চাকরি
পেতে চাইলে ইংরেজিতে দক্ষ হতেই হবে
(৬৬তম পর্ব-দ্বিতীয়
অংশ)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে
জানাই আন্তরিক শুভেচ্ছা-
MD.IZABUL ALAM
Md.Izabul Alam-M.A,
C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern
Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster,
Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor,
Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector
(Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Verification,
Recruitment & Training School-Securex), Senior Executive & In
Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online
University ( যা সকল বিষয়ের
সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার) একটি সেবামূলক
Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে
দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam,
Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
কিছু কথা: আমাদের
দেশের ৯৫% শিক্ষার্থীরাই গণিত ও ইংরেজিতে খুবই দুর্বল। এর কারণ ছোট
বেলা থেকে চর্চা নেই। সার্টিফিকেট অর্জন করার পর দেখা যায়
একটা চাকরির জন্য বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। সরকারি চাকরি তো
দূরের কথা একটা প্রাইভেট কোম্পানির অফিসিয়াল জব তথা পিয়ন পদেও চাকরি পাওয়া বর্তমান
সময়ে খুবই দুষ্কর। আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে এইচ আর
ডিপার্টমেন্টে কর্মরত আছি। প্রতিদিন অনেক প্রার্থীর ইন্টারভিউ নিয়ে থাকি । দেখা
যায়, ৯৫% প্রাথীই ইংরেজিতে খুবই দুর্বল বা অদক্ষ, যারা ইংরেজিতে অফিসিয়াল কাজে
ব্যবহৃত হয় এমন কিছু বাক্য বলতে পারে না এবং এই ডিজিটাল যুগে এখনো অনেকে কম্পিউটার
শিখেনি। তাই আমার সাজেশন হচ্ছে, ইংরেজিতে দক্ষ হতে হলে নিজের মধ্যে ইংরেজি শব্দ
ভান্ডার বাড়াতে হবে এবং ইংরেজি ডায়ালগ এর প্রাকটিস বাড়াতে হবে। এ জন্য প্রতিদিন
কমপক্ষে ৫টি করে ইংরেজি শব্দার্থ মুখস্থ করতে হবে এবং বন্ধুদের সাথে
ভাঙ্গা ভাঙ্গা করে হলেও ইংরেজিতে ডায়ালগ চালিয়ে যেতে হবে। বিশেষ করে অফিসিয়াল কাজে
ব্যবহৃত হয় এমন বাক্য সমূহ। ৬৬তম
পর্বের প্রথম অংশে ৬৩০টি English Conversation দেয়া হয়েছে। সেগুলো মুখস্থ করতে
থাকুন আর আমাকে ফলো করতে থাকুন
সব কিছুই ফ্রিতে পাবেন। ইনশা আল্লহ।
(প্রথম অংশ)
1) All of a sudden ➫হঠাৎ ,
আকস্মিকভাবে
2)
All the same ➫একই রুপ , একই কথা
3) Above board ➫প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫তৎসত্ত্বেও
5) All the while ➫সর্বক্ষণ
6) At last ➫অবশেষে
7) At random ➫এলোমেলো
8) As it were ➫যেন , বলতে গেলে
9) At a loss ➫হতবুদ্ধি
10) At best ➫বড়জোর
11) At times ➫সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে)
সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫সকল প্রকারে
16) By the by ➫অচিরে,কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫কাজের কথা না বলে অন্য
কথা বলা
18) Be all and end all ➫একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫এক নজরে সমগ্রকে দেখা
21) By and large ➫মোটামুটিভাবে
22) By chance ➫দৈবক্রমে
23) By no means ➫কোনো
ক্রমেই নয়
24) By virtue of ➫গুণে
, কারণে
25) By way of ➫হিসাবে
26) By fits and starts ➫খাম
খেয়ালিভাবে
27) By hook or by crook ➫ছলে
বলে কৌশলে
28) By turns ➫পর্যায়ক্রমে
29) Cock and bull story ➫আষাঢে
গল্প
30) Come to light ➫প্রকাশিত
হওয়া
31) Cut short ➫সংক্ষেপ
করা
32) Ever and anon ➫মাঝে
মাঝে
33) Each and all ➫প্রত্যেকে
34) Every other day ➫এক
দিন অন্তর এক দিন
35) Far and near , far and wide ➫চারদিকে
36) Fall flat ➫নিষ্ফল
হওয়া
37) Far an away ➫তুলনাবিহীন
38) For the time being ➫আপাতত
39) First and foremost ➫সর্বাগ্রে
40) For the sake of ➫জন্যে,নিমিত্তে
41) For good ➫চিরতরে, চির দিনের জন্য
42) Head and tail ➫আকাশ-পাতাল
43) Hue and cry ➫শোরগোল
44) In as much as ➫যেহেতু
45) In a fix ➫সমস্যায় পতিত
46) In accordance with ➫অনুসারে
47) In fine ➫সংক্ষেপে,উপসংহারে
48) In no case ➫কোন মতেই নয়
49) In no time ➫নিমিষে
50) In full swing ➫পুরাদমে
51) In lieu of ➫পরিবর্তে
52) In regard to ➫সম্পর্কে
53) In spite of ➫সত্ত্বেও
54) In respect of ➫বিষয়ে,ব্যাপারে
55) Ins and outs ➫প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫পরিবর্তে
57) In view of ➫বিবেচনায়
58) In the event of ➫ঘটলে
59) In the long run ➫পরিণামে
60) In vogue ➫চলতি , হালফ্যাশন
61) Jack of all trad ➫সর্বজান্তা
62) Know no bounds ➫সীমানা থাকা
63) Lion’s share ➫সিংহভাগ
64) Nook and corner ➫আনাচে কানাচে
65) Near and dear ➫অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫মাঝে
মাঝে,থেকে থেকে
67) Null and void ➫বাতিল
68) Off and on ➫সময় সময়
69) Of late ➫সম্প্রতি,আধুনা
70) Once in a blue moon ➫কদাচিৎ(কখনই না)
71) Of no avail ➫নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫শেষ
সীমায়
73) On the contrary ➫পক্ষান্তরে
74) Out of date ➫অপ্রচলিত
75) Over and above ➫অধিকন্তু
76) On the eve of ➫প্রাক্কালে
77) On the whole ➫মোটের ওপর
78) Part and parcel ➫অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫সরাসরি
80) Run the risk ➫ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫কান্ডজ্ঞান
82) Safe and sound ➫বহাল তবিয়তে
83) Snake in the grass ➫গুপ্তশত্রু
84) Sum and substance ➫সারমর্ম
85) So to say ➫বলতে গেলে,এক কথায়
86) Tall talk ➫বড় বড় কথা
87) Take into account , take to heels ➫চম্পট
দেওয়া
88) Time and again ➫বার বার
89) Take into consideration ➫হিসাবের
মধ্যে ধরা , গণ্য করা
90) To and fro ➫এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫আমল না দেওয়া
94) Ups and doing ➫উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫উদ্দেশ্যে
96) Ways and mean ➫উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫সুখদুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫একাই একশ
99) A man of parts ➫গুণী ব্যক্তি
100) A man of word ➫এক কথার লোক
101) A B C ➫প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ইন্ধন
যোগান
104) Add insult to injury ➫কাটা
গায়ে নুনের ছিটা
105) All but ➫প্রায়
106) All moonshine ➫অবান্তর কথা বা চিন্তা
107) Apple of one’s eye ➫চোখের মণি
108) Armchair critic ➫নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫যেন
110) As usual ➫যথারীতি
111) At all events ➫যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫স্বাধীনভাবে
113) At least ➫অন্ততঃ
114) At one’s finger ends ➫নখদর্পণে
115) At one’s heels ➫পাছে পাছে
116) At one’s own will ➫খুশি মতো
117) Bad blood ➫বিদ্বেষ
118) Bag of bones ➫জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫পর্দার
আড়ালে
121) Between two fires ➫উভয় সঙ্কট
122) Bid fair ➫ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫নেতৃ স্থানীয় ব্যক্তি
124) Birds of a feather ➫এক রকম স্বভাবের লোক
125) Birds of passage ➫অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫কুলাঙ্গার
127) Book worm ➫গ্রন্থকীট
128) By and by ➫শীঘ্র
129) Call in question ➫সন্দেহ করা
130) Call to mind ➫স্মরণ করা
131) Carry the day ➫জয় লাভ করা
132) Catch red handed ➫হাতে নাতে ধরা
133) Chicken hearten fellow ➫কাপুরুষ
134) Cold war ➫ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫পার্থিব আরাম
136) Crying need ➫জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫অপরিচিত
139) Dead against ➫তীব্র বিরোধী
140) Dead language ➫যে ভাষা এখন অপ্রচলিত
141) Dead letter ➫অচল নিয়ম
142) Dead of night ➫মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ক্ষীণ আশা
144) Face value ➫বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫সর্বত্র
146) Fight shy ➫এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫এলোমেলো
অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫অনুমতি ছাড়াই ছুটি উপভোগ
151) Gala day ➫উৎসবের দিন
152) Give up the ghost ➫মরে যাওয়া
153) Golden mean ➫মধ্যপন্থা
154) Green horn ➫অনভিজ্ঞ
155) Hal mark ➫শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫সম্পুর্ণরুপে
157) High time ➫উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫উভয় সংকট
159) Host in himself ➫একাই একশ
160) Household word ➫পরিচিত নাম
161) Hush money ➫মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫লিখিতভাবে
164) In force ➫বলবত্
165) In good book of ➫সুনজরে
166) In one’s teens ➫তের থেকে উনিশ বছরের মধ্যে
167) In order to ➫জন্য
168) In the mean time ➫ইতিমধ্যে
169) In the same boat ➫একই বিপদের সম্মুখীন
170) Iron will ➫কঠোর সংকল্প
171) Irony of fate ➫ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫বাজে অজুহাত
173) Lion’s stock ➫হাস্যস্পদ
174) Make up one’s mind ➫মনস্থির করা
175) Mare’s nest ➫ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫অল্প স্থায়ী বিস্ময়ের বস্তু
178) Of course ➫অবশ্যই
179) On the sly ➫গোপনে
180) Out of order ➫বিকল
181) Out of sorts ➫মৃদু অসুস্থ
182) Out of temper ➫ক্রুব্ধ
183) Red letter day ➫স্মরণীয় দিন
184) Red tape ➫আমলা তান্ত্রীকতা
185) Root and branch ➫সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫বালির বাঁধ
187) Rough passage ➫খারাপ সময়
188) Round the clock ➫সমস্ত দিন
189) Ruling passion ➫প্রধান আবেগ
190) Salt of earth ➫আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫খারাপের মধ্যেও ভালর আভাস
192) Sixth sense ➫জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫অস্থি চর্মসার
194) Sleeping partner ➫নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫লেখায় অসতর্কতাবশতঃ ভুল
196) Slip of tongue ➫বলায় সামান্য ভুল
197) Slow coach ➫অপদার্থ
198) Small talk ➫সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫শেষ কথা বা কাজ
200) Take one to task ➫তিরস্কার করা
(দ্বিতীয় অংশ)
১।
ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written]
২।
All in-পরিশ্রান্ত [17th BCS Written]
৩।
A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written]
৪।
An apple of discord-বিবাদের বিষয় [32nd BCS Written]
৫।
As though-যেন [29th BCS Written]
৬।
At a loss-হতবুদ্ধি [28th BCS Written]
৭।
A castle in the air-আকাশ কুমুস কল্পনা [11th BCS Written]
৮।
A man of letters-পন্ডিত ব্যক্তি [32nd BCS Written]
৯।
A man of straw-দুর্বল চিত্তের লোক [11th BCS Written]
১০।
A square pig in a round whole-অনুপযুক্ত [18th BCS Written]
১১।
After one’s own heart-মনের মতো [25th BCS Written]
১২।
An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ [24th BCS Written]
১৩।
At arm’s length-নিরাপদ দূরত্ব [21st BCS Written]
১৪।
Benefit of the doubt-সন্দেহাবসর [15th BCS Written]
১৫।
Burning question-গুরুত্বপূর্ণ বিষয় [28th BCS Written]
১৬।
By dint of-বদৌলতে [17th BCS Written]
১৭।
By fits and starts-অনিয়মিতভাবে [22nd & 31st BCS Written]
১৮।
Bring to pass-কোন কিছু ঘটা [27th BCS Written]
১৯।
Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত [29th BCS Written]
২০।
Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় [15th BCS Written]
২১।
Black and blue-নির্মমভাবে [ TEO -2015]
২২।
Black sheep-কুলাঙ্গার[32nd BCS Written]
২৩।
Cry in the wilderness-অরণ্যে রোদন[22nd BCS Written]
২৪।
Call to mind-স্মরণ করা [33rd BCS]
২৫।
Come to terms-ঐকমত্যে পৌছা [20th & 31st BCS Written]
২৬।
Cast aside-বাতিল করা [24th BCS Written]
২৭।
Draw the line-সীমারেখা নির্ধারণ করা [21st BCS Written]
২৮।
Dilly dally-সময় অপচয় [20th BCS]
২৯।
Dog days-সবচেয়ে গরমের দিন [14th BCS]
৩০।
Day after day-দিনের পর দিন [32th BCS Written]
৩১।
Down to earth-বাস্তবিক [ TEO -2015]
৩২।
Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া [18th BCS Written]
৩৩।
End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া [31st BCS Written]
৩৪।
Few and far between-কদাচিত [31st BCS Written]
৩৫।
Flesh and blood-রক্তমাংসের দেহ [21st BCS Written]
৩৬।
For good-স্থায়ীভাবে [TEO-2015]
৩৭।
Fool’s paradise-বোকার স্বর্গ [28th BCS Written]
৩৮।
Fresh blood-নতুন সভ্য [29th BCS Written]
৩৯।
Gift of the gab-বাগ্নিতা [27th BCS Written]
৪০।
Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা [27th BCS Written]
৪১।
Give in-বশ্যতা স্বীকার করা [13th BCS Written]
৪২।
Half a chance-সামান্য সুযোগ [21st BCS Written]
৪৩।
Hand in glove-ঘনিষ্ঠ [23rd BCS Written]
৪৪।
Hold water-পরীক্ষায় টিকে থাকা [11th BCS]
৪৫।
Heart and soul-সর্বান্তকরণে [32nd BCS Written]
৪৬।
In cold blood-ঠান্ডা মাথায় [14th BCS & 15th BCS Written]
৪৭।
In case-যদি [29th BCS Written]
৪৮।
In addition to-অধিকন্তু [25th BCS Written]
৪৯।
In order that-যাতে [25th BCS Written]
৫০।
In black and white-লিখিতভাবে [11th BCS Written]
(তৃতীয় অংশ)
1.
Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ
পিপড়া।
2.
Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। Psy cholo gi cal ➫ পিসি চলো যাই
কাল।
3.
Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্ত হত্যা। Assass i nation -গাধার উপরে গাধা, তার উপরে
আমি, আমার উপরে জাতি।
4.
Questionnaire ➫ প্রশ্নমালা। Question nai re ➫কোশ্চেন নাই রে।
5.
Assessment ➫ কর নির্ধারণ। Ass e ss men t ➫ গাধায়ই ডাবল ss
মানুষেতে নাই।
6.
Hallucination ➫ অমুলক/অলীক কিছু দেখা বাতাতে বিশ্বাস। Hall u ci nation-হলে
তুমি! ছি জাতি।
7.
Diarrhoea ➫ উদারাময়। Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8.
Bureaucracy ➫ আমলা তন্ত্র। Burea u cracy ➫বুড়িয়া তুমি cracy.
9.
Restaurant ➫ রেস্টুরেন্ট। Rest a u r ant ➫বিশ্রাম এ তুমি আর
পিপড়া।
10.
Parallel ➫ সমান্তরাল। Par all e l ➫ পার করো সকলকেই।
11.
Illegitimate ➫ অবৈধ। Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12.
Miscellaneous ➫ বিবিধ। Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও
আমাদের সাথে থাকবে।(cell-ক্ষুদ্র কক্ষ)।
কিছু প্রয়োজনীয় ইংরেজি বানানঃ
1)
Accommodation(বাসস্থান)
2)
Brilliant(মেধাবী)
3)
Bulletin(বুলেটিন)
4)
Burglar(চোর)
5)
Challenge(চ্যালেন্জ)
6)
Cigarette(সিগরেট)
7)
Colonel(কর্নেল)
8)
Commission(কমিশন)
9)
Committee(কমিটি)
10)
Guerrilla(গেরিলা যুদ্ধা)
11)
Leisure(অবসর)
12)
Maintenance(ভরণপোষণ)
13)
Millennium(সহস্রাব্দ)
14)
Misspell(ভুল বানান করা)
15)
Questionnaire(প্রশ্নমালা)
16)
Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17)
Accessory ➫ অপরাধের সহযোগী
18)
Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19)
Amateur ➫ শৌখিন/অপেশাদার
20)
Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21)
Anaemia ➫ রক্তাল্পতা
22)
Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন
23)
Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24)
Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25)
Assassin ➫ গুপ্তঘাতক
26)
Avaricious ➫ লোলুপ/লোভী
27)
Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28)
Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক
29)
Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30)
Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31)
Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান
32)
Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল
33)
Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34)
Commencement ➫ সূচনা/আরম্ভ
35)
Commodity ➫ পণ্যদ্রব্য
36)
Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী
37)
Contemporaneous ➫ সমকালীন/সমসাময়িক
38)
Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39)
Councillor/Counselor ➫ পরিষদের সদস্য/ উপদেষ্টা
40)
Counterfeit ➫ জাল/নকল
41)
Curriculum ➫ পাঠ্যসূচি
42)
Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43)
Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন
44)
Disciplinarian ➫ কঠোর শাসক
45)
Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46)
Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47)
Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48)
Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49)
Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50)
Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
51)
Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার
52)
Exaggerate ➫ অতিরঞ্জিত করা
53)
Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম
54)
Flicker ➫ মিট মিট করা
55)
Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়
56)
Grandeur ➫ মহিমা/বিশালতা
57)
Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র
58)
Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক
59)
Hippopotamus ➫ জলহস্তী
60)
Homogeneous ➫ সমজাতীয়
61)
Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক
62)
Humorous ➫ রসিকতাপূর্ণ
63)
Hyacinth ➫ কচুরিপানা
64)
Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ
65)
Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত
66)
Incorrigible ➫ অশোধনীয়/অপ্রতিকার্য
67)
Infinitesimal ➫ অতিক্ষুদ্র/অনীয়ান
68)
Inheritance ➫ উত্তরাধিকার
69)
Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা
70)
Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ
71)
Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া
72)
Irreversible ➫ অপরিবর্তনীয়
73)
Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল
74)
Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র
75)
Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন
76)
Malediction ➫ অভিশাপ
77)
Man oeuvre ➫ কৌশল
78)
Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা
79)
Mediterranean ➫ ভূমধ্যসাগরীয়
80)
Mellifluous ➫ সুমধুর/সুললিত
81)
Mellifluous ➫ সুমধুর/সুললিত
82)
Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী
83)
Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক
84)
Millionaire ➫ কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি
85)
Monotonous ➫ একঘেয়ে/বৈচিত্র্যহীন
86)
Multifarious ➫ নানাবিধ/বিচিত্র
87)
Nauseous ➫ বিতৃষ্ণাজনক
88)
Omelet ➫ ডিম ভাজা/মামলেট
89)
Omission ➫ বর্জন/বাতিল
90)
Opprobrious ➫ অশোভন
91)
Orthodoxy ➫ গোঁড়ামি
92)
Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা
93)
Palliate ➫ প্রশমন/লাঘব করা
94)
Pedagogue ➫ স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর
95)
Peevish ➫ বিরক্তিকর
96)
Phthisis ➫ যক্ষ্মারোগ
97)
Physique ➫ দৈহিক গঠন
98)
Pomegranate ➫ ডালিম
99)
Predecessor ➫ পূর্বসূরী
100)
Procession ➫ মিছিল/শোভাযাত্রা
101)
Prodigious ➫ অতিবৃহৎ
102)
Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূমিকা
103)
Pseudonym ➫ ছদ্মনাম
104)
Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য
105)
Questionnaire ➫ প্রশ্নাবলী
106)
Receipt ➫ প্রাপ্তি
107)
Recommendation ➫ সুপারিশ/পরামর্শ
108)
Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/মীমাংসা
109)
Reconnaissance ➫ তথ্যসংক্রান্ত অভিযান
110)
Referendum ➫ গণভোট
111)
Regeneration ➫ আধ্যাত্মিক পুনর্জম্ম/ নবজন্মলাভ
112)
Reminiscence ➫ স্মৃতিচারণ
113)
Rendezvous ➫ মিলনস্থল
114)
Rhinoceros ➫ গণ্ডার
115)
Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র
116)
Scissors ➫ কাঁচি
117)
Shaggy ➫ রুক্ষ/মোটা ও অপরিপাটি
118)
Simultaneous ➫ যুগপৎ/সমকালীন
119)
Sobriety ➫ আত্মনিয়ন্ত্রণ/সংযম
120)
Souvenir ➫ স্মৃতিচিহ্ন
121)
Stereotype ➫ গৎবাঁধা/অপরিবর্তনীয়
122)
Successive ➫ ক্রমাগত/পারস্পরিক
123)
Superiority ➫ শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা
124)
Superstition ➫ কুসংস্কার/অন্ধবিশ্বাস
125)
Thesaurus ➫ ভাব-অভিধান
126)
Transliterate ➫ ভিন্ন ভাষায় রূপান্তর করা
127)
Unparalleled ➫ অতুলনীয়/অদ্বিতীয়
128)
Vehement ➫ প্রবল/ব্যগ্র/উদ্দাম
129)
Vendetta ➫ বংশানুক্রমিক প্রতিহিংসা
130)
Veterinary ➫ পশুচিকিৎসক
(চতুর্থ অংশ)
Some important and most used words of English
1) Fierce
clash ➟ভয়াবহ সংঘর্ষ
2) Financial assistance ➟আর্থিক সহায়তা
3) Financial irregularities ➟আর্থিক
অসংগতি
4) Following clash ➟সংঘর্ষের ফলে
5) Following morning ➟পরদিন সকাল
6) For hours and hours ➟ঘণ্টার পর ঘণ্টা
7) For the sake of ➟খাতিরে
8) For the time being ➟আপাতত
9) For unknown reason ➟অজ্ঞাত কারণে
10) Force to admit the truth ➟সত্য
স্বীকারে বাধ্য করা
11) Forcibly ➟জোরপূর্বক
12) Foreign influence ➟বিদেশী প্রভাব
13) Foreign troops ➟বিদেশী সৈন্য
14) free from communalism ➟সাম্প্রদায়িকতা মুক্ত
15) Free from corruption ➟দুর্নীতিমুক্ত
16) Free from danger ➟বিপদমুক্ত
17) free from nepotism ➟স্বজনপ্রীতি মুক্ত
18) Free from tension ➟চিন্তামুক্ত
19) Freedom of expression ➟বাকস্বাধীনতা
20) Full of vanity ➟অহংকারে পরিপূর্ণ
21) Give out ➟শেষ হওয়া
22) Go on rampage ➟ভাংচুর করা
23) Go too far ➟সীমা ছাড়িয়ে যাওয়া
24) Go without saying ➟না বললেও চলে
25) Gobble up -গপ্করে ঘিলে ফেলা
26) Good for nothing ➟অকমর্ন্য
27) Good money ➟মোটা বেতন
28) Good tempered ➟শান্ত প্রকৃতির, শান্ত মেজাজী
29) Good time girl ➟ভোগবিলাসী মেয়ে
30) Grope in the dark অন্ধকারে কিছু পাবার জন্য হাতড়ানো
31) Groundwork ➟প্রাথমিক কাজ
32) Hardship ➟কষ্ট, দুর্ভোগ
33)
He was buried alive. ➟তাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল
34) Heart-pouring love হৃদয় নিংরানো ভালবাসা
35) Heart-touching story হৃদয় স্পর্শী গল্প
36) Heave a sigh of relief ➟স্বস্তির
নিঃশ্বাস ফেলা
37) Hereafter’s happiness ➟পরকালীন
সুখ
38) Hold at present level ➟অপরিবর্তিত
রাখা
39) Hostage ➟জিম্মি
40) Hot foot ➟ক্ষিপ্ত গতিতে
41) Hot headed ➟মাথা গরম
42) Hue and cry ➟শোরগোল, চিৎকার
43) Human trafficking ➟আদম পাচার
44) In a hurry ➟তাড়াহুরায় থাকা
45) In broad day light ➟প্রকাশ্য দিবালোকে
46) In collaboration with ➟সহযোগীতায়
47) In conformity with ➟অনুযায়ী
48) In disguise ➟ছদ্মবেশে
49) In due time ➟যথাসময়ে
50) In full swing ➟পুরোদমে
51) In memory of ➟স্মরণে
52) In one hand ➟একদিকে/ একপক্ষে
53) In order of ➟অনুসারে
54) In public ➟প্রকাশ্যে
55) In secret ➟গোপনে
56) In short ➟সংক্ষেপে
57) In some cases ➟কিছু কিছু ক্ষেত্রে
58) In the name of search ➟তলাশিরনামে
59) In this connection ➟এব্যাপারে
60) In wounded state ➟আহত অবস্থায়
61) Increase public awareness ➟গণসচেতনতা বৃদ্ধি করা
62) Indefinite strike ➟অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট
63) Indiscriminately ➟এলোপাথারি, নির্বিচারে
64) Indulge ➟জড়িয়ে পড়া
65) Inwordly ➟মনে মনে
66) Irrelevancy ➟অপ্রাসঙ্গিক/অবান্তর মন্তব্য/ প্রশ্ন
67) Irreligious ➟ধর্মবিরুধী, ধর্মহীন
68) Irreligious acts ➟ধর্মবিরুধী কাজ
69) Irrepressible ➟অদম্য
70) Irrepressible will power ➟অদম্য
ইচ্ছা শক্তি
71) Irreproachable beauty ➟অনিন্দ্য
সুন্দর
72) Irresistible ➟অপ্রতিরোধ্য/ দুর্নিবার
73) Irresistible desires ➟দুর্নিবার
আকাঙ্খা
74) It is learnt that ➟জানা গেছে যে
75) Keep under lock and key ➟তালাবদ্ধ
করে রাখা
76) Key leader ➟গুরুত্বপূর্ণ নেতা
77) Key note ➟প্রধান বিষয় বস্ত্ত
78) Land forces ➟স্থল বাহিনী
79) Launch direct flight to India ➟ভারতে সরাসরি বিমান ফ্লাইট চালানো
80) Lavish ➟অমিতব্যয়ী, অপব্যয়ী
81) Law and order situation ➟আইনশৃঙ্খলা পরিস্থিতি
82) Leading ➟শীর্ষ স্থানীয়
83) Leading role ➟মুখ্যভূমিকা
84) Lean হেলান দেওয়া
85) Legitimate rights ➟ন্যায় সঙ্গত অধিকার
86) Lengthy process ➟দীর্ঘ প্রক্রিয়া
87) Livelihood ➟জীবিকা
88) Mass beating ➟গণপিটুনি
89) Mass burying ➟গণকবর
90) Mass burying ground ➟গণকবর স্থান
91) Mass killing ➟গণহত্যা
92) Meanwhile ➟ইতোমধ্যে
93) Menace ➟আতঙ্ক
94) Mindful of duty ➟কর্তব্য কর্মে মনোযোগী
95) Misappropriate/ Grab/ Embezzle ➟আত্মসাৎ করা
96) Months after months ➟মাসের পর মাস
97) Mosque based ➟মসজিদ ভিত্তিক
98) Much earlier ➟অনেক আগে
99) Multiparty democracy ➟বহু
দলীয় গণতন্ত্র
100) Newly elected ➟নব নির্বাচিত
(পঞ্চম অংশ)
(প্রবাদ বাক্য)
০১.
ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।= Constant dripping wears out the stone.
০২.
আপন গায়ে কুকুর রাজা।= Every dog is a lion at home.
০৩.
ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।= Extravagant hopes lead to complete disappointment.
০৪.
নিজের পায়ে কুড়াল মারা ।= To dig one’s own grave.
০৫.
উঠন্ত মুলো পত্তনে চেনা যায় ।= Morning shows the day.
০৬.
উলুবনে মুক্তো ছড়ানো ।= Pearls before swine.
০৭.
উৎপাতের কড়ি চিৎপাতে যায়।= Ill got, ill spent.
০৮.
একবার না পারিলে দেখ শতবার ।= If at first try you don’t succeed, try, try again!
০৯.
কত হাতি গেল তল, মশা বলে কত জল ।= Fools rush in where angels fear to tread.
১০.
কম পানির মাছ বেশ পানিতে উঠলে ও মাছে বেশ লাফালাফি করে ।= Being unnecessarily
flashy is pointless
১১.
কাঁটা দিয়ে কাঁটা তোলা ।= Using a thorn to remove a thorn.
১২.
কাটা ঘায়ে নুনের ছিটে ।= To add insult to injury.
১৩.
কানা গরুর ভিন্ন পথ ।= The fool strays from the safe path.
১৪.
কারও পৌষ মাস, কারও সর্বনাশ ।= One’s harvest month, is another’s complete
devastation.
১৫.
বিপদ কখনও একা আসে না।= Misfortune never comes alone.
১৬.
আয়ের অধিক ব্যয় করো না।= Do not live above your means.
১৭.
কিনতে পাগল বেচতে ছাগল= Necessity never makes a bargain.
১৮.
কুকুরের পেটে ঘি মজে না।= Habit is the second nature.
১৯.
কুমিরের সঙ্গে বিবাদ করে জলে বাস= It is hard to sit at Rome and strike with the
Pope.
২০.
যার কোন গুণ নাই তার কপালে আগুন= It is a pity, he is good for nothing.
২১.
গাইতে গাইতে গায়েন= Practice makes a man perfect.
২২.
ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়= A burnt child dreads the fire.
২৩.
গেঁয়ো যোগী ভিখ পায় না= A prophet is not honoured in his own country.
২৪.
অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয়= Even death is preferable to bondage.
২৫.
সে হাড়ে হাড়ে দুষ্ট= He is wicked to the backbone.
২৬.
ভাই ভাই ঠাঁই ঠাঁই= Brothers will part.
২৭.
ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি।= You must not see things with half an eye.
২৮.
চেনা বামুনের পৈতার দরকার হয় না।= Good wine needs no bush.
২৯.
চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।= Out of sight, out of mind.
৩০.
চোর পালালে বুদ্ধি বাড়ে।= To lock the stable when the mare is stolen.
৩১.
চোরা না শোনে ধর্মের কাহিনী।= The devil would not listen to the scriptures.
৩২.
চোরে চোরে মাসতুত ভাই।= Birds of a feather flock together.
৩৩.
টাকায় টাকা আনে।= Money begets money.
৩৪.
ঠাকুর ঘরে কেরে, অামি কলা খাই না।= A guilty mind is always suspicious.
৩৫.
গাছে কাঁঠাল গোঁফে তেল।= To count one’s chickens before they are hatched.
৩৬.
মরা হাতি লাখ টাকা।= The very ruins of greatness are great.
৩৭.
জলে কুমির ডাঙায় বাঘ।= Between the devil and the deep sea.
৩৮.
মশা মারতে কামান দাগা।= To break a butterfly on a wheel.
৩৯.
দুধ কলা দিয়ে কালসাপ পোষা।= To cherish a serpent in one’s bosom.
৪০.
এক মাঘে শীত যায় না= One swallow does not make a summer.
৪১.
এক হাতে তালি বাজে না= It takes two to make a quarrel.
৪২.
ওস্তাদের মার শেষ রাতে= All’s well that ends well.
৪৩.
কর্জ নাই, কষ্ট নাই= Out of debt, out of danger.
৪৪.
কত ধানে কত চাল বুঝবে= you will know now what’s what.
৪৫.
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাশ ট্যাশ= To strike the iron while it is
hot.
৪৬.
কারো পৌষ মাস কারো সর্বনাশ= What is sport to the cat is death to the rat.
৪৭.
কান টানলে মাথা আসে= Given the one, the other will follow.
৪৮.
অতি চালাকের গলায় দড়ি= Too much cunning over reaches itself.
৪৯.
অতি লোভে তাতি নষ্ট= Grasp all,lose all.
৫০.
ভাবিয়া করিও কাজ= Look before you leap
৫১.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট= Too many cooks spoil the broth
৫২.
অতি ভক্তি চোরের লক্ষণ= Too much courtesy, too much craft.
৫৩.
অভাবে স্বভাব নষ্ট= Necessity knows no law
৫৪.
অতি দর্পে হত লংকা।= Pride goes before its fall.
৫৫.
আপনি বাঁচলে বাপের নাম= Self preservation is the first law of nature.
৫৬.
অহিংসা পরম ধর্ম= Non-violence is a supreme virtue
৫৭.
অসারের তর্জন গর্জনই সার= Empty vessels sound much.
৫৮.
আয় বুঝে ব্যয় কর= Cut your coat according to your cloth.
৫৯.
আসলের চেয়ে সুদ মিষ্টি= Interest is sweeter than principal.
৬০.
যেমন কর্ম তেমন ফল।= As you sow, so you reap.
৬১.
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।= Honesty is the best policy.
৬২.
সব ভাল তার শেষ ভাল যার।= All’s well that ends well.
৬৩.
দশের লার্ঠি একের বোঝা।= Many a little makes a nickle.
৬৪.
বিপদ কখনো একা আসে না।= Misfortune never comes alone.
৬৫.
নাই মামার চেয়ে কানা মামা ভাল।= Something is better than nothing.
৬৬.
মানুষ মাত্রই ভুল করে।= To err is human.
৬৭.
সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।= A stitch in time save nine.
৬৮.
নাচতে না জানলে উঠান বাঁকা।= A bad workman quarrels with his tools.
৬৯.
উঠন্ত মুলো পত্তনেই চেনা যায়।= Morning shows the day.
৭০.
ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া।= Beggars must not be choosers.
৭১.
ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।= Tit for tat.
৭২.
মন্ত্রের সাধন কিংব শরীর পতন।= Do or die.
৭৩.
বাপ কা বেট।= Like father, like son.
৭৪.
নানা মুনির না পথ।= Many men, many minds.
৭৫
প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।= Necessity is the mother of invention.
৭৬.
যত গর্জে তত বর্ষে না।= Barking dogs seldom bite.
৭৭.
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।= While there is life there is hope.
৭৮.
এক মাঘে শীত যায় না।= One swallow doesn’t make a summer.
৭৯.
টাকায় টাকা আনে।= Money begets money
৮০.
চকচক করলেই সোনা হয় না।= All that glitters is not gold.
৮১.
জোর যার মুলুক তার।= Might is right
৮২.
ইচ্ছা থাকলে উপায় হয়।= Where there is a will, there is a way.
৮৩.
চোরে চোরে মাসতুতো ভাই।= Birds of the same feather flock together.
৮৪.
গাছ তার ফলে পরিচয়।= A tree is known by its fruits.
৮৫.
চাচা আপন প্রাণ বাঁচা।= Every one for himself.
৮৬.
আয় বুঝে ব্যয় কর।= Cut your coat according to your cloth.
৮৭.
জ্ঞানই শক্তি।= Knowledge is power.
৮৮.
একতাই বল।= Unity is strength.
৮৯.
অল্প বিদ্যা ভয়ঙ্করী।= A little learning is a dangerous thing.
৯০.
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।= A friend in need is a friend indeed.
৯১.
একতায় উত্থান, বিভেদে পতন।= United we stand, divided we fail.
৯২.
অপচয় করো না, অভাবও হবে না।= Waste not, want not.
৯৩.
অসারের তর্জন গর্জন স্যার।= Empty vessel sounds much.
৯৪.
আপন চরকায় তেল দাও।= Oil your own machine.
৯৫.
কষ্ট বিনা কেষ্ট মেলে না।= No pains, no gains.
৯৬.
কয়লা ধূলে ময়লা যায় না।= Black will take no other hue.
৯৭.
আপন ভাল তো জগত ভালো।= To the pure all things are pure.
৯৮.
উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।= Example is better than precept.
৯৯.
এক হাতে তালি বাজে না।= It takes two to make quarrel.
(ষষ্ঠ অংশ)
1) infringe
=লঙ্ঘন করা
2)infamous
=কুখ্যাত
3)Callous
=অনুভূতিহীন
4)utter
=উচ্চারণ করা
5)frayed
=ছেঁড়া
6)Steep
=খাড়া
7)thorny
=কণ্টকাকীর্ণ
8)combustion
=জ্বলন
9)animus
=বিদ্বেষ
10)perpetual
=চিরস্থায়ী
11) re
calibrated =পুনঃক্রমাঙ্কিত
12)deterrent
=প্রতিবন্ধক
13)hegemonic
=যা সমজাতীয়
14)proclivity
=স্বাভাবিক প্রবণতা
15)amid
=মধ্যে
16)render
=পেশ করা
17)recluse
=নিঃসঙ্গভাবে বসাবাসকারী ব্যক্তি
18)devastation
=বিধ্বংস
19)dismantle
=নিরাবরণ করা
20) albeit
=যদিও
21)confronted
=মুখোমুখি
22) sanctifying
=শোধক
23) monolithic
=একশিলা
24) juncture
=সন্ধিক্ষণ
25) strangle
=শ্বাসরোধ করা
26) nemesis
=অন্যায়ের প্রতিশোধ
27) vendetta
=গৃহবিবাদ
28) narcotic
=চেতনানাশক
29) extrajudicial
=বিচারবহির্ভূত
30) inordinate
=অতিরিক্ত
31)leverage
=উদ্দেশ্যসাধনের উপায়
32) vigilante
=কোনো নজরদার কমিটির সদস্য
33) annihilate
=ধ্বংস করা
34) ignite
=জ্বলে উঠা
35) boon
=আশীর্বাদ
36) displacement
=উত্পাটন
37) bilateral
=দ্বিদলীয়
38) cumulative
=সঞ্চয়প্রবণ
39) inevitable
=অনিবার্য
40) consolidate
=একত্র করা
41)plight
=অঙ্গীকার
42) maim
=পঙ্গু করা
43) perpetrate
=কুকর্ম করা
44) carnage
=হত্যাকাণ্ড
45) rampant
=প্রচণ্ড
46) probe
=সূক্ষ্ম তদন্ত
47) ramification
=শাখা প্রশাখা
48) sustenance
=খাদ্য
49) crunch
=কড়্কড়্ শব্দ
50) gridlock
=জট
51)indispensable
=অপরিহার্য
52) respite
=অবকাশ
53) saddle=বোঝা
চাপান
54) frail
=ভঙ্গ
55) alluvial
=পলিমাটি-সম্বন্ধীয়
56) laxative
=কোষ্ঠ সাফ করে এমন ওষুধ বা বড়ি
57) sedition
=রাজদ্রোহ
58) squalid
=দারিদ্র্যপীড়িত
59) exponentially
=ব্যাখ্যা মূলকভাবে
60) lure
=প্রলোভন
61)cogent
=অকাট্য
62) culmination
=চরম
63) utilitarian
=প্রয়োজনপূরণ বা কার্যকারিতা
64) RUMINATIONS
=রোমন্থন
65) punishable
offence =শাস্তিযোগ্য অপরাধ
66) blatant
=ভয়ঙ্কর
67) deceit
=শঠতা
68) stranded
=নিরুপায় ও অসহায় অবস্থায় পতিত
69) exchequer
=কোষাগার
70) fiddle
=বৃথা নষ্ট করা
71)drastic
=প্রচণ্ড
72) vandalize
=খেয়ালের বশে নির্বিচারে ধ্বংস করা
73) sabotage
=অন্তর্ঘাত
74) proliferation
=বিস্তার
75) incumbent
=আরোপিত
76) salvage
=জাহাজ বা সম্পত্তি রক্ষা বা উদ্ধার করা
77) Propelled
=তাড়িত
78) marginalization =প্রান্তিকীকরণ
79) ethnographic
=জাতিগত
80) stigma
=গর্ভমুণ্ড
81)mudslide
=ভূমিধ্বস
82) induction
=আবেশন
83) Water
logging =জলাবদ্ধতা
84) platitude
=মামুলি মন্তব্য
85) baffling
=বিভ্রান্তিকর
86) gauged
=হিসাব করার নিয়ম
87) dismantle
=নিরাবরণ করা
88) decimation
=ধ্বংসকরণ
89) euphoria=রমরমা
90) chauvinist
=উগ্র জাতীয়তাবাদী
91)dent
=গর্ত
92) assault
=লাঞ্ছনা
93) doyen
=চূড়ামণি
94) exponent
=সূচক
95) eviction
=উচ্ছেদ
96) unprecedented
=অভূতপূর্ব
97) arsenal
=অস্ত্রাগার
98) petition
=আবেদন
99) alleged
=অভিযুক্ত
100) cohorts
=দল
101)intersection
=ছেদ
102) strangulated=শ্বাসরোধে
103) viscera=জন্তুর
দেহের ভিতরের অংশ
104) infamy
=কলঙ্ক
105) filial
=সন্তানোচিত
106) culminate=সর্বোচ্চ
সীমা পৌঁছান
107) beleaguered
=অবরুদ্ধ
108) impound
=অবরুদ্ধ করিয়া রাখা
109) bereaved
family =শোক-সন্তপ্তপরিবার
110)prevalence
=প্রাদুর্ভাব
111) exponentially
=ব্যাখ্যা মূলকভাবে
112)backlash
=নেতিবাচক প্রতিক্রিয়া
113)conglomerate
=পিণ্ডীভূত
114)fraught
=পরিপূর্ণ
115)interlocutor
=সংলাপে অংশগ্রহনকারী
116)clout
=ছিন্ন বস্ত্র
117)juncture=সন্ধিক্ষণ
118)Glitch=সামান্য
ত্রুটি
119)Communion
=আলাপন
120) scarlet
=টকটকে লাল
121)slam
=নিক্ষেপ করা
122) dispatch
=প্রাণবধ
123) innuendo
=কটাক্ষ
124) seizure=বাজেয়াপ্তকরণ
125) confiscation=উপগ্রহণ
126) quadrupled=চারগুণ
127) reminiscent=স্মৃতিবহ
128) ribald=অশ্লীলভাষী
129) parlance=কথন
130) legacy=উত্তরাধিকার
131)mangle=ছিন্ন
করা
132)
recombination=পুনঃসংযোগকারী
133) decipher=সংকেতলিপির
অর্থোদ্ধার করা
134) hurdle=বাধা
135) envisage=বিবেচনা
136) dismantle=নিরাবরণ
করা
137) irreversible=অপরিবর্তনীয়
138) dispatch=প্রাণবধ
139) infiltration=অনুপ্রবেশ
140) choppy=অস্থির
141)indiscriminately=নির্বিচারে
142) swirl=ঘূর্ণিত
করা
143) extrajudicial=বিচারবহির্ভূত
144) prosecution=পরিচালনা
145) Spectre-অপচ্ছায়া
146) Revitalise-পুনরুজ্জীবিত
147) Quell-দমন
করা
148) Social
mobility, stability, and a dynamic, innovative future-সামাজিক গতিশীলতা,
স্থিতিশীলতা, এবং একটি গতিশীল, উদ্ভাবনী ভবিষ্যত
149) Impassioned
speech-আবেগপ্রবণ বক্তৃতা
150) Peddling
stories-দারুণ গল্প
151)Crescendo-ধাপে
ধাপে চরম অবস্থার দিকে অগ্রগতি
152) Convoluted
lies-জটিল মিথ্যা
153) Provoke-ঘটান
154) Tertiary
education-তৃতীয় পর্যায়ের শিক্ষা
155) Implausible-অকল্পনীয়
156) Whilst-থাকাকালীন
157) Stratum-সামাজিক
স্তর
158) Youth
unemployment and backward rural populations-যুব বেকারত্ব এবং পশ্চাদপদ গ্রামীণ
জনগোষ্ঠী
159) Brutal
killing-নিষ্ঠুর হত্যাকাণ্ড
160) Mounting-পটভূমি
161)Annexation-অন্তর্ভুক্তি
162) Flagrant
cruelty-ভয়ানক নিষ্ঠুরতা
163) Stark
contrast-সম্পূর্ণ বিপরীত
164) Irreparable-অসংশোধনীয়
165) Improved
regulations and stricter enforcement-উন্নত প্রবিধান এবং কঠোর প্রয়োগ
166) Onus
lies squarely-দায়িত্বহীনভাবে মিথ্যা
167) Economic,
environmental, and health impacts-অর্থনৈতিক, পরিবেশগত এবং স্বাস্থ্যগত প্রভাব
168) Delineation-বর্ণনা
169) Capsize-বানচাল
170) Gradual
depletion of forest land-বনভূমির ধীরে ধীরে হ্রাস পাওয়া
171)Natural
endowments-প্রাকৃতিক দান
172) May
cause long-term damage-দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে
173) Yearly
revenue and one-time compensation-বার্ষিক রাজস্ব এবং এক়কালীন ক্ষতিপূরণ
174) Brutal
ethnic cleansing campaign orchestrated-নৃশংস জাতিগত নিধন অভিযান পরিচালিত
175) Alleged
atrocities-নৃশংসতার অভিযোগ
176) Repatriation
of the refugees-উদ্বাস্তুদের প্রত্যাবাসন
177) Crimes
against humanity and genocide-মানবতা ও গণহত্যার বিরুদ্ধে অপরাধের
178) Retributive
justice-শাস্তিমূলক ন্যায়বিচার
179) Punishment
of the perpetrators of the alleged international crimes-অভিযুক্ত আন্তর্জাতিক
অপরাধের অপরাধীদের শাস্তি
180) Reparative
justice-ক্ষতিপূরণের ন্যায়বিচার
181)Crux-জটিল
সমস্যা
182) Basic
human rights, safeguards, and standard of humanitarian treatment-মৌলিক
মানবাধিকার, সুরক্ষা এবং মানবিক চিকিত্সার মান
183) Restitution-প্রতিদা
184) Psychological
trauma-মানসিক আঘাত
185) Xenophobia-বিদেশী
লোক বা বিদেশী কোনো কিছু সম্বন্ধে অহেতুক ভয়
186) Traction-আকর্ষিত
অবস্থা
187) Damning
indictment-লজ্জাজনকভাবে অভিযুক্ত করা
188) Political
spectrum-রাজনৈতিক বর্ণালী
189) Gauge-হিসাব
করার নিয়ম
190) Hefty
fees-মোটা অংকের ফি
191)Conundrum-প্রহেলিকা
192) Rampant
corruption-চরম দুর্নীত
193) Guttural-কণ্ঠপথে
উচ্চারিত
194) Bicentennial-দ্বিশততমবর্ষীয়
195) Spiraling
trade-চক্রাকার বাণিজ্য
196) Trenchant-মর্মভেদী
197) Proletariat-শ্রমজীবী
শ্রেণী
198) Poignantly-গ্লানিকর
199) Summon-সমন
200) Collating-ক্রমানুসারে
সাজানো
201) Unethical
practice-অনৈতিক অনুশীলন
202) Degeneration
of ethics and values-নৈতিকতা এবং মূল্যবোধের পতন
203) Grim
reminder- গুরুতর স্মৃতিচিহ্ন
204) Fanatic-অন্ধবিশ্বাসী
205) Cremation-শবদাহ
206) Pluralistic
society -বহুত্ববাদী সমাজ
207) Conciliation
and rebuff steps-সমঝোতা এবং প্রত্যাহার পদক্ষেপ
208) Accentuate-উচ্চারণ
করা
209) Debilitating
rivalry- প্রতিদ্বন্দ্বিতা দুর্বল করা
210) Tunnel
of violence, civil war, and ethnic and religious strife-সহিংসতার পথ, গৃহযুদ্ধ,
এবং জাতিগত এবং ধর্মীয় দ্বন্দ্ব
211)Irrespective
of past history and religious allegiance-অতীত ইতিহাস এবং ধর্মীয় আনুগত্য
নির্বিশেষে
212) Diplomatic,
economic and cultural ties-কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন
213) Sectarianism-সাম্প্রদায়িকতা,গোষ্ঠীতন্ত্র
214) Preparatory
work-প্রস্তুতিমূলক কাজ
215) Clinch-সমর্থন
216) Stumbling
block-ব্যাপক প্রতিবন্ধক
217) Demarcation
of commercial and non-commercial areas-বাণিজ্যিক এবং অ-বাণিজ্যিক সীমানার ভাগকরণ
218) Repercussions
on our national credibility-আমাদের জাতীয় বিশ্বাসযোগ্যতা বা আস্থার উপর
প্রতিক্রিয়া
219) Combustible-জ্বলনশীল
220) Unusually
apocalyptic-অস্বাভাবিকভাবে রহস্য উৎঘাটন
221) Hawkish-কঠোর
222) Caprice-আবদার
223) Hegemonic
struggle-সর্বহারা সংগ্রাম
224) Calibrate-শক্তির
পরিমাপ করা
225) De
jure-বিধিসম্মত
226) Intricacy-জটিলতা
227) Infiltrators-অনুপ্রবেশকারীরা
228) Provocation-উত্তেজনা
বা প্ররোচনা
229) Fair,
reasonable and mutually acceptable settlement-ন্যায্য, যুক্তিসঙ্গত এবং
পারস্পরিক গ্রহণযোগ্য নিষ্পত্তি
230) Bilateral
ties-দ্বিপক্ষীয় চুক্তি
231) Peace,
prosperity and development-শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন
232) Alarming
report-বিপজ্জনক প্রতিবেদন
233) Brick
Kilns- ইটভাটা
234) Respiratory
diseases-শ্বাসযন্ত্রের রোগ
235) Breach
of-ভঙ্গ করা
236) Evaluate
environmental and health risks-পরিবেশগত এবং স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন
237) Spate
of violence-সহিংসতা ছড়িয়ে দেয়া
238) Gruesome-ভয়ঙ্কর
239) Faction-সংঘাত
240) Extortion-চাঁদাবাজি
241) Sustenance-উপজীবিকা
242) Brouhaha-উত্তেজনা
243) Trajectory-গ্রহনক্ষত্রের
নির্দিষ্ট আবক্র পথ
244) Fraying
transatlantic relations-ট্রান্স আটলান্টিক সম্পর্ক ছিন্ন
245) Acquiescence-মৌনসন্মতি
246) Skewed
a favourable balance-একটি অনুকূল ভারসাম্যকে ঠেলে দেয়া
247) Bitter
and barbaric experiences-তিক্ত এবং বর্বর অভিজ্ঞতা
248) Asymmetrically-bent-অপ্রতিসমভাবে
নমিত
249) Grim
report- ভয়ানক প্রতিবেদন
250) Repressive
laws-দমনমূলক আইন
251) Proliferation
of media—both print and electronic-প্রচার মাধ্যমের বৃদ্ধি- প্রিন্ট এবং
ইলেকট্রনিক উভয়
252) Claiming-দাবি
করা
253) Ease-সহজ
254) Perplexing-হতবুদ্ধি
কর
255) Relevant
authorities-যথাযথ কর্তৃপক্ষ
256) Bangladeshi
women migrant workers- বাংলাদেশী নারী অভিবাসী শ্রমিক
257) Physical
torture, sexual abuse, and even rape-শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন এবং এমনকি
ধর্ষণ
258) Reportedly,
many of these women are even forced into sex trade and are tortured if they
refuse-রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই নারীদের মধ্যে অনেককে যৌন ব্যবসা করতে
বাধ্য করা হয়, তারা যদি অস্বীকার করে তবে তাদের নির্যাতন করা হয়।
259) Shoddy
and inhuman treatment-নিখুঁত এবং অমানবিক আচরণ
260) Responsible
role-দায়িত্বশীল ভূমিকা
261) Unpaid
wagee-বকেয়া মজুরি
262) Effective
dispute resolution measures-কার্যকর বিরোধ নিষ্পত্তির সমাধান
263) Effective
and implement labour law-কার্যকর করা এবং শ্রম আইনের বাস্তবায়ন।
বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের ফ্রি উপকার করে
যাচ্ছি। আমার এই ব্লগ নিয়মিত ফলো করলে সরকারি চাকরি ১০০% নিশ্চিত। টাকা খরচ করে
অন্য কোনো বই কিনে পড়তে হবে না বা কোচিং করা লাগবে না। তাহলে পারলে আমার একটু
উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার
ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে
উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।পূর্বের সকল
পোস্ট পেতে Home এর ডান পার্শ্বে Older Post বা Arrow এর
উপর Click করতে থাকুন।প্রতি শুক্রবার নতুন নতুন পোস্ট পাবেন ইনশা আল্লহ।
Md.Izabul
Alam-Principal-BOU
izabulalam@gmail.com
01716508708, Gulshan,
Dhaka, Bangladesh
No comments:
Post a Comment