Thursday, February 28, 2019

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৬৪তম পর্ব


বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশন
৬৪তম পর্ব

(বাংলাদেশ বিষয়াবলী)
1.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়★★★
2.বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
সেন্টমার্টিন★★★
3.ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
১৩টি★★★
4.ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
নাগাল্যান্ড★★★
5.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৪১৫৬ কি.মি★★★
6.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত?
২০০নটিকেল মাইল★★★
7.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
বান্দরবান★★★
8.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
৩টি★★★
9.বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের-
পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম★★★
10.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
পঞ্চগড়★★★
11.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
৩০টি★★★
12.মায়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?
৩টি★★★
13.ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
১১১টি★★★
14.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
★★★
15. SPARRSO কোন মন্ত্রণায়ের অধীনে?
প্রতিরক্ষা★★★
16.গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
নিম্নভূমি নিমজ্জিত হবে★★★
17.বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ডাচ-বাংলা ব্যাংক★★★
18.বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম কী?
শেখ মুজিবুর রহমান★★★
19.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
৪টি★★★
20.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
প্রথম ৪টি★★★
21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা★★★
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান★★★
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
নায়েম★★★
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
১৯৫৩সালে★★★
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ড.ওসমান গণি★★★
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা- চট্টগ্রাম
★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগড়
★★★
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভূক্ত? অস্ট্রিক
★★★
31.প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত? মহাস্থানগড়
★★★
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?  পুন্ড্র
★★★
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ
★★★
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল
★★★
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত- বরেন্দ্রভূমি
★★★
36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ
★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? বখতিয়ার খিলজি
★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? ১২০৪
★★★
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা
★★★
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী? গৌড়
★★★
41.গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ
★★★
42. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দীন আযম শাহ
★★★
43.নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর
★★★
44.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলী খান
★★★
45.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?  ইসলাম খাঁ
★★★
46.ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০সালে
★★★
47.ঢাকার 'দোলাই খাল' কে খনন করেন?  ইসলাম খান
48.কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান
★★★
49.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত- চকবাজারে
★★★
50.বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা
★★★
51.কোন নগরীতে মুঘল আমলে সুবে-বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও
★★★
51.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদকুলি খান
★★★
52.'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল? ১১৭৬সালে
★★★
53.বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? ১৭৯৩সালে
★★★
54.বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস
★★★
55.বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন- পর্তুগিজরা
★★★
56.ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উরিয়েছিলেন- জুম্মা খান
★★★
57.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন? ১৭৬৫সালে
★★★
58.বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল- ১৭৭০ খ্রিস্টাব্দ
★★★
59.সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ১৮২৯সালে
★★★
60.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাইন্টব্যাটেন
★★★
61.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা
★★★
62.বাংলায় ফরায়েজি আন্দলোনের উদ্যোক্ত কে ছিলেন? হাজী শরিয়ত উল্লাহ
★★★
63.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে? নওয়াব আব্দুল লতিফ
★★★
64.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলন- লর্ড কার্জন
★★★
65.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১সালে
★★★
66. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন
★★★
67.১৯০৫সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার
★★★
68. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোর
★★★
69.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের- ফেব্রুয়ারিতে
★★★
70.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- নৌকা
★★★
71.ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনাকার্টা
★★★
72.পাকিস্তানি শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত
★★★
73.১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি
তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দীন★★★
74.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া
হয়? ১৯৫৬সালে★★★
75.ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোর
★★★
76.৬ দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল? ১৯৬৬সালে
★★★
77.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রাভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? ৩১জানুয়ারি, ১৯৫২
★★★
78.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এ.এইচ.এম কারুজ্জামান
★★★
79.বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির
★★★
80.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া
★★★
81.মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? ১০ এপ্রিল ১৯৭১
★★★
82.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? ১০এপ্রিল, ১৯৭১
★★★
83.মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর
★★★
84."লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না"। দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল? জেনারেল টিক্কা খান
★★★
85.'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা- জেনারেল সুখওয়ান্ত সিং
★★★
86.'একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
★★★
87.মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও
★★★
88.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জে.আতাউল গনি ওসমানী
★★★
89.১৯৭১সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?১১টি
★★★
90.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
★★★
91.বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে 'বীর উত্তম' উপাধীতে ভূষিত করা হয়? ৬৯জন
★★★
92.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ
★★★
93.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?  সিপাহী
★★★
94.বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যু বরণ করেন? ১৮এপ্রিল ১৯৭১
★★★
95.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি
★★★
96. ১৯৭৫সালের ১৫আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মে.জে.কে এম শফিউল্লাহ
★★★
97.রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? রক্ত সোপান
★★★
98. ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?  
তৎকালীন রেসকোর্স ময়দান★★★
99.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
★★★
100.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আঃ গনি ওসমানী
★★★
101.গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? ১৬ডিসেম্বর, ১৯৭২
★★★
102.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স- ৩৫বছর
★★★
103.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল- ৫বছর
★★★
104.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ধারা ২৭★★★
105.সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে? ১৩৭
★★★
106.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত? ৬(২)
★★★
107.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? ২৫বছর
★★★
108.কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন? ৬০
★★★
109.তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম
★★★
110.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭মার্চ, ১৯৭৩
★★★
111.মাত্র ১টি সংসদীয় আসন- রাঙামাটি জেলায়
★★★
112.Who is the architecture to the Parliament building of Bangladesh? Louis Kahn
★★★
113.জাতীয় সংসদে 'কাস্টিং' ভোট কি? স্পীকারের ভোট
★★★
114.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? এক কক্ষ
★★★
115.বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? ২৭
★★★
116.বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? ১১
★★★
117.প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ
★★★
118.বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?  
★★★
119.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? ১৯৭৪সালে
★★★
120.বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? ১৯৯৮সালে
★★★
121.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত? ফরিদপুর
★★★
122.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র
★★★
123.যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা
★★★
124.বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? মেঘনা
★★★
125.কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?জোয়ার-ভাটার স্রোত
★★★
126.বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?আজমিরীগঞ্জ
★★★
127.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া
★★★
128.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ
★★★
129.বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- গোয়ালন্দ
★★★ 130.পুনর্ভবা, নাগর ও টাঙন কোন নদীর উপনদী? মহানন্দা★★★
131.ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা
★★★
132.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উ
ৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গ★★★
133.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ
★★★
134.সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা
★★★
135.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প
★★★
136.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী? গারো
★★★
137.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা
★★★
138.পূর্বাশা দ্বীপের অপর নাম কী? দক্ষিণ তালপট্টি
★★★
139.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী
★★★
140.দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী? পূর্বাশা দ্বীপ
★★★
141.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ৮
★★★
142.বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়? কক্সবাজার
★★★
143.বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? হাকালুকি
★★★
144.'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার
★★★
145.'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি
★★★
146.প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-? বরিশাল
★★★
147.বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়? সিলেট
★★★
148.সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
পটুয়াখালী★★★
149.বাংলাদেশে বিদ্যুৎ উ
ৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- প্রাকৃতিক গ্যাস★★★
150.আলুর একটি জাত- ডায়মান্ড
★★★
151.বাংলাদেশে সবচেয়ে উ
ৎপাদিত হয়- বোরো ধান★★★
152.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়- সিলেটের মালনিছড়ায়
★★★
153.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো- মিথেন গ্যাস
★★★
154.প্রধান বীজ
উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- BADC★★★
155.বর্ণালী ও শুভ্র কী? উন্নত জাতের ভুট্টা
★★★
156.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী
★★★
157.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী
★★★
158.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী
★★★
159.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর
★★★
160.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে? ৬২%
★★★
161.ম্যানগ্রোভ কী? উপকূলীয় বন
★★★
162.সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়- পাগ-মার্ক
★★★
163.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস
★★★
164.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে- বিজয়পুর
★★★
165.দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে? কয়লা
★★★
166.বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম
★★★
167.বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা
★★★
168.খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়- সুন্দরী কাঠ
★★★
169.কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত? যশোর
★★★
170.বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? ১৯৫৭
★★★
171.দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে? গজারিয়া
★★★
172.বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস- সবকটি
★★★
173.জিয়া সার কারখানায় উ
ৎপাদিত সারের নামি কী? ইউরিয়া★★★
174.বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ
★★★
175.বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার
★★★
176.বাংলাদেশের ম
ৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ২৩★★★
177.বাংলাদেশে একমাত্র ম
ৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে★★★
178.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? আশি দশক
★★★
179.নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত? চিংড়ি
★★★
180.বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত? ৮টি
★★★
181. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী
★★★
182.মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়? ১জুলাই, ১৯৯১
★★★
183.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম
★★★ⓓ ঈশ্বরদী
184.বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? পোশাক
★★★
185.স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়? ৪মার্চ ১৯৭২
★★★
186.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকা
★★
সমাপ্ত-৬৫তম পর্ব দেখুন।

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুনসব পর্ব))

No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU