BOU

Monday, January 7, 2019

বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ- (৬১তম পর্ব- চতুর্থ অংশ


৪০তম বিসিএস ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য-(স্পেশাল কোর্স) বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-যা চাকরি পরীক্ষায় এগুলো থেকেই ঘুরে ফিরে কমন এসে থাকে।এগুলো সব সময় চর্চা করলে ১০০% কমন পাওয়া যাবে-ইনশা আল্লাহ।

৬১তম পর্ব- চতুর্থ অংশ

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

MD. IZABUL ALAM-ONLINE PRINCIPAL


Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(চতুর্থ অংশ)

বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ

1)  কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?Ans: আনদন্দময়ীর আগমনে
2)  ‘সারেং বৌ’ বইটির লেখক কে?Ans: শহীদুল্লাহ কায়সার
3)  ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃAns:বিভাবরী, শীর্ণ
4)  বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-Ans:আকবর
5)  ‘শর্বরী’ কথাটির অর্থ?Ans:রাত
6)  ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-Ans:সৌভাগ্য 
7)  None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃAns:ভুল মানুষেরই হয়
8)  শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ
9)  সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
10) বনফুল’ কার ছদ্মনাম?Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়
11) নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?Ans:একটি কালো মেয়ের কথা
12)চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?উ: নেপাল
13)খনার বচন কি সংক্রান্ত?উ: কৃষি
14)‘ব্রজবুলি’ একটি-উ: ভাষা
15)‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা-উ: আরবি
16)কোন গ্রন্থটি আলাওল রচিত?উ: তোহফা
17)বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
18)বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-উ: বীরবলের হালখাতা
19)পরশুরাম কার ছদ্মনাম?উ: রাজশেখর বসু।
20) বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-উ: বিহারীলাল চক্রবর্তী
21)‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-উ: অক্ষয়কুমার দত্ত
22) কোনটি জসীমউদদীনের কাব্য নয়?উ: মানসী
23) কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?উ: ২১
24) কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?উ: গীতাঞ্জলি
25) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?উ: দুর্গেশনন্দিনী
26) কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?উ: রুদ্রমঙ্গল
27) শুদ্ধ বানান কোনটি?উ: মূর্ধন্য
28) কোনটি নাসিক্য ধ্বনি?উ: ম
29) ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উ: ধ্বনিতত্ত্ব
30) কোনটি সঠিক?উ: চলাকালে
31)‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-উ: মনস+ঈষা
32) দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-উ: হিন্দি
33) সচিব কোন ধরনের শব্দ?উ: পারিভাষিক
34) সর্বভুক শব্দের অর্থ কি?উ: আগুন
35) ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?উ: অর্ধ-তৎসম শব্দ
36) বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?উ: তুর্কী
37) ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?উ: অর্থের কুপ্রভাব
38) ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?উ: উপন্যাস
39) ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: নদী
40) ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-উ: লিপ্সা
41)ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:হীরক জয়ন্তী
42) কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?দু+লোক=দ্যুলোক
43) বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?তুর্কী
44) কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?সাধু ভাষায়
45) ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?করণ
46) ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-ভেলকিবাজি
47) সঠিক বাক্য কোনটি?আমার কথা প্রমাণ হলো।
48) অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?বিপরীত।
49) ছায়া হরিণ কার গ্রন্থ:আহসান হাবীব
50) খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-সিংহদ্বার
51)ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’অব্যয়
52) পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?কূল
53) গাছ পাথর বাগধারাটির অর্থ-হিসাব-নিকাশ
54) Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:নাচতে না জানলে উঠান বাঁকা
55) কোন বানানটি শুদ্ধ?স্বায়ত্তশাসন
56) শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:প্রমথ চৌধুরী
57) মহাকবি নন-রবীন্দ্রনাথ ঠাকুর
58) বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?৩৯টি
59) বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?চোখের বালি
60) ‘যিনি অনেক দেখেছেন’ এক কথায় বলে-উ: ভূয়োদর্শী
61)শুদ্ধ বানান কোনটি?উ: মনঃকষ্ট
62) ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক কোনটি?উ: সিংহদ্বার
63) ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন’-উ: অব্যয়
64) ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?উ: কুল
65) ‘হাভাতে’ কোন সমাস?উ: অব্যয়ীভাব
66) ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ-উ: হিসাব-নিকাশ
67) Bad workman quarrels with his tools-বাক্যটির যথাযথ অনুবাদ-উ: নাচতে না জানলে উঠান বাঁকা।
68) মহাকবি নন-উ: রবীন্দ্রনাথ ঠাকুর
69) নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?উ: হুমায়ুন কবির
70) ‘টাকায় টাকা আনে’ এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?উ: অপাদানে ৭মী।
71)পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?উ: স্নেহাসম্পদ 
72) বশির আমাকে বলল, ‘আমি এক্ষণি আসছি’-পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয়?উ: বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
73) বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?উ: চোখের জল।
74) ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?উ: গো+এষণা
75) ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা-মানিক বন্দ্যোপাধ্যায়
76) চাষাভুষার কাব্য কার রচনা?নির্মলেন্দু গুণ
77) নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?দোলনচাঁপা
78) নিচের কোন বানান শুদ্ধ?সমীচীন,বাল্মিকী
79) ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ?যৌগিক
80) ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি?ইমাম হোসেন
81)‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান?ভাওয়াইয়া
82) ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?বর্ধমান
83) ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?আনিস চৌধুরী
84) ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস?ঐতিহাসিক
85) ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি?অধিকরণে ৭মী
86) ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা-শেখ ফজলল করিম
87) অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক-গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
88) ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই?যতীন সরকার
89) ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? রুশ
90) রূপসী বাংলার কবি কে?Ans:জীবনানন্দ দাশ
91)‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি?সদাচার
92) বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?Ans:২ টি
93) “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?Ans:ষ+ণ
94) ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans:অলংকার
95) ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?Ans:হ্যানা ক্যাথেরিন
96) ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?Ans:সমাস
97) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়—Ans:ধাতু
98) ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?Ans:উপন্যাস
99) নিচের কোন বানানটি শুদ্ধ?Ans:শারীরিক
100) কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?Ans:আনন্দময়ীর আগমনে
101) যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে—ব্যয়কুণ্ঠ
102) ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?Ans:জাপানী
103) বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—Ans:নেপালে
104) ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা—Ans:বিদ্যাপতি
105) ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—Ans:১৮০১ সালে
106) ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?Ans:অন্নদামঙ্গল কাব্যের
107) বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—Ans:রোমান্টিক প্রণয়োপাখ্যান
108) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?Ans:নিষিদ্ধ লোবান
109) ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?Ans:গল্প
110) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—Ans:অগ্নিবীণা
111) ‘আটকপালে’ বাগধারার অর্থ—Ans:হতভাগ্য
112)‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা?Ans:রঙ্গলাল
113)নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?উ: চাবি
114)বিভক্তিহীন নাম পদকে বলা হয়-উ: প্রাতিপাদিক
115)‘গুরুচন্ডালী’ দোষমুক্ত শব্দ কোনটি?উ: শবদাহ
116)কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?উ: মাথা খাটিয়ে কাজ কর
117)অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: প্রাচীন
118)নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?উ: কর
119)যে জমিতে ফসল জন্মায় না-এক কথায়-উ: ঊষর
120) ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?উ: বিপরীত
121)‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?উ: বঙ্গীয় সাহিত্য পরিষদ
122) ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-উ: কৃষি
123) মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?নাসির উদ্দীন শাহ///মুর্শিদ কুলি খাঁ///শাহ সুজা///আলাউদ্দিন হুসেন শাহ
124) ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?উ: শাহ মুহম্মদ সগীর
125) বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?উ: মৈথিলি ভাষা
126) মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?উ: চন্ডীমঙ্গল
127) মার্সিয়া-কি?উ: শোকগীতি
128) ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটি কার রচনা?উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
129) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?উ: মাইকেল মধুসূদন দত্ত
130) কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়?উ: কুবের
131)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি?উ: ১৮৩৮
132) কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?উ: ঘুম নেই
133) কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন?উ: কাজী নজরুল ইসলাম
134) চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা-উ: রফিক আজাদ
135) ‘কালো বরফ’ রচনা করেন-উ: মাহমুদুল হক
136) ‘হাত-হদাই’একটি-উ: নাটক
137) একাত্তরের ডায়েরী কার লেখা-উ: সুফিয়া কামাল
138) চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন-উ: কাহ্ণপা
139) Epic শব্দের পরিভাষা কী?উ: মহাকাব্য
140) ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?উ: অর্ক
141)বাংলা লিপির উৎস-উ: ব্রাক্ষ্মী লিপি
142) ইনকিলাব শব্দের অর্থ-উ: বিপ্লব
143) কোন বানানটি শুদ্ধ?উ: বিভীষিকা
144) ‘চাচা কাহিনী’-গ্রন্থের লেখক-উ: সৈয়দ মুজতবা আলী
145) বাংলা সাহিত্যের মধ্য যুগ কোনটি?উ: ১২০১-১৮০০
146) খনার খ্যাতির কারণ-উ: বচন
147) ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-উ: শশ+অঙ্ক
148) কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?উ: ইবলিশ
149) ‘সে নাকি আসবে না’-এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: সংশয়
150) পোস্টাল কোড কী নির্দেশ করে?উ: পোস্ট অফিসের নম্বর
151)“বাজার শেষ করে বাড়ি”-বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?উ: আকাঙ্ক্ষা
152) ধাতু চিহ্ণ বোঝাতে কোন চিহ্ণ ব্যবহৃত হয়?উ:
153) জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা?উ: নাটক
154) কোনটিতে বিরামচিহ্ণ যথাযথভাবে ব্যবহৃত হয়নি?উ: চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
155) ‘কর্মে ক্লান্তি নাই যাহার’-এক কথায় প্রকাশ-উ: অক্লান্ত কর্মী
156) কোন দুটি যৌগিক বর্ণ?উ: ঐ,ঔ
157) ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি-উ: ব্যয় কুন্ঠ
158) ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?উ: কাজী নজরুল ইসলাম
159) বীরবল কার ছদ্মনাম?উ: প্রমথ চৌধুরী
160) প্র, পরা-কোন ধরনের উপসর্গ?উ: সংস্কৃত
161)‘মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা-উ: কাজী নজরুল ইসলাম
162) আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে? Ans: জহির রায়হান 
163) কোন বানানটি শুদ্ধ?Ans: পোশাক 
164) কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই? Ans: হাইফেন 
165) কোন বানানটি শুদ্ধ ?Ans: বিভীষিকা 
166) আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে? Ans: চলিত ভাষা 
167) দুহিতার বিপরীত শব্দ কোনটি? Ans: পুত্র
168) Autonomous শব্দের অর্থ?Ans: স্বায়ত্তশাসিত 
169) জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans: অর্ধাঙ্গী 
170) ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটিAns: চতু:+পদ
171)সিংহপুরুষ কোন সমাস?Ans: উপমিত কর্মধারয় 
172) মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মনু+ষ্ণ 
173) যে উপকারীর অপকার করে?Ans: কৃতঘ্ন 
174) ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তিAns: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
175) Edition শব্দের অর্থ-Ans: সংস্করণ 
176) রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?Ans: ভানু 
177) পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?Ans: ভূতপূর্ব
178) ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?Ans: পরিপাটী
179) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়Ans: ধ্বনিতত্ত্বে
180) বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
181)‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মহৎ+ইমন 
182) আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?Ans: তিরোভাব 
183) দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?Ans: অহিনকুল
184) নিচের কোনটি শুদ্ধ বানান?Ans: ন্যূনতম 
185) সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: উগ্র
186) ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?Ans:কর্ম কারকে শূন্য বিভক্তি
187) মৌমাছি কোন সমাস?Ans: কর্মধারয় সমাস
188) বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?উ: গৌড়ীয় প্রাকৃত
189) কোনটি মৌলিক স্বরধ্বনি?উ: এ
190) বাংলা ভাষারীতির কয়টি রূপ?উ: দুইটি
191)ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?উ: ষষ্+থ
192) নিচের কোনটি যোগরূঢ় শব্দ?উ: পঙ্কজ
193) ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?উ: সাধু
194) কোনটি ওষ্ঠ্য ধ্বনি?উ: ভ, ম
195) চন্দ্রের প্রতিশব্দ নয়-উ: সবিতা
196) কোন বানানটি শুদ্ধ?উ: মুমূর্ষু
197) কোনটি তৎপুরুষ সমাস?উ: মধুমাখা
198) ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: আশ্রয়
199) শুদ্ধ বানান কোনটি?উ: প্রাণিকুল
200)‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?উ: নিরেট মূর্খ
201) কোনগুলো দন্ত্যধ্বনি?উ: ত থ দ ধ
202) কোনটি দেশি শব্দ?উ: কুলা
203) কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?উ: লাফ>ফাল
204) পতাকা এর সমার্থক শব্দ কোনটি?উ: কেতন
205) নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-উ: নে+অন
206) বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?উ: এক সেকেন্ড
207) ‘অলীক’ এর বিপরীত শব্দ-উ: বাস্তব
208) ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?উ: অধিকরণ কারকে ৭মী বিভক্তি
209) কোনটি দ্বিগু সমাস?উ: সপ্তাহ
210) ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: সরিৎ
211)নাদ শব্দের অর্থ কি?উ: সিংহের ডাক
212) অনুবাদ কত প্রকার?উ: ২ প্রকার
213) রবীন্দ্রনাথ পতিসর
214) প্রাচীন যুগ –চর্যাপদ
215) সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
216) কোর্মা - তুর্কি 
217) দ্ধ - দ + ধ
218) রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
219) বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
220) ‘কাদম্বিনী’ চরিত্রটি - জীবিত ও মৃত
221) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ১৯ শতক
222) আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
223) ‘স্বাধীন’ = স্ব+অধীন
224) মাইকেল মধুসূদন মহাকাব্য - মেঘনাদবধ কাব্য
225) জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
226) সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
227) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
228) অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মধুসূদন দত্ত
229) ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
230) বানানটি শুদ্ধ- মুহূর্ত
231) আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই
232) কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল
233) হুমায়ূন আজাদের উপন্যাস - লাল নীল দীপাবলী
234) ভাত –তদ্ভব
235) ‘নীপ’ শব্দের অর্থ – কদম
236) ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ
237)      ণত্ব ও ষত্ব বিধান আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
238)      শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় – রূপ
239)      রূপ গঠন করে – শব্দ
240)     শব্দতত্ত্বের অপর নাম – রূপতত্ত্ব
241)      বাক্যতত্ত্বের অপর নাম – পদক্রম
242)      বিভক্তিহীন নাম শব্দকে বলে – প্রাতিপদিক
243)      সাধিত শব্দ – হাতা, গরমিল। দম্পতি
244)      সাধিত শব্দ – ২ প্রকার
245)      প্রকৃতি – ২ প্রকার
246)      নাম প্রকৃতির উদাহরণ – হাতল, ফুলেল, মুখর
247)      প্রত্যয় – ২ প্রকার
248)      বাংলা ভাষায় উপসর্গ – ৩ প্রকার
249)      সংস্কৃত উপসর্গ – ২০ টি
250)     সংস্কৃত উপসর্গ – প্র, পরা, অপ
251)      বাংলা উপসর্গ – ২১ টি
252)      বাংলা উপসর্গ – অ, অনা, অঘা, অজ, আ, আব, নি
253)      বাংলা ভাষার মৌলিক ধ্বনি সমূহ – ২ প্রকার
254)      ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় – বর্ণ
255)      বাংলা বর্ণমালায় মোট বর্ণ – ৫০ টি
256)      স্বরবর্ণ – ১১ টি
257)      ব্যঞ্জন বর্ণ – ৩৯ টি
258)      বাংলায় – ২ টি যৌগিক স্বরধ্বনি ( ঐ, ঔ)
259)      স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় – কার
260)     ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে – ফলা
261)      ক থেকে ম পর্যন্ত – ২৫ টি স্পর্শধ্বনি
262)      দন্ত্য বর্ণ – ত, থ,দ, ধ
263)      ওষ্ঠ বর্ণ – প, ফ, ব,ভ, ম
264)      মূর্ধণ্য বর্ণ – ট, ঠ, ড,ঢ,ণ
265)      উচ্চারনের স্থানের নামানুসারে ব্যঞ্জনবর্ণ সমূহ – ৫ ভাগে বিভক্ত
266)      পরাশ্রয়ী বর্ণ – ৩ টি( ং, ঃ, ঁ)
267)      নাসিক্য বর্ণ -৫ টি ( ঙ, ঞ, ণ, ন, ম)
268)      বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি -২৫ ট
269)      স্পর্শ বর্ণ – ২৫ টি ( ক থেকে ম পর্যন্ত)
270)     স্পর্শ ব্যঞ্জনধ্বনি গুলো – ২ ভাগে বিভক্ত ( অঘোষ ও ঘোষ)
271)      অঘোষ ধ্বনি – ক, খ, চ, ছ
272)      ঘোষ ধ্বনি – গ, ঘ, জ, ঝ
273)      ঘোষ ধ্বনি – ২ প্রকার ( অল্পপ্রাণ ও মহাপ্রাণ)
274)      অল্পপ্রাণ ধ্বনি – ক,গ, চ,জ
275)      মহাপ্রাণ ধ্বনি – খ,ঘ, ছ,ঝ
276)      আজ এই পর্যন্ত। পরের গুলো ধারাবাহিকভাবে আসছে।
277)      মীর মোশাররফ হোসেন - গাজী মিয়া
278)      রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ
279)      প্যারিচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর
280)     কাজেম আল কোরাইশী – কায়কোবাদ
281)      বলাইচাঁদ মুখোপাধ্যায় – বনফুল
282)      মধুসূদন দত্ত - টিমোথি পেনপয়েম
283)      আনন্দ - বড় চন্ডীদাস
284)      সমরেশ বসু – কালকূট
285)      সুনীল গঙ্গোপাধ্যায় - নীল লোহিত
286)      ড. মুহাম্মদ মনিরুজ্জামান - হায়াত্‍ মামুদ
287)      রাজশেখর বসু - পরশুরাম.
288)      নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ – তস্কর।
289)      যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র- মানিকজোড়।
290)     পর কে পালন করে যে – পরভৃৎ।
291)      প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত – শোওয়া।
292)      লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন – আহমদ শরীফ।
293)      বিভুঁই শব্দে ’বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে – ভিন্নতা।
294)      উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা – রশিদ করিম।
295)      মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় – অহিংসা,(মানিক বন্দোপাধ্যায়)।
296)      ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার – আবুল মনসুর        আহমদের।
297)      ঠিক বানানটি হলো- পূর্বাহ্ণ।
298)      সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে – ওস্কার।
299)      OMBUDSMAN ‘ এর বাংলা পরিভাষা হলো – ন্যায়পাল।
300)     ‘to kick the bucket এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ – পটল তোলা।
301)      আসাদের শার্ট কবিতাটির রচয়িতা – শামসুর রহমান।
302)     লিপিকা যে ধরনের গ্রন্থ – গদ্য।
303)     রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রুপ- সৌপ্তিক।
304)     প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো – আনন্দ দান।
305)     নিচের কোন বানানটি শুদ্ধ – নির্মীলিত।
306)     ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি – প্রভাবতী সম্ভাষন।
307)     আলাওলের রচনা নয় কোনটি – ইউসুফ- জোলাখা ( বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।
308)     বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি – শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় ।
309)     মুখর এর বিপরীত শব্দ – মৌনী।
310)      কোনটি শুদ্ধ – সমীচীন।
311)শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে – সম্মানসূচক ডি.লিট।
312)      কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন – বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
313)      বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
314)      সংশয় এর বিপরীতর্থক শব্দ – প্রত্যয়।
315)      কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় – কুমিল্লায়।
316)      ‘যে নারীর সন্তান হয না ‘ তাকে এক কথায় কি বলে – বন্ধ্যা।
317)      ’ফেলো কড়ি, মাখো তেঁল ‘ বলতে বোঝায় – আবদারহীন নগদ কারবার।
318)      সমভিব্যাহার শব্দের অর্থ কী – একত্রে গমন।
319)      ’কাকভূষন্ডি’ বাগধারর অর্থ কী – দীর্ঘায়ু ব্যক্তি।
320)     কোনটি চাঁদের সমার্থ শব্দ নয় – তুরগ ( ঘোরা) ।
321)      বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন – আহমদ শরীফ।
322)      কোনটি পর্তুগিজ শব্দ নয় – আলবেলা।
323)      টষ্কার বলতে বোঝায় – ধনুকের ধ্বনি।
324)      ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না’ – তাকে এককথায় বলে – অনির্বচনীয়।
325)      দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে – তেতাল্লিশ ।
326)      কোনটি বানানটি শুদ্ধ – স্বায়ত্তশাসন।
327)      ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা – জসিমউদ্দিন।
328)      ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
329)      গবেষণা এর সন্ধি-বিচ্ছেদ- গো+ এষনা।
330)     কোনটি শুদ্ধ বানান – সন্ন্যাসী।
331)      ক্ষ এর বিশ্লিষ্ট রুপ – ক+ষ।
332)      যা বলার যোগ্য নয় , এক কথায় বলা হয় – অকথ্য।
333)      ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ – ইতি + আদি।
334)      কোন বানানটি শুদ্ধ – ‍দূষনীয়।
335)      পিতামাতা শব্দটি কোন সমাস – দ্বন্দ্ব সমাস।
336)      ‘গোড়ায় গলদ’ বাগধারটির অর্থ কি – শুরুতে ভুল।
337)      বাক্যের মৌলিক উপাদান কোনটি – শব্দ।
338)      কোন বানানটি শুদ্ধ – নিরীহ।
339)      “মেঘে বৃষ্টি হয়” একানে মেঘ কোন কারক – অপাদান
340)     ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
341)      ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস
342)      ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।
343)      সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।
344)      কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।
345)      আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।
346)      বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
347)      কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
348)      কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।
349)      জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।
350)     কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।
351)      বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।
352)      ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।
353)      ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।
354)      প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
355)      মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।
356)      চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।
357)      খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।
358)      বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।
359)      সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি – ভ্রমন কাহিনী।
360)     পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো – মুক্তিযুুদ্ধ।
361)      বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।
362)      নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।
363)      জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত – রাখালী।
364)      এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
365)      লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের কবিতা।
366)      নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।
367)      নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।
368)      সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় – ধ্বনিতত্ত্ব।
369)      সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
370)     স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ – সু+আগত।
371)      চাঁদ শব্দের সমার্থক কোনটি – বিধু।
372)      কুল কাঠের আগুন এর সঠিক অর্থ কোনটি – তীব্র জ্বালা।
373)      তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি – অপাদানে ৭মী।
374)      নিচের কোনটি সঠিক -সুধী।
375)      ‘তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো’ বাক্যটি কোন দোষে দুষ্ট – দুর্বোধ্যতা।
376)      নিচের কোনটি মিশ্র শব্দ – খ্রিষ্টাব্দ।
377)      মৌলিক স্বরধ্বনি কোনটি – ই।
378)      নিচের কোনটি প্রবন্ধের বই – কালান্তর।
379)      সৌম্য এর বিপরীত শব্দ – উগ্র।
380)     কোনটি সঠিক – ভদ্রোচিত।
381)      বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে – ফারসি ভাষা থেকে।
382)      এপিটাফ শব্দের অর্থ – সমাধি-লিপি।
383)      অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কিবলে – অকালবোধন।
384)      জাতি+অভিমান – জাত্যভিমান।
385)      সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
386)      যার কোনো মূল্য নেই-এর সমার্থক বাগধারা কোনটি – ঢাকের বাঁয়া।
387)      একাদশে বৃহষ্পতি অর্থ- সুসময়।
388)      নিচের কোন বানানটি শুদ্ধ -নীরস।
389)      বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ- বেহায়াপনা।
390)     সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয় – সমস্ত পদ।
391)      নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে – ননদ।
392)      কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ – সম+চয়= সঞ্চয়।
393)      গোঁপ খেজুরে কোন সমাস – ব্যধিকরণ বহুব্রীহি।
394)      সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ – সংযুক্ত।
395)      অগ্রজ-এর বিপরীতার্থক শব্দ কোনটি – অনুজ।
396)      তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোন দিন, নিম্মের কোনটি থেকে নেয়া – একুশের গল্প।
397)      নিরানব্বইয়েল ধাক্কা বাগধারাটির অর্থ – সঞ্চয়ের প্রবৃত্তি।
398)      আপণ শব্দটির অর্থ – দোকান।
399)      যার কোন কিছু থেকেই ভয় নেই-এক কথায় প্রকাশ কি – অকুতোভয়।
400)     শুদ্ধ বানান কোনটি – বিভীষিকা।
401)      সওগাত শব্দের অর্থ- উপহার।
402)     অশুদ্ধ বানান কোনটি – ভূল ( সঠিকটি-ভুল)।
403)     খক্ষ-এর সমার্থাক শব্দ নয় কোনটি – ভল্ল।
404)     নিচের কোন বানানটি শুদ্ধ – সংশ্রব/ধস।
405)     ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ – ষট্+ ঋতু।
406)     সিংহাসন শব্দটি কোন সমাস – মধ্যপদলোপী কর্মধারয়।
407)     যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে -মমস্যমান পদ।
408)     জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী – জাল + ইয়া।
409)     মকমক হলো – ব্যাঙের ডাক।
410)      কোকিল শব্দটির সমার্থক শব্দ কোনটি – পিক।
411)তাতা শব্দটির বিপরীত শব্দ – ঠান্ডা।
412)      প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্দনাম – বীরবল।
413)      কোন বাক্যটি শুদ্ধ – তুমি চিরজীবী হও।
414)      পরিভাষা শব্দের অর্থ কী – সংক্ষেপণার্থ।
415)      নিচের কোনটি মৌলিক শব্দ – মুখ।
416)      জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কোনটি – কুহেলিকা।
417)      সত্য যে কঠিন , কঠিনেরে ভালোবাসিলাম -সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার –রবীন্দ্রনাথ ঠাকুর।
418)      পৌ + অক = পাবক।
419)      বলার ইচ্ছা’কে এক কথায় কি বলে – বিবক্ষা।
420)     মা-বাবার সেবা কর। এটি কি ধরনের বাক্য – অনুজ্ঞাসূচক।
421)      ইতিকথা শব্দের অর্থ কি – ইতিহাস।
422)      বহুকেন্দ্রিক এর ইংরেজী – polycentric.
423)      Jingling of anklet এর বাংলা কি – নূপুরের ঝুনুঝুনু।
424)      দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে – সেমিকোলন।
425)      "তুলসি বনের বাঘ" বাগধারাটির অর্থ কী-?উঃ ভন্ড।
426)      মুক্তি পেতে ইচ্ছুক-?উঃ মুমুক্ষ।
427)      বাক্য কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই-?উঃ বন্ধনী।
428)      "বনস্পতি" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ বন্+পতি।
429)      পূর্বে যা দেখা যায় নি-?উঃ অদৃষ্টপূর্ব।
430)     "গোফ খেজুরে" বাগ ধারাটির অর্থ কী-?উঃ নিত্যান্ত অলস।
431)      শব্দের পূর্বে বসে কোনটি-?উঃ উপস্বর্গ।
432)      "চাদের অমাবস্যা" উপন্যাসের রচয়িতা কে-?উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
433)      স্বভাবতই "ষ" হয়নি নিচের কোন শব্দে-?উঃ নিষেধ।
434)      "ষড়ানন" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ ষট্+আনন।
435)      "সংশপ্তক" কার রচনা-?উঃ শহীদুল্লাহ কায়সার।
436)      "জানালা" শব্দটি কোন ভাষা থেকে আগত-?উঃ পর্তুগিজ।
437)      "Bride" এর বাংলা পরিভাষা কোনটি-?উঃ উৎকোচ।
438)      "ভূষন্ডির কাক" শব্দটির অর্থ কী-?উঃ দীর্ঘায়ু ব্যাক্তি।
439)      "ব্যাঙের অাধুলি" বাগধারাটির অর্থ কি-?উঃ সামান্য অর্থ।
440)     বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি-?উঃ ১০ টি।
441)      "সমীপ্য" শব্দের অর্থ কী-?উঃ নৈকট্য।
442)      "হে দরিদ্র তুমি মোরে করেছো মহান" - লাইনটি কার লেখা.?উঃ কাজী নজরুল ইসলাম।
443)      "নীল লোহিত" কার ছদ্মনাম-?উঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
444)      "ক্ষুৎপিপাসা " এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-?উঃ ক্ষুধ্+পিপাসা


বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
01716508708, Gulshan, Dhaka, Bangladesh


No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU