. বিসিএস ও প্রাথমিক শিক্ষক
নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-(৫৫তম
পর্ব)
(১০০% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH
ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md. Izabul Alam-Principle
Bangladesh
Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার) একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
সকল বিষয়ের সাধারণ
জ্ঞানের প্রশ্নোত্তর যা চাকরি পরীক্ষায় প্রায়ই কমন আসে:-
১। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম ?
উত্তর: ৭ম।
২। স্বাদু পানির মাছ উত্পাদনে বাংলাদেশের
অবস্থান কততম ? উত্তর: ৪র্থ।
৩। চাষকৃত মাছ উত্পাদনে বাংলাদেশের অবস্থান
কততম ? উত্তর: ৬ষ্ঠ।
৪। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম
? উত্তর: ৪র্থ।
৫। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বের
১নং জনবহুল শহর কোনটি? উত্তর: ঢাকা।
৬। জনসংখ্যার দিক থেকে বিশ্বে ঢাকা কততম
শহর ?উত্তর: ১৬তম। মেগাসিটির দিক থেকে ১১তম ।
৭। ভালো দেশের সূচকে বাংলাদেশের অবস্থান
কততম ? উত্তর: ১১৭তম । শীর্ষ > সুইডেন।
৮। বাংলাদেশের মোট ভূ-খণ্ডের কত % বনভূমি
রয়েছে ? (ফাউ-এর রিপোর্ট)
উত্তর: ১১% । ১৪, ২৯, ০০০ হেক্টর। হেক্টর
প্রতি ২০০-৩০০টি গাছ রয়েছে।
৯। বিশ্বের কতটি দেশে বনভূমি নাই? উত্তর:
৪৩টি ।
১০। টেকসই উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান
কততম ? উত্তর: ১১৮। ( ১৪৯টি দেশের মধ্যে)।
১১। বৈশ্বিক মানব সম্পদ সূচকে বাংলাদেশের
অবস্থান কততম ? উত্তর: ১০৪তম ।
১২। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি
আয় কত ? উত্তর: ৩৪২৪কোটি মার্কিন ডলার।
১৩। সমপ্রতি বাংলাদেশ কোন ভাইরাসের ঔষধ
ও ভ্যাক্সিন আবিষ্কার করে? উত্তর: রোটা।
১৪। বাংলাদেশের প্রতি হাজারে কতজন ৫ বছরের
শিশু মারা যায়? উত্তর: ৩৮জন ।
১৫। বাংলাদেশের দৈনিক পত্রিকার সংখ্যা
কত? উত্তর:১০৮৬টি (প্রায়)।
১৭। বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য
কতটি ? উত্তর: ১৬৪টি।সর্বশেষ আফগানিস্তান ও লাইবেরিয়া ।
১৮। বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও চালু
আছে ? উত্তর: ১৭টি।
১৯। বাংলাদেশে কতটি এফ. এম রেডিও চালু
আছে ? উত্তর:২০টি।
২০। বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের
কতটি স্থান অন্তর্ভূক্ত আছে ? উত্তর: ৩টি। সুন্দরবন , পাহাড়পুর , ষাটগম্বুজ মসজিদ।
২১। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের
মাথাপিছু আয় কত ? উত্তর: ১১৯০ মার্কিন ডলার।
২২। টেস্ট ক্রিকেটে বেশি বয়সে সেঞ্চুরি
করা অধিনায়ক ? উত্তর: মিসবাহুল হক।
২৩। বাংলাদেশের ১ম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে
অংশ নেন কে? উত্তর: গলফার সিদ্দিকুর রহমান।
২৪। প্রস্তাবিত যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য
কত? উত্তর: ৪.৫ কি.মি.।
২৫। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার-মুস্তাফিজুর
রহমান
২৬। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি-
ভ্লাদিমির পুতিন
২৭। বিশ্বের ৫ম অর্থনীতির দেশ-ভারত
২৮। মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে ৭১ তলা
আইকনিক টাওয়ার হবে- পূর্বাচলে
২৯। চীন থেকে কেনা সাবমেরিন দুইটির নাম-
জয়যাত্রা ও নবযাত্রা
৩০। আঙ্কটাড এর মতে বাংলাদেশ এলডিসিভুক্ত
দেশ হতে বের হবে- ২০২৪ সালে
৩১। বিশ্ব পানি সম্মেলন হয়েছে- ২৮-৩০
নভেম্বর,হাঙ্গেরির বুদাপেস্টে
৩২। পানি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কত দফা এজেন্ডা উত্থাপন করেন-৭ দফা
৩৩। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা
বলা আছে- ১১৮ অনুচ্ছেদে
৩৪। যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে
বহনকারী বিমান যাত্রাবিরতি করে- তুর্কমেনিস্তান
৩৫। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক
বাণিজ্যদূত-রুশনারা আলী
৩৬। বাংলাদেশ থেকে আমদানিকারক ৩য় বৃহত্তম
দেশ- যুক্তরাজ্য
৩৭। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে
ট্রাম্প ইলেক্টোরাল কলেজ পেয়েছে- ৩০৬ টি আর হিলারি ক্লিনটন পেয়েছে-২৩২টি
৩৮। ফিলিস্তিনকে স্বীকৃতিকারী সর্বশেষ
দেশ- ভ্যাটিকান সিটি
৩৯। তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপনকারী
দেশ- ২১টি
৪০। ফিদেল কাস্ট্রো মারা যায়- ২৫ নভেম্বর
৪১। বঙ্গবন্ধুর সাথে ফিদেল কাস্ট্রোর সাক্ষাত
হয়- ১৯৭৩ সালে
৪২। ভারতে কোন মূখ্যমন্ত্রীকে 'আম্মা'
ডাকা হত- জয়ললিতা
৪৩। জয়ললিতা কোন রাজ্যের মূখ্যমন্ত্রী
ছিলেন- তামিলনাড়ুর
৪৪। বাংলাদেশ থেকে প্রথম কার্ডিনাল নির্বাচিত
হয়েছেন- প্যাট্রিক ডি রোজারিও
৪৫। ভারতে বাতিল করা হয়েছে- ৫০০ ও ১০০০
রুপির নোট
৪৬।প্রতিবন্ধিতাবান্ধব দূর্যোগ ঝুকি ব্যবস্থাপনা
বিষয়ক আন্তর্জাতিক ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে- বাংলাদেশে
৪৭। সম্প্রতি অভিশংসিত হয়েছে - দক্ষিণ
কোরিয়ার প্রেসিডেন্ট
৪৮। বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিঅার(বর্তমান
বিজিবি) সদস্য ছিল- ২ জন।
৪৯। জেলা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে-
২১ জন
৫০। সম্প্রতি তাইওয়ানের সাথে সম্পর্ক
ছেদকারী দেশ- সাওটামো ও প্রিন্সিপে
৫১। ২০১৬ সালে ব্যালন' ডি অর জিতেছে- ক্রিস্টায়ানো
রোনালদো
৫২। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক
ছিন্ন করার ঘোষণা দিয়েছে- ফিলিপাইনের প্রেসিডেন্ট
৫৩। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর
আরো কিছু প্রশ্নোত্তর
১)দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর
হিসেবে রবি- এয়ারটেল একসঙ্গে যাত্রা শুরু করেছে কবে থেকে? -১৬ নবেম্বর ২০১৬
২)বর্তমানে একীভূত অপারেটরটির মোট কত গ্রাহক
সংখ্যা দাঁড়িয়েছে ? -৩ কোটি ২২ লাখ
৩)২০১৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে
বিশ্বের ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? -২২তম(গতবছর ছিল ২৫ তম)
৪)স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী
ও মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের কত জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
দেওয়া হল? -১০৮ জনকে
৫)চীন থেকে বাংলাদেশে কোন ধরনের সার আমদানি
করা হয়ে থাকে? -ইউরিয়া
৬)আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে
যোগদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
-রাশিয়া(১৯৮৮ সালে জাতিসংঘের কয়েকটি সদস্য
দেশ রোম সংবিধি নামের এক আইনের মাধ্যমে এই আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করেছিল)
৭) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নতুন করে
কতটি ভাষা সংযোজন করছে? -১১ টি (১৯৪০ দশকের পর এটিই হবে বিবিসির সবচেয়ে বড় সম্প্রচার)
৮)বাংলা একাডেমি থেকে পাঁচ খণ্ডে প্রকাশিত
বিজ্ঞান বিশ্বকোষের অন্যতম সম্পাদক ও লেখক কে? -অধ্যাপক অজয় রায়(স্বাধীনতার পর তিনি
১৯৭২-৭৩ কালপর্বে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন)
৯)Concepts of Electricity and
Magnetism; Concepts of Electricity and Magnetism; The Proto Bengalis: Anthropological
and Sociological Analysis; বাঙালির আত্মপরিচয়: একটি পুরাবৃত্তিক ও নৃতাত্ত্বিক আলোচনা;
বিজ্ঞান ও দর্শন: জড়ের সন্ধানে; আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ;
আদি
বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ;
স্বতন্ত্র ভাবনা: মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি; বিশ্বাস ও বিজ্ঞান; অতিশাব্দিক বিশ্বায়ন
ও মৌলিক পদার্থবিদ্যা; রবীন্দ্রনাথ ও উপনিষদ গ্রন্থগুলির লেখক কে? --অধ্যাপক অজয় রায়
১০)বঙ্গবন্ধু সেতু নির্মাণে কারখানা কোথায়
হচ্ছে? -সিরাজগঞ্জে
১১)এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি
খাতের সংগঠনগুলোর সংস্থার নাম কি? -অ্যাসোসিও
১২) '২০১৬ অ্যাসোসিও আইসিটি সামিট' কোথায়
অনুষ্ঠিত হয়েছে? -মিয়ানমারের ইয়াঙ্গুনে(২০১৯ সালে ঢাকায়)
BCS প্রস্তুতি
(সাধারণ জ্ঞান+বাংলা+ইংরেজী)
(১) মুসলিম এইড” কোন দেশ ভিত্তিক দাতা
সংস্থা? উঃ ব্রিটেন
(২) এলিফেন্ট পয়েন্ট কোথায় অবস্থিত? উঃ কক্সবাজার
(৩) বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত? উঃ সিতাকুন্ডে
(৪) “The Ugly Asian” বইটি কে লিখেছেন? উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
(৫) বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স নূন্যতম কত হতে হবে? উঃ ২৫
(৬) বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? উঃ গ্রান্ড খাল
(৭) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? উঃ মেঘনাদ বধ
(৮) সবচেয়ে বেশি আর্থ মেটাল উৎপাদন করে কোন দেশ? উঃ চীন
(৯) বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থঃ উঃ কথোপকথন
(১০) হুলিয়া কার পরিচালিত চলচ্চিত্র? উঃ তানভীর মোকাম্মেল
(২) এলিফেন্ট পয়েন্ট কোথায় অবস্থিত? উঃ কক্সবাজার
(৩) বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত? উঃ সিতাকুন্ডে
(৪) “The Ugly Asian” বইটি কে লিখেছেন? উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
(৫) বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স নূন্যতম কত হতে হবে? উঃ ২৫
(৬) বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? উঃ গ্রান্ড খাল
(৭) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? উঃ মেঘনাদ বধ
(৮) সবচেয়ে বেশি আর্থ মেটাল উৎপাদন করে কোন দেশ? উঃ চীন
(৯) বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থঃ উঃ কথোপকথন
(১০) হুলিয়া কার পরিচালিত চলচ্চিত্র? উঃ তানভীর মোকাম্মেল
কিছু ভৌগলিক উপনামঃ
১১) ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
১২) উত্তরের ভেনিসঃ স্টকহোম
১৩) দক্ষিণের রানীঃ সিডনি
১৪) দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
১৫) আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
১৬) ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
১৭) শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
১৮) বজ্রপাতের দেশঃ ভুটান
১৯) হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
২০) পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর, সাত পাহাড়ের দেশঃ রোম
২১) দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক, আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
১১) ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
১২) উত্তরের ভেনিসঃ স্টকহোম
১৩) দক্ষিণের রানীঃ সিডনি
১৪) দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
১৫) আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
১৬) ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
১৭) শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
১৮) বজ্রপাতের দেশঃ ভুটান
১৯) হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
২০) পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর, সাত পাহাড়ের দেশঃ রোম
২১) দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক, আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
** Idioms &
Phrases **
২২) Out and Out: পুরোপুরি
২৩) Rainy Day: দুর্দিন
২৪) Red Handed: হাতে নাতে ধরা
২৫) Rank and file: সাধারণ স্তরের জনগণ
২৬) Put up with: সহ্য করা
২৭) Smell a rat: সন্দেহ করা
২৮) Point Blank: সরাসরি
২৯) Throw cold water: নিরুৎসাহিত করা।
৩০) up and donig: তৎপর হওয়া
৩১) Word for Word: হুবুহু।
৩২) Through thick and thin: সুখে দুঃখে একসাথে থাকা
২২) Out and Out: পুরোপুরি
২৩) Rainy Day: দুর্দিন
২৪) Red Handed: হাতে নাতে ধরা
২৫) Rank and file: সাধারণ স্তরের জনগণ
২৬) Put up with: সহ্য করা
২৭) Smell a rat: সন্দেহ করা
২৮) Point Blank: সরাসরি
২৯) Throw cold water: নিরুৎসাহিত করা।
৩০) up and donig: তৎপর হওয়া
৩১) Word for Word: হুবুহু।
৩২) Through thick and thin: সুখে দুঃখে একসাথে থাকা
কিছু ভৌগলিক উপনামঃ
৩৩) সূর্য উদয়ের দেশঃ জাপান
৩৪) প্রাচ্যের গ্রেট ব্রিটেনঃ জাপান
৩৫) ভূমিকম্পের দেশঃ জাপান
৩৬) নিশিত সূর্যের দেশঃ নরওয়ে
৩৭) প্রাচীরের দেশঃ চীন
৩৮) মন্দিরের শহরঃ বেনারস
৩৯) মরুভূমির দেশঃ আফ্রিকা
৪০) মার্বেলের দীপঃ ইতালি
৪১) মুক্তার দ্বীপঃ বাহরাইন
৪২) মুক্তার দেশঃ কিউবা
৪৩) ম্যাপল পাতার দেশঃ কানাডা
৪৪) লিলি ফুলের দেশঃ কানাডা
৪৫) সম্মেলনের শহরঃ জেনেভা
৪৬) স্বর্ণ নাগরীঃ জোহান্সবার্গ।
৪৭) পৃথিবীর ছাদঃ পামির মালভূমি
৩৩) সূর্য উদয়ের দেশঃ জাপান
৩৪) প্রাচ্যের গ্রেট ব্রিটেনঃ জাপান
৩৫) ভূমিকম্পের দেশঃ জাপান
৩৬) নিশিত সূর্যের দেশঃ নরওয়ে
৩৭) প্রাচীরের দেশঃ চীন
৩৮) মন্দিরের শহরঃ বেনারস
৩৯) মরুভূমির দেশঃ আফ্রিকা
৪০) মার্বেলের দীপঃ ইতালি
৪১) মুক্তার দ্বীপঃ বাহরাইন
৪২) মুক্তার দেশঃ কিউবা
৪৩) ম্যাপল পাতার দেশঃ কানাডা
৪৪) লিলি ফুলের দেশঃ কানাডা
৪৫) সম্মেলনের শহরঃ জেনেভা
৪৬) স্বর্ণ নাগরীঃ জোহান্সবার্গ।
৪৭) পৃথিবীর ছাদঃ পামির মালভূমি
বিখ্যাত কিছু উক্তিঃ
৪৮) Give me blood and I promise you freedom” ~ নেতাজী সুভাষচন্দ্র বসু।
৪৯) There is no opposition there is no democracy” ~ আইভর জেনিংস।
৫০) “Democracy is a government, of the people, by the people, for the people”
~ আব্রাহাম লিংকন।
৫১) “The country is poor because it is poor”~ অধ্যাপক নার্কাস।
৫২) “Imagination is more important than knowledge” ~ আইনস্টাইন।
৫৩) “I die, you to live – which is better only god knows” ~ সক্রেটিস।
৫৪) “Impossible is a word to be found in a fool’s dictionary” ~ নেপলিয়ান।
৪৮) Give me blood and I promise you freedom” ~ নেতাজী সুভাষচন্দ্র বসু।
৪৯) There is no opposition there is no democracy” ~ আইভর জেনিংস।
৫০) “Democracy is a government, of the people, by the people, for the people”
~ আব্রাহাম লিংকন।
৫১) “The country is poor because it is poor”~ অধ্যাপক নার্কাস।
৫২) “Imagination is more important than knowledge” ~ আইনস্টাইন।
৫৩) “I die, you to live – which is better only god knows” ~ সক্রেটিস।
৫৪) “Impossible is a word to be found in a fool’s dictionary” ~ নেপলিয়ান।
৫৫) বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র ২ টি। ঢাকা
ও চট্টগ্রাম। উপকেন্দ্র ১৪ টি
৫৬) বাংলাদেশ টেলিভিশনের পূর্ণ-প্রচার কেন্দ্রঃ ১ টি (রাঙ্গামাটিতে)
৫৭) বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪।
৫৮) বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন ছিল ঢাকার ডি.আই.টি তে।
৫৯) ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় ১৯৭৫ সালে।
৬০) বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে।
৬১) বাংলাদেশের প্রথম স্যাটালাইট চ্যানেল এটিএন বাংলা (১৯৯৭)
৬২) “বিটিভি ওয়ার্ল্ড” স্যাটালাইট সম্প্রচার শুরু করে ১১ এপ্রিল, ২০০৪ সালে।
৫৬) বাংলাদেশ টেলিভিশনের পূর্ণ-প্রচার কেন্দ্রঃ ১ টি (রাঙ্গামাটিতে)
৫৭) বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪।
৫৮) বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন ছিল ঢাকার ডি.আই.টি তে।
৫৯) ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় ১৯৭৫ সালে।
৬০) বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে।
৬১) বাংলাদেশের প্রথম স্যাটালাইট চ্যানেল এটিএন বাংলা (১৯৯৭)
৬২) “বিটিভি ওয়ার্ল্ড” স্যাটালাইট সম্প্রচার শুরু করে ১১ এপ্রিল, ২০০৪ সালে।
৬৩) অপারেশন ক্লিন স্ট্রিট কি? উঃ ঢাকার জানজট ও অবৈধ
গাড়ি বন্ধের অভিযান
৬৪) বুড়িগঙ্গা কোন নদীর শাখা? উঃ ধলেশ্বরী
৬৫) দেশের প্রাচীনতম মসজিদ কোনটি? উঃ বিনতি বিবির মসজিদ
৬৬) আওয়ামী লীগের মূল/আদি নাম কি? উঃ আওয়ামী মুসলিম লীগ
৬৭) বাতাসের শহর বলা হয়ঃ শিকাগো
৬৮) সার্ক ভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? উঃ মালদ্বীপ
৬৯) বিশ্বের প্রথম এইডস রোগী ধরা পরে- যুক্তরাষ্ট্রে
৭০) “Look before you leap” means: Be wary
৭১) বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কোন দলের বিপক্ষে খেলে? উঃ নিউজিল্যান্ড
৭২) ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোনটি? উঃ Live Earth Concert
৬৪) বুড়িগঙ্গা কোন নদীর শাখা? উঃ ধলেশ্বরী
৬৫) দেশের প্রাচীনতম মসজিদ কোনটি? উঃ বিনতি বিবির মসজিদ
৬৬) আওয়ামী লীগের মূল/আদি নাম কি? উঃ আওয়ামী মুসলিম লীগ
৬৭) বাতাসের শহর বলা হয়ঃ শিকাগো
৬৮) সার্ক ভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? উঃ মালদ্বীপ
৬৯) বিশ্বের প্রথম এইডস রোগী ধরা পরে- যুক্তরাষ্ট্রে
৭০) “Look before you leap” means: Be wary
৭১) বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কোন দলের বিপক্ষে খেলে? উঃ নিউজিল্যান্ড
৭২) ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোনটি? উঃ Live Earth Concert
বাংলাদেশে সমুদ্র বন্দর ২ টি।
৭৩) চট্টগ্রাম সমুদ্র বন্দরঃ প্রধান সমুদ্র বন্দর। প্রতিষ্ঠিত হয় ১৮৮৭ সালে। আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে ১৮৮৮ সালে। বন্দরটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয়।
৭৪) মংলা সমুদ্র বন্দরঃ ২য় বৃহত্তম। প্রতিষ্ঠিত ১৯৫০ সালে। পশুর নদীর তীরে (বাগেরহাট) অবস্থিত।
৭৩) চট্টগ্রাম সমুদ্র বন্দরঃ প্রধান সমুদ্র বন্দর। প্রতিষ্ঠিত হয় ১৮৮৭ সালে। আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে ১৮৮৮ সালে। বন্দরটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয়।
৭৪) মংলা সমুদ্র বন্দরঃ ২য় বৃহত্তম। প্রতিষ্ঠিত ১৯৫০ সালে। পশুর নদীর তীরে (বাগেরহাট) অবস্থিত।
বাংলাদেশের স্থলবন্দর সমূহ
৭৫) বেনাপোলঃ শারশা, যশোর। (দেশের বৃহত্তম স্থলবন্দর)
৭৫) বেনাপোলঃ শারশা, যশোর। (দেশের বৃহত্তম স্থলবন্দর)
৭৬) হিলিঃ দিনাজপুর। (২য় বৃহত্তম)
৭৭) বাংলা বান্ধাঃ তেতুলিয়া
৭৮) হাতিবান্ধাঃ লালমনিরহাট
৭৯) বিরলঃ দিনাজপুর।
৮০) সোনা মসজিদঃ চাঁপাইনবাবগঞ্জ।
৮১) তামাবিলঃ সিলেট
৮২) কসবাঃ ব্রাহ্মণবাড়িয়া।
৮৩) হালুয়াঘাটঃ ময়মনসিংহ
৮৪) বিবিরবাজারঃ কুমিল্লা
৮৫) দর্শনাঃ চুয়াডাঙ্গা
৮৬) ভোমড়াঃ সাতক্ষী্রা।
৮৭) বিলোনিয়া ফেনী।
৮৮) টেকনাফঃ কক্সবাজার (মিয়ানমার এর সাথে একমাত্র স্থলবন্দর)
৭৭) বাংলা বান্ধাঃ তেতুলিয়া
৭৮) হাতিবান্ধাঃ লালমনিরহাট
৭৯) বিরলঃ দিনাজপুর।
৮০) সোনা মসজিদঃ চাঁপাইনবাবগঞ্জ।
৮১) তামাবিলঃ সিলেট
৮২) কসবাঃ ব্রাহ্মণবাড়িয়া।
৮৩) হালুয়াঘাটঃ ময়মনসিংহ
৮৪) বিবিরবাজারঃ কুমিল্লা
৮৫) দর্শনাঃ চুয়াডাঙ্গা
৮৬) ভোমড়াঃ সাতক্ষী্রা।
৮৭) বিলোনিয়া ফেনী।
৮৮) টেকনাফঃ কক্সবাজার (মিয়ানমার এর সাথে একমাত্র স্থলবন্দর)
কিছু জায়গার পুরাতন নাম/পরিচয়ঃ
৮৯) মুজিব নগরঃ বৈদ্যনাথ তলা
৯০) প্রধানমন্ত্রী ভবনঃ গণভবন (করতোয়া)
৯১) বঙ্গভবনঃ গর্ভনর হাউজ
৯২) পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ রমনা হাউজ
৯৩) রাজউকঃ ডি.আই.টি
৯৪) শেরে বাংলা নগরঃ আইয়ুব নগর
৯৫) আসাদ গেইটঃ আইয়ুব গেইট
৯৬) বাহাদুর শাহ পার্কঃ ভিক্টোরিয়া পার্ক
৯৭) লালবাগ দুর্গঃ আওরঙ্গবাদ কেল্লা
৯৮) নাটক সরণিঃ বেইলী রোড
৯৯)সুপ্রীম কোর্ট ভবনঃ গভর্ণরের বাস ভবন।
৮৯) মুজিব নগরঃ বৈদ্যনাথ তলা
৯০) প্রধানমন্ত্রী ভবনঃ গণভবন (করতোয়া)
৯১) বঙ্গভবনঃ গর্ভনর হাউজ
৯২) পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ রমনা হাউজ
৯৩) রাজউকঃ ডি.আই.টি
৯৪) শেরে বাংলা নগরঃ আইয়ুব নগর
৯৫) আসাদ গেইটঃ আইয়ুব গেইট
৯৬) বাহাদুর শাহ পার্কঃ ভিক্টোরিয়া পার্ক
৯৭) লালবাগ দুর্গঃ আওরঙ্গবাদ কেল্লা
৯৮) নাটক সরণিঃ বেইলী রোড
৯৯)সুপ্রীম কোর্ট ভবনঃ গভর্ণরের বাস ভবন।
সঠিক উত্তরঃ
(১০০) সাম্প্রতি কোথায় বীরশেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কয়ার স্থাপিত হয়? উঃ রাঙামাটি
(১০১) ১৭ তম সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে হবে? উঃ মালদ্বীপ
(১০২) ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ সিডনি
(১০৩) পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেনঃ উঃ ড. কামরুল আলম খান
(১০৪) এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্রঃ উঃ ফিলিপাইন
(১০৫) আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতাঃ উঃ মাওলানা ভাসানী
(১০৬) Classical Music এর মাতৃভূমি বলা হয়ঃ উঃ ভিয়েনা
(১০৭) “দেশে-বিদেশে” ভ্রমণ কাহিনী কার লিখা? উঃ সৈয়দ মুজতবা আলী
(১০৮) প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রঃ উঃ সংবাদ প্রভাকর
(১০৯) Meaning of “Hang about”? উঃ Loiter about
(১১০) কোনটি রাজা রামমোহন রায় এর গ্রন্থ? উঃ বেদান্ত সার
(১১১) Mercenary is the synonym of – Hired
(১১২) পাহাড়ের রানী বলা হয়ঃ চিম্বুক পাহাড়
(১১৩) বাহরাইন এর রাজধানীঃ মানামা
(১১৪) “ইন দ্যা লাইন অফ ফায়ার” কার লিখা? উঃ পারভেজ মোশারফ
(১০০) সাম্প্রতি কোথায় বীরশেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কয়ার স্থাপিত হয়? উঃ রাঙামাটি
(১০১) ১৭ তম সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে হবে? উঃ মালদ্বীপ
(১০২) ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ সিডনি
(১০৩) পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেনঃ উঃ ড. কামরুল আলম খান
(১০৪) এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্রঃ উঃ ফিলিপাইন
(১০৫) আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতাঃ উঃ মাওলানা ভাসানী
(১০৬) Classical Music এর মাতৃভূমি বলা হয়ঃ উঃ ভিয়েনা
(১০৭) “দেশে-বিদেশে” ভ্রমণ কাহিনী কার লিখা? উঃ সৈয়দ মুজতবা আলী
(১০৮) প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রঃ উঃ সংবাদ প্রভাকর
(১০৯) Meaning of “Hang about”? উঃ Loiter about
(১১০) কোনটি রাজা রামমোহন রায় এর গ্রন্থ? উঃ বেদান্ত সার
(১১১) Mercenary is the synonym of – Hired
(১১২) পাহাড়ের রানী বলা হয়ঃ চিম্বুক পাহাড়
(১১৩) বাহরাইন এর রাজধানীঃ মানামা
(১১৪) “ইন দ্যা লাইন অফ ফায়ার” কার লিখা? উঃ পারভেজ মোশারফ
কিছু জায়গার পুরাতন নাম/পরিচয়ঃ
১১৫) মুজিব নগরঃ বৈদ্যনাথ তলা
১১৬) প্রধানমন্ত্রী ভবনঃ গণভবন (করতোয়া)
১১৭) বঙ্গভবনঃ গর্ভনর হাউজ
১১৮) পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ রমনা হাউজ
১১৯) রাজউকঃ ডি.আই.টি
১২০) শেরে বাংলা নগরঃ আইয়ুব নগর
১২১) আসাদ গেইটঃ আইয়ুব গেইট
১২২) বাহাদুর শাহ পার্কঃ ভিক্টোরিয়া পার্ক
১২৩) লালবাগ দুর্গঃ আওরঙ্গবাদ কেল্লা
১২৪) নাটক সরণিঃ বেইলী রোড
# সুপ্রীম কোর্ট ভবনঃ গভর্ণরের বাস ভবন।
১১৫) মুজিব নগরঃ বৈদ্যনাথ তলা
১১৬) প্রধানমন্ত্রী ভবনঃ গণভবন (করতোয়া)
১১৭) বঙ্গভবনঃ গর্ভনর হাউজ
১১৮) পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ রমনা হাউজ
১১৯) রাজউকঃ ডি.আই.টি
১২০) শেরে বাংলা নগরঃ আইয়ুব নগর
১২১) আসাদ গেইটঃ আইয়ুব গেইট
১২২) বাহাদুর শাহ পার্কঃ ভিক্টোরিয়া পার্ক
১২৩) লালবাগ দুর্গঃ আওরঙ্গবাদ কেল্লা
১২৪) নাটক সরণিঃ বেইলী রোড
# সুপ্রীম কোর্ট ভবনঃ গভর্ণরের বাস ভবন।
১২৫) শিশুদের অধিকার প্রতিষ্ঠায়
“UNICEF ADVOCATE” হিসাবে বাংলাদেশের কারা দায়িত্ব পেয়েছেন?
উঃ জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় শিল্পী আরিফা পারভীন জামান মৌসুমী (১৬ আগষ্ট)
১২৬) থাইল্যান্ড এর বর্তমান প্রধানমন্ত্রী কে? : ইংলাক সিনাওয়াত্রা (দায়িত্ব নিয়েছেন ৮ আগষ্ট,২০১১)
১২৭) চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? উঃ ভারিয়াগ (ইউক্রেন এর কাছ থেকে কিনেছে)
১২৮) দেশের ৪৮৪ তম উপজেলা কোনটি? NICAR কত তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়?
উঃ NICAR ১০৫তম বৈঠকে রাঙ্গাবালী (পটুয়াখালী) কে ৪৮৪তম উপজেলা্র অনুমোদন দেওয়া হয়।
উঃ জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় শিল্পী আরিফা পারভীন জামান মৌসুমী (১৬ আগষ্ট)
১২৬) থাইল্যান্ড এর বর্তমান প্রধানমন্ত্রী কে? : ইংলাক সিনাওয়াত্রা (দায়িত্ব নিয়েছেন ৮ আগষ্ট,২০১১)
১২৭) চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? উঃ ভারিয়াগ (ইউক্রেন এর কাছ থেকে কিনেছে)
১২৮) দেশের ৪৮৪ তম উপজেলা কোনটি? NICAR কত তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়?
উঃ NICAR ১০৫তম বৈঠকে রাঙ্গাবালী (পটুয়াখালী) কে ৪৮৪তম উপজেলা্র অনুমোদন দেওয়া হয়।
(১২৯) সাম্প্রতি অতিবৃষ্টিতে
বাংলাদেশে পঞ্চগড়ে স্বপ্না নামে একটি নতুন নদীর জন্ম হয়েছে।
(১৩০) বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা। সুন্দরবনে এটা বিভক্ত করেছে।
(১৩১) পদ্মা নদী গোয়ালন্দে যমুনার সাথে মিলিত হয়েছে।পদ্মা নদী শেষ হয়েছে চাঁদপুরে
(১৩২) সুরমা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়। লৌহিত্য (পূর্বনাম) ব্রহ্মপুত্র কারো শাখা নয়
(১৩৩) বাংলাদেশের বৃহত্তম বিল চলন বি, এর মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে
(১৩৪) ভারত -বাংলাদেশ সীমান্তে তৈরী বিশদ তথ্য সংবলিত ম্যাপকে স্ট্রিপম্যাপ বলে। অর্ধ মাইল এলাকা জুড়ে এটা তৈরী।
(১৩৫) ভারত-বাংলাদেশের ছিটমহল এর উৎপত্তি সিরিল রেডক্লিফ এর তৈরী মানচিত্র থেকে
(১৩৬) “ভূমি সীমানা চুক্তি” হয়েছে ১৯৭৪ সালে, শেখ মুজিব-ইন্দিরা গান্ধীর মধ্যে মধ্যে স্বাক্ষরিত হয়
(১৩৭) বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর
(১৩৮) বাংলাদেশের কোন সীমান্তবর্তী জেলার সাথে ভারতের সীমান্ত নেই? : বান্দরবান, কক্সবাজার। বাংলাদেশে ছিটমহল রয়েছে ১১১ টি।
(১৩০) বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা। সুন্দরবনে এটা বিভক্ত করেছে।
(১৩১) পদ্মা নদী গোয়ালন্দে যমুনার সাথে মিলিত হয়েছে।পদ্মা নদী শেষ হয়েছে চাঁদপুরে
(১৩২) সুরমা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়। লৌহিত্য (পূর্বনাম) ব্রহ্মপুত্র কারো শাখা নয়
(১৩৩) বাংলাদেশের বৃহত্তম বিল চলন বি, এর মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে
(১৩৪) ভারত -বাংলাদেশ সীমান্তে তৈরী বিশদ তথ্য সংবলিত ম্যাপকে স্ট্রিপম্যাপ বলে। অর্ধ মাইল এলাকা জুড়ে এটা তৈরী।
(১৩৫) ভারত-বাংলাদেশের ছিটমহল এর উৎপত্তি সিরিল রেডক্লিফ এর তৈরী মানচিত্র থেকে
(১৩৬) “ভূমি সীমানা চুক্তি” হয়েছে ১৯৭৪ সালে, শেখ মুজিব-ইন্দিরা গান্ধীর মধ্যে মধ্যে স্বাক্ষরিত হয়
(১৩৭) বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর
(১৩৮) বাংলাদেশের কোন সীমান্তবর্তী জেলার সাথে ভারতের সীমান্ত নেই? : বান্দরবান, কক্সবাজার। বাংলাদেশে ছিটমহল রয়েছে ১১১ টি।
১৩৯)সার্বাধিক ঘন বসতিপূর্ণ দেশঃ বাংলাদেশ
১৪০) সব চেয়ে কম জনসংখ্যার ঘনত্বঃ মঙ্গোলিয়া
১৪১) স্বাক্ষরতার হার এ শীর্ষঃ স্নোভাকিয়া
১৪২) গড় আয়ুতে শীর্ষ দেশঃ জাপান (৮২ বছর)
১৪৩) সর্বোচ্চ আয়ের দেশঃ লুক্সেমবার্গ
১৪৪) সর্ব নিন্ম আয়ের দেশঃ মোজাম্বিক।
১৪৫) শীর্ষ ব্যয় বহুল শহরঃ টোকিও (জাপান)
১৪৬) শীর্ষ স্বল্প ব্যয়ের শহরঃ আসুনসিওন (প্যারাগুয়ে)
১৪০) সব চেয়ে কম জনসংখ্যার ঘনত্বঃ মঙ্গোলিয়া
১৪১) স্বাক্ষরতার হার এ শীর্ষঃ স্নোভাকিয়া
১৪২) গড় আয়ুতে শীর্ষ দেশঃ জাপান (৮২ বছর)
১৪৩) সর্বোচ্চ আয়ের দেশঃ লুক্সেমবার্গ
১৪৪) সর্ব নিন্ম আয়ের দেশঃ মোজাম্বিক।
১৪৫) শীর্ষ ব্যয় বহুল শহরঃ টোকিও (জাপান)
১৪৬) শীর্ষ স্বল্প ব্যয়ের শহরঃ আসুনসিওন (প্যারাগুয়ে)
১৪৭) পৃথিবীর দীর্ঘতম খালঃ গ্রান্ডখাল
(চীন)
১৪৮) পৃথিবীর গভীরতম খালঃ পানামা খাল (১৪ মিটার)
১৪৯) পানামা খাল যুক্ত করেছেঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কে।
১৫০) পানামা খাল যুক্তরাষ্ট্র পানামা-কে হস্তান্তর করেঃ ৩১ ডিসেম্বর, ১৯৯৯।
১৫১) সুয়েজ খাল (মিসর) সংযুক্ত করেছেঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে।
১৪৮) পৃথিবীর গভীরতম খালঃ পানামা খাল (১৪ মিটার)
১৪৯) পানামা খাল যুক্ত করেছেঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কে।
১৫০) পানামা খাল যুক্তরাষ্ট্র পানামা-কে হস্তান্তর করেঃ ৩১ ডিসেম্বর, ১৯৯৯।
১৫১) সুয়েজ খাল (মিসর) সংযুক্ত করেছেঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে।
কিছু ভৌগলিক উপনামঃ
১৫২) ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
১৫৩) উত্তরের ভেনিসঃ স্টকহোম
১৫৪) দক্ষিণের রানীঃ সিডনি
১৫৫) দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
১৫৬)আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
১৫৭) ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
১৫৮) শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
১৫৯) বজ্রপাতের দেশঃ ভুটান
১৬০) হাজার দ্বীপের দেশ, হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
১৬১) পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর, সাত পাহাড়ের দেশঃ রোম
১৬২) দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক, আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
১৫২) ইউরোপের ক্রীড়াঙ্গনঃ সুইজারল্যান্ড
১৫৩) উত্তরের ভেনিসঃ স্টকহোম
১৫৪) দক্ষিণের রানীঃ সিডনি
১৫৫) দক্ষিণের গ্রেট ব্রিটেনঃ নিউজিল্যান্ড
১৫৬)আগুনের দ্বীপঃ আইসল্যান্ড
১৫৭) ট্যাক্সির নগরীঃ মেক্সিকো
১৫৮) শ্বে্ত হাতীর দেশঃ থাইল্যান্ড
১৫৯) বজ্রপাতের দেশঃ ভুটান
১৬০) হাজার দ্বীপের দেশ, হাজার হ্রদের দেশঃ ফিনল্যান্ড
১৬১) পোপের শহর, নীরব শহর, চির শান্তির শহর, সাত পাহাড়ের দেশঃ রোম
১৬২) দ্বীপের নগরী, নিশ্চুপ সড়ক শহর, শান্ত সড়ক, আদ্রিয়াটিকের রানীঃ ভেনিস
১৬৩) লিবিয়ার অন্তর্বর্তীকালীন জাতীয়
পরিষদ NTC-এর পূর্ণরূপঃ National Transitional Council
১৬৪) NTC প্রতিষ্ঠা হয় ২৭ ফেব্রুয়ারি ২০১১ # NTC-এর প্রধানঃ মুস্তফা আবদেল জলিল
১৬৫) “দ্যা হোয়াইট মাউস” বা “সাদা ইদুর” নামে পরিচিতঃ ন্যান্সি ওয়েক (অষ্ট্রেলিয়া)
১৬৬) ওয়ানডে ক্রিকেটে পর পর ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেনঃ ওয়াকার ইউনুস (পাকিস্তান)
১৬৭) পাপুয়া নিউগিনির নতুন প্রধানমন্ত্রীঃ পিটার ও’নিল (দায়িত্ব গ্রহণ ২ আগষ্ট ২০১১)
১৬৮) দেশে প্রথমবারের মত ধানের কুঁড়া দিয়ে কোলেষ্টেরল মুক্ত তেল উৎপাদন করছেঃ রশীদ ওয়েল মিল
১৬৪) NTC প্রতিষ্ঠা হয় ২৭ ফেব্রুয়ারি ২০১১ # NTC-এর প্রধানঃ মুস্তফা আবদেল জলিল
১৬৫) “দ্যা হোয়াইট মাউস” বা “সাদা ইদুর” নামে পরিচিতঃ ন্যান্সি ওয়েক (অষ্ট্রেলিয়া)
১৬৬) ওয়ানডে ক্রিকেটে পর পর ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেনঃ ওয়াকার ইউনুস (পাকিস্তান)
১৬৭) পাপুয়া নিউগিনির নতুন প্রধানমন্ত্রীঃ পিটার ও’নিল (দায়িত্ব গ্রহণ ২ আগষ্ট ২০১১)
১৬৮) দেশে প্রথমবারের মত ধানের কুঁড়া দিয়ে কোলেষ্টেরল মুক্ত তেল উৎপাদন করছেঃ রশীদ ওয়েল মিল
বিষয়: বাংলা:
১৬৯)টপ্পা গানের জনক নিধু বাবুর আসল নাম রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩০)। তিনি এই বিখ্যাত গানটি লিখেছেন: ‘নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পূরে কি আশা?’- লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ
১৬৯)টপ্পা গানের জনক নিধু বাবুর আসল নাম রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩০)। তিনি এই বিখ্যাত গানটি লিখেছেন: ‘নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পূরে কি আশা?’- লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ
কিছু ছদ্মনামঃ
১৭০) ভানুসিংহ ঠাকুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৭১)প্যারীচাঁদ মিত্রঃ টেকচাঁদ ঠাকুর
১৭২) হুতুম পেঁচাঃ কালিপ্রসন্ন সিংহ
১৭৩) বনফুলঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
১৭৪) গাজী মিঞাঃ মীর মোশাররফ হোসেন
১৭৫) কায়কোবাদঃ কাজেম আল কোরেশী
১৭৬) শওকত ওসমানঃ শেখ আজিজুর রহমান
১৭৭) অবধূতঃ স্বা্মী কালিকানন্দ
১৭৮) সুনন্দঃ নারানয় গঙ্গোপাধ্যায়
১৭৯)ইউরোপের দ্বার বলা হয়ঃ ভিয়েনা
১৮০) ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গঃ ইউরো টানেল
১৮১) ইউরোপের দীর্ঘতম নদীঃভলগা
১৮২) ইউরোপের দীর্ঘতম পর্বতমালাঃ আল্পাস পর্বতমালা
১৮৩) ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গঃ মাউন্ট ব্ল্যাম্ক
১৮৪) ইউরোপের বৃহত্তম সাগরঃ ভূমধ্যসাগর।
১৮৫) ইউরোপের ককপিট/রণক্ষেত্র বলা হয়ঃ বেলজিয়াম কে।
১৭০) ভানুসিংহ ঠাকুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৭১)প্যারীচাঁদ মিত্রঃ টেকচাঁদ ঠাকুর
১৭২) হুতুম পেঁচাঃ কালিপ্রসন্ন সিংহ
১৭৩) বনফুলঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
১৭৪) গাজী মিঞাঃ মীর মোশাররফ হোসেন
১৭৫) কায়কোবাদঃ কাজেম আল কোরেশী
১৭৬) শওকত ওসমানঃ শেখ আজিজুর রহমান
১৭৭) অবধূতঃ স্বা্মী কালিকানন্দ
১৭৮) সুনন্দঃ নারানয় গঙ্গোপাধ্যায়
১৭৯)ইউরোপের দ্বার বলা হয়ঃ ভিয়েনা
১৮০) ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গঃ ইউরো টানেল
১৮১) ইউরোপের দীর্ঘতম নদীঃভলগা
১৮২) ইউরোপের দীর্ঘতম পর্বতমালাঃ আল্পাস পর্বতমালা
১৮৩) ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গঃ মাউন্ট ব্ল্যাম্ক
১৮৪) ইউরোপের বৃহত্তম সাগরঃ ভূমধ্যসাগর।
১৮৫) ইউরোপের ককপিট/রণক্ষেত্র বলা হয়ঃ বেলজিয়াম কে।
সাম্প্রতিক
১৮৬) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম সভাপতি কাতারের “নাসির আবদুল আজিজ আল নাসের”
১৮৭) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশন উদ্বোধন হবে ১৩ সেপ্টেম্বর ২০১১।
১৮৮) দেশের ৭ম সিটি কর্পোরেশনঃ নারায়নগঞ্জ (৫মে, ২০১১), ৮মঃ কুমিল্লা (১০জুলাই, ২০১১)
১৮৯) সাম্প্রতি অনলাইনে দাবী উত্থাপনের পদ্ধতি “ই-পিটিশন” চালু করেছে ব্রিটিশ সরকার।
১৯০) দেশে নতুন ৩টি সহ বর্তমান সরকারী মেডিকেল কলেজ ২১ টি, বেসরকারী মেডিকেল কলেজ ৪৫টি।
১৮৬) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম সভাপতি কাতারের “নাসির আবদুল আজিজ আল নাসের”
১৮৭) জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬ তম অধিবেশন উদ্বোধন হবে ১৩ সেপ্টেম্বর ২০১১।
১৮৮) দেশের ৭ম সিটি কর্পোরেশনঃ নারায়নগঞ্জ (৫মে, ২০১১), ৮মঃ কুমিল্লা (১০জুলাই, ২০১১)
১৮৯) সাম্প্রতি অনলাইনে দাবী উত্থাপনের পদ্ধতি “ই-পিটিশন” চালু করেছে ব্রিটিশ সরকার।
১৯০) দেশে নতুন ৩টি সহ বর্তমান সরকারী মেডিকেল কলেজ ২১ টি, বেসরকারী মেডিকেল কলেজ ৪৫টি।
১৯১) পৃথিবীর সব থেকে উত্তরের নগরীঃ হ্যামারফাষ্ট
(নরওয়ে)
১৯২) পৃথিবীর সব থেকে দক্ষিণের নগরীঃ পুয়েটো উইলিয়াম (চিলি)
১৯৩) পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্রঃ চিলি
১৯৪) পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্রঃ ইন্দোনেশিয়া।
১৯৫) পৃথিবীর শীতলতম স্থানঃ রিজ-এ; উষ্ণতম স্থানঃ আজিজিয়া, লিবিয়া।
১৯৬)কোন শহর ২ টি মহাদেশে অবস্থিত? উঃ ইস্তাম্বুল (তুরষ্ক)
১৯৭) কোন গ্রাম ২টি দেশে অবস্থিত? উঃ পানমুনজাম (উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে)
১৯২) পৃথিবীর সব থেকে দক্ষিণের নগরীঃ পুয়েটো উইলিয়াম (চিলি)
১৯৩) পৃথিবীর সব থেকে সরু রাষ্ট্রঃ চিলি
১৯৪) পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্রঃ ইন্দোনেশিয়া।
১৯৫) পৃথিবীর শীতলতম স্থানঃ রিজ-এ; উষ্ণতম স্থানঃ আজিজিয়া, লিবিয়া।
১৯৬)কোন শহর ২ টি মহাদেশে অবস্থিত? উঃ ইস্তাম্বুল (তুরষ্ক)
১৯৭) কোন গ্রাম ২টি দেশে অবস্থিত? উঃ পানমুনজাম (উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে)
১৯৮) পৃথিবীর বৃহত্তম দেশঃ রাশিয়া (আয়তনে),
চীন (জনসংখ্যায়)
১৯৯) পৃথিবীর ক্ষুদ্রতম দেশঃ ভ্যাটিকান (আয়তন এবং জনসংখ্যায়)
২০০) পৃথিবীর বৃহত্তম নদীঃ নীল নদ। এশিয়ায় বৃহত্তম নদীঃ ইয়াংসিকিয়াং
২০১) এশিয়া এবং পৃথিবীর গভীরতম হ্রদঃ বৈকাল হ্রদ (গভীরতা ১৬২০ মিটার)
২০২) এশিয়া এবং পৃথিবীর বৃহত্তম হ্রদঃ কাম্পিয়ান সি (৩৯৪২৯৯ বর্গ কিমি)
২০৩) পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বসবাস করে? উত্তরঃ ৬০ ভাগ।
২০৪) আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশঃ চীন, এবং ক্ষুদ্রতম দেশঃ মালদ্বীপ
১৯৯) পৃথিবীর ক্ষুদ্রতম দেশঃ ভ্যাটিকান (আয়তন এবং জনসংখ্যায়)
২০০) পৃথিবীর বৃহত্তম নদীঃ নীল নদ। এশিয়ায় বৃহত্তম নদীঃ ইয়াংসিকিয়াং
২০১) এশিয়া এবং পৃথিবীর গভীরতম হ্রদঃ বৈকাল হ্রদ (গভীরতা ১৬২০ মিটার)
২০২) এশিয়া এবং পৃথিবীর বৃহত্তম হ্রদঃ কাম্পিয়ান সি (৩৯৪২৯৯ বর্গ কিমি)
২০৩) পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বসবাস করে? উত্তরঃ ৬০ ভাগ।
২০৪) আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশঃ চীন, এবং ক্ষুদ্রতম দেশঃ মালদ্বীপ
বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম-
২০৫) বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে
পরিচিত- লাসা।
২০৬) পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়- তাইওয়ান।
২০৭) Which city is known as the Pink City- Joypur।
২০৮)নিম্নের কোন শহরটিকে ঝরণার শহর বলা হয়- তাসখন্দ।
২০৯) কোনটি নেভেন সিস্টার্স নামে খ্যাত- ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য।
২১০) ইউরোপের ককপিট বলা হয়- বেলজিয়াম।
২১১) সাত পাহারের শহর হল-রোম।
২০৬) পঞ্চম ড্রাগনের দেশ বলা হয়- তাইওয়ান।
২০৭) Which city is known as the Pink City- Joypur।
২০৮)নিম্নের কোন শহরটিকে ঝরণার শহর বলা হয়- তাসখন্দ।
২০৯) কোনটি নেভেন সিস্টার্স নামে খ্যাত- ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য।
২১০) ইউরোপের ককপিট বলা হয়- বেলজিয়াম।
২১১) সাত পাহারের শহর হল-রোম।
২১২) পুরাতন নামঃ
ঢাকাঃ জাহাঙ্গীরনগর, চট্টগ্রামঃ ইসলামাবাদ, খুলনাঃ জাহানাবাদ, সিলেটঃ জালালাবাদ, যশোরঃ খিলাফাতাবাদ, বাগেরহাটঃ খলিফাবাদ, ময়মনসিংহঃ নাসিরাবাদ, ফরিদপুরঃ ফাতেহাবাদ, বরিশালঃ ইসমাইলপুর/ চন্দ্রদ্বীপ, নোয়াখালীঃ সুধারাম/ভুলুয়া, কুমিল্লাঃ ত্রিপুরা, কুষ্টিয়াঃ নদীয়া, ফেনীঃ শমসের নগর, কক্সবাজারঃ ফালকিং, জামালপুরঃ সিংহজানী, দিনাজপুরঃ গন্ডোয়ানাল্যান্ড, ভোলাঃ শাহবাজপুর, মুন্সিগঞ্জঃ বিক্রমপুর, গাইবান্ধাঃ ভবানীগঞ্জ, রাজবাড়ীঃ গোয়ালান্দ, সাতক্ষী্রাঃ সাতঘরিয়া,মহাস্থানগড়ঃ পুন্ড্রবর্ধন, ময়নামতিঃ রোহিতগিরি, সোনারগাঁওঃ সুবর্ণগ্রাম
ঢাকাঃ জাহাঙ্গীরনগর, চট্টগ্রামঃ ইসলামাবাদ, খুলনাঃ জাহানাবাদ, সিলেটঃ জালালাবাদ, যশোরঃ খিলাফাতাবাদ, বাগেরহাটঃ খলিফাবাদ, ময়মনসিংহঃ নাসিরাবাদ, ফরিদপুরঃ ফাতেহাবাদ, বরিশালঃ ইসমাইলপুর/ চন্দ্রদ্বীপ, নোয়াখালীঃ সুধারাম/ভুলুয়া, কুমিল্লাঃ ত্রিপুরা, কুষ্টিয়াঃ নদীয়া, ফেনীঃ শমসের নগর, কক্সবাজারঃ ফালকিং, জামালপুরঃ সিংহজানী, দিনাজপুরঃ গন্ডোয়ানাল্যান্ড, ভোলাঃ শাহবাজপুর, মুন্সিগঞ্জঃ বিক্রমপুর, গাইবান্ধাঃ ভবানীগঞ্জ, রাজবাড়ীঃ গোয়ালান্দ, সাতক্ষী্রাঃ সাতঘরিয়া,মহাস্থানগড়ঃ পুন্ড্রবর্ধন, ময়নামতিঃ রোহিতগিরি, সোনারগাঁওঃ সুবর্ণগ্রাম
২১৩)বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০ অনুসারে
বিদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি কি? উঃমৃত্যুদন্ড
২১৪) কোন বাংলাদেশী কমনওয়েলথ অব লার্নিং সম্মাননা লাভ করেছেন? উঃ ড. এম আমিনুল ইসলাম
২১৫)ব্রিটেন টাওয়ার হেমলেটসে প্রথম বাংলাদেসশী মেয়র নির্বাচিন হন কে? উঃলুৎফর রহমান।
২১৬)পঞ্চগড়ে অতিবৃষ্টিতে যে নতুন নদী সৃষ্টি হয়েছে তার নাম? উঃ স্বপ্না(৪০ ফুট চওড়া,৪ কিমি লম্বা)
২১৭)ঢাকা-রংপুর রুটে কত বছর পর ট্রেন চলাচল শুরু হলো? উঃ ৯ বছর (রংপুর এক্সপ্রেস)
২১৮)মরমি সাধক হাছন রাজার নামে “হাছন রাজা একাডেমি” কোন জেলায় প্রতিষ্ঠিত হচ্ছে? উঃসুনামগঞ্জ
২১৪) কোন বাংলাদেশী কমনওয়েলথ অব লার্নিং সম্মাননা লাভ করেছেন? উঃ ড. এম আমিনুল ইসলাম
২১৫)ব্রিটেন টাওয়ার হেমলেটসে প্রথম বাংলাদেসশী মেয়র নির্বাচিন হন কে? উঃলুৎফর রহমান।
২১৬)পঞ্চগড়ে অতিবৃষ্টিতে যে নতুন নদী সৃষ্টি হয়েছে তার নাম? উঃ স্বপ্না(৪০ ফুট চওড়া,৪ কিমি লম্বা)
২১৭)ঢাকা-রংপুর রুটে কত বছর পর ট্রেন চলাচল শুরু হলো? উঃ ৯ বছর (রংপুর এক্সপ্রেস)
২১৮)মরমি সাধক হাছন রাজার নামে “হাছন রাজা একাডেমি” কোন জেলায় প্রতিষ্ঠিত হচ্ছে? উঃসুনামগঞ্জ
২১৯) নদীর উপনদী – শাখা নদী
# পদ্মাঃ মহানন্দা (উপ নদী) ভৈরব, গরাই, মধুমতি, আড়িয়াল খাঁ, মাথা ভাঙা, কুমার (শাখা)
# মেঘনাঃ গোমতী, তিতাস, মনু, বাউলাই (উপ নদী)
# যমুনাঃ করতোয়া, আত্রাই (উপ নদী) – ধলেশ্বরী (শাখা)
# ব্রহ্মপুত্রঃ ধরলা, তিস্তা (উপ নদী) – যমুনা, বংশী, শীতলক্ষ্যা (শাখা)
# কর্ণফুলীঃ হালদা, বোয়ালখালী, কাসালাং (উপ নদী)
# ধলেশ্বরীঃ বুড়িগঙ্গা (শাখা) # ভৈরবঃ কপোতাক্ষ, পশুর (শাখা)
# পদ্মাঃ মহানন্দা (উপ নদী) ভৈরব, গরাই, মধুমতি, আড়িয়াল খাঁ, মাথা ভাঙা, কুমার (শাখা)
# মেঘনাঃ গোমতী, তিতাস, মনু, বাউলাই (উপ নদী)
# যমুনাঃ করতোয়া, আত্রাই (উপ নদী) – ধলেশ্বরী (শাখা)
# ব্রহ্মপুত্রঃ ধরলা, তিস্তা (উপ নদী) – যমুনা, বংশী, শীতলক্ষ্যা (শাখা)
# কর্ণফুলীঃ হালদা, বোয়ালখালী, কাসালাং (উপ নদী)
# ধলেশ্বরীঃ বুড়িগঙ্গা (শাখা) # ভৈরবঃ কপোতাক্ষ, পশুর (শাখা)
২২০) Bear Out: To prove right;
confirm (The test results bear out our claims.)
২২১) Bear down: maximum effort (If you really bear down, you will finish the task.)
২২২) Bear up: To withstand stress (The patient bore up well during the long illness.)
২২৩) bear down on: (Idioms)
২২৪)To effect in a harmful way (Financial pressures are bearing down on them.)
২২১) Bear down: maximum effort (If you really bear down, you will finish the task.)
২২২) Bear up: To withstand stress (The patient bore up well during the long illness.)
২২৩) bear down on: (Idioms)
২২৪)To effect in a harmful way (Financial pressures are bearing down on them.)
২২৫)কয়েকটি নদীর পূর্ব নাম/ অন্য নামঃ
# পদ্মাঃ কীর্তিনাশা # যমুনাঃ জোনাই নদী # ব্রহ্মপুত্রঃ লৌহিত্য #বুড়িগঙ্গাঃ দোলাই নদী/খাল
২২৬) গুরুত্বপূর্ণ ফেরীঘাট গুলোর অবস্থানঃ
# বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জঃ জামালপুর # পাটুরিয়া এবং আরিচাঃ মানিকগঞ্জ
# মাওয়াঃ মুন্সিগঞ্জ # দৌলতদিয়াঃ রাজবাড়ি # নগরবাড়িঃ পাবনা # কাওরাকান্দিঃ মাদারীপুর
# বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুন্ড (উচ্চতাঃ ২৫০ ফুট)
# বাংলাদেশে শীতল পানির ঝারনাঃ হিমছড়ি(কক্সবাজার), উষ্ণ পানির ঝারনাঃ সীতাকুন্ড(চট্টগ্রাম)।
# পদ্মাঃ কীর্তিনাশা # যমুনাঃ জোনাই নদী # ব্রহ্মপুত্রঃ লৌহিত্য #বুড়িগঙ্গাঃ দোলাই নদী/খাল
২২৬) গুরুত্বপূর্ণ ফেরীঘাট গুলোর অবস্থানঃ
# বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জঃ জামালপুর # পাটুরিয়া এবং আরিচাঃ মানিকগঞ্জ
# মাওয়াঃ মুন্সিগঞ্জ # দৌলতদিয়াঃ রাজবাড়ি # নগরবাড়িঃ পাবনা # কাওরাকান্দিঃ মাদারীপুর
# বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুন্ড (উচ্চতাঃ ২৫০ ফুট)
# বাংলাদেশে শীতল পানির ঝারনাঃ হিমছড়ি(কক্সবাজার), উষ্ণ পানির ঝারনাঃ সীতাকুন্ড(চট্টগ্রাম)।
২২৭)
ব্রহ্মপুত্রঃ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি
হয়ে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। গাইবান্ধার চিলমারীতে তিস্তার
সাথে মিলিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নামে পূর্ব-দক্ষিণে প্রবাহিত হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র
ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। আর মূল ব্রহ্মপুত্র
নদী আর কিছুটা দক্ষিণে গিয়ে ময়মনসিংহের দেওয়ানগঞ্জের নিকট যমুনা নামে দক্ষিণে গেছে।
গোয়ালান্দের রাজবাড়ীতে পদ্মার সাথে মিলিত হয়ে পদ্মা নামে পূর্ব-দক্ষিণে প্রবাহিত হয়েছে।
পদ্মা মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গপোসাগরে
পতিত হয়েছে।
২২৮)মেঘনাঃ বারাক নদীর উৎপত্তি আসামের
লুসাই পাহাড়। সিলেট দিয়ে বাংলাদেশের ঢুকে নাম হয় মেঘনা, যেটা ২ টি শাখা নদীতে বিভক্ত
হয় সুরমা এবং কুশিয়ারা নামে। সুরমা এবং কুশিয়ারা আজমিরীগঞ্জে মিলিত হয়ে নাম হয় কালনি,
কালনি ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারন করে। মেঘনা ভৈরববাজারে পুরাতন ব্রহ্মপুত্রের
সাথে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণ-পশ্চিমে যায়। পদ্মা-মেঘনা চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা
নামে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে।
২২৯) পদ্মাঃ গঙ্গা নামে হিমালয়ের গাঙ্গেত্রী
হিমবাহ থেকে উৎপত্তি হয়ে নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে ঢুকে নাম হয় পদ্মা। পূর্ব-দক্ষিণে
প্রবাহিত হয়ে গোয়ালান্দের রাজবাড়ীতে যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামে পূর্ব-দক্ষিণে
প্রবাহিত হয়েছে। পদ্মা মেঘনার সাথে চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত
হয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে।
২৩০) তিস্তাঃ সিকিমের পার্বত্য অঞ্চলে
উৎপত্তি হয়ে নীলফামারী দিয়ে বাংলাদেশে ঢুকে পূর্ব-দক্ষিণে প্রবাহিত হয়ে গাইবান্ধার
চিলমারীতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নামে পূর্ব-দক্ষিণে প্রবাহিত
হয়েছে।
২৩১)প্রধান নদী সমূহের উৎপত্তি স্থলঃ
পদ্মাঃ হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ, মেঘনাঃ আসামের লুসাই পাহাড়
কর্ণফুলীঃ আসামের লুসাই পাহাড়ের লংলেহ, সাঙ্গুঃ আরকান পাহাড়, মাতামহূরীঃ লামার মইভার পর্বত, তিস্তা ও করতোয়াঃ সিকিমের পার্বত্য অঞ্চল, ব্রহ্মপুত্রঃ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ, যমুনাঃ ময়মনসিংহের দেওয়ানগঞ্জের নিকট ব্রহ্মপুত্র যমুনা নামে দক্ষিণে গেছে, ঢাকাঃ মসজিদের শহর, রিক্সার শহর।, বাংলাদেশের প্রবেশদ্বারঃ চট্টগ্রাম বন্দর, উত্তরবঙ্গের প্রবেশদ্বারঃ বগুড়া।
বরিশালঃ বাংলার শস্য ভান্ডার, বাংলার ভেনিস।, পঞ্চগড়ঃ হিমালয়ের কন্যা।, কুয়াকাটা, পটুয়াখালিঃ সাগর কন্যা।, ভোলাঃ সাগর দ্বীপ, কুমিল্লার দুঃখঃ গোমতী, পশ্চিমাবাহিনীর নদীঃ ডাকাতিয়া , বাংলাদেশের “কুয়েত সিটি”: খুলনা অঞ্চল, কক্সবাজারঃ বাংলাদেশের পর্যটন রাজধানী।, সিলেটঃ ৩৬০ আউলিয়ার দেশ।, চট্টগ্রামঃ ১২ আউলিয়ার দেশ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।,
কর্ণফুলীঃ আসামের লুসাই পাহাড়ের লংলেহ, সাঙ্গুঃ আরকান পাহাড়, মাতামহূরীঃ লামার মইভার পর্বত, তিস্তা ও করতোয়াঃ সিকিমের পার্বত্য অঞ্চল, ব্রহ্মপুত্রঃ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকটে মানস সরোবর হ্রদ, যমুনাঃ ময়মনসিংহের দেওয়ানগঞ্জের নিকট ব্রহ্মপুত্র যমুনা নামে দক্ষিণে গেছে, ঢাকাঃ মসজিদের শহর, রিক্সার শহর।, বাংলাদেশের প্রবেশদ্বারঃ চট্টগ্রাম বন্দর, উত্তরবঙ্গের প্রবেশদ্বারঃ বগুড়া।
বরিশালঃ বাংলার শস্য ভান্ডার, বাংলার ভেনিস।, পঞ্চগড়ঃ হিমালয়ের কন্যা।, কুয়াকাটা, পটুয়াখালিঃ সাগর কন্যা।, ভোলাঃ সাগর দ্বীপ, কুমিল্লার দুঃখঃ গোমতী, পশ্চিমাবাহিনীর নদীঃ ডাকাতিয়া , বাংলাদেশের “কুয়েত সিটি”: খুলনা অঞ্চল, কক্সবাজারঃ বাংলাদেশের পর্যটন রাজধানী।, সিলেটঃ ৩৬০ আউলিয়ার দেশ।, চট্টগ্রামঃ ১২ আউলিয়ার দেশ, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।,
(২৩২)ফররুখ আহমেদের রচনা@
কাব্য…সাতসাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহুর্তের
মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল।
(২৩৩)মুনীর চৌধুরীর নাটক@
মুখরা রমণীর শয়ন কক্ষে রূপার কৌটায় রাখা দন্ডকারণ্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারে না।
মুখরা রমণীর শয়ন কক্ষে রূপার কৌটায় রাখা দন্ডকারণ্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারে না।
(২৩৪)দীনবন্ধু মিত্রের নাটক ও প্রহসন
নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে
নিয়ে নীলদর্পণ নাটক দেখতে গেলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।
(২৩৫)জসীমউদ্দিনের কাব্য
হলুদ বরণীর দেশে হাসু ডালিমকুমার, সখিনা
ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে একপয়সার বাঁশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরি
কবর জলে লেখা নকশীকাঁথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালির মা পল্লীজননী রঙ্গিলা
নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।
(২৩৬)Idioms & Phrases
# Bag and Baggage: তল্পিতল্পা সহ
# By and large: মোটামুটি, অধিকাংশে
# Burning issue: ব্যাপক আলোচিত বিষয়
# Black sheep: কুলাঙ্গার
# Bill of fare: মেনু, খাদ্য তালিকা
# Cast aside: বাতিল করা
# Cock and bull story: অসত্য ঘটনা
# Dead Against: ঘোর বিরোধী
# Dead letter: অচল
# Go to the dogs: গোল্লায় যাওয়া
# Bag and Baggage: তল্পিতল্পা সহ
# By and large: মোটামুটি, অধিকাংশে
# Burning issue: ব্যাপক আলোচিত বিষয়
# Black sheep: কুলাঙ্গার
# Bill of fare: মেনু, খাদ্য তালিকা
# Cast aside: বাতিল করা
# Cock and bull story: অসত্য ঘটনা
# Dead Against: ঘোর বিরোধী
# Dead letter: অচল
# Go to the dogs: গোল্লায় যাওয়া
(২৩৭) “ষ্ট্রাইকিং ফোর্স” কি? উঃ নিষিদ্ধ
ঘোষিত পলিথিন ব্যাগ নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান।
(২৩৮) “ভিশন-২০২১” কি? উঃ ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় ১০০০ ডলারে উন্নীত করার ঘোষণা।
(২৩৯) “ভিশন-২০২০” কি? উঃ ২০২০ সালের মধ্যে সশস্ত্রবাহিনীকে সময়োপযোগী করে গড়ে তোলার কর্মসূচি
(২৪০) “অপারেশন ডাল-ভাত” কি? উঃ নায্য মূল্যে ও সঠিক মাপে খোলা বাজারে পণ্য বিক্রির কর্মসূচি।
(২৪১) “অপারেশন সি এঞ্জেল-২” কি? উঃ সিডরে আক্রান্ত দুর্গত মানুষের জন্য জরুরী মার্কিন ত্রাণ কার্যক্রম।
(২৩৮) “ভিশন-২০২১” কি? উঃ ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয় ১০০০ ডলারে উন্নীত করার ঘোষণা।
(২৩৯) “ভিশন-২০২০” কি? উঃ ২০২০ সালের মধ্যে সশস্ত্রবাহিনীকে সময়োপযোগী করে গড়ে তোলার কর্মসূচি
(২৪০) “অপারেশন ডাল-ভাত” কি? উঃ নায্য মূল্যে ও সঠিক মাপে খোলা বাজারে পণ্য বিক্রির কর্মসূচি।
(২৪১) “অপারেশন সি এঞ্জেল-২” কি? উঃ সিডরে আক্রান্ত দুর্গত মানুষের জন্য জরুরী মার্কিন ত্রাণ কার্যক্রম।
(২৪২) “To get out of hand” means: to
get out of control
(২৪৩) He copied my essay word for word
(২৪৪) Correct Spelling: Irresistible
(২৪৫) Hard labour tells upon Health.
(২৪৬) “Out and Out” means: Thoroughly
(২৪৩) He copied my essay word for word
(২৪৪) Correct Spelling: Irresistible
(২৪৫) Hard labour tells upon Health.
(২৪৬) “Out and Out” means: Thoroughly
(২৪৭) সাম্প্রতিকঃ
# “ডেমোক্রেসি ইন ডিসট্রেসঃ দি মিনড হিউম্যানিটি” বাইটি কার লিখা? উত্তরঃ শেখ হাসিনা
# বেগম সুফিয়া কামালের জীবনের উপড় নির্মিত প্রামাণ্য চিত্রের নাম কি? উত্তরঃ অপরাজিতা।
# “বিজয়ের আলো-২” কি? উত্তরঃ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত ভাসমান বিদ্যুৎ কেন্দ্র।
# অপারেশন “ক্লিন ষ্পট” কি? উত্তরঃ মাদক দ্রব্য নির্মুলে পরিচালিত অভিযান।
# দেশের প্রথম কয়লা শোধনাগার কোনটি? উত্তরঃ বিরামপুর হার্ড কোল লিঃ (দিনাজপুর)।
# “ডেমোক্রেসি ইন ডিসট্রেসঃ দি মিনড হিউম্যানিটি” বাইটি কার লিখা? উত্তরঃ শেখ হাসিনা
# বেগম সুফিয়া কামালের জীবনের উপড় নির্মিত প্রামাণ্য চিত্রের নাম কি? উত্তরঃ অপরাজিতা।
# “বিজয়ের আলো-২” কি? উত্তরঃ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত ভাসমান বিদ্যুৎ কেন্দ্র।
# অপারেশন “ক্লিন ষ্পট” কি? উত্তরঃ মাদক দ্রব্য নির্মুলে পরিচালিত অভিযান।
# দেশের প্রথম কয়লা শোধনাগার কোনটি? উত্তরঃ বিরামপুর হার্ড কোল লিঃ (দিনাজপুর)।
# “সোয়াচ আব নো গ্রাউন্ড” খাদটি কোথায়
অবস্থিত? উঃ বঙ্গোপসাগরে।
# ৩০ বছর পর কোন স্থানটি বাংলাদেশ ভারতের কাছ থেকে উদ্ধার করে? উঃ সিলেটের পাদুয়া নামক স্থানটি ১৯৭১ সালে ভারত দখল করে নিয়েছিল, সেটা ২০০১ সালের ১৫ এপ্রিল পুনরুদ্ধার করা হয়।
# আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলাঃ “মেহেরপুর”, বৃহত্তম জেলাঃ “রাঙামাটি”।
# SPARRSO (Space Research and Remote Sensing Organization) কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও। (দেশের একমাত্র ঘুর্ণিঝড় ও দুর্যোগ পূর্বভাস কেন্দ্র, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত)
# ৩০ বছর পর কোন স্থানটি বাংলাদেশ ভারতের কাছ থেকে উদ্ধার করে? উঃ সিলেটের পাদুয়া নামক স্থানটি ১৯৭১ সালে ভারত দখল করে নিয়েছিল, সেটা ২০০১ সালের ১৫ এপ্রিল পুনরুদ্ধার করা হয়।
# আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলাঃ “মেহেরপুর”, বৃহত্তম জেলাঃ “রাঙামাটি”।
# SPARRSO (Space Research and Remote Sensing Organization) কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁও। (দেশের একমাত্র ঘুর্ণিঝড় ও দুর্যোগ পূর্বভাস কেন্দ্র, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত)
(২৪৮) মীর মশাররফ হোসেন এর উপন্যাস:-
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা
উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজি মিয়ার বস্তানীতে রাখলেন।
(২৪৯)শরত্চন্দ্রের গল্পসমূহঃ
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ
ও পরেশ আর এক মেয়ে সতী মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশুন্য।
শরত্চন্দ্রের উপন্যাস মনে রাখার কৌশলঃ
অরক্ষণীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে
বললেন, “চরিত্রহীন দেবদাস পশুর সমান “।
চ- চরিত্রহীন
দেব- দেবদাস, দেনা পাওনা।
দেব- দেবদাস, দেনা পাওনা।
দাস- বিপ্রদাশ
প-পরিণীতা
শু-পণ্ডিতমশাই
র-পথের দাবি
স-পল্লী সমাজ
মা-রামের সুমতি
ন-চন্দ্রনাথ
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা
উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজি মিয়ার বস্তানীতে রাখলেন।
শরত্চন্দ্রের গল্পসমূহ@
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ
ও পরেশ আর এক মেয়ে সতী মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশুন্য।
(২৫০) শতাব্দীর প্রথম দুর্ভিক্ষ কোন দেশে
শুরু হয়? উত্তরঃ সোমালিয়া
(২৫১) জাতিসংঘ কবে সোমালিয়াকে দুর্ভিক্ষ কবলিত ঘোষণা করে? উত্তরঃ ২০ জুলাই, ২০১১।
(২৫২) সাম্প্রতি অনলাইনে পার্লামেন্টে দাবী উত্থাপনের জন্য “ই-পিটিশন” চালু করেছে ব্রিটিশ সরকার।
(২৫৩) দ্যা গার্ডিয়ান মতে যুক্তরাষ্ট্রের ২০১১ সালের সবথেকে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব “মার্ক জুকারবার্গ”
(২৫১) জাতিসংঘ কবে সোমালিয়াকে দুর্ভিক্ষ কবলিত ঘোষণা করে? উত্তরঃ ২০ জুলাই, ২০১১।
(২৫২) সাম্প্রতি অনলাইনে পার্লামেন্টে দাবী উত্থাপনের জন্য “ই-পিটিশন” চালু করেছে ব্রিটিশ সরকার।
(২৫৩) দ্যা গার্ডিয়ান মতে যুক্তরাষ্ট্রের ২০১১ সালের সবথেকে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব “মার্ক জুকারবার্গ”
(২৫৪)Idioms & Phases
# A birds eye view: এক নজরে দেখা
# A castle in the air: অবান্তর কল্পনা
# A far Cry: দূরের বিষয়
# A man of words: এক কথার লোক
# A man of straw: দূর্বল চিত্তের লোক
# A man of letter: পন্ডিত ব্যক্তি
# A sitting duck: সহজ লক্ষ্যবস্তু
# A trying time: কঠিন সময়
# At arms length: নিরাপদ দূরত্বে
# An Apple of discord: বিবাদের মূল
# A birds eye view: এক নজরে দেখা
# A castle in the air: অবান্তর কল্পনা
# A far Cry: দূরের বিষয়
# A man of words: এক কথার লোক
# A man of straw: দূর্বল চিত্তের লোক
# A man of letter: পন্ডিত ব্যক্তি
# A sitting duck: সহজ লক্ষ্যবস্তু
# A trying time: কঠিন সময়
# At arms length: নিরাপদ দূরত্বে
# An Apple of discord: বিবাদের মূল
(২৫৫) HORMUJ PRANALI পৃথক করেছে
IRAN & UAE ; যুক্ত করেছে PERSIAN GULF & OMAN GULF
(২৫৬) Suej khal পৃথক করেছে AFRICA
& ASIA ; যুক্ত করেছে MEDITARIAN SEA & RED SEA
(২৫৭). Pok pranali পৃথক করেছে INDIA
& SRI LANKA ; যুক্ত করেছে INDIAN OCEAN & BAY OF BENGAL
(২৫৮). English channel পৃথক করেছে
France & Britain ; যুক্ত করেছে atlantic sea & north sea
(২৫৯). Panama khal পৃথক করেছে south
america & north america ; যুক্ত করেছে pacific ocean & atlantic ocean
(২৬০) মুসা ইব্রাহিম-কে ঢাকা বিশ্ববিদ্যালয়
কোন এওয়ার্ড প্রদান করে? উত্তরঃ “ব্লু এওয়ার্ড”
(২৬১) বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত বছর? উত্তরঃ ১৫ বছর।
(২৬২) বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্র জাহাজের নাম কি? উত্তরঃ “ষ্টেলা মরিস”।
(২৬৩) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল-২০১০ পান ড. মুহম্মদ ইউনুস
(২৬৪) ১ম বাংলাদেশী হিসাবে ব্রিটেনের রানী কতৃক প্রদত্ত সর্বোচ্চ খেতাব “নাইট” পান ফজলে হাসান আবেদ
(২৬১) বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত বছর? উত্তরঃ ১৫ বছর।
(২৬২) বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রথম সমুদ্র জাহাজের নাম কি? উত্তরঃ “ষ্টেলা মরিস”।
(২৬৩) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল-২০১০ পান ড. মুহম্মদ ইউনুস
(২৬৪) ১ম বাংলাদেশী হিসাবে ব্রিটেনের রানী কতৃক প্রদত্ত সর্বোচ্চ খেতাব “নাইট” পান ফজলে হাসান আবেদ
(২৬৫) SPELLING:
# Accessories # Aggressive # Assessment # Collaboration # Committee
# Curriculum # Embarrassing # Indecision # Miscellaneous # Quarrel
# Accessories # Aggressive # Assessment # Collaboration # Committee
# Curriculum # Embarrassing # Indecision # Miscellaneous # Quarrel
(২৬৬) পর্তুগীজ শব্দ মনে রাখার আরেকটি কৌশল
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি
খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার
করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে
বোমা বানালেন।
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজি মিয়ার বস্তানীতে রাখলেন।
রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজি মিয়ার বস্তানীতে রাখলেন।
(২৬৭) বাংলাদেশের প্রথম সাইবার সিটি “সিলেট”
(২৬৮) আর্সেনিক দূরীকরনের যন্ত্র সনো ফিল্টার আবিষ্কার করেন বাংলাদেশের “প্রফেসর আদুল হুসসাম”। টাইম ম্যাগাজিন উনাকে “গ্লোবাল হিরো” উপাধি দিয়েছে। যুক্ত্রাষ্ট্র তাকে বিশষ সম্মাননা নাগরিকত্ব দেয়।
(২৬৯) “খালিদ বিন ওয়ালিদ” বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ।
(২৭০) “বাইতুল ইজ্জত” দেশের একমাত্র রাইফেলস ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত।
(২৭১) কোন বাংলাদেশী FAO-এর পুরষ্কার এ এইচ বোয়েরমা-২০০৯ পেয়েছেন “শাইখ সিরাজ”#
(২৬৮) আর্সেনিক দূরীকরনের যন্ত্র সনো ফিল্টার আবিষ্কার করেন বাংলাদেশের “প্রফেসর আদুল হুসসাম”। টাইম ম্যাগাজিন উনাকে “গ্লোবাল হিরো” উপাধি দিয়েছে। যুক্ত্রাষ্ট্র তাকে বিশষ সম্মাননা নাগরিকত্ব দেয়।
(২৬৯) “খালিদ বিন ওয়ালিদ” বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ।
(২৭০) “বাইতুল ইজ্জত” দেশের একমাত্র রাইফেলস ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত।
(২৭১) কোন বাংলাদেশী FAO-এর পুরষ্কার এ এইচ বোয়েরমা-২০০৯ পেয়েছেন “শাইখ সিরাজ”#
(২৭২)বংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল
দ্বীপঃ সেন্টমার্টিন (পূর্ব নাম নারিকেল জিঞ্জিরা)
(২৭৩) স্বন্দীপ যে কারণে বিখ্যাতঃ
প্রাচিন আমলে সামদ্রিক জাহাজ তৈরী ও বর্তমানে দেশের সব থেকে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রর জন্য।
(২৭৪) যে দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ চলছেঃ দক্ষিণ তালপট্রি (নিউমুর বা পূর্বাশা নামে ভারতের কাছে পরিচিত ছিল) দ্বীপটি সাতক্ষীরা জেলার হাড়িয়াভাংগা নদীর মোহনায় অবস্তিত।
(২৭১) মনপুরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত (মেঘনা ও বঙ্গোপসগরের সঙ্গমস্থল থেকে ৭.2 মাইল উত্তরে)
(২৭৩) স্বন্দীপ যে কারণে বিখ্যাতঃ
প্রাচিন আমলে সামদ্রিক জাহাজ তৈরী ও বর্তমানে দেশের সব থেকে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রর জন্য।
(২৭৪) যে দ্বীপটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ চলছেঃ দক্ষিণ তালপট্রি (নিউমুর বা পূর্বাশা নামে ভারতের কাছে পরিচিত ছিল) দ্বীপটি সাতক্ষীরা জেলার হাড়িয়াভাংগা নদীর মোহনায় অবস্তিত।
(২৭১) মনপুরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত (মেঘনা ও বঙ্গোপসগরের সঙ্গমস্থল থেকে ৭.2 মাইল উত্তরে)
(২৭২) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপঃ বাংলাদেশ
(২৭৩) বাংলাদেশের বৃহত্তম দ্বীপঃ ভোলা।
(২৭৪) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপঃ সুন্দরবন
(২৭৫) বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপঃ ছেঁড়াদ্বীপ
(২৭৬) নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? উঃ বঙ্গোপসাগরে, হাতিয়া হতে ৯৭ কি মি দক্ষিণে
(২৭৭) নিঝুম দ্বীপ কোণ নদীর মোহনায় অবস্থিত? উঃ মেঘনা।
(২৭৮) নিঝুম দ্বীপ এর পুরাতন নামঃ বাউলার চর।
(২৭৯) বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ “মহেশখালী” (এই দ্বীপে আদিনাথের মন্দির অবস্থিত)
(২৮০)বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? উত্তরঃ কুতুবদিয়া।
(২৭৩) বাংলাদেশের বৃহত্তম দ্বীপঃ ভোলা।
(২৭৪) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপঃ সুন্দরবন
(২৭৫) বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপঃ ছেঁড়াদ্বীপ
(২৭৬) নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? উঃ বঙ্গোপসাগরে, হাতিয়া হতে ৯৭ কি মি দক্ষিণে
(২৭৭) নিঝুম দ্বীপ কোণ নদীর মোহনায় অবস্থিত? উঃ মেঘনা।
(২৭৮) নিঝুম দ্বীপ এর পুরাতন নামঃ বাউলার চর।
(২৭৯) বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ “মহেশখালী” (এই দ্বীপে আদিনাথের মন্দির অবস্থিত)
(২৮০)বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? উত্তরঃ কুতুবদিয়া।
(২৮১) ফরাসী(ফ্রান্স) শব্দ মনে রাখার কৌশল@
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ
ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে।
(২৮২)দেশি শব্দ মনে রাখার কৌশল@
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা
হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।
(২৮৩) ওলন্দাজ শব্দ@
ওলন্দাজরা ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন,
হরতন দিয়ে তাস খেলে।
(২৮৪) ফারসী শব্দ মনে রাখার নিয়ম@
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার
দিনে নামায না পড়ায় বেগম বাদশার কাছে নালিশ করলেন। তাই শুনে বাদশা তাদেরকে দরবারে ডেকে
দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোজখে পাঠালেন।
(285) দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র
কোথায় অবস্হিত ? উত্তর: স্বন্দ্বীপ, চট্টগ্রাম।
(286) জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ? উত্তর: বাংলাদেশ।
(287) বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ? উত্তরঃ ভাটিয়ারি, চট্টগ্রাম।
(288) বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ? উত্তরঃ পতেঙ্গা,চট্টগ্রাম।
(289) বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ? উত্তরঃ ড.শুভ রায় (বাংলাদেশ)
(286) জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ? উত্তর: বাংলাদেশ।
(287) বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ? উত্তরঃ ভাটিয়ারি, চট্টগ্রাম।
(288) বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ? উত্তরঃ পতেঙ্গা,চট্টগ্রাম।
(289) বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ? উত্তরঃ ড.শুভ রায় (বাংলাদেশ)
(290)Idioms & Phases
# A snake in the grass: গোপন শত্রু
# Break Away: দ্রুত পালিয়ে যাওয়া
# Get away with: পলায়ন করা
# Cat’s sleep: ঘুমের ভান করা
# Fight sight of: এরিয়ে চলা
# In a body: সবাই মিলে
# Keep an eye: নজর রাখা।
# Nip in the bud: অঙ্কুরে নষ্ট করা
# Out and out: পুরোপুরি, সম্পূর্ণ।
# throw cold water: নিরুৎসাহিত করা।
# A snake in the grass: গোপন শত্রু
# Break Away: দ্রুত পালিয়ে যাওয়া
# Get away with: পলায়ন করা
# Cat’s sleep: ঘুমের ভান করা
# Fight sight of: এরিয়ে চলা
# In a body: সবাই মিলে
# Keep an eye: নজর রাখা।
# Nip in the bud: অঙ্কুরে নষ্ট করা
# Out and out: পুরোপুরি, সম্পূর্ণ।
# throw cold water: নিরুৎসাহিত করা।
(291) নাসার প্রথম সৌরশক্তি চালিত মানুষ্যবিহীন
নভোযানের নাম কি? উত্তরঃ “জুনো”
(292)থাইল্যান্ড এর প্রথম নারী প্রধানমান্ত্রী কে? উত্তরঃ ইংলাক সিনাওয়াত্রা (৮ আগষ্ট, ২০১১)
(293) সার্ক এর প্রথম মহিলা মহাসচিব কে? উত্তরঃ ফাতিমা দিয়ানা সাঈদ।
(294) “বি ডি আর শপ” কি নামে নতুন ভাবে চালু হয়েছে? উত্তরঃ সমবায় বাজার।
(295) পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সাম্প্রতি বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সহযগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রশন হলো, এই পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তরঃ
(292)থাইল্যান্ড এর প্রথম নারী প্রধানমান্ত্রী কে? উত্তরঃ ইংলাক সিনাওয়াত্রা (৮ আগষ্ট, ২০১১)
(293) সার্ক এর প্রথম মহিলা মহাসচিব কে? উত্তরঃ ফাতিমা দিয়ানা সাঈদ।
(294) “বি ডি আর শপ” কি নামে নতুন ভাবে চালু হয়েছে? উত্তরঃ সমবায় বাজার।
(295) পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সাম্প্রতি বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সহযগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রশন হলো, এই পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তরঃ
(296) রবি ঠাকুরের কিছু প্রথম:
১. কবিতা= হিন্দু মেলা উপহার
২.কাব্যগ্রন্থ=কবি কাহিনি
৩.িউপন্যাস=বউ ঠাকুরাণীর হাট
৪.ছোট গল্প=ভিক্ষারিণী
৫.নাটক=বাল্মিকি প্রতিভা
৬.প্রবন্ধ=বিবিধ প্রসঙ্গ
৭.রচনা=চয়নিকা
২.কাব্যগ্রন্থ=কবি কাহিনি
৩.িউপন্যাস=বউ ঠাকুরাণীর হাট
৪.ছোট গল্প=ভিক্ষারিণী
৫.নাটক=বাল্মিকি প্রতিভা
৬.প্রবন্ধ=বিবিধ প্রসঙ্গ
৭.রচনা=চয়নিকা
(297) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের
নাম কি ? উত্তর: হারমনি এক্সপ্রেস (চীন)
(298) ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর: কুয়াকাটা
(299) সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি? : MV জাহান মনি।
(300) দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্হিত ? উত্তর: স্বন্দ্বীপ, চট্টগ্রাম।
(301) বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর: ড. জামালউদ্দিন (বাংলাদেশ)
(298) ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ? উত্তর: কুয়াকাটা
(299) সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি? : MV জাহান মনি।
(300) দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্হিত ? উত্তর: স্বন্দ্বীপ, চট্টগ্রাম।
(301) বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ? উত্তর: ড. জামালউদ্দিন (বাংলাদেশ)
(302)রাজা রামমোহন রায়ঃ
১৭৭২ সালে হুগলী জেলার তালুকদার পরিবারে তার জন্ম। তিনি ছিলেন সমাজ শিক্ষা ও ধর্ম সংষ্কারক। ** ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।
(303) হিন্দু-ইসলাম-খ্রীষ্ট ধর্ম সার সংক্ষেপ করে একেশ্বরবাদের উপড় ভিত্তি করে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন।
(304) সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ (লর্ড বেন্টিক এর আমলে) ও বিধবা বিবাহের জোর প্রচারণা চলান।
(305) ১৮২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) পাশ করা হলে তিনি তীব্র আন্দোলন করেন।
(306) ১৮৩০ সালে তৎকালীন নাম মাত্র মোঘল বাদশা ২য় আকবর তার দাবি-দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য রামমোহন রায়কে বিলেতে পাঠান। এ সময় তিনি তাকে “রাজা” উপাধি দেন।
(307) পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি কলকাতায় “এংলো হিন্দু” নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
(308) তিনি ১৮৩৩ সালের ২৭ সেপ্টম্বর ইংল্যান্ডের ব্রিষ্টল শহরে মারা যান।
** তার গ্রন্থ সমূহঃ
বেদান্ত গ্রন্থ (১ম), বেদান্ত সার, পথ্য দান [বেদান্ত চন্দ্রিকা লিখেছেন মৃ্ত্যুঞ্জয় বিদ্যালম্কার] ভট্টাচর্যের সহিত বিচার, গোস্বা্মীর সহিত বিচার
প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে এই গ্রন্থটি লিখা হয়েছে।)
১৭৭২ সালে হুগলী জেলার তালুকদার পরিবারে তার জন্ম। তিনি ছিলেন সমাজ শিক্ষা ও ধর্ম সংষ্কারক। ** ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।
(303) হিন্দু-ইসলাম-খ্রীষ্ট ধর্ম সার সংক্ষেপ করে একেশ্বরবাদের উপড় ভিত্তি করে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন।
(304) সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ (লর্ড বেন্টিক এর আমলে) ও বিধবা বিবাহের জোর প্রচারণা চলান।
(305) ১৮২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) পাশ করা হলে তিনি তীব্র আন্দোলন করেন।
(306) ১৮৩০ সালে তৎকালীন নাম মাত্র মোঘল বাদশা ২য় আকবর তার দাবি-দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য রামমোহন রায়কে বিলেতে পাঠান। এ সময় তিনি তাকে “রাজা” উপাধি দেন।
(307) পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি কলকাতায় “এংলো হিন্দু” নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
(308) তিনি ১৮৩৩ সালের ২৭ সেপ্টম্বর ইংল্যান্ডের ব্রিষ্টল শহরে মারা যান।
** তার গ্রন্থ সমূহঃ
বেদান্ত গ্রন্থ (১ম), বেদান্ত সার, পথ্য দান [বেদান্ত চন্দ্রিকা লিখেছেন মৃ্ত্যুঞ্জয় বিদ্যালম্কার] ভট্টাচর্যের সহিত বিচার, গোস্বা্মীর সহিত বিচার
প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে এই গ্রন্থটি লিখা হয়েছে।)
(309) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
সর্বপ্রথম বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাক টিকেট প্রকাশ করে কোন
দেশ? উত্তরঃ যুক্ত্ররাষ্ট্র।
(310) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বাংলাদেশের বাইরে কোন দেশ প্রথম স্মৃতিসৌধ নির্মাণ করে?
উত্তরঃ অষ্ট্রেলিয়া (মেলবোর্ন)।
(311) জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে ১৯৮৭ সালে
(310) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বাংলাদেশের বাইরে কোন দেশ প্রথম স্মৃতিসৌধ নির্মাণ করে?
উত্তরঃ অষ্ট্রেলিয়া (মেলবোর্ন)।
(311) জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়েছে ১৯৮৭ সালে
(312) কিছু প্রশ্নোত্তর--
১. প্রশ্ন: Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়? উত্তর:
B2G
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ- উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে? উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়– উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি? উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়– উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস? উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে? উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে? উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে? উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ- উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়? উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়? উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়? উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ- উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে? উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ– উত্তর: Global Positioning System
৪১. প্রশ্ন: অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে। উত্তর: HTC
৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে – উত্তর: Bandwith
৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত। উত্তর: ১
৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত – উত্তর: কক্সবাজার
৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ? উত্তর: ৫
৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন – উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় – উত্তর: ২০০৫ সালে
৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা – উত্তর: বাড়াতে হয়
৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে – উত্তর: Back end
৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় – উত্তর: নেটিজেন
২. প্রশ্ন: COD এর পূর্ণরূপ- উত্তর: Cash on Delivery
৩. প্রশ্ন: Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে? উত্তর: Lawrence J. Ellison
৪. প্রশ্ন: কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?
উত্তর: দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
৫. প্রশ্ন: সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়– উত্তর: WAN-এ
৬. প্রশ্ন: WiMAX এর পূর্ণরূপ কি? উত্তর: Worldwide Interoperability for Microwave Access
৭. প্রশ্ন: কোনটি 3G Language নয়– উত্তর: Machine Language/Assembly Language
৮. প্রশ্ন: wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে? উত্তর: IEEE 802.11
৯. প্রশ্ন: LinkedIn কি ধরনের সার্ভিস? উত্তর: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
১০. প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে? উত্তর: ২০
১১. প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে? উত্তর: ৮০-৯০
১২. প্রশ্ন: দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে? উত্তর: ই- পুর্জি
১৩. প্রশ্ন: COD এর পূর্ণরূপ- উত্তর: Cash on Delivery
১৪. প্রশ্ন: বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়? উত্তর: ২০১১-১২
১৫. প্রশ্ন: Twitter -এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়? উত্তর: ১৪০
১৬. প্রশ্ন: কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? উত্তর: Leap Frog এর মাধ্যমে
১৭. প্রশ্ন: রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়? উত্তর: কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
১৮. প্রশ্ন: BSA পূর্ণরূপ- উত্তর: Business Software Alliance
১৯. প্রশ্ন: তথ্য প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা আগামী ২-৩ বছরে কীরূপ হবে? উত্তর: দ্বিগুন
২০. প্রশ্ন: GPS এর পূর্ণরূপ– উত্তর: Global Positioning System
৪১. প্রশ্ন: অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে। উত্তর: HTC
৪২. প্রশ্ন: প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে – উত্তর: Bandwith
৪৩. প্রশ্ন: Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত। উত্তর: ১
৪৪. প্রশ্ন: বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত – উত্তর: কক্সবাজার
৪৫. প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ? উত্তর: ৫
৪৬. প্রশ্ন: Man এর উৎকৃষ্ট উদাহরন – উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
৪৭. প্রশ্ন: ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় – উত্তর: ২০০৫ সালে
৪৮. প্রশ্ন: দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা – উত্তর: বাড়াতে হয়
৪৯. প্রশ্ন: সংরক্ষিত ডেটাবেজকে বলে – উত্তর: Back end
৫০. প্রশ্ন: ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় – উত্তর: নেটিজেন
সমাপ্ত-
৫৬তম পর্ব দেখুন
Md.Izabul
Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
01716508708, izabulalam@gmail.com
No comments:
Post a Comment