BOU ব্লগ থেকেই
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ও ২য় ধাপে ৯৫% প্রশ্ন কমন।
প্রিয় পরীক্ষার্থী
ভাইয়েরা আপনারা জেনে খুশী হবেন যে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় BOU ব্লগ থেকেই
১ম ধাপে ৬৯ টি প্রশ্ন এবং ২য় ধাপে ৭৩ টি প্রশ্ন কমন এসেছে। আশা করি পরবর্তী আরো দুই
ধাপের পরীক্ষায় এরকমই প্রশ্ন কমন পাওয়া যাবে ইনশা আল্লহ। তাই এই ব্লগের ১ম থেকে শেষ
পর্যন্ত সব পর্বগুলো শুধু রিডিং পড়ে যান।
(৭৫তম পর্ব)
১। চারটি English Eassy শিখে ৮৫টি English Eassy লেখার কৌশল শিখতে এখানেক্লিক করুন
২। ১২টি Paragraph শিখে ৪০০টি Paragraph লেখার কৌশল শিখতে এখানে ক্লিক করুন
৩। TENSE শেখার সহজ কৌশল জানতে- এখানে ক্লিক করুন
৪। সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হলে কি করবেন? কোথায় মামলা করবেন?
৪। সরকারি চাকরি থেকে চাকরিচ্যুত হলে কি করবেন? কোথায় মামলা করবেন?
৩১/০৫/২০১৯ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক
সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নীচে দেয়া হলো:
১. The countable form of Laughter?
ক. All of the above
খ. Laugh
গ. A laugh
ঘ. The laugh
উ. খ. Laugh
২.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক .১১
খ. ৮
গ. ৯
ঘ. ১০
উত্তরঃ ঘ. ১০
৩.পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের? কত কত
ক. ২২ জুন
খ. ২৩ জুন
গ. ২৪ জুন
ঘ. ২১ জুন
উত্তরঃ খ. ২৩ জুন
৪. একটি যাবেন দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি
হয়, তবে পানির পরিমাণ কত লিটার।
ক. ৫
খ. ৬
গ. ৪
ঘ. ২
উত্তরঃ ঘ. ২
৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
ক. ২৮ টি
খ. ১৭ টি
গ. ১৮ টি
ঘ. ২৭ টি
উ. ক. ২৮ টি
৬.শুদ্ধ বানান কোনটি?
ক. সমিচিন
খ.সমীচিন
গ.সিমিচীন
ঘ.সমীচীন
উ. ঘ.সমীচীন
৭. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পূত্রের
বয়স কত?
ক. ৩০
খ. ২৫
গ. ৪০
ঘ. ৩৫
উত্তরঃ ক. ৩০
৮. 4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে
ক. 12xy
খ. 24xy
গ. 2xy
ঘ. 6xy
উত্তরঃ ক. 12xy
৯. “He said that he had done the work”. The direct speech is-
ক. He said, I will do the work
খ. He said, the work will be done by me.
গ. He said, I do the work.
ঘ. He said, he did the work.
উ.ঘ. He said, he did the work.
১০.1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
ক.১৬৭
খ. ১৬৯
গ. ১৬৩
ঘ. ১৬৫
উ. খ. ১৬৯
১১. Phosphates need ---- to most farm lands in Bangladesh.
ক. Need to be adding
খ. Need to be added
গ. Need added
ঘ. Need to add
উ.খ. Need to be added
১২. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবি+ ইন্দ্র
খ. রবি+ঈন্দ্র
গ.রব+ইন্দ্র
ঘ .রবি+ইন্দ্র
উত্তরঃ ঘ .রবি+ ইন্দ্র
১৩.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে
ক. প্রস্বেদন
খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. শ্বসন
উত্তরঃ গ. সালোকসংশ্লেষণ
১৪. বিরাম চিহ্নের অপর নাম কি?
ক. ছেদ চিহ্ন
খ. স্থির চিহ্ন
গ. বিশ্রাম চিহ্ন
ঘ. বিভাজন চিহ্ন
উত্তরঃ ক. ছেদ চি
১৫. ইতিহাস রচনা করেন যিনি-
ক. ইতিহাস লেখক
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসবেত্তা
ঘ. ঐতিহাসিকতা
উত্তরঃ খ. ঐতিহাসিক
১৬. কোনটি শুদ্ধ বাক্য?
ক. আমার বড় দুরাবস্থা
খ. আমার বড় দুরবস্থা
গ. আমার বড় দূরবস্থা
ঘ.আমার বড় দূরাবস্থা
উত্তরঃ গ. আমার বড় দূরবস্থা
১৭. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
ক. ২,৪,৫
খ. ৪,৫,৬
গ. ২,৪,৭
ঘ. ৩,৪,৬
উত্তরঃ গ. ২,৪,৭
১৮. As the sun --, I decided to go out.
ক. Was shining
খ. Have shone
গ. Shine
ঘ. Shines
উ.ক. Was shining
১৯. খাওয়ার লবণের সংকেত কি?
ক. কোনোটিই নয়
খ.NaCo3
গ. Nacl
ঘ.Cacl2
উত্তরঃ গ. Nacl
২০.আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “ poet of plitics”বা রাজনীতির কবি নামে আখ্যায়িত
করা হয়?
ক. ইন্দিরা গান্ধীকে
খ. সুভাষ বসুকে
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
ঘ. মহাত্মা গান্ধী কে
উত্তরঃ গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
২১. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং অপেক্ষা অতিভুজের
দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
ক. ৩
খ. ৫
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ. ৫
২২. Change the voice. Who is creating this mess?
ক. Who has been created this mess?
খ. By whom has this mess been created?
গ. By whom this mess is being created?
ঘ. By whom is this mess being created?
উত্তরঃ ঘ. By whom is this mess being created?
২৩.The book Treasure Island is by-
ক. Stevenson ( Robert Louis Stevenson)
খ. James Joyce
গ. Arthur Miller
ঘ. Homer
উত্তরঃ ক. Stevenson ( Robert Louis Stevenson)
২৪.‘অক্ষির’ সমীপে’ এ সংক্ষেপ হল-
ক. নিরপেক্ষ
খ. পরোক্ষ
গ. সমক্ষ
ঘ. প্রত্যক্ষ
উত্তরঃ গ. সমক্ষ
২৫. পানির স্ফুটনাঙ্ক কত?
ক.১৮০ ডিগ্রি সেলসিয়াস
খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
গ. ৮০ ডিগ্রি সেলসিয়াস
ঘ. ১০০ ডিগ্রী সেলসিয়াস
উত্তরঃ খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস
২৬.‘অলীক’- এর বিপরীত শব্দ-
ক. সত্য
খ. মিথ্যা
গ. আশা
ঘ.অনীচ
উত্তরঃ ক. সত্য
২৭.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক. মাননীয় স্পিকার
খ. মাননীয় চিফ হুইপ
গ. মহামান্য রাষ্ট্রপতি
ঘ. মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরঃ গ. মহামান্য রাষ্ট্রপতি
২৮.‘আমি’‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?
ক. ব্যতিহারিক
খ. সাকুল্যবাচক
গ. আত্মবাচক
ঘ. ব্যক্তিবাচক
উত্তরঃ ঘ. ব্যক্তিবাচক
২৯.The professor was given --- to materials in the research laboratory.
ক. Allusion
খ. Access
গ. Excess
ঘ. Time
উ.খ. Access
৩০. Every driver must be held --- his own actions
ক. responsible to
খ. Blamed for
গ. Liable to
ঘ. responsible for
উ.ঘ. responsible for
৩১. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ । ত্রিভুজটি হবে?
ক. সমবাহু
খ. সূক্ষ্মকোণী
গ. স্থূলকোণী
ঘ. সমকোণী
উত্তরঃ ঘ. সমকোণী
৩২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
ক. ৯০ ডিগ্রী
খ.৩৬০ ডিগ্রী
গ. ৩০০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ খ.৩৬০ ডিগ্রী
৩৩. Amenable শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?
ক. with
খ. to
গ. after
ঘ. for
উত্তরঃ খ. to
৩৪.What is the antonym of the word “ unwitting”
ক. Stupid
খ. intentional
গ. unintentional
ঘ. clever
উত্তরঃ গ. unintentional
৩৫.The Feminine of “Ram” is
ক. Ewe
খ. Hind
গ. Mare
ঘ. Sow
উত্তরঃ ক. Ewe
৩৬. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান
টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
ক. ১৮৫০০
খ. ১৫৫০০
গ. ২০৫০০
ঘ. ১৯৮০০
উত্তরঃ ঘ. ১৯৮০০
৩৭.রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
ক. পাবনা
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. নাটোর
উত্তরঃ ক. পাবনা
৩৮.Which of the following sentences is correct?
ক. He was hunge for murder
খ. He was hanged for murder
গ. He was hunged for murder
ঘ. He had been hunged for murder
উত্তরঃ খ. He was hanged for murder
৩৯.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?
ক.১৩০
খ. ১০৭
গ. ১১৩
ঘ. ১৪৬
উত্তরঃ খ. ১০৭
৪০.Which one is plural-
ক. Oasis
খ. Terminus
গ. Vertex
ঘ. Bureaux
উত্তরঃ ঘ. Bureaux
৪১. বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে?
ক. 22 ফেব্রুয়ারি 1969
খ. 5 ফেব্রুয়ারি 1969
গ. 3 জানুয়ারি 1968
ঘ. 15 ফেব্রুয়ারি 1969
উত্তরঃ খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৯
৪২. ভাষার মূল উপাদান কি?
ক. শব্দ
খ. বাক্য
গ. ধ্বনি
ঘ. বর্ণ
উত্তরঃ গ. ধ্বনি
৪৩.X-1/x=1 হলে x3-1/x3 এর মান কত
ক. 4.0
খ. 1.0
গ. 2.0
ঘ. 3.0
উত্তরঃ ক. 4.0
৪৪.শুদ্ধ বানান কোনটি?
ক. আসক্তী
খ. আষক্তি
গ.আশক্তি
ঘ. আসক্তি
উত্তরঃ ঘ. আসক্তি
৪৫. Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?
ক. Have you gone to coxes Bazar?
খ. Have you ever gone Coxes Bazar?
গ. Have you ever been to Coxes Bazar?
ঘ. Did you ever go to Coxes Bazar?
উত্তরঃ গ. Have you ever been to Coxes Bazar?
৪৬. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি
বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা
কত?
ক. ৫৫
খ. ৬০
গ. ৬৫
ঘ. ৫০
উত্তরঃ খ. ৬০
৪৭. I have a boat (made) of (wood). .The underlined phrase is
ক. An adverbial phrase
খ. Perfect participle phrase
গ. Present participle Phrase
ঘ. Past participle phrase
উত্তরঃ ঘ. Past participle phrase
৪৮. z2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত
ক. -30.0
খ. -60.0
গ.-10.0
ঘ.30.0
উত্তরঃ খ. -60.0
৪৯. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক.ষড়+দশ
খ. ষট+অশ
গ. ষড়+অশ
ঘ. ষট্ + দশ
উত্তরঃ ঘ. ষট্ + দশ
৫০. ৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর রচনা। পুরুষদের
বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক. ১৪ বছর
খ. ১৫ বছর
গ. ১৬ বছর
ঘ. ১৩ বছর
উত্তরঃ ঘ. ১৩ বছর
৫১. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?
ক. ৩২০ ডিগ্রী
খ. ৫০ ডিগ্রী
গ. ১২০ ডিগ্রী
ঘ. ১৪০ ডিগ্রী
উত্তরঃ খ. ৫০ ডিগ্রী
৫২.নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক. অপব্যয়
খ. বাগদত্তা
গ. দেশান্তর
ঘ. বনজ
উত্তরঃ গ. দেশান্তর
৫৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা
পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
ক. যুক্তরাজ্য ও চীন
খ. যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
গ. চীন ও যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া ও ফ্রান্স
উত্তরঃ গ. চীন ও যুক্তরাষ্ট্র
৫৪. Mr. Atique - rather not invest that money in the stock market.
ক. must
খ. has to
গ. Could
ঘ. would
উত্তরঃ ঘ. would
৫৫. The plural of “Fez” is-
ক. Fez
খ.Fezees
গ.Feezes
ঘ.Fezes
উত্তরঃ ঘ.Fezes
৫৬. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
ক. ২৯৯০
খ. ২১৮৭
গ. ২২৮৭
ঘ. ৩১৪৫
উত্তরঃ খ. ২১৮৭
৫৭. A person Who writes and edits dictionaries is called a
ক. Lithographer
খ. Topographer
গ. Lexicographer
ঘ. Laryngographer
উত্তরঃ গ.Lexicographer
Which one is the correct spelling?
ক. iresistible
খ. iresistable
গ. irresistible
ঘ. irresistable
উত্তরঃ গ. irresistible
৫৯. একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ২০
খ. ১২
গ. ৮
ঘ. ৬
উত্তরঃ ঘ. ৬
৬০.‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ. জীবনানন্দ দাশ
৬১.পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?
ক. কানাডা
খ. ফিনল্যান্ড
গ. ইংল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ. ফিনল্যান্ড
৬২. 2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?
ক. 6:8
খ. 8:3
গ. 5:6
ঘ. 3:8
উত্তরঃ খ. 8:3
৬৩.1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার
করেন কোন সাংবাদিক?
ক.মতিউর রহমান
খ. সাইমন ড্রিং
গ. এম আর আখতার মুকুল
ঘ. অ্যালেন গিন্সবার্গ
উত্তরঃ খ. সাইমন ড্রিং
৬৪. 4*5*0*7*1=কত ?
ক. ১৮০
খ. ০
গ. ১৪০
ঘ. ২১০
উত্তরঃ খ. ০
৬৫. Which one is the correct spelling?
ক. Supercede
খ. Spuerseede
গ. Superceed
ঘ. Supersede
উত্তরঃ ঘ. Supersede
৬৬. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. পাকিস্তান
উত্তরঃ গ. নেপাল
৬৭.দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গমন
খ. অতিবাহিত
গ. বলা
ঘ. ধারাবাহিকতা
উত্তরঃ খ. অতিবাহিত
৬৮. কুসুমিত শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি
ক.কুসুম+ত
খ. কুসুম+ইত
গ. কুসুম+ঈত
ঘ. কুসুম+উত
উত্তরঃ খ. কুসুম+ইত
৬৯.কিরণ এর সমার্থক নয়-
ক. রশ্মি
খ. প্রভা
গ. কর
ঘ. রবি
উত্তরঃ গ. কর
৭০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক.এ এইচ এম কামরুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. এম মনসুর আলী
উত্তরঃ ঘ. এম মনসুর আলী
৭১.বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি
উত্তরঃ গ.যুক্তরাষ্ট্র
৭২.পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা?
ক. ফরিদুল আলম
খ. মাকসুদুল আলম
গ. শহিদুল আলম
ঘ. মোহাম্মদ জলিল
উত্তরঃ খ. মাকসুদুল আলম
৭৩.জোয়ার-ভাটার প্রধান কারণ?
ক. পৃথিবীর আকর্ষণ
খ. চাঁদের আকর্ষণ
গ. বায়ু প্রবাহ
ঘ. সূর্যের আকর্ষণ
উত্তরঃ খ. চাঁদের আকর্ষণ
৭৪.হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস
ক. বিপরীতার্থে
খ. মিলনার্থে
গ. বিরোধার্থে
ঘ. সমার্থে
উত্তরঃ ঘ. সমার্থে
৭৫. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক. লর্ড ব্যাডেন পাওয়েল
খ. লর্ড মুরিং
গ.লর্ড স্টিফেন
ঘ.লর্ড কার্জন
উত্তরঃ ক. লর্ড ব্যাডেন পাওয়েল
৭৬.তাসের ঘর অর্থ কি?
ক. পূর্ণ স্থায়ী
খ. ক্ষণস্থায়ী
গ. তাস খেলার ঘর
ঘ. দীর্ঘস্থায়ী
উত্তরঃ খ. ক্ষণস্থায়ী
৭৭.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?
ক. ১৯০৫
খ. ১৯১১
গ. ১৯২০
ঘ. ১৯২১
উত্তরঃ ঘ.১৯২১
৭৮.অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ?
ক. খাঁটি বাংলা
খ. বিদেশি
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ ক. খাঁটি বাংলা
৭৯. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ৫
উত্তরঃ ক. ৪
৮০. ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা
হবে?
ক. ৪২
খ. ৩৬
গ. ৩৭
ঘ. ৩৯
উত্তর: ঘ ৩৯
সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন-০১ (সকল বিষয়-এসব ঘুরে
ফিরে পরীক্ষায় এসে থাকে)
1. Education for all
people ___ a mammoth task. Ans: is
2. Man has no escape ___ death. Ans: from
3. Today the world is passing through____ Juncture Ans: critical
4. The old man can not help __ a cup of tea. Ans: having
5. There is ____ milk in the bottle. Ans: very little
6. কলমটি তার- Ans: He is the owner of the pen.
7. বিনয় মহত্বের ভূষন। Ans: Modesty is embellishment of greatness
8. কেটলিতে পানি টগবগ করছে। Ans: The water is simmering in the kettle.
9. ট্রেনটি ঢাকা যাবে। Ans: The train is bound for Dhaka.
10. The shirt is ___.Ans: after my taste
11. What is the
meaning of ‘prior to’ ___? Ans: before
12. The suffering of the poor man ___. Ans: beggars description
13. I wish I had seen you before. (Exclamatory) Had I seen you before!
14. Beside going to the book fair, I bought a number of books. (compound) Ans:
I went to the book fair and bought a number of books.
15.Do you find your payment too little? (passive) Ans: Is your payment found
too little to you?
16. There is little milk in the glass. (Interrogative) Ans: Is there any milk
in the glass?
17. I know him better than you.(positive) Ans: You do not know him as well I
know him
18. I am sure he (pass) the examination. Ans: will pass
19. Walk carefully lest___. Ans: you should stumble
20. People (talk) his courage even after his death. Ans: talk of
21. Three-fourth of the work __ finished. Ans: is
22. We felt very tired. The word ‘tired’ used in the sentence is ___. Ans:
23. The verb of the word ‘beautiful’ is- Ans: beautify
24. The synonym of the word ‘huge’ is- Ans: enormous
25. The synonym of the word ‘unique’ is- Ans: distinctive
26. ছয়টি ক্রমিক
পুর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল –Ans: ৩৬
27. এক নটিক্যাল মাইল সমান –Ans: ১৮৫৩.১৮ মিটার
28. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b । একটি সংখ্যা c হলে, অপরটি –Ans: ab/c
29. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ –Ans: ২৫%
30. ১০০ টাকা ৫ বছরের সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার –Ans: ২০%
31. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট ? Ans: ৩/৫
32. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে –Ans: ৩০০ জন
33. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের
বয়সের অনুপাত –Ans: ৭ঃ২
34. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য
হয়। সংখ্যাটি –Ans: ২ অথবা ৩
35. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –Ans: ৫.৫০
36. A:b = 4:5 এবং b:c = 6:7 হলে, a:b:c = ? Ans: 24:30:35
37. Log2√520 এর মান –Ans: 2
38. (a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca এর মান –Ans: 0
39. 82x+3 = 23x+6 হলে, x এর মান –Ans: -1
40. X – 1/x = 3 হলে, (x4 + 1)/x2এর মান –Ans: 11
41. x >y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক? Ans: xz < yz
42. a = 2b = 3c এবং abc = 36 হলে, c এর মান--Ans: 2
43. 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক –Ans: x+1
44. X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান –Ans: 8
45. সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় –Ans: 55^0, 35^0
46. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি –Ans: 900
47. ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি
। সামন্তরিকের ক্ষেত্রফল –Ans: ৭২ বর্গ সে.মি
48. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল –Ans: 3√3
বর্গ একক
49. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে –Ans: ৯
50. ত্রিভুজের তিনটি
বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফলAns: 3600
৫১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?-Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?-Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিউট কোথায় অবস্থিত-Ans: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?-Ans: দিনাজপুর (নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?-Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?-Ans: ষাট গম্বুজ
মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?-Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?-Ans : HYPER TEXT Mark Up Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?-Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?-Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?-Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?-Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?-Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?-Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?-Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি-Ans: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম?-Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?-Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত
তারিখে?-Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড
রোগ হয়-Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?-Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?-Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?-Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?-Ans: ভুটান
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?-Ans: জহির রায়হান
৭৬. কোন বানানটি শুদ্ধ?-Ans: পোশাক
৭৭. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?-Ans: হাইফেন
৭৮. কোন বানানটি শুদ্ধ ?-Ans: বিভীষিকা
৭৯. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?-Ans: চলিত ভাষা
৮০.দুহিতার বিপরীত শব্দ কোনটি?-Ans: পুত্র
৮১। Autonomous শব্দের অর্থ?-Ans: স্বায়ত্তশাসিত
৮২। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?-Ans: অর্ধাঙ্গী
৮৩। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-Ans: চতু:+পদ
৮৪। সিংহপুরুষ কোন সমাস?-Ans: উপমিত কর্মধারয়
৮৫। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-Ans: মনু+ষ্ণ
৮৬। যে উপকারীর অপকার করে?-Ans: কৃতঘ্ন
৮৭। ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তি-Ans: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
৮৮। Edition শব্দের অর্থ--Ans: সংস্করণ
৮৯। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?-Ans: ভানু
৯০। পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?-Ans: ভূতপূর্ব
৯১। ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?-Ans: পরিপাটী
৯২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়-Ans: ধ্বনিতত্ত্বে
৯৩। বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?-Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৪। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-Ans: মহৎ+ইমন
৯৫। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?-Ans: তিরোভাব
৯৬। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?-Ans: অহিনকুল
৯৭। নিচের কোনটি শুদ্ধ বানান?-Ans: ন্যূনতম
৯৮। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?-উ: উগ্র
৯৯। ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?-Ans: কর্ম কারকে শূন্য বিভক্তি
১০০। মৌমাছি কোন সমাস?-Ans: কর্মধারয় সমাস
সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন-০২ (কম্পিউটার বিষয়ক--গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
যা চাকরির পরীক্ষায় )
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ-
ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক
যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো
নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার
পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯
তারিখে আμমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. ঠঝঅঞ প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্র ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট
দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;
৪৫. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
৪৬. ঋষধংয সড়ারব তে তিন ধরনের ংুসনড়ষ ব্যবহার করা হয়।
৪৭. চযড়ঃড়ংযড়ঢ় এ এ্যাংকর পয়েন্ট ৫ প্রকার;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা
বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে
operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
64. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. Zoom out—image ছোট করা;
৭২. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৭৩. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট,
বাংলাদেশ অনলাইন;
৭৪. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে;
সকল চাকরি
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন-০৩ ( গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান)
1) ইতিপূর্বে = ইতঃপূর্বে
2)সহযোগীতা = সহযোগিতা
3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ
4) মনোকস্ট = মনঃকষ্ট
5)অপারাহ্ন = অপরাহ্ণ
6)দূরবস্তা =দুরবস্থা
7)ষ্টেশন =স্টেশন
8)মুহুর্ত = মুহূর্ত
9) উপযোগীতা = উপযোগিতা
10) কল্যান = কল্যাণ
11) জীবীকা =জীবিকা
12) স্বরস্বতী = সরস্বতী
13) গীতাঞ্জলী =গীতাঞ্জলি
14) পিপিলিকা =পিপীলিকা
15) ব্যপ্ত = ব্যাপ্ত
16) মুখস্ত = মুখস্থ
17) সংস্কৃতিক =সাংস্কৃতিক
18) অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
19) ঐক্যতান = ঐকতান
20)উপরোক্ত = উপর্যুক্ত
21)বিদূষি =বিদুষি
22)ভূবন = ভুবন
23)বিভিষিকা = বিভীষিকা
24) আলচ্যমান = আলোচ্যমান
25) পুরান = পুরাণ
26)ঝরণা = ঝরনা
27) প্রনয়িণী = প্রয়য়িনী
28) দৈন্যতা = দৈন্য, দীনতা
29)পুরষ্কার = পুরস্কার
30) স্নেহাশীস = স্নেহাশিস্
31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
33) কর্মজীবি = কর্মজীবী
34)আকাংখা = আকাংঙ্ক্ষা
35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা
36)সন্যাসী = সন্ন্যাসী
37) বহিস্কার = বহিষ্কার
38)জগত = জগৎ
39)মনীষি = মনীষী
40)শান্তনা = সান্ত্বনা
41)মন্রীত্ব = মন্রিত্ব
42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
43)ইতিমধ্যে = ইতোমধ্যে
44)ভৌগলিক= ভৌগোলিক
45)মুমুর্ষু = মুমূর্ষু
46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি
47)উত্তারায়ন = উত্তারায়ণ
48) ঋন = ঋণ
49) সমিচিন. = সমীচীন
50) সম্বর্ধনা = সংবর্ধনা
51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য
52) সুষ্ঠ = সুষ্ঠু
53) পরিস্কার. = পরিষ্কার
54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা
55) নিশিথিনি = নিশীথিনী
56) আদ্যান্তে = আদ্যন্ত
57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ
58) শুশ্রষা = শুশ্রূষা
59)মরিচিকা = মরীচিকা
60)স্বামীগৃহ = স্বামিগৃহ
61)আইনজীবি = আইনজীবী
62)নুন্যতম = নূনতম
63)ব্যতিত = ব্যতীত
64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা
65)উজ্জল. = উজ্জ্বল
66) লজ্জাষ্কর. = লজ্জাকর
67) তোরন. = তোরণ
68)কার্য্যালয় = কার্যালয়
69) নিরব. = নীরব
70)উচ্ছাস. = উচ্ছ্বাস
71)ভ্রাতাগন = ভ্রাতৃগন
72) বাল্মিকী = বাল্মীকি
73)দোষণীয় = দূষণীয়
74)গ্রামীন. = গ্রামীণ
75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র
77)নিক্কন = নিক্বণ
78)দ্বন্ধ = দ্বন্দ্ব
79)সম্বাদ = সংবাদ
80) সূচিপত্র =সুচিপত্র।
সকল চাকরি পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ সাজেশন-০৪
➢ মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা
করেন – কবর নাটক✿
➢ জহির রায়হান রচনা করেন – আরেক
ফাল্গুন উপন্যাস✿
➢ বাংলাকে পাকিস্তানের সংবিধানে
অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে✿
➢ বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের
প্ররণা দিয়েছিল– উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন✿
➢ শহীদ দিবস পালন শুরু হয় – উত্তর:
১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে✿
➢ শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস ঘোষণা করে – উত্তর: UNESCO✿
➢ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঘোষণা করে – উত্তর: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর✿
➢ পৃথিবীতে ভাষা রয়েছে – উত্তর: ৬০০০
এর বেশি✿
➢ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
গঠিত হয় – উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন✿
➢ গঠনের স্থান – উত্তর: ঢাকার রোজ
গার্ডেন✿
➢ সভাপতি ছিলেন – উত্তর: মওলানা আব্দুল
হামিদ খান ভাসানী✿
➢ সাধারণ সম্পাদক ছিলেন – উত্তর:
শামসুল হক ( টাঙ্গাইল)✿
➢ যুগ্ন সম্পাদক ছিলেন – উত্তর: শেখ
মুজিবুর রহমান✿
➢ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ
ছিল – উত্তর: আওয়ামী লীগের✿
➢ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন
করা হয় – উত্তর: ১৯৫৫ সালে✿
➢ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় –
উত্তর: ১৯৫৩ সালের ১৪ নভেম্বর✿
➢ যুক্তফ্রন্ট গঠিত হয় – উত্তর: ৪ টি
দল নিয়ে✿
➢ যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – উত্তর:
২১ টা✿
➢ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
হয় – উত্তর: ১৯৫৪ সালের মার্চে✿
➢ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের
আসনছিল – উত্তর: ২৩৭ টি✿
➢ যুক্তফ্রন্ট আসন লাভ করে – উত্তর:
২২৩ টি✿
➢ ২১ দফার প্রথম দফা ছিল – উত্তর:
বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা✿
➢ যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে
শপথ গ্রহন করেন – উত্তর: এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)✿
➢ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল –
উত্তর: ৫৬ দিন✿
➢ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে –
উত্তর: ১৯৫৪ সালের ৩০ মে✿
➢ বরখাস্ত করেন – উত্তর: গভর্নর
জেনারেল গোলাম মোহাম্মদ✿
➢ বরখাস্তের ইস্যু ছিল – উত্তর: আদমজি
ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা লি দাঙ্গা।✿
➢ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার
করা হয় – উত্তর: ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে✿
➢ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম
থেকে প্রচার করেন – উত্তর: ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান✿
➢ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা
পত্র পাঠ করেন – উত্তর: ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র
থেকে✿
➢ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে
ছিল- উত্তর: ২৪ বছর✿
➢ মেহেরপুর জেলার অন্তর্গত – উত্তর:
বৈদ্যনাথ তলাএবং আম্রকানন✿
➢ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – উত্তর:
মুজিবনগর✿
➢ মুজিবনগর সরকার গঠিত হয় – উত্তর:
১৯৭১ সালের ১০ এপ্রিল✿
➢ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ
আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল✿
➢ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে –
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল✿
➢ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✿
➢ উপরাষ্ট্রপতি – উত্তর: সৈয়দ নজরুল
ইসলাম✿
➢ প্রধান মন্ত্রী – উত্তর: তাজউদ্দীন
আহমেদ✿
➢ অর্থমন্ত্রী – উত্তর: এম. মনসুর আহমদ
সকল চাকরি পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ সাজেশন-০৪
★ “ ভাওয়াইয়ার রাজপুত্র “ উপাধি দেয়া
দেয় – মুস্তফা জামান আব্বাসীকে
★ এশিয়ার বর্ষীয়ান নেতাদের মধ্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান - ৪র্থ, ৭০ বছর
★ স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার
সূচকে বাংলাদেশের অবস্থান – ১৩৩ তম
★ এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের
অবস্থান – ১৮ তম
* WHO এর প্রতিবেদন ২০১৮ তে বায়ুদূষণে ঢাকার অবস্থান - ৩য় ( ৪৩০০ শহরের মধ্যে)
* প্রাণিজগতে নতুন ২ টি অমেরুদন্ডী প্রাণীর সন্ধান দেন নোবিপ্রবি এর মৎস্য ও
সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক – ড. মো.বেলাল হোসেন।
*পৃথিবীর আয়তন ৫১ কোটি ১০ লক্ষ বর্গ কি. মি.
*** পৃথিবীতে মহাদেশ আছে ৭টি
***পৃথিবীতে মহাসাগর আছে ৫টি
* আয়তন ও জনসংখ্যায় বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ।
* আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ছোট মহাদেশ ওশানিয়া।
* এন্টার্কটিকা মহাদেশের কোনো স্থায়ী জনগণ নেই। তবে চার থেকে পাঁচ হাজার পর্যটক ও
বিজ্ঞানী আছে সেখানে।
* আয়তন ও গভীরতায় সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।
*সবচেয়ে ছোট মহাসাগর আর্টিক বা উত্তর মহাসাগর।
বিশ্বের প্রথম নাগরিকত্বের স্বীকৃতি পাওয়া রোবট হচ্ছে--সোফিয়া।.
✏সোফয়া ‘জন্মদাতা’ হচ্ছেন--ডক্টর ডেভিড
হ্যানসন।
✏সোফিয়ার ‘জন্ম’ হয়েছে--হংকংয়ে।
✏সোফিয়ার উদ্ভাবক হচ্ছে--‘হ্যানসন
রোবোটিকস্’-এর প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন রোবট।
✏সোফিয়ার মুখাবয় হলিউডের কোন
অভিনেত্রীর আদলে তৈরি করা হয়েছে.?-অদ্রে হেপবার্নের।
✏আড়াই বছর বয়সী সোফিয়াকে নাগরিকত্বের
মর্যাদা দেয়.?-সৌদি আরব।
✏সম্প্রতি বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু
হাসপাতাল বাংলাদেশের কোথায় এসেছে.?-চট্টগ্রামে।
✏সপ্রতি কম্বোডিয়ার সঙ্গে কয়টি সমঝোতা
হয় বাংলাদেশের.?-৯টি।
✏সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের
চুক্তি হয়েছে.?-১টি।
.★দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা – ১০৩ টি ( নতুন অনুমোদ ২ টি)
★ দেশের প্রথম তরল পেট্রোলিয়াম গ্যাস
ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে – কুয়াকাটা, পটুয়াখালি
★ সি ১২২২১, সি ২৫৯৩, সি ১২০৩৩, সি
৩৪৭৩ হলো নতুন জাতের – পাট
★ দেশে শ্রম আদালত রয়েছে – ৭ টি
★ “ বাংলাদেশ ভবন “ উদ্বোধন করা হয় –
২৫ মে ২০১৮ সালে
★ দেশের প্রথম LNG টার্মিনাল তৈরি
হয়েছে – মহেশখালী, কক্সবাজারে
★ প্রথম বাংলাদেশি হিসেবে যিনি
যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন – শেখ মোজাহিদুর রহমান
.★ দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১
উৎক্ষেপন করা হয় – ১১ মে ২০১৮ সালে
★ এটি নির্মান করে ফ্যান্সের – থেলেস
অ্যালেনিয়া স্পেস
★ এটি উৎক্ষেপন করে যুক্তরাষ্ট্রের –
স্পেস এক্স
★ স্যাটেলাইট পরিচালনা করবে – BCSCL
★ এই স্যাটেলাইটের জন্য দেশে তৈরি করা
হয়ে – ২ টি গ্রাউন্ড স্টেশন
★ এতে টান্সপন্ডার রয়েছে – ৪০ টি
★ এই স্যাটেলাইট উৎক্ষেপনের স্লোগান –
“ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “
★ এই স্যাটেলাইট মহাকাশে বহনকারী
রকেটের নাম – ফ্যালকন ৯
★ এটি মহাকাশে অবস্থান করবে – ১১৯.১
ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
★ এই স্যাটেলাইটের ওজন – ৩৬০০ কেজি
★ এটির মেয়াদ – ১৫ বছর
★ এটির মোট ব্যয় – ২ ৭৬৫ কোটি টাকা
.★ রবীন্দ্র পদক ২০১৮ পেয়েছেন – আবুল
মোমেন ও ফাহিম হোসেন চৌধুরী
.টপিক...বৈশ্বিক ইতিহাস-
.*সূর্য একটি নক্ষত্র। যাদের নিজস্ব আলো আছে তারা নক্ষত্র।
*পৃথিবী একটি গ্রহ। যার নিজস্ব আলো নেই সে গ্রহ।
*সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারই।
*সূর্যের নিকটতম গ্রহ বুধ।
* পৃথিবী নামক গ্রহটি এক সময় সূর্যের ভিতর ছিলো। (Note- আজ থেকে লক্ষ কোটি বছর
পূর্বে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সূর্য নামক নক্ষত্রটির আংশিক অংশ বিচ্যূত হয়ে যায়।
তারই বিচ্যূত হয়ে যাওয়া একটি অংশ পৃথিবী।)
* পৃথিবী সৃষ্টির এই তত্তটিকে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত বা Big Bang Theory..
* বিগ ব্যাং থিউরির জনক বেলজিয়ামের জোত্যিবিদ জর্জ লেইমাইটার গ্যাসো। এবং
ব্যাখাকারী বিজ্ঞানী স্টিফেন হকিংস।
* পৃথিবীর আনুমানিক বয়স প্রায় ৪৬০ বা ৫২০ কোটি বছর!
* পৃথিবীর ৭১% পানি ও ২৯% মাটি।.
.টপিক...মহাদেশ
সৃষ্টি-
.*মহাদেশ সঞ্চালন তত্ত বা Continental Drift Theory এর জনক আলফ্রেড
ওয়েগনার।
* তিনি প্রথম পৃথিবীকে দুইটি অংশে ভাগ করেন। যথা: ১ লরেশিয়া বা উত্তর অংশ, ২.
গন্ডোয়ানাল্যান্ড বা দক্ষিণ অংশ। (Note : বাংলাদেশের দিনাজপুর জেলার পূর্বনাম
গন্ডোয়ানাল্যান্ড।)
* পৃথিবীর স্থলভাগের পূর্বনাম প্যানোজিয়া
* পৃথিবীর জলভাগের পূর্বনাম প্যানথালাসা।
যে সকল দেশের মূদ্রার নাম
“ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- (গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া
গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও
বারমুডা
★ গেল-গ্রানাডা।
মধ্যপ্রাচ্যের
দেশসমূহ মনে রাখার সহজ কৌশল.....
টেকনিকঃঃ- [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
ভারতের ছিটমহল
গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ - (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)
পারমাণবিক
সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
বাংলাদেশে
সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ-
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
দূরপ্রাচ্যের
দেশগুলোঃ
টেকনিকঃ- [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
OPEC ভুক্ত
দেশগুলোঃ
টেকনিকঃ - [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ- [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
FOUR IMAGINE
TIGERS দেশঃ
টেকনিকঃ- [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
7 SISTERS:
ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ- [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনীর ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানী)
স্কেন্ডেনেভিয়ান
রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
বাল্টিক রাষ্ট্র
৩ টিঃ
টেকনিকঃ-“ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
ASEAN ভুক্ত ১০টি
দেশঃ
টেকনিকঃ- [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনীর ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden
Cresent)
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-[“নেভাবা”]
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
(Golden
Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক: [″মাথাল”]
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden
Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল..
বিজ্ঞানীদের
মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ- (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)
মোগল সম্রাটদের
মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:(বাবার-হয়েছিল-একবার-
জ্বর-সারিল ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
যে সব রাষ্ট্রের
আইন সভার নাম “কংগ্রেস”-
টেকনিকঃ-(কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
মুক্তিযোদ্ধা ও
খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে ১৯৭১ সালের ২৬
মার্চ থেকে ১৬ ডিসেম্বর যে সকল ব্যক্তি দেশের জন্য কাজ করেছেন তারাই মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে সরকার। তন্মধ্যে একটি হলো
মুক্তিযুদ্ধকালীন বয়স ১৩ বছর হতে হবে।
মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (৬৭৬+১) =৬৭৭
বীরশ্রেষ্ঠ = ৭ জন
বীর উত্তম (৬৮+১) = ৬৯ (সর্বশেষ= ব্রিগেডিয়ার জামিল উদ্দীন)
বীর বিক্রম = ১৭৫
বীর প্রতীক = ৪২৬ (মহিলা=২, নিখোজ= ৫৫। কিন্তু দেবদাস বিশ্বাস ওরফে খোকা বিশ্বাস
বীর প্রতীক নামে ঝালকাঠির এক ব্যক্তিকে সনাক্ত করেন বিমল কান্তি দে। তাই বর্তমানে
নিখোঁজ সংখ্যা হবে ৫৪)
.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত 68 জন। কিন্তু মোট বীর উত্তম
খেতাবপ্রাপ্তের সংখ্যা 69 জন। 2010 সালে 75 এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা
করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়। এছাড়া পার্বত্য
চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাফ্ফর
আহমেদ কে বীর বিক্রম খেতাব দেয়া হয়।
তাই মুক্তিযুদ্ধে 175 জন বীর বিক্রম খেতাব পেলেও মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177
জন।পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 2 জনসহ
মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177 জন। তবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 175 জন।
নারী মুক্তিযোদ্ধা- ২ জন (২ জনই বীরপ্রতীক) (সেতারা বেগম ও তারামন বিবি)
নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম, তারামন বিবি ও কাঁকন বিবি
আদিবাসী নারী মুক্তিযোদ্ধা-কাঁকন বিবি
কাঁকন বিবি- খাসিয়া
কাঁকন বিবির আসল নাম- কাকাত হেনইঞ্চিতা
সর্বকনিষ্ঠখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-শহীদুল ইসলাম চৌধুরী (মুক্তিযুদ্ধের
সময় তাঁর বয়স-১২ বছর)
একমাত্র আদিবাসী/উপজাতি খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীরবিক্রম)
একমাত্র বিদেশি বীরপ্রতীক-ডব্লিউ এ এস ওডারল্যান্ড(অস্ট্রেলিয়া; জন্ম
নেদারল্যান্ড)ওডারল্যান্ড মারা যান- ১৮ মে ২০০১ সালে
ছয় দফা
সম্পর্কিতঃ
৫ ফেব্রুয়ারি ১৯৬৬- লাহোরে বিরোধী দলসমুহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক ছয়
দফা পেশ।
২৩ মার্চ- ছয় দফার আনুষ্ঠানিক ঘোষণা।
৭ জুন- ঐতিহাসিক ছয় দফা দিবস। কারণ 7 জুন ছয় দফা দাবিতে মনু নিয়া সহ ১১ জন শহীদ
হন। তাই ৭ জুন ছয় দফা দাবি দিবস।
5 February দাবি পেশ, 8 May মুজিবকে গ্রেফতার করে, 7 Jun কিশোর মনু মিয়া সহ ১১ জন
শহীদ হন।।।।।
. ছয় দফা দাবি- >
বাঙালি জাতির মুক্তির সনদ । ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেলের সাথে তুলনা করা হয়
।
৭মার্চের ভাষণ
১৯৭১ সারের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধুর ভাষনের বিষয়বস্তু
ছিল নিন্মোক্ত
ক.চলমান সামরিক আইন পত্যাহার
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
গ. গণহত্যার তদন্ত করা
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা
৭মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে আমেরিকার প্রেসিডেন্ট ওয়াশিংটনের গেটিসবার্গ
অ্যাড্রেসের সাথে তুলনা করা হয় । এটি ৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয়
।
আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭
মার্চের ভাষণ।
ইংরেজিতে অনুদিত ভাষণের বইটির নাম ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস
দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি [we shall figth on the beaches: the speeches that
inspired history]’।
বইটির সঙ্কলক - জ্যাকব এফ ফিল্ড। খৃস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ
পর্যন্ত সেরাভাষণ নিয়ে ২২৩ পৃষ্ঠার বই এটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাষণ
থেকে নেয়া শিরোনামের এই সঙ্কলন গ্রন্থের শেষ ভাষণটি যুক্তরাষ্ট্রের সাবেক
প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের ‘টিয়ারস ডাউন ওয়াল’।
বইটির ২০১ পৃষ্ঠায় ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’
শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।
বিদেশের মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়- কলকাতায়
বাংলাদেশের বিরোধীতা করে- মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
বাংলাদেশকে সহায়তা করে>> রাশিয়া .
ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠন- ২১ নভেম্বর ১৯৭১
ভারত-বাংলাদেশ মিত্রবাহিনীর প্রধান- ফিল্ড মার্শাল স্যাম মানেকশ
�ঊনসত্তরের_গণঅভ্যুত্থান�
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
মুক্তিযুদ্ধ ও
স্বাধীনতা লাভ
১) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছয় দফা কর্মসুচী ব্যক্ত করেন -- ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬
সালে।
২) আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় -- জানুয়ারী, ১৯৬৮।
৩/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন -- পাকিস্তানের প্রধান
বিচারপতি এস.এ. রহমান।
৪/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় -- জুন, ১৯৬৮।
৫/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল -- ৩৫ জন।
৬/ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন -- শেখ মুজিবর রহমান।
৭/ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -- ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
৮/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে -- ১৫
ফেব্রুয়ারী ১৯৬৯।
৯/ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় -- ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের
জন্য।
১০/ পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন -- ২০ জানুয়ারী, ১৯৬৯।
১১/ শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন -- আইন বিভাগের।
১২/ পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন -- ২৪ জানুয়ারী, ১৯৬৯।
১৩/ শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন -- নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর
ছাত্র।
১৪/ শহীদ ড. শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল -- ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
১৫/ আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন -- ২৫ মার্চ, ১৯৬৯।
আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
১৬/ শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয় -- ১৯৬৯ সালের ২৩
ফেব্রুয়ারী।
১৭/ শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয় -- ০৩ মার্চ ১৯৭১।
১৮/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন -- আ.স.ম আবদুর রব।
১৯/ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল -- ১৬৭ টি আসন।
২০/ পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয় – ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
২১/ আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন -- ২৫ মার্চ, ১৯৭১ রাতে।
২২/ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় -- ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
২৩/ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা পাঠ করা হয় -- ২৬ মার্চ, ১৯৭১।
২৪/ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় -- চট্টগ্রামের কালুরঘাটে, ২৬
মার্চ, ১৯৭১।
২৫/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন যারা -- ইস্ট বেঙ্গল
রেজিমেন্ট।
২৬/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় -- ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
২৭/ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন -- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৮/ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
২৯/ প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় -- ০২ ই মার্চ, ১৯৭১।
৩০/ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন -- আ স ম আব্দুর রব।
৩১/ শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় -- ২৫ মার্চ,
১৯৭১ মধ্যরাতে।
৩২/ সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয় -- ১০ এপ্রিল, ১৯৭১।
৩৩/ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল -- ১০ এপ্রিল, ১৯৭১।
৩৪/ বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল -- ১৭ এপ্রিল, ১৯৭১।
৩৫) সিয়েরা লিওনে বাংলাকে ২য় রাষ্ট্রভাষা করা হয়েছে
সকল চাকরি পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ সাজেশন-০৫
বাংলা–সাহিত্য
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে
প্রকৃতির রচনা?__রোমান্সধর্মী উপন্যাস-(নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
০২) তুমি অধম তাই বলে আমি
উত্তম হইবো না কেন?__বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
০৩) স্বাধীনতা, এই শব্দটি
কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে?__নির্মেলেন্দু গুণ
০৪) আধ্যাত্মিকা”গ্রন্থের
লেখক কে?__প্যারিচাঁদ মিত্র
০৫) চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির
লেখক কে?__রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬) তুমি আসবে বলে হে
স্বাধীনতা”কার কবিতা?__শামসুর রাহমানের
০৭) শূন্যপুরাণ”রচনা করেন
কে?__রামাই পণ্ডিত
০৮) সুকান্ত ভট্টাচার্য
কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?_আকাল
০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের
“ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?__ইন্দিরা দেবীকে।
১০) রবীন্দ্রনাথ ঠাকুরের
“ভানুসিংহ”ঠাকুরের পদাবলীর ভাষা কী?__ব্রজবুলি
১১) সর্বপ্রথম
বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২) বর্ণপরিচয়”এর রচয়িতা
কে?__ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
১৩) অশোক সৈয়দ”কার ছন্মনাম?__আব্দুল
মান্নান সৈয়দ এর।
১৪) গাড়ি চলে না,চলে না,
চলে না রে”গানটির গীতিকার কে?__শাহ্ আব্দুল করিমের।
১৫) মোরা একটি ফুলকে
বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে?__গোবিন্দ হালদার
১৬) সনেট এর কয়টি
অংশ?__২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
১৭) বাংলা সাহিত্যে অন্যতম
বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়?__১৯২৩ সালে।
১৮) তত্ত্ববোধিনী
পত্রিকার সম্পাদক কে ছিলেন?__অক্ষয়কুমার দত্ত
১৯) পূর্বাশা পত্রিকার
সম্পাদক কে ছিলেন? __সঞ্জয় ভট্টাচার্য
২০) ব্যাকরণ ভাষাকে কী
করে?___বিশ্লেষণ করে।
২১) স্ত্রী<ইস্ত্রী
হয়েছে কোন প্রকিয়ায়?__আদি স্বরাগম
২২) অনাদর শব্দটির
ব্যাসবাক্য কী?__ন আদর
২৩) মা ছিল না বলে কেই
তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য?__সরল বাক্য
২৪)’ড়, ঢ়’ কী জাতীয়
ধ্বনি?__তাড়নজাত
২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান
কোন শব্দে হয়?__তৎসম বা সংস্কৃত শব্দে।
২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে
“সন্ধি” আলোচনা করা হয়?__ধ্বনিতত্ত্বে
২৭)পিত্রালয়” এর সন্ধি
বিচ্ছেদ কী?__পিতৃ+আলয়
২৮)পরস্পর”কোন ধরনের
সন্ধি?__নিপাতনে সিদ্ধ
২৯)সম্+চয়”এটা কোন ধরনের
সন্ধি?__ব্যঞ্জন সন্ধি
৩০)পরীক্ষা”এর সন্ধি
বিচ্ছেদ কী?__পরি+ঈক্ষা
৩১)কোন প্রত্যয়যুক্ত
শব্দে মূর্ধন্য-ষ হয় না?__সাৎ
৩২)সমাসের রীতি কোন ভাষা
থেকে এসেছে?__সংস্কৃত ভাষা থেকে।
৩৩)আলোছায়া” পদটি কোন
সমাস?__দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
৩৪)প্রভাতে উঠিল রবি
লোহিত বরণ” এখানে ‘প্রভাতে’ কোন কারকে?__অধিকরণে ৭মী
৩৫)”ষোলকলা’শব্দের অর্থ
কী?__সম্পূর্ণ
৩৬)”ফুটিফাটা” বাগধারার
অর্থ কী?__চৌচির
৩৭)যা দমন করা যায় না” এক
কথায় কী?__অদম্য
৩৮)যে রোগ নির্ণয় করতে
হাতরে মরে?এক কথায় কী?__হাতুড়ে
৩৯)বিশেষ খ্যাতি আছে
যার”এক কথায়?__বিখ্যাত।
৪০)প্রাচ্য এর বিপরীত
কী?__প্রতীচ্য
৪১)নির্মল শব্দের বিপরীত
কী?__পঙ্কিল
৪২)”Pragmatic”এর সঠিক
অর্থ কী?__বাস্তবধর্মী
৪৩)Justification for”এর
সঠিক অনুবাদ__সমর্থন।
৪৪)খাসিয়া গ্রামগুলো কী
নামে পরিচিত?__পুঞ্জি
৪৫)বর্ণালি ও শুভ্রা”
কিসের জাত?__উন্নত জাতের ভুট্টা
৪৬)বাংলাদেশের ডাক বিভাগে
ডাক টাকা চালু হয় কবে?__১১ডিসেম্বর ২০১৭ সালে।
৪৭)মুজিবনগর কোথায়
অবস্থিত?__মেহেরপুর জেলায়।
৪৮) ৬দফা দাবী কোথায়
উত্থাপিত হয়?__লাহোরে।
৪৯)ব্রিটিশ ভারতের শেষ
ভাইসরয় এর নাম কী?__লর্ড মাউন্টব্যাটেন।
৫০)মুক্তিযুদ্ধের সময়
যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?__৮নং সেক্টরে।
৫১)বাংলাদেশ জাতি সংঘের
কততম সদস্য?__১৩৬তম
৫২)বাংলাদেশের পরমাণু
শক্তি কমিশন কত সালে গঠিত হয়?__১৯৭৩ সালে।
৫৩)মৌর্য ও গুপ্ত বংশের
রাজধানী কোথায় ছিল?__পাটলিপুত্রে
৫৪)বাংলার প্রথম স্বাধীন
রাজা কে?__রাজা শশাঙ্ক
৫৫)প্রথম মুসলিম বিজেতা
কে?__মুহম্মদ বিন কাশিম
৫৬)শাহ্ ই বাঙ্গালা”কার
উপাধি?_শামসুদ্দিন ইলিয়াস শাহ
৫৭)কবে ইউনেস্কো ২১শে
ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?__১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৫৮)গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?__অধ্যাপক এম.ইউসুফ আলী
৫৯)স্বাধীন বাংলাদেশকে
মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?__৪এপ্রিল ১৯৭২ সালে।
৬০)রাজবংশী নামক ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?__রংপুর ও শেরপুরে।
৬১)বাংলাদেশে
পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?__৭টি
৬২)বর্তমানে মোট উপজেলা
কতটি?__৪৯২টি
৬৩)”Product of the
year-2018 কোন পণ্যটি?_ওষুধ
★৬৪)বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয়
কোথায়?__দর্শনা-জগতি(কুষ্টিয়া)
৬৫)সংবিধান দিবস কত
তারিখে?__৪ নভেম্বরে।
৬৬)সংবিধানের কোন
অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে?__৩৬ নং অনুচ্ছেদে।
৬৭) A person devoid of
knowledge”__Ignorant
৬৮) The book “Ivanhoe”is
written by?__Sir Walter Scott
৬৯)The poem”Solitary
Reaper”is written by?__William Wordsworth
৭০)The man lapsed___past
memories”___into
৭১)Divide the money__the
two boys”__between
৭২)Kamal is
good__cricket.__at
৭৩)I shall do
it__pleasure.__with
৭৪)I am fatigued__wide
travelling.__by
৭৫)He is used
to__hard.__working
৭৬)The committee__divided
in their opinion.__were
৭৭)Nine thousand taka__a
good amount of money.__is
৭৮)The word
“substantiate”is a__verb
৭৯)The word “decision”is
a__noun
৮০)The word
“wonderful”is a/an__adjective
# English translation of
the Bengali sentence.
৮১)অপমানের চেয়ে মৃত্যু
শ্রেয়…__Death is preferable to dishonour.
৮২)শিশুটি হাসতে হিসতে
মায়ের নিকট এলো।__The baby came to its mother laughing.
→The passive from of___
৮৩) Do you know the
man?’is__Is the man known to you.
৮৪) “Let me do the
work”is__Let the work be done by me.→The indirect narration of the sentence.
৮৫) He said,Good morning
sir”is__He respectfully wished good morning to the person spoken to.
৮৬)Akbar said, What a
fine picture it is!__Akbar exclaimed that it was a very fine picture.
Idioms and Phrases
৮৭)→Block head___Foolish
৮৮)→By and
large___Mostly
৮৯)→Fits and
starts___irregularly
৯০)→White colour job___A
job without manual labour.
Correct Spelling
৯১)→Millennium
৯২)→Caterpillar
৯৩)→Dysentery
৯৪)→Misspell
৯৫)→Bureaucrat
৯৬)→Tuition
৯৭)→Humorous
৯৮)→Curruption
Antonyms
৯৯)→Adulterate__Pure
১০০)→Altruism__Meanness
সাধারণ জ্ঞান :
আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা :
১। ফেয়ারফ্যাক্স-
যুক্তরাষ্ট্র
২। স্কটল্যান্ড ইয়ার্ড- যুক্তরাজ্য
৩। মুখবরাত- মিশর
৪। মোসাদ- ইসরায়েল
৫। আমান- ইসরায়েল
৬। সাভাক- ইসরায়েল
৭। র ( RAW) – ভারত
৮। আইএসআই- পাকিস্তান
বিমানসংস্থার নাম:
১। ইন্দোনেশিয়া – গারুদা
২। জার্মানি – লুফথানসা
৩। রাশিয়া – এরোফ্লট
৪। ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস- যুক্তরাষ্ট্র
বিমানবন্দর :
১। হিথ্রো বিমানবন্দর –
লন্ডন
২। সুবর্ণভূমি বিমানবন্দর – নেপাল
দিবস:
১। বিশ্ব নারী দিবস- ৮
মার্চ
২। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
৩। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস- ২৯ মে
৪। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১মে
৫। বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
৬। বিশ্ব আদিবাসী দিবস – ৯ আগস্ট
৭। বিশ্ব সাক্ষরতা দিবস – ৮ সেপ্টেম্বর
৮। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস – ১৫ সেপ্টেম্বর
৯। বিশ্ব অহিংস দিবস – ২ অক্টোবর
১০৷ বিশ্ব খাদ্য দিবস – ১৬ অক্টোবর
১১। বিশ্ব এইডস দিবস – ১ ডিসেম্বর
১২। বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস – ৯ ডিসেম্বর
১৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
নতুন ও পুরাতন নাম:
১। জিম্বাবুয়ে – দক্ষিণ
রোডেশিয়া
২। বারকিনা ফাসো- আপার ভোল্টা
৩। কঙ্গো প্রজাতন্ত্র – জায়ারে
৪। ঘানা- গোল্ড কোস্ট
৫। জাম্বিয়া- উত্তর রোডেশিয়া
৬। নেদারল্যান্ড – হল্যাণ্ড
৭। চীন- ক্যাথে
৮। জার্মানি- ডয়েচেল্যান্ড
পর্বত:
১। আন্দিজ পর্বতমালা-
দক্ষিণ আমেরিকা
২। পৃথিবীর সর্বোচ্চ পর্বত- মাউন্ট এভারেস্ট
৩। এডামস পিক- শ্রীলঙ্কা
৪। তোরাবোরা গুহা/ পাহাড় – আফগানিস্তান
৫। কিনাবালু- মালয়েশিয়া
উপত্যকা :
১। সোয়াত উপত্যকা –
পাকিস্তান
২। মৃত্যু উপত্যকা – আমেরিকা যুক্তরাষ্ট্র
মরুভূমি :
১। সাহারা মরুভূমি –
পৃথিবীর সবচেয়ে মরুভূমি। একে ” আফ্রিকার দুঃখ ” বলা হয়।
২। গোবি মরুভূমি – ( মঙ্গোলিয়া-চীন)
৩। কালাহারি মরুভূমি – আফ্রিকা
৪। তাকলামাকান- চীন
৫। থর- (ভারত-পাকিস্তান)
৬। চিহুয়াহুয়ান- (মেক্সিকো – যুক্তরাষ্ট্র)
সাগর তীরবর্তী রাষ্ট্র :
১। ভূমধ্যসাগর – মিশর,
লিবিয়া, আলজেরিয়া, তিউনেসিয়া, মরক্কো, স্পেন, ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া,
ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক,
সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল
স্থলবেষ্টিত রাষ্ট্র :
১। বিশ্বের মোট স্থল
বেষ্টিত দেশের সংখ্যা – ৪৫টি
২। এশিয়া- নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান,
তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান
৩। ইউরোপ – হাঙ্গেরি, সুইজারল্যান্ড, কসোভো
৪। আফ্রিকা – ইথিওপিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ সুদান
৫। দক্ষিণ আমেরিকা- প্যারাগুয়ে, বলিভিয়া
ছিদ্রায়িত রাষ্ট্র :
১। ২টি; যথা- ইটালি,
দক্ষিণ আফ্রিকা
রাজধানীর নামঃ
১। মঙ্গোলিয়া- উলানবাটোর
২। উত্তর কোরিয়া- পিয়ংইয়ং
৩। মায়ানমার- নাইপিদো
৪। কম্বোডিয়া – নমপেন
৫। লাওস- ভিয়েনতিয়েন
৬। মালয়েশিয়া – কুয়ালালামপুর
৭। শ্রীলঙ্কা – কলম্বো
৮। লেবানন – বৈরুত
৯। সিরিয়া- দামেস্ক
১০। তুরস্ক – আঙ্কারা
১১। কাতার- দোহা
১২। জর্ডান- আম্মান
১৩। কাজাখস্তান – আস্তানা
১৪। কিরগিজস্তান – বিশকেক
১৫। তুর্কমেনিস্তান – আশখাবাদ
১৬। উজবেকিস্তান – তাসখন্দ
১৭। তাজিকিস্তান – দুশানবে
১৮। ফিনল্যান্ড – হেলসিংকি
১৯। ডেনমার্ক – কোপেনহেগেন
২০। ইউক্রেন – কিয়েভ
২১। বেলজিয়াম – ব্রাসেলস
২২। কসোভো- প্রিস্টিনা
২৩। নেদারল্যান্ড- আমস্টারডাম
২৪। পোল্যান্ড- ওয়ারস
২৫৷ এস্তোনিয়া- তাল্লিন
২৬। লাটভিয়া- রিগা
২৭। দক্ষিণ সুদান- জুবা
২৮। বুরুন্ডি- বুজুমবুরা
২৯। মাদাগাস্কার – আনতানানারিবো
৩০। উগান্ডা – কাম্পালা
৩১। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র – কিনসাসা
৩২। সেনেগাল- ডাকার
৩৩। দক্ষিণ আফ্রিকা – কেপটাউন
৩৪। বারকিনা ফাসো- ওয়াগাডুগু
৩৫। মৌরিতানিয়া- নৌয়াকচট
৩৬। ইথিওপিয়া – আদ্দিস আবাবা
৩৭। হন্ডুরাস – তিগুচিগালপা
৩৮। চিলি- সান্টিয়াগো
৩৯। আর্জেন্টিনা – বুয়েন্স আয়ারস
৪০। পেরু- লিমা
দ্বীপ :
১। পৃথিবীর বৃহত্তম দ্বীপ
– গ্রীণল্যান্ড
২। গ্রীণল্যান্ড দ্বীপটির মালিকানা – ডেনমার্ক
৩। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কিন্তু রাজনৈতিক ভাবে ইউরোপের- গ্রীণল্যান্ড
৪। পৃথিবীর সর্বাধিক দ্বীপরাষ্ট্র – ইন্দোনেশিয়া
৫। কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৬। শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- রাশিয়া ও জাপান
৭। সেনকাকু নিয়ে বিরোধ রয়েছে- চীন ও জাপান
৮। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে – চীন ও ভিয়েতনাম
৯। আবু মুসা দ্বীপ – ইরান ও সংযুক্ত আরব আমিরাত
১০। পেরেজিল দ্বীপ – মরক্কো ও স্পেন
১১। ফকল্যান্ড – আর্জেন্টিনা ও ব্রিটেন
১২। চীনে ‘দিয়াওয়াও’ নামে পরিচিত – সেনকাকু দ্বীপপুঞ্জ
১৩। জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা
১৪। আফ্রিকা ও এশিয়ার মধ্যে ভূমি সেতুর কাজ করে- সিনাই উপত্যকা
হ্রদ :
১৫। আয়তনে বিশ্বের
বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর
১৬। বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র হ্রদ
১৭। গ্রেট লেকস কয়টি?- ৫ টি
১৮। তাঞ্জানিয়া ও উগান্ডার আন্তর্জাতিক সীমানা হিসেবে পরিচিত – ভিক্টোরিয়া হ্রদ
১৯। বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল
২০। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ- আসাল হ্রদ
২১। লবণ সাগরের আসল নাম- মৃত সাগর
২২। পৃথিবীর যে সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে- মৃতসাগর/ লবণ সাগর
প্রণালি :
২৩। এশিয়া থেকে আমেরিকাকে
পৃথক করেছে- বেরিং প্রণালী
২৪। ভারত হতে শ্রীলঙ্কাকে পৃথক করেছে- পক প্রণালি
২৫। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করেছে- হরমুজ প্রণালি
২৬। এডেন সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে- বাব-এল-মান্দেব
২৭। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে- বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালি
২৮। ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালি
২৯। ফ্রান্স ও ব্রিটেন পৃথক করেছে- ইংলিশ চ্যানেল
৩০। ব্রজেন দাস- একজন বাঙ্গালি সাঁতারু
৩১। পৃথিবীর বৃহত্তম খাল- সুয়েজ খাল
৩২। সুয়েজ খাল অবস্থিত – মিশর
৩৩। সুয়েজ খাল চালু হয়- ১৮৬৯ সালে
৩৪। সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগর ও লোহিত সাগর
৩৫। পানামা খাল সংযুক্ত করেছে- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
নদী:
৩৬। পৃথিবীর দীর্ঘতম নদী-
নীল নদ
৩৭। নীলনদ প্রবাহিত হয়েছে- ১১ টি
৩৮। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? – নীল
৩৯। পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন
৪০। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন
৪১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজন
৪২। এশিয়ার দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং
৪৩। হোয়াংহো নদীর স্থপত্তিস্থল – কুনলুন পর্বত
৪৪। চীনের দুঃখ বলে পরিচিত- কুনলুন পর্বত
৪৫। ইউরোপের সবচেয়ে বড় নদী- ভলগা
৪৬। ব্ল্যাকফরেস্ট অবস্থিত – জার্মানি
৪৭। শাত-ইল-আরব হলো- ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস বদরী মিলিত প্রবাহ
৪৮। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?- জর্ডান
৪৯। পশ্চিম তীর অবস্থিত – জর্ডান
জলপ্রপাত :
৫০। বিশ্বের উচ্চতম
জলপ্রপাত – অ্যাঞ্জেলস
৫১। নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – আমেরিকা-কানাডা
৫২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত – ভিক্টোরিয়া
ভৌগলিক উপনাম:
৫৩। বিশ্বের রাজধানী –
নিউইয়র্ক
৫৪। পৃথিবীর কসাইখানা – শিকাগো
৫৫। ভূ-স্বর্গ– কাশ্মীর
৫৬। শ্বেতহস্তীর দেশ – থাইল্যান্ড
৫৭। হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড
৫৮। হাজার দ্বীপের দেশ – ইন্দোনেশিয়া
৫৯। ম্যাপল পাতার দেশ – কানাডা
৬০। নীরব খনির দেশ – বাংলাদেশ
৬১। সমুদ্রের বধূ- ব্রিটেন
৬২। সাত পাহাড়ের শহর– রোম
৬৩। সোনালী তোরণের শহর– সানফ্রান্সিসকো
৬৪। সংস্কৃতির শহর- প্যারিস
৬৫। বিগ আপেল – নিউইয়র্ক
৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
৬৭। প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
৬৮। ইউরোপের রণক্ষেত্র— বেলজিয়াম
৬৯। পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর– হারারে
৭০। সাত পাহাড়ের দেশ – রোম
ভাষা:
৭১। চীন- মান্দারিন
(সবচেয়ে বেশি লোক এ ভাষায় কথা বলে)
৭২। আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো, স্পেন- স্পেনিশ
৭৩। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ঘানা,
জিম্বাবুয়ে, উগান্ডা, নাইজেরিয়া- ইংরেজি
৭৪। ব্রাজিল, পর্তুগাল – পর্তুগিজ
৭৫। জার্মানি, অস্ট্রিয়া– জার্মান
৭৬। ফ্রান্স, সেনেগাল, বেলজিয়াম, কঙ্গো, মাদাগাস্কার – ফ্রেঞ্চ
৭৭। অ্যান্ডোরা, স্পেন – ক্যাটালান
৭৮। আফগানিস্তান- পশতু
৭৯। ভুটান- দোজাংখা
৮০। কেনিয়া, তানজানিয়া- সোয়াহিলি
৮১। মালদ্বীপ – দিভেহী
৮২। শ্রীলঙ্কা – সিংহলি
৮৩। ইসরায়েল – হিব্রু
৮৪। মালয়েশিয়া – মালয়
৮৫। কম্বোডিয়া – খেমার
৮৬। ঘানা- আকান
সমুদ্রবন্দরঃ
৮৭। আকাবা- জর্ডান
৮৮। বন্দর আব্বাস – ইরান
৮৯। এডেন– ইয়েমেন
৯০। হাইফা- ইসরায়েল
৯১। ডানজিগ– পোল্যান্ড
৯২। আন্টওয়ার্প- বেলজিয়াম
৯৩। পোর্ট সৈয়দ – মিশর
৯৪। ক্যাসাব্লান্কা- মরক্কো
৯৫। বেনগাজী- লিবিয়া
৯৬। উমকাসর- ইরাক
৯৭। ইসকানদারুন- তুরস্ক
মুদ্রা :
৯৮। গুলট্রাম- ভুটান
৯৯। কিয়াট- মায়ানমার
১০০। রিংগিত- মালয়েশিয়া
১০১। ইসরায়েল – শেকেল
১০২। জলোটি- পোল্যান্ড
১০৩। সেডি- ঘানা
১০৪। ডং- ভিয়েতনাম
আইনসভা :
১০৫। ইসরায়েল – নেসেট
১০৬। জাপান – ডায়েট
১০৭। আফগানিস্তান – লয়া জিরগা
১০৮। যুক্তরাষ্ট্র – কংগ্রেস
১০৯। রাশিয়া – স্টেট ডুমা
১১০। পাকিস্তান – মজলিশ
১১১। নরওয়ে – স্টরটিং
১১২। ডেনমার্ক – ফোকেটিং
১১৩। জার্মানি – বুন্টেসট্যাগ
প্রাইমারির বিগত বছরগুলোর ৫০০টি প্রশ্নোত্তর
১) ভাষার মূল উপাদান – ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ – অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ – তোষামুদে
৫) বাবুর্চি – তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান – মূর্ধন্য
৭) চীনা শব্দ – চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য – বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে
১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা – সমাপ্তি
১৪) তুমি যাও – অনুজ্ঞা
১৫) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য – অন্তমিল থাকেনা
২৩) চাঁদ – তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে – বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ
৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান – নজরুলের সাম্যবাদী
কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ
৩৮) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
১) ঢাক ঢাক গুড় গুড়
বাগধারার অর্থ – গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ – শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ – পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৭) Transliteration এর পরিভাষা – প্রতিবর্ণীকরন
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
১০) এক জাতীয় নয় – তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ – স্মৃতির শহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী – বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা – কবিতা
১৫) সমার্থক নয় – মরৎ
১৬) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য – পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা
২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান –
হরিশংকর
জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন – শামসুর রাহমান
২৬) শুব্দ বানান – মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত
১) আপদ এর বিপরীত
শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।
১) কোন বানানটি
সঠিক – ভদ্রোচিত
২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল
৩) উত্তম পুরুষের উদাঃ – আমি
৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী
৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু
৭) দেশী শব্দ – চাল, চুলা
৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ
৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ
১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ
১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার
১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য
১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী
১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ
১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ
১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর
২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী
২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ – আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর
২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি
২৩) হাজার বছর ধরে রচনা করেন – জহির রায়হান
২৪) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।
এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ
২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের
গল্পের
উক্তি
২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা
২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়
২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন – ২১ বছরে
৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা
৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – জহির রায়হানের রচনা
৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন
৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি
৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দোপাধ্যায়
৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি
৩৭) রাজবন্দীর জবানবন্দী কার – কাজী নজরুল ইসলাম
৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি ভরসা
৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
১) কষ্টে অতিক্রম
করা যায় যা – দুরাতিক্রম্য
২) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল
৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে
৪) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে – অনশ্চিয়তা
৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত কালের
৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা – আঃ গাফফার চৌধুরী
৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়
৮) আরোহন এর বিপরীত – অবরোহণ
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট
১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান
১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ
১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য – সত্যবাদীকে সকলে
বিশ্বাস করে
১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক
নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু
১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম
১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ
১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র
২০) হরতাল – গুজরাটি শব্দ
২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি – সৈয়দ মঈনুল হোসেন
২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা – জসীম উদদীন
২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি
২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত
২৬) শকট শব্দের অর্থ – মাছ
২৭) শেষ লেখা কি জাতীয় রচনা – কাব্য
২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই – অবিসংবাদী
২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় – ঢাকা থেকে
৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় – ১৮৬১ সালে
৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল
৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে
৩৫) বাংলা উপসর্গ – অনা
৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ
৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী
৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন
৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা
৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় – আনন্দময়ীর আগমনে
৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু
১) অপোগন্ড শব্দের অর্থ –
অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ
২) বাবা – তুর্কি শব্দ
৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া
৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
৫) সওগাত শব্দের অর্থ – উপহার
৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত
৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়
৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত
৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
১০) সিডর – সিংহলি ভাষার শব্দ
১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়, রোগাও নয়
১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত – নির্ভরশীলতা
১৩) Barren শব্দরে অর্থ – ঊষর
১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব
১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল
১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর
১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ – ক্ষুধ+ নিবৃত্তি
১৮) বায়স শব্দের অর্থ – কাক
১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – লাঙ্গল
২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর
২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
২৩) রাবণের চিতা বাগধারার অর্থ – চির অশান্তি
২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের – মুসলিম সাহিত্য সমাজ
২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ
২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ
২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি
২৯) নজরুল কারাবরণ করেন – আনন্দময়ীর আগমনে কবিদার জন্য
৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী
৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ
৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী – দিক দর্শন
৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয় প্রাকৃত থেকে
৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা – মীর মশাররফ হোসেন
৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর – সত্যেন্দ্রনাথ দত্ত
৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ – বিপদে পড়ে কাজ করা।
১) শুদ্ধ বানান –
মুহুর্মুহু
২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই
৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ – দীর্ঘ আলোচনা
৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ – প্রবল সৌভাগ্য
৫) বহুব্রীহি সমাস – দশানন
৬) পানির সমার্থক শব্দ – উদক
৭) কোথাও উন্নত কোথাও অবনত এককথায় – বন্ধুর
৮) যা লাফিয়ে চলে – প্লবক
৯) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর প্রার্থনা – সরল বাক্য
১০) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি – সরল বাক্য
১১) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে – ৫টি
১২) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য – বীরাঙ্গনা
১৩) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন – তাসের দেশ
১৪) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ – নীলদর্পন
১৫) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন – মুনি দত্ত
১৬) জহির রায়হানের রচনা – আরেক ফাল্গুন
১৭) নজরুল রচিত নাটক – ঝিলিমিলি
১৮) মুনির চৌধুরী রচিত কবর একটি – নাটক
১৯) পঞ্চতন্ত্র রচনা করেন – সৈয়দ মুজতবা আলী
২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন – বড়ু চন্ডীদাস
২১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
২২) ঐহিক এর বিপরীত শব্দ – পারত্রিক
২৩) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ – ক্ষুদ্রার্থে
২৪) দ্বিগু সমাস – চৌরাস্তা
২৫) যার চক্ষুলজ্জা নাই – চশমখোর
২৬) যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী
২৭) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন
২৮) শুদ্ধ বানান – অগ্নিবীণা
২৯) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ – স্বার্থপর
৩০) একচোখা – পক্ষপাত দুষ্টু
৩১) বাংলায় স্বরবর্ণ -১১ টি
৩২) বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – নজরুল ইসলাম
৩৩) বিষাদসিন্ধু যাঁর রচনা – মীর মশাররফ হোসেন
৩৪) চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন
৩৫)সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩৬) চর্যাপদ আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী
৩৭) মধ্যযুগের কাব্যের একটি ধারা – মঙ্গল কাব্য
৩৮) মাত্রাহীন বর্ণ – ১০টি
৩৯) রোহিণী চরিত্রটি – কৃষ্ণকান্তের উইল উপন্যাসের
৪০) আমার সোনার বাংলা কবিতার প্রথম – ১০ লাইন জাতীয় সঙ্গীত
৪১) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব – হীরক জয়ন্তী
৪২) ভুল সন্ধি বিচ্ছেদ – দু+ লোক= দ্যুলোক
৪৩) বাবা শব্দটি – তুর্কি
৪৪) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। এখানে – দিয়ে হলো – অনুসর্গ
৪৫) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা – করণ কারক
৪৬) সংবাদপত্র – মধ্যপদলোপী কর্মধারয় সমাস
৪৭) ভানুমতির খেল মানে – ভেলকিবাজি
৪৮) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে – বচনের ভুল
৪৯) বাংলা গদ্যরীতির জনক – বিদ্যাসাগর
৫০) ছায়া হরিন যাঁর রচনা – আহসান হাবীব
৫১) সুসময়ের বন্ধু – বসন্তের কোকিল
৫২) সমুদ্র শব্দের সমার্থক নয় – অদ্রি
৫৩) অশুদ্ধ বানান – ভূল
৫৪) খদ্দর -গুজরাটি শব্দ
৫৫) সঠিক ণ এর ব্যবহার হয়েছে – তৃষ্ণা শব্দে
৫৬) জাতি+ অভিমান – জাত্যভিমান
৫৭) কোনটি প্রবন্ধ – কালান্তর
৫৮) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে – উপসাগর শব্দে
৫৯) কন্যার সমার্থক শব্দ নয় – সহোদরা
৬০) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি – অধীনস্থ
No comments:
Post a Comment