Thursday, December 13, 2018

বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞাণের প্রশ্নোত্তর-(৫৪তম পর্ব)


বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ সকল চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞাণের প্রশ্নোত্তর-(৫৪তম পর্ব)

BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক সর্বশেষ সাধারণ জ্ঞান।
------------------------ ------------------------------------ 
1.১৭ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ম্লাদিমির পুতিন প্রথমবারের মতাে বৈঠক করেন কোথায়? উত্তর : হেলসিংকি, ফিনল্যান্ড।
2.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর: ১১৫তম
3.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর: ডেনমার্ক
4.২০১৮ সালের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর: সােমালিয়া
5.২০১৮ সালের গােল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে? উত্তর: মাইকেল ওন্দাৎজ
6.২০১৮ সালের ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) প্রথম বাংলাদেশি হিসেবে, স্বর্ণপদক লাভ করে কে? উত্তর: আহমেদ জাওয়াদ চৌধুরী
7.৫ জুলাই ২০১৮ কোন দেশ OECD’র ৩৬তম সদস্যপদ লাভ করে? উত্তর: লিথুয়ানিয়া
8.COMESA’র নতুন মহাসচিব কে? উত্তর: চিলিসে এমপুণ্ডু কাপওয়াপে (জাম্বিয়া)
9.COMESA’র বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর: ৩৬টি
10.OPEC’র বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর: ১৫টি
11.অর্থনৈতিক সহযােগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর: ৩৬টি
12.অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব কে? উত্তর: ঝুমি নাইডু
13.আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নতুন মহাপরিচালক কে? উত্তর: অ্যান্টোনিও ভিটারিনাে (পর্তুগাল)
14.ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত এ যুদ্ধ সমাপ্তির ঘােষণা দেয়া হয় কবে? উত্তর : ৯ জুলাই ২০১৯
15.ইসরাইলকে ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করে দেশটির পার্লামেন্টে আইন পাস হয় কবে?
উত্তর: ১৯ জুলাই ২০১৮
16.কোন উপন্যাসের জন্য গােল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়? উত্তর: The English Patient
17.জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশােধনী পাস হয়েছে? উত্তর: ১৭টি
18.জাতীয় সংসদে সংবিধান (সপ্তদশ সংশােধন) বিল ২০১৮ পাস হয় কবে? উত্তর: ৮ জুলাই ২০১৮
19.ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান থানার সংখ্যা কতটি? উত্তর: ৫০টি
20.দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি? উত্তর: প্রবাসী কল্যাণ ব্যাংক
21.প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট কে? উত্তর: মারিও আন্দো বেনিয়েজ
22.বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযােদ্ধার সংখ্যা কত? উত্তর: ৫০টি
23.বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংক কতটি? উত্তর: ৯টি
24.বর্তমানে মােট প্রাকৃতিক ঐতিহ্য কতটি? উত্তর : ২০৯টি।
25.বর্তমানে মােট সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? উত্তর : ৮৪৫টি।
26.বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মােট কতটি স্থান রয়েছে? উত্তর: ১,০৯২টি।
27.মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট কে? উত্তর: আন্দ্রেজ ম্যানুয়েল লােপেজ ওরাডর
28.যুক্তরাজ্যের বর্তমান BREXIT মন্ত্রী কে? উত্তর: ডমিনিক রাব

Recent General Knowledge : বাজেট ২০১৮

29..২০১৮-১৯ সালের বাজেট কত তম? উত্তর: ৪৮ তম
30.২য় সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? উত্তর: শিক্ষা ও প্রযুক্তি খাত, ৬৭,৯৩৫ কোটি টাকা (১৪.৬%)
31.GDP প্রবৃদ্ধি কত? উত্তর: ৭.৮%
32.Projected মাথাপিছু আয় কত? উত্তর: ১,৯৫৬ মার্কিন ডলার
33.Social Safety Net এ বরাদ্দ কত? উত্তর: ৬৪,৬৫৬ কোটি টাকা
34.গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করমুক্ত আয়সীমা কত? উত্তর: ৪,২৫,০০
35.প্রতিবন্ধী করমুক্ত আয়সীমা কত? উত্তর: ৪,০০,০০০
36.বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP)জিডিপির কত অংশ? উত্তর: ৬.৮২%
37.ভ্যাটের বর্তমান স্তর কয়টি ও কি কি? উত্তর: ৫ টি ২%, ৪.৫%, ৫%, ৭%, এবং ১০% ( পূর্বে ৯ টি ছিল)
38.মহিলা ও ৬৫ বছরের উর্ধ্বে করমুক্ত আয়সীমা কত? উত্তর: ৩,০০,০০০
39.মোট বাজেটের পরিমাণ কত? উত্তর: ৪,৬৪,৫৭৩কোটি টাকা (জিডিপির ১৮.৩১%)
40.রাজস্ব আয় কত? উত্তর: ৩,৩৯,২৮০ কোটি টাকা
41..রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কত? উত্তর: ৪০০ কোটি টাকা
42.সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে? উত্তর: জনপ্রশাসন খাত, ৮৩,৫০৯ কোটি টাকা ( ১৮%)
435.সাধারন করমুক্ত আয়সীমা কত? উত্তর: ২,৫০,০০০০

Recent General Knowledge : অর্থনৈতিক সমীক্ষা ২০১৮

44.GDP তে কৃষি খাতের অবদান (সাময়িক) উত্তর: ১৪.১০%
45.GDP তে শিল্পখাতের অবদান (সাময়িক) উত্তর: ৩৩.৭১%
46..GDP তে সেবা খাতের অবদান (সাময়িক) উত্তর: ৫২.১৮%
47..GDP প্রবৃদ্ধির হার উত্তর: ৭.৬৫%
48.Projected GDP উত্তর: ৭.৮%
49.Projected মূল্যস্ফীতি উত্তর: ৫.৬%
50.ইন্টারনেট ইউজার উত্তর: ৮.০৮ কোটি
51..এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার উত্তর: ২৮ জন (প্রতি হাজারে)
52.ঔষধ রপ্তানি করা হয় উত্তর: ১৪৫ টি দেশে
53.চলতি মূল্যে মাথাপিছু GDP উত্তর: ১৬৭৭ মার্কিন ডলার
54.চলতি মূল্যে মাথাপিছু আয় উত্তর: ১৭৫২ মার্কিন ডলার
55.জনসংখ্যা উত্তর: ১৬ কোটি ৮ লক্ষ
56.জনসংখ্যা বৃদ্ধির হার উত্তর: ১.৩৭%
57.জনসংখ্যার ঘনত্ব উত্তর: ১০৯০ জন (বর্গ কি:মি)
58.তফসিলভূক্ত মোট ব্যাংক উত্তর: ৫৮ টি
59.দারিদ্র্যের ঊর্ধ্বসীমা উত্তর: ২৪.৩
60.দারিদ্র্যের নিম্নসীমা উত্তর: ১২.৯
61.প্রত্যাশিত গড় আয়ু উত্তর: ৭১.৬ বছর
62.প্রাকৃতিক গ্যাসের উত্তোলনযোগ্য মজুদ উত্তর: ২৭.৭৬ ট্রিলিয়ন ঘনফুট
63.প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক মোট মজুদ উত্তর: ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট
64.বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় উত্তর: জাপান থেকে
65.বিদেশি বীমা উত্তর: ১ টি
66.বিশেষায়িত ব্যাংক উত্তর: ৩ টি
67.বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তর: ৪০ টি
68.বৈদেশিক ব্যাংক উত্তর: ৯ টি
69.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তর: ৩৪ টি
70.মোট বীমা উত্তর: ৭৮ টি
71.মোবাইল গ্রাহক উত্তর:১৪.৭ কোটিম
72.রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক উত্তর: ৬ টি
73.সংস্থা হিসেবে বাংলাদেশ বেশি বৈদেশিক সাহায্য পায় উত্তর: IDA থেকে
74.সবচেয়ে বেশি Remittance আসে উত্তর: সৌদি আরব থেকে
75.সবচেয়ে বেশি আমদানি করা হয় উত্তর: চীন
76.সবচেয়ে বেশি রপ্তানি করা হয় উত্তর: যুক্তরাষ্ট্র
77.সরকারি জীবন বীমা-উত্তর: ১ টি
78.সাধারন বীমা-উত্তর: ১ টি
79.স্বাক্ষরতারর হার-উত্তর: ৭১%

Recent General Knowledge : রাশিয়া বিশ্বকাপ -২০১৮: আসর -২১তম

80. টি শহরের ১২ টি স্টেডিয়ামে খেলা
81.২১ তম ফুটবল বিশ্বকাপে মুসলিম দেশ অংশগ্রহণ করেছে-উত্তর: ৭ টি
82.২১ তম বিশ্বকাপে ১ম গােল করে-উত্তর: রাশিয়ার গাজিল্কি
83.৩য় সেরা –-উত্তর: বেলজিয়াম
84.৪র্থ সেরা –-উত্তর: ইংল্যান্ড
85.আত্মঘাতী গোল –-উত্তর: ১২ টি
86..আরব দেশ--উত্তর: ৪ টি (সৌদি আরব, মিশর, তিউনশিয়া , মরক্কো)
87..গােল্ডেন বল জিতে –-উত্তর: লুকা মডরিচ (ক্রোয়েশিয়া )
88.গােল্ডেন বুট--উত্তর: হ্যারি কেন – ৬ গােল (ইংল্যান্ড)
89.গোল্ডেন বল –-উত্তর: লুকা মড্রিচ ( ক্রোয়েশিয়া)
90.চ্যাম্পিয়ন –-উত্তর: ফ্রান্স (২য় বার, সর্বশেষ ১৯৯৮)
91.জাবিভাকা অর্থ –-উত্তর: জংলী নেকড়ে
92.টেলস্টার শব্দটি এসেছে-উত্তর: Television + Star
93.থিম সং--উত্তর: Live it up(Nicky Jam)
94.নক আউটের বলের নাম –-উত্তর: টেলস্টার মেচতা
95.নকআউট থেকে ফাইনালপর্বের বলের নাম –-উত্তর: টেলস্টার মেচতা (Telstar Mesta)
96.নতুন দল –-উত্তর: পানামা এবং আইসল্যান্ড
97.নর্ডিক দেশ-উত্তর: ৩ টি (আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক)
98.প্রথম গোল –-উত্তর: ইউরি গাজিনস্কি ( রাশিয়া)
99.প্রথম বার অংশগ্রহণকারী দেশ-উত্তর: ২ টি (আইসল্যান্ড ও পানামা )
100.প্রথমবার সংযোজন –-উত্তর: VAR ( Video Assistant Referee)
101.ফাইনাল ম্যাচ--উত্তর: ফ্রান্স vs ক্রোয়েশিয়া (লুঝনিকি স্টেডিয়াম মস্কো)
102.ফুটবল বিশ্বকাপের মাসকটের নাম-উত্তর: জাবিভাকা (Zabivaka)
103.ফেয়ার প্লে –-উত্তর: স্পেন
104.বিশ্বকাপ থেকে ১ম বাদ যায় –-উত্তর: মিশর
105.বিশ্বকাপ ফুটবল ২০১৮ অনুষ্ঠিত হয় –-উত্তর: ১৪ জুন, ফাইনাল – ১৫ জুলাই।
106.বিশ্বকাপ বিজয়ী দেশ –-উত্তর: ফ্রান্স
107.বিশ্বকাপে মােট গােল হয়েছে –-উত্তর: ১৬৯ টি
108.বিশ্বকাপের গ্রুপ –উত্তর: ৮ টি।
109.মােট অংশগ্রহণকারী দেশ –-উত্তর: ৩২ টি
110.মােট ম্যাচ –-উত্তর: ৬৪ টি
111.মেচতা অর্থ –-উত্তর: Ambition
112.রানার আপ –-উত্তর: ক্রোয়েশিয়া ( প্রথমবার ফাইনাল)
113.সবচেয়ে বেশি গোল –-উত্তর: বেলজিয়াম ( ১৬ টি)
114.হ্যাট্রিক –-উত্তর: ২ টি ( ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যারি ক্যান)
FIFA প্রতিষ্ঠিত হয় কবে ?–> ১৯০৪ সালে ।

115. কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?–> ৭৬ বছর ।
116. এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কতটি ? –> ৪৪ টি ।
117 জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি ? –> চীন ।
118 বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে ? –> কমনওয়েলথ ।
119 সেন বংশের প্রতিষ্ঠাতা কে ? –> হেমন্তসেন ।
120. কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত ? –> চন্দ্রঘোনা, রাঙামাটি ।
121. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র অবস্থিত পাবনা(মোবারকপুর)।
122.দেশে বর্তমান ভোটার সংখ্যা
১০ কোটি ১৮ লাখ।
123.বাংলাদেশে ইতিহাসের প্রথম বৃক্ষমানবীর নাম শাহনাজ।
124.স্বাধীনতা পুরষ্কার ২০১৭ পায় যে প্রতিষ্ঠান
বাংলাদেশ বিমান বাহিনী।
125.বিশ্বে বায়ু দূষণে শীর্ষস্থানীয় ১০ শহরের মধ্যে ঢাকার অবস্থান
২য়।
126.২০১৭ সালের “মিস ইউনিভার্স” নির্বাচিত হয়
ইরিস মিত্তেনায়ের।
127.সম্প্রতি “অান্তর্জাতিক মাতৃভাষা দিবসে” সরকারি ছুটি চেয়ে কংগ্রেসে বিল উত্থাপন করে
যুক্তরাষ্ট্র।
128.ভারতের সবচেয়ে বেশী জনসংখ্যা অধ্যুষিত অঙ্গরাজ্য হলো
উত্তর প্রদেশ।
129.পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন
গ্রিক বিজ্ঞানীরা।
130.ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি
প্রতিভা পাতিল।
131`.জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস কবে ? উত্তর : ১৭ মার্চ।
132 মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়? উত্তর :১০ এপ্রিল।
133. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন? উত্তর :২৯ তম।
134. সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন কে? উত্তর :হুসেইন মুহাম্মদ এরশাদ।
135. মুজিবনগর সরকারের সদর দপ্তর কোলকাতায় স্থানান্তরিত করা হয় কেন? উত্তর :পাক বাহিনীর হামলা থেকে রক্ষা পেতে।
136. মধ্যযুগে কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কারণ ? উত্তর :প্রকৃতির আশীর্বাদ, ভূমির উর্বরতা,
ফলনের প্রাচুর্যতা।
137. হাসনাবানুর চরিত্রে তোমার পাঠ্য বইয়ের কোন নারীর বৈশিষ্ট্য বিদ্যমান? উত্তর :বেগম রোকেয়া।
138. উক্ত নারীর প্রচেষ্টায় মুসলিম সমাজে কি পরিবর্তন আসে? উত্তর :নারী শিক্ষার প্রসার ঘটে।
139. আনিকার বিয়ের অনুষ্ঠানে কোন যুগের খাবারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? উত্তর :আধুনিক যুগের।
140. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?উত্তর :গ্রিকরা।
141. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে? উঃ মযহারুল ইসলাম।
142. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি রচনা করেন কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
143. ‘বিয়ে পাগল বুড়ো’ প্রহসনrের রচয়িতা কে? উঃ দীনবন্ধু মিত্র।
144. বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা রচনা করেন কে? উঃ বিহারী লাল চক্রবর্তী।
145. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস বলে স্বীকৃত গ্রন্থের নাম কি? উঃ আলালের ঘরে দুলাল।
146. ‘ব্যাথার দান’ গ্রন্থটির রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
147. ‘বাঁধনহারা’ উপন্যাসটির রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম।
148.প্রস্নঃ মোহাম্মদ আলীর পূর্বের নাম কি? উত্তর- ক্যাসিয়াস ক্লে
149.প্রস্নঃ কিং বদন্তী বক্সা মোহাম্মদ আলী কবে মৃত্যু বরণ করেন ? উত্তর- ৩জুন
150.প্রস্নঃ মোহাম্মদ আলী কবে ইসলাম গ্রহণ করেন ? উত্তর- ১৯৬৪
151.প্রস্নঃ মোহাম্মদ কবে বাংলাদেশে আসেন ? উত্তর- ১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি । প্রায় ১০০ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেন।
152.প্রস্নঃ বাংলাদেশে আসলে তাঁকে কি দেওয়া হয় ? উত্তর- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সম্মানসূচক নাগরিকত্ব। কক্সবাজারে দেওয়া হয়েছিল এক টুকরো জমি।
153.প্রস্নঃ মোহাম্মদ আলী গোজ ইস্ট: "বাংলাদেশ আই লাভ ইউ" – তথ্য চিত্রটি কে নির্মাণ করেন ? উত্তর- রেগিল্যান্ড
154.প্রস্নঃ জি ৭ এর ৪২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? উত্তর- জাপানের কাশিকো দ্বীপের ইসে শিমায়।
155.প্রস্নঃ জি-৭ ৪২তম সম্মেলনে আউট রিচ মিটিং কতটি দেশ অংশ গ্রহণ করে ?
উত্তর- ৭টি । বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস , শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, চাদ
156.প্রস্নঃ জি -৭ এ সম্মেলনে কর্তৃক প্রকাশিত ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধের নাম
উত্তর- ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্বের অন্বেষণে’
157.প্রস্নঃ বিশ্বের কতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন? উত্তর- ১৩টি
158.প্রস্নঃ ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ কতটি মিশনে অংশ নেয় ? উত্তর- ৪০ দেশের ৫৪টি
159.প্রস্নঃ বিশ্ব শান্তি রক্ষী দিবস কবে? উত্তর- ২৯ মে ।
160.প্রস্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর- ৫জুন ।
161.প্রস্নঃ সিমন আনহল্ট নামের ব্রিটিশ এক গবেষকের ‘গুড কান্ট্রি ইনডেক্স’ জরিপে বাংলাদেশের অবস্থান কত? উত্তর- ১২১তম বাংলাদেশ
162.প্রস্নঃ বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর- ২য়
163.প্রস্নঃ সম্প্রতি আঘাত হানা ঘুুণিঝড়ের নাম কি? উত্তর- রোয়ানু
164.প্রস্নঃ রোয়ানু কোন ভাষার শব্দ ? উত্তর- দিভেহী (মালদ্বীপ)
165.প্রস্নঃ রোয়ানু শব্দের অর্থ কি? উত্তর- নারকেলের ছোবড়ার তৈরি দড়ি
166.প্রস্নঃ বাজেট প্রণয়ন সক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর- ৪১তম
167. ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি -১৬%
168. মেট্রোরেল প্রকল্প – উত্তরা থেকে আগারগাঁও, আগারগাঁও থেকে মতিঝিল
169. এই প্রকল্প শেষ হওয়ার কথা যথাক্রমে – ২০১৯ সালের ৩০ জুন ও ২০২০ সালের ডিসেম্বরে
170. মেট্রোরেল প্রকল্প ব্যয় – ২১,৯৮৫ কোটি টাকা
171. মেট্রোরেল প্রকল্পের মোট দূরত্ব – ২০.১ কি.মি
172. মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হয় – ২০১২ সালে
173. মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করা হয় – ২০১৬ সালে
174. তৈরি হতে যাচ্ছে দেশের ২য় স্যাটেলাইট – বঙ্গবন্ধু ২
175. আয়তনের দিক থেকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা বিশ্বে - ৪র্থ
176. এই চিড়িয়াখানার আয়তন – ২১৩.৪১ একর
177. শিক্ষা ও স্বাস্থ্য মানব পুঁজিতে বিশ্বের ১৯৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্খন – ১৬১ তম
178. মানব পুঁজিতে বিশ্বে ১ম – ফিনল্যান্ড
179. মানব পুঁজিতে সবচেয়ে নিচের অবস্থানে – নাইজার
180. রোগব্যাধির সূচকে ১৯৫ টি দেশের মধ্যে বাংলাদেশ – ১৬৫ তম
181. শিক্ষার মানে দিকে ১৯৫ টি দেশের মধ্যে বাংলাদেশ – ১৩২ তম।(ভারত – ১৫০ তম)
182. “ জীবনতরী “ একটি ভাসমান – হাসপাতালের নাম
183. এই ভাসমান হাসপাতাল চালু হয় – ১৯৯৯ সালে
184. ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে ভোটের হার ছিল – ৫৭.৬৮%
185. ১৯৭৩ সালের নির্বাচনে ভোটের হার ছিল – ৫৪.৯১%
186. নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম – প্রতিনিধি সভা, সদস্য – ২৭৫ জন
187. নেপালের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম – রাষ্ট্রসভা, সদস্য – ৫৯ জন, প্রেসিডেন্ট মনোনয়ন দেন এখানের -৩ জনকে,
188. শ্রীলঙ্কার পার্লামেন্টের আসন – ২২৫ টি
189. জাতিসংঘ গঠিত হয় – ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
190. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
191. জাতিসংঘের সদস্য দেশ – ১৯৩ টি
192. জাতিসংঘের প্রধানশাখা – ৬ টি
193. চীনের নৌবাহিনীর প্রধান – ভাইস অ্যাডমিরাল শেন জিনলং
194. মার্কিন নৌবাহিনীর প্রধান – অ্যাডমিরাল জন রিচার্ডসন
195. জাতিসংঘের নানসেন শরনার্থী পুরস্কার ২০১৮ পেয়েছেন দ. সুদানের চিকিৎসক – ইভান আতার আদাহা
196. সুদানে বিদ্রোহ শুরু হয়েছিল – ২০১১ সালে
197. এই পুরস্কারের নাম করন করা হয় বিলুপ্ত হওয়া লীগ অব নেশনসের শরনার্থী সংস্থার প্রথম প্রধান – ফ্রিডজফ নানসেনের নামে
198. এই পুরস্কার প্রধান করে বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা – UNHCR
199. পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী – স্টেফান লোফভেন ( অভিবাসন নীতির জন্য)
200. কলম্বিয়ার প্রেসিডেন্ট – ইবান ডুকি
201. জাতিসংঘের ইতিহাসে প্রথম যে শিশু ৭৩ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করে রেকর্ড গড়ে – ৩ মাস বয়সী, নেভে তে আরোহা ( নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী – জেসিন্ডা আরডার্নের মেয়ে)
202. প্রধানমন্ত্রী পদে থেকে সন্তান জন্ম দিয়ে বিশ্বে ১ম রেকর্ড করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী – বেনজীর ভুট্টো ( বিশ্বে ২য় – নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী)
203. ইরানের সশস্ত্র বাহিনীর নাম – রেভল্যুশনারি গার্ড
204. ভারতের মোট সাংসদ বিধায়কের সংখ্যা – ৪, ৮৯৬ জন
205. মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন – ইব্রাহিম মোহাম্মদ সলিহ
206. মালদ্বীপের রাজধানী – মালে
207. ইনস্টাগ্রাম ছাড়ছেন এর ২ সহপ্রতিষ্ঠাতা – কেভিন সিসট্রম ও মাইক ক্রিগার
208. ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয় – ২০১২ সালে, ১০০ কোটি ডলার দিয়ে
209. বর্তমানে ইনস্টগ্রাম ব্যবহার করে বিশ্বের – ১০০ কোটি মানুষ
210. চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের নাম হবে –“ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর “
211. এই অঞ্চলের আয়তন – ৩০ হাজার একর
212. ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার জন্য তৈরি হবে ৪ লেনের সড়ক যার নাম – “ শেখ হাসিনা সরণি “
213.এছাড়া সেখানে তৈরি করা হবে ২ টি জলাধার যার নাম হবে – শেখ হাসিনা সরোবর
214. ব্যবসায়ীদের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ক্রেতা মূসকের চালান দেয়া বাধ্যতামূলক করা হচ্ছে – ১ জানুয়ারী ২০১৯ সাল থেকে
215. বিক্রেতাদের কে ব্যবহার করতে হবে হিসাব নিকাশের রেকর্ডের জন্য – সফটওয়্যার
216. নতুন ভ্যাট আইন কার্যকর হবে – ২০১৯ সালের জুলাই থেকে

(সমাপ্ত-পরের পর্ব দেখুন)

 Md.Izabul Alam, Online Principle, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com




No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU