বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
প্রশ্নোত্তর
২০তম পর্ব
(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times
BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive
Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School,
Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha,
Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge
(Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা
প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com
সাধারণ জ্ঞান
৫৫। মধ্যযুগের কোন কাব্য
প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’।
(দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী- মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪তমবিসিএস লিখিত] উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী- মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত] উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত] উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪তমবিসিএস লিখিত] উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত] উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম, আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।
১৮।বঙ্গবন্ধু সেনানিবাস কোথায় অবস্থিত?- বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ,কালিহাতী
,টাঙ্গাইল।
১৯। ২০১৫সালের তৃতীয় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে‘ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?- মালযেশিয়া (বাংলাদেশ রানার্স আপ।)
২০। ২০১৫সালে কতজন্ ব্যক্তি একুশে পদক লাভ করেন?- ১৫জন।
২১। ‘মিউজিকা‘ হল নতুন জাতের-- আলু।
২২। বাংলাদেশে কতটি সম্ভাবনাময় কৃষি ঐতিহ্য রয়েছে?-৫টি।
২৩। বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইরেজি দৈনিক পত্রিকার সংখ্যাক কতটি?- ৮৮৫টি। িএর মধ্যে বাংলা > ৮১৯টি , ইংরেজি ৬৬টি।
২৪। তথ্য মন্ত্রাণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে?- ৪১টি। তবে বর্তমানে চালু আছে ২৩টি।
২৫। সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি ?- ১১টি।
২৬।নদীবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি?-৪টি।
২৭। নারীদের তথ্যসেবায় বাংলাদেশে চালুকৃত মোবাইল অ্যাপটির নাম কি?- মায়া অ্যাপ।
২৮। মুক্তিযুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ ও হেলিক্যাপ্টারের নাম কি?- উড়োজাহাজ > ডাকোটা , হেলিক্যাপ্টার >> হকার হন্টার ।
সাম্প্রতিক তথ্য
১৯। ২০১৫সালের তৃতীয় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে‘ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?- মালযেশিয়া (বাংলাদেশ রানার্স আপ।)
২০। ২০১৫সালে কতজন্ ব্যক্তি একুশে পদক লাভ করেন?- ১৫জন।
২১। ‘মিউজিকা‘ হল নতুন জাতের-- আলু।
২২। বাংলাদেশে কতটি সম্ভাবনাময় কৃষি ঐতিহ্য রয়েছে?-৫টি।
২৩। বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইরেজি দৈনিক পত্রিকার সংখ্যাক কতটি?- ৮৮৫টি। িএর মধ্যে বাংলা > ৮১৯টি , ইংরেজি ৬৬টি।
২৪। তথ্য মন্ত্রাণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে?- ৪১টি। তবে বর্তমানে চালু আছে ২৩টি।
২৫। সমুদ্রবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি ?- ১১টি।
২৬।নদীবন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ওহুশিয়ারী সংকেত কতটি?-৪টি।
২৭। নারীদের তথ্যসেবায় বাংলাদেশে চালুকৃত মোবাইল অ্যাপটির নাম কি?- মায়া অ্যাপ।
২৮। মুক্তিযুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ ও হেলিক্যাপ্টারের নাম কি?- উড়োজাহাজ > ডাকোটা , হেলিক্যাপ্টার >> হকার হন্টার ।
সাম্প্রতিক তথ্য
১।আলু উত্পাদনে বাংলাদেশের অবস্থান- ৮ম (আগে ছিল ৯ম)
২। ২৫ শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়ক রাজ্যের সিনেট ২৬শে মাচকে কোন দিবস ঘোষনা করে ?- বাংলাদেশ ডে।
৩। বর্তমানে বাংলাদেশ বেকার লোকের সংখ্যা ?- ২৫ লাখ ৮০ হাজার। (সূত্র শ্রমশক্তি জরিপ ২০১৩(
৪। ফিরে দেখো ‘৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ‘ ভাস্কর্য কোথায় অবস্থিত ?-নারায়ন গঞ্জ পুলিশ লাইনে
৫। ‘বাংলার বিজয়’ ভাস্কর্য কোথায় অবস্থিত ?- ষোলশহর, চট্টগ্রাম
৬। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন , শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন কোথায় অবস্থিত?- যথাক্রমে যশোর, রংপুর, ও ময়মনসিংহে।
৭।মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয়গাঁথা’ কোথায় অবস্থিত?- রংপুর সেনানিবাস
৮।‘স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর’ কোথায় অবস্থিত?-সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা( উন্মুক্ত করা ২৬ মার্চ ২০১৫)
৯।মরুদ্বীপ ‘ ৭১ স্বাধীনতা পার্ক’ কোথায় অবস্থিত?-কটিয়াদী , কিশোর গঞ্জ।
১০। ২৭মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়’ চলচ্চিত্রের পরিচালক কে?- গোলাম মোস্তফা শিমুল ।
১১। বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কতটি?- ১৬৬টি।
১২। জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশে লাউঞ্জ’ উদ্বোধন করা হয় ?- ১৭মার্চ ২০১৫।
২। ২৫ শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়ক রাজ্যের সিনেট ২৬শে মাচকে কোন দিবস ঘোষনা করে ?- বাংলাদেশ ডে।
৩। বর্তমানে বাংলাদেশ বেকার লোকের সংখ্যা ?- ২৫ লাখ ৮০ হাজার। (সূত্র শ্রমশক্তি জরিপ ২০১৩(
৪। ফিরে দেখো ‘৭১ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ‘ ভাস্কর্য কোথায় অবস্থিত ?-নারায়ন গঞ্জ পুলিশ লাইনে
৫। ‘বাংলার বিজয়’ ভাস্কর্য কোথায় অবস্থিত ?- ষোলশহর, চট্টগ্রাম
৬। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন , শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন কোথায় অবস্থিত?- যথাক্রমে যশোর, রংপুর, ও ময়মনসিংহে।
৭।মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয়গাঁথা’ কোথায় অবস্থিত?- রংপুর সেনানিবাস
৮।‘স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা জাদুঘর’ কোথায় অবস্থিত?-সোহরাওয়ার্দী উদ্যান , ঢাকা( উন্মুক্ত করা ২৬ মার্চ ২০১৫)
৯।মরুদ্বীপ ‘ ৭১ স্বাধীনতা পার্ক’ কোথায় অবস্থিত?-কটিয়াদী , কিশোর গঞ্জ।
১০। ২৭মার্চ ২০১৫ মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হরিযুপীয়’ চলচ্চিত্রের পরিচালক কে?- গোলাম মোস্তফা শিমুল ।
১১। বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কতটি?- ১৬৬টি।
১২। জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশে লাউঞ্জ’ উদ্বোধন করা হয় ?- ১৭মার্চ ২০১৫।
১৩। জাতীয় পর্যটন বর্ষ ঘোষণা করা হয় কোন সালকে?-
২০১৬।
১৪। বাংলাদেশের প্রথম অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (OCR)এর নাম কি?- পুঁথি ।
১৫। টিকাদান কর্মসূচিতে বর্তমানে বাংলাদেশে কতটি টিকা দেয়া হয় ?- ১০টি।
১৬। ২১মার্চ ২০১৫ বাংলাদেমের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়- নিউমোনিয়া টিকা
১৭।বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে?- মাহমুদুল্লাহ ।
১৮। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি ?-৫টি।
১৯। বর্তমানে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা কতটি?- ৩,৬৭৪জন। ঝুঁকিতে ১৪,৩০০জন।
২০। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রাপ্ত চলচ্চিত্র- মৃত্তিকা মায়া।
২১। বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?- ২.০৯, ৫০০জন।
২২। ১৯৭১সালের ঢাকায় নিযুক্ত মার্কিন কনসোল আর্চার কে ব্লাড জেনারেল যে টেলিগ্রামে পাকিস্তান বাহিনীর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করেন তার নাম কি?-- ব্লাড টেলিগ্রাম।
২৩। মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ এর প্রকল্প পরিচালক কে?- হারুন-উর-রশিদ ।
২৪।বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ তে বাংলাদেশী কোন ক্রিকেটার সর্বোচ্চ সংখ্যক রান করেন?- মাহমুদুল্লাহ( ৩৬৫)
২৫। বাংলাদেশে ক্রিকেট দল ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত মোট কতটি ম্যাচ যেতে ?-১১টি ( ২০১৫ > ৩টি)
২৬। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?- মোদকটং বা সাফা হাফং (উচ্চতা > ৩৪৫১ফুট, ১০৫২মিটার) । প্রচলিত তথ্য কেওক্রাডাং > ৩২০৫ফুট, তাজিং ডং ২৭৯২ফুট।
২৭। গুগলে অনুবাদক(মোট ৯১টি ভাষা) হিসেবে বাংলা ভাষা যুক্ত হয় কবে?- ২০১১ সালে ।
২৮। সম্প্রতি কোন জেলায় চা চাষ শুরু করা হয ?-নীলফামারী তে।
২৯।বিদেশে বাংলাদেশের মিশন কয়টি ?- ৫৩টি দেশে ৬৯টি মিশন।
১৪। বাংলাদেশের প্রথম অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (OCR)এর নাম কি?- পুঁথি ।
১৫। টিকাদান কর্মসূচিতে বর্তমানে বাংলাদেশে কতটি টিকা দেয়া হয় ?- ১০টি।
১৬। ২১মার্চ ২০১৫ বাংলাদেমের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়- নিউমোনিয়া টিকা
১৭।বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে?- মাহমুদুল্লাহ ।
১৮। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি ?-৫টি।
১৯। বর্তমানে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা কতটি?- ৩,৬৭৪জন। ঝুঁকিতে ১৪,৩০০জন।
২০। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রাপ্ত চলচ্চিত্র- মৃত্তিকা মায়া।
২১। বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?- ২.০৯, ৫০০জন।
২২। ১৯৭১সালের ঢাকায় নিযুক্ত মার্কিন কনসোল আর্চার কে ব্লাড জেনারেল যে টেলিগ্রামে পাকিস্তান বাহিনীর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করেন তার নাম কি?-- ব্লাড টেলিগ্রাম।
২৩। মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ এর প্রকল্প পরিচালক কে?- হারুন-উর-রশিদ ।
২৪।বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ তে বাংলাদেশী কোন ক্রিকেটার সর্বোচ্চ সংখ্যক রান করেন?- মাহমুদুল্লাহ( ৩৬৫)
২৫। বাংলাদেশে ক্রিকেট দল ১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত মোট কতটি ম্যাচ যেতে ?-১১টি ( ২০১৫ > ৩টি)
২৬। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?- মোদকটং বা সাফা হাফং (উচ্চতা > ৩৪৫১ফুট, ১০৫২মিটার) । প্রচলিত তথ্য কেওক্রাডাং > ৩২০৫ফুট, তাজিং ডং ২৭৯২ফুট।
২৭। গুগলে অনুবাদক(মোট ৯১টি ভাষা) হিসেবে বাংলা ভাষা যুক্ত হয় কবে?- ২০১১ সালে ।
২৮। সম্প্রতি কোন জেলায় চা চাষ শুরু করা হয ?-নীলফামারী তে।
২৯।বিদেশে বাংলাদেশের মিশন কয়টি ?- ৫৩টি দেশে ৬৯টি মিশন।
সাম্প্রতিক তথ্য
১।নতুন উপজেলা গঠনের জন্য ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে
হবে?-পৌরসভা থাকলে ৭টি। না থাকলে ৮টি ইউনিয়ন ।
২।নতুন উপজেলা গঠনের জন্য আয়তন কত হবে?- ন্যূনতম ৩০০ বর্গ মিটার ।
৩। বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীন রুট কতটি ?-৭টি(সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম ,সিলেট, বরিশাল, যশোর,ও কক্সবাজার )
৪।বাংলাদেশে প্রথম এলইইডি প্লাটিনাম’ সনদ পাওয়া প্রথম পোশাক কারখান কোনটি ?- ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিডেট; ইশ্বরদী ইপিজেড।
৫। ২০১৫সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে ?- ১১জন (৩জন জয়ী হন >> টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা আশা হক ।)
৬। বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তাসূচক কর্মসূচি চালু আছে?-১৪৫টি।
৭। দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?-দর্শনা , চুয়াডাঙ্গা।
৮। শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি ?- বাংলাদেশ।
৯। SDSN -এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ?
-১০৯তম । (সবচেয়ে সুখী দেশ > সুইজারল্যান্ড , সবচেয়ে অসুখী>>টোগো)
১০। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?-প্যারিসে( অক্টোবর -২০১৫) প্রথম > ঢাকায় ২০০২।
১১। এ পযন্ত কতবার ‘বাংলাদেশে- মার্কিন অংশিদারী’ সংলাপ হয় ?-৩বার (২০১২, ২০১৩, ২০১৪)
১২। বাংলাদেশে ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে মোট কতটি বাংলাওয়াশ করেছে?- ১১টি। দ্বিপাক্ষিক সিরিজ জয় > ১৯টি ।
১৩।বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা কোথায় ?-নারায়নগঞ্জের ‘ প্লামি ফ্যাশনস লিমিটেড’ ।
১৪। শিল্পনীতি কত বছর পর পর পরিবর্তন করা হয় ?- ৩বছর ।
১৫। শিল্পনীতি -২০১৫ তে জাতীয় অর্থনীতে শিল্পখাতের কত শতাংশের বাড়ানোর কথা বলা হয়েছে ?- ৪০% এবং শ্রম শক্তির ২৫%।
১৬। পাবর্ত্য অঞ্চরের ১১টি ক্ষৃ জাতি গোষ্টির জন্য প্রথম রোডিও- জুমল্যান্ড রেডিও।
সাম্প্রতিক তথ্য
২।নতুন উপজেলা গঠনের জন্য আয়তন কত হবে?- ন্যূনতম ৩০০ বর্গ মিটার ।
৩। বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীন রুট কতটি ?-৭টি(সৈয়দপুর, রাজশাহী, চট্টগ্রাম ,সিলেট, বরিশাল, যশোর,ও কক্সবাজার )
৪।বাংলাদেশে প্রথম এলইইডি প্লাটিনাম’ সনদ পাওয়া প্রথম পোশাক কারখান কোনটি ?- ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিডেট; ইশ্বরদী ইপিজেড।
৫। ২০১৫সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে ?- ১১জন (৩জন জয়ী হন >> টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা আশা হক ।)
৬। বর্তমানে কতটি সামাজিক নিরাপত্তাসূচক কর্মসূচি চালু আছে?-১৪৫টি।
৭। দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?-দর্শনা , চুয়াডাঙ্গা।
৮। শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি ?- বাংলাদেশ।
৯। SDSN -এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম ?
-১০৯তম । (সবচেয়ে সুখী দেশ > সুইজারল্যান্ড , সবচেয়ে অসুখী>>টোগো)
১০। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?-প্যারিসে( অক্টোবর -২০১৫) প্রথম > ঢাকায় ২০০২।
১১। এ পযন্ত কতবার ‘বাংলাদেশে- মার্কিন অংশিদারী’ সংলাপ হয় ?-৩বার (২০১২, ২০১৩, ২০১৪)
১২। বাংলাদেশে ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে মোট কতটি বাংলাওয়াশ করেছে?- ১১টি। দ্বিপাক্ষিক সিরিজ জয় > ১৯টি ।
১৩।বিশ্বের প্রথম পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা কোথায় ?-নারায়নগঞ্জের ‘ প্লামি ফ্যাশনস লিমিটেড’ ।
১৪। শিল্পনীতি কত বছর পর পর পরিবর্তন করা হয় ?- ৩বছর ।
১৫। শিল্পনীতি -২০১৫ তে জাতীয় অর্থনীতে শিল্পখাতের কত শতাংশের বাড়ানোর কথা বলা হয়েছে ?- ৪০% এবং শ্রম শক্তির ২৫%।
১৬। পাবর্ত্য অঞ্চরের ১১টি ক্ষৃ জাতি গোষ্টির জন্য প্রথম রোডিও- জুমল্যান্ড রেডিও।
সাম্প্রতিক তথ্য
১। বাংলাদেশে মোট কতটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর আছে?- ১৯টি। (সর্বশেষ
বাঘা জাদুঘর , রাজশাহী )
২।সরকারিভাবে স্বীকৃত দেশের নৃ- গোষ্টির সংখ্যা কতটি?- ৪৮টি। (উসুই ও মং বাদ )
৩।বাংলাদেশকে উপহার দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় জাহাজের নাম কি?
-১ম>বিএনএস সমুদ্র জয়(যুক্তরাষ্টীয় নাম> কাটার জারভিজ, ২য়> বিএনএস সমুদ্র অভিযানযুক্তরাষ্টীয় নাম> কাটার রাশ।
৪।বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কাযক্রম চলছে এমন বেসকরকারি এফএম রেডিও কতটি?- ১২টি। (সর্বশেষ রেডিও নেক্সট )
৫। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচেছ?
২।সরকারিভাবে স্বীকৃত দেশের নৃ- গোষ্টির সংখ্যা কতটি?- ৪৮টি। (উসুই ও মং বাদ )
৩।বাংলাদেশকে উপহার দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় জাহাজের নাম কি?
-১ম>বিএনএস সমুদ্র জয়(যুক্তরাষ্টীয় নাম> কাটার জারভিজ, ২য়> বিএনএস সমুদ্র অভিযানযুক্তরাষ্টীয় নাম> কাটার রাশ।
৪।বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে কাযক্রম চলছে এমন বেসকরকারি এফএম রেডিও কতটি?- ১২টি। (সর্বশেষ রেডিও নেক্সট )
৫। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশ কোন কনসোর্টিয়ামের সাথে যুক্ত হচেছ?
-SMW-5(প্রথমটা ছিল > SMW-4)
৬।প্রস্তাবিত ‘খান জাহান আলী বিমানবন্দর’ নির্মিত হবে- রামপাল, বাগের হাট ।
৭। সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি ?- ২০১৬সাল।
৮। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘জনকের মুখ’ কোন ধরনের গ্রন্থ ?- ছোটগল্পের সংকলন(সংকলক / সম্পাদক> আখতার হোসেন। )
৯। টেস্টে ক্রিকেট কতজন বাংলাদেশী ডাবল সেঞ্চুরি করেছেন?- ২জন । মুশফিক ও তামিম ।
১০। দেশের ৩৮তম সরকারি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত ) কোনটি?- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
১১।বাংলাদেশ থেকে হিমায়তি চিংড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?- বেলজিয়াম ( যুক্তরাজ্য ২য়)
১২। সবার জন্য বিদ্যু সুবিধা নিশ্চিত করার লক্ষমাত্রা কোন সালের মধ্যে-২০২১সালের ।
১৩।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষমাত্রা কোন সালের মধ্যে?- ২০২১।
১৪। বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম?- নমিন্যাল মূল্যের ভিত্তিতে ৫৮তম ।ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩৬তম ।
১৫।বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে?- অধ্যাপক আব্দুল মান্নান।
১৬। ফর্বেস ম্যাগাজিনের -২০১৫সালের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত ?
-৫৯টি।
১৭। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরুস্কার ‘বঙ্গবিভূষণ’ -২০১৫সালে কোন বাংলাদেশীকে দেওয়া হয় ?
- ফিরোজা বেগমকে ।
১৮। রবীন্দ্র পুরস্কার -২০১৫ কে কে পান ?- অধ্যাপক সনাত কুমার সাহা ও সাদি মোহাম্মদ ।
১৯। বিশ্বের সর্ববৃত্ ওয়েবসাইটের নাম ?
- জাতীয় তথ্য বাতায়ন । bangladesh.gov.bd (২৫,০০০ ওয়েবসাইট , ৪২,০০০দপ্তর,২০লাখ কন্টেন্ট, ৪৫হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি ও ৭ লাখ আমলাদের তথ্য্ ।
২০। বিশ্ব বসবাসের তালিকায় নিকৃষ্ট শহর-দামেষ্ক, সিরিয়া, (ঢাকা ২য়)
২১। ইউনিসেফ এর প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান- ৪র্থ। (এশিয়ার মধ্যে সর্বোচ্চ)
২২।বাংলাদেশের GSP সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করে কবে?-২০১৩সালে ।
২৩।বাংলাদেশের বর্তমানে বৈদেশিক রির্জাভ কত?- ২৪বিলিয়ন মার্কিন ডলার ( সার্কভুক্ত দেশে বাংলাদেশ ২য়)
২৪।পল্লী সঞ্চয় ব্যাংক কোন প্রকল্প চালু করার মাধ্যমে ব্যাংকি প্রক্রিয়া শুরু করে ?-একটি বাড়ি একটি খামার
২৫।‘মুক্তিমিত্র’ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?-কুষ্টিয়া-ঝিনাইদহ
২৬। সম্প্রতি কোন দুটি উপজাতির নাম বাংলাদেশে বাদ দেওযা হয়েছে?- উসুই , মং
২৭। নতুন শিল্প নীতিতে বাংলাদেশের সেবাখাতের শিল্প কয়টি?- ৩৩টি। (আগে ছিল ৩২টি)
২৮। কতবছর হলেই বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে?- ১৫বছর । আর ১৮হলেই স্বক্রিয়ভাবে ভোটার হবে।
২৯। সম্প্রতি কোন দেশে গণকবর পাওয়া যায়?-থাইল্যান্ডে। সাদা প্রদেশে।
৩০। বঙ্গসাগরের উপকূলীয় অঞ্চলের কতটি রুট দিয়ে মানব পাচার হয় ?- ৯টি।
৩১। বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে কতটি রুটে ভারতে মানবপাচার করা হয় ?- ১৫টি।
৬।প্রস্তাবিত ‘খান জাহান আলী বিমানবন্দর’ নির্মিত হবে- রামপাল, বাগের হাট ।
৭। সার্ক সাংস্কৃতিক ঐতিহ্য বছর কোনটি ?- ২০১৬সাল।
৮। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘জনকের মুখ’ কোন ধরনের গ্রন্থ ?- ছোটগল্পের সংকলন(সংকলক / সম্পাদক> আখতার হোসেন। )
৯। টেস্টে ক্রিকেট কতজন বাংলাদেশী ডাবল সেঞ্চুরি করেছেন?- ২জন । মুশফিক ও তামিম ।
১০। দেশের ৩৮তম সরকারি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত ) কোনটি?- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
১১।বাংলাদেশ থেকে হিমায়তি চিংড়ি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?- বেলজিয়াম ( যুক্তরাজ্য ২য়)
১২। সবার জন্য বিদ্যু সুবিধা নিশ্চিত করার লক্ষমাত্রা কোন সালের মধ্যে-২০২১সালের ।
১৩।বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষমাত্রা কোন সালের মধ্যে?- ২০২১।
১৪। বিশ্বে বাংলাদেশের অর্থনীতি কততম?- নমিন্যাল মূল্যের ভিত্তিতে ৫৮তম ।ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩৬তম ।
১৫।বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে?- অধ্যাপক আব্দুল মান্নান।
১৬। ফর্বেস ম্যাগাজিনের -২০১৫সালের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত ?
-৫৯টি।
১৭। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরুস্কার ‘বঙ্গবিভূষণ’ -২০১৫সালে কোন বাংলাদেশীকে দেওয়া হয় ?
- ফিরোজা বেগমকে ।
১৮। রবীন্দ্র পুরস্কার -২০১৫ কে কে পান ?- অধ্যাপক সনাত কুমার সাহা ও সাদি মোহাম্মদ ।
১৯। বিশ্বের সর্ববৃত্ ওয়েবসাইটের নাম ?
- জাতীয় তথ্য বাতায়ন । bangladesh.gov.bd (২৫,০০০ ওয়েবসাইট , ৪২,০০০দপ্তর,২০লাখ কন্টেন্ট, ৪৫হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি ও ৭ লাখ আমলাদের তথ্য্ ।
২০। বিশ্ব বসবাসের তালিকায় নিকৃষ্ট শহর-দামেষ্ক, সিরিয়া, (ঢাকা ২য়)
২১। ইউনিসেফ এর প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বাংলাদেশের অবস্থান- ৪র্থ। (এশিয়ার মধ্যে সর্বোচ্চ)
২২।বাংলাদেশের GSP সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করে কবে?-২০১৩সালে ।
২৩।বাংলাদেশের বর্তমানে বৈদেশিক রির্জাভ কত?- ২৪বিলিয়ন মার্কিন ডলার ( সার্কভুক্ত দেশে বাংলাদেশ ২য়)
২৪।পল্লী সঞ্চয় ব্যাংক কোন প্রকল্প চালু করার মাধ্যমে ব্যাংকি প্রক্রিয়া শুরু করে ?-একটি বাড়ি একটি খামার
২৫।‘মুক্তিমিত্র’ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত?-কুষ্টিয়া-ঝিনাইদহ
২৬। সম্প্রতি কোন দুটি উপজাতির নাম বাংলাদেশে বাদ দেওযা হয়েছে?- উসুই , মং
২৭। নতুন শিল্প নীতিতে বাংলাদেশের সেবাখাতের শিল্প কয়টি?- ৩৩টি। (আগে ছিল ৩২টি)
২৮। কতবছর হলেই বাংলাদেশে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে?- ১৫বছর । আর ১৮হলেই স্বক্রিয়ভাবে ভোটার হবে।
২৯। সম্প্রতি কোন দেশে গণকবর পাওয়া যায়?-থাইল্যান্ডে। সাদা প্রদেশে।
৩০। বঙ্গসাগরের উপকূলীয় অঞ্চলের কতটি রুট দিয়ে মানব পাচার হয় ?- ৯টি।
৩১। বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে কতটি রুটে ভারতে মানবপাচার করা হয় ?- ১৫টি।
সাম্প্রতিক তথ্য
১। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি?- ৬টি(সোনালি , রুপালি,
জনতা, বেসিক, বিডিবিএল)
২।ধান উত্পাদনে বাংলাদেশের অবস্থান কত?- ৪র্থ । (শীর্ষ দেশ চীন )
৩।বাংলাদেশ -ভারত এর চতুর্থ সীমান্ত হাট- ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
৪। ঢাকা বিশ্ববিদ্যালযে অবস্থিত ‘ বিশ্বাস -ই- ৭১’ এর ভাস্কর্যের নাম- দীপক সরকার ।
৫। বাংলাদেশ -ভারত স্থলসীমান্ত চুক্তি -১৯৭৪’ কার্যকর হয়-৬জুন ২০১৫।
৬। জাতীয় পরিবেশ দিবস -২০১৫ ’পুরুস্কার লাভ করেন কে?
-পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট , মানবাধিকার ও পরিবেশ কর্মী আইনজীবী অ্যাটভোকেট মনজিল মোরশেদ
৭। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরে কতটি দলিল স্বাক্ষর , বিনিময়, গ্রহণ, হস্তান্তর করে?-২২টি।
৮। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরের শেষে উভয় দেশ ‘ নতুন প্রজন্ম -নয়া দিশা’ শিরোনামে কত দফা ঘোষণা করে ?
- ৬৫টি ।
৯। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কাছে বাংলাদেশের কোথায় ব্যান্ড উইথ ইজারা দেয় ?- আখাউড়ায় ।
১০। বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু কোথায় নির্মাণ করা হবে ?- ফেনী নদীর ওপর
১১।ICDDRB'র উদ্ভাবিত নতুন খাদ্যের নাম কি?-RUTF >> Ready to Use Therapeutic Food(RUTF)
১২। প্রাচ্যের ল্যানসেট নামে পরিচিত--ICDDRB' এর Journal of Health, Population, and Nutrition
১৩। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু ঋণ কত?- ৩২,০০০টাকা
১৪।বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল?- যুক্তরাজ্য(কমলা রংগের রোবিন বা দেয়েল ), সুইডেন।
২।ধান উত্পাদনে বাংলাদেশের অবস্থান কত?- ৪র্থ । (শীর্ষ দেশ চীন )
৩।বাংলাদেশ -ভারত এর চতুর্থ সীমান্ত হাট- ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
৪। ঢাকা বিশ্ববিদ্যালযে অবস্থিত ‘ বিশ্বাস -ই- ৭১’ এর ভাস্কর্যের নাম- দীপক সরকার ।
৫। বাংলাদেশ -ভারত স্থলসীমান্ত চুক্তি -১৯৭৪’ কার্যকর হয়-৬জুন ২০১৫।
৬। জাতীয় পরিবেশ দিবস -২০১৫ ’পুরুস্কার লাভ করেন কে?
-পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট , মানবাধিকার ও পরিবেশ কর্মী আইনজীবী অ্যাটভোকেট মনজিল মোরশেদ
৭। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরে কতটি দলিল স্বাক্ষর , বিনিময়, গ্রহণ, হস্তান্তর করে?-২২টি।
৮। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরের শেষে উভয় দেশ ‘ নতুন প্রজন্ম -নয়া দিশা’ শিরোনামে কত দফা ঘোষণা করে ?
- ৬৫টি ।
৯। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কাছে বাংলাদেশের কোথায় ব্যান্ড উইথ ইজারা দেয় ?- আখাউড়ায় ।
১০। বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু কোথায় নির্মাণ করা হবে ?- ফেনী নদীর ওপর
১১।ICDDRB'র উদ্ভাবিত নতুন খাদ্যের নাম কি?-RUTF >> Ready to Use Therapeutic Food(RUTF)
১২। প্রাচ্যের ল্যানসেট নামে পরিচিত--ICDDRB' এর Journal of Health, Population, and Nutrition
১৩। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু ঋণ কত?- ৩২,০০০টাকা
১৪।বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল?- যুক্তরাজ্য(কমলা রংগের রোবিন বা দেয়েল ), সুইডেন।
সাম্প্রতিক তথ্য
১। ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোনটি ?-আসামের গুয়াহাটি।
২। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?-আলিকদম -থানচি। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট)
৩। এলপিজি শুল্ক স্টেশন কোথায় ?- চট্টগ্রামের সীতাকুন্ডে ।
৫। লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয় প্রভৃতিকি?- নতুন জাতের হাইব্রিড বেগুন।
৬। একাত্তরের গেরিলা ‘ গ্রন্থের লেখক কে?- ড. জহিরুল ইসলাম ।
৭।বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি?- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ।
৮। বাংলাদেশের কোন নদীতে ট্যানেল নির্মাণ করা হবে ? কোন দেশ করবে ?- কর্ণফূলী নদীতে । চীন করবে।
৯। বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি ?- ২২টি।
`১০। বর্তমানে দেশে ব্যাংক -বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি ?- ৩২টি।
১১। বাংলাদেশে বর্তমানে বস্তির সংখ্যা কত?- ১৩, ৯৪৩টি।
২। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?-আলিকদম -থানচি। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট)
৩। এলপিজি শুল্ক স্টেশন কোথায় ?- চট্টগ্রামের সীতাকুন্ডে ।
৫। লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয় প্রভৃতিকি?- নতুন জাতের হাইব্রিড বেগুন।
৬। একাত্তরের গেরিলা ‘ গ্রন্থের লেখক কে?- ড. জহিরুল ইসলাম ।
৭।বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি?- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ।
৮। বাংলাদেশের কোন নদীতে ট্যানেল নির্মাণ করা হবে ? কোন দেশ করবে ?- কর্ণফূলী নদীতে । চীন করবে।
৯। বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি ?- ২২টি।
`১০। বর্তমানে দেশে ব্যাংক -বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি ?- ৩২টি।
১১। বাংলাদেশে বর্তমানে বস্তির সংখ্যা কত?- ১৩, ৯৪৩টি।
সাম্প্রতিক তথ্য
১।বর্তমানে সুন্দরবনে রযেল বেঙ্গল টাইগার সংখ্যা কত?- ১০৬
২। বাংলাদেশের একমাত্র কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে?- সিলেট
২।মুক্তিযুদ্ধ:সত্যের মুখোমুখি বইটির লেখক কে ?- অধ্যাপক আবু সাইয়িদ
৩।BRIGHT LINES বইটির লেখক কে ?
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা তন্বী নন্দিনী রচিত প্রথম উপন্যাস। ২০০৪ এর ব্রুকলিনের পটভূমিতে একটি বাংলাদেশি আমেরিকান পরিবার ও প্রতিবেশীদের নিয়ে গড়ে ওঠা এ উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে ১৯৭১সালের মুক্তিযুদ্ধের স্মৃতি ।
৪। ২০১৫সালে Award for ICTs in Sustainable Development কে পায় ?- বাংলাদেশ
৬।FAO এচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০১৫ কে পায় ?- বাংলাদেশ্ ।
৭। জাপানি ভাষায় ’অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির অনুবাদক কে?- কাজুহিরো ওয়াতানাবো ।
৮। সিংনাথ, দোহাজারী, খটখটিয়া কোন কৃষিপণ্যের নতুন জাত ?- বিটি বেগুন।
৯। পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের লক্ষ্যে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং -এর নাম কি?
- কুইন আইল্যান্ড অব বাংলাদেশ‘ যা বাংলায় ‘বাংলাদেশের দ্বীপের রানী।
১০।বর্তমানে দেশে হাতির সংখ্যা কতটি?-২০০টি।
১১।বাংলাদেশ-ভারত ছিটমহল কার্যকর হয় কবে?- ১ আগস্ট ২০১৫।
১২। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?-২কি.মি।
১৩।বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?-মহুরীর চর (ফেনী)
১৪।চরকি.কম কি?- সার্চ ইঞ্জিন ।
১৫। বাংলাদেশের মানুষকে Water People কে হিসেবে অভিহিত করে?
-ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।
১৬।বাংলাদেশে মোট কতটি তেল রিফাইনারী বা পরিশোধন কেন্দ্র আছে ?
- ১৪টি। তার মধ্যে ৪টি সরকারী ১০টি বেসরকারী ।
১৭। বাংলাদেশ -চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের কতটি রোড সংযু্ক্ত হতে যাচ্ছে?
- ৮টি। মোট দৈঘ্য হবে ৬০০ কি.মি।
১৮। ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য কয়টি?
-৪টি। ( আসাম, মিজোরাম, ত্রিপুরা। )
১৯।বাংলাদেশের প্রকৃতি কন্যা নামে খ্যাত কে?-জাফলং , সিলেট ।
২০। বাংলাদেশের ‘আমাজন’ খ্যাত কে?-রাতারগুল জলাবন, সিলেট ।
২১। পৃথিবীর একমাত্র মিঠাপানির জলাবন কোনটি?- রাতারগুল জলাবন, সিলেট ।
২২।‘ওয়ানগালা’ কাদের উত্সব?- গারোদের
২৩। বাংলাদেশের গারো জাতিসত্তার ভাষার নাম কি?- মান্দি খুসিক।
২৪। সাঁওতালদের গ্রাম প্রধানদের বলে-মাজি
২৫। চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে ?- কারবাড়ি বা রোয়াজা ।
২৬। মারমাদের মৌজাপ্রধানকে কী বলা হয় ?- হেডম্যান।
২৭।ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কাদের সংস্কৃতি সবচেয়ে সমৃদ্ধ?- মণিপুরি।
২৮।‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটির ক্যাপসন যে চিত্রশিল্পীর ?-কামরুল হাসান।
২৯।বাংলাদেশে ভয়াবহ খরা হয় কবে?- ১৯৫৭, ১৯৭৮, ১৯৭৯।
৩০।বরেন্দ্রভূমির আয়তন কত?- ৯৩২০বর্গ কিলোমিটার।
৩১। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোনটি?- দত্তকনগর কৃষি খামার (ঝিনাইদহ জেলার মহেশপুর। )
৩২। নদী ভাঙ্গনে সবচেয়ে ক্ষতি কোন কোন জেলা ?- সিরাজগঞ্জ , চাঁদপুর।
২। বাংলাদেশের একমাত্র কোন বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে?- সিলেট
২।মুক্তিযুদ্ধ:সত্যের মুখোমুখি বইটির লেখক কে ?- অধ্যাপক আবু সাইয়িদ
৩।BRIGHT LINES বইটির লেখক কে ?
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখিকা তন্বী নন্দিনী রচিত প্রথম উপন্যাস। ২০০৪ এর ব্রুকলিনের পটভূমিতে একটি বাংলাদেশি আমেরিকান পরিবার ও প্রতিবেশীদের নিয়ে গড়ে ওঠা এ উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে ১৯৭১সালের মুক্তিযুদ্ধের স্মৃতি ।
৪। ২০১৫সালে Award for ICTs in Sustainable Development কে পায় ?- বাংলাদেশ
৬।FAO এচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০১৫ কে পায় ?- বাংলাদেশ্ ।
৭। জাপানি ভাষায় ’অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির অনুবাদক কে?- কাজুহিরো ওয়াতানাবো ।
৮। সিংনাথ, দোহাজারী, খটখটিয়া কোন কৃষিপণ্যের নতুন জাত ?- বিটি বেগুন।
৯। পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের লক্ষ্যে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং -এর নাম কি?
- কুইন আইল্যান্ড অব বাংলাদেশ‘ যা বাংলায় ‘বাংলাদেশের দ্বীপের রানী।
১০।বর্তমানে দেশে হাতির সংখ্যা কতটি?-২০০টি।
১১।বাংলাদেশ-ভারত ছিটমহল কার্যকর হয় কবে?- ১ আগস্ট ২০১৫।
১২। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমানা কত?-২কি.মি।
১৩।বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?-মহুরীর চর (ফেনী)
১৪।চরকি.কম কি?- সার্চ ইঞ্জিন ।
১৫। বাংলাদেশের মানুষকে Water People কে হিসেবে অভিহিত করে?
-ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।
১৬।বাংলাদেশে মোট কতটি তেল রিফাইনারী বা পরিশোধন কেন্দ্র আছে ?
- ১৪টি। তার মধ্যে ৪টি সরকারী ১০টি বেসরকারী ।
১৭। বাংলাদেশ -চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের কতটি রোড সংযু্ক্ত হতে যাচ্ছে?
- ৮টি। মোট দৈঘ্য হবে ৬০০ কি.মি।
১৮। ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য কয়টি?
-৪টি। ( আসাম, মিজোরাম, ত্রিপুরা। )
১৯।বাংলাদেশের প্রকৃতি কন্যা নামে খ্যাত কে?-জাফলং , সিলেট ।
২০। বাংলাদেশের ‘আমাজন’ খ্যাত কে?-রাতারগুল জলাবন, সিলেট ।
২১। পৃথিবীর একমাত্র মিঠাপানির জলাবন কোনটি?- রাতারগুল জলাবন, সিলেট ।
২২।‘ওয়ানগালা’ কাদের উত্সব?- গারোদের
২৩। বাংলাদেশের গারো জাতিসত্তার ভাষার নাম কি?- মান্দি খুসিক।
২৪। সাঁওতালদের গ্রাম প্রধানদের বলে-মাজি
২৫। চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে ?- কারবাড়ি বা রোয়াজা ।
২৬। মারমাদের মৌজাপ্রধানকে কী বলা হয় ?- হেডম্যান।
২৭।ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কাদের সংস্কৃতি সবচেয়ে সমৃদ্ধ?- মণিপুরি।
২৮।‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটির ক্যাপসন যে চিত্রশিল্পীর ?-কামরুল হাসান।
২৯।বাংলাদেশে ভয়াবহ খরা হয় কবে?- ১৯৫৭, ১৯৭৮, ১৯৭৯।
৩০।বরেন্দ্রভূমির আয়তন কত?- ৯৩২০বর্গ কিলোমিটার।
৩১। বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোনটি?- দত্তকনগর কৃষি খামার (ঝিনাইদহ জেলার মহেশপুর। )
৩২। নদী ভাঙ্গনে সবচেয়ে ক্ষতি কোন কোন জেলা ?- সিরাজগঞ্জ , চাঁদপুর।
সাম্প্রতিক তথ্য
১। সম্প্রতি কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি স্থাপন
করা হয় ?--কলকাতার ওয়াক্স মিউজিয়ামে।
২। ‘জনকের মুখ‘ কী?- বঙ্গবন্ধুককে নিয়ে লেখা ৫৫টি ছোট গল্পের সংকলন । সম্পাদনা করেছেন আখতার হুসেন।
৩। বাংলাদেশের কোন উপজেলার সর্বপ্রথম মোবাইল অ্যাপস তৈরি করে?-খাগড়াছড়ির মাটিরাঙা
৪। বিশ্বের প্রথম কোন দেশে ফ্রাংকো -জার্মান দূতাবাস স্থাপন করা হয় ?- বাংলাদেশে ।
৫।সম্প্রতি বাংলাদেশ যুদ্ধবিমান ‘ইয়াক -১৩০’ কোন দেশ থেকে কেনে?- রাশিয়া
৬। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ঘড়ি কোথায় ?- বাংলাদেশে ( রাজশাহীতে )
৭। বাংলাদেশের আমাজন কাকে বলে?- রাতারগুল জলাবনকে
৮। দ্যা গ্রেট এসকেপ বা মহামুক্তি গ্রন্থের লেখক কে?- ২০১৫সালের অর্থনীতিতে নোবেল জয়ী অ্যাঙ্গাস ডিটন ।
৯। ভারতের মহাকাশ পর্যবেক্ষণের স্যাটেলাইটের নাম কি?- অ্যাস্ট্রোস্যাট
১০। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন- মার্শ ম্যালো
১১। মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?- সারফেস বুক ।
১২। গুগল কোম্পানির বর্তমান নাম কি?- অ্যালফাবেট ইনকরপোরেশন
১৩। জেমস বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র কোনটি?- স্পেক্টর ।
১৪। প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন ?- ওয়াসফিয়া নাজরিন।
১৫। পিভট টু এশিয়া কী ?- ভবিষত্ অর্থনীতির প্রাণকেন্দ্র এশিয়াকে নিয়ন্ত্রণে ওবামার একটি নীতি।
১৬। পায়রা বন্দর কোথায় অবস্থিত?- কলাপাড়া , পটুয়াখালী
১৭।উপবিষ্ট রমনী (Seated Women)- ভাষ্কর্য টির ভাষ্কর কে?- নভেরা আহমেদ।
১৮। দেশে বর্তমানে কয়টি কয়লাখনি আছে?- ৬টি। সর্বশেষ তিলকপুর(দেশের গভীরতম কয়লাখনি) ।
১৯। বাংলাদেশে বর্তমানে সরকারী নোট কয়টি?- ৩টি। ( ১, ২, ৫ )
২০। দেশের সর্ববৃহত্ পানি শোধনাগার কোথায় অবস্থিত?- লৌহজংয়ের জশলদিয়া (মুন্সিগঞ্জ)
২১। দেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত?- নরসিংদীর রায়পুরা উপজেলা।
২১.। মেঘদূত, ময়ুর পঙ্কী কি?- বাংলাদেশ বিমানের নতুন বিমান।
২। ‘জনকের মুখ‘ কী?- বঙ্গবন্ধুককে নিয়ে লেখা ৫৫টি ছোট গল্পের সংকলন । সম্পাদনা করেছেন আখতার হুসেন।
৩। বাংলাদেশের কোন উপজেলার সর্বপ্রথম মোবাইল অ্যাপস তৈরি করে?-খাগড়াছড়ির মাটিরাঙা
৪। বিশ্বের প্রথম কোন দেশে ফ্রাংকো -জার্মান দূতাবাস স্থাপন করা হয় ?- বাংলাদেশে ।
৫।সম্প্রতি বাংলাদেশ যুদ্ধবিমান ‘ইয়াক -১৩০’ কোন দেশ থেকে কেনে?- রাশিয়া
৬। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ঘড়ি কোথায় ?- বাংলাদেশে ( রাজশাহীতে )
৭। বাংলাদেশের আমাজন কাকে বলে?- রাতারগুল জলাবনকে
৮। দ্যা গ্রেট এসকেপ বা মহামুক্তি গ্রন্থের লেখক কে?- ২০১৫সালের অর্থনীতিতে নোবেল জয়ী অ্যাঙ্গাস ডিটন ।
৯। ভারতের মহাকাশ পর্যবেক্ষণের স্যাটেলাইটের নাম কি?- অ্যাস্ট্রোস্যাট
১০। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন- মার্শ ম্যালো
১১। মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?- সারফেস বুক ।
১২। গুগল কোম্পানির বর্তমান নাম কি?- অ্যালফাবেট ইনকরপোরেশন
১৩। জেমস বন্ড সিরিজের সর্বশেষ চলচ্চিত্র কোনটি?- স্পেক্টর ।
১৪। প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন ?- ওয়াসফিয়া নাজরিন।
১৫। পিভট টু এশিয়া কী ?- ভবিষত্ অর্থনীতির প্রাণকেন্দ্র এশিয়াকে নিয়ন্ত্রণে ওবামার একটি নীতি।
১৬। পায়রা বন্দর কোথায় অবস্থিত?- কলাপাড়া , পটুয়াখালী
১৭।উপবিষ্ট রমনী (Seated Women)- ভাষ্কর্য টির ভাষ্কর কে?- নভেরা আহমেদ।
১৮। দেশে বর্তমানে কয়টি কয়লাখনি আছে?- ৬টি। সর্বশেষ তিলকপুর(দেশের গভীরতম কয়লাখনি) ।
১৯। বাংলাদেশে বর্তমানে সরকারী নোট কয়টি?- ৩টি। ( ১, ২, ৫ )
২০। দেশের সর্ববৃহত্ পানি শোধনাগার কোথায় অবস্থিত?- লৌহজংয়ের জশলদিয়া (মুন্সিগঞ্জ)
২১। দেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত?- নরসিংদীর রায়পুরা উপজেলা।
২১.। মেঘদূত, ময়ুর পঙ্কী কি?- বাংলাদেশ বিমানের নতুন বিমান।
Bangladesh Online
University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে
ভুলবেন না।
Md.Izabul Alam, Online
Principke, Dhaka, Bangladesh.
01716508708,
izabulalam@gmail.com
No comments:
Post a Comment