৪০তম
বিসিএস ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য-(স্পেশাল কোর্স) বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য বিষয়ক সাধারণ
জ্ঞানের প্রশ্নোত্তর-যা চাকরি পরীক্ষায় এগুলো থেকেই ঘুরে ফিরে কমন এসে থাকে।এগুলো
সব সময় চর্চা করলে ১০০% কমন পাওয়া যাবে-ইনশা
আল্লাহ।
৬১তম পর্ব-
পঞ্চম অংশ
Md.Izabul
Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal,
Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO,
Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha,
Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector
(Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment &
Training School-Securex), Senior Executive-(Recruitment & Training
School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য
ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principal,
Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
01716508708, izabulalam@gmail.com
(পঞ্চম অংশ)
বাংলা ব্যাকরণ ও বাংলা
সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের
সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রাজর্ষীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যা:
১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রাজর্ষীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যা:
১.গোরা ২.শেষের কবিতা ৩.চার অধ্যায় ৪.চতুরঙ্গ ৫.চোখের বালি ৬.দুই বোন ৭.মালঞ্চ
৮.রার্জষি ৯.ঘরের বাইরে ১০.যোগাযোগ ১১.বৌঠাকুররানীর হাট ১২.নৌকাডুবি
বিকল্প টেকনিক
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।
টেকনিক ব্যাখ্যা:
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ
বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।
টেকনিক ব্যাখ্যা:
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট ২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায় ৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন ৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা ৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি ১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে ১২. যোগাযোগ-যোগাযোগ
ছোট গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।
টেকনিক ব্যাখ্যা:
১. পোস্টমাস্টার ২. কাবুলিওয়ালা ৩. দেনা পাওনা ৪. কর্মফল ৬. হৈমন্তি ৭. দিদি ৮. পত্র রক্ষা
প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি
টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
টেকনিক ব্যাখ্যা:
১. ল্যাবরেটরী ২. অধ্যাপক ৩. নষ্টনীড় ৪. শেষ রাত্রি ৫. সমাপ্তি ৬. স্ত্রীর পত্র ৭. একরাত্রি
৮. দূর আশা ৯. দৃষ্টিদান
পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না।
টেকনিক ব্যাখ্যা:
১. পোস্টমাস্টার ২. কাবুলিওয়ালা ৩. দেনা পাওনা ৪. কর্মফল ৬. হৈমন্তি ৭. দিদি ৮. পত্র রক্ষা
প্রেমের গল্প সহজে মনে রাখার শর্ট টেকনিক:
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি
টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন
টেকনিক ব্যাখ্যা:
১. ল্যাবরেটরী ২. অধ্যাপক ৩. নষ্টনীড় ৪. শেষ রাত্রি ৫. সমাপ্তি ৬. স্ত্রীর পত্র ৭. একরাত্রি
৮. দূর আশা ৯. দৃষ্টিদান
বিখ্যাত নাটকগুলি মনে রাখার শর্ট টেকনিক:
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”
টেকনিক ব্যাখ্যা:
১. রাজা-রাজা ২. অচলায়তন-অচলায়তন
৩. চিরকুমার-চিরকুমার সভা ৪. ডেকে –ডাকঘর
৫. রক্তকরবী-রক্তকরবী ৬. মুক্ত —- মুক্তধারা
৭. মুকুট—- মুকুট ৮. অরুণাচল— অরুণাচল
৯. অরুপরতন— অরুপরতন ১০. কালের যাত্রায়—- কালের যাত্রা
১১. বিসর্জন— বিসর্জন ১২. তাসের দেশে—- তাসের দেশ
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”
টেকনিক ব্যাখ্যা:
১. রাজা-রাজা ২. অচলায়তন-অচলায়তন
৩. চিরকুমার-চিরকুমার সভা ৪. ডেকে –ডাকঘর
৫. রক্তকরবী-রক্তকরবী ৬. মুক্ত —- মুক্তধারা
৭. মুকুট—- মুকুট ৮. অরুণাচল— অরুণাচল
৯. অরুপরতন— অরুপরতন ১০. কালের যাত্রায়—- কালের যাত্রা
১১. বিসর্জন— বিসর্জন ১২. তাসের দেশে—- তাসের দেশ
কাজী নজরুলের সৃষ্টিকর্ম
মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
“কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল”
টেকনিক ব্যাখ্যা:
১) কুহেলিকা
২) মৃত্যুক্ষুধা
৩) বাধনহারা
“কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল”
টেকনিক ব্যাখ্যা:
১) কুহেলিকা
২) মৃত্যুক্ষুধা
৩) বাধনহারা
নাটক মনে রাখার শর্ট টেকনিক
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”
টেকনিক ব্যাখ্যা:
১) আলেয়া
২) পুতুলের বিয়ে
৩) ঝিলিমিলি
“আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে”
টেকনিক ব্যাখ্যা:
১) আলেয়া
২) পুতুলের বিয়ে
৩) ঝিলিমিলি
জসীম উদদীনের সৃষ্টিকর্ম
মনে রাখার কৌশল
কাব্যগ্রন্থসমূহ মনে রাখার শর্ট টেকনিক:
“রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে হলুদ বরণ নকশি কাথা বিছিয়ে গল্প করছেন।”
টেকনিক ব্যাখ্যা:
১) রাখালী ২) বালুর চর ৩) ধানক্ষেত ৪) মা যে জননী কাঁন্দে ৫) হাসু
৬) সুচয়নী ৭) জলের লেখায় ৮) সজন বাদিয়ার ঘাট ৯) হলুদবরণ ১০) নকশি কাঁথা
বিকল্প টেকনিক
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি
বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে
সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা যে জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।
“রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে হলুদ বরণ নকশি কাথা বিছিয়ে গল্প করছেন।”
টেকনিক ব্যাখ্যা:
১) রাখালী ২) বালুর চর ৩) ধানক্ষেত ৪) মা যে জননী কাঁন্দে ৫) হাসু
৬) সুচয়নী ৭) জলের লেখায় ৮) সজন বাদিয়ার ঘাট ৯) হলুদবরণ ১০) নকশি কাঁথা
বিকল্প টেকনিক
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি
বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে
সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা যে জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।
জীবনানন্দ দাশের সৃষ্টিকর্ম
মনে রাখার কৌশল
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল।
টেকনিক ব্যাখ্যা:
১। জলপাই হাটি ২। সতীর্থ ৩। কল্যানী ৪। মাল্যদান
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল।
টেকনিক ব্যাখ্যা:
১। জলপাই হাটি ২। সতীর্থ ৩। কল্যানী ৪। মাল্যদান
প্রবন্ধ: কবিতার
কথা
কাব্য মনে রাখার শর্ট টেকনিক:
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডু লিপির ভেতর যত্ন করে রাখল।
টেকনিক ব্যাখ্যা:
১। রুপসী বাংলা ২। বনলতা সেন ৩। ধূসর পান্ডুলিপি ৪। ঝরাপালক
৫। বেলা অবেলা কালবেলা ৬। সাতটি তারার তিমির ৭। মহা পৃথিবী
এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডু লিপির ভেতর যত্ন করে রাখল।
টেকনিক ব্যাখ্যা:
১। রুপসী বাংলা ২। বনলতা সেন ৩। ধূসর পান্ডুলিপি ৪। ঝরাপালক
৫। বেলা অবেলা কালবেলা ৬। সাতটি তারার তিমির ৭। মহা পৃথিবী
মীর মশাররফ হোসেনের
সৃষ্টিকর্ম
প্রহসন মনে রাখার শর্ট টেকনিক :
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪। ফাঁস কাগজ
ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?
টেকনিক ব্যাখ্যা:
১। ভাই ভাই এই তো চাই ২। একি ৩। এর উপায় কি ৪। ফাঁস কাগজ
নাটক মনে রাখার শর্ট টেকনিক:
বেটা বসন্ত জমিদার।
টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
বেটা বসন্ত জমিদার।
টেকনিক ব্যাখ্যা:
১। বে – বেহুলা গীতাভিনয়
২। টা- টালা অভিনয়
৩। বসন্ত – বসন্ত কুমারী
৪। জমিদার – জমিদার দর্পন
উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক:
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি
গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি
গাজী মিয়ার বস্তানীতে রাখলেন।
টেকনিক ব্যাখ্যা:
১। রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস
২। বিষাদসিন্ধু
৩। গাজীমিয়ার বস্তানী
৪। বাঁধা খাতা
৫। উদাসীন পথিকের মনের কথা
মহাকবি কায়কোবাদের
সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল
কাব্য মনে রাখার কৌশল:
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে
অশ্রুমালা বিসর্জন দিল।
টেকনিক ব্যাখ্যা:
১। অমিয়ধারা ২। কুসুমকানন ৩। মহরম শরীফ ৪। বিরহ বিলাপ ৫। শিব মন্দির ৬। অশ্রুমালা
অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে
অশ্রুমালা বিসর্জন দিল।
টেকনিক ব্যাখ্যা:
১। অমিয়ধারা ২। কুসুমকানন ৩। মহরম শরীফ ৪। বিরহ বিলাপ ৫। শিব মন্দির ৬। অশ্রুমালা
মহাকাব্য:
মহাশ্মশান: বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য।
মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে রচিত।
মহাশ্মশান: বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য।
মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে রচিত।
কাজী নজরুল ইসলামকে
মনে রাখুনঃ
১। কাব্যঃ সাম্যবাদী* ও *সর্বহারা* সঞ্চিতা * সন্ধ্যায়* চক্রবাক *নতুন চাঁদ দেখে *ছায়ানটে* অগ্নিবীণা* ও *বিষের বাশী শুনে* শেষ সওগাতে মনের* জিঞ্জির ভেঙ্গে *সিন্ধু- হিন্দোল হয়ে* মরুভাস্করে হারিয়ে যায়।
২। নাটকঃ আলেয়া* ও *মধুবালা* ঝিলিমিলি শাড়ি পড়ে *নির্ঝর* ও *সাত ভাই চম্পাকে নিয়ে* পুতুলের বিয়েতে যায়।
৩। পত্রিকাঃ ধুলাগন (ধু-ধুমকেতু, লা- লাঙ্গল, গ-গণবাণী, ন-নবযুগ)
৪। উপন্যাসঃ কুহেলিকা *মৃত্যুক্ষুধায় *বাধনহারা।
১। কাব্যঃ সাম্যবাদী* ও *সর্বহারা* সঞ্চিতা * সন্ধ্যায়* চক্রবাক *নতুন চাঁদ দেখে *ছায়ানটে* অগ্নিবীণা* ও *বিষের বাশী শুনে* শেষ সওগাতে মনের* জিঞ্জির ভেঙ্গে *সিন্ধু- হিন্দোল হয়ে* মরুভাস্করে হারিয়ে যায়।
২। নাটকঃ আলেয়া* ও *মধুবালা* ঝিলিমিলি শাড়ি পড়ে *নির্ঝর* ও *সাত ভাই চম্পাকে নিয়ে* পুতুলের বিয়েতে যায়।
৩। পত্রিকাঃ ধুলাগন (ধু-ধুমকেতু, লা- লাঙ্গল, গ-গণবাণী, ন-নবযুগ)
৪। উপন্যাসঃ কুহেলিকা *মৃত্যুক্ষুধায় *বাধনহারা।
৫।
গল্পঃ শিউলিমালা *রিক্তের বেদনে *ব্যথার দান করতে চায়।
শর্টকাট
টেকনিকে বেগম রোকেয়াকে মনে রাখুনঃ বেগম রোকেয়ার পদ্মরাগ উপন্যাসে *অবরোধবাসিনী
*ডেলিসিয়া হত্যা হওয়ায় *মতিচুর ও *সুলতানার স্বপ্ন ভেঙ্গে যায়। (সবগুলো প্রবন্ধ)
(পদ্মরাগ- উপন্যাস)
শর্ট
টেকনিকে কবি সুফিয়া কামালঃ
*আমাদের
কালে *উদাত্ত পৃথিবীর *অভিযাত্রিক ও *মায়া কাজল *সাঝের মায়ার বেলায় *কেয়ার কাটা ও
*যাদুদের সমাধি পার হয়ে *ইতল বিতল ও *নওল কিশোরের দরবারে *মন ও জীবন দিয়ে
*একাত্তরের ডায়েরী পড়ে। (সবগুলো কাব্য) (কেয়ার কাটা-গল্প) (একাত্তরের
ডায়েরী-স্মৃতিকথা)।
শর্টকাটে
কিশোর কবি সুকান্তকে মনে রাখুনঃ
কাব্যঃ *হরতালের *পূর্বাভাসে’ সুকান্তের *ঘুমনেই, তাই *মিঠেকড়া *অভিযান হতে *ছাড়পত্র(১ম)পেতে *গীতিগুচ্ছ গাইতে থাকে।
কাব্যঃ *হরতালের *পূর্বাভাসে’ সুকান্তের *ঘুমনেই, তাই *মিঠেকড়া *অভিযান হতে *ছাড়পত্র(১ম)পেতে *গীতিগুচ্ছ গাইতে থাকে।
মাত্রাবৃত্ত
ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল
১। পাঞ্জেরী- পাজ্ঞেরী
২। আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
৩। সোনার – সোনার তরী,
৪। জীবন- জীবন বন্দনা
৫। কবর- কবর। (আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
১। পাঞ্জেরী- পাজ্ঞেরী
২। আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
৩। সোনার – সোনার তরী,
৪। জীবন- জীবন বন্দনা
৫। কবর- কবর। (আমার পূর্ব বাংলা – গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
টেকনিকের
মাধ্যেমে জীবনানন্দ দাসের (বরিশাল;১৮৯৯-১৯৫৪) কাব্যগ্রন্থগুলোঃ [‘মহাপৃথিবী’র এই
‘রূপসী বাংলার ‘বনলতা সেন’ ‘সাতটি তারার তিমির’ রাত্রিতে ‘বেলা অবেলা কালাবেলায়
‘ধূসর পান্ডুলিপির’ মত ‘ঝরে পড়ল’।]
১। মহাপৃথিবীর ___মহাপৃথিবী।
২। রূপসী বাংলার___রূপসী বাংলা।
৩। বনলতা সেন___লবনলতা সেন।
৪। সাতটি তারার তিমির___সাতটি তারার তিমির।
১। মহাপৃথিবীর ___মহাপৃথিবী।
২। রূপসী বাংলার___রূপসী বাংলা।
৩। বনলতা সেন___লবনলতা সেন।
৪। সাতটি তারার তিমির___সাতটি তারার তিমির।
৫।
বেলা অবেলা কালাবেলায়___বেল া অবেলা কালাবেলা।
৬। ধূসর পান্ডুলিপির___ধূসর পান্ডুলিপি।
৭। ঝরে পড়ল___ঝরা পালক(প্রথম কাব্যগ্রন্থ)।
৬। ধূসর পান্ডুলিপির___ধূসর পান্ডুলিপি।
৭। ঝরে পড়ল___ঝরা পালক(প্রথম কাব্যগ্রন্থ)।
বঙ্কিম চন্দ্র চট্টোপাধায়
১।বঙ্কিম
চন্দ্র চট্টোপাধায়ের জন্ম স্থান কোথায়? উত্তরঃ পশ্চিম বঙ্গের চব্বিশ পরগণার কাঁঠাল পাড়া গ্রামে, ১৮৩৮সালে।
২।বঙ্কিম
চন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম কাব্য গ্রন্থের নাম কি? উঃ ললিতাতথামানস।
৩।বঙ্কিম
চন্দ্র চট্টোপাধায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উঃ দুর্গেশ নন্দিনী।
৪।বঙ্কিম
চন্দ্র চট্টোপাধায়ের উপন্যাসগুলো কি কি? উঃ ইন্দিরা, আনন্দমঠ ,বিষবৃক্ষ, দুর্গেষনন্দীনি,
কপাল কুণ্ডলা, কৃষ্ণ কান্তের উইল , রাজসিংহ, দেবী চৌধুরানী , চন্দ্রশেখর, শীতারাম,
মৃণালীনি, রাধারানী , রজনী ও যুগলাঙ্গুরীয়।
বাংলা সাহিত্যে
যা কিছু প্রথম
○ প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী” (১৮৬৫)।
○ প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
○ বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক“বাকি ইতিহাস।”
○ বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপজেনোসাইড” (১৯৭১)।
○ একুশের প্রথম সাহিত্য সংকলন“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
○ একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
○ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল রুটি আওরাত।”
○ একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
○ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই“কথোপকথন” (১৮০১)।
○ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপা শাস্ত্রের অর্থভেদ।”
○ প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
○ বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
○ বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
○ বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
○ প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক “কৃষ্ণকুমারী” (১৮৬১)।
○ প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক“কীর্তিবিলাস” (১৮৫২)।
○ প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত)“বসন্তকুমারী” (১৮৭৩)।
○ প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)।
○ একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
○ প্রথম সার্থক বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী” (১৮৬৫)।
○ প্রথম গণমুখী বাংলা নাটক “নীলদর্পণ” (১৮৬০)।
○ বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক“বাকি ইতিহাস।”
○ বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র “স্টপজেনোসাইড” (১৯৭১)।
○ একুশের প্রথম সাহিত্য সংকলন“একুশে ফেব্রুয়ারি” (১৯৫৩)।
○ একুশের প্রথম উপন্যাস “আরেক ফাল্গুন” (১৯৬৯)।
○ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস “রাইফেল রুটি আওরাত।”
○ একুশের প্রথম নাটক “কবর” (১৯৫৩)।
○ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই“কথোপকথন” (১৮০১)।
○ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই “কৃপা শাস্ত্রের অর্থভেদ।”
○ প্রথম আধুনিক বাংলা নাটক “শমিষ্ঠা” (১৮৫৯)।
○ বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
○ বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২)।
○ বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
○ প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক “কৃষ্ণকুমারী” (১৮৬১)।
○ প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক“কীর্তিবিলাস” (১৮৫২)।
○ প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত)“বসন্তকুমারী” (১৮৭৩)।
○ প্রথম মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২)।
○ একুশের প্রথম কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।” (১৯৫২)।
বাংলা সাহিত্য
০১|| "পাঞ্জেরী" কবিতাটি
কার?> ফররুখ আহমেদ এর
০২|| "ক্ষুণ্নিবৃত্তি" এর
সন্ধিবিচ্ছেদ?> ক্ষুধ+ নিবৃত্তি
০৩|| "বায়স" শব্দের অর্থ
কী?> কাক
০৪|| "বসন্তকুমারী" নাটকের
রচয়িতা কে?> মীর মশাররফ হোসেন
০৫|| বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর
বলা হয় কাকে?> সত্যেন্দ্রনাথ দত্ত(রবীন্দ্রনাথ দিয়েছেন)
০৬|| পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে
এক সাথে। এর অর্থ ?>বিপদে পড়ে কাজ করা।
০৭|| নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার
নাম কী?>লাঙ্গল
০৮|| "কবর" নাকটটি কে
লিখেছেন? >মুনীর চৌধুরীর
০৯|| বাংলা উপন্যাসের জনক বলা হয়
কাকে?> বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০|| "সন্ধি"ও
"ণত্ব-ষত্ব বিধান" ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় –?> ধ্বনিতত্ত্বে
১১|| "রাবণের চিতা"
বাগধারার অর্থ?> চির অশান্তি
১২|| "দশে মিলে করি কাজ"
বাক্যে"দশে"কোন কারকে কোন বিভক্তি?>কর্তৃকারকে ৭মী বিভক্তি
১৩|| নজরুল কারাবরণ করেন কোন কবিতার
জন্য?> আনন্দময়ীর আগমনে কবিতার জন্য।
১৪|| বেগম রোকেয়ার রচনা কোনগুলো?>
মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
১৫|| "স্বাধীনতা হীনতায় কে
বাঁচিতে চায় হে" কার কবিতার চরণ? >রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৬|| বাংলায় টি.এস এলিয়টের কবিতা
প্রথম অনুবাদ করেন কে?=>রবীন্দ্রনাথ ঠাকুর পরে বিষ্ণদা।
১৭|| এ সাবানে কাপড় কাঁচা চলবে না এখানে
"সাবানে"কোন কারকে কোন বাভক্তি?>করনে ৭মী
১৮|| "জানালা" কোন ভাষার
শব্দ? >ফারসি শব্দ
১৯|| বাংলা ভাষার প্রথম সাময়িকী
কোনটি?> দিকদর্শন(১৮১৮)
২০|| ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?>গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে
২১|| নিচের ককোনটি শুদ্ধ বানান?> মুহুর্মুহু
২২|| নিচের কোন পুরুষ বাচক শব্দের
দুটি স্ত্রী বাচক শব্দ আছে?>ভাই
২৩|| টীকা ভাষ্য" বাগধারাটির
অর্থ –কী?>দীর্ঘ আলোচনা
২৪|| "পাথরে পাঁচ কিল"
বাগধারার অর্থ কী?> প্রবল সৌভাগ্য
২৫|| নিচের কোনটি বহুব্রীহি
সমাস? >দশানন
০১|| "অপোগন্ড" শব্দের অর্থ
কী?> অপ্রাপ্তবয়স্ক,অপদার্থ
০২|| "বাবা" কোন ভাষার
শব্দ?> তুর্কি শব্দ
০৪|| "বাজারে কাটা" অর্থ
কী?> বিক্রি হওয়া
০৫|| "বীরবল" কার
ছদ্মনাম?> প্রমথ চৌধুরীর
০৬|| "সওগাত" শব্দের অর্থ
কী?> উপহার
০৭|| "ভানুসিংহ" কার
ছদ্মনাম? >রবীন্দ্রনাথ ঠাকুর(৯টি ছদ্মনাম ব্যবহার করেছেন)
০৮|| "বাংলা উপসর্গ
হলো?>অনা(অজ,অঘা)
০৯||©>চন্ডীদাস কোন যুগের কবি? >মধ্যযুগেরর।(ভাব
শিষ্য জ্ঞানদাস)
১০|| "কলা দেখানো"অর্থ
কী?>ফাঁকি দেওয়া।
১১|| বেগম রোকেয়ার রচনা নয় নিচের
কোনটি?>পদ্মনী।
১২|| ব্যাঘাত এর বিশেষণ পদ?> ব্যহত
১৩|| ফুলদানি শব্দের দানি- র ভাষিক
পরিচয় কী?> শব্দপ্রত্যয়
১৪|| বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন
কে?>মধুসূদন দত্ত(সনেট পের্ত্রাক)
১৫|| "বিলাসী গল্পটি কে রচনা
করেন? >শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬|| "সিডর"কোন ভাষার
শব্দ?>সিংহলি ভাষার শব্দ
১৭|| "দোহারা" শব্দের অর্থ
কী?> মোটাও নয়, রোগাও নয়
১৮|| নিচের কোনটি অপপ্রয়োগের
দৃষ্টান্ত > নির্ভরশীলতা
১৯| "Barren" শব্দরে অর্থ
কী?>ঊষর
২০|| "শিখা" পত্রিকা কোন
সংগঠনের মুখপাত্র ছিল?> মুসলিম সাহিত্য সমাজের।
২১|| "কমলাকান্তের দপ্তর"
কো শ্রেণির রচনা?>রম্যরসে রচিত প্রবন্ধ
২২|| "বিজ্ঞান" শব্দের বি
উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? > বিশেষ
২৩|| আমার সন্তার যেন থাকে দুধে ভাতে
এই প্রার্থনাটা কে করেছেন?> ঈশ্বরী পাটনীর(ভারতচন্দ্রের)
২৪|| নিচের কোনগুলো অশুদ্ধ বানান?>
মরুদ্যান(মরূদ্যান), আয়ত্ব(আয়ত্ত)
২৫|| জঙ্গম শব্দের অর্থ
কী?>গতিশীল(বিপরীত অর্থ স্থাবর)
০১|| মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ
কবি কে?>ভারতচন্দ্র রায় গুণাকর(১৭১২-৬০)
০২|| প্রথম বাংলা পত্রিকা কোনটি? >দিকদর্শন(১৮১৮)
০৩|| "হাত চালাও" বাগধারাটির
অর্থ–?>তাড়াতাড়ি করা
০৪|| কোন রচনার জন্য নজরুলের জেল
হয়েছিল?> আনন্দময়ীর আগমনে
০৫|| "বঙ্কিম" এর বিপরীত
শব্দ?> ঋজু
০৬|| "সূর্য" এর প্রতিশব্দ
কোনটি?>আদিত্য
০৭|| জসীমউদদীন রচিত গ্রন্থ কোনটি?>
সোজন বাদিয়ার ঘাট
০৮|| নিচের কেনটি শুদ্ধ বাক্য?>
আজ-কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী
০৯|| শুদ্ধ বানান কেনগুলো?>আলস্য,
ঘূর্ণায়মান
১০|| সঠিক প্রতিশব্দ নয়
কোনটি? >আগুন–কর,আনন্দ-দিপ্তী,বন-সরোজ
১১|| "যে সত্য কথা বলে, তাকে সকলে
বিশ্বাস করে" এর সরল বাক্য >সত্যবাদীকে সকলে বিশ্বাস করে।
১২|| সঠিক অর্থ সমূহ –?>হাতের
পাঁচ-শেষ সম্বল
>চাঁদের হাট-প্রিয়জন সমাগম
>কাক নিদ্রা-অগভীর নিদ্রা,
>শিরে সংক্রান্তি–আসন্ন বিপদ, ®=>একচোখা –পক্ষপাত দুষ্টু
>চাঁদের হাট-প্রিয়জন সমাগম
>কাক নিদ্রা-অগভীর নিদ্রা,
>শিরে সংক্রান্তি–আসন্ন বিপদ, ®=>একচোখা –পক্ষপাত দুষ্টু
১৩|| "দুর্দিনের যাত্রী" গ্রন্থের
রচয়িতা কে? >কাজী নজরুল ইসলাম
১৪|| "হরতাল" কোন ভাষার
শব্দ? >গুজরাটি শব্দ
১৫|| জাতীয় স্মৃতি সৌধের স্থপতি
কে? >সৈয়দ মঈনুল হোসেন
১৬|| "সোজন বাদিয়ার ঘাট" এর
রচয়িতা কে? >জসীম উদদীন
১৭|| নিচের কোনটি শরৎচন্দ্রের রচনা
নয়? >চোখের বালি
১৮|| শুদ্ধ বানান হবে?>স্বায়ত্তশাসন
১৯|| অপপ্রয়োগের দৃষ্টান্ত হলো?>
একত্রিত
২০|| শেষ লেখা কি জাতীয় রচনা?> কাব্য
২১|| যে বিষয়ে কোন বিবাদ নেই? >অবিসংবাদী
২২|| "কাজলা দিদি" কার
রচনা?> যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা
২৩|| "নীল দর্পণ" নাটক কোথা
থেকে প্রকাশিত হয়?> ঢাকা থেকে
২৪|| "মেঘনাদবধ" কাব্য
প্রকাশিত হয় কত সালে?> ১৮৬১ সালে
২৫|| "পদ্মাবতী" কার
রচনা?>আলাওল
বাগধারা
০১।অসম্ভব জিনিস= আকাশ কুসুম, কাঁঠালের আমস্বত্ব,
কুমিরের সান্নি পাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি।
০২।অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচু বনের কালা চাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর।
০৩।নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
০৪।শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
০৫।অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বট ঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
০৬।হতভাগ্য= অষ্ট কপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
০৭।ভীষণ শত্রুতা= অহিনকুল, দাকুমড়া, আদায় কাঁচ কলায়, সাপে নেউলে।
০৮।দুর্লভবস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ।
০৯।সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিক জোড়, মণি কাঞ্চন যোগ।
১০।মন্দভাগ্য= ইঁদুর কপালে, আট কপালে।
১১।অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।
১২।দুর্বল= আটাশে ছেলে, উন পাঁজুরে।
১৩।বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।
১৪।অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডা খোর, কিপটেরজাসু, হাতভাড়ি, হাতে জলনালাগা।
১৫।তোষামুদে= খয়েরখাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।
১৬।অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।
১৭।অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।
১৮।উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।
১৯।সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বর যাত্রী।
২০।ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণ চোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।
২১।অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘিঢালা, হরিলুট।
২২।লাজুক= মুখ চোরা, মেনি মুখো।
২৩।একমাত্র অবলম্বন= সবেধন নীল মণি, অন্ধের যষ্ঠি।
২৪।সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।
০২।অপদার্থ= অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঁঠের ঢেঁকি, ঢেঁকির কুমির,কচু বনের কালা চাঁদ, কায়েতের ঘরের ঢেঁকি, ঘটিরাম, ষাঁড়ের গোবর।
০৩।নির্বোধ= অসাকান্ত/অঘাচণ্ডী, অঘারাম/অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেঁকি।
০৪।শেষ বিদায় বা মৃত্যু= অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত শয্যা, ভবলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া।
০৫।অকর্মণ্য= অপোগণ্ড, কুমড়ো কাটা বট ঠাকুর, গোবর গণেশ, ঠুটো জগন্নাথ।
০৬।হতভাগ্য= অষ্ট কপাল, কাঁজি ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া।
০৭।ভীষণ শত্রুতা= অহিনকুল, দাকুমড়া, আদায় কাঁচ কলায়, সাপে নেউলে।
০৮।দুর্লভবস্তু= আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ।
০৯।সুন্দর মিল= আম দুধে মেশা, সোনায় সোহাগা, মাণিক জোড়, মণি কাঞ্চন যোগ।
১০।মন্দভাগ্য= ইঁদুর কপালে, আট কপালে।
১১।অলস= গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।
১২।দুর্বল= আটাশে ছেলে, উন পাঁজুরে।
১৩।বেহায়া= কানকাটা, চশমখোড়, দুকান কাটা।
১৪।অত্যন্ত কৃপণ= কঞ্জুসের ডাণ্ডা খোর, কিপটেরজাসু, হাতভাড়ি, হাতে জলনালাগা।
১৫।তোষামুদে= খয়েরখাঁ, ধামাধরা, ঢাকের কাঁঠি।
১৬।অলীক কল্পনা= দিবাস্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা।
১৭।অবজ্ঞা করা= নাক উচানো, নাক সিঁটকানো।
১৮।উভয় সঙ্কট= জলে কুমির ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি, সাপের ছুচো গেলা।
১৯।সুসময়ের বন্ধু= দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বর যাত্রী।
২০।ভণ্ড= বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণ চোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ।
২১।অপব্যয়= ভুতের বাপের শ্রাদ্ধ, ভস্মে ঘিঢালা, হরিলুট।
২২।লাজুক= মুখ চোরা, মেনি মুখো।
২৩।একমাত্র অবলম্বন= সবেধন নীল মণি, অন্ধের যষ্ঠি।
২৪।সৌভাগ্য= একাদশে বৃহস্পতি, কপাল ফেরা।
২৫।চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিলো-?উঃ ধর্ম চর্চা।
২৬।মনসা মঙ্গল কাব্যর অপর নাম কি-?উঃ পদ্মপুরান।
সাহিত্য বিষয়ক আরো প্রশ্ন:
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১."তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?- শামসুর রহমান
৯২."তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩."হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?- জহির রায়হান
৯৪."পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫."সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. "চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭."অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. "আগুনের পরশমণি" গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯."জন্ডিস ও বিবিধ বেলুন" সেলিম আল দীনের- নাটক ১০০."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন" কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১."তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?- শামসুর রহমান
৯২."তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩."হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?- জহির রায়হান
৯৪."পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫."সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. "চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭."অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. "আগুনের পরশমণি" গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯."জন্ডিস ও বিবিধ বেলুন" সেলিম আল দীনের- নাটক ১০০."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন" কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
১২.-জে জলে আগুন জ্বলে/কবিতা ৭১-হেলাল হাফিজ
১৩.-এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- উক্তিটি হেলাল হাফিজের
১৪.-উত্তর বসন্ত-আব্দুল কাদির
১৫.-দস্যু কেনারামের পালাটি সংগ্রহ করেন-চন্দ্রকুমার দে
১৬.-ময়নামতির চর-বন্দে আলী মিয়া
১৭.-শান্তিপুরের কবি-মোজাম্মেল হক
১৮.-আলমগরের উপকথা-শামসুদ্দিন আবুল কালাম
১৯.-যুদ্ধে যাব/অবেলায় অসময়-আমজাদ হোসেন
২০.-একাত্তরের জননী-রমা চৌধুরী
২১.-Massacre- রবার্ট পেইন(মুক্তিযুদ্ধভিক্তিক)
২২.- A golden age- তাহমিনা আনম
২৩.- জয় বাংলা বলরে ভাই- হাবিবুল্লাহ সিরাজী
২৪.- বাংলাদেশ আমার বাংলাদেশ- রামেন্দ্র মজুমদার
২৫.-ওঙ্কার-আহমেদ ছফা
১৩.-এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়- উক্তিটি হেলাল হাফিজের
১৪.-উত্তর বসন্ত-আব্দুল কাদির
১৫.-দস্যু কেনারামের পালাটি সংগ্রহ করেন-চন্দ্রকুমার দে
১৬.-ময়নামতির চর-বন্দে আলী মিয়া
১৭.-শান্তিপুরের কবি-মোজাম্মেল হক
১৮.-আলমগরের উপকথা-শামসুদ্দিন আবুল কালাম
১৯.-যুদ্ধে যাব/অবেলায় অসময়-আমজাদ হোসেন
২০.-একাত্তরের জননী-রমা চৌধুরী
২১.-Massacre- রবার্ট পেইন(মুক্তিযুদ্ধভিক্তিক)
২২.- A golden age- তাহমিনা আনম
২৩.- জয় বাংলা বলরে ভাই- হাবিবুল্লাহ সিরাজী
২৪.- বাংলাদেশ আমার বাংলাদেশ- রামেন্দ্র মজুমদার
২৫.-ওঙ্কার-আহমেদ ছফা
২৬.১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম সংকলন- একুশে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান
১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা- কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি- মাহবুব উল আলম
১৯৫২ সালের ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম উপন্যাস- আরেক ফাল্গুন, জহির রায়হান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম উপন্যাস- রাইফেল রুটি আওরাত- আনোয়ার পাশা।প্রকাশিত হয় ১৯৭৩ সালে
(সমাপ্ত-৬২তম পর্বে-চূড়ান্ত সাজেশন দেখুন)
বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার
করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে।
আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি
ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো
স্বার্থপরতার লক্ষণ।
Md.
Izabul Alam-Online Principal
01716508708,
Gulshan, Dhaka, Bangladesh
No comments:
Post a Comment