BOU

Monday, March 4, 2019

অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশন-৬৫তম পর্ব



বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশন
৬৫তম পর্ব
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশন

০১|| বৈশ্বিক রেমিটেন্স আহরণে বাংলাদেশ কততম?=>৯ম(১৫.৯ বি.মা.ড.) =>১ম ভারত,২য় চীন।
০২|| "সড়ক দুর্ঘটনায় মৃত্যু" প্রতিবেদনে বাংলাদেশ কততম?=>১০ম।®=>১ম ভারত,২য় চীন
০৩|| বিশ্বে সামরিক শক্তিতে বাংলাদেশ কততম?®=>৫৬তম।=>শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র =>সর্বনিম্নে ভুটান(১৩৬)
০৪|| বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী 'শেখ হাসিনা' কততম?=>২৬তম =>১ম জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।®=>২য় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেমা মে।
০৫|| "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি"সূচকে বাংলাদেশ কততম? =>৯ম। =>১ম পুয়ের্তোরিকা =>১৯৯৮-২০১৭ পর্যন্ত বাংলাদেশ ৭ এ ছিল।
০৬|| গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? =>১ম চীন =>২য় যুক্তরাষ্ট্র, ৩য় ভারত।
০৭|| বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ কততম? ®=>২৫তম।®=>১ম ইরাক, ২য় আফগানিস্তান।
০৮|| ই-কমার্স সূচকে বাংলাদেশ কততম? =>৮৮তম =>১ম নেদারল্যান্ড, সর্বনিম্নে নাইজার।
০৯|| অভিবাসী প্রেরণে বিশ্বে বাংলাদেশ কততম? =>৫ম(৭.৫ লাখ) =>১ম ভারত =>গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র(৪.৯৮ লাখ)
১০|| "বৈশ্বিক লিঙ্গবৈষম্য" প্রতিবেদনে বাংলাদেশ কততম? =>৪৮তম =>১ম আইসল্যান্ড, =>সর্বনিম্নে ইয়েমেন।
১১|| "অস্কার"পুরস্কারের প্রকৃত নাম কী? =>একাডেমি অ্যাওয়ার্ড।
১২|| দেশের ১ নং সংসদীয় আসন "পঞ্চগড়" জেলা কবে প্রতিষ্ঠিত হয়? =>১৯৮৪ সালে। ®=>১৯৪৭ সাল পর্যন্ত ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত ছিল।
১৩|| দেশের একমাত্র পুলিশ একাডেমির বর্তমান নাম কী? =>বাংলাদেশ পুলিশ একাডেমি।®=>পূর্ব নাম সারদা পুলিশ একাডেমি।
১৪|| মার্কিন সংবিধান রচিত ও প্রণীত হয় কবে? =>১৭ সেপ্টেম্বর ১৭৮৭ সালে। ®=>কার্যক্রর ৪ মার্চ ১৭৮৯ সালে।
১৫|| মার্কিন সংবিধানের জনক বলা হয় কাকে? ®=>জেমস ম্যাডিসনকে। ®=>মার্কিন সংবিধান বিশ্বের প্রাচীনতম। ®=>নোট রমজান(স্যরি)
১৬|| পবিত্র কোরআন কোন দেশের সংবিধান? ®=>সৌদি আরবের।
১৭|| শব্দের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম সংবিধান কোন দেশের? ®=>ভারতের। ®=>ছোট মোনাকোর।
১৮|| রাষ্ট্রপতি কাদেরকে শপথ বাক্য পড়ান? ®=>প্রধানমন্ত্রী, মন্ত্রী,প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, প্রধান বিচারপতিকে। ®=>স্পীকার
রাষ্ট্রপতি,ও জীতয় সংসদ সদস্যদেরকে। ®=>প্রধানমন্ত্রীসিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানকে।
১৯|| বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কী? ®=>হাইড্রোজেন। ®=>ভারী অক্সিজেন
২০||"জয় বাংলা" ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ®=>চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ®=>স্থপতি সৈয়দ মোহাম্মদ সোহরাব ®=>ভিত্তি প্রস্তর স্থাপন ২৫ অক্টো.২০১৮ ®=>১মটি পটুয়াখালী বিজ্ঞান ও প্র.বি.
২১|| আধুনিক ফিন্যান্সের জনক কে? ®=>মার্কিন অর্থনীতিবিদ ইউজিন ফ্রান্সিস ফামাকে।
২২|| "গোল্ডেন আওয়ার"বলতে কী বুঝায়? ®=>সূর্যোদয়ের অল্প সময়ের পর থেকে সূর্যাস্তের অল্প সময়ের আগের সময়কে বলা হয় গোল্ডেন/ম্যাজিক্যাল আওয়ার।
২৩|| জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুরে অবস্থিত ভাস্কর্যের নাম কী? ®=>স্মৃতির মিনার।
২৪|| প্রচীন জনপদ সমতট বর্তমানে কোন কোন জেলায় অবস্থিত? ®=>কুমিল্লা ও নোয়াখলীর ও অন্যান্য।
২৫|| "বাংলার আমাজন" বলা হয় কোন বনকে? ®=>সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত "রাতারগুল"বনকে
২৬।Which one is a common noun? __infant
২৭। "Amicable" অর্থ কী?__সৌহার্দপূর্ণ
২৮। বাংলা বর্ণমালায় ক'টি "ব"আছে?__১টি
২৯। ১+২+৩+৪......+৯৯=কত?__৪৯৫০
৩০। বাক্য সংকোচন কী?__একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
৩১। BRICS ধারণার প্রবর্তক কে?__জিমও নিল(২০০১)
৩২। BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
৩৩। ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?__৭১০৭টি
৩৪। মুসলিম অধ্যুষিত "মিন্দানাও"কোন দেশে অবস্থিত?__ফিলিপাইনে
৩৫। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়? __১৫জুলাই ১৯৭৩ (যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)
৩৬। ঐশ্বর্য"এর বিপরীত শব্দ কী?__নিঃস্ব
৩৭।  "৯৯৯৯৯"এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫, এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?__২১
৩৮। লোভে পাপ,পাপে মৃত্যু"এর ইংরেজি অনুবাদ কী?__Greed leads to sin and to death
৩৯।  "১২৫ এর ১২৫% কত?__১৫৬.২৫
৪০। কোন বানানটি শুদ্ধ?_অসমীচীন,মুমূর্ষু
৪১। "NAFTA" এর সদস্য দেশ কতটি?__৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)
৪২।  "অ্যাবাকাস" কী?__এক প্রকার গণনা যন্ত্র
৪৩। "অ্যাবাকাস"কোথায় আবিষ্কৃত হয়?__খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে
৪৪। একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?__৫২২০০ টাকা
৫৪। বাংলা ভাষায় মধ্যযুগ ছিল?__১২০১-১৮০০সাল পর্যন্ত
৫৫। ০.৯৬২৩-৩১=কত?__-৩০.০৩৭৭
৫৬। Choose the correctly spelt?__Soverereignty (সার্বভৌম ক্ষমতা)
৫৭। একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?__৫৬০+৮২০/২=৭৩৫
৫৮। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়? _শব্দ শক্তিতে
৫৯। "শশব্যস্ত"কোন সমাস?__শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
৬০। মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো____পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
৬১। "৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?__২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
৬২। FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?__১৯০৪ সালে
৬৩। FIFA কোন দেশে প্রতিষ্ঠিত হয়?__ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
৬৪। জীবনতরী'কী? __একটি ভাসমান হাসপাতাল
৬৫। জীবনতরী"কত সালে যাত্রা শুরু করে?__১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
৬৬। বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?_জ্যা বলে
৬৭। The word "Reproduction"is a____noun
৬৮। "গম্ভীর ধ্বনি"বাক্যসংকোচন কী?__মন্দ্র
৬৯। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?__শুক্র গ্রহের
৭০। "বাগধারা"কোথায় আলোচিত হয়?__বাক্যতত্ত্বে
৭১। "মহা পৃথিবী"কার কাব্যগ্রন্থ?__জীবনানন্দ দাশের
৭২। "আরব বসন্ত বা রবিউল আরাবি"বলতে কী বুঝায়__২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।
৭৩। The book"Man and Superman"is written?__বার্নাড'শ
৭৪। কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?__১ জানু,১৯৯৩
৭৫। "উচাটান"এর বিপরীত অর্থ কী?__প্রশান্ত
৭৬। "আফতাব"শব্দের অর্থ কী?__অর্ক বা সূর্য
৭৭। A person leaves his or her country to settle in another country.__Emigrant
৭৮।  বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?__১৯৯৩ সালে
৭৯।কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?_১৯৪১ সালের ১ডিসেম্বরে।
৮০।  নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা" পংক্তিটি কার? __রামনিধি গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ
৮১। ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?_বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)
৮২। কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?__রাঙামাটিতে
৮৩।  কর্বুর" শব্দের অর্থ কী?__রাক্ষস
৮৪। জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের (GI) নিবন্ধন দেয়?
®__WIPO.
®__১ম ভৌগোলিক পণ্য জামদানি
®__২য় ভৌগোলিক পণ্য ইলিশ
৮৫। "The Golden House-২০১৭"উপন্যাসটির লেখক কে?
®__সালমান রুশদি।
®__The Satanic Verses(1988)ও
®__Midnight Children's(1981) তাঁর।
৮৬। দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?__হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)
৮৭।  "ASEAN"কোন অঞ্চলে অবস্থিত?__দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
৮৮।  "ক্যাসাব্লাঙ্কা" কোন দেশের সমুদ্র বন্দর?_মরক্কোর।
৮৯। সুইডেনের মুদ্রার নাম কী?__ক্রোনা।
৯০। আরব উপদ্বীপের শহর "ইয়া-সরিব" এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?_মদিনার।
৯১। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হবে কোন দেশে?__ইংল্যান্ডে।
৯৩।  "ফুটবল খেলা" অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?__১৯০০ সালে।
৯৪। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?__RAM-এ
৯৫। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?__লুব্ধক।
৯৬। মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?__গ্যালাক্সি বলে।
৯৭। "ধ্রুবতারা"কোথায় দেখা যায়?__উত্তর-গোলার্ধে।
৯৮। হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?__২০৬২ সালে।
৯৯। চিংড়ি"কোন পর্বের প্রাণী?__আর্থ্রোপোডা।
১০০। কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?__১২টি।
১০১। মানুষের দাঁত কত ধরনের?__৪ ধরনের।
১০২। "হিপ্পার্কাস"ম্যাপ কী?__নতুন মহাজাগতিক মানচিত্র।
১০৩।কম্পিউটার বাসের গতি মাপা হয় __মেগাহার্টজে।
১০৪। "Big Bang'র ফলে কী সৃষ্টি হয়েছে?__সময়,স্থান, শক্তি ও পদার্থ।
১০৫।"কেউ কিছু বলতে পারে না"মুনীর চৌধুরীর কোন ধরনের রচনা?__অনুবাদ নাটক
১০৬।"নিমগ্ন"এর বিপরীত শব্দ কী?__উদাসীন
১০৭। "জাহান্নাম হইতে বিদায়"শওকত ওসমানের কোন ধরনের রচনা?__উপন্যাস।
১০৮।"আজকে নগত্ কালকে বাকি"বাক্যে "আজকে"কোন কারকে কোন বিভক্তি?_অধিকরণে ২য়া।
১০৯।"কবর"কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?__কল্লোল পত্রিকায়।
১১০। He has no control(---)himself.__over.
১১১। He is callous (---) his studies._to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)
১১২। Sober'শব্দের সমার্থক অর্থ কী?__Sedate(শান্ত/সরল)
১১৩। "At home"অর্থ কী?__Familiar with(দক্ষ/পরিচিত)
১১৪।  দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?__২৮(X=7*16÷4=28)
(সমাপ্ত)



No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU