BOU

Thursday, February 28, 2019

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে- (৬৪তম পর্ব


বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের স্পেশাল সাজেশন
৬৪তম পর্ব
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

(বাংলাদেশ বিষয়াবলী)
1.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়★★★
2.বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
সেন্টমার্টিন★★★
3.ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
১৩টি★★★
4.ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
নাগাল্যান্ড★★★
5.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৪১৫৬ কি.মি★★★
6.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত?
২০০নটিকেল মাইল★★★
7.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
বান্দরবান★★★
8.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
৩টি★★★
9.বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের-
পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম★★★
10.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
পঞ্চগড়★★★
11.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
৩০টি★★★
12.মায়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?
৩টি★★★
13.ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
১১১টি★★★
14.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
★★★
15. SPARRSO কোন মন্ত্রণায়ের অধীনে?
প্রতিরক্ষা★★★
16.গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
নিম্নভূমি নিমজ্জিত হবে★★★
17.বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ডাচ-বাংলা ব্যাংক★★★
18.বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম কী?
শেখ মুজিবুর রহমান★★★
19.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
৪টি★★★
20.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
প্রথম ৪টি★★★
21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা★★★
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান★★★
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
নায়েম★★★
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
১৯৫৩সালে★★★
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ড.ওসমান গণি★★★
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা- চট্টগ্রাম
★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? মহাস্থানগড়
★★★
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভূক্ত? অস্ট্রিক
★★★
31.প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত? মহাস্থানগড়
★★★
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?  পুন্ড্র
★★★
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ
★★★
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল
★★★
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত- বরেন্দ্রভূমি
★★★
36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ
★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? বখতিয়ার খিলজি
★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? ১২০৪
★★★
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা
★★★
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী? গৌড়
★★★
41.গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হোসেন শাহ
★★★
42. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দীন আযম শাহ
★★★
43.নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর
★★★
44.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলী খান
★★★
45.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?  ইসলাম খাঁ
★★★
46.ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০সালে
★★★
47.ঢাকার 'দোলাই খাল' কে খনন করেন?  ইসলাম খান
48.কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান
★★★
49.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত- চকবাজারে
★★★
50.বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা
★★★
51.কোন নগরীতে মুঘল আমলে সুবে-বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও
★★★
51.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদকুলি খান
★★★
52.'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল? ১১৭৬সালে
★★★
53.বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? ১৭৯৩সালে
★★★
54.বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস
★★★
55.বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন- পর্তুগিজরা
★★★
56.ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উরিয়েছিলেন- জুম্মা খান
★★★
57.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন? ১৭৬৫সালে
★★★
58.বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল- ১৭৭০ খ্রিস্টাব্দ
★★★
59.সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? ১৮২৯সালে
★★★
60.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাইন্টব্যাটেন
★★★
61.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা
★★★
62.বাংলায় ফরায়েজি আন্দলোনের উদ্যোক্ত কে ছিলেন? হাজী শরিয়ত উল্লাহ
★★★
63.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে? নওয়াব আব্দুল লতিফ
★★★
64.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলন- লর্ড কার্জন
★★★
65.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১সালে
★★★
66. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন
★★★
67.১৯০৫সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার
★★★
68. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোর
★★★
69.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের- ফেব্রুয়ারিতে
★★★
70.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল- নৌকা
★★★
71.ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনাকার্টা
★★★
72.পাকিস্তানি শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত
★★★
73.১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি
তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দীন★★★
74.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া
হয়? ১৯৫৬সালে★★★
75.ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোর
★★★
76.৬ দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল? ১৯৬৬সালে
★★★
77.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রাভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? ৩১জানুয়ারি, ১৯৫২
★★★
78.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এ.এইচ.এম কারুজ্জামান
★★★
79.বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির
★★★
80.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া
★★★
81.মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? ১০ এপ্রিল ১৯৭১
★★★
82.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? ১০এপ্রিল, ১৯৭১
★★★
83.মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর
★★★
84."লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না"। দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল? জেনারেল টিক্কা খান
★★★
85.'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা- জেনারেল সুখওয়ান্ত সিং
★★★
86.'একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
★★★
87.মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আগারগাঁও
★★★
88.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জে.আতাউল গনি ওসমানী
★★★
89.১৯৭১সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?১১টি
★★★
90.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
★★★
91.বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে 'বীর উত্তম' উপাধীতে ভূষিত করা হয়? ৬৯জন
★★★
92.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ
★★★
93.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?  সিপাহী
★★★
94.বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যু বরণ করেন? ১৮এপ্রিল ১৯৭১
★★★
95.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি
★★★
96. ১৯৭৫সালের ১৫আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মে.জে.কে এম শফিউল্লাহ
★★★
97.রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? রক্ত সোপান
★★★
98. ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?  
তৎকালীন রেসকোর্স ময়দান★★★
99.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
★★★
100.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আঃ গনি ওসমানী
★★★
101.গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? ১৬ডিসেম্বর, ১৯৭২
★★★
102.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স- ৩৫বছর
★★★
103.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল- ৫বছর
★★★
104.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ধারা ২৭★★★
105.সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে? ১৩৭
★★★
106.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত? ৬(২)
★★★
107.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর? ২৫বছর
★★★
108.কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন? ৬০
★★★
109.তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম
★★★
110.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? ৭মার্চ, ১৯৭৩
★★★
111.মাত্র ১টি সংসদীয় আসন- রাঙামাটি জেলায়
★★★
112.Who is the architecture to the Parliament building of Bangladesh? Louis Kahn
★★★
113.জাতীয় সংসদে 'কাস্টিং' ভোট কি? স্পীকারের ভোট
★★★
114.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট? এক কক্ষ
★★★
115.বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? ২৭
★★★
116.বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? ১১
★★★
117.প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ
★★★
118.বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?  
★★★
119.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? ১৯৭৪সালে
★★★
120.বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? ১৯৯৮সালে
★★★
121.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত? ফরিদপুর
★★★
122.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র
★★★
123.যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা
★★★
124.বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? মেঘনা
★★★
125.কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?জোয়ার-ভাটার স্রোত
★★★
126.বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?আজমিরীগঞ্জ
★★★
127.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া
★★★
128.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ
★★★
129.বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে- গোয়ালন্দ
★★★ 130.পুনর্ভবা, নাগর ও টাঙন কোন নদীর উপনদী? মহানন্দা★★★
131.ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা
★★★
132.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উ
ৎপন্ন হয়েছে? কৈলাস শৃঙ্গ★★★
133.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ
★★★
134.সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা
★★★
135.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প
★★★
136.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী? গারো
★★★
137.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙা
★★★
138.পূর্বাশা দ্বীপের অপর নাম কী? দক্ষিণ তালপট্টি
★★★
139.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী
★★★
140.দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী? পূর্বাশা দ্বীপ
★★★
141.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ৮
★★★
142.বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়? কক্সবাজার
★★★
143.বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? হাকালুকি
★★★
144.'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার
★★★
145.'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি
★★★
146.প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-? বরিশাল
★★★
147.বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়? সিলেট
★★★
148.সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
পটুয়াখালী★★★
149.বাংলাদেশে বিদ্যুৎ উ
ৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়- প্রাকৃতিক গ্যাস★★★
150.আলুর একটি জাত- ডায়মান্ড
★★★
151.বাংলাদেশে সবচেয়ে উ
ৎপাদিত হয়- বোরো ধান★★★
152.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়- সিলেটের মালনিছড়ায়
★★★
153.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো- মিথেন গ্যাস
★★★
154.প্রধান বীজ
উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- BADC★★★
155.বর্ণালী ও শুভ্র কী? উন্নত জাতের ভুট্টা
★★★
156.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী
★★★
157.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী
★★★
158.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? সুন্দরী
★★★
159.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুর
★★★
160.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে? ৬২%
★★★
161.ম্যানগ্রোভ কী? উপকূলীয় বন
★★★
162.সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়- পাগ-মার্ক
★★★
163.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস
★★★
164.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে- বিজয়পুর
★★★
165.দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে? কয়লা
★★★
166.বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম
★★★
167.বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা
★★★
168.খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়- সুন্দরী কাঠ
★★★
169.কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত? যশোর
★★★
170.বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? ১৯৫৭
★★★
171.দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে? গজারিয়া
★★★
172.বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস- সবকটি
★★★
173.জিয়া সার কারখানায় উ
ৎপাদিত সারের নামি কী? ইউরিয়া★★★
174.বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ
★★★
175.বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার
★★★
176.বাংলাদেশের ম
ৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ২৩★★★
177.বাংলাদেশে একমাত্র ম
ৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে★★★
178.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? আশি দশক
★★★
179.নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত? চিংড়ি
★★★
180.বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত? ৮টি
★★★
181. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী
★★★
182.মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়? ১জুলাই, ১৯৯১
★★★
183.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম
★★★ⓓ ঈশ্বরদী
184.বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? পোশাক
★★★
185.স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়? ৪মার্চ ১৯৭২
★★★
186.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকা
★★
সমাপ্ত-৬৫তম পর্ব দেখুন।
বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
01716508708, Gulshan, Dhaka, Bangladesh


Thursday, February 21, 2019

বিসিএস ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজির স্পেশাল সাজেশন-৬৩তম পর্ব


বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজির স্পেশাল সাজেশন-৬৩তম পর্ব
BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-

Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principal, (Return 3 times BCS VIVA) Ex-Principal, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School-Securex), Senior Executive & In Charge-(Recruitment & Training School-HRD).

Bangladesh Online University ( যা সকল বিষয়ের সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার)  একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান, যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principal, Gulshan- Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি ৩৪৪টি প্রশ্নোত্তর
1) Select the pair that best expenses a relationship similar to that expressed in the original pair:
a) Pertinent: Relevance- Ans: redundant: superfluity
b) Conscious: Careless-Ans: careful: indifferent
c) Vindictive: Mercy-Ans: skeptical- truthfulness
2) Fill in the blank with right option
a. He is devoid .....commonsense. Ans: of
b. The price of the commodities ....during the fuel crisis but the producers incurred ... in profits.
Ans: increased/ a downfall
c. Climate is a ....of the environment. Ans: state
d. Lack of exercise and high fat diets have ...to be factors in heart attacks. Ans: been long know
3) “ To do away with” means- Ans: get rid of
4) He talked as if he __everything. Ans: had known
5) Which one is correct? Ans: You, he and I are
6) what type of noun is “kindness”? Ans: abstract
7) which one is the correct spelling? Ans: Cigarette
8) Greenhouse effects the cause of __Ans:Gradual rise of temperature
9) while he ___ along the road a snake bit him? Ans: was walking
10)Nobel price is considered the highest honour __can be achieved in various field. Ans.That
11) Emperor Akbar— was a son of Humayun . Ans:a great leader
12) I cut myself, here “myself” is an- Ans: Reflexive pronoun
13) Which one isп an example of comparative degree? Ans: Less
14) .It is you who ___to blame Ans:
15) Which one is masculine gender? Ans: Ox
16)  Which one is the synonym of “competent”? Ans:Capable
17) I wish if I ____a cricketer. Ans:were
18) shakespeare is known mostly for his _____Ans: Drama
19) I will give you a map of the new town in case you ......lost. Ans: get
20) Why......angry with me yesterday? Ans: were you
21) This contrat will be confirmed .......December? Ans: on
22) .....is a good exercise. Ans: Walking
23) I shall look .... the matter. Ans: into
24) Our teacher makes us ......very hard. Ans: work
25) We insist on ......leaving the room. Ans: your
26) My situation was like out of the frying pan .... the fire. Ans: into
27) I would have lent you my notes if you .....me. Ans: had asked
28) No sooner had we started out for Dhaka .....it started to rain. Ans: then
29) Many scientists are still hoping ......life on another planet. Ans: to find
30) If you don’t know what the word means, look it ..... ......a dictionary. Ans: up, in
31) She is so afraid of the dark that she can’t sleep ... there is a light on outside her room. Ans: unless
32) Humility Ans:
নম্রতা
33) Melancholy Ans:
বিষণ্ন
34) Immaculate Ans:
পবিত্র
35) Vengeance Ans:
প্রতিহিংসা
36) Placid Ans:
শান্ত
37) Diligent Ans:
পরিশ্রমী
38) Gallant Ans:
সাহসী
39) I’ve got ____ go ___ a job interview ___ Saturday next. Ans: to, to, on
40) Is it more profitable to put my money in the bank or play the_____? Ans: market
41) Having been acquitted on all charge, he can now hold his head____? Ans: up
42) It is high time we ____ ready or we may miss the train. Ans: got
43) The Ambassador walked slowly____ the room ____ The queen. Ans: along, behin
44) The idiomatic phrase ‘cash cow’ means: Ans: a source of steady profit
45) The word ‘indigent’ is synonymous with the word Ans: destitute
46) The word ‘acrimonious’ is the antonym of Ans: hostile
47) Antonym ‘ignorance’? Knowledge
48) Which of the following word is not correctly spelled? Ans: extroversion
49) In the sentence “I already told him about the party”, ‘already’ is Ans: an adverb
50) Which of the following is a feminine gender? Ans: niece
51) The passive form of the sentence “I had already shown her photo to the policeman” should be:
Ans: The policeman had already been shown her photo
52)  The indirect form of the sentence “She said, ‘It must be pretty late, I really must go’” should be:
Ans: She said she was very late and she had to go.
53) Choose the correct sentences: Ans: Neither the workers nor their leader was present
54) Choose the correct sentences: Ans: The clock struck 12
55) Choose the correct sentences: Ans: The controversy is unlikely to die out.
56) Choose the correct sentences: Ans: Soldiers were dispatched to put out the rebellion.
57) Laugh
শব্দটির Noun হচ্ছে? Ans: Laugh
58) Which one is plural? Ans: Scissors
59)
কোনটি Reflexive Pronoun? Ans: Myself
60) __is it difficult __dispose __waste? Ans: Why, to , of
61) Synonym for the word ‘vigour’ -Ans Strength:
62) Antonym for the word ‘enormous’ - Ans: Tiny
63) The verb form of ‘necessity’ -Ans: Necessitate
64) Antonym for ‘bankrupt’ - Ans: Wealthy
65( He died ___ his country. Ans: for
66) An ordinance is - Ans: A law
67) Who is called a ‘poet of beauty’? Ans: William Wordsworth
68) ‘Out of out’ means? - Ans: Wholeheartedly
69) ‘
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রামএর ইংরেজী - Ans: Struggle this time is the struggle for liberation
70) Choose the correct word to complete the sentence: He sacrificed his life for the country. He is a’ Ans: patriot
71) The synonym of ‘Inception’ is—Ans: outset
72) ‘Get over’ means---Ans: overcome
73) Choose the correct one:Ans: Let Ruma and I go
74) In which sentence ‘that’ is used as a conjunction Ans: He works hard that he may succeed.
75) The synonym of ‘mandatory’:Ans: Obligatory
76) What is the meaning of the word ‘perturb’? Ans: agitate
77) Who, which, what are--Ans: Relative Pronoun
78) The meaning of the word ‘coherent’ is---Ans: Consistent
79) Choose the correct one:Ans: He is not only intelligent but also creative
80) Find out the noun from the following:-Ans: Wonder
81) What is the antonym of the word ‘Pale’?Ans: Joyful
83) Who is the famous satirist in English Literature—Ans: Jonathan Swift
84) What kind of noun is “man”?Ans: Common
85) What is the meaning of ‘White Elephant’?Ans: A very costly and troublesome possession
86) She was absent ___her cold.Ans: because of
87) Which one is adjective? Ans: Eligible
88) The meaning of ‘yield’ is---Ans: Produce
89) We sat _____the teacher Ans: beside
90) Fortune____the brave. Ans: favours
91) Every one ____Ruma wants milk in the tea. Ans: except
92) Now a days many villages are lit _____electricity. Which is the correct prepositions in the above blank? Ans: by
93) What is the meaning of the word ‘Flimsy’? Ans: Failure
94) The word “discrimination” is closest to---- Ans: preferences
95) “Pediatric” is related to the treatment of ---- Ans: children
96) The baby had ..... her teddy bear down in bed next to her before she fell asleep.Ans: laid
97) All of a sudden the students went ... each other with sticks. Ans: against
98) It is time that the Central Bank.......interest rates. Ans: put down
99) It is a good idea to buy gold in an attempt to hedge ......inflation. Ans: against
100) Success in the aptitude test may be helpful for you to be taken .... as a Probationary Officer. Ans: in
101) Writing a beautiful sonnet is as much as an achievement as ... a 400 page novel. Ans: finishing
102) By the time I had reached the bottom of the mountain, I .... extremely tired. Ans: felt
103) The expression ‘put out to pasture’ means: Ans: to impose early retirement
104) The synonym of the word ‘BUYOUT’ is- Ans: Takeover
105) The antonym of ‘EFFUSIVE’ is- Ans: reserved
106) The indirect form of the sentence: He said, ‘I had an accident yesterday’, is
Ans: He said that he had an accident the day before
107) You, I and he are to blame for the mess. Ans: I, you and he are to blame for the mess.
108) The best passive form of the sentence “The pill tastes bitter’ is: Ans: The pill is bitter when it is tasted.
109) One of the ....of globalization is cultural .....Ans: effects,assault
110) The man ......down silently and ...his food. Ans.  sat,took
111) Identify the plural word:Ans.  foci (meaning: foci is the plural of focus)
112) The masculine gender of the word ‘spinster’ is- Ans. bachelor
113) The indirect form of the sentence, “Farida said o her mother, “I Shall go to bed now”. is- Ans. Farida told her mother that she would go to bed then.
choose the appropriate prepositions in the blank of the following sentence:
114) The family doesn’t feel ____going outing this season. Ans: like
 Fill in the blank with appropriate use of tense:
115) I couldn’t mend the computer myself, so I ___at a shop. Ans: had it mended
116) who wrote “Biographia Literaria Ans: S.T.Coleridge
.117) Othello gave Desdemona ___as a token of love: Ans: Handkerchief
118) Choose the correct sentence: Ans: all of it depends on you
119) A chart was appended to the report. here appended means – Ans: joined
120) The mother sat vigilantly beside the sick baby. here vigilantly is: Ans: an adverb
121) Fraility the name is women. Here Fraility is: Ans: Noun
122) Which of the following words is in singular form? Ans: radius
123) “A rolling stone gathers no moss” The complex form of the sentence is: Ans: A stone that rolls gathers no moss
124) The new offer of job was alluring. Here Alluring means – Ans: tempting
125) “Who planted this tree here?” The correct passive voice of this sentence is Ans: By whom was the tree planted here?
126) Education is enlightening. Here enlightening is: Ans: A gerund
127) Use the appropriate article –
I saw ___one eyed man when I was walking on the road. Ans: a
128) the word ‘omnivorous’ means: Ans: eating all types of food
129) complete the following sentence choosing the appropriate option: it’s raining cats and dogs, so –Ans: make sure you take an umbrella
130) the phrase “Achilles’ heel” means: Ans: a weak point
131) he worked with all sincerity. the underlined phrase “with all sincerity” is: Ans: an adverbial phrase
132) this is the book I lost. here “I lost” is: Ans: an adjective clause
133) which do you think is the nearest in meaning to “proviso”: Ans: stipulation
134) Cassandra is a night owl, so she doesn’t usually get up until about: Ans: 11 a.m
135) Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS Ans: harmless
136) Gerontion is a poem by – Ans: T.S. Eliot
137) Fill in the blank. _____’ is Shakespeare’s last play. Ans: Tempest
138) who has written the poem “Elegy Written in a country Churchyard”? Ans: Thomas Gray
139) Who has written the play Volpone? Ans: Ben Jonson
140) Shakespeare composed much of his plays in what sort of verse? Ans: Iambic pentameter
141) The repetition of beginning consonant sound is known as: Ans: alliteration
142) which of the following is not a poetic tradition? Ans: The Comic
143) What is a funny poem of five lines called? Ans: Limerick
144) Robert Browning was a ____poet. Fill in the gap with appropriate word. Ans: Victorian
145) P.B. Shelley’s “Adonais’ is an elegy on the death of – Ans: John Keats
146) The comparison of unlike things using the words like on as is known to be – Ans: simile
147) “Restoration period’ in English literature refers to Ans: 1660
148) “The sun also rises” is a novel written by – Ans: Earnest Hemingway
149) Which of the following is correct? Ans: He speaks neither English nor French
150) Fill in the blank with the correct choice: ‘How much did you the book?’Ans: pay for
151) Another word for ‘prejudice’ is- Ans: bigotry
152) A review of the patient’s eating habits showed that her diet was in vitamin B. Ans: lacking
153)The bus is the expensive way to get around. Ans: least
154)Which one is the subject in the sentence? To defrost this fridge takes ages Ans: to defrost this fridge
155)We must buy the tickets (next week). here next week is- Ans: adverbial
156)The expression “He is all but ruined.” means­­ Ans: he is nearly ruined
157)The phrase “To embrace a habit” means- Ans: to eagerly engage in it
158)Kim was written by­ Ans: Kipling
159)Which of the following is not true about Shakespeare? Ans: Novelist
160)An elegy is a ­ Ans: poem of lamentation
161)Which of the following is chronologically in order? Ans: Shakespeare, Chaucer, Eliot, Donne
162)Ben Jonson introduced ­ Ans: Comedy of humours
163)A cliche is a ­ Ans: a worm out statement
164)What does ‘apartheid’ refer to? Ans: discrimination
165)‘Renaissance’ means the­ Ans: revival of learning
166)If he hadn’t been so tired, he__asleep so quickly. Ans: wouldn’t have fallen
167)What is the antonym of ‘Apex’? Ans: base
168)The word ‘ecological‘ is related to­­ Ans: environment
169)Which spelling is correct? Ans: lying
170)Handy is the synonym of ­ Ans: useful
171)Choose the right preposition: ­­‘We shall refrain doing it.’ Ans: from
172)___now follows is a party political broadcast. Ans: What
173)Which of the following is correct? Ans: Sophieles’s tragedies are famous
174)“Heard melodies are sweet but those unheard are sweeter” is taken from – john Keats
175)The passive form of sentence “ we made her recite a poem” she was made to recite a poem
176)The man along with his neighbors __working for the welfare of the people. Ans: are
177)The antonym of the word “theoretical” is- Experimental
178)Which of the following phrases means “to tolerate” ? Put up with
179)____,he would have succeeded. had he studied regularly
180)What is the suitable word for “ A hater of Mankind”? Misanthrope
181)Times have changed and so _____have I
182)Everybody likes flower,____? doesn’t he
183)It _____a hot day, we remained in the tent….was
184)____surprised me. What you said
185)The sinner will suffer____In the long run
186)Death is preferable ____humiliation ..to
187)A person who writes about his own life writes ___an autobiography
188)English _ across the world. is spoken
189)My wife reminds me __Of my appointment
190)Beautiful:Ugly---joy: sorrow
191)What is the objective of “Obey”? obedient
192)Check the beast_____you. in
193)The bag is too heavy ____to carry===For him
194)fill in the blank: She is fond of ____to music. listening
195)class : student – Team : player
196)‘vice versa’ refer to – the terms being exchanged
197)fill in the blanks: she aspires ____ a scientific career.--to
198)‘procession’ is a _____ term. political
199)‘RAM’ means – Random access memory
200)fill in the blanks : Turjo _____ the tree with an axe. Cut down
201)He advised me ___smoking. to give up
202)five miles ____a long distance. is
203)‘hamlet’ is written by – William Shakespear
204)I wish –I were a magician
205)‘Quorum’ fits best with the meaning. Required number
206)what is the adjective of the word ‘tax’? taxable
207)‘whom did she accuse?’ choose the right passive voice. Who was accused by her?
208)which one is correct? here he comes
209)The latin expression ‘ i.e ’ stands for –Id est
210)Come on, it’s time to go home. Here ‘home’ is a/an – noun
211)It’s time you ____your mistakes. realise
212)‘out and out’ means -whole heartedly
213)accountability is always ____.Ans: upward
214)Find the correctly spelt word. Ans: GREGARIOUS
215)Find the correctly spelt word. Ans: INTRINSIC
216)Find the correctly spelt word. Ans: JOVIAL
217)Find the correctly spelt word. Ans: TERROR
218) school : Tuition :: Ans: church:tithe
219) multiplication: division ::Ans: increase:decrease
220)actor: soliloquy ::Ans: musician:solo
221)  plaintiff:defendant ::Ans: injured:accused
223) ernest:immoral ::Ans: restrained:wanton
224) Education for all people ___ a mammoth task. Ans: is
225) Man has no escape ___ death. Ans: from
226) Today the world is passing through____ Juncture Ans: critical
227) The old man can not help __ a cup of tea. Ans: having
228) There is ____ milk in the bottle. Ans: very little
229)  কলমটি তার- Ans: He is the owner of the pen.
230)  
বিনয় মহত্বের ভূষন। Ans: Modesty is embellishment of greatness
331)
কেটলিতে পানি টগবগ করছে। Ans: The water is simmering in the kettle.
332) What is the meaning of 'prior to' ___? Ans: before
333) I wish I had seen you before. (Exclamatory) Had I seen you before!
334) I know him better than you.(positive)
Ans: You do not know him as well I know him
335)  I am sure he (pass) the examination. Ans: will pass
336) Three-fourth of the work __ finished. Ans: has been
337) The verb of the word 'beautiful' is- Ans: beautify
338) The synonym of the word 'huge' is- Ans: colossal
339) ‘
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে’ the correct translation of this sentence is—
Ans: It has been raining since morning (appropriate is: drizzling)
340) ‘Black and blue’ means- Ans: mercilessly
341) ‘He acted on my advice’ – complex form of this sentence is __
Ans: He acted as I advised him .
342) The word ‘Lunar’ is related to --Ans: Moon
343) ‘Maiden speech’ means- Ans: The first speech
344)  The girl was reclining ___ the couch. Ans: on
(সমাপ্ত)

বিঃদ্রঃ নিজের অর্থ,সময় ও শ্রম ব্যয় করে আপনাদের উপকার করে যাচ্ছি। পারলে আমার একটু উপকার করুন- এই ব্লগের উপরে ও নীচে কিছু এ্যাড আছে। আপনি শুধু এই এ্যাডে একবার ক্লিক করুন। এতে আপনার অর্থ ও সময় ব্যয় হবে না। ফ্রি ফ্রি অন্যের জিনিস নিয়ে নিজে উপকৃত হবেন আর অন্যের উপকার করবেন না- সেটাতো স্বার্থপরতার লক্ষণ।
Md. Izabul Alam-Online Principal
01716508708, Gulshan, Dhaka, Bangladesh

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক)-১০৭তম পর্ব (সকল চাকরি পরীক্ষার জন্য) বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 1.প্রশ্ন : বাং...

BOU