বিসিএসসহ
সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
-১৯তম
পর্ব
সাধারণ জ্ঞান
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১.
কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২.
প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের
কন্যা);
৫৩.
ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪.
স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫.
সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬.
ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭.
কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮.
কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating
system
৫৯.
Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০.
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১.
Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২.
Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩.
E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪.
LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫.
Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬.
সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭.
১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮.
ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯.
Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০.
টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১.
বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২.
কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩.
মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪.
মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫.
ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬.
ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭.
প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮.
প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯.
বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
অধ্যায়-১৩
আবিষ্কার
>>>আবিষ্কারক
সৌরজগত
>এন কপার্নিকাস
হামের
টিকার উদ্ভাবক কে ? এনভারস এবং জন পিবলস
ভাইরাস
কে আবিষ্কার করেন ? চার্ল আই ইকলুজ
যক্ষার
জীবাণু কে আবিষ্কার করেন ? রবার্ট কচ
পোলিও
টিকা কে আবিষ্কার করেন ? জোনাস ই স্যাক
বসন্ত
টিকা কে আবিষ্কার করেন ? জেনার
ম্যালেরিয়া
জীবাণু কে আবিষ্কার করেন ? রোনাল্ড রস
ভিটামিন
এ বি ও ডি কে আবিষ্কার করেন ? মেকুলাস
পেনিসিলিন
কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাক্টেরিয়া
কে আবিষ্কার করেন ? লিউয়েন হুক
বিসিজি
টিকা কে আবিষ্কার করেন ? ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)
ডিপথেরিয়া
প্রতিষেধক কে আবিষ্কার করেন ? ভন ভেহরিং
এন্টিসেপ্ট
চিকিত্সা কে আবিষ্কার করেন ? লিস্টার লর্ড বেন্টিং
রক্ত
সঞ্চালন কে আবিষ্কার করেন ? উইলিয়াম হার্ভে
পচন
নিবারক অস্ত্রোপচার কে আবিষ্কার করেন ? লিসার
কলেরা
বেসিলাস কে আবিষ্কার করেন ? রবার্ট কচ
ক্লোরোফরম
কে আবিষ্কার করেন ? সিম্পসন ও হ্যারিসন
হোমিওপ্যাথির
জনক কে ? হ্যানিম্যান
কৃত্রিম
জিন কে আবিষ্কার করেন ? হরগোবিন্দ খোরানা
বিদ্যুত্
কে আবিষ্কার করেন ? উইলিয়াম গিলবার্ট
অণুবীক্ষণ
যন্ত্র কে আবিষ্কার করেন ? জেড ভ্যানসেন
থার্মোমিটার
কে আবিষ্কার করেন ? গ্যালিলিও গ্যালিলি
টেলিস্কোপ
কে আবিষ্কার করেন ? হ্যান্স লিপারসি
ব্যারোমিটার
কে আবিষ্কার করেন ? ইভারজেলিস্টটরসিলি
বায়ু
নিষ্কাশন যন্ত্র কে আবিষ্কার করেন ? অটোভন গেরিক
গতির
সূত্র কে আবিষ্কার করেন ? আইজ্যাক নিউটন
হাইড্রোজেন
কে আবিষ্কার করেন ? হেনরি ক্যাভেন্ডিস
বাষ্পীয়
ইঞ্জিন কে আবিষ্কার করেন ? জেমস ওয়াট
অক্সিজেন
কে আবিষ্কার করেন ? জে বি প্রিস্টলি
বসন্তের
টিকা কে আবিষ্কার করেন ? এডওয়ার্ড জেনার
রেল
ইঞ্জিন কে আবিষ্কার করেন ? জর্জ স্টিভেনসন
ডায়নামো
কে আবিষ্কার করেন ? মাইকেল ফ্যারাডে
টেলিগ্রাফ
কে আবিষ্কার করেন ? এফ বি মোর্স
গ্যালভানোমিটার
কে আবিষ্কার করেন ? আন্ডার মেরি আম্পিয়ার
রিভলভার
কে আবিষ্কার করেন ? স্যামুয়েল কোল্ট
বার্নার
কেআবিষ্কার করেন ? রবার্ট বুনসেন
বিবর্তনের
সূত্র কে আবিষ্কার করেন ? চার্লস ডারউইন
জলাতঙ্ক
রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন ? লুই পাস্তুর
ডিনামাইট
কে আবিষ্কার করেন ? আলফ্রেড নোবেল
ড্রাইসেল
কে আবিষ্কার করেন ? জর্জেস লেকল্যান্স
বংশগতির
সূত্র কে আবিষ্কার করেন ? গ্রেগর মেন্ডেল
পেট্রোল
ইঞ্জিন কে আবিষ্কার করেন ? নিকোলাস অটো
টেলিফোন
কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার গ্রাহামবেল
মাইক্রোফোন
কে আবিষ্কার করেন ? আলেকজান্ডার গ্রাহাম বেল
ফনোগ্রাফ
কে আবিস্কার করেন ? টমাস আলভা এডিসন
বৈদ্যুতিক
বাতি কে আবিষ্কার করেন ? টমাস আলভা এডিসন
ক্যামেরা
কে আবিষ্কার করেন ? জর্জ ইস্টম্যান
বল
পয়েন্ট কে আবিষ্কার করেন ? জন জেলাউড
চলচ্চিত্র
যন্ত্র কে আবিষ্কার করেন ? টমাস আলভা এডিসন
রেডিও
কে আবিষ্কার করেন ? জি মার্কনি
ডিজেল
ইঞ্জিন কে আবিষ্কার করেন ? রুডলফ
এক্সরে
কে আবিষ্কার করেন ? ডব্লিউ কে রন্টজে
ইলেক্ট্রন
কে আবিষ্কার করেন ? স্যার জোসেফ জন থমসন
এরোপ্লেন
কে আবিষ্কার করেন ? অরভিল ও উইলভার রাইট
এয়ার
কন্ডিশনার কে আবিষ্কার করেন ? ডব্লিউ এইচ ক্যারিয়ার
রাডার
কে আবিষ্কার করেন ? এ এইচ টেলর এবং লিও সি ইয়ং
টেলিভিশন
কে আবিস্কার করেন ? জন লজি বেয়ার্ড
পারমাণবিক
বিভাজন প্রক্রিয়া কে আবিষ্কার করেন ? অটোহ্যান
লেজার
কে আবিষ্কার করেন ? টি এইচ মাইম্যান
ফ্লপি
ডিস্ক কে আবিষ্কার করেন ? আইবিএম কোম্পানি
সিডি
কে আবিষ্কার করেন ? আর সি এ
কোষ
কে আবিষ্কার করেন ? রবার্ট হুক
ক্রোমোজোম
কে আবিষ্কার করেন ? স্টাসবুর্গার
ডাবল
হেলিক্স DNA কে আবিষ্কার করেন ? ওয়াটসন ও ক্রিক
ব্লাড
গ্রুপ কে আবিষ্কার করেন ? ল্যান্ড স্টেইনার
ইউরিয়া
কে আবিষ্কার করেন ? উহলার
ইউরেনিয়াম
কে আবিষ্কার করেন ? ক্লাপ্রথ
ওজোন
কে আবিষ্কার করেন ? স্কোনবীনি
কৃত্রিম
তেজস্ক্রিয় মৌল কে আবিষ্কার করেন ? জুলিও কুরি
ক্লোরিন
কে আবিষ্কার করেন ? শীলে
ডি
ডি টি কে আবিষ্কার করেন ? জিডলার
তড়িত্
বিশ্লেষণ কে আবিষ্কার করেন ? ফ্যারাডে
নিউট্রন
কে আবিষ্কার করেন ? জেমস চ্যাডউইক
পারমাণবিক
সংখ্যা কে আবিষ্কার করেন ? মোঁসলে
প্রোটন
কে আবিষ্কার করেন ? রাদারফোর্ড
প্লুটোনিয়াম
কে আবিষ্কার করেন ? সিবোর্গ
পরম
শূন্যতার স্কেল কে আবিষ্কার করেন ? কেলভিন
রেডিয়াম
কে আবিষ্কার করেন ? ম্যাডম কুরি ও পিয়েরে কুরি
জলাতঙ্ক
রোগের চিকিত্সা আবিষ্কার করেন কে ? লুই পাস্তুর
কোষের
নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ? রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
অধ্যায়-১৪
কিছু
যন্ত্রের ব্যবহার দেখে নিই:
সীসমোগ্রাফ=
ভুমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্র।
ব্যারোমিটার
= বায়ুর গতি মাপার যন্ত্র।
সেক্সট্যান্ট
= অক্ষাংশ মাপার যন্ত্র।
ক্রোনোমিটার
= সময় মাপার যন্ত্র।
থার্মোমিটার
= তাপমাত্রা মাপার যন্ত্র।
ক্যালরিমিটার
= তাপ মাপার যন্ত্র।
ল্যাক্টোমিটার
= দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র।
ভেলাডোমিটার
= বেগ মাপার যন্ত্র।
স্পিডোমিটার
= দ্রুতি মাপার যন্ত্র।
এক্সিলারোমিটার
= ত্বরণ মাপার যন্ত্র।
হাইড্রোমিটার=
পানির ঘনত্ব মাপার যন্ত্র।
রিখটার
স্কেল =ভূমিকম্পের মাত্রা মাপার যন্ত্র।
ওডোমিটার/
Rain Gauge = বৃষ্টিপাত মাপার যন্ত্র।
টেকোমিটার=
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র।
পাইটোমিটার=
জল জাহাজের গতি মাপার যন্ত্র।
এনিমোমিটার
=বায়ুর গতি মাপার যন্ত্র।
এটিনোমিটার=
শব্দের গতি মাপার যন্ত্র।
ফটোটেলিগ্রাফ=
আলোর গতি মাপার যন্ত্র।
প্রশ্ন:
স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল?
উঃ
চট্টগ্রামের কালুরঘাট।
প্রশ্ন:
রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উঃ
০৪ মার্চ, ১৯৭১।
প্রশ্ন:
জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উঃ
১২ জুলাই, ২০০১।
প্রশ্ন:
বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
উঃ
রেডিও মেট্রোওয়েভ।
প্রশ্ন:
বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
উঃ
৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
প্রশ্ন:
কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ
২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
প্রশ্ন:
কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উঃ
১ ডিসেম্বর, ১৯৮০।
প্রশ্ন:
ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ
১৯৭৫ সাল।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি?
উঃ
০২ টি।
প্রশ্ন:
চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উঃ
১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ
১৪ টি।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ
একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ
ফেরদৌসী রহমান।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ
৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উঃ
হুমায়ুন চৌধুরী।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ
আলম রশীদ।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ
কলিম শরাফী।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ
ত্রিরত্ন, ১৯৬৬।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়?
উঃ
১৯৯৪ সালে।
প্রশ্ন:
দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি?
উঃ
একুশে টেলিভিশন।
প্রশ্ন:
একুশে টেলিভিশন চালু হয়?
উঃ
৮ মার্চ, ১৯৯৮।
প্রশ্ন:
একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়?
উঃ
২৯ আগষ্ট, ২০০২।
প্রশ্ন:
একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উঃ
সাইমন ড্রিং।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?
উঃ
১১ এপ্রিল, ২০০৪।
প্রশ্ন:
বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়?
উঃ
২৭ এপ্রিল, ১৯৯২।
প্রশ্ন:
বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ
৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
প্রশ্ন:
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উঃ
রাঙ্গামাটি।
প্রশ্ন:
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উঃ
গাজিপুর।
প্রশ্ন:
বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উঃ
০৩ টি।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
উঃ
আইটি.কম।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
উঃ
বিডিনিউজ২৪.কম
প্রশ্ন:
জাতীয় সংবাদ সংস্থার নাম কি?
উঃ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রশ্ন:
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়?
উঃ
১৯৭২ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়?
উঃ
১৯৯৩ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে?
উঃ
১৯৯৬ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে কবে, কোথায় সাইবার ক্যাফে চালু হয়?
উঃ
১৯৯৯ সালে, বনানী।
প্রশ্ন:
বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে?
উঃ
গাজিপুরের কালিয়াকৈর।
প্রশ্ন:
ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি?
উঃ
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?
উঃ
সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
প্রশ্ন:
বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়?
উঃ
ব্রিটেনে।
প্রশ্ন:
ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়?
উঃ
১৮৭৫ সাল।
প্রশ্ন:
বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়?
উঃ
২০ জুলাই, ১৯৭১ সাল।
প্রশ্ন:
বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি?
উঃ
৯৮৬০ টি।
প্রশ্ন:
বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়?
উঃ
১৬ আগষ্ট, ২০০০।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি?
উঃ
ইজি-পোস্ট।
প্রশ্ন:
বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়?
উঃ
০৪ জানুয়ারী, ১৯৯০।
প্রশ্ন:
বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়?
উঃ
১৯৯২ সালে।
প্রশ্ন:
দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে?
উঃ
৬ টি।
প্রশ্ন:
বিটিআরসি কি?
উঃ
বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
প্রশ্ন:
দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে?
উঃ
৩০ জুন, ২০০২।
প্রশ্ন:
বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত?
উঃ
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।
প্রশ্ন:
বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সমপ্রচার করা হয়?
উঃ
বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী।
প্রশ্ন:
বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়?
উঃ
ঢাকার আগারগাঁওয়ে।
প্রশ্ন:
স্বধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল?
উঃ
চট্টগ্রামের কালুরঘাট।
প্রশ্ন:
রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উঃ
০৪ মার্চ, ১৯৭১।
প্রশ্ন:
জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উঃ
১২ জুলাই, ২০০১।
প্রশ্ন:
বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
উঃ
রেডিও মেট্রোওয়েভ।
প্রশ্ন:
বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
উঃ
৪টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি, রেডিও এবিসি ও রেডিও আমার)
প্রশ্ন:
কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ
২৫ ডিসেম্বর, ১৯৬৪ সাল।
প্রশ্ন:
কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উঃ
১ ডিসেম্বর, ১৯৮০।
প্রশ্ন:
ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ
১৯৭৫ সাল।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি?
উঃ
০২ টি।
প্রশ্ন:
চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উঃ
১৯ ডিসেম্বর, ১৯৯৬ সাল।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ
১৪ টি।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ
একতলা দোতলা, ফেব্রুয়ারী, ১৯৬৫।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ
ফেরদৌসী রহমান।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ
৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উঃ
হুমায়ুন চৌধুরী।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ
আলম রশীদ।
প্রশ্ন:
বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ
কলিম শরাফী।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ
ত্রিরত্ন, ১৯৬৬।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গৃহীত হয়?
উঃ
১৯৯৪ সালে।
প্রশ্ন:
দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি?
উঃ
একুশে টেলিভিশন।
প্রশ্ন:
একুশে টেলিভিশন চালু হয়?
উঃ
৮ মার্চ, ১৯৯৮।
প্রশ্ন:
একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়?
উঃ
২৯ আগষ্ট, ২০০২।
প্রশ্ন:
একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উঃ
সাইমন ড্রিং।
প্রশ্ন:
বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সম্প্রচার শুরু করে?
উঃ
১১ এপ্রিল, ২০০৪।
প্রশ্ন:
বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়?
উঃ
২৭ এপ্রিল, ১৯৯২।
প্রশ্ন:
বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ
৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
প্রশ্ন:
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উঃ
রাঙ্গামাটি।
প্রশ্ন:
তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উঃ
গাজিপুর।
প্রশ্ন:
বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উঃ
০৩ টি।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
উঃ
আইটি.কম।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
উঃ
বিডিনিউজ২৪.কম
প্রশ্ন:
জাতীয় সংবাদ সংস্থার নাম কি?
উঃ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রশ্ন:
বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠিত হয়?
উঃ
১৯৭২ সালে।
COMPUTER
-এর কিছু একক
অধ্যায়-০৪
১।
কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
--
পিক্সেল
২।Refresh
- কে প্রকাশ করা হয়
--
হার্টজ এককে ।
৩।
প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
--
ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী
যে এককে পরিমাপ করা হয়
--
গিগাবাইট
৫।
কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
--
বিট হিসেবে ।
৬।
বাসের গতি মাপা হয়
--মেগাহার্টজে
৭।
হাডডিস্ক মাপার একক
--
গিগাবাইট
৮।ইনফরমেশেনের
ক্ষুদ্রতম একক
--
ডেটা
৯।ব্যান্ডউইথ
বা ডেটা ট্রান্সমিশন -এর একক
-
bps (bits per second)
----------------------------------
৮বিটে ১ বাইটবা ১ কারেক্টার ।
How
far do u know?
1
Bit = Binary Digit
4
bits = 1 Nibble
8
Bits = 1 Byte
1024
Bytes = 1 Kilobyte
1024
Kilobytes = 1 Megabyte
1024
Megabytes = 1 Gigabyte
1024
Gigabytes = 1 Terabyte
1024
Terabytes = 1 Petabyte
1024
Petabytes = 1 Exabyte
1024
Exabytes = 1 Zettabyte
1024
Zettabytes = 1 Yottabyte
1024Yottabytes
= 1 Brontobyte
1024
Brontobytes = 1 Geopbyte
1024
Geopbyte=1 Saganbyte
1024
Saganbyte=1 Pijabyte
Alphabyte
= 1024 Pijabyte
Kryatbyte
= 1024 Alphabyte
Amosbyte
= 1024 Kryatbyte
Pectrolbyte
= 1024 Amosbyte
Bolgerbyte
= 1024 Pectrolbyte
Sambobyte
= 1024 Bolgerbyte
Quesabyte
= 1024 Sambobyte
Kinsabyte
= 1024 Quesabyte
Rutherbyte
= 1024 Kinsabyte
Dubnibyte
= 1024 Rutherbyte
Seaborgbyte
= 1024 Dubnibyte
Bohrbyte
= 1024 Seaborgbyte
Hassiubyte
= 1024 Bohrbyte
Meitnerbyte
= 1024 Hassiubyte
Darmstadbyte
= 1024 Meitnerbyte
Roentbyte
= 1024 Darmstadbyte
Coperbyte = 1024 Roentbyte
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি Input-Output ডিভাইস ? তাই সব উদাহরণ জানতে হবে
1.Modem
2.
Touch screen
3.Digital
camera
4.
Network card
5.Handset
6.
Fax ,
7.
Audio /Sound card
8.DVD/CD
9.
Multi-Function
প্রশ্ন
আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
১।
Net 2 Phone
2.
Skype
3.
MSN Messenger
4.
Net Meeting
5. Cool talk
প্রশ্ন
আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
১।
Facebook
২।
Twittar
৩।Google
Plus
4.
Flickr
5.
Vine
6.
Meetup
7.
Pintarest
8.
Instagram
9.
Tumblr
10.Tagged
11.Linkedin
১২.বেশত(প্রথম
বাংলা )
১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
প্রশ্ন
আসতে পারে নিচের কোনটি ------- ? তাই সব উদাহরণ জানতে হবে
Package Software --এর উদাহরণ
1.
Word processing Software
2.
Spread Analysis Software
3.
Database Management Software
4.
Computer Aided Design/CAD
5.
Graphics Software
6.
Graphics Animation Software
7.
Desktop Publication Software
8.
Multimedia Software
9.
Web Browsing Software
10.
Presentation Software
11.Web
Browsing Software
12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
Word Processing Software এর উদাহরণ
1.
Microsoft word / Ms Word
2.
Word Perfect/WP
3.
Lotus Wordpro
4.
Word Star
5.
PFS Writer
6.
Mac Writer
7.
Display Writer
8.
Dos Writer
9.
Word Pad
10.
Note Pad
11. Latex
Spreadsheet Analysis Software এর উদাহরণ
1.Visicalc
2.Super
calc
3.
Lotus 1-2-3,
4.
Corel Quatropro
5.Multiplan
6.
Sorcim
7.
Symphony
8.Numbers
9. Ms Excel
Database Management Software এর উদাহরণ
1.Microsoft
Access
2.
Microsoft SQL Server
3.
ORACLE
4.
Corel Paradox ,
5.
Lotus Approach
6.dbase
7.
Foxpro
8.
File Maker Pro
9. 4D
(সমাপ্ত)
No comments:
Post a Comment