সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-১০৮তম পর্ব
গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নোত্তর
✬প্রশ্ন:
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ
✬প্রশ্ন:
জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।
✬প্রশ্ন:
জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।
✬প্রশ্ন:
বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।
✬প্রশ্ন:
বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।
✬প্রশ্ন:
ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।
✬প্রশ্ন:
কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
✬প্রশ্ন:
নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।
✬প্রশ্ন:
পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
✬প্রশ্ন:
পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।
✬প্রশ্ন:
মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।
✬প্রশ্ন:
ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।
✬প্রশ্ন:
চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।
✬প্রশ্ন:
ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।
✬প্রশ্ন:
ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।
✬প্রশ্ন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন
হয়?
উত্তর: ২৭০ টি।
✬প্রশ্ন:
বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।
✬প্রশ্ন.ভারতীয়
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।
✬প্রশ্ন:
কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।
✬প্রশ্ন:
জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।
✬প্রশ্ন:
যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
✬প্রশ্ন:
মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।
✬প্রশ্ন:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।
✬প্রশ্ন:
বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।
✬প্রশ্ন:
মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।
✬প্রশ্ন:
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন:
সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন:
নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।
✬প্রশ্ন:
ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।
✬প্রশ্ন:
বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।
✬প্রশ্ন:
ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর: ঈশ্বরদী, পাবনা।
✬প্রশ্ন:
নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিলেন কখন?
উত্তর: ২০০১ সালে।
✬প্রশ্ন.
কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।
✬প্রশ্ন:
এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।
✬প্রশ্ন:
বাংলাদেশ রাইস রিচার্স ইন্সটিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর।
✬প্রশ্ন:
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।
✬প্রশ্ন:
বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে?
উত্তর: উত্তর কোরিয়া।
✬প্রশ্ন:
টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মধুমতি।
✬প্রশ্ন:
বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ?
উত্তর: পাপুয়া নিউগিনি।
✬প্রশ্ন:
সুর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তর: জাপান-কে।
✬প্রশ্ন:
শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান।
✬প্রশ্ন:
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন।
✬প্রশ্ন:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির সুরকার কে ?
উত্তর: আলতাফ মাহমুদ।
✬প্রশ্ন:
বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর: ৫ টি।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি?
উত্তর: ৭টি।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাদেশগুলোর নাম কী?
উত্তর: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উওর আমেরিকা,
দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও এন্টার্কটিকা।
✬প্রশ্ন:
পৃথিবীর মহাসাগর কয়টি ?
উত্তর: ৫টি
✬প্রশ্ন:
পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,
ভারত মহাসাগর, উওর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।
✬প্রশ্ন:
স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ?
উত্তর: ইন্দোনেশিয়া।
✬প্রশ্ন:
পৃথিবীর দিনরাত সমান হয় কখন?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✬প্রশ্ন:
আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতে নাম কী?
উত্তর: নায়াগ্রা (যুক্তরাষ্ট্র)।
✬প্রশ্ন:
বিশ্বের সর্ব্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর: অ্যাঞ্জেল (ভেনেজুয়েলা)
সাম্প্রতিক সাধারন জ্ঞান 2024
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের
কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন-
উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ
প্রশ্ন: ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক
হটস্পট নির্ধারণ করা হয়েছে-
উত্তর: ৬
প্রশ্ন: মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের
পচিালক কে-
উত্তর: শ্যাম বেনেগাল
প্রশ্ন: বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি
করে কোন দেশে-
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন: কতজন নারী ২০২৩ সালের বেগম রোকেয়া
পদক পেয়েছেন-
উত্তর: ৫
প্রশ্ন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
তৃতীয় টার্মিনালের স্থপতি কে?
উত্তর: রোহানি বাহারিন
প্রশ্ন: বাংলাদেশের ২১তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর
(জিআই) প্রোডাক্ট কোনটি?
উত্তর: বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল
প্রশ্ন: নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন
মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে?
উত্তর: কমিউনিটি ক্লিনিক
প্রশ্ন: ইসরাইলে পরিচালিত হামাসের সাম্প্রতিক
অপারেশনের নাম কী?
উত্তর: আকসা ফ্লাড
প্রশ্ন: বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ প্রণয়নে
কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি?
উত্তর: নেদারল্যান্ডস
প্রশ্ন: ২০২৩ সালের জন্য জাতিসংঘে ঘোষিত ‘বিশ্ব
পর্যটন রাজধানী’ কোনটি?
উত্তর: সমরখন্দ
২০২৪ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
প্রশ্ন: কোন দেশ ২০২৩ সালে প্রেস ফ্রিডম সূচকে
সর্বোচ্চ স্কোর করেছে?
উত্তর: নরওয়ে
প্রশ্ন: বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের
জন্য সর্বোচ্চ মানবিক সাহায্য এসেছে-
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: সর্বশেষ BRICS সম্মেলন (২০২৩) অনুষ্ঠিত
হয়-
উত্তর: জোহানেসবার্গে
প্রশ্ন: জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘COP 28’
কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন: ঋষি সুনাক-এর দলের নাম কি?
উত্তর: কনজারভেটিভ পার্টি
প্রশ্ন: সম্প্রতি ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক
বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে কোন দেশ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা
প্রশ্ন: আফগানিস্তানের সর্বোচ্চ নেতা কে?
উত্তর: মোহাম্মদ হাসান আখুন্দ
প্রশ্ন: ১৮তম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত
হয়?
উত্তর: নেপাল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সাধারন জ্ঞান
প্রশ্ন: ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান
কোন খেলোয়াড়?
উত্তর: সুনীল নারাইন
প্রশ্ন: বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী
দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৩৩
প্রশ্ন: কোন বার্তা সংস্থা ২০২৩ সালে পুলিৎজার
পুরস্কার পেয়েছে?
উত্তর: এপি
প্রশ্ন: বাংলাদেশের কোন ব্যক্তি ২০২৩ সালে
‘রামোন ম্যাগসেসে’ পুরস্কার পেয়েছেন?
উত্তর: করভি রাখসান্দ
প্রশ্ন: ‘Smart Bangladesh’ এর স্তম্ভ কয়টি?
উত্তর: ৪
প্রশ্ন: কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশ
‘তথ্য সেবা’ পাওয়া যায়?
উত্তর: ৩৩৩
প্রশ্ন: OTT-এর পূর্ণরূপ কী?
উত্তর: Over the Top
প্রশ্ন: কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতির
নাম কী?
উত্তর: মোহাম্মদ ফয়েজউল্লাহ
প্রশ্ন: ৭ই জানুয়ারি, ২০২৪-এ জাতীয় সংসদের
কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ১২তম
সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন: ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি
প্রবৃদ্ধির হার কত ছিল?
উত্তর: ৬.৫%
প্রশ্ন: ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কটের
নাম কী?
উত্তর: ব্লেজ ও ঢঙ্ক
প্রশ্ন: গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত
হবে?
উত্তর: প্যারিসে
প্রশ্ন: ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার
লাভ করেন কে?
উত্তর: জন ফোস
প্রশ্ন: রাফাহ ক্রসিং কোন দুইটি দেশের সীমান্তে
অবস্থিত?
উত্তর: মিশর-ফিলিস্তিন
প্রশ্ন: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
মোট কয়টি ম্যাচ খেলেছিল?
উত্তর: ৯
প্রশ্ন: কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত
বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য (শুধুমাত্র টানেল অংশ) কত কি.মি.?
উত্তর: ৩.৩২ কি.মি.
সাধারন জ্ঞান সাম্প্রতিক বিশ্ব
প্রশ্ন: Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও
যোগাযোগ প্লাটফর্ম?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
কোন দেশের সহায়তায় তৈরি হয়েছে?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোথায়
অবস্থিত?
উত্তর: ভোলা, সদর
প্রশ্ন: বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান
সবচেয়ে বেশি?
উত্তর: শিল্প
প্রশ্ন: সর্বশেষ বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ
কোনটি?
উত্তর: ফিনল্যান্ড
প্রশ্ন: বিবিএস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী
দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?
উত্তর: ১৮.৭%
প্রশ্ন: ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস
রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি-
উত্তর: ফিনল্যান্ড
প্রশ্ন: এই বছরে ১ জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে
নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন-
উত্তর: প্রত্যয়
প্রশ্ন: বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী
২০২৩ সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল-
উত্তর: দ্বিতীয়
প্রশ্ন: কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের
রানওয়ে তৈরি করা হচ্ছে-
উত্তর: ৯৫০০ ফুট
প্রশ্ন: ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা
পৃথিবীর কততম ভাষা-
উত্তর: ৭ম
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি-
উত্তর: ঢাকা
প্রশ্ন: লিওনেল মেসি কত বার বিশ্ব ফুটবলের
গৌরবময় পুরস্কার ব্যালন ডি’অর লাভ করেন-
উত্তর: ৮ বার
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ
কেন্দ্র কোথায় অবস্থিত-
উত্তর: কক্সবাজার
প্রশ্ন: পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি-
উত্তর: ৯৯৯
প্রশ্ন: ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত
চন্দ্রযানের নাম কী-
উত্তর: চন্দ্রযান-৩
প্রশ্ন: সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩
পাস হয় কবে-
উত্তর: ২৪ জানুয়ারি ২০২৩
প্রশ্ন: ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার
লাভ করেন কে-
উত্তর: নার্গিস মোহাম্মাদী
প্রশ্ন: বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের
চাষ হয়-
উত্তর: ৮০%
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন: নিম্নলিখিত কোন জেলায় জন সংখ্যার
ঘনত্ব সবচেয়ে কম-
উত্তর: ২
প্রশ্ন: প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা
অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি-
উত্তর: ৪৯৫টি
প্রশ্ন: পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের
বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে-
উত্তর: ১ নভেম্বর ২০২৩
প্রশ্ন: দেশের প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস’
কোথায় অবস্থিত-
উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম
প্রশ্ন: ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের
হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে-
উত্তর: মাহমুদুল্লাহ রিয়াদ
প্রশ্ন: একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু
হয় কখন-
উত্তর: ২২ অক্টোবর ২০২৩
প্রশ্ন: জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোর্ড
কোনটি-
উত্তর: ১৬১৫২
প্রশ্ন: কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের
সাথে সম্পৃক্ত নয়-
উত্তর: টেলিগ্রাফ
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে
কোন রোগ মুক্ত ঘোষণা করেছে-
উত্তর: পোলিও, ফাইলেরিয়া ও কালাজ্বর
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত
হবে-
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
প্রশ্ন: জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ-
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: GPT stands for-
উত্তর: Generative Pre-trained
Transformer
প্রশ্ন: বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে
মৎস্য উৎপাদনের ২০২২ সালে বিশ্বে কততম স্থানে অধিকার লাভ করে?
উত্তর: ৩য়
চাকরি পরীক্ষার প্রস্তুতি ২০২৪
প্রশ্ন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা
হয় কোন নভোকাশ কেন্দ্র থেকে?
উত্তর: কেনেডি স্পেস সেন্টার
প্রশ্ন: দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর: ৪৫৭৯
প্রশ্ন: এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ
কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম এর
IATA কোড কী?
উত্তর: CGP
প্রশ্ন: দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের
হার কত?
উত্তর: ৬৩.৩%
প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেল MRT Line-6
এর মোট স্টেশন কয়টি?
উত্তর: ১৬
প্রশ্ন: বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার
কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: ২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা
কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ
(বিপিএল) এর সর্বোচ্চ রান সংগ্রহকারী কে?
উত্তর: তামিম ইকবাল
প্রশ্ন: ৮ আগস্ট, ২০২৩ তারিখে দেশের ১৭তম জিআই
পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
উত্তর: নাটোরের কাঁচাগোল্লা
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে
কোন রোগমুক্ত ঘোষণা করেছে?
উত্তর: পোলিও, ফাইলেরিয়া ও কালাজ্বর
প্রশ্ন: ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন করা হয়
কবে?
উত্তর: ২৮ অক্টোবর, ২০২৩
প্রশ্ন: নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র
রয়েছে?
উত্তর: চট্টগ্রাম, মৌলভীবাজার ও পঞ্চগড়
প্রশ্ন: গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪ কোথায়
অনুষ্ঠিত হবে?
উত্তর: প্যারিস, ফ্রান্স
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ
কোনটি?
উত্তর: মোনাকো
প্রশ্ন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭২.৪ বছর
প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের
পরশমনি’ এর পরিচালক কে?
উত্তর: হুমায়ূন আহমেদ
প্রশ্ন: প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা
আবিষ্কার করে?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার
প্রজাতি কোনটি?
উত্তর: এডিস
সাম্প্রতিক সাধারন জ্ঞান অক্টোবর ২০২৪
প্রশ্ন: EPI প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে
টিকা দেয়া হয়?
উত্তর: ১০টি
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে উচ্চ শিক্ষায়
নারী শিক্ষার্থীর হার কত শতাংশ?
উত্তর: ৪৮%
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল
কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী?
উত্তর: পূর্ণ
প্রশ্ন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট
প্রার্থীর সংখ্যা কত ছিল?
উত্তর: ১৯৭০
প্রশ্ন: এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৫ নভেম্বর
প্রশ্ন: দেশের প্রথম নারী উপাচার্য কে?
উত্তর: ফারজানা ইসলাম
প্রশ্ন: বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ
দেশ কোনটি?
উত্তর: চীন
প্রশ্ন: সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের
শ্রেণিকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের?
উত্তর: জর্ডান
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর
কোন মোবাইল কোম্পানি?
উত্তর: রবি
প্রশ্ন: ৫০ বছর পর কোন দেশ চাঁদে মাহাকাশযান
প্রেরণ করেছে-
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্ন: শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি
ভারতের কোন পদক পেয়েছেন-
উত্তর: পদ্মশ্রী
প্রশ্ন: বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী
দেশ কোনটি-
উত্তর: রাশিয়া
প্রশ্ন: ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বাজেটে জিডিপির
প্রবৃদ্ধি ধরা হয়েছে কত-
উত্তর: ৭.৫%
প্রশ্ন: সার্বজনীন পেনশন বিল-২০২৩ জাতীয় সংসদে
পাস হয় কবে-
উত্তর: ২৪ জানুয়ারি, ২০২৩
প্রশ্ন: ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত
চন্দ্রযানের নাম কী-
উত্তর: চন্দ্রযান-৩
প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে-
উত্তর: ২৫ জুন, ২০২২
প্রশ্ন: সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষ
ও নারীর অনুপাত কত-
উত্তর: ৯৮.৪: ১০০
প্রশ্ন: BRICS এর সদর দপ্তর কোথায়-
উত্তর: নাই
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল
কবে উদ্বোধন করা হয়-
উত্তর: ২৮ অক্টোবর, ২০২৩
প্রশ্ন: জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে-
উত্তর: মশা
প্রশ্ন: ‘রূপকল্প-২০৪১’ হলো একটি-
উত্তর: পরিকল্পনা
প্রশ্ন: বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী
কততম দেশ-
উত্তর: ৫৭তম
প্রশ্ন: দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত
হবে-
উত্তর: পটুয়াখালী
প্রশ্ন: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
তৃতীয় টার্মিনাল এর নকশাকার কে-
উত্তর: রোহানি
বাংলাদেশ সাম্প্রতিক সাধারন জ্ঞান
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ
উৎপাদন কেন্দ্র কোনটি-
উত্তর: পায়রা
প্রশ্ন: মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে-
উত্তর: জাপান
প্রশ্ন: রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কোন জেলায়
অবস্থিত-
উত্তর: বাগেরহাট
প্রশ্ন: বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি
কয়লা আমদানি করে-
উত্তর: ইন্দোনেশিয়া
প্রশ্ন: সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে
ভূষিত করা হয়-
উত্তর: স্বাধীনতা পুরস্কার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা
(First five year plan) কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল-
উত্তর: ১৯৭৩-১৯৭৮
প্রশ্ন: সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত
হয়েছিল-
উত্তর: কাতার
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন
জেলায় অবস্থিত-
উত্তর: ফেনী ও চট্টগ্রাম
প্রশ্ন: ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে
মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়-
উত্তর: ২ রা মার্চ, ২০২২
প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন
কত মেগাওয়াট-
উত্তর: ২৪৭৮৫ মেগাওয়াট
প্রশ্ন: নেসকো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক
ও অপারেশনাল কার্যক্রম শুরু করে-
উত্তর: ১লা অক্টোবর, ২০১৬
প্রশ্ন: ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান’ এর সময়সীমা
কত সাল পর্যন্ত-
উত্তর: ২১০০
প্রশ্ন: বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে
নির্মিত হয়েছে-
উত্তর: কর্ণফুলী
সাধারণ জ্ঞান MCQ (বাংলাদেশ ও বিশ্ব)
১. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ এএসএম সায়েম।
২. প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে?
উত্তরঃ তেনজিং।
৩. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৪. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত
দূরে অবস্থিত?
উত্তরঃ ১৬.৫ কিঃ মিঃ।
৫. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র
পাঠ করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১।
৬. বিপ্লবের শিশু বলা হয় কাকে?
উত্তরঃ নেপোলিয়ন।
৭. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোর।
৮. বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি?
উত্তরঃ ফাহমিদা মির্জা।
৯. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার
কে ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ উল্লাহ।
১০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
১১. Guerilla warfare গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ চে গুয়েভারার।
১২. বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি?
উত্তরঃ নারায়ণগঞ্জ।
১৩. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?
উত্তরঃ জাপান।
১৪. সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটি?
উত্তরঃ রোম।
১৫. "বিগ আপেল" কোন শহরের উপনাম?
উত্তরঃ নিউইয়র্ক।
১৬. কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়?
উত্তরঃ শিকাগো।
১৭. কাকে "সবুজ গ্রহ" বলা হয়?
উত্তরঃ ইউরেনাস।
১৮. কোন দেশটিকে ইউরোপের শস্য ভান্ডার বলা
হয়?
উত্তরঃ ইউক্রেন।
১৯. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
উত্তরঃ জোহানসবার্গ।
২০. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তরঃ পুন্ড।
২১. শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত?
উত্তরঃ থাইল্যান্ড।
২২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬ তম।
২৩. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ
সম্পদ কোনটি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস।
২৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁওয়ে।
২৫. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
কে?
উত্তরঃ সম্রাট আকবর।
২৬. ব্ল্যাক বেঙ্গল কি?
উত্তরঃ কালো জাতের ছাগল।
২৭. মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইয়াসরিব।
২৮. বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
উত্তরঃ নিউইয়র্ক।
২৯. পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত
হয়েছে?
উত্তরঃ দৌলতদিয়া।
৩০. পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
৩১. বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোনটির?
উত্তরঃ ভারতের মিজোরাম।
৩২. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ-পূর্ব দিকে।
৩৩. চলন বিল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোর জেলায়।
৩৪. মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান।
৩৫. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?
উত্তরঃ গেস্টাপো।
৩৬. পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত?
উত্তরঃ সোমপুর বিহার।
৩৭. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে
কোথায়?
উত্তরঃ বিজয়পুরে।
৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত
সালে?
উত্তরঃ ১৯২১ সালে।
৩৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন
কে?
উত্তরঃ মির্জা আহমেদ খান।
৪০. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে
কয়টি দেশের?
উত্তরঃ ৩ টি।
৪১. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার?
উত্তরঃ ২৭১ বর্গকিলোমিটার।
৪২. কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা মহাখালী।
৪৩. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু
কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ শীতলক্ষা।
৪৪. যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি
জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ।
৪৫. পদ্মানদীর উপরস্থ হার্ডিঞ্জ সেতু কোন দুই
জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ কুষ্টিয়া ও পাবনা।
৪৬. জাতিসংঘ দিবস কোনটি?
উত্তরঃ ২৪ অক্টোবর।
৪৭. ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের
সীমান্ত রয়েছে?
উত্তরঃ ৫ টি।
৪৮. বাংলাদেশের একমাত্র পারমাণবিক প্রকল্প
টি কোথায় নির্মিত হয়েছে?
উত্তরঃ রুপপুরে।
৪৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
৫০. জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।
৫১. ফেয়ার ফ্যাক্স কি?
উত্তরঃ গোয়েন্দা সংস্থা।
৫২. কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উত্তরঃ NAM
৫৩. "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির
ঈদ" গানটির রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৫৪. মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা।
৫৫. বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন
নদী?
উত্তরঃ নাফ নদী।
৫৬. ভারত টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর নির্মাণ
করেছে?
উত্তরঃ বরাক নদীর উপর।
৫৭. ওয়ার্ল্ড ওয়াচ কি?
উত্তরঃ ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থ।
৫৮. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫৯. বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি?
উত্তরঃ লুই আইকন।
৬০. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ ০৩ টি।
৬১. MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ চীন দেশের।
৬২. মুজিব বর্ষের সময়কাল (বর্ধিতসহ) কত?
উত্তরঃ ১৭ মার্চ ২০২০ হতে ৩১ মার্চ ২০০২ পর্যন্ত।
৬৩. কারাগারের রোজনামচা বইটি কার লেখা?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৪. সবুজ মাঠ পেরিয়ে বইটি কার লেখা?
উত্তরঃ শেখ হাসিনা।
৬৫. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
৬৬. এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরঃ গোবি মরুভূমি।
৬৭. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের
সীমান্ত রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা।
৬৮. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান
পাওয়া গেছে?
উত্তরঃ নেত্রকোনা জেলার বিজয়পুরে।
৬৯. মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত
দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৭১ বর্গ কিলোমিটার।
৭০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন।
৭১. পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত?
উত্তরঃ ২৫ জুন ২০২২
৭২. রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর
বিদ্যুৎ উৎপাদন মাত্রা কত হবে?
উত্তরঃ ২৪০০ মেগাওয়াট।
৭৩. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।
৭৪. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
কে?
উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি।
৭৫. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা
করতে পারেন?
উত্তরঃ জাতীয় সংসদ।
৭৬. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তরঃ ০৪ টি।
৭৭. নাসা (NASA) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্য।
৭৮. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং।
৭৯. পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালী।
৮০. ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কাজাখস্তান।
৮১. আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম
দেশ কোনটি?
উত্তরঃ কানাডা।
৮২. কানাডার আয়তন কত?
উত্তরঃ ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার।
৮৩. যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ কংগ্রেস।
৮৪. লোক সংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড়
শহর কোনটি?
উত্তরঃ টোকিও।
৮৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তুদের
নিয়ে 'সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার' রচয়িতা কে?
উত্তরঃ এ্যালেন গীনসবার্গ।
৮৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার
কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
৮৭. যুক্তরাষ্ট্রের 'গ্রাউন্ডটানামো বাই ডিটেনশন
ক্যাম্প' কোথায় অবস্থিত?
উত্তরঃ কিউবা।
৮৮. বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস
কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
৮৯. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ডেডলাইন
বাংলাদেশ কার নির্মিত?
উত্তরঃ গীতা মেহতা।
৯০. মিগ-২৯ কোন দেশের যুদ্ধবিমান?
উত্তরঃ রাশিয়া।
৯১. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
৯২. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে
স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭
৯৩. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃ মদিনা সনদ।
৯৪. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের
উদ্যোগ?
উত্তরঃ চীন দেশের।
৯৫. ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম
কি?
উত্তরঃ RAW
৯৬. বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে
কোন দেশের কাছে?
উত্তরঃ রাশিয়া।
৯৭. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমুন্ডু।
৯৮. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ।
৯৯. কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার
মর্যাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরা লিয়ন।
১০০. বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ সৈয়দপুর।
১০১. বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি?
উত্তরঃ চিংড়ি।
১০২. বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি?
উত্তরঃ পামির মালভূমি।
১০৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
ইউরোপীয় দেশ কোনটি?
উত্তরঃ পূর্ব জার্মানি।
১০৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী রকেটের
নাম কি?
উত্তরঃ ফ্যালকন ৯ ব্লক ৫।
১০৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনট?
উত্তরঃ পঞ্চগড়।
১০৬. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন
দেশ থেকে?
উত্তরঃ চীন দেশ থেকে।
১০৭. বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি?
উত্তরঃ বুর্জ খলিফা।
১০৮. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ জুন ১৭৫৭।
১০৯. জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৯৩ টি।
১১০. বাংলাদেশ উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ
টাওয়ার 'জ্যাকব টাওয়ার' এর অবস্থান কোন জেলায়?
উত্তরঃ ভোলা জেলায়।
১১১. সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুই সাগরকে?
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।
১১২. রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর
নির্মাণ কাজের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ রাশিয়ান রোশাটম স্টেট এ্যাটোমিক এনার্জী
কর্পোরেশন।
১১৩. বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ ক্ষেত্র কোথায়
অবস্থিত?
উত্তরঃ বেলজিয়াম।
১১৪. বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১৫. ন্যাটো ভুক্ত মুসলিম দুইটি দেশ কি কি?
উত্তরঃ তুরস্ক ও আলবেনিয়া।
১১৬. বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্ভুক্ত?
উত্তরঃ ভারত মহাসাগর।
১১৭. পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
১১৮. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ ইস্তাম্বুল।
১১৯. ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ ইউরোপ মহাদেশে।
১২০. চীন আফ্রিকান কোন দেশটিতে সামরিক ঘাঁটি
স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উত্তরঃ জিবুতি দেশটিতে।
১২১. ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ২০১৮ সালে।
১২২. সর্বপ্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাটে।
১২৩. ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ যশোর জেলায়।
১২৪. চীন ও ভিয়েতনামের মধ্যকার বিরোধপূর্ণ
ভূখণ্ড টির নাম কি?
উত্তরঃ স্প্রাটলি দ্বীপপুঞ্জ।
১২৫. ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন
কে?
উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ।
১২৬. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তর শ্রীমঙ্গল।
১২৭. বাংলাদেশে কয়টি উপগ্রহ ভূ-কেন্দ্র আছে?
উত্তরঃ ০৪ টি।
১২৮. বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের
দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ ১৬.৫।
১২৯. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট
জহিরুল হক শহীদ হন কোথায়?
উত্তরঃ ঢাকা ক্যান্টনমেন্ট।
১৩০. আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
১৩১. আল-আকসা মসজিদটি কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুজালেম।
১৩২. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
উত্তরঃ পামির মালভূমি কে।
১৩৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী
কোথায় ছিল?
উত্তরঃ মেহেরপুরের মুজিবনগর, এর পূর্ব নাম
ছিল বৈদ্যনাথ তলা।
১৩৪. সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম কে
শহীদ হন?
উত্তরঃ মোহাম্মদ মোস্তফা কামাল।
১৩৫. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে।
১৩৬. বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশ টির
নাম কি?
উত্তরঃ চীন।
১৩৭. বিশ্বের তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর? সৌদি আরব।
১৩৮. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান
কত?
উত্তরঃ সপ্তম
১৩৯.
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কীর্তনখোলা নদীর তীরে।
১৪০. ওআইসি বর্তমান ১২ তম মহাসচিবের নাম কি?
উত্তরঃ হোসেইন ইব্রাহিম তাহা।
১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়
স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে
৩। ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল
পায়?
উত্তর : ১৯৮৮ সালে
৫। সুমাত্রা দ্বীপ কোথায়?
উত্তর : ভারত মহাসাগরে
৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র
পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার
কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে
১০। জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু
১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে
১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১৫। নিশীথ সূর্যের দেশ হলো—
উত্তর : নরওয়ে
১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?
উত্তর : ১৯৪৮ সালে
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
১৮। চির শান্তির শহর—
উত্তর : রোম
১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে
২০। হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর :
লুকা প্যাসিওলি
২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—
উত্তর : ১৯৫৬ সালে
২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও
ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে
২৭। WWW মানে কী?
উত্তর : World Wide Web
২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা
হয়?
উত্তর : খাগড়াছড়ি
২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালে
৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?
উত্তর : ধিবেহি
৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট
কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা
কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের
মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার
প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের
প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর :
ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর :
২১ নভেম্বর।
৪৪।
হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫।
সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে
বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ
আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা
যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২।
ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে
ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
৭০। আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
৭২। নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
৭৩। মুক্তার দেশ—
উত্তর :
কিউবা
৭৪। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
৭৫। WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
৭৬। ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
৭৮।
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
৮৫।
সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের
কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন
জেলাকে?
উত্তর : সিলেট
৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তর : ডট কম।
৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে
পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন
কী?
উত্তর : সংবিধান
৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)
আছে?
উত্তর : ১১টি।
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
১০০। প্রকৃতির কন্যা বলা হয়—
উত্তর : সিলেটের জাফলংকে
সংকলন : এম এম মুজাহিদ উদ্দীন
গুরুত্বপূর্ণ প্রাথমিক জ্ঞানের প্রশ্নোত্তর
1. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ
2. মোনালিসা কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি
3. দক্ষিণ কোরিয়ার বৃহত্তম প্রযুক্তি সংস্থার
নাম কী? স্যামসাং
4. পানির রাসায়নিক প্রতীক কী? H2O
5. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? চামড়া
6. বছরে কত দিন থাকে? 365 (একটি লিপ বছরে
366)
7. সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কী?
এস্কিমোসদের গুম্বজাকার কুটির
8. পর্তুগালের রাজধানী কী? লিসবন
9. মানুষের শরীর দৈনিক কত শ্বাস নেয়?
20,000
10. 1841 থেকে 1846 সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের
প্রধানমন্ত্রী কে ছিলেন? রবার্ট পিল
11. রুপোর জন্য রাসায়নিক প্রতীক কি? Ag
12. বিখ্যাত উপন্যাস "মবি ডিক" এর
প্রথম লাইন কোনটি? আমাকে ইসমাঈল বলে ডাকো
13. বিশ্বের বৃহত্তম পাখি কী? মৌমাছি হামিংবার্ড
14. 64 এর বর্গমূল কত? 8
15. পুতুল, বার্বির পুরো নাম কী? বারবারা মিলিসেন্ট
রবার্টস
16. ১১৮.১ ডেসিবেলে নিবন্ধিত পল হান কী রেকর্ডটি
ধারণ করেন? সবচেয়ে জোরে বার্প
17. আল ক্যাপনের ব্যবসায়ের কার্ডটি কী ছিল
তার পেশা? একজন ব্যবহৃত আসবাব বিক্রয়কর্মী
18. কোন মাসে 28 দিন আছে? তাদের সবাই
19. ডিজনির প্রথম পূর্ণ রঙের কার্টুন কী ছিল?
ফুল এবং গাছ
20. 1810 সালে খাবার সংরক্ষণের জন্য টিনের
ক্যান আবিষ্কার করেন কে? পিটার ডুরান্ড
21. গডফাদারকে প্রথম প্রকাশিত হয়েছিল কোন
বছরে? 1972
22. ফিলাডেলফিয়া (1993) এবং ফরেস্ট গাম্প
(1994) ছবির জন্য কোন অভিনেতা সেরা অভিনেতার অস্কার জিতেছেন? টম হ্যান্কস
23. আলফ্রেড হিচকক ১৯২1927-১1976 - ৩৩, ৩৫
বা ৩ 33 সালে কতগুলি স্ব-রেফারেন্সিয়াল ক্যামোস তার চলচ্চিত্রগুলিতে তৈরি করেছিলেন?
37
24. একটি যুবা, পিতৃহীন শহরতলির ছেলে এবং অন্য
গ্রহের একজন হারিয়ে যাওয়া, দানশীল এবং গৃহবধূ দর্শকের মধ্যকার প্রেমের চিত্রায়নের
জন্য কোন 1982 চলচ্চিত্রটি চলচ্চিত্রের ভক্তদের দ্বারা ব্যাপকভাবে গৃহীত হয়েছিল? ইটি
অতিরিক্ত-টেরেস্ট্রিয়াল
25. 1964 সালে মেরি পপপিনস ছবিতে কোন অভিনেত্রী
মেরি পপপিন্স চরিত্রে অভিনয় করেছিলেন? জুলি অ্যাণ্ড্রুজ
26. চার্লস ব্রোনসন কোন 1963 এর ক্লাসিক ছবিতে
উপস্থিত হয়েছিল? অল্পের জন্য রক্ষা
27. 1995 সালের কোন ছবিতে স্যান্ড্রা বুলক
অ্যাঞ্জেলা বেনেট- রেসলিং আর্নেস্ট হেমিংওয়ে, দ্য নেট বা 28 ডেজ চরিত্রে অভিনয় করেছিলেন?
নেট
28. নিউজিল্যান্ডের কোন মহিলা পরিচালক এই ছবিগুলি
পরিচালনা করেছেন - ইন দ্য কাট (2003), দ্য ওয়াটার ডায়েরি (2006) এবং ব্রাইট স্টার
(2009)? জেন ক্যাম্পন
29. ২০০৩ সালে ‘ফাইন্ডিং নিমো’ ছবিতে নিমো
চরিত্রটির জন্য কোন অভিনেতা ভয়েস সরবরাহ করেছিলেন? আলেকজান্ডার গোল্ড
30. কোন বন্দীকে 'ব্রিটেনের সবচেয়ে হিংস্র
বন্দী' বলে অভিহিত করা হয়েছিল এটি 2009 সালের চলচ্চিত্রের বিষয় ছিল? চার্লস ব্রনসন
(চলচ্চিত্রটির নাম ব্রোনসন ছিল)
31. ক্রিশ্চিয়ান বেল অভিনীত 2008 সালের কোন
ফিল্মটিতে এই উদ্ধৃতি রয়েছে: "আমি বিশ্বাস করি যা কিছু আপনাকে হত্যা করে না,
কেবল আপনাকে ... অপরিচিত করে তোলে।"? ডার্ক নাইট
32. কিল বিল ১ ও ২য় টোকিওর আন্ডারওয়ার্ল্ড
বস ও-রেন ইশির ভূমিকায় অভিনয় করা অভিনেত্রীর নাম? লুসি লিউ
33. কোন ছবিতে হিউ জ্যাকম্যান খ্রিস্টান বেলের
চরিত্রে প্রতিদ্বন্দ্বী যাদুকর চরিত্রে অভিনয় করেছিলেন? সম্মান
34. ইটস আ ওয়ান্ডারফুল লাইফের জন্য বিখ্যাত
চলচ্চিত্র পরিচালক ফ্র্যাঙ্ক ক্যাপরা ভূমধ্যসাগরীয় কোন দেশে জন্মগ্রহণ করেন? ইতালি
35. দ্য এক্সপেনডেবলস ছবিতে কোন ব্রিটিশ অ্যাকশন
অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের পাশাপাশি লি ক্রিসমাসের ভূমিকা পালন করেছিলেন? জেসন
স্ট্যাথাম
36. কোন আমেরিকান অভিনেতা 9½ সপ্তাহের ছবিতে
কিম বাসিনজারের সাথে অভিনয় করেছিলেন? মিকি রর্কে
37. 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার'-এ নেবুলার
ভূমিকায় অভিনয় করেছেন কোন প্রাক্তন ডাক্তার কে? কারেন গিলান
38. 2024 সালের কুংফু পান্ডায় 'হিট মি বেবি
ওয়ান মোর টাইম' গানটি কে গেয়েছিলেন? জ্যাক ব্ল্যাক
39. 2024 এর ম্যাডাম ওয়েবে জুলিয়া কার্পেন্টার
কে অভিনয় করেছেন? সিডনি সুইনি
40. কোন ছবিতে সর্বশেষ সংযোজন মার্ভেলের সিনেমাটিক
ইউনিভার্স? আশ্চর্য
41. আমেরিকান বেসবল দল টাম্পা বে রে তাদের
হোম গেমগুলি কোথায় খেলবে? ট্রপিকানা মাঠ
42. 1907 সালে প্রথম অনুষ্ঠিত, কোন খেলাটিতে
ওয়াটারলু কাপ প্রতিযোগিতা হয়? মুকুট সবুজ বাটি
43. 2001 সালে বিবিসির 'ক্রীড়া ব্যক্তিত্বের
বছর' কে ছিলেন? ডেভিড বেকহ্যাম
44. 1930 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত
হয়েছিল? হ্যামিলটন, কানাডা
45. ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় রয়েছে?
সাত
46. নীল অ্যাডামস কোন খেলায় সেরা হয়েছিল?
জুডো
47. স্পেনের ১৯৮২ সালের বিশ্বকাপ পশ্চিম জার্মানিকে
৩-১ গোলে হারিয়ে কোন দেশ জিতেছে? ইতালি
48. ব্র্যাডফোর্ড সিটি ফুটবল ক্লাবের ডাক নাম
কী? বাঁটামস
49. কোন দল 1993, 1994 এবং 1996 সালে আমেরিকান
ফুটবল সুপারবোল জিতেছিল? ডালাস কাউবয়েজ
50. 2000 এবং 2001 সালে কোন গ্রেহাউন্ড ডার্বি
জিতেছিল? দ্রুত রেঞ্জার
51. কোন টেনিস খেলোয়াড় মারিয়া শারাপাভাকে
-2012-৩, -6-০ গোলে হারিয়ে ২০১২ লেডিজ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে? ভিক্টোরিয়া আজারেঙ্কা
52. অস্ট্রেলিয়াকে 2003-20-এ পরাজিত করে
17 রাগবি বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের হয়ে কে অতিরিক্ত সময়ের ড্রপ গোল করেছিলেন?
জনি উইলকিনসন
53. 1891 সালে জেমস নাইস্টিথ কোন ক্রীড়া গেমটি
আবিষ্কার করেছিলেন? বাস্কেটবল
54. দেশপ্রেতীরা কতবার সুপার বাউলের ফাইনাল
খেলায় অংশ নিয়েছে? 11
55. উইম্বলডন 2017 জিতেছিল 14 তম বাছাই যারা
ফাইনালে ভেনাস উইলিয়ামসকে আশ্চর্যজনকভাবে পরাজিত করেছিল। সে কে? গার্বি মুগুরুজা
56. অলিম্পিক কার্লিং দলে কতজন খেলোয়াড় রয়েছে?
চার
57. 2020 সাল পর্যন্ত, স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
জয়ী সর্বশেষ ওয়েলশম্যান কে ছিলেন? মার্ক উইলিয়ামস
58. কোন আমেরিকান শহরের মেজর লিগ বেসবল দলের
নাম কার্ডিনালদের নামে রাখা হয়েছে? সেন্ট লুইস
59. 2000 সালে গেমগুলির পুনঃপ্রবর্তনের পর
থেকে কোন দেশটি পাঁচটি স্বর্ণপদক সহ অলিম্পিক গ্রীষ্মকালীন গেমস সিঙ্ক্রোনাইজড সাঁতারে
আধিপত্য বিস্তার করেছে? রাশিয়া
60. কানাডিয়ান কনার ম্যাকডাভিড কোন খেলায়
উদীয়মান নক্ষত্র? আইস হকি
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
(১)
বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
(২) বাংলাদেশের স্বাধীনতা দিবস-
উত্তর : ২৬ মার্চ
(৩) বিজয় দিবস পালিত হয়-
উত্তর : ১৬ ডিসেম্বর
( ৪) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার
কে
উত্তর : এএনএ সাহা
(৫) বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
উত্তর : নজরুল ইসলাম
(৬) সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
উত্তর : নারিকেল জিনজিরা
(৭) বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা
দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
(৮) বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
উত্তর : ৭টি
(৯) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য
নিচের কত জন ছিলেন?
উত্তর : ৩৪ জন
(১০) বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র
মহিলা সদস্য কে?
উত্তর : বেগম রাজিয়া বানু
(১১) বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির
সভাপতি কে ছিলেন?
উত্তর : ড. কামাল হোসেন
(১২) গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত
হয়?
উত্তর : ০৪ নভেম্বর , ১৯৭২
(১৩) বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
(১৪) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস
কত তারিখ ?
উত্তর : ৪ নভেম্বর
(১৫) কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর : UNESCO
(১৬) বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী ?
উত্তর : পুণ্ড্র
(১৭) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ
কোনটি?
উত্তর : ভুটান
(১৮) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে
উত্তর : হামিদুর রহমান
(১৯) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
উত্তর : সৈয়দ মাইনুল হোসেন
(২০) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব-বাংলাদেশ ব্যাংক
(২১) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে
?
উত্তর : ১৯৫৫ সালে
(২২) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি
?
উত্তর : মহেশখালী
(২৩) বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর : কামরুল হাসান
(২৪) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর : বরেন্দ্র গবেষণা জাদুঘর
(২৫) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁওয়ে
(২৬) বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি
?
উত্তর : সেন্টমার্টিন
(২৫) বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর : বেনাপোল
(২৬) বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি
?
উত্তর : ৪ টি
(২৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উত্তর : লুই আই কান
(২৮) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১
(২৯) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর : সংবাদ পত্র
(৩০) মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : করতোয়া
(৩১) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের
অনুপাত কত ?
উত্তর : ১০ : ৬
(৩২) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে
?
উত্তর : সম্রাট আকবর
(৩৩) কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
উত্তর : হুমায়ুন
(৩৪) বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত
?
উত্তর :
২টি
(৩৫) ‘বাংলার মুক্তি সনদ’ নামে পরিচিত কোনটি
?
উত্তর :
৬ দফা
(৩৬) বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত
সালে?
উত্তর :
৪ মার্চ ১৯৭২
(৩৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি ?
উত্তর :
চলন বিল
(৩৮) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর :
সুন্দরবন
(৩৯) বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর :
সুপ্রিম কোর্ট
(৪০) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম
দেশ কোনটি?
উত্তর :
ইরাক
(৪১) বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর :
এক কক্ষ
(৪২) ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন
সালে?
উত্তর :
১৬১০
(৪৩) বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত
হয়?
উত্তর :
হরিপুর
(৪৪) পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম
দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হালো ?
উত্তর :
৩৩ তম
(৪৫) জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর :
সম্মিলিত প্রয়াস
(৪৬) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত ?
উত্তর :
বাংলা একাডেমিতে
(৪৭) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে
ভাগ করা হয়েছিল?
উত্তর :
১১টি
(৪৮) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর :
৭ টি
(৪৯) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর :
১৩৬ তম
(৫০) বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে
?
উত্তর :
১৯৭৪ সালে
(৫১)
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :
১৯২১ সাল
(৫২) ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তর :
পটুয়াখালী
(৫৩) বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয়
কত সালে ?
উত্তর :
১৮৬২ সালে
(৫৪) পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
উত্তর :
রাঙ্গামাটি
(৫৫) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তর :
লাহোর
(৫৬) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
উত্তর :
ঢাকা
(৫৭) বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর :
তিতাস
(৫৮) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর :
পঞ্চগড়
(৫৯) পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা
–
উত্তর :
মাকসুদুল আলম
(৬০) বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া
যায়?
উত্তর :
সিলেট
(৬১) ঢাকার ‘ ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর :
ইসলাম খান
(৬২) কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
উত্তর :
১১ ডিসেম্বর, ১৯৯৭
(৬৩) কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর :
১৯৭২ সালে
(৬৪) বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে
উত্তর :
জয়নুল আবেদিন
(৬৫) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ
ছড়িয়ে দেয়?
উত্তর :
বাঙালি জাতীয়তাবাদ
(৬৬) বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর :
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
(৬৭) ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
উত্তর :
শেখ মুজিবুর রহমান
(৬৮) e-TIN চালু করা হয় কত সালে ?
উত্তর :
২০১৩
(৬৯) উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর :
নরসিংদী
(৭০) কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর :
সুন্দরবনকে
(৭১) পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর :
মাকসুদুল আলম
(৭২) দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায়
অবস্থিত?
উত্তর :
লোহাগাড়া, চট্টগ্রাম
(৭৩) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর :
বুড়িগঙ্গা
(৭৪) ভাটির দেশ নামে পরিচিত দেশ-
উত্তর :
বাংলাদেশ
(৭৫) বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন
জেলাকে?
উত্তর :
খাগড়াছড়ি
(৭৬) বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন
ছুটি কত দিন?
উত্তর :
১২০ দিন
(৭৭) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর :
১৯৭৪ সালে
(৭৮) কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
হয়?
উত্তর :
১৪ ডিসেম্বর
(৭৯) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য
ছিলেন কে?
উত্তর :
বেগম রাজিয়া বানু
(৮০) নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উত্তর :
বাংলা একাডেমিতে
(৮১) জাতীয় শিক্ষক দিবস পালিত হয়-
উত্তর :
১৯ জানুয়ারি
(৮২) চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর
নাম কী?
উত্তর :
মায়িশা রহমান
(৮৩) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান
পরিচালনা করেন কে?
উত্তর :
মন্ত্রিপরিষদ সচিব
(৮৪) বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ
করা ব্যক্তির নাম কী?
উত্তর :
মারুফ হাসান
(৮৫) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে
বাংলার অবস্থান কততম ?
উত্তর :
সপ্তম
(৮৬) বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা
কে?
উত্তর :
সারাহ ইসলাম
(৮৭) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন
কি?
উত্তর :
সংবিধান
(৮৮) বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার
নাম কী?
উত্তর :
উত্তরাধিকার
(৮৯) তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত ?
উত্তর :
লালমনিরহাট
(৯০) বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর :
১২ নটিক্যাল মাইল
(৯১) কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর :
তুলা গাছ
(৯২) বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি
?
উত্তর :
তিনটি
(৯৩) বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর :
চার্লস উইলকিন্স
(৯৪) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়
স্থাপিত হয়েছিল?
উত্তর :
কালুরঘাট
(৯৫) বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন
জেলাকে?
উত্তর :
ভোলা
(৯৬) ঢাকা বিশ্বের কততম মেগাসিটি ?
উত্তর :
১১তম
(৯৭) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র
পাঠ করতেন কে?
উত্তর :
এম আর আখতার মুকুল
(৯৮) বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী
কে?
উত্তর :
নিশাত মজুমদার
(৯৯) আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত
হয়?
উত্তর :
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
(১০০) বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর :
১৯৭৪ সালে
বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ
জ্ঞান
(১০১) সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর :
বঙ্গোপসাগরে
(১০২) গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর :
১৯৮৩ সালে
(১০৩) বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম
কি?
উত্তর :
মুসা ইব্রাহীম
(১০৪) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর :
৪৫.৭২ মিটার
(১০৫) জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ?
উত্তর :
৭টি
(১০৬) বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?
উত্তর :
জেমস রেনেল
(১০৭) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি
কে?
উত্তর :
লুই আই কান
(১০৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
কে ছিলেন?
উত্তর :
পি. জে. হার্টজ
(১০৯) জাতীয় সংসদের প্রতীক কি ?
উত্তর :
শাপলা
(১১০) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
(১১১) বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম
কী?
উত্তর :
পিপীলিকা
(১১২) বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে?
উত্তর :
কামরুল হাসান
(১১৩) বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তর :
১২ মার্চ ২০১৭
(১১৪) চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর : কর্ণফুলী
(১১৫) বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর
সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর :
গাজীপুর
(১১৬) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-
গানটির সুরকার কে?
উত্তর :
আলতাফ মাহমুদ
(১১৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী
উপাচার্য কে ?
উত্তর :
ড. সাদেকা হালিম
(১১৮) ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন
চলাচল শুরু হয় কবে ?
উত্তর :
১ ডিসেম্বর ২০২৩
(১১৯) বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত
?
উত্তর :
কক্সবাজার
(১২০) গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায় ?
উত্তর :
সীতাকুণ্ড
(১২১) বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?
উত্তর :
৩০ জুন
(১২২) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত
?
উত্তর :
১২ নটিক্যাল মাইল
(১২৩) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত
নটিক্যাল মাইল?
উত্তর :
২০০ নটিক্যাল মাইল
(১২৪) বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
উত্তর :
টারশিয়ারী যুগে
(১২৫) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তর :
৫টি
(১২৬) ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে
স্বাক্ষরিত হয়?
উত্তর :
১৬ মে, ১৯৭৪
(১২৭) বাংলাদেশের বৃহত্তম উপজেলা –
উত্তর : শ্যামনগর
(১২৮)‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি
কে ?
উত্তর :
নিতুন কুন্ডু
(১২৯) রাঙামাটির ছাদ বলা হয় –
উত্তর :
সাজেক ভ্যালি
(১৩০) পদ্মা নদীর উৎপত্তিস্থল
উত্তর :
গঙ্গোত্রী হিমবাহ
(১৩১) বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস
উত্তর :
২১ নভেম্বর
(১৩২) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর :
নারায়ণগঞ্জ
(১৩৩) বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়
উত্তর :
চট্টগ্রামকে
(১৩৪) ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর :
১১৭৬ সালে
(১৩৫) প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত –
উত্তর :
নারায়ণগঞ্জ
(১৩৬) বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি
উত্তর :
৩৩১টি
(১৩৭) বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি
উত্তর :
৪৯৫ টি
(১৩৮) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উত্তর :
৪৫৭৮টি
(১৩৯) বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর :
সম্রাট আকবর
(১৪০) নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
উত্তর :
৬.১৫ কিমি
(১৪১) বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায়
অবস্থিত?
উত্তর :
আগারগাঁও
(১৪২) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত
উত্তর :
সোনারগাঁও
(১৪৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক
সীমান্ত রয়েছে?
উত্তর :
২ টি
(১৪৪) বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি
?
উত্তর :
৩টি
(১৪৫) বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে
উত্তর :
চিংড়ী
(১৪৬) জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের
অবস্থান কততম?
উত্তর :
৮ম
(১৪৭) বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি
কে ছিলেন?
উত্তর :
জেনারেল আতাউল গণি ওসমানি
(১৪৮) বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে
চালু হয়?
উত্তর :
১৯৯১ সালে
(১৪৯) বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে?
উত্তর :
জনতা ব্যাংক
(১৫০) সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর :
৬০ ভাগ
(সমাপ্ত)
লেখক ও সংকলক
মোঃ ইজাবুল আলম
সকল পর্ব একই সাথে দেখতে চাইলে BOU এর উপর ক্লিক করুন
PLEASE SHARE ON
No comments:
Post a Comment