বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১৮তম
পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
সাধারণ
জ্ঞান
Question
: চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
Answer : নেপালের রাজগ্রন্থশালা থেকে
Question
: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
Answer
: ১১টি
Question
: \'তৎসম\' শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
Answer
: সাধু রীতি
Question
: বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
Answer
: রাজা রামমোহন
Question
: ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
Answer
: সাত সাগর এর মাঝি
Question
: প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Answer
: শাহ্ মুহাম্মাদ সগীর
Question
: ‘চাচা’ কাহিনীর লেখক কে?
Answer : সৈয়দ মুজতবা আলী
Question
: কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Answer
: হাজী শরিয়তউল্লাহ
Question
: 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
Answer
: হাসান হাফিজুর রহমান
Question
: ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
Answer
: মীর মশাররফ হোসেন
Question
: কোনটি কাব্যগ্রন্থ?
Answer
: শেষ লেখা
Question
: নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
Answer
: ব্যথার দান
Question
: কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Answer
: আগুণের পরশমণি
Question
: কোনটি শামসুর রাহমানের রচনা?
Answer
: নিরালোক দিব্যরথ
Question
: ‘সংশপ্তক’ কার রচনা?
Answer
: শহীদুল্লাহ কায়সার
Question
: ‘নদী ও নারী’ কার রচনা?
Answer
: হুমায়ুন কবির
Question
: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
Answer
: রাঙা জবা
Question
: ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
Answer
: নীরদচন্দ্র চৌধুরী
Question
: ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
Answer
: আখতারুজ্জামান ইলিয়াস
Question
: 'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
Answer
: ১০
Question
: বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
Answer
: ৭০০ টাকা
Question
: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে
বিকেল
৩
টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
Answer
: ৩৭.৫ কি: মিঃ
Question
: নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
Answer
: ট্রপিক অব ক্যানসার
Question
: উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
Answer
: জ্যামিতিক সীমারেখা
Question
: রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
Answer
: ভ্লাদিভস্টক
Question
: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ
ছিল।
পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
Answer
: ৩৬ এবং ৯ বছর
Question
: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট
পর প্রথম নলটি বন্ধ
করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল।
প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
Answer
: ২৪ মিঃ এবং ১২ মিঃ
Question
: দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি
কী কী?
Answer
: ১০ ও ১৬
Question
: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
Answer
: দর্পণ
Question
: মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –
Answer
: হেস
Question
: কোনটি চৌম্বক পদার্থ নয়?
Answer
: অ্যালুমিনিয়াম
Question
: কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
Answer
: লৌহ
Question
: রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
Answer
: মাইক্রোওয়েভ
Question
: তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Answer
: লাউড স্পিকার
Question
: সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
Answer
: ফ্যাদোমিটার
Question
: কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
Answer
: লৌহ
Question
: The passive form of the sentence “some children were helping the wounded man”
‒
Answer
: The wounded man was being helped by some children
Question
: ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?
Answer
: স্পষ্টভাষী
Question
: ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী?
Answer
: দীর্ঘায়ু ব্যক্তি
Question
: নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
Answer
: আষাঢ়
Question
: \'ব্যাঙের সর্দি\'_ অর্থ কী?
Answer
: অসম্ভব ঘটনা
Question
: \'পদ\' বলতে কি বোঝায়?
Answer
: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
Question
: ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒
এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
Answer
: দ্বিরুক্ত শব্দ
Question
: কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Answer
: ভাই-বোন
Question
: ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত
রূপ কী?
Answer
: দুরতিক্রম্য
Question
: কোন বানাটি শুদ্ধ?
Answer
: শুশ্রূষা
Question
: মুজিবনগর অবস্থিত –
Answer
: মেহেরপুর
Question
: জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন কয়টি
Answer
: ৫০
Question
: বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
Answer
: চট্টগ্রামে
Question
: বাংলার ১৯৮৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
Answer
: জয়নুল আবেদীন
Question
: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
Answer
: ডিসেম্বর ২, ১৯৯৭
Question
: নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
Answer
: CIRDAP
Question
: বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
Answer
: পুণ্ড্র
Question
: বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
Answer
: ১৮ বছর
Question
: বাংলাদেশের জেলার সংখ্যা কত?
Answer
: ৬৪
Question
: “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒
এটি কার উক্তি?
Answer
: হিটলার
Question
: এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Answer
: ইয়াংসিকিয়াং
Question
: আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
Answer
: ম্যাকস ওয়েবার
Question
: সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Answer
: হোসে সারামাগো
Question
: কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি?
Answer
: থাইল্যান্ড
Question
: কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
Answer
: জাপান
Question
: কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
Answer
: ডেটন চুক্তি
Question
: চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
Answer
: হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
Question
: কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
Answer
: এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
Question
: কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
Answer
: কুইবেক
Question
: আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদের হত্যা করেছে?
Answer
: মাজার-ই-শরীফ
Question
: কম্পিউটার কে আবিষ্কার করেন?
Answer
: হাওয়ার্ড এইকিন
Question
: বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
Answer
: দক্ষিন কোরিয়া
Question
: বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
Answer
: ১৯৭২
Question
: ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
Answer
: ১ জানুয়ারি, ১৯৯৯
Question
: সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Answer
: ১৯৮৫
Question
: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে
ভূষিত করা হয়?
Answer
: ৬৯জন
Question
: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে-
যা ছিল নিম্নরূপ:
“লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা
শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি
কে ছিল?
Answer
: জেনারেল ইয়াহিয়া খান
Question
: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
Answer
: তৎকালীন রেসকোর্স ময়দানে
Question
: x^2 + y^2 = 8 এবং xy = 7 হলে (x + y)^2 এর মান কত?
Answer
: 22
Question
: what is the meaning of the word 'euphemism'?
Answer
: in offensive expression
Question
: If a substance is cohesive, it tends to ‒
.
Answer
: stick together
Question
: The word ‘dilly-dally’ means:
Answer
: waste time
Question
: Select the pair that best expresses a relationship similar to that expressed
in the original pair.
EXCITE : CALM
Answer
: stimulate : cool down
Question
: Each question below consists of a related pair of words. Select the pair that
best expresses
a
relationship similar to that expressed in the original pair. DELAY : EXPEDITE
Answer
: detain : dispatch
Question
: Each question below consists of a related pair of words. Select the pair that
best expresses
a relationship similar to that expressed in
the original pair. ANARCHY : GOVERNMENT
Answer
: penury : wealth
Question
: Each question below consists of a related pair of words. Select the pair that
best expresses
a relationship similar to that expressed in
the original pair. VACCINE : PREVENT
Answer
: diagnosis : cure
Question
: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির
ক্ষেত্রফল কত?
Answer
: ৪৮ বঃ মিঃ
Question
: একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
Answer
: চারগুণ
Question
: Choose the one word or phrase that best completes the sentence: ‒
glass is, for all practical
purposes, a solid, its molecular structure is
that of a liquid.
Answer
: Although
Question
: The intensive search was conducted by the detectives to locate those
criminals who ‒ .
Answer
: had escaped
Question
: The intellectual can no longer be said to live ‒
the margins of society.
Answer
: beyond
Question
: According to the conditions of my scholarship, after finishing my degree ‒
.
Answer
: the University will employ me
Question
: He stopped his car ‒ when the light turned
red.
Answer
: abruptly
Question
: The influence of the technological revolution in ‒
and ‒
the concentration of wealth and
power
in the hands of the few should worry us all.
Answer
: accelerating ‒ intensifying
Question
: Few people would care to take the negative side of the proposition that the
women
of
the world are ‒ and ‒.
Answer
: oppressed ‒ scorned
Question
: Anger, even when it is ‒ has one virtue, it
overcomes ‒.
Answer
: sinful ‒ sloth
Question
: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
Answer
: ১৬ ডিসেম্বর ১৯৭২
Question
: বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
Answer : দ্বাদশ
Question
: কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Answer
: হাজী শরিয়তউল্লাহ
Question
: ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
Answer
: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Question
: ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
Answer
: মাইকেল মধুসূদন দত্ত
Question
: কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
Answer
: বিষের বাঁশী
Question
: ‘কবর’ নাটক কার রচনা?
Answer
: মুনীর চৌধুরী
Question
: ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒
কে বলেছেন?
Answer
: চণ্ডীদাস
Question
: কোনটি রবীন্দ্রনাথের রচনা?
Answer
: চতুরঙ্গ
Question
: কোনটি কাব্যগ্রন্থ?
Answer
: কয়েকটি কবিতা
Question
: কোনটি নাটক?
Answer
: সাজাহান
Question
: ‘আবোল-তাবোল’ কার লেখা?
Answer
: সুকুমার রায়
Question
: ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
Answer
: সৈয়দ ওয়ালীউল্লাহ
Question
: দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
Answer
: কার্বন মনোক্সাইড
Question
: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত
বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
Answer
: ১৬
Question
: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা
মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
Answer
: ৪ গ্রাম
Question
: ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে
২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
Answer
: ২০০ টাকা
Question
: এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ
চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি
করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
Answer
: ৮০ কেজি
Question
: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
Answer
: ৩৩(১/৩)%
Question
: একজন চাকুরীজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
Answer
: ৩৬(১/৩)%
Question
: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
Answer
: ৫৪০০
Question
: একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে
এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?
Answer
: ৭
Question
: ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে
বিভাজ্য হবে?
Answer
: ২১
Question
: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ
সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে
যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
Answer
: ১৬ ∶ ১৫
Question
: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
Answer
: চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
Question
: এনজিওপ্লাস্টি হচ্ছে-
Answer
: হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Question
: কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
Answer
: ৪ সেন্টিগ্রেড
Question
: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
Answer
: শুশুক
Question
: কম্পিউটার ভাইরাস হল‒
Answer
: এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
Question
: মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
Answer
: ভূপৃষ্ঠে
Question
: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
Answer
: আইসোটোপ
Question
: ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
Answer
: কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
Question
: No one can - that he is clever.
Answer
: deny
Question
: He divided the money - the two children .
Answer
: between
Question
: If we want concrete proof, we are looking for - .
Answer
: clear evidence
Question
: ‘চাঁদের হাট’ অর্থ কী?
Answer
: প্রিয়জন সমাগম
Question
: ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
Answer
: উদাসীন
Question
: কোন বানানটি শুদ্ধ?
Answer
: সুচিস্মিতা
Question
: ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত
রূপ কী?
Answer
: অক্লান্ত কর্মী
Question
: ক্রিয়াপদ ‒
Answer
: কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
Question
: কোনটি অনুজ্ঞা?
Answer
: তুমি যাও
Question
: ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?
Answer
: শক্তি
Question
: কোন বানানটি শুদ্ধ?
Answer
: মুমূর্ষু
Question
: ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
Answer
: মৈথিলী ভাষার একটি উপভাষা
Question
: ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
Answer
: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
Question
: ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
Answer
: ১৬১০
Question
: বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
Answer
: ৬০ জন
Question
: বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –
Answer
: রেডিমেড গার্মেন্টস
Question
: জাতীয় সংসদ ভবন এর স্থপতি -
Answer
: লুই আই কান
Question
: বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
Answer
: ৮৪৮
Question
: বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
Answer
: ২ ডিসেম্বর, ১৯৯৭
Question
: বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার ক’টি?
Answer
: ২৮ টি
Question
: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের
অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
Answer
: ২৮ (৪)
Question
: প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ
এককভাবে করতে পারেন?
Answer
: প্রধান বিচারপতি নিয়োগ
Question
: যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
Answer
: ৫০ টি
Question
: জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
Answer
: ২১৫ একর
Question
: ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Answer
: নয়াদিল্লী
Question
: পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
Answer
: গোয়ালন্দ
Question
: বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
Answer
: ১৯৫৭
Question
: আইফেল টাওয়ার অবস্থিত কোথায়?
Answer
: প্যারিস
Question
: নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Answer
: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
Question
: বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
Answer
: আফ্রিকা
Question
: ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
Answer
: রিওডিজনারিও
Question
: সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
Answer
: মালদ্বীপে
Question
: G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
Answer
: উন্নয়নশীল
Question
: কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
Answer
: ৫১টি
Question
: জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Answer
: ১৯৪৫
Question
: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Answer
: ১৯৪৯
Question
: দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
Answer
: ১৯৯৩
Question
: কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Answer
: সিটিবিটি (CTBT)
Question
: আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
Answer
: ভিয়েনায়
Question
: OPEC-ভুক্ত দেশ কয়টি?
Answer
: ১২
Question
: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
Answer
: ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
Question
: Eager:Indifferent
Answer
: enthusiastic:halfhearted
Question
: Lengthen : Prolong
Answer
: stretch : extend
Question
: Delay : Retard
Answer
: slow down : hold up
Question
: Submissive : Disobedient
Answer
: observe : defy
Question
: He fantasized ‒ winning the lottery
Answer
: about
Question
: The Parthenon is said ‒ erected in the Age of
Pericles.
Answer
: to have been
Question
: As they waited, Rahim argued against war ‒
Answer
: while his brother was discussing the effects of pollution
Question
: The Olympic games were watched by ‒
billions of people all over the world.
Answer
: usually
Question
: The tree has been blown ‒ by the strong wind.
Answer
: off
Question
: A reward has been announced for the employees who ‒
hard.
Answer
: have worked
Question
: To ‒
the arrival of spring, Bangladesh Television ‒
a special function.
Answer
: celebrate : organized
Question
: বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
Answer : লসএঞ্জেলেস
Question
: পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
Answer : শরত্চন্দ্র চট্রোপাধ্যায়
Question
: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
Answer
: রবীন্দ্রনাথ ঠাকুর
Question
: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
Answer
: রক্তকরবী
Question
: পদাবলী-র প্রথম কবি কে?
Answer
: চণ্ডীদাস
Question
: দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
Answer
: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
Question
: সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Answer
: মোহাম্মদ নাসির উদ্দিন
Question
: বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?
Answer
: মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
Question
: কোনটি ঠিক?
Answer
: পথের দাবী (উপন্যাস)
Question
: কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
Answer
: মরুভাস্কর
Question
: পদাবলী লিখেছেন-
Answer
: রবীন্দ্রনাথ ঠাকুর
Question
: বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?
Answer
: আহমদ শরীফ
Question
: বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
Answer
: দীনেশচন্দ্র সেনগুপ্ত
Question
: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
Answer
: বাউণ্ডুলের আত্মকাহিনী
Question
: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো
৬০%,
উভয়
বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
Answer
: ১০%
Question
: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
Answer
: ৫%
Question
: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
Answer
: ১০০
Question
: কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
Answer
: ৭৩৫
Question
: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
Answer
: ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
Question
: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ
পাওয়া যায় তার সংগে
Answer
: ৯/১১
Question
: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর
পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে
ঐ ব্যক্তির বয়স কত?
Answer
: ৩৩ বছর
Question
: ৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
Answer
: ৯:২১:৩০
Question
: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
Answer
: ট্যাকোমিটার
Question
: Government has been entrusted____elected politicians.
Answer
: to
Question
: অপলাপ- শব্দের অর্থ কী?
Answer
: অস্বীকার
Question
: ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
Answer
: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Question
: পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
Answer
: পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
Question
: ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-
Answer
: বিরক্তি
Question
: সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
Answer
: ১৮২৯
Question
: কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
Answer
: আখতার হামিদ খান
Question
: বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
Answer
: কর্নওয়ালিস
Question
: সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
Answer
: সুরমা
Question
: বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
Answer
: সিলেট
Question
: বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
Answer
: ১৩৭
Question
: জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
Answer
: সাধারণ পরিষদের অধিবেশনে
Question
: মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন
কে?
Answer
: এয়ার কমোডর এ কে খন্দকার
Question
: আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
Answer
: ১০ এপ্রিল, ১৯৭১
Question
: ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?
Answer
: বাংলাদেশ
Question
: বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
Answer
: বর্ধমান হাউজ
Question
: ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
Answer
: ১৭ টি
Question
: পৃথিবীর বৃহত্তম মহাদেশ-
Answer
: এশিয়া
Question
: অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Answer
: দুর্ভিক্ষ ও দারিদ্র্য
Question
: সুইডেনের মুদ্রার নাম কী?
Answer
: ক্রোনা
Question
: নিউট্রন আবিষ্কার করেন-
Answer
: চ্যাডউইক
Question
: বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
Answer
: ১৯৭৪
Question
: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?
Answer
: ৬
Question
: BIMSTEC কী ধরণের সংগঠন?
Answer
: অর্থনৈতিক
Question
: সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
Answer
: ১৯৮৫ সালে, ঢাকায়
Question
: কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
Answer
: মার্লবোরো হাউজ
Question
: হেলসিংকি কোন দেশের রাজধানী?
Answer
: ফিনল্যান্ড
Question
: x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
Answer
: 35
Question
: Chosse the correct meaning of the following words: Cul-de-sac
Answer
: dead end
Question
: Parcel means
Answer
: Postage
Question
: Rumminant means
Answer
: Cud-chewing nimal
Question
: Submission- Yielding
Answer
: Complaint- Acquiescent
Question
: Vacilate- Hesitate
Answer
: Irresolute- Indecisive
Question
: Assert- Dissent
Answer
: Affirm- Object
Question
: Distort- Twist
Answer
: Harmonize- Balance
Question
: He has paid the penalty __ his crimes __ five years in prison.
Answer
: for, with
Question
: The path ___ paved, so we were albe to walk through the park.
Answer
: had been
Question
: In spite of my requests, he did not __.
Answer
: get off
Question
: The children studied in a class room __ windows were never opened.
Answer
: whose
Question
: To stay healthy, we must plan to have a balanced __.
Answer
: diet
Question
: We must keep our fingers __ that the weather will stay fine for the picnic
tomorrow.
Answer
: crossed
Question
: They have __ their support for our case.
Answer
: pledged
Question
: প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Answer : কাঠমুন্ডু
Question
: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
Answer
: ক্রোমোসোম
Question
: I spent - -with the patient
Answer
: some time
Question
: I count - -your help
Answer
: upon
Question
: Trees have - - off their leaves
Answer
: cast
Question
: রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
Answer
: কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
Question
: চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Answer
: মনসামঙ্গল
Question
: ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
Answer
: শাহ মুহম্মদ সগীর
Question
: কখনো উপন্যাস লেখেন নি-
Answer
: সুধীন্দ্রনাথ দত্ত
Question
: দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-
Answer
: আখতারুজ্জামান ইলিয়াস
Question
: আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-
Answer
: ঈশ্বরী পাটনী
Question
: হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
Answer
: হ ম
Question
: নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
Answer
: কল্যাণীয়েষু
Question
: পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?
Answer
: পর্তুগিজ
Question
: সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
Answer
: শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
Question
: শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
Answer
: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Question
: প্রাতঃরাশ-এর সন্ধি-
Answer
: প্রাতঃ + আশ
Question
: যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়,
তাকে বলা হয়-
Answer
: ক্রিয়া-বিশেষণ
Question
: রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-
Answer
: গোমড়ামুখো লোক
Question
: নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
Answer
: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
Question
: বামেতর- শব্দটির অর্থ-
Answer
: ডান
Question
: প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
Answer
: অশোক মুখোপাধ্যায়
Question
: নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-
Answer
: সঞ্চয়ের প্রবৃত্তি
Question
: যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে
বলা হয়-
Answer
: নিত্য সমাস
Question
: If I had known you were coming ___.
Answer
: I would have gone to the station.
Question
: Choose the correct option: Even as harvesting was goin on ___.
Answer
: the rainy season began
Question
: Which phrase contains words opposed to each other in meaning?
Answer
: Reproduction and death
Question
: Find out the correct translation: সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
Answer
: It has been drizzling since morning.
Question
: A person whose ‘head’ is in the ‘cloud’ is-
Answer
: a day dreamer
Question
: Identify the correct sentence:
Answer
: She had faith in and hopes for the future.
Question
: Choose the correct tense:
Answer
: Javed was so exhausted that he was lying down for a sleep
Question
: A synonym for resentment is-
Answer
: anger
Question
: The captain left the boat, because it ___.
Answer
: turned over
Question
: One should be careful about ___ duty.
Answer
: one’s
Question
: Three-fourths of the work __ finished.
Answer
: has been
Question
: We waited unitl the plane ___.
Answer
: took off
Question
: Chosse the correct sentence:
Answer
: Rahim ate almost the whole fish
Question
: She argued ___ me about the marriage.
Answer
: with
Question
: Identify the correct passive form- Open the window.
Answer
: Let the window be opened
Question
: Choose the appropriate meaning of the idiom- Swan song
Answer
: Last work
Question
: ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে?
Answer
: চুম্বক ক্ষেত্র হিসেবে
Question
: ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
Answer
: -৪০⁰
Question
: অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
Answer
: ইনসুলিন
Question
: টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?
Answer
: সোডিয়াম মনো গ্লুটামেট
Question
: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Answer
: বায়বীয় পদার্থ
Question
: পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?
Answer
: নিউট্রন ও প্রোট্রন
Question
: মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
Answer
: মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
Question
: আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
Answer
: মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
Question
: প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায়?
Answer
: বৃষ্টি
Question
: রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-
Answer
: গলগণ্ড রোগ নির্ণয়ে
Question
: যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
Answer
: সূর্যগ্রহণ
Question
: বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
Answer
: পাশাপাশি দুটো দাঁতের দাগ
Question
: লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
Answer
: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Question
: পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
Answer
: খ ও গ উভয়ই ঠিক
Question
: কম্পিউটারের কোনটি নেই?
Answer
: বুদ্ধি-বিবেচনা
Question
: পিসিকালচার- বলতে কী বোঝায়?
Answer
: মৎস্য চাষ
Question
: মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
Answer
: স্ফিগমোম্যানোমিটার
Question
: রেক্টিফাইড স্পিরিট হল-
Answer
: ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
Question
: তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?
Answer
: দস্তা (জিঙ্ক)
Question
: এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা
বেড়ে যায় বলে তাদের বলা হয়-
Answer
: আইসোটোপ
Question
: ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
Answer
: মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
Question
: Food and Agricultural Organisation-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Answer
: রোম
Question
: The Asian Drama- গ্রন্থের রচয়িতা কে?
Answer
: গুনার মিরডাল
Question
: নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
Answer
: তিরানা
Question
: IFC বলতে কী বুঝায়?
Answer
: ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
Question
: Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
Answer
: ১৯৬৩ সালে
Question
: ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
Answer
: ১৯৬৭ সালে
Question
: No-fly-zone কোন দেশে অবস্থিত?
Answer
: ইরাক
Question
: মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
Answer
: ইতালি
Question
: ম্যাকমোহন লাইন- কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
Answer
: চীন ও ভারত
Question
: কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
Answer
: কোনটিই নয়
Question
: ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
Answer
: এডিসন
Question
: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
Answer
: জেদ্দা
Question
: কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
Answer
: রোম
Question
: বাবেল মান্দেব- কী শব্দ?
Answer
: ফারসি
Question
: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি
পাঠাতে পারে?
Answer
: পাঁচ জন
Question
: পিএলও (PLO) কখন গঠিত হয়?
Answer
: ১৯৬৪ সালে
Question
: নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
Answer
: ঘানা
Question
: কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০%
উভয় বিষয়ে ফেল করেছে।
যদি
উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
Answer
: ৫০০ জন
Question
: ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত।
মিশ্রণে B কতটুকু আছে?
Answer
: ৯ কেজি
Question
: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে
আসে। তার মোট ভ্রমণে
প্রতি
ঘণ্টায় গড়বেগ কত?
Answer
: ১(২/৩)
Question
: ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন
করা যাবে?
Answer
: ১৯০
Question
: কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
Answer
: ২৯
Question
: ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
Answer
: ৫৫
Question
: ৩/২ এর শতকরা কত হবে?
Answer
: ১৫০%
Question
: M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?
Answer
: (AM + BN)/(M+N)
Question
: যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ
বৃদ্ধি পাবে না?
Answer
: ২০%
(সমাপ্ত)
No comments:
Post a Comment