট।
২০)বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ, ইংরেজী সাহিত্যে জন মিল্টনে লাইচিডাস(Lycidas)
২১) বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র, ইংরেজী সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং (Henry Fielding)
২২)ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট, বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিম চন্দ্র।
২৩)বাংলা সাহিত্যের করুন চরিত্র হৈমন্তী, একই রকম ইংরেজী চরিত্র Clarissa.
২৪)মনোসমীক্ষামূলক উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহর চাদের আমাবস্যা, ইংরেজী তে ডেনিয়েল ডিফোর Robinson crusoe(বিতর্ক আছে ভ্রমন কাহিনী)
২৫)বাংলার শেলী হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ কে বলা হয় প্রকৃতির কবি, ইংরেজীতে (poet of nature) প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (wilian wordsworth)
২৬) বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম, ইংরেজীতে soldier & poet হলেন লর্ড বায়রন(Lord Byron)
২৭) বাংলা সাহিত্যে শ্রষ্ঠ Dramatic Monologue (স্বগতোক্তি) জসীম উদ্দীনের কবর কবিতা, ইংরেজীতেRobert browning এর Andre del sarto.
২৮)বাংলা সাহিত্যে দূ:খবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ইংরেজী সাহিত্যে ম্যাথু আর্নল্ড(Mathewo Arnold)
২৯)বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজীতে wilam Blake
৩০)রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুন গল্প ছুটি, ইংরেজীতে চার্লস ডিকেন্সের Oliver twist.
৩১) বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজী Short srtory র জনক Edgar allan poe.
৩২)বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দীন, ইংরেজী সাহিত্যের Pearl S Buck।
 কিছু গুরূত্ব পূর্ণ সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক
গোয়েন্দা সংস্থা :
১। ফেয়ারফ্যাক্স- যুক্তরাষ্ট্র
২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য
৩। মুখবরাত- মিশর
৪। মোসাদ- ইসরায়েল
৫। আমান- ইসরায়েল
৬। সাভাক- ইসরায়েল
৭। র ( RAW) – ভারত
৮। আইএসআই- পাকিস্তান
বিমান সংস্থার নাম:
১। ইন্দোনেশিয়া – গারুদা
২। জার্মানি – লুফথানসা
৩। রাশিয়া – এরোফ্লট
৪। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র
বিমানবন্দর :
১। হিথ্রো বিমানবন্দর – লন্ডন
২। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল
দিবস:
১। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
২। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
৩। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে
৪। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে
৫। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
৬। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট
৭। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর
৮। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর
৯। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর
১০৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর
১১। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর
১২। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর
১৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
নতুন ও পুরাতন নাম:
১। জিম্বাবুয়ে – দক্ষিণ রোডেশিয়া
২। বারকিনা ফাসো- আপার ভোল্টা
৩। কঙ্গো প্রজাতন্ত্র – জায়ারে
৪। ঘানা- গোল্ড কোস্ট
৫। জাম্বিয়া- উত্তর রোডেশিয়া
৬। নেদারল্যান্ড – হল্যাণ্ড
৭। চীন- ক্যাথে
৮। জার্মানি- ডয়েচেল্যান্ড
পর্বত:
১। আন্দিজ পর্বতমালা- দক্ষিণ আমেরিকা
২। পৃথিবীর সর্বোচ্চ পর্বত- মাউন্ট এভারেস্ট
৩। এডামস পিক- শ্রীলঙ্কা
৪। তোরাবোরা গুহা/ পাহাড় – আফগানিস্তান
৫। কিনাবালু- মালয়েশিয়া
উপত্যকা :
১। সোয়াত উপত্যকা – পাকিস্তান
২। মৃত্যু উপত্যকা – আমেরিকা যুক্তরাষ্ট্র
মরুভূমি :
১। সাহারা মরুভূমি – পৃথিবীর সবচেয়ে মরুভূমি। একে ” আফ্রিকার দুঃখ ” বলা হয়।
২। গোবি মরুভূমি – ( মঙ্গোলিয়া-চীন)
৩। কালাহারি মরুভূমি – আফ্রিকা
৪। তাকলামাকান- চীন
৫। থর- (ভারত-পাকিস্তান)
৬। চিহুয়াহুয়ান- (মেক্সিকো – যুক্তরাষ্ট্র)
সাগর তীরবর্তী রাষ্ট্র :
১। ভূমধ্যসাগর – মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনেসিয়া, মরক্কো, স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল
স্থলবেষ্টিত রাষ্ট্র :
১। বিশ্বের মোট স্থল বেষ্টিত দেশের সংখ্যা – ৪৫টি
২। এশিয়া- নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান
৩। ইউরোপ – হাঙ্গেরি, সুইজারল্যান্ড, কসোভো
৪। আফ্রিকা – ইথিওপিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ সুদান
৫। দক্ষিণ আমেরিকা- প্যারাগুয়ে, বলিভিয়া
ছিদ্রায়িত রাষ্ট্র :
১। ২টি; যথা- ইটালি, দক্ষিণ আফ্রিকা
রাজধানীর নামঃ
১। মঙ্গোলিয়া- উলানবাটোর
২। উত্তর কোরিয়া- পিয়ংইয়ং
৩। মায়ানমার- নাইপিদো
৪। কম্বোডিয়া – নমপেন
৫। লাওস- ভিয়েনতিয়েন
৬। মালয়েশিয়া – কুয়ালালামপুর
৭। শ্রীলঙ্কা – কলম্বো
৮। লেবানন – বৈরুত
৯। সিরিয়া- দামেস্ক
১০। তুরস্ক – আঙ্কারা
১১। কাতার- দোহা
১২। জর্ডান- আম্মান
১৩। কাজাখস্তান – আস্তানা
১৪। কিরগিজস্তান – বিশকেক
১৫। তুর্কমেনিস্তান – আশখাবাদ
১৬। উজবেকিস্তান – তাসখন্দ
১৭। তাজিকিস্তান – দুশানবে
১৮। ফিনল্যান্ড – হেলসিংকি
১৯। ডেনমার্ক – কোপেনহেগেন
২০। ইউক্রেন – কিয়েভ
২১। বেলজিয়াম – ব্রাসেলস
২২। কসোভো- প্রিস্টিনা
২৩। নেদারল্যান্ড- আমস্টারডাম
২৪। পোল্যান্ড- ওয়ারস
২৫৷ এস্তোনিয়া- তাল্লিন
২৬। লাটভিয়া- রিগা
২৭। দক্ষিণ সুদান- জুবা
২৮। বুরুন্ডি- বুজুমবুরা
২৯। মাদাগাস্কার – আনতানানারিবো
৩০। উগান্ডা – কাম্পালা
৩১। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র – কিনসাসা
৩২। সেনেগাল- ডাকার
৩৩। দক্ষিণ আফ্রিকা – কেপটাউন
৩৪। বারকিনা ফাসো- ওয়াগাডুগু
৩৫। মৌরিতানিয়া- নৌয়াকচট
৩৬। ইথিওপিয়া – আদ্দিস আবাবা
৩৭। হন্ডুরাস – তিগুচিগালপা
৩৮। চিলি- সান্টিয়াগো
৩৯। আর্জেন্টিনা – বুয়েন্স আয়ারস
৪০। পেরু- লিমা
দ্বীপ :
১। পৃথিবীর বৃহত্তম দ্বীপ – গ্রীণল্যান্ড
২। গ্রীণল্যান্ড দ্বীপটির মালিকানা – ডেনমার্ক
৩। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কিন্তু রাজনৈতিক ভাবে ইউরোপের- গ্রীণল্যান্ড
৪। পৃথিবীর সর্বাধিক দ্বীপরাষ্ট্র – ইন্দোনেশিয়া
৫। কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৬। শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৭। সেনকাকু নিয়ে বিরোধ রয়েছে- চীন ও জাপান
৮। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে – চীন ও ভিয়েতনাম
৯। আবু মুসা দ্বীপ – ইরান ও সংযুক্ত আরব আমিরাত
১০। পেরেজিল দ্বীপ – মরক্কো ও স্পেন
১১। ফকল্যান্ড – আর্জেন্টিনা ও ব্রিটেন
১২। চীনে ‘দিয়াওয়াও’ নামে পরিচিত – সেনকাকু দ্বীপপুঞ্জ
১৩। জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা
১৪। আফ্রিকা ও এশিয়ার মধ্যে ভূমি সেতুর কাজ করে- সিনাই উপত্যকা
হ্রদ :
১৫। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর
১৬। বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র হ্রদ
১৭। গ্রেট লেকস কয়টি?- ৫ টি
১৮। তাঞ্জানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত – ভিক্টোরিয়া হ্রদ
১৯। বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল
২০। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ- আসাল হ্রদ
২১। লবণ সাগরের আসল নাম- মৃত সাগর
২২। পৃথিবীর যে সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে- মৃতসাগর/ লবণ সাগর
প্রণালি :
২৩। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে- বেরিং প্রণালী
২৪। ভারত হতে শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালি
২৫। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করেছে- হরমুজ প্রণালি
২৬। এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে- বাব-এল-মান্দেব
২৭। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালি
২৮। ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
২৯। ফ্রান্স ও ব্রিটেন পৃথক করেছে- ইংলিশ চ্যানেল
৩০। ব্রজেন দাস- একজন বাঙ্গালি সাঁতারু
৩১। পৃথিবীর বৃহত্তম খাল- সুয়েজ খাল
৩২। সুয়েজ খাল অবস্থিত – মিশর
৩৩। সুয়েজ খাল চালু হয়- ১৮৬৯ সালে
৩৪। সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগর ও লোহিত সাগর
৩৫। পানামা খাল সংযুক্ত করেছে- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
নদী:
৩৬। পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ
৩৭। নীলনদ প্রবাহিত হয়েছে- ১১ টি
৩৮। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? – নীল
৩৯। পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন
৪০। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন
৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন
৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত
৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত
৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা
৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি
৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ
৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান
৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান
জলপ্রপাত :
৫০। বিশ্বের উচ্চতম জলপ্রপাত – অ্যাঞ্জেলস
৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা
৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া
ভৌগলিক উপনাম:
৫৩। বিশ্বের রাজধানী – নিউইয়র্ক
৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো
৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর
৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা
৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ
৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন
৬২। সাত পাহাড়ের শহর– রোম
৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো
৬৪। সংস্কৃতির শহর- প্যারিস
৬৫। বিগ আপেল – নিউইয়র্ক
৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম
৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে
৭০। সাত পাহাড়ের দেশ – রোম
ভাষা:
৭১। চীন- মান্দারিন (সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)
৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ
৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা, জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া-
ইংরেজি
৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ
৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান
৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ
৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান
৭৮। আফগানিস্তান- পশতু
৭৯। ভুটান- দোজাংখা
৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি
৮১। মালদ্বীপ – দিভেহী
৮২। শ্রীলঙ্কা – সিংহলি
৮৩। ইসরায়েল – হিব্রু
৮৪। মালয়েশিয়া – মালয়
৮৫। কম্বোডিয়া – খেমার
৮৬। ঘানা- আকান
সমুদ্রবন্দরঃ
৮৭। আকাবা- জর্ডান
৮৮। বন্দর আব্বাস – ইরান
৮৯। এডেন– ইয়েমেন
৯০। হাইফা- ইসরায়েল
৯১। ডানজিগ– পোল্যান্ড
৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম
৯৩। পোর্ট সৈয়দ – মিশর
৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো
৯৫। বেনগাজী- লিবিয়া
৯৬। উমকাসর- ইরাক
৯৭। ইসকানদারুন- তুরস্ক
মুদ্রা :
৯৮। গুলট্রাম- ভুটান
৯৯। কিয়াট- মায়ানমার
১০০। রিংগিত- মালয়েশিয়া
১০১। ইসরায়েল – শেকেল
১০২। জলোটি- পোল্যান্ড
১০৩। সেডি- ঘানা
১০৪। ডং- ভিয়েতনাম
আইনসভা :
১০৫। ইসরায়েল – নেসেট
১০৬। জাপান – ডায়েট
১০৭। আফগানিস্তান – লয়া জিরগা
১০৮। যুক্তরাষ্ট্র – কংগ্রেস
১০৯। রাশিয়া – স্টেট ডুমা
১১০। পাকিস্তান – মজলিশ
১১১। নরওয়ে – স্টরটিং
১১২। ডেনমার্ক – ফোকেটিং
১১৩। জার্মানি – বুন্টেসট্যাগ
(৭)
1. Education for all people ___ a mammoth task. Ans: is
2. Man has no escape ___ death.Ans: from
3. Today the world is passing through____ Juncture Ans: critical
4. The old man can not help __ a cup of tea. Ans: having
5. There is ____ milk in the bottle. Ans: very little
6. কলমটি তার- Ans: He is the owner of the pen.
7. বিনয় মহত্বের ভূষন। Ans: Modesty is embellishment of greatness
8. কেটলিতে পানি টগবগ করছে। Ans: The water is simmering in the kettle.
9. ট্রেনটি ঢাকা যাবে। Ans: The train is bound for Dhaka.
10. The shirt is ___. Ans: after my taste
11. What is the meaning of ‘prior to’ ___? Ans: before
12. The suffering of the poor man ___.Ans: beggars description
13. I wish I had seen you before. (Exclamatory) Had I seen you before!
14. Beside going to the book fair, I bought a number of books. (compound)
Ans: I went to the book fair and bought a number of books.
15.Do you find your payment too little? (passive)
Ans: Is your payment found too little to you?
16. There is little milk in the glass. (Interrogative)
Ans: Is there any milk in the glass?
17. I know him better than you.(positive)
Ans: You do not know him as well I know him
18. I am sure he (pass) the examination. Ans: will pass
19. Walk carefully lest___.Ans: you should stumble
20. People (talk) his courage even after his death. Ans: talk of
21. Three-fourth of the work __ finished. Ans: is
22. We felt very tired. The word ‘tired’ used in the sentence is ___.Ans:
23. The verb of the word ‘beautiful’ is-Ans: beautify
24. The synonym of the word ‘huge’ is-Ans: enormous
25. The synonym of the word ‘unique’ is-Ans: distinctive
26. ছয়টি ক্রমিক পুর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল – Ans: ৩৬
27. এক নটিক্যাল মাইল সমান –Ans: ১৮৫৩.১৮ মিটার
28. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপরটি –Ans: ab/c
29. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ –Ans: ২৫%
30. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার –Ans: ২০%
31. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ?Ans: ৩/৫
32. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে –Ans: ৩০০ জন
33. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত –Ans: ৭ঃ২
34. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি –Ans: ২ অথবা ৩
35. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –Ans: ৫.৫০
36. A:b = 4:5 এবং b:c = 6:7 হলে, a:b:c = ?Ans: 24:30:35
37. Log2
520 এর মান –Ans: 2
38. (a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca এর মান –Ans: 0
39. 82x+3 = 23x+6 হলে, x এর মান –Ans: -1
40. X – 1/x = 3 হলে, (x4 + 1)/x2এর মান –Ans: 11
41. x >y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?Ans: xz < yz
42. a = 2b = 3c এবং abc = 36 হলে, c এর মানAns: 2
43. 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক –Ans: x+1
44. X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান –Ans: 8
45. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় –Ans: 55^0, 35^0
46. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি –Ans: 900
47. ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি ।
সামন্তরিকের ক্ষেত্রফল –Ans: ৭২ বর্গ সে.মি
48. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2
3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল –Ans: 33 বর্গ একক
49. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে –Ans: ৯
50. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল –
Ans: 3600
৫১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিউট কোথায় অবস্থিতAns: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?Ans: দিনাজপুর (নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?Ans: ষাট গম্বুজ মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?Ans : HYPER TEXT Mark Up Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটিAns: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম?Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড রোগ হয়Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?Ans: ভুটান
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?Ans: জহির রায়হান
৭৬. কোন বানানটি শুদ্ধ?Ans: পোশাক
৭৭. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?Ans: হাইফেন
৭৮. কোন বানানটি শুদ্ধ ?Ans: বিভীষিকা
৭৯. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?Ans: চলিত ভাষা
৮০.দুহিতার বিপরীত শব্দ কোনটি?Ans: পুত্র
৮১। Autonomous শব্দের অর্থ?Ans: স্বায়ত্তশাসিত
৮২। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans: অর্ধাঙ্গী
৮৩। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটিAns: চতু:+পদ
৮৪। সিংহপুরুষ কোন সমাস?Ans: উপমিত কর্মধারয়
৮৫। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মনু+ষ্ণ
৮৬। যে উপকারীর অপকার করে?Ans: কৃতঘ্ন
৮৭। ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তিAns: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
৮৮। Edition শব্দের অর্থ-Ans: সংস্করণ
৮৯। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?Ans: ভানু
৯০। পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?Ans: ভূতপূর্ব
৯১। ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?Ans: পরিপাটী
৯২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়Ans: ধ্বনিতত্ত্বে
৯৩। বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৪। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মহৎ+ইমন
৯৫। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?Ans: তিরোভাব
৯৬। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?Ans: অহিনকুল
৯৭। নিচের কোনটি শুদ্ধ বানান?Ans: ন্যূনতম
৯৮। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: উগ্র
৯৯। ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?Ans: কর্ম কারকে শূন্য বিভক্তি
১০০। মৌমাছি কোন সমাস?Ans: কর্মধারয় সমাস
(৮)
1)      বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন ৮ জানুয়ারি ২০১৮
2)      বাংলাদেশে 4জি সেবা চালু হয় ১৯ফেব্রুয়ারি ২০১৮
3)      ঢাকায় 5জি পরীক্ষামূলক প্রদর্শনী হয় ২৫জুলাই ২০১৮
4)      বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ১১মে ২০১৮
5)      নেপালের ত্রিভুবনে ইউএস বাংলা বিধ্বস্ত হয় ১২মার্চ ২০১৮
6)      পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান ১৪মার্চ ২০১৮
7)      জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা যান ১৮ আগস্ট ২০১৮
8)      শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় ২৭জুলাই ২০১৮
9)      শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয় ২৫মে ২০১৮
10)  বাংলাদেশী হিসেবে মিতু আক্তার বাংলা চ্যানেল জয় করেন ১৯মার্চ ২০১৮
11)  অধ্যাপক আনিসুজ্জামান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পেয়েছেন ১১জানুয়ারি ২০১৮
12)  ২২তম বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করেন ৩ফেব্রুয়ারি ২০১৮
13)  শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল পাস হয় ২৫ফেব্রুয়ারি ২০১৮
14)  নেপালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ১৩মার্চ ২০১৮
15)  ৩৫বছর পর সৌদিআরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয় ১৮এপ্রিল ২০১৮
16)  বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানের নাবি তাজিমা ১১৭বছর বয়সে মারা যান ২১এপ্রিল ২০১৮
17)  বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় ২৩এপ্রিল ২০১৮
18)  ২১তম রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদ ২য় মেয়াদে শপথ গ্রহণ করেন ২৪এপ্রিল ২০১৮
19)  সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFF) গঠিত হয় ১০মে ২০১৮
20)  টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের অভিষেক হয় ১১মে ২০১৮
21)  জেরুজালেমে প্রথম দূতাবাসা উদ্বোধন করে যুক্তরাষ্ট্র ১৪মে ২০১৮
22)  বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ১৫মে ২০১৮
23)  ট্রিপল বিলিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রুহণ করে WHO ২৩মে ২০১৮
24)  উত্তর কোরিয়ার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র 'পুঙ্গেরি' ধ্বংস করে ২৪মে ২০১৮
25)  জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয় ৪জুন ২০১৮
26)  ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ১২জুন ২০১৮
27)  ২১তম বিশ্বকাপের প্রথম ম্যাচ রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১৪জুন ২০১৮
28)  যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয় ১৯জুন ২০১৮
29)  নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন ২৫জুন ২০১৮
30)  দেশের ৪৮তম বাজেট ঘোষণা করা হয় ৭জুন এবং পাস হয় ২৮জুন
31)  ব্যবসায়ীদের জন্য ইবিআইএন ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর ১জুলাই ২০১৮
32)  আবহাওয়া বিল পাস হয় ৪জুলাই ২০১৮
33)  ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় ৬জুলাই ২০১৮
34)  বাংলাদেশ সংবিধান সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ৮জুলাই ২০১৮
35)  ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ সমাপ্তি হয় ৯জুলাই ২০১৮
36)  জাতিসংঘের অভিবাসন চুক্তি হয় ১৩জুলাই ২০১৮
37)  ট্রাম্প -পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ১৬জুলাই ২০১৮
38)  সুপারসনিক ক্রুজ ক্ষেপানাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত ১৬জুলাই ২০১৮
39)  বাংলাদেশ ৫ম কৃষিশুমারী শুরু হয় ১৭জুলাই ২০১৮
40)  নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী ১৮জুলাই ২০১৮
41)  দেশে ই পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্পের চুক্তি হয় ১৯জুলাই ২০১৮
42)  ইসরায়েল ইহুদী রাষ্ট্র ঘোষণা করা হয় ১৯জুলাই ২০১৮
43)  পাকিস্তানের জাতীয় পরিষদের ১১তম নির্বাচন অনুষ্ঠিত হয় ২৫জুলাই ২০১৮
44)  মালির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯জুলাই ২০১৮
45)  জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০জুলাই ২০১৮
46)  জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলার ৭৩বছর পূর্তি হয় ৬আগস্ট ২০১৮
47)  অ্যাসিয়ানের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ৮আগস্ট ২০১৮
48)  সূর্য অভিযানে যায় নাসার প্রেরিত মহাকাশযান 'পার্কার' ১২আগস্ট ২০১৮
49)  ভারতের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রি অটল বিহারী মারা যান ১৬আগস্ট ২০১৮
(৯)
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে? [১১, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম
কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম
কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত?
নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’, ’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’
নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত। গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং।
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়— শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত— আনোয়ার পাশা, এ
গোল্ডেন এজ— তাহমিমা অনাম, আগুনের পরশমণি— হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন,
ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য
চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।

 (((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU