BOU

Monday, December 17, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে-(৫৮তম পর্ব)


. ৪০তম বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-(৫৮তম পর্ব)
(১০০% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(২০১৮ সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-সংগ্রহে রাখুন, কাজে লাগবে)
 (ক) সাম্প্রতিক
০১|| ICC(আন্তর্জাতিক অপরাধ আদালত) এর সদরদপ্তর কোথায় অবস্থিত? => নেদারল্যান্ডের হেগ শহরে।
০২|| মিয়ানমারের সামরিক বাহিনির সর্বাধিনায়ক ও সেনাপ্রধান জেনারেল কে? =>মিন অং হ্লাইং
০৩|| প্রথমবারের মতো কোন দেশের সেনাপ্রধানকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়?=>মিয়ানমারের মিন অং হ্লাইং
০৪|| বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশের নাম কী?=>উত্তর কোরিয়া(৯ অক্টো.২০০৬)
০৫|| "Vostok 2018 বা প্রাচ্য ২০১৮"কী?=>রাশিয়া ও চীনের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সামরিক মহড়া।
০৬|| মালদ্বীপের বর্তমান ও ৭ম প্রেসিডেন্টের নাম কী?=>ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
০৭|| কারবালার যুদ্ধ হয়েছিল কত সালে?=> ১০অক্টো.৬৮০ সালে।
০৮|| ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী?=> ২২তম (১৩তম প্রেসিডেন্ট আরিফুর রেহমান আলভি)
০৯|| ইউরোপীয় ব্যাংক EBRD এর বর্তমান সদস্য কতটি?=>৬৯টি।
১০|| এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর বর্তমান সদস্য দেশ কতটি?=> ৬৮টি(সর্বশেষ সুদান)
১১|| BIMSTEC এর সদস্য দেশ কতটি?=>৭টি।
১২|| BIMSTEC কোন ধরনের জোট?=> অর্থনৈতিক জোট।
১৩|| BIMSTEC এর সর্বশেষ বা ৪র্থ শীর্ষ সম্মেলন হয় কোন দেশে?=> নেপালের কাঠমান্ডুতে।
১৪|| BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান কে?=> শ্রীলংকার মাইথ্রিপালা সিরিসেনা।
১৫|| ভারতে কতটি বিমানবন্দর রয়েছে?=> ১০০টি(সর্বশেষ সিকিমের পাকইয়ং)
১৬|| জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ ও ৭ম মহাসচিব কে ছিলেন?=> ঘানার কফি আনান(২০০৭ সালে নোবেল পান)
১৭|| কফি আনানের একমাত্র আত্মজীবনীর নাম কী?=> A Life in War and Peace.
১৮|| বঙ্গবন্ধু "জুলিও কুরি"পুরস্কার পান কবে?=>১০ অক্টোবর ১৯৭২ সালে।
১৯|| বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করছে কোন দেশ?=> চীন।
২০|| বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য কোন দেশের?=>ভারতের(স্ট্যাচু অফ ইউনিটি)
২১|| কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে?=> ১৪৯২ সালের ১২ অক্টোবরে।
২২|| মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত সালে "এক্সিকিউটিভ ম্যানসন"কে "হোয়াইট হাউজ"নামকরণ করেন?=>১২ অক্টোবর ১৯০১ সালে।
২৩|| মানব উন্নয়ন সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?=>১৩৬তম(১ম নরওয়ে)
২৪|| বিশ্বের সবচেয়ে অলস দেশ ও পরিশ্রমী দেশের নাম কী?=> কুয়েত - উগান্ডা
২৫|| দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অলস ও পরিশ্রমী দেশ কোনটি?=>নেপাল, অলস ভারত।
২৬|| বিশ্বে অতি ধনীর সংখ্যা দ্রুত বাড়ছে কোন দেশে?=> বাংলাদেশে(২৫০ কোটি টাকার উপরে যাদের সম্পদ তারাই অতিধনী)
২৭|| তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কত সালে মারা যায়?=>১৩ অক্টোবর ২০০২ সালে।
২৮|| পূর্ব বাংলার নাম পরিবর্তন করে কত সালে পূর্ব-পাকিস্তান রাখা হয়?=> ১৪অক্টোবর ১৯৫৫ সালে।
২৯|| সেন্ট হেলেনা দীপে নেপোলিয়ানকে কত সালে নির্বাসন দেওয়া হয়?=> ১৫ অক্টোবর ১৮১৫ সালে।
৩০|| "ফারসি বিপ্লবের মহানায়ক"বলা হয় কাকে?=>নেপোলিয়ান বোনাপার্টকে।
 (খ) আন্তর্জাতিক বিষায়াবলি:
লীগ অব নেশনস গঠিত হয় = 1919 সালে।
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় = 24 অক্টোবর 1945 সালে।
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা = 193
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো = IDA
"ব্রেটন উডস ইনস্টিটিউট" যে সহযোগিতা বুঝায় = আইএমএফ ও বিশ্বব্যাংক।
GATT এর পরিবর্তিত রূপ = WTO (1995 সালে)
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহায়তা করে = UNDP
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য = আটটি।
OIC প্রতিষ্ঠিত হয় = 1969 সালে।
জোট নিরপেক্ষ প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় = বেলগ্রেড।
কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা = 53
ইউরো মুদ্রা চালু হয় = 1লা জানুয়ারি 1999
গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত = উন্নয়ন।
ওপেক প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন = ভেনিজুয়েলা।
সার্ক প্রতিষ্ঠিত হয় = 8 ডিসেম্বর 1985
BIMSTEC যে ধরনের প্রতিষ্ঠান = অর্থনৈতিক।
রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন = হেনরি ডুরান্ট।
রেডক্রস প্রতিষ্ঠিত হয় = 9 ফেব্রুয়ারি 1863 সালে ।
আরবিস কি = উড়ন্ত চক্ষু হাসপাতাল।
IUCN এর কাজ হলো বিশ্বব্যাপি = প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
(গ) সংগঠন
G - 8 :-= প্রতিষ্ঠিত হয় 15 নভেম্বর 1975 সালে। সদস্য সংখ্যা 7.
D -8 :-= 15 জুন 1997 সালে। সদরদপ্তর তুরস্কে। সদস্য সংখ্যা 8.
ADB:- = Asian Development Bank. প্রতিষ্ঠিত হয় 1966 সালে। সদরদপ্তর ম্যালিনা - ফিলিপাইন। সদস্য সংখ্যা 67.
IDB :- = Islamic Development Bank. প্রতিষ্ঠিত হয় 20 অক্টোবর 1975 সালে। সদরদপ্তর জেদ্দা - সৌদিআরব। সদস্য সংখ্যা 56.
IMF :- = International Monetary Fund. প্রতিষ্ঠিত হয় 1944 সালের 1 - 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত 45টি দেশের প্রতিনিধিদলের অংশ গ্রহনে গৃহীত হয়। আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় 27 ডিসেম্বর 1945 সালে। কার্যক্রম শুরু হয় 1লা মার্চ 1947 সালে। সদরদপ্তর ওয়াশিংটন ডিসি - যুক্তরাষ্ট্র।
APEC :- Asia Pacific Economic co-operation .প্রতিষ্ঠিত হয় 6 নভেম্বর 1989 সালে । সদরদপ্তর সিঙ্গাপুর। সদস্য সংখ্যা 21.
G - 77 :- প্রতিষ্ঠিত হয় 15 জুন 1964 সালে। সদস্য সংখ্যা 134
G - 20 :- প্রতিষ্ঠিত হয় 1999 সালে। সদস্য সংখ্যা 23.
CIRDAP :- প্রতিষ্ঠিত হয় 6 জুলাই 1979 সালে। সদরদপ্তর ঢাকা চামেলী হাউজ। সদস্য সংখ্যা 15.
OPEC :- Organisation of the petroleum Exporting Counties. প্রতিষ্ঠিত হয় 14 ডিসেম্বর 1960 সালে। সদরদপ্তর ভিয়েনা - অস্ট্রিয়া। সদস্য সংখ্যা 12.
ASEAN :- Association of South East Asian Nations. প্রতিষ্ঠিত হয় 8 ই আগস্ট 1967 সালে। সদরদপ্তর জার্কাতা - ইন্দোনেশিয়া। সদস্য সংখ্যা 10.
SAARC :- South Asian Association For Regional Co-Operation. প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1985 সালে।সদরদপ্তর কাঠমুন্ডু নেপাল। সদস্য সংখ্যা 8.
ECO :- Economic Co-operation Organisation. প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সদরদপ্তর তেহরান - ইরান। সদস্য সংখ্যা 10.
BENELUX:- প্রতিষ্ঠিত হয় 1958 সালে । সদরদপ্তর ব্রাসেলস - বেলজিয়াম। সদস্য সংখ্যা 3.
SAPTA :- South Asian Free Trade Area. প্রতিষ্ঠিত হয় 11 এপ্রিল 1993 সালে। সদরদপ্তর ঢাকা। সদস্য সংখ্যা 8

(ঘ) আঞ্চলিক ও রাজনৈতিক জোট
আরব লীগ:-প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1945 সালে। সদরদপ্তর কায়রো - মিশর। সদস্য সংখ্যা 22
CIS :- Commonwealth of Independent State. প্রতিষ্ঠিত হয় 8 ডিসেম্বর 1991 সালে। সদরদপ্তর মিনস্ক - বেলারুশ। সদস্য সংখ্যা 11.
EU :- ইউরোপীয় ইউনিয়ন। প্রতিষ্ঠিত হয় 1993 সালে। সদরদপ্তর ব্রাসেলস - বেলজিয়াম। সদস্য সংখ্যা 28.
AU :- African Union. প্রতিষ্ঠিত হয় 9 জুলাই 2002. সদরদপ্তর আদ্দিবা আবারা - ইথিওপিয়া। সদস্য সংখ্যা 54.
GCC :- Gulf Co-operation Council. উপসাগরীয় সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় 25 মে 1981 সালে। সদরদপ্তর রিয়াদ - সৌদিআরব। সদস্য সংখ্যা 6

Top of Form

(ঙ) আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?  উঃ ভারত।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ? 
উঃ ভুটান।
প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? উঃ ১৬ আগষ্ট, ৭৫।
প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?  উঃ ইরাক।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?  উঃ সুদান।
প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?  উঃ ১৯৮৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?  উঃ ৪১ তম।
প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?  উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?  উঃ ৩২ তম।
প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?  উঃ পাকিস্তান।
প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?  উঃ ১ মার্চ ২০০০।
প্রশ্ন: ফোবানা কি ?  উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?  উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?  উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?  উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?  উঃ ১৩৬ তম।
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?  উঃ ভারত।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?  উঃ ভুটান।
প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? উঃ ১৬ আগষ্ট, ৭৫।
প্রশ্ন: আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?  উঃ ইরাক।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?  উঃ সুদান।
প্রশ্ন: বাংলাদেশকে কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?  উঃ ১৯৮৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?  উঃ ৪১ তম।
প্রশ্ন: জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?  উঃ হুমায়ন রশিদ চৌধুরী।
প্রশ্ন: বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?  উঃ ৩২ তম।
প্রশ্ন: বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?  উঃ পাকিস্তান।
প্রশ্ন: কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?  উঃ ১ মার্চ ২০০০।
প্রশ্ন: ফোবানা কি ?  উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের একটি বেসরকারী সংগঠন।
প্রশ্ন: বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?  উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
প্রশ্ন: বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?  উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।
প্রশ্ন: ও, আই, সি একমাত্র কারিগরী ইন্সটিটিউট কোথায় স্থাপন করা হয়েছে ?  উঃ ঢাকায়। Islamic Institute Of Technology (IIT)
প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?  উঃ ১৩৬ তম।
(চ) উপনিবেশিক শাসন 
প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ? উঃ পর্তুগীজরা।
প্রশ্ন: পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ? উঃ ১৪৯৮ সালে।
প্রশ্ন: ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ? উঃ ১৪৮৭ সালে।
প্রশ্ন: পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ? উঃ ১৫৮০ সালে।
প্রশ্ন: পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে? উঃ ওলন্দাজরা।
প্রশ্ন: ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন? উঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।
প্রশ্ন: বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক? উঃ পেড্রো আলভারেজ কাব্রাল।
প্রশ্ন: ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে? উঃ ১৬৬৮ সালে।
প্রশ্ন: কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়? উঃ ১৬৬৪ সালে।
প্রশ্ন: কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়? উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়? উঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
প্রশ্ন: বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে? উঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গর্ভনর কাউন্ট লালী পরাজিত হন।
প্রশ্ন: উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে? উঃ ইন্দোনেশিয়ায়।
প্রশ্ন: প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়? উঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে? উঃ সুরাটে।
প্রশ্ন: কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে? উঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল? উঃ ফোর্ট উইলিয়াম।
প্রশ্ন: মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে? উঃ ১৬৬০ সালে।
প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? উঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।
প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে? উঃ ১৬৮৬ সালে।
প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন? উঃ ২০ জুন ১৭৫৬।
প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়? উঃ ১৭৫৬ সালে।
প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে? উঃ ০২ জানুয়ারী ১৭৫৭।
প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।
প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন? উঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে? উঃ ১৭৬৪ সালে।
প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়? উঃ ১৭৬৭ সালে।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়? উঃ নবাবের।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন? উঃ ওয়ারেন হেষ্টিংস।
প্রশ্ন: নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন? উঃ ওয়ারেন হেষ্টিংস।
প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন? উঃ ১৭৭২ সালে।
প্রশ্ন: চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
প্রশ্ন: ছিয়াত্তরের মম্বন্তর কখন হয়েছিল? উঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।
প্রশ্ন: পঞ্চাশের মম্বন্তর কখন হয়েছিল? উঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।
প্রশ্ন: ‘অন্ধ কূপ হত্যাকান্ড’ কখন সংগঠিত হয়েছিল? উঃ ১৭৫৬ সালে।
প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন? উঃ ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে? উঃ ১৬৯০ সালে।
প্রশ্ন: বর্গী নামে কারা পরিচিতি ছিল? উঃ মারাঠারা।
প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন? উঃ মীর কাসিম।
প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়? উঃ বক্সারে।
প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে? উঃ ১৭৬৪ সালে।
প্রশ্ন: ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ বা ‘রেগুলেটিং এ্যাক্ট’ পাশ হয় কখন? উঃ ১৭৭৩ সালে।
প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক? উঃ ওয়ারেন হেষ্টিংস।
প্রশ্ন: পাঁচশালা বন্দোবস্তের কে প্রর্বতক করেন? উঃ ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক? উঃ লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন: সতীদাহ প্রথার বিলোপ সাধন কে কখন করেন? উঃ লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
প্রশ্ন: উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন? উঃ লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন: বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন? উঃ লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।
প্রশ্ন: উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ কে, কোন সালে চালু করেন ? উঃ লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন? উঃ লর্ড ক্যানিং।
প্রশ্ন: উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে ও কোথায় সংঘটিত হয়? উঃ ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।
প্রশ্ন: সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন? উঃ মায়ানমারে।
প্রশ্ন: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত? উঃ মায়ানমারে।
প্রশ্ন: আহসান মঞ্জিল কে কত সালে প্রতিষ্ঠা করেন? উঃ নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।
প্রশ্ন: কবে কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? উঃ ১৯০৪ সালের ১৪ ফেব্রম্নয়ারী, লর্ড কার্জন।
প্রশ্ন: কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়? উঃ ১৮৬৪ সালে।
প্রশ্ন: পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম কি ছিল? উঃ ভিক্টোরিয়া পার্ক।
প্রশ্ন: কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়? উঃ হল্যান্ড।
প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল? উঃ লর্ড মাউন্ট ব্যাটন।
প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ? উঃ পর্তুগীজরা।
প্রশ্ন: পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ? উঃ ১৪৯৮ সালে।
প্রশ্ন: ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে ? উঃ ১৪৮৭ সালে।
প্রশ্ন: পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে ? উঃ ১৫৮০ সালে।
প্রশ্ন: পর্তুগ্রীজদের পর কারা বানিজ্যের জন্য বাংলায় আসে? উঃ ওলন্দাজরা।
প্রশ্ন: ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ কারা, কবে গঠন করেন? উঃ ওলন্দাজগণ, ১৬০২ সালে।
প্রশ্ন: বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তৃগ্রীজ নাবিক? উঃ পেড্রো আলভারেজ কাব্রাল।
প্রশ্ন: ফরাসিরা কখন বাংলায় বানিজ্য করতে আগমন করে? উঃ ১৬৬৮ সালে।
প্রশ্ন: কোন সালে ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়? উঃ ১৬৬৪ সালে।
প্রশ্ন: কোন সালে ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়? উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায়? উঃ ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
প্রশ্ন: বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে? উঃ ইংরেজ সেনাপতি আয়ারকুটের নিকট ফরাসি গর্ভনর কাউন্ট লালী পরাজিত হন।
প্রশ্ন: উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বানিজ্য স্থাপন করে? উঃ ইন্দোনেশিয়ায়।
প্রশ্ন: প্রথম কর্ণাট যুদ্ধ কবে, কার মধ্যে সংঘটিত হয়? উঃ ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে? উঃ সুরাটে।
প্রশ্ন: কে শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে? উঃ ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল? উঃ ফোর্ট উইলিয়াম।
প্রশ্ন: মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে? উঃ ১৬৬০ সালে।
প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন? উঃ ইংরেজ কর্মচারী জন চার্নক।
প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমন করে? উঃ ১৬৮৬ সালে।
প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে নবাব সিরাজু্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন? উঃ ২০ জুন ১৭৫৬।
প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়? উঃ ১৭৫৬ সালে।
প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে? উঃ ০২ জানুয়ারী ১৭৫৭।
প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উঃ ২৩ শে জুন, ১৭৫৭ সালে।
প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন? উঃ ১৭৩৩ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে? উঃ ১৭৬৪ সালে।
প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর কে ছিল? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন কে করেন? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয়? উঃ ১৭৬৭ সালে।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়? উঃ নবাবের।
প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়? উঃ লর্ড ক্লাইভ।
প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন? উঃ ওয়ারেন হেষ্টিংস।
প্রশ্ন: নিলাম সুত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন? উঃ ওয়ারেন হেষ্টিংস।
প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন? উঃ ১৭৭২ সালে।
প্রশ্ন: চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উঃ লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
প্রশ্ন: ছিয়াত্তরের মম্বন্তর কখন হয়েছিল? উঃ ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।
প্রশ্ন: পঞ্চাশের মম্বন্তর কখন হয়েছিল? উঃ ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।
প্রশ্ন: ‘অন্ধ কূপ হত্যাকান্ড’ কখন সংগঠিত হয়েছিল? উঃ ১৭৫৬ সালে।
প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন? উঃ ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে? উঃ ১৬৯০ সালে।
প্রশ্ন: বর্গী নামে কারা পরিচিতি ছিল? উঃ মারাঠারা।
প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন? উঃ মীর কাসিম।
প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটি
Top of Form
প্রশ্ন:উন্নত জাতের টমেটো – মানিক, রতন, বাহার ।
প্রশ্ন:উন্নত জাতের কলা – অমৃত সাগর, মেহের সাগর, সবরী, বলাকা ।
প্রশ্ন: উন্নত জাতের তরমুজ – পদ্মা ।
প্রশ্ন: উন্নত জাতের পেপে – শাহিন ।
প্রশ্ন: গ্রীন হাউস সৃষ্ঠিকারী গ্যাস – কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড ।
 প্রশ্ন:ভিটামিন ডি এর প্রধান উৎস – মাছের যকৃতের তেল ।
প্রশ্ন: আয়োডিনের প্রধান উৎস – সামুদ্রিক মাছ, পেঁয়াজ, রসুন ।
প্রশ্ন:জীব দেহের গঠন ও কাজের একক – কোষ ।
প্রশ্ন:হ্যাপ্লয়েড কোষ বলা হয় – জনন কোষকে ।
প্রশ্ন:অবস্থান ও কাজ অনুযায়ী জীব কোষকে প্রধানত ২ প্রকার – (১) দেহ কোষ ও (২) জনন কোষ ।
প্রশ্ন:একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত – (১) কোষ প্রাচীর ও (২) প্রোটোপ্লাজম ।
প্রশ্ন:প্লাস্টিড বা বর্ণাধার তিন প্রকার – (১) ক্লোরোপ্লাস্ট, (২) ক্রোমোপ্লাস্ট ও (৩) লিউকোপ্লাস্ট ।
প্রশ্ন: কন্যা সন্তান জন্ম হওয়ার পেছনে জেনেটিক্যাল ভূমিকা নেই – মায়ের ।
প্রশ্ন: ভাইরাস অর্থ – বিষ ।
প্রশ্ন:মানুষের দেহ কোষে অটোজোম থাকে ২২ জোড়া ও সেক্সক্রোমোজোম থাকে ১ জোড়া ।
প্রশ্ন: ডাইবেটিসের জন্য উপকারী শৈবাল – স্পিরুলিনা ।
প্রশ্ন: ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকে – ব্যাপন ।
প্রশ্ন:শতকরা ৮০-৯০ ভাগ প্রস্বেদন ঘটে – পত্ররন্ধের মাধ্যমে ।
প্রশ্ন: শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা – পাতা ।
প্রশ্ন:সালোকসংশ্লেষণের দুটি পর্যায় – (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায় ।
প্রশ্ন:শ্বসন দুই প্রকার – (১) সবাত শ্বসন ও (২) অবাত শ্বসন ।

(ছ) সর্বশেষ আপডেটকৃত ১৪টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য
১. অভিবাসী গন্তব্যে শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র 

২. বিভিন্ন দেশে অভিবাসী বসবাসের দিক থেকে শীর্ষ দেশ:- ভারত (বাংলাদেশ:- ৫ম)
৩. রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ:- ভারত (বাংলাদেশ:- ৯ম)
৪. অস্ত্র বিক্রিতে শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র
৫. করবান্ধব দেশের তালিকায় শীর্ষ দেশ:- আরব আমিরাত ও কাতার। (বাংলাদেশ:-১৫২তম)
৬. তথ্য ও যোগযোগ প্রযুক্তি (ICT) উন্নয়ন সূচক - তালিকায় শীর্ষ দেশ:- আইসল্যান্ড; সর্বনিম্ন দেশ:- ইরিত্রিয়া। (বাংলাদেশ:-১৪৭তম)
৭. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ:- ইরাক; সর্বনিম্ন দেশ:- জাম্বিয়া। (বাংলাদেশ:-২১তম)
৮. ব্র্যান্ড ভ্যালু তালিকায় শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র; সর্বনিম্ন দেশ:- সাইপ্রাস। (বাংলাদেশ:- ৪৪তম)
৯. WIPO এর ১৯১তম সদস্য দেশ:- পূর্ব তিমুর
১০. জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ:- ইথিওপিয়া (বাংলাদেশ:- ২য়)
১১. ৭ম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট (২৪ অক্টোবর-১৫ নভেম্বর) ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে
১২. ১২তম বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে ইংল্যান্ড & ওয়েলসে অনুষ্ঠিত হবে 
১৩. ১৩তম বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে
১৪. ৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে।
(জ)
বাংলাদেশের জাতীয় দিবস- ২৬মার্চ
বাংলাদেশের “গেরিলা” ছবিটি সম্প্রতি
“কোলকাতা ফিল্ম ফেস্টিভাল” পুরস্কার লাভ করে
আপীল বিভাগের মোট বিচারক ১১জন
ইন্টারনেট চালুর বছর ১৯৬৯
”শূন্যপুরাণ” রচনা করেছেন- রামাই পন্ডিত
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ৪৬.৫মিটার
”অপরাজেয় বাংলা” উদ্বোধন করা হয় ১৬ডিসেম্বর ১৯৭৯
I cannot ____ to pay such high prices. (afford)
জসীমউদদীনের “কবর” কবিতাটি # কল্লোল পত্রিকায় ১ম প্রকাশিত হয়
”রাইফেল রোটি আওরাত” উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা
সুইডেনের মুদ্রার নাম ক্রোনা
সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫সালে
INFRINGE means – Transgress
EQUIVOCAL means -Mistaken
ILLUSIVE means – Not certain
”বঙ্গদর্শন” পত্রিকা ১ম প্রকাশিত হয় ১৮৭২ সালে
”Bottom line” means – The essential point
”Syntax” means – Sentence building
নামিবিয়ার রাজধানী – উইন্ডহুক
(ঝ) সাম্প্রতিক তথ্য
1. সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন— লুসি হল্ট।
2. পেরুর নতুন প্রেসিডেন্ট— মার্টিন ভিজকারা।
3. current per capita income =1752 & GDP=7.65
4. ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়— ৬ মার্চ ২০১৮।
5. স্টিফেন হকিং মৃত্যুবরন করেন— ১৪ মার্চ ২০১৮।
6. বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উর্ত্তীণ হয়— ১৬ মার্চ ২০১৮।
7. পুলিশের নতুন আইজিপি— ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
8. ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন— ১৮ জন।
9. 12march us bangla air crush.
10. 16 march CDP declaration of development country.
11. 4g started in BD— 19 February 2018.
12. Jute polybag made by— Mobarak ahmad khan.
13. President of Maldives— Abdulla Yamin.
14. Russian president elected for Six years— Putin.
15. বাংলা চ্যানেল জয়ী প্রথম বাংলাদেশি নারী— Mitu Aktar.
16. Formar president of Brazil— Lula da silava in Prison.
17. Space station Tiangong-1 made by— China crushed in north Pacific ocean.
18. The name “East Gouta” & “Duma” is located— Syria.
19. দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহ।
20. জাতীয় ভোটার দিবস— ১ মার্চ।
21. দেশের প্রথম নারী প্রোগ্রামার— শাহেদা মুস্তাফিজ।
22. সুখি দেশের তালিকায় বাংলাদেশ— ১১৫ তম (ফিনল্যান্ড ১ম & বুরুন্ডি শেষ)।
23. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান— ৬২ তম।
24. সম্প্রতি মঙ্গলগ্রহে পৌছানো ”মঙ্গলযান” প্রেরনকারী দেশ— ভারত।
25. নিদাহাস ট্রপি চ্যাম্পিয়ন— ভারত।
26. রানার্সআপ—- বাংলাদেশ।
27. প্লেয়ার অফ দ্য সিরিজ— ওয়াসিংটন সান্দার।
28. বাংলাদেশকে হারায় ফাইনালে— ৪ উইকেটে।
29. স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে— ১৪মার্চ, ২০১৮ (৭৬ বছর)।
30. নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত— US Bangla Airline, Model 211.
31. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম— নেপাল।
32. দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম— সিরিল রামাফোসা।
33. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ— সোমালিয়া।
34. ২০১৮ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোথায়— গোলকোষ্ট, অস্ট্রেলিয়া।
35. সন্ধি, ণত্ব-ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? => ধ্বনিতত্ত্বে।
36. "গবাক্ষ"কোন ধরনের সন্ধি? => নিপাতনে সিদ্ধ ( তাছাড়া প্রৌঢ়, কুলটা,মার্তণ্ড,অন্যান্য, শুদ্ধোদন ইত্যাদি নিপাতনে সন্ধি)
37. ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী? ®=> তোষামুদে।
38. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে "না" কোন অর্থে ব্যবহৃত হয়েছে? => প্রশ্নবোধক অর্থে
39. পাবক শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?=> অগ্নি
40. "মৃন্ময়ী" রবীন্দ্রনাথের কোন বিখ্যাত ছোটগল্পের নায়িকা?=> সমাপ্তি ছোটগল্পের।
41. "তুমি যাও" এটা কোন ধরনের বাক্য=> অনুজ্ঞা।
42. নিচের কোনটি সঠিক? => পথেরদাবীউপন্যাস (শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস)
43. আত্মঘাতি বাঙালি কার রচিত গ্রন্থ? ®=> নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
44.| "চতুরঙ্গ" পত্রিকার সম্পাদক কে ছিলেন? => হুমায়ুন কবির
45. শশী ও কুমুদ চরিত্র দুটি কোন উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র? => পুতুল নাচের ইতিকথা (মানিক বন্দ্যোপাধ্যায়)
46. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? => সাধু ভাষায়
47. রাত্রির সমার্থক নয় নিচের কোনটি? => বারিদ নোট রমজান
48. ব্রজবুলি হলো কোন ধরনের ভাষা? ®=>কৃত্রিম সাজিত্যিক ভাষা বা মৈথিলি ভাষার একটি উপভাষা।
49. অভিধানে আগে বসবে নিচের কোনটি? => চাঁটি শব্দটি।
50. নিচের কোনটি রবীন্দ্রনাথের রচনা?®=> চতুরঙ্গ(উপন্যাস)
51. ঢাক্ ঢাক্ গুড় গুড় বাগধারার অর্থ কী? =>গোপন রাখার প্রয়াস
52. অব্যয় বিশেষণের উদাহরণ কোনটি? =>ধিক্ তারে শত ধিক্ নির্লজ্জ যে জন।
53. নিচের কোনটি প্রত্যয়ান্ত শব্দ? ®=>পিপাসা
54. কোনটির তিনটা বানানই শুদ্ধ? মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ।
55. আবোল তাবোল কার কার রচিত শিশুতোষ কবিতা?=> সুকুমার রায়ের।
56. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?=>উইলিয়াম কেরী
57.প্রত্যয়গতভাবে শুদ্ধ নিচের কোনটি? ®=>উৎকর্ষতা
58. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য নিচের কোনটি? => অন্তমিল থাকেনা
59.বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? => ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
60. সংশয় এর বিপরীত শব্দ কোনটি? ®=> প্রত্যয়
61.  গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
=>নজরুলের জীবন-বন্দনা কবিতার লাইন
(সমাপ্ত-৫৯তম পর্ব দেখুন)
         Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
                    01716508708, izabulalam@gmail.com




No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU