BOU

Sunday, December 16, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে-(৫৬তম পর্ব-তৃতীয় অংশ)


৪০তম বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-(৫৬তম পর্ব-তৃতীয় অংশ)
(১০০% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-Principle

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।


         Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.

                             01716508708, izabulalam@gmail.com
                                           তৃতীয় অংশ
Top of Form


(৬৮) ভাস্কর্য



: ১৯৭১ স্মৃতি স্তম্ভ  অবস্থান: ফয়েস লেক, চট্রগাম

: বাংলার বিজয়  অবস্থান: বিপ্লব উদয়ন, চট্রগ্রাম
: দূর্জয় ভৈরব  অবস্থান: ঢাকা-সিলেট, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক মোহনা
: বিজয়  অবস্থান: জিয়া সার কারখানা মেইন গেট, আসুগঞ্জ
: স্মৃতি সৌধ  অবস্থান: সরকারি কলেজ, সিলেট
: সবাস বাংলাদেশ অবস্থান: রাজশাহী ইনিভার্সিটি
: স্মৃতি অমলিন অবস্থান: ভাদ্রার মোর, রাজশাহী
: বিজয় স্তম্ভ  অবস্থান: পৌরসভা ময়দান, যশোর
: বিজয় স্তম্ভ  অবস্থান: কুমিল্লা
১০: বিজয় স্তম্ভ  অবস্থান: চাঁদপুর
১১: স্মৃতি সৌধ অবস্থান: পাবলিক লাইব্রেরী, ব্রাক্ষণবাড়িয়া
১২: স্মৃতি সৌধ অবস্থান: সাতপাই সড়ক, নেত্রোকোণা
১৩: স্মৃতি সৌধ অবস্থান: বক্সিগঞ্জ জামালপুর 
(৬৯) বাংলা ব্যাকরণ


. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে? উত্তর : মাত্রা।

. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে? উত্তর : ছয়টি।
. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? উত্তর : কার/ সংক্ষিপ্ত স্বর।
. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে? উত্তর : ছয়টি।
. ঠোঁট নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? উত্তর : ‘
. অঘোষধ্বনির বর্ণরূপ কী? উত্তর : ‘
. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না? উত্তর : ‘
. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে? উত্তর : ‘বর্গের।
. , , , , , , ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়? উত্তর : .
১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? উত্তর : দুটি।
১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? উত্তর : ২৫টি।
১২. অক্ষর কাকে বলে? উত্তর : কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।
১৩. বানান কাকে বলে? উত্তর : ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।
১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর : ‘
১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়? উত্তর : ফুসফুস।
১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? উত্তর : কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।
১৭. ‘হ্মযুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : হ্+
১৮. ‘ঞ্জযুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : ঞ্+জ।
১৯. ‘জ্ঞযুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত? উত্তর : জ্+ঞ।
২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়? উত্তর : দীর্ঘ।
২১. খণ্ড-‘’()প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ? উত্তর : ‘
২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ। উত্তর : আওভান।
২৩. যৌগিক স্বরের অপর নাম কী? উত্তর : দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর : ৭টি।
২৫. ‘ক্ষ্মবর্ণটি বিশ্লেষণ কর। উত্তর : ক্ + ষ্ + ম।
২৬. অনুস্বার () বিসর্গ () কে কী বর্ণ বলে? উত্তর : অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
২৭. ‘ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : কম্পোনজাত ধ্বনি।
২৮. ‘ধ্বনিকে কী ধ্বনি বলে? উত্তর : পার্শ্বিক ধ্বনি।
২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে? উত্তর : , , , হ।
৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? উত্তর : ঘোষ ধ্বনি।
৩১. ‘ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়? উত্তর : আদিতে।
৩২. ‘নিনাদবর্ণবলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়? উত্তর : ঘোষ বর্ণ।
৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত -কে কী ধ্বনি বলা হয়? উত্তর : বিবৃত।
৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়? উত্তর : , ঔ।
৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর : ধ্বনিতত্ত্বে।
৩৬. ‘ধ্বনিবিজ্ঞান বাংলা ধ্বনিতত্ত্বগ্রন্থটি কে লিখেছেন? উত্তর : . মুহম্মদ আবদুল হাই।
৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়? উত্তর : তাড়নজাত।
৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি? উত্তর : ৩টি।
৩৯. Vowel Harmony- বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে? উত্তর : . সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী? উত্তর : ধ্বনি।
৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? উত্তর : ফলা।
৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর : ১০টি

(৭০) ইংরেজি সাহিত্য 


1. ‘The Tempest’ is a play written by – William Shakespeare

2. ‘The Patriot’ is a poem written by – Robert Browning
3. ‘She Stoops to conquer’ is a comedy written by – Oliver Goldsmith. 
4. ‘The Merchant of Venice’ is a romantic comedy written by – William Shakespeare
5. ‘Great Expectations’ is a novel written by – Charles Dickens
6. ‘The Return of the Native’ is a novel written by – Thomas Hardy
7. ‘Paradise Lost’ is an epic poem written by – John Milton
8. ‘Faerie Queen’ is an epic poem written by – Edmund Spencer
9. ‘As You Like It’ is a play written by – William Shakespeare
10. ‘Madame Bovary’ is a novel written by – Gustave Flaubert
11. ‘The Lake Isle of Innisfree’ is a poem written by – William Butler Yeats 
12. ‘Tradition and Individual Talent’ is an essay written by – T.S. Eliot
13. ‘Arms and the Man’ is a play written by – G.B. Shaw
14. ‘Volpone’ is a play written by – Ben Jonson
15. ‘Elegy Written in a Country Churchyard’ is a famous play written by – Thomas Gray
16. ‘Mrs Dalloway’ is a novel written by – Virginia Wolf
17. ‘Animal Farm’ is an allegorical novel written by – George Orwell
18. ‘The Bluest Eye’ is a novel written – Toni Morrison
19. ‘Riders to the Sea’ is a one-act play written by – John Millington Synge
20. ‘Death of a Salesman’ is a famous play written by – Arthur Miller.



(৭১) সাম্প্রতিক তথ্য 

১। বিশ্ব বাংলা গেট কোথায় অবস্থিত? = কলকাতা, ভারত
ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?= ডিসেম্বর , ২০১৮ 
৩। মিস ওয়াল্ড- ২০১৮ তে কে চ্যাম্পিয়ন হন? মেক্সিকান সুন্দরী ভ্যানেসা পন্তে দে লিওন।
৪। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পালিত হয়— = ১১ নভেম্বর ২০১৮ 
৫। প্রথমবারের মতো আফগান সরকার তালেবানদের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? = রাশিয়া
৬। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠনআসিয়ান’-এর ৩৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? = সিঙ্গাপুর 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন কর্মের ওপর নির্মিত তথ্যচিত্রের নাম কী? =হাসিনা : ডটার টেল
স্ট্যান লিছিলেন একজন— = কমিক লেখক 
সম্প্রতি বিজ্ঞানীরা পরিমাপের কোন এককটির নতুন সংজ্ঞা নির্ণয় করেছেন? = কিলোগ্রাম 
১০ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? =পাপুয়া নিউগিনি
১১। সবচেয়ে কম বয়সী টেস্ট অভিষিক্ত বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড করেছে কোন বাংলাদেশি
=নাঈম হাসান
১২। ইন্টারপোল’-এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী? =কিম জং ইয়াং( দক্ষিন কোরিয়া)
১৩ জাতিসংঘের মাদক অপরাধ বিষয়ক দপ্তরের তথ্য মতে, নারীদের ওপর সহিংসতার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক কোন মহাদেশ? = আফ্রিকা
১৪ সম্প্রতি নাসার মহাকাশযানইনসাইটকোন গ্রহে অবতরণ করে? = মঙ্গল
১৫। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছে কোন দেশ? = ভারত
১৬ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে কোন দেশ? = যুক্তরাষ্ট্র
১৭ জি-২০শীর্ষক অর্থনৈতিক জোটের ১৩তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? = আর্জেন্টিনা
১৮ বীরপ্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? =১১
১৯ গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৮অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মাথাপিছু সম্পদ হিসেবে বিশ্বের শীর্ষ ধনী দেশ- = সিঙ্গাপুর
২০ সর্বশেষ তথ্যানুযায়ী বিসিএস ক্যাডার সংখ্যা কতটি? = ২৬ 
২১ সম্প্রতি দেশের কোন জেলায় প্রায় ১২০০ বছর পূর্বের বৌদ্ধদের প্রাচীন নিবেদন স্তূপের সন্ধান পাওয়া গেছে? = বগুড়া



(৭২) বাংলাদেশ বিষয়াবলী 

বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রপ্তানি শুরু হয় = ১৯৭৭ 
বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষতা লাভ করে কবে ? - পালযুগে
এখন পর্যন্ত প্রাচীন বাংলায় কতটি জনপদ ছিল বলে জানা যায় ? - ১৬ টি 
চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ বাংলায় (সমতটে)আসেন কবে ? - ৭ম শতকে
কৈবর্ত বিদ্রোহ হয় কবে ? ১০৮০ সালে
৮ম - ৯ম শতকে র্ধমপাল কর্তৃক নির্মিত পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার হিসেবে খ্যাত কোনটি? = সোমপুর বিহার
ইউরোপীয় বণিকরা সর্বপ্রথম বাংলায় আসে কোন আমলে ? মোঘল আমলে
বাংলায় মোগল শাসন চলে  - ১৬১০ থেকে ১৭৫৭ পর্যন্ত
ব্রিটিশ শাসনের অবসান হয় - ১৯৪৭ সালের ১৪ আগষ্ট
১০ নরসিংদীর উয়ারী বটেশ্বরে কোন যুগের নিদর্শন পাওয়া যায় ? = তাম্র প্রস্তর যুগের
১১ সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায় ? = সোনার গাঁও
(৭৩) পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোঁৎ।
হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি।
চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা।
দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস।
রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়ান।
ইতিহাসের জনক : হেরোডোটাস।
সনেটের জনক : পের্ত্রাক।
বিজ্ঞানের জনক : থ্যালিস।
মেডিসিনের জনক : হিপোক্রটিস।
জ্যামিতির জনক : ইউক্লিড।
বীজ গণিতের জনক : আল খাওয়াজমী।
জীবাণু বিদ্যার জনক : লুইস পাস্তুর।
রাষ্ট্রবিজ্ঞানের জনক :এরিস্টটল।
অর্থনীতির জনক : এডাম স্মিথ।
অংকের জনক : আর্কিমিডিস।
বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন।
সনেটের জনক : পের্ত্রাক।
ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন।
বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ইংরেজী কবিতার জনক : জিউফ্রে চসার।
মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড।
প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল।
বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম।
বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন।
বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর।
জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল।
ভূগোলের জনক : ইরাটস থেনিস।
ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র।
সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট স্পেন্সর।
বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেল।
শ্রেণীকরণ বিদ্যার জনক : কারোলাস লিনিয়াস।
শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে।
বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র।
বাংলা সনেটের জনক : মাইকেল মধু সুদন দত্ত।
আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন।
আধুনিক গণতন্ত্রের জনক : জন লক।
আধুনিক অর্থনীতির জনক : পল স্যমুয়েলসন।
আধুনিক বিজ্ঞানের জনক : রজার বেকন।.MRT

Top of Form


(৭৪) গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ

১। অদিতিপৃথিবী
২। কিরাতজাতি বিশেষ
৩। খাদিরখয়ের
৪। মেনিমুখোলাজুক
৫। হরিৎ - সবুজ
৬। কুশিলবঅভিনেতা
৭। আথালগোয়াল
৮। ভৃঙ্গভ্রমর
৯। শুকপাখিটিয়া পাখি
১০। প্রাকারপ্রাচীর
১১। উনপঞ্চাশ বায়ুপাগলামী
১২। ঘুঘু চরানোক্ষতি করা
১৩। ঝিনুকশুক্তি
১৪। স্থিতধীস্থিরবুদ্ধি সম্পন্ন
১৫। উদীচিউত্তরদিক
১৬। উত্তরীচাদর
১৭। শকলমাছের আঁশ
১৮। ওলামাজ্ঞানী
১৯। বামেতরডান
২০। পাংশুফ্যাকাশে
২১। আসত্তিনৈকট্য
২২। কিণাঙ্ককড়া
২৩। কুম্ভিলকতস্কর
২৪। চিকুরচুল
২৫। প্রদোষসন্ধ্যা
২৬। অনিকসৈনিক
২৭। অপলাপঅস্বীকার করা
২৮। উপরোধঅনুরোধ
২৯। পরশ্বপরশু
৩০। পরস্বপরের ধন
৩১। বিরাগীউদাসীন
৩২। শিখণ্ডীময়ূর
৩৩। নিরপেক্ষপক্ষপাতহীন
৩৪। সমভিব্যাহারেএকসাথে বা একযোগে
৩৫। বর্শাঅস্ত্র বিশেষ

(৭৫) আন্তর্জাতিক নিরাপত্তা আন্তরাষ্ট্রীয় ক্ষমতাঃ

) ভারত চীন যুদ্ধ হয়-১৯৬২ সালে

)কোরীয় যুদ্ধ হয় -১৯৫০ সালে
) আফিম যুদ্ধ হয়- চীন যুক্তরাজ্যের মধ্যে
.)যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত- বেলজিয়ামে,
)প্রথম বিশ্বযুদ্ধের মার্কিন প্রেসিডেন্ট -উইড্রো উইলসন
)দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- সেপ্টেম্বর,১৯৩৯
) ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে- ১৯৭৩ সালে
) পর্যন্ত আরব ইসরাইলের যুদ্ধ হয়-৪বার 
)"ফ্লোরেন্স নাইটিঙ্গেল" নামটি যে যুদ্ধের সাথে জড়িত- ক্রিমিয়ার যুদ্ধ
১০) অপারেশন ডেজার্ট স্টোর্ম বলা হয়-১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধকে
১১)ইরানে ইসলামী বিপ্লব হয়- ১৯৭৯ সালে
১২) কমলা বিপ্লব সংঘটিত হয়- ইউক্রেনে
১৩)ভারত চীনের মধ্যকার বিরোধপূর্ণ ভূখন্ডটির নাম- ডোকলাম 
১৪) ন্যাটোর(NATO) সদর দপ্তর অবস্থিত - ব্রাসেলস, বেলজিয়াম 
১৫) CIA এর সদর দপ্তর অবস্থিত- ভার্জিনিয়া 
১৬) হামাস যে দেশের সংগঠন - ফিলিস্তিন 
১৭) মিয়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর নাম- বর্ডার গার্ড পুলিশ 
১৮)জাতিসংঘ শান্তি বাহিনীর কার্যক্রম শুরু- ১৯৪৮ সাল
১৯)ইরানের সাথে পারমাণবিক চুক্তির নাম- Comprehensive Plan of Action
২০) ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- মিশর ইসরাইলের মধ্যে
২১)প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়- ১৯৭৫ সালে, মেক্সিকো সিটিতে
২২)ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়-১৯৪৫
২৩)মন্ট্রিল প্রটোকলের বিষয়- ওজন স্তর রক্ষা
২৪)পারমাণবিক পরীক্ষা বন্ধের চুক্তি হল-CTBT
২৫)জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়-১৯৪৯ সালে
(৭৬) বাংলা সাহিত্য-
১। চর্যাপদের মহিলা কবি কে? উঃ কুক্কুরী পা (অনুমিত); যিনি ১৬টি গ্রন্থ রচনা করেন।
২। চর্যাপদ কোন আমলে রচিত উঃ পাল আমলে।
৩। চর্যার আদি কবি লুইপা কোন অঞ্চলের অধিবাসী? উঃ গৌড় অঞ্চলের। 
৪। চর্যার প্রথম বাঙালি কবি কে উঃ মীননাথ/মৎস্যেন্দ্রনাথ।
৫। চর্যাপদের টীকাকার কে? উঃ মুনিদত্ত (১১টি টীকা) 
৬। চর্যাপদ কোন ছন্দে রচিত উঃ বেশিরভাগ মাত্রাবৃত্ত ছন্দে

(৭৭) বিজ্ঞান 

১।এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ? উত্তর : ৩০%

২। তরল পদার্থে কোনো বস্তু নিমজ্জিত করলে বস্তুর ওজন কমার কারণ কী? উত্তর : প্লবতা
৩। বিদ্যুৎ প্রবাহ সম্পর্কিত এককসমূহ :
* চার্জের একক = কুলম্ব 
* বৈদ্যুতিক প্রাবল্যের একক = নিউটন /কুলম্ব 
* বৈদ্যুতিক বিভবের একক = ভোল্ট
* বিদ্যুৎ ধারকত্বের একক = ফ্যারাড
* বিদ্যুৎ প্রবাহ মাপার একক = অ্যাম্পিয়ার
* রোধের একক = ওহম 
* বৈদ্যুতিক পরিবাহীতার একক = মহো
* বৈদ্যুতিক ক্ষমতার একক = ওয়াট
* বৈদ্যুতিক রাসায়নিক সম-তুলের একক = গ্রাম / কুলম্ব 
* স্বকীয় আবেশ গুণাংকের একক = হেনরি 
* এক্স - রে এর একক = রন্টজেন
* তেজস্ক্রিয়তার একক = বেকরেল
* তড়িৎ ক্ষেত্রের একক = নিউটন / কুলম্ব বা, ভোল্ট/ মিটার 
* মহাকষীয় ক্ষেত্র = নিউটন / কেজি 
তড়িৎ বিভব = জুল/ কুলম্ব 
চৌম্বক ক্ষেত্র = ওয়েবার/ মিটার ^ বা, টেসলা
(৭৮) আলো সম্পর্কিত এককসমূহ :
* আলোক প্রবাহের একক = লুমেন
* লেন্সের ক্ষমতার একক = ডায়াপ্টার(D) 
* আলোর বেগের একক = মিটার /সেকেন্ড 
* গ্রহ - নক্ষত্রের দূরত্ব মাপার একক = আলোকবর্ষ
৪।চাপের একক  উত্তর : প্যাসকেল (Pa)
৫।ঘনত্ব মাপার যন্ত্রের নাম কী? উত্তর : হাইড্রোমিটার
৬।বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী? উত্তর : ব্যারোমিটার
০৭।পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা
৮।কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ? হিলিয়াম
৯।একটি সরলদোলককে পৃথিবির কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? অসীম
১০। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন - স্টিফেন হকিং
১১) কোন কোষে নিউক্লিয়াস থাকে না? - লোহিত রক্ত কণিকা
১২) মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? - ৭৩ ভাগ
১৩) প্রাণী দেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি?  -এন্টিবডি
১৪) ব্যাক্টেরিয়া কোষের আবিষ্কার করেন কে?  - লিউয়েন হুক
১৫) দুধকে টক করে যে অণুজীব-  - ব্যাক্টেরিয়া
১৬) যেসব অণুজীব রোগজীবাণু সৃষ্টি করে তাদের বলা হয়-  -প্যাথোজেনিক
১৭) কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয়?  - যক্ষ্মা
১৮) কোন প্রকার টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর অসমভাবে পুরু? -কোলেনকাইমা
১৯) পাতার ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমা টিস্যুকে কী বলে?  -মেসোফিল
২০) জলীয় উদ্ভিদের বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা কী বলা হয়?  - এরেনকাইমা
২১।ব্লিচিং পাউডার এর সংকেত কি?  Ca(oCl)Cl

১। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) যে মন্ত্রণালয়ের অধীন - প্রধানমন্ত্রীর কার্যালয়।

২। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড রয়েছে ০৮ টি। যথাঃ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, মংলা, উত্তরা, ঈশ্বরদী, আদমজী কর্ণফুলি।

৩। বেসরকারি ইপিজেড "কোরিয়ান ইপিজেড" - ইয়ংওয়ান এর উদ্যোগে(আয়তন ,৫০০ একর)
৩। কৃষিভিত্তিক ইপিজেড - উত্তরা, নীলফামারী।
৪। সর্বপ্রথম ইপিজেড চালু হয় - চট্টগ্রামে।
৫। ২য় ইপিজেড স্থাপিত হয় - সাভার, ঢাকা।
৬। ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি বিনিয়োগ - তৈরি পোশাক শিল্পে। সবচেয়ে বেশি বিনিয়োগ - তৈরি পোশাক শিল্পে।
(৮০) বাংলা

. বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য? সর্বনাম ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
. উষ্ণ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ষ্+
. জ্যোৎস্না রাত কোন সমাস? কর্মধারয় ( জ্যোৎস্না শোভিত রাত এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
. সঠিক বানান কোনটি? মুমুক্ষু
. কোনটি ভিন্নার্থক? নগেন্দ্র ( নগেন্দ্র অর্থ- পর্বতশ্রেষ্ঠ, হিমালয়। আর নরেন্দ্র, নৃপতি, ভূপতি মানে- রাজা )
. দামিনী অর্থ- বিদ্যুৎ
. সুধীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ? সুধী+ইন্দ্র
. নিচের কোন শব্দটি অর্ধ-তৎসম? গিন্নী
. ‘চাতুর্যশব্দের বিশেষণ কোনটি? চতুর
১০. আগে প্রতিবছর এখানে মেলা হতো। বাক্যটি কোন দরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবৃত্ত অতীতকাল
১১. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? কল্যাণীয়েষু
১২. সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান
১৩. নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির? উপসর্গের
১৪. কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি? মিশ্ + উক ( অন্য সব অপশন তদ্ধিত প্রত্যয়)
১৫. “প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে” – বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
১৬. হরণ করার ইচ্ছা- এক কথায় কি বলে? জিহীর্ষা ( হনন করার ইচ্ছা-জিঘাংসা)
১৭. ময়ূর শব্দের সমার্থক- কলাপী
১৮. কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা
১৯. টীকা ভাষ্য অর্থ কি? ব্যাখ্যা বিশ্লেষণ
২০. সব ঝিনুকে মুক্তা মিলে নাবাক্যেঝিনুকেকোন কারকে কোন বিভক্তি? অপাদানে ৭মী
(৮১) ইংরেজী :

২১. Synonym of the word deteriorate is-lessen

২২. Which word is correctly spelt? Miscellaneous
২৩. One should not hanker ____ fame? after
২৪. My cousin died—-a car accident. by
২৫. An antonym of of the word rebellious? Loyal
২৬. Synonym of the word charlatan is- impostor
২৭. Antonym of Obscure? Lucid
২৮. Which word is correctly spelt? Pedestrian
২৯. A bad workman quarrels — his tools? with
৩০. My friend is looking forward —–to London. to going
৩১. It is time he —-his mistakes. realised
৩২. Antonym of cacophony symphony
৩৩. it is essential that the patient —–medicine regularly. should take
৩৪. My parents got me—-inside? stayed
৩৫. The boy does not usually mix with others. He is bit —? introvert
(৮২) গণিত:

৩৬. এর অবস্থান এর কিমি পূর্বে। এর অবস্থান এর ১০ কিমি দক্ষিণ-পূর্বে। থেকে এর সর্বনিম্ন দূরত্ব কত? ১২

৩৭. ১৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা ২৪ সেমি হলে কেন্দ্র হতে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত হবে? সেমি
৩৮. ১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯০। যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯৫ হলে অবশিষ্ট শিক্ষার্থীর গড় কত? ৭৫
৩৯. .০৩, .১২,.৪৮…..ধারাটির ৫ম পদ? .৬৮
৪০. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ,, মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? ১৭.৩২ বর্গমিটার
৪১. / এর শতকরা কত / হবে? ১৫০%
৪২. একটি পণ্য ৪০০০ টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। পণ্যটি ৫০০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার ২০০/% লাভ হলো। পণ্যটির ক্রয়মূল্য কত? ৪৬০০ টাকা
৪৩. ১৭, ১৫, সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে? সমকোণী
৪৪. × . ÷=? .৪৫
৪৫. x4-x2-1=0 হলে x2-1/x2=? 1
৪৬. a+b=5 and a-b=3 হলে ab=? 4
৪৭. a+3-1/a=0 হলে a3+1/a3 এর মান কত? -18
৪৮. x2-x-2 এর একটি উৎপাদক? x+1
৪৯. দুটি সংখ্যার গসাগু ১১ আর লসাগু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অন্যটি কত? ৩০৮
৫০. / এর লব হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি / হবে? ( / এর জায়গায় / হলে উত্তর হবে)
(৮৩) সাধারণ জ্ঞানঃ
৫১. পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত তাপমাত্রায়? °
( বরফের ঘনত্ব পানির চেয়ে কম। তাপমাত্রা কমতে থাকলে পানি জমাট বাধার সাথে সাথে পানির ঘনত্ব কমতে থাকে। কিন্ত ° সেলসিয়াস তাপমাত্রা এমন এক অবস্থা যখন পানি এমন অবস্থায় থাকে যে এটি কঠিনও না তরলও না।)
৫২. বায়ুমণ্ডলের কোনটির উপাদান সবচেয়ে কম? ওজোন
৫৩. কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিস
৫৪. মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত
৫৫. টিপাইমুখ বাঁধ ভারতের কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে
৫৬. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স ( ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর )
৫৭. বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কবে? ১৯৪৪ সাল
৫৮. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কবে? ২৬ জুন
৫৯. ম্যালেরিয়া কোন ভাষার শব্দ? ইতালি
৬০. মাশরুম এক ধরনের? ফাঙ্গাস
৬১. আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তের সংখ্যা কত? ৩৫ জন
৬২. ঐতিহাসিক কাগমারী সম্মেলন এর নেতৃত্ব দেয়?

সমাপ্ত-৫৭তম পর্ব দেখুন
Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.

                       01716508708, izabulalam@gmail.com




No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU