BOU

Sunday, December 16, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে-(৫৭তম পর্ব)


. ৪০তম বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর-(৫৭তম পর্ব)
(১০০% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-


Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

                                                 খুবই গুরত্বপূণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর

০১) বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী? => ৩০৫৩ দিন।
০২)বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি? => ২৭টি।
০৩) মোট উৎপাদনরত এমন গ্যাসক্ষেত্র কতটি? => ১৯টি
০৪) উৎপাদনরত মোট কূপের সংখ্যা কতটি? => ১১০টি।
০৫) রূপপুর নদীবন্দর ঘোষণা করা হয় কবে? => ১৭ জুলাই,২০১৮।
০৬) বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি?=> ৫৯৮টি।
০৭) ঐতিহাসিক ""রোজ গার্ডেন""কোথায় অবস্থিত?=> টিকাটুলি, ঢাকা।
০৮) পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের আসন সংখ্যা কত? => ৩৪২টি(সাধারণ ২৭২টি এবং সংরক্ষিত ৭০টি-নারী ৬০,অমুসলিম-১০)
০৯) ভারতের প্রথম নারী বিচারপতির নাম কী? => ফাতিমা বেগম।
১০) ১৪ আগস্ট ১৮ পর্যন্ত কতটি ভাষায় উইকিপিডিয়া চালু হয়েছে?=> ৩০২টি(১০টি নিষ্কৃয়)
১১) চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? => ৩০-৩১ আগস্ট ২০১৮;নেপালের কাঠমুন্ডুতে।
১২) মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশের নাম কী? => যুক্তরাষ্ট্র।
১৩) মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?=> জাপান।
১৪) ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে? => সৌদি আরব(২৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার)
১৫) ২০১৮ সালে বন্দর সুবিধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? => ১০০তম।
১৬) বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি? => ৮টি
১৭) BAC(Bangladesh Acrediation Council) কোন মন্ত্রণালয়ের অধিনে? => শিক্ষা মন্ত্রণালয়ের।
১৮) বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী'র আরবি ভাষায় অনুবাদ করেন কে? => মো:দিবাজাহ (ফিলিস্তিন)
১৯) দেশে বর্তমানে নদী বন্দর কতটি? => ৩২টি(সর্বশেষ রূপপুর নদী বন্দর)
২০) দেশের ৩১তম নদী বন্দরেরর নাম কী ছিল? => দাউদ কান্দি বাউশিয়া। (পোস্ট তৈরি রমজান)
২১) দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? => ৪২ট(সর্বশেষ শেখ হাসিনা বিশ্ব:বি:)
২২) ৩০ জুলাই ২০১৮, কোন ব্যাংকটি ৫৮তম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত হয়? =>প্রবাসী কল্যাণ ব্যাংক।
২৩) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলভুক্ত) ব্যাংক কতটি? =>৩টি।
২৪) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলবহির্ভূত) ব্যাংক কতটি? =>৪টি।
২৫) ৩ আগস্ট ২০১৮ কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়? => কলম্বিয়া।
২৬) কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? => ইভান ডিউকি।
২৭) ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের নতুন নামকরণ কী করা হচ্ছে? => বাংলা।
২৮) জাতীসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন(UNCTAD) এর বর্তমান সদস্য সংখ্যা কত? => ১৯৫টি(সর্বশেষ ফিলিস্তিন)
২৯) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(IOM) এর বর্তমান সদস্য দেশ কতটি? => ১৭২টি।
৩০) ২০১৯ সালে ১১তম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? => ব্রাজিলে।
৩১) বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী? =>চীন
৩২) বিশ্বে আমদানিতে শীর্ষ দেশের নাম কী? => যুক্তরাষ্ট্র।
৩৩) কৃষিপণ্য রপ্তানাতে শীর্ষ দেশ কোনটি? => যুক্তরাষ্ট্র(আমদানিতে চীন)
৩৪) লোহা ও ইস্পাত রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ কোনটি? => চীন ও যুক্তরাষ্ট্র।
৩৫) বস্ত্র রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ ২টির নাম কী? => চীন ও যুক্তরাষ্ট্র।
৩৬) বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? => চতুর্থ।
৩৭) পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ দুটির নাম কী? => চীন ও যুক্তরাষ্ট্র।
৩৮) পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? => ২য়।
৩৯) বাংলাদেশের টেস্ট ভেন্যু কতটি? => ৮টি(৮ম সিলেট আন্ত:স্টেডিয়াম)
৪০) ১৪তম এশিয়াকাপ ক্রিকেট কবে শুরু হবে? => ১৫-২৮ সেপ্টেম্বর-২০১৮)
৪১) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক (OHCHR) প্রথম নারী ও বর্তমান হাইকমিশনারের নাম কী?
=> চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলেট(২০১৮-২২)
৪২) "In a Free State"উপন্যাসটির লেখক কে? => ভিএস নাইপল(এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার পান)
৪৩) সাহিত্যে নোবেল জয়ী ভিএস নাইপল কবে মারা যান? =>১১ আগস্টে(১৭ আগস্ট,১৯৩২-২০১৮)
৪৪) বিশ্ব হাতি বা আন্ত:যুব দিবস ও বিশ্বমানবতা দিবস কবে? => ১২ আগস্ট ও ১৯ আগস্টে।
৪৫) বসবাসের জন্য ১৪০টি দেশের মধ্যে সবচেয়ে ভালো শহর কোনটি? => ভিয়েনা
৪৬) বসবাসের জন্য ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের ঢাকার অবস্থান কত? => ১৩৯তম(১৪০তম দামেস্ক)
৪৭) SDG'র লক্ষ্য মাত্রা অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ তামাকমুক্ত দেশ হবে? => ২০৪০ সালের(বর্তমানে তামাক সেবনকারী ৩ কোটি ৮ লাখ)
৪৮) বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কী? => কাসপিয়ান সাগর।
৪৯) "কপোতাক্ষের হাসি-কান্না" উপন্যাসটির লেখক কে? =>অভিবাসী চিত্তরঞ্জন দাস
৫০) শাইখ সিরাজ নির্মিত নায়ক রাজ-রাজ্জাকের উপর ৯০মিনিটের তথ্যচিত্রের নাম কী? => রাজাধিরাজ রাজ্জাক।
পোস্ট প্রণয়নে রমজান__
৫১) "কালো মেঘের ভেলা"কার রচিত উপন্যাস? => নির্মেলেন্দু গুণের(সম্প্রতি এই শিশুতোষ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করছে তারই মেয়ে মৃত্তিকা গুণ)®®
৫২) "অপারেশন জ্যাকপট"কার নির্মিত চলচ্চিত্র? => গিয়াসউদ্দিন সেলিমের।
৫৩) (৩০-৩১ আগস্টে ২০১৮) কাঠমুন্ডুতে অনুষ্ঠিত BIMSTEC সম্মেলনটি কততম? => ৪র্থ।
৫৪) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট কোন দেশের? => জাপান ও সিঙ্গাপুরের(১৮৯টি দেশে)
৫৫) বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট কোন দেশের? => আফগানিস্তান ও ইরাক(৩০টি দেশে)
৫৬) বন্দর সুবিধায় শীর্ষদেশ কোনটি? =>জার্মানি(১৬৭টির মধ্যে)
৫৭) বন্দর সুবিধায় বাংলাদেশ কততম? =>১০০তম(১৬৭টির মধ্যে)
৫৮) নারীদের জন্য বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহর কোনটি? => ভারতের রাজধানী নয়াদিল্লী।
৫৯) সড়কে সুবিধাবঞ্চিতদের তালিকায় শীর্ষদেশ___? => ইথিওপিয়া(বাংলাদেশ ৪ নম্বরে)
৬০) হযরত শাহজালাল(র) আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়? => ৪ সেপ্টেম্বর ১৯৮০ সালে।
৬১) গণিতের নোবেল বলা হয় কোনপুরস্কারকে? => ফিল্ড মেডেলকে(২০১৮ ৩ জন পান)
৬২) এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে? => ম্যাগসেসে পুরস্কারকে(এ বছর ৬ জন)
৬৩) Google Inc প্রতিষ্ঠা করেন কারা? => লেরি পেইজ ও সার্গেই ব্রিন (৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে)
৬৪) বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতিটি কত ফুট উঁচু? => ৪৩ ফুট(ঢা.বির পাঠাগার সংলগ্নে)
৬৫) বঙ্গবন্ধুর জেলজীবনের উপর লেখা "৩০৫৩ দিন" বইটিতে কত সালের ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরা হয়?
=> ১৯৬৬-১৯৬৮ সাল পর্যন্ত।
৬৬) বঙ্গবন্ধুর উপর "মহামানবের দেশ" গল্প অবলম্বনে কতটি কাহিনি চিত্র নির্মাণ করা হয়? => ৫টি।
৬৭) বিশ্বের অবহেলিত মানুষের "মা"খ্যাত মাদার তেরেসা কবে মারা যান? => ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে।
৬৮) বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রথম কতটি স্থানকে নদীবন্দর ঘোষণা করা হয়েছিল? => ৬টি(বর্তমানে ৩২টি)
৬৯) কতটি পণ্য পাটে ব্যবহার বাধ্যতামূলক? => ১৯টি।
৭০) দেশের প্রথম গ্রিন শিপইয়ার্ড কোথায়? => চট্টগ্রামে।
৭১) ২৩ জুন ১৯৪৯ আওয়ামীলীগ দল গঠনের স্থান "রোজ গার্ডেন" কত বিঘা জমিতে বাগান বাড়িটি? => ২২ বিঘা।
৭২) পাকিস্তানের আইন সভার নাম কী? =>মজলিশ-ই-শূরা(উচ্চ কক্ষকে বলে সিনেট নিম্ন কক্ষকে বলে জাতীয় পরিষদ।
৭৩) পাকিস্তানের উচ্চকক্ষ ও নিম্নকক্ষেরর আসন কত ও মেয়াদ কত বছর? => উউচ্চকক্ষ১০৪টি মেয়াদ ৩ বছর,নিম্ন-৩৪২ মেয়াদ ৫ বছর।
৭৪) যুক্তরাষ্ট্রের রাজধানী "ওয়াশিংটন ডিসি" নামকরণ করা হয় কত সালে? =>৯ সেপ্টেম্বর ১৭৯১ সালে।
৭৫) ২০১৮ সাল পর্যন্ত পবিত্র কুরআন শরীফ কতটি ভাষায় অনূদিত হয়? => ৬১টি।
৭৬) জাতিসংঘের প্রায় কত শতাংশ দেশ স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়? => ৭০%
৭৭) বিশ্বের প্রথম অর্ধডুবন্ত জাদুঘর কোন দেশ তৈরি করছে? => মালদ্বীপ।
৭৮) ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস(২০২০) কোন দেশ আয়োজন করবে? => জাপান।
৭৯) জাপানে ছোট-বড় মিলিয়ে কতটি মসজিদ আছে? => ২০০টি।
৮০) বিশ্বের উচ্চতম কৃত্রিম ঝরনা কোন দেশ তৈরি করেছে? => চীন(উচ্চতা ৩৯৭ফুট)
৮১) "ফিলিপাইন"শব্দের অর্থ কী? =>মরু জাতির দেশ
৮২) কতটি দ্বীপ নিয়ে ফিলিপাইন গঠিত ও এর আয়তন কত? =>৭,১০০টি।আয়তন ৩ লক্ষ বর্গ.কি.
(২য় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম-১১%)
৮৩) ফিলিপাইনের বর্তমান রাজধানী কোথায়? =>ম্যানিলা।
৮৪) "মরো বা মুর" কী? => অতীতর স্পেন ও পর্তুগালের মুসলমানদের "মুর"বলা হতো।
৮৫) মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি কোন দেশে অবস্থিত? => ফিলিপাইনে(২য় বৃহত্তম দ্বীপ দ্বীপটির ৯৮ ভাগ মুসলমান)
৮৬) ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট কে? =>রদ্রিগো দুতার্তে
৮৭) কার নাম অনুসারে ফিলিপাইনের নামকরণ করা হয়েছে? => স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের।
৮৮) ফিলিপাইন কোন দেশ থেকে কত সালে স্বাধীনতার স্বীকৃতি পায়? => ১৯৪৬ সালে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে।
৮৯) ফিলিপাইনের নতুন মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলের নাম কী? =>বাংসামরো
৯০) পরমাণু বোমার চেয়ে গণবিধ্বংসী, ভয়ংকর ভয়াবহ নতুন অস্ত্রের নাম কী? =>(Electromagnetic Pulse-EMP) বা বজ্রপাত অস্ত্র।
৯১) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? => ইউরি বোরিশভ
৯২) NRC এর পূর্ণরূপ কী? => জাতীয় নাগরিক পুঞ্জিকরণ(আসাম)
৯৩) "মোমো"কী? => ব্লু হোয়েলের মতো নতুন আতঙ্ক সুইসাইড গেইম(মোমো একটি পাখির নাম।সেই পাখির ভয়াল চিত্রই মোমো)
৯৪) কোন গ্রহে সম্প্রতি বিজ্ঞানীরা ২০ কি.মি.জুড়ে তরল পানির আধার থাকার প্রমাণ পেয়েছে? => লাল গ্রহ নামে পরিচিত মঙ্গলগ্রহে।
৯৫) "মার্সিস"কী? => মঙ্গলগ্রহের পৃষ্ঠে পাঠানো একধরনের রাডার যন্ত্র।
৯৬) হিজরি সন কে কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন? > নবীজী হিজরতের ১৭ বছর পর উমার ফারুক (রাঃ) ৬২২ খ্রিস্টাব্দে হিজরি সন প্রবর্তন করেন।
৯৭) ২০১৮ ফুটবল বিশ্বকাপে মোট কতটি গোল হয়েছিল? => ১৬৯টি(সেরা গোল আর্জেন্টিনার বিপক্ষ ফ্রান্সের বেঞ্জামিন পাভার্দের)
৯৮) বাংলাদেশের সরকারি কর্ম কমিশন,সুপ্রিমকোর্ট ও হাইকোর্টেরর বিচারপতি,মহা-হিসাব নিরীক্ষকদের অবসরের বয়স কত?
=> ৬৫ বছর।
৯৯) আইসিসি(ICC)ট্রফিতে প্রথম বাংলাদেশি অধিনায়ক কে? =>রকিবুল হাসান(১৯৭৯)
১০০) বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? => লাইবেরিয়ায়(২০০৮)
১০১) আলাস্কা ক্রয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর করে কবে? => ৩০ মার্চ,১৮৬৭ সালে।
১০২) পণ্যের নামের পাশে ® ও TM লেখা থাকে কেন? => ® দ্বারা নিবন্ধিত ও TM দ্বরা অনিবন্ধিত বোঝানো হয়।
১০৩) প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু হয় কত সালে? =>২৮ সেপ্টেম্বর,২০০২ সালে।
১০৪) প্রাচীনকালে গৌড় জনপদের অংশ ছিল কোন অঞ্চলগুলো? =>মালদহ,মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান, ও চাপাইনবাবগঞ্জ।
১০৫) প্রাচীনতম জনপদের নাম কী? =>"পুণ্ড্র"
১০৬). অভিবাসী গন্তব্যে শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র 
১০৭). বিভিন্ন দেশে অভিবাসী বসবাসের দিক থেকে শীর্ষ দেশ:- ভারত (বাংলাদেশ:- ৫ম)
১০৮) রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ:- ভারত (বাংলাদেশ:- ৯ম)
১০৯) অস্ত্র বিক্রিতে শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র
১১০) করবান্ধব দেশের তালিকায় শীর্ষ দেশ:- আরব আমিরাত ও কাতার। (বাংলাদেশ:-১৫২তম)
১১১) তথ্য ও যোগযোগ প্রযুক্তি (ICT) উন্নয়ন সূচক - তালিকায় শীর্ষ দেশ:- আইসল্যান্ড; সর্বনিম্ন দেশ:- ইরিত্রিয়া। (বাংলাদেশ:-১৪৭তম)
১১২) বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ:- ইরাক; সর্বনিম্ন দেশ:- জাম্বিয়া। (বাংলাদেশ:-২১তম)
(১১৩). ব্র্যান্ড ভ্যালু তালিকায় শীর্ষ দেশ:- যুক্তরাষ্ট্র; সর্বনিম্ন দেশ:- সাইপ্রাস। (বাংলাদেশ:- ৪৪তম)
(১১৪) WIPO এর ১৯১তম সদস্য দেশ:- পূর্ব তিমুর
(১১৫) জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ:- ইথিওপিয়া (বাংলাদেশ:- ২য়)
(১১৬) ৭ম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট (২৪ অক্টোবর-১৫ নভেম্বর) ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে
(১১৭) ১২তম বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে ইংল্যান্ড & ওয়েলসে অনুষ্ঠিত হবে 
(১১৮) ১৩তম বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে
(১১৯)  ৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে।
(১২০) (আগস্ট-২০১৮)-পর্ব-১
১. বর্তমান দেশে বীরঙ্গনাদের সংখ্যা- ২৩১
২. বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত নতুন চর- বিহঙ্গ চর(১৫০ একর আয়তন)
৩. দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে - ৬টি।
৪. ডিএমপি'র ৫০তম থানা হিসে 'হাতিরঝিল' যাত্রা শুরু করে ৭জুলাই ২০১৮
৫. ৬টি থানা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ(RMP) যাত্রা শুরু করে।
৬. বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসেবে e-passport যুগে প্রবেশ করতে যাচ্ছে। এতে ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার আছে।
৭. ১৬ জুলাই "প্রবাসী কল্যাণ ব্যাংক" তফসিলভুক্ত হওয়ার। বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক ৫৮টি। রাষ্ট্রীয়খাতের তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা নয়।
৮. রপ্তানি আয় ২০১৭-১৮:
রপ্তানি আয়য়ঃ ৩,৬৬৬.৮১ মার্কিন ডলার
রপ্তানি আয়ে প্রবৃদ্ধিঃ ৫.৮১%
সবচেয়ে বেশি রপ্তানি খাতে আয়- তৈরি পোশাক, ২য় চামড়াজাত, ৩য় পাটজাত।
বাংলাদেশ বেশি রপ্তানি করে- যুক্তরাষ্ট্রে
৯. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এ পর্যন্ত ৩৩টি মামলায় মোট ৭১জনের অভিযুক্তের সাজা হয়।
১০. NFC = Near Field Communication
১১. ২০২০-২১ মুজিব বর্ষ পালন কররা হবে ।
১২. ১৫ আগষ্ট ২০@৮ বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী।
১৩. গোল্ডেন ম্যান বুকার পুরষ্কার লাভ করেন- মাইকেল ওন্দাৎজ(The English Patient)
১৪. ২০১৮ নজরুল পদক পুরস্কার পান- শাহীন সামাদ ও সুমন চৌধুরী।
১৫. চাষকৃত মাছ উৎপাদনে শীর্ষ ৫ দেশ- ১. চীন ২. ভারত ৩. ইন্দোনেশিয়া ৪. ভিয়েতনাম ৫. বাংলাদেশ
১৬. মাছ রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
১৭. মিঠা পানির মাছ উৎপাদনে- বাংলাদেশ ৩য়।
১৮. মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এর নতুন মহাসচিব- কুমি নাইডু।
১৯. ন্যাটোর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় ১১-১২ জুলাই। ব্রাসেলস, বেলজিয়াম।
২০. BSMSTEC এর ৪র্থ শীর্ষ সম্মেলন হবে নেপালের কাঠমান্ডুতে।
২১. "যা ইচ্ছা তাই" আত্মজৈবনিকমূলক সংকলনটি ফেরদোসী মজুমদারের।
২২. "দৃপ্ত শপথ" হলি আর্টিজন বেকারিতে হামলায় নিহত পুলিশের স্মরণে গুলশানে নির্মিত ভাস্কর্য। ভাস্কর -মৃণাল হক।
২৩. নাটোর শহরে বঙ্গবন্ধুর ২টি ম্যুরাল নির্মাণ করা হয়।
২৪. বিশ্বের সবচেয়ে দারিদ্র্য দেশ - নাইজেরিয়া। ২য় - ভারত।
২৫. বাংলাদেশে চরম দারিদ্র্যের সংখ্যা ১ কোটি ৬৭ লক্ষ। মোট জনসংখ্যার ১০.৫%
কারেন্ট অ্যাফেয়ার্স (আগস্ট -২০১৮)
পর্ব- ২
১. বনভূমির পরিমাণঃ
FAO এর তথ্যমতে বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ- ১৩.৫%
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মতে - ১৭.৬২%
২. বিশ্বে গড়ে ২০% প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। কিন্তু বাংলাদেশে হার ৫৮%
৩. ১২ জুলাই প্রথমবারের মতো খলসে মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করে বাংলাদেশ মৎস গবেষণা ইনিষ্টিটিউট।
৪. বাংলাদেশ মৎস গবেষণা ইনিষ্টিটিউট থেকে এ পর্যন্ত ১৮টি বিলুপ্তপ্রায় প্রজাতির পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল উদ্ভাবন করা হয়েছে।
৫. সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় - ৮জুলাই ২০১৮ (১০ সংসদের, ২১তম অধিবেশনে)
৬. একাদশ সংসদ থেকে পরবর্তী ২৫ বছর নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে।
৭. সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ পরিবর্তন করা হয়।
৮. রোমানিয়ায় ৫৯তম গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ পদক লাভ করে - আহমেদ জাওয়াদ চৌধুরী।
৯. ইরানের তেহরানে অনুষ্ঠিত ২৯তম জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ পক্ষে প্রমথবারের মত ব্রোঞ্জ পদক লাভ করে- অদ্বিতীয় নাগ।
১০. কমনওয়েলথ এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। (২ বছরের জন্য)
১১. ৬১তম কমনওয়েলথ এর "পয়েন্ট অব লািট" পুরস্কার লাভ করে শারমিন সুলতানা।
১২. ইসরাইলকে "ইহুদি জনগণের রাষ্ট্র" ঘোষণা করা হয় - ১৯জুলাই, ২০১৮।
হিব্রুকে জাতীয় ভাষা এবং আরবিকে বিশেষ ভাষার মর্যাদা দেওয়া হয়।
সম্পূর্ণ জেরুজালেমকে ইসরাইলের রাজধাণী হিসেবে স্বীকৃতি প্রদান করে।
১৩. ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প -পুতিন বৈঠক করে- ১৬জুলাই,২০১৮
১৪. বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ইউরোপীয় ইউনিয়ন ও জাপান- ১৭জুলাই, ২০১৮
১৫. CPTPP 'র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় - জাপানের টোকিওতে। # গোলাম মোর্শদে #
১৬. জাতিসংঘেরর বৈশ্বিক অভিবাসন চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায় - ২ডিসেম্বর ২০১৭
১৭. এশিয়ার শীর্ষ ধনী - মুকেশ আম্বানি, ভারত(রিলায়েন্স গ্রুপ) ২য় জ্যাক মা, চীন(আলিবাবা গ্রুপ)
১৮. আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে ।
১৯. পাকিস্তানেরর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৫ জুলাই।
২০. সম্প্রতি পাকিস্তান চীন থেকে দু'টো স্যাটেলাইট উৎক্ষেপণ করেন।
২১. বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
২২. দুই দেশের মধ্যে শান্তিচুক্তি করে- ইথিওপিয়া ও ইরিত্রিয়া।
২৩. কিউবার নতুন সংবিধান পরিবর্তনে দেশটি সাম্যবাদ থেকে সমাজতান্ত্রিক পথে হাঁটতে শুরু করে।
২৪. তুরস্কে প্রধানমন্ত্রীর পথ বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৪ হুলাই, ২০১৮ এখন থেকে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী।
২৫. তুরস্কে ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়য়- এরদোগান।
২৬. মালয়েশিয়া "জাকির নায়য়েক" কে নাগরিকত্ব প্রদান করে
২৭. OPEC 'র সদস্যা এখন ১৫টি। সর্বশেষ সদস্য- কঙ্গো প্রজাতন্ত্র।
আরব সদস্য দেশ ৭টি।
অ-আরব সদস্য দেশ ৮টি।
২৮. COMESA' র সদস্য সংখ্যা - ২১। সর্বশেষ সদস্য- তিউনিসিয়া ও সোমালিয়া।
নতুন ও প্রথম নারী মহাসচিব - জাম্বিয়ার চিলিসে এনপুন্ড।
২৮. OECD'র সদস্য- ৩৬ টি। সর্বশেষ- লিথুনিয়া।
২৯. IOM এর নততুন মহাপরিচালক - অ্যান্টোনিও ভিটোরিনা।
৩০. বিশ্বের বৃহত্তম অর্থনেতিক দেশ- ১. যুক্তরাষ্ট্র ২. চীন ৩. জাপান ৪. জার্মানি ৫. যুক্তরাজ্য ৬. ভারত ৭. ফ্রান্স।
৩১. বিশ্বের সববচেয়ে বড় মোবাইল কারখানা চালু হয়- ভারতে(স্যামসাং)
 (121) বিখ্যাত প্রণালী সমূহ
 ১. পক- (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং- (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩. জিব্রাল্টার-(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪. ফ্লোরিডা- (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫. মালাক্কা- ( সুমিত্রা মালির মালা)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬. হরমুজ- (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব- ( লোহা এল আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮. ডোভার- ( UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯. বসফোরাস- (ইউরেশিয়া BOSS ) ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০. পানামা খাল- (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
(122) বাংলাদেশের ভৌগলিক অবস্থান
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?  উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?  উঃ ৯০ তম।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?  উঃ বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?  উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?  উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?  উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?  উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:
প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?  উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?  উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?  উঃ ৩৭.৫০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ?  উঃ ২০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত? উঃ ৮ মিটার।
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?  উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?  উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?  উঃ ১৫৫ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?  উঃ ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?  উঃ ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?  উঃ ৪,১৫৬ কিঃমিঃ।(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ)
প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত?  উঃ ৬.৫ কিলোমিটার।(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি)
প্রশ্ন: ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?  উঃ ১৬ মে, ১৯৭৪।
প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?  উঃ ২৭১ কিঃমিঃ।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?  উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?  উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?  উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ?  উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়।
প্রশ্ন: দহগ্রামের আয়তন কত ?  উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ?  উঃ ৫১ টি।
প্রশ্ন: বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত?  উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার।
প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ?  উঃ ১১১টি। লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২ টি।
প্রশ্ন: ভারতের মধ্যে বাংলাদেশী ছিটমহলগুলোর আয়তন কত?  উঃ ৭১১০.০২ একর।
প্রশ্ন: তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে ?  উঃ বেরুবাড়ী।
প্রশ্ন: তিনবিঘা করিডরের পরিমাপ কত?  উঃ ১৭৮ মিটার ও ৮৫ মিটার।
প্রশ্ন: কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয়?  উঃ ২৬ জুন, ১৯৯২।
প্রশ্ন: লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?  উঃ ৮০ মাইল।
প্রশ্ন: আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ?  উঃ খাগড়াছড়ি জেলায়।
প্রশ্ন: “চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত ?  উঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ?  উঃ টেকনাফ।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি ?  উঃ তেতুলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর কোনটি ?  উঃ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি ? উঃ থানচি।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?  উঃ শ্যামনগর।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ক্ষূদ্রতম থানা (আয়তনে)?  উঃ লালবাগ।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি ?  উঃ গারো পাহাড়।
প্রশ্ন: লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?  উঃ কুমিল্লা।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?  উঃ তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?  উঃ কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার।
প্রশ্ন: দুবলার চর কোথায় অবস্থিত ?  উঃ নোয়াখালী।
প্রশ্ন: কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ?  উঃ ভোলা জেলায়।
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?  উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত ?  উঃ ফেনী জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি ?  উঃ চলনবিল।
প্রশ্ন: চলনবিল কোথায় অবস্থিত ? উঃ পাবনা ও নাটোর জেলায়।
প্রশ্ন: তামাবিল কোথায় অবস্থিত?  উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি ?  উঃ হাকালুকি হাওর।
প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত?  উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ?  উঃ মাধবকুন্ড জলপ্রপাত।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ?  উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ?  উঃ মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় ?  উঃ ২৫০ ফুট।
প্রশ্ন: বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের সাথে?  উঃ ভারত ও মায়ানমারের সাথে।
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?  উঃ ৫ টি (পশ্বিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)
প্রশ্ন: কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়?  উঃ টারশিয়ারী যুগে। প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোনটি?
উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে?  উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে ?  উঃ দুই ভাগে।
প্রশ্ন: বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায়-?  উঃ ২৪,১৪০ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহৃত হয়?  উঃ জিরো পয়েন্টে উভয় দিকে ৪৫০ ফুট পর্যন্ত জমি।
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?  উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?  উঃ ৯০ তম।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?  উঃ বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?  উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?  উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?  উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?  উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:
প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?  উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?  উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?  উঃ ৩৭.৫০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ?  উঃ ২০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত?  উঃ ৮ মিটার।
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?  উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?  উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?  উঃ ১৫৫ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?  উঃ ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?  উঃ ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?  উঃ ৪,১৫৬ কিঃমিঃ।(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ)
প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত?
উঃ ৬.৫ কিলোমিটার।(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি)
প্রশ্ন: ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?  উঃ ১৬ মে, ১৯৭৪।
প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?  উঃ ২৭১ কিঃমিঃ।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?  উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?  উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?  উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ?  উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়।
প্রশ্ন: দহগ্রামের আয়তন কত ?  উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ?  উঃ ৫১ টি।
প্রশ্ন: বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত?  উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার।
প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ?  উঃ ১১১টি। লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২ টি।
প্রশ্ন: ভারতের মধ্যে বাংলাদেশী ছিটমহলগুলোর আয়তন কত?  উঃ ৭১১০.০২ একর।
প্রশ্ন: তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে ?  উঃ বেরুবাড়ী।
প্রশ্ন: তিনবিঘা করিডরের পরিমাপ কত?  উঃ ১৭৮ মিটার ও ৮৫ মিটার।
প্রশ্ন: কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয়?  উঃ ২৬ জুন, ১৯৯২।
প্রশ্ন: লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?  উঃ ৮০ মাইল।
প্রশ্ন: আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ?  উঃ খাগড়াছড়ি জেলায়।
প্রশ্ন: “চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত ?  উঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ?  উঃ টেকনাফ।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি ?  উঃ তেতুলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর কোনটি ?  উঃ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি ?  উঃ থানচি।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?  উঃ শ্যামনগর।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ক্ষূদ্রতম থানা (আয়তনে)?  উঃ লালবাগ।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি ?  উঃ গারো পাহাড়।
প্রশ্ন: লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?  উঃ কুমিল্লা।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?  উঃ তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?  উঃ কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার।
প্রশ্ন: দুবলার চর কোথায় অবস্থিত ?  উঃ নোয়াখালী।
প্রশ্ন: কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ?  উঃ ভোলা জেলায়।
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?  উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত ?  উঃ ফেনী জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি ?  উঃ চলনবিল।
প্রশ্ন: চলনবিল কোথায় অবস্থিত ?  উঃ পাবনা ও নাটোর জেলায়।
প্রশ্ন: তামাবিল কোথায় অবস্থিত?  উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি ?  উঃ হাকালুকি হাওর।
প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত?  উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ?  উঃ মাধবকুন্ড জলপ্রপাত।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ?  উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ?  উঃ মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় ?  উঃ ২৫০ ফুট।
প্রশ্ন: বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের সাথে?  উঃ ভারত ও মায়ানমারের সাথে।
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?  উঃ ৫ টি (পশ্বিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)
প্রশ্ন: কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়?  উঃ টারশিয়ারী যুগে।
প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোনটি?  উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে?  উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে ?  উঃ দুই ভাগে।
প্রশ্ন: বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায়-?  উঃ ২৪,১৪০ বর্গ কিঃমিঃ।
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহৃত হয়?  উঃ জিরো পয়েন্টে উভয় দিকে ৪৫০ ফুট পর্যন্ত জমি।
(সমাপ্ত-৫৮তম পর্ব দেখুন)
Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com



No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU