Monday, November 19, 2018

সাধারণ জ্ঞানের তথ্য ভান্ডার-যেকোনো চাকরি পরীক্ষায় ৯৫% কমন থাকে--২২তম পর্ব


বিসিএসসহ ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও  সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান (সকল বিষয়)-২২তম পর্ব

(৯৫% কমনের নিশ্চয়তা-যে কোনো চাকরি পরীক্ষায়)


BANGLADESH ONLINE UNIVERSITY এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা-
Md.Izabul Alam-M.A, C.in.Ed. Online Principle,(Return 3 times BCS VIVA) Ex-Principle, Rangpur Modern Pre-Cadet and Kindergarten, Ex-Executive Director, RHASEDO NGO, Ex-Headmaster, Velakopa Govt. Primary School, Palashbari, Gaibandha, Ex-Instructor, Mathematics, URC, Palashbari, Gaibandha, Ex- Sub Inspector (Detective/Intelligence-DGFI), Ex-Executive & In Charge (Recruitment & Training School).
Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত। তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।
Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com

গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর
ভূগোল_ও_পরিবেশ:
১। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় – ৫ জুন
২। দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান। দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য- ৩টি।
৩। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে বলে- দুর্যোগের প্রস্তুতি।
৪। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে – প্রাকৃতিক পরিবেশ।
৫। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশে বনভূমি থাকা দরকার- মোট আয়তনের শতকরা ২৫ ভাগ।
৬। গ্রিন হাউজ ইফেক্ট বলতে বুঝায়- তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
৭। গ্রিন হাউজে গাছ লাগানো হয়- অত্যধিক ঠাণ্ডার হাত থেকে রক্ষার জন্য।
৮। গ্রিন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি- নিুভূমি নিমজ্জিত হবে।
৯। বায়ুমণ্ডলের ওজোনস্তর অবক্ষয়ে সর্বোচ্চ ভূমিকা – ক্লোরোফ্লোরো কার্বনের (সিএফসি)।
১০। ক্লোরোফ্লোরো কার্বন (CFC)- ওজোনস্তর ধ্বংস করে।
১১। ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ওজোনস্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়- ১৯৭৩ সালে।
১২। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি- গামা রশ্মি।
১৩। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় -কার্বন ডাই-অক্সাইড।
১৪। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ- ০.০৩ শতাংশ।
১৫। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ২৫%-এর বেশি হলে- কোন প্রাণী বাঁচতে পারে না।
১৬। বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ- গাছপালা কমে যাওয়া।
১৭। এসিড বৃষ্টি হয় বাতাসে – সালফার ডাই-অক্সাইডের আধিক্যে।
১৮। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে- বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস।
১৯। ই-৮ হল- পরিবেশ দূষণকারী ৮টি দেশ।
২০। আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে- ৫%।
২১। ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে- ক্লোরিন।
২২। ওজোন স্তরে সবচেয়ে ক্ষতি করে- ক্লোরিন।
২৩। ইকোলজির বিষয়বস্তু হল- প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ।
২৪। প্রাকৃতিক পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশী দায়ী – মানুষ।
২৫। সর্বপ্রথম পানি দূষণকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন – হিপোক্রেটিস।
২৬। যে দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় – পানি।
২৭। সাগরের পানি তেল দ্বারা দূষিত হলে- অক্সিজেন তৈরি কম হয়।
২৮। পরিবেশ দূষণের ফলে প্রধানত হতে পারে- উচ্চ রক্তচাপ।
২৯। ১৮৯৬ সালে গ্রিন হাউজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস।
৩০। শব্দের মাত্রা যে পরিমাণের বেশি হলে তাকে শব্দ দূষণ বলে – ৮০ ডেসিবল।
৩১। ওজোনের রং- গাঢ় নীল।
৩২। বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ
৩৩। ভৌগোলিক কারণে বাংলাদেশ- সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
৩৪। সাইক্লোন শব্দটি এসেছে- গ্রিক শব্দ kyklos (কাইক্লোস) থেকে।
৩৫। সাইক্লোন সৃষ্টি হয় – গভীর সমুদ্রে।
৩৬। স্মরণকালের সবচেয়ে প্রলয়ংকারী দুর্যোগ হিসেবে পরিচিত- ১৯৭০ সালের সাইক্লোন। (প্রাণহানি প্রায় ৩ লক্ষ)।
৩৭। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে – ১৯৯১ সালে।
৩৮। ১৯৯১ সালের সাইক্লোনে বাতাসের গতিবেগ ছিল – ২২৫ কিলোমিটার।
৩৯। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম – অপারেশন মান্না।
৪০। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের নাম- অপারেশন সি এঞ্জেল।
৪১। বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়- মৌসুমি বায়ুপ্রবাহের আগে।
৪২। সিডর বাংলাদেশে আঘাত হানে- ১৫ নভেম্বর ২০০৭ সালে।
৪৩। সিডর শব্দের অর্থ- চোখ। এটি সিংহলী ভাষার শব্দ।
৪৪। ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারে আঘাত হানে- ২ মে ২০০৮ সালে।
৪৫। নার্গিস শব্দের অর্থ- ফুল। এটি ফারসি ভাষার শব্দ।
৪৬। ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশে আঘাত হানে- ২৫ মে ২০০৯ সালে।
৪৭। আইলা শব্দের অর্থ হল- ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী।
৪৮। ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশে আঘাত হানে – ১৬ মে ২০১৩ সালে
৪৯। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় তাকে বলে – জলোচ্ছ্বাস।
৫০। ১৯৭৬ সালের ১ নভেম্বর ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলে জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল- ১৩.৭২ মিটার পর্যন্ত।
৫১। বাংলাদেশে খরার জন্য ঝুঁকিপূর্ণ- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর ও বরিশাল।
৫২। সাম্প্রতিক বাংলাদেশে বৃষ্টিপাত কমে খরার জন্য পূর্ব প্রশান্ত মহাসাগরের মেরু অঞ্চলের সৃষ্ট- এলনিনোকে দায়ী করা হচ্ছে।
৫৩। বাংলাদেশে শতাব্দীর ভয়াবহতম বন্যা দেখা দেয় – ১৯৯৮ সালে।
৫৪। নদী ভাঙনে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা – সিরাজগঞ্জ ও চাঁদপুর।
৫৫। বাংলাদেশে সাধারণত টর্নেডো হয়- বৈশাখ মাসে। (এপ্রিল-মে)
৫৬। পূর্বাভাস ও সতর্কবাণী প্রচার করা সম্ভব নয়- টর্নেডোর জন্য (কারণ হঠাৎ করে আঘাত হানে।)
৫৭। সাইক্লোনের মতো টর্নেডো সৃষ্টির মূল কারণ- লঘু বা নিুচাপ সৃষ্টি হওয়া।
৫৮। বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ টর্নেডো আঘাত হানে- ১৯৬৯ সালের এপ্রিল মাসে; ঢাকার ডেমরায়। (বাতাসের গতিবেগ ছিল-৬৪৩ কিলোমিটার ঘণ্টায়, বাংলাপিডিয়ার তথ্যমতে)
৫৯। ভূঅভ্যন্তরে যেখানে শক্তি বিমুক্ত হয় তাকে বলে – ভূমিকম্পের কেন্দ্র।
৬০। কেন্দ্র থেকে লম্বালম্বিভাবে ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দুকে বলে – ভূমিকম্পের উপকেন্দ্র।
৬১। ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি- উপকেন্দ্রে।
৬২। সবচেয়ে বেশী ভূমিকম্প হয়-প্রশান্ত মহাসাগরের বহি:সীমানা বরাবর।
৬৩। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ (ভূকম্পন লিখন যন্ত্র)।
৬৪। সবচেয়ে বেশী ভূমিকম্প হয়- প্রশান্ত মহাসাগরের বহি:সীমানা বরাবর।
৬৫। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ (ভূকম্পন লিখন যন্ত্র)
৬৬। ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রেরর নাম কি?- রিখটার স্কেল।
৬৭। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়- ১-১০ পর্যন্ত।
৬৮। মার্সেলি স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায়- ১-১২ পর্যন্ত।
৬৯। ভূমিকম্পের দেশ বলা হয় -জাপানকে।
৭০। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে পারমাণবিক দুর্ঘটনা ঘটে – জাপানে।
৭১। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে- বাংলাদেশ।
৭২। বাংলাদেশে ভূমিকম্পের ফলে বদলে গিয়েছে- ব্র্হ্মপুত্র নদীর গতিপথ।
৭৩। গাড়ীতে থাকাকালীন যদি ভূমিকম্প হয়- তবে কোন জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে।
৭৪। সুনামি হলো- জাপানি শব্দ (সু অর্থ- বন্দর এবং নামি অর্থ-ঢেউ)।
৭৫। সুনামি শব্দের অর্থ হলো – বন্দরের ঢেউ্
৭৬। ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়ে জলোচ্ছ্বাস হয় তাকে কি বলে?- সুনামি।
৭৭। সুনামির কারণ হলো – সাগরের তলদেশে প্লেট দুমড়ে যাওয়ায় সৃষ্ট ভূমিকম্প,আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস ও নভোজাগতিক ঘটনা ইত্যাদি।
৭৮। অগভীর পানিতে সুনামি রূপ নেয়- জলোচ্ছ্বাসে।
৭৯। শতাব্দীর ভয়াবহ সুনামি সংঘটিত হয়- ২৬ ডিসেম্বর ২০০৪।
৮০। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের সুনামিতে ক্ষতিগ্রস্থ হয়- এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশ।
৮১। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের সুনামিতে ক্ষতিগ্রস্থ হয়নি- বাংলাদেশ।
৮২। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর যে সুনামি হয় তাতে ক্ষতিগ্রস্থ হয় এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মোট- ১৩টি দেশ।
৮৩। ২৩ ফেব্রুয়ারি ২০০৯ সালে জাদুঘর উন্মুক্ত করা হয়- ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে।
৮৪। বাংলাদেশে সর্বপ্রথম সুনামি হয় কবে?- ১৭৬২ সালের ২ এপ্রিল।
৮৫। ১৯৪১ সালে বঙ্গোপসাগরে সুনামি হয়েছিলো- আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে।
৮৬। ইরানের বাম নগরীতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে- ২৬ ডিসেম্বর ২০০৩ সালে।
৮৭। হ্যারিকেন ক্যাটরিনা ২০০৫ সালে আঘাত হেনেছিলো- মার্কিন যুক্তরাষ্ট্রে।

১) বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার কে ? =শাহেদা মুস্তাফিজ
২) ২০১৮ সালের UNICEF এর প্রতিবেদন অনুযায়ী বাল্য বিবাহে শীর্ষ দেশ কোনটি ?  =ভারত,বাংলাদেশ ২য় ।
৩) বাংলাদেশে উদ্ভাবিত উচ্চফলনশীল পাটের জাত কতটি? =৪৯ টি
৪) পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান কত ? =২য়, ১ম ভারত
৫)ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান =৬ষ্ঠ
৬) বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় বাংলাদেশ - =১১৫তম । শীর্ষ ফিনল্যান্ড
৭)প্রকাশিতব্য ভ্রমণকাহিনী " নয়াচীন" এর রচয়িতা কে?  =বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮)দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে কোথায় ? =নারায়ণগঞ্জে
৯)দেশের প্রথম পতাকা ভাস্কর্য " পতাকা ৭১ " অবস্থিত কোথায় অবস্থিত ?=মুন্সীগঞ্জে
১০)বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ভাস্কর্য স্থাপিত হয়েছে কোথায়?=চট্টগ্রামে
১১) ৭ মার্চের ভাষণের চেতনাকে জাগ্রত করেরে রাখার জন্য তৈরি করা ভাস্কর্যের নাম কী ? =অঙ্গীকার, নরসিংদীতে
১২)বাংলাদেশ- ভারতের মধ্যকার ফ্রি ক্রাইম জোন " কত কি. মি. = ৮.৩
১৩) গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশ অনুদান পাবে  =৪ কোটি ডলার বা ৩২০ কোটি টাকা
১৪) বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত দেশের সংখ্যা কতটি?  =১৬ টি( সর্বশেষ নেপাল)
১৫) ৯০ তম সেরা অস্কাররের চলচ্চিত্র কী? =The Shape of water
১৬) AIIB এর বর্তমান সদস্য দেশ কতটি? =৬৩ টি ( সর্বশেষ -ভানুয়াতু)
১৭) কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? = ৫৩
সাধারণ জ্ঞান - বাংলদেশের কৃষি
১। কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি -- পলি মাটি।
২। ' ইরিটম’ হলো – একধরনের উন্নতমানের ধান।
৩। বাংলাদেশে যে সকল উন্নত জাতের ধান হয় – মালা, ব্রিশাইল, বিপ্লব, দুলাভোগ, ব্রিবালাম, আশা, চান্দিনা, মুক্ত প্রভৃতি।
৪। বাংলাদেশে ধান প্রধানত চার শেণীর – আউশ, আমন, বোরো ও ইরি।
৫। বাংলাদেশের যত ভাগ জমিতে পাট চাষ করা হয় – ৭%।
৬। জুটন আবিস্কার করেন -- ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
৭। জুটনে পাট ও সুতার অনুপাত থাকে – ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ সুতা।
৮। বাংলাদেশে একর প্রতি পাটের ফলন – ৬৯৬ কে.জি।
৯। বাংলাদেশের সবচেয়ে বেশি রেশমগুটির চাষ হয় – চাঁপাইনবাবগঞ্জ।
১০। সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় -- ফরিদপুর 
১১। রবি শস্য বলতে বুঝায় -- শীতকালীন শস্যকে।
১২। খরিপ শস্য বলতে বুঝায় -- গ্রীষ্মকালীন শস্যকে।
১৩। বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান -- 14.69%
১৪। বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় -- বরিশাল জেলাকে
১৫। বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম চা চাষ করা হয় -- ১৯৫৪ সালে।
১৬। গম গবেষণা কেন্দ্র কোন জেলায়অবস্থিত -- দিনাজপুর।
১৭। বাংলাদেশে সবচেবে গম বেশি উৎপাদন হয় – রংপুর জেলায়।
১৮। বাংলদেশের প্রথম চা বাগান কোনটি -- সিলেটের মালনিছড়া।
১৯। সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায় -- মৌলভীবাজার জেলায়।
২০। বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান -- ২,০৪,৮৪,৫৬১ একর।
২১। বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত -- ১,৭৭,৭১,৩৩৯ একর
২২। বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান -- ২৭,১৩,২২২ একর।
২৩। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল -- পাট।
২৪। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল -- চা।
২৫। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান -- চতুর্থ।
২৬। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান -- ২য় (ভারত - প্রথম) 
২৭। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত -- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
২৮। বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত -- ১৫৯ টি।
২৯। বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয় -- চাঁপাই নবাবগঞ্জে।
৩০। বাংলাদেশ রেশম বোর্ড অবস্থিত -- চাঁপাই নবাবগঞ্জে।
৩১। বাংলাদেশে সবচেয়ে বেশী তামাক জন্মে -- রংপুরে।
৩২। বাংলাদেশে সবচেয়ে বেশী তুলা জন্মে -- যশোরে।
৩৩। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প -- তিস্তা বাধ প্রকল্প।
৩৪। বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রে (BRRI) কোথায় --. গাজিপুর।
৩৫। BADC বলতে কি বুঝায় -- Bangladesh Agricultural Development Corporation ( বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা)
৩৬। বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান -- ০.১৪ একর।
৩৭। সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে -- এসএসপি
৩৮। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় -- ১৯৭১ সালে।
৩৯। বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে -- ১৯৭৩ সালে।
৪০। কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় -- কৃষ্ণ বঙ্গ।
৪১। ভারতের বিহার বাজ্যর যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত -- রাম ছাগল।
৪২। মহিষ প্রজনন খামার অবস্থিত -- বাগেরহাট।
৪৩। ‘বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট’ অবস্থিত -- ঢাকার সাভারে।
৪৪। বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত --সাভারে।
৪৫। দেশে বর্তমানে ভেটেনারী কলেজ চালু রয়েছে কয়টি -- ৪টি।
৪৬। ছাগল উন্নয়ন খামার অবস্থিত -- সিলেটের টিলাগড়ে।
৪৭। ডায়মন্ড, কার্ডিনেল, কুফরী ও সিন্দুরি হলো – উন্নত জাতের আলু।
৪৮। ‘বর্ণালী’ ও ‘শুভ্র’ হলো – উন্নত জাতের ভূট্টা।
৪৯। নদী ছাড়া মহান্দা – উন্নত জাতের আম।
৫০। নদী ছাড়া পদ্মা – উন্নত জাতের তরমুজ
১৮০ টি - আপডেট_তথ্য জেনে নিনঃ

১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় -১৭৫২মার্কিন ডলার
২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার -৭.৬৫%
৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে?৭মে, ২০১৮
৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?১৬ মার্চ ,২০১৮।
৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?=ডাকটাকা।
৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?=কক্সবাজারে।
7)বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?# উঃ - জয়েন্ট রেসপন্স প্ল্যান।
৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?=লেবুখালী, পটুয়াখালী
৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর -=কৃষ্ণা কুমারি কোহলি
১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?= ডঃ মুবারক আহমদ খান।।।
11)সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?
#উঃ- ইউনিক স্মার্টকার্ড
১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?= ময়মনসিংহ
১৩। বাংলা সন কত?= ১৪২৫
১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?5.68%
১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ''পতাকা ৭১'' ভাস্কর্যটির ভাস্কর কে?= রুপম রায়।
১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?= শাহেদা মুস্তাফিজ
১৭।জাতীয় ভোটার দিবস কবে ?=১ মার্চ
১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?=Abdulla Yamin.
১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?= সিরিয়া।
20) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?#উঃ- আহমেদ জামাল
২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?= ৫৩ ( নতুন গাম্বিয়া )
২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছানো ''মঙ্গলযান'' প্রেরনকারী দেশের নাম কী ?=ভারত
২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?=২রা এপ্রিল
২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?= ১৮
২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?=ওষুধ
২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন?=২১ মার্চ ২০১৮।
২৭।কাঁকন বিবি কে কোন সালে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়?উঃ১৯৯৬।।
২৮।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?উঃখাঁসিয়া।
২৯।৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?উঃFrances McDormand
30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?# ১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)
31। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?# US Bangla Airline, মডেলঃ- ড্যাশ ৮- কিউ-৪০০(কোড নাম্বারঃ-এস-২ এজিইউ), ফ্লাইট নাম্বার-২১১
32। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি?# নেপাল
33। সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?# ১১৫তম
34। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?# সিরিল রামাফোসা
35। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?# ১৮জন
36। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?# সোমালিয়া
37। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?# গোলকোষ্ট , অস্ট্রেলিয়া
38। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?# Motor Neurone
39। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?# সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
40। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?# রাশিদ খান (আফগানিস্তান)
41। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?# বেজিং
42। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?# bumb -stock devices
43। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?# সৌদি আরব
44। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে# ১৯ফেব্রুয়ারি (২০১৮)
45। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ -# নিউজিল্যান্ড
46। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?# সুসান কাইফেল
47। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা#২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
48। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?# ওষুধ
49। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?# ড . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।
50। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?# জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
51। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?# ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
52। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?# South Sdanese Pound(SSP)।
53। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা :# ১৮০টি ।
54। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি চীনের তৈরি। তার নাম কি?# AG600
55। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
#বেজিং, চীন
56। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?# ৪জন
57। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
#কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
58। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
#এলন মাস্ক
59। ২০১৮ বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? 
#বিহার
60। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
#৪মার্চ, ১৯৭২
61। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
#ফ্রান্স
62। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো
#মিসরের আলেকজান্দ্রিয়াতে
63। বর্তমান অর্থ সচিব-
#মোহাম্মদ মুসলিম চৌধুরী
64)বাংলাদেশের বর্তমান FIFA Ranking?উঃ১৯৭।
65)পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান কতো?উঃফিনল্যান্ড(বাংলাদেশ-১১৫)।
66) World's biggest flag unveils by?উঃবলিভিয়া।
67) International Earth Hour was observed on?উঃ২৪ মার্চ ২০১৮
68)স্টিফেন হকিন্স কত বছর বয়সে 'মটর নিউরন' রোগে আক্রান্ত হন?উঃ ২১ বছর।
69)সম্প্রতি আলোচিত " তুমব্রু " সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত?#উঃ- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
70)সিডিপির তথ্যানুসারে ২০১৭ সালের অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশ কত পয়েন্ট পেয়েছে?#উঃ- ২৪.৯ পয়েন্ট
71)দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্বাচিত নতুন পরিচালকের নাম কি?#উঃ- মিনহাজ মান্নান
72)বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?#উঃ- মেঘে ঢাকা
73) প্রথমবারের মতো বাংলাদেশের যে কিশোরী ' বাংলা চ্যানেল ' জয় করেন-#উঃ- মিতু আখতার
74) জাতিসংঘের সাধারন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি মিলবে কত সালে?
#উঃ- ২০২৪
75)সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া 'বাংলাদেশের পেপাল সেবা ' হিসেবে পরিচিত ব্যাংকের বাইরে ব্যাংকের অর্থ লেনদেন ব্যবস্থার নাম কি?#উঃ- আইপে।
76)UNESCO -র তত্ত্বাবধানে বাংলা ভাষাকে "Sweetest language in the World" হিসেবে নির্বাচিত করা হয়েছে। স্প্যানিশ ও ডাচ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
সূত্র -বিবিসি নিউজ।(21/04/2018)
৭৭)সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন?---লুসি হল্ট
৭৮)পেরুর নতুন প্রেসিডেন্ট---:মার্টিন ভিজকারা।
৭৯)ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়৬ মার্চ ২০১৮
৮০)Russian president elected for Six years...Putin
81)Formar president of Brazil Lula da silava in Prison.
82) Space station Tiangong-1 made by china crushed in north Pacific ocean.
83)CRR =>5.5%
84)বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?--৬২ তম
85)নিদাহাস ট্রপি চ্যাম্পিয়ন -ভারত
86)রানার্সআপ-বাংলাদেশ
87)প্লেয়ার অফ দ্য সিরিজ-ওয়াসিংটন সান্দার
88)বাংলাদেশকে হারায় ফাইনালে-৪উইকেটে
89)প্রস্তাবিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হবে?:নেত্রকোনা
90)Facebook scandal related with: Cambridge Analytica
91) Name of the founder of the spaceX- Elon Reeve Musk
92) Chakma’s biggest festival- বিজু
93) Winnie Mandela died-April 2, 2018
94)কোন দেশটি বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মালবাহী জাহাজ চালু করেছে?--চীন
95)কোন দেশ ১০ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সামিট (এসএইএস -017) আয়োজন করছে? --নেপাল
96)ইউনেস্কোর নতুন প্রধান নিয়োগ করা হয়েছে অড্রে আজলাইকে । তিনি কোন দেশের নাগরিক? -- ফ্রান্স
97)East Asia Summit (EAS-2017) এর ১২ তম সংস্করণ আয়োজন করবে কোন দেশ ?-- ফিলিপাইন
98)জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?'—আজারবাইজান
99)সুন্দরবনের হাতবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ১৪ এপ্রিল রাতে ডুবে যাওয়া কয়লা বোঝাই করা জাহাজের নাম - " এমভি বিলাস"
100)১৮ মার্চ থেকে ২৩ টি দেশের অংশগ্রহনে সৌদি আরবে চলা যৌথ সামরিক মহড়ার নাম - " গালফ শিল্ড ১ " ( বাংলাদেশও আছে)
101)ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকায় - ৫-৭ সেপ্টেম্বর, ২০১৮
102) এই FEMBOSA গঠিত হয়েছিল ২০১০ সালে - বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে
103)যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রী - রেক্স টিলারসন।
104)হিথরো বিমানবন্দর - লন্ডনে
105)ওয়েস্ট মিনিস্টার- লন্ডনে
106)কমনওয়েলথ এর মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি
107)সিরিয়ার সরকার দেশটির দুমায় রাসায়নিক হামলা করেছিল -৭ এপ্রিল
108)এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে সিরিয়ায় হামলা করে - ১৩ এপ্রিল রাতে
109)এই ক্ষেপনাস্ত্র হামলায় সিরিয়ার - ৩ টি সরকারি স্থাপনা ধ্বংস হয়
110)ইদলিব প্রদেশ - সিরিয়ায়
111)খান শেখুইন শহর - সিরিয়ায়
112)সিরিয়ার রাজধানী - দামেস্ক
113)হোমস প্রদেশটি - সিরিয়ায়
114)জাতিসংঘে রাশিয়ার দূত - ভ্যাসিলি নেবেনজিয়া
115)জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত - নিকি হ্যালি
116) রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম – OPCW এর সদর দপ্তর - নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে--উ. কোরিয়ার রাজধানী - পিয়ংইয়ং
117) ২৯তম আরব লীগ শীর্ষ সম্মেলন ২০১৮ কোথায় অনুষ্ঠিত হয়?--- সৌদি আরব
118)ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার নাম - সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন
119). ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হবে - ২০ মে ২০১৮
120). সামিট অব দ্য আমেরিকাস অনুষ্ঠিত হয়েছে - পেরুতে
121). জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী - ডেভিড বাকেল
122). ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতেন হিলারি ক্লিনটন - জেমস কোমি
123) ইসরায়েলের প্রধানমন্ত্রী - বেনিয়ামিন নেতানিহাহু
124) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট -ডোনাল্ড টাস্ক
125)আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী - আহমেদ ওয়াহিয়া
126)ইরানের সর্বোচ্চ নেতা - আয়াতুল্লাহ আলী খামেনী
127) আলেপ্পা শহরটি – সিরিয়ায় & রাকা শহরটি - সিরিয়ায়
128) সিরিয়ার স্বৈরশাসক - বাশার আল আসাদ
129)সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গণ অভ্যুথান হয়েছিল - ২০১১ সালে
130)মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বলবৎ করে পরিপত্র দেয়া হয়েছিল - ১৯৯৭ সালে
131). ৬৪ জেলার কোটার শতকরা হার সংশোধন করা হয় - ২০০৯ সালে
132) মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ না হলে তা খালি রাখার নির্দেশ দেয়া হয় - ২০১০ সালে
133). মুক্তিযোদ্ধাদের নাতি পুতি কোটার নির্দেশ দেয়া হয় - ২০১১ সালে
134). মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকায় নিয়োগের নির্দেশ দেয়া হয় - ২০১৮ সালে
135) সর্বশেষ কোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়া হয় - ১১ এপ্রিল ২০১৮
136)দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে?উত্তরঃ মহেশখালী।
137)কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করা হয় কবে?উত্তরঃ ৬ মে ২০১৭।
138)কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?উত্তরঃ ৮০ কিলোমিটার।
139)২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের কোন বৈশ্বিক ব্যাংকের সদস্য হওয়ার প্রস্তাব পায়?উত্তরঃ New Development Bank (NDB)
140)বাংলাদেশ সর্বশেষ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?উত্তরঃ সান ম্যারিনো।
141)বর্তমানে বাংলাদেশে নদী বন্দর কতটি?উত্তরঃ ৩০টি।
142)দেশের ৩০তম নদী বন্দর কোনটি?উত্তরঃ সুনামগঞ্জ নদী বন্দর।
143)সুনামগঞ্জ নদী বন্দর ঘোষণা করা হয় কবে?উত্তরঃ ৮ মে ২০১৭।
144)সৈয়দ আবদুল্লাহ খালিদ কোন ভাস্কর্যের স্থপতি ?উত্তরঃ অপারেজয় বাংলা, অঙ্কুর এবং ডলফিন, মা ও শিশু এবং অঙ্গীকার।
145)সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭’ লাভ করে কোনটি?উত্তরঃ বাপজানের বায়োস্কোপ।
146)বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?উত্তরঃ ৩ মে ২০১৭।
147)বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয় কবে?উত্তরঃ ৮ মে ২০১৭।
148)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?উত্তরঃ ১,৬০২ মার্কিন ডলার।
149)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত?উত্তরঃ ১,৫৩৮ মার্কিন ডলার।
150)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জনসখ্যা কত?উত্তরঃ ১৬.১৮ কোটি।
151)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?উত্তরঃ ৩.৪০%
152)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?উত্তরঃ ১০.৫০%
152)২০১৬-২০১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি’তে সেবা খাতের পৃবদ্ধির হার কত?উত্তরঃ ৬.৫০%
153)ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান নেতা কে?উত্তরঃ ইসমাইল হানিয়া।
154)বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবনের নাম কি?উত্তরঃ জেদ্দা টাওয়ার। (উচ্চতা --- ১০০৮ মিটার।)
155)দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?উত্তরঃ ৫ মে ২০১৭।
156)দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ ?উত্তরঃ ভারত
157) চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?উত্তরঃ Comac C919 ।
158) কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে?উত্তরঃ চীন।
159)যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?উত্তরঃ সৌদি আরব ।
160)ফ্রান্সের ২৫তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?উত্তরঃ ইমানুয়েল ম্যাক্রোঁ।
161)ফ্রান্সের বর্তমান প্রেধানমন্ত্রী কে ?উত্তরঃ এডওয়ার্ড ফিলিপ।
162)দক্ষিণ কোরিয়ার ১২তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?উত্তরঃ মুন জায়ে-ইন।
163)দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী কে?উত্তরঃ লি নাক ইয়েন ।
164)পূর্ব তিমুরের চতুর্থ ও বর্তমান প্রেসিডেন্ট কে?উত্তরঃ ফ্রান্সিসকো গুতেরেস।
165)সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সঞ্জের (SAFE) নতুন চেয়ারম্যান কে?উত্তরঃ আশিষ চৌহান।
166)১২ মে ২০১৭ কোন বাংলাদেশি OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?উত্তরঃ শেখ মোহাম্মদ বেলাল।
167)২৭ এপ্রিল ২০১৭ কোন দেশ অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS) ছাড়ার ঘোষণা দেয়?উত্তরঃ ভেনিজুয়েলা।
168) জাতিসংঘে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC)-এর প্রথম স্থায়ী পর্যবেক্ষকের নাম কি?উত্তরঃ লুই কাস্ত্রো।
169)২৮তম NATO শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?উত্তরঃ ২৪-২৫ মে ২০১৭।(ব্রাসেলস, বেলজিয়াম।)
170) ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?উত্তরঃ ২৬-২৭ মে ২০১৭।(তাওরমিনা, ইতালি।)
171)২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?উত্তরঃ নরওয়ে।
172).২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?উত্তরঃ উত্তর কোরিয়া।
173)২০১৭ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?উত্তরঃ ১৪৬তম।
174)২০১৭ সালের শিশু অধিকার সূচকে শীর্ষ দেশ কোনটি?উত্তরঃ পর্তুগাল।
175)২০১৭ সালের শিশু অধিকার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজতন্ত্র।
176)২০১৭ সালের শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান কত ?উত্তরঃ ৮৭তম।
177)২০১৭ সালের আরব বুকার পুরস্কার লাভ করেন কে?উত্তরঃ মোহাম্মেদ হাসান আলওয়ান
178)কোন গ্রন্থের জন্য মোহাম্মেদ হাসান আলওয়ান ‘আরব বুকার’ পুরস্কার লাভ করেন?উত্তরঃ A Small Death
179)‘মহামানবের দেশে’ কোন ব্যক্তিকে নিয়ে নির্মিত টেলিভিন নাটক?উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
180)‘মহামানবের দেশে’ নাটকটির নাট্যরূপ নির্দেশক ও পরিচালক কে?উত্তরঃ মান্নান হীরা

Bangladesh Online University একটি সেবামূলক Online ভিত্তিক ফ্রি শিক্ষা প্রতিষ্ঠান যা সকলের জন্য উন্মুক্ত।
তাই উপকৃত হলে দোয়া করতে ভুলবেন না।

Md.Izabul Alam, Online Principle, Dhaka, Bangladesh.
01716508708, izabulalam@gmail.com




No comments:

সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব

  সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব   গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর ✬ প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কো...

BOU