BOU

Thursday, March 28, 2019

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে-(৭০তম পর্ব)


৪০তম বিসিএস প্রিলিমিনারি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (সকল চাকরি পরীক্ষায় কাজে লাগবে)
(৭০তম পর্ব)
BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708,
izabulalam@gmail.com

সাম্প্রতিক সাধারণ জ্ঞাণ:
০১. সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার শিকার হন তুরস্কের ইস্তান্বুলে।
০২. রোহিঙ্গাদের উপর নির্মিত “A pair of sandal” চলচ্চিত্রটির নির্মাতা জসীম অাহমদ।
০৩. চিলির সান্টিয়াগোতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য ১১টি দেশ নতুন করে “Comprehensive & Progressive Agreement for Trans-Pacific Partnership” (পূর্বে ছিল TPP, বর্তমানে CPTPP) চুক্তিটি স্বাক্ষর করেন ৮ মার্চ, ২০১৮। এটি অনুমোদন করে ৬টি দেশ ৩১ অক্টোবর এবং কার্যকর হবে ৩০ ডিসেম্বর।
০৪. স্যাটেলাইট …….বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫৭তম
০৬. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল – সুসানে গীতি
০৭. টেস্টে ২য় বারের মতো ডাবল সেঞ্চুরি করেন উইকেটরকিপার ও ব্যাটসম্যান – মুশফিকুর রহিম (সর্বোচ্চ রান 219 দলের পক্ষে)
০৮. সম্প্রতি নতুন কোন উদ্ভিদের জিনোম আবিষ্কার করা হয়েছে – ধইঞ্চা (বিজেঅারঅাই কর্তৃক)
০৯. টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে এক ইনিংসে ৫ উইকেট নেন – নাইম হাসান
১০. এ পি জে অাবুল কালাম অাজাদের লেখা সর্বশেষ বই – Advantage India : From Challenge to Opportunity.
১১. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’ (৩১ শে অক্টোবর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী)।
১২. ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করা নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি কুর্দি মানবাধিকার কর্মী।
১৩. “চাবাহার” ইরানের একটি সমুদ্রবন্দর। গোয়াদার পাকিস্তানের সমুদ্রবন্দর। বন্দর অাব্বাস ইরানের প্রধান সমুদ্রবন্দর।
১৪. বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে অাফ্রিকার শিং নামে পরিচিত “জিবুতিতে”।
১৫. অান্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) পঞ্চম রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা লাভ করে চীনের মুদ্রা ইউয়ান।
১৬. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি।
১৭. সম্প্রতি আলোচিত ইভিএম (EVM) পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে ২০০৭ সালে ঢাকার
অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের
নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।
আইনগতভাবে আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জাপান,
কাজাখস্তান, পেরু, সংযুক্ত আরব আমিরাত,
ভেনিজুয়েলায় চালু রয়েছে ইভিএম প্রযুক্তির
মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি। পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (Electronic Voting Machine-EVM).
১৮. নতুন জাতীয় পদক হিসেবে ‘মাদার অব হিউম্যানিটি পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ প্রদান করবে সরকার।
১৯.বঙ্গবন্ধু স্যাটালাইট সেবা প্রদান শুরু করে-৪ সেপ্টেম্বর ২০১৮
২০. বিবিসির জরিপে সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রে একমাত্র বাংলা সিনেমা ১৫ নম্বরে স্থান পেয়েছে সত্যাজিৎ রায়ের পথের প্যাঁচালী।
সেটি সহজ করে দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইংরেজি ভাষারর বাইরে পৃথিবীর নানা ভাষার সেরা ১০০ সিনেমার সবার ওপরে আছে জাপানি চলচ্চিত্রকার ‘আকিরা কুরোসাওয়ার’ চলচ্চিত্র সেভেন সামুরাই। তিন বছর ধরে চলচ্চিত্রের এই তালিকা তৈরি করছে বিবিসির সংস্কৃতি বিভাগ। এর আগে করেছে ‘গ্রেটেস্ট আমেরিকান ফিল্মস’, ‘দ্য বেস্ট ফিল্মস অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ ও ‘গ্রেটেস্ট কমেডিস এভার মেড’। এবার তালিকা করল ‘১০০ গ্রেটেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস’ (সর্বকালের সেরা ১০০ বিদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র)।
২১. Brexit কার্যকর হবে লিসবন চুক্তির অার্টিকেল ৫০ অনুসারে ২৯ মার্চ, ২০১৯।
২২. পারমাণবিক সমঝোতার লক্ষ্যে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের হোটেল দ্যা ক্যাপেলোতে।
২৩. অঙ্গীকার অনুসারে উত্তর কোরিয়া তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ‘পুঙ্গেরি’ ধ্বংস করে ২৪মে ২০১৮।
২৪. যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয় ১৯ জুন ২০১৮।
২৫. NAFTA এর পরিবর্তিত রূপ (নতুন রূপে) USMCA. এই চুক্তি অনুসারে যদি কোন সদস্য (মোট সদস্য ৩টি) চীনের মতো “বাজার অর্থনীতি নয়” এমন দেশের সাথে মুক্ত বাণিজ্য নীতিতে পৌঁছায়, তাহলে পক্ষভুক্ত অন্য দু’দেশ এ ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে রূপান্তর করতে পারবে।
২৬. বিশ্বের কার্বনমুক্ত প্রথম দেশ ভুটান।
২৭. ১ম বিশ্বযুদ্ধের ১০০ বছর ফুর্তি হয় ২০১৮ সালের ১১ নভেম্বর।
২৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ Memory of the World কর্মসূচির অাওতায় “International Documentary Herritage” হিসেবে UNESCO এর International Advisory Committee এর তৎকালীন প্রধান ইরিনা বোকোভা ঘোষণা দেয় ৩০ অক্টোবর ২০১৭। এর পর UNESCO অানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
২৯. ১৭ অক্টোবর, ২০১৮ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ২০১৮ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে ~
বিশ্বেরমোট জনসংখ্যা : ৭৬৩.৩০ কোটি।
নারী প্রতি প্রজনন হার : ২.৫০ জন।
নারী প্রতি সর্বাধিক প্রজনন হার : নাইজার (৭.১০)
জনসংখ্যা বৃদ্ধির হার : ১.২০ শতাংশ।
জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে : অষ্টম।
৩০. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এর ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। (এটা পরীক্ষায় আসবে না, কারণ এটি বাংলাদেশ বিষয়ে নেগেটিভ তথ্য)। প্রথম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং বসবাসের দিক উপযুক্ত শহরের তালিকায় শীর্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। [এটি গুরুত্বপূর্ণ]
৩১. বাংলাদেশে 4G নেটওয়ার্ক কবে চালু হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুযারী।
৩২. প্রথম বাংলাদেশী কিশোরী হিসেবে কে ১৬.১ কি. মি. দৈর্ঘ্য বিশিষ্ট বাংলা চ্যানেল জয় করেন মিতু আখতার ১৯ মার্চ ২০১৮।
৩২. চীনের নেতা শি জিন পিংকে আজীবন চীনের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
৩৩. বাংলাদেশ প্রথম বারের মতো LDC হতে উত্তরণের যোগ্যতা অর্জন করে মার্চ ২০১৮। নিয়মানুসারে ২ বার ৩ বছরের গড় সূচকে এ যোগ্যতা অর্জন করতে হয়। ২০১৮ সালের পর ২০২১ সালে এ অর্থনৈতিক ভঙ্গুরতা, মাথাপিছু অায় ও মানব সম্পদ উন্নয়নে এ যোগ্যতা অর্জন করলে ২০২৪ সালে LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করবে বাংলাদেশ। সর্বশেষ LDC থেকে বের হয় অাফ্রিকা মহাদেশের নিরক্ষীয় গিনি।
৩৪. বাংলাদেশ MNP (Mobile Number Portability) সেবা চালু করে ১ অক্টোবর ২০১৮।
৩৫. বীর প্রতীক তারামন বিবি মৃত্যুবরণ করেন ০১ ডিসেম্বর ২০১৮। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
৩৬. দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মোট তফসিলি ব্যাংক ৫৯টি।
৩৭. ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন করেন বাকৃবির প্রফেসর ড. এম. এ ইয়াহিয়া খন্দকারের নেতৃত্বে এক দল বিজ্ঞানী।
৩৮. ১৯ এপ্রিল ২০১৮ সোয়াজিল্যান্ড দেশের নাম পরিবর্তন করে রাখা হয় – Kingdom of Eswarini. সোয়াতি ভাষায় ইসওয়াতিনি (Eswatini) অর্থ – সোয়াজিদের ভূমি (Land of the Swazis). মনে রাখুন: ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের নতুন ডাকনাম চেকিয়া (Czechia).
৩৯. প্রথমবারের মতো দুই ম্যাচের টেস্ট সিরিজের সবগুলো উইকেট বাংলাদেশের স্পিনাররা নেয়। প্রতিপক্ষ উইন্ডিজের মোট ৪০টি উইকেট নেয় বাংলাদেশি স্পিনাররা। এছাড়াও মিরপুর টেস্টে উইন্ডিজের প্রথম ইনিংসে টপ পাঁচজন ব্যাটসম্যানকে বোল্ড অাউট করে ১২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দেয় বাংলাদেশি বোলাররা।
৪০. G-20 এর ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় অার্জেন্টিনার বুয়েন্স অায়ার্সে। এটি গুরুত্বপূরণ হবার কারণ, এখানে ট্রাম্প ও শি জিন পিং অালোচনায় বসেন। এর পূর্বে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের ঘটনা অামরা সকলেই জানি। ১ জানুয়ারি ২০১৯ থেকে তিন মাসের জন্য চীনা পণ্যে শুল্ক অারোপ প্রত্যাহারের কথাও অাশ্বস্ত করেন মি. ট্রাম্প। [সূত্র: এএফপি]
৪১. ০৩ ডিসেম্বর, ২০১৮ তে ব্যালন ডি’অর ২০১৮ এর নাম নাম ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হয়। প্রথমবারের মতো সেরা মহিলা ফুটবলার ও সেরা অনুর্ধ্ব ২১ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়।
Ballon d’Or 2018 – লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
Ballon d’Or Feminine – Ada Hegerberg (ব্রাজিল)
Kopa Trophy – কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
৪২. জার্মানির পাসপোর্টকে পেছনে ফেলে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের স্থান দখল করেছে সংযুক্ত অারব অামিরাত। সংযুক্ত অারব অামিরাতের পাসপোর্টধারীরা ১৬৭টি দেশে প্রি-ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে।
৪৩. ফ্রান্সে চলমান অান্দোলনের নাম “ইয়েলো ভেস্ট”। জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বিক্ষোভে ফেটে পড়ে।
৪৪. OPEC ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার । ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমান সদস্য সংখ্যা ১৫ (সর্ব‌শেষ: ক‌ঙ্গো)। ত‌বে কাতার বের হবার ঘোষণা করায় ২০১৯ সালের ১ জানুয়ারি থে‌কে সদস্য দেশ হ‌বে ১৪টি। OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়।
৪৫. আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ ( International Year of Moderation) হিসাবে ঘোষণা করা হয়-
২০১৯ সালকে।
৪৬. ৩১ শে ডিসেম্বর ২০১৮ কোন দুটি দেশ UNNECO’র সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
৪৭. ২০১৮-২১ সালের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত ১৫ টি।
8৮. সম্প্রতি প্রকাশিত ‘৩০৫৩ দিন’ শীর্ষক বই বঙ্গবন্ধুর কারাজীবন।
বাংলা সাহিত্য:
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষা ভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান।
বিভিন্ন বইয়ের নাম যা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে:
১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২ 2। খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র – আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন – শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
Raisul Islam Hridoy
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী – সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী – শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি – শঙ্কর
৪৮। দূরবীন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর – বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন – ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন – জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ – বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা – শহীদুল জহির
৬৯। আনন্দমঠ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি – সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে – অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী – বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস – হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি – রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি – হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি – আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী – আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন’ – শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব – নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ – মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর – বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৯। কারুবাসনা – জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ – কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ – নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ – আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন – সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল – হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ – হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে – মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে – চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ – মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক – প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য – আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক’রে কাটা চাঁদ – হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ – তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ – গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান – পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে – মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) – মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল – মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন – সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট – সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি – সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী – হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী
কৌশলে বাংলা সাহিত্যের কিছু কঠিন বিষয় মনে রাখুনঃ
১। ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন ?(১৩তম বিসিএস)= মোজাম্মেল হক (দুটোতেই ম মিল আছে!!)
২। ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?=১৮৭২ (৭২ এর ব আর বঙ্গদর্শনের ব , মিল আছে)(১৫তম বিসিএস)
৩। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে ?(১৭তম বিসিএস)= ১৯৪৩(তত্ত্ব ‘র ‘ত’ তেতাল্লিশের ‘ত’ মিল আছে)
৪। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন ?(২২তম বিসিএস)= মোহাম্মদ নাসিরউদ্দিন
৫। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম?(২৪তম বিসিএস)=সমকাল(দুটোতেই স আছে!)
৬ । কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা?(২৪তম বিসিএস)= পত্রিকা
৭। ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ?(২৫তম বিসিএস)= বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়( দুটোতেই ‘ব’ রয়েছে)
৮। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন(২৬তম বিসিএস)= অক্ষয়কুমার দত্ত (মনে রাখুন > তত্ত্ব দত্ত)
৯ । সাপ্তাহিক ‘সুধাকর’ -এর সম্পাদক কে ?(২৭তম বিসিএস)=শেখ আব্দুর রহিম
১০ । নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ?(২৮তম বিসিএস)= ধূমকেতু (১৯২২) । নবযুগ(১৯২০) ও লাঙ্গল(১৯২৫) ‍ এ দুটোও হয় ।
১১। বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?(২৯তম বিসিএস)= সবুজপত্র
১২। ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন (৩০তম বিসিএস)= সঞ্চয় ভট্টাচার্য
১৩। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয় ?(৩৩তম বিসিএস )= ১৯২৩ সালে
১৪। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন (৩৪তম বিসিএস)= অক্ষয়কুমার দত্ত (মনে রাখুন > তত্ত্ব দত্ত)
১৫। ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন (৩৫তম বিসিএস)= জন ক্লার্ক মার্শম্যান
১৬। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?(৩৬তম বিসিএস)= জ্ঞানান্বেষণ
.১৭। ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে ?(৩৭তম বিসিএস)=১৯১৪
.১৮। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কী ?(৩৭তম বিসিএস)= গ্রামবার্তা প্রকাশিকা
বাংলাদেশ বিষয়াবলী থেকে বিসিএস পরীক্ষায় আসা সকল প্রশ্নোওর সমূহ:
 ১। শালবন বিহার কোথায় অবস্থিত?[৩৩ তম প্রিলিমিনারি][১০ম বিসিএস লিখিত] উত্তরঃ কুমিল্লা জেলার ময়নামতি ও লালমাই পাহাড়ের মাঝখানে অবস্থিত।
২। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?[১৯ তম প্রিলিমিনারি][১০ম বিসিএস লিখিত] উত্তরঃ নাটোরের দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত। A
৩। পাহাড়তলী কী জন্য বিখ্যাত?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ রেলের ইঞ্জিন ও বগি মেরামতের জন্য। এটি চট্টগ্রামে অবস্থিত।
৪। সন্তোষ কী জন্য বিখ্যাত?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ কাগমারী সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। এটি টাঙ্গাইলে অবস্থিত।
৫। ‘শেষের কবিতা’ কে লিখেছেন?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি কাব্যধর্মী উপন্যাস।
৬। ’ব্যাথার দান’ কে লিখেছেন?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম। এটি একটি গল্পগ্রন্থ।
৭। জাতীয় ‘সংহতি দিবস’ কবে?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ ৭ নভেম্বর।
৮। জাতীয় ‘শোক দিবস’ কবে?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ ১৫ আগস্ট।
৯। রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?[১০, ১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৬ জুলাই ১৯৫৩ সালে।
১০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখন স্থাপিত হয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯৬১ সালে।
১১। চন্দ্রঘোনা কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ বাঁশ ও কাঠ।
১২। পাকশী কাগজের কলে কোন প্রধান কাঁচামাল ব্যবহৃত হয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ আখের ছোবরা।
১৩। গারো উপজাতীয়রা কোথায় বসবাস করে?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ ময়মনসিংহে।
১৪। খাসিয়া উপজাতীয়রা কোথায় বসবাস করে?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ সিলেটে।
১৫। পিএটিসি এর প্রধানক কর্মকর্তাকে কী বল হয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ রেকটর।
১৬। বাংলাদেশ স্কাউটস এর প্রধান কর্মকর্তাকে কী বলা হয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ কমিশনার।
১৭। বাংলাদেশ বিমান সংস্থার নিয়ন্ত্রনকারী মন্ত্রণালয়ের নাম কী?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ বেসামরিক বিমান ও পর্য্টন মন্ত্রণালয়।
১৮। চিনি ও খাদ্য সংস্থা কোন মন্ত্রণালয়ের অধিনে?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ শিল্প মন্ত্রণালয়।
১৯। মুঘলরা ঢাকা শহরের নাম কী দেয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ জাহাঙ্গীরনগর।
২০। মুঘলরা চট্টগ্রামের কী নাম দেয়?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ ইসলামাবাদ।
২১। BIISS এর পূর্ণরূপ কী?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ Bangladesh Institute of International and Strategic Studies.
২২। BIRDEM এর পূর্ণরূপ কী?[১০ম বিসিএস লিখিত] উত্তরঃ Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetic Endocrine and Metabolic Disorder.
২৩। বাংলাদেশে বর্তমানে মেডিকেল কলেজ কয়টি?[১০, ১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৮৩ টি। ২৯টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি।(এটির আপডেট লাগবে)
২৪। বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজ কয়টি?[১০, ১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১২ টি।
২৫। ’হারমণি’ লোকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মুহম্মদ মনসুর উদ্দীন।
২৬। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২৭। জয়দেবের কাব্যের নাম কী?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ গীতগোবিন্দ।
২৮। শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ উপন্যাসে।
২৯। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ চিত্রকলায়।
৩০। ‘দুরন্ত’ এর ভাস্কর কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ রাশা।
৩১। ‘জননী’ এর ভাস্কর কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভিনসেন্ট ভ্যানগগ।
৩২। ‘হাজার বছর ধরে’ উপন্যাসের রচয়িতা কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান।
৩৩। ‘অশ্রুমালা’ এর রচয়িতা কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ কায়কোবাদ।
৩৪।সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? [১১তম বিসিএস লিখিত] উত্তরঃভুটান আগে তারপর ভারত। (৬ ডিসেম্বর)।
৩৫। বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য্ কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্যার এ এফ রহমান।
৩৭। ঢাকার বিখ্যাত তাঁরা মসজিদের নির্মাতা কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ মির্জা আহমেদ খান।
৩৮। ঢাকার বড় কাটারার নির্মাতা কে?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহ সুজা।
৩৯। শাহ সুলতান বলখীর মাজার কোথায়?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে।
৪০। বাবা আদম শহীদের মাজার কোথায়?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বগুড়ার আদমদীঘিতে।
৪১। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ রাঙ্গামাটি।
৪২। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারায়নগঞ্জ।
৪৩। বাংলাদেশে নদীভিক্তিক থানা কয়টি?[১১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১০ টি।(আপডেট লাগবে)
৪৪। ‘শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাব্যধর্মী উপন্যাস।
৪৫। ‘কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাব্যগ্রন্থ। লেখক আল মাহমুদ।
৪৬। জসীমউদদীন ব্যাতীত অন্য কোন দু’জন কবির কবিতায় বাংলার গ্রামজীবনের চিত্র রূপায়িত হয়েছে? উত্তরঃ জীবনানন্দ দাস ও বন্দে আলী মিয়া।
৪৭। ‘পদ্মাবতী’র রচয়িতা কে?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান।
৪৮। ‘জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন।
৪৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।
৫০। পাকিস্থান কখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৩ সেপ্টেম্বর ১৯৭৪।
৫১। ঢাকা বিশ্ববিদ্যালযের প্রথম উপাচার্যের নাম কী?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্যার পি. জে. হার্টজ।
৫২। কার্জন হল কখন নির্মিত হয়?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি।
৫৩। ময়নামতি কেন বিখ্যাত?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রাচীন বৌদ্ধসভ্যতার জন্য।
৫৪। ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে যে নতুন প্রদেশ গঠিত হয় তার নাম কী?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ পূর্ব বঙ্গ ও আসাম।
৫৫। নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের প্রাদেশিক গভর্নর কে ছিলেন [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্যার ব্যামফিল্ড ফুলার। (তখন সমগ্র ভারেতর গভর্নর ছিলেন—লর্ড কার্জন)
৫৬। বাংলাদেশের প্রধান দু’টি রপ্তানিপণের নাম কী কী?[১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ তৈরি পোশাক ও পাট।
৫৭। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে?[৩৭ তম প্রিলি] [১৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ চীন।
৫৮। বাংলাদেশের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে?[১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৪ ভাগে।
৫৯। বাংলাদেশের জাতীয় স্মৃতিস্থম্ভ কয়টি?[১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৫ টি।
৬০। কোন কোন পানিতে গলদা এবং বাগদা চিংড়ি চাষ করতে হয়? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ স্বাদু ও স্বচ্ছ পানিতে গলদা চিংড়ি এবং লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি চাষ কর হয়।
৬১। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস কয়টি? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১০ টি।
৬২। বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৪৫০ মাইল। (৭২৪ কি. মি.) ।
৬৩। সুন্দরবনের মোট আয়তন কত? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৬০১৭ বর্গ কি. মি.।
৬৪। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ড. মুহম্মদ ইউনূস।
৬৫। বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায়? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুরে সাদা মাটি পাওয়া যায়।
৬৬। জুটন কী? [১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলার মিশ্রণে তৈরি কাপর।(আবিষ্কারক মুহম্মদ সিদ্দিকুল্লাহ)
৬৭। ইরাটম কী?[১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইরাটম এক ধরনের ধান।
৬৮। বাংলাদেশে কত সালে কোন স্থানে প্রথম চায়ের চাষ শুরু হয়?[১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায়।
৬৯। বাংলাদেশের জাতীয় প্রতীক কী?[১৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, এর উপর পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়পাশে দুটি করে তারকা।
৭০। মধুপুর গড় কোন কোন জেলায় রয়েছে?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় রয়েছে।
৭১। কোন জেলায় বার্ষিক বৃষ্টিপাত সর্বাধিক ?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মৌলবীবাজার জেলায়। (বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৫০০০ সেন্টিমিটার)।
৭২। প্রাচীন পুণ্ড্রবর্ধন বাংলাদেশের কোন কোন জেলার অংশ ছিলো?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ রগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর।
৭৩। বাংলাদেশের কোথায় সর্বাধিক বোরো ধান উৎপন্ন হয়?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কিশোরগঞ্জ জেলায়।
৭৪। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কী?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ পুণ্ডনগর। বর্তমানে এটি বগুড়া জেলায় অবস্থিত।
৭৫। বাংলাদেশের কোন বৌদ্ধ পণ্ডিত তিব্বতে ধর্ম প্রচার করতে গিয়ে সেখানেই প্রাণত্যাগ করেন? [১৭ তম লিখিত] উত্তরঃ অতীশ দীপঙ্কর। তার জন্মস্থান মুন্সীগঞ্জের বিক্রমপুরে।
৭৬। দিনাজপুর ও কুষ্টিয়া শহর কোন কোন নদীর তীরে?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দিনাজপুর পনর্ভবা ও কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত।
৭৭। NAPE কী? [১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ National Academy for Primary Education. – এটি ময়মনসিংহে অবস্থিত।
৭৮। বাংলা কার্টুন সিরিজ ‘মিনা’র নির্মাতা কে?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মোস্তফা মনোয়ার।
৭৯। একুশে ফেব্রুয়ারি বাংলা কোন মাসের কোন তারিখে আসে?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৮ ই ফাল্গুন।
৮০। লালবাগ কেল্লার নির্মাতা কে?[৩৬ তম প্রিলি][১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহজাদা আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং শায়েস্তা খান শেষ করেন।
৮১। যমুনা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.?[১৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৪.৮ কি. মি.।
৮২। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে?[১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৬টি।
৮৩। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কখন?[১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭।
৮৪। স্থানীয় সরকার কয় স্থর বিশিষ্ট?[১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৩ স্থর। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
৮৫। ভাষা অন্দোলন ও ছয় দফা কর্মসূচি কখন হয়?[১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাষা আন্দোলন ১৯৫২ সালে। ছয় দফা কর্মসূচি ১৯৬৬ সালে লাহোর।
৮৬। লালনগীতি কী?[১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ মরমি বাউল লালন ফকির রচিত গীত গানকে লালনগীতি বলে।
৮৭। ময়মনসিংহ গীতিকা কী?[১৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ময়মনসিংহ জেলার পূর্বাংশে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ভাটি অঞ্চেলে যে গীতিকার বিকাশ হয়েছিলো তাকে ময়মনসিংহ গীতিকা বলে। ময়মনসিংহ গীতিকার অন্তর্ভূক্ত গীতিকাগুলো হলো; মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান মদিনা ও দেওয়ান ভাবনা।
৮৮। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি?[১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫০ টি।
৮৯। বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে?
উত্তরঃ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্মন্ধে বলা হয়েছে।
৯০। ‘ইনডেমনিটি’ কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ Indemnity এর অর্থ হলো; শাস্তি এড়াবার আইনী ব্যবস্থ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও একই বছর কারাগারে ৪ নেতার হত্যার বিচার এড়ানোর জন্য ১৯৭৫ সালে এই ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি হয়। এটি বাতিল হয় ১৯৯৬ সালের ১২ ই জুন।
৯১। বাংলাদেশে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাজিংডং বা বিজয়। এর উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত।
৯২। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? [৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সিলেট বিভাগ।
৯৩। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ রাঙামাটি। আয়তন—৬১১৬ বর্গ কিলোমিটার।
৯৪। বঙ্গদেশে কবে আর্যদের আগমন ঘটে?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ খিস্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে আর্যগণ উপমহাদেশে আগমন করেন। তারও চৌদ্দশত বছর পর আর্যরা বঙ্গদেশে আগমন করেন।
৯৫। কোন মুসলিম শাসক সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।
৯৬। মোঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সম্রাট আকবর।
৯৭। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
৯৮। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কী?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ বীরশ্রেষ্ঠ।
৯৯। DPT র পূর্ণরূপ কী?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ Diphtheria, Pertussis, Titanus
১০০। TT এর পূর্ণরূপ কী?[৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ Telephone and Telegraph
১০১। সংবিধানে রাষ্ট্রধমর্ম সম্পর্কিত বিধান কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মও সমমর্যাদা পাবে।
১০২। সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?[৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৭ নং অনুচ্ছেদ।
১০৩। চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?[৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৩৬ নং অনুচ্ছেদ।
১০৪। সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?[৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ৩৭ নং অনুচ্ছেদ।
১০৫। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা কী কী?[৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলাদেশের নাগরিক, ২৫ বছর বয়স ও ভোটার তালিকায় নাম থাকতে হবে।
১০৬। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কী কী?[৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে ইত্যাদি।

বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর :
০১)মালদ্বীপের মুদ্রার নাম কী?®__রুপিয়া। ভাষা দিভেহী।
০২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করে?®__১৯৬৫ সালে।
০৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?®__রাষ্ট্রপতির।
০৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?®__কালো।
০৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?®__ফসফরাস।
০৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?®__ভিটামিন "সি"।
০৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?®__তামা ও টিন।
০৮) বাংলাদেশের একটিমাত্র প্রবাল দ্বীপের নাম কী?®__সেন্টমার্টিন।
০৯) ব্যাবিলনের শূন্য উদ্যান কত মিটার উঁচুতে নির্মিত হয়?®__৩০০মিটার।
১০)"আব্দুল্লাহ" উপন্যাসের লেখক কে ও কত সালে প্রকাশিত হয়?®__কাজী ইমদাদুল হক। প্রকাশিত ১৯২৮।
১১) বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
১২)'গ্রামবার্ত্তা প্রকাশিকা'পত্রিকার সম্পাদক কে ছিলেন?®__হরিনাথ মজুমদার।
১৩) 'পদ্মাবতী'কাব্যগ্রন্থের অনুবাদক কে?®__আলাওল।
১৪) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'এর প্রথম উপন্যাস "পথের পাঁচালী" কত সালে প্রকাশিত হয়?®__১৯২৯ সালে।
১৫) "আনোয়ারা" গ্রন্থটির রচয়িতা কে?__মোহাম্মদ নজিবর রহমান।
১৬) 'রসগোল্লা'কোন জাতীয় রচনা?__রম্য রচনা।
১৭) 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?__মুহম্মদ শহীদুল্লাহর।
১৮) 'ছন্দের জাদুকর' বলা হয় কাকে?  __সত্যেন্দ্রনাথ দত্তকে। __উপাধিটি রবীন্দ্রনাথের দেওয়া
১৯) 'শ্রীকান্ত'উপন্যাসটির লেখক কে?__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২০) 'পূর্ব-পশ্চিম'উপন্যাসের উপজীব্য কী?__বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।
২১) 'দেশে-বিদেশে'ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?__সৈয়দ মুজতবা আলী।
২২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?__মধুসূদনের কৃষ্ণকুমারী(১৮৬১)
২৩) 'সংশপ্ত' উপন্যাসের লেখক কে?__শহীদুল্লাহ কায়সার।
২৪) মেঘনাদবধ'কাব্যের লেখক কে?__মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-৭৩)
২৫) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করন ও মারা যান?__১৮৬১-১৯৪১ সালে।__রমজান__
২৬) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি?__৮টি।
২৭) 'যে প্রবীন নয়'এর বাক্য সংকোচন কী?__নবীন
২৮) 'বিজিত'শব্দের অর্থ কী?__পরাজিত
২৯) গঠন অনুসারে বাক্য কত প্রকার?__৩ প্রকার।
৩০) "সমীরণ"শব্দের অর্থ কী?__বায়ু

(সমাপ্ত) ৭১তম পর্ব দেখুন

  বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের ফ্রি উপকার করে যাচ্ছি। আমার এই ব্লগ নিয়মিত ফলো করলে সরকারি চাকরি ১০০% নিশ্চিত। টাকা খরচ করে অন্য কোনো বই কিনে পড়তে হবে না বা কোচিং করা লাগবে না। তাহলে পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।পূর্বের সকল পোস্ট পেতে Home এর ডান পার্শ্বে  Older Post বা  Arrow এর উপর Click করতে থাকুন।প্রতি শুক্রবার নতুন নতুন পোস্ট পাবেন ইনশা- আল্লহ।
Md.Izabul Alam-Principal-BOU
01716508708, Gulshan, Dhaka, Bangladesh





No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU