BOU

Friday, June 21, 2019

বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-১০০% কমন নিশ্চিত-৮৩তম পর্ব-


 বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-১০০% কমন নিশ্চিত

 (৮৩তম পর্ব-বার বার রিভিশন করলে মনে থাকবে।

BANGLADESH ONLINE UNIVERSITY (BOU) এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Principal-BOU, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Verification, Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Inspection Wing, Recruitment & Training School-HRD).
Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Principal-BOU, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

অন্যান্য পর্ব দেখতে চাইলে এদের উপর ক্লিক করুনঃ


বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান-

বাংলা : (ক অংশ)
# বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?উঃ ধ্বনি,শব্দ,বাক্য
# “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?উঃ অমৃত
# “এ এক বিরাট সত্য” এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?উঃ বিশেষ্য
#“ অচেনা” কোন সমাস ?উঃ তৎপুরুষ
#“গাড়ী ষ্টেশন ছাড়ে”। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?উঃ অপাদান কারকে শূন্য
# কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?উঃ পদ্মভূষণ
# “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?উঃ তারেক মাসুদ
# লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?উঃ কবিরাজ
# নির্ভুল বানান কোনটি ?উঃ মুহুর্মুহু
# বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?উঃ চন্দ্রাবতী
# ওমর খৈয়াম কোন দেশের কবি ?উঃ কোনটিই নয়।
# চেটে খাওয়ার যোগ্য?উঃ লেহ্য
# সন্ধি বিচ্ছেদ পুরস্কার-উ: পুরঃ+কার
# চক্ষু দ্বারা গৃহীতউ: চাক্ষুষ
# মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
# বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থানউ: রংপুর
# যা স্থায়ী নয়উ: অস্থায়ী
# আমানত অর্থউ: গচ্ছিত।
# খেচর শব্দের অর্থ কী?উ: পাখি
# প্রথিতযশা শব্দের অর্থ কী?উ: খ্যাতনামা
# বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ধামাধারা’উ: চাটুকারিতা
# ‘আদ্যোপান্ত’ শব্দের অর্থ কী?উ: আগাগোড়া
# শুদ্ধ বানান কোনটি?উ: মাধ্যাকর্ষণ
# দুহিতা শব্দের অর্থ কী?উ: কন্যা
# সমীরণ শব্দের অর্থ কী?উ: বাতাস
# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বিষণ্ন
# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?উ: বহিরঙ্গ
# যিনি বিদ্যা লাভ করিয়াছেনউ: কৃতবিদ্যা
# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?উ: হিমালয় পর্যন্ত
# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?উ: বেহায়াপনা
# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?উ: সমস্যমান পদ
# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?উ: উপন্যাস
# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?উ: সম্+চয়=সঞ্চয়
# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?উ: ভাববাচ্য
# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?উ: বিশেষণ
 বাংলা : (খ অংশ)
১. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ-Ans: গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?-তথা+এবত=তথৈবত
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?-তুর্কী///Ans:পর্তুগিজ
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?-Ans: বিস্ময় চিহ্ন
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?-Ans: অধিকরণে ২য়া
৬. ‘অসুখ’ কোন সমাস?-Ans: বহুব্রীহি
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?-Ans:বুড়োর ভীমরতি
৮. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?-Ans: আনদন্দময়ীর আগমনে
৯. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?০Ans: শহীদুল্লাহ কায়সার
১০. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ-Ans:বিভাবরী, শীর্ণ
১১. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন--Ans:আকবর
১২. ‘শর্বরী’ কথাটির অর্থ?-Ans:রাত
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ--Ans:সৌভাগ্য
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ-Ans:ভুল মানুষেরই হয়
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?-Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?-Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?-Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?-Ans:একটি কালো মেয়ের কথা
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?-Ans:আদায়- কাঁচকলায়///আমদুধে
২৬। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়?উ: নেপাল
২৭। খনার বচন কি সংক্রান্ত?উ: কৃষি
২৮। ‘ব্রজবুলি’ একটি-উ: ভাষা
২৯। ‘মার্সিয়া’ শব্দের উৎস ভাষা-উ: আরবি
৩০। কোন গ্রন্থটি আলাওল রচিত?উ: তোহফা
৩১। বত্রিশ সিংহাসন-এর রচয়িতা কে?উ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৩২। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-উ: বীরবলের হালখাতা
৩৩। পরশুরাম কার ছদ্মনাম?উ: রাজশেখর বসু।
৩৪। বাংলা কাব্যে ‘ভোরের পাখি’ বলা হয়-উ: বিহারীলাল চক্রবর্তী
৩৫। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন-উ: অক্ষয়কুমার দত্ত
৩৬। কোনটি জসীমউদদীনের কাব্য নয়?উ: মানসী
৩৭। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?উ: ২১
৩৮। কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?উ: গীতাঞ্জলি
৩৯। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?উ: দুর্গেশনন্দিনী
৪০। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?উ: রুদ্রমঙ্গল
৪১। শুদ্ধ বানান কোনটি?উ: মূর্ধন্য
৪২। কোনটি নাসিক্য ধ্বনি?উ: ম
৪৩। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?উ: ধ্বনিতত্ত্ব
৪৪। কোনটি সঠিক?উ: চলাকালে
৪৫। ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল-উ: মনস+ঈষা
৪৬। দোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে-উ: হিন্দি
৪৭। সচিব কোন ধরনের শব্দ?উ: পারিভাষিক
৪৮। সর্বভুক শব্দের অর্থ কি?উ: আগুন
৪৯। ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?উ: অর্ধ-তৎসম শব্দ
৫০। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?উ: তুর্কী
৫১। ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?উ: অর্থের কুপ্রভাব
৫২।‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?উ: উপন্যাস
৫৩। ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: নদী
৫৪। ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-উ: লিপ্সা
৫৫। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে:-হীরক জয়ন্তী
৫৬। কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?-দু+লোক=দ্যুলোক
৫৭। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?-তুর্কী
৫৮। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?-সাধু ভাষায়
৫৮। ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক? করণ
৫৯। ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়--ভেলকিবাজি
৬০। সঠিক বাক্য কোনটি?-আমার কথা প্রমাণ হলো।
৬১। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?-বিপরীত।
৬২।  ছায়া হরিণ কার গ্রন্থ:-আহসান হাবীব
৬৩।  খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ--সিংহদ্বার
৬৪। ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’ অব্যয়
৬৫।পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? কূল
৬৬।  গাছ পাথর বাগধারাটির অর্থ- হিসাব-নিকাশ
৬৭। Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ: নাচতে না জানলে উঠান বাঁকা
৬৮। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্তশাসন
৬৯।  শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:-প্রমথ চৌধুরী
৭০। মহাকবি নন-রবীন্দ্রনাথ ঠাকুর
৭১। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি
৭২। বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?-চোখের বালি
বাংলা : (গ অংশ)
১।। ‘যিনি অনেক দেখেছেন’ এক কথায় বলে-উ: ভূয়োদর্শী
২. শুদ্ধ বানান কোনটি?উ: মনঃকষ্ট
৩. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক কোনটি?উ: সিংহদ্বার
৪. ‘ছেলে তো নয় যেন ননীর পুতুল’-এখানে ‘যেন’-উ: অব্যয়
৫. ‘পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?উ: কুল
৬. ‘হাভাতে’ কোন সমাস?উ: অব্যয়ীভাব
৭. ‘গাছ পাথর’ বাগধারাটির অর্থ-উ: হিসাব-নিকাশ
৮. Bad workman quarrels with his tools-বাক্যটির যথাযথ অনুবাদ-উ: নাচতে না জানলে উঠান বাঁকা।
৯. মহাকবি নন-উ: রবীন্দ্রনাথ ঠাকুর
১০. নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?উ: হুমায়ুন কবির
১১. ‘টাকায় টাকা আনে’ এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?উ: অপাদানে ৭মী।
১২. পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে?উ: স্নেহাসম্পদ
১৩. বশির আমাকে বলল, ‘আমি এক্ষণি আসছি’-পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হয়? উ: বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
১৪. বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?উ: চোখের জল।
১৫. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?উ: গো+এষণা
১৬. নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা
১৭. নিচের কোন বানান শুদ্ধ? সমীচীন,বাল্মিকী
১৮. ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ? যৌগিক
১৯. ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন
২০. ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান? ভাওয়াইয়া
২১. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান
২২. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? আনিস চৌধুরী
২৩. ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক
২৪. ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ৭মী
২৫. ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা- শেখ ফজলল করিম
২৬. অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
২৭. ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই? যতীন সরকার
২৮. ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? রুশ
২৯. রূপসী বাংলার কবি কে? Ans:জীবনানন্দ দাশ
৩০. ‘শিষ্টার’ –এর সমার্থক শব্দ কোনটি? সদাচার ২৮. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? Ans:২ টি
৩১. “ষ্ণ” যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়? Ans:ষ+ণ
৩২. নিচের কোন শব্দ অশুদ্ধ? সুকেশী, সুকেশা, Ans:সুকেশীনী, সুকেশিনী,
৩৩. ‘আভরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? Ans:অলংকার
৩৪. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে? Ans:হ্যানা ক্যাথেরিন
৩৫. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? Ans:সমাস
৩৬. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়— Ans:ধাতু
৩৭. ‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা? Ans:উপন্যাস
৩৮. নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরীক, শারিরীক, শারীরিক, শারিরিক Ans:শারীরিক
৩৯. কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? Ans:আনন্দময়ীর আগমনে
৪০. যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে—এক কথায় প্রকাশ করলে হবে— ব্যয়কুণ্ঠ
৪১. শুদ্ধ বানান কোনটি? সান্তনা, সান্ত্বনা, স্বান্তনা, সান্তোনাAns:সান্ত্বনা,
৪২. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ? Ans:জাপানী
৪২. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়— Ans:নেপালে
৪৩। ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা— Ans:বিদ্যাপতি
৪৪. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়— Ans:১৮০১ সালে
৪৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? Ans:অন্নদামঙ্গল কাব্যের
৪৬. বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান— Ans:রোমান্টিক প্রণয়োপাখ্যান
৪৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? Ans:নিষিদ্ধ লোবান
৪৮. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা? Ans:গল্প
৪৯. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ— Ans:অগ্নিবীণা
৫০. ‘আটকপালে’ বাগধারার অর্থ— Ans:হতভাগ্য
৫১. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার রচনা? Ans:রঙ্গলাল
বাংলা : (ঘ অংশ)
১। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্ট মাস্টারের পদে কর্মরত ছিলেন?উ: দীনবন্ধু মিত্র
২। কোন বাক্যটিতে ভুল নেই?উ: দরিদ্রতা অভিশাপ
৩। বাবা বাড়ি নেই-বাক্যটিতে ‘বাড়ি’ কোন কারকে কোন বিভক্তি?উ: অধিকরণে শূন্য
৪। রানার কবিতাটির রচয়িতা?উ: সুকান্ত ভট্টাচার্য
৫। শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস?উ: আত্মজৈবনিক
৬। ‘এবং’ কোন পদ?উ: অব্যয়
৭। ডাক-হরকরা গল্পটির রচয়িতা কে?উ: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৮। নিচের কোনটি জসিম উদদীনের রচনা নয়?উ: পদ্মার পলিদ্বীপ
৯। ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?উ: বৃথা চেষ্টা
১০। বাড়ি যাও-এটি কোন প্রকারের বাক্য?উ: অনুজ্ঞা
১১। কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে-আরেক জন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে?উ: জীবনানন্দ দাশ
১২। কোন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেনন নি?উ: সানজীদা খাতুন
১৩। পদ্ম গোখরা গল্পটির রচয়িতা কে?উ: কাজী নজরুল ইসলাম
১৪। বিয়েপাগল শব্দটি কোন সমাস?উ: কর্মধারয়
১৫। I can’t help doing it.’-বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?উ: আমি এটা না করে পারি না.
২৬। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়?উ: চাবি
২৭। বিভক্তিহীন নাম পদকে বলা হয়-উ: প্রাতিপাদিক
২৮। ‘গুরুচন্ডালী’ দোষমুক্ত শব্দ কোনটি?উ: শবদাহ
২৯। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?উ: মাথা খাটিয়ে কাজ কর
৩০। অর্বাচিন শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: প্রাচীন
৩১। নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?উ: কর
৩২। যে জমিতে ফসল জন্মায় না-এক কথায়-উ: ঊষর
৩৩। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?উ: বিপরীত
৩৪। ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?উ: বঙ্গীয় সাহিত্য পরিষদ
৩৫। ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-উ: কৃষি
৩৬। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?=শাহ সুজা
৩৭। ‘ইউসুফ জুলেখা’ কাব্য কোন কবির রচনা?উ: শাহ মুহম্মদ সগীর
৩৮। বিদ্যাপতি কোন ভাষায় তাঁর পদগুলো রচনা করেন?উ: মৈথিলি ভাষা
৩৯। মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্য ধারার কবি?উ: চন্ডীমঙ্গল
৪০। মার্সিয়া-কি?উ: শোকগীতি
৪১। ‘চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা’-বাক্যটি কার রচনা?উ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪২। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক?উ: মাইকেল মধুসূদন দত্ত
৪৩। কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়?উ: কুবের
৪৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সন কোনটি?উ: ১৮৩৮
৪৫। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?উ: ঘুম নেই
৪৬। কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন?উ: কাজী নজরুল ইসলাম
৪৭। চুনিয়া আমার আর্কেডিয়া গ্রন্থের রচয়িতা-উ: রফিক আজাদ
৪৮। ‘কালো বরফ’ রচনা করেন-উ: মাহমুদুল হক
৪৯। ‘হাত-হদাই’একটি-উ: নাটক
৫০। একাত্তরের ডায়েরী কার লেখা-উ: সুফিয়া কামাল
৫১। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন-উ: কাহ্ণপা
৫২। Epic শব্দের পরিভাষা কী?উ: মহাকাব্য
৫৩। ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?উ: অর্ক
৫৪। বাংলা লিপির উৎস-উ: ব্রাক্ষ্মী লিপি
৫৫। ইনকিলাব শব্দের অর্থ-উ: বিপ্লব
৫৬। কোন বানানটি শুদ্ধ?উ: বিভীষিকা
৫৭। ‘চাচা কাহিনী’-গ্রন্থের লেখক-উ: সৈয়দ মুজতবা আলী
৫৮। বাংলা সাহিত্যের মধ্য যুগ কোনটি?উ: ১২০১-১৮০০
৫৯। খনার খ্যাতির কারণ-উ: বচন
৬০। ‘শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-উ: শশ+অঙ্ক
৬১। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?উ: ইবলিশ
৬২। ‘সে নাকি আসবে না’-এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: সংশয়
৬৩। পোস্টাল কোড কী নির্দেশ করে?উ: পোস্ট অফিসের নম্বর
৬৪। “বাজার শেষ করে বাড়ি”-বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?উ: আকাঙ্ক্ষা
৬৫। ধাতু চিহ্ণ বোঝাতে কোন চিহ্ণ ব্যবহৃত হয়?উ:

৬৬। জন্ডিস ও বিবিধ বেলুন কোন ধরনের রচনা?উ: নাটক
৬৭। কোনটিতে বিরামচিহ্ণ যথাযথভাবে ব্যবহৃত হয়নি?উ: চট্টগ্রাম, ২৬ মার্চ ১৯৭১
৬৮। ‘কর্মে ক্লান্তি নাই যাহার’-এক কথায় প্রকাশ-উ: অক্লান্ত কর্মী
৭০। কোন দুটি যৌগিক বর্ণ?উ: ঐ,ঔ
৭১। ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি-উ: ব্যয় কুন্ঠ
৭২। ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?উ: কাজী নজরুল ইসলাম
৭৩। বীরবল কার ছদ্মনাম?উ: প্রমথ চৌধুরী
৭৪। প্র, পরা-কোন ধরনের উপসর্গ?উ: সংস্কৃত
৭৫। ‘মৃত্যুক্ষুধা’ গ্রন্থের রচয়িতা-উ: কাজী নজরুল ইসলাম
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?Ans: জহির রায়হান
৭৬. কোন বানানটি শুদ্ধ?Ans: পোশাক
৭৭. কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই?Ans: হাইফেন
৭৮. কোন বানানটি শুদ্ধ ?Ans: বিভীষিকা
৭৯. আলালী বা হুতোমি ভাষা বলা হয় কোনটিকে?Ans: চলিত ভাষা
৮০.দুহিতার বিপরীত শব্দ কোনটি?Ans: পুত্র
৮১। Autonomous শব্দের অর্থ?Ans: স্বায়ত্তশাসিত
৮২। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি?Ans: অর্ধাঙ্গী
৮৩। ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটিAns: চতু:+পদ
৮৪। সিংহপুরুষ কোন সমাস?Ans: উপমিত কর্মধারয়
৮৫। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মনু+ষ্ণ
৮৬। যে উপকারীর অপকার করে?Ans: কৃতঘ্ন
৮৭। ‘পাপে বিরত থাকো’-কোন কারকে কোন বিভক্তিAns: অপাদান কারকে সপ্তমী বিভক্তি
৮৮। Edition শব্দের অর্থ-Ans: সংস্করণ
৮৯। রাত্রি শব্দের সমার্থক নয় কোনটি?Ans: ভানু
৯০। পূর্বে ছিল এখন নেই-বাক্য সংকোচন কোনটি?Ans: ভূতপূর্ব
৯১। ‘কেতা দূরস্ত’ বাগধারার অর্থ কী?Ans: পরিপাটী
৯২। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়Ans: ধ্বনিতত্ত্বে
৯৩। বাংলা ভাষায় যতি চিহ্ণের প্রচলন করেন কে?Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯৪। ‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?Ans: মহৎ+ইমন
৯৫। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি?Ans: তিরোভাব
৯৬। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি?Ans: অহিনকুল
৯৭। নিচের কোনটি শুদ্ধ বানান?Ans: ন্যূনতম
৯৮। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?উ: উগ্র
৯৯। ‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?Ans:কর্ম কারকে শূন্য বিভক্তি
১০০। মৌমাছি কোন সমাস?Ans: কর্মধারয় সমাস
১০১। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?উ: গৌড়ীয় প্রাকৃত
১০২। কোনটি মৌলিক স্বরধ্বনি?উ: এ
১০৩। বাংলা ভাষারীতির কয়টি রূপ?উ: দুইটি
১০৪। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?উ: ষষ্+থ
১০৫। নিচের কোনটি যোগরূঢ় শব্দ?উ: পঙ্কজ
১০৬। ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?উ: সাধু
১০৭। কোনটি ওষ্ঠ্য ধ্বনি?উ: ভ, ম
১০৮। চন্দ্রের প্রতিশব্দ নয়-উ: সবিতা
১০৯। কোন বানানটি শুদ্ধ?উ: মুমূর্ষু
১১০। কোনটি তৎপুরুষ সমাস?উ: মধুমাখা
১১১। ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’-এখানে ‘নীড়’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?উ: আশ্রয়
১১২। শুদ্ধ বানান কোনটি?উ: প্রাণিকুল
১১৩। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?উ: নিরেট মূর্খ
১১৪। কোনগুলো দন্ত্যধ্বনি?উ: ত থ দ ধ
১১৫। কোনটি দেশি শব্দ?উ: কুলা
১১৬। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?উ: লাফ>ফাল
১১৭। পতাকা এর সমার্থক শব্দ কোনটি?উ: কেতন
১১৮। নয়ন শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-উ: নে+অন
১১৯। বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?উ: এক সেকেন্ড
১২০। ‘অলীক’ এর বিপরীত শব্দ-উ: বাস্তব
১২১। ‘পড়ায় আমার মন বসে না’-এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?উ: অধিকরণ কারকে ৭মী বিভক্তি
১২২। কোনটি দ্বিগু সমাস?উ: সপ্তাহ
১২৩। ‘নদী’ এর সমার্থক শব্দ কোনটি?উ: সরিৎ
১২৪। নাদ শব্দের অর্থ কি?উ: সিংহের ডাক
১২৫। অনুবাদ কত প্রকার?উ: ২ প্রকার
বাংলা : (ঙ অংশ)
১। রবীন্দ্রনাথ পতিসর
২। প্রাচীন যুগ -চর্যাপদ
৩। সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
৪। কোর্মা – তুর্কি
৫। দ্ধ – দ + ধ
৬। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
৭। বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
৮। ‘কাদম্বিনী’ চরিত্রটি – জীবিত ও মৃত
৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ১৯ শতক
১০। আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
১১। ‘স্বাধীন’ = স্ব+অধীন
১২। মাইকেল মধুসূদন মহাকাব্য – মেঘনাদবধ কাব্য
১৩। জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
১৪। সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
১৫। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
১৬। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মধুসূদন দত্ত
১৭। ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
১৮। বানানটি শুদ্ধ- মুহূর্ত
১৯। আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই।
২০। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল।
২১। হুমায়ূন আজাদের উপন্যাস – লাল নীল দীপাবলী।
২২। ভাত -তদ্ভব।
২৩। ‘নীপ’ শব্দের অর্থ – ক…
২৪। ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ।
২৫। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-রবীন্দ্রনাথ।
বাংলা : (চ অংশ)
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১."আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২."মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫."পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩."উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪."আনোয়ারা" উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫."আব্দুল্লাহ" উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. "জোহরা" উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮."নদী ও নারী" উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২."মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩."কালকূট" কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪."বনফুল" কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫."বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬."কোথায় স্বর্গ কোথায় নরক... সুরাসুর" উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২."নীল দর্পণ" কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪."হুতোম প্যাঁচার নকশা"-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬."শেষের কবিতা" কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২."অনল প্রবাহ" কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩."পদ্মরাগ" কার রচনা?- বেগম রোকেয়া
৬৪."পথের প্যাঁচালী" কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫."আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২."The field of the embroidered quilt" পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩."চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫."নেমেসিস" কার রচনা?- নুরুল মোমেন
৭৬."পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" বকুল পুরের যাত্রী" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭."সাঝের মায়া" কার রচনা?- সুফিয়া কামাল
৭৮."ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?- আহসান হাবিব
৭৯."ক্রীতদাসের হাসি" কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- "সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১."সংষ্কৃতি" গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২."বিশ শতকের মেয়ে" কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪."লালসালু" কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭."কাবনের কন্যা" কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮."সূর্যদীঘল বাড়ী" উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.'সংশপ্তক' কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০."বাংলাদেশ স্নপ্ন দেখে" কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১."তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?- শামসুর রহমান
৯২."তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩."হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?- জহির রায়হান
৯৪."পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫."সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. "চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭."অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. "আগুনের পরশমণি" গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯."জন্ডিস ও বিবিধ বেলুন" সেলিম আল দীনের- নাটক 
১০০."জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন" কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা : (ছ অংশ)
১) নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ – তস্কর।
২ যে বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র- মানিকজোড়।
৩) পর কে পালন করে যে – পরভৃৎ।
৪) প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত – শোওয়া।
৫) লাইলী-মজনু প্রণয়োনখ্যান সম্পাদনা করেন – আহমদ শরীফ।
৬) বিভুঁই শব্দে ’বি’ উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে – ভিন্নতা।
৭) উত্তম পুরুষ উপন্যাসের রচিয়তা – রশিদ করিম।
৮) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় – অহিংসা,(মানিক বন্দোপাধ্যায়)।
৯) ‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষত হইবার পর,আগে নয়।’ লেখাটি কার – আবুল মনসুর আহমদের।
১০) ঠিক বানানটি হলো- পূর্বাহ্ণ।
১১) সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে – ওস্কার।
১২) OMBUDSMAN ‘ এর বাংলা পরিভাষা হলো – ন্যায়পাল।
১৩) ‘to kick the bucket এর সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দবন্ধ – পটল তোলা।
১৪) আসাদের শার্ট কবিতাটির রচয়িতা – শামসুর রহমান।
১৫) লিপিকা যে ধরনের গ্রন্থ – গদ্য।
১৬) রাত্রিকালীন যুদ্ধের সংক্ষিপ্ত রুপ- সৌপ্তিক।
Mredul
১৭) প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো – আনন্দ দান।
১৮) নিচের কোন বানানটি শুদ্ধ – নির্মীলিত।
১৯) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি – প্রভাবতী সম্ভাষন।
২০) আলাওলের রচনা নয় কোনটি – ইউসুফ- জোলাখা ( বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।
২১) বঙ্গভাষা শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি – শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয় ।
২২) মুখর এর বিপরীত শব্দ – মৌনী।
২৩) কোনটি শুদ্ধ – সমীচীন।
২৪) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে – সম্মানসূচক ডি.লিট।
২৫) কবর কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তভুক্ত হয় তখন জসীমউদ্দীন ছিলেন – বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
২৬) বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
২৭) সংশয় এর বিপরীতর্থক শব্দ – প্রত্যয়।
২৮) কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায় – কুমিল্লায়।
২৯) ‘যে নারীর সন্তান হয না ‘ তাকে এক কথায় কি বলে – বন্ধ্যা।
৩০) ’ফেলো কড়ি, মাখো তেঁল ‘ বলতে বোঝায় – আবদারহীন নগদ কারবার।
৩১) সমভিব্যাহার শব্দের অর্থ কী – একত্রে গমন।
৩২) ’কাকভূষন্ডি’ বাগধারর অর্থ কী – দীর্ঘায়ু ব্যক্তি।
৩৩) কোনটি চাঁদের সমার্থ শব্দ নয় – তুরগ ( ঘোরা) ।
৩৪) বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারনাকে খন্ডন করেছেন – আহমদ শরীফ।
৩৫) কোনটি পর্তুগিজ শব্দ নয় – আলবেলা।
৩৬) টষ্কার বলতে বোঝায় – ধনুকের ধ্বনি।
৩৭) ‘যাকে ভাষায় প্রকাশ করা যায় না’ – তাকে এককথায় বলে – অনির্বচনীয়।
৩৮) দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে – তেতাল্লিশ ।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন – কম্পিউটার টাইপিস্ট।
Mredul
৫৭) কোনটি বানানটি শুদ্ধ – স্বায়ত্তশাসন।
৫৮) ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা – জসিমউদ্দিন।
৫৯) ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
৬০) গবেষণা এর সন্ধি-বিচ্ছেদ- গো+ এষনা।
৬১) কোনটি শুদ্ধ বানান – সন্ন্যাসী।
৬২) ক্ষ এর বিশ্লিষ্ট রুপ – ক+ষ।
৬৩) যা বলার যোগ্য নয় , এক কথায় বলা হয় – অকথ্য।
৬৪) ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ – ইতি + আদি।
৬৫) কোন বানানটি শুদ্ধ – ‍দূষনীয়।
৬৬) পিতামাতা শব্দটি কোন সমাস – দ্বন্দ্ব সমাস।
৬৭) ‘গোড়ায় গলদ’ বাগধারটির অর্থ কি – শুরুতে ভুল।
৬৮) বাক্যের মৌলিক উপাদান কোনটি – শব্দ।
৬৯) কোন বানানটি শুদ্ধ – নিরীহ।
৭০) “মেঘে বৃষ্টি হয়” একানে মেঘ কোন কারক – অপাদান কারক।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের অধীন BRTA – মোটরযান পরিদর্শক।
Mredul
৩৯) ‘মা , তোর বদলখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’ – চরনটির রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০) ’সবার উপর মানুষ সত্য , তাহার উপর নাই- পঙক্তিটি কে রচনা করেন – চন্ডীদাস।
৪১) ‘কুয়াসার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠালছায়ায়’- কে আসবেন – জীবনানন্দ দাশ।
৪২) সেলিনা হোসেন কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে – পোকামাকড়ের ঘরবসতি।
৪৩) কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি – নীলপদ্ম।
৪৪) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি গানটির প্রথম সুরকার কে -আবদুল লতিফ।
৪৫) বাংলার গদ্যের জনক বলা হয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৪৬) কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে – তুমি ভাই আমার কাজটি করে দিও তো।
৪৭) কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে – দ্বন্দ্ব।
৪৮) জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা কোনটি – একাত্তরের দিনগুলি।
৪৯) কোনটি মধ্যযুগের রচনা – মনসামঙ্গল।
৫০) বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা কোনটি – লাল নীল দীপাবলি।
৫১) ভাষা আন্দোলনের ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে – মুনীর চৌধুরী।
৫২) ‘ঘর’ শব্দটির সমার্থক কোনটি – সদন।
৫৩) প্রমিত চলিত রীতির বাক্য কোনটি – খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
৫৪) মুক্তিযুদ্ধ – ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো – বন্দী শিবির থেকে।
৫৫) চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে কোন পত্রিকা – সবুজপত্র।
৫৬) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় – মরমি গানটির রচয়িতা কে – লালন শাহ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – স্টোর কিপার।
Mredul
৭১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – কৃষ্ণকুমারী ।
৭২) সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি – ভ্রমন কাহিনী।
৭৩) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের উপজীব্য বিষয় হলো – মুক্তিযুুদ্ধ।
৭৪) বাগধার অর্থ নির্ণয় করুন:ঘটিরাম – মূর্খ।
৭৫) নিচের কোন বানানটি সঠিক – বিভীষিকা।
৭৬) জসীমউদ্দীন কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত – রাখালী।
৭৭) এককথায় প্রকাশ করুন: ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি।
৭৮) লাবণ্য কোন উপন্যাসের চরিত্র – শেষের কবিতা।
৭৯) নিচের কোনটি সমরেশ বাবুর ছদ্দনাম – কালকূট।
৮০) নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা – সপ্তম।
৮১) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয় – ধ্বনিতত্ত্ব।
৮২) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
৮৩) স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ – সু+আগত।
৮৪) চাঁদ শব্দের সমার্থক কোনটি – বিধু।
৮৫) কুল কাঠের আগুন এর সঠিক অর্থ কোনটি – তীব্র জ্বালা।
৮৬) তিলে তৈল হয় এখানে তিলে কোন কারকে কোন বিভক্তি – অপাদানে ৭মী।
৮৭) নিচের কোনটি সঠিক -সুধী।
৮৮) ‘তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো’ বাক্যটি কোন দোষে দুষ্ট – দুর্বোধ্যতা।
৮৯) নিচের কোনটি মিশ্র শব্দ – খ্রিষ্টাব্দ।
৯০) মৌলিক স্বরধ্বনি কোনটি – ই।
প্রবাসী কল্যাণ ব্যাংক – সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।
Mredul
৯১) নিচের কোনটি প্রবন্ধের বই – কালান্তর।
৯২) সৌম্য এর বিপরীত শব্দ – উগ্র।
৯৩) কোনটি সঠিক – ভদ্রোচিত।
৯৪) বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে – ফারসি ভাষা থেকে।
৯৫) এপিটাফ শব্দের অর্থ – সমাধি-লিপি।
৯৬) অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কিবলে – অকালবোধন।
৯৭) জাতি+অভিমান – জাত্যভিমান।
৯৮) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়।
৯৯) যার কোনো মূল্য নেই-এর সমার্থক বাগধারা কোনটি – ঢাকের বাঁয়া।
১০০) একাদশে বৃহষ্পতি অর্থ- সুসময়।
১০১) নিচের কোন বানানটি শুদ্ধ -নীরস।
১০২) বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ- বেহায়াপনা।
১০৩) সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয় – সমস্ত পদ।
১০৪) নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে – ননদ।
১০৫) কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ – সম+চয়= সঞ্চয়।
১০৬) গোঁপ খেজুরে কোন সমাস – ব্যধিকরণ বহুব্রীহি।
প্রবাসী কল্যাণ ব্যাংক – এক্সিকিউটিভ অফিসার।
১০৭) সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ – সংযুক্ত।
১০৮) অগ্রজ-এর বিপরীতার্থক শব্দ কোনটি – অনুজ।
১০৯) তপুকে আবার ফিরে পাব, একথা ভুলেও ভাবিনি কোন দিন, নিম্মের কোনটি থেকে নেয়া – একুশের গল্প।
১১০) নিরানব্বইয়েল ধাক্কা বাগধারাটির অর্থ – সঞ্চয়ের প্রবৃত্তি।
১১২) আপণ শব্দটির অর্থ – দোকান।
১২৩) যার কোন কিছু থেকেই ভয় নেই-এক কথায় প্রকাশ কি – অকুতোভয়।
১২৪) শুদ্ধ বানান কোনটি – বিভীষিকা।
১২৫) সওগাত শব্দের অর্থ- উপহার।
১২৬) অশুদ্ধ বানান কোনটি – ভূল ( সঠিকটি-ভুল)।
১২৭) খক্ষ-এর সমার্থাক শব্দ নয় কোনটি – ভল্ল।
১২৮) নিচের কোন বানানটি শুদ্ধ – সংশ্রব/ধস।
১২৯) ষড়ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ – ষট্+ ঋতু।
১৩০) সিংহাসন শব্দটি কোন সমাস – মধ্যপদলোপী কর্মধারয়।
১৩১) যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে -মমস্যমান পদ।
১৩২) জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী – জাল + ইয়া।
BSC Employment test – সিনিয়ার অফিসার।
১৩৩) মকমক হলো – ব্যাঙের ডাক।
১৩৪) কোকিল শব্দটির সমার্থক শব্দ কোনটি – পিক।
১৩৫) তাতা শব্দটির বিপরীত শব্দ – ঠান্ডা।
১৩৫) প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্দনাম – বীরবল।
১৩৬) কোন বাক্যটি শুদ্ধ – তুমি চিরজীবী হও।
১৩৭) পরিভাষা শব্দের অর্থ কী – সংক্ষেপণার্থ।
১৩৮) নিচের কোনটি মৌলিক শব্দ – মুখ।
১৩৯) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কোনটি – কুহেলিকা।
১৪০) সত্য যে কঠিন , কঠিনেরে ভালোবাসিলাম -সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার – রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪১) পৌ + অক = পাবক।
১৪২) বলার ইচ্ছা’কে এক কথায় কি বলে – বিবক্ষা।
১৪৩) মা-বাবার সেবা কর। এটি কি ধরনের বাক্য – অনুজ্ঞাসূচক।
১৪৪) ইতিকথা শব্দের অর্থ কি – ইতিহাস।
১৪৫) বহুকেন্দ্রিক এর ইংরেজী – polycentric.
১৪৬) Jingling of anklet এর বাংলা কি – নূপুরের ঝুনুঝুনু।
১৪৭) দুটো বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে তাদের মাঝে কি চিহ্ন বসে – সেমিকোলন
বাংলা : (জ অংশ)
১.মহান যে কবি=মহাকবি কোন সমাস?
কর্মধারয়
২.তিলে তৈল আছে=অধিকরণ কারণ
৩.তিলে তৈল হয়=অপাদানকারক
৪.আকাশে উড়ে বেড়ায় যে=বিহঙ্গ
৫.পড়+উয়া=পড়ুয়া
৬.বাক+পটু=বাকপটু
৭.নন্দিত-নিন্দিত
৮.পরি+ইক্ষা=পরীক্ষা
৯.অল্পভাষী-বাচাল
১০.সঠিক বানান=অমাবস্যা
১১.বচ্+তি=উক্তি
১২.বৃষ্+তি=বৃষ্টি
১৩.সঠিক বানান= তিতিক্ষা
১৪.সঠিক বানান= শ্রমজীবী
১৫.সঠিক বানান=শ্রদ্ধাঞ্জালি
১৬.পর:+পর= পরস্পর
১৭.অহ:+অহ= অহরহ
১৮.জন +এক = জনৈক
১৯.বন+পতি=বনস্পতি
২০.দিক্+অন্ত=দিগন্ত
২১.সম্+কার=সংস্কার
২২.অ=কোন উপসর্গ==বাংলা
২৩.পরা=সংস্কৃত উপসর্গ
২৪.খাস,লা=আরবি উপসর্গ
২৫.রেঁস্তোরা,দাম=ফারসি উপসর্গ
২৬.দা,কুলা,ঝাটা,=খাটি বাংলা উপসর্গ
বাংলা : (ঝ অংশ)
১.বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল- অস্ট্রিক
২.বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে- প্রাকৃত
৩.বাংলা ভাষা পৃথিবীতে- ৭ম
৪.বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০
৫. বাংলা সাহিত্যের মধ্যযুগ- ১২০০-১৮০০
৬. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন- চর্যাপদ (আবিস্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী)
৭. চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৯০৭ সালে
৮. চর্যাপদের পদকর্তা কতজন- ২৩
৯.বাংলা লিপির উৎস- ব্রাম্মী লিপি
১০.উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপন- ১৪৯৮ সালে
১১.শ্রীরামপুর ছাপাখানা স্থাপন-১৮০০ সালে
১২.ঐতিহাসিক আইনে-আকবরি এর রচয়িতা- আবুল ফজল
১৩.বাংলা সাহিত্যের অন্ধকার যুগ- ১২০১ থেকে ১৩৫০ (তুর্কি যুগ)
১৪.বিদ্যাপতি কোথাকার কবি- মিথিলা
১৫. ব্রুজবুলি ভাষার প্রবর্তক- বিদ্যাপতি
১৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডিদাস
১৭.মঙ্গলকাব্যের বিষয়বস্তু- ধর্মবিষয়ক আখ্যান
১৮.মঙ্গলযুগের শেষ কবি- ভারতচন্দ্র রায়গুণাকর
১৯.বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন – দীনেশ চন্দ্র সেন
২০. কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী
২১.”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার উক্তি?- ঈশ্বরী পাটনী
২২.”মৈমনসিংহ গীতিকা” সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন
২৩.প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি- শাহ মুহাম্মদ সগীর
২৪.ইউসুফ জোলেখার রচয়িতা- শাহ মুহাম্মদ সগীর
২৫.”পদ্মাবতী” কাব্যে গ্রন্থের রচয়িতা- আলাওল
২৬.পুঁথি সাহিত্যের কবি- সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ
২৭.ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন- ১৮০০ সাল
২৮.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়- ১৮০১ সালে
২৯.বাংলা পিডিয়া প্রকাশিত হয়- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে
৩০.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-১৯৫৫ সালে
৩১.বাংলা একাডেমির মূল ভবনের নাম- বর্ধমান হাইজ
৩২.বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আলালের ঘরে দুলাল (বিখ্যাত চরিত্র- ঠকচাচা)
৩৩.”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা- রশীদ করিম
৩৪.”আনোয়ারা” উপন্যাসের রচয়িতা- নজিবর রহমান সাহিত্যরত্ন (১৯১৪)
৩৫.”আব্দুল্লাহ” উপন্যাসের রচয়িতা- কাজী এমদাদুল হক
৩৬. “জোহরা” উপন্যাসের রচয়িতা- মোজাম্মেল হক
৩৭. “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ
৩৮.”নদী ও নারী” উপন্যাসের রচয়িতা- হুমায়ূন কবির
৩৯.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আঃ হাই
৪০.বাংলা সাহিত্যের কথা- ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৪১.বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী
৪২.”মুক্তিযুদ্ধের দলিলপত্র” সংলকন করেন- হাসান হাফিজুর রহমান
৪৩.”কালকূট” কার ছদ্ধনাম- সমরেশ বসু
৪৪.”বনফুল” কার ছদ্ধনাম- বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৫.”বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটির তাৎপর্য- জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৪৬.”কোথায় স্বর্গ কোথায় নরক… সুরাসুর” উক্তিটি কার- ফজলুল করিম
৪৭.কথোপকথন- এর গ্রন্থকার- উইলিয়াম কেরী
৪৮.যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৪৯.বাংলা গদ্যের জনক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০.বাংলা আধুনিক কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত
৫১.বাংলা সনেটের রচয়িতা- মাইকেল মধুসূদন দত্ত
৫২.”নীল দর্পণ” কার রচনা?- দীনবন্ধু মিত্র (এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত)
৫৩.বাংলা সাহিত্যের জনক- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী
৫৪.”হুতোম প্যাঁচার নকশা”-এর রচয়িতা- কালীপ্রসন্ন সিংহ
৫৫.মীর মোশাররফ হোসেনের “বিষাদ সিন্ধু” কী ধরণের রচনা?- উপন্যাস
৫৬.”শেষের কবিতা” কী ধরণের রচনা?- উপন্যাস
৫৭.টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক- বরীন্দ্রনাথ ঠাকুর
৫৮.রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?- বসন্ত
৫৯.ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা… কার রচনা?- দ্বিজেন্দ্রলাল রায়
৬০.বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী (ছদ্ধনাম- বীরবল)
৬১.শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?- পথের দাবী
৬২.”অনল প্রবাহ” কার রচনা?- ইসমাইল হোসেন সিরাজী
৬৩.”পদ্মরাগ” কার রচনা?- বেগম রোকেয়া
৬৪.”পথের প্যাঁচালী” কার রচনা?- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৬৫.”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর”- কার রচনা?- আবুল মুনসুর আহমদ
৬৬.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)
৬৭. কাজী নজরুলের জীবনকাল- ১৮৯৯ থেকে ১৯৭৬
৬৮.নজরুলের প্রথম লেখা- বাউন্ডেলের আত্মকাহিনী
৬৯. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?- নজরুলের প্রথম কাব্যগ্রন্থ “অগ্নিবীণা”
৭০.নজরুলের প্রথম উপন্যাস ও কবিতা কী কী?- মৃত্যুক্ষুধা (উপন্যাস) ও মুক্তি (কবিতা)
৭১.নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?- রবীঠাকুরকে
৭২.”The field of the embroidered quilt” পল্লিকবি জসিম উদ্দিনের কোন কাব্যের অনুবাদ?- নক্সী কাঁথার মাঠ
৭৩.”চাচা কাহিনী” ও “পঞ্চতন্র” কে লেখেন?- সৈয়দ মুজতবা আলী
৭৪.সৈয়দ মুজতবার “দেশে-বিদেশে” কোন শহরের প্রাধান্য পেয়েছে?- কাবুল
৭৫.”নেমেসিস” কার রচনা?- নুরুল মোমেন
৭৬.”পদ্মানদীর মাঝি” প্রাগৈতিহাসিক” বকুল পুরের যাত্রী” ও “পতুল নাচের ইতিকথা”- গ্রন্থগুলো কার রচনা?- মানিক বন্দোপাধ্যায়
৭৭.”সাঝের মায়া” কার রচনা?- সুফিয়া কামাল
৭৮.”ছায়া হরিণ” ও “মেঘ বলে চৈত্রে যাব” কার রচনা?- আহসান হাবিব
৭৯.”ক্রীতদাসের হাসি” কার রচনা?- শওকত ওসমান
৮০. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?- “সাত সাগরের মাঝি (ফররুক আহমেদ)
৮১.”সংষ্কৃতি” গ্রন্থটি কার রচনা?- ড.আহমদ শরীফ
৮২.”বিশ শতকের মেয়ে” কার রচনা?- ড. নীলিমা ইব্রাহিম
৮৩. জাতীয় সংগীত কে ইংরেজি অনুবাদ করেন?- সৈয়দ আলী আহসান
৮৪.”লালসালু” কে রচনা করেন?- সৈয়দ ওয়ালীউল্লাহ
৮৫.বিখ্যাত “রক্তাক্ত প্রান্তর” নাটকটি কার রচনা?- মুনীর চৌধুরী
৮৬. মুনীর চৌধুরীর “কবর” নাটকের পটভূমি?- ভাষা আন্দোলন
৮৭.”কাবনের কন্যা” কী জাতীয় রচনা?- উপন্যাস
৮৮.”সূর্যদীঘল বাড়ী” উপন্যাস কার রচনা?- আবু ইসহাক
৮৯.’সংশপ্তক’ কার রচনা?- শহীদুল্লাহ কায়সার
৯০.”বাংলাদেশ স্নপ্ন দেখে” কার কাব্যগ্রন্থ?- শামসুর রহমান
৯১.”তুমি আসবে বলে হে স্বাধীনতা” কার কবিতা?- শামসুর রহমান
৯২.”তেইশ নম্বর তৈলচিত্র” কার উপন্যাস?- আলাউদ্দিন আল আজাদ
৯৩.”হাজার বছর ধরে”, “আরেক ফাল্গুন” ও “Stop Genocide” কার উপন্যাস?- জহির রায়হান
৯৪.”পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকটি কার?- সৈয়দ শামসুল হক
৯৫.”সোনালী কাবিন” কার কাব্যগ্রন্থ?- আল মাহমুদ
৯৬. “চিলেকোঠার সেপাই”, ” দুধে-ভাতে উৎপাত” খোয়াব নামা” ও “সংষ্কৃতির ভাঙ্গা সেতু” কার রচনা?- আখতারুজ্জামান ইলিয়াস
৯৭.”অয়োময়”, “এইসব দিন রাত্রি” আগুনের পরশমণি” ও “শঙ্খনীল কারাগার” কর রচনা?- হুমায়ুন আহমেদ
৯৮. “আগুনের পরশমণি” গ্রন্থটি চলচিত্রয়ানে কী ফুটে উঠেছে?- মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র
৯৯.”জন্ডিস ও বিবিধ বেলুন” সেলিম আল দীনের- নাটক ১০০.”জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন” কোন কবির উক্তি?- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

বাংলা : (ঞ অংশ)
১.বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি
২.”সাধুভাষা” পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়
৩.কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ
৪.সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে
৫.ব্যাকরণের প্রধান কাজ- ভাষার বিশ্লেষণ
৬.সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?- ধ্বনিতত্ত্ব
৭.ব্যাকরণের কোন অংশে “সমাস/কারক” সমন্ধে আলোচনা করা হয়?- রুপতত্ত্বে
৮.ব্যাকরণের কোন অংশে “বাগধারা/
বিরামচিহ্ন” আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে
৯.পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক
১০.বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?- ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও
১১.গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়
১২.”ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩.ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি
১৪.মাত্রাহীন বর্ণ- ১০টি
১৫.অর্ধমাত্রার বর্ণ- ৮টি
১৬.মৌলিক স্বরধ্বনি- ৭টি
১৭.যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)
১৮.হ্রস্বস্বর- ৪টি
১৯.দীর্ঘস্বর-৭টি
২০.ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি
২১.ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত
২২.ক্ষ= ক+ষ
২৩.পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?- অপিনিহিতি
২৪.ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু
২৫.দারিদ্র+য= দারিদ্র্য
২৬.
দৃশ+অনীয়=দর্শনীয়, দুল+না= দোলনা, মিশ+উক=মিশুক, শ্রু+অন=শ্রবণ, মুচ+ক্তি=মুক্তি
২৭.মধ্যম+ষ্ণিক=মাাধ্যমিক, মশা+আরি=মশারি, সহচর+য=সাহচর্য
২৮.উপসর্গ কোথায় বসে?-আগে
২৯.অনুসর্গ কোথায় বসে?- পরে
৩০.উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন
৩১.বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংষ্কৃত উপসর্গ-২০
৩২.বিজ্ঞান শব্দে “বি” অর্থ কী?- বিশেষ
৩৩.কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)
৩৪. কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি
৩৫.নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী
৩৬.”নাটিকা” কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে
৩৭.শ্বশ্রূ অর্থ- শাশুড়ী
৩৮.লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার
৩৯.ডালে ডালে কুসুম ভার- এখানে “ভার” অর্থ- সমূহ
৪০.সাহেব এর বহবচন- সাহেবান
৪১.বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)
৪২.কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?- অব্যয়
৪৩.পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?- সন্ধি
৪৪.কিছু সন্ধিবিচ্ছেদ- রত্ন+আকর=রত্নাকর, পরি+ঈক্ষা=পরীক্ষা, রবি+ইন্দ্র=রবীন্দ্র, জন+এক=জনৈক, ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, যদি+অপি=যদ্যপি, পরি+আলোচনা=পর্য
ালোচনা, সু+আগত=স্বাগত, গো+এষণা=গবেষণা, নৌ+ইক=নাবিক, লো+অন=লবণ, গৈ+য়ক= গায়ক, বাক+আড়ম্বর=বাগাড়ম্বর, উৎ+শ্বাস=উচ্ছ্বাস, পদ+হতি=পদ্ধতি, ষট+ঋতু=ষড়ঋতু, সম+বাদ=সংবাদ, সম+বিধান=সংবিধান, নির+আময়=নিরাময়, বৃষ+তি=বৃষ্টি, ততঃ+ধিক=ততোধিক, তপঃ+বন=তপোবন, দুঃ+যোগ=দুর্যোগ, দিব+লোক=দ্যুলোক, বন+পতি=বনস্পতি, অহ+অহ=অহরহ
৪৫.সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ
৪৬.যে পদে সমাস হয়, তাকে বলে- সমস্যমান পদ
৪৭.সমাসের রীতি এসেছে- সংস্কৃত ভাষা থেকে
৪৮. সমাস কত প্রকার?- ৬
৪৯.সমাস নির্ণয় করুন: দম্পতি (দ্বন্ধ), কঁচা-মিঠা (কর্মধারয়), সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয়), চাঁদমুখ (উপমেয়), শতাব্দী (দিগু), লাঠালাঠি (ব্যতিহার বহুব্রীহি), ছায়াশীতল (তৎপুরুষ), উপকূল (অব্যয়ীভাব)
৫০. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে- অলুক সমাস
৫১.আমাকে যেতে হবে- “আমাকে” কর্তৃকারক ২য়া
৫২‌‌.দশে মিলে করি কাজ- “দশে” কর্তায় ৭মী
৫৩.ডাক্তার ডাক- “ডাক্তার” কর্মে শুন্য
৫৪.গাড়ী স্টেশন ছাড়ল- অপাদানে শুন্য
৫৫.শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি
৫৬‌.মৌলিক শব্দ- গোলাপ
৫৭‌.রূঢ়ি শব্দ- হস্তী/সন্দেশ/তৈল/বাঁশী/গবেষণা
৫৮. যোগরূঢ় শব্দ- জলদ/পঙ্কজ/রাজপুত
৫৯. শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?- ৩ ভাগে
৬০.ব্যূৎপত্তিগত দিক থেকে শব্দ- ৫ প্রকার
৬১.”ব্যাকরণ” শব্দটি এসেছে- সংস্কৃত শব্দ থেকে
৬২.গিন্নী কী শব্দ- অর্ধ-তৎসম
৬৩.রিকসা- জাপানি শব্দ
৬৪.হরতাল- গুজরাটি শব্দ
৬৫‌.চা, চিনি- চায়না শন্দ
৬৬.দাম- গ্রীক শব্দ
৬৭.চৌ-হদ্দি= ফারসি+আরবী
৬৮. হেড-মৌলভী= ইংরেজি+ফারসি
৬৯. আকাশের প্রতিশব্দ- দ্যুলোক, অন্তরীক্ষ, অম্বর
৭০.নন্দিনী অর্থ-তনয়া
৭১‌.পরভৃত অর্থ- কোকিল
৭২‌.পরভৃৎ অর্থ- কাক
৭৩.কপোল অর্থ- গাল
৭৪.শশাঙ্ক অর্থ- চাঁদ, সুধাংশু
৭৫.পুষ্প এর সমার্থক শব্দ- প্রসূন, কুসুম
৭৬.সূর্য এর প্রতিশব্দ- আদিত্য, ভানু, আফতাব, মিহির বিভাবসু
৭৭.সমুদ্র এর প্রতিশব্দ- পাথার, অর্ণব, উদধি
৭৮.অপলাপ অর্থ- অস্বীকার
৭৯.শিষ্টাচার অর্থ- সদাচার
৮০.উপরোধ অর্থ- অনুরোধ
৮১.কিছু বিপরীত শব্দ- অর্বাচীন (প্রাচীন), অলীক (বাস্তব), অনুগ্রহ (নিগ্রহ), আরোহরণ (অবরোহণ), আকস্কিক (চিরন্তন), ঊষর (উর্বর), ঋজু (বক্ত, বঙ্কিম), কুটিল (সরল), ক্ষীয়মান (বর্ধমান), গৃ্হী (সন্যাসী), জঙ্গম (স্থাবর), তিমির (আলো), ভূত (ভবিষ্যত) সংশয় (প্রত্যয়), সৌম্য (উগ্র), মনীষা (নির্বোধ), বিদিত (অজ্ঞাত)
৮২.”মুখ তোলা” বিশিষ্ট অর্থ- ভাগ্য প্রসন্ন হওয়া
৮৩.মাথা খাটিয়ে কাজ করবে – “মাথা” অর্থ- বুদ্ধি
৮৪.বৃষ্টি পড়ে টাপুর টুপুর- এখানে টাপুর টুপুর ধ্বন্যাত্বক দ্বিরুক্ত শব্দ
৮৫.পরিভাষিক অর্থ- Aboriginal (আদিবাসী), Allegory (রুপক), Superstition (কুসংস্কার)
৮৬.সুন্দরের নিজস্ব একটি আকর্ষণ শক্তি আছে- “সুন্দর” বিশেষ্যপদ
৮৭.ইচ্ছা এর বিশেষণ- ঐচ্ছিক
৮৮.না কোন জাতীয় শব্দ- অব্যয়
৮৯.কী বিপদ! এখানে “কী” অর্থ- বিরক্তি
৯০.মা শিশুকে খাওয়াচ্ছেন- “শিশু” প্রযোজক কর্তা
৯১.বাক্যের ক্ষুদ্রতম একক কী?- শব্দ
৯২.বাংলা ছন্দ কত রকমের?- ৩ রকমের
৯৩.বাক্যের ৩টি গুণ কী কী?- আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি
৯৪.গঠন অনুসারে বাক্য কত প্রকার- ৩ প্রকার
৯৫.তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি- সরল বাক্য
৯৬.শুদ্ধবাক্য- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল, বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
৯৭. বাগধারা- অগস্ত যাত্রা (শেষ বিদায়), অর্থচন্দ্র (গলাধাক্কা), আক্কেল সেলামি (নির্বুদ্ধিতার দন্ড), আটকপালে (হতভাগ্য), আকাশ কুসুম (অলীক ভাবনা), ঊনপাঁজুরে (হতভাগ্য), একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়), ভূষুণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি), গৌরচন্দ্রিকা (ভূমিকা), গোঁফ-খেজুরে (নিতান্ত অলস), ঠোটকাটা (স্পষ্টভাষী), চাঁদের হাট (প্রিয়জনদের সমাগম), ঢাকের কাঠি (তোষামুদে), দুধের মাছি (সুসময়ের বন্ধু), তামার বিষ (অর্থের কু প্রভাব), নিরানব্বয়ের ধাক্কা (সঞ্চয়ের প্রবৃত্তি), রাবণের চিতা (চির অশান্তি), শকুনি মামা (কুচক্রী লোক), সাক্ষৌ গোপাল (নিষ্ক্রিয় দর্শক), শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ), হাত ভারি (কৃপণ)
৯৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে – উক্তিটির তাৎপর্য?- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৯৯.বাক্য সংকোচন- অক্ষীর সমীপে (প্রত্যক্ষ), যা কষ্টে নিবারণ করা যায় (দুর্নিবার), যা চেটে খেতে হয় (লেহ্য), দিন ও রাতের সন্ধিক্ষণ (গোধূলি), যে স্ত্রী লোক প্রিয় কথা বলে (প্রিয়ংবদা), যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না (বনস্পতি), যা বলা হয় নি (অনুক্ত), যা দীপ্তি পাচ্ছে (দীপ্তিমান), যে ভূমিতে ফসল জন্মে না (ঊষর), দুই হাত সমানে চলে যার (সব্যসাচী), যা পূর্বে ছিল , এখন নেই (ভূতপূর্ব), যা চিরস্থায়ী নয়/নষ্ট হওয়া স্বভাব যার (নশ্বর), যার কর্মে ক্লান্তি নাই (অক্লান্তকর্মী), যে ভবিষ্যত না ভেবেই কাজ করে (অবিমৃষ্যকারী)
১০০.শুদ্ধ বানান- অধ্যবসায়, অনসূয়া, অদ্যাপি, অমাবস্যা, আদ্যক্ষর, অধোগতি, উন্মীলন, একান্নবর্তী, ঐন্দ্রজালিক, গীতাঞ্জলি, আকাঙ্ক্ষা, দধীচি, দ্বন্ধ, নিশীথিনী, নিপীড়িত, ভাগীরথী, মরীচিকা, মূহুমুহু, মুমূর্ষু, শিরচ্ছেদ, শারীরিক, সমীচীন, সৌজন্য, স্বান্তনা, স্বায়ত্বশাসন, বাল্মীকি, পিপীলিকা
বাংলা : (ট অংশ)
স্বরবর্ণ - 11টি 
ব্যঞ্জনবর্ণ - 39 টি 
মৌলিক স্বরধ্বনি - 7 টি 
যৌগিক স্বরধ্বনি--২টি 
যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ >> ২৫টি।( 
হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি 
দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি 
মাত্রাহীন - 10 টি 
অর্ধমাত্রা - 8 টি 
পূর্ণমাত্রা - 32 টি 
কার - 10 টি 
স্পর্শবর্ণ - 25 টি 
এক নজরে বাংলা বর্ণমালা 
# বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি) 
# বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি) 
# বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি) 
# বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি) 
# বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি) 
# বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি ( ব্যঞ্জণবর্ণ ৬টি + স্বরবর্ণ৪টি) 
# বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া) 
# বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র শেখরের বই যে ৬টি । যেমন: ন, ম, য, র ল, ব 
# বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত) 
# বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি (“ক” বর্গীয়ধ্বনি) 
# বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়) 
# বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়) 
# বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল) 
# বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি) 
# বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স) 
# বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ) 
# বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স) 
# বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ) 
# বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও) 
# বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি৪টি (শ, ষ, স, হ) 
# বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব, য, র, ল) 
# বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল) 
# বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র) 
# বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি১টি (ড়, ঢ়) 
# বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি৩টি (ং, ঃ, ৺) 
# বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি২টি (ং, ঃ) 
# বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি ২টি (ঐ, ঔ) 
# বাংলা বর্ণমালায় খন্ড ব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ) 
# বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি(অ) 
# বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে 
# বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য,ব) 
১.দেশী শব্দ 
-- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেঁকি। 
মিশ্র শব্দ 
মনে রাখার উপায় /টেকনিক >>> রাজা বাদশা হেড মৌলবীকে সংগে নিয়ে ডাক্তার খানার চৌহদ্দি ঘূরে এসে হেড পন্ডিত কে ডেকে বল্লেন, আগামী হাটবাজারে যেন পকেট মার না হয়।
শব্দগুলো: 
১. রাজা-বাদশা>তত্সম+ফারসি 
২.হেড-মৌলবী>ইংরেজি+ফারসি 
৩.ডাক্তার -খানা>ইংরেজি+ফারসি 
৪.চৌ-হদ্দি>ফারসি+ আরবি 
৫.হেড-পন্ডিত> ইংরেজি+তত্সম 
৬. হাট-বাজার>বাংলা +ফারসি 
৭.পকেট-মার> ইংরেজি+ বাংলা 
১.মৌলিক শব্দ: 
টেকনিক >>>লাল গোলাপের নাকে তিন হাত কলম. 
মিলিয়ে নিন:  লাল,গোলাপ,নাক তিন,হাত,কলম. 
২.সাধিত শব্দ: 
টেকনিক >>>দয়ালু জমিদার পানসা হাতে ফুলেল লাগাল. 
মিলিয়ে নিন: দয়ালু জমিদার,পানসা ফুলেল 
৩.যৌগিক শব্দ: 
টেকনিক >>>নায়ক গায়ক ও চিকামারা নয়ন এবং সুন্দরী মিতালি ও দৌহিত্র বাবুয়ানা দেখিয়ে কর্তব্যে অবহেলা করে শয়ন করল এবং পরে বাদরামীর মধুর জলে গমন করল. 
মিলিয়ে নিন>গায়ক,নায়ক,চিকামারা,নয়ন মিতালি,দৌহিত্র,বাবুয়ানা 
কর্তব্য,শয়ন,বাদরামী, মধুর 
৪.রূঢ়ি শব্দ: 
টেকনিক >>>তেলেভাজা স্বন্দেশ খেয়ে এক প্রবীণ গভেষনা করে পান্জাবী পরে হস্তীর পিঠে চরে বাঁশি বাজায়. হরিণের মাংস দিয়ে মন্ডূপ তৈরি 
করায় লাবণ্যের শশুর ও ঝি কূশল বিনিময় করল আমিও করি...!!! 
মিলিয়ে নিন:>>তেলেভাজা,স্বন্দেশ,প্রবীণ,গবেষনা,হস্তি বাঁশি,হরিণ,মন্ডুপ,লাবণ্য,শশুর,ঝি কূশল,করী 
৫.যৌগরূঢ় শব্দ: 
টেকনিক >>> রাজপূত পঙ্কজ মহাযাত্রা করে জলদির কাছে গেলেন.এরপর 
পীতাম্বর তরঙ্গম ও আদিত্যকে বলদ বলে জলদে পাঠালেন। 
মিলিয়ে নিন:>রাজপূত,পঙ্কজ,মহাযাত্রা,জলদি পীতাম্বর,তরঙ্গম,আদিত্য,বলদ এবং জলদ...! 
৬.তদ্ভব শব্দ: 
টেকনিক >>>আখি আজ করছে কাজ, মৌ পড়েছে বিয়ের সাজ, 
বৌমা এনেছে ভাত মাছ.মাথায় হাত কানে দাত চাঁদ সই করা তদ্ভবের কাজ. 
মিলিয়ে নিন:>মাথা,হাত,আখি,দাত,ভাত চাঁদ,মাছ,কান 
7.তৎসম শব্দ: 
টেকনিক >>> হস্তে যদি থাকে শক্তি চন্দ্র সূর্য্য করবে ভক্তি,ভবনের পত্র ধর্ম লাভ ক্ষতি মনূষ্য পর্বতের কর্ম. 
মিলিয়ে নিন: হস্ত,চন্দ্র,সূর্য্য,ভবন,পত্র,লাভ,ক্ষতি মনূষ্য,পর্বত. 
8. অর্ধতৎসম শব্দ: 
টেকনিক >>>গিন্নি মাগি জৈস্না কুৎসীত গতরে বোস্টমের বাড়িতে 
নেমন্তন্ন খেত গেল,কেস্ট ও পুরুত খিদে পেয়ে শুধু আদা খায়. 
মিলিয়ে নিন: গিন্নি,মাগি,জৈস্না,কুৎসীত,গতর,নেমন্তন্ন,কেস্ট,পুরুত,আদা...!!! 
টেকনিকে ফারসি শব্দঃ [ধর্ম সংক্রান্ত]: 
ছন্দঃ(নামাজ রোজা করলে বেহেস্ত, আর 
গুনাহ করলে দোযখ ফেরেস্তা হিসাবে 
রাখবে আর পয়গম্বর খোদার কাছে গুনাহ 
মাপের সুপারিশ করবে।) 
ব্যাখ্যাঃ 
নামাজ, রোজা, বেহেস্ত, গুনাহ, দোযখ, ফেরেস্তা, পয়গম্বর, খোদা, সুপারিশ। 
অথবা 
(নামাজ রোজা পালন না করলে গুনাহ হয়। তাই পয়গম্বরদের কথা না,শুনলে 
ফেরেস্তারা খোদার আদেশে বেহেস্তের পরিবর্তে দোযখে নিয়ে যাবে।) 
নামাজ, রোজা পালন, গুনাহ, পয়গম্বর, ফেরেস্তা, খোদা, বেহেস্ত, দোযখ। 
টেকনিকে পর্তুগিজ শব্দঃ 
চোর গীর্জার গুদামে ঢুকে পাদ্রিকে বেঁধে রেখে চবি দিয়ে আলমারি খুলে 
আনারস আলপিন পাউরুটি বালতি সব নিয়ে গেল। 
টেকনিকে ফরাসি শব্দঃ 
কাকু রেডি (কার্তুজ, কুপন, ডিপো রেস্তারা) 
টেকনিকে গুজরাটি শব্দঃ 
গুজরাটি হখ (হরতাল, খদ্দর) সাহেব। 
টেকনিকে পাঞ্জাবি শব্দঃ 
পাঞ্জাবি চাশি (চাহিদা, শিখ) 
টেকনিকে তুৃর্কি শব্দঃ 
দারোগা, চাচা (চাকর, চাকু) তোপ, দাগে। 
#কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়-- 
কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি। 
#কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়-- 
গুরু, শিশু, সন্তান, জন, শিক্ষিত, পাখি। 
#নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-- 
শ্রদ্ধাস্পদাসু 
#লিঙ্গান্তর হয় না এমন শব্দ -- 
কবিরাজ, কেরানী ,রাষ্ট্রপতি, ডাক্তার । 
#কতগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ --- 
শাঁকচুন্নী, সধবা, সতীন, সপত্নী, বিধবা, সধবা, ডাইনি, কুলটা এয়ো, দাই। 
o ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? তুর্কি 
o ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ? ইতালি 
o ‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি 
o ‘কাঁচি’ শব্দটি কোন ভাষা হতে এসেছে? তুর্কি 
o ‘কুঁড়ি’ শব্দটির ব্যুৎপত্তি শব্দ কোনটি? কোরক 
o ‘শাক সবজি’ শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? তৎসম + ফারসি 
o ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি 
o ‘সাবান’ ও ‘আনারস’ শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? পর্তুগিজ 
o ‘হরতন’ কোন ভাষার শব্দ? ওলন্দাজ 
o ‘‘হরতাল’’ কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি 
o ‘হাঙ্গামা’ কোন ভাষার শব্দ? ফারসি 
o ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?বাংলা ও ফারসি 
o ‘চকলেট’ কোন দেশের ভাষার শব্দ? মেক্সিকো 
o ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি 
o ‘চানাচুর’ কোন ভাষার শব্দ? হিন্দি 
o ‘জান্নাত ও বেহেশত’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফারসি 
o ‘জানালা’ শব্দটি কোন্ ভাষার শব্দ? ফারসি 
বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি সহজেই মনে রাখি 
বনস্পতি এবং বৃহস্পতি পরষ্পর দুই ভাই। তাদের বয়স ষোড়শ এবং একাদশ। তারা দুজনে তস্কর।দুজনে গিয়েছে গোষ্পদ চুরি করতে।দেখেছে মনীষা। বলেছে পতঞ্জলির কাছে।পতঞ্জলি শুনে আশ্চর্য হল 
বনস্পতি 
বৃহস্পতি্ 
পরষ্পর 
ষোড়শ 
একাদশ 
তস্কর 
গোষ্পদ 
মনীষা 
পতঞ্জলি 
আশ্চর্য নিপাতনে সিদ্ধ সন্ধি। 
১/ বাংলা সাহিত্যের আদি নিদর্শন = চর্যাপদ 
আর মধ্য যুগের ১ম নিদর্শন = শ্রীকৃষ্ণকীর্তন। 
২/ ভাষার জগতে বাংলার স্থান = ৪র্থ আর 
সিয়েরা-লিওনের ২য় ভাষা হলো = বাংলা। 
৩/ নাটকের সংলাপে অনুপযোগী হলো = সাধু 
ভাষা আর সাধু ও চলিত ভাষার মিশ্রণকে = গুরুচণ্ডালী দোষ বলে। 
৪/ চাকর, চাকু, দারোগা = তুর্কি ভাষার শব্দ, 
আলপিন, আলমারী, পাউরুটি, বালতি = পর্তুগিজ 
ভাষার শব্দ আর কুপন, কার্তুজ, রেস্তোরা হলো = ফরাসি ভাষার শব্দ। 
৫/ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন = মনুয়েল দ্য 
আসসুম্প সাঁও আর ১ম বাঙ্গালী হিসেবে বাংলা 
ব্যাকরণ রচনা করেন = রাজা রামমোহন রায়। 
৬/ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা 
ভাষার মৌলিক অংশ = ৪ টি আর ণত্ব ও ষত্ব 
বিধান, সমাস এবং সন্ধি আলোচিত হয় = ধ্বনিতত্ত্বে। 
৭/বাংলা বর্ণমালায় সর্বমোট বর্ণ রয়েছে = ৫০ 
টি, পূর্ণমাত্রা = ৩২টি, অর্ধমাত্রা = ৮টি আর 
মাত্রাহীন = ১০টি। 
৮/স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ হলো=স্বর বা কার আর 
ব্যঞ্জনবর্ণের = ফলা (মনে রাখবেন বাংলা বর্ণমালায় = ৫ টি ফলা আছে)। 
বাংলা : (ঠ অংশ)
1.ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য
2.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী
3.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা
4.মেঘনাদ বধ কাব্যে সর্গঃ ৯টি
5.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?উঃ মহাকবি আলাওল।
6.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
7.‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?উঃ সিকান্দর আবু জাফর।
8.‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ?উঃ সিকান্দার আবু জাফর।
9.‘প্রেমের সমাধি’র রচয়িতা কে?উঃ মোহাম্মদ নজীবর রহমান।
10.‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?উঃ আবু জাফর শামসুদ্দিন।
11.‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ বেগম রোকেয়া।
12.‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
13.‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?উঃ অন্নদাশঙ্কর রায়।
14.‘পলাশীর যু্*দ্ধ’ গ্রন্থের লেখক কে?উঃ নবীন চন্দ্র সেন।
15.‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ বুদ্ধদেব বসু।
16.‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?উঃ আব্দুল হাকিম।
17.‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে ?উঃ মানিক বন্দোপাধ্যয়।
18.‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা কে?উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
19.‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?উঃ গ্রামীন জীবন।
20.‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে?উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
21.‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?উঃ রাজা রামমোহন রায়।
22.বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি ?উঃ কুলীনকুল সর্বস্ব।
23.‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা কে?উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
24.‘বেদান্ত চন্দ্রিকা’ ও ‘প্রবোধ চন্দ্রিকা’ গ্রন্থ দুটির রচয়িতা কে?উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
25.শায়ের কারা?উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়।
26.পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে ?উঃ ফকির গরীবুল্লাহ।
27.উল্লেখযোগ্য শায়েরের নাম কি?উঃ ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।
28.পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?উঃ আরবী, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।
29.কালুগাজী ও চন্দ্রাবতী কোনধরনের সাহিত্য?উঃ পুঁতি সাহিত্য।
30.কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন ?উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
31। আবদুল্লাহ উপন্যাসঃ কাজী ইমদাদুল হক
32। অরন্য গোধুলী কাব্যঃ বন্দে আলী মিয়া
33।বটতলার উপন্যাসঃ রাজিয়া খান
34। নজরুল ইসলামের দারিদ্র কবিতাঃ সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত
35।চিলেকোঠার সেপাইঃ আখতারুজ্জামান ইলিয়াস
36। শান্তিধারাঃ এয়াকুবআলী চৌধুরী
37।বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাঃ চন্ডীদাস
38.ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?উঃ অনল প্রবাহ।
39.‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত?উঃ জিঞ্জির।
40.‘উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?উঃ মীর মশার্রফ হোসেন।
41.‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?উঃ রশীদ করিম।
42.‘এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ’ এররচিয়তা কে?উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
43.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি কার রচনা?উঃ মাইকেল মধুসুদন দত্ত।
44.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির রচিয়তা কে?উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
45.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা কে?উঃ মামুনুর রশিদ।
46.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?উঃ আতাউর রহমান খান।
47.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির রচিয়তার নাম কি?উঃ আতাউর রহমান খান।
48.‘স্বৈরাচারের দশ বছর’ গ্রন্থটির রচিয়তার নাম কি?উঃ আতাউর রহমান খান।
49.‘কড়ি দিয়ে কিনলাম’উপন্যাসটি রচনা করেন কে?উঃ বিমল মিত্র।
50.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
51.‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
52.‘কমলাকান্তের দপ্তর’ কোন ধরনের রচনা?উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
53.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের রচিয়তা কে?উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
54.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?উঃ শওকত ওসমান।
55.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা কে?উঃ রামনারায়ন তর্করত্ন।
56.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম কি?উঃ ইব্রাহিম খাঁ।
57.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’ গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?উঃ ইব্রাহিম খাঁ।
58.‘কবর’ নাটকটির রচিয়তা কে?উঃ মুনীর চৌধুরী।
59.‘কবর’ নাটকের পটভুমি কি ?উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
60.‘কবর’ নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়?উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
61.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?উঃ জসীমউদ্দিন।
62.‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের অর্ন্তগত?উঃ রাখালী
63.‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে?উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
64.‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের রচিয়তা কে?উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
65.‘খেয়া’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?উঃ কাব্য রচনা।
66.‘গ্রানাডার শেষ বীর’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ এস. ওয়াজেদ আলী।
67.গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি?উঃ বিশ্বনবী।
68.চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?উঃ নবদ্বীপে।
69.‘চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন কে?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
70.The Captive Lady-র রচয়িতা কে ?উঃ মাইকেল মধুসূদন দত্ত।
71.‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেনীর রচনা ?উঃ উপন্যাস।
72.‘দুধে ভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা কে?উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
73.‘দত্তা’ উপন্যাসটির লেখক কে?উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
74.‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?উঃ কাজী ইমদাদুল হক।
75.‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?উঃ নূরুল মোমেন।
76.‘নীল দর্পন’ নাটকের রচয়িতা কে?উঃ দীনবন্ধু মিত্র।
77.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির রচয়িতা কে?উঃ জসিম উদ্দিন।.
78.‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে?উঃ সৈয়দ মুজতবা আলী।
79.‘চণ্ডীমঙ্গল’ কাব্যের কবি কে?উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
80.‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে?উঃ মীর মোশারফ হোসেন।
81.‘জিব্রাইলের ডানা’র গল্পকার কে?উঃ শাহেদ আলী।
82.‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’, ‘বরফ গলা নদী’ এগুলো কার রচিত উপন্যাস?উঃ জহির রায়হান।
83.‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?উঃ ফারসি।
84.‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচিয়তা কে?উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
85.‘নরুল দীনের সারাজীবন’ নাটকের রচয়িতা কে?উঃ সৈয়দ শাসসূল হক।
86.‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?উঃ সৈয়দ শামসুল হক।
87.‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?উঃ সৈয়দ শামসুল হক।
88.‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?উঃ অদ্বৈত মল্লবর্মণ।
89.‘তারাবাঈ’ নাটকটির রচিয়াত কে?উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
90.‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা কে ?উঃ মনসুর বয়াতী।
91.‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?উঃ নীল দর্পন নাটকের।
92.‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
93.‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
94.‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?উঃ আহসান হাবিব।
95.‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
96.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির ইংরেজি অনুবাদক কে?উঃ E. M. Milford.
97.‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ সৈয়দ মুজতবা আলী।
৩৬.‘দন্ডকারন্য’ গ্রন্থটির রচয়িতা কে?উঃ মুনীর চৌধুরী।
98.‘ধন ধান্যে পুষ্পে ভরা’- দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
100.আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।
102.আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
103.কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন?উঃ ফতেহাবাদের জালালপুরে।
104.মাগন ঠাকুর কে ছিলেন?উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
105.“নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন?উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
106.কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের আদেশে।
107.‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে কাব্য?উঃ সপ্তদশ শতাব্দী।
108.সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।

সমাপ্ত-৮৪তম পর্ব দেখুন

বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ক সাধারণ জ্ঞান এর অন্যান্য পর্ব দেখতে –ক্লিক করুন-
১। পর্ব- ১৪ (এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ)

বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
01716508708, Gulshan, Dhaka, Bangladesh

((সব পর্ব এক সাথে দেখতে এখানে ক্লিক করুন- সব পর্ব))

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU